ইউরোপে ফ্যাসিবাদের উত্থান বিষয়ক প্রশ্ন ও উত্তর

ইউরোপে ফ্যাসিবাদের উত্থান বিষয়ক প্রশ্ন ও উত্তর


1. কত সালে মুসোলিনীর জন্ম হয়?

উঃ ১৮৮৩ খ্রীষ্টাব্দের ২৯ শে জুলাই।

2. মুসোলিনী সম্পাদিত পত্রিকাটির নাম লেখো।

উঃ আভান্তি।

3. কে কবে ফ্যাসিস্ট দল গড়ে তোলেন?

উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দের ২৩ শে মার্চ মুসোলিনী।

4. কবে কাদের মধ্যে ল্যাটেরান চুক্তি সাক্ষরিত হয়?

উঃ ১৯২৯ খ্রীষ্টাব্দে পোপের সঙ্গে মুসোলিনীর।

5. কবে কোথায় হিটলারের জন্ম হয়?

উঃ ১৮৮৯ খ্রীষ্টাব্দের ২০ শে এপ্রিল অষ্ট্রিয়ায়।

6. ‘মেইন ক্যাম্ফ’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ হিটলার।

7. কবে রোম বার্লিন চুক্তি সাক্ষরিত হয়?

উঃ ১৯৩৬ খ্রীষ্টাব্দে।

8. কবে কাদের মধ্যে ‘কমিণ্টার্ন-বিরোধী চুক্তি’ সাক্ষরিত হয়?

উঃ ১৯৩৬ খ্রীষ্টাব্দের ২৫ শে নভেম্বর জার্মানী ও জাপানের মধ্যে।

9. কবে কাদের মধ্যে মিউনিখ চুক্তি সাক্ষরিত হয়?

উঃ ১৯৩৮ খ্রীষ্টাব্দের ২৯ শে সেপ্টেম্বর মুসোলিনী ও হিটলারের মধ্যে।

10. কত সালে মুসোলিনী ইতালির প্রধানমন্ত্রী হন?

উঃ ১৯২২ খ্রীষ্টাব্দের ৩০ শে অক্টোবর।

11. কত সালে হিটলারের ‘মেইন ক্যাম্প’ প্রকাশিত হয়?

উঃ ১৯২৫ খ্রীষ্টাব্দে।

12. স্পেনে কত সালে জেনারেল ফ্রাঙ্কোর একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৩৮ খ্রীষ্টাব্দের ৪ঠা প্রিল।

13. কবে জার্মানী পোল্যাণ্ড আক্রমণ করেন?

উঃ ১৯৩৮ খ্রীষ্টাব্দের ১লা নভেম্বর।

14. কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়?

উঃ ১৯৩৮ খ্রীষ্টাব্দের ৩রা নভেম্বর।

15. কডিলো কাকে বলে?

উঃ ফ্রাঙ্কোকে।

16. ইল-ডুচে কাকে বলা হত?

উঃ মুসলিনীকে।

17. ফ্যুয়েরার কাকে বলা হয়?

উঃ হিটলারকে।

18. আভান্তি কী?

উঃ মুসোলিনীর সম্পাদিত একটি পত্রিকা।

19. হাইলে সেলাসি কে?

উঃ আবিসিনিয়ার সম্রাট।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "ইউরোপে ফ্যাসিবাদের উত্থান বিষয়ক প্রশ্ন ও উত্তর"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে