পূর্বাঞ্চল সমস্যা বিষয়ক প্রশ্ন ও উত্তর

পূর্বাঞ্চল সমস্যা বিষয়ক প্রশ্ন ও উত্তর


1. পূর্বাঞ্চল সমস্যা কী?

উঃ পূর্বাঞ্চল বলতে ইউরোপের পূর্বদিকে অবস্থিত স্থানসমূহকে বোঝায় এবং এই স্থানসমূহকে কেন্দ্র করে যে সমস্যা তা পূর্বাঞ্চল সমস্যা নামে পরিচিত।

2. পূর্বাঞ্চল সমস্যার কারণগুলো কী?

উঃ পূর্বাঞ্চল সমস্যার মূলে চারটি কারণ বর্তমান। যথা-

১। তুরস্ক সাম্রাজ্যের ক্রমাবনতি।

২। বলকান অঞ্চলে বসবাসকারী জাতীয়তাবোধে উদ্বুদ্ধ বিভিন্ন খ্রীষ্টান-জাতিগোষ্ঠীর মুক্তিলাভের আকাঙ্ক্ষা।

৩। তুরস্কের দুর্বলতার সুযোগে বলকান অঞ্চলে রাশিয়ার দ্রুত অগ্রগতি।

৪। রুশ সম্প্রসারণ রোধে ইংল্যাণ্ড, ফ্রান্স ও অস্ট্রিয়ার প্রয়াস।

3. কাকে ‘ইউরোপের রুগ্ন মানুষ’ বলা হয়?

উঃ তুরস্ককে।

4. কত সালে গ্রীস স্বাধীনতা লাভ করে?

উঃ ১৮২৯ খ্রীষ্টাব্দে।

5. ক্রিমিয়ার যুদ্ধ কবে শুরু হয়?

উঃ ১৮৫৪ খ্রীষ্টাব্দের মার্চ মাসে।

6. ‘ভিয়েনা নোট’ কী?

উঃ রাশিয়া কর্তৃক মোলদাভিয়া ও ওয়ালাচিয়া অধিকৃত হলে শঙ্কিত ইংল্যাণ্ড, ফ্রান্স, অস্ট্রিয়া ও প্রাশিয়া ভিয়েনাতে মিলিত হয় এবং সম্মিলিতভাবে তুরস্ক ও রাশিয়ার কাছে একটি প্রস্তাব পাঠায়। এই প্রস্তাব ভিয়েনা নোট নামে খ্যাত।

7. প্যারিসের সন্ধি কবে সাক্ষরিত হয়?

উঃ ১৮৫৬ খ্রীষ্টাব্দে।

8. স্যানস্টিফানো-র সন্ধি কবে সাক্ষরিত হয়?

উঃ ১৮৭৮ খ্রীষ্টাব্দে।

9. কোন সন্ধি দ্বারা রাশিয়া বেসরাবিয়া দখল করে?

উঃ ১৮৭৮ খ্রীষ্টাব্দের স্যানস্টিফানো সন্ধি দ্বারা।

10. কবে কার সঙ্গে রাইখস্ট্যাণ্ডের গোপন চুক্তি সাক্ষরিত হয়?

উঃ ১৮৭৭ খ্রীষ্টাব্দে রাশিয়া ও অস্ট্রিয়ার সঙ্গে।

11. কবে কার নেতৃত্বে কোথায় বার্লিন চুক্তি সাক্ষরিত হয়?

উঃ ১৮৭৮ খ্রীষ্টাব্দের জুন মাসে জার্মানীর চ্যান্সেলর বিসমার্কের সভাপতিত্বে জার্মানীর বার্লিন শহরে।

12. বার্লিন চুক্তির শর্তগুলি কী কী?

উঃ ১। সার্বিয়া, মন্টেনিগ্রো ও রুমানিয়া স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পায়।

২। বসনিয়া ও হারজেগোভিনার ওপর অস্ট্রিয়ার কতৃত্ব প্রতিষ্ঠিত হয়।

৩। রাশিয়া পায় বেসারাবিয়া, বার্টুম, কারস্‌ এবং আর্মেনিয়ার কিছু অংশ।

৪। ইংল্যাণ্ড পেল সাইপ্রাস এবং ফ্রান্সকে টিউনিস দেওয়া হয়।

13. বুখারেস্টের সন্ধি কবে সাক্ষরিত হয়?

উঃ ১৮৬৬ খ্রীষ্টাব্দে।

14. কবে কোথায় কার শাসনকালে ‘তরুণ তুর্কি’ আন্দোলন শুরু হয়?

উঃ ১৯০৮ খ্রীষ্টাব্দে আব্দুল হামিদের শাসনকালে তুরস্কে।

15. কবে কার নেতৃত্বে ‘কমিটি অব ইউনিয়ান অ্যান্ড প্রোগ্রেস বা জাতীয় ঐক্য ও প্রগতি সমিতি গঠিত হয়?

উঃ ১৮৮৯ খ্রীষ্টাব্দে ইব্রাহিম তেনোর নেতৃত্বে।

16. ‘কমিটি অব ইউনিয়ান অ্যান্ড প্রোগ্রেস বা জাতীয় ঐক্য ও প্রগতি সমিতি’র সদর দপ্তর কোথায় ছিল?

উঃ কন্‌স্টাণ্টিনোপলে।

17. লণ্ডন চুক্তি কবে সাক্ষরিত হয়?

উঃ ১৯১৩ খ্রীষ্টাব্দে।

18. সেভরের সন্ধি কবে সাক্ষরিত হয়?

উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে।

19. ল্যাসেনের সন্ধি কবে সাক্ষরিত হয়?

উঃ ১৯২৩ খ্রীষ্টাব্দে।

20. বলকান সংঘ কবে কাদের দ্বারা গঠিত হয়?

উঃ ১৯১২ খ্রীষ্টাব্দে গ্রীসের প্রধানমন্ত্রী ভেনিজোলাস এর নেতৃত্বে সার্বিয়া, গ্রীস, বুলগেরিয়া ও মণ্টেনিগ্রো এই চারটি রাজ্য একত্রিত হয়ে বলকান সংঘ গঠন করে।

21. কে কবে ‘বলকান লীগ’ গঠন করেন?

উঃ ১৯১২ খ্রীষ্টাব্দে গ্রীসের প্রধানমন্ত্রী ভেনিজোলাস এর নেতৃত্বে সার্বিয়া, গ্রীস, বুলগেরিয়া ও মণ্টেনিগ্রো এই চারটি রাজ্য একত্রিত হয়ে বলকান সংঘ গঠন করে।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "পূর্বাঞ্চল সমস্যা বিষয়ক প্রশ্ন ও উত্তর"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে