নিজেকে যাচাই করুন-১০

নিজেকে যাচাই করুন-১০


১. আত্মত্যাগের ব্যাখ্যা হলো-
Ο ক) জীবন উৎসর্গ
Ο খ) টাকাপয়সা উৎসর্গ
Ο গ) সম্পদ উৎসর্গ
Ο ঘ) বাড়িগাড়ি উৎসর্গ
সঠিক উত্তর: (ক)

২. সংরক্ষিত আসনের মহিলা সাংসদগণ কীভাবে নির্বাচিত হন?
Ο ক) প্রত্যক্ষভাবে
Ο খ) পরোক্ষভাবে
Ο গ) সরাসরি
Ο ঘ) হ্যাঁ, না ভোটে
সঠিক উত্তর: (খ)

৩. সরকার কর্তৃক পরিচালিত বিভাগ হলো-
i আইন বিভাগ
ii শাসন বিভাগ
iii বিচারবিভাগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪. শাসন বিভাগের প্রধান কে?
Ο ক) রাষ্ট্রপতি
Ο খ) প্রধান বিচারপতি
Ο গ) প্রধানমন্ত্রী
Ο ঘ) স্বরাষ্ট্রমন্ত্রী
সঠিক উত্তর: (ক)

৫. ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় মূলনীতি কয়টি?
Ο ক) ৩টি
Ο খ) ৪টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৬টি
সঠিক উত্তর: (খ)

৬. কোনটি রাষ্ট্র গঠনের একটি উপাদান?
Ο ক) রাজনৈতিক দল
Ο খ) সরকার
Ο গ) মন্ত্রিপরিষদ
Ο ঘ) সংবিধান
সঠিক উত্তর: (খ)

৭. যে সরকারের কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে তাকে কোন সরকার বরে?
Ο ক) নিয়মতান্ত্রিক
Ο খ) প্রজাতান্ত্রিক
Ο গ) গণতান্ত্রি
Ο ঘ) িএককেন্দ্রিক
সঠিক উত্তর: (ঘ)

৮. জাতীয় সংসদের মেয়াদকাল কোনটি?
Ο ক) ৪ বছর
Ο খ) ৫ বছর
Ο গ) ৬ বছর
Ο ঘ) ৭ বছর
সঠিক উত্তর: (খ)

৯. বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কোন মাসে?
Ο ক) আগস্ট মাসে
Ο খ) সেপ্টেম্বর মাসে
Ο গ) অক্টোবর মাসে
Ο ঘ) নভেম্বর মাসে
সঠিক উত্তর: (ঘ)

১০. সরকারকে জাহাহের কীসের সঙ্গে তুলনা করা যায়?
Ο ক) মাস্তুল
Ο খ) রাডার
Ο গ) ইঞ্জিন
Ο ঘ) বডি
সঠিক উত্তর: (গ)

১১. কারা বাঙালি নামে পরিচিত হবে না?
Ο ক) মুসলমানরা
Ο খ) হিন্দুরা
Ο গ) বৌদ্ধরা
Ο ঘ) ক্ষুদ্র নৃগোষ্ঠী
সঠিক উত্তর: (ঘ)

১২. বাংলাদেশের জনগণ তাদের সার্বভৌম ক্ষমতা কীভাবে প্রয়োগ করে?
Ο ক) ভোট প্রধানের মাধ্যমে
Ο খ) রাজনৈতিক দলকে সমর্ধন দিয়ে
Ο গ) প্রধানমন্ত্রীননির্বাচন করে
Ο ঘ) শাসনক্ষমতা প্রয়োগ করে
সঠিক উত্তর: (ক)

১৩. পৃথিবীর অধিকাংশ দেশেই কোন ধরনের সরকার রয়েছে?
Ο ক) একনায়কতন্ত্র
Ο খ) রাজতন্ত্র
Ο গ) গণতন্ত্র
Ο ঘ) স্বৈরতন্ত্র
সঠিক উত্তর: (গ)

১৪. একই ধরনের যা বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে-
i ভাষা
ii সাহিত্য
iii সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৫. স্পিকারের অবর্তমানে কে সংসদ পরিচালনা করেন?
Ο ক) সরকারি দলের হুইপ
Ο খ) বোধী দলের হুইপ
Ο গ) প্রধানমন্ত্রী
Ο ঘ) ডেপুটি স্পিকার
সঠিক উত্তর: (ঘ)

১৬. কোন নীতিমালার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয়?
Ο ক) সরকারী
Ο খ) বেসরকারী
Ο গ) সংবিধানের
Ο ঘ) আিইনজীবীদের
সঠিক উত্তর: (গ)

১৭. রাষ্ট্র পরিচালনার সকল কাজ যার মাধ্যমে সম্পাদিত হয়-
Ο ক) প্রধানমন্ত্রী
Ο খ) সরকার
Ο গ) রাষ্ট্রপতি
Ο ঘ) মন্ত্রিপরিষদ
সঠিক উত্তর: (খ)

১৮. রাষ্ট্রের শাসনসংক্রান্ত কার্যাবলি পরিচালনার দায়িত্ব কোন বিভাগের?
Ο ক) আইন বিভাগ
Ο খ) বিচার বিভাগ
Ο গ) আইন সভা
Ο ঘ) শাসনবিভাগ
সঠিক উত্তর: (ঘ)
১৯. সরকারের বিভাগ হলো-
i আইন বিভাগ
ii শাসন বিভাগ
iii বিচার বিভাগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০. কে চরম শাস্তি বা মৃত্যুদন্ড মওকুফ করতে পারেন?
Ο ক) প্রধানমন্ত্রী
Ο খ) প্রধান বিচারপতি
Ο গ) আইনমন্ত্রী
Ο ঘ) রাষ্ট্রপতি
সঠিক উত্তর: (ঘ)
২১. বাংলাদেশের সংবিধানে কয় কক্ষবিশিষ্ট আইন সভার ব্যবস্থা রাখা হয়েছে?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (ক)
২২. সরকারের কয়কটি অঙ্গ থাকার কারণ কী?
Ο ক) ক্ষমতা বন্টনের সুবিধা
Ο খ) বিভিন্নমূখী কাজ পরিচালনা
Ο গ) বিকেন্দ্রীকরণ করা
Ο ঘ) সহযোগিতা সৃষ্টি
সঠিক উত্তর: (খ)
২৩. সংবিধান রাষ্ট্র পরিচালনার কী?
Ο ক) হাতিয়ার
Ο খ) দলিল
Ο গ) বই
Ο ঘ) গ্রন্থ
সঠিক উত্তর: (খ)
২৪. আমাদের আইনসভার নির্বাচিত সদস্যসংখ্যা কত?
Ο ক) ২৫০ জন
Ο খ) ২৭৫ জন
Ο গ) ৩০০ জন
Ο ঘ) ৩৩০ জন
সঠিক উত্তর: (গ)
২৫. জাতি হিসেবে বাংলাদেশের জনগণ কী নামে পরিচিত হবে?
Ο ক) বাংলাদেশি
Ο খ) বাঙালি
Ο গ) ইসলামী
Ο ঘ) আর্য
সঠিক উত্তর: (খ)
২৬. রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?
Ο ক) সামাজিক
Ο খ) রাজনৈতিক
Ο গ) সরকারি
Ο ঘ) বেসরকারি
সঠিক উত্তর: (খ)
২৭. জনগণের ভোটে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে কী বলা হয়?
Ο ক) নিমতন্ত্র
Ο খ) প্রজাতন্ত্র
Ο গ) গণতন্ত্র
Ο ঘ) একনায়কতন্ত্র
সঠিক উত্তর: (খ)
২৮. রাষ্ট্রের মূল চালিকা শক্তি কোনটি?
Ο ক) সার্বভৌমত্ব
Ο খ) সরকার
Ο গ) ভূখন্ড
Ο ঘ) রাজনৈতিক দল
সঠিক উত্তর: (খ)
২৯. কোন দেশের সরকারের সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়?
Ο ক) ইতালি
Ο খ) যুক্তরাষ্ট্র
Ο গ) যুক্তরাজ্য
Ο ঘ) কানাডা
সঠিক উত্তর: (খ)
৩০. সরকারের ধরনগুলোর ভিত্তিতে বাংলাদেশের সরকারব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (গ)
৩১. সরকার রাষ্ট্রের একটি কততম উপাদান?
Ο ক) ১ম
Ο খ) ২য়
Ο গ) ৩য়
Ο ঘ) ৪র্থ
সঠিক উত্তর: (গ)
৩২. বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতির অন্তর্ভুক্ত হলো-
i মৌলিক অধিকার
ii সমাজতন্ত্র
iii ধর্মনিরপেক্ষতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ঘ)
৩৩. বাংলাদেশের সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে-
i যুক্তরাষ্ট্রীয় সরকার
ii গণতান্ত্রিক রাষ্ট্র
iii মন্ত্রিপরিষদ শাসিত সরকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৩৪. রাষ্ট্রের উপাদান কোনটি?
Ο ক) মন্ত্রণালয়
Ο খ) সচিবালয়
Ο গ) প্রধানমন্ত্রীর কার্যালয়
Ο ঘ) সরকার
সঠিক উত্তর: (ঘ)
৩৫. জাতীয় সংসদ বলতে কী বোঝায়?
Ο ক) আইন বিভাগ
Ο খ) বিচার বিভাগ
Ο গ) শাসন বিভাগ
Ο ঘ) শিক্ষা বিভাগ
সঠিক উত্তর: (ক)
৩৬. ১৯৭২ সারের কোন মাসে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়?
Ο ক) মার্চ
Ο খ) আগস্ট
Ο গ) এপ্রিল
Ο ঘ) নভেম্বর
সঠিক উত্তর: (ঘ)
৩৭. বাংলাদেশের জনমতকে প্রকাশ করে সরকারের কোন বিভাগ?
Ο ক) শাসন বিভাগ
Ο খ) আইন বিভাগ
Ο গ) বিচার বিভাগ
Ο ঘ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সঠিক উত্তর: (খ)
৩৮. বাংলাদেশের আইন বিভাগ কোন দায়িত্বটি পালন করে?
Ο ক) আইন প্রণয়ন ও সংস্কার
Ο খ) শাস্তি ও বিধান ও ন্যায় প্রতিষ্ঠা
Ο গ) ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ
Ο ঘ) শান্তি-শৃঙ্খলা রক্ষা
সঠিক উত্তর: (ক)
৩৯. পঞ্চদশ সংশোধনী অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হলো-
i জাতীয়তাবাদ
ii একনায়কতন্ত্র
iii সমাজতন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৪০. রাষ্ট্রের মূল চালিকা শক্তি?
Ο ক) সরকার
Ο খ) জনগণ
Ο গ) আইন বিভাগ
Ο ঘ) শাসন বিভাগ
সঠিক উত্তর: (ক)
৪১. কোন উপাদানটি রাষ্ট্রের চালিকাশক্তি?
Ο ক) সরকার
Ο খ) জনসমষ্টি
Ο গ) সাবৃভৌমত্ব
Ο ঘ) নির্দিষ্ট ভূখন্ড
সঠিক উত্তর: (ক)
৪২. পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও অঙ্গরাজ্যসমূহের ক্ষমতা বন্টনের করা হয়?
Ο ক) এককেন্দ্রিক
Ο খ) যুক্তরাষ্ট্রীয়
Ο গ) প্রজাতান্ত্রিক
Ο ঘ) কানাডাগণতান্ত্রিক
সঠিক উত্তর: (খ)
৪৩. বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার কয়টি নীতি নির্ধারাণ করা হয়েছে?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (গ)
৪৪. সংবিধান রচনা কমিটি কয় মাসের মধ্যে খসড়া সংবিধান প্রণয়ন করে?
Ο ক) চার
Ο খ) ছয়
Ο গ) আট
Ο ঘ) নয়
সঠিক উত্তর: (খ)
৪৫. জাতীয় সংসদের মেয়াদকাল কত বছর?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ঘ)
৪৬. বিচার বিভাগ কাদের নিয়ে গঠিত?
Ο ক) সংসদ সদস্যদের
Ο খ) আইনজীবীদের
Ο গ) বিচারপতিদের
Ο ঘ) আইন প্রয়োগকারীদের
সঠিক উত্তর: (গ)
৪৭. আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচলনার মূলনীতি কয়টি?
Ο ক) ৩টি
Ο খ) ৪টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৭টি
সঠিক উত্তর: (খ)
৪৮. ঐক্যবদ্ধ ও সংকরবদ্ধ সংগ্রাম করে বাঙালি অর্জন করেছে-
i অর্থনৈতিক মুক্তি
ii সার্বভৌমত্ব
iii স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৪৯. বাংলাদেশে কেমন সরকার বর্তমান রয়েছে?
Ο ক) এককেন্দ্রিক
Ο খ) রাষ্ট্রপতিশাসিত
Ο গ) মন্ত্রিপরিষদশাসিত
Ο ঘ) একনায়কতান্ত্রিক
সঠিক উত্তর: (গ)
৫০. গণতন্ত্রের কয়টি অঙ্গ?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)
৫১. কার্যকরী অর্থে যে সকলকে নিয়ে শাসন বিভাগ গঠিত-
i রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রদান
ii মন্ত্রিপরিষদ
iii সচিবালয়ের কর্মকর্তারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫২. লিখিত সংবিধানে লিপিবদ্ধ থাকে-
i সরকারের গঠন
ii নাগরিক অধিকার
iii সরকারের বিভিন্ন অঙ্গের ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৩. বাংলাদেশের সরকার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো-
i দেশটিতে কোনো প্রদেশ নেই
ii রাষ্ট্রপতি শাসিত সরকার বর্তমান রয়েছে
iii জনগণ রাষ্ট্রের মালিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৫৪. বাঙালি জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করেছে নিম্নের কোনটি?
Ο ক) একই ভাষা
Ο খ) সমনৃতাত্ত্বিক বৈশিষ্ট্য
Ο গ) ভৌগোলিক অবস্থা
Ο ঘ) নাতিশীতোষ্ণ জলবায়ু
সঠিক উত্তর: (ক)
৫৫. শাসন বিভাগ বলতে বোঝয়ায়-
i রাষ্ট্রপ্রধান
ii আদালত
iii মন্ত্রিপরিষদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৫৬. বাংলাদেশের সংবিধান ২০১১ সাল পর্যন্ত কতবার সংশোধন হয়েছে?
Ο ক) ১১
Ο খ) ১৩
Ο গ) ১৫
Ο ঘ) ১৮
সঠিক উত্তর: (গ)
৫৭. রাষ্ট্রপ্রধানের ক্ষমতা লাভের ওপর ভিত্তি করে গণতান্ত্রি সরকারকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৫৮. স্পিকারের কাজে সহায়তা করেন?
Ο ক) সহকারী স্পিকার
Ο খ) সাংসদ
Ο গ) ডেপুটি স্পিকার
Ο ঘ) মন্ত্রিসভার সদস্য
সঠিক উত্তর: (গ)
৫৯. ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে গ্রহণ করার উদ্দেশ্য কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
৬০. সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)
৬১. বাংলাদেশের সরকারব্যবস্থার বৈশিষ্ট্য-
Ο ক) একজন শাসক
Ο খ) মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা
Ο গ) নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
Ο ঘ) যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা
সঠিক উত্তর: (খ)
৬২. বাংলাদেশের আইনসভার নাম কী?
Ο ক) জাতীয় সংসদ
Ο খ) সুপ্রিমকোর্ট
Ο গ) সচিবালয়
Ο ঘ) হাইকোর্ট
সঠিক উত্তর: (ক)
৬৩. এক ব্যক্তির বা এক দলের শাসন কোন ধরনের সরকারের বৈমিষ্ট্য?
Ο ক) একনায়কতন্ত্র
Ο খ) রাজতন্ত্র
Ο গ) গণতন্ত্র
Ο ঘ) অভিজাততন্ত্র
সঠিক উত্তর: (ক)
৬৪. সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কতটি?
Ο ক) ১২
Ο খ) ১৩
Ο গ) ১৪
Ο ঘ) ১৫
সঠিক উত্তর: (গ)
৬৫. আমাদের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কয়টি?
Ο ক) ৩০টি
Ο খ) ৩৫টি
Ο গ) ৪৫টি
Ο ঘ) ৫০টি
সঠিক উত্তর: (ঘ)
৬৬. চেয়ারম্যানসহ কত জন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত?
Ο ক) ২১ জন
Ο খ) ৩২ জন
Ο গ) ৪৩ জন
Ο ঘ) ৫৩ জন
সঠিক উত্তর: (ক)
৬৭. বাংলাদেশের আইনসভার অফিসিয়াল নাম কী?
Ο ক) হাইকোর্ট
Ο খ) সুপ্রিমকোর্ট
Ο গ) কালেক্টরেট
Ο ঘ) জাতীয় সংসদ
সঠিক উত্তর: (ঘ)
৬৮. জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত?
Ο ক) সোনারগাঁও
Ο খ) আগারগা৭ও
Ο গ) শাহবাগ
Ο ঘ) বকশী বাজার
সঠিক উত্তর: (খ)
৬৯. বাংলাদেশের নাগরিকের জাতীয়তা হিসেবে কী পরিচয় হবে?
Ο ক) বাঙালি
Ο খ) ইসলাম
Ο গ) বাংলাদেশি
Ο ঘ) পাঞ্জাবি
সঠিক উত্তর: (গ)
৭০. ক্ষমতা বন্টনের নীতির ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই ভাগে
Ο খ) তিন ভাগে
Ο গ) চার বাগে
Ο ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর: (ক)
৭১. রাষ্ট্র পরিচালিত হয় কিসের ভিত্তিতে?
Ο ক) সরকারের
Ο খ) সংবিধানের
Ο গ) সমাজের
Ο ঘ) জনগণের
সঠিক উত্তর: (খ)
৭২. বিচার বিভাগ সংবিধান সংক্রান্ত যে সকল কাজ করে তা হলো-
i সংবিধান প্রণয়ন
ii সংবিধানের ব্যাখ্যা
iii সংবিধান রক্ষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৭৩. আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ২ ভাগে
Ο খ) ৩ ভাগে
Ο গ) ৪ ভাগে
Ο ঘ) ৮ ভাগে
সঠিক উত্তর: (ক)
৭৪. একক সরকারের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে কোন ধরনের সরকারে?
Ο ক) এককেন্দ্রিক সরকারে
Ο খ) যুক্তরাষ্ট্রীয় সরকারে
Ο গ) প্রেজাতন্ত্রে
Ο ঘ) একদলীয় সরকারে
সঠিক উত্তর: (ক)
৭৫. বাংলাদেশের সংবিধান কয়ভাগে বিভক্ত?
Ο ক) ১১ ভাগে
Ο খ) ১২ ভাগে
Ο গ) ১৩ ভাগে
Ο ঘ) ১৪ ভাগে
সঠিক উত্তর: (ক)
৭৬. নিম্নদিক থেকে গ্রামাঞ্চলের কততম স্তর ইউনিয়ন পরিষদ?
Ο ক) প্রথম
Ο খ) দ্বিতীয়
Ο গ) তৃতীয়
Ο ঘ) চতুর্থ
সঠিক উত্তর: (খ)
৭৭. বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নাম কী?
Ο ক) কালেক্টরেট
Ο খ) জজ আদালত
Ο গ) হাইকোর্ট
Ο ঘ) সুপ্রিমকোর্ট
সঠিক উত্তর: (ঘ)
৭৮. বিচার বিভাগের কাজ হলো-
i আইন তৈরি করা
ii দুষ্টের দমন করা
iii অপরাধীর শাস্তি প্রদান করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৭৯. সুপ্রিমকোর্টের কয়টি বিভাগ রয়েছে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
৮০. রাষ্ট্র একটি কী ধরনের প্রতিষ্ঠান?
Ο ক) সামাজিক
Ο খ) অর্থিনৈতিক
Ο গ) সেবামূলক
Ο ঘ) রাজনৈতিক
সঠিক উত্তর: (ঘ)
৮১. কে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন?
Ο ক) প্রধানমন্ত্রী
Ο খ) মন্ত্রিপরিষদ
Ο গ) রাষ্ট্রপতি
Ο ঘ) আইনমন্ত্রী
সঠিক উত্তর: (গ)
৮২. কী অনুযায়ী রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালিত হয়?
Ο ক) সংবিধান
Ο খ) প্রচলিত প্রথা
Ο গ) সংসদীয় বৈঠক
Ο ঘ) সংষদ নেতার রুলিং
সঠিক উত্তর: (ক)
৮৩. একনায়কতন্ত্র বলতে কী বোঝায়?
Ο ক) রাষ্ট্রপতির শাসন
Ο খ) এক ব্যক্তির শাসন
Ο গ) দু ব্যক্তির শাসন
Ο ঘ) কৌশলগত শাসন
সঠিক উত্তর: (খ)
৮৪. বাংলাদেশ জাতীয় সংসদ কোথায় অবস্থিত?
Ο ক) সাভার
Ο খ) আগারগাঁও
Ο গ) ধানমন্ডি
Ο ঘ) সোনারগাঁও
সঠিক উত্তর: (খ)
৮৫. দেশের জেলার সংখ্যা কত?
Ο ক) ৬১টি
Ο খ) ৬২টি
Ο গ) ৬৩টি
Ο ঘ) ৬৪টি
সঠিক উত্তর: (ঘ)
৮৬. নাগরিক হিসেবে রাষ্ট্র আমাদের জন্য যা করে-
i কৃষিজমির ব্যবস্থা
ii আইন প্রণয়ন
iii আইন ভঙ্গ করলে শাস্তির ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৮৭. সরকার ব্যতীত রাষ্ট্রের উপাদান হচ্ছে-
i নির্দিষ্ট ভূখন্ড
ii রাজনৈতিক দল
iii সার্বভৌমত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৮৮. কোনটি সকল ক্ষমতার মূল উৎস?
Ο ক) সরকার
Ο খ) রাজনৈতিক দল
Ο গ) জনগণ
Ο ঘ) বিরোধী দল
সঠিক উত্তর: (গ)
৮৯. বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র। কারণ-
i জনগণই সকল ক্ষমতার উৎস
ii রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা প্রাপ্ত
iii সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৯০. বাংলাদেশের পরিচয় হলো-
i পরাধীন দেশ
ii সার্বভোম দেশ
iii স্বাধীন দেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৯১. যুগে যুগে পরিবর্তন ও পরিবর্তন ঘটেছে সরকারের-
i কার্যাবলির
ii ধরনের
iii ধারণার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৯২. বাংলাদেশ সরকারের আইন বিভাগের অপর নাম কী?
Ο ক) সচিবালয়
Ο খ) মন্ত্রণালয়
Ο গ) জাতীয় সংসদ
Ο ঘ) জেলা পরিষদ
সঠিক উত্তর: (গ)
৯৩. জাতীয় সংসদে ক’জন স্পিকার থাকেন?
Ο ক) ১ জন
Ο খ) ২ জন
Ο গ) ৩ জন
Ο ঘ) ৪ জন
সঠিক উত্তর: (ক)
৯৪. রাষ্ট্রের অপরিহার্য মৌলিক উপাদান কয়টি?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (ঘ)
৯৫. জাতীয় সংসদের অধিবেশন পরিচালনা করেন কে?
Ο ক) রাষ্ট্রপতি
Ο খ) স্পিকার
Ο গ) প্রধানমন্ত্রী
Ο ঘ) প্রধান বিচারপতি
সঠিক উত্তর: (খ)
৯৬. বাংলাদেশ নামক রাষ্ট্রটির পরিচালনার নীতি কোথায় উল্লিখিত রয়েছে?
Ο ক) সংবিধানে
Ο খ) আইন গ্রন্থে
Ο গ) ম্যানিফেস্টোতে
Ο ঘ) সরকারি দলের গঠনতন্ত্রে
সঠিক উত্তর: (ক)
৯৭. সরকারের কাজগুলো সম্পাদনের জন্যে কয়টি বিভাগ রয়েছে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)
৯৮. স্বাধীনতার পর কত সালে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়?
Ο ক) ১৯৭১
Ο খ) ১৯৭২
Ο গ) ১৯৭৩
Ο ঘ) ১৯৭৪
সঠিক উত্তর: (খ)
৯৯. আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে ভাগ করা হয়-
i মন্ত্রিপরিষদ শাসিত সরকারে
ii রাষ্ট্রপতি শাসিত সরকারে
iii এককেন্দ্রিক সরকারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১০০. সরকারের কোন বিভাগ সংবিধান প্রণয়ন ও সংশোধন করে?
Ο ক) আইন বিভাগ
Ο খ) বিচার বিভাগ
Ο গ) শাসন বিভাগ
Ο ঘ) সুপ্রিম কোর্ট
সঠিক উত্তর: (ক)
১০১. বাংলাদেশের সংবিধানকে উত্তম বলা যায়। কারণ এটি-
i লিখিত
ii সুস্পষ্ট
iii সংক্ষিপ্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১০২. বাংলাদেশের সংবিধান কী ধরনের?
Ο ক) অলিখিত
Ο খ) লিখিত
Ο গ) মৌখিক
Ο ঘ) অপরিবর্তনীয়
সঠিক উত্তর: (খ)
১০৩. পৃথিবীর অন্যান্য জাতি থেকে কোনটি সম্পূর্ণ পৃথক?
Ο ক) বাঙালি জাতিসত্তা
Ο খ) বাঙালি বাসস্থান
Ο গ) বাঙালি বস্ত্র
Ο ঘ) বাঙালি খাদ্য
সঠিক উত্তর: (ক)
১০৪. সরকার সম্পর্কে বলা যায়-
i রাষ্ট্রের অপরিহার্য উপাদান
ii সরকারের ধরন সময়ের সাথে পরিবর্তনশীল
iii পৃথিবীর সকল রাষ্ট্রে গণতন্ত্র বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১০৫. জাতীয় সংসদে কতজন স্পিকার ও ডেপুটি স্পিকার থাকেন?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (ক)
১০৬. একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থায় যার ইচ্ছা অনিচ্ছা দ্বারা দেশ পরিচালিত হয়-
i একনায়কের
ii এক দলের
iii রাষ্ট্রপতির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১০৭. রাষ্ট্রের অপরিহার্য মৌলিক উপাদান হচ্ছে-
i সরকার
ii সার্বভৌমত্ব
iii রাজনৈতিক দল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১০৮. বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে বলা যায় এটি একটি-
i লিখিত দলিল
ii পবিত্র দলিল
iii অপরিবর্তনীয় দলিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১০৯. কোনটির মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সকল কাজ সম্পাদিত হয়?
Ο ক) রাজনৈতিক দলের
Ο খ) মন্ত্রিপরিষদের
Ο গ) শাসন বিভাগের
Ο ঘ) সরকারের
সঠিক উত্তর: (ঘ)
১১০. কোন শাসন ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল ও তার কাছে দায়ী থাকে?
Ο ক) নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
Ο খ) একনায়কতন্ত্র
Ο গ) মন্ত্রিপরিষদ শাসিত সরকার
Ο ঘ) রাষ্ট্রপতি শাসিত সরকার
সঠিক উত্তর: (গ)
১১১. যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে তাকে কী বলে?
Ο ক) প্রজাতন্ত্র
Ο খ) স্বৈরতন্ত্র
Ο গ) অভিজাততন্ত্র
Ο ঘ) নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
সঠিক উত্তর: (ঘ)
১১২. ‘সরকারের সকল ক্ষমতা জনগণ কর্তৃক নিয়ন্ত্রিত’- এটি কোন সরকার ব্যবস্থার ক্ষেত্রে প্রয়োজন্য?
Ο ক) সমাজতন্ত্র
Ο খ) গণতন্ত্র
Ο গ) একনায়কন্ত্র
Ο ঘ) রাষ্ট্রপতি শাসিত
সঠিক উত্তর: (খ)
১১৩. গণতন্ত্রের সার্বভৌমিক রাষ্ট্র। তাই বাংলাদেশের সার্বভৌম ক্ষমতা কার হাতে ন্যস্ত?
Ο ক) রাজনৈতিক দলের
Ο খ) জনগণের
Ο গ) নির্বাচন কমিশনের
Ο ঘ) রাষ্ট্রপতির
সঠিক উত্তর: (খ)
১১৪. বাংলাদেশ রাষ্ট্রের মালিক কে?
Ο ক) রাষ্ট্রপতি
Ο খ) অর্থমন্ত্রী
Ο গ) প্রধানমন্ত্রী
Ο ঘ) জনগণ
সঠিক উত্তর: (ঘ)
১১৫. একনায়কতন্ত্রে যে বিষয়গুলো থাকে না, সেগুলো হলো-
i জনগণের অধিকার
ii মতামতের স্বীকৃতি
iii রাষ্ট্রপতি শাসিত সরকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i
সঠিক উত্তর: (ক)
১১৬. আমাদের জাতীয় সংসদটি কোথায় অবস্থিত?
Ο ক) মিরপুরে
Ο খ) ফার্মগেইটে
Ο গ) আগারগাঁও-এ
Ο ঘ) শ্যামলীতে
সঠিক উত্তর: (গ)
১১৭. খসড়া সংবিধান বলতে বোঝয়-
i চূড়ান্ত অনুমোদনহীন সংবিধান
ii অলিখিত সংবিধান
iii অনুমোদনের পূর্বাবস্থার সংবিধান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১১৮. সরকারের আয়-ব্যয়ের হিসাব করে কোন বিভাগ?
Ο ক) আইন
Ο খ) শাসন
Ο গ) বিচার
Ο ঘ) স্থানীয় সরকার
সঠিক উত্তর: (খ)
১১৯. ২০০১ সালের ৩০ শে জুন তারিখের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (গ)
১২০. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে-
i ঐক্য
ii শিষ্টাচার
iii সংহতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১২১. রাষ্ট্রপ্রদান কীভাবে ক্ষমতা লাভ করবেন তার ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে বিভক্ত করা যায়-
i নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে
ii একনায়কতন্ত্র
iii প্রজাতন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১২২. বাংলাদেশের আইন সভা কয় কক্ষ বিশিষ্ট?
Ο ক) এক
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
১২৩. ব্রিটেনের রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন এবং প্রধানমন্ত্রী পার্লামেন্টের কাছে দায়ী থাকেন। অতএব ব্রিটেনে বিদ্যমান আছে-
i একানায়কতন্ত্র
ii মন্ত্রিপরিষদ শাসিত সরকার
iii নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১২৪. কোন সরকার ব্যবস্থায় জনগণকে রাষ্ট্রের মালিক মনে করা হয়?
Ο ক) একনায়কতন্ত্র
Ο খ) রাজতন্ত্র
Ο গ) প্রজাতন্ত্র
Ο ঘ) অভিজাততন্ত্র
সঠিক উত্তর: (গ)
১২৫. যার মাধ্যমে রাষ্ট্র তার যাবতীয় কাজ সম্পাদন করে-
Ο ক) মন্ত্রিপরিষদ
Ο খ) সচিব
Ο গ) জেলা প্রশাসক
Ο ঘ) সরকার
সঠিক উত্তর: (ঘ)
১২৬. সরকারকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)
১২৭. মন্ত্রিপরিষদ শাসিত সরকারের কেন্দ্রবিন্দু কোনটি?
Ο ক) আইন বিভাগ
Ο খ) বিচার বিভাগ
Ο গ) শাসন বিভাগ
Ο ঘ) আদালত
সঠিক উত্তর: (ক)
১২৮. কোন সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি তার মন্ত্রিপরিষদ নিয়ে সরাসরি দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করে?
Ο ক) এককেন্দ্রিক সরকার
Ο খ) যুক্তরাষ্ট্রীয় সরকার
Ο গ) মন্ত্রিপরিষদ সরকার
Ο ঘ) রাষ্ট্রপতি শাসিত সরকার
সঠিক উত্তর: (ঘ)
উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: আলপনা আপনকে বলল, প্রত্যেক রাষ্ট্রের একটি নিজস্ব দলিল থাকে। আর এটিই হলো রাষ্ট্র পরিচালনার চালিকাশক্তি। একটি বিল্ডিং অথবা ইমারত যেমন এর নকশা দেখে তৈরি করা হয় তেমনি একটি দলিল অনুযায়ী রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত। সরকার ও জনগণের সার্বিক দিক এতে লিপিবদ্ধ হয়।
১২৯. উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রের দলিলকে কী বলা হয়?
Ο ক) ম্যনিফেস্টো
Ο খ) সংবিধান
Ο গ) আইনগ্রন্থ
Ο ঘ) ধর্মীয় গ্রন্থ
সঠিক উত্তর: (খ)
১৩০. রাষ্ট্রের ক্ষেত্রে উক্ত দলিলের কাজ হলো-
i নাগরিকের অধিকার ও কর্তব্য নিশ্চিত করা
ii স্বাধীনতা রক্ষা করা
iii সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা বণ্টন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৩১. এ দলিলের তাৎপর্য হলো-
i পরিবর্তনশীল বিষয়
ii রাষ্ট্রভেদে প্রকৃতি পরিবর্তন হয়
iii অপরিবর্তনশীল বিষয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i
সঠিক উত্তর: (ক)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: মিসেস তাসলিমা জাতীয় সংসদের একজন সদস্য। কিন্তু তিনি সংসদ নির্বাচনের সময় ৩০০ আসনের কোনোটিতেই প্রার্থী ছিলেন না। তিনি একজন নির্বাচিত সদস্য হিসেবে জাতীয় সংসদের অধিবেশনে সরকারি চাকুরির ক্ষেত্রে নারীর কোটা বৃদ্ধি বিল উত্থাপন করেন।
১৩২. মিসেস তাসলিমা কাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলেন?
Ο ক) জনগণের
Ο খ) মন্ত্রিপরিষদের
Ο গ) সাংসদদের
Ο ঘ) উপজেলা চেয়ারম্যানদের
সঠিক উত্তর: (গ)
১৩৩. মিসেস হাসলিমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচনের কারণ হচ্ছে-
i মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা
ii সংসদের সদস্য সংখ্যা বাড়ানো
iii নারীর স্বার্থ সংরক্ষণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: নিজাম সাহেব স্থানীয় সরকারের এমন একটি প্রতিষ্ঠানের প্রধান যার মোট সদস্য সংখ্যৗা ১৩ জন। এর মধ্যে তিনজন মহিলা সদস্য।
১৩৪. নিজাম সাহেব কোন প্রতিষ্ঠানের প্রধান?
Ο ক) ইউনিয়ন পরিষদ
Ο খ) সিটি করপোরেশন
Ο গ) জেলা পরিষদ
Ο ঘ) উপজেলা পরিষদ
সঠিক উত্তর: (ক)
১৩৫. উক্ত পরিষদের প্রদান দায়িত্ব হলো-
i প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা
ii অপরাধের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করা
iii জমির খাজনা আদায়ের ব্যবস্থা করা।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: জাফর মিয়া মুরাদনগর ইউনিয়নের চেয়ারম্যান। তিনি এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন, তবে তার এসব কাজের ব্যয় নির্বাহের জন্য অনেকগুলো জিনিসের ওপর কর ধার্য করতে হয়।
১৩৬. জাফর মিয়া যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান সে প্রতিষ্ঠানটি কত জন সদস্য নিয়ে গঠিত-
Ο ক) ১০ জন
Ο খ) ১৩ জন
Ο গ) ১২ জন
Ο ঘ) ৯ জন
সঠিক উত্তর: (খ)
১৩৭. জাফর মিয়া বিচারসংক্রান্ত কী ব্যবস্থা নিতে পারেন?
Ο ক) বিচারালয় ব্যবস্থা
Ο খ) পুলিশ প্রশাসন গঠন
Ο গ) ছোটখাটো বিবাদ নিষ্পত্তির ব্যবস্থা
Ο ঘ) নিজস্ব বাহিনী গঠন
সঠিক উত্তর: (গ)
১৩৮. জাফর মিয়া তার প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহের জন্য আরোপ করতে পারেন-
i হাটবাজার ও খেয়াঘাটের ওপর কর
ii রিকসা, সাইকেল, গরুর গাড়ি, ভ্যানগাড়ি ইত্যাদি যানবাহনের ওপর কর
iii ঘরবাড়ির মূল্য ও জমির আয়ের ওপর কর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: রফিক বাংলায় ঔপনিবেশিক যুগের পটভূমি নিয়ে ছোট ভাই নাবিদের সাথে আলোচনা করে। রফিক বলে সতেরো শতকে উপনিবেশবাদী বেশ কিছু দেশের বণিকের বাংলা তথ্য ভারতবর্ষে আগমন ঘটে। বাণিজ্যের নামে তারা স্থায়ী ভাবে বাংলায় অবস্তান করতে শুরু করে।
১৩৯. উদ্দীপকে বাংলায় প্রবশেকারী কোন উপনিবেশবাদীদের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
Ο ক) ইউরোপীয়
Ο খ) ভারতীয়
Ο গ) অস্ট্রেলীয়
Ο ঘ) নিগ্রোয়েড
সঠিক উত্তর: (ক)
১৪০. এ উপনিবেশবাদী জাতিসমূহ হলো-
i ওলন্দাজ ও দিনেমার
ii ইংরেজ ও ফরাসি
iii ভারতীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৪১. এ উপনিবেশবাদীদের ভূমিকা হলো-
i ‘দি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ স্থাপন
ii ‘ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ স্থাপন
iii ‘সাউথ বাংলা কোম্পানি’ স্থাপন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: শুভ ইতিহাস বই পড়ে জানতে পারল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লির শাসন দুর্বল হয়ে পড়ে। আলিবর্দী খাঁর মৃত্যুর পরে ১৭৫৬ সালে বাংলায় নতুন শাসনকর্তা নিযুক্ত হন। কিন্তু তাকে অনেকে সহ্য করতে না পেরে তার বিরদ্দে ষড়যন্ত্র শুরু করে।
১৪২. উদ্দীপকে উল্লিখিত বাংলায় নিযুক্ত নতুন শাসনকর্তাকে ছিলেন?
Ο ক) নবাব শাহ নেওয়াজ
Ο খ) নবাব সিরাজউদ্দৌলা
Ο গ) নবাব মীর জুমলা
Ο ঘ) নবাব শেরকুলি খাঁ
সঠিক উত্তর: (খ)
১৪৩. বাংলার নতুন শাসনকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা হলো-
i নবাবের খালা
ii ইংরেজ বণিক গোষ্ঠী
iii নবাবের স্ত্রী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৪৪. বাংলার নতুন শাসকের বিরুদ্ধে ষড়যন্ত্রের ফলাফল-
i পলাশী যুদ্ধে নবাবের পতন
ii বাংলা শত্রুমুক্ত হওয়া
iii বাংলার স্বাধীনতার অবসান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান করম আলী। আত্মীয়স্বজন ও ইউনিয়ন পরিষদের কিছু ব্যক্তির ষড়যন্ত্রের ফলে তিনি চেয়াম্যান থেকে সরে যেতে বাধ্য হন যেমনটি ঘটেছিল সিরাজউদ্দৌলার ক্ষেত্রে পরবর্তীতে ষড়যন্ত্রে মূল পরিকল্পনাকারী মনসুর মিয়া চেয়ারম্যান নির্বাচিত হন।
১৪৫. উদ্দীপকের মনসুর মিয়ার সাথে কার মিল রয়েছে?
Ο ক) তিতুমীর
Ο খ) রবার্ট ক্লাইভ
Ο গ) মীর জাফর
Ο ঘ) হাজী শরীয়তউল্লাহ
সঠিক উত্তর: (খ)
১৪৬. মনসুর মিয়ার বিরুদ্ধে যে বিদ্রোহ হতে পারে তা সাদৃশ্যপূর্ণ হবে-
i ফকির আন্দোলন
ii তিতুমীরের বিদ্রোহ
iii ফরায়েজি আন্দোলন, বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন, ছয় দফা আন্দোলন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: আফাম ক্লাস সেভেন থেকে ক্লাস এইটে উঠল এবার। আফামের মায়ের ইচ্ছা তাকে একটি নামকরা স্কুলে ভর্তি করানো। আফামের মা আফামের বাবাকে এ ব্যাপারে বললেন। আফামের বাবা বললেন, দেখো সংসারের আয়েোাজগারের দিকটি আমি সামলাই তাই তুমি বাচ্চাদের পড়াশোনার দিকটা দেখবে। এ ব্যাপারে মা হিসেবে তোমার সিদ্ধান্তই চূড়ান্ত।
১৪৭. আফামদের বাসায় যে বিষয়টি পরিলক্ষিত হয়েছে এ বিষয়টিকে কী বলা যাবে?
Ο ক) পিতৃশাসন
Ο খ) মাতৃশাসন
Ο গ) দ্বৈতশাসন
Ο ঘ) গণতন্ত্র
সঠিক উত্তর: (গ)
১৪৮. বাংলায় উক্ত শাসন কে চালু করেছিলেন?
Ο ক) হেস্টিংস
Ο খ) ডালহৌসি
Ο গ) কর্নওয়ালিস
Ο ঘ) ক্লাইভ
সঠিক উত্তর: (ঘ)
১৪৯. বাংলায় এ শাসনের ফলে-
i দুর্ভিক্ষ দেখা দেয়
ii পুঁজি পাচার হয়
iii নবাব শক্তিশালী হন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "নিজেকে যাচাই করুন-১০ "

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে