গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বিষয় বাংলা ব্যাকরণ
প্রশ্নঃ বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয় ?
উত্তরঃ ১৭৪৩ সালে
প্রশ্নঃ নিচের কোনগুলো ওলন্দাজ শব্দ ?
উত্তরঃ রুইতন, হরতন
উত্তরঃ রুইতন, হরতন
প্রশ্নঃ চলিত ভাষার জন্ম কোন অঞ্চলের ভাষাকে কেন্দ্র করে ?
উত্তরঃ কোলকাতা
উত্তরঃ কোলকাতা
প্রশ্নঃ নীচের কোনটি চলিত ভাষার রীতির উদাহরণ ?
উত্তরঃ আমি তাকে দেখে খুশি হয়েছি
উত্তরঃ আমি তাকে দেখে খুশি হয়েছি
প্রশ্নঃ লাঠি' ও 'চাউল' শব্দ দুটি _
উত্তরঃ দেশী শব্দ
উত্তরঃ দেশী শব্দ
প্রশ্নঃ কোনটি সঠিক ?
উত্তরঃ পৃথিবীর বিভিন্ন জাতির পৃথক পৃথক ভাষা রয়েছে
উত্তরঃ পৃথিবীর বিভিন্ন জাতির পৃথক পৃথক ভাষা রয়েছে
প্রশ্নঃ ব্যাকরণ চর্চার আদিভূমি কোনটি ?
উত্তরঃ গ্রিস
উত্তরঃ গ্রিস
প্রশ্নঃ 'প্রাকৃত' এর অর্থ কি ?
উত্তরঃ স্বাভাবিক
উত্তরঃ স্বাভাবিক
প্রশ্নঃ বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী ?
উত্তরঃ সাধু রীতি
উত্তরঃ সাধু রীতি
প্রশ্নঃ "গিন্নী' কোন শ্রেণীর শব্দ ?
উত্তরঃ অর্ধতৎসম
উত্তরঃ অর্ধতৎসম
প্রশ্নঃ বাংলা ভাষায় প্রধানত বিদেশী শব্দের ভাবনুবাদমূলক প্রতিশব্দকে কি বলে ?
উত্তরঃ পারিভাষিক শব্দ
উত্তরঃ পারিভাষিক শব্দ
প্রশ্নঃ 'অনুকার' কোন শ্রেণীর শব্দ ?
উত্তরঃ দেশী
উত্তরঃ দেশী
প্রশ্নঃ কোনটি সঠিক ?
উত্তরঃ ব্যাকরণ ভাষা অনুসরণ করে
উত্তরঃ ব্যাকরণ ভাষা অনুসরণ করে
প্রশ্নঃ 'হরতাল' শব্দ কোন ভাষা থেকে এসেছে ?
উত্তরঃ গুজরাটি
উত্তরঃ গুজরাটি
প্রশ্নঃ 'De Lingua Latina' গ্রন্থের রচয়িতা -
উত্তরঃ ভাররো
উত্তরঃ ভাররো
প্রশ্নঃ তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী হয় ?
উত্তরঃ সাধু ভাষারীতিতে
উত্তরঃ সাধু ভাষারীতিতে
প্রশ্নঃ বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে ?
উত্তরঃ প্রমথ চৌধুরী
উত্তরঃ প্রমথ চৌধুরী
প্রশ্নঃ কোনটি ফারসি শব্দ ?
উত্তরঃ দোকান
উত্তরঃ দোকান
প্রশ্নঃ গ্রিক ভাষায় 'Grammar' শব্দটির অর্থ -
উত্তরঃ শব্দশাস্ত্র
উত্তরঃ শব্দশাস্ত্র
প্রশ্নঃ কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম ?
উত্তরঃ বঙ্গকামরূপী
উত্তরঃ বঙ্গকামরূপী
প্রশ্নঃ তৎসম শব্দ কোনটি ?
উত্তরঃ ধর্ম
উত্তরঃ ধর্ম
প্রশ্নঃ সাধু রীতির শব্দ কোনটি ?
উত্তরঃ গ্রহ
উত্তরঃ গ্রহ
প্রশ্নঃ প্রিস্কিয়ানের ব্যাকরণের নাম -
উত্তরঃ Institutiones Grammaticae
উত্তরঃ Institutiones Grammaticae
প্রশ্নঃ 'Dialogue' গ্রন্থটি লিখেছেন -
উত্তরঃ প্লেটো
উত্তরঃ প্লেটো
প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যাকরণ শব্দটি এসেছে -
উত্তরঃ সংস্কৃত ভাষা থেকে
উত্তরঃ সংস্কৃত ভাষা থেকে
প্রশ্নঃ লেখ্য ভাষার দুটি রূপের নাম কি ?
উত্তরঃ সাধু ও চলিত
উত্তরঃ সাধু ও চলিত
প্রশ্নঃ পৃথিবীতে কত লোক বাংলা ভাষায় কথা বলে ?
উত্তরঃ ২৫ কোটি
উত্তরঃ ২৫ কোটি
প্রশ্নঃ নিচের কোনটি হিন্দি ভাষার শব্দ ?
উত্তরঃ চানাচুর
উত্তরঃ চানাচুর
প্রশ্নঃ 'পেট' (উদর) দেশী শব্দ হিসেবে পরিচিত হলেও এর মূলে রয়েছে কোন ভাষা ?
উত্তরঃ তামিল ভাষা
উত্তরঃ তামিল ভাষা
প্রশ্নঃ পতঞ্জলি ছিলেন একজন --- ব্যাকরণবিদ ?
উত্তরঃ সংস্কৃত
উত্তরঃ সংস্কৃত
প্রশ্নঃ 'দুনিয়া' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
উত্তরঃ আরবি
উত্তরঃ আরবি
প্রশ্নঃ 'বাবা' এবং 'দারোগা' শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে কোন ভাষা থেকে ?
উত্তরঃ তুর্কি
উত্তরঃ তুর্কি
প্রশ্নঃ বিদেশী শব্দ কোনটি ?
উত্তরঃ হায়াত
উত্তরঃ হায়াত
প্রশ্নঃ 'ছেরাদ্দ' ও 'গিন্নী' কোন শব্দের উদাহারণ ?
উত্তরঃ অর্ধতৎসম শব্দের
উত্তরঃ অর্ধতৎসম শব্দের
প্রশ্নঃ 'বিস্কুট' কোন ভাষার শব্দ ?
উত্তরঃ ফরাসি
উত্তরঃ ফরাসি
প্রশ্নঃ চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয় ?
উত্তরঃ সবুজপত্র
উত্তরঃ সবুজপত্র
প্রশ্নঃ নিচের কোনটি দেশীয় শব্দ ?
উত্তরঃ কুড়ি
উত্তরঃ কুড়ি
প্রশ্নঃ 'কলম' কোন ভাষার শব্দ ?
উত্তরঃ আরবি
উত্তরঃ আরবি
প্রশ্নঃ ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে ?
উত্তরঃ নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
উত্তরঃ নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
প্রশ্নঃ সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশি পরিলক্ষিত হয় ?
উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম
উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম
প্রশ্নঃ ব্যাকরণ শব্দটির সঠিক অর্থ হচ্ছে -
উত্তরঃ বিশেষভাবে বিশ্লেষণ
উত্তরঃ বিশেষভাবে বিশ্লেষণ
প্রশ্নঃ ইংরেজি Grammar শব্দটি এসেছে কোন ভাষা থেকে ?
উত্তরঃ গ্রিক
উত্তরঃ গ্রিক
প্রশ্নঃ 'চন্দ্র' ও 'সূর্য' কোন শব্দের উদাহারণ ?
উত্তরঃ তৎসম শব্দ
উত্তরঃ তৎসম শব্দ
প্রশ্নঃ অনার্যদ্র
উত্তরঃ দেশী শব্দ
উত্তরঃ দেশী শব্দ
প্রশ্নঃ 'চাকর' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
উত্তরঃ তুর্কি
উত্তরঃ তুর্কি
প্রশ্নঃ পৃথিবীর অধিকাংশ ভাষায় সাধারণত কয়টি রূপ পরিলক্ষিত হয় ?
উত্তরঃ দুটি
উত্তরঃ দুটি
প্রশ্নঃ কোনটি সঠিক ?
উত্তরঃ ভাষা স্থির নয়
উত্তরঃ ভাষা স্থির নয়
প্রশ্নঃ নিচের কোন শব্দটি দেশী শব্দ নয় ?
উত্তরঃ অংশ
উত্তরঃ অংশ
প্রশ্নঃ বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে ?
উত্তরঃ মান্দারিন
উত্তরঃ মান্দারিন
প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায় ?
উত্তরঃ ২ ভাগে
উত্তরঃ ২ ভাগে
প্রশ্নঃ নীচের কোন বাক্যটি সাধু রীতিতে লেখা হয়েছে ?
উত্তরঃ সুমী তাহাকে দেখিয়াছে
উত্তরঃ সুমী তাহাকে দেখিয়াছে
প্রশ্নঃ নিচের কোনগুলো ফরাসি শব্দ ?
উত্তরঃ কার্তুজ, রেস্তরা
উত্তরঃ কার্তুজ, রেস্তরা
প্রশ্নঃ গৌড়ীয় ব্যাকরণ টি রচনা করেছেন কে ?
উত্তরঃ রামমোহন রায়
উত্তরঃ রামমোহন রায়
প্রশ্নঃ 'তৎসম' কোন ধরনের শব্দ ?
উত্তরঃ পারিভাষিক শব্দ
উত্তরঃ পারিভাষিক শব্দ
প্রশ্নঃ কোনটি মিশ্র শব্দ ?
উত্তরঃ হাট-বাজার
উত্তরঃ হাট-বাজার
প্রশ্নঃ পাণিনি রচিত গ্রন্থটির নাম-
উত্তরঃ অষ্টাধ্যায়ী
উত্তরঃ অষ্টাধ্যায়ী
প্রশ্নঃ নিচের কোনগুলো জাপানি শব্দ ?
উত্তরঃ আলমারি, গুদাম
উত্তরঃ আলমারি, গুদাম
প্রশ্নঃ অর্ধতৎসম শব্দ কোনটি ?
উত্তরঃ জোছনা
উত্তরঃ জোছনা
প্রশ্নঃ বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয় ?
উত্তরঃ ৩ ভাগে
উত্তরঃ ৩ ভাগে
প্রশ্নঃ 'ইস্কাপন' কোন ভাষার শব্দ ?
উত্তরঃ ওলন্দাজ
উত্তরঃ ওলন্দাজ
প্রশ্নঃ 'প্যাগোডা' কোন দেশের শব্দ ?
উত্তরঃ জাপানি
উত্তরঃ জাপানি
প্রশ্নঃ সাধু ভাষা সাধারণত কোথায় অনুপোযোগী ?
উত্তরঃ নাটকের সংলাপে
উত্তরঃ নাটকের সংলাপে
প্রশ্নঃ 'জয়স্তি' কোন ভাষার শব্দ ?
উত্তরঃ গুজরাটি
উত্তরঃ গুজরাটি
প্রশ্নঃ নিচের কোনগুলো প্রশাসনিক শব্দ ?
উত্তরঃ দপ্তর, দরখাস্ত
উত্তরঃ দপ্তর, দরখাস্ত
প্রশ্নঃ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে কি বলা হয় ?
উত্তরঃ তৎসম শব্দ
উত্তরঃ তৎসম শব্দ
প্রশ্নঃ 'গ্রাষ্মাতিকি তেকনি' গ্রন্থটি কোন ভাষায় রচিত ?
উত্তরঃ গ্রিক
উত্তরঃ গ্রিক
প্রশ্নঃ নিচের কোনগুলো পাঞ্জাবি শব্দ ?
উত্তরঃ চাহিদা, শিখ
উত্তরঃ চাহিদা, শিখ
প্রশ্নঃ 'উকিল' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
উত্তরঃ আরবি
উত্তরঃ আরবি
প্রশ্নঃ ভারতবর্ষের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ -
উত্তরঃ পাণিনি
উত্তরঃ পাণিনি
প্রশ্নঃ নিচের কোনটি চীনা শব্দ ?
উত্তরঃ চা, চিনি
উত্তরঃ চা, চিনি
প্রশ্নঃ মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি ?
উত্তরঃ ভাষা
উত্তরঃ ভাষা
প্রশ্নঃ 'হস্ত','প্রস্তর', ও 'সন্ধ্যা শব্দ তিনটি বাংলা ভাষা গ্রহণ করেছে -
উত্তরঃ সংস্কৃত ভাষা থেকে
উত্তরঃ সংস্কৃত ভাষা থেকে
প্রশ্নঃ 'কাষ্ঠ' এর প্রাকৃত রূপ কোনটি ?
উত্তরঃ কট্ ঠ
উত্তরঃ কট্ ঠ
প্রশ্নঃ কোনটি তৎসম শব্দ ?
উত্তরঃ ফুল
উত্তরঃ ফুল
প্রশ্নঃ বাংলাভাষার শব্দসম্ভারকে উৎসগতভাবে কয় ভাগে ভাগ করা হয়েছে ?
উত্তরঃ ৫ ভাগে
উত্তরঃ ৫ ভাগে
প্রশ্নঃ 'নামাজ', 'রোজা' কোন ভাষার শব্দ ?
উত্তরঃ ফারসি
উত্তরঃ ফারসি
প্রশ্নঃ কি কারণে বাংলা ভাষায় এক প্রকার নতুন ধরনের মিশ্র শব্দের ব্যবহার দেখা যায় ?
উত্তরঃ প্রায় সমার্থক দুটো শব্দের মিলনে
উত্তরঃ প্রায় সমার্থক দুটো শব্দের মিলনে
প্রশ্নঃ বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন ?
উত্তরঃ আধুনিক যুগ
উত্তরঃ আধুনিক যুগ
প্রশ্নঃ 'চশমা','দপ্তর' ও 'দোকান' শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে ?
উত্তরঃ ফারসি
উত্তরঃ ফারসি
প্রশ্নঃ 'কালি কলম' কোন দুটি ভাষার মিশ্র শব্দ ?
উত্তরঃ বাংলা+আরবি
উত্তরঃ বাংলা+আরবি
প্রশ্নঃ 'হাত' কোন শব্দের উদাহারণ ?
উত্তরঃ তদ্ভব শব্দ
উত্তরঃ তদ্ভব শব্দ
প্রশ্নঃ যে সকল শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় তাকে কোন শব্দ বলা হয় ?
উত্তরঃ তদ্ভব শব্দ
উত্তরঃ তদ্ভব শব্দ
প্রশ্নঃ নিচের কোনটি বিদেশী ও তদ্ভব শব্দযোগে গঠিত ?
উত্তরঃ হেডমিস্ত্রী
উত্তরঃ হেডমিস্ত্রী
প্রশ্নঃ তৎসম শব্দের শাব্দিক অর্থ কি ?
উত্তরঃ তার সমান
উত্তরঃ তার সমান
প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে ?
উত্তরঃ মনোএল-দ্য-আসসুম্পসাঁও
উত্তরঃ মনোএল-দ্য-আসসুম্পসাঁও
প্রশ্নঃ তৎসম শব্দ কোনটি ?
উত্তরঃ সূর্য
উত্তরঃ সূর্য
প্রশ্নঃ কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য ?
উত্তরঃ গুরুগম্ভীর
উত্তরঃ গুরুগম্ভীর
প্রশ্নঃ নিচের কোনটি মিশ্র শব্দ ?
উত্তরঃ ডাক্তারখানা
উত্তরঃ ডাক্তারখানা
প্রশ্নঃ 'ব্যাকরণ' শব্দটির সঠিক বিন্যাস কোনটি ?
উত্তরঃ বি+আ+কৃ+অন
উত্তরঃ বি+আ+কৃ+অন
প্রশ্নঃ ভাষার জগতে বাংলার স্থান কততম ?
উত্তরঃ ৬ষ্ঠ
উত্তরঃ ৬ষ্ঠ
প্রশ্নঃ পাণিনি কে ছিলেন?
উত্তরঃ বৈয়াকরণিক
উত্তরঃ বৈয়াকরণিক
প্রশ্নঃ রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি?
উত্তরঃ গৌড়ীয় ব্যকারণ
উত্তরঃ গৌড়ীয় ব্যকারণ
প্রশ্নঃ কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগ বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
উত্তরঃ ব্রাসি হ্যালহেড
উত্তরঃ ব্রাসি হ্যালহেড
প্রশ্নঃ বাংলা ব্যাকরণের মৌলিক অংশ কোনগুলো?
উত্তরঃ ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব
উত্তরঃ ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব
প্রশ্নঃ বাংলা ব্যাকরণের বয়স কত?
উত্তরঃ ২৫০ বছরের বেশি
উত্তরঃ ২৫০ বছরের বেশি
প্রশ্নঃ ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি?
উত্তরঃ বিশেষভাবে বিশ্লেষণ
উত্তরঃ বিশেষভাবে বিশ্লেষণ
প্রশ্নঃ বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা-
উত্তরঃ রামমোহন রায়
উত্তরঃ রামমোহন রায়
প্রশ্নঃ কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়?
উত্তরঃ ভাষাতত্ত্ব
উত্তরঃ ভাষাতত্ত্ব
প্রশ্নঃ 'ব্যাকরণ' কোন ভাষার শব্দ?
উত্তরঃ সংস্কৃত
উত্তরঃ সংস্কৃত
প্রশ্নঃ কোন প্রখ্যাত ইংরেজ পন্ডিত ইংরেজিতে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন?
উত্তরঃ ব্রাসি হালহেড
উত্তরঃ ব্রাসি হালহেড
প্রশ্নঃ বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উত্তরঃ বাক্যতত্ত্বে
উত্তরঃ বাক্যতত্ত্বে
প্রশ্নঃ ব্যাকরণ-এর মূল ভিত্তি কি?
উত্তরঃ ভাষা
উত্তরঃ ভাষা
প্রশ্নঃ বাংলা ব্যকরণ প্রথম রচনা করেন-
উত্তরঃ এন.বি. হ্যালহেড
উত্তরঃ এন.বি. হ্যালহেড
প্রশ্নঃ কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ?
উত্তরঃ A Grammer of the Bengali Language
উত্তরঃ A Grammer of the Bengali Language
প্রশ্নঃ পর্তুগীজ ভাষার রচিত প্রথম বাংলা ব্যাকরণ "Vogabolario em idioma Bengalla, e potuguez dividido em duas parts" কে রচনা করেন ?
উত্তরঃ মনোএল দ্য আস্সুস্পাসাঁও
উত্তরঃ মনোএল দ্য আস্সুস্পাসাঁও
প্রশ্নঃ কোন বাঙালি বাংলা ব্যাকরণ ইংরেজিতে রচনা করেন?
উত্তরঃ রাজা রামমোহন রায়
উত্তরঃ রাজা রামমোহন রায়
প্রশ্নঃ ড. মুহম্মদ এনামূল হক রচিত ব্যাকরণের নাম-
উত্তরঃ ব্যাকরণ মঞ্জুরী
উত্তরঃ ব্যাকরণ মঞ্জুরী
প্রশ্নঃ ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উত্তরঃ ধ্বনিতত্ত্বে
উত্তরঃ ধ্বনিতত্ত্বে
প্রশ্নঃ মনোএল দ্য আসসুস্পসাঁও ঢাকার ভাওয়ালে থাকাকালীন প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কবে?
উত্তরঃ ১৭৩৪ সালে
উত্তরঃ ১৭৩৪ সালে
প্রশ্নঃ 'লিঙ্গ', 'কারক', 'সমাস', 'ধাতু' ইত্যাদি ব্যাকারণের কোন অংশে আলোচিত হয়?
উত্তরঃ রূপতত্ত্বে
উত্তরঃ রূপতত্ত্বে
প্রশ্নঃ ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?
উত্তরঃ অর্থতত্ত্ব
উত্তরঃ অর্থতত্ত্ব
প্রশ্নঃ রাজা রামমোহন রায় রচিত ‘গৌড়ীয় ব্যাকরণ’ কত সালে বাংলায় অনূদিত হয়?
উত্তরঃ ১৮৩৩ সালে
উত্তরঃ ১৮৩৩ সালে
প্রশ্নঃ ব্যাক্যের বিভিন্ন উপদান সংযোজন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উত্তরঃ বাক্যতত্ত্বে
উত্তরঃ বাক্যতত্ত্বে
প্রশ্নঃ ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ কে রচনা করেন?
উত্তরঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেন?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্নঃ ব্যাকরণের কাজ কি?
উত্তরঃ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
উত্তরঃ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
প্রশ্নঃ উইলিয়াম কেরি রচিত A Grammer of the Bengali Language গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ ১৮০১ সালে
উত্তরঃ ১৮০১ সালে
প্রশ্নঃ ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উত্তরঃ রূপতত্ত্বে
উত্তরঃ রূপতত্ত্বে
প্রশ্নঃ কারক ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উত্তরঃ রূপতত্ত্বে
উত্তরঃ রূপতত্ত্বে
প্রশ্নঃ কোন ভাষারীতির কোন ধরাবাধা নিয়ম নেই?
উত্তরঃ আঞ্চলিক/উপভাষা
উত্তরঃ আঞ্চলিক/উপভাষা
প্রশ্নঃ বাংলা ভাষায় সাধুরীতির আগমন যে ভাষা থেকে?
উত্তরঃ সংস্কৃত ভাষা
উত্তরঃ সংস্কৃত ভাষা
প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে ড. মুহাম্মদ শহীদুল্লাহর মত হচ্ছে-
উত্তরঃ গৌড়ীয় অপভ্রংশ
উত্তরঃ গৌড়ীয় অপভ্রংশ
প্রশ্নঃ কোনটি চলিত ভাষর বৈশিষ্ট্য নয়?
উত্তরঃ তৎসম শব্দের প্রয়োগ বেশী
উত্তরঃ তৎসম শব্দের প্রয়োগ বেশী
প্রশ্নঃ সাধু ভাষায় কোন পদ বিশেষ রীতি মেনে চলে?
উত্তরঃ সর্বনাম ও ক্রিয়া
উত্তরঃ সর্বনাম ও ক্রিয়া
প্রশ্নঃ বাংলা ভাষার উৎপত্তিকাল-
উত্তরঃ সপ্তম শতাব্দী
উত্তরঃ সপ্তম শতাব্দী
প্রশ্নঃ ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত?
উত্তরঃ চলিত রীতি
উত্তরঃ চলিত রীতি
প্রশ্নঃ 'আপনার একান্ত বাধ্যগত' এখানে 'বাধ্যগত' যে কারনে অশুদ্ধ----
উত্তরঃ শব্দের গঠনগত
উত্তরঃ শব্দের গঠনগত
প্রশ্নঃ বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি?
উত্তরঃ সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
উত্তরঃ সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
প্রশ্নঃ নিচের কোনটি সাধু রীতির উদাহরণ?
উত্তরঃ মিনা তাহাকে দেখিয়াছে
উত্তরঃ মিনা তাহাকে দেখিয়াছে
প্রশ্নঃ নিচের কোনটি চলিত রীতির শব্দ?
উত্তরঃ শুকনো
উত্তরঃ শুকনো
প্রশ্নঃ 'বৃক্ষমালা' যে কারণে অশুদ্ধ?
উত্তরঃ বচনজনিত
উত্তরঃ বচনজনিত
প্রশ্নঃ ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহৃত হয় ?
উত্তরঃ সাধু রীতি
উত্তরঃ সাধু রীতি
প্রশ্নঃ কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
উত্তরঃ সাধু ভাষায়
উত্তরঃ সাধু ভাষায়
প্রশ্নঃ আঞ্চলিক ভাষার অপর নাম কি?
উত্তরঃ উপভাষা
উত্তরঃ উপভাষা
প্রশ্নঃ প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টি?
উত্তরঃ চারটি
উত্তরঃ চারটি
প্রশ্নঃ ‘ইংরেজি’ শব্দটি কোন ভাষা থেকে নেয়া হয়েছে?
উত্তরঃ গ্রীক
উত্তরঃ গ্রীক
প্রশ্নঃ বাংলা ভাষার উৎস কোনটি?
উত্তরঃ ইন্দো-ইউরোপীয়ান
উত্তরঃ ইন্দো-ইউরোপীয়ান
প্রশ্নঃ কোন ভাষারীতিতে দেশী শব্দের প্রয়োগ বেশি দেখা যায়?
উত্তরঃ আঞ্চলিক কথ্য রীতিতে
উত্তরঃ আঞ্চলিক কথ্য রীতিতে
প্রশ্নঃ বাংলা ভাষায় কোন রীতি সুনির্দিষ্ট ব্যাকরণের অনুসারী?
উত্তরঃ সাধু রীতি
উত্তরঃ সাধু রীতি
প্রশ্নঃ 'অত্র অফিসের সবাই আজ উপস্থিত' বাক্যে 'অত্র' শব্দটি যে কারণে অশুদ্ধ--
উত্তরঃ শব্দ প্রয়োগজনিত
উত্তরঃ শব্দ প্রয়োগজনিত
প্রশ্নঃ বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?
উত্তরঃ ইন্দো- ইউরোপীয়
উত্তরঃ ইন্দো- ইউরোপীয়
প্রশ্নঃ সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম
উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম
প্রশ্নঃ লেখ্য ভাষার রূপ দুটির নাম কি?
উত্তরঃ সাধু ও চলিত
উত্তরঃ সাধু ও চলিত
প্রশ্নঃ কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য?
উত্তরঃ কথন নির্ভরশীলতা
উত্তরঃ কথন নির্ভরশীলতা
প্রশ্নঃ ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?
উত্তরঃ সাধুরীতি
উত্তরঃ সাধুরীতি
প্রশ্নঃ মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে
উত্তরঃ ভাষা
উত্তরঃ ভাষা
প্রশ্নঃ সংস্কৃত ভাষা থেকে কোন ভাষার উৎপত্তি হয়েছে?
উত্তরঃ ক ও খ দুটোই
উত্তরঃ ক ও খ দুটোই
প্রশ্নঃ বাংলা ভাষায় কতটি যতি চিহ্নের প্রচলন রয়েছে?
উত্তরঃ ১২টি
উত্তরঃ ১২টি
প্রশ্নঃ ‘একদা মরণ-সমুদ্রের বেলাভূমিতে দাঁড়াইয়া কোন এক আরবীয় সাধক বলিয়াছিলেন’ -- এ বাক্যাংশটি কোন রীতিতে লিখিত?
উত্তরঃ সাধু রীতি
উত্তরঃ সাধু রীতি
প্রশ্নঃ বাংলা ভাষার কোন রীতির সুনির্দিষ্ট ব্যাকরণ রয়েছে?
উত্তরঃ সাধুরীতির
উত্তরঃ সাধুরীতির
প্রশ্নঃ সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
উত্তরঃ নাটকের সংলাপে
উত্তরঃ নাটকের সংলাপে
প্রশ্নঃ নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়?
উত্তরঃ চলতি ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়
উত্তরঃ চলতি ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়
প্রশ্নঃ ‘তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মণিষী-বাক্যেই তো জীবম্মৃত যুবসমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে।’ চলিত রীতিতে লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা-
উত্তরঃ সাত
উত্তরঃ সাত
প্রশ্নঃ সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য
উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
প্রশ্নঃ কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
উত্তরঃ সাধু ভাষা
উত্তরঃ সাধু ভাষা
প্রশ্নঃ নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কোনটি?
উত্তরঃ ভাষা
উত্তরঃ ভাষা
প্রশ্নঃ ‘তোমাকে দেখে খুবই খুশি হলাম’ এই বাক্যটি কোন ভাষারীতিতে লেখা?
উত্তরঃ চলিত
উত্তরঃ চলিত
প্রশ্নঃ কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য?
উত্তরঃ তদ্ভব শব্দবহুলতা
উত্তরঃ তদ্ভব শব্দবহুলতা
প্রশ্নঃ ‘বন্য’ শব্দটির চলিত রূপ কোনটি?
উত্তরঃ বুনো
উত্তরঃ বুনো
প্রশ্নঃ সর্বনাম ও ক্রিয়া ভাষার কোন রীতি পরিবর্তনশীল?
উত্তরঃ চলিত রীতি
উত্তরঃ চলিত রীতি
প্রশ্নঃ ‘পার হইয়া’- এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তরিত করলে কি হবে?
উত্তরঃ পার হয়ে
উত্তরঃ পার হয়ে
প্রশ্নঃ ভাষা প্রকাশের মাধ্যম কয়টি?
উত্তরঃ ২টি
উত্তরঃ ২টি
প্রশ্নঃ ভাষার কোন রূপ থেকে বাংলা ভাষার জন্ম?
উত্তরঃ প্রাকৃত
উত্তরঃ প্রাকৃত
প্রশ্নঃ ‘উহা’ কোন রীতির শব্দ?
উত্তরঃ সাধু
উত্তরঃ সাধু
প্রশ্নঃ চলিত ভাষার পথিকৃৎ কে?
উত্তরঃ প্রমথ চৌধুরী
উত্তরঃ প্রমথ চৌধুরী
প্রশ্নঃ 'অজ্ঞান' কে 'অজ্ঞানতা' শব্দের দ্বারা প্রকাশ যে ধরনের অপপ্রয়োগ--
উত্তরঃ বাহুল্যজনিত
উত্তরঃ বাহুল্যজনিত
প্রশ্নঃ ‘যে কথা একবার জমিয়ে বলা গিয়াছে, তাহার পর তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না।’ --- চলতি ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি?
উত্তরঃ ৪
উত্তরঃ ৪
প্রশ্নঃ 'বিচিত চিন্তা' কৃতি-লেখক আহমেদ শরীফের শ্রেষ্ঠ কৃতী এখানে কি ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
উত্তরঃ পদের
উত্তরঃ পদের
প্রশ্নঃ সাধুভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে?
উত্তরঃ সর্বনাম ও ক্রিয়া
উত্তরঃ সর্বনাম ও ক্রিয়া
প্রশ্নঃ সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-
উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
উত্তরঃ ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
প্রশ্নঃ কোনটি সাধুরীতির শব্দ?
উত্তরঃ জোসনা
উত্তরঃ জোসনা
প্রশ্নঃ কোনটি চলিত রূপ?
উত্তরঃ তুলো
উত্তরঃ তুলো
প্রশ্নঃ সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না?
উত্তরঃ অব্যয়
উত্তরঃ অব্যয়
প্রশ্নঃ সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়?
উত্তরঃ অব্যয়
উত্তরঃ অব্যয়
প্রশ্নঃ ‘অতঃপর বিভ্রান্তমুক্ত হয়ে রোগগ্রস্ত পিতা পুত্র সম্বন্ধে যা জানিতেন সবই খুলে বলিলেন।’-এ সাধু ভাষার বাক্যটিতে ভুলের সংখ্যা কয়টি?
উত্তরঃ চার
উত্তরঃ চার
প্রশ্নঃ ‘জ্যেষ্ঠ ভ্রাতার প্রহারে দিগ্ধিদিক জ্ঞানশূন্য হয়ে সে ঊধ্বৃশ্বাসে ছুটতে লাগিল’- সাধু ভাষায় লিখিত বাক্যটিতে ভুলের সংখ্যা কয়টি?
উত্তরঃ তিন
উত্তরঃ তিন
প্রশ্নঃ কোন ভাষা-রীতিতে এ প্রশ্ন লেখা হয়েছে?
উত্তরঃ চলিত রীতি
উত্তরঃ চলিত রীতি
প্রশ্নঃ নিচের কোন ভাষাটি বাংলার সমগোত্রভুক্ত?
উত্তরঃ মংখেময়
উত্তরঃ মংখেময়
প্রশ্নঃ সাধুভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন-
উত্তরঃ রাজা রামমোহন রায়
উত্তরঃ রাজা রামমোহন রায়
প্রশ্নঃ রিকসা > রিসকা কিসের উদাহরণ?
উত্তরঃ ধ্বনি বিপর্যয়ের
উত্তরঃ ধ্বনি বিপর্যয়ের
প্রশ্নঃ অপিনিহিত শব্দ পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গিয়ে তদানুসারে পরবর্তী স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে কি বলে?
উত্তরঃ অভিশ্রুতি
উত্তরঃ অভিশ্রুতি
প্রশ্নঃ বাকস > বাসক হওয়ার রীতিকে বলা হয়-
উত্তরঃ ধ্বনি বিপর্যয়
উত্তরঃ ধ্বনি বিপর্যয়
প্রশ্নঃ টপ টপ > টপাটপ কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?
উত্তরঃ সমীভবন
উত্তরঃ সমীভবন
প্রশ্নঃ পরের ই-কার ও উ-কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে ?
উত্তরঃ অপনিহিতি
উত্তরঃ অপনিহিতি
প্রশ্নঃ কোনটি স্বরলোপের উদাহারণ ?
উত্তরঃ উদার > ধার
উত্তরঃ উদার > ধার
প্রশ্নঃ মধ্য স্বরাগমের সমার্থক কোনটি?
উত্তরঃ বিপ্রকর্ষ
উত্তরঃ বিপ্রকর্ষ
প্রশ্নঃ পরের 'ই' কার ও 'উ' কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে ?
উত্তরঃ অপিনিহিত
উত্তরঃ অপিনিহিত
প্রশ্নঃ স্বরাগম মূলত কয়ভাবে দেখানো যেতে পারে ?
উত্তরঃ তিন
উত্তরঃ তিন
প্রশ্নঃ Vowel harmony র বাংলায় স্বরসঙ্গতি নামকরণ করেছেন কে ?
উত্তরঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
প্রশ্নঃ শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে কি বলা হয়?
উত্তরঃ ধ্বনি বিপর্যয়
উত্তরঃ ধ্বনি বিপর্যয়
প্রশ্নঃ 'আলমারী' শব্দটি এসেছে ?
উত্তরঃ আরমারী থেকে
উত্তরঃ আরমারী থেকে
প্রশ্নঃ সমীভবন/সমীকরণ মূলত কত ধরনের ?
উত্তরঃ তিন
উত্তরঃ তিন
প্রশ্নঃ শব্দের মধ্যে দুই বা ততোধিক ধ্বনির মধ্যে কোন ধ্বনি অপর ধ্বনির সঙ্গে মিল রেখেউচ্চারণরণ করা হলে তাকে কি বলা হয়?
উত্তরঃ স্বরসঙ্গতি
উত্তরঃ স্বরসঙ্গতি
প্রশ্নঃ শরীর > শরীল কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?
উত্তরঃ বিষমীভবন
উত্তরঃ বিষমীভবন
প্রশ্নঃ ধ্বনি পরিবর্তন বাক্যের কোন অংশে আলোচিত হয় ?
উত্তরঃ ধ্বনিতত্ত্বে
উত্তরঃ ধ্বনিতত্ত্বে
প্রশ্নঃ Vowel harmony'র বাংলায় স্বরসঙ্গতি নামকরণ করেন কোন ভাষাতত্ত্ববিদ?
উত্তরঃ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরঃ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
প্রশ্নঃ স্বরলোপ কোনটির বিপরীত?
উত্তরঃ স্বরাগম
উত্তরঃ স্বরাগম
প্রশ্নঃ ব্যঞ্জন বিকৃতির উদাহারণ কোনটি ?
উত্তরঃ কবাট > কপাট
উত্তরঃ কবাট > কপাট
প্রশ্নঃ কোনটি প্রগত সমীভবনের উদাহরণ ?
উত্তরঃ কান্না > কাঁদনা
উত্তরঃ কান্না > কাঁদনা
প্রশ্নঃ সংবৃত স্বরধ্বনি কোনগুলো ?
উত্তরঃ ই, উ
উত্তরঃ ই, উ
প্রশ্নঃ কোনটি বর্ণচ্যুতির উদাহারণ ?
উত্তরঃ বৌ দিদি > বৌদি
উত্তরঃ বৌ দিদি > বৌদি
প্রশ্নঃ ক্লেশ > কিলেশ, প্রীতি > পিরিতি, গ্লাস > গেলাস এগুলো কিসের উদাহারণ ?
উত্তরঃ মধ্যস্বরাগমের
উত্তরঃ মধ্যস্বরাগমের
প্রশ্নঃ বাংলা স্বরধ্বনিতে হ্রস্ব স্বরের সংখ্যা কয়টি ?
উত্তরঃ ৪ টি
উত্তরঃ ৪ টি
প্রশ্নঃ বাংলায় হ্রস্ব ও দীর্ঘস্বরের উচ্চারণের পার্থক্যের কারণে কোনটি হয় না ?
উত্তরঃ অর্থের পার্থক্য ঘটে না
উত্তরঃ অর্থের পার্থক্য ঘটে না
প্রশ্নঃ বক্তার শ্রবণশক্তির অপ্রখরতা কিসের উদাহারণ ?
উত্তরঃ ধ্বনি পরিবর্তনের
উত্তরঃ ধ্বনি পরিবর্তনের
প্রশ্নঃ কোনটি অপিনিহিতির উদাহারণ ?
উত্তরঃ আজি > আইজ
উত্তরঃ আজি > আইজ
প্রশ্নঃ অঘোষ ধ্বনির প্রভাবে ঘোষ ধ্বনির অঘোষ ধ্বনিতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় ?
উত্তরঃ অঘোষীয়ভবন
উত্তরঃ অঘোষীয়ভবন
প্রশ্নঃ কোনটি আদি স্বরাগমের উদাহরণ?
উত্তরঃ স্টিমার>ইস্টিমার
উত্তরঃ স্টিমার>ইস্টিমার
প্রশ্নঃ সমীভবনের অপর নাম কি ?
উত্তরঃ সমীকরণ
উত্তরঃ সমীকরণ
প্রশ্নঃ সমীভবন হয় মূলত কোন ক্ষেত্রে ?
উত্তরঃ ব্যঞ্জনের ক্ষেত্রে
উত্তরঃ ব্যঞ্জনের ক্ষেত্রে
প্রশ্নঃ মারি > মাইর উদাহরণটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ ?
উত্তরঃ অপিনিহিতি
উত্তরঃ অপিনিহিতি
প্রশ্নঃ ৫২ সংখ্যাটির কোন লিপিরূপে প্রমিতউচ্চারণরণ পরিস্ফুট?
উত্তরঃ বায়ান্ন
উত্তরঃ বায়ান্ন
প্রশ্নঃ নিচের কোনটি আদি স্বরাগমের উদাহরণ ?
উত্তরঃ স্কুল > ইস্কুল
উত্তরঃ স্কুল > ইস্কুল
প্রশ্নঃ তৎ+হিত > তদ্ধিত কোন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া ?
উত্তরঃ সমীভবন
উত্তরঃ সমীভবন
প্রশ্নঃ সময়ের পরিক্রমায় ধ্বনি পরিবর্তন হওয়াকে বলা হয় ?
উত্তরঃ ধ্বনি পরিবর্তন
উত্তরঃ ধ্বনি পরিবর্তন
প্রশ্নঃ র-কারের বিলোপ ঘটেছে কোনটিতে ?
উত্তরঃ করতে > কত্তে
উত্তরঃ করতে > কত্তে
প্রশ্নঃ ভৌগোলিক অবস্থান মাঝে মাঝে কোনটিতে প্রভাব বিস্তার করে ?
উত্তরঃ ধ্বনি পরিবর্তনে
উত্তরঃ ধ্বনি পরিবর্তনে
প্রশ্নঃ আশু>আউশ- এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরন ?
উত্তরঃ অপিনিহিত
উত্তরঃ অপিনিহিত
প্রশ্নঃ কোন কোন সময় উচ্চারণের সুবিধাত্রে শব্দান্তে স্বরধ্বনি, তাকে কি বলে ?
উত্তরঃ অন্তস্বরাগম
উত্তরঃ অন্তস্বরাগম
প্রশ্নঃ কোনটি পরাগত সমীভবনের উদাহরণ?
উত্তরঃ তৎজন্য > তজ্জন্য
উত্তরঃ তৎজন্য > তজ্জন্য
প্রশ্নঃ ধ্বনি বিপর্যয়ের উদাহারণ কোনটি ?
উত্তরঃ বাকস > বাসক
উত্তরঃ বাকস > বাসক
প্রশ্নঃ শ্লোক > শোলক কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?
উত্তরঃ স্বরভক্তি
উত্তরঃ স্বরভক্তি
প্রশ্নঃ নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?
উত্তরঃ প্রাতিপদিক
উত্তরঃ প্রাতিপদিক
প্রশ্নঃ কোনগুলো আদি স্বরাগমের উদাহারণ ?
উত্তরঃ রত্ন > রতন, ধর্ম > ধরম
উত্তরঃ রত্ন > রতন, ধর্ম > ধরম
প্রশ্নঃ ক্লাশ > কিলেশ, প্রীতি > পিরীতি, গ্লাস > গেলাস এগুলো কিসের উদাহরণ?
উত্তরঃ মধ্য স্বরাগম
উত্তরঃ মধ্য স্বরাগম
প্রশ্নঃ কোনটি স্বরভক্তি বা বিপ্রকর্ষ ?
উত্তরঃ স্বপ্ন-স্বপন
উত্তরঃ স্বপ্ন-স্বপন
প্রশ্নঃ কোনটি ধ্বনি পরিবর্তনের সাথে সম্পৃক্ত ?
উত্তরঃ বক্তার জিহ্বার জড়তা
উত্তরঃ বক্তার জিহ্বার জড়তা
প্রশ্নঃ তর্ক > তক্ক কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?
উত্তরঃ র-কারের লোপ
উত্তরঃ র-কারের লোপ
প্রশ্নঃ উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে 'আ' কে কি ধ্বনি বলে ?
উত্তরঃ বিবৃতি স্বরধ্বনি
উত্তরঃ বিবৃতি স্বরধ্বনি
প্রশ্নঃ কোনটি ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে গণ্য ?
উত্তরঃ ধ্বনিলোপ Share on Facebook
উত্তরঃ ধ্বনিলোপ Share on Facebook
প্রশ্নঃ করিয়া > কইর্যা > করে- কিসের উদাহরণ?
উত্তরঃ অভিশ্রুতির
উত্তরঃ অভিশ্রুতির
প্রশ্নঃ 'মগজ' শব্দের উচ্চারণ-
উত্তরঃ মগোজ
উত্তরঃ মগোজ
প্রশ্নঃ স্বরসঙ্গতিকে ইংরেজিতে কি বলে ?
উত্তরঃ Vowel harmony
উত্তরঃ Vowel harmony
প্রশ্নঃ মাছুয়া > মেছো উদাহরণটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ ?
উত্তরঃ অভিশ্রুতি
উত্তরঃ অভিশ্রুতি
প্রশ্নঃ শব্দের আদিতে যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকরে সাধারণউচ্চারণরণের সময় তার পূর্বে একটি স্বরের আগমন ঘটলে তাকে কি বলা হয়?
উত্তরঃ স্বরাগম
উত্তরঃ স্বরাগম
প্রশ্নঃ দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে?
উত্তরঃ বিষমীভবন
উত্তরঃ বিষমীভবন
প্রশ্নঃ কোনটি স্বরসঙ্গতি ?
উত্তরঃ লিখক > লেখক
উত্তরঃ লিখক > লেখক
প্রশ্নঃ নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ ?
উত্তরঃ পিশাচ > পিচাশ
উত্তরঃ পিশাচ > পিচাশ
প্রশ্নঃ দুটো ধ্বনির অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলে?
উত্তরঃ সমীভবন
উত্তরঃ সমীভবন
প্রশ্নঃ নব্য ব্যাকরণবিদদের বড় অবদান মূলত -
উত্তরঃ ধ্বনি পরিবর্তন আলোচনায়
উত্তরঃ ধ্বনি পরিবর্তন আলোচনায়
প্রশ্নঃ কোনটি অন্তস্বরাগমের উদাহারণ ?
উত্তরঃ বেঞ্চি
উত্তরঃ বেঞ্চি
প্রশ্নঃ ব্যঞ্জন বিকৃতির দৃষ্টান্ত
উত্তরঃ ধোবা > ধোপা
উত্তরঃ ধোবা > ধোপা
প্রশ্নঃ স্পর্ধা > আস্পর্ধা কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?
উত্তরঃ স্বরাগম
উত্তরঃ স্বরাগম
প্রশ্নঃ লাফ > ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত ?
উত্তরঃ ধ্বনি বিপর্যয়
উত্তরঃ ধ্বনি বিপর্যয়
প্রশ্নঃ ফলাহার>ফলার হয়েছে, তাকে বলে--
উত্তরঃ অন্তর্হতি
উত্তরঃ অন্তর্হতি
প্রশ্নঃ সমীভবনের উদাহরণ কোনটি?
উত্তরঃ কান্না > কাঁদনা
উত্তরঃ কান্না > কাঁদনা
প্রশ্নঃ পূর্বধ্বনির প্রভাবে পরবর্তি ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে ?
উত্তরঃ প্রগত
উত্তরঃ প্রগত
প্রশ্নঃ ধ্বনি বিপর্যয়ের উদাহরন কোনটি ?
উত্তরঃ পিশাচ-> পিচাশ
উত্তরঃ পিশাচ-> পিচাশ
প্রশ্নঃ শব্দ মধ্যস্থিত দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্পবিস্তার সমতা লাভ করে, একে কি বলা হয় ?
উত্তরঃ সমীভবন
উত্তরঃ সমীভবন
প্রশ্নঃ যে রীতিতে ‘স্নান’ শব্দটি ‘সিনান’ (স্নান>সিনান) শব্দে পরিণত হয় তার নাম-
উত্তরঃ বিপ্রকর্ষ
উত্তরঃ বিপ্রকর্ষ
প্রশ্নঃ ধ্বনি পরিবর্তনে মূলত কয়টি সূত্র বিশেষভাবে মান্য ?
উত্তরঃ দুটি
উত্তরঃ দুটি
প্রশ্নঃ যখন পরস্পরের প্রভাবে দুটি ধ্বনিই পরিবর্তিত হয় তখন তাকে কি বলে ?
উত্তরঃ অন্যোন্য সমীভবন
উত্তরঃ অন্যোন্য সমীভবন
প্রশ্নঃ নিচের কোনটি সমীভবনের উদাহরণ ?
উত্তরঃ কাঁদনা > কান্না
উত্তরঃ কাঁদনা > কান্না
প্রশ্নঃ দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে ?
উত্তরঃ বিষমীভবন
উত্তরঃ বিষমীভবন
প্রশ্নঃ কোনগুলো চলিত বাংলায় স্বরসঙ্গতি ?
উত্তরঃ গিলা > গেলা, মিঠা > মিঠে
উত্তরঃ গিলা > গেলা, মিঠা > মিঠে
প্রশ্নঃ কোনটি প্রগত স্বরসঙ্গতি ?
উত্তরঃ মূলা > মুলো
উত্তরঃ মূলা > মুলো
প্রশ্নঃ অপিনিহিতি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে সে অনুসারে পরবর্তী স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে কি বলে ?
উত্তরঃ অভিশ্রুতি
উত্তরঃ অভিশ্রুতি
প্রশ্নঃ একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয়, তাকে কি বলে ?
উত্তরঃ অসমীকরণ
উত্তরঃ অসমীকরণ
প্রশ্নঃ একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কি বলে ?
উত্তরঃ অসমীভবন
উত্তরঃ অসমীভবন
প্রশ্নঃ কোনটি অভিশ্রুতি ?
উত্তরঃ বড় দাদা > বড়দা
উত্তরঃ বড় দাদা > বড়দা
প্রশ্নঃ ড় ও ঢ় ধ্বনিকে কি বাল হয় ?
উত্তরঃ তাড়নজাত ধ্বনি
উত্তরঃ তাড়নজাত ধ্বনি
প্রশ্নঃ কোনগুলো আদি স্বরাগম?
উত্তরঃ স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল
উত্তরঃ স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল
প্রশ্নঃ হুক্কা > হুকো কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?
উত্তরঃ স্বরসঙ্গতি
উত্তরঃ স্বরসঙ্গতি
প্রশ্নঃ বলিব > বইলব > বলব -কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?
উত্তরঃ অভিশ্রুতি
উত্তরঃ অভিশ্রুতি
প্রশ্নঃ দুটি ব্যঞ্জনধ্বনির মধ্যে পরস্পর স্থান পরিবর্তনকে কি বলে?
উত্তরঃ ধ্বনি বিপর্যয়
উত্তরঃ ধ্বনি বিপর্যয়
প্রশ্নঃ সমীভবনের সঙ্গে মিল রয়েছে ?
উত্তরঃ স্বরসঙ্গতির
উত্তরঃ স্বরসঙ্গতির
প্রশ্নঃ দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে?
উত্তরঃ সম্প্রকর্ষ
উত্তরঃ সম্প্রকর্ষ
প্রশ্নঃ রিকশা > রিশকা, বাসক এগুলো কিসের উদাহারণ ?
উত্তরঃ ধ্বনি বিপর্যয়
উত্তরঃ ধ্বনি বিপর্যয়
প্রশ্নঃ যখন পরস্পরের প্রভাবে দুটো ধ্বনিই পরিবর্তিত হয় তখন তাকে কি বলে?
উত্তরঃ অন্যোন্য সমীভবন
উত্তরঃ অন্যোন্য সমীভবন
প্রশ্নঃ বাংলা ভাষায় দীর্ঘ স্বরবর্ণের সংখ্যা কয়টি ?
উত্তরঃ ৭ টি
উত্তরঃ ৭ টি
প্রশ্নঃ ত, থ, দ, ধ, ন হচ্ছে-
উত্তরঃ দন্ত্যবর্ণ
উত্তরঃ দন্ত্যবর্ণ
প্রশ্নঃ নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি?
উত্তরঃ প
উত্তরঃ প
প্রশ্নঃ যে যে বর্ণের সমন্বয়ে ‘ষ্ণ’ যুক্তবর্ণটি গঠিত হয়েছে, সেগুলো নির্দেশ করুন-
উত্তরঃ ষ + ণ
উত্তরঃ ষ + ণ
প্রশ্নঃ কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায়?
উত্তরঃ ব্যঞ্জনধ্বনি
উত্তরঃ ব্যঞ্জনধ্বনি
প্রশ্নঃ বর্গীয় এবং অন্তঃস্থ ব -এর মধ্যে কিসে কোনো পার্থক্য নেই ?
উত্তরঃ আকৃতিতে
উত্তরঃ আকৃতিতে
প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যবহৃত অর্ধমাত্রার বর্ণগুলোর মধ্যে কতটি স্বরবর্ণের?
উত্তরঃ ১টি
উত্তরঃ ১টি
প্রশ্নঃ নিচের কোন বর্ণগুলো কখনো শব্দের প্রথমে আসে না?
উত্তরঃ ঙ ং ঞ ণ
উত্তরঃ ঙ ং ঞ ণ
প্রশ্নঃ বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি ?
উত্তরঃ ৩ টি
উত্তরঃ ৩ টি
প্রশ্নঃ বাংলা ভাষার পরাশ্রয়ী ধ্বনি কতটি?
উত্তরঃ ৩টি
উত্তরঃ ৩টি
প্রশ্নঃ কোন ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয়?
উত্তরঃ মহাপ্রাণ ধ্বনি
উত্তরঃ মহাপ্রাণ ধ্বনি
প্রশ্নঃ ক্ষ কে ভাঙলে কোনটি হয় ?
উত্তরঃ ক + ষ
উত্তরঃ ক + ষ
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি?
উত্তরঃ ৮টি
উত্তরঃ ৮টি
প্রশ্নঃ কোনগুলো স্পর্শধ্বনি?
উত্তরঃ ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত
উত্তরঃ ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত
প্রশ্নঃ বাংলা ব্যঞ্জনবর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে?
উত্তরঃ পাঁচ
উত্তরঃ পাঁচ
প্রশ্নঃ ‘জ’ হল-
উত্তরঃ তালব্য বর্ণ
উত্তরঃ তালব্য বর্ণ
প্রশ্নঃ যুক্তবর্ণের য ও ব উচ্চারিত হওয়ার সময় যে বর্ণটি সাথে যুক্ত হয় সেটি দ্বিত্ব হয়ে উচ্চারিত হয়। যেমন -
উত্তরঃ সত্য
উত্তরঃ সত্য
প্রশ্নঃ কোনটি সঠিক ?
উত্তরঃ মাঝে মাঝে অর্থের পরিবর্তন ঘটে
উত্তরঃ মাঝে মাঝে অর্থের পরিবর্তন ঘটে
প্রশ্নঃ শব্দের আদিতে অ -এর নাবোধকতার উদাহরণ কোনটি ?
উত্তরঃ অনাচার
উত্তরঃ অনাচার
প্রশ্নঃ 'র' বর্ণে দ্যেতিত ধ্বনি জিহ্বাকে দোলা দেয় বলে এ ধ্বনিকে কি ধ্বনি বলা হয় ?
উত্তরঃ কম্পনজাত ধ্বনি
উত্তরঃ কম্পনজাত ধ্বনি
প্রশ্নঃ উচ্চ স্বরধ্বনি কোনগুলো ?
উত্তরঃ ই, ঈ
উত্তরঃ ই, ঈ
প্রশ্নঃ শ, ষ, স, হ এই চারটি ধ্বনিকে কি বলা হয় ?
উত্তরঃ উষ্মধ্বনি
উত্তরঃ উষ্মধ্বনি
প্রশ্নঃ কোনগুলো জিহ্বামূলীয় বা কন্ঠ্যস্পর্শ ধ্বনি ?
উত্তরঃ ক, খ, গ, ঘ, ঙ
উত্তরঃ ক, খ, গ, ঘ, ঙ
প্রশ্নঃ নিচের কোন বর্ণগুলো মহাপ্রাণ ধ্বনির উদাহারণ ?
উত্তরঃ খ, ঘ, ছ
উত্তরঃ খ, ঘ, ছ
প্রশ্নঃ নিচের কোন বর্ণগুলো অল্পপ্রাণ ধ্বনির উদাহারণ ?
উত্তরঃ গ, চ, জ
উত্তরঃ গ, চ, জ
প্রশ্নঃ বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্ব স্বর আছে?
উত্তরঃ ৪টি
উত্তরঃ ৪টি
প্রশ্নঃ কোনগুলো কণ্ঠধ্বনি?
উত্তরঃ ক খ গ ঘ ঙ
উত্তরঃ ক খ গ ঘ ঙ
প্রশ্নঃ কোন বর্ণগুলোতে মাত্রা হবে না?
উত্তরঃ এ এবং ঐ
উত্তরঃ এ এবং ঐ
প্রশ্নঃ কোন দুটি অঘোষ ধ্বনি?
উত্তরঃ চ ছ
উত্তরঃ চ ছ
প্রশ্নঃ যৌগিক স্বরের উদাহরণ কোনটি?
উত্তরঃ খাই
উত্তরঃ খাই
প্রশ্নঃ উচ্চারণের সুবিধায় বাংলা ব্যঞ্জনবর্ণের কোন দ্যেতিত ধ্বনি যোগ করে উচ্চারণ করা হয় ?
উত্তরঃ 'অ' স্বরধ্বনি
উত্তরঃ 'অ' স্বরধ্বনি
প্রশ্নঃ নিচের কোন দুটি যৌগিক স্বরবর্ণ ?
উত্তরঃ ঐ, ঔ
উত্তরঃ ঐ, ঔ
প্রশ্নঃ কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?
উত্তরঃ ঘোষ ধ্বনি
উত্তরঃ ঘোষ ধ্বনি
প্রশ্নঃ ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?
উত্তরঃ ফলা
উত্তরঃ ফলা
প্রশ্নঃ আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়?
উত্তরঃ পয়তাল্লিশটি
উত্তরঃ পয়তাল্লিশটি
প্রশ্নঃ সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় ‘ঋ’ কোন বর্ণের মধ্যে রক্ষিত?
উত্তরঃ স্বরবর্ণে
উত্তরঃ স্বরবর্ণে
প্রশ্নঃ উচ্চারণের সঙ্গে কোনটির সংশ্লিষ্ট ?
উত্তরঃ IPA
উত্তরঃ IPA
প্রশ্নঃ তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত্য 'অ" কি হয় ?
উত্তরঃ সংবৃত
উত্তরঃ সংবৃত
প্রশ্নঃ ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে আবশ্যিকভাবেই আগমন ঘটে--
উত্তরঃ স্বরধ্বনি
উত্তরঃ স্বরধ্বনি
প্রশ্নঃ বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি
উত্তরঃ ৬টি
উত্তরঃ ৬টি
প্রশ্নঃ ‘ফ’ ধ্বনিটির ধ্বনিতাত্ত্বিক পরিচয় হল-
উত্তরঃ ওষ্ঠ্য, মহাপ্রাণ ও অঘোষ
উত্তরঃ ওষ্ঠ্য, মহাপ্রাণ ও অঘোষ
প্রশ্নঃ সংস্কৃত ও প্রাচীন বাংলায় কোন তিনটি বর্ণে দ্যোতিত তিনটি ধ্বনির পৃথক ব্যবহার ছিল ?
উত্তরঃ শ, ষ, স
উত্তরঃ শ, ষ, স
প্রশ্নঃ 'ড়' ও 'ঢ়' ধ্বনিগুলোকে কি ধ্বনি বলে ?
উত্তরঃ তাড়নজাত ধ্বনি
উত্তরঃ তাড়নজাত ধ্বনি
প্রশ্নঃ কোন দু’টি স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনির সৃষ্টি হয়?
উত্তরঃ ও এবং ই
উত্তরঃ ও এবং ই
প্রশ্নঃ কোনটি অঘোষ হ এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি ?
উত্তরঃ ঃ
উত্তরঃ ঃ
প্রশ্নঃ বিসর্গের উচ্চারণ শব্দের শেষে কোন বর্ণের মত হয় ?
উত্তরঃ হ
উত্তরঃ হ
প্রশ্নঃ ‘সুস্পষ্টরূপে’ শব্দটির কোন বিশ্লেষণটি ঠিক?
উত্তরঃ সু+স্পষ্ট+রুপ+এ
উত্তরঃ সু+স্পষ্ট+রুপ+এ
প্রশ্নঃ বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে ?
উত্তরঃ ৭টি
উত্তরঃ ৭টি
প্রশ্নঃ ‘ক’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে উহার সঙ্গে কি যোগ করতে হয়?
উত্তরঃ ‘অ’ ধ্বনি
উত্তরঃ ‘অ’ ধ্বনি
প্রশ্নঃ ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রার বর্ণ কয়টি?
উত্তরঃ ৭ টি
উত্তরঃ ৭ টি
প্রশ্নঃ ওষ্ঠ্য বর্ণ কয়টি?
উত্তরঃ ৫ টি
উত্তরঃ ৫ টি
প্রশ্নঃ বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ কোনগুলো?
উত্তরঃ রং, চাঁদ, দুঃখ
উত্তরঃ রং, চাঁদ, দুঃখ
প্রশ্নঃ কোন বর্ণগুলোতে অর্ধমাত্রা ব্যবহৃত হয়?
উত্তরঃ ধ এবং গ
উত্তরঃ ধ এবং গ
প্রশ্নঃ কোন বর্ণের দ্যোতিত ধ্বনির উচ্চারণ জিহ্বার গোড়ার দিকে নরম তালুর পশ্চাৎ ভাগ স্পর্শ করে ?
উত্তরঃ ক - বর্গীয় ধ্বনি
উত্তরঃ ক - বর্গীয় ধ্বনি
প্রশ্নঃ শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়-
উত্তরঃ ধ্বনি
উত্তরঃ ধ্বনি
প্রশ্নঃ ‘ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট ’ এই ইটকে বাংলা ভাষায় কি বলে?
উত্তরঃ বর্ণ
উত্তরঃ বর্ণ
প্রশ্নঃ ‘ক্ষ’ যুক্তাক্ষরটি কোন দুটি বর্ণের সংযোগে জাত?
উত্তরঃ ক + ষ
উত্তরঃ ক + ষ
প্রশ্নঃ একাক্ষর শব্দে আ -এর উচ্চারণ কিরূপ হয় ?
উত্তরঃ দীর্ঘ
উত্তরঃ দীর্ঘ
প্রশ্নঃ কোন দু’টি মহাপ্রাণ ধ্বনি?
উত্তরঃ খ, ঝ
উত্তরঃ খ, ঝ
প্রশ্নঃ ভাষার শব্দ গঠিত হয়--
উত্তরঃ ধ্বনির সমন্বয়ে
উত্তরঃ ধ্বনির সমন্বয়ে
প্রশ্নঃ কোন শব্দে - এর প্রকৃত উচ্চারণ বব্জায় রয়েছে ?
উত্তরঃ পথে ঘাটে
উত্তরঃ পথে ঘাটে
প্রশ্নঃ কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
উত্তরঃ মহাপ্রাণ ধ্বনি
উত্তরঃ মহাপ্রাণ ধ্বনি
প্রশ্নঃ স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
উত্তরঃ ৪ টি
উত্তরঃ ৪ টি
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
উত্তরঃ ১১টি
উত্তরঃ ১১টি
প্রশ্নঃ পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি 'অ' কি হয় ?
উত্তরঃ সংবৃত
উত্তরঃ সংবৃত
প্রশ্নঃ 'হ' বর্ণে দ্যেতিত ধ্বনিটি কন্ঠনালীতে উৎপন্ন হয় বলেই মূলত তাকেই কি বলে ?
উত্তরঃ উষ্ম ঘোষধ্বনি
উত্তরঃ উষ্ম ঘোষধ্বনি
প্রশ্নঃ উচ্চারণের বৈশিষ্ট্যানুযায়ী স্পর্শ ব্যঞ্জনধ্বনিগুলোকে প্রথমত কোন দুভাগে ভাগ করা হয়?
উত্তরঃ অঘোষ ও ঘোষ ধ্বনি
উত্তরঃ অঘোষ ও ঘোষ ধ্বনি
প্রশ্নঃ স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণ কয়টি?
উত্তরঃ ৬ টি
উত্তরঃ ৬ টি
প্রশ্নঃ যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে বলা হয়--
উত্তরঃ অঘোষ ধ্বনি
উত্তরঃ অঘোষ ধ্বনি
প্রশ্নঃ দুটি মৌলিক স্বরবর্ণ যোগে যে অক্ষর সৃষ্টি হয় তাকে কি বলে ?
উত্তরঃ অযোগবাহ বর্ণ
উত্তরঃ অযোগবাহ বর্ণ
প্রশ্নঃ বাংলায় বর্গীয় ধ্বনি কয়টি?
উত্তরঃ ২৫টি
উত্তরঃ ২৫টি
প্রশ্নঃ বিসর্গ (ঃ) বর্ণটি নিচের কোন বর্ণের একটি রূপান্তর?
উত্তরঃ হ
উত্তরঃ হ
প্রশ্নঃ হ বর্ণে দ্যোতিত ধ্বনিটি কণ্ঠনালীতে উৎপন্ন হয় বলে মূলত সেটিকে কি বলে ?
উত্তরঃ উষ্ম ঘোষধ্বনি
উত্তরঃ উষ্ম ঘোষধ্বনি
প্রশ্নঃ যৌগিক স্বরের অপর নাম কি ?
উত্তরঃ সান্ধ্যক্ষর
উত্তরঃ সান্ধ্যক্ষর
প্রশ্নঃ খাঁটি বাংলা শব্দে এ উচ্চারণ রয়েছে কোনটিতে ?
উত্তরঃ তেনা , খেমটা
উত্তরঃ তেনা , খেমটা
প্রশ্নঃ তাড়নজাত ব্যাঞ্জনধ্বনি কোনটি?
উত্তরঃ ড়,ঢ়
উত্তরঃ ড়,ঢ়
প্রশ্নঃ দন্ত্য বর্ণ কয়টি?
উত্তরঃ ৭ টি
উত্তরঃ ৭ টি
প্রশ্নঃ 'ঔ' কোন ধরনের স্বরধ্বনি?
উত্তরঃ যৌগিক স্বরধ্বনি
উত্তরঃ যৌগিক স্বরধ্বনি
প্রশ্নঃ যুগ্ম স্বর ধ্বনির প্রতীক কয়টি ?
উত্তরঃ দুটি
উত্তরঃ দুটি
প্রশ্নঃ যে সকল স্বরবর্ণ উচ্চারণে মুখ সম্পূর্ণ খোলা থাকে না, আবার বাতাস একেবারে বন্ধ ও থাকে না, সে সকল বর্ণকে বলে--
উত্তরঃ স্পৃষ্ট বর্ণ
উত্তরঃ স্পৃষ্ট বর্ণ
প্রশ্নঃ বাংলায় 'ণ' এবং 'ন' বর্ণে দ্যেতিত ধ্বনি দুটিতে কি আছে ?
উত্তরঃ ঐক্য
উত্তরঃ ঐক্য
প্রশ্নঃ ভাষার মূল উপাদান হচ্ছে-
উত্তরঃ ধ্বনি
উত্তরঃ ধ্বনি
প্রশ্নঃ কোনটি মূল স্বরধ্বনি নয়?
উত্তরঃ ঔ
উত্তরঃ ঔ
প্রশ্নঃ অনুস্বার (ং) এবং বিসর্গ (ঃ) এ দুটি বর্ণকে কি বর্ণ বলা হয়?
উত্তরঃ অযোগবাহ বর্ণ
উত্তরঃ অযোগবাহ বর্ণ
প্রশ্নঃ ধ্বনিবিদ মুহম্মদ আবদুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি-
উত্তরঃ এ্যা ধ্বনি
উত্তরঃ এ্যা ধ্বনি
প্রশ্নঃ জিহ্বামূলীয় বর্ণ কোনটি ?
উত্তরঃ থ
উত্তরঃ থ
প্রশ্নঃ কণ্ঠ্য বা জিহবামূলীয় বর্ণ কয়টি?
উত্তরঃ ৫ টি
উত্তরঃ ৫ টি
প্রশ্নঃ পরাশ্রয়ী ধ্বনি হল-
উত্তরঃ ং, ঃ
উত্তরঃ ং, ঃ
প্রশ্নঃ 'এ' ধ্বনি বিকৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায় ?
উত্তরঃ আদিতে
উত্তরঃ আদিতে
প্রশ্নঃ কোনটি ঘোষ বর্ণ?
প্রশ্নঃ হ্ম - কে ভাঙলে কোনটি হবে ?
উত্তরঃ হ + ম
উত্তরঃ হ + ম
প্রশ্নঃ কোনটি ঘোষ-মহাপ্রাণ ধ্বনি?
উত্তরঃ ঘ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা উচ্চারণের নিয়ম ও রীতির আলোচনায় কোন পন্ডিতের নাম বিশেষভাবে স্বরণীয় ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ অন্তঃস্থ বর্ণ ব -এর উচারণ ইংরেজি কোন বর্ণের মতো ?
উত্তরঃ W
উত্তরঃ W
প্রশ্নঃ কোন দুটি মূল স্বরধ্বনি নয়?
উত্তরঃ ঐ,ঔ
উত্তরঃ ঐ,ঔ
প্রশ্নঃ অর্থবোধক ধ্বনিকে বলা হয়-
উত্তরঃ শব্দ
উত্তরঃ শব্দ
প্রশ্নঃ সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় 'ঋ' কোন বর্ণের মধ্যে রক্ষিত ?
উত্তরঃ স্বরবর্ণের
উত্তরঃ স্বরবর্ণের
প্রশ্নঃ ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
উত্তরঃ ৬ টি
উত্তরঃ ৬ টি
প্রশ্নঃ ই-ধ্বনির পরের অ বিবৃত হওয়ার উদাহরণ কোনটি ?
উত্তরঃ গঠিত
উত্তরঃ গঠিত
প্রশ্নঃ 'রক্ষা' শব্দের সংযুক্ত বর্ণ কোন্ কোন্ বর্ণ নিয়ে গঠিত?
উত্তরঃ ক+ষ
উত্তরঃ ক+ষ
প্রশ্নঃ ‘ঔ’ কোন স্বরধ্বনির প্রতীক?
উত্তরঃ যৌগিক স্বরধ্বনি
উত্তরঃ যৌগিক স্বরধ্বনি
প্রশ্নঃ স্বরবর্ণগুলোকে উচ্চারণের কাল ও প্রয়াস অনুযায়ী কয় শ্রেণীতে ভাগ করা হয় ?
উত্তরঃ ২ শ্রেণী
উত্তরঃ ২ শ্রেণী
প্রশ্নঃ অ -এর বিবৃত বা স্বভাবিক উচ্চারণ আছে কোন শব্দে ?
উত্তরঃ অনেক, কত
উত্তরঃ অনেক, কত
প্রশ্নঃ ‘রক্ষা’ শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
উত্তরঃ ক+ষ
উত্তরঃ ক+ষ
প্রশ্নঃ কোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয়?
উত্তরঃ শ, ষ, স, হ
উত্তরঃ শ, ষ, স, হ
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় কোন দুটি ধ্বনি উচ্চারণে কোনো পার্থক্য নেই ?
উত্তরঃ ঙ, ং
উত্তরঃ ঙ, ং
প্রশ্নঃ ধ্বনিতত্ত্ব ভেদে নিম্নের কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা?
উত্তরঃ হাত
উত্তরঃ হাত
প্রশ্নঃ কোন বর্ণটিকে স্বরধ্বনি বলা চলে না?
উত্তরঃ ঋ
উত্তরঃ ঋ
প্রশ্নঃ বাংলা বর্ণমালা কোন লিপির বিবর্তিত রূপ ?
উত্তরঃ ব্রাহ্মী
উত্তরঃ ব্রাহ্মী
প্রশ্নঃ মূল স্বরধ্বনি নয় কোন গুলো?
উত্তরঃ ঐ, ঔ
উত্তরঃ ঐ, ঔ
প্রশ্নঃ যুক্ত ব্যঞ্জনধ্বনির দ্যেতনার জন্য দুটি বা তার অধিক ব্যাঞ্জনবর্ণ একত্র হয়ে কোন বর্ণ গঠিত হয় ?
উত্তরঃ সংযুক্তবর্ণ
উত্তরঃ সংযুক্তবর্ণ
প্রশ্নঃ একাক্ষরবিশিষ্ট শব্দ সব সময় কি হয় ?
উত্তরঃ দীর্ঘ
উত্তরঃ দীর্ঘ
প্রশ্নঃ অন্তঃস্থ বর্ণ -এর উচ্চারন ইংরেজি কম র
উত্তরঃ Y
উত্তরঃ Y
প্রশ্নঃ কোন দুটি স্বররের মিলিত ধ্বনিতে 'ঐ' সৃষ্টি হয়?
উত্তরঃ অ+ই
উত্তরঃ অ+ই
প্রশ্নঃ 'ক্ষ' যুক্ত বর্ণটি ভাঙলে কোন বর্ণ পাওয়া যায় ?
উত্তরঃ ক + ষ
উত্তরঃ ক + ষ
প্রশ্নঃ কোনগুলি ওষ্ঠ্যধ্বনি?
উত্তরঃ প ফ ব ভ
উত্তরঃ প ফ ব ভ
প্রশ্নঃ জ্ঞ-যুক্তবর্ণটি কোন কোন বর্ণের মিলনে গটিত হয়?
উত্তরঃ জ+ঞ
উত্তরঃ জ+ঞ
প্রশ্নঃ উষ্মবর্ণের উচ্চারণ স্থান কোনটি ?
উত্তরঃ পশ্চাৎ দন্তমূল
উত্তরঃ পশ্চাৎ দন্তমূল
প্রশ্নঃ ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রার বর্ণ কয়টি?
উত্তরঃ ২৬ টি
উত্তরঃ ২৬ টি
প্রশ্নঃ ‘খ’ সংযুক্ত বর্ণটিতে কোন কোন বর্ণ রযেছে?
উত্তরঃ ত+থ
উত্তরঃ ত+থ
প্রশ্নঃ মুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষর এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?
উত্তরঃ স্বরবৃত্ত
উত্তরঃ স্বরবৃত্ত
প্রশ্নঃ ঞ্চ - কে ভাঙলে কোনটি হয় ?
উত্তরঃ ঞ + চ
উত্তরঃ ঞ + চ
প্রশ্নঃ ‘ষ্ণ’ যুক্ত বর্ণটি ভাঙলে কোন দুটি বর্ণ পাওয়া যায়?
উত্তরঃ ষ্+ণ
উত্তরঃ ষ্+ণ
প্রশ্নঃ দুটি মৌলিক স্বরবর্ণ যোগে যে অক্ষর সৃষ্টি হয় তাকে কি বলে?
উত্তরঃ যৌগিক স্বর
উত্তরঃ যৌগিক স্বর
প্রশ্নঃ কোনটির ক্ষেত্রে সংবৃত ও বিবৃত উভয় উচ্চারণই হবে ?
উত্তরঃ কোনটিই নয়
উত্তরঃ কোনটিই নয়
প্রশ্নঃ নিচের কোনগুলো নাসিক্য ধ্বনির অন্তর্ভূক্ত?
উত্তরঃ ণ ন ম
উত্তরঃ ণ ন ম
প্রশ্নঃ মুহাম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?
উত্তরঃ ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
উত্তরঃ ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
প্রশ্নঃ যৌগিক স্বরধ্বনিকে বলা হয়--
উত্তরঃ উপরের সবগুলো
উত্তরঃ উপরের সবগুলো
প্রশ্নঃ ‘হ্ম’ এর বিশষ্ট রূপ-
উত্তরঃ হ + ম
উত্তরঃ হ + ম
প্রশ্নঃ বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?
উত্তরঃ দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
উত্তরঃ দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
প্রশ্নঃ উচ্চারণস্থান অনুযায়ী কোন ব্যঞ্জন ধ্বনির বর্ণসমূহ তালব্য বর্ণ?
উত্তরঃ চ ছ জ ঝ ঞ
উত্তরঃ চ ছ জ ঝ ঞ
প্রশ্নঃ কোনগুলো দন্ত্য ধ্বনি?
উত্তরঃ ত,থ,দ,ধ,ন
উত্তরঃ ত,থ,দ,ধ,ন
প্রশ্নঃ নিচের কোন দুটি বর্ণের সমষ্টি 'হ্ম' যুক্ত বর্ণটি ?
উত্তরঃ হ + ম
উত্তরঃ হ + ম
প্রশ্নঃ কোন স্বরবর্ণের কোন সংক্ষিপ্ত রূপ নেই ?
উত্তরঃ অ
উত্তরঃ অ
প্রশ্নঃ জ্ঞ - কে ভাঙলে কোনটি হবে ?
উত্তরঃ জ + ঞ
উত্তরঃ জ + ঞ
প্রশ্নঃ 'বিশ্ব' শব্দটিতে কয়টি বদ্ধাক্ষর রয়েছে ?
উত্তরঃ একটি
উত্তরঃ একটি
প্রশ্নঃ ট বর্গীয় ধ্বনির অপর নাম কি?
উত্তরঃ মূর্ধন্য ধ্বনি
উত্তরঃ মূর্ধন্য ধ্বনি
প্রশ্নঃ বাংলায় নাসিক্য ধ্বনি ক’টি?
উত্তরঃ পাঁচটি
উত্তরঃ পাঁচটি
প্রশ্নঃ নিচের কোনগুলো নাসিক্য ধ্বনি অন্তর্ভুক্ত ?
উত্তরঃ ণ, ন, ম
উত্তরঃ ণ, ন, ম
প্রশ্নঃ চ-বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ ঞ
উত্তরঃ ঞ
প্রশ্নঃ কোনটি যুক্তবর্ণ নয়, চিহ্নিত কর।
উত্তরঃ কৃ
উত্তরঃ কৃ
প্রশ্নঃ বর্ণ হচ্ছে-
উত্তরঃ ধ্বনি নির্দেশক প্রতীক
উত্তরঃ ধ্বনি নির্দেশক প্রতীক
প্রশ্নঃ বাংলা ভাষায় ঞ-হরফটির উচ্চারণরণ কত প্রকারের হয়?
উত্তরঃ দুই
উত্তরঃ দুই
প্রশ্নঃ বাংলা ভাষায় হ্রস্ব স্বররর্ণের সংখ্যা কয়টি ?
উত্তরঃ ৪ টি
উত্তরঃ ৪ টি
প্রশ্নঃ বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর আছে?
উত্তরঃ ৭টি
উত্তরঃ ৭টি
প্রশ্নঃ যৌগিক স্বরধ্বনি কয়টি?
উত্তরঃ ২টি
উত্তরঃ ২টি
প্রশ্নঃ ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
উত্তরঃ ধ্বনি
উত্তরঃ ধ্বনি
প্রশ্নঃ কোন উদাহরণটি অ > ও এর ?
উত্তরঃ মন
উত্তরঃ মন
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি?
উত্তরঃ দশটি
উত্তরঃ দশটি
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় যৌগিক স্বজ্ঞাপক দুটো বর্ণ কি কি?
উত্তরঃ ঐ এবং ঔ
উত্তরঃ ঐ এবং ঔ
প্রশ্নঃ নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?
উত্তরঃ চ
উত্তরঃ চ
প্রশ্নঃ নিচের কোন বর্ণগুলো অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ?
উত্তরঃ গ, চ জ
উত্তরঃ গ, চ জ
প্রশ্নঃ ‘খন্ডত’ (ৎ) প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের খন্ড রূপ?
উত্তরঃ ‘ত’ বর্ণের
উত্তরঃ ‘ত’ বর্ণের
প্রশ্নঃ কোনটি সঠিক ?
উত্তরঃ সংস্কৃতে এ দুটি পার্থক্য ছিল
উত্তরঃ সংস্কৃতে এ দুটি পার্থক্য ছিল
প্রশ্নঃ যথাক্রমে ষ্ণ এবং হ্ন-এর বিশিষ্ট রূপ দেখান।
উত্তরঃ ষ+ণ,হ+ন
উত্তরঃ ষ+ণ,হ+ন
প্রশ্নঃ কোন শব্দে অন্তঃস্থ ব -এর উচ্চারণ রক্ষিত হয়েছে ?
উত্তরঃ হওয়া
উত্তরঃ হওয়া
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি?
উত্তরঃ ৫০টি
উত্তরঃ ৫০টি
প্রশ্নঃ ‘ক্ষ’ বর্ণটির বিশ্লেষণ হল-
উত্তরঃ ক+ষ
উত্তরঃ ক+ষ
প্রশ্নঃ কোন পাঁচটি বর্ণ উচ্চারণকালে জিহ্বার অগ্রভাগ উল্টে গিয়ে মূর্ধাকে স্পর্শ করে?
উত্তরঃ ট ঠ ড ঢ ণ
উত্তরঃ ট ঠ ড ঢ ণ
প্রশ্নঃ 'অ এবং আ' -এর উচ্চারণ স্থান কোনটি?
উত্তরঃ কণ্ঠ
উত্তরঃ কণ্ঠ
প্রশ্নঃ শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
উত্তরঃ ধ্বনি
উত্তরঃ ধ্বনি
প্রশ্নঃ ‘হ্ন’ যুক্তবর্ণটি বাঙলে কোন দুট বর্ণ পাওয়া যায়?
উত্তরঃ হ্+ন
উত্তরঃ হ্+ন
প্রশ্নঃ বাংলায় কয়টা মৌলিক স্বরধ্বনি আছে?
উত্তরঃ সাতটা
উত্তরঃ সাতটা
প্রশ্নঃ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?
উত্তরঃ কার
উত্তরঃ কার
প্রশ্নঃ পাশাপাশি দু'টো স্বরধ্বনি একাক্ষর হিসেবেউচ্চারণরিত হলে তাকে কী বলে?
উত্তরঃ যৌগিক স্বরধ্বনি
উত্তরঃ যৌগিক স্বরধ্বনি
প্রশ্নঃ বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি?
উত্তরঃ ৩৯টি
উত্তরঃ ৩৯টি
প্রশ্নঃ ‘ড়’ এবং ‘ঢ়’ ধ্বনিগুলোকে বলে-
উত্তরঃ তাড়নজাত
উত্তরঃ তাড়নজাত
প্রশ্নঃ বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শেখে?
উত্তরঃ প-বর্গের
উত্তরঃ প-বর্গের
প্রশ্নঃ শব্দের মধ্যে কোনো কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনিতে পরিণত হওয়াকে বলে--
উত্তরঃ ব্যঞ্জনবিকৃতি
উত্তরঃ ব্যঞ্জনবিকৃতি
প্রশ্নঃ পূর্ব স্বরের সঙ্গে মিল রেখে স্বরসঙ্গতির কারণে অ হয়। উদাহরণ কোনটি ?
উত্তরঃ কলম
উত্তরঃ কলম
প্রশ্নঃ একই সংগে উচ্চারিত দুইটি মিলিত স্বরধ্বনিকে কি বলে?
উত্তরঃ যৌগিক স্বর
উত্তরঃ যৌগিক স্বর
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক কয়টি বর্ণ রয়েছে ?
উত্তরঃ দুটি
উত্তরঃ দুটি
প্রশ্নঃ সংস্কৃতে শ, ষ, স -এর -
উত্তরঃ স্বতন্ত্র উচ্চারণ ছিল
উত্তরঃ স্বতন্ত্র উচ্চারণ ছিল
প্রশ্নঃ আরবি, ফারসি শব্দে ও এর উচ্চারন কেমন হয় ?
উত্তরঃ দীর্ঘ
উত্তরঃ দীর্ঘ
প্রশ্নঃ আধুনিক বাংলায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি ?
উত্তরঃ ২৫ টি
উত্তরঃ ২৫ টি
প্রশ্নঃ উচ্চারণরণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে আ-কে কি ধ্বনি বলে?
উত্তরঃ বিবৃত স্বরধনি
উত্তরঃ বিবৃত স্বরধনি
প্রশ্নঃ স্বরবর্ণে অর্ধমাত্রার বর্ণ কয়টি?
উত্তরঃ ১ টি
উত্তরঃ ১ টি
প্রশ্নঃ প্রতিটি বর্গের ধ্বনিকে কয় ভাগে বিভক্ত করা যায় ?
উত্তরঃ দু ভাগে
উত্তরঃ দু ভাগে
প্রশ্নঃ নিচের কোন ধ্বনিকে পার্শ্বিক ধ্বনি বলা হয়?
উত্তরঃ ল
উত্তরঃ ল
প্রশ্নঃ উচ্চারণরণ স্থানের দিক দিয়ে স্পর্শ্বধ্বনিকে কয়টি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয়?
উত্তরঃ ৫টি
উত্তরঃ ৫টি
প্রশ্নঃ নিচের কোন ধ্বনিটি ঘোষ?
উত্তরঃ দ
উত্তরঃ দ
প্রশ্নঃ আধুনিক বাংলা যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
উত্তরঃ ২৫টি
উত্তরঃ ২৫টি
প্রশ্নঃ বাংলায় ক’টা স্বরধনি আছে?
উত্তরঃ এগারটি
উত্তরঃ এগারটি
প্রশ্নঃ বাংলা একাক্ষর শব্দে ও -এর উচ্চারণ কেমন হয় ?
উত্তরঃ দীর্ঘ
উত্তরঃ দীর্ঘ
প্রশ্নঃ বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা ব্যবহৃত হয় কয়টি বর্ণে?
উত্তরঃ ৩২টি
উত্তরঃ ৩২টি
প্রশ্নঃ ঘোষ ধ্বনি নয়-
উত্তরঃ শ
উত্তরঃ শ
প্রশ্নঃ বাংলা ভাষায় কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয় ?
উত্তরঃ য ও ব
উত্তরঃ য ও ব
প্রশ্নঃ শব্দে 'অ' ধ্বনির কোন কোন দুরকম উচ্চারণ পাওয়া যায় ?
উত্তরঃ বিবৃত ও সংবৃত উচ্চারণ
উত্তরঃ বিবৃত ও সংবৃত উচ্চারণ
প্রশ্নঃ ঞ্জ - কে ভাঙলে কোনটি হবে ?
উত্তরঃ ঞ + জ
উত্তরঃ ঞ + জ
প্রশ্নঃ সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি?
উত্তরঃ জ্ঞ=জ্+ঞ
উত্তরঃ জ্ঞ=জ্+ঞ
প্রশ্নঃ দেশীয় শব্দে ট-বর্গীয় ধ্বনির সঙ্গে কোনটি যুক্ত হয় ?
উত্তরঃ শ
উত্তরঃ শ
প্রশ্নঃ কোনটি বিধান বহির্ভূত ষ এর ব্যবহার ?
উত্তরঃ পৌষ
উত্তরঃ পৌষ
প্রশ্নঃ কো্ন বর্গীয় ধ্বনির আগে ‘ন’ হলে সব সময় তা ‘মূর্ধন্য’ ‘ণ’ হয়?
উত্তরঃ ‘ট’ বর্গীয় ধ্বনি
উত্তরঃ ‘ট’ বর্গীয় ধ্বনি
প্রশ্নঃ স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ হয়- এমন উদাহরণ কোনটি?
উত্তরঃ ঔষধ
উত্তরঃ ঔষধ
প্রশ্নঃ কোনগুলো ষ-ত্ব বিধানের উদাহরণ?
উত্তরঃ আষাঢ়, ঊষা
উত্তরঃ আষাঢ়, ঊষা
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ ?
উত্তরঃ সুষম
উত্তরঃ সুষম
প্রশ্নঃ আরবি, ফারসি, শব্দে ষ হয় না এর উদাহরণ কোনটি ?
উত্তরঃ পোশাক, জিনিস
উত্তরঃ পোশাক, জিনিস
প্রশ্নঃ খাঁটি বাংলা ও বিদেশী শব্দে নিচের কোনটি হয় না ?
উত্তরঃ ষ
উত্তরঃ ষ
প্রশ্নঃ বিদেশী শব্দের সাথে সর্বদাই কোনটি হয় ?
উত্তরঃ ন
উত্তরঃ ন
প্রশ্নঃ ‘শোণিত’ কোন বিধান?
উত্তরঃ কোনটি না
উত্তরঃ কোনটি না
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ আচার্যানী
উত্তরঃ আচার্যানী
প্রশ্নঃ 'লবণ' ও 'অভিলাষ' শব্দ দুটি গঠিত হয়েছে কোন নিয়মানুসারে ?
উত্তরঃ স্বাভাবিক নিয়মনুযায়ী
উত্তরঃ স্বাভাবিক নিয়মনুযায়ী
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ নয় ?
উত্তরঃ ব্রাহ্মন
উত্তরঃ ব্রাহ্মন
প্রশ্নঃ কোন দুটি উপসর্গের পর কতগুলো ধাতুতে ষ হয় ?
উত্তরঃ ই -কারান্ত ও উ-কারান্ত
উত্তরঃ ই -কারান্ত ও উ-কারান্ত
প্রশ্নঃ ঋ, র, ষ এর পরে কি হয় ?
উত্তরঃ ণ
উত্তরঃ ণ
প্রশ্নঃ নিচের কোন উক্তিটি সঠিক?
উত্তরঃ ‘সাৎ’ প্রত্যয়ের ‘স’ ‘ষ’ হয় না
উত্তরঃ ‘সাৎ’ প্রত্যয়ের ‘স’ ‘ষ’ হয় না
প্রশ্নঃ ‘লবণ’ ও ‘অভিলাষ’ শব্দ দুটি গঠিত হযেছে কোন নিয়ম অনুসারে?
উত্তরঃ স্বাভাবিক নিয়ম
উত্তরঃ স্বাভাবিক নিয়ম
প্রশ্নঃ শ, ষ, স এ তিনটির মধ্যে খাঁটি বাংলা শব্দে কোনটির ব্যবহার নেই?
উত্তরঃ ষ
উত্তরঃ ষ
প্রশ্নঃ কোন বানানটি ঠিক নয় ?
উত্তরঃ পুষ
উত্তরঃ পুষ
প্রশ্নঃ কোনটি সঠিক ?
উত্তরঃ কাণ্ড
উত্তরঃ কাণ্ড
প্রশ্নঃ কোন বানানটি সঠিক নয় ?
উত্তরঃ অনু
উত্তরঃ অনু
প্রশ্নঃ কোনগুলো ষ -ত্ব বিধানের উদাহরণ ?
উত্তরঃ ঋষি, বিষম
উত্তরঃ ঋষি, বিষম
প্রশ্নঃ ট ও ঠ-এর আগে কোন বিধান হয়?
উত্তরঃ ষ-ত্ব বিধানের
উত্তরঃ ণ-ত্ব বিধান
উত্তরঃ ষ-ত্ব বিধানের
উত্তরঃ ণ-ত্ব বিধান
প্রশ্নঃ নিচের কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ তিরস্কার
উত্তরঃ তিরস্কার
প্রশ্নঃ ঋ, র, ষ এর পরস্থিত কোন বর্ণের পরে ণ হয় ?
উত্তরঃ ম
উত্তরঃ ম
প্রশ্নঃ কোন ক্ষেত্রে ণ-ত্ব বিধানের নিয়ম ঠিক থাকে না ?
উত্তরঃ সমাসবদ্ধ দুপদের পার্থক্য থাকলে
উত্তরঃ সমাসবদ্ধ দুপদের পার্থক্য থাকলে
প্রশ্নঃ নিচের কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ পুরষ্কার
উত্তরঃ পুরষ্কার
প্রশ্নঃ কোন তিনটি বর্ণের পর ‘ন’ হলে, তা মূর্ধন্য ‘ণ’ হয়?
উত্তরঃ ঋ, র, ষ
উত্তরঃ ঋ, র, ষ
প্রশ্নঃ তদ্ভব শব্দে সর্বদাই কি হয়?
উত্তরঃ ন
উত্তরঃ ন
প্রশ্নঃ কোন শব্দে ষ এর ব্যবহার পাওয়া যায় না ?
উত্তরঃ দেশী, বিদেশী ও তদ্ভব শব্দে
উত্তরঃ দেশী, বিদেশী ও তদ্ভব শব্দে
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ নয় ?
উত্তরঃ পরিস্কার
উত্তরঃ পরিস্কার
প্রশ্নঃ ঋ, র, ষ এর পরে কি থাকলে পরবর্তী ন মূর্ধন্য ণ হয় ?
উত্তরঃ য, ব, হ
উত্তরঃ য, ব, হ
প্রশ্নঃ কোন শব্দে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয় ?
উত্তরঃ সমাসসাধিত
উত্তরঃ সমাসসাধিত
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
উত্তরঃ নির্নিমেষ
উত্তরঃ নির্নিমেষ
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ ?
উত্তরঃ পোষণ
উত্তরঃ পোষণ
প্রশ্নঃ কোন শব্দের ণ এর সঠিক ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে ?
উত্তরঃ তৎসম
উত্তরঃ তৎসম
প্রশ্নঃ ষ-ত্ব বিধান অনুযায়ী নিচের কোন বানানটি ভুল?
উত্তরঃ অভিসেক
উত্তরঃ অভিসেক
প্রশ্নঃ কোন ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য হয় না ?
উত্তরঃ বিদেশী শব্দে
উত্তরঃ বিদেশী শব্দে
প্রশ্নঃ 'পাষাণ' শব্দটিতে ষ হয়েছে কোন রীতিতে ?
উত্তরঃ স্বাভাবিক নিয়মে
উত্তরঃ স্বাভাবিক নিয়মে
প্রশ্নঃ কোন দুটি স্বরবর্ণের পরে মূর্ধন্য ‘ষ’-এর প্রয়োগ হয় না?
উত্তরঃ অ, আ
উত্তরঃ অ, আ
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ ?
উত্তরঃ আষাঢ়
উত্তরঃ আষাঢ়
প্রশ্নঃ 'লবণ' ও 'অভিলাষ' শব্দ দুটি গঠিত হয়েছে কোন নিয়মানুসারে ?
উত্তরঃ স্বাভাবিক নিয়মনুযায়ী
উত্তরঃ স্বাভাবিক নিয়মনুযায়ী
প্রশ্নঃ নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
উত্তরঃ আষাঢ়
উত্তরঃ আষাঢ়
প্রশ্নঃ কোন বানানটি সঠিক ?
উত্তরঃ দুর্নীতি
উত্তরঃ দুর্নীতি
প্রশ্নঃ কোন জাতীয় শব্দে ষ এর ব্যবহার হয় না ?
উত্তরঃ খ ও গ উভয়ই
উত্তরঃ খ ও গ উভয়ই
প্রশ্নঃ ‘ঋ’, ‘র’, ‘ষ’-এর পরে কি হয়?
উত্তরঃ ণ
উত্তরঃ ণ
প্রশ্নঃ কোন বানানটির ক্ষেত্রে দন্ত্য ‘স’ হবে?
উত্তরঃ স্টেশন
উত্তরঃ স্টেশন
প্রশ্নঃ কোন গুচ্ছে সব শব্দ শুদ্ধ?
উত্তরঃ ঔষধ, বীণা, ত্রিনয়ন
উত্তরঃ ঔষধ, বীণা, ত্রিনয়ন
প্রশ্নঃ কোন শব্দে মূর্ধন্য ণ ও ষ অবিকৃত অবস্থায় পাওয়া যায়?
উত্তরঃ তৎসম শব্দে
উত্তরঃ তৎসম শব্দে
প্রশ্নঃ ‘কণ্টক’ কোন নিয়মে হয়?
উত্তরঃ ণ-ত্ব বিধান
উত্তরঃ ণ-ত্ব বিধান
প্রশ্নঃ কোথায় 'ণ' লেখার প্রয়োজন হয় না ?
উত্তরঃ দেশী ও বিদেশী শব্দের ক্ষেত্রে
উত্তরঃ দেশী ও বিদেশী শব্দের ক্ষেত্রে
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ ব্যাকরণ
উত্তরঃ ব্যাকরণ
প্রশ্নঃ ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?
উত্তরঃ তৎসম
উত্তরঃ তৎসম
প্রশ্নঃ কোন বর্গের ধ্বনির আগের ন, ণ হয় ?
উত্তরঃ ট-বর্গীয়
উত্তরঃ ট-বর্গীয়
প্রশ্নঃ নিচের কোন বানানটি ঠিক?
উত্তরঃ স্টেশন
উত্তরঃ স্টেশন
প্রশ্নঃ খাঁটি বাংলা শব্দে যুক্ত হয় -
উত্তরঃ শ
উত্তরঃ শ
প্রশ্নঃ কোন শব্দের ক্ষেত্রে ষ-ত্ব বিধান প্রযোজ্য ?
উত্তরঃ তৎসম
উত্তরঃ তৎসম
প্রশ্নঃ অ,আ, ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক এর পর ষ এর প্রয়োগ হলে, তা কি হয় ?
উত্তরঃ অবিকৃত থাকে
উত্তরঃ অবিকৃত থাকে
প্রশ্নঃ কোন বনানটি শুদ্ধ ?
উত্তরঃ কৃপণ
উত্তরঃ কৃপণ
প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ পুণ্য
উত্তরঃ পুণ্য
প্রশ্নঃ কোন বানানটি সঠিক?
উত্তরঃ করেন
উত্তরঃ করেন
প্রশ্নঃ যে বিধানে তৎসম শব্দে ষ এর ব্যবহার নিয়ন্ত্রিত হয়, তাকে কি বলে ?
উত্তরঃ ষ-ত্ব বিধান
উত্তরঃ ষ-ত্ব বিধান
প্রশ্নঃ ণ -ত্ব ও ষ -ত্ব বিধানের নিয়ম সঠিক প্রয়োগ না হলে কি ঘটে ?
উত্তরঃ অর্থের পার্থক্য ঘটে
উত্তরঃ অর্থের পার্থক্য ঘটে
প্রশ্নঃ শুদ্ধ বানানটি চিহ্নিত করুন।
উত্তরঃ মূর্ধন্য
উত্তরঃ মূর্ধন্য
প্রশ্নঃ কোন শব্দটির বেলায় স্বভাবতই ণ হয় ?
উত্তরঃ লাবণ্য, কণিকা
উত্তরঃ লাবণ্য, কণিকা
প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
উত্তরঃ ত্রিহায়ণ
উত্তরঃ ত্রিহায়ণ
প্রশ্নঃ কোন ধ্বনিগুলোর পরের ন, ণ হয় ?
উত্তরঃ ঋ, র, ষ
উত্তরঃ ঋ, র, ষ
প্রশ্নঃ 'ট' বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয় ?
উত্তরঃ ণ
উত্তরঃ ণ
প্রশ্নঃ প্র, পরা উপসর্গ নিয়ে যে বিধান হয় তার নাম কি?
উত্তরঃ ণ-ত্ব বিধান
উত্তরঃ ণ-ত্ব বিধান
প্রশ্নঃ ণ-ত্ব ও ষ-ত্ব বিধির প্রাচীন পরিভাষা কি?
উত্তরঃ নতি
উত্তরঃ নতি
প্রশ্নঃ কোথায় ষ হয় না ?
উত্তরঃ খাঁটি বাংলা শব্দে
উত্তরঃ খাঁটি বাংলা শব্দে
প্রশ্নঃ 'কৃষ্ণ' ও 'বিষ্ণু' এ দুটি শব্দে নিচের কোনটি ব্যবহৃত হয়েছে ?
উত্তরঃ ণ
উত্তরঃ ণ
প্রশ্নঃ কোন দুটি বর্ণের পরের স মূর্ধন্য ষ হয় ?
উত্তরঃ ঋ, র
উত্তরঃ ঋ, র
প্রশ্নঃ ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে কি হয় ?
উত্তরঃ ষ
উত্তরঃ ষ
প্রশ্নঃ ত -বর্গীয় ধ্বনির সাথে কোনটি যুক্ত হয় ?
উত্তরঃ ন
উত্তরঃ ন
প্রশ্নঃ তৎসম শব্দে ঋ, র এর পরে কোনটি বসবে ?
উত্তরঃ ষ
উত্তরঃ ষ
প্রশ্নঃ শারদোৎসব শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
উত্তরঃ শারদ + উৎসব
উত্তরঃ শারদ + উৎসব
প্রশ্নঃ 'বিচ্ছিন্ন' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ বি+ছিন্ন
উত্তরঃ বি+ছিন্ন
প্রশ্নঃ ‘দংশন’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ দম্ + শন
উত্তরঃ দম্ + শন
প্রশ্নঃ সন্ধি ভাষাকে -
উত্তরঃ শ্রুতিমধুর করে
উত্তরঃ শ্রুতিমধুর করে
প্রশ্নঃ ‘মনীষা’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ মনস্+ঈষা
উত্তরঃ মনস্+ঈষা
প্রশ্নঃ 'সীমান্ত' এর সন্ধি বিচ্ছেদ -
উত্তরঃ সীম + অন্ত
উত্তরঃ সীম + অন্ত
প্রশ্নঃ বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কি হবে ?
উত্তরঃ বৃষ্ + তি
উত্তরঃ বৃষ্ + তি
প্রশ্নঃ উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা বুঝায় কোন সমাসে ?
উত্তরঃ রূপক কর্মধারয়
উত্তরঃ রূপক কর্মধারয়
প্রশ্নঃ ‘কৃষ্টি’ শব্দটি কোন্ সন্ধির উদাহরণ?
উত্তরঃ ব্যঞ্জন সন্ধির
উত্তরঃ ব্যঞ্জন সন্ধির
প্রশ্নঃ ‘পাগলামী শব্দের সন্দিবিচ্ছেদ করলে পাওয়া যায়
উত্তরঃ পাগল+আমি
উত্তরঃ পাগল+আমি
প্রশ্নঃ কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
উত্তরঃ পর + পর = পরস্পর
উত্তরঃ পর + পর = পরস্পর
প্রশ্নঃ 'নিষ্ঠা' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ নিঃ+ঠা
উত্তরঃ নিঃ+ঠা
প্রশ্নঃ বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ কোনটি ?
উত্তরঃ পরিষ্কার
উত্তরঃ পরিষ্কার
প্রশ্নঃ 'গায়ক' এর সন্ধি বিচ্ছেদ কোনটি--
উত্তরঃ গৈ + অক
উত্তরঃ গৈ + অক
প্রশ্নঃ বাংলা ভাষায় সন্নিহিত দুটি স্বরের একটি লোপের উদাহরণ কোনটি ?
উত্তরঃ শতেক
উত্তরঃ শতেক
প্রশ্নঃ 'পরোপকার' এর সন্ধি বিচ্ছেদ -
উত্তরঃ পর + উপকার
উত্তরঃ পর + উপকার
প্রশ্নঃ ‘ধার’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-
উত্তরঃ ধার+অ
উত্তরঃ ধার+অ
প্রশ্নঃ 'বিদ্যালয়' সন্ধিতে কোন সূত্রের প্রয়োগ আছে ?
উত্তরঃ আ + আ
উত্তরঃ আ + আ
প্রশ্নঃ প্রত্যুষ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ প্রতি+উষ
উত্তরঃ প্রতি+উষ
প্রশ্নঃ 'পৌঢ়' এর সন্ধি বিচ্ছেদ হলো -
উত্তরঃ প্র + উড়
উত্তরঃ প্র + উড়
প্রশ্নঃ 'বনস্পতি ' এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
উত্তরঃ বন + পতি
উত্তরঃ বন + পতি
প্রশ্নঃ ‘কাঁদুনি’ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে-
উত্তরঃ কাঁদ+উনি
উত্তরঃ কাঁদ+উনি
প্রশ্নঃ ষষ্ঠাংশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
উত্তরঃ ষষ্ঠ + অংশ
উত্তরঃ ষষ্ঠ + অংশ
প্রশ্নঃ 'একচ্ছত্র' এর সন্ধি বিচ্ছেদ -
উত্তরঃ এক + ছত্র
উত্তরঃ এক + ছত্র
প্রশ্নঃ 'পশ্বধর্ম' এর সন্ধি বিচ্ছেদ -
উত্তরঃ পশু + অধ্ম
উত্তরঃ পশু + অধ্ম
প্রশ্নঃ কোনটি স্বরসন্ধির উদাহরণ ?
উত্তরঃ কারাগার
উত্তরঃ কারাগার
প্রশ্নঃ ‘গঙ্গোর্মি’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ গঙ্গা+ঊর্মি
উত্তরঃ গঙ্গা+ঊর্মি
প্রশ্নঃ কোনটি সঠিক ?
উত্তরঃ আ + ই =এ
উত্তরঃ আ + ই =এ
প্রশ্নঃ 'রবীন্দ্র'- এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ রবি + ইন্দ্র
উত্তরঃ রবি + ইন্দ্র
প্রশ্নঃ 'শীতার্ত' এর সন্ধি বিচ্ছেদ -
উত্তরঃ শীত + ঋত
উত্তরঃ শীত + ঋত
প্রশ্নঃ সন্ধির উদ্দেশ্য কোনটি
উত্তরঃ ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
উত্তরঃ ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
প্রশ্নঃ খাঁটি বাংলায় কোন সন্ধি নেই ?
উত্তরঃ বিসর্গ সন্ধি
উত্তরঃ বিসর্গ সন্ধি
প্রশ্নঃ পাশাপাশি দু'টি ধ্বনি বা বর্ণের মিলনকে কী বলে?
উত্তরঃ সন্ধি
উত্তরঃ সন্ধি
প্রশ্নঃ ‘সংশয়’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ সম+শয়
উত্তরঃ সম+শয়
প্রশ্নঃ 'সচ্ছিন্তা' এর সন্ধি বিচ্ছেদ -
উত্তরঃ সৎ + চিন্তা
উত্তরঃ সৎ + চিন্তা
প্রশ্নঃ ‘ততোধিক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ করলে পাওয়া যায়-
উত্তরঃ ততঃ+অধিক
উত্তরঃ ততঃ+অধিক
প্রশ্নঃ বাংলা সন্ধি কয় প্রকার ?
উত্তরঃ দুই প্রকার
উত্তরঃ দুই প্রকার
প্রশ্নঃ 'অধোগতি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ অধঃ+গতি
উত্তরঃ অধঃ+গতি
প্রশ্নঃ 'উদ্যোগ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ উৎ+যোগ
উত্তরঃ উৎ+যোগ
প্রশ্নঃ কোনো কোনো ব্যাকরণবিদ কর্মধারয় সমাসকে কোন সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করেন ?
উত্তরঃ তৎপুরুষ
উত্তরঃ তৎপুরুষ
প্রশ্নঃ অন্বেষন’ শব্দটি কোন্ সন্ধি?
উত্তরঃ স্বরসন্ধি
উত্তরঃ স্বরসন্ধি
প্রশ্নঃ 'ততোধিক' এর সন্ধি বিচ্ছেদ -
উত্তরঃ ততঃ + অধিক
উত্তরঃ ততঃ + অধিক
প্রশ্নঃ ‘চিরুনি’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে-
উত্তরঃ চির+উনি
উত্তরঃ চির+উনি
প্রশ্নঃ তৎসম সন্ধি কত প্রকার ?
উত্তরঃ ৩
উত্তরঃ ৩
প্রশ্নঃ ‘পরীক্ষা’ সন্ধি বিচ্ছেদ কি হবে?
উত্তরঃ পরি+ঈক্ষা
উত্তরঃ পরি+ঈক্ষা
প্রশ্নঃ ‘ষষ্ঠ’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ ষষ্+থ
উত্তরঃ ষষ্+থ
প্রশ্নঃ বিসর্গ সন্ধি কয় ভাবে সাধিত হয় ?
উত্তরঃ দুই ভাবে
উত্তরঃ দুই ভাবে
প্রশ্নঃ ‘উল্লাস’ এর সন্ধি বিচ্ছেদ-
উত্তরঃ উৎ+লাস
উত্তরঃ উৎ+লাস
প্রশ্নঃ ‘তাৎক্ষণিক’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনিট?
উত্তরঃ তৎক্ষণ + ইক
উত্তরঃ তৎক্ষণ + ইক
প্রশ্নঃ ‘নাবিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
উত্তরঃ নৌ + ইক
উত্তরঃ নৌ + ইক
প্রশ্নঃ ‘ইত্যাদি’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ ইতি+আদি
উত্তরঃ ইতি+আদি
প্রশ্নঃ 'সন্ধান' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করুন-
উত্তরঃ সম+ধান
উত্তরঃ সম+ধান
প্রশ্নঃ সন্ধি শব্দের অর্থ কি ?
উত্তরঃ মিলন
উত্তরঃ মিলন
প্রশ্নঃ 'পরস্পর' এর সন্ধি বিচ্ছেদ হবে -
উত্তরঃ পর + পর
উত্তরঃ পর + পর
প্রশ্নঃ ‘ভয়’-এর সন্ধি বিচ্ছেদ কি?
উত্তরঃ ভী+অ
উত্তরঃ ভী+অ
প্রশ্নঃ কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
উত্তরঃ যথাঃ + ইষ্ট = যথেষ্ট
উত্তরঃ যথাঃ + ইষ্ট = যথেষ্ট
প্রশ্নঃ ‘আশীর্বাদ’ একটি সন্ধিবদ্ধ শব্দ। এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ আশীঃ+বাদ
উত্তরঃ আশীঃ+বাদ
প্রশ্নঃ নিচের কোন শব্দটি সন্ধির নিয়মানুষারে হয় না?
উত্তরঃ পরস্পর
উত্তরঃ পরস্পর
প্রশ্নঃ ই-কারের পর ঈ -কার মিলে যে ঈ-কার হয়, তার উদাহরণ কোনটি ?
উত্তরঃ পরীক্ষা
উত্তরঃ পরীক্ষা
প্রশ্নঃ রূপালি এর সন্ধি বিচ্ছেদ -
উত্তরঃ রূপা +আলি
উত্তরঃ রূপা +আলি
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বিষয় বাংলা ব্যাকরণ"
Post a Comment