গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বিষয় বাংলা সাহিত্য

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বিষয় বাংলা সাহিত্য


প্রশ্নঃ আবুল ফজলের 'রেখাচিত্র' কোন ধরনের রচনা?
উত্তরঃ আত্মজীবনী
প্রশ্নঃ মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি?
উত্তরঃ ভাষা
প্রশ্নঃ বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি?
উত্তরঃ দশম থেকে চতুর্দশ শতাব্দী
প্রশ্নঃ ভারতীয় চিত্রলিপির দুটি প্রাচীন রূপ হল-
উত্তরঃ ব্রাহ্মী ও খরোষ্ঠী
প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভব হয় ---
উত্তরঃ সপ্তম খ্রিস্টাব্দে
প্রশ্নঃ পৃথিবীতে বতর্মানে কতগুলো ভাষা প্রচলিত?
উত্তরঃ সাড়ে তিন হাজার
প্রশ্নঃ সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
উত্তরঃ ঐতরেয় আরণ্যক
প্রশ্নঃ বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কখন?
উত্তরঃ পাঠান আমালে
প্রশ্নঃ বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠির অন্তর্ভুক্ত?
উত্তরঃ ইন্দো-ইউরোপীয়
প্রশ্নঃ কখন বাংলা অক্ষর সমগ্র বাংলার একচ্ছএ প্রভাব বিস্তার করে?
উত্তরঃ দশম-একাদশ শতকে
প্রশ্নঃ বাংলা ভাষার উৎপত্তি হয়েছে-
উত্তরঃ মাগধী প্রাকৃত থেকে
প্রশ্নঃ ভারতীয় সমস্ত লিপিরই আদী জননী কে?
উত্তরঃ ব্রাক্ষী লিপি
প্রশ্নঃ লোক সংখ্যার অনুপাতে বিশ্বে বাংলা ভাষার স্থান--
উত্তরঃ ষষ্ঠ
প্রশ্নঃ বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে-
উত্তরঃ ১৮০০
প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে?
উত্তরঃ খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়
প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মাতৃভাষা কোনটি?
উত্তরঃ মান্দারিন
প্রশ্নঃ ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি?
উত্তরঃ বাংলা
প্রশ্নঃ কোন ভাষাকে উত্তরাপথের 'Lingua Franca' বলা হতো?
উত্তরঃ শৌরসেনী ভাষাকে
প্রশ্নঃ কোন সম্রাট তার শাসনামালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করেন?
উত্তরঃ আশোক
প্রশ্নঃ শ্রীরামপুরের মিশনারীরা স্মরণীয় যে জন্য?
উত্তরঃ প্রথম বাংলা মুদ্রণ
প্রশ্নঃ ইন্দো-ইউরোপীয় ভাষার কটা শাখা?
উত্তরঃ দুটো
প্রশ্নঃ শ্রীরামপুর মিশনে মুদ্রণ যন্ত্র স্থাপিত হয় কত সালে?
উত্তরঃ ১৮০০ সালে
প্রশ্নঃ উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়?
উত্তরঃ ১৪৯৮ সালে
প্রশ্নঃ কোন সম্রাটের শাসনকার্যের বিষয়াবলী এখনো পাথরের গায়ে খোদাই করা লিপিতে রক্ষিত আছে?
উত্তরঃ সম্রাট অশোক
প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভবকাল সম্পর্কে অধিকাংশ ভাষাবিদের মত কোনটি?
উত্তরঃ দশম শতাব্দী
প্রশ্নঃ বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী?
উত্তরঃ অপভ্রংশ
প্রশ্নঃ প্রাকৃত ভাষার সময়কাল কোনটি?
উত্তরঃ খ্রি.পূ. ৬০০ - ৬০০ খ্রিস্টাব্দ
প্রশ্নঃ বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
উত্তরঃ অস্ট্রিক
প্রশ্নঃ উপভাষা (Dialect) কোনটি?
উত্তরঃ অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
প্রশ্নঃ মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে-
উত্তরঃ ভাষা
প্রশ্নঃ বাংলা ভাষা কোন মূল ভাষাবংশের অন্তর্গত?
উত্তরঃ ইন্দো-ইউরোপীয়
প্রশ্নঃ চার্লস উইলকিন্স হুগলিতে বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে?
উত্তরঃ ১৭৭৮
প্রশ্নঃ বাংলা লিপির উৎস কি? অথবা বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
উত্তরঃ ব্রাক্ষী লিপি
প্রশ্নঃ ‘প্রাকৃত শব্দটির অর্থ ----
উত্তরঃ স্বাভাবিক
প্রশ্নঃ আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
উত্তরঃ প্রাচীন ভারতীয় আর্যভাষা
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ রংপুরে
প্রশ্নঃ বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে-
উত্তরঃ ইন্দো-ইউরোপীয়
প্রশ্নঃ পূর্ব ভারতীয় বর্ণমালা (কুটিল) থেকে কোন বর্ণমালার উদ্ভব?
উত্তরঃ বাংলা বর্ণমালা
প্রশ্নঃ ব্রজবুলি কি?
উত্তরঃ মিথিলা ও বাংলার মিশ্র ভাষা
প্রশ্নঃ ভারতীয় মৌলিক লিপি কোনটি?
উত্তরঃ ব্রাক্ষী
প্রশ্নঃ খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে কে ব্যাকরণের সূত্র নির্দিষ্ট করে দেন?
উত্তরঃ পাণিনি
প্রশ্নঃ কোন আমলে বাংলা ভাষাভাষী অঞ্চল একই নামে অবিহিত হয়?
উত্তরঃ মুসলমান আমলে
প্রশ্নঃ বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
উত্তরঃ ব্রাক্ষী লিপি
প্রশ্নঃ বাংলা ভাষার বয়স কত?
উত্তরঃ ১০০০ বছর
প্রশ্নঃ কোন লিপি ডান দিক থেকে লেখা হত?
উত্তরঃ খরোষ্ঠী লিপি
প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-
উত্তরঃ প্রাকৃত
প্রশ্নঃ কোন আমলে ব্রাহ্মী লিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায়?
উত্তরঃ গুপ্ত আমল
প্রশ্নঃ প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ পাওয়া যায় কোথায়?
উত্তরঃ ঋগ্বেদের মন্ত্রগুলোতে
প্রশ্নঃ বাংলা লিপির স্থায়ী গঠন রূপ কোন আমলে শুরু হয?
উত্তরঃ সেন আমলে
প্রশ্নঃ চর্যার ধর্ম নিয়ে প্রথম আলোচনা করেন--
উত্তরঃ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
প্রশ্নঃ বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
উত্তরঃ ১৯০৭ সালে
প্রশ্নঃ চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?
উত্তরঃ ২৩ নং পদ
প্রশ্নঃ বাংলা সাহিত্যের আদি কবি কে? অথবা, চর্যাপদের আদি কবি কে?
উত্তরঃ লুইপা
প্রশ্নঃ নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী?
উত্তরঃ বাংলা ও অসমিয়া
প্রশ্নঃ চর্যা শব্দের অর্থ কি?
উত্তরঃ আচরণ
প্রশ্নঃ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন গ্রন্থ কোনটি?
উত্তরঃ চর্যাপদ
প্রশ্নঃ বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ তিন ভাগে
প্রশ্নঃ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাস কে কয়টি যুগে ভাগ করেছেন?
উত্তরঃ পাঁচটি
প্রশ্নঃ চর্যাপদের মূল বিষয়বস্তু কোনটি?
উত্তরঃ বৌদ্ধোধর্মের গূঢ় তত্ত্বকথা
প্রশ্নঃ কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
উত্তরঃ চর্যাপদ
প্রশ্নঃ চর্যাপদের পদগুলো রচিত--
উত্তরঃ মাত্রাবৃত্ত ছন্দে
প্রশ্নঃ চর্যাপদের বয়স আনুমানিক কত বছর?
উত্তরঃ ১০০০ বছর
প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন--
উত্তরঃ চর্যাপদ
প্রশ্নঃ 'আপনা মাংসে হরিণা বৈরী'- লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?
উত্তরঃ চর্যাপদ
প্রশ্নঃ কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
উত্তরঃ পাল
প্রশ্নঃ কোন শাসনামলে 'চর্যাপদ' রচিত হয়েছে বলে জানা যায়?
উত্তরঃ পাল আমলে
প্রশ্নঃ চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ কে রচনা করেন?
উত্তরঃ কাহ্নপা
প্রশ্নঃ চর্যাপদ আবিস্কৃত হয়--
উত্তরঃ নেপালের রাজ-দরবার থেকে
প্রশ্নঃ অশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষার মিশ্রণে রচিত একটি গ্রন্থ--
উত্তরঃ সেক শুভোদয়া
প্রশ্নঃ চর্যাপদ কোন সময়ের রচনা?
উত্তরঃ ৬৫০-১২০০
প্রশ্নঃ চর্যাপদ কতটি পদের সংকলন?
উত্তরঃ একান্ন
প্রশ্নঃ চর্যাপদের কোন পদটি আংশিক পাওয়া গেছে?
উত্তরঃ ২৩ সংখ্যক
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রাচীতন কবি কে? চর্যাপদের আদি কবি কে/
উত্তরঃ শবরপা
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
উত্তরঃ চর্যাপদ
প্রশ্নঃ চর্যাপদে মোট কতটি পদ পাওয়া গেছে?
উত্তরঃ সাড়ে ছেচল্লিশটি
প্রশ্নঃ ড. হরপ্রসাদ শাস্ত্রী উদ্ধার করেন--
উত্তরঃ খ ও গ উভয়ই
প্রশ্নঃ চর্যাপদের ভাষায় কোন ভাষাটির প্রভাব দেখা যায়?
উত্তরঃ কোল ভাষা
প্রশ্নঃ চর্যাপদ কোন ছন্দে লেখা ?
উত্তরঃ মাত্রাবৃত্ত
প্রশ্নঃ সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
উত্তরঃ কাহুপা
প্রশ্নঃ ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন?
উত্তরঃ চারটি
প্রশ্নঃ বাংলা সাহিত্যের মধ্যযুগ সময়কে বলা হয়?
উত্তরঃ ১২০১-১৮০০
প্রশ্নঃ কতজন কবি চর্যাপদ রচনা করেছেন?
উত্তরঃ ২৪ জন
প্রশ্নঃ ড. মুহম্মদ শহীদুল্লাহর মতানুযায়ী মধ্যযুগের ভাগ দুটি কি কি?
উত্তরঃ পাঠান আমল ও সুলতানী আমল
প্রশ্নঃ চর্যাপদে কতটি প্রবাদবাক্য পাওয়া যায়?
উত্তরঃ ৬টি
প্রশ্নঃ 'Origin and Development of Bengali Language' গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
প্রশ্নঃ ‘চর্যাপদ ’কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
উত্তরঃ সহজিয়া বৌদ্ধ
প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাসে যুগবিভাগ কয়টি?
উত্তরঃ ৩টি
প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন-
উত্তরঃ চর্যাপদ
প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি?
উত্তরঃ চার্যাপদ
প্রশ্নঃ ড. মুহাম্মদ শহীদুল্লাহ্‌র মতে প্রাচীনতম চর্যাকার কে?
উত্তরঃ শবরপা
প্রশ্নঃ শবর পা কে ছিলেন?
উত্তরঃ চর্যাকর
প্রশ্নঃ মধ্যযুগকে কয়টি উপবিভাগে ভাগ করা যায়?
উত্তরঃ তিনটি
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম জীবনীকাব্য কাকে অবলম্বন করে লেখা হয়?
উত্তরঃ শ্রীচৈতন্যদেবকে
প্রশ্নঃ কোন পন্ডিত চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন ?
উত্তরঃ মুনিদত্ত
প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক--
উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী
প্রশ্নঃ রবীন্দ্র যুগ কোন সময়কে বলা হয়?
উত্তরঃ ১৯০১ - ১৯৪০
প্রশ্নঃ চর্যাপদের মূল প্রতিপাদ্য বিষয়-
উত্তরঃ বৌদ্ধধর্মের দোঁহা
প্রশ্নঃ বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থাকে?
উত্তরঃ ব্রাহ্মী লিপি
প্রশ্নঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র মতে চর্যাপদের রচনাকালঃ
উত্তরঃ ৬০০ - ১২০০ খ্রিস্টাব্দ
প্রশ্নঃ চর্যাপদের ভাষাকে পণ্ডিতগণ কোন ধরনের ভাষা বলেছে?
উত্তরঃ সন্ধ্যা ভাষা
প্রশ্নঃ চর্যাগীতি আবিষ্কার করেন-
উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী
প্রশ্নঃ চর্যাপদ কোথা থেকে আবিস্কৃত হয়েছে?
উত্তরঃ নেপাল
প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাস কত বছরের পুরনো বলে মনে করা হয়?
উত্তরঃ এক হাজার
প্রশ্নঃ চর্যাপদের রচনার উদ্দেশ্য--
উত্তরঃ ধর্মচর্চা
প্রশ্নঃ চর্যাপদের বেশির ভাগ পদ কত চরণে রচিত?
উত্তরঃ দশ
প্রশ্নঃ চর্যাপদের উল্লেখযোগ্য সংস্কৃত টিকাকার কে?
উত্তরঃ মুনিদত্ত
প্রশ্নঃ ‘খনার বচন’ কি সংক্রান্ত?
উত্তরঃ কৃষি
প্রশ্নঃ হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন?
উত্তরঃ লুই পা
প্রশ্নঃ বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন?
উত্তরঃ সহজযানী
প্রশ্নঃ প্রাচীন যুগে সমাজ জীবনে প্রভাব ছিলঃ
উত্তরঃ ধর্মীয় চেতনার
প্রশ্নঃ চর্যাপদ আবিষ্কার হয় কোন দেশ থেকে?
উত্তরঃ নেপাল
প্রশ্নঃ বাংলা সাহিত্যের আদি নিদর্শন পাওয়া যায় কোথায়?
উত্তরঃ নেপালে
প্রশ্নঃ বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চার্যপদে’র রচনাকাল-
উত্তরঃ সপ্তম থেকে দ্বাদশ
প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক?
উত্তরঃ হরপ্রাসাদ শাস্ত্রী
প্রশ্নঃ বাংলা সাহিত্যের আদি নিদর্শন-
উত্তরঃ চর্যাপদ
প্রশ্নঃ প্রাচীন যুগের সাহিত্যের উপকরণ হিসেবে পাওয়া যায়ঃ
উত্তরঃ রূপকথা
প্রশ্নঃ গদ্য-পদ্য মিলিয়ে 'সেক শুভোদয়া' গ্রন্থে অধ্যায় আছে--
উত্তরঃ ১৫ টি
প্রশ্নঃ কাহ্নপা বিরচিত পদের সংখ্যা কত?
উত্তরঃ ১৩টি
প্রশ্নঃ চর্যাপদ প্রথম প্রকাশিত হয়--
উত্তরঃ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি?
উত্তরঃ চর্যাপদ
প্রশ্নঃ হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল-
উত্তরঃ হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
প্রশ্নঃ চর্যাপদ আবিস্কৃত হয় কোথা থেকে?
উত্তরঃ নেপালের রাজগ্রন্থশালা
প্রশ্নঃ চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন ?
উত্তরঃ ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
প্রশ্নঃ চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের ভাষার নমুনা পরিলক্ষিত হয়?
উত্তরঃ পশ্চিম বাংলার প্রাচীন কথ্য ভাষা
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
উত্তরঃ দোহাকোষ
প্রশ্নঃ প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কয়জন?
উত্তরঃ ২৩
প্রশ্নঃ বাংলা সাহিত্যে আধুনিক যুগের সুত্রপাত--
উত্তরঃ ১৮০১ সাল থেকে
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি
উত্তরঃ কাব্য
প্রশ্নঃ বাংলা ভাষার প্রাচীন নিদর্শন-
উত্তরঃ চর্যাপদ
প্রশ্নঃ ড. মুহম্মদ এনামূল হক মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন?
উত্তরঃ তিনটি
প্রশ্নঃ আধুনিক যুগের সূত্রপাত কোন সময় থেকে?
উত্তরঃ ১৮০১ সাল থেকে
প্রশ্নঃ হরপ্রসাদ শাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করেন?
উত্তরঃ ১৯১৬ সালে
প্রশ্নঃ বাংলা সাহিত্যের আদি গ্রন্থ কোনটি?
উত্তরঃ চর্যাপদ
প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস- এ দু;টির মধ্যে কোনটি বেশি পুরাতন?
উত্তরঃ ইংরেজি সাহিত্যের ইতিহাস
প্রশ্নঃ চর্যাপদ হলো মূলত-
উত্তরঃ গানের সংকলন
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দশন কোনটি? অথবা বাংলাভাষায় সবচেয়ে পুরোনো যে পুথির সন্ধান পাওয়া গেছে তার নাম কি?
উত্তরঃ চর্যাপদ
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদসংখ্যা-
উত্তরঃ সাড়ে ৪৬টি
প্রশ্নঃ চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন কে? কত সালে?
উত্তরঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ,১৯২৭
প্রশ্নঃ কেরী সাহেবের মুনশী বলা হয়-
উত্তরঃ রাম রাম বসুকে
প্রশ্নঃ আলাওলের ‘তোহফা’ কোন ধরনে কাব্য?
উত্তরঃ নীতিবাক্য
প্রশ্নঃ 'তোহফা' কাব্যটি কে রচনা করেন?
উত্তরঃ আলাওল
প্রশ্নঃ ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনা সংকলন?
উত্তরঃ ছোটগল্প
প্রশ্নঃ ‘আধ্যাত্মিকা’ উপন্যাসের লেখক কে?
উত্তরঃ প্যারিচাঁদ মিত্র
প্রশ্নঃ কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
উত্তরঃ ভুসুকু পা
প্রশ্নঃ ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি?
উত্তরঃ নীলদর্পণ
প্রশ্নঃ কোনটি আধুনিক যুগের কাব্য?
উত্তরঃ সারদা মঙ্গল
প্রশ্নঃ বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
উত্তরঃ কৃপার শাস্ত্রের অর্থভেদ
প্রশ্নঃ ‘হাকন্দ পূরাণ’ গ্রন্থটি কার রচিত?
উত্তরঃ ময়ূর ভট্ট
প্রশ্নঃ 'উড়কি ধানের মুড়কি দেব বিন্নি ধানের খই গাছ পাকা কলা দিব হাঁড়ি ভরা দই।' এটি একটি-
উত্তরঃ ছড়া
প্রশ্নঃ ভীম সেনের 'গোর্খবিজয়' কাব্যটি সম্পাদনা করেন কে?
উত্তরঃ ড. পঞ্চানন মণ্ডল
প্রশ্নঃ কোন কবির মাধ্যমে অনুবাদ সাহিত্যের জয়যাত্রা শুরু হয়?
উত্তরঃ কৃত্তিবাস
প্রশ্নঃ ‘পদ্মাবতী’ কাব্যের নায়ক ও নায়িকা কে?
উত্তরঃ রত্নসেন ও পদ্মাবতী
প্রশ্নঃ কার কাব্য অবলম্বনে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন?
উত্তরঃ মালিক মুহম্মদ জায়সী
প্রশ্নঃ নাথ গীতিকায় কাদের কাহিনী বর্ণিত রয়েছে?
উত্তরঃ রাণী ময়নামতি ও তার পুত্র গোপীচন্দ্রের কাহিনী
প্রশ্নঃ ব্রজবুলি ভাষা কোন ভাষা দ্বয়ের মিশ্রণ?
উত্তরঃ মৈথিলী ও বাংলা
প্রশ্নঃ বাংলা সাহিত্যে প্রথম জীবনী কাব্যটি কোনটি?
উত্তরঃ শ্রী চৈতন্যভাগবত
প্রশ্নঃ 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্যটির রচয়িতা?
উত্তরঃ দৌলত কাজী
প্রশ্নঃ মর্সিয়া সাহিত্যের আদি কবি কে?
উত্তরঃ শেখ ফয়জুল্লাহ
প্রশ্নঃ 'ইউসুফ-জুলেখা' কাব্যে কোন ধর্মগ্রন্থের নৈতিক উপাখ্যান বিধৃত হয়েছে?
উত্তরঃ কুরআন ও বাইবেল
প্রশ্নঃ মহাভারতে মোট কয়টি পর্ব আছে?
উত্তরঃ আঠারটি
প্রশ্নঃ 'টপ্পা' কি?
উত্তরঃ এক ধরনের গান
প্রশ্নঃ ‘নবীবংশ’ পুস্তকটি কে রচনা করেছেন?
উত্তরঃ সৈয়দ সুলতান
প্রশ্নঃ বাংলা সাহিত্যে সন তারিখযুক্ত মনসামঙ্গল কাব্যের প্রথম রচয়িতা কে?
উত্তরঃ বিজয়গুপ্ত
প্রশ্নঃ ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
উত্তরঃ এক রকম কৃত্রিম কবিভাষা
প্রশ্নঃ পুঁথি সাহিত্যের উদ্ভব-
উত্তরঃ অষ্টাদশ শতাব্দীতে
প্রশ্নঃ Ballad কি?
উত্তরঃ গীতিকা
প্রশ্নঃ বৈষ্ণব পদকর্তা ‘চণ্ডীদাস’ কত জন?
উত্তরঃ ৩ জন
প্রশ্নঃ দোভাষী পুঁথি ‘জঙ্গনামা’ রচয়িতা কে?
উত্তরঃ ফকীর গরীবুল্লাহ
প্রশ্নঃ বাংলা সাহিত্যের আখ্যানমূলক লোকগীতিকে ইংরেজিতে কি বলা হয়?
উত্তরঃ ব্যালাড
প্রশ্নঃ শ্রীকৃষ্ণকীর্তনের কাহিনী ক'টি চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে?
উত্তরঃ ৩টি
প্রশ্নঃ ভারতচন্দ্র রায়গুনাকর নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে কোন গ্রন্থ রচনা করেন?
উত্তরঃ অন্নদামঙ্গল
প্রশ্নঃ কোন কবি হোসনে শাহরে পৃষ্ঠপেঅষকতায় কাব্য রচনা করেন?
উত্তরঃ মালাধর বসু
প্রশ্নঃ মঙ্গলকাব্যে প্রধানত কোন ছন্দ ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ পয়ার ছন্দ
প্রশ্নঃ গোবিন্দ দাস কতগুলো পদ রচনা করেছেন?
উত্তরঃ প্রায় সাতশত
প্রশ্নঃ ‘শ্রীকৃষ্ণ বিজয়’ এর রচয়িতা কে?
উত্তরঃ মালাধর বসু
প্রশ্নঃ কবি বিজয়গুপ্ত রচিত গ্রন্থের নাম কি?
উত্তরঃ মনসামঙ্গল
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?
উত্তরঃ শাহ মুহম্মদ সাগীর
প্রশ্নঃ মহুয়া পালার নদের চাঁদ কোন এলাকার জমিদার-পুত্র ছিলেন?
উত্তরঃ বামনকান্দার
প্রশ্নঃ বাংলা সাহিত্যে অন্ধকার যুগ
উত্তরঃ সেন শাসনামল
প্রশ্নঃ সাবিরিদ খান কোন জেলার অধিবাসী ছিলেন?
উত্তরঃ চট্টগ্রাম
প্রশ্নঃ Folk-talk বলতে কি বোঝানো হয়-
উত্তরঃ কথা
প্রশ্নঃ কোন ধরনের কাব্যকে 'জঙ্গনামা' বলা হয়?
উত্তরঃ শোকগাঁথা
প্রশ্নঃ দেওয়ানা মদিনার প্রধান পুরুষ চরিত্র কোনটি?
উত্তরঃ দুলাল
প্রশ্নঃ কৃত্তিবাসের রামায়ণ কত সালে শ্রীরামপুর মিশনে ছাপা হয়?
উত্তরঃ ১৮০২-১৮০৩ সালে
প্রশ্নঃ পবিত্র কোরআন সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে?
উত্তরঃ গিরিশ চন্দ্র সেন
প্রশ্নঃ চণ্ডীমঙ্গল কাব্য কার রচনা?
উত্তরঃ মুকুন্দরাম
প্রশ্নঃ আনুমানিক কত শতাব্দীতে বাল্মীকি রামায়ণ রচনা করেন?
উত্তরঃ খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে
প্রশ্নঃ 'টপ্পা' গানের জনক কে?
উত্তরঃ নিধু বাবু
প্রশ্নঃ 'সত্যপীর' গ্রন্থটি রচনা করেন?
উত্তরঃ শেখ ফয়জুল্লাহ
প্রশ্নঃ মনসামঙ্গলা কাব্যের প্রতিনিধিস্থানীয় ও শ্রেষ্ঠ কবি কে?
উত্তরঃ বিজয় গুপ্ত
প্রশ্নঃ 'শ্রী কৃষ্ণকীর্তনের' রচয়িতা কে?
উত্তরঃ বড়ু চণ্ডীদাস
প্রশ্নঃ দোভাষী পুঁথি সাহিত্যের সার্থক ও জনপ্রিয় কবি কে?
উত্তরঃ ফকীর গরীবুল্লাহ
প্রশ্নঃ Ballad শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তরঃ ফারসি
প্রশ্নঃ মনসামঙ্গলের কবি কে?
উত্তরঃ ওপরের তিনজনই
প্রশ্নঃ ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’-উক্তিটি কার?
উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর
প্রশ্নঃ 'শ্রীকৃষ্ণকীর্তন' গ্রন্থটি কার রচনা?
উত্তরঃ বড়ু চণ্ডীদাস
প্রশ্নঃ বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
উত্তরঃ চণ্ডীদাস
প্রশ্নঃ সম্পাদিত হওয়ার পর শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত সালে প্রকাশিত হয?
উত্তরঃ ১৯১৬ সালে
প্রশ্নঃ ছুটি খাঁর প্রকৃত নাম কি?
উত্তরঃ নসরত খাঁ
প্রশ্নঃ বিদ্যাপতি কোন ধারার কবি?
উত্তরঃ বৈষ্ণবপদাবলী
প্রশ্নঃ শেখ ফয়জুল্লাহ রচিত কয়টি কাব্যের সন্ধান পাওয়া গেছে?
উত্তরঃ পাঁচটি
প্রশ্নঃ বৈষ্ণব পদাবলী সংগ্রহ করেছিলেন কে?
উত্তরঃ বাবা আউল মনোহর দাস
প্রশ্নঃ কত সালে সৈয়দ হামজা শাহ গরিবুল্লাহর অসমাপ্ত পুঁথি 'জঙ্গনামা' সমাপ্ত করেন?
উত্তরঃ ১৭৯২ সালে
প্রশ্নঃ শ্রী চৈতন্যের আসল নাম কি?
উত্তরঃ বিশ্বম্ভর
প্রশ্নঃ মাধবাচর্যের 'শ্রীকৃষ্ণমঙ্গল' কাব্যে ভাগবতের কোন স্কন্ধকে গুরত্ব দেয়া হয়েছে?
উত্তরঃ দশম স্কন্ধ
প্রশ্নঃ 'শূন্যপুরাণ' কাব্য কার রচনা?
উত্তরঃ রামাই পণ্ডিত
প্রশ্নঃ 'লাইলী মজনু' কাব্যটি রচনা করেছেন--
উত্তরঃ বাহরাম খান
প্রশ্নঃ মঙ্গলযুগের সর্বশেষ কবিরনাম কি?
উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর
প্রশ্নঃ নিচের কোন গ্রন্থটি সংস্কৃত ভাষায় জীবনী মহাকাব্য নামে খ্যাত?
উত্তরঃ চৈতন্য-চরিতামৃত
প্রশ্নঃ বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন?
উত্তরঃ মৈথিলী
প্রশ্নঃ এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?
উত্তরঃ কবিগান
প্রশ্নঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল নাম কি?
উত্তরঃ শ্রীকৃষ্ণসন্দর্ভ
প্রশ্নঃ মাইকেল হার্ট একশত জন বিশ্ববরেন্য নেতার ক্রিয়া-কর্ম বিশ্লেষণ করে এক নম্বর স্থান দিয়েছেন-
উত্তরঃ হযরত মুহাম্মদ (স) কে
প্রশ্নঃ আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি-
উত্তরঃ দৌলত কাজী
প্রশ্নঃ বাংলা ভাষায় ‘রামায়ণ’ অনুবাদ করেন কে?
উত্তরঃ কৃত্তিবাস ওঝা
প্রশ্নঃ ড. আশরাফ সিদ্দিকী লোকগীতিকে কয় ভাগে ভাগ করেছেন?
উত্তরঃ ছয় ভাগে
প্রশ্নঃ বৈষ্ণব সাহিত্য কোনটির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত?
উত্তরঃ রাধাকৃষ্ণের প্রেমলীলা
প্রশ্নঃ চণ্ডীচরণ মুনশীর 'তোতা ইতিহাস' (১৮০৫) কোন ভাষা থেকে অনূদিত?
উত্তরঃ ফারসি
প্রশ্নঃ কোন কবি নরহরি সরকারের আদেশে 'চৈতন্যমঙ্গল' রচনা করেন?
উত্তরঃ কবি লোচন দাস
প্রশ্নঃ মহাভারতের কথা অমৃত সমান। কাশীরাম দাস ভনে শুনে পূণ্যবান ॥ -চরণ দুটির রচয়িতা কে?
উত্তরঃ কাশীরাম দাস
প্রশ্নঃ কোনটি শ্রী চৈতন্যদেবের জন্মস্থান?
উত্তরঃ নবদ্বীপ
প্রশ্নঃ মধ্যযুগের কাব্যধারার প্রধান ধারা কয়টি?
উত্তরঃ ৪টি
প্রশ্নঃ ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা প্রকাশ করেছে-
উত্তরঃ কলকাতা বিশ্ববিদ্যালয়
প্রশ্নঃ কোন গ্রন্থ (অনুবাদ) রচনার জন্য রুকনুদ্দিন বরবক শাহ মালাধর বসুকে 'গুণরাজ খান' উপাধি দেন?
উত্তরঃ ভাগবত
প্রশ্নঃ কবি গানের প্রথম কবি কে?
উত্তরঃ গোঁজলা পুট
প্রশ্নঃ 'শূন্যপুরাণ' রচনা করেছেন-
উত্তরঃ রামাই পন্ডিত
প্রশ্নঃ 'কমলে কামিনী' কি?
উত্তরঃ পদ্মফুলে বসে থাকা তরুনীর হাতি গেলা ও উদিগীরণ করা
প্রশ্নঃ কাশীরাম দাস মহাভারতের কয়টি পর্ব অনুবাদ করেছিলেন?
উত্তরঃ চারটি পর্বের
প্রশ্নঃ মরদান রচিত কাব্যগ্রন্থের নাম কি?
উত্তরঃ নসীরানামা
প্রশ্নঃ 'পরাগলী মহাভারত' এর রচয়িতা কে?
উত্তরঃ কবীন্দ্র পরমেশ্বর
প্রশ্নঃ দ্বিজ বংশীদাসের জন্ম কোথায়?
উত্তরঃ ময়মনসিংহে
প্রশ্নঃ বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে?
উত্তরঃ বিদ্যাপতি
প্রশ্নঃ 'শ্রীকৃষ্ণকীর্তনের' কাব্য কে রচনা করেন?
উত্তরঃ বড়ু চণ্ডিদাস
প্রশ্নঃ কত সালে বখতিয়ার বাংলা অক্রমণ করেন?
উত্তরঃ ১২০৪ সালে
প্রশ্নঃ প্রকৃতপক্ষে মঙ্গলকাব্যগুলোকে কয় শ্রেণীতে ভাগ করা যায়?
উত্তরঃ দুই
প্রশ্নঃ মহাভারতের প্রাচীনতম অনুবাদক কে?
উত্তরঃ কবীন্দ্র পরমেশ্বর
প্রশ্নঃ মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম?
উত্তরঃ চৈতন্য দেব
প্রশ্নঃ মহাভারতের প্রথম অনুবাদক কে?
উত্তরঃ কবীন্দ্র পরমেশ্বরপ্রশ্নঃ কোনটি লৌকিক মঙ্গলকাব্য?
উত্তরঃ সবগুলোই
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে?
উত্তরঃ সৈয়দ আলী আহসান
প্রশ্নঃ চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনীকাব্য রচনা করেন-
উত্তরঃ বৃন্দাবন দাস
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
উত্তরঃ চন্দ্রাবতী
প্রশ্নঃ বাহরাম খানের উপাধি কোনটি?
উত্তরঃ দৌলত উজির
প্রশ্নঃ কবি জৈনুদ্দিন 'রাসুল বিজয়' কাব্য রচনা করেন কার পৃষ্ঠপোষকতায়?
উত্তরঃ ইউসুফ শাহ
প্রশ্নঃ আনুমানিক কোন সময়ে কৃত্তিবাস রামায়ণের অনুবাদ করেন?
উত্তরঃ পঞ্চদশ শতকের মাঝামাঝি
প্রশ্নঃ ফিরোজ শাহের আমলে বিদ্যাসুন্দর কাব্য রচনা করেন কে?
উত্তরঃ শ্রীধর
প্রশ্নঃ বাংলা সাহিত্যের কোন যুগকে সূর্বণ যুগ বলা হয়?
উত্তরঃ চৈতন্য পরবর্তী যুগ
প্রশ্নঃ মধ্যযুগের সাহিত্যধারা কেমন ছিল?
উত্তরঃ ধর্ম নির্ভর
প্রশ্নঃ বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি কে?
উত্তরঃ ভারতচন্দ্র রায়
প্রশ্নঃ মূল রামায়ণ কোন ভাষায় রচিত?
উত্তরঃ সংস্কৃত
প্রশ্নঃ ‘মনসামঙ্গল’-এর লেখক কে
উত্তরঃ কানা হরিদত্ত
প্রশ্নঃ দোভাষী পুঁথি সাহিত্যকে বটতলার পুঁথি বলা হত কেন?
উত্তরঃ কলকাতার সস্তা প্রেস থেকে বের হত বলে
প্রশ্নঃ মঙ্গলকাব্য সৃষ্টির প্রধান উদ্দেশ্য কী?
উত্তরঃ বিভিন্ন দেবদেবীর পূজা করা
প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতালপঞ্চবিংশতি কোন গ্রন্থের অনুবাদ?
উত্তরঃ বৈতাল পচ্চীসী
প্রশ্নঃ ‘মানসিংহ ভবানন্দ উপাখ্যান’ কার রচনা?
উত্তরঃ ভারতচন্দ্র রায় গুণাকর
প্রশ্নঃ বিজয়গুপ্ত কোন জেলায় জন্মগ্রহন করেন?
উত্তরঃ বরিশাল
প্রশ্নঃ হলায়ুদ মিশ্র রচিত 'সেক শুভোদয়া' কোন ভাষায় রচিত?
উত্তরঃ সংস্কৃত
প্রশ্নঃ কৃষ্ণভক্তি তত্ত্বরূপ লাভ করেছিল কোন যুগে?
উত্তরঃ চৈতন্য যুগে
প্রশ্নঃ শাহ মুহম্মদ সগীরের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কোনটি? শাহ মুহম্মদ সগীর অনূদিত বিখ্যাত কাব্য কোনটি?
উত্তরঃ ইউসুফ জোলেখা
প্রশ্নঃ সর্বপ্রথম রামায়ণ অনুবাদকারী কবি হলেন--
উত্তরঃ চন্দ্রাবতী
প্রশ্নঃ শুকুর মুহম্মদ রচিত কাব্যের নাম-
উত্তরঃ গোপীচাঁদের সন্ন্যাস
প্রশ্নঃ রামায়ণে কতটি কাণ্ড (খণ্ড) আছে?
উত্তরঃ সাতটি
প্রশ্নঃ রামাই পণ্ডিতের শূন্যপুরাণ গ্রন্থে কোন দুই ধর্মের মিশ্রণ ঘটেছে?
উত্তরঃ হিন্দু ও বৌদ্ধ
প্রশ্নঃ আলাওল কোন যুগের কবি?
উত্তরঃ মধ্যযুগের
প্রশ্নঃ বাসলী (বাশুলী) চরণে চণ্ডীদাস এই গান গাইলেন' এখানে 'বাসলী' কে?
উত্তরঃ বিশালাক্ষ্ণী দেবী
প্রশ্নঃ মধ্যযুগের অন্যতম সাহিত্য--
উত্তরঃ মঙ্গলকাব্য
প্রশ্নঃ কোন দুজন আরাকান রাজ্যসভার কবি?
উত্তরঃ মহাকবি আলাওল ও দৌলত কাজী
প্রশ্নঃ আলাওলের কাব্যের নাম-
উত্তরঃ পদ্মাবতী
প্রশ্নঃ কবিগান ও পুঁথিসাহিত্যের উৎপত্তি কখন?
উত্তরঃ অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে
প্রশ্নঃ লোকসাহিত্য বলতে কি বুঝায়?
উত্তরঃ ছড়া, গান, ধাঁধা, প্রবাদপ্রবচন
প্রশ্নঃ মধ্যযুগের বাংলা সাহিত্যের অত্যন্ত শ্রেষ্ঠ সম্পদ--
উত্তরঃ বৈষ্ণব পদাবলী
প্রশ্নঃ বাংলা ভাষায় কোরআন শরীফ-এর অনুবাদক ‘ভাই গিরিশচন্দ্র সেন’ কোন ধর্মের অনুসারী ছিলেন?
উত্তরঃ ব্রাহ্ম ধর্ম
প্রশ্নঃ লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি?
উত্তরঃ প্রবচন
প্রশ্নঃ মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?
উত্তরঃ আলাওল
প্রশ্নঃ 'পটুয়া' সঙ্গীতের বিষয়বস্তু কোনটি?
উত্তরঃ কৃষ্ণলীলা
প্রশ্নঃ মধ্যযুগের শেষ্ঠ কবি কে?
উত্তরঃ ভারতচন্দ্র রায়
প্রশ্নঃ কাশীরাম দাস কোন বংশের কবি ছিলেন?
উত্তরঃ দেব বংশের
প্রশ্নঃ ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন কে?
উত্তরঃ বিদ্যাপতি
প্রশ্নঃ 'গৌরাঙ্গ বিজয়' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ চূড়ামণিদাস
প্রশ্নঃ বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে?
উত্তরঃ আইন-ই-আকবরী
প্রশ্নঃ শ্রী চৈতন্যদেবের জন্মসাল কোনটি?
উত্তরঃ ১৪৮৬ সাল
প্রশ্নঃ মেয়েলি ব্রতের সাথে সম্পর্কিত কাহিনী কি নামে খ্যাত?
উত্তরঃ ব্রতকথা
প্রশ্নঃ ‘ইউসুফ-জোলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন-
উত্তরঃ শাহ মুহম্মদ সগীর
প্রশ্নঃ কে ‘গুণরাজ খান’ উপাধি লাভ করেন?
উত্তরঃ মালাধর বসু
প্রশ্নঃ কৃষ্ণের স্বর্গীয় নাম কি?
উত্তরঃ বিষ্ণু
প্রশ্নঃ ‘নূরনামা, নসীয়তনামা, শহরনামা’ -কাব্যগুলোর রচয়িতা কে?
উত্তরঃ আবদুল হাকিম
প্রশ্নঃ মোঘল রাজসভার কবি ছিলেন কে?
উত্তরঃ আবুল ফজল
প্রশ্নঃ কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা---
উত্তরঃ শেরবাজ
প্রশ্নঃ বাংলা ভাষার মধ্যযুগ-
উত্তরঃ ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ
প্রশ্নঃ মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের উপযোগী?
উত্তরঃ ডাক ও খনার বচন
প্রশ্নঃ মহাভারতের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় অনুবাদক কে?
উত্তরঃ কাশীরাম দাস
প্রশ্নঃ কবি ভারতচন্দ্রকে ‘রায় গুণাকর’ উপাধি দেন কে?
উত্তরঃ মহারাজ কৃষ্ণচন্দ্র
প্রশ্নঃ ভারতচন্দ্র রায়গুনাকর কোন রাজসভার কবি?
উত্তরঃ কৃষ্ণনগর রাজসভা
প্রশ্নঃ মাগন ঠাকুর কে ছিলেন?
উত্তরঃ রোসাঙ্গ রাজের প্রধানমন্ত্রী
প্রশ্নঃ কবি ভারতচন্দ্র সভাকবি ছিলেন-
উত্তরঃ রাজা কৃষ্ণচন্দ্রের
প্রশ্নঃ চৈতন্য সমসাময়িক পদাকার কে?
উত্তরঃ মুরারিগুপ্ত
প্রশ্নঃ বড়ু চণ্ডীদাসের প্রকৃত নাম কি?
উত্তরঃ অনন্ত
প্রশ্নঃ বাংলা সাহিত্যে রাধা-কৃষ্ণ বিষয়ক প্রথম কাহিনী কাব্য কোনটি?
উত্তরঃ শ্রীকৃষ্ণ কীর্তন
প্রশ্নঃ মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন
প্রশ্নঃ 'ষড় গোস্বামী' দের মধ্যে বৈষ্ণবশাস্ত্র রচনা করেন?
উত্তরঃ এরা প্রত্যেকেই
প্রশ্নঃ পদাবলী লিখেছেন-
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম কোন ব্যক্তির জীবনী কাহিনী লেখা হয়?
উত্তরঃ শ্রী চৈতন্যদেব
প্রশ্নঃ মহাভারতের 'অশ্বমেধ' পর্বের অনুবাদক কে?
উত্তরঃ শ্রীকর নন্দী
প্রশ্নঃ বাংলায় একছত্র কবিতা না লিখে কে বাংলার কবি হয়েছিলেন?
উত্তরঃ বিদ্যাপতি
প্রশ্নঃ মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি?
উত্তরঃ চণ্ডীমঙ্গল
প্রশ্নঃ মহাকবি আলাওল কোন যুগের কবি?
উত্তরঃ মধ্য যুগ
প্রশ্নঃ কত বঙ্গাব্দে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য প্রকাশিত হয়?
উত্তরঃ ১৩২৩ বঙ্গাব্দে
প্রশ্নঃ চন্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র কোনটি?
উত্তরঃ কালকেতু




☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বিষয় বাংলা সাহিত্য"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে