প্রস্তুতি যাচাই করার জন্য চেষ্টা করুন-০৬

প্রস্তুতি যাচাই করার জন্য চেষ্টা করুন-০৬


১। ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ কবে মারা যান?
(ক) ২৭ নভেম্বর ২০১৯
(খ) ২০ ডিসেম্বর ২০১৯
(গ) ২৩ ডিসেম্বর ২০১৯
(ঘ) ২৭ জুলাই ২০১৯

২। বাংলাদেশ কবে মহাকাশে নভোচারী পাঠানোর পরিকল্পনা করেছে?
(ক) ২০৩১ সালে
(খ) ২০২১ সালে
(গ) ২০২২ সালে
(ঘ) ২০৪১ সালে

৩। প্রথম গ্লোবাল রিফিউজি ফোরাম কোথায় অনুষ্ঠিত হয়?
(ক) জেনেভায়
(খ) নিউ ইয়র্কে
(গ) লন্ডনে
(ঘ) মস্কোতে

৪। ২৫তম জাতিসংঘ জলবায়ুবিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
(ক) নিউ ইয়র্ক
(খ) নয়াদিল্লি
(গ) লন্ডন
(ঘ) মাদ্রিদ

৫। ৩৫তম আসিয়ান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
(ক) ব্যাংকক
(খ) নিউ ইয়র্ক
(গ) লন্ডন
(ঘ) মস্কো

৬। তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প অভিশংসিত হয়েছেন—
(ক) সিনেট সদস্যদের ভোটে
(খ) জাতিসংঘের স্থায়ী সদস্যদের ভোটে
(গ) প্রতিনিধি পরিষদের ভোটে
(ঘ) ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের ভোটে

৭। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাজারে কত টাকার নোট আসবে?
(ক) ১০০ টাকার
(খ) ২০০ টাকার
(গ) ৩০০ টাকার
(ঘ) ৪০০ টাকার

৮। বিজ্ঞানীরা সম্প্রতি পৃথিবীর গভীরতম স্থানের সন্ধান পেয়েছে—
(ক) অ্যান্টার্কটিকার পূর্বাঞ্চলে ডেনমান গ্ল্যাসিয়ারের নিচে
(খ) আন্দামান নিকোবর দীপপুঞ্জে
(গ) চীনের হুয়াংঝু প্রদেশে
(ঘ) জার্মানির হাইডেলবার্গে

৯। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ইতালিয়ান ভাষায় অনুবাদ করেছেন—
(ক) বেঞ্জামিন ক্লার্ক
(খ) ড. সৌম
(গ) আন্না কোক্কিয়ারেল্লা
(ঘ) ড. ভি নমকিন

১০। মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মানবতাবিরোধী অপরাধের মামলা করেন গাম্বিয়ার আইনমন্ত্রী—
(ক) হুসাইন আজাদ
(খ) আবুবকর তামবাদু
(গ) আনিসুর সুমন
(ঘ) সরোজ মেহেদি

১১। বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ?
(ক) ৭.৫৪
(খ) ৮.১৫
(গ) ৯
(ঘ) ৫.৬৭

১২। বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান—
(ক) ১৩তম
(খ) ১৫তম
(গ) ৬৫তম
(ঘ) ২৯তম

১৩। সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান—
(ক) ১ম
(খ) ২য়
(গ) ৩য়
(ঘ) ৪র্থ

১৪। বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীর মধ্যে স্থান পেয়েছে কোন কিশোরী?
(ক) মালালা ইউসুফজাই
(খ) গ্রেটা থুনবার্গ
(গ) হেলিও ক্লিওপেট্রা
(ঘ) সেলেনা গোমেজ

১৫। ছাগল উৎপাদনে বাংলাদেশের অবস্থান—
(ক) ৪র্থ
(খ) ৫ম
(গ) ৭ম
(ঘ) ১ম

১৬। বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী কে?
(ক) সোনিয়া গান্ধী
(খ) গ্রেটা থুনবার্গ
(গ) অ্যাঙ্গেলা মার্কেল
(ঘ) রানি দ্বিতীয় এলিজাবেথ

১৭। সম্প্রতি ব্রিটেনের পার্লামেন্টারি নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কতজন বিজয়ী হয়েছেন?
(ক) ৬ জন
(খ) ২ জন
(গ) ৩ জন
(ঘ) ৪ জন

১৮। জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
(ক) ১৩২তম (খ) ১৩৫তম (গ) ১৩৭তম (ঘ) ১৪০তম

১৯। স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান—
(ক) ৩য়
(খ) ৫ম
(গ) ৮ম
(ঘ) ৯ম

২০। গ্লোবাল ই-কর্মাস সূচকে ১৫২টি দেশের মধ্যে বাংলাদেশ—
(ক) ৯৯তম
(খ) ১০৩তম
(গ) ১০৫তম
(ঘ) ১১২তম

২১। গ্লোবাল ই-কর্মাস সূচকে শীর্ষ দেশ কোনটি?
(ক) চীন
(খ) সু্ইজারল্যান্ড
(গ) আমেরিকা
(ঘ) জাপান

২২। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত ডলার?
(ক) ১৯০৯
(খ) ১৮১৮
(গ) ১৬২৬
(ঘ) ২০০০

২৩। কবে থেকে জাতীয় স্লোগান হিসেবে ‘জয় বাংলা’কে সর্বস্তরে ব্যবহারের জন্য মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট?
(ক) ২০ ডিসেম্বর
(খ) ১৬ ডিসেম্বর
(গ) ২৬ ডিসেম্বর
(ঘ) ১৭ মার্চ

২৪। ৩৪ বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন—
(ক) ইরাকের প্রেসিডেন্ট আবেদ আল বান্দু
(খ) ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সানা মেরিন
(গ) ঘানার প্রেসিডেন্ট সাইকি আল হামদ
(ঘ) জ্যামাইকার প্রেসিডেন্ট হাইতি আল আবাদু

২৫। চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশ—
(ক) ৪র্থ
(খ) ৫ম
(গ) ৮ম
(ঘ) ১০ম

২৬। বিশ্বে বাংলাদেশ মোট ইলিশের কত শতাংশ উৎপাদন করে?
(ক) ৫০ শতাংশ
(খ) ৮৬ শতাংশ
(গ) ৯০ শতাংশ
(ঘ) ৭০ শতাংশ

২৭। ফল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান—
(ক) ২য়
(খ) ৪র্থ
(গ) ৮ম
(ঘ) ১০ম

২৮। নেপালের কাঠমাণ্ডুতে ১৩তম এসএ গেমসে তায়কোয়ান্দোতে বাংলাদেশের পক্ষে প্রথম স্বর্ণপদক জিতেছেন—
(ক) দিপু চাকমা
(খ) জয়া চাকমা
(গ) মারজানা প্রিয়া
(ঘ) সানা মেরিন

২৯। ক্লাইমেট ভালনারেবল ফোরামের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন—
(ক) ডোনাল্ড ট্রাম্প
(খ) সানা মেরিন
(গ) শেখ হাসিনা
(ঘ) বরিস জনসন

৩০। ফিফার প্রথম বাংলাদেশি নারী রেফারি—
(ক) দিপু চাকমা
(খ) জয়া চাকমা
(গ) সালাহউদ্দীন
(ঘ) জাকারিয়া পিন্টু

৩১। ব্র্যাক কত সালে প্রতিষ্ঠা করা হয়?
(ক) ১৯৬৯ সালে
(খ) ১৯৯৯ সালে
(গ) ২০০৫ সালে
(ঘ) ১৯৭২ সালে

৩২। আলু উৎপাদনে বাংলাদেশ—
(ক) ২য়
(খ) ৮ম
(গ) ১০ম
(ঘ) ১৫তম

৩৩। BRAC-এর পূর্ণরূপ—
(ক) Bangladesh Real Advancement committee
(খ) Bangladesh Rural Advancement Committee
(গ) Bangladesh Rural Advancement Center
(ঘ) Bangladesh Rural Advertisement Company

৩৪। টাইম সাময়িকীর ‘পারসন অব দ্য ইয়ার’ (২০১৯) হয়েছেন—
(ক) গ্রেটা থুনবার্গ
(খ) শেখ হাসিনা
(গ) ফজলে হাসান আবেদ
(ঘ) রিসেপ তাইয়িপ এরদোয়ান

৩৫। ইংরেজি ভাষায় দক্ষতার তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?
(ক) ৪০তম
(খ) ৪৫তম
(গ) ৫০তম
(ঘ) ৭১তম

৩৬। বিশ্বের কত শতাংশ জায়গার ছবি বর্তমানে গুগল ও আর্থ ম্যাপে রয়েছে?
(ক) ১০০ শতাংশ
(খ) ৫০ শতাংশ
(গ) ৯০ শতাংশ
(ঘ) ৯৮ শতাংশ

৩৭। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কোন আন্তর্জাতিক সংস্থা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ পালন করবে?
(ক) ইউনেসকো
(খ) আঙ্কটাড
(গ) ওআইসি
(ঘ) আইএলও

৩৮। যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কে?
(ক) বরিস জনসন
(খ) জেরেমি করবিন
(গ) ডোনাল্ড ট্রাম্প
(ঘ) সানা মেরিন

৩৯। আফ্রিকার কৃষ্ণবর্ণের কোন নারী মিস ইউনিভার্স খেতাব অর্জন করেছেন?
(ক) নাদাক থট
(খ) ফাতিস্ক নানঝির
(গ) ঝোঝিবিনি তুনঝির
(ঘ) প্রিয়া মাধুরী

৪০। দেশে বাল্যবিয়ের হার কত শতাংশ?
(ক) ৫৩
(খ) ৪৩
(গ) ৬৫
(ঘ) ৩৫


উত্তরঃ: ১. খ ২. গ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. গ ৭. খ ৮. ক ৯. গ ১০. খ ১১. খ ১২. ঘ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. গ ১৭. ঘ ১৮. খ ১৯. ক ২০. খ ২১. খ ২২. ক ২৩. খ ২৪. খ ২৫. ক ২৬. খ ২৭. ঘ ২৮. ক ২৯. গ ৩০. খ ৩১. ঘ ৩২. খ ৩৩. খ ৩৪. ক ৩৫. ঘ ৩৬. ঘ ৩৭. ক ৩৮. ক ৩৯. গ ৪০. ক।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "প্রস্তুতি যাচাই করার জন্য চেষ্টা করুন-০৬"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে