প্রস্তুতি যাচাই করার জন্য চেষ্টা করুন-০৫

প্রস্তুতি যাচাই করার জন্য চেষ্টা করুন-০৫


০১| ‘নেকড়ে অরণ্য’ উপন্যাসে রচয়িতা কে?
ক. শওকত আলী
খ. শওকত ওসমান
গ. রশীদ করিম
ঘ. রাজিয়া রহমান
উত্তরঃ খ

০২| শওকত ওসমানের রচনা কোনটি?
ক. উত্তম পুরুষ
খ. জননী
গ. শেষ রজনীর চাঁদ
ঘ. চৌচির
উত্তরঃ খ

০৩| শওকত ওসমান কোন উপন্যাসের অন্য আদমজী পুরস্কার লাভ করেন?
ক. বদী আদম
খ. জননী
গ. চৌরসন্ধি
ঘ. ক্রীতদাসের হাসি
উত্তরঃ ঘ

০৪| ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি?
ক. সাত সাগরের মাঝি
খ. পাখির বাসা
গ. নৌফেল ও হাতেম
ঘ. হাতেম তাই
উত্তরঃ ক

০৫| 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. বেগম সুফিয়া কামাল
খ. শেখ ফজলুল করিম
গ. ফররুখ আহমদ
ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তরঃ গ

০৬| ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
ক. নূরনামা- আবুদল হাকিম
খ. সাত সাগরের মাঝি- ফররুখ আহমেদ
গ. দিলরুবা- আবুল কাদির
ঘ. জিঞ্জীর-কাজী নজরুল ইসলাম
উত্তরঃ খ

০৭| ‘কারবালার প্রান্তরে’ গ্রন্থের রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. ফররুখ আহমদ
গ. মীর মশাররফ হোসেন
ঘ. আহসান হাবীব
উত্তরঃ খ

০৮| ‘সাতসাগরের মাঝি’ কার লেখা প্রথম কাব্যগ্রন্থ?
ক. সৈয়দ আলী আহসান
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জসীম উদ্দীন
ঘ. কাজী নজরুল ইসলাম
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ

০৯| ‘সাত সাগরের মাঝি’ কাব্য গন্থটির কবি কে?
ক. ফররুখ আহমেদ
খ. আহসান হাবিব
গ. শামসুর রহমান
ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তরঃ ক

১০| ‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম-
ক. তালিম হোসেন
খ. ফররুখ আহমদ
গ. গোলাম মোস্তফা
ঘ. আবুল হোসেন
উত্তরঃ খ

১১| সৈয়দ আলী আহসানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ?
ক. ইডিপাস
খ. একক সন্ধ্যায় বসন্ত
গ. পাখীর বাসা
ঘ. বলাকা
উত্তরঃ খ

১২| ‘চাহার দরবেশ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. সৈয়দ আলী আহসান
খ. শামসুর রহমান
গ. আহসান হাবীব
ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ ক

১৩| ‘আমার পূর্ব বাংলা’ কবিতার রচয়িতা কে?(যুব উন্নয়ন-১৯)
ক. জসিমউদ্দীন
খ. তালিম হোসেন
গ. জীবনানন্দ দাশ
ঘ. সৈয়দ আলী আহসান
উত্তরঃ ঘ

১৪| গ্রীক ট্রাজেডি ‘ইডিপাস’বাংলায় অনুবাদ করেন কে?
ক. মুনীর চৌধুরী
খ. আব্দুল হাফিজ
গ. কবীর চৌধুরী
ঘ. সৈয়দ আলী আহসান
উত্তরঃ ঘ

১৫| 'একক সন্ধ্যায় বসন্ত' গ্রন্থটির রচয়িতা--
ক. সৈয়দ শামসুল হক
খ. আবদুল মান্নান সৈয়দ
গ. সৈয়দ আলী আহসান
ঘ. সেলিম আল দীন
উত্তরঃ গ

১৬| ‘কাঁদো নদী কাঁদো’ এর রচয়িতা কে?
ক. মুনীর চৌধুরী
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ঘ

১৭| ‘লাল সালু’ উপন্যাসটি কে রচনা করেছেন?
ক. আবুল মনসুর আহমদ
খ. আবুল ফজল
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ঘ

১৮| সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক কোনটি?
ক. বহিপীর
খ. তরঙ্গভঙ্গ
গ. সুড়ঙ্গ
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ

১৯| ‘চাঁদের অমাবস্যা’ কি জাতীয় গ্রন্থ?
ক. বিজ্ঞান বিষয়ক
খ. কাব্য
গ. উপন্যাস
ঘ. নাটক
উত্তরঃ গ

২০| সৈয়দ ওয়ালীউল্লাহর নাটক কোনটি?
ক. নেমেসিস
খ. রূপান্তর
গ. সেনাপতি
ঘ. সুড়ঙ্গ
উত্তরঃ ঘ

২১| সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক কোনটি?
ক. বহিপীর
খ. কেরামত মাওলা
গ. নয়া খান্দান
ঘ. কিত্তন খোলা
উত্তরঃ ক

২২| নিম্নের কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ এর রচিত গ্রন্থ নয়?
ক. চাঁদের অমাবস্যা
খ. কাঁদো নদী কাঁদো
গ. চক্রবাক
ঘ. লালসালু
উত্তরঃ গ

২৩| সৈয়দ ওয়ালী উল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ কোন শ্রেণীর উপন্যাস?
ক. সামাজিক
খ. আত্মজৈবনিক
গ. মনোসমীক্ষণমূলক
ঘ. রূপক
উত্তরঃ গ

২৪| ‘দুই তীর ও অন্যান্য গল্প’ গল্পগ্রন্থটির রচয়িতা কে?
ক. আব্দুল মান্নান সৈয়দ
খ. সৈয়দ আলী আহসান
গ. মোজাম্মেল হক
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ঘ

২৫| ‘লালসালু’ উপন্যাসের উপজীব্য কি?
ক. গ্রাম বাংলার সমাজের অশিক্ষা-কুশিক্ষা
খ. চাষী জীবনের করুণ চিত্র
গ. হাওড় অঞ্চলের মানুষের দুঃখের জীবন
ঘ. কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
উত্তরঃ ক

২৬| লালসালু উপন্যাসের রচনাকাল কোনটি?
ক. ১৯৪৩
খ. ১৯৪৮
গ. ১৯৫১
ঘ. ১৯৭০
উত্তরঃ খ

২৭| ‘চাঁদের অমাবস্যা’ গ্রন্থটির লেখক কে?
ক. সৈয়দ মুজতবা আলী
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. শওকত ওসমান
ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ খ

২৮| কোনটি ঠিক?
ক. মহাশ্মশান (নাটক)
খ. কাঁদো নদী কাঁদো (কাব্য)
গ. বহিপীর (নাটক)
ঘ. সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
উত্তরঃ গ

২৯| ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসটির রচয়িতা-
ক. আবুল মনসুর আহমদ
খ. আবু জাফর শামসুদ্দীন
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ. শওকত ওসমান
উত্তরঃ গ

৩০| ‘বহিপীর(১৯৬০)’কে রচনা করেন?
ক. নজিবুর রহমান
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. গোলাম মোস্তফা
ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ খ

৩১| ‘লালসালু’ উপন্যাসের উপজীব্য হলো-
ক. চাষী জীবনের করুণ চিত্র
খ. নারীর বন্দীদশার করুণ চিত্র
গ. ধর্মীয় ভণ্ডামির নিখুঁত চিত্র
ঘ. ধর্মীয় মূল্যবোধ বিস্তারের চিত্র
উত্তরঃ গ

৩২| কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয়?
ক. লালসালু
খ. অনেক সূর্যের আশা
গ. কাঁদো নদী কাঁদো
ঘ. চাঁদের অমাবস্যা
উত্তরঃ খ

৩৩| 'লালসালু' উপন্যাসটি কে রচনা করেছেন?
ক. আবুল মনসুর আহমদ
খ. আবুল ফজল
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ঘ

৩৪| লালসালু উপন্যাসটির লেখক কে?
ক. মুনির চৌধুরী
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. শওকত আলী
উত্তরঃ খ

৩৫| নিচের কোন গ্রন্থটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা?
ক. নয়নচারা
খ. আয়না
গ. চাচা কাহিনী
ঘ. অতসী মামী
উত্তরঃ ক

৩৬| 'চাঁদের আমবস্যা', 'কাঁদো নদী কাঁদো' কার রচনা?
ক. দিলার হাশেম
খ. সরদার জয়েনউদ্দিন
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ. আনোয়ার পাশা
উত্তরঃ গ

৩৭| ‘কাঁদো নদী কাঁদো’ নিম্নের কোনটি?
ক. উপন্যাস
খ. গল্পগ্রন্থ
গ. নাটক
ঘ. কোনটিই না
উত্তরঃ ক

৩৮| সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস কোনটি?
ক. নয়নচারা
খ. উজানে মৃত্যু
গ. কাঁদো নদী কাঁদো
ঘ. সুড়ঙ্গ
উত্তরঃ গ

৩৯| ফরাসী ও ইংরেজি ভাষায় অনূদিত সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাসের নাম-
ক. নয়নচোরা
খ. চাঁদের অমাবস্যা
গ. লাল-সালু
ঘ. দূই তীর
উত্তরঃ গ

৪০| মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
ক. পলাশী ব্যারাক
খ. ফিট কলাম
গ. রূপার কৌটা
ঘ. রক্তাক্ত প্রান্তর
উত্তরঃ গ

৪১| ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটি কোন পটভূমিতে লিখিত?
ক. পানি পথের ৩য় যুদ্ধ
খ. পাক-ভারত যুদ্ধ
গ. খন্দকের যুদ্ধ
ঘ. ইরান-ইরাকের যুদ্ধ
উত্তরঃ ক

৪২| ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত ‘কবর’ নাটকের রচয়িতা কে?
ক. জসীম উদ্দিন
খ. নজরুল ইসলাম
গ. মুনীর চৌধুরী
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
উত্তরঃ গ

৪৩| কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয়?
ক. বাংলা টেলিভিশনে
খ. কেন্দ্রীয় শহীদ মিনারে
গ. ঢাকা কেন্দ্রীয় কারাগারে
ঘ. রমনা বটমূলে
উত্তরঃ গ

৪৪| নিচের কোন নাটকটি মঞ্চায়ন করা হয় একটি কারাগারে?
ক. কারাগার
খ. কবর
গ. নীলদর্পণ
ঘ. সিরাজউদ্দৌলা
উত্তরঃ খ

৪৫| মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের পটভূমি হলো-
ক. পানিপথের তৃতীয় যুদ্ধ
খ. ১৯৭১-এর মুক্তিযুদ্ধ
গ. ১৯৫২ এর ভাষা আন্দোলন
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ গ

৪৬| মুনীর চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকাকালীন কোন বিখ্যাত নাটকটি লিখেছিলেন?
ক. শঙ্খনীল কারাগার
খ. কবর
গ. নরুলদীনের সারা জীবন
ঘ. সেনাপতি
উত্তরঃ খ

৪৭| মুনীর চৌধুরী রচিত নাটকের নাম নাম-
ক. সুবচন নির্বাসনে
খ. রক্তাক্ত প্রান্তর
গ. এখন দুঃসময়
ঘ. সমতট
উত্তরঃ খ

৪৮| মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি--
ক. কবর
খ. চিঠি
গ. রক্তাক্ত প্রান্তর
ঘ. মুখরা রমণী বশীকরণ
উত্তরঃ ঘ

৪৯| কোনটি ঐতিহাসিক নাটক?
ক. শর্মিষ্ঠা
খ. রাজসিংহ
গ. পলাশীর যুদ্ধ
ঘ. রক্তাক্ত প্রান্তর
উত্তরঃ ঘ

৫০| কোন সাহিত্যিক ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী?
ক. জহির রায়হান
খ. নিজাম উদ্দিন
গ. অধ্যাপক গিয়াস উদ্দীন
ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ ঘ

৫১| বাংলায় টাইপ রাইটার নির্মাণ করেন-
ক. মুহম্মদ আব্দুল হাই
খ. হুমায়ুন আজাদ
গ. মোস্তফা জব্বার
ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ ঘ

৫২| 'রানার' কবিতাটির রচয়িতা কে?
ক. বুদ্ধদেব বসু
খ. সমর সেন
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. জীবনানন্দ
উত্তরঃ গ

৫৩| কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত?
ক. হরতাল
খ. পালাবদল
গ. উত্তীর্ণ পঞ্চাশে
ঘ. অন্বিষ্ট সম্পর্ক
উত্তরঃ ক

৫৪| ‘আঠারো বছর বয়স’ কবিতাটি নিম্নের কোন ছন্দে রচিত?
ক. মাত্রাবৃত্ত
খ. অক্ষরবৃত্ত
গ. মিশ্র কলাবৃত্ত
ঘ. কোনটিই না
উত্তরঃ ক

৫৫| কবি সুকান্ত কোন সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯২৩
খ. ১৯৩২
গ. ১৯৪৭
ঘ. ১৯৫৪
উত্তরঃ গ

৫৬| সুকান্ত ভট্টাচার্যের কবিতার প্রধান বিষয় কি?
ক. মানবপ্রেম
খ. দেশপ্রেম
গ. অন্যায়ের প্রতিবাদ
ঘ. অনাচার ও বৈষম্যের প্রতিবাদ
উত্তরঃ ঘ

৫৭| ১৯৪৭ সালে মাত্র ২১ বছর বয়সে কোন কবি মারা যান?
ক. জীবনানন্দ দাশ
খ. বিষ্ণু দে
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. সুকান্ত চট্টোপাধ্যায়
উত্তরঃ গ

৫৮| ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কার লেখা?
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. জীবনানন্দ দাশ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ক
৫৯| কোন কবি যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মারা যায়?
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. জীবনানন্দ দাশ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ক

৬০| ‘কাঞ্চনমালা’ গ্রন্থটি কার রচনা?
ক. সরদার জয়েন উদ্দিন
খ. আবুল ফজল
গ. শামসুদ্দিন আবুল কালাম
ঘ. আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ গ

৬১| ‘কাশবনের কন্যা’ গ্রন্থটির লেখক কে?
ক. আবুল কালাম শামসুদ্দীন
খ. শামসুদ্দিন আবুল কালাম
গ. আবুল ফজল
ঘ. জসীম উদ্দীন
উত্তরঃ খ

৬২| ‘কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?
ক. নাটক
খ. উপন্যাস
গ. কাব্য
ঘ. ছোটগল্প
উত্তরঃ খ

৬৩| বাংলা উপন্যাস সাহিত্যে অবদানের জন্য আবু ইসহাক কবে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন?
ক. ১৮৬০ সালে
খ. ১৮৮০ সালে
গ. ১৯৬০ সালে
ঘ. ১৯৭০ সালে
উত্তরঃ গ

৬৪| ‘জোঁক' গল্পের রচয়িতা-
ক. শাহেদ আলী
খ. শওকত ওসমান
গ. আল মাহমুদ
ঘ. আবু ইসহাক
উত্তরঃ ঘ

৬৫| ‘সূর্য দীঘল বাড়ি’ কোন প্রকারের গ্রন্থ?
ক. রম্য নাটক
খ. সামাজিক উপন্যাস
গ. লোক সাহিত্য
ঘ. জীবন কাহিনী
উত্তরঃ খ

৬৬| ‘সূর্য দীঘল বাড়ি’ উপন্যাসটি লিখেছেন-
ক. আনিস চৌধুরী
খ. আবু ইসহাক
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. মীর মশাররফ হোসেন
উত্তরঃ খ

৬৭| আবু ইসহাক রচিত 'সূর্যদীঘল বাড়ি' একটি-
ক. উপন্যাস
খ. কাব্য
গ. গল্পগ্রন্থ
ঘ. স্মৃতিচারণমূলক
উত্তরঃ ক

৬৮| 'সারেং বউ' কে লিখেছেন ?
ক. মুনীর চৌধুরী
খ. শহীদুল্লাহ কায়সার
গ. জহির রায়হান
ঘ. শওকত ওসমান
উত্তরঃ খ

৬৯| ‘সংশপ্তক' কার রচনা?
ক. মুনীর চৌধুরী
খ. শহীদুল্লাহ কায়সার
গ. জহির রায়হান
ঘ. শওকত ওসমান
উত্তরঃ খ

৭০| শহীদুল্লা কায়সার রচিত
'সারেং বৌ' গ্রন্থটির মূল উপজীব্য বিষয় কি?
ক. অফিস জীবন
খ. সমুদ্র উপকূলের নাবিকদের জীবন কাহিনী
গ. নৌকা ভ্রমণ
ঘ. দরিদ্র গ্রামীণ জীবন
উত্তরঃ ঘ

৭১| ‘সংশপ্তক’, ‘সারেং বউ’ কোন জাতীয় গ্রন্থ?
ক. নাটক
খ. উপন্যাস
গ. রম্য রচনা
ঘ. প্রবন্ধ
উত্তরঃ খ

৭২| শহীদ বুদ্ধিজীবী সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার পেশায় কি ছিলেন?
ক. সাংবাদিক
খ. আমলা
গ. রাজনীতিবিদ
ঘ. প্রকৌশলী
উত্তরঃ ক

৭৩| শহীদুল্লাহ কায়সার রচিত 'রাজবন্দির রোজনামচা' কি জাতীয় গ্রন্থ?
ক. উপন্যাস
খ. ভ্রমন কাহিনী
গ. স্মৃতিকথা
ঘ. নাটক
উত্তরঃ গ

৭৪| ‘নরকের লাল গোলাপ’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. কল্যাণ মিত্র
খ. কবীর চৌধুরী
গ. সেলিম আল দীন
ঘ. আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ ঘ

৭৫| ‘ক্ষুধা ও আশা’ উপন্যাসের রচয়িতা হলেন-
ক. আবদুল গাফফার চৌধুরী
খ. শওকত ওসমান
গ. আলাউদ্দিন আল আজাদ
ঘ. আব্দুল মান্নান সৈয়দ
উত্তরঃ গ

৭৬| ড. আলাউদ্দীন আল আজাদ রচিত কোন উপন্যাসটি উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত?
ক. ক্ষুধা ও আশা
খ. কর্ণফুলি
গ. তেইশ নম্বর তৈলচিত্র
ঘ. শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন
উত্তরঃ খ

৭৭| ‘তেইশ নম্বর তৈলচিত্র’ এর রচয়িতা কে?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. হুমায়ন আহম্মেদ
ঘ. আলাউদ্দিন আল আজাদ
উত্তরঃ ঘ

৭৮| ‘তেইশ নম্বর তৈলচিত্র’ কোন ধরনের রচনা?
ক. কাব্য
খ. উপন্যাস
গ. ছোটগল্প
ঘ. নাটক
উত্তরঃ খ

৭৯| শহীদ মিনার সম্পর্কে লেখা কবিতা ‘স্মৃতিস্তম্ভ’ কার লেখা?
ক. আলাউদ্দিন আল আজাদ
খ. আসাদ চৌধুরী
গ. মাহ্বুবুল আলম
ঘ. অসমি সাহা
উত্তরঃ ক

৮০| বাংলা সিনেমা ‘বসুন্ধরা’ নির্মিত হয়েছিল আলাউদ্দিন আল আজাদের কোন উপন্যাস অবলম্বনে?
ক. বসন্তের প্রথম দিন
খ. কর্ণফুলি
গ. ক্ষুধা ও আশা
ঘ. তেইশ নম্বর তৈলচিত্র
উত্তরঃ ঘ

৮১| ‘ধান-কন্যা’র লেখক কে?
ক. জহির রায়হান
খ. আলাউদ্দিন আল-আজাদ
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. মুহম্মদ মনসুর উদ্দিন
উত্তরঃ খ

৮২| ‘স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো’- কবিতাংশটি কার রচনা?
ক. আলাউদ্দিন আল আজাদ
খ. শহীদ কাদরী
গ. সৈয়দ শামসুল হক
ঘ. আবু রুশদ
উত্তরঃ ক

৮৩| জহির রায়হানের রচনা কোনটি?
ক. তেইশ নম্বর তৈলচিত্র
খ. কর্ণফুলি
গ. বরফ গলা নদী
ঘ. কন্যা কুমারী
উত্তরঃ গ

৮৪| মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্য চলচ্চিত্র 'Stop Genocide' এর পরিচালক কে?
ক. আলমগীর কবির
খ. বাবুল চৌধুরী
গ. গীতা মেতো
ঘ. জহির রায়হান
উত্তরঃ ঘ

৮৫| সূর্যগ্রহণ গল্পটি কে রচনা করেছেন?
ক. শাহরিয়ার কবির
খ. নূরুল মেমেন
গ. শওকত ওসমান
ঘ. জহির রায়হান
উত্তরঃ ঘ

৮৬| ‘হাজার বছর ধরে’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. জহির রায়হান
গ. জসীম উদ্দীন
ঘ. সেলিম আল-দীন
উত্তরঃ খ

৮৭| কোনটি জহির রায়হানের রচনা?
ক. বরফ গলা নদী
খ. ক্রীতদাসের হাসি
গ. খোয়াবনামা
ঘ. সারেং বৌ
উত্তরঃ ক

৮৮| জহির রায়হান রচিত গ্রন্থ নয় কোনটি?
ক. Stop Genocide
খ. শেষ বিকেলের মেয়ে
গ. কয়েকটি মৃত্যু
ঘ. জীবন থেকে নেয়া
উত্তরঃ গ

৮৯| জহির রায়হানের ছোটগল্প কোনটি?
ক. পানকৌড়ির রক্ত
খ. লেলিহান সূর্য
গ. নামহীন গোত্রহীন
ঘ. সূর্যগ্রহণ
উত্তরঃ ঘ

৯০| ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
ক. আরেক ফাল্গুন
খ. জীবন ঘষে আগুন
গ. নন্দিত নরকে
ঘ. পিঙ্গল আকাশ
উত্তরঃ ক

৯১| ‘আরেক ফাল্গুন’- এর লেখক কে?
ক. জহির রায়হান
খ. জসীম উদ্দিন
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ ক

৯২| ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটির পরিচালক ছিলেন-?
ক. চাষী নজরুল ইসলাম
খ. খান আতাউর রহমান
গ. জহির রায়হান
ঘ. সুভাষ দত্ত
উত্তরঃ গ

৯৩| ‘হাজার বছর ধরে’ রচনাটি কার?
ক. মুনীর চৌধুরী
খ. জহির রায়হান
গ. মোতাহর হোসেন চৌধুরী
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ খ

৯৪| "Let there be light"কার প্রামাণ্য চিত্র?
ক. তারেক মাসুদ
খ. জহির রায়হান
গ. সুভাষ দত্ত
ঘ. আলমগীর কবির
উত্তরঃ খ

৯৫| জহির রায়হানের কোন উপন্যাসে পল্লী বাংলার বাস্তব জীবন চিত্র ফুটে উঠেছে?
ক. আরেক ফাল্গুন
খ. বরফগলা নদী
গ. শেষ বিকেলের মেয়ে
ঘ. হাজার বছর ধরে
উত্তরঃ ঘ

৯৬| প্রয়াত জহির রায়হানের কোন উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র জাতীয় পুরস্কার পায়?
ক. শেষ বিকেলের মেয়ে
খ. আরেফ ফাল্গুন
গ. হাজারো বছর ধরে
ঘ. জয়যাত্রা
উত্তরঃ গ

৯৭| নিচের গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়?
ক. কথা ও কাহিনী
খ. রাত্রি শেষ
গ. হাজার বছর ধরে
ঘ. চোখের ছাতক
উত্তরঃ গ

৯৮| বাংলাদেশে শ্রেষ্ঠ চলচ্চিত্রকার কে?
ক. আশকার ইবনে শাইখ
খ. সত্য সাহা
গ. জহির রায়হান
ঘ. আলী ইমাম
উত্তরঃ গ

৯৯| নিচের কোনটি জহির রায়হান রচিত উপন্যাস নয়?
ক. কয়েকটি মৃত্যু
খ. শেষ বিকেলের মেয়ে
গ. তৃষ্ণা
ঘ. নিষ্কৃতি
উত্তরঃ ঘ

১০০| নিচের কোনটি জহির রায়হানের রচনা?
ক. সংশপ্তক
খ. বিধ্বস্ত নীলিমা
গ. খোয়াবনামা
ঘ. আরেক ফাল্গুন
উত্তরঃ ঘ

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "প্রস্তুতি যাচাই করার জন্য চেষ্টা করুন-০৫"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে