নিজেকে যাচাই করুন-১১

নিজেকে যাচাই করুন-১১


১. বায়ুমন্ডলের গৌণ গ্যাসগুলোকে কী বলা হয়?
Ο ক) সি এফ সি
Ο খ) গ্রিনহাউস
Ο গ) এইচসিএফসি
Ο ঘ) ওজোন স্তর
সঠিক উত্তর: (ঘ)

২. বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতি প্রাকৃতিক পরিবেশকে করেছে-
i স্বাচ্ছন্দ্যময়
ii ক্ষতিগ্রস্ত
iii ভারসাম্যহীন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৩. বর্তমান বিশ্বে ব্যাপক হারে কী গড়ে উঠছে?
Ο ক) বন্দর
Ο খ) নগর
Ο গ) শিল্প
Ο ঘ) কারখানা
সঠিক উত্তর: (খ)

৪. সম্পতি ঢাকায় কোথায় রাসায়নিক গুদাম থেকে সৃষ্ট অগ্নিকান্ডে বহুলোকের প্রাণহানি ঘটেছে?
Ο ক) নিমতলি
Ο খ) গাবতলী
Ο গ) গুলিস্তান
Ο ঘ) লালবাগ
সঠিক উত্তর: (ক)

৫. ভূমিকম্পের সময় কী বন্ধ করতে হবে?
Ο ক) দরজা
Ο খ) জানালা
Ο গ) বৈদ্যুতিক সুইচ
Ο ঘ) রেডিও-টিভি
সঠিক উত্তর: (গ)

৬. আমাদের দেশে অগ্নিকান্ডের কারণ-
i প্রাকৃতিক
ii মানুষের অসাবধানতা
iii দুর্ঘটনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৭. শুকনা খাবার কোনটি?
Ο ক) আটা
Ο খ) গুড়
Ο গ) ময়দা
Ο ঘ) চাল
সঠিক উত্তর: (খ)

৮. মাছের আবাসস্থল কোনটি?
Ο ক) সমভূমি
Ο খ) স্থলভূমি
Ο গ) জলাভূমি
Ο ঘ) শিলাভূমি
সঠিক উত্তর: (গ)

৯. বায়ুমন্ডলে গ্রিন হাউস গ্যাস বাড়ছে-
i প্রাকৃতিক বিপর্যয়ের কারণে
ii এয়ার কন্ডিশনারের কারণে
iii রাসায়নিক সার ও কীটনাশক ব্যব্হারের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

১০. মানব সৃষ্ট দুর্যোগ যা করে-
i জীবনযাত্রা বিপর্যস্ত
ii সমাজের পরিবর্তন
iii পরিবেশের ভারসাম্য বিনষ্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

১১. বৈশ্বিক উষ্ণতা বাংলাদেশের জনগণের জীবনযাত্রার ওপর কী প্রভাব ফেলবে?
Ο ক) জনসংখ্যা বৃদ্ধি পাবে
Ο খ) মিঠা পানির মাছ বাড়বে
Ο গ) পাহাড় পর্বত সৃষ্টি হবে
Ο ঘ) অনেক জীব বিলুপ্ত হবে
সঠিক উত্তর: (ঘ)

১২. মানুষের দূরদৃষ্টির অভাবে কোন দুর্যোগ সৃষ্টি হয়?
Ο ক) মানবসৃষ্ট দুর্যোগ
Ο খ) প্রাকৃতিক দুর্যোগ
Ο গ) সাংস্কৃতিক দুর্যোগ
Ο ঘ) আকস্মিক দুর্যোগ
সঠিক উত্তর: (ক)

১৩. আমরা জলাভূমি থেকে আগে যে মাছ পেতাম বর্তমানে তা না পাওয়ার কারণ কী?
Ο ক) জনসংখ্যার বৃদ্ধি
Ο খ) জলাভূমি ভরাট হওয়ায়
Ο গ) জলাভূমি পতিত থাকায়
Ο ঘ) মাছের বংশবৃদ্ধি কম হওয়ায়
সঠিক উত্তর: (খ)

১৪. গত এক শতাব্দীতে বায়ুমন্ডলে নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?
Ο ক) ২৫
Ο খ) ১৭
Ο গ) ১৯
Ο ঘ) ২১
সঠিক উত্তর: (গ)

১৫. দুর্ঘটনাজনিত অগ্নিকান্ড সাধারণত যেখানে ঘটতে পারে-
i শিল্পকারখানা
ii দোকানপাট
iii বাণিজ্যিক প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬. বাংলাদেশে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে-
i কৃষিজমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে
ii ম্যানগ্রোভ ফরেস্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে
iii শহরে জনসংখ্যার চাপ কমছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

১৭. দুর্যোগ পরবর্তী প্রথম করণীয় কী?
Ο ক) খরা মোকাবিলার প্রস্তুতি নেয়া
Ο খ) নদী ভাঙন রোধ করা
Ο গ) আশ্রয়কেন্দ্র তরি করা
Ο ঘ) ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা
সঠিক উত্তর: (ঘ)

১৮. গত এক শতাব্দীতে বায়ুমন্ডলে কার্ব-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?
Ο ক) ২০
Ο খ) ২৫
Ο গ) ৩০
Ο ঘ) ৩২
সঠিক উত্তর: (খ)

১৯. অধিক উৎপাদনের প্রয়োজনে কৃষিতে যা ব্যবহার করা হয়-
i সেচ
ii জৈবসার
iii কীটনাশক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২০. পৃথিবীর ফুসফুস কোনটি?
Ο ক) বঙ্গোপসাগর
Ο খ) ভারতসাগর
Ο গ) মহাসমুদ্র
Ο ঘ) উপসাগর
সঠিক উত্তর: (গ)

২১. কোন দুর্ঘটনাটি মানব সৃষ্ট ও প্রাকৃতিক কারণে ঘটতে পারে?
Ο ক) ভূমিকম্প
Ο খ) অগ্নিকান্ড
Ο গ) যুদ্ধবিগ্রহ
Ο ঘ) নদীভাঙন
সঠিক উত্তর: (খ)

২২. কোন ধরনের বর্জ্য পদার্থ সমুদ্রে নিক্ষেপের কারণে বায়ু দূষিত হয়ে ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করছে?
Ο ক) শিল্প বর্জ্য
Ο খ) গৃহস্থালি বর্জ্য
Ο গ) তেজস্ক্রিয় বর্জ্য
Ο ঘ) জীবাশ্ম বর্জ্য
সঠিক উত্তর: (গ)

২৩. পরিবেশ ও জলবায়ু অনুকুল রাখতে সাহায্য করে-
i গাছপালা
ii নদী-নালা
iii বনভূমি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

২৪. শিল্পকারখানার বর্জ্য ও ধোঁয়া থেকে নির্গত হয়-
i পারদ
ii মিথেন
iii আর্সেনিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

২৫. কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?
Ο ক) ১৬
Ο খ) ১৯
Ο গ) ২০
Ο ঘ) ২৫
সঠিক উত্তর: (ঘ)

২৬. সমুদ্রের পানিতে সবুজ গাছপালার ক্ষতি হয় কেন?
Ο ক) শ্যাওলাযুক্ত বলে
Ο খ) লবণাক্ত বলে
Ο গ) অপরিষ্কার বলে
Ο ঘ) বর্জ্য থাকে বলে
সঠিক উত্তর: (খ)

২৭. সমুদ্রের পানির স্বাদ কী রকম?
Ο ক) মিঠা
Ο খ) লবণাক্ত
Ο গ) ক্ষারীয়
Ο ঘ) অম্লীয়
সঠিক উত্তর: (খ)

২৮. বন্যায় বাড়িঘর ডুবে গেলে কোথায় আশ্রয় নিতে হবে?
Ο ক) নিকটস্থ আশ্রয়কেন্দ্রে
Ο খ) ঘরের চালে
Ο গ) গাছের ডালে
Ο ঘ) আত্মীয় বাড়িতে
সঠিক উত্তর: (ক)
২৯. জাপানে সংঘটিত ভূমিকম্পের ফলে কতটি পারমানবিক বিদ্যুৎকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়?
Ο ক) তিনটি
Ο খ) চারটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) ছয়টি
সঠিক উত্তর: (গ)
৩০. প্রাকৃতিক দুর্যোগ হলো-
i আইলা
ii সিডর
iii যুদ্ধ-বিগ্রহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৩১. বাংলাদেশের কোন অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকা?
Ο ক) কিশোরগঞ্জ
Ο খ) টাঙ্গাইল
Ο গ) শেরপুর
Ο ঘ) নেত্রকোনা
সঠিক উত্তর: (খ)
৩২. কোনটি প্রাকৃতিক দুর্যোগ?
Ο ক) টর্নেডো
Ο খ) যুদ্ধ বিগ্রহ
Ο গ) মরুকরণ
Ο ঘ) সাম্প্রদায়িক দাঙ্গা
সঠিক উত্তর: (ক)
৩৩. মানুষের কর্মকান্ডের ফলে যে দুর্যোগ সৃষ্টি হয় তার নাম কী?
Ο ক) কর্ম দুর্যোগ
Ο খ) অকর্ম দুর্যোগ
Ο গ) প্রাকৃতিক দুর্যোগ
Ο ঘ) মানব সৃষ্ট দুর্যোগ
সঠিক উত্তর: (ঘ)
৩৪. গ্রিন হাউস গ্যাস সূর্যের তাপ শোষণ করার ফলে কিসের তাপমাত্রা বাড়ছে?
Ο ক) গ্রহের
Ο খ) উপগ্রহের
Ο গ) পৃথিবীর
Ο ঘ) চাঁদের
সঠিক উত্তর: (গ)
৩৫. পৃথিবীতে নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে কেন?
Ο ক) টাকাপয়সা বেশি হওয়া
Ο খ) সম্পদ বেড়ে যাওয়া
Ο গ) ভারসাম্য নষ্ট হওয়ায়
Ο ঘ) পারমাণবিক শক্তির আবির্ভাবের
সঠিক উত্তর: (গ)
৩৬. সবুজ উদ্ভিদ দিনের বেলায় কী গ্রহণ করে?
Ο ক) কার্বন মনোক্সাইড
Ο খ) কার্বন ডাইঅক্সাইড
Ο গ) নাইট্রাস অক্সাইড
Ο ঘ) অক্সি অক্সাইড
সঠিক উত্তর: (খ)
৩৭. শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধীদের কত নম্বর বিপদসংকেত শোনার পর আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিতে হবে?
Ο ক) ৪ নম্বর
Ο খ) ২ নম্বর
Ο গ) ৫ নম্বর
Ο ঘ) ৬ নম্বর
সঠিক উত্তর: (গ)
৩৮. কৃষিতে ব্যবহৃত কীটনাশক উপাদান বায়ুমন্ডলেরর কোন স্তরকে ক্ষতি করেছে?
Ο ক) মেসোস্ফিয়ার
Ο খ) ওজোন স্তর
Ο গ) ট্রপোস্ফিয়ার
Ο ঘ) স্ট্রাটোস্ফিয়ার
সঠিক উত্তর: (খ)
৩৯. অধিক উৎপাদনের জন্যে প্রয়োজন হয়-
i কৃষিতে সেচের ব্যবহার
ii জৈব সারের ব্যবহার
iii সামাজিক উদ্যোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪০. অগ্নিকান্ড ঘটে থাকে-
i প্রাকৃতিক কারণে
ii সামাজিক কারণে
iii মানবসৃষ্ট কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৪১. সমুদ্রের নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে কীসের তীব্রতা বেড়ে যায়?
Ο ক) সাইক্লোন
Ο খ) টর্নেডো
Ο গ) ঘূর্ণিঝড়
Ο ঘ) জলোচ্ছ্বাস
সঠিক উত্তর: (ক)
৪২. মানুষ কাজের খোঁজে কোথায় ছুটছে?
Ο ক) শহরে
Ο খ) গ্রামে
Ο গ) ধর্মীয় প্রতিষ্ঠানে
Ο ঘ) সরকারি প্রতিষ্ঠানে
সঠিক উত্তর: (ক)
৪৩. ২০১১ সালে জাপানে কত মাত্রার ভূমিকম্পন অনুভুত হয়?
Ο ক)
৪৪. ৮
Ο খ)
৪৫. ৯
Ο গ)
৪৬. ৭
সঠিক উত্তর: (খ)
৪৭. গ্রিন হাউস গ্যাসের সংক্ষিপ্ত রূপ কোনটি?
Ο ক) এইচসিএফসি
Ο খ) সিএইচএফসি
Ο গ) এফসিএইচসি
Ο ঘ) সিএইচসিএফ
সঠিক উত্তর: (ক)
৪৮. যানবাহনের নির্গত কালো ধোঁয়া হচ্ছে-
Ο ক) কার্বন ডাইঅক্সাইড
Ο খ) কার্বন মনোক্সাইড
Ο গ) নাইট্রোজেন
Ο ঘ) সিএফসি গ্যাস
সঠিক উত্তর: (ক)
৪৯. সুনামির ফলে যা ধ্বংস হয়ে যেতে পারে-
i উপকূলীয় ঘরবাড়ি
ii রাস্তাঘাট
iii বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫০. জাপানের উত্তর-পূর্ব এলাকায় কত সালে ভয়াবহ সুনামি সংঘটিত হয়?
Ο ক) ২০০৭ সালে
Ο খ) ২০০৯ সালে
Ο গ) ২০১০ সালে
Ο ঘ) ২০১১ সালে
সঠিক উত্তর: (ঘ)
৫১. সমুদ্রের বিস্তৃত এলাকা জুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়-
i সমুদ্র তলদেশে প্রচন্ড ভূমিকম্পের ফলে
ii অগ্ন্যুৎপাতের ফলে
iii জোয়ার এলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৫২. ‘সুনামি’ কোন ভাষার শব্দ?
Ο ক) বাংলা
Ο খ) জাপানি
Ο গ) তুর্কি
Ο ঘ) ফরাসি
সঠিক উত্তর: (খ)
৫৩. দুর্যোগকে অনেকে কী বলে?
Ο ক) বিপদ
Ο খ) আপদ
Ο গ) জনপদ
Ο ঘ) উত্তরীয় পদ
সঠিক উত্তর: (খ)
৫৪. বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে-
Ο ক) বেশি দুর্যোগপ্রবণ এলাকা
Ο খ) কম দুর্যোগপ্রবণ এলাকা
Ο গ) মাঝারি দুর্যোগপ্রবণ এলাকা
Ο ঘ) দুর্যোগমুক্ত এলাকা
সঠিক উত্তর: (ক)
৫৫. বাংলাদেশ দুর্যোগপ্রবণ অঞ্চল হওয়ার কারণ কী?
Ο ক) সামাজিক বিশৃঙ্খলা
Ο খ) রাজনৈতিক অস্থিরতা
Ο গ) ভৌগোলিক অবস্থান
Ο ঘ) মানুষের অসাবধানতা
সঠিক উত্তর: (গ)
৫৬. বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো-
i গ্রিন হাউস কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি
ii গ্রিন হাউস নাইট্রাস অক্সাইডের পরিমাণ বৃদ্ধি
iii গ্রিন হাউস মিথেন গ্যাসের পরিমাণ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৭. বাংলাদেশের কোন অঞ্চলটি ভূমিকম্পন প্রবণ এলাকা?
Ο ক) কিশোরগঞ্জ
Ο খ) টাঙ্গাইল
Ο গ) শেরপুর
Ο ঘ) নেত্রকোণা
সঠিক উত্তর: (খ)
৫৮. ভৌগোলিক অবস্থান কোন দুর্যোগ সৃষ্টির সহায়ক?
Ο ক) মানবসৃষ্ট দুর্যোগ
Ο খ) প্রাকৃতিক দুর্যোগ
Ο গ) অভ্যন্তরীণ দুর্যোগ
Ο ঘ) সাংস্কৃতিক দুর্যোগ
সঠিক উত্তর: (খ)
৫৯. ভূমিধসের কারণ হলো-
i ভারি বৃষ্টিপাত
ii পাহাড় কেটে ফেলা
iii বন উজাড় করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬০. ব্যাপকহারে বৃক্ষ নিধনের ফলে বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ বেড়ে গেছে?
Ο ক) অক্সিজেন
Ο খ) কার্বন-ডাই-অক্সাইড
Ο গ) মিথেন
Ο ঘ) নাইট্রাস অক্সাইড
সঠিক উত্তর: (খ)
৬১. জলবায়ুর পরিবর্তনের ফলে-
i ফসলের উৎপাদন হ্রাস পায়
ii বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত হয়
iii অত্যাধিক খরা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬২. প্রচন্ডতাপদাহের কারণে কোনো দেশে বৃহৎ বলে অগ্নিকান্ড সংঘটিত হওয়াকে কী বলে?
Ο ক) আগ্নেয়গিরি
Ο খ) দাবানল
Ο গ) ভূমিকম্প
Ο ঘ) সুনামি
সঠিক উত্তর: (খ)
৬৩. মনুষ্য সৃষ্ট গ্যাস কোনটি?
Ο ক) অক্সিজেন
Ο খ) মিথেন
Ο গ) সিএফসি
Ο ঘ) কার্বন
সঠিক উত্তর: (গ)
৬৪. বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে কীসের ভূমিকা গুরুত্বপূর্ণ?
Ο ক) মহাসমুদ্র
Ο খ) হাওর-বাওর
Ο গ) নদীনালা
Ο ঘ) খাল-বিল
সঠিক উত্তর: (ক)
৬৫. উষ্ণায়নের ফলে ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠেছে-
i বায়ুমন্ডল
ii পৃথিবী
iii মঙ্গল গ্রহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৬৬. বর্তমানে বাংলাদেশে শতকরা কত ভাগ বনভূমি রয়েছে?
Ο ক) ১০ ভাগ
Ο খ) ১২ ভাগ
Ο গ) ১৪ ভাগ
Ο ঘ) ১৬ ভাগ
সঠিক উত্তর: (ঘ)
৬৭. কোনটিকে তাপবৃদ্ধিকারক গ্যাস বলা হয়?
Ο ক) কার্বন ডাই অক্সাইড
Ο খ) গ্রিন হাউস গ্যাস
Ο গ) মিথেন
Ο ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর: (খ)
৬৮. বায়ুর মূল উপাদান হলো-
i নাইট্রোজেন
ii মিথেন
iii অক্সিজেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৬৯. পরিবেশের বারসাম্য নষ্ট হচ্ছে-
i বনায়নের ফলে
ii বৃক্ষনিধনে
iii জনসংখ্যার বিস্ফোরণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৭০. দুর্যোগ কয় ধরনের?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)
৭১. ওজোন স্তর ক্ষয়ের করিণে ভূপৃষ্ঠে অতিবেগুনি রশ্মির প্রভাব শতকরা কত ভাগ বৃদ্ধি পেয়েছে?
Ο ক) ৩
Ο খ) ৫
Ο গ) ৭
Ο ঘ) ৯
সঠিক উত্তর: (খ)
৭২. সুনামির অর্থ কী?
Ο ক) ঘূর্ণিঝড়
Ο খ) অতিমাত্রায় ভূমিকম্প
Ο গ) সমুদ্রতীরের ঢেউ
Ο ঘ) জলোচ্ছ্বাস
সঠিক উত্তর: (গ)
৭৩. ‘গ্রিন হাউস’ বলতে কী বোঝায়?
Ο ক) সবুজের সমারোহ
Ο খ) সুনির্দিষ্ট একটি মৌলিক গ্যাস
Ο গ) কতকগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত আচ্ছাদন
Ο ঘ) সবুজ চাদর
সঠিক উত্তর: (গ)
৭৪. বায়ুমন্ডলের গৌণ গ্যাস হলো-
i কার্বন-ডাই-অক্সাইড
ii অক্সিজেন
iii জলীয় বাষ্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৭৫. কোনটি কতকগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন?
Ο ক) গ্রিনহাউস
Ο খ) বায়ুমন্ডল
Ο গ) ট্রপোস্ফিয়ার
Ο ঘ) ওজোন স্তর
সঠিক উত্তর: (ক)
৭৬. জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কোনটি?
Ο ক) গ্রিন হাউস গ্যাস
Ο খ) পাহাড়ি ঢল
Ο গ) বৈশ্বিক উষ্ণায়ন
Ο ঘ) সমুদ্রের পানি বৃদ্ধি
সঠিক উত্তর: (গ)
৭৭. পৃথিবীর ফুসফুস হলো-
Ο ক) মানুষ
Ο খ) পাহাড়
Ο গ) মহাসমুদ্র
Ο ঘ) বায়ুমন্ডল
সঠিক উত্তর: (গ)
৭৮. বন কেটে বাড়িঘর নির্মাণ করার ফলে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে-
i মনোরম আবাসস্থল
ii জনবায়ুর ওপর বিরূপ প্রভাব পড়ছে
iii মরুকরণের ঝুঁকি বাড়ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৯. বর্তমানে বিশ্বে ব্যাপকহারে কী গড়ে উঠেছে?
Ο ক) জলাশয়
Ο খ) নগর
Ο গ) গ্রাম
Ο ঘ) বনভূমি
সঠিক উত্তর: (খ)
৮০. গ্রিনহাউস গ্যাসের মধ্যে কোনটি মানুষের সৃষ্টি?
Ο ক) মিথেন
Ο খ) নাইট্রাস
Ο গ) নাইট্রোজেন
Ο ঘ) হ্যালন
সঠিক উত্তর: (ঘ)
৮১. যার নদীভাঙনের ইতিহাস বিদ্যমান-
Ο ক) পদ্মা
Ο খ) নরসুন্দা
Ο গ) সোয়াইজনি
Ο ঘ) গোড়াউৎরা
সঠিক উত্তর: (ক)
৮২. উষ্ণায়নের কারণে যে রোগের আবির্ভাব ঘটছে-
i এইডস্‌
ii ক্যান্সার
iii চর্মরোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৮৩. দুর্যোগের ধরন হলো-
i প্রাকৃতিক
ii রাষ্ট্রীয়
iii মানবসৃষ্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৮৪. বর্তমানে বাংলাদেশের বনভূমির শতকরা পরিমাণ কত?
Ο ক) ১০ ভাগ
Ο খ) ১৬ ভাগ
Ο গ) ২৫ ভাগ
Ο ঘ) ২৮ ভাগ
সঠিক উত্তর: (খ)
৮৫. বৈশ্বিক উষ্ণায়নের কারণে যেসব রোগের সৃষ্টি হয় তা হলো-
i ক্যান্সার
ii চর্মরোগ
iii হাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৮৬. জীবনধারণের উপযুক্ত পরিবেশের কারণে বিকাশ ঘটেছে-
i উদ্ভিদের
ii প্রাণীর
iii বিজ্ঞান ও প্রযুক্তির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৮৭. বাংলাদেশের বনভূমি কম হওয়ার ফলে-
i খরা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে
ii নিয়মিত বৃষ্টিপাত হচ্ছে
iii মরুকরণের ঝুঁকি বাড়ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৮৮. কোন গাছ বন্যার স্রোত অনেকটা প্রতিরোধ করতে পারে?
Ο ক) কাঁঠাল গাছ
Ο খ) বট গাছ
Ο গ) আম গাছ
Ο ঘ) কলা গাছ
সঠিক উত্তর: (ঘ)
৮৯. আকস্মিকভাবে যে দুর্যোগ ঘটে তার নাম কী?
Ο ক) মানব সৃষ্ট দুর্যোগ
Ο খ) তাৎক্ষণিক দুর্যোগ
Ο গ) প্রাকৃতিক দুর্যোগ
Ο ঘ) অপ্রাকৃতিক দুর্যোগ
সঠিক উত্তর: (গ)
৯০. আমাদের দেশে বর্ষাকালে প্রায়শই ভূমিধস হয়ে ব্যাপক প্রাণহানি ঘটে এমন স্থান কোনটি?
Ο ক) কিশোরগঞ্জ
Ο খ) নেত্রকোণা
Ο গ) ব্রাহ্মণবাড়ীয়া
Ο ঘ) নরসিংদী
সঠিক উত্তর: (খ)
৯১. কিসের বিস্ময়কর অগ্রগতির মাধ্যমে এ পৃথিবীতে মানুষ তার জীবনকে করে সুখ ও স্বাচ্ছন্দ্যময়?
Ο ক) অর্থনৈতিক অবস্থায়
Ο খ) বিজ্ঞানের
Ο গ) সভ্যতার
Ο ঘ) সংস্কৃতির
সঠিক উত্তর: (খ)
৯২. ২০১১ সালে জাপানের উত্তর-পূর্ব এলাকায় সংঘটিত ভয়াবহ সুনামিতে ভূকম্পনের মাত্রা কত ছিল?
Ο ক)
৯৩. ২
Ο গ)
৯৪. টর্নেডো, সাইক্লোন ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণ কোনটি?
Ο ক) ভূমিকম্প
Ο খ) জলাবদ্ধতা
Ο গ) জলবায়ু পরিবর্তন
Ο ঘ) ঋতু পরিবর্তন
সঠিক উত্তর: (গ)
৯৫. কোনটি থেকে এইচসিএফসি গ্যাস উৎপন্ন হয়?
Ο ক) রেফ্রিজারেটর
Ο খ) মোটর গাড়ি
Ο গ) কল কারখানার ধোঁয়া
Ο ঘ) ডিজেল চালিত ইঞ্জিন
সঠিক উত্তর: (ক)
৯৬. বনভূমির বৃক্ষ নিধনের ফলে-
i বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাচ্ছে
ii পৃথিবী মরুময় হয়ে যাচ্ছে
iii সুনামির সৃষ্টি হচ্ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৯৭. বাংলাদেশের কোন জেলাটিতে প্রায়ই ভূমিধস হয়ে মানুষের প্রাণহানি ও বাড়িঘর নষ্ট হয়?
Ο ক) বরিশাল
Ο খ) চট্টগ্রাম
Ο গ) যশোর
Ο ঘ) খুলনা
সঠিক উত্তর: (খ)
৯৮. মানব সৃষ্ট দুর্যোগের উদাহরণ কোনটি?
Ο ক) বন্যা
Ο খ) খরা
Ο গ) ঝড়
Ο ঘ) দাঙ্গা
সঠিক উত্তর: (ঘ)
৯৯. জলাভূমি ভরাট হওয়ার সাথে সম্পৃক্ত কোনটি?
Ο ক) মৎস্য চাষ বেড়ে যাওয়া
Ο খ) দরিদ্রতা কমে যাওয়া
Ο গ) লোকালয় প্লাবিত হওয়া
Ο ঘ) জনশূন্যতা হ্রাস পাওয়া
সঠিক উত্তর: (গ)
১০০. দুর্যোগ প্রস্তুতির প্রয়োজনের সাথে যা সম্পর্কিত-
i প্রাণহানি রোধ করা
ii ক্ষয়ক্ষতি কমানো
iii দু:খদুর্দশা কমানো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০১. সুন্দরবন বাংলাদেশের যে অঞ্চলে অবস্থিত-
Ο ক) উত্তর
Ο খ) দক্ষিণ
Ο গ) পূর্ব
Ο ঘ) পশ্চিম
সঠিক উত্তর: (খ)
১০২. সবুজ উদ্ভিদ মানুষের জন্যে কোনটি ত্যাগ করে?
Ο ক) কার্বন-ডাই-অক্সাইড
Ο খ) নাইট্রোজেন
Ο গ) অক্সিজেন
Ο ঘ) সিএফসি
সঠিক উত্তর: (গ)
১০৩. ২০০১ সালে জাপানে সংঘটিত সুনামিতে কয়টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়?
Ο ক) ৩টি
Ο খ) ৪টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৬টি
সঠিক উত্তর: (গ)
১০৪. গ্রিন হাউস গ্যাসের অপর নাম কী?
Ο ক) তাপবাহী গ্যাস
Ο খ) তাপ হ্রাসকারী গ্যাস
Ο গ) তাপহীন গ্যাস
Ο ঘ) তাপ বৃদ্ধিকারক গ্যাস
সঠিক উত্তর: (ঘ)
১০৫. বায়ুর মূল উপাদান কী?
Ο ক) নাইট্রোজেন ও অক্সিজেন
Ο খ) নাইট্রোজেন ও ওজন গ্যাস
Ο গ) অক্সিজেন ও মিথেন
Ο ঘ) কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড
সঠিক উত্তর: (ক)
১০৬. আমাদের দেশের কোন অঞ্চলে অনেক সময় খরা হতে দেখা যায়?
Ο ক) পূর্বাঞ্চলে
Ο খ) উত্তরাঞ্চলে
Ο গ) পশ্চিমাঞ্চলে
Ο ঘ) দক্ষিণাঞ্চলে
সঠিক উত্তর: (খ)
১০৭. যে কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে-
i জনসংখ্যার বিস্ফোরণ
ii বৃক্ষ নিধন
iii আবিষ্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১০৮. ‘সুনামি’ শব্দের অর্থ কী?
Ο ক) লন্ডভন্ড
Ο খ) ক্ষয়ক্ষতি
Ο গ) সমুদ্রতীরের ঢেউ
Ο ঘ) পাকে পাকে বায়ু
সঠিক উত্তর: (গ)
১০৯. কোন গ্যাসের কারণে বায়ুমন্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে?
Ο ক) মিথেন
Ο খ) কার্বন
Ο গ) গ্রিন হাউস
Ο ঘ) আর্গন
সঠিক উত্তর: (গ)
১১০. প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ কোনটি?
Ο ক) অগ্নিকান্ড
Ο খ) ভূমিকম্প
Ο গ) যুদ্ধ
Ο ঘ) বনভূমির বিনাশ
সঠিক উত্তর: (খ)
১১১. ভূমিকম্প চলাকালী সময়ে করণীয় কী?
Ο ক) বাড়ির ছাদে যেতে হবে
Ο খ) খাটের নিচে বসে থাকতে হবে
Ο গ) লিফটে করে নিচে নামতে হবে
Ο ঘ) বাড়ির বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে লাখতে হবে
সঠিক উত্তর: (খ)
১১২. সবুজ উদ্ভিদ বাতাস থেকে কোনটি গ্রহণ করে?
Ο ক) অক্সিজেন
Ο খ) সিএফসি
Ο গ) নাইট্রোজেন
Ο ঘ) কার্বন-ডাই-অক্সাইড
সঠিক উত্তর: (ঘ)
১১৩. খরা কেটে যাবার পর কৃষিকাজে সে সার ব্যবহার করতে হবে-
Ο ক) জৈব সার
Ο খ) অজৈব সার
Ο গ) ইউরিয়া সার
Ο ঘ) পটাশ সার
সঠিক উত্তর: (ক)
১১৪. দুর্যোগে ক্ষয়ক্ষতির মাত্রাকে অনেকাংশে কমিয়ে আনতে হলে কোনটি প্রয়োজন?
Ο ক) নীতিমালা প্রণয়ন
Ο খ) নীতিমালা অনুমোদন
Ο গ) পূর্বপ্রস্তুতি গ্রহণ
Ο ঘ) নীতিমালা বাস্তবায়ন
সঠিক উত্তর: (গ)
১১৫. সুনামী শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Ο ক) জাপানি
Ο খ) ইংরেজি
Ο গ) ল্যাটিন
Ο ঘ) গ্রিক
সঠিক উত্তর: (ক)
১১৬. সুনামি কীসের নাম?
Ο ক) প্রাকৃতিক সম্পদের
Ο খ) প্রাকৃতিক জলাশয়ের
Ο গ) প্রাকৃতিক দুর্যোগের
Ο ঘ) মানবসৃষ্ট দুর্যোগের
সঠিক উত্তর: (গ)
১১৭. জলাভূমি ভরাট করে করা হচ্ছে-
i বিমানবন্দর নির্মাণ
ii কারখানা নির্মাণ
iii বসতবাড়ি নির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১১৮. বিশ্বের কোন দেশগুলো অধিক হারে জীবাশ্ব জ্বালানী ব্যবহার করে পরিবেশ নষ্ট করছে?
Ο ক) অনুন্নত
Ο খ) উন্নত
Ο গ) দরিদ্র
Ο ঘ) উন্নয়নশীল
সঠিক উত্তর: (খ)
১১৯. কোনটি মানবসৃষ্টি দুর্যোগ?
Ο ক) ঘূর্ণিঝড়
Ο খ) দাবানল
Ο গ) নদীবাঙ্গন
Ο ঘ) অগ্নিকান্ড
সঠিক উত্তর: (ঘ)
১২০. দাবানলের ফলে নষ্ট হয়-
i ঘর-বাড়ি
ii বৃক্ষসম্পদ
iii জীববৈচিত্র্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১২১. মহাসমুদ্র দূষিত হচ্ছে কেন?
Ο ক) তেজস্ক্রিয় বর্জ্য নিক্ষেপে
Ο খ) পানি কমে যাওয়ায়
Ο গ) চন্দ্রগ্রহণ না হওয়ায়
Ο ঘ) সূর্যগ্রহণের অভাবে
সঠিক উত্তর: (ক)
১২২. সুন্দরবনের কী ধ্বংস হচ্ছে?
Ο ক) প্রাণীবৈচিত্র্য
Ο খ) বীজবৈচিত্র্য
Ο গ) গোলপাতা
Ο ঘ) সুন্দরী গাছ
সঠিক উত্তর: (খ)
১২৩. শুকনা খাবারের উদাহরণ হলো-
i চিড়া
ii ভাত
iii গুড়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১২৪. প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে-
i টর্নেডো
ii ভূমিকম্প
iii মরুকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১২৫. সমুদ্রের লবণাক্ত পানির প্রভাবে ক্ষতি হবে-
i গরুর খামারের
ii সবুজ গাছপালার
iii শস্য ক্ষেতের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১২৬. মানবাহনের নির্গত কলের ধোঁয়াকে কী বলা হয়?
Ο ক) নাইট্রোজেন
Ο খ) সিএফসি
Ο গ) কার্বন-ডাই-অক্সাইড
Ο ঘ) মিথাইল
সঠিক উত্তর: (গ)
১২৭. সারা পৃথিবীতে আজ পরিবর্তন দেখা যাচ্ছে-
i তাপমাত্রা বৃদ্ধিতে
ii জলবায়ু পরিবর্তনে
iii খাদ্য উৎপাদন বৃদ্ধিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১২৮. নদীভাঙনের আশঙ্কা দেখা দিলে কী রক্ষার প্রস্তুতি নিতে হবে?
Ο ক) জামাকাপড়
Ο খ) ঘরবাড়ি
Ο গ) সহায়সম্পদ
Ο ঘ) টাকাপয়সা
সঠিক উত্তর: (গ)
১২৯. সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে বায়ুমন্ডলের কোন স্তর?
Ο ক) ট্রপোস্ফিয়ার
Ο খ) ওজোন স্তর
Ο গ) মেসোস্ফিয়ার
Ο ঘ) স্ট্রাটোস্ফিয়ার
সঠিক উত্তর: (খ)
১৩০. গত এক শতাব্দীতে বায়ুমন্ডলে মিথেনের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?
Ο ক) ৮০
Ο খ) ৯০
Ο গ) ৯৫
Ο ঘ) ১০০
সঠিক উত্তর: (ঘ)
১৩১. পাহাড়ের মাটি ধসে পড়াকে কী বলে?
Ο ক) পাহাড় ধস
Ο খ) ভূমিধস
Ο গ) সুনামি
Ο ঘ) ভূমিকম্প
সঠিক উত্তর: (খ)
১৩২. পৃথিবীর বুকে উদ্ভিদ ও প্রাণীর উদ্ভব ও বিকাশ ঘটেছে যে সকল উপাদানের মাধ্যমে তা হলো-
i পানি
ii সামাজিক পরিবেশ
iii বায়ু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১৩৩. দুর্যোগ মুহূর্তে যে পর্যায়ে ভূমিকা নিলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব তা হলো-
i পারিবারিক
ii সামাজিক
iii সরকারি ও বেসরকারি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৪. দুর্যোগ প্রস্তুতিকালে গবাদি পশু কেমন স্থানে রাখতে হবে?
Ο ক) উঁচুস্থানে
Ο খ) নিচু স্থানে
Ο গ) ভেজাস্থানে
Ο ঘ) শুকনো স্থানে
সঠিক উত্তর: (ক)
১৩৫. বাংলাদেশের কোন অঞ্চলে ইতোমধ্যে মরুকরণ শুরু হয়ে গেছে?
Ο ক) দক্ষিণাঞ্চলে
Ο খ) পূবাঞ্চলে
Ο গ) পশ্চিমাঞ্চলে
Ο ঘ) উত্তরাঞ্চলে
সঠিক উত্তর: (ঘ)
উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: সাইফুল ও সাইদুল পৃথিবীর তাপমাত্রা নিয়ে কথা বলছিল। সাইফুল বলল, শিল্প কলকারখানার ধোঁয়া, জ্বালানি, গ্যাস, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর রাসায়নিক সার ও কীটনাশক, বনভূমি উজাড় প্রভৃতি কারণে বায়ুমন্ডলে গ্রীনহাউস গ্যাস বাড়ছে। গ্রীন হাউস গ্যাস সূর্যের তাপ শোষণ করার ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে।
১৩৬. উদ্দীপকে উল্লিখিত পৃথিবীর এ তাপমাত্রা বৃদ্ধিকে কী বলে?
Ο ক) গ্রীণ হাউস
Ο খ) সিএফসি
Ο গ) বৈশ্বিক তাপমাত্রা
Ο ঘ) বৈশ্বিক উষ্ণায়ন
সঠিক উত্তর: (ঘ)
১৩৭. এ তাপমাত্রার ক্ষেত্রে প্রযোজ্য তথ্য-
i ভারসাম্যহীন পরিবেশ সৃষ্টি
ii সমুদ্রপৃষ্ঠে পানির উচ্চতা বৃদ্ধি
iii বসবাসের উপযোগী পরিবেশ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৩৮. এ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে-
i ব্যাপক নগরায়ন ও যানবাহন বৃদ্ধিতে
ii অধিক হারে বনায়নের ফলে
iii বিলাস দ্রব্য ব্যবহারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১৩৯. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণ-
i কালো ধোঁয়া
ii বন উজাড়করণ
iii কম্পিউটারের প্রভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৪০. যার উপস্থিতির কারণে পৃথিবীর বুকে উদ্ভিদ ও প্রাণীর বিকাশ ঘটেছে-
i পানি
ii বায়ু
iii প্রাণ উপযোগী পরিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪১. গ্রিন হাউস গ্যাসের মধ্যে গত শতাব্দীতে কার্বন ডাইাক্সাইডের পরিমাণ শতকরা কত ভাগ বেড়েছে?
Ο ক) ১৫ ভাগ
Ο খ) ২০ ভাগ
Ο গ) ২৫ ভাগ
Ο ঘ) ৩২ ভাগ
সঠিক উত্তর: (গ)
১৪২. প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির সহায়ক বাংলাদেশের-
i ভৌগোলিক অবস্থান
ii ভূমির গঠন
iii নদী-নালা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৩. মনুষ্যসৃষ্ট গ্যাস কোনটি?
Ο ক) অক্সিজেন
Ο খ) মিথেন
Ο গ) সিএফসি
Ο ঘ) কার্বন
সঠিক উত্তর: (গ)
১৪৪. বায়ুর মূল উপাদান কোনটি?
Ο ক) অক্সিজেন
Ο খ) সি এফসি
Ο গ) এইচসিএফসি
Ο ঘ) মিথাইল
সঠিক উত্তর: (ক)
১৪৫. অধিক বৃষ্টিপাতের ফলে সিলেট অঞ্চলে ঘটতে পারে-
i ভূমিধস
ii ভূমিকম্প
iii বন্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১৪৬. কখন লিফট ব্যবহার করা যাবে না?
Ο ক) বৃষ্টির সময়
Ο খ) ঝড়ের সময়
Ο গ) ভূমিকম্পের সময়
Ο ঘ) সূর্যগ্রহণের সময়
সঠিক উত্তর: (গ)
১৪৭. অসাবধানতাবসত আগুন লাগার উৎস কোনটি?
Ο ক) খরতাপ
Ο খ) প্রচন্ড তাপদাহ
Ο গ) বৈদ্যুতিক তারের বিস্ফোরণ
Ο ঘ) মশার কয়েল
সঠিক উত্তর: (ঘ)
১৪৮. পরিবেশ দূষণের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ কোনটি?
Ο ক) ভূমিধস
Ο খ) বন উজাড়করণ
Ο গ) শব্দ দূষণ
Ο ঘ) পানি দূষণ
সঠিক উত্তর: (খ)
১৪৯. জলবায়ুর পরিবর্তনের ফলে কোন ঘটনাটি ঘটে না?
Ο ক) বন্যা
Ο খ) অনাবৃষ্টি
Ο গ) অতিরিক্ত সৃষ্টি
Ο ঘ) অধিক ফসল উৎপাদন
সঠিক উত্তর: (ঘ)
১৫০. দুর্যোগ মানব জীবনে বয়ে আনে-
i অস্থিতিশীলতা
ii সুখী জীবন
iii ভারসাম্যহীন পরিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: তিশা তার বন্ধুকে দুর্যোগ বিষয়ে একটি লেখা ই-মেইল করে। তাতে সে লেখে ২০১১ সালে জাপানের উত্তরপূর্ব এলাকায় ভয়াবহ এক দুর্যোগ সংঘটিত হয়। এ অঞ্চলে ৮.৯ মাত্রার ভূমিকম্পের সৃষ্টি হয়। এ দুর্যোগ টোকিও শহরের প্রায় ৪০০ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হেনেছিল।
১৫১. উদ্দীপকে উল্লিখিত দুর্যোগের নাম কী?
Ο ক) ভূমিধস
Ο খ) বন্যা
Ο গ) সুনামি
Ο ঘ) ঘূর্ণিঝড়
সঠিক উত্তর: (গ)
১৫২. উক্ত দুর্যোগের ক্ষয়ক্ষতি হলো-
i ইন্টারনেট ব্যবহারে সমস্যা হয়
ii হাজার হাজার ট্রেনযাত্রী নিখোঁজ হয়
iii সমুদ্র জাহাজ সমুদ্রগর্ভে তলিয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১৫৩. উক্ত দুর্যোগটি ঘটে-
i সমুদ্র তলদেশে প্রচন্ড ভূমিকম্প হলে
ii সমুদ্র তলদেশে অগ্নুৎপাতের ফলে
iii জোয়ার এলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: অনিন্দ্য টেলিভিশনে দেখতে পেল একটি দেশের পার্শ্ববর্তী সমুদ্র তলদেশে অগ্ন্যৎপাত ঘটায় দেশটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
১৫৪. উক্ত ঘটনার ফলে কোন দুর্যোগটি ঘটতে পারে?
Ο ক) সুনামি
Ο খ) খরা
Ο গ) সাইক্লোন
Ο ঘ) ভূমিধস
সঠিক উত্তর: (ক)
১৫৫. উক্ত ঘটনার ফলে সৃষ্ট দুর্যোগটি বেশি ঘটার সম্ভাবনা রয়েছে-
i পাহাড়ী এলাকায়
ii সমুদ্রতীরবর্তী এলাকায়
iii ভূমিকম্প প্রবণ অঞ্চলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
উদ্দীপকটি পড় এবং নিচের চারটি প্রশ্নের উত্তর দাও: নিমতলার একমাত্র ডোবা জলাশয়টি মাটি দিয়ে ভরাট করে ফারিয়ার বাবা সেখানে একটি ছয়তলা ভবন গড়ে তোলেন। এতে একটু বৃষ্টিতেই ভবনটির আশপাশের রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হতে লাগল যেন বন্যা হয়েছে। একদিন সন্ধ্যায় ভবনটির নিচতলায় কেমিক্যাল গুদামে আগুন ধরলে তা মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে ব্যাপক প্রাণহানি ঘটে।
১৫৬. ফারিয়ার বাবার কারণে সৃষ্ট দুর্যোগটি কোন ধরনের দুর্যোগের আওতায় পড়ে?
Ο ক) প্রাকৃতিক দুর্যোগ
Ο খ) মানব সৃষ্ট দুর্যোগ
Ο গ) টর্নেডো
Ο ঘ) জলোচ্ছ্বাস
সঠিক উত্তর: (খ)
১৫৭. ভবনটির নিচতলায় যে প্রাণহানি ঘটল তা হলো দুর্যোগের-
Ο ক) পূর্বপ্রস্তুতি
Ο খ) কারণ
Ο গ) ব্যবস্থাপনা
Ο ঘ) প্রভাব
সঠিক উত্তর: (ঘ)
১৫৮. ফারিয়ার বাবার মতো মানুষের দ্বারা সৃষ্ট দুর্যোগ-
i অগ্নিকান্ড
ii জলাবদ্ধতা
iii বন্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১৫৯. উদ্দীপকের গুদামে অগ্নিকান্ড সৃষ্টির সম্ভাব্য কারণ-
i প্রাকৃতিক
ii মানব সৃষ্টি
iii দুর্ঘটনাজনিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: কুদ্দুস মিয়া ঢাকার রাস্তায় ভিক্ষা করতে গিয়ে ফ্যালফ্যাল করে কান্না জুড়ে দেয়। কৌতুহলী মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, সিডর আমার সব নি:শেষ করে দিয়েছে।
১৬০. কুদ্দুস মিয়ার এ পরিণতির কারণ যা হতে পারে-
Ο ক) প্রাকৃতিক দুর্যোগের শিকার
Ο খ) ধর্মীয় রক্ষণশীলতা
Ο গ) রাজনৈতিক অরাজকতা
Ο ঘ) সামাজিক অবিচার
সঠিক উত্তর: (ক)
১৬১. কুদ্দুস মিয়ার দুর্যোগপূর্ব যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল তা হলো-
i বসতভিটা, গবাদি পশুর গোয়াল ঘর ও হাঁস-মুরগির ঘর উঁচু জায়গায় তৈরি করা
ii আশ্রয়কেন্দ্রের সন্ধান করা
iii শুকনো খাবার রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "নিজেকে যাচাই করুন-১১ "

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে