সম্মিলিত জাতিপুঞ্জ বিষয়ক প্রশ্ন ও উত্তর

সম্মিলিত জাতিপুঞ্জ বিষয়ক প্রশ্ন ও উত্তর


1. সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরী প্রতিষ্ঠানটির নাম কি?

উঃ জাতিসংঘ।

2. সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৪৫ সালের ২৪ শে অক্টোবর।

3. সম্মিলিত জাতিপুঞ্জের কটি অঙ্গ আছে?

উঃ ৬ টি।

4. সম্মিলিত জাতিপুঞ্জের কোন অঙ্গের দ্বারা মহাসচিব নির্বাচিত হয়?

উঃ সাধারণ সভা।

5. সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য উদ্দেশ্য কি?

উঃ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখাএবং যুদ্ধমুক্ত পৃথিবী গড়ে তোলা।

6. সম্মিলিত জাতিপুঞ্জের কটি নীতি আছে?

উঃ.৭ টি।

7. ভেটো কি?

উঃ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের এক বিশেষ অসম্মতিসূচক ভোটদান ক্ষমতা।

8. নিরাপত্তা পরিষদে কত প্রকারের সদস্য আছে?

উঃ দুই প্রকার। স্থায়ী ও অস্থায়ী।

9. নিরাপত্তা পরিষদে স্থায়ী ও অস্থায়ী সদস্য সংখ্যা কত?

উঃ স্থায়ী সদস্য সংখ্যা ৫ এবং অস্থায়ী সদস্য সংখ্যা ১০।

10. সাধারণসভায় শান্তির জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রস্তাব কবে গৃহীত হয়েছিল?

উঃ ১৯৫০ সালে।

11. সম্মিলিত জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা কোনটি?

উঃ নিরাপত্তা পরিষদ।

12. সর্বশেষ কোন সম্মেলনের মধ্য দিয়ে কোন জাতিপুঞ্জের উদ্ভব হয়?

উঃ ১৯৪৫ সালে ২৪ শে অক্টোবর সানফ্রান্সিসকো সম্মেলন।

13. বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রের সংখ্যা কত?

উঃ ১৯২ টি।

14. সাধারণসভায় প্রতিটি সদস্যরাষ্ট্র কতজন করে প্রতিনিধি পাঠাতে পারে?

উঃ ৫ জন।

15. সাধারণসভায় প্রতিটি সদস্যরাষ্ট্র কটি করে ভোট দিতে পারে?

উঃ ১টি করে।

16. বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য নিরাপত্তা পরিষদের কটি শান্তিপূর্ণ পদ্ধতি আছে?

উঃ ৭ টি।

17. জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচনে নিরাপত্তা পরিষদের কতজন সদস্যের সমর্থন প্রয়োজন?

উঃ ৫ জন স্থায়ী সদস্যসহ কমপক্ষে ৯ জনের সমর্থন।

18. জাতিপুঞ্জের মহাসচিবের কার্য্যকাল কত?

উঃ পাঁচ বছর।

19. ২০১১ সালে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কে ছিলেন?

উঃ বান কি-মুন।

20. জাতিপুঞ্জের প্রথম মহাসচিবের নাম কি?

উঃ ট্রিগভি লি।

21. UNESCO-এর পুরো নাম কি?

উঃ United Nations Education Scientific and Cultural Organization.

22. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কার দ্বারা নির্বাচিত হয়?

উঃ সাধারণ সভা।

23. সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি?

উঃ আন্টোনিও গুতারেস।

24. WHO-এর পুরো নাম কি?

উঃ World Health Organization.

25. সাধারণসভার সদস্য কারা?

উঃ সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সব সার্বভৌম রাষ্ট্র।

26. জাতিপুঞ্জের সাধারণসভায় কতজন সহসভাপতি থাকেন?

উঃ ২১ জন।

27. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরাষ্ট্রগুলি কত বছরের জন্য সাধারণসভার দ্বারা নির্বাচিত হয়?

উঃ ২ বছরের জন্য।

28. জাতিপুঞ্জের সনদের মূলধারার সংখ্যা কত?

উঃ ১১১ টি।

29. নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্যরাষ্ট্রের নাম লেখ।

উঃ মার্কিন যুক্তরাষ্ট্র।

30. ‘লিগ অব নেশনস’ বা ‘জাতিসঙ্ঘ’ কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯২০ খ্রীষ্টাব্দের ১০ ই জানুয়ারী।

31. U.N.O.-এর সনদে কটি অধ্যায় আছে?

উঃ ১৯ টি।

32. সম্মিলিত জাতিপুঞ্জ দিবস কোন তারিখটি?

উঃ ২৪ শে অক্টোবর।

33. বেতেল সাধারণসভাকে কী বলে অভিহিত করেছেন?

উঃ বিশ্বের নাগরিক সভা।

34. নিরাপত্তা পরিষদের প্রধান কার্যালয় কোথায়?

উঃ নিউইয়র্কে।

35. পদ্ধতিগত প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণে পরিষদের কতজনের সমর্থন লাগে?

উঃ কমপক্ষে ৯ জনের।

36. আন্তর্জাতিক বিচারালয়ের ক-টি এলাকা আছে?

উঃ তিনটি।

37. আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উঃ নেদারল্যাণ্ডের হেগ শহরে।

38. অছি পরিষদের অধীনে মোট ক-টি অঞ্চল ছিল?

উঃ ১১ টি।

39. কতজন বিচারপতির উপস্থিতিতে আন্তর্জাতিক বিচারালয়ের কাজকর্ম হয়?

উঃ ৯ জন।

40. কোন ভারতীয় আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি হয়েছিলেন?

উঃ পি নগেন্দ্র।

41. কবে সম্মিল্লিত জাতিপুঞ্জে ‘মানবাধিকার অধিকার-সংক্রান্ত ঘোষনা’ গৃহীত হয়?

উঃ ১৯৪৮ সালে।

42. ‘United Nations’ নামটি কোন রাষ্ট্রনায়কের চয়ন করা?

উঃ আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট-এর।

43. কোন সনদকে ‘সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষনাপত্র’ নামে অভিহিত করা হয়?

উঃ ১৯৪৭ খ্রীষ্টাব্দের ১৪ ই আগস্টে প্রচারিত আটলাণ্টিক সনদকে।

44. কে কে আটলাণ্টিক সনদ ঘোষনা করেন?

উঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ও মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট।

45. জাতিপুঞ্জের অন্যতম নীতিটি কী?

উঃ সমসার্বভৌমত্ব নীতি।

46. বিশ্বের বিতর্কসভা কোনটি?

উঃ সাধারণ সভা।

47. U.N.O-এর দুটি আন্তঃসরকার সংগঠনের নাম লেখো।

উঃ U.N.E.S.Co ও W.H.O.

48. কে সাধারণসভাকে ‘কুটনীতিবিদদের সম্মেলন’ বলেছেন?

উঃ রাষ্ট্রবিজ্ঞানী সুম্যান।

49. U.N.O – এর ১ নং ধারায় কী বলা হয়েছে?

উঃ পৃথিবীকে যুদ্ধের হাত থেকে রক্ষা করতে জাতিপুঞ্জ সংকল্পবদ্ধ।

50. U.N.O – সনদ সংশোধনের ক্ষেত্রে কোন দুটি সংস্থার ভূমিকা বেশি?

উঃ নিরাপত্তা পরিষদ ও সাধারণ সভা।

51. নিরাপত্তা পরিষদের দুটি অস্থায়ী সদস্যরাষ্ট্রের নাম লেখো।

উঃ ভারত ও দক্ষিণ আফ্রিকা।

52. পৃথিবীতে কতগুলি সার্বভৌম রাষ্ট্র আছে?

উঃ ১৯৪ টি।

53. সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণসভা কাদের নিয়ে গঠিত?

উঃ সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত সদস্যরাষ্ট্রকে নিয়ে।

54. কাকে বিশ্বনাগরিক বলা হয়?

উঃ U.N.O –র সাধারণ সভাকে।

55. আটলাণ্টিক সনদ কবে সাক্ষরিত হয়?

উঃ ১৯৪১ খ্রীষ্টাব্দে।

56. সম্মিলিত জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে কোথায় আলোচনা করা হয়েছে?

উঃ প্রস্তাবনায়।

57. নিরাপত্তা পরিষদে মোট সদস্য সংখ্যা কত?

উঃ ১৫ টি।

58. নিরাপত্তা পরিষদে কাদের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে?

উঃ কেবল স্থায়ী সদস্যদের।

59. জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে বর্তমান সদস্যরাষ্ট্রের সংখ্যা কত?

উঃ ৫৪ জন।

60. আন্তর্জাতিক বিচারালয় গঠিত হয় কতজন বিচারপতিকে নিয়ে?

উঃ ১৫ জন।

61. আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতিরা নিযুক্ত হন কত বছরের জন্য?

উঃ ৯ বছরের জন্য।

62. কোন যুদ্ধের পরিপ্রেক্ষিতে সাধারণসভায় ‘শান্তির সপক্ষে ঐক্যবদ্ধ হওয়ার প্রস্তাব’ গৃহীত হয়?

উঃ কোরিয়া যুদ্ধের।

63. সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৪৫ সালে।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সম্মিলিত জাতিপুঞ্জ বিষয়ক প্রশ্ন ও উত্তর"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে