গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বিষয় বাংলাদেশ বিষয়াবলী

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বিষয় বাংলাদেশ বিষয়াবলী


প্রশ্নঃ ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই ?
উত্তরঃ নাগাল্যান্ড
প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি?
উত্তরঃ ১৯টি
প্রশ্নঃ কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়?
উত্তরঃ রংপুর
প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত ?
উত্তরঃ রাঙ্গামাটি
প্রশ্নঃ কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কখন?
উত্তরঃ ১৮৪৬ সালে
প্রশ্নঃ কর্ণফুলী নদীর তলদেশে দেশের একমাত্র টানেল নির্মাণ করবে কোন দেশ?
উত্তরঃ চীন
প্রশ্নঃ বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চল কে?
উত্তরঃ খুলনা
প্রশ্নঃ ভারতের উত্তর -পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয় ?
উত্তরঃ মনিপুর
প্রশ্নঃ বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
উত্তরঃ ২টি
প্রশ্নঃ বাংলাদেশর মোট সীমান্ত দৈর্ঘ্য -
উত্তরঃ ৪৭১৯ কি.মি.
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি?
উত্তরঃ আলিকদম - থানচি
প্রশ্নঃ বর্তমানে (২০১৭) দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি?
উত্তরঃ ৩৪ টি
প্রশ্নঃ ৬ জুন ২০১৭ কোন আর্থিক প্রতিষ্ঠানটিকে লাইসেন্স প্রদান করা হয়?
উত্তরঃ অ্যালায়েন্স লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানি লিমিটেড
প্রশ্নঃ ভারতে অবস্থিত বাংলাদেশের পঞ্চম মিশন কোথায় হচ্ছে?
উত্তরঃ আসাম
প্রশ্নঃ ১ জুলাই ২০১৫ কোন আর্থিক প্রতিষ্ঠানটির লাইসেন্স প্রদান করা হয়?
উত্তরঃ মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি.
প্রশ্নঃ ১১ জানুয়ারি ২০১৭প্রাথমিকভাবে ভূতাত্ত্বিক ঐতিহ্য (Geographical Heritage) ঘোষণা করা হয় কোন স্থান কে?
উত্তরঃ জাফলং, সিলেট
প্রশ্নঃ দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ কোন মহাকাশাযানে উৎক্ষেপণ করা হবে?
উত্তরঃ ফ্যালকন-৯
প্রশ্নঃ শেওলা স্থলবন্দর ঘোষণা করা হয় কবে?
উত্তরঃ ৩০ জুন ২০১৫
প্রশ্নঃ দেশের প্রথম নারী তথ্য কর্মকর্তা কে?
উত্তরঃ কামরুন নাহার
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম অর্থ বছর ছিল--
উত্তরঃ মার্চ-এপ্রিল ১৯৭৩
প্রশ্নঃ বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?
উত্তরঃ ৪৪৫ মাইল
প্রশ্নঃ বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের -
উত্তরঃ ২০°৩৮'- ২৬°৩৮'
প্রশ্নঃ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
উত্তরঃ ৫টি
প্রশ্নঃ বাংলাদেশের সাথে নিম্নলিখিত কোন দেশের Maritime boundary বিদ্যমান রয়েছে ?
উত্তরঃ মিয়ানমার
প্রশ্নঃ মিয়ানমার বাংলাদেশের কোনদিকে অবস্থিত?
উত্তরঃ দক্ষিণপূর্ব
প্রশ্নঃ বর্তমান (অক্টোবর ২০১৭) অর্থ সচিব কে?
উত্তরঃ মোহাম্মদ মুসলিম চৌধুরী
প্রশ্নঃ ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৩৭১৫ কিলোমিটার
প্রশ্নঃ দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ কবে উৎক্ষেপণ করা হবে?
উত্তরঃ ১৬ ডিসেম্বর ২০১৭
প্রশ্নঃ বাংলাদেশের উত্তরে অবস্থিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম
প্রশ্নঃ বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু কোথায় অবস্থিত?
উত্তরঃ কক্সবাজার
প্রশ্নঃ কবে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে?
উত্তরঃ ১ জুলাই ২০১৫
প্রশ্নঃ বাংলাদেশের সাথে ভারতের সীমান কত?
উত্তরঃ ৪১৫৬ কি.মি
প্রশ্নঃ বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল ?
উত্তরঃ ৫৬,৫০১ বর্গমাইল
প্রশ্নঃ শেওলা স্থলবন্দর কোথায় অবস্থিত?
উত্তরঃ সিলেট
প্রশ্নঃ সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত?
উত্তরঃ মেঘালয়
প্রশ্নঃ বাংলাদেশর মোট সীমারেখার পরিমাপ কত?
উত্তরঃ ৫১৩৮ কি.মি.
প্রশ্নঃ টাঙ্গুয়ার হাওড়ের আয়তন কত?
উত্তরঃ ১০০ বর্গ কিমি
প্রশ্নঃ জাফলং ভূতাত্ত্বিক ঐতিহ্য-এর আয়তন কত?
উত্তরঃ ২২.৫৯ একর
প্রশ্নঃ 'শুভলং' ঝরণা কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ রাঙামাটি
প্রশ্নঃ বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
উত্তরঃ বান্দরবান
প্রশ্নঃ বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
উত্তরঃ ১২
প্রশ্নঃ কর্কটক্রান্তি রেখা -
উত্তরঃ বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে
প্রশ্নঃ বাংলাদেশের ভৌগলিক অবস্থান কোনটি?
উত্তরঃ ৮৮° ০১' থেকে ৯২° ৪১' পূর্ব দ্রাঘিমাংশে
প্রশ্নঃ ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
উত্তরঃ ৩০
প্রশ্নঃ মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য -
উত্তরঃ ২৮০ কিলোমিটার
প্রশ্নঃ পঞ্চম আদমশুমারি তথ্য অনুযায়ী জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তরঃ বান্দরবান
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) দেশে স্থলবন্দর কতটি?
উত্তরঃ ২২ টি
প্রশ্নঃ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০১৫ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ৫ জুলাই ২০১৫
প্রশ্নঃ বর্তমানে (২০১৬) বাংলাদেশের বনভূমির পরিমাণ দেশের মোট আয়তনের কত শতাংশ?
উত্তরঃ ১৭.৬২%
প্রশ্নঃ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ১১.৮ কিমি
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
উত্তরঃ হাফিজউদ্দিন মিয়া
প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে?
উত্তরঃ রাঙ্গামাটি
প্রশ্নঃ বৈদেশিক মুদ্রার রিজার্ভের অর্থ দিয়ে সরকার কি নামে তহবিল গঠন করবে?
উত্তরঃ বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল
প্রশ্নঃ বাংলাদেশের মোট আয়তন -
উত্তরঃ ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.
প্রশ্নঃ বাংলাদেশের পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয়--
উত্তরঃ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
প্রশ্নঃ দেশের ২২তম স্থলবন্দর কোনটি?
উত্তরঃ শেওলা
প্রশ্নঃ ভারতের কোন প্রদেশটি বাংলাদেশ সীমান্তে অবস্থিত নয় ?
উত্তরঃ মনিপুর
প্রশ্নঃ বাংলাদেশর মোট সীমানার দৈর্ঘ্য (জল ও স্থলসহ) কত ?
উত্তরঃ ২৯২৮ মাইল
প্রশ্নঃ উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল
প্রশ্নঃ বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৭১১ কি.মি.
প্রশ্নঃ যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুটির নাম কি?
উত্তরঃ ভারত ও মায়ানমার
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন?
উত্তরঃ জানুয়ারি,১৯৬৮
প্রশ্নঃ কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ জব চার্নিক
প্রশ্নঃ কোন সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলী থেকে উচ্ছেদ করা হয় ?
উত্তরঃ শাহজাহান
প্রশ্নঃ আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স ছিল -
উত্তরঃ ১৩ বছর
প্রশ্নঃ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কোন সালে গঠিত হয় ( All Parties State Language Movement Committee' was formed in)
উত্তরঃ 1952
প্রশ্নঃ পাল বংশের শ্রেষ্ঠ নরপতি কে ?
উত্তরঃ ধর্মপাল
প্রশ্নঃ বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ত্রয়োদশ শতাব্দী
প্রশ্নঃ অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক -
উত্তরঃ লর্ড ওয়েলেসলি
প্রশ্নঃ সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
উত্তরঃ ৩১ জানুয়ারী ১৯৫২
প্রশ্নঃ বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে?
উত্তরঃ ১২০৪
প্রশ্নঃ কে ভাষা শহীদ নন?
উত্তরঃ নূর হোসেন
প্রশ্নঃ ৬ দফা দাবী পেশ করা হয়ঃ
উত্তরঃ ১৯৬৬ সালে
প্রশ্নঃ বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ -
উত্তরঃ মঙ্গোলয়েড
প্রশ্নঃ তেভাগা আন্দোলনের নেত্রী -
উত্তরঃ ইলা মিত্র
প্রশ্নঃ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন -
উত্তরঃ অক্টোভিয়ান হিউম
প্রশ্নঃ ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন?
উত্তরঃ ফখরুদ্দিন মোবারক শাহ্‌
প্রশ্নঃ পাল বংশের প্রথম রাজা কে?
উত্তরঃ গোপাল
প্রশ্নঃ বিখ্যাত লাহোর রেজুলেশন ১৯৪০ সালে কে উত্থাপন করেন -
উত্তরঃ এ, কে ফজলুল হক
প্রশ্নঃ 'এগার দফা' কখন ঘোষণা হয়?
উত্তরঃ ১৯৬৯
প্রশ্নঃ বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
উত্তরঃ ১৭৬৪
প্রশ্নঃ 'অন্ধকুপ হত্যা' কাহিনী কার তৈরী?
উত্তরঃ হলওয়েল
প্রশ্নঃ 'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গণঅভ্যুত্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে?
উত্তরঃ এগার দফা
প্রশ্নঃ ব্রিটিশ শাসনআমলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় ?
উত্তরঃ ১৯০৫
প্রশ্নঃ who was the last mughal Emperor ?
উত্তরঃ Bahadur Shah
প্রশ্নঃ নবাব সিরাজদ্দৌলার পিতার নাম কি?
উত্তরঃ জয়েন উদ্দিন
প্রশ্নঃ ১৯৫৪ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে?
উত্তরঃ যুক্তফ্রন্ট
প্রশ্নঃ ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয় ?
উত্তরঃ পানিপথের প্রথম যুদ্ধে
প্রশ্নঃ বাংলাদেশের ইতিহাসে নিচের কোন ঘটনাটি প্রথম ঘটেছিল -
উত্তরঃ ভারত-পাকিস্থান যুদ্ধ
প্রশ্নঃ শাহ্‌জাহানের কন্যা জাহান আরা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন ?
উত্তরঃ দারা
প্রশ্নঃ 'বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত' প্রর্বতন করা হয় কোন সালে?
উত্তরঃ ১৭৯৩
প্রশ্নঃ বাংলার নবাবী শাসন কোন সুবাদারের সময় থেকে শুরু হয় ?
উত্তরঃ মুশির্দকুলী খাঁ
প্রশ্নঃ কোন যুদ্দের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের পওন ঘটেছিল ?
উত্তরঃ পানিপথের প্রথম যুদ্ধ
প্রশ্নঃ ঢাকা কখন সর্ব প্রথম বাংলার রাজধানী হয়েছিল?
উত্তরঃ ১৬১০ খ্রিষ্টাব্দে
প্রশ্নঃ শেষ মোঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
উত্তরঃ ইয়াঙ্গুন
প্রশ্নঃ কি কারণে বাংলাদেশ হতে নীলচাষ বিলুপ্ত হয়?
উত্তরঃ নীলচাষীদের বিদ্রোহের ফলে
প্রশ্নঃ ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল -
উত্তরঃ ১৬৭ টি আসন
প্রশ্নঃ কৃষক-শ্রমিক পার্টির নেতা ছিলেন -
উত্তরঃ এ, কে ফজলুল হক
প্রশ্নঃ ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কোন সালে ?
উত্তরঃ ১৮৭২
প্রশ্নঃ বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি আগে ঘটেছিল -
উত্তরঃ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা
প্রশ্নঃ বাংলার ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?
উত্তরঃ হাজী শরীয়তুল্লাহ
প্রশ্নঃ নিচের কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে -
উত্তরঃ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
প্রশ্নঃ মুঘল সম্রাটদের মধ্যে আত্নজীবনী রচনা করেছিলেন -
উত্তরঃ বাবর
প্রশ্নঃ অসহযোগ এবং খেলাফত আন্দোলনের সঙ্গে জড়িত স্মরণীয় নায়ক কে ?
উত্তরঃ মাওলানা মোহাম্মদ আলী
প্রশ্নঃ ক্রীপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে?
উত্তরঃ রাজনৈতিক
প্রশ্নঃ কালিদাস কোন যুগের কবি ছিলেন--
উত্তরঃ গুপ্ত
প্রশ্নঃ কার সময়ে বঙ্গভঙ্গ ঘোষিত হয় ?
উত্তরঃ লর্ড কার্জন
প্রশ্নঃ তদানীন্তন পূর্ব পাকিস্থানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয়-দফা দাবি পেশ করেন।ঐ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ লাহোরে
প্রশ্নঃ বাংলার প্রথম মুসলিম বিজেতা কে ?
উত্তরঃ বখতিয়ার খলজি
প্রশ্নঃ কতবার সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমন করেন ?
উত্তরঃ ১৭ বার
প্রশ্নঃ খিলাফত আন্দোলনের অন্যতম নেতা -
উত্তরঃ মওলানা মহাম্মদ আলী
প্রশ্নঃ আওয়ামী লীগের ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল?
উত্তরঃ ১৯৬৬
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের হয় -
উত্তরঃ ঢাকা
প্রশ্নঃ কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক -
উত্তরঃ শের শাহ্‌
প্রশ্নঃ বাংলায় মোঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন -
উত্তরঃ ইসলাম খান
প্রশ্নঃ ফকির আন্দোলন সংঘটিত হয় কোন শতাব্দীতে ?
উত্তরঃ অষ্টদশ শতাব্দীতে
প্রশ্নঃ তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল?
উত্তরঃ নারিকেলবারিয়া
প্রশ্নঃ কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন?
উত্তরঃ কলিঙ্গের যুদ্ধ
প্রশ্নঃ হযরত শাহজালাল (র) কোন শাসককে পরাজিত করে সিলেটে আযানের ধ্বনি দিয়েছিলেন ?
উত্তরঃ গৌর গোবিন্দ
প্রশ্নঃ সতীদাহ প্রথা কত সালে রহিত হয়?
উত্তরঃ ১৮২৯
প্রশ্নঃ ঐতিহাসিক 'ছয় দফা' কবে ঘোষনা করা হয়?
উত্তরঃ ৫ ফেব্রুয়ারী
প্রশ্নঃ শাহ-ই-বাঙ্গালাহ অথবা শাহ-ই-বাঙালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল?
উত্তরঃ শামসুদ্দিন ইলিয়াস শাহ্‌
প্রশ্নঃ নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীয় অন্তর্ভুক্ত?
উত্তরঃ আদি-অস্ট্রেলীয়
প্রশ্নঃ ইউরোপের কোন দেশের অধিবাসীদের 'ডাচ' বলা হয় ?
উত্তরঃ নেদারল্যান্ড
প্রশ্নঃ ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনের পর কে পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট মন্ত্রীসভার মুখ্যমন্ত্রী হন?
উত্তরঃ এ কে ফজলুল হক
প্রশ্নঃ ঢাকা শহরের গোড়াপত্তন হয় -
উত্তরঃ মুঘল আমলে
প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কাল -
উত্তরঃ ১৭৫৭-১৮৫৭
প্রশ্নঃ বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি ?
উত্তরঃ নালন্দা
প্রশ্নঃ বৃটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট বা গর্ভনর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
উত্তরঃ ষাট গম্বুজ মসজিদ
প্রশ্নঃ বাংলাদেশের বর্তমান ভৌগলিক এলাকা মুসলমান কতৃক শাসিত হয় -(The geographical area now constituting Bangladesh was ruled by Muslims.)
উত্তরঃ মুঘল শাসনামলে (During Mughal period)
প্রশ্নঃ তৃতীয় পানি পথের যুদ্ধে কে কাকে পরাজিত করে ?
উত্তরঃ আহমদ শাহ্‌ আবদালি মারাঠাদিগকে
প্রশ্নঃ পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
উত্তরঃ ১৯৫০
প্রশ্নঃ ব্রিটিশ ভারতের কোন ভাইসরয় বাংলা ভাগ (১৯০৫ খ্রিঃ) করেন?
উত্তরঃ লর্ড কার্জন
প্রশ্নঃ সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম কি?
উত্তরঃ গৌড়
প্রশ্নঃ পাকিস্থানের ১৯৫৮ সালে মার্শাল ল জারি হলে ক্ষমতায় বসেন -
উত্তরঃ আইয়ুব খান
প্রশ্নঃ কোন মোঘল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাপেক্ষা বেশী বিস্তার ঘটে ?
উত্তরঃ আকবর
প্রশ্নঃ কোন নেতা জমিদারি প্রথা রদে প্রধান ভূমিকা পালন করেন ?
উত্তরঃ এ কে ফজলুল হক
প্রশ্নঃ ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ বাবর
প্রশ্নঃ ঐতিহাসিক গ্রন্থ 'আইন-ই-আকবরী' -এর রচয়িতা কে?(Ain-i-Akbori is written by -)
উত্তরঃ আবুল ফজল (Abul Fazal)
প্রশ্নঃ কার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয় ?
উত্তরঃ সম্রাট জাহাঙ্গীর
প্রশ্নঃ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে বুকের রক্ত দিয়ে মাতৃভাষার মান রক্ষা করেন শহীদ জব্বার,রফিক,বরকত,সালাম; ঐ দিনটি ছিল ফাল্গুন মাসের -
উত্তরঃ ৮ তারিখ
প্রশ্নঃ বাবর উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন -
উত্তরঃ ১৫২৬ সালে
প্রশ্নঃ ঐতিহাসিক 'কাগমারী সম্মেলনে' নেতৃত্বদানকারী নেতার নাম কি ?
উত্তরঃ মাওলানা ভাসানী
প্রশ্নঃ ইয়েমেন থেকে আসা কোন দীনের মুজাহিদের তরবারী বাংলাদেশে সংরক্ষণ করা আছে।
উত্তরঃ শাহ্‌ জালাল (রাঃ)
প্রশ্নঃ পূর্ব বাংলার ও আসামের প্রথম লেফটেন্যান্ট গর্ভনর কে ছিলেন ?
উত্তরঃ ফুলার
প্রশ্নঃ ভারতীয় উপমহাদেশে ঘোড়ার ডাকের প্রচলন কে করেন ?
উত্তরঃ শের শাহ্‌
প্রশ্নঃ গৌর গোবিন্দ যে অঞ্চলের রাজা ছিল -
উত্তরঃ সিলেট
প্রশ্নঃ লাহোর প্রস্তাব ছিল -
উত্তরঃ ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব
প্রশ্নঃ ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন -
উত্তরঃ মুহম্মদ ঘুরি
প্রশ্নঃ নিচের কে ভারতের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন?
উত্তরঃ মহাত্না গান্ধী
প্রশ্নঃ পাক-ভারত ২য় যুদ্ধ কত সালে শুরু হয়
উত্তরঃ ১৯৬৫ সালে
প্রশ্নঃ ইলা মিত্র আংশগ্রহণ করেন -
উত্তরঃ তেভাগা আন্দোলনে
প্রশ্নঃ চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয় ?
উত্তরঃ ২২-৩-১৭৯৩
প্রশ্নঃ শশাঙ্ক কখন স্বাধীন গৌড়রাজ্য প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ৬০৬ খ্রিস্টাব্দে পূর্বে
প্রশ্নঃ ঢাকার 'ধোলাই খাল' কে খনন করেন?
উত্তরঃ ইসলাম খান
প্রশ্নঃ প্রীতিলতা ওয়াদ্দেদার কার শিষ্য ছিলেন ?
উত্তরঃ মাস্টারদা সূর্যসেনের
প্রশ্নঃ মুহম্মদ বিন তুঘলক রাজধানী স্থানাতর করেন -
উত্তরঃ দেবগিরিতে
প্রশ্নঃ তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন ?
উত্তরঃ পৃথ্বিরাজ
প্রশ্নঃ কত সালে নবাব সিরাজ-উদ-দৌলা বাংলার সিংহাসনে বসেন ?
উত্তরঃ ১৭৫৬
প্রশ্নঃ ছয়-দফার দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
উত্তরঃ লাহোরে
প্রশ্নঃ কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন ?
উত্তরঃ মালিক কাফুর
প্রশ্নঃ ছয়-দফা কর্মসূচি ঘোষণা করেন -
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
প্রশ্নঃ প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন -
উত্তরঃ মুহাম্মদ বিন কাসিম
প্রশ্নঃ ঢাকা বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
উত্তরঃ ইসলাম খান
প্রশ্নঃ বঙ্গভঙ্গ কত সালে হয়েছে ?
উত্তরঃ ১৯০৫ সালে
প্রশ্নঃ বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
উত্তরঃ অস্ট্রিক
প্রশ্নঃ কোনটি প্রাচীন নগরী নয় ?
উত্তরঃ বিশাখাপট্টম
প্রশ্নঃ বাংলাদেশে দ্বৈত শাসন কে প্রবর্তন করেন?
উত্তরঃ লর্ড ক্লাইভ
প্রশ্নঃ বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রর্বতন করেন?
উত্তরঃ লর্ড কর্ণওয়ালিস
প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী প্রদান করেন -
উত্তরঃ দ্বিতীয় শাহ্‌ আলম
প্রশ্নঃ পরিব্রাজক কে ?
উত্তরঃ পর্যটক
প্রশ্নঃ কোন মোঘল সম্রাট বাংলাকে 'জান্নাতুল সুবাহ' (স্বর্গীয় প্রদেশ) বলে আখ্যায়িত করেছিলেন ?
উত্তরঃ হুমায়ুন
প্রশ্নঃ পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে ?
উত্তরঃ যমুনা
প্রশ্নঃ বাঙ্গালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
উত্তরঃ অষ্ট্রিক
প্রশ্নঃ চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন কার সময় এ দেশে আসেন?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
প্রশ্নঃ বিখ্যাত 'গ্রান্ড ট্রাঙ্ক' রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে?
উত্তরঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও
প্রশ্নঃ কোন মুঘল সুবেদার পর্তুগীজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন ?
উত্তরঃ শায়েস্তা খাঁ
প্রশ্নঃ তিতুমীরের দুর্গের মূল উপাদান কি ছিল ?
উত্তরঃ বাঁশ
প্রশ্নঃ 'মাৎস্যন্যায়' বাংলার কোন সময়কাল নির্দেশ করে?
উত্তরঃ ৭ম-৮ম শতক
প্রশ্নঃ ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কোন সালে?
উত্তরঃ ১৮৫৮
প্রশ্নঃ আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল?
উত্তরঃ ইরান
প্রশ্নঃ ১৯০৫ ও ১৯২৩ সালে দুটি আমাদের জাতীয় জীবনের কোন দুটি ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ত ?
উত্তরঃ বঙ্গভঙ্গ, বেঙ্গল ট্যাক্ট চুক্তি সম্পাদিত হয়
প্রশ্নঃ ব্রিটিশ পার্লামেন্টে 'ভারত শাসন আইন' পাস হয় -
উত্তরঃ ১৭৮৪
প্রশ্নঃ বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন -
উত্তরঃ গোপাল
প্রশ্নঃ কখন গুপ্ত সাম্রাজের পতন হয়?
উত্তরঃ ষষ্ঠ শতকের শুরুতে
প্রশ্নঃ পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের (Constituent Assembly) ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন?
উত্তরঃ ধীরেন্দ্র নাথ দত্ত
প্রশ্নঃ ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন -
উত্তরঃ সুবেদার ইসলাম খান
প্রশ্নঃ বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগীজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে কে রক্ষা করেন ?
উত্তরঃ শায়েস্তা খাঁ
প্রশ্নঃ বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?
উত্তরঃ দ্রাবিড়
প্রশ্নঃ প্রথম বাংলা জয় করেন -
উত্তরঃ বখতিয়ার খলজি
প্রশ্নঃ বৌদ্ধ ধর্মের কনস্ট্যা্নটাইন কাকে বলা হয় ?
উত্তরঃ অশোক
প্রশ্নঃ কৌটিল্য কার নাম ?
উত্তরঃ প্রাচীন অর্থশাস্ত্রবিদ
প্রশ্নঃ 'ছয়-দফা' কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল ?
উত্তরঃ ২৩ মার্চ ১৯৬৬
প্রশ্নঃ ময়ূর সিংহাসন এর নির্মাতা -
উত্তরঃ শাহজাহান
প্রশ্নঃ জমিদারি প্রথা বিলুপ্ত হয় ?
উত্তরঃ ১৯৫০ সালে
প্রশ্নঃ ধীরেন্দ্র নাথ দত্ত বাংলার ইতিহাসে কি জন্য বিখ্যাত?
উত্তরঃ বাংলাভাষা প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ
প্রশ্নঃ ফরায়েজী আন্দলনের প্রধান কেন্দ্র ছিল -
উত্তরঃ ফরিদপুর
প্রশ্নঃ ফকির আন্দোলনের নেতা কে?
উত্তরঃ মজনু শাহ্‌
প্রশ্নঃ ভারতে ক্যাবনেট মিশন কখন এসেছিল ?
উত্তরঃ ১৯৪৬ সালে
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?
উত্তরঃ মুর্শিদ কুলী খান
প্রশ্নঃ ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণটি দেন -
উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যানে
প্রশ্নঃ কার শাসনামলে চট্টগ্রাম প্রথমবারের মত পূর্নভাবে বাংলার সাথে যুক্ত হয় ?
উত্তরঃ শায়েস্তা খাঁ
প্রশ্নঃ ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন -
উত্তরঃ ইসলাম খাঁ
প্রশ্নঃ হযরত শাহজালাল (র) কোন দেশের অধিবাসী ছিলেন ?
উত্তরঃ তুরস্ক
প্রশ্নঃ নাদির শাহ্‌ ভারত আক্রমন করেছিলেন কোন সালে?
উত্তরঃ ১৭৩৯
প্রশ্নঃ কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে উঠে বাঙ্গালাহ নামে?
উত্তরঃ শামসুদ্দিন ইলিয়াস শাহ্‌
প্রশ্নঃ কোন মুঘল সম্রাটের সময় বাংলা বিজিত হয় ?
উত্তরঃ জাহাঙ্গীর
প্রশ্নঃ আওয়ামী লীগের মূল বা আদি নাম কি ?
উত্তরঃ আওয়ামী মুসলিম লীগ
প্রশ্নঃ বাংলার "ছিয়াত্তরের মনন্তর" এর সময় কালঃ
উত্তরঃ ১৭৭০ খ্রীষ্টাব্দ
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামীদের মধ্যে প্রথম কাকে গুলি করে মেরে ফেলা হয়?
উত্তরঃ সার্জেন্ট জহুরুল হক
প্রশ্নঃ বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?
উত্তরঃ লক্ষণ সেন
প্রশ্নঃ স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি কোন রাজ্যটি অধিকার করেন ?
উত্তরঃ নাগপুর
প্রশ্নঃ বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সুচনা কে করেন?
উত্তরঃ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী
প্রশ্নঃ অর্থশাস্ত্র-এর রচয়িতা কে?
উত্তরঃ কৌটিল্য
প্রশ্নঃ ১৯০৫ সাল কোন ঘটনার সঙ্গে জড়িত ?
উত্তরঃ বঙ্গভঙ্গ
প্রশ্নঃ কবি হাফিজকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি ?
উত্তরঃ গিয়াস উদ্দীন আযম শাহ
প্রশ্নঃ ইংরেজ বনিকগন সরাসরিভাবে বঙ্গদেশে বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন -
উত্তরঃ শাহজাহানের আমলে
প্রশ্নঃ কে 'ষাট গম্বুজ' মসজিদটি নির্মাণ করেন ?
উত্তরঃ পীর খানজাহান আলী
প্রশ্নঃ কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন ?
উত্তরঃ পানিপথের দ্বিতীয় যুদ্ধ
প্রশ্নঃ দ্বি-জতিতত্বের প্রবক্তা কে ছিলেন ?
উত্তরঃ মোহাম্মদ আলী জিন্নাহ
প্রশ্নঃ অবিভক্ত বাংলার সর্বশেষ গর্ভনর ছিলেন -
উত্তরঃ স্যার এফ বারোজ
প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে -
উত্তরঃ ১৭৬০ খ্রিষ্টাব্দে
প্রশ্নঃ আওয়ামী লীগের ছয় দফার প্রথম দফা -
উত্তরঃ প্রাদেশিক স্বায়ত্তশাসন
প্রশ্নঃ বাংলায় প্রথম মুসলমান সুলতান কে ছিলেন?
উত্তরঃ বখতিয়ার খিলজি
প্রশ্নঃ শুধু একটি নম্বর '৩২' উল্লেখ করলে ঢাকার একটি বিখ্যাত বাড়িকে বোঝায়। বাড়িটি কি ?
উত্তরঃ ধানমন্ডি,ঢাকার সে সময়কার ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর বাসভবন
প্রশ্নঃ ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত তারিখে উত্থাপিত হয় ?
উত্তরঃ ২৩ মার্চ ১৯৪০
প্রশ্নঃ ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্থানের একজন নেতা ঘোষনা করেন 'উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্থানের রাষ্ট্রভাষা ।' - কে এই নেতা ?
উত্তরঃ মোহাম্মদ আলী জিন্নাহ
প্রশ্নঃ কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ সন্তোষে
প্রশ্নঃ সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি -
উত্তরঃ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
প্রশ্নঃ দুদু মিয়া কোন আন্দোলনের সাথে জড়িত?
উত্তরঃ ফরায়েজী
প্রশ্নঃ সম্রাট শাহজাহান মুঘল বংশের কততম শাসক ?
উত্তরঃ পঞ্চম
প্রশ্নঃ বঙ্গবন্ধু ১৯৭১ সালের কত তারিখে ঘোষণা করেন 'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।'
উত্তরঃ ৭ মার্চ
প্রশ্নঃ বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন কে করে?
উত্তরঃ ঈসা খাঁ
প্রশ্নঃ ফা-হিয়েন ছিলেন -
উত্তরঃ পরিব্রাজক
প্রশ্নঃ মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন ?
উত্তরঃ ব্যাবিলন
প্রশ্নঃ শশাঙ্কের রাজধানী ছিল -
উত্তরঃ কর্ণসুবর্ন
প্রশ্নঃ গ্রান্ডট্রাঙ্ক রোডের নির্মাতা কে?
উত্তরঃ শেরশাহ্‌
প্রশ্নঃ 'দীন-ই-এলাহি' প্রবর্তন করেন -
উত্তরঃ সম্রাট আকবর
প্রশ্নঃ একসময়ে বাংলা,বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল-
উত্তরঃ গৌড়
প্রশ্নঃ ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল-
উত্তরঃ নৌকা
প্রশ্নঃ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোন সালে ?
উত্তরঃ ১৮৮৫ সালে
প্রশ্নঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল--
উত্তরঃ ৩৮০-৪১৫ সাল
প্রশ্নঃ কোন মোঘল সুবেদার বাংলার রাজধানী ঢাকা হইতে মুর্শিদাবাদে স্থানান্তর করেন?
উত্তরঃ মুর্শিদকুলি খান
প্রশ্নঃ লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
উত্তরঃ পুলিশ ব্যবস্থা
প্রশ্নঃ আর্যদের ধর্মগ্রন্থের নাম কী?
উত্তরঃ বেদ
প্রশ্নঃ ১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন?
উত্তরঃ নিশাত মজুমদার
প্রশ্নঃ ঐতিহাসিক ২১ দফা দাবীর প্রথম দাবি কি ছিল?
উত্তরঃ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
প্রশ্নঃ ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় কোন সালে?
উত্তরঃ ১৪৮৭ সালে
প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত ছিল?
উত্তরঃ কলকাতা
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা কেন প্রত্যাহার করা হয়েছিল?
উত্তরঃ প্রচন্ড গণআন্দোলনের জন্য
প্রশ্নঃ বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন ?
উত্তরঃ এরিস্টটল
প্রশ্নঃ নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন শহরে -
উত্তরঃ ঢাকায়
প্রশ্নঃ কোন জাতির আক্রমণে গুপ্ত সাম্রাজ্য ভেঙে পড়ে?
উত্তরঃ হুন জাতি
প্রশ্নঃ কোন ব্রিটিশ শাসকের সময়ে ভারত উপমহাদেশ স্বাধীন হয় ?
উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন
প্রশ্নঃ নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
উত্তরঃ ইবনে বতুতা
প্রশ্নঃ কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে?
উত্তরঃ পর্তুগীজরা
প্রশ্নঃ লর্ড লিটন কতসালে 'আর্মস অ্যাক্ট' প্রবর্তন করেন?
উত্তরঃ ১৮৭৮ সালে
প্রশ্নঃ কাকে 'প্রাচীন ভারতের নেপোলিয়ন' বলা হয়?
উত্তরঃ সমুদ্রগুপ্ত
প্রশ্নঃ চৈনিক পর্যটক ভারতে আসেন কার রাজত্বকালে ?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
প্রশ্নঃ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ -
উত্তরঃ ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ
প্রশ্নঃ ইবনে বতুতা কোন দেশের পর্যটক?
উত্তরঃ মরক্কো
প্রশ্নঃ ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
উত্তরঃ গিয়াস উদ্দিন আযম শাহ্‌
প্রশ্নঃ ১৯৫২ সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?
উত্তরঃ এক নতুন জাতীয় চেতনার
প্রশ্নঃ টিপু সুলতান কে ছিলেন ?
উত্তরঃ মহীশূরের শাসনকর্তা
প্রশ্নঃ বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়?
উত্তরঃ ১৬ ফেব্রুয়ারী ১৯৫৬
প্রশ্নঃ রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য' এ মামলা থেকে ১৯৬৯ সালে নিচের কোন তারিখে পাকিস্থানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেয়?
উত্তরঃ ২২ ফেব্রুয়ারী
প্রশ্নঃ ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেনেন্ট গর্ভনর কে ছিলেন?
উত্তরঃ ব্যামফিল্ড ফুলার
প্রশ্নঃ শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল যে সুলতানের শাসনামলে -
উত্তরঃ আলাউদ্দিন হুসেন শাহ্‌প্রশ্নঃ চৈনিক পর্যটক ভারতে আসেন কার রাজত্বকালে ?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
প্রশ্নঃ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ -
উত্তরঃ ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ
প্রশ্নঃ ইবনে বতুতা কোন দেশের পর্যটক?
উত্তরঃ মরক্কো
প্রশ্নঃ ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
উত্তরঃ গিয়াস উদ্দিন আযম শাহ্‌
প্রশ্নঃ ১৯৫২ সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?
উত্তরঃ এক নতুন জাতীয় চেতনার
প্রশ্নঃ টিপু সুলতান কে ছিলেন ?
উত্তরঃ মহীশূরের শাসনকর্তা
প্রশ্নঃ বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়?
উত্তরঃ ১৬ ফেব্রুয়ারী ১৯৫৬
প্রশ্নঃ রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য' এ মামলা থেকে ১৯৬৯ সালে নিচের কোন তারিখে পাকিস্থানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেয়?
উত্তরঃ ২২ ফেব্রুয়ারী
প্রশ্নঃ ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেনেন্ট গর্ভনর কে ছিলেন?
উত্তরঃ ব্যামফিল্ড ফুলার
প্রশ্নঃ শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল যে সুলতানের শাসনামলে -
উত্তরঃ আলাউদ্দিন হুসেন শাহ্‌
প্রশ্নঃ বঙ্গভঙ্গের কারনে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?
উত্তরঃ পূর্ববঙ্গ ও আসাম
প্রশ্নঃ পানিপথ অবস্থিত -
উত্তরঃ দিল্লির অদূরে
প্রশ্নঃ কোন বছর যুক্তফ্রন্ট প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে ?
উত্তরঃ ১৯৫৪
প্রশ্নঃ মধ্যযুগে কোন বিদেশী পরিব্রাজক প্রথম 'বাঙ্গালা' শব্দ ব্যবহার করেন ?
উত্তরঃ ইবনে বতুতা
প্রশ্নঃ ছয় দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো -
উত্তরঃ বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ
প্রশ্নঃ বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন -
উত্তরঃ শশাঙ্ক
প্রশ্নঃ রামসাগর দীঘি কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর
প্রশ্নঃ হিউয়েন সাং বাংলায় এসেছিলেন যার আমলে -
উত্তরঃ হর্ষবর্ধন
প্রশ্নঃ কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন ?
উত্তরঃ আলাউদ্দিন খিলজি
প্রশ্নঃ বাংলায় মুসলিম শাসন সূচনা করেন -
উত্তরঃ মুহাম্মদ বখতিয়ার খলজি
প্রশ্নঃ কোন দেশের বাণিজ্যিক কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে ?
উত্তরঃ ইংল্যান্ড
প্রশ্নঃ দ্বিতীয় বাহাদুর শাহ্‌কে নির্বাসিত করা হয় -
উত্তরঃ রেঙ্গুনে
প্রশ্নঃ ১৯৪৭ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন -
উত্তরঃ খাজা নাজিম উদ্দীন
প্রশ্নঃ প্রাক্তন পাকিস্থানকে বিদায় জানাতে 'আসসালামুআলাইকুম' জানিয়েছিলেন কে ?
উত্তরঃ মাওলান আব্দুল হামিদ খান ভাসানী
প্রশ্নঃ বাংলাদেশের বার ভূঁইয়ার অভ্যূত্থান ঘটে -
উত্তরঃ আকবরের সময়
প্রশ্নঃ পাকিস্থান গণপরিষদের অধিবেশনে বাংলাকে পরিষদের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের দাবী করেন -
উত্তরঃ ধীরেন্দ্র নাথ দত্ত
প্রশ্নঃ কোন নগরী মোঘল আমলে সুবা বাংলার রাজধানী ছিল?
উত্তরঃ ঢাকা
প্রশ্নঃ বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বানিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন -
উত্তরঃ পর্তুগীজরা
প্রশ্নঃ মেগাস্থিনিস কার রাজসভার গ্রীক দূত ছিলেন ?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য
প্রশ্নঃ হিউয়েন সাঙ কখন বাংলায় আগমন করেন?
উত্তরঃ সপ্তম শতকে
প্রশ্নঃ তৎকালীন পাকিস্থানে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে -
উত্তরঃ ১৯৫৬ সালে
প্রশ্নঃ দিল্লির সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলমান নারী কে ?
উত্তরঃ সুলতানা রাজিয়া
প্রশ্নঃ মুসলমান শাসনামলে এদেশে এসে অত্যচার ও লুট করেছে কারা ?
উত্তরঃ বর্গীরা
প্রশ্নঃ নিচের কোন কর্মসূচীকে 'ম্যাগনাকার্টা' হিসেবে গণ্য করা হয় ?
উত্তরঃ ৬ দফা
প্রশ্নঃ প্রথম পানি পথের যুদ্ধ কখন হয়?
উত্তরঃ ১৫২৬ খ্রিষ্টাব্দে
প্রশ্নঃ বাংলাদেশে নীল বিদ্রোহের অবসান হয় -
উত্তরঃ ১৮৬০ সালে
প্রশ্নঃ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ শামসুল হক
প্রশ্নঃ ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত এলাকায় অবস্থিত -
উত্তরঃ চকবাজারে
প্রশ্নঃ প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল?
উত্তরঃ ২টি
প্রশ্নঃ তৎকালীন মেজর জিয়াউর রহমান কোন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?
উত্তরঃ কালুরঘাট বেতারকেন্দ্র
প্রশ্নঃ কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন ?
উত্তরঃ তারিক
প্রশ্নঃ বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি?
উত্তরঃ পাল বংশ
প্রশ্নঃ কত সালে 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠন করা হয়?
উত্তরঃ ১৯৪৮ সালে
প্রশ্নঃ আর্যভট্ট কোন যুগের বিজ্ঞানী ছিলেন?
উত্তরঃ গুপ্ত
প্রশ্নঃ ইবনে বতুতা কোন শতকে বাংলায় আসেন ?
উত্তরঃ চতুর্দশ
প্রশ্নঃ আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন -
উত্তরঃ মাওলানা ভাসানী
প্রশ্নঃ টোডরমেলের নাম কোন সংস্কারের সঙ্গে জড়িত?
উত্তরঃ রাজস্ব
প্রশ্নঃ বিখ্যাত চিত্রকর্ম 'তিন কণ্যা'এর চিত্রকর কে?
উত্তরঃ কামরুল হাসান
প্রশ্নঃ কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে?
উত্তরঃ পলাশীর যুদ্ধ
প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় -
উত্তরঃ ১৬০০ সালে
প্রশ্নঃ প্রাচীন বাংলার কোন এলাকা কর্ণসুবর্ন নামে কথিত হতো ?
উত্তরঃ মুর্শিদাবাদ
প্রশ্নঃ কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?
উত্তরঃ শায়েস্তা খাঁ
প্রশ্নঃ ভারত বিভক্তের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ এটলি
প্রশ্নঃ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান নিচের কি ছিলেন?
উত্তরঃ যুগ্ম সম্পাদক
প্রশ্নঃ 'ছিয়াওরের মন্বন্তর' বাংলা কোন সনে হয়েছিল ?
উত্তরঃ ১১৭৬ সনে
প্রশ্নঃ কোন যুগ প্রাচীন ভারতের স্বর্নযুগ হিসেবে পরিচিত?
উত্তরঃ গুপ্তযুগ
প্রশ্নঃ 'বুলবুল-ই-হিন্দ' কাকে বলা হয়?
উত্তরঃ তানসেনকে
প্রশ্নঃ শাহজাহানের কনিষ্ঠ পুত্র -
উত্তরঃ মুরাদ
প্রশ্নঃ ভারতে প্রথম স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তক -
উত্তরঃ লর্ড রিপন
প্রশ্নঃ পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়?
উত্তরঃ ১৯৫৬
প্রশ্নঃ বাংলাদেশের গৃহিত এস্টেট একুইজিশন এন্ড টেনান্সী এ্যাক্ট কোন সনে পাস হয় ?
উত্তরঃ ১৯৫০
প্রশ্নঃ চীনা পরিব্রাজক ফা-হিয়েন কখন ভারতবর্ষ অবস্থান করেন ?
উত্তরঃ ৪০১-৪১০ খ্রিষ্টাব্দ
প্রশ্নঃ মাষ্টারদা সূর্যসেনের ফাঁসি কার্যকর হয়েছিল?
উত্তরঃ চট্টগ্রামে
প্রশ্নঃ আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
উত্তরঃ ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে
প্রশ্নঃ বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেন কে?
উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
প্রশ্নঃ বাংলায় স্বাধীন সুলতান কে ছিলেন ?
উত্তরঃ ফখরুদ্দিন মোবারক শাহ্‌
প্রশ্নঃ রাষ্ট্রভাষার আন্দোলন অংকুরিত হয় ১৯৪৭ সালে,মহীরুহে পরিনত হয় -
উত্তরঃ ১৯৫২ সালে
প্রশ্নঃ কোন ব্যক্তি বাংলাদেশকে 'ধনসম্পদপুর্ন নরক' বলে অভিহিত করেন?
উত্তরঃ ইবনে বতুতা
প্রশ্নঃ কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় -
উত্তরঃ ১৯৫৭
প্রশ্নঃ ৭ মার্চ ১৯৭১ বিখ্যাত কেন ?
উত্তরঃ বঙ্গবন্ধুর ভাষণ
প্রশ্নঃ ১৯৪৭ সালের সীমানা কমিশন যে নামে পরিচিত -
উত্তরঃ র‍্যাডক্লিফ কমিশন
প্রশ্নঃ প্রাচীন বাংলায় জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করেন -
উত্তরঃ রাজা শশাংক
প্রশ্নঃ বাংলার প্রথম সুবাদার কে ছিলেন ?
উত্তরঃ ইসলাম খান
প্রশ্নঃ দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন ?
উত্তরঃ শের শাহ
প্রশ্নঃ মোঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন ?
উত্তরঃ বাবর
প্রশ্নঃ প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি কে?
উত্তরঃ শশাঙ্ক
প্রশ্নঃ কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'?
উত্তরঃ হুমায়ুন
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় -
উত্তরঃ ২২ ফেব্রুয়ারী,১৯৬৯
প্রশ্নঃ যে বিদেশী রাজা ভারতের কোহিনুর মণি ও মযূর সিংহাসন লুট করেন -
উত্তরঃ নাদির শাহ্‌
প্রশ্নঃ ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন,তাঁর নাম-
উত্তরঃ জোয়ান বকস খাঁ
প্রশ্নঃ ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন?
উত্তরঃ ৪ দফা
প্রশ্নঃ ১৯৭১ সালের ২৫ মার্চ ছিল -
উত্তরঃ বৃহস্পতিবার
প্রশ্নঃ পাক-ভারত-বাংলা এই উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন সনে শুরু হয়?
উত্তরঃ ১৮৫৭
প্রশ্নঃ উপমহাদেশে সিপাহী বিদ্রোহ শুরু হয় কোন সালে ?
উত্তরঃ ১৮৫৭
প্রশ্নঃ অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী -
উত্তরঃ খাজা নাজিমুদ্দিন
প্রশ্নঃ ১৫২৬ খ্রিষ্টাব্দে পানি পথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন?
উত্তরঃ ইব্রাহিম লোদি
প্রশ্নঃ টোডরমল কে ?
উত্তরঃ আকবরের অর্থমন্ত্রী
প্রশ্নঃ পাকিস্থানের শাসনতন্ত্র কবে প্রথম প্রবর্তিত হয়?
উত্তরঃ ১৯৫৬
প্রশ্নঃ কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিস্কার করেন ?
উত্তরঃ ভাস্কো ডা গামা
প্রশ্নঃ ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
উত্তরঃ ম্যাগনাকার্টা
প্রশ্নঃ বাংলায় 'ঋণ সালিশি আইন' কার আমলে প্রণীত হয় ?
উত্তরঃ এ. কে. ফজলুল হক
প্রশ্নঃ কে বাদশাহ আলমগীরের ভাই ছিলেন না ?
উত্তরঃ শের শাহ্‌
প্রশ্নঃ ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় -
উত্তরঃ ১৮৫৮ সালে
প্রশ্নঃ পলাশীর যুদ্ধের তারিখ ছিল -
উত্তরঃ June 23,1757
প্রশ্নঃ কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন ?
উত্তরঃ মুহাম্মদ বিন কাসিম
প্রশ্নঃ দিল্লী সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা -
উত্তরঃ শামসুদ্দিন ইলতুৎমিশ
প্রশ্নঃ পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন?
উত্তরঃ ধীরেন্দ্রনাথ দত্ত
প্রশ্নঃ সম্রাট জাহাঙ্গীরের দরবারের প্রথম ইংরেজ দূত -
উত্তরঃ ক্যাপ্টেন হাকিন্স
প্রশ্নঃ ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে ?
উত্তরঃ শায়েস্তা খাঁ
প্রশ্নঃ ভাষা আন্দোলনের একজন পথপ্রদর্শক হিসেবে খ্যাত -
উত্তরঃ ধীরেন্দ্র নাথ দত্ত
প্রশ্নঃ বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?
উত্তরঃ ১৯১১
প্রশ্নঃ ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন ?
উত্তরঃ মুহম্মদ বিন তুঘলক
প্রশ্নঃ যে ইংরেজকে হত্যার অভিযোগে ক্ষুদিরামকে ফাঁসি দেয়া হয় তার নাম -
উত্তরঃ কিংসফোর্ড
প্রশ্নঃ তমুদ্দিন মজলিস কোন সনে প্রতিষ্ঠিত?
উত্তরঃ ১৯৪৭
প্রশ্নঃ দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে?
উত্তরঃ মুহম্মদ বিন তুঘলক
প্রশ্নঃ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি এক দম্ভোক্তি করে, যা ছিল নিম্নরূপঃ "লোকটি এবং তার দল পাকিস্থানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না " - এ দাম্ভোক্তিকারী ব্যক্তিটি কে?
উত্তরঃ জেনারেল টিক্কা খান
প্রশ্নঃ মহীশূরের টিপু সুলতান সর্বশেষ কোন ইংরেজ সেনাপতির সঙ্গে যুদ্ধ করেন ?
উত্তরঃ ওয়েলেসলি
প্রশ্নঃ চীন দেশের কোন ভ্রমনকারী গুপ্তযুগে বাংলাদেশ আগমন করেন ?
উত্তরঃ ফা হিয়েন
প্রশ্নঃ 'বাঙ্গালাহ' নামের প্রচলন করেন -
উত্তরঃ ইলিয়াস শাহ্‌
প্রশ্নঃ পলাশীর যুদ্ধ হয় কত সালে?
উত্তরঃ ১৭৫৭ সালে
প্রশ্নঃ অশোক কোন বংশের সম্রাট ছিলেন ?
উত্তরঃ মৌর্য
প্রশ্নঃ ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ বাগেরহাট
প্রশ্নঃ আরবদের আক্রমনের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন -
উত্তরঃ দাহির
প্রশ্নঃ বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?
উত্তরঃ নিষাদ
প্রশ্নঃ ইংরেজি কোন সনের দুর্ভিক্ষ 'পঞ্চাশের মন্বন্তর' নামে পরিচিত?
উত্তরঃ ১৯৪৩
প্রশ্নঃ ১৯৬৬ সালে ঘোষিত ছয়দফা কর্মসূচির মূল বক্তব্য কি ছিল? (Main object of 6 points programme declared in 1966 was)
উত্তরঃ পূর্ব পাকিস্থানের স্বায়ত্বশাসন (Autonomy of East Pakistan)
প্রশ্নঃ কোন সনে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন?
উত্তরঃ ১৫৭৬
প্রশ্নঃ কোন শাসনামলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল 'বাঙ্গালা' নামে অভিহিত হয়?
উত্তরঃ মুসলিম
প্রশ্নঃ পূর্ববঙ্গ ও আসাম গঠনকালে বৃটিশ ভারতের গভর্ণর জেনারেল ও ভাইসরয় ছিলেন-
উত্তরঃ লর্ড কার্জন
প্রশ্নঃ লর্ড ক্যানিং ভারত ঊপমহাদেশে প্রথম কোন ব্যাবস্থা চালু করেন?
উত্তরঃ পুলিশ ব্যবস্থা
প্রশ্নঃ 'হার্মাদ' শব্দটি কোন ভাষা থেকে আগত ?
উত্তরঃ পর্তুগিজ
প্রশ্নঃ 'মাৎস্যন্যায়' ধারণাটি কিসের সাথে সম্পর্কিত ?
উত্তরঃ আইন-শৃংখলাহীন অরাজক অবস্থা
প্রশ্নঃ ঢাকায় ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান -
উত্তরঃ বাহাদুরশাহ পার্ক
প্রশ্নঃ ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে হস্তান্তর করা হয় -
উত্তরঃ ১৯১২ সালে
প্রশ্নঃ মারাঠা শাসকের উপাধি ছিল -
উত্তরঃ পেশোয়া
প্রশ্নঃ বাঁশের কেল্লাখ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?
উত্তরঃ তিতুমীর
প্রশ্নঃ শেষ মুঘল সম্রাটের নাম কি ?
উত্তরঃ দ্বিতীয় বাহাদুর শাহ্‌
প্রশ্নঃ 'জিজিয়া' ছিল-
উত্তরঃ অমুসলমানদের উপর ধার্য সামরিক কর
প্রশ্নঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করেন?
উত্তরঃ ১৭৬৫
প্রশ্নঃ সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে?
উত্তরঃ লর্ড বেন্টিঙ্ক
প্রশ্নঃ ওলন্দাজরা কোন দেশের নাগরিক?
উত্তরঃ হল্যান্ড
প্রশ্নঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে 'জাতির জনক' ঘোষণা করা হয় ?
উত্তরঃ ৩ মার্চ, ১৯৭১
প্রশ্নঃ ১৯৪৮-৫২ এর ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর 'ভাষা দিবস' বলে একটি দিন পালন করা হত ।দিনটি ছিল কি?
উত্তরঃ ১১ মার্চ
প্রশ্নঃ 'ছিয়াত্তরের মন্বন্তর' নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
উত্তরঃ বাংলা ১১৭৬ সালে
প্রশ্নঃ যুক্তফ্রন্টে (১৯৫৪) রাজনৈতিক দলের সংখ্যা -
উত্তরঃ চার
প্রশ্নঃ ১৯৫২সালে পূর্ববাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ নুরুল আমিন
প্রশ্নঃ মোঘল আমলে ঢাকার নাম কি ছিল ?
উত্তরঃ জাহাঙ্গীরনগর
প্রশ্নঃ কোন গোষ্ঠি থেকে বাঙালী জাতির প্রধান অংশ গড়ে উঠেছে ?
উত্তরঃ অস্ট্রিক
প্রশ্নঃ ১৯৫৪ সালে পূর্ব পাকিস্থান প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টভূক্ত রাজনৈতিক দল নয় ?
উত্তরঃ ন্যাশনাল আওয়ামী পার্টি
প্রশ্নঃ ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কি?
উত্তরঃ স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা
প্রশ্নঃ প্রাচীনকালে এদেশের নাম ছিল -
উত্তরঃ বঙ্গ
প্রশ্নঃ ভাষা আন্দোলনের সময় পাকিস্থানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ খাজা নাজিমুদ্দিন
প্রশ্নঃ বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে?
উত্তরঃ ফা-হিয়েন
প্রশ্নঃ কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন ?
উত্তরঃ মুহম্মদ বিন তুঘলক
প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্তের সংখ্যা ছিলো -
উত্তরঃ ৩৫
প্রশ্নঃ কোন সালে পাকিস্থানে প্রথম সামরিক শাসন জারি হয়?
উত্তরঃ ১৯৫৮
প্রশ্নঃ ভারতীয় উপমহাদেশে প্রথম কখন ও কার আমলে ডাক সার্ভিস চালু হয় ?
উত্তরঃ শের শাহ
প্রশ্নঃ নীল বিদ্রোহ কখন সংঘটিত হয়?
উত্তরঃ ১৮৫৯-৬২ সালে
প্রশ্নঃ ১৯০৫ সাল ঢাকা যে নতুন প্রদেশটির রাজধানী হয়েছিল, সে প্রদেশটির নাম কি ?
উত্তরঃ পূর্ববঙ্গ ও আসাম
প্রশ্নঃ অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী -
উত্তরঃ এ কে ফজলুল হক
প্রশ্নঃ আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
উত্তরঃ ১৯৬৯ সালের গণ- অভ্যুত্থান
প্রশ্নঃ 'শহীদ আসাদ দিবস' পালিত হয় কবে?
উত্তরঃ ২০ জানুয়ারী
প্রশ্নঃ পানি পথের তৃতীয় যুদ্ধ হয়-
উত্তরঃ ১৭৬১ সালে
প্রশ্নঃ মুহম্মদ বখতিয়ার খিলজি কোন শতাব্দীতে বাংলাদেশে আসেন ?
উত্তরঃ ত্রয়োদশ
প্রশ্নঃ ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের উত্থাপক কে ছিলেন?
উত্তরঃ এ কে ফজলুল হক
প্রশ্নঃ হানাদার পাকিস্থানী সৈন্যরা কবে, কখন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আক্রমণ করে?
উত্তরঃ ২৫ মার্চ, ১৯৭১
প্রশ্নঃ প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ চাঁপাই নবাবগঞ্জ
প্রশ্নঃ ১৯৭০ সালে পাকিস্থানের প্রথম সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্টতা অর্জন করে?
উত্তরঃ আওয়ামী লীগ
প্রশ্নঃ ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় বা গর্ভনর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ লর্ড কার্জন
প্রশ্নঃ কত সালে ইউরোপ হতে আফ্রিকার উওমাশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্বদিকে আসার জলপথ আবিস্কৃত হয়?
উত্তরঃ ১৪৮৭ সালে
প্রশ্নঃ প্রথম বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের গর্ভনর জেনারেল কে ছিলেন ?
উত্তরঃ কার্জন
প্রশ্নঃ নিচের কোন ব্যক্তি মোঘল সম্রাট ছিলেন না ? (Which of the following was not a Mughal Emperor ?)
উত্তরঃ ঈসা খাঁ (Isha Khan)
প্রশ্নঃ অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? (Who was the last chief minister of undivided Bengal ?)
উত্তরঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী (Huseyen Shahid Shurwardy)
প্রশ্নঃ কোন সালে ইউরোপ হতে ভারতে আসার জলপথ আবিস্কৃত হয়েছে ?
উত্তরঃ ১৪৯৮ সালে
প্রশ্নঃ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় -
উত্তরঃ ১৯০৬ সালে
প্রশ্নঃ পাকিস্থানের গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলা করার দাবী জানান -
উত্তরঃ কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত
প্রশ্নঃ ভারতে সর্বপ্রথম কার সময় রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয় -
উত্তরঃ লর্ড ডালহৌসি
প্রশ্নঃ কোন সম্রাট সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি দেন?
উত্তরঃ জাহাঙ্গীর
প্রশ্নঃ জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী -এটি কার ঘোষনা?
উত্তরঃ দুদু মিয়া
প্রশ্নঃ মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন ?
উত্তরঃ আলাউদ্দিন খলজী
প্রশ্নঃ ভারতের যে সম্রাটকে 'আলমগীর' বলা হতো -
উত্তরঃ আওরঙ্গজেব
প্রশ্নঃ প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পৃক্ত ছিলেন -
উত্তরঃ ব্রিটিশ বিরোধী সন্ত্রাসী আন্দোলন
প্রশ্নঃ পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে সংঘটিত হয়?
উত্তরঃ ১৫৫৬
প্রশ্নঃ তিনবিঘা করিডোরের আয়তন কত ?
উত্তরঃ ১৭৮ ×৮৫ মিটার
প্রশ্নঃ ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহলগুলো কোন অঞ্চলে অবস্থিত?
উত্তরঃ কুচবিহার
প্রশ্নঃ বাংলাদেশের ভিতরে ভারতের কতগুলো ছিটমহল আছে ?
উত্তরঃ ১১১টি
প্রশ্নঃ তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
উত্তরঃ ডাউকি
প্রশ্নঃ ১৩ জানুয়ারি ২০১৪ দেশের তৃতীয় সীমান্ত হাট কোথায় উদ্বোধন করা হয়?
উত্তরঃ ছাগলনাইয়া, ফেনী
প্রশ্নঃ কোন জেলা রৌমারী ও বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত ?
উত্তরঃ কুড়িগ্রাম
প্রশ্নঃ বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত?
উত্তরঃ ফেনী
প্রশ্নঃ ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
উত্তরঃ ভারত ৩০টি ও মিয়ানমার ৩টি
প্রশ্নঃ আঙ্গরপোতা ও দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ লালমনিরহাট
প্রশ্নঃ ভারতের ছিটমহল নেই ?
উত্তরঃ রংপুরে
প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্যে নয়?
উত্তরঃ কক্সবাজার
প্রশ্নঃ কোন স্থানটি বাংলাদেশের ছিটমহল ?
উত্তরঃ দহগ্রাম
প্রশ্নঃ ৭ জানুয়ারি ২০১৫ মালামাল আমদানি-রপ্তানির উদ্দেশ্যে কোন স্থান কে স্থল শুল্ক স্টেশন ঘোষণা করা হয়?
উত্তরঃ পানগাঁও, ঢাকা
প্রশ্নঃ ভারতের কতটি 'ছিটমহল' বাংলাদেশের ভৌগলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
উত্তরঃ ১১১টি
প্রশ্নঃ দেশের ভাসমান এলএনজি টার্মিনাল কোথায় স্থাপিত হচ্ছে?
উত্তরঃ মহেশখালী, কক্সবাজার
প্রশ্নঃ দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ লালমনিরহাট
প্রশ্নঃ কোন নদীর অপর নাম কীর্তিনাশা ?
উত্তরঃ পদ্মা
প্রশ্নঃ 'দুবলার চর' কোথায় অবস্থিত ?
উত্তরঃ সুন্দরবনের দক্ষিন উপকূলে
প্রশ্নঃ বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়?
উত্তরঃ বগুড়া
প্রশ্নঃ বাংলাদেশের মহাস্থানগড়ের পুর্বদিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কি?
উত্তরঃ করতোয়া
প্রশ্নঃ নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না?
উত্তরঃ মালভূমি
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায় ?
উত্তরঃ কক্সবাজার
প্রশ্নঃ বংলাদেশের শীতল পানির ঝর্না কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ কক্সবাজার
প্রশ্নঃ সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত ?
উত্তরঃ বঙ্গোপসাগরে
প্রশ্নঃ নদীর তীরবর্তী শহর-বন্দর নিম্নের কোনটি সঠিক ?
উত্তরঃ সারদা-পদ্মা
প্রশ্নঃ বাংলাদেশের নদী গবেষণা ইন্সিটিউট কোথায়?
উত্তরঃ ফরিদপুর
প্রশ্নঃ পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
উত্তরঃ গোয়ালন্দ
প্রশ্নঃ চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ কোন পর্বতের অংশ?
উত্তরঃ আরাকান ইয়োমা
প্রশ্নঃ সারদা পুলিশ একাডেমী কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ পদ্মা
প্রশ্নঃ বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে কোনটি ?
উত্তরঃ ব্রহ্মপুত্র
প্রশ্নঃ The highest mountain peak in Bangladesh is -
উত্তরঃ Tajingdong
প্রশ্নঃ ভবদহ বিল অবস্থিত -
উত্তরঃ যশোরে
প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তরঃ ভোলা
প্রশ্নঃ The river Naf runs in Bangladesh along the border of -
উত্তরঃ Myanmar
প্রশ্নঃ বরেন্দ্রভূমি হলো -
উত্তরঃ প্লাইস্টোসিনকালের সোপান
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
উত্তরঃ কর্ণফুলী
প্রশ্নঃ ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
উত্তরঃ বুড়িগঙ্গা
প্রশ্নঃ অলিভ টারটল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়
উত্তরঃ সেন্টমার্টিন
প্রশ্নঃ চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত?
উত্তরঃ সীতাকুন্ডুতে
প্রশ্নঃ 'হিমছড়ি' কোন শহরের নিকট অবস্থিত?
উত্তরঃ কক্সবাজার
প্রশ্নঃ ভারত থেকে কতগুলি আন্তর্জাতিক নদী বাংলাদেশে প্রবেশ করেছে ?
উত্তরঃ ১টি
প্রশ্নঃ 'মহানন্দা' নদী কোন জেলায় ?
উত্তরঃ দিনাজপুর
প্রশ্নঃ মাওয়া ফেরিঘাট কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ পদ্মা
প্রশ্নঃ ব্রহ্মপুত্র নদী কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ?
উত্তরঃ কুড়িগ্রাম
প্রশ্নঃ সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত ?
উত্তরঃ সামুদ্রিক মাছ শিকারের জন্য
প্রশ্নঃ 'সোয়াচ অব নো গ্রাউন্ড' (Swatch of no ground ) এর মানে-
উত্তরঃ বঙ্গোপসাগরের একটি খাদের নাম
প্রশ্নঃ ঢাকা যে নদীর তীরে অবস্থিত-
উত্তরঃ বুড়িগঙ্গা
প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?
উত্তরঃ মহেশখালী
প্রশ্নঃ Where is the' Chimbuk Hill' situated ?
উত্তরঃ Bangladesh
প্রশ্নঃ বাংলাদেশের সর্বোচ্চ পর্বত 'বিজয়' -এর পূর্ণ নাম -
উত্তরঃ তাজিংডং
প্রশ্নঃ বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
উত্তরঃ নাফ
প্রশ্নঃ বাংলাদেশে ঢুকার পর গঙ্গা নদী , ব্রহ্মপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে -
উত্তরঃ গোয়ালন্দ
প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম হাওড়-
উত্তরঃ হাকালুকি
প্রশ্নঃ 'ভৈরব' নদীর অবস্থান কোথায় ?
উত্তরঃ ঝিনাইদহ
প্রশ্নঃ টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মনিপুর
প্রশ্নঃ 'নদী সিকস্তি' কারা ?
উত্তরঃ নদীর ভাঙনে সর্বস্বান্ত জনগণ
প্রশ্নঃ বাংলাদেশের সেন্টমাটিন দ্বীপ কোন জেলায় ?
উত্তরঃ কক্সবাজার
প্রশ্নঃ হিরন পয়েন্ট : সুন্দরবন :: এলিফ্যাণ্ট পয়েন্ট :
উত্তরঃ কক্সবাজার
প্রশ্নঃ পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে?
উত্তরঃ চাঁদপুর
প্রশ্নঃ মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ আড়িয়াল খাঁ
প্রশ্নঃ বাংলাদেশে জলপ্রপাত রয়েছে -
উত্তরঃ মাধবকুণ্ড
প্রশ্নঃ চরফ্যাশন কোন জেলায় ?
উত্তরঃ ভোলা
প্রশ্নঃ আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?
উত্তরঃ সাঙ্গু নদী
প্রশ্নঃ ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উচু ভূমিকে বলে -
উত্তরঃ ভাওয়ালের গড়
প্রশ্নঃ উত্তর -পূর্ব দিক থেকে আগত পদ্মার উপ-নদী কোনটি ?
উত্তরঃ মহানন্দা
প্রশ্নঃ নির্মল চর কোথায় অবস্থিত ?
উত্তরঃ রাজশাহী
প্রশ্নঃ কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ কক্সবাজার
প্রশ্নঃ গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ ভৈরব
প্রশ্নঃ স্বর্ণদ্বীপ কোথায় অবস্থিত?
উত্তরঃ হাতিয়া, নোয়াখালী
প্রশ্নঃ বাংলাদেশ উষ্ণজলের ঝর্ণাধারা অবস্থিত -
উত্তরঃ সীতাকুণ্ড
প্রশ্নঃ টাঙ্গুয়ার হাওড় কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ সুনামগঞ্জ
প্রশ্নঃ প্রস্তাবিত টিপাইমুখ বাঁধটি যে দুই নদীর সংযোগস্থলে তৈরী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে -
উত্তরঃ বরাক, তুইভাই
প্রশ্নঃ সেন্টমাটিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার ?
উত্তরঃ ৮
প্রশ্নঃ The river Padma enters Bangladesh through -
উত্তরঃ Rajshahi
প্রশ্নঃ কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে ?
উত্তরঃ দেওয়ানগঞ্জ
প্রশ্নঃ 'চেঙ্গী নদী' কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ খাগড়াছড়ি
প্রশ্নঃ মিয়ানমার হতে কটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে ?
উত্তরঃ ৩টি
প্রশ্নঃ নিঝুম দ্বীপের আয়তন কত?
উত্তরঃ ৯১ বঃ মাঃ
প্রশ্নঃ চলন বিল বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত ?
উত্তরঃ রাজশাহী-পাবনা
প্রশ্নঃ দক্ষিন তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তরঃ সাতক্ষীরায়
প্রশ্নঃ বরিশাল কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ কীর্তনখোলা
প্রশ্নঃ যশোর কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ কপোতাক্ষ
প্রশ্নঃ গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব-
উত্তরঃ নেপালে জলাধার নির্মান
প্রশ্নঃ ধলেশ্বরী কোন নদীর শাখা নদী ?
উত্তরঃ যমুনা
প্রশ্নঃ বাংলাদেশের কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত ?
উত্তরঃ মেঘনা
প্রশ্নঃ বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ ফেনী
প্রশ্নঃ বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি ?
উত্তরঃ মেঘনা
প্রশ্নঃ শীতলক্ষ্যা নদী কোন নদীর উপনদী ?
উত্তরঃ কোনটিই নয়
প্রশ্নঃ 'হালদা ভ্যালি' কোথায় অবস্থিত ?
উত্তরঃ খাগড়াছড়ি
প্রশ্নঃ স্বর্ণদ্বীপের পূর্ব নাম কি?
উত্তরঃ জাহাইজ্জার চর
প্রশ্নঃ অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়?
উত্তরঃ ২ ভাগে
প্রশ্নঃ দক্ষিণ তালপট্টি দ্বীপের-অপর নাম কি ?
উত্তরঃ পূর্বাশা দ্বীপ
প্রশ্নঃ সেন্টমার্টিন কি ধরনের দ্বীপ?
উত্তরঃ প্রবাল দ্বীপ
প্রশ্নঃ মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ করতোয়া
প্রশ্নঃ বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি ?
উত্তরঃ নাফ
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় হাকালুকি কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ মৌলভীবাজার
প্রশ্নঃ চলন বিল কোথায় অবস্থিত?
উত্তরঃ পাবনা ও নাটোর
প্রশ্নঃ মাওয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ মুন্সিগঞ্জ
প্রশ্নঃ বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী 'নাফ' নদীর দৈর্ঘ্য কত ?
উত্তরঃ ৫৬ কি.মি.
প্রশ্নঃ ব্রহ্মপুত্র নদ কোন দেশের ভিতর দিয়ে প্রবাহিত নয় ?
উত্তরঃ নেপাল
প্রশ্নঃ বাংলাদেশর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?
উত্তরঃ বিজয়
প্রশ্নঃ ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোথায় ?
উত্তরঃ মানস সরোবর
প্রশ্নঃ বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?
উত্তরঃ ভৈরব
প্রশ্নঃ গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নামে পরিচিত হয়েছে ?
উত্তরঃ পদ্মা
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি ?
উত্তরঃ মেঘনা
প্রশ্নঃ বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি ?
উত্তরঃ হালদা
প্রশ্নঃ এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি ?
উত্তরঃ হালদা নদী
প্রশ্নঃ মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ মৌলভীবাজার
প্রশ্নঃ 'ভৈরব' নদীর তীরে কোন শহর অবস্থিত ?
উত্তরঃ খুলনা
প্রশ্নঃ নিচের কোন নদীটি মৃত নয়?
উত্তরঃ হালদা
প্রশ্নঃ 'হাকালুকি' একটি -
উত্তরঃ হাওড়
প্রশ্নঃ কুয়াকাটা কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ পটুয়াখালীতে
প্রশ্নঃ দক্ষিন তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত ?
উত্তরঃ হাড়িয়াভাঙ্গা
প্রশ্নঃ The major part of Chalan Beel cover which of the following districts ?
উত্তরঃ Pabna
প্রশ্নঃ গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
উত্তরঃ ৯ বর্গ কিলোমিটার
প্রশ্নঃ মাতামহুরী নদী নিম্নের কোথা হতে উৎপন্ন হয়েছে ?
উত্তরঃ লামার মইভার পর্বত
প্রশ্নঃ Which is the largest riverine delta in the world ?
উত্তরঃ Bangladesh
প্রশ্নঃ বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি ?
উত্তরঃ গারো পাহাড়
প্রশ্নঃ কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে?
উত্তরঃ আত্রাই
প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম বা দীর্ঘতম নদী -
উত্তরঃ মেঘনা
প্রশ্নঃ পদ্মার প্রধান উপনদী--
উত্তরঃ মহানন্দা
প্রশ্নঃ 'দোলাই' কোন নদীর পূর্বনাম ?
উত্তরঃ বুড়িগঙ্গা
প্রশ্নঃ বাংলাদেশের মিঠা পানির মাছের উৎস-
উত্তরঃ সবগুলোই
প্রশ্নঃ টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ নাফ
প্রশ্নঃ কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
উত্তরঃ আসাম
প্রশ্নঃ Which of the following is the longest beach in the world ?
উত্তরঃ Cox's Bazar
প্রশ্নঃ যে নদীর উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে -
উত্তরঃ সাঙ্গু
প্রশ্নঃ যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ পদ্মা
প্রশ্নঃ বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয় ?
উত্তরঃ হালদা
প্রশ্নঃ বাংলাদেশের পাহাড় শ্রেনীর ভূ-তাত্বিক যুগের ভূমিরুপ হচ্ছে -
উত্তরঃ টারশিয়ারী যুগের
প্রশ্নঃ বাংলাদেশের সেন্টমাটিন দ্বীপের আর একটি নাম কি?
উত্তরঃ নারিকেল জিঞ্জিরা
প্রশ্নঃ সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে ?
উত্তরঃ করতোয়া
প্রশ্নঃ লালমাই পাহাড় নিচের কোন অঞ্চলে অবস্থিত?
উত্তরঃ কুমিল্লা
প্রশ্নঃ কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা-
উত্তরঃ ভেঙ্গি ভ্যালি
প্রশ্নঃ পুরাতন ব্রহ্মপুত্র নদটি কোন জেলার উপর দিয়ে প্রবাহিত ?
উত্তরঃ ময়মনসিংহ
প্রশ্নঃ পদ্মা নদীর উপনদী কোনটি ?
উত্তরঃ মহানন্দা
প্রশ্নঃ যশোর জেলায় অবস্থিত বিল---
উত্তরঃ ভবদহ
প্রশ্নঃ রাত্রে নৌ চলাচলের সুবিধার জন্য বাংলাদেশের কোথায় পুরানো বাতিঘর ছিল ?
উত্তরঃ কুতুবদিয়া
প্রশ্নঃ তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে?
উত্তরঃ যমুনা
প্রশ্নঃ কোনটি নদ ?
উত্তরঃ ব্রহ্মপুত্র
প্রশ্নঃ পুনর্ভবা,নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?
উত্তরঃ মহানন্দা
প্রশ্নঃ মনপুরা দ্বীপ কোন জেলার অন্তর্গত ?
উত্তরঃ ভোলা
প্রশ্নঃ কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশ প্রবেশ করেছে ?
উত্তরঃ আত্রাই
প্রশ্নঃ পূর্বাশা দ্বীপের অপর নাম-
উত্তরঃ দক্ষিণ তালপট্টি
প্রশ্নঃ সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী নিচের কোনটি ?
উত্তরঃ হাড়িয়াভাঙ্গা নদী
প্রশ্নঃ গড়াই কোন নদীর শাখা নদী?
উত্তরঃ পদ্মা
প্রশ্নঃ পুনর্ভবা কোন নদীর উপনদী ?
উত্তরঃ মহানন্দা
প্রশ্নঃ শীতলক্ষ্যা নদীর উৎপত্তি হয়েছে -
উত্তরঃ ব্রহ্মপুত্র নদ থেকে
প্রশ্নঃ দক্ষিন তালপট্টি দ্বীপের অবস্থান কোথায় ?
উত্তরঃ বঙ্গপসাগরের বুকে
প্রশ্নঃ কোনটি আন্তর্জাতিক নদী ?
উত্তরঃ ব্রহ্মপুত্র
প্রশ্নঃ নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তরঃ হাতিয়া
প্রশ্নঃ কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল -
উত্তরঃ আসামের লুসাই পাহাড়ের লংলেহ
প্রশ্নঃ 'হাইল হাওড়' কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ সুনামগঞ্জ
প্রশ্নঃ গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত ?
উত্তরঃ ৩৩
প্রশ্নঃ ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
উত্তরঃ কৈলাস
প্রশ্নঃ ২০০৪ সালের ভয়ংকর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায়--
উত্তরঃ ৭০০-৮০০ কি.মি
প্রশ্নঃ কোন কোন মাসে কাল-বৈশাখী ঝড় হয়?
উত্তরঃ চৈত্র-বৈশাখ
প্রশ্নঃ শীতকাল কোন দুইটি মাস ?
উত্তরঃ পৌষ-মাঘ
প্রশ্নঃ When did Sidr hit Bangladesh?/বাংলাদেশে সিডর (Sidr) কখন আঘাত হানে?
উত্তরঃ 15 Nov, 2007
প্রশ্নঃ What is the meaning of 'Sidr'?/'সিডর' শব্দের অর্থ কি?
উত্তরঃ Eye/চোখ
প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ?
উত্তরঃ সিলেট
প্রশ্নঃ বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা কত?
উত্তরঃ ২৬°সেঃ
প্রশ্নঃ বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
উত্তরঃ জানুয়ারি
প্রশ্নঃ বাংলাদেশের বৃষ্টিপাতের কতভাগ বর্ষাকালে হয় ?
উত্তরঃ ৮০%
প্রশ্নঃ নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত ?
উত্তরঃ ৭৮ . ১ %
প্রশ্নঃ ঘূর্ণিঝড় 'কোমেন' বাংলাদেশে আঘাত হানে কবে?
উত্তরঃ ৩০ জুলাই ২০১৫
প্রশ্নঃ ঘূর্ণিঝড় 'রোয়ানু' কবে বাংলাদেশে আঘাত হানে?
উত্তরঃ ২১ মে ২০১৬
প্রশ্নঃ প্রাকৃতিক দুর্যোগ ব্যাবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যাবস্থা গ্রহন সবচেয়ে ফলপ্রসূ হবে?
উত্তরঃ কমিউনিটি পর্যায়ে
প্রশ্নঃ স্পারসো কি ?
উত্তরঃ মহাকাশ গবেষণাকারী সরকারী সংস্থা
প্রশ্নঃ বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হয় -
উত্তরঃ উত্তর-পূর্ব শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে
প্রশ্নঃ কালাজ্বরের জীবাণুবাহী কোন মাছি?
উত্তরঃ বালিমাছি
প্রশ্নঃ বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে?
উত্তরঃ ৩০%
প্রশ্নঃ বাংলাদেশের জলবায়ুর নাম কি ?
উত্তরঃ ক্রান্তীয় মৌসুমী
প্রশ্নঃ বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ (প্রায়) কত?
উত্তরঃ ২০৩ সে.মি.
প্রশ্নঃ 'SPARRSO' কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়?
উত্তরঃ লালখানে
প্রশ্নঃ নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে?
উত্তরঃ সমুদ্রের জলস্তরের বৃদ্ধি (Sea level rise)
প্রশ্নঃ দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে?
উত্তরঃ ১৩ জুলাই
প্রশ্নঃ বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?
উত্তরঃ নাটোরের লালপুর
প্রশ্নঃ বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি?
উত্তরঃ লালপুর, নাটোর
প্রশ্নঃ মালদ্বীপের দিভেহী ভাষার শব্দ 'রোয়ানু'-এর অর্থ কি?
উত্তরঃ নারকেলের ছোবড়ার আঁশের দড়ি
প্রশ্নঃ বাংলাদেশের কালবৈশাখির ঝড় কখন হয়?
উত্তরঃ প্রাক- মৌসুমী বায়ু ঋতুতে
প্রশ্নঃ কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়?
উত্তরঃ পুনর্বাসন পর্যায়ে
প্রশ্নঃ ঘূর্ণিঝড় 'সিডর' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তরঃ সিংহলী
প্রশ্নঃ বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত ?
উত্তরঃ ২,০০০ মি.মি.
প্রশ্নঃ দূর্যোগ ব্যাবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথম হবে?
উত্তরঃ ঝুঁকি চিহ্নিত করণ
প্রশ্নঃ বজ্রপাতে বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন দেশে?
উত্তরঃ বাংলাদেশে
প্রশ্নঃ সমুদ্রপৃষ্ঠ ৪৫cm বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে Climate refuges হবে?
উত্তরঃ ৩.৫ কোটি
প্রশ্নঃ বাংলাদেশের শীতলতম স্থান কোনটি?
উত্তরঃ শ্রীমঙ্গল
প্রশ্নঃ Where do we have the highest annual rainfall in Bangladesh ?
উত্তরঃ Sylhet
প্রশ্নঃ বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয় ?
উত্তরঃ বর্ষা
প্রশ্নঃ বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়
প্রশ্নঃ বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
উত্তরঃ এপ্রিল
প্রশ্নঃ বাংলাদেশে বছরের কোন মাসে সবচেয়ে বড় দিন হয় ?
উত্তরঃ জুন
প্রশ্নঃ বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাতের অঞ্চল -
উত্তরঃ লালপুর
প্রশ্নঃ ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় ---- কে ?
উত্তরঃ সিলেট
প্রশ্নঃ 'রোহিতগিরি' কোন স্থানের পূর্ব নাম -
উত্তরঃ ময়নামতির
প্রশ্নঃ --- is known as the city of mosques.
উত্তরঃ Dhaka
প্রশ্নঃ বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম -
উত্তরঃ রাঢ়
প্রশ্নঃ চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম -
উত্তরঃ হরিকেল
প্রশ্নঃ What is the previous name of the Sonargaon ?
উত্তরঃ Suvarna Gram
প্রশ্নঃ কোন বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় ?
উত্তরঃ চট্টগ্রাম
প্রশ্নঃ প্রাচীন জাহাঙ্গীরনগরের বর্তমান নাম কি ?
উত্তরঃ ঢাকা
প্রশ্নঃ প্রাচীন 'চন্দ্রদ্বীপ' বর্তমান নাম কি?
উত্তরঃ বরিশাল
প্রশ্নঃ সিলেট --- প্রাচীন জনপদের অন্তর্গত-
উত্তরঃ হরিকেল
প্রশ্নঃ বরেন্দ্রভূমি নামে পরিচিত -
উত্তরঃ রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশের
প্রশ্নঃ কুমিল্লার পূর্ব নাম কি?
উত্তরঃ ত্রিপুরা
প্রশ্নঃ নোয়াখালীর পূর্বনাম কি ছিল ?
উত্তরঃ সুধারাম
প্রশ্নঃ বরেন্দ্র বলতে কোন এলাকাকে বুঝায় ?
উত্তরঃ উত্তর-পশ্চিমবঙ্গ
প্রশ্নঃ সমতট জনপদ কোথায় অবস্থিত ?
উত্তরঃ কুমিল্লা অঞ্চল
প্রশ্নঃ সিলেটের প্রাচীন নাম ছিল -
উত্তরঃ জালালাবাদ
প্রশ্নঃ প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত -
উত্তরঃ বর্ধমান
প্রশ্নঃ কোনটি ঢাকা বা চট্টগ্রাম বা সিলেটের অপর নাম নয় ?
উত্তরঃ ইসলামপুর
প্রশ্নঃ 'সাগরকন্যা' কোন এলাকার ভৌগলিক নাম?
উত্তরঃ পটুয়াখালী
প্রশ্নঃ প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত কোনটি ?
উত্তরঃ নারায়ণগঞ্জ
প্রশ্নঃ বরিশালের প্রাচীন নাম কি ?
উত্তরঃ চন্দ্রদ্বীপ
প্রশ্নঃ ঢাকার প্রাচীন নাম কি ?
উত্তরঃ জাহাঙ্গীরনগর
প্রশ্নঃ সোনালী আঁশের দেশ কোনটি?
উত্তরঃ বাংলাদেশ
প্রশ্নঃ বাংলাদেশের কোন বিভাগে 'বরেন্দ্রভূমি' অবস্থিত?
উত্তরঃ রাজশাহী
প্রশ্নঃ ময়নামতির পূর্ব নাম কি?
উত্তরঃ রোহিতগিরি



☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বিষয় বাংলাদেশ বিষয়াবলী"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে