সপ্তবর্ষব্যাপী যুদ্ধ ও সমসাময়িক ইউরোপ বিষয়ক প্রশ্ন ও উত্তর
উঃ ১৭৫৬-১৭৬৩ খ্রীষ্টাব্দ পর্যন্ত মোট সাত বছর।
2. সপ্তবর্ষব্যাপী যুদ্ধে দুই প্রতিপক্ষ দল কে কে ছিল?
উঃ একপক্ষে ছিল ফ্রান্স, অস্ট্রিয়া ও তাদের মিত্রবর্গ। আর অপরপক্ষে ছিল প্রাশিয়া, ব্রিটেন ও তাদের মিত্ররা।
3. প্যারিসের শান্তি চুক্তি কবে সাক্ষরিত হয়?
উঃ ১০ ই ফেব্রুয়ারি।
4. হিউবাটসবার্গের শান্তিচুক্তি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৫ই ফেব্রুয়ারি ১৭৬৩।
5. কোন কোন সন্ধির মাধ্যমে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান হয়?
উঃ প্যারিসের শান্তিচুক্তি ও হিউবাটর্সবার্গের শান্তিচুক্তির মাধ্যমে।
6. কোন সন্ধি দ্বারা অস্ট্রিয়া চিরদিনের মতো প্রাশিয়াকে সাইলেশিয়া ছেড়ে দিতে বাধ্য হয়?
উঃ হিউবার্টসবার্গের সন্ধি দ্বারা।
7. কোন সন্ধির দ্বারা ফ্রান্স ইংল্যাণ্ডকে কানাডা, কেপ ব্রিটেন, নোভোস্কোশিয়া, টোবাগো প্রভৃতি অঞ্চল ছেড়ে দিতে বাধ্য হয়?
উঃ প্যারিসের সন্ধির দ্বারা।
8. কত খ্রীষ্টাব্দে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের পরিসমাপ্তি ঘটে?
উঃ ১৭৬৩ খ্রীষ্টাব্দে।
9. সপ্তবর্ষব্যাপী যুদ্ধের ফলাফল কী?
উঃ ১। ঔপনিবেশিক প্রতিযোগিতায় ফ্রান্স ও স্পেনের চেয়ে ইংল্যাণ্ড অনেক বেশি অগ্রসর হয়।
২। ইউরোপীয় শক্তি হিসাবে ফ্রান্স ও অস্ট্রিয়ার প্রাধান্য হ্রাস পায়।
৩। প্রাশিয়া ও রাশিয়া বৃহৎ শক্তিরূপে আত্মপ্রকাশ করে।
৪। পোল্যাণ্ড ও তুরস্ক বৃহৎ শক্তিবর্গের শিকারে পরিণত হয়।
৫। যুদ্ধান্তে ইংল্যাণ্ড-ফ্রান্স, অস্ট্রিয়া-প্রাশিয়া, রাশিয়া-অস্ট্রিয়া, ফ্রান্স-প্রাশিয়া দ্বন্দ্ব।
৬। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ও ফরাসী বিপ্লব ইউরোপীয় রাজনীতিকে জটিলতর করে তোলে।
10. কোন সময়কে ইউরোপের ইতিহাসে জ্ঞানদীপ্তি বা মানসিক উৎকর্ষের যুগ বলা হয়?
উঃ অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধকে।
11. অষ্টাদশ শতাব্দীর কয়েকজন জ্ঞানদীপ্ত শাসকের নাম উল্লেখ কর।
উঃ প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডারিক, অস্ত্রিয়ার সম্রাট দ্বিতীয় যোসেফ এবং রাশিয়ার সম্রাজ্ঞী দ্বিতীয় ক্যাথারিন। এছাড়া সুইডেনের তৃতীয় গুস্তাভাস, স্পেনের তৃতীয় চার্লস, টাস্কেনির লিওপোল্ড, পর্তুগালের প্রথম চার্লস।
12. কে নিজেকে ‘রাষ্ট্রের প্রধান ভৃত্য’ বলে মনে করতেন?
উঃ দ্বিতীয় ফ্রেডারিক।
13. কে কত খ্রীষ্টাব্দে ‘ধর্মসহিষ্ণুতার আইন’ জারি করে?
উঃ ১৭৮১ খ্রীষ্টাব্দে অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় যোসেফ।
14. কে কত খ্রীষ্টাব্দে সার্ফ বা ভূমিদাস প্রথা বাতিল করেন?
উঃ ১৭৮১ খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় যোসেফ।
15. কে কবে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন?
উঃ ১৪৯৩ খ্রীষ্টাব্দে কলম্বাস।
16. কবে কার রাজত্বকালে নেভিগেশান আইন পাস হয়?
উঃ ১৬৬০ খ্রীষ্টাব্দে স্টুয়ার্ট বংশীয় রাজা দ্বিতীয় চালর্সের রাজত্বকালে।
17. কে কবে চিনি কর প্রবর্তন করেন?
উঃ ১৭৬৪ খ্রীষ্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্রেনভিল।
18. কে কবে স্ট্যাম্প অ্যাক্ট প্রবর্তন করেন?
উঃ ১৭৬৫ খ্রীষ্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্রেনভিল।
19. কে স্ট্যাম্প অ্যাক্ট প্রত্যাহার করেন?
উঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী রকিংহ্যাম।
20. বোস্টন টি পার্টি কবে ঘটে?
উঃ ১৭৭৩ খ্রীষ্টাব্দে ১৬ই ডিসেম্বর।
21. ভার্সাই সন্ধি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৭৮৩ খ্রীষ্টাব্দের ৩রা সেপ্টেম্বর।
22. কে আমেরিকার জনক নামে পরিচিত?
উঃ জর্জ ওয়াশিংটন।
23. কে কবে প্রথম আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন?
উঃ ১৭৮৯ খ্রীষ্টাব্দে জর্জ ওয়াশিংটন।
24. দ্বিতীয় জোসেফ কে ছিলেন?
উঃ অস্ট্রিয়ার জ্ঞানদীপ্ত শাসক।
25. টমাস জেফারসন কে ছিলেন?
উঃ মার্কিন চিন্তাবিদ।
26. কবে আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে?
উঃ ১৭৭৬ খ্রীষ্টাব্দের ৪ঠা জুলাই।
27. আমেরিকা স্বাধীনতা যুদ্ধের দুজন নেতা নাম কর।
উঃ জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন, অ্যাডামস প্রভৃতি।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সপ্তবর্ষব্যাপী যুদ্ধ ও সমসাময়িক ইউরোপ বিষয়ক প্রশ্ন ও উত্তর"
Post a Comment