গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১৯
ক. নদী ও নারী
খ. নেমেসিস
গ. যদি এমন হতো
ঘ. ফুড কনফারেন্স
উত্তরঃ ঘ(আবুল মনসুর)
০২| সৈয়দ মুজতবা আলীর যে প্রবন্ধে কাবুল শহরের কাহিনী বর্ণিত--★★
ক. চাচা কাহিনী
খ. দেশে বিদেশে
গ. ঝান্ডুদা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ(প্রধান চরিত্র আবদুর রহমান)
০৩| বাংলা সাহিত্যের প্রথম পত্রসাহিত্য রচনা করেন--★★
ক. ভারতচন্দ্র রায়
খ. আলাওল
গ. রামরাম বসু
ঘ. শাহ মুহম্মদ সগীর
উত্তরঃ গ
০৪| জসীম উদদীনের ভ্রমণ কাহিনিমূলক গ্রন্থ কোনটি?
ক. ইস্তাম্বুল যাত্রীর পত্র
খ. চলো মুসাফির
গ. বিলেতে সাড়ে সাতশ দিন
ঘ. আমার তুরস্ক
উত্তরঃ খ
০৫| নিচের কোনটি ভ্রমণ কাহিনি?★
ক. দুই দেশ, দুই মন
খ. পার্থিব
গ. জঙ্গম
ঘ. ভলগা থেকে গঙ্গা
উত্তরঃ ঘ
০৬| ‘সংস্কৃতির সংকট’ প্রবন্ধ গ্রন্থটি রচনা করেছেন-★★★
ক. বদরুদ্দিন উমর
খ. সৈয়দ শামসুল হক
গ. মোহাম্মদ মনিরুজ্জামান
ঘ. আবুল কালাম মনজুর মোরশেদ
উত্তরঃ ক(সভ্যতার সংকট রবীন্দ্রনাথের)
০৭| নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়?
ক. চার ইয়ারী কথা
খ. পালামৌ
গ. দৃষ্টিপাত
ঘ. দেশে বিদেশে
উত্তরঃ ক
০৮| ‘হঠাৎ আলোর ঝলকানি’ কোন জাতীয় রচনা?★★
ক. কাব্যগ্রন্থ
খ. গল্পগ্রন্থ
গ. উপন্যাস
ঘ. প্রবন্ধগ্রন্থ
উত্তরঃ ঘ
০৯| ‘মানবজীবন’, ‘মহৎজীবন’, ‘উন্নতজীবন’, প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
ক. এস ওয়াজেদ আলী
খ. এয়াকুব আলী চৌধুরী
গ. মোঃ লুৎফর রহমান
ঘ. মোঃ ওয়াজেদ আলী
উত্তরঃ গ(প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ)
১০| ‘পরার্থপরতার অর্থনীতি’র লেখক কে?
ক. আকবর আলী খান
খ. ড. মুহম্মদ ইউনুস
গ. ড. দেবপ্রিয় ভট্টাচার্য
ঘ. ড. আতিয়ার রহমান
উত্তরঃ ক
১১| ‘বিদায় হজ্জ্ব’ গ্রন্থের রচয়িতা কে?
ক. এস ওয়াজেদ আলী
খ. ইয়াকুব আলী চৌধুরী
গ. মোঃ লুৎফর রহমান
ঘ. মোঃ বরকতুল্লাহ
উত্তরঃ ঘ
১২| কোনটি মুহম্মদ এনামূল হকের রচনা?★★★
ক. ভাষার ইতিবৃত্ত
খ. আধুনিক ভাষাতত্ত্ব
গ. মনীষা মঞ্জুষা
ঘ. বাংলাদেশের আঞ্চলিক ভাষা
উত্তরঃ গ
১৩| ‘প্রভাত চিন্তা’, ‘নিভৃত চিন্তা’, ‘নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা★★★------?
ক. কালীপ্রসন্ন সিংহ
খ. কালীপ্রসন্ন ঘোষ
গ. কৃষ্ণচন্দ্র মজুমদার
ঘ. এস. ওয়াজেদ আলী
উত্তরঃ খ
১৪| 'সোভিয়েতের দিনগুলি' ভ্রমণকাহিনিটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. জসীমউদ্দীন
গ. বেগম রোকেয়া
ঘ. বেগম সুফিয়া কামাল
উত্তরঃ ঘ
১৫| অজিত দত্তের একমাত্র গবেষণাগ্রন্থ কোনটি?
ক. জনান্তিকে
খ. সরস প্রবন্ধ
গ. কথা ভারতী
ঘ. বাংলা সাহিত্যে হাস্যরস
উত্তরঃ ঘ
১৬| 'The Song of India' গ্রন্থের রচয়িতা কে?★★
ক. অমর্ত্য সেন
খ. এ পি জে আবদুল কালাম
গ. সরোজিনী নাইডু
ঘ. মহাত্মা গান্ধী
উত্তরঃ গ
১৭| 'পলাশীর যুদ্ধ' বইটি কে রচনা করেন?
ক. ডি এল রায়
খ. এন সি ঘোষ
গ. কালিদাস রায়
ঘ. চন্দ্রশেখর
উত্তরঃ ক
১৮| কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা?
ক. বিলাতের পত্র
খ. পথে-প্রবাসে
গ. অবিশ্বাস্য
ঘ. ইয়োরোপা
উত্তরঃ গ+দেশে-বিদেশে
১৯| ‘বাঙালি ও বাঙলা সাহিত্য’-গ্রন্থের রচয়িতা হলেন-
ক. মুহম্মদ শহীদুল্লাহ
খ. মুহম্মদ আব্দুল হাই
গ. সৈয়দ আলী আহসান
ঘ. আহমদ শরীফ
উত্তরঃ ঘ
২০| মুহম্মদ আবদুল হাই কার সহযোগিতায় ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ রচনা করেন?
ক. সৈয়দ আলী আহসান
খ. জিল্লুর রহমান সিদ্দিকী
গ. ড. রফিকুল ইসলাম
ঘ. ড. আহমদ শরীফ
উত্তরঃ ক
২১| 'Poverty and Famines' গ্রন্থের রচয়িতা কে?★★
ক. অমর্ত্য সেন
খ. গুনার মিরডাল
গ. মাইকেল লিফট
ঘ. উইলিয়াম রস্টো
উত্তরঃ ক
২২| আবুল কালাম শামসুদ্দীনের লেখা প্রবন্ধ কোনটি?
ক. ত্রিস্রোত
খ. খরতরঙ্গ
গ. দৃষ্টিকোণ
ঘ. কচিপাতা
উত্তরঃ গ
২৩| বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক-★★★
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্রমথ চৌধুরী
ঘ. রামসুন্দর ত্রিবেদী
উত্তরঃ গ
২৪| ‘পারস্য প্রতিভা’ গ্রন্থের রচয়িতা কে?
ক. মাওলানা আকরাম খাঁ
খ. ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
গ. মোঃ আব্দুল হাই
ঘ. মোঃ বরকতুল্লাহ
উত্তরঃ ঘ
২৫| ‘হুমায়ুননামা’ এর রচয়িতা-
ক. নূরজাহান
খ. গুলবদন বেগম
গ. হুমায়ুন
ঘ. আবুল ফজল
উত্তরঃ খ
২৬| ড. আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দীন রচিত বই--
ক. আজব প্রাণী আজব গাছ
খ. সাগরের রহস্যপুরী
গ. জলে-ডাঙ্গায়
ঘ. বাঘের ঘরে ঘোগের বাস
উত্তরঃ খ
২৭| সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
ক. রুহু চণ্ডালের হাড়
খ. কৈবর্ত খণ্ড
গ. ফুল বউ
ঘ. অলীক মানুষ
উত্তরঃ ঘ
২৮| অতুলচন্দ্র গুপ্তের 'কাব্য জিজ্ঞাসা' কোন জাতীয় গ্রন্থ?★★
ক. ট্র্যাজেডিমূলক
খ. রসতত্ত্বমূলক
গ. বীরত্বপূর্ণ
ঘ. শৃঙ্গাররসপূর্ণ
উত্তরঃ খ
২৯| ভাষা আন্দোলন সম্পর্কে সবেচেয় প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখক কে?
ক. বশীর আল-হেলাল
খ. ড. রফিকুল ইসলাম
গ. বদরুদ্দীন উমর
ঘ. ড. আহমদ শরীফ
উত্তরঃ গ
৩০| ‘বিলাতে সাড়ে সাতশ দিন’ গ্রন্থটির রচয়িতা কে?★★★
ক. ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
খ. ডঃ এনামূল হক
গ. মুহম্মদ আবদুল হাই
ঘ. ইব্রাহীম খাঁ
উত্তরঃ গ
৩১|'এসো বিজ্ঞানের রাজ্যে'র লেখক কে?★★★
ক. আবদুল হাই
খ. আবদুল্লাহ আল মুতী
গ. জাফর ইকবাল
ঘ. আবু জাফর শামসুদ্দীন
উত্তরঃ খ
৩২| 'বীরবলের হালখাতা' কার রচনা?
ক. আবু সায়ীদ আইয়ুব
খ. মোহিতলাল মজুমদার
গ. প্রমথ চৌধুরী
ঘ. আবদুল করিম সাহিত্যবিশারদ
উত্তরঃ গ
৩৩| 'একুশে ফেব্রুয়ারি' সংকলনটি প্রকাশিত হয় কত সালে?★★★
ক. ১৯৫১
খ. ১৯৫২
গ. ১৯৪৭
ঘ. ১৯৫৩
উত্তরঃ ঘ
৩৪| এস ওয়াজেদ আলী রচিত গ্রন্থ কোনটি?
ক. ভবিষ্যতের বাঙালি
খ. আত্নঘাতী বাঙালি
গ. বাংলায় ব্রতকথা
ঘ. বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়
উত্তরঃ ক
১৪৯৫| 'কাব্যমালঞ্চ' সংকলিত গ্রন্থটি কার দ্বারা সংকলিত?
ক. জসীমউদ্দীন
খ. জীবনানন্দ দাশ
গ. আবদুল হাকিম
ঘ. আবদুল কাদির
উত্তরঃ ঘ
৩৬|‘স্বরূপের সন্ধানে’- প্রবন্ধ গ্রন্থের রচয়িতা হলেন-★★★
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. মোতাহের হোসেন চৌধুরী
গ. ড. মুহম্মদ এনামূল হক
ঘ. ড. আনিসুজ্জামান
উত্তরঃ ঘ(ঢাবির ইমেরিটাস)
৩৭| ড. মুহম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি?★★★
ক. দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে
খ. সচ্ছল বাংলাদেশের সন্ধানে
গ. স্বনির্ভর স্বদেশের
ঘ. দারিদ্রহীন বিশ্বের প্রয়াসে
উত্তরঃ ক
২৪৯৮| কোন গ্রন্থটি টলস্টয়ের রচনা?
ক. ড. জিভাগো
খ. মা
গ. ফাউস্ট
ঘ. আনা কারে নিনা
উত্তরঃ ঘ
৩৯| 'সংস্কৃতি কথা' গ্রন্থটির রচয়িতার নাম?★★★
ক. মোতাহের হোসেন চৌধুরী
খ. গোপাল হায়দার
গ. আবুল ফজল
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ ক
৪০| বাংলা সাহিত্যের পুরাবৃত্ত গ্রন্থটির রচয়িতা কে?
ক. গোপাল হালদার
খ. ড. মুহাম্মদ এনামুল হক
গ. নুরুল মোমেন
ঘ. ড. ওয়াকিল আহমেদ
উত্তরঃ ঘ
৪১| কলিঙ্গ পুরস্কার লাভ করেন যে বাঙালি বৈজ্ঞানিক-★★★
ক. কুদরত-ই-খুদা
খ. জগদীশচন্দ্র বসু
গ. আল-মুতি-শরফুদ্দীন
ঘ. মেঘনাদ সাহা
উত্তরঃ গ
৪২| ‘সভ্যতার সংকট’ গ্রন্থটির রচয়িতার নাম-★★★
ক. রবীন্দ্রনাথের
খ. গোপাল হালদার
গ. আবুল ফজল
ঘ. সৈয়দ ওয়ালী উল্লাহ
উত্তরঃ ক
৪৩| 'নয়নচারা' গল্পটি কার রচনা?★★
ক. আবু ইসহাক
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. মাহবুবুল আলম
ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ খ
৪৪| আলাওলের ‘পদ্মাবতী’ পুঁথি সম্পাদনা করেছেন-
ক. ড. আহমদ শরীফ
খ. ড. সুকুমার সেন
গ. ড. মুহম্মদ এনামূল হক
ঘ. আব্দুল করিম সাহিত্য বিশারদ
উত্তরঃ ঘ
৪৫| 'তোষামোদ ও রাজনীতির ভাষা' কোন ধরনের গ্রন্থ?
ক. ব্যাকরণ-বিষয়ক
খ. গদ্যগ্রন্থ
গ. রম্যরচনা
ঘ. নাটক
উত্তরঃ গ
৪৬| ‘বাংলা সাহিত্যের ইতিহাস’ নামক বিখ্যাত গ্রন্থ কে রচনা করেছেন?
ক. ড. মুহম্মদ এনামুল হক
খ. মুহম্মদ আব্দুল হাই
গ. ড. কাজী দীন মুহাম্মদ
ঘ. ড. হুমায়ুন আজাদ
উত্তরঃ গ
৪৭| ‘সংস্কৃতির রূপান্তর’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. গোপাল হালদার
খ. সুফিয়া কামাল
গ. শহীদুল্লাহ কায়াসার
ঘ. আলতাফ মাহমুদ
উত্তরঃ ক
৪৮| 'হপ্ত পয়কর' কার রচনা?
ক. সৈয়দ আলাওল
খ. জৈনুদ্দিন
গ. দীনবন্ধু মিত্র
ঘ. অমিয় দেব
উত্তরঃ ক
৪৯| "মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর এক হাতে রণতূর্য"- কোন কবিতার চরণ?
ক. বিদ্রোহী
খ. শাতিল আরব
গ. প্রলয়োল্লাস
ঘ. খেয়াপারের তরণী
উত্তরঃ ক
৫০| বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-★★★
ক. নাটক
খ. ছোটগল্প
গ. প্রবন্ধ
ঘ. গীতি কবিতা
উত্তরঃ ঘ(মধ্যযুগের আদি নিদর্শন বলা হয়)
৫১| 'বাংলার মুখ' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
ক. মহাপৃথিবী
খ. মাল্যদান
গ. ঝরা পালক
ঘ. রূপসী বাংলা
উত্তরঃ ঘ
৫২| উনিশ শতকের গীতিকাব্য ধারার অন্যতম কবি-★★★
ক. নবীনচন্দ্র সেন
খ. বিহারী লাল
গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ. কামিনী রায়
উত্তরঃ খ(গীতিকবিতার জনক)
৫৩| 'অলৌকিক ইস্টিমার' গ্রন্থের রচয়িতা কে?★★★
ক. হূমায়ুন আজাদ
খ. হেলাল হাফিজ
গ. আসাদ চৌধুরী
ঘ. রফিক আজাদ
উত্তরঃ ক
৫৪| মঙ্গলকাব্যের কবি নন কে?
ক. কানাহরি দত্ত
খ. মানিক দত্ত
গ. ভারতচন্দ্র
ঘ. দাশু রায়
উত্তরঃ ঘ
৫৫| দ্য ব্লাড টেলিগ্রাম (The Blood Telegram)গ্রন্থটির লেখক--★★★
ক. রিচার্ড সেশন
খ. মার্কাস ফ্রান্ডা
গ. গ্যারি জে ব্যাস
ঘ. পল ওয়ালেচ
উত্তরঃ গ
৫৬| ‘উত্তরাধিকার’ কাব্যের রচয়িতা কে?★★
ক. রফিক আজাদ
খ. মোহাম্মদ রফিক
গ. শহীদ কাদরী
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ গ
৫৭| ‘সাত নরী হার’ কাব্যের রচয়িতা কে?
ক. আলাউদ্দিন আল আজাদ
খ. আল মাহমুদ
গ. আবু জাফর ওবায়দুল্লাহ
ঘ. রফিক আজাদ
উত্তরঃ গ
৫৮| 'অষ্টাদশী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. জাহানারা ইমাম
খ. হুমায়ুন কবির
গ. রফিকুল আযাদ
ঘ. মাযহারুল ইসলাম
উত্তরঃ খ
৫৯| 'তোমাকে অভিবাদন প্রিয়তমা' কাব্যগ্রন্থের কবি কে ?★★
ক. নির্মলেন্দু গুণ
খ. আল মাহমুদ
গ. আসাদ চৌধুরী
ঘ. শহীদ কাদরী
উত্তরঃ ঘ
৬০| আ. ন. ম. বজলুর রশীদের লেখা কাব্য কোনটি?
ক. মরুসূর্য
খ. ঝড়ের পাখি
গ. উত্তর ফাল্গুনী
ঘ. ত্রিমাসিক
উত্তরঃ ক
৬১| ‘মানুষের মানচিত্র’ কাব্যগ্রন্থটি কার রচনা?
ক. রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
খ. শহীদ কাদরী
গ. সৈয়দ শামসুল হক
ঘ. নির্মলেন্দু গুণ
উত্তরঃ ক
৬২| ‘আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা’-উক্তিটি কার?★
ক. নির্মলেন্দু গুণ
খ. মোহাম্মদ মনিরুজ্জামান
গ. মহাদেব সাহা
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ খ
৬৩| বেগম সুফিয়া কামালের কাব্য কোনটি?
ক. বঙ্গসুন্দরী
খ. উর্ব্বসী
গ. চক্রবাক
ঘ. সাঁঝের মায়া
উত্তরঃ ঘ
৬৪| ‘প্রেমাংশুর রক্ত চাই’, ‘না প্রেমিক না বপ্লিবী’, ‘কবিতা অমীমাংসিত রজনী’-কাব্যগ্রন্থের প্রণেতা হলেন-★
ক. আলাউদ্দিন আল আজাদ
খ. নির্মলেন্দু গুণ
গ. মহাদেব সাহা
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ খ
৬৫| বাংলাদেশের সাহিত্যে পরাবাস্তব কবি কে?★★★
ক. আবদুল মান্নান সৈয়দ
খ. সৈয়দ আলী আহসান
গ. খন্দকার আশরাফ হোসেন
ঘ. রফিক আজাদ
উত্তরঃ ক
৬৬| ‘তুনতু বুড়ির ছড়া’ গ্রন্থটি কার রচনা?
ক. এখলাসউদ্দিন আহমেদ
খ. আসাদ চৌধুরী
গ. সায্যাদ কাদির
ঘ. জিয়া হায়দার
উত্তরঃ ক
৬৭| ‘কুচবরণ কন্যা’ কাব্যের রচয়িতা-★★
ক. সৈয়দ আলী আশরাফ
খ. ড. আশরাফ সিদ্দিকী
গ. আহমদ রফিক
ঘ. জিল্লুর রহমান সিদ্দিকী
উত্তরঃ খ
৬৮| নিচের কোন কাব্যগ্রন্থটির রচয়িতা সৈয়দ এমদাদ আলী?
ক. ডালি
খ. এষা
গ. প্রদীপ
ঘ. কনকাঞ্জলি
উত্তরঃ ক
৬৯| কোন দুজন ত্রিশের দশকের লেখক?
ক. সুধীন্দ্রনাথ দত্ত ও বুদ্ধদেব বসু
খ. বিষ্ণ দে ও শওকত ওসমান
গ. সত্যেন্দ্রনাথ ও ফররুখ আহমদ
ঘ. মোজাম্মেল হক ও শাহাদাত হোসেন
উত্তরঃ ক
৭০| আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. মানুষের মানচিত্র
খ. নির্বাসিত নায়ক
গ. নারিন্দা লেন
ঘ. সাত নরী হার
উত্তরঃ ঘ
৭১| আবু হেনা মোস্তফা কামাল রচিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. উত্তরাধিকার
খ. আপন যৌবন বৈরী
গ. সশস্ত্র সুন্দর
ঘ. একদা এক রাজ্যে
উত্তরঃ খ
৭২| ‘রাজা যায় রাজা আসে’-★★ কাব্যগ্রন্থের রচয়িতা-
ক. আবুল হুসেন
খ. নির্মলেন্দু গুণ
গ. আবুল হাসান
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ গ
৭৩| নিচের কোনটি মহাদেব সাহা রচিত নয়?
ক. এই গৃহ এই সন্ন্যাস
খ. মানব এসেছি কাছে
গ. এক যে ছিল নেংটি
ঘ. চাই বিষ অমরতা
উত্তরঃ গ
৭৪| কখনো উপন্যাস লেখেনি
ক. কাজী নজরুল ইসলাম
খ. জীবনানন্দ দাশ
গ. সুধীন্দ্রনাথ দত্ত
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ গ(ক্লাসিক্যাল কবি)
৭৫| ‘কীর্তিনাশা’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. আবুল হাসান
খ. নির্মলেন্দু গুণ
গ. শহীদ কাদরী
ঘ. মোহাম্মদ রফিক
উত্তরঃ ঘ
৭৬| কোনটি কাব্যগ্রন্থ?
ক. কবিতা
খ. কাব্য পরিক্রমা
গ. কয়েকটি কবিতা
ঘ. বাঙলার কাব্য
উত্তরঃ গ
৭৭| বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার?★★★
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার
উত্তরঃ গ
৭৮| কোনটি কাব্যগ্রন্থ?
ক. শেষ প্রশ্ন
খ. শেষ লেখা
গ. শেষের কবিতা
ঘ. নবযুগ
উত্তরঃ খ
৭৯| 'মাগো ওরা বলে' কবিতাটি কার লেখা?
ক. সৈয়দ শামসুল হক
খ. শামসুর রহমান
গ. আল মাহমুদ
ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তরঃ ঘ
৮০| কোনটি নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ?
ক. বাংলার মাটি বাংলার জল
খ. তবক দেওয়া পান
গ. চুনিয়া আমার আর্কেডিয়া
ঘ. রৌদ্রে প্রতিধ্বনি
উত্তরঃ ক
৮১| ‘প্রতনু প্রত্যাশা’-কাব্যগ্রন্থের প্রণেতা-
ক. মোহাম্মদ মনিরুজ্জামান
খ. রিজিয়া রহমান
গ. সেলিনা হোসেন
ঘ. শহীদ কাদরী
উত্তরঃ ক
৮২| আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য কোনটি?
ক. মেঘনাদবধ
খ. পদ্মিনী উপাখ্যান
গ. দিকদর্শন
ঘ. ধূমকেতু
উত্তরঃ ক
৮৩| নিচের কোনটি কায়কোবাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ?
ক. অশ্রুমালা
খ. রূপচ্ছন্দা
গ. কল্পরেখা
ঘ. আনারকলি
উত্তরঃ ক
৮৪| বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত কাব্য কোনটি?★★★
ক. দ্বৈরথ
খ. কষ্টিপাথর
গ. তন্বী
ঘ. চতুর্দশী
উত্তরঃ ঘ
৮৫| সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. তন্বী
খ. উর্বশী
গ. ক্রন্দসী
ঘ. রূপসী
উত্তরঃ ক
৮৬| নিচের কোনটি বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্য নয়?
ক. সঙ্গীত শতক
খ. সবিতা সুন্দরী
গ. নিসর্গ সন্দর্শন
ঘ. বন্ধুবিয়োগ
উত্তরঃ খ
৮৭| কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য?★★★
ক. ব্রজাঙ্গনা
খ. বিলাতের পত্র
গ. বীরাঙ্গনা
ঘ. হিমালয়
উত্তরঃ গ
৮৮| 'মেঘদূত' কাব্য কার রচনা?★★
ক. মহাকবি কালিদাস
খ. বিশ্বকবি রবীন্দ্রনাথ
গ. ছন্দের কবি সত্যেন্দ্রনাথ
ঘ. পল্লীকবি জসীমউদ্দীন
উত্তরঃ ক
৮৯| ‘নিসর্গ সন্দর্শন’ কাব্যগ্রন্থটি কার রচনা?
ক. কামিনী রায়
খ. বিহারীলাল চক্রবর্তী
গ. গোবিন্দচন্দ্র দাস
ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ খ
৯০| ‘নাম রেখেছি কোমল গান্ধার’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?★★★
ক. জীবনানন্দ দাশ
খ. সুধীন্দ্রনাথ দত্ত
গ. বিষ্ণু দে
ঘ. অমিয় চক্রবর্তী
উত্তরঃ গ
৯১| ‘আমি কিংবদন্তির কথা বলছি’ এটি কী ধরনের রচনা?★★★
ক. উপন্যাস
খ. নাটক
গ. গল্পগ্রন্থ
ঘ. কাব্যগ্রন্থ
উত্তরঃ ঘ
৯২| "খোলাচিঠি" কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. জাহানারা আরজু
খ. রজনীকান্ত সেন
গ. সমর সেন
ঘ. মোহাম্মদ মাহফুজ উল্লাহ
উত্তরঃ গ
৯৩| 'ক্রন্দসী' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?★★
ক. জীবনানন্দ দাশ
খ. সুধীন্দ্রনাথ দত্ত
গ. অমিয় চক্রবর্তী
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ খ
৯৪| ‘এষা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. অক্ষয়কুমার বড়াল
খ. দেবেন্দ্রনাথ সেন
গ. গোবিন্দচন্দ্র সেন
ঘ. সুরেন্দ্রনাথ মজুমদার
উত্তরঃ ক
৯৫| ‘সনেট সঞ্চায়ন’, ‘সনেট শতক’, ‘সনেট মালা’- কাব্যত্রয়ের রচয়িতা কে?
ক. প্রেমেন্দ্র মিত্র
খ. সুফী মোতাহার হোসেন
গ. গোলাম মোস্তফা
ঘ. আব্দুল কাদির
উত্তরঃ খ
৯৬| "ফেরারী ফৌজ" কাব্যগ্রন্থটির লেখক কে?
ক. জাহানারা ইমাম
খ. আহমদ রফিক
গ. আ. ন. ম. বজলুর রশিদ
ঘ. প্রেমেন্দ্র মিত্র
উত্তরঃ ঘ
৯৭| ‘প্রেম ও ফুল, কস্তুরী, ফুলরেণু’ প্রভৃতি কাব্য কে রচনা করেন?
ক. মোজাম্মেল হক
খ. কামিনী রায়
গ. গোবিন্দচন্দ্র দাস
ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ গ
৯৮| 'পুষ্পিত ইমেজ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. জীবনানন্দ দাশ
খ. সুধীন্দ্রনাথ দত্ত
গ. অমিয় চক্রবর্তী
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ গ
৯৯| সুকান্ত ভট্টাচার্য রচিত কোন কাব্যটি ফ্যাসিবাদ বিরোধী?
ক. আকাল
খ. ছাড়পত্র
গ. হরতাল
ঘ. অভিযান
উত্তরঃ ক
১০০| বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য কোনটি?★★
ক. বন্ধবিয়োগ
খ. বঙ্গ সুন্দরী
গ. সারদা মঙ্গল
ঘ. সাধের আসন
উত্তরঃ গ
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১৯"
Post a Comment