নিজেকে যাচাই করুন-০৯

নিজেকে যাচাই করুন-০৯


১. বিশ্বমন্দা সত্ত্বেও ২০০৮-৯ অর্থবছরে বাংরাদেশের অর্থনীতি বড় ধরনের সংকটে না পড়ার অন্যতম কারণ কোনটি?
Ο ক) বাংরাদেশ ব্যাংকের নিপূণ দক্ষতা
Ο খ) প্রবাসীদের পাঠানো বিপুল অঙ্কের রেমিটেন্স
Ο গ) বিপুল বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকা
Ο ঘ) দেশীয় শিল্পের স্বয়ংসম্পূর্ণতা
সঠিক উত্তর: (খ)

২. কোন দেশকে কৃষি প্রধান দেশ বলা হয়?
Ο ক) বাংলাদেশ
Ο খ) ভারত
Ο গ) জাপান
Ο ঘ) নেপাল
সঠিক উত্তর: (ক)

৩. শিক্ষা মানুষের কেমন অধিকার?
Ο ক) জন্মগত অধিকার
Ο খ) নাগরিকগত অধিকার
Ο গ) মানবিক অধিকার
Ο ঘ) সামাজিক অধিকার
সঠিক উত্তর: (ক)

৪. মধ্যপ্রাচ্যের দেশগুলো হলো-
i কৃয়েত, কাতার
ii মালয়েশিয়া, সিঙ্গাপুর
iii লিবিয়া, মিসর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৫. যাদেরকে দেশের মানব সম্পদ বলা হয় তার যে কোনো খাতে অবদান রাখে-
i মেধা দিয়ে
ii অর্থ দিয়ে
iii শ্রম দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৬. বাংলাদেশের শ্রমিক ও পেশাজীবীরা কাজ করছে-
i মিসর, কুয়েত ও লিবিয়ায়
ii মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ায়
iii ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭. জনগণের আয় বৃদ্ধি পেলে কী বৃদ্ধি পায়?
Ο ক) জীবনযাত্রার মান
Ο খ) উৎপাদন
Ο গ) রেমিটেন্স
Ο ঘ) মাথাপিছু আয়
সঠিক উত্তর: (ক)

৮. পাইকারি ও খুচরা বাণিজ্যে ২০১১-১২ অর্থবছরে জাতীয় আয়ে অবদান কত ছিল?
Ο ক)
৯. ০১ শতাংশ
Ο খ)
১০. ২৫ শতাংশ
Ο গ)
১১. ৭২ শতাংশ
Ο ঘ)
১২. ৭৬ শতাংশ
সঠিক উত্তর: (খ)

১৩. আমাদের দেশের লক্ষ লক্ষ তরুণ বর্তমানে কোথায় চাকরি করতে যাচ্ছে?
Ο ক) শহরে
Ο খ) গ্রামে
Ο গ) সরকারি প্রতিষ্ঠানে
Ο ঘ) বিদেশে
সঠিক উত্তর: (ঘ)

১৪. দেশের মানব সম্পদ বলতে কী বোঝায়?
Ο ক) শ্রমশক্তি সম্পন্ন মানুষ
Ο খ) বুদ্ধিশক্তি সম্পন্ন মানুষ
Ο গ) স্মৃতিশক্তি সম্পন্ন মানুষ
Ο ঘ) পেশিশক্তি সম্পন্ন মানুষ
সঠিক উত্তর: (ক)

১৫. ২০১১-১২ অর্থ বছরে জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান কত ছিল?
Ο ক)
১৬. ৬৫ শতাংশ
Ο গ)
১৭. ৯৫ শতাংশ
Ο ঘ)
১৮. ২৬ শতাংশ
সঠিক উত্তর: (ক)
১৯. নিকট ও দূরপ্রাচ্যের দেশগুলো হলো-
i সৌদি আরব, মরক্কো
ii মালয়েশিয়া, সিঙ্গাপুর
iii ব্রুনাই, দক্ষিণ কোরিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২০. জনগণের জীবনমানের উন্নয়নে সহায়ক হবে-
i সুষ্ঠু পরিকল্পনা
ii বিভিন্ন খাতের মধ্যে সমন্বয়
iii আয়ের ভারসাম্য রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২১. কোন পেশাটি ব্যক্তি উদ্যোগের উদাহরণ?
Ο ক) চিকিৎসক
Ο খ) ব্যাংকার
Ο গ) মুদি দোকানদার
Ο ঘ) স্বাস্থ্যকর্মী
সঠিক উত্তর: (গ)
২২. যে খাত থেকে দেশের বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে-
i শিল্প কারখানা
ii কৃষি
iii ব্যবসা প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২৩. আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ কোন সুযোগ থেকে বঞ্চিত?
Ο ক) প্রযুক্তির
Ο খ) স্বাস্থ্রের
Ο গ) কর্মসংস্থানের
Ο ঘ) শিক্ষার
সঠিক উত্তর: (ঘ)
২৪. GDP এর সঠিক ইংরেজি কোনটি?
Ο ক) Gross Domestic Progect
Ο খ) Gross Distribute Product
Ο গ) Grand Domestic Production
Ο ঘ) Gross Domestic Product
সঠিক উত্তর: (ঘ)
২৫. ২০০৯-১০ অর্থবছরের তুলনায় ২০১১-১২ অর্থবছরে শিল্পখাতের অবদান কত শতাংশ কমে যায়?
Ο ক) প্রায় এক তৃতীয়াংশ
Ο খ) প্রায় দুই-তৃতীয়াংশ
Ο গ) প্রায় এক-চতুর্থাংশ
Ο ঘ) প্রায় এক পঞ্চমাংশ
সঠিক উত্তর: (ক)
২৬. আমাদের জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে পারি-
i কৃষি, শিল্প খাতের উন্নয়নের মাধ্যমে
ii প্রযুক্তির বিকাশকে কাজে লাগিয়ে
iii রাজনৈতিক অস্থিতিশীলতার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
২৭. বিদেশে চাকরি করতে যায়-
i দক্ষ ও অদক্ষ শ্রমিক
ii ডাক্তার ও ইঞ্জিনিয়ার
iii শিক্ষক ও আইনজীবী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৮. বাংলাদেশের মোট জাতীয় আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এমন অন্যতম কাত হলো-
i কৃষি ও বনজ সম্পদ
ii পাট সম্পদ
iii বনজ সম্পদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯. ২০১০ সালের মার্চ মাস পর্যন্ত বিদেশে বাংলাদেশের কত সংখ্যক লোক কর্মরত আছেন?
Ο ক) ৫৫ লাখ
Ο খ) ৫৯ লাখ
Ο গ) ৬১ লাখ
Ο ঘ) ৬৬ লাখ
সঠিক উত্তর: (খ)
৩০. বার্ষিক অভ্যন্তরীণ দেশজ উৎপাদনের ইংরেজি কোনটি?
Ο ক) Gross Due Production
Ο খ) Gross Daily Product
Ο গ) Gross Domestic Product
Ο ঘ) Gross Duel Production
সঠিক উত্তর: (গ)
৩১. অদক্ষ মানুষকে কীভাবে সম্পদে পরিণত করা যায়?
Ο ক) শিক্ষা ও সেবা দিয়ে
Ο খ) শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে
Ο গ) কর্মসংস্থানের সুযোগ দিয়ে
Ο ঘ) ঋণের ব্যবস্থা করে
সঠিক উত্তর: (খ)
৩২. বর্তমানে বাংলাদেশের কত মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে?
Ο ক) শত শত
Ο খ) হাজার হাজার
Ο গ) লক্ষ লক্ষ
Ο ঘ) কোটি কোটি
সঠিক উত্তর: (গ)
৩৩. মধ্যপ্রাচ্যের দেশ কোনটি?
Ο ক) ব্রুনাই
Ο খ) সিঙ্গাপুর
Ο গ) লিবিয়া
Ο ঘ) দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর: (গ)
৩৪. বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের হিসাব করে কোন ব্যাংক?
Ο ক) বৈদেশিক ব্যাংক
Ο খ) বাংলাদেশ ব্যাংক
Ο গ) কর্মসংস্থান ব্যাংক
Ο ঘ) কৃষি ব্যাংক
সঠিক উত্তর: (খ)
৩৫. জনগণের আয় বৃদ্ধি পেলে যা হয়-
i জীবনযাত্রা মান বৃদ্ধি পায়
ii দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়
iii ক্ষুধামুক্ত জাতি গঠন করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৬. কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বাংরাদেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থসেবা দেওয়া হয়। কমিউনিটি ক্লিনিক সরকারের কোন খাতের অন্তর্গত?
Ο ক) আর্থিক খাত
Ο খ) সেবা খাত
Ο গ) শিক্ষা খাত
Ο ঘ) লাভজনক খাত
সঠিক উত্তর: (খ)
৩৭. মানুষ কখন সমাজ বা রাষ্ট্রের শক্তিতে পরিণত হয়?
Ο ক) যখন সে শিক্ষিত হয়
Ο খ) যখন সে সমাজ বা রাষ্ট্রের জন্যে কিছু করতে পারে
Ο গ) যখন সে বেকার থাকে
Ο ঘ) যখন সে অধিকার আদায় করতে শেখে
সঠিক উত্তর: (খ)
৩৮. মানুষের জন্মগত অধিকার কোনটি?
Ο ক) বস্ত্র
Ο খ) বাসস্থান
Ο গ) শিক্ষা
Ο ঘ) বিনোদন
সঠিক উত্তর: (গ)
৩৯. মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে দরিদ্র ও নিম্নবিত্তদের জন্যে বৃদ্ধি করতে হবে-
i আর্থিক সহযোগিতা
ii উপবৃত্তির সুযোগ
iii উচ্চশিক্ষার সুযোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i
সঠিক উত্তর: (ক)
৪০. ২০০৯-২০১০ অর্থবছরে আমাদের খাদ্যশস্যের পরিমাণ কত ছিল?
Ο ক)
৪১. ৩৬ লক্ষ মেট্রিক টন
Ο খ)
৪২. ৩৩ লক্ষ মেট্রিক টন
Ο গ)
৪৩. ৩১ লক্ষ মেট্রিক টন
Ο ঘ)
৪৪. কয়টি খাত নিয়ে বাংলাদেশের অর্থনৈতিক জীবনধারা বিকশিত হচ্ছে?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
৪৫. আমরা কীভাবে জাতীয় আয় বৃদ্ধি করতে পারি?
Ο ক) জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তরিত করে
Ο খ) দারিদ্র্য হ্রাস করে
Ο গ) কৃষি ও শিল্পখাতের উন্নয়নের মাধ্যমে
Ο ঘ) কৃষি, শিল্প, যোগাযোগ, সেবাখাতে প্রযুক্তির ব্যবহার করে
সঠিক উত্তর: (ঘ)
৪৬. প্রবৃদ্ধির সূচক আমাদের দেশ অনেক এগিয়ে যাবে: যদি-
i বেকারত্ব হ্রাস পায়
ii জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রিত হয়
iii দুর্নীতি হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৭. দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?
Ο ক) ব্যক্তিগত আয়
Ο খ) সমষ্টিগত আয়
Ο গ) মাথাপিছু আয়
Ο ঘ) সমাজকেন্দ্রিক আয়
সঠিক উত্তর: (গ)
৪৮. বাংলাদেশের জাতীয় আয়ের অন্যতম প্রধান খাত কোনটি?
Ο ক) বনজ
Ο খ) শিল্প
Ο গ) খনিজ
Ο ঘ) মৎস্য সম্পদ
সঠিক উত্তর: (খ)
৪৯. শফিক রাতদিন পরিশ্রম করে বিভিন্ন শিল্পজাত দ্রব্য উৎপাদন করে। অর্থনীতির ভাষায় তাক কী বলা হবে?
Ο ক) দক্ষ শ্রমিক
Ο খ) মানবসম্পদ
Ο গ) প্রশিক্ষিত ব্যক্তি
Ο ঘ) পরনির্ভরশীল ব্যক্তি
সঠিক উত্তর: (খ)
৫০. কৃষিকাজে উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে-
i উৎপাদন বৃদ্ধি পাবে
ii নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে
iii শহরমুখিতা হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫১. রেমিটেন্স বলতে বোঝায়-
Ο ক) প্রবাসীদের প্রেরিত অর্থ
Ο খ) ব্যাংকে গচ্ছিত অর্থ
Ο গ) বিনিয়োগকৃত অর্থ
Ο ঘ) মুনাফা বাবদ প্রাপ্ত অর্থ
সঠিক উত্তর: (ক)
৫২. কোনটি মোট জাতীয় উৎপাদনের ইংরেজি?
Ο ক) Gross Net Product
Ο খ) Gross National Product
Ο গ) Gross Native Product
Ο ঘ) Gross New Product
সঠিক উত্তর: (খ)
৫৩. বিশ্বব্যাংকের হিসেব মতে ২০০৮ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্ত দেশের মধ্যে বাংরাদেশের অবস্থান ছিল কত তম?
Ο ক) ১০তম
Ο খ) ১২তম
Ο গ) ১৪তম
Ο ঘ) ১৬তম
সঠিক উত্তর: (খ)
৫৪. কৃষি ও বনজ খাতের অন্তর্ভুক্ত হলো-
i খাদ্যশস্য
ii শাকসবজি
iii বিদ্যুৎ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৫৫. বাংলাদেশের জাতীয় আয়ের বৃহৎ খাত কোনটি?
Ο ক) স্বাস্থসেবা খাত
Ο খ) মৎস্য খাত
Ο গ) শিল্প কাত
Ο ঘ) পরিবহন ও যোগাযোগ
সঠিক উত্তর: (গ)
৫৬. যাবতীয় উৎপাদন বৃদ্ধির প্রধান লক্ষ্য কী?
Ο ক) দুর্নীতি করা
Ο খ) স্বজনপ্রীতি করা
Ο গ) জনগণের আয় বৃদ্ধি করা
Ο ঘ) দানখয়রাত করা
সঠিক উত্তর: (গ)
৫৭. আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষের সমাজ ও দেশের উন্নয়নে সঠিক ভূমিকা রাখতে না পারার কারণ কী?
Ο ক) খাদ্যের অভাব
Ο খ) কর্মসংস্থানের অভাব
Ο গ) সচেতনতার অভাব
Ο ঘ) শিক্ষার অভাব
সঠিক উত্তর: (ঘ)
৫৮. দেশজ উৎপাদন বলতে কী বোঝায়?
Ο ক) দেশের অভ্যন্তরীণ বার্ষিক উৎপাদন
Ο খ) কৃষিবজবার্ষিক উৎপাদন
Ο গ) শিল্পজ বার্ষিক উৎপাদন
Ο ঘ) সেবামূলক বার্ষিক উৎপাদন
সঠিক উত্তর: (ক)
৫৯. দক্ষতার জন্য প্রয়োজন বলে তুমি মনে কর-
i সুস্বাস্থ্যের অধিকারী
ii শিক্ষা
iii প্রশিক্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬০. বাংলাদেশের বেশির ভাগ মানুষ কোথায় বাস করে?
Ο ক) পৌরসভা এলাকায়
Ο খ) সিটি কর্পোরেশনে
Ο গ) প্রামে
Ο ঘ) বিদেশে
সঠিক উত্তর: (গ)
৬১. যারা শারীরিক শ্রম দিয়ে রাষ্ট্র ও সমাজের জন্য সম্পদ তৈরিতে সহায়তা করে তাদের পরিচয় কোনটি?
Ο ক) পেশাজীবী
Ο খ) শ্রমিক
Ο গ) চিকিৎসক
Ο ঘ) প্রকৌশলী
সঠিক উত্তর: (খ)
৬২. যে খাতটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছে-
i পরিবহন
ii সংরক্ষণ
iii � যোগাযোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৩. ২০১১-১২ র্অথবছরে জাতীয় আয়ে কৃষি ও বনজ খাতের অবদান কত ছিল/
Ο ক)
৬৪. ৯০ শতাংশ
Ο গ)
৬৫. ২৬ শতংশ
Ο ঘ)
৬৬. মোট জাতীয় উৎপাদনের ইংরেজি কোনটি?
Ο ক) Gross National Product
Ο খ) Gross New Product
Ο গ) Gross Net Product
Ο ঘ) Gross Native Product
সঠিক উত্তর: (ক)
৬৭. কোনটিকে মানব সম্পদে পরিণত করা গেলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে?
Ο ক) প্রাকৃতিক সম্পদকে
Ο খ) কৃষিকে
Ο গ) জনসংখ্যাকে
Ο ঘ) প্রযুক্তিকে
সঠিক উত্তর: (গ)
৬৮. শহরাঞ্চলের মানুষের পেশা প্রধানত-
i কৃষিকাজ
ii ব্যবসা-বানিজ্য
iii চাকরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৬৯. আমাদের দেশে রাষ্ট্রীয় মালিকানায় চালু রয়েছে-
i রেল
ii সড়ক
iii মসজিদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৭০. ২০০৯ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্ত সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল কত তম?
Ο ক) ১ম
Ο খ) ২য়
Ο গ) ৩য়
Ο ঘ) ৫ম
সঠিক উত্তর: (খ)
৭১. দেশের বেকার তরুণ-তরুণীদের জনশক্তিতে পরিণত করা যায়-
i শিল্প কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে
ii স্বল্পমেয়াদী প্রশিক্ষণ দিয়ে
iii দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৭২. বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির মূলে রয়েছে-
i প্রবাসীদের আয়
ii দেশজ উৎপাদন বৃদ্ধি
iii শিল্পের কাঁচামাল আমদানি বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৭৩. মানব সম্পদ উন্নয়নে আমাদের করণীয় হলো-
i শিক্ষার উন্নয়ন
ii যুব উন্নয়ন
iii শ্রম ও কর্মসংস্থান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৪. মানব সম্পদ উন্নয়নে সরকারকে প্রথমে কোনটি নিশ্চিত করতে হবে?
Ο ক) প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা
Ο খ) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান
Ο গ) যুব উন্নয়ন
Ο ঘ) নারী শিক্ষার প্রসার
সঠিক উত্তর: (ক)
৭৫. বাংলাদেশের বেশির ভাগ লোকের জীবিকার প্রধান উপায় কোনটি?
Ο ক) চাকরি
Ο খ) ব্যবসা
Ο গ) কৃষি
Ο ঘ) শিল্প
সঠিক উত্তর: (গ)
৭৬. যে দেশটি অদূর ভবিষ্যতে উৎপাদন ও আয় বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য দূল করতে সক্ষম হবে-
Ο ক) চীন
Ο খ) যুক্তরাষ্ট্র
Ο গ) বাংলাদেশ
Ο ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর: (গ)
৭৭. মৎস্য খাতে জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে-
i অভ্যন্তরীণ উৎস থেকে
ii বৈদেশিক উৎস থেকে
iii সামুদ্রিক উৎস থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৭৮. বাংলাদেশের জাতীয় আয়ের উৎস হলো-
i শারীরিক শ্রম
ii ব্যাংক বীমা
iii শিল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৭৯. কোনো দেশের মোট জাতীয় উৎপাদনকে সংক্ষেপে কী দিয়ে প্রকাশ করা হয়?
Ο ক) GDP
Ο খ) GNI
Ο গ) PCI
Ο ঘ) GNP
সঠিক উত্তর: (ঘ)
৮০. বর্তমান বিশ্ব-নির্ভর।
Ο ক) শিল্প
Ο খ) প্রযুক্তি
Ο গ) কৃষি
Ο ঘ) মৎস্য
সঠিক উত্তর: (খ)
৮১. শিল্পখাতের অন্তর্ভুক্ত হলো-
i খাদ্যশস্য
ii খনিজ সম্পদ
iii গ্যাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৮২. ২০০৯ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল কত তম?
Ο ক) ৫ম
Ο খ) ৭ম
Ο গ) ৮ম
Ο ঘ) ৯ম
সঠিক উত্তর: (গ)
৮৩. ২০১১-১২ অর্থবছরে জিডিপিতে মৎস্য কাতের অবদান কত ছিল?
Ο ক)
৮৪. ৫১ শতাংশ
Ο খ)
৮৫. ৩৮ শতাংশ
Ο গ)
৮৬. ৩৯ শতাংশ
Ο ঘ)
৮৭. ৪৫ শতাংশ
সঠিক উত্তর: (গ)
৮৮. কোনো দেশের জনপ্রতি বার্ষিক আয়কে কী বলে?
Ο ক) পারিবারিক আয়
Ο খ) মাথাপিছু আয়
Ο গ) ব্যক্তিগত আয়
Ο ঘ) গোষ্ঠীভিত্তিক আয়
সঠিক উত্তর: (খ)
৮৯. ২০০৯-২০১০ অর্থবছরে জাতীয় উৎপাদনে কৃষি ও বনজ খাতের তুলনায় শিল্প খাতের অবদান কত শতাংশ বেশি ছিল?
Ο ক)
৯০. ৫১
Ο খ)
৯১. ৭৬
Ο গ)
৯২. ৩০
Ο ঘ)
৯৩. ৬৫
সঠিক উত্তর: (গ)
৯৪. ২০০৯-১০ অর্থবছরে মৎস্য আহরণের পরিমাণ কত লক্ষ মেট্রিক টন ছিল?
Ο ক)
৯৫. ৯০
Ο খ)
৯৬. ৯৭
Ο গ)
৯৭. ৯৯
সঠিক উত্তর: (গ)
৯৮. বাংলাদেশের অর্থনৈতিক জীভনধারা বিকশিত হচ্ছে-
i বৈদেশিক খাতকে নিয়ে
ii সরকারি খাতকে নিয়ে
iii বেসরকারি খাতকে নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৯৯. অদক্ষ মানুষকে শ্রমশক্তিসম্পন্ন করাই হচ্ছে-
Ο ক) শিল্পোন্নয়ন
Ο খ) দক্ষ মানুষ গড়া
Ο গ) মানব উন্নয়ন
Ο ঘ) মানব সম্পদ উন্নয়ন
সঠিক উত্তর: (ঘ)
১০০. ২০০৯-১০ অর্থবছরে জাতীয় আয়ে পরিবহণ ও যোগাযোগ খাতের অবদান কত ছিল?
Ο ক)
১০১. গ্রামাঞ্চলের মানুষের পেমা হলো-
i তাঁতি
ii জেলে
iii চাকরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১০২. আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ কীসের অভাবে অসচেতন ও অদক্ষ?
Ο ক) পুষ্টিহীনতা
Ο খ) শিক্ষা
Ο গ) চিকিৎসা
Ο ঘ) কর্মসংস্থান
সঠিক উত্তর: (খ)
১০৩. বাংলাদেশ যেসব আমদানি-রপ্তানি থেকে প্রতিবছল বিপুল সম্পদ উৎপাদন বা আহরণ করে তা হলো-
i কৃষি
ii শিল্প
iii সেবা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১০৪. বাংলাদেশকে বলা হয়-
Ο ক) কৃষিপ্রধান দেশ
Ο খ) শিল্পপ্রধান দেশ
Ο গ) বাণিজ্যপ্রধান দেশ
Ο ঘ) পরাশক্তির দেশ
সঠিক উত্তর: (ক)
১০৫. দেশের মোট জাতীয় উৎপাদন বা আয়কে ঐ বছরের জনসংখ্যা দ্বারা ভাগ করা হলে কী পাওয়া যায়?
Ο ক) মাথাপিছু আয়
Ο খ) ব্যক্তিগত আয়
Ο গ) সমষ্টিগত আয়
Ο ঘ) পরিবারকেন্দ্রিক আয়
সঠিক উত্তর: (ক)
১০৬. যুব উন্নয়নে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে-
i জনগণকে
ii সরকারকে
iii সমাজকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১০৭. মানুষ কখন রাষ্ট্র ও সমাজের শক্তিতে পরিণত হয়?
Ο ক) যখন সে স্বাস্থ্যবান হয়
Ο খ) যখন সে যুদ্ধ শিখে
Ο গ) যখন সে রাজনীতি করে
Ο ঘ) যখন সে রাষ্ট্রের জন্য কিছু করতে পারে
সঠিক উত্তর: (ঘ)
১০৮. তুলনামূলক বিচারে ২০০৯-১০ অপেক্ষা ২০১১-১২ অর্থবছরে জিডিপিতে কোন কাতের অবদান বৃদ্ধি পেয়েছ?
Ο ক) কৃষি ও বনজ
Ο খ) শিল্প
Ο গ) স্বাস্থ্য ও সেবা
Ο ঘ) মৎস্য
সঠিক উত্তর: (গ)
১০৯. একটি দেশের নাগরিকগণ যার সাহায্যে দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে-
i প্রাকৃতিক সম্পদ
ii শ্রম
iii মূলধন ও সংগঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১০. শাহ সিমেন্ট কারখানা একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি আবুল খায়ের গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এটি কোন ধরনের সংস্থা?
Ο ক) রাষ্ট্রীয় মালিকানাধীন
Ο খ) ব্যক্তি উদ্যোগে পরিচালিত
Ο গ) বেসরকারি সংস্থা
Ο ঘ) অংশীদারিত্বমূলক সংস্থা
সঠিক উত্তর: (গ)
১১১. অদক্ষ মানুষকে মানব সম্পদে রূপান্তরিত করা যায়-
i শিক্ষার মাধ্যমে
ii প্রশিক্ষণের মাধ্যমে
iii কর্মসংস্থানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১২. স্বাস্থ্য খাতের সাথে সম্পৃক্ত কোনটি?
Ο ক) কমিউনিটি সেন্টার
Ο খ) কমিউনিটি হাসপাতাল
Ο গ) বিপণন কেন্দ্র
Ο ঘ) ব্যক্তিগত সেবাকেন্দ্র
সঠিক উত্তর: (খ)
১১৩. রেমিটেন্স এর সঠিক প্রতিশব্দ কোনটি?
Ο ক) Remittance
Ο খ) Ramitance
Ο গ) Ramittance
Ο ঘ) Remitance
সঠিক উত্তর: (ক)
১১৪. বিকাশ বেড়ে উঠেছে জেলে পরিবারে। মাছ ধরেই সে জীবিকা নির্বাহ করে। যে দেশের কোন খাতে অবদান রাখছে?
Ο ক) কৃষি
Ο খ) মৎস্য
Ο গ) শিল্প
Ο ঘ) সেবা
সঠিক উত্তর: (খ)
১১৫. মধ্যপ্রাচ্যের যে দেশে বাংলাদেশের প্রশজীবী ও পেশাজীবীরা কাজ করছেন-
i সৌদি আরব ও কাতার
ii আরব আমিরাত
iii কুয়েত ও মিসর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১৬. বর্তমান বিশ্ব কী নির্ভর?
Ο ক) প্রযুক্তি
Ο খ) কৃষি
Ο গ) শিল্প
Ο ঘ) বাণিজ্য
সঠিক উত্তর: (ক)
১১৭. বাংলাদেশের বেশিরভাগ লোক কোথায় বাস করে?
Ο ক) শহরে
Ο খ) উপজেলায়
Ο গ) উপশহরে
Ο ঘ) গ্রামে
সঠিক উত্তর: (ঘ)
১১৮. দেশে উৎপাদন বাড়লে-
i দরিদ্রতা হ্রাস পাবে
ii কর্মসংস্থানের সুযোগ বাড়বে
iii রপ্তানি বাড়বে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১১৯. বর্তমানে বাংলাদেশের জাতীয় আয়ের একটি বড় অংশ আসছে কোথা থেকে
Ο ক) সেবা খাত
Ο খ) রেমিটেন্স
Ο গ) পরিবহণ ও যোগাযোগ খাত
Ο ঘ) মৎস্য খাত
সঠিক উত্তর: (খ)
১২০. বাংলাদেশের ২০০৪-২০০৫ অর্থবছরের তুলনায় ২০০৯-২০১০ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের পরিমাণ কত গুণ?
Ο ক) দ্বিগুণ
Ο খ) তিনগুণ
Ο গ) চারগুণ
Ο ঘ) ছয়গুণ
সঠিক উত্তর: (ক)
১২১. GNP-এর পূর্ণরূপ কী?
Ο ক) Gross National People
Ο খ) Gross National Product
Ο গ) Gross Domestic
Ο ঘ) Gross National Production
সঠিক উত্তর: (খ)
১২২. GDP দ্বারা কোনটি প্রকাশিত হয়?
Ο ক) মোট দেশজ উৎপাদন
Ο খ) মোট জাতীয় উৎপাদন
Ο গ) প্রবৃদ্ধির হার
Ο ঘ) মাথাপিছু আয়
সঠিক উত্তর: (ক)
১২৩. একটি দেশ উন্নত বা অনুন্নত তা বিচারের মানদন্ড হলো দেশটির-
i মোট দেশজ উৎপাদন
ii মোট জাতীয় উৎপাদন
iii জনগণের মাথা পিছু আয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২৪. ২০১১-১২ অর্থবছরে GDP তে স্বাস্থ্য ও সেবা খাতের অবদান কত ছিল?
Ο ক)
১২৫. সাম্প্রতিক সময়ে সরকার যেক্ষেত্রে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে-
Ο ক) শিক্ষা ও প্রযুক্তি
Ο খ) খাদ্য ও মৎস্য
Ο গ) নারী শিক্ষা
Ο ঘ) গৃহশিক্ষা
সঠিক উত্তর: (ক)
১২৬. দেশের কৃষি, শিল্প ও সেবা খাতে উৎপাদন ও আয় বৃদ্ধির মূল লক্ষ্য কোনটি?
Ο ক) মোট দেশজ উৎপাদন বৃদ্ধি
Ο খ) জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি
Ο গ) মোট জাতীয় উৎপাদন বৃদ্ধি
Ο ঘ) জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি
সঠিক উত্তর: (ঘ)
১২৭. বিদেশে কর্মরত শ্রমিক, কর্মচারী ও পেশাজীবীরা তাদের অর্জিত অর্থের একটা অংশ কীসের মাধ্যমে পরিবারর কাছে পাঠায়?
Ο ক) দালালের
Ο খ) পোস্ট অফিসের
Ο গ) কুরিয়ার সার্ভিসের
Ο ঘ) ব্যাংকের
সঠিক উত্তর: (ঘ)
১২৮. ২০০৯-১০ অর্থবছরে পাইকারি ও কুচরা বাণিজ্য খাতের অবদান কত ছিল?
Ο ক)
১২৯. ৩০ শতাংশ
Ο খ)
১৩০. ৩৩ শতাংশ
Ο গ)
১৩১. ২৩ শতাংশ
Ο ঘ)
১৩২. বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি মূরে রয়েছে-
i প্রবাসীদের আয়
ii দেশজ উৎপাদন বৃদ্ধি
iii শিল্পের কাঁচামাল আমদানি বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৩৩. মানব উন্নয়নের সূচকে উদাহরণ হলো-
i জনগণের শিক্সার হার কত
ii তাদের আয় ও ব্যয় কত
iii তাদের খাদ্য গ্রহণের অবস্থা কেমন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৪. কৃষক কী উৎপাদন করে?
Ο ক) সেবাপণ্য
Ο খ) কৃষিপণ্য
Ο গ) হিমায়িত পণ্য
Ο ঘ) অহিমায়িত পণ্য
সঠিক উত্তর: (খ)
১৩৫. সুমির বড় বোন লন্ডনে থাকে। সে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৫০০ টাকা দিয়ে তার বোনের কাছে কিছু জিনিস পাঠাল। তার এ টাকা দেশের কোন কাতে যুক্ত হবে?
Ο ক) শিল্প
Ο খ) বাণিজ্য
Ο গ) সেবা
Ο ঘ) পরিবহণ ও যোগাযোগ
সঠিক উত্তর: (ঘ)
১৩৬. ২০১১-১২ অর্থবছরে জাতীয় আয়ে পরিবহন ও যোগোযোগ খাতের অবদান কত ছিল?
Ο ক)
১৩৭. বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনে কোনটির অবদান সর্বাধিক?
Ο ক) মৎস্য
Ο খ) কৃষি
Ο গ) শিল্প
Ο ঘ) স্বাস্থ্য ও সেবা
সঠিক উত্তর: (খ)
১৩৮. দারিদ্র হ্রাস পায়-
i মানুষের ক্রয়ক্ষমতা বাড়লে
ii কর্মসংস্থানের সুযোগ বাড়লে
iii বেকারত্ব হ্রাস পেলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৩৯. ২০০৯-১- অর্থবছরে জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান কত শতাংশ ছিল?
Ο ক)
১৪০. ৯৫
Ο গ)
১৪১. ৯৬
Ο ঘ)
১৪২. ২০০৯-১০ অর্থবছরে জাতীয় আয়ে স্বাস্থ্য ও সেবা খাতের অবদান কত শতাংশ?
Ο ক)
১৪৩. ৩৮
Ο খ)
১৪৪. ৪৫
Ο ঘ)
১৪৫. ৩৯
সঠিক উত্তর: (ক)
১৪৬. শহরাঞ্চলের মানুষ প্রধানত কী কাজ করে?
Ο ক) চাকরি ও ব্যবসায় বাণিজ্য
Ο খ) রিকসা ও ভ্যানগাড়ি চালায়
Ο গ) কৃষি ও চাকরি
Ο ঘ) কৃষি ও ব্যবসায় বাণিজ্য
সঠিক উত্তর: (ক)
১৪৭. পেশাজীবী যাদেরকে বলা হয়-
i ডাক্তার
ii ইঞ্জিনিয়ার
iii শিক্ষক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৪৮. বিআরটিসি বাংরাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত একটি পরিবহণ সংষ্থা। এটি কোন ধরনের সংস্তা?
Ο ক) রাষ্ট্রীয় মালিকানাধীন
Ο খ) ব্যক্তি উদ্যোগে পরিচালিত
Ο গ) বেসরকারি সংস্থা
Ο ঘ) অংশীদারিত্বমূলক সংষ্থা
সঠিক উত্তর: (ক)
উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: ইকরাম তার ছোট ভাইকে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে ধারণা দিতে গিয়ে বরে, দেশের কৃষি, শিল্প ও সেবাসহ যাবতীয় উৎপাদন বৃদ্ধির প্রদান লক্ষ্য হলো জনগণের আর বৃদ্ধি করা। আয় বৃদ্ধি পেরে জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। জনগণের নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের অভ্যন্তরে ও বাইরে যত চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে এক ধরনের উৎপাদন বলা হয়।
১৪৯. উদ্দীপকে কোন উৎপাদন সম্পর্কে বলা হয়েছে?
Ο ক) মোট অভ্যন্তরীণ উৎপাদন
Ο খ) মোট জাতীয় উৎপাদন
Ο গ) মাথাপিছু আয়
Ο ঘ) মাথাপিছু ব্যয়
সঠিক উত্তর: (খ)
১৫০. উক্ত উৎপাদনের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য-
i দেশের সামগ্রিক সম্পদের ব্যবহার
ii জাতীয় উৎপাদন আর্থিক মূল্যে পরিণত
iii আমদানি রপ্তানি খাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৫১. এ উৎপাদনের খাত হলো-
i শুধুমাত্র অভ্যন্তরীণ উৎপাদনে ব্রবহৃত মূলধন, শ্রম, শিল্প
ii দেশের বাইরে চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন
iii প্রাকৃতিক সম্পদ, শ্রম ও মূলধন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: স্কুল শিক্ষক আফজাল হোসেন বলেন, আমাদের দেশের জনগণ শ্রম বা মেধা দিয়ে কৃষি, শিল্প, সেবাসহ যে কোনো খাতে অবদান রাখতে পার। শিক্ষা, দারিদ্র্য বিমোচন, কর্মসংষ্থান সৃষ্টি উত্যাদির মাধ্যমে লোকদের সম্পদে পরিণত করা যায়। এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি।
১৫২. যারা শ্রম বা মেধা দিয়ে দেশের যে কোনো খাতে অবদান রাখে তারেদ কী বলে?
Ο ক) মানব সম্পদ
Ο খ) শ্রমজীবী
Ο গ) পেশাজীবী
Ο ঘ) স্বাবলম্বী
সঠিক উত্তর: (ক)
১৫৩. জনগণকে সম্পদে পরিণত করার সমস্যা হলো-
i কর্মসংস্থানের অভাব
ii শিক্ষা ও দক্ষতার অভাব
iii সার্বিক সচ্ছলতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
১৫৪. উদ্দীপকে উল্লিখিত খাতসমূহে সরকারি উদ্যোগ হলো-
i শিক্ষা ও প্রযুক্তির উন্নয়ন
ii যুব উন্নয়ন
iii শ্রম ও কর্মসংস্থানের অভাব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: ফরিদপুরের কানাইপুর গ্রামের বাসিন্দা গফুর মিয়ার দুটি পুকুর আছে। তিনি প্রশিক্ষণ নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য চাষ করছেন এবং তার ভাইয়ের একটি পোশাক কারখানা আছে যেখানে অনেক নারী কর্মী কাজ করে জীবিকা নির্বাহ করছে।
১৫৫. গফুর মিয়ার উৎপাদন জাতীয় আয়ের কোন খাতের অন্তর্ভুক্ত?
Ο ক) কৃষি
Ο খ) শিল্প
Ο গ) মৎস্য
Ο ঘ) সেবা
সঠিক উত্তর: (গ)
১৫৬. গফুর মিয়া ও তার ভাইয়ের কার্যক্রম আমাদের অর্থনীতিতে অবদান রাখছে-
i জাতীয় উৎপাদন বৃদ্ধি করে
ii কাজের সুযোগ তৈরি করে
iii জীবনযাত্রার মান উন্নয়ন করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: আনাসের পিতা ৬ বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত। তার পিতার ব্যাংকে প্রেরিত টাকা তুলে তার মা সংসার চালায়। আনাসের স্কুলের বেতন পরিশোধ করে। তাই পূর্বের চেয়ে তাদের পরিবারের এখন সচ্ছলতা ফিরে এসেছে।
১৫৭. আনাসের লেখাপড়ার খরচ কীভাবে চলে?
Ο ক) মায়ে সাহায্যে
Ο খ) রেমিটেন্সের সাহায্যে
Ο গ) পিতার সাহায্যে
Ο ঘ) বিদ্যালয়ের সাহায্যে
সঠিক উত্তর: (খ)
১৫৮. বাংলাদেশের নাগরিকদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা না থাকলে-
i দেশের বেকারের সংখ্যা বৃদ্ধি পেত
ii আর্থিক সংকট থেকেই যেত
iii বৈদেশিক মুদ্রা প্রাপ্তি সহজ হতো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: ফরিদপুরের কানাইপুর গ্রামের বাসিন্দা গফুর মিয়ার দুটি পুকুর আছে। তিনি প্রশিক্ষণ নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য চাষ করছেন এবং তার ভাইয়ের একটি পোশাক কারখানা আছে যেখানে অনেক নারী কর্মী কাজ করে জীবিকিা নির্বাহ করছে।
১৫৯. গফুর মিয়ার ‍উৎপাদন জাতীয় আয়ের কোন খাতের অন্তর্ভুক্ত?
Ο ক) কৃষি
Ο খ) শিল্প
Ο গ) মৎস্য
Ο ঘ) সেবা
সঠিক উত্তর: (গ)

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "নিজেকে যাচাই করুন-০৯ "

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে