সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর-০৬

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর-০৬


১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহীর দায়িত্ব কে পালন করেন?

উত্তর : মাননীয় প্রধানমন্ত্রী

২. বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়?

উত্তর : ২১ নভেম্বর

৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধ(মুক্তিযোদ্ধা) দিবস কবে পালিত হয়?

উত্তর : ১ ডিসেম্বর

৪. বাংলাদেশ কোন অলিম্পিক গেমস-এ প্রথম অংশগ্রহন করে?

উত্তর : লস এঞ্জেলস

৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কার্যকর বিভাগের সংখ্যা কতটি?

উত্তর : ১৯টি

৬. মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা উপাধিপ্রাপ্ত হন কতজন নারী?

উত্তর : ১৮৮টি

৭. ভুটান এর আইনসভার নাম কী?

উত্তর : পার্লামেন্ট

৮. রোবট সোফিয়ারন নির্মাতা প্রতিষ্ঠানের নাম কী?

উত্তর : হ্যানসন রোবটিক্স

৯. দেশের বৃহত্তম যুদ্ধ বিমান ঘাঁটির নাম কী?

উত্তর : বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু

১০. চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌ বাহিনীর সাবমেরিন দুটির নাম কি?

উত্তর : নবযাত্রা ও জয়যাত্রা

১১. দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটির নাম কি?

উত্তর : ভোলা নর্থ

১২. ঢাকা জেলা মুক্তিযুদ্ধের কততম সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?

উত্তর : ২নং সেক্টর

১৩. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজরিত বেকার হোস্টেলের কত নম্বর কক্ষকে জাদুঘরে রুপান্তর করা হয়?

উত্তর : ২৪ নম্বর

১৪. সেনাবাহিনীর কত জন সদস্য দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীর উত্তম’ পদক প্রাপ্ত হয়েছেন?

উত্তর : ৪৯ জন

১৫. কোন তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়?

উত্তর : ১০ জানুয়ারি

১৬. Fire and Fury বইটির রচয়িতা কে?

উত্তর : Michael Wolf

১৭. ডোকলাম উপত্যকা কোন কোন দেশের সাথে সংযুক্ত?

উত্তর : ভারত-ভুটান-চীন

১৮. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কে ছিলেন?

উত্তর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৯. কোন সন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে আসছে?

উত্তর : ১৯৮৮ সাল

২০. ‘The Modern state’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : R. M. Maclever

২১. রক্তের কোন গ্রূপ কে সার্বজনীন দাতা বলা হয়?

উত্তর : 0

২২. আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বৃহৎ রাষ্ট্র কোনটি?

উত্তর : রাশিয়া

২৩. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের রচয়িতা কে?

উত্তর : সৈয়দ শামসুল হক

২৪. ২০১৫ সালে ইরানের মোট কয়টি দেশের পারমানবিক চুক্তি সাক্ষরিত হয়?

উত্তর : ৬টি

২৫. ‘কান্তজীর মন্দির’ কোন জেলায় অবস্থিত?

উত্তর : দিনাজপুর

২৬. বাংলাদেশ স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি?

উত্তর : ইউনিয়ন পরিষদ

২৭. কোনটি বলের একক?

উত্তর : নিউটন

২৮. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?

উত্তর : এ্যান্টনিও গুন্টোরেস

২৯. বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত?

উত্তর : দিনাজপুর

৩০. কোন বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব আবিষ্কার করেন?

উত্তর : লুই পাস্তুর

৩১. মোবাইল ফোনের আবিষ্কারক কে?

উত্তর : মার্টিন কুপার

৩২. বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি?

উত্তর : হালদা নদী

৩৩. ভিওআইপি(VOIP) এর পূর্ণরূপ কী?

উত্তর : ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল

৩৪. বাংলাদেশে পন্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : যুক্তরাষ্ট্র

৩৫. কত তারিখে বঙ্গবিভাগ রদ ঘোষণা করা হয়?

উত্তর : ১১ ডিসেম্বর ১৯১১

৩৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : জনাব তাজউদ্দিন আহমেদ

৩৭. বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত?

উত্তর : পটুয়াখালী

৩৮. ‘আইফেল টাওয়ার’ কোন শহরে অবস্থিত?

উত্তর : প্যারিস

৩৯. বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত?

উত্তর : গাজীপুর

৪০. বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি?

উত্তর : বঙ্গভবন

৪১. রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর উৎপাদন ক্ষমতা কত?

উত্তর : 1200 MW

৪২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি?

উত্তর : ৪টি

৪৩. জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৪৫ সালে

৪৪. তামার সাথে কোন ধাতু সংকরায়নে ব্রোঞ্জ উৎপন্ন হয়?

উত্তর : টিন

৪৫. ‘উত্তরা গণভবন’ কোন জেলায় অবস্থিত?

উত্তর : নাটোর

৪৬. কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?

উত্তর : MS POWERPOINT

৪৭. কোন দেশকে ‘নিশীথ সূর্যের দেশ’ বলা হয়?

উত্তর : নরওয়ে

৪৮. ‘সেভেন সিস্টার্স’ কোন দেশে অবস্থিত?

উত্তর : ভারত

৪৯. কোনটি বাংলাদেশের একটি রামসার সাইট?

উত্তর : টাঙ্গুয়ার হাওর

৫০. স্বাধীনতা যুদ্ধের অবদানের জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছে?

উত্তর : ২ জন

৫১. পৃথিবীর একমাত্র উপগ্রহ কি?

উত্তর : চন্দ্র

৫২. ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর :মযহারুল ইসলাম

৫৩. UNESCO এর সদর দপ্তর কোথায়?

উত্তর :প্যারিস

৫৪. বঙ্গবন্ধু কখন পাকিস্তানী কারাগার থেকে প্রথম স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন?

উত্তর :১০ জানুয়ারি ১৯৭২

৫৫. সিডর (SIDR) শব্দের অর্থ কি?

উত্তর :চোখ

৫৬. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?

উত্তর : কাজী নজরুল ইসলাম

৫৭. বাংলা বিরাম চিহ্নের স্রষ্টা কে?

উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৫৮. ‘অপরাজয় বাংলা’ কি?

উত্তর : মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ভাস্কর্য

৫৯. মনপুরা- ৭০ কি?

উত্তর : একটি চিত্রশিল্প

৬০. নাসিরাবাদ কোন জেলার পূর্ব নাম?

উত্তর : ময়মনসিংহ

৬১. বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি?

উত্তর : নারায়ণগঞ্জ

৬২. ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচনা?

উত্তর :শেখ মুজিবুর রহমান

৬৩. মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?

উত্তর : বগুড়া

৬৪. কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ আছে?

উত্তর :৩টি

৬৫. ‘মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি’ কে লিখেছেন?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর

৬৬. ‘একখানি ছোট ক্ষেত আমি একলা’- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার রচনা?

উত্তর :সোনারতরী

৬৭. বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি?

উত্তর : ১৯৭৩-১৯৭৮

৬৮. বিশ্বের প্রথম মহিলা প্রধান মন্ত্রী কে?

উত্তর : শ্রীমাভো বন্দরনায়েক

৬৯. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?

উত্তর : মেহেরপুর

৭০. বয়লার অথবা কেটলির তলায় কিসের স্তর পড়ে?

উত্তর : ক্যালসিয়াম কার্বনেট

৭১. নিচের কোনটি পানি দূষণের প্রাকৃতিক কারণ?

উত্তর : ভূগর্ভস্থ আর্সেনিক

৭২. ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা’- কে লিখেছেন?

উত্তর : গোবিন্দ হালদার

৭৩. প্রথম বাংলাদেশী এভারেস্ট জয়ী কে?

উত্তর : মুসা ইব্রাহিম

৭৪. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত?

উত্তর : ১৫

৭৫. নিউমোনিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?

উত্তর : ফুসফুস

৭৬. ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটির রচয়িতা কে?

উত্তর : মাহবুব-উল-আলম

৭৭. ’৫২ এর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে ছিলেন?

উত্তর : ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন

৭৮. বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল?

উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৭৯. ‘ফোর্ট উইলিয়াম কলেজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৮০০সালে

৮০. গর্ভাবস্থায় কোন ঔষধটি অত্যাবশ্যকীয়?

উত্তর : Folice acid

৮১. মস্তিস্ক (Brain) শরীরের আঘাত থেকে রক্ষার করার জন্য যে হাড় আবরণ তৈরি করে তার নাম কী?

উত্তর : Cranium

৮২. যে হরমোনের ঘাটতির জন্য ডায়াবেটিস হয় তা হলো?

উত্তর : Insulin

৮৩. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কবে?

উত্তর : ১৯১৩ সালে

৮৪. চিকনগুনিয়া রোগটি কিসের মাধ্যমে ছড়ায়?

উত্তর : এডিস মশা

৮৫. বাংলাদেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর : ভেড়ামারায়

৮৬. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর : জেনেভা

৮৭. সংসদীয় গণতন্ত্র শাসন বিভাগের সকল ক্ষমতা কার কাছে ন্যস্ত থাকে?

উত্তর : প্রধানমন্ত্রীর কাছে

৮৮. জেল হত্যা দিবস কবে?

উত্তর : ৩রা নভেম্বর

৮৯. মুক্তিযুদ্ধে বাংলাদেশে কয়টি সামরিক সেক্টর ছিল?

উত্তর : ১১টি

৯০. মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোথায়?

উত্তর : যশোর

৯১. বাংলাদেশের ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক কে ছিলেন?

উত্তর : নাইমুর রহমান দুর্জয়

৯২. বাংলাদেশ সংসদ ভবনের স্থপতি কে?

উত্তর : লুই আই কান

৯৩. ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম কি?



উত্তর : বাকিংহাম প্যালেস

৯৪.হালদা ভ্যালি কোথায় অবস্থিত?

উত্তর : খাগড়াছড়ি

৯৫. অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন কে?

উত্তর : ব্রেইল

৯৬. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন?

উত্তর : নিউজিল্যান্ড

৯৭.হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়?

উত্তর : কুয়েনলুন পর্বত

৯৮. গ্রিন হাউজ ইফেক্টের কারনে বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?

উত্তর : নিম্নভূমি নিমজ্জিত হবে

৯৯. ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়?

উত্তর : সেন্ট হেলেনা দ্বীপে

১০০. ‘উইঘর’ কি?

উত্তর : চীনের একটি সম্প্রদয়ের নাম

১০১. ‘আলোকিত মানুষ চাই’ -এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান?

উত্তর : বিশ্ব সাহিত্য কেন্দ্র

১০২. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

উত্তর : ক্যালসিয়াম কার্বনেট

১০৩. বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়? উত্তর :এক কিলোওয়াট-ঘন্টা ১০৪. ফল পাকানোর জন্য দায়ী কী? উত্তর : ইলিথিন

১০৫. গোল্ডেন মিন (Golden Mean) হলো—

উত্তর : দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা

১০৬. বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ক’টি খাতে ভাগ করা হয়?

উত্তর : ১৫ টি

১০৭. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?

উত্তর :বায়ুমন্ডলীয় প্রতিসরণে

১০৮. হারারে’র পূর্ব নাম কি?

উত্তর: সলসব্যারী

১০৯. পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি?

উত্তর : চীন

১১০. ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে নারী -পুরুষের অনুপাত কত ছিল?

উত্তর : ১০০ :১০০.৩

১১১. সার্ক দুযোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর: নতুন দিল্লি

১১২. ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

উত্তর: চাঁদপুরে

১১৩. বাংলাদেশে ২৭তম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত?

উত্তর : ভোলায়

১১৪. ১৯৫৪ সালের সাধারন নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারে কয়টি দফা ছিল?

উত্তর : ২১ দফা

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর-০৬ "

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে