দূর প্রাচ্যঃ চীন ও জাপান বিষয়ক প্রশ্ন ও উত্তর

দূর প্রাচ্যঃ চীন ও জাপান বিষয়ক প্রশ্ন ও উত্তর


1. চীনের দুটি নদীর নাম লেখো।

উঃ হোয়াংহো ও ইয়াংসি কিয়াং।

2. ক্যাণ্টনপ্রথা কী?

উঃ ষোড়শ শতকে ক্যাণ্টন বন্দরে বাণিজ্যরত ইউরোপীয়দের শহরের মূল ফটকের বাইরে একটি নির্দিষ্ট স্থানে বসবাস ও বাণিজ্যিক কার্যকলাপ চালাতে হত। প্রধান ফটক পেরিয়ে কখনই তার মূল শহরে প্রবেশ করতে পারত না। সরকারের অনুমোদন প্রাপ্ত ‘কো হং’ নামক বণিক সঙঘের মাধ্যমেই তাদের সমস্ত লেনদেন চালাতে হত – কোন অবস্থাতেই তাদের চীনের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হত না বা তারা অন্য বণিকদের কাছ থেকেও সস্তা দরে মাল কিনতে পারত না। তাদের চীনা ভাষা ও আদব-কায়দা শিক্ষা নিষিদ্ধ ছিল এবং ক্যাণ্টনে তারা চীনা ফৌজদারী ও বাণিজ্যিক আইন মেনে চলতে বাধ্য ছিল। এই ব্যবস্থা ক্যাণ্টনপ্রথা নামে পরিচিত।

3. কত সালে প্রথম অহিফেন যুদ্ধ শুরু হয়?

উঃ ১৮৪০ খ্রীষ্টাব্দের জুন মাসে।

4. কবে কাদের মধ্যে নানকিং সন্ধি সাক্ষরিত হয়?

উঃ ১৮৪২ খ্রীষ্টাব্দের ২৯ শে আগস্ট চীন ও ইংরেজদের মধ্যে।

5. কবে বগ-এর সন্ধি সাক্ষরিত হয়?

উঃ ১৮৪ খ্রীষ্টাব্দের ১৮ই অক্টোবর।

6. কবে কাদের মধ্যে টিয়েনসিনের সন্ধি সাক্ষরিত হয়?

উঃ ১৮৫৮ খ্রীষ্টাব্দে চীনের সঙ্গে ইংল্যাণ্ড ও ফ্রান্সের।

7. কবে পিকিং এর সন্ধি সাক্ষরিত হয়?

উঃ ১৮৬০ খ্রীষ্টাব্দে।

8. কবে কাদের মধ্যে শিমনোশেকির সন্ধি সাক্ষরিত হয়?

উঃ ১৮৯৫ খ্রীষ্টাব্দে চীনের সঙ্গে জাপানের।

9. কে কবে ‘উন্মুখ দ্বার’ নীতি ঘোষণা করেন?

উঃ ১৮৯৯ খ্রীষ্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে।

10. কবে তাইপিং বিদ্রোহ শুরু হয়?

উঃ ১৮৫০ খ্রীষ্টাব্দে।

11. তাইপিং আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন?

উঃ হ্যাং-শিউ-চুয়ান।

12. বক্সার বিদ্রোহ কবে শুরু হয়?

উঃ ১৮৯৯ খ্রীষ্টাব্দে।

13. ‘আই হো চুয়ান’ কী?

উঃ একটি গুপ্ত সমিতি।

14. চীনা ভাষায় ‘চুয়ান’ কথার অর্থ কী?

উঃ মুষ্টিযুদ্ধ।

15. কবে কাদের মধ্যে বক্সার প্রোটোকল সন্ধি সাক্ষরিত হয়?

উঃ ১৯০১ খ্রীষ্টাব্দের ৭ই সেপ্টেম্বর চীন ও ১১টি বিদেশী শক্তির মধ্যে।

16. কবে কার নেতৃত্বে চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯১১ খ্রীষ্টাব্দে ডঃ সান ইয়াৎ-সেনের নেতৃত্বে।

17. আধুনিক চীনের জনক কে?

উঃ ডঃ সান ইয়াৎ-সেন

18. কে কবে ‘শিং-চুং-হুই’ বা ‘চীনের পুনর্জাগরণ’ সংস্থা প্রতিষ্ঠা করেন?

উঃ ১৮৯৪ খ্রীষ্টাব্দে ডঃ সান ইয়াৎ-সেন।

19. কে কবে ‘সান-মিন-চু-আই’ বা চীনা জনগণের জন্য তিনটি নীতি’ ঘোষণা করেন? তিনটি নীতি কী কী?

উঃ ১৮৯৮ খ্রীষ্টাব্দে ডঃ সান ইয়াৎ-সেন। তিনটি নীতি হল – জন-জাতীয়তাবাদ, জন-গণতন্ত্রবাদ, জন-সমাজতন্ত্রবাদ

20. ‘তুং-মেং-হুই’ বা ‘সাধারণ মৈত্রী লীগ’ কে গঠন করেন?

উঃ ডঃ সান ইয়াৎ-সেন।

21. কে কবে ‘কুয়োমিনটাং’ দল গঠন করেন?

উঃ.১৯১২ খ্রীষ্টাব্দে ডঃ সান ইয়াৎ-সেন।

22. কে কবে ‘চুংঘুয়া কেমিং টাং’ বা ‘চীনা বিপ্লবী দল’ নামক সংস্থা গঠন করেন?

উঃ ১৯১৪ খ্রীষ্টাব্দে ডঃ সান ইয়াৎ-সেন।

23. সান-ইয়াৎ-সেন কবে মারা যান?

উঃ ১৯২৫ খ্রীষ্টাব্দে।

24. ‘লং মার্চ’ বা ‘দীর্ঘ যাত্রা’ কী?

উঃ মাও-সে-তুংয়ের নেতৃত্বে পরিবার-পরিজন্সহ প্রায় এক লক্ষ কমিউনিস্ট সরকারি বাহিনীর অবরোধ ভেঙে ৬০০০ মাইল পথ অতিক্রম করে দক্ষিণ দক্ষিণ চীন থেকে উত্তর-পশ্চিম চীনের দুর্গম পার্বত্য অঞ্চলে অপেক্ষাকৃত নিরাপদ স্থান শেন্‌সি প্রদেশে উপস্থিত হয়। পাহাড়-পর্বত, নদ-নদী, সরকারি বাহিনীর আক্রমণ এবং প্রবল দুঃখ-দুর্দশা অতিক্রম করে ২৬৮ দিন পর ১৯৫ খ্রীষ্টাব্দে তার তাদের গন্তব্যস্থানে পৌঁছায়। ইতিহাসে এই ঘটনা ‘লং মার্চ’ বা ‘দীর্ঘ যাত্রা’ নামে পরিচিত।

25. কবে কার নেতৃত্বে পিকিং-এ ‘জনগণের প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৪৯ খ্রীষ্টাব্দের ১লা অক্টোবর মাও-সে-তুং-এর নেতৃত্বে।

26. চীনের প্রজাতন্ত্রের প্রথম চেয়ারম্যান এবং প্রথম প্রধানমন্ত্রী কে?

উঃ প্রথম চেয়ারম্যান মাও-সে-তুং এবং প্রথম সভাপতি চৌ-এন-লাই।

27. জাপানিরা তাদের দেশকে কি বলে অভিহিত করত?

উঃ সূর্যোদয়ের দেশ।

28. হ্যারিস চুক্তি কবে সাক্ষরিত হয়?

উঃ ১৮৫৮ খ্রীষ্টাব্দে।

29. শিমোনোশিকের সন্ধি কত খ্রীষ্টাব্দে সাক্ষরিত হয়?

উঃ ১৮৯৫ খ্রীষ্টাব্দে।

30. কবে কাদের মধ্যে পোর্টসমাউথের সন্ধি সাক্ষরিত হয়?

উঃ ১৯০৪ খ্রীষ্টাব্দে জাপান ও রাশিয়ার মধ্যে।

31. জাপান কবে কার কাছে ‘একুশ দফা’ দাবি পেশ করে?

উঃ ১৯১৫ খ্রীষ্টাব্দে জাপান চীনের কাছে।

32. ওয়াশিংটন চুক্তি কবে সাক্ষরিত হয়?

উঃ ১৯২১ খ্রীষ্টাব্দে।

33. কত সালে চীনে আফিমের আমদানি ও ব্যবহার নিষিদ্ধ হয়?

উঃ ১৮০০ খ্রীষ্টাব্দে।

34. কানাগাওয়ার সন্ধি কত খ্রীষ্টাব্দে সাক্ষরিত হয়?

উঃ ১৮৫৪ খ্রীষ্টাব্দের ৩১ শে মার্চ।

35. কত সালে টোকিও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৭৭ খ্রীষ্টাব্দে।

36. কত সালে চীনে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয়?

উঃ ১৯২১ খ্রীষ্টাব্দে।

37. জু-সি কে?

উঃ চীনের রাজমাতা।

38. চীনে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে?

উঃ চিয়াং-কাই-শেক।

39. রুশ-জাপান যুদ্ধ কবে শুরু হয় এবং কোন সন্ধিতে এর সমাপ্তি ঘটে?

উঃ ১৮৯৪ খ্রীষ্টাব্দে শুরু হয় এবং ওয়াশিংটন চুক্তি দ্বারা সমাপ্তি ঘটে।

40. অ্যাটম বোমা সর্বপ্রথম কোন দুটি শহরের ওপর ফেলা হয়?

উঃ হিরোসিমা ও নাগাসাকি শহরে।

41. জাপানের কোন দুটি শহর আণবিক বোমায় বিনষ্ট হয়েছিল?

উঃ হিরোসিমা ও নাগাসাকি শহর।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "দূর প্রাচ্যঃ চীন ও জাপান বিষয়ক প্রশ্ন ও উত্তর"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে