আরব জাতীয়তাবাদ বিষয়ক প্রশ্ন ও উত্তর

আরব জাতীয়তাবাদ বিষয়ক প্রশ্ন ও উত্তর


1. সৌদি আরব নাম হল কেন?

উঃ ওয়াহাবী আন্দোলনের নেতা ইবন সাউদ এর নাম অনুসারে নাম হয় সৌদি আরব।

2. বেইরুটের প্রোটেস্টান্ট কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৬৩ খ্রীষ্টাব্দে।

3. লরেন্স অব অ্যাবেরিয়া কে?

উঃ কর্নেল লরেন্স নামক ইংরেজ কর্মচারী তিনি লরেন্স অব অ্যাবেরিয়া নামে বেশি পরিচিত।

4. সৌদি আরবের আগে কী নাম ছিল?

উঃ হেজ্জাজ।

5. ইবন সাউদ কে?

উঃ ওয়াহাবী আন্দলনের নেতা।

6. ব্যালফুর কে?

উঃ ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী।

7. ওয়াফদ কী?

উঃ সাদ জগজুল পাশার দ্বারা প্রতিষ্ঠিত মিশরের জাতীয়তাবাদী দল।

8. সাদ জগলুল পাশা কে?

উঃ মিশরের জাতীয়তাবাদী আন্দোলনের নেতা।

9. আরব লীগ কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৪৫ খ্রীষ্টাব্দের মার্চ মাসে।

10. সেভরের সন্ধি কত সালে হয়?

উঃ ১৯২০ খ্রীষ্টাব্দের ১০ই মার্চ।

11. বতন কী?

উঃ তুরস্কের একটি গুপ্ত সমিতি।

12. ‘বতন’ শব্দের অর্থ কী?

উঃ পিতৃভূমি।

13. মুস্তাফা কামাল পাশা কত সালে জন্মগ্রহণ করেন?

উঃ ১৮৮০ খ্রীষ্টাব্দে।

14. কামাল আতাতুর্ক কত সালে ‘তরুণ তুর্কি’ দলে যোগদান করেন?

উঃ ১৯০৮ খ্রীষ্টাব্দে।

15. ল্যাসেনের সন্ধি কত সালে হয়?

উঃ ১৯২৩ খ্রীষ্টাব্দে।

16. কবে কাদের সঙ্গে বলকান চুক্তি সাক্ষরিত হয়?

উঃ ১৯৩৪ খ্রীষ্টাব্দে গ্রীস, রুমানিয়া ও যুগোশ্লোভিয়ার সঙ্গে তুরস্কের।

17. তুরস্কে কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯২৩ খ্রীষ্টাব্দের ১৩ই অক্টোবর।

18. তুরস্ককে কবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়?

উঃ ১৯২৮ খ্রীষ্টাব্দে।

19. তুরস্কে কবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়?

উঃ ১৯৩৪ খ্রীষ্টাব্দে।

20. কবে কামাল আতাতুর্কের মৃত্যু হয়?

উঃ ১৯৩৮ খ্রীষ্টাব্দে।

21. ইউরোপের রুগ্ন মানুষ বলা হত কোন দেশকে?

উঃ তুরস্ককে।

22. ইস্রায়েলের প্রথম সভাপতি কে?

উঃ কামাল পাশা।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "আরব জাতীয়তাবাদ বিষয়ক প্রশ্ন ও উত্তর"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে