রাশিয়ার সংস্কার ও বিপ্লব বিষয়ক প্রশ্ন ও উত্তর

রাশিয়ার সংস্কার ও বিপ্লব বিষয়ক প্রশ্ন ও উত্তর


1. কে কবে রোমানভ বংশের প্রতিষ্ঠা করেন?

উঃ ১৬১৩ খ্রীষ্টাব্দে মিখাইল রোমানভ রোমানভ বংশের প্রতিষ্ঠা করেন।

2. কে কবে প্রথম ‘জার’ উপাধি লাভ করেন?

উঃ ১৫৪৭ খ্রীষ্টাব্দে রাজা চতুর্থ আইভান।

3. কে কবে রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটান?

উঃ ১৯১৭ খ্রীষ্টাব্দে জার দ্বিতীয় নিকোলাস।

4. ডিকাব্রিস্ট বিদ্রোহ কী?

উঃ স্বৈরাচারী জার-শাসনাধীনে রাশিয়ায় নির্যাতিত ভূমিদাসদের ঘন ঘন বিদ্রোহ জার-সরকারকে ব্যতিব্যস্ত করে তোলে। জার প্রথম নিকোলাসের প্রতিক্রিয়াশীল শাসনের বিরুদ্ধে রুশ জাতীয়তাবাদীরা একাধিক গুপ্ত সমিতি গড়ে তোলে এবং ১৮২৫ খ্রীষ্টাব্দের ২৬ শে ডিসেম্বর গুপ্ত সমিতির সদস্যরা এক বিদ্রোহ সংঘটিত করে। ডিসেম্বর মাসে অনুষ্ঠিত বলে এই বিদ্রোহ ডেকাব্রিস্ট বিদ্রোহ নামে পরিচিত।

5. রাশিয়ার দুজন কবি ও দুজন ঔপন্যাসিকের নাম লেখ।

উঃ দুজন কবি হলেন – পুশকিন ও লারমণ্টভ এবং দুজন ঔপন্যাসিক হলেন – টলস্টয় ও তুর্গেনিভ।

6. মুক্তির আইন বা ঘোষণাপত্র কবে ঘোষিত হয়?

উঃ ১৮৬১ খ্রীষ্টাব্দের ১৯ শে ফেব্রুয়ারি।

7. কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়?

উঃ জার দ্বিতীয় আলেকজাণ্ডার যুগ যুগ ধরে নিপীড়িত ভূমিদাসদের দাসত্ববন্ধন থেকে মুক্তি দেবার জন্য তিনি মুক্তিদাতা জার নামে পরিচিত।

8. ‘থার্ড সেকশান’ কী?

উঃ জার প্রথম নিকোলাসের আমলে তৈরি গুপ্ত পুলিশবাহিনী।

9. কোন জারের রাজত্বকালে নিহিলিস্ট আন্দোলনের প্রসার ঘটে?

উঃ দ্বিতীয় আলেকজাণ্ডারের রাজত্বকালে।

10. কার কোন উপন্যাসের ‘নিহিলিস্ট’ কথাটি প্রথম ব্যবহৃত হয়?

উঃ রুশ ঔপন্যাসিক তুর্গেনিভের ‘ফাদারস অ্যাণ্ড সানস’ উপন্যাসে।

11. কবে সোস্যাল ডেমোক্রেটিক দল বিভক্ত হয়ে পড়ে?

উঃ ১৯০৩ খ্রীষ্টাব্দে।

12. সোস্যাল ডেমোক্রেটিক দল কি কি ভাগে বিভক্ত হয়ে পড়ে?

উঃ বলশেভিক ও মেনশেভিক।

13. কাউণ্ট উইটি কে?

উঃ জার দ্বিতীয় নিকোলাসের মন্ত্রী।

14. পোর্টসমাউথের সন্ধি কবে সাক্ষরিত হয়?

উঃ ১৯০৫ খ্রীষ্টাব্দে।

15. অক্টোবর ইস্তাহার কী?

উঃ ১৯০৫ খ্রীষ্টাব্দের অক্টোবর মাসে মন্ত্রী কাউন্ট উইটির পরামর্শে এক ঘোষণাপত্র জারি করে তিনি শাসন-সংস্কারের কথা বলে। এই ঘোষণাপত্র ‘অক্টোবর ইস্তাহার’ নামে পরিচিত।

16. ডুমা কী?

উঃ রুশ পার্লামেণ্টের নাম ডুমা।

17. ট্রটস্কি কে?

উঃ অক্টোবর বিপ্লবের নেতা।

18. বলশেভিক বা নভেম্বর বিপ্লব কবে শুরু হয়?

উঃ ১৯১৭ খ্রীষ্টাব্দে।

19. বলশেভিক আন্দোলনের একজন নেতার নাম লেখ।

উঃ লেনিন।

20. এপ্রিল থিসিস বা থিসিস মতবাদ কবে প্রকাশিত হয়?

উঃ ১৬ই এপ্রিল ১৯১৭ খ্রীষ্টাব্দে।

21. ব্রেস্ট লিটোভস্কের সন্ধি কবে হয়?

উঃ ১৯১৮ খ্রীষ্টাব্দের ৩রা মার্চ।

22. চেকা কী?

উঃ এক পুলিশবাহিনী।

23. কবে কার উদ্যোগে কোথায় ‘তৃতীয় আন্তর্জাতিক বা কমিণ্টার্ন’ প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে লেনিনের উদ্যোগে মস্কোতে।

24. বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে?

উঃ লেনিন।

25. ভলাদিমির ইলিচ উলিয়ানভ এর ছদ্মনাম কী?

উঃ লেনিন।

26. ‘ইসক্রা’ কী?

উঃ স্ট্যালিনের সম্পাদিত একটি পত্রিকা।

27. স্ট্যালিনের প্রকৃত নাম কী?

উঃ ভলাদিমির ইলিচ উলিয়ানভ।

28. কবে মিখাইল চুক্তি সাক্ষরিত হয়?

উঃ ১৯৩৮ খ্রীষ্টাব্দে।

29. কবে রাশিয়ার নাম ‘সংযুক্ত সোভিয়েত সোসালিস্ট রিপাবলিক’ হয়?

উঃ ১৯২৪ খ্রীষ্টাব্দে।

30. কত সালে লেনিনের মৃত্যু হয়?

উঃ ১৯২৪ খ্রীষ্টাব্দে।

31. কত সালে স্ট্যালিনের মৃত্যু হয়?

উঃ ১৯৫৩ খ্রীষ্টাব্দে।

32. কে কবে ‘মুক্তির আইন’ পাশ করেন?

উঃ ১৮৬১ খ্রীষ্টাব্দে জার দ্বিতীয় আলেকজাণ্ডার।

33. কেরেনেস্কি কে?

উঃ মেনশেভিক দলের সভাপতি।

34. ‘লাল ফৌজ কী?

উঃ লেনিনের তৈরি এক সেনাবাহিনী।

35. কুলাক কী?

উঃ রুশ বিপ্লবের সময় রাশিয়ায় সৃষ্ট নতুন জোতদার শ্রেণি।

36. রুশ বিপ্লবের সময় জার কে ছিলেন?

উঃ জার দ্বিতীয় নিকোলাস।

37. রাশিয়াতে ‘নতুন অর্থনৈতিক নীতি’ কে প্রবর্তন করেন?

উঃ লেনিন।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "রাশিয়ার সংস্কার ও বিপ্লব বিষয়ক প্রশ্ন ও উত্তর"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে