গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১৮

গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১৮


০১| ‘বরফগলা নদী’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. আবু ইসহাক
খ. শওকত ওসমান
গ. জহির রায়হান
ঘ. শহীদুল্লা কায়সার
উত্তরঃ গ

০২| জীবনমুখী সমাজসচেতন কথা সাহিত্যিক জহির রায়হানের আসল নাম কি?
ক. জহির রায়হান
খ. জহির ইসলাম
গ. জহির আহম্মেদ
ঘ. জহির মোহাম্মদ
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ(মোহাম্মদ জহির উল্লাহ)

০৩| কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয়?
ক. রৌদ্র করোটিতে
খ. নিজ বাসভূমে
গ. বন্দি শিবির থেকে
ঘ. বন্দীর বন্দনা
উত্তরঃ ঘ

০৪| শামসুর রাহমান- এর কাব্যগ্রন্থ
ক. রাখালী
খ. সংশপ্তক
গ. বিধ্বস্ত নীলিমা
ঘ. চক্রবাক
উত্তরঃ গ

০৫| ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি কে রচনা করেন?
ক. বেগম সুফিয়া কামাল
খ. ফররুখ আহমদ
গ. শামসুর রাহমান
ঘ. গোলাম মোস্তফা
উত্তরঃ গ

০৬| শামসুর রাহমানের বিখ্যাত গ্রন্থ-
ক. পথহারা পথিক
খ. বিধ্বস্ত নীলিমা
গ. হাওয়া তোমার কি দুঃসাহস
ঘ. আগুনের পরশমণি
উত্তরঃ খ

০৭| কোনটি শামসুর রাহমানের রচনা?
ক. নিরন্তর ঘন্টাধ্বনি
খ. নির্জর স্বাক্ষর
গ. নিরালোকে দিব্যরথ
ঘ. নির্বাণ
উত্তরঃ গ

০৮| 'স্বাধীনতা তুমি , রবি ঠাকুরের অজর কবিতা'- কবিতাটি কার রচনা?
ক. রফিক আজাদ
খ. প্রেমেন্দ্র মিত্র
গ. কামিনী রায়
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ ঘ

০৯| শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কোনটি?
ক. লোক লোকান্তর
খ. সহসা সচকিত
গ. উত্তরাধিকার
ঘ. প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
উত্তরঃ ঘ

১০| ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কার রচিত কাব্যগ্রন্থ?
ক. শামসুর রাহমান
খ. জাহানারা আরজু
গ. হাসান হাফিজুর রহমান
ঘ. আল মাহমুদ
উত্তরঃ ক

১১| শামসুর রাহমান খ্যাতি অর্জন করেছেন....সাহিত্যে?
ক. কাব্য
খ. নাট্য
গ. প্রবন্ধ
ঘ. উপন্যাস
উত্তরঃ ক

১২| কোনটি শামসুর রাহমানের রচনা?
ক. হরফের ছড়া
খ. গোলাপ ফুটে খুকির হাতে
গ. পশারিণী
ঘ. জয়ের পথে
উত্তরঃ খ

১৩| ‘রৌদ্র করোটিতে’, ‘বিধ্বস্ত নীলিমা’, ‘বন্দি শিবির থেকে’ প্রভৃতি কার রচনা?
ক. আবদুল মান্নান সৈয়দ
খ. আল মাহমুদ
গ. সৈয়দ শামসুল হক
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ ঘ

১৪| "এলাটিং বেলাটিং ও ধান ভানলে কুড়ো দেব" শিশুতোষ গ্রন্থের প্রণেতা কে?
ক. রোকনুজ্জামান খান দাদা ভাই
খ. শামসুর রাহমান
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. মুহম্মদ জাফর ইকবাল
উত্তরঃ খ

১৫| বাংলাদেশের কোন কবি কবিতা রচনায় সংখ্যার দিক থেকে রবীন্দ্রনাথকে ছাড়িয়ে গেছেন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. শামসুর রাহমান
গ. নির্মলেন্দু গুণ
ঘ. মেঘনাদ সাহা
উত্তরঃ খ

১৬| শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. অনেক আকাশ
খ. বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
গ. স্বর্ণ গর্দভ
ঘ. আশার বসতি
উত্তরঃ খ

১৭| কোনটি শামসুর রাহমানের আত্মজীবনী?
ক. স্মৃতির শহর
খ. রৌদ্র করোটিতে
গ. বিধ্বস্ত নীলিমা
ঘ. কালের ধুলোয় লেখা
উত্তরঃ ঘ

১৮| কবি শামসুর রাহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. কুমিল্লা জেলায়
খ. খুলনা জেলায়
গ. ঢাকা জেলায়
ঘ. পাবনা জেলায়
উত্তরঃ গ

১৯| ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ কার রচনা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. নির্মলেন্দু গুণ
গ. শামসুর রাহমান
ঘ. কবি আল মাসুদ
উত্তরঃ গ

২০| ‘পাড়াতলী’ গ্রামে জন্মগ্রহণ করেন-
ক. মুকুন্দরাম চক্রবর্তী
খ. সৈয়দ শামসুল হক
গ. শামসুর রাহমান
ঘ. সেলিম আলদীন
উত্তরঃ গ

২১| নিচের কোন কাব্যগ্রন্থটি শামসুর রাহমানের রচনা?
ক. নব বসন্ত
খ. কবিতার সঙ্গে গেরস্থালী
গ. বিরস সংলাপ
ঘ. পরানের গহীন ভিতর
উত্তরঃ খ

২২| নিচের কোন গ্রন্থটি শামসুর রাহমানের রচনা নয়?
ক. নিরালোকে দিব্যরথ
খ. ইকারুসের আকাশ
গ. সাত নরী হার
ঘ. নিজ বাসভূমে
উত্তরঃ গ(আবু জাফর ওবায়দুল্লাহ)

২৩| 'আসাদের শার্ট' কবিতার লেখক কে?
ক. আল মাহমুদ
খ. আব্দুল মান্নান সৈয়দ
গ. অমিয় চক্রবর্তী
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ ঘ

২৪| ‘বিধ্বস্ত নীলিমা’র কবি-
ক. শামসুর রাহমান
খ. হাসান হাফিজুর রহমান
গ. শহীদ কাদরী
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ ক

২৫| শামসুর রাহমানের কবিতার বইয়ের নাম?
ক. লোক লোকান্তর
খ. ধূসর পাণ্ডুলিপি
গ. সোনালী কাবিন
ঘ. বন্দি শিবির থেকে
উত্তরঃ ঘ

২৬| শামসুর রাহমানের কাব্য-?
ক. রৌদ্র করোটিতে
খ. রাখালী
গ. ছায়াহরিণ
ঘ. সাঁঝের মায়া
উত্তরঃ ক

২৭| শামসুর রাহমানের কবিতা বইয়ের নাম-
ক. লোক লোকান্তর
খ. প্রতিদিন ঘরহীন ঘরে
গ. ভোরের নদীর মোহনায় জাগরণ
ঘ. আশার বসতি
উত্তরঃ খ

২৮| ‘প্রতিদিন ঘরহীন ঘরে’ কাব্যগ্রন্থের রচয়িতা-
ক. আহসান হাবীব
খ. শামসুর রাহমান
গ. মহাদেব সাহা
ঘ. আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ খ

২৯| ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’-গ্রন্থের মূল উপজীব্য বিষয় হল-
ক. সামাজিক দায়বদ্ধতা
খ. অসহায়দের জীবন
গ. রাজনৈতিক দায়বদ্ধতা
ঘ. মুক্তিযুদ্ধ
উত্তরঃ ঘ

৩০| ‘নিষিদ্ধ লোবান’ গ্রন্থের লেখক-
ক. শামসুর রাহমান
খ. সৈয়দ শামসুল হক
গ. আলাউদ্দিন আল আজাদ
ঘ. হুমায়ুন আজাদ
উত্তরঃ খ

৩১| মুক্তিযুদ্ধ অবলম্বনে সবচেয়ে সার্থক ও মঞ্চসফল নাটকের রচয়িতা কে
ক. সৈয়দ শামসুল হক
খ. মমতাজউদ্দিন আহমদ
গ. সাইদ আহমদ
ঘ. আবুদল্লাহ আল মামুন
উত্তরঃ ক

৩২| ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের প্রেক্ষাপট-
ক. মুক্তিযুদ্ধের প্রস্তুতি
খ. মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট
গ. মুক্তিযুদ্ধের শেষ
ঘ. দেশ গড়া
উত্তরঃ ক

৩৩| বাংলাদেশের বর্তমান সাহিত্যাঙ্গনে সব্যসাচী লেখক কাকে বলা হয়?
ক. হুমায়ূন আহমেদ
খ. আলাউদ্দিন আল-আজাদ
গ. আল মাহমুদ
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ ঘ

৩৪| মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক-
ক. সুবচন নির্বাসনে
খ. রক্তাক্ত প্রান্তর
গ. নূরুলদীনের সারা জীবন
ঘ. পাযের আওয়াজ পাওযা যায়
উত্তরঃ ঘ

৩৫| কোনটি সৈয়দ শামসুল হকের রচনা নয়?
ক. খেলারাম খেলে যা
খ. দেয়ালের দেশ
গ. সীমানা ছাড়িয়ে
ঘ. নাম না জানা ভোর
উত্তরঃ ঘ

৩৬| সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের নাম কি?
ক. সংশপ্তক
খ. শীত বিকেল
গ. নীল দংশন
ঘ. আরেক ফাল্গুন
উত্তরঃ গ

৩৭| ‘রক্ত গোলাপ’ গ্রন্থের রচয়িতা কে?
ক. সৈয়দ শামসুল হক
খ. শওকত আলী
গ. আল মাহমুদ
ঘ. আবু ইসহাক
উত্তরঃ ক

৩৮| ‘আনন্দের মৃত্যু’ উপন্যাসটির রচয়িতা হচ্ছেন-
ক. সৈয়দ মুজতবা আলী
খ. সৈয়দ আলী আহসান
গ. সৈয়দ মঞ্জুরুল হক
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ ঘ

৩৯| ‘নুরুলদীনের সারা জীবন’ নাটকটির রচয়িতা কে?
ক. জিয়া হায়দার
খ. আলাউদ্দিন আল আজাদ
গ. সৈয়দ শামসুল হক
ঘ. আবদুল্লাহ আল মামুন
উত্তরঃ গ

৪০| ‘পরানের গহীন ভিতর’ কাব্যগন্থের প্রণেতা কে?
ক. শামসুর রাহমান
খ. সৈয়দ শামসুল হক
গ. আল মাহমুদ
ঘ. নির্মলেন্দু গুণ
উত্তরঃ খ

৪১| আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি?
ক. বিধ্বস্ত নীলিমা
খ. সোনালী কাবিন
গ. রাজা যায় রাজা আসে
ঘ. শীতে বসন্ত
উত্তরঃ খ

৪২| আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি?
ক. ক্ষণিকা
খ. নাম রেখেছি কোমল গান্ধার
গ. পাখির কাছে ফুলের কাছে
ঘ. উপদ্রুত উপকূল
উত্তরঃ গ

৪৩| ‘কাবিলের বোন’-গ্রন্থের রচয়িতা কে?
ক. আল মাহমুদ
খ. আবদুল্লাহ আবু সায়ীদ
গ. মামুনুর রশীদ
ঘ. সৈয়দ আলী আহসান
উত্তরঃ ক

৪৪| আল মাহমুদের ‘পানকৌড়ির রক্ত’ কোন ধরনের রচনা?
ক. নাটক
খ. উপন্যাস
গ. ছোটগল্প
ঘ. প্রবন্ধ
উত্তরঃ গ

৪৫| ‘মিথ্যাবাদী রাখাল’ কাব্যটির রচয়িতা কোন কবি?
ক. সৈয়দ শামসুল হক
খ. মোহাম্মদ মনিরুজ্জামান
গ. আব্দুল মান্নান সৈয়দ
ঘ. আল মাহমুদ
উত্তরঃ ঘ

৪৬| কোনটি কবি আল মাহমুদের গ্রন্থ নয়?
ক. সোনালী কাবিন
খ. লোক লোকান্তর
গ. কালের কলস
ঘ. শেষ ভাঙ্গন
উত্তরঃ ঘ

৪৭| ‘সোনালী কাবিন’ কাব্যের রচয়িতা কে?
ক. হাসান হাফিজুর রহমান
খ. আল মাহমুদ
গ. হুমায়ুন আজাদ
ঘ. শক্তি চট্টোপাধ্যায়
উত্তরঃ খ

৪৮| আল মাহমুদ-এর কাব্য নয়-
ক. বখতিয়ারের ঘোড়া
খ. সোনালী কাবিন
গ. হেমলকের পেয়ালা
ঘ. কালে কলস
উত্তরঃ গ

৪৯| ‘কালের কলস’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. শামসুর রাহমান
খ. রফিক আজাদ
গ. আল মাহমুদ
ঘ. শহীদ কাদরী
উত্তরঃ গ

৫০| আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. লোক লোকান্তর
খ. কালের কলস
গ. সোনালী কাবিন
ঘ. মায়ারী পর্দা দুলে উঠে
উত্তরঃ ক

৫১| ‘খোয়াবনামা’ উপন্যাসের রচয়িতা কে?
ক. শওকত ওসমান
খ. আখতারুজ্জামান ইলিয়াস
গ. সৈয়দ শামসুল হক
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ খ

৫২| 'চিলে কোঠার সেপাই' এর রচয়িতা কে?
ক. আখতারুজ্জান ইলিয়াস
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. জহির রায়হান
ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ক

৫৩| নিম্নে কোন গ্রন্থে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের স্মৃতি ফুটে উঠেছে?
ক. বালুবেলা
খ. চিলেকোঠার সেপাই
গ. নয়া খান্দান
ঘ. গ্রানাডার শেষ বীর
উত্তরঃ খ

৫৪| ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থ কে রচনা করেছেন?
ক. মোতাহের চৌধুরী
খ. বিনয় ঘোষ
গ. আখতারুজ্জামান ইলিয়াস
ঘ. রাধারমণ মিত্র
উত্তরঃ গ

৫৫| ‘দুধ-ভাতে উৎপাত’ আখতারুজ্জামান ইলিয়াস এর একটি-
ক. কাব্য
খ. উপন্যাস
গ. গল্পগ্রন্থ
ঘ. নাটক
উত্তরঃ গ

৫৬| ‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা-
ক. শওকত ওসমান
খ. জ্যোতি প্রকাশ দত্ত
গ. আখতারুজ্জামান ইলিয়াস
ঘ. হাসান আজিজুল হক
উত্তরঃ গ

৫৭| ‘খোঁয়ারি’, ‘দোযখের ওম’, ‘দুধ ভাতে উৎপাত’- প্রভৃতি ছোট গল্পের রচয়িতা-
ক. সেলিনা হোসেন
খ. আখতারুজ্জামান ইলিয়াস
গ. শওকত আলী
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ খ

৫৮| কোনটি উপন্যাস?
ক. খোয়াবনামা
খ. আমার অবিশ্বাস
গ. নেমেসিস
ঘ. ছাড়পত্র
উত্তরঃ ক

৫৯| ‘চিলোকোঠার সেপাই’ উপন্যাসটি কার লেখা?
ক. আখতারুজ্জামান ইলিয়াস
খ. আবুল ফজল
গ. শওকত ওসমান
ঘ. জহির রায়হান
উত্তরঃ ক

৬০| নিচের কোনটি সঠিক তা চিহ্নিত করুন?
ক. নন্দিত নরকে- মুহম্মদ জাফর ইকবাল
খ. আরেক ফাল্গুন- সেলিনা হোসেন
গ. যদ্যপি আমার গুরু- আহমদ ছফা
ঘ. কবি- মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ গ

৬১| আহমদ ছফা কোন গ্রন্থটি লিখেছেন?
ক. আত্মজা ও একটি করবী গাছ
খ. দক্ষিণায়নের দিন
গ. যদ্যপি আমার শুরু
ঘ. রেখাচিত্র
উত্তরঃ গ

৬২| নিচের কোনটি সঠিক?
ক. সংশপ্তক- জহির রায়হান
খ. সত্যের মত বদমাস- সেলিনা হোসেন
গ. গাভী বৃত্তান্ত- আহমদ ছফা
ঘ. হাঙ্গর নদী গ্রেনেড- সুফিয়া কামাল
উত্তরঃ গ

৬৩| ‘অয়োময়’ নাটকটির রচয়িতা কে?
ক. ইমদাদুল হক মিলন
খ. সুনীল গঙ্গোপাধ্যায়
গ. মমতাজ উদ্দিন আহমেদ
ঘ. হুমায়ূন আহমেদ
উত্তরঃ ঘ

৬৪| ‘নন্দিত নরকে’ কার লেখা উপন্যাস?
ক. জহির রায়হান
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. হুমায়ূন আহম্মেদ
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ গ

৬৫| স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত উপন্যাস কোনটি?
ক. যোগাযোগ
খ. নন্দিত নরকে
গ. আগুনের পরশমণি
ঘ. ব্যাথার দান
উত্তরঃ গ

৬৬| ‘বহুব্রীহি’ উপন্যাসের রচয়িতা কে?
ক. হুমায়ুন আহমেদ
খ. মাসুম রেজা
গ. সেলিনা হোসেন
ঘ. জিয়া হায়দার
উত্তরঃ ক

৬৭| "রোগকে ঘৃণা করা যায়, রোগীকে কেন"? একথা বলেছেন?
ক. জহির রায়হান
খ. আলমগীর কবির
গ. হুমায়ূন আহমেদ
ঘ. হুমায়ুন আজাদ
উত্তরঃ গ

৬৮| ‘এলেবেলে’ বইটি কার লেখা?
ক. শংকর
খ. হুমায়ুন আহমেদ
গ. তারাশংকর
ঘ. যাযাবর
উত্তরঃ খ

৬৯| বাংলাদেশের আধুনিক উপন্যাসিকদের মধ্যে সর্বাধিক বিশিষ্ট ঔপন্যাসিক কে?
ক. আবু ইসহাক
খ. শওকত আলী
গ. সফীউদ্দীন সরকার
ঘ. হুমায়ান আহমেদ
উত্তরঃ ঘ

৭০| কোনটি হুমায়ন আহমেদ রচিত উপন্যাস ?
ক. আনন্দ বেদনার কাব্য
খ. নদী ও মানুষের কবিতা
গ. দিবারাত্রির কাব্য
ঘ. পুই ডালিমের কাব্য
উত্তরঃ ক

৭১| ‘এই সব দিন রাত্রি’ নাটকের রচয়িতা কে?
ক. হুমায়ুন আহমেদ
খ. শামসুল হক
গ. হুমায়ুন আজাদ
ঘ. ইমদাদুল হক মিলন
উত্তরঃ ক

৭২| ‘আজ রবিবার’ নাটকটি কে রচনা করেন?
ক. হুমায়ুন আহমেদ
খ. মাসুম রেজা
গ. সেলিনা হোসেন
ঘ. জিয়া হায়দার
উত্তরঃ ক

৭৩| ‘শঙ্খনীল কারাগার’ উপন্যাসটি কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. হুমায়ুন আজাদ
গ. আলাউদ্দীন আল আজাদ
ঘ. হুমায়ুন আহমেদ
উত্তরঃ ঘ

৭৪| ‘জন্ডিস ও বিবিধ বেলুন’, ‘এক্সপ্লোসিড ও মূলসমস্যা’ ‘চারকাকড়ার ডকুমেন্টারি’ প্রভৃতি নাটকের নাট্যকার-
ক. সৈয়দ শামসুল হক
খ. সেলিম আল দীন
গ. আবদুল্লাহ আল মামুন
ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ খ

৭৫| ‘মুনতাসির ফ্যান্টাসি’ ও ‘কিত্তনখোলা’ নাটকদ্বয়ের রচয়িতা কে?
ক. সেলিম আল দীন
খ. কবীর চৌধুরী
গ. আলী যাকের
ঘ. ওবায়দুল হক
উত্তরঃ ক

৭৬| কোনটি সেলিম আল দীন রচিত নাটক?
ক. খোলা দুয়ার
খ. এখানে এখন
গ. এখনও ক্রীতদাস
ঘ. বন পাংশুল
উত্তরঃ ঘ

৭৭| স্বাধীনতাত্তোর বাংলাদেশের প্রধান নাট্যকার-
ক. আবদুল মান্নান সৈয়দ
খ. আসকার ইবনে সাইদ
গ. মমতাজউদ্দিন আহমেদ
ঘ. সেলিম আল দীন
উত্তরঃ ঘ

৭৮| কোন নাটকটি সেলিম আলদীনের-
ক. মুনতাসীর ফ্যান্টাসী
খ. পায়ের আওয়াজ পাওয়া যায়
গ. কবর
ঘ. বহুব্রীহি
উত্তরঃ ক

৭৯| ‘চাকা’ গ্রন্থটির রচয়িতা-
ক. সেলিম আল-দ্বীন
খ. সৈয়দ শামসুল হক
গ. আব্দুল মান্নান সৈয়দ
ঘ. সৈয়দ আলী আহসান
উত্তরঃ ক

৮০| যৈবতী কন্যার মন’ নাটকটির রচয়িতা কে?
ক. শওকত ওসমান
খ. আনিস চৌধুরী
গ. মামুনুর রশীদ
ঘ. সেলিম আল দীন
উত্তরঃ ঘ

৮১| সেলিম আল দীনের নাটক-
ক. স্বপ্নমঙ্গল
খ. কেরামত মঙ্গল
গ. রুদ্রমঙ্গল
ঘ. মনসা মঙ্গলা
উত্তরঃ খ

৮২| ‘হাত হদাই’ নাটকের নাট্যকার কে?
ক. সৈয়দ শামসুল হক
খ. সেলিম আল দীন
গ. মমতাজ উদ্দিন আহমদ
ঘ. আবদুল্লাহ আল মামুন
উত্তরঃ খ

৮৩| কেরী সাহেবের মুনশী বলা হয়-
ক. রাম রাম বসুকে
খ. মৃত্যুঞ্জয় বিদ্যালংকারকে
গ. চণ্ডীকরণ মুনশীকে
ঘ. গোলকনাশ শর্মাকে
উত্তরঃ ক

৮৪| আলাওলের ‘তোহফা’ কোন ধরনে কাব্য?
ক. আত্মজীবনী
খ. প্রণয়কাব্য
গ. নীতিবাক্য
ঘ. জঙ্গনামা
উত্তরঃ গ

৮৫| ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনা সংকলন?
ক. রূপকথা
খ. ছোটগল্প
গ. গ্রাম্যগীতিকা
ঘ. রূপকথা-উপকথা
উত্তরঃ খ

৮৬| ‘আধ্যাত্মিকা’ উপন্যাসের লেখক কে?
ক. প্যারিচাঁদ মিত্র
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. দামোদর বন্দ্যোপাধ্যায়
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ক

৮৭| কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
ক. গোবিন্দদাস
খ. কায়কোবাদ
গ. ভুসুকু পা
ঘ. কাহ্নপা
উত্তরঃ গ

৮৮| ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি?
ক. কপালকুন্ডলা
খ. নীলদর্পণ
গ. মরুশিখা
ঘ. মেঘনাদ বধ
উত্তরঃ খ

৮৯| কোনটি আধুনিক যুগের কাব্য?
ক. মনসা মঙ্গল
খ. অন্নদা মঙ্গল
গ. কালিকা মঙ্গল
ঘ. সারদামঙ্গল
উত্তরঃ ঘ

৯০| বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
ক. প্রভু যিশুর বাণী
খ. কৃপার শাস্ত্রের অর্থভেদ
গ. মিশনারি জীবন
ঘ. ফুলমণি ও করুণার বিবরণ
উত্তরঃ খ

৯১| বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?
ক. নবম শতকে
খ. ত্রয়োদশ শতকে
গ. ষোড়শ শতকে
ঘ. উনিশ শতকে
উত্তরঃ ঘ

৯২| বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ কোনটি?
ক. সমাচার দর্পণ
খ. কৃপার শাস্ত্রের অর্থভেদ
গ. সেক শুভোদয়া
ঘ. আলালের ঘরের দুলাল
উত্তরঃ খ

৯৩| বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ‘ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ’-এর রচয়িতা কে?
ক. মৃত্যঞ্জয় বিদ্যালষ্কার
খ. হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও
গ. দোম আন্তোনিয়ো
ঘ. হেনরী পিটস ফরস্টার
উত্তরঃ গ

৯৪| ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের শিক্ষক নয়-
ক. উইলিয়াম কেরি
খ. বিদ্যাসাগর
গ. রামমোহন রায়
ঘ. রামরাম বসু
উত্তরঃ গ

৯৫| কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়-
ক. ১৯১৮ সালে
খ. ১৯২৬ সালে
গ. ১৮০০ সালে
ঘ. ১৮৮৫ সালে
উত্তরঃ গ

৯৬| ‘বত্রিশ সিংহাসন’ কার রচনা?
ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
খ. রামরাম বসু
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. রাজীব লোচন মুখোপাধ্যায়
উত্তরঃ ক

৯৭| কোনটি সঠিক?
ক. গোলকনাথ শর্মা - হিতোপদেশ
খ. রামরাম বসু - প্রবোধ চন্দ্রিকা
গ. উইলিয়াম কেরি - পুরুষ পরীক্ষা
ঘ. রাজীবলোচন মুখোপাধ্যায়- তোতা ইতিহাস
উত্তরঃ ক

৯৮| কোন দুইজন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত?
ক. উইলিয়াম কবি ও ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. উইলিয়াম কেরি ও রামমোহন রায়
গ. মৃত্যুঞ্জয় বিদ্যালষ্কার ও রামরাম বসু
ঘ. রামরামবসুও গঙ্গাকিশোর ভট্টচার্য
উত্তরঃ গ

৯৯| ফোর্ট উইলয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়?
ক. ১৮০০ সালে
খ. ১৮০১ সালে
গ. ১৮০২ সালে
ঘ. ১৮০৪ সালে
উত্তরঃ খ

১০০| মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত গ্রন্থ সংখ্যা কয়টি?
ক. ৪ টি
খ. ৫ টি
গ. ৬ টি
ঘ. ৭ টি
উত্তরঃ খ

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১৮ "

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে