প্রস্তুতি যাচাই করার জন্য চেষ্টা করুন-০৫
ক. শওকত আলী
খ. শওকত ওসমান
গ. রশীদ করিম
ঘ. রাজিয়া রহমান
উত্তরঃ খ
০২| শওকত ওসমানের রচনা কোনটি?
ক. উত্তম পুরুষ
খ. জননী
গ. শেষ রজনীর চাঁদ
ঘ. চৌচির
উত্তরঃ খ
০৩| শওকত ওসমান কোন উপন্যাসের অন্য আদমজী পুরস্কার লাভ করেন?
ক. বদী আদম
খ. জননী
গ. চৌরসন্ধি
ঘ. ক্রীতদাসের হাসি
উত্তরঃ ঘ
০৪| ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি?
ক. সাত সাগরের মাঝি
খ. পাখির বাসা
গ. নৌফেল ও হাতেম
ঘ. হাতেম তাই
উত্তরঃ ক
০৫| 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. বেগম সুফিয়া কামাল
খ. শেখ ফজলুল করিম
গ. ফররুখ আহমদ
ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তরঃ গ
০৬| ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
ক. নূরনামা- আবুদল হাকিম
খ. সাত সাগরের মাঝি- ফররুখ আহমেদ
গ. দিলরুবা- আবুল কাদির
ঘ. জিঞ্জীর-কাজী নজরুল ইসলাম
উত্তরঃ খ
০৭| ‘কারবালার প্রান্তরে’ গ্রন্থের রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. ফররুখ আহমদ
গ. মীর মশাররফ হোসেন
ঘ. আহসান হাবীব
উত্তরঃ খ
০৮| ‘সাতসাগরের মাঝি’ কার লেখা প্রথম কাব্যগ্রন্থ?
ক. সৈয়দ আলী আহসান
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জসীম উদ্দীন
ঘ. কাজী নজরুল ইসলাম
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ
০৯| ‘সাত সাগরের মাঝি’ কাব্য গন্থটির কবি কে?
ক. ফররুখ আহমেদ
খ. আহসান হাবিব
গ. শামসুর রহমান
ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তরঃ ক
১০| ‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম-
ক. তালিম হোসেন
খ. ফররুখ আহমদ
গ. গোলাম মোস্তফা
ঘ. আবুল হোসেন
উত্তরঃ খ
১১| সৈয়দ আলী আহসানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ?
ক. ইডিপাস
খ. একক সন্ধ্যায় বসন্ত
গ. পাখীর বাসা
ঘ. বলাকা
উত্তরঃ খ
১২| ‘চাহার দরবেশ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. সৈয়দ আলী আহসান
খ. শামসুর রহমান
গ. আহসান হাবীব
ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ ক
১৩| ‘আমার পূর্ব বাংলা’ কবিতার রচয়িতা কে?(যুব উন্নয়ন-১৯)
ক. জসিমউদ্দীন
খ. তালিম হোসেন
গ. জীবনানন্দ দাশ
ঘ. সৈয়দ আলী আহসান
উত্তরঃ ঘ
১৪| গ্রীক ট্রাজেডি ‘ইডিপাস’বাংলায় অনুবাদ করেন কে?
ক. মুনীর চৌধুরী
খ. আব্দুল হাফিজ
গ. কবীর চৌধুরী
ঘ. সৈয়দ আলী আহসান
উত্তরঃ ঘ
১৫| 'একক সন্ধ্যায় বসন্ত' গ্রন্থটির রচয়িতা--
ক. সৈয়দ শামসুল হক
খ. আবদুল মান্নান সৈয়দ
গ. সৈয়দ আলী আহসান
ঘ. সেলিম আল দীন
উত্তরঃ গ
১৬| ‘কাঁদো নদী কাঁদো’ এর রচয়িতা কে?
ক. মুনীর চৌধুরী
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ঘ
১৭| ‘লাল সালু’ উপন্যাসটি কে রচনা করেছেন?
ক. আবুল মনসুর আহমদ
খ. আবুল ফজল
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ঘ
১৮| সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক কোনটি?
ক. বহিপীর
খ. তরঙ্গভঙ্গ
গ. সুড়ঙ্গ
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ
১৯| ‘চাঁদের অমাবস্যা’ কি জাতীয় গ্রন্থ?
ক. বিজ্ঞান বিষয়ক
খ. কাব্য
গ. উপন্যাস
ঘ. নাটক
উত্তরঃ গ
২০| সৈয়দ ওয়ালীউল্লাহর নাটক কোনটি?
ক. নেমেসিস
খ. রূপান্তর
গ. সেনাপতি
ঘ. সুড়ঙ্গ
উত্তরঃ ঘ
২১| সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক কোনটি?
ক. বহিপীর
খ. কেরামত মাওলা
গ. নয়া খান্দান
ঘ. কিত্তন খোলা
উত্তরঃ ক
২২| নিম্নের কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ এর রচিত গ্রন্থ নয়?
ক. চাঁদের অমাবস্যা
খ. কাঁদো নদী কাঁদো
গ. চক্রবাক
ঘ. লালসালু
উত্তরঃ গ
২৩| সৈয়দ ওয়ালী উল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ কোন শ্রেণীর উপন্যাস?
ক. সামাজিক
খ. আত্মজৈবনিক
গ. মনোসমীক্ষণমূলক
ঘ. রূপক
উত্তরঃ গ
২৪| ‘দুই তীর ও অন্যান্য গল্প’ গল্পগ্রন্থটির রচয়িতা কে?
ক. আব্দুল মান্নান সৈয়দ
খ. সৈয়দ আলী আহসান
গ. মোজাম্মেল হক
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ঘ
২৫| ‘লালসালু’ উপন্যাসের উপজীব্য কি?
ক. গ্রাম বাংলার সমাজের অশিক্ষা-কুশিক্ষা
খ. চাষী জীবনের করুণ চিত্র
গ. হাওড় অঞ্চলের মানুষের দুঃখের জীবন
ঘ. কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
উত্তরঃ ক
২৬| লালসালু উপন্যাসের রচনাকাল কোনটি?
ক. ১৯৪৩
খ. ১৯৪৮
গ. ১৯৫১
ঘ. ১৯৭০
উত্তরঃ খ
২৭| ‘চাঁদের অমাবস্যা’ গ্রন্থটির লেখক কে?
ক. সৈয়দ মুজতবা আলী
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. শওকত ওসমান
ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ খ
২৮| কোনটি ঠিক?
ক. মহাশ্মশান (নাটক)
খ. কাঁদো নদী কাঁদো (কাব্য)
গ. বহিপীর (নাটক)
ঘ. সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
উত্তরঃ গ
২৯| ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসটির রচয়িতা-
ক. আবুল মনসুর আহমদ
খ. আবু জাফর শামসুদ্দীন
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ. শওকত ওসমান
উত্তরঃ গ
৩০| ‘বহিপীর(১৯৬০)’কে রচনা করেন?
ক. নজিবুর রহমান
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. গোলাম মোস্তফা
ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ খ
৩১| ‘লালসালু’ উপন্যাসের উপজীব্য হলো-
ক. চাষী জীবনের করুণ চিত্র
খ. নারীর বন্দীদশার করুণ চিত্র
গ. ধর্মীয় ভণ্ডামির নিখুঁত চিত্র
ঘ. ধর্মীয় মূল্যবোধ বিস্তারের চিত্র
উত্তরঃ গ
৩২| কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয়?
ক. লালসালু
খ. অনেক সূর্যের আশা
গ. কাঁদো নদী কাঁদো
ঘ. চাঁদের অমাবস্যা
উত্তরঃ খ
৩৩| 'লালসালু' উপন্যাসটি কে রচনা করেছেন?
ক. আবুল মনসুর আহমদ
খ. আবুল ফজল
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ঘ
৩৪| লালসালু উপন্যাসটির লেখক কে?
ক. মুনির চৌধুরী
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. শওকত আলী
উত্তরঃ খ
৩৫| নিচের কোন গ্রন্থটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা?
ক. নয়নচারা
খ. আয়না
গ. চাচা কাহিনী
ঘ. অতসী মামী
উত্তরঃ ক
৩৬| 'চাঁদের আমবস্যা', 'কাঁদো নদী কাঁদো' কার রচনা?
ক. দিলার হাশেম
খ. সরদার জয়েনউদ্দিন
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ. আনোয়ার পাশা
উত্তরঃ গ
৩৭| ‘কাঁদো নদী কাঁদো’ নিম্নের কোনটি?
ক. উপন্যাস
খ. গল্পগ্রন্থ
গ. নাটক
ঘ. কোনটিই না
উত্তরঃ ক
৩৮| সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস কোনটি?
ক. নয়নচারা
খ. উজানে মৃত্যু
গ. কাঁদো নদী কাঁদো
ঘ. সুড়ঙ্গ
উত্তরঃ গ
৩৯| ফরাসী ও ইংরেজি ভাষায় অনূদিত সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাসের নাম-
ক. নয়নচোরা
খ. চাঁদের অমাবস্যা
গ. লাল-সালু
ঘ. দূই তীর
উত্তরঃ গ
৪০| মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
ক. পলাশী ব্যারাক
খ. ফিট কলাম
গ. রূপার কৌটা
ঘ. রক্তাক্ত প্রান্তর
উত্তরঃ গ
৪১| ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটি কোন পটভূমিতে লিখিত?
ক. পানি পথের ৩য় যুদ্ধ
খ. পাক-ভারত যুদ্ধ
গ. খন্দকের যুদ্ধ
ঘ. ইরান-ইরাকের যুদ্ধ
উত্তরঃ ক
৪২| ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত ‘কবর’ নাটকের রচয়িতা কে?
ক. জসীম উদ্দিন
খ. নজরুল ইসলাম
গ. মুনীর চৌধুরী
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
উত্তরঃ গ
৪৩| কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয়?
ক. বাংলা টেলিভিশনে
খ. কেন্দ্রীয় শহীদ মিনারে
গ. ঢাকা কেন্দ্রীয় কারাগারে
ঘ. রমনা বটমূলে
উত্তরঃ গ
৪৪| নিচের কোন নাটকটি মঞ্চায়ন করা হয় একটি কারাগারে?
ক. কারাগার
খ. কবর
গ. নীলদর্পণ
ঘ. সিরাজউদ্দৌলা
উত্তরঃ খ
৪৫| মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের পটভূমি হলো-
ক. পানিপথের তৃতীয় যুদ্ধ
খ. ১৯৭১-এর মুক্তিযুদ্ধ
গ. ১৯৫২ এর ভাষা আন্দোলন
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ গ
৪৬| মুনীর চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকাকালীন কোন বিখ্যাত নাটকটি লিখেছিলেন?
ক. শঙ্খনীল কারাগার
খ. কবর
গ. নরুলদীনের সারা জীবন
ঘ. সেনাপতি
উত্তরঃ খ
৪৭| মুনীর চৌধুরী রচিত নাটকের নাম নাম-
ক. সুবচন নির্বাসনে
খ. রক্তাক্ত প্রান্তর
গ. এখন দুঃসময়
ঘ. সমতট
উত্তরঃ খ
৪৮| মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি--
ক. কবর
খ. চিঠি
গ. রক্তাক্ত প্রান্তর
ঘ. মুখরা রমণী বশীকরণ
উত্তরঃ ঘ
৪৯| কোনটি ঐতিহাসিক নাটক?
ক. শর্মিষ্ঠা
খ. রাজসিংহ
গ. পলাশীর যুদ্ধ
ঘ. রক্তাক্ত প্রান্তর
উত্তরঃ ঘ
৫০| কোন সাহিত্যিক ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী?
ক. জহির রায়হান
খ. নিজাম উদ্দিন
গ. অধ্যাপক গিয়াস উদ্দীন
ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ ঘ
৫১| বাংলায় টাইপ রাইটার নির্মাণ করেন-
ক. মুহম্মদ আব্দুল হাই
খ. হুমায়ুন আজাদ
গ. মোস্তফা জব্বার
ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ ঘ
৫২| 'রানার' কবিতাটির রচয়িতা কে?
ক. বুদ্ধদেব বসু
খ. সমর সেন
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. জীবনানন্দ
উত্তরঃ গ
৫৩| কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত?
ক. হরতাল
খ. পালাবদল
গ. উত্তীর্ণ পঞ্চাশে
ঘ. অন্বিষ্ট সম্পর্ক
উত্তরঃ ক
৫৪| ‘আঠারো বছর বয়স’ কবিতাটি নিম্নের কোন ছন্দে রচিত?
ক. মাত্রাবৃত্ত
খ. অক্ষরবৃত্ত
গ. মিশ্র কলাবৃত্ত
ঘ. কোনটিই না
উত্তরঃ ক
৫৫| কবি সুকান্ত কোন সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯২৩
খ. ১৯৩২
গ. ১৯৪৭
ঘ. ১৯৫৪
উত্তরঃ গ
৫৬| সুকান্ত ভট্টাচার্যের কবিতার প্রধান বিষয় কি?
ক. মানবপ্রেম
খ. দেশপ্রেম
গ. অন্যায়ের প্রতিবাদ
ঘ. অনাচার ও বৈষম্যের প্রতিবাদ
উত্তরঃ ঘ
৫৭| ১৯৪৭ সালে মাত্র ২১ বছর বয়সে কোন কবি মারা যান?
ক. জীবনানন্দ দাশ
খ. বিষ্ণু দে
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. সুকান্ত চট্টোপাধ্যায়
উত্তরঃ গ
৫৮| ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কার লেখা?
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. জীবনানন্দ দাশ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ক
৫৯| কোন কবি যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মারা যায়?
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. জীবনানন্দ দাশ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ক
৬০| ‘কাঞ্চনমালা’ গ্রন্থটি কার রচনা?
ক. সরদার জয়েন উদ্দিন
খ. আবুল ফজল
গ. শামসুদ্দিন আবুল কালাম
ঘ. আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ গ
৬১| ‘কাশবনের কন্যা’ গ্রন্থটির লেখক কে?
ক. আবুল কালাম শামসুদ্দীন
খ. শামসুদ্দিন আবুল কালাম
গ. আবুল ফজল
ঘ. জসীম উদ্দীন
উত্তরঃ খ
৬২| ‘কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?
ক. নাটক
খ. উপন্যাস
গ. কাব্য
ঘ. ছোটগল্প
উত্তরঃ খ
৬৩| বাংলা উপন্যাস সাহিত্যে অবদানের জন্য আবু ইসহাক কবে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন?
ক. ১৮৬০ সালে
খ. ১৮৮০ সালে
গ. ১৯৬০ সালে
ঘ. ১৯৭০ সালে
উত্তরঃ গ
৬৪| ‘জোঁক' গল্পের রচয়িতা-
ক. শাহেদ আলী
খ. শওকত ওসমান
গ. আল মাহমুদ
ঘ. আবু ইসহাক
উত্তরঃ ঘ
৬৫| ‘সূর্য দীঘল বাড়ি’ কোন প্রকারের গ্রন্থ?
ক. রম্য নাটক
খ. সামাজিক উপন্যাস
গ. লোক সাহিত্য
ঘ. জীবন কাহিনী
উত্তরঃ খ
৬৬| ‘সূর্য দীঘল বাড়ি’ উপন্যাসটি লিখেছেন-
ক. আনিস চৌধুরী
খ. আবু ইসহাক
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. মীর মশাররফ হোসেন
উত্তরঃ খ
৬৭| আবু ইসহাক রচিত 'সূর্যদীঘল বাড়ি' একটি-
ক. উপন্যাস
খ. কাব্য
গ. গল্পগ্রন্থ
ঘ. স্মৃতিচারণমূলক
উত্তরঃ ক
৬৮| 'সারেং বউ' কে লিখেছেন ?
ক. মুনীর চৌধুরী
খ. শহীদুল্লাহ কায়সার
গ. জহির রায়হান
ঘ. শওকত ওসমান
উত্তরঃ খ
৬৯| ‘সংশপ্তক' কার রচনা?
ক. মুনীর চৌধুরী
খ. শহীদুল্লাহ কায়সার
গ. জহির রায়হান
ঘ. শওকত ওসমান
উত্তরঃ খ
৭০| শহীদুল্লা কায়সার রচিত
'সারেং বৌ' গ্রন্থটির মূল উপজীব্য বিষয় কি?
ক. অফিস জীবন
খ. সমুদ্র উপকূলের নাবিকদের জীবন কাহিনী
গ. নৌকা ভ্রমণ
ঘ. দরিদ্র গ্রামীণ জীবন
উত্তরঃ ঘ
৭১| ‘সংশপ্তক’, ‘সারেং বউ’ কোন জাতীয় গ্রন্থ?
ক. নাটক
খ. উপন্যাস
গ. রম্য রচনা
ঘ. প্রবন্ধ
উত্তরঃ খ
৭২| শহীদ বুদ্ধিজীবী সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার পেশায় কি ছিলেন?
ক. সাংবাদিক
খ. আমলা
গ. রাজনীতিবিদ
ঘ. প্রকৌশলী
উত্তরঃ ক
৭৩| শহীদুল্লাহ কায়সার রচিত 'রাজবন্দির রোজনামচা' কি জাতীয় গ্রন্থ?
ক. উপন্যাস
খ. ভ্রমন কাহিনী
গ. স্মৃতিকথা
ঘ. নাটক
উত্তরঃ গ
৭৪| ‘নরকের লাল গোলাপ’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. কল্যাণ মিত্র
খ. কবীর চৌধুরী
গ. সেলিম আল দীন
ঘ. আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ ঘ
৭৫| ‘ক্ষুধা ও আশা’ উপন্যাসের রচয়িতা হলেন-
ক. আবদুল গাফফার চৌধুরী
খ. শওকত ওসমান
গ. আলাউদ্দিন আল আজাদ
ঘ. আব্দুল মান্নান সৈয়দ
উত্তরঃ গ
৭৬| ড. আলাউদ্দীন আল আজাদ রচিত কোন উপন্যাসটি উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত?
ক. ক্ষুধা ও আশা
খ. কর্ণফুলি
গ. তেইশ নম্বর তৈলচিত্র
ঘ. শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন
উত্তরঃ খ
৭৭| ‘তেইশ নম্বর তৈলচিত্র’ এর রচয়িতা কে?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. হুমায়ন আহম্মেদ
ঘ. আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ ঘ
৭৮| ‘তেইশ নম্বর তৈলচিত্র’ কোন ধরনের রচনা?
ক. কাব্য
খ. উপন্যাস
গ. ছোটগল্প
ঘ. নাটক
উত্তরঃ খ
৭৯| শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা ‘স্মৃতিস্তম্ভ’ কার লেখা?
ক. আলাউদ্দিন আল আজাদ
খ. আসাদ চৌধুরী
গ. মাহ্বুবুল আলম
ঘ. অসমি সাহা
উত্তরঃ ক
৮০| বাংলা সিনেমা ‘বসুন্ধরা’ নির্মিত হয়েছিল আলাউদ্দিন আল আজাদের কোন উপন্যাস অবলম্বনে?
ক. বসন্তের প্রথম দিন
খ. কর্ণফুলি
গ. ক্ষুধা ও আশা
ঘ. তেইশ নম্বর তৈলচিত্র
উত্তরঃ ঘ
৮১| ‘ধান-কন্যা’র লেখক কে?
ক. জহির রায়হান
খ. আলাউদ্দিন আল-আজাদ
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. মুহম্মদ মনসুর উদ্দিন
উত্তরঃ খ
৮২| ‘স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো’- কবিতাংশটি কার রচনা?
ক. আলাউদ্দিন আল আজাদ
খ. শহীদ কাদরী
গ. সৈয়দ শামসুল হক
ঘ. আবু রুশদ
উত্তরঃ ক
৮৩| জহির রায়হানের রচনা কোনটি?
ক. তেইশ নম্বর তৈলচিত্র
খ. কর্ণফুলি
গ. বরফ গলা নদী
ঘ. কন্যা কুমারী
উত্তরঃ গ
৮৪| মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্য চলচ্চিত্র 'Stop Genocide' এর পরিচালক কে?
ক. আলমগীর কবির
খ. বাবুল চৌধুরী
গ. গীতা মেতো
ঘ. জহির রায়হান
উত্তরঃ ঘ
৮৫| সূর্যগ্রহণ গল্পটি কে রচনা করেছেন?
ক. শাহরিয়ার কবির
খ. নূরুল মেমেন
গ. শওকত ওসমান
ঘ. জহির রায়হান
উত্তরঃ ঘ
৮৬| ‘হাজার বছর ধরে’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. জহির রায়হান
গ. জসীম উদ্দীন
ঘ. সেলিম আল-দীন
উত্তরঃ খ
৮৭| কোনটি জহির রায়হানের রচনা?
ক. বরফ গলা নদী
খ. ক্রীতদাসের হাসি
গ. খোয়াবনামা
ঘ. সারেং বৌ
উত্তরঃ ক
৮৮| জহির রায়হান রচিত গ্রন্থ নয় কোনটি?
ক. Stop Genocide
খ. শেষ বিকেলের মেয়ে
গ. কয়েকটি মৃত্যু
ঘ. জীবন থেকে নেয়া
উত্তরঃ গ
৮৯| জহির রায়হানের ছোটগল্প কোনটি?
ক. পানকৌড়ির রক্ত
খ. লেলিহান সূর্য
গ. নামহীন গোত্রহীন
ঘ. সূর্যগ্রহণ
উত্তরঃ ঘ
৯০| ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
ক. আরেক ফাল্গুন
খ. জীবন ঘষে আগুন
গ. নন্দিত নরকে
ঘ. পিঙ্গল আকাশ
উত্তরঃ ক
৯১| ‘আরেক ফাল্গুন’- এর লেখক কে?
ক. জহির রায়হান
খ. জসীম উদ্দিন
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ ক
৯২| ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটির পরিচালক ছিলেন-?
ক. চাষী নজরুল ইসলাম
খ. খান আতাউর রহমান
গ. জহির রায়হান
ঘ. সুভাষ দত্ত
উত্তরঃ গ
৯৩| ‘হাজার বছর ধরে’ রচনাটি কার?
ক. মুনীর চৌধুরী
খ. জহির রায়হান
গ. মোতাহর হোসেন চৌধুরী
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ খ
৯৪| "Let there be light"কার প্রামাণ্য চিত্র?
ক. তারেক মাসুদ
খ. জহির রায়হান
গ. সুভাষ দত্ত
ঘ. আলমগীর কবির
উত্তরঃ খ
৯৫| জহির রায়হানের কোন উপন্যাসে পল্লী বাংলার বাস্তব জীবন চিত্র ফুটে উঠেছে?
ক. আরেক ফাল্গুন
খ. বরফগলা নদী
গ. শেষ বিকেলের মেয়ে
ঘ. হাজার বছর ধরে
উত্তরঃ ঘ
৯৬| প্রয়াত জহির রায়হানের কোন উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র জাতীয় পুরস্কার পায়?
ক. শেষ বিকেলের মেয়ে
খ. আরেফ ফাল্গুন
গ. হাজারো বছর ধরে
ঘ. জয়যাত্রা
উত্তরঃ গ
৯৭| নিচের গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়?
ক. কথা ও কাহিনী
খ. রাত্রি শেষ
গ. হাজার বছর ধরে
ঘ. চোখের ছাতক
উত্তরঃ গ
৯৮| বাংলাদেশে শ্রেষ্ঠ চলচ্চিত্রকার কে?
ক. আশকার ইবনে শাইখ
খ. সত্য সাহা
গ. জহির রায়হান
ঘ. আলী ইমাম
উত্তরঃ গ
৯৯| নিচের কোনটি জহির রায়হান রচিত উপন্যাস নয়?
ক. কয়েকটি মৃত্যু
খ. শেষ বিকেলের মেয়ে
গ. তৃষ্ণা
ঘ. নিষ্কৃতি
উত্তরঃ ঘ
১০০| নিচের কোনটি জহির রায়হানের রচনা?
ক. সংশপ্তক
খ. বিধ্বস্ত নীলিমা
গ. খোয়াবনামা
ঘ. আরেক ফাল্গুন
উত্তরঃ ঘ
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "প্রস্তুতি যাচাই করার জন্য চেষ্টা করুন-০৫"
Post a Comment