শিল্প-বিপ্লব বিষয়ক প্রশ্ন ও উত্তর

শিল্প-বিপ্লব বিষয়ক প্রশ্ন ও উত্তর


1. কে, কবে প্রথম ‘শিল্পবিপ্লব’ কথাটি ব্যবহার করেন?

উঃ ১৮৩৭ খ্রীষ্টাব্দে ফরাসী দার্শনিক অগাস্তে ব্ল্যাংকি।

2. কে, কবে উড়ন্ত মাকু আবিষ্কার করেন?

উঃ ১৭৩৩ খ্রীষ্টাব্দে জন কে।

3. কে, কবে স্পিনিং জেনি যন্ত্র আবিষ্কার করেন?

উঃ ১৭৬৫ খ্রীষ্টাব্দে হারগ্রিভস।

4. ওয়াটার ফ্রেম যন্ত্রটি কে কবে আবিষ্কার করেন?

উঃ ১৭৬৯ খ্রীষ্টাব্দে আর্করাইট।

5. কে, কবে কাপড় বোনার ‘মিউল’ নামক যন্ত্রটি আবিষ্কার করেন?

উঃ ১৭৮৫ খ্রীষ্টাব্দে কার্টারাইট।

6. কে, কবে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন?

উঃ ১৭৬৯ খ্রীষ্টাব্দে জেমস্‌ ওয়াট।

7. কে, কবে ব্লাস্ট ফার্নেস যন্ত্রটি আবিষ্কার করেন?

উঃ ১৭৬০ খ্রীষ্টাব্দে জন স্মিটন।

8. কে, কবে বাষ্পীয় চালিত রেলইঞ্জিন আবিষ্কার করেন?

উঃ ১৮১৪ খ্রীষ্টাব্দে জর্জ স্টিভেনসন।

9. কে কবে বাষ্পীয় স্টিমার আবিষ্কার করেন?

উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দে ফুলটন।

10. রেলের যুগ কী?

উঃ ১৮৫০ খ্রীষ্টাব্দে ইংল্যাণ্ডে ৬ হাজার মাইল রেলপথ ছিল। ১৮৮০ তে তার পরিমাণ হয় ১৭ হাজার মাইল। রেলপথ আধুনিক শিল্প, সমাজ ও অর্থনৈতিক জীবনে এমন বৈপ্লবিক ও সুদূরপ্রসারী পরিবর্তন এনেছিল যে, শিল্প বিপ্লবের এই সময়কে তাই রেলের যুগ নামে অভিহিত করা হয়।

11. ‘কমিউনিস্ট লীগ’ কবে প্রতিষ্টিত হয়?

উঃ ১৮৪৭ খ্রীষ্টাব্দে।

12. কবে, কার নেতৃত্বে গ্র্যান্ড ন্যাশানাল কনসলিডেটেড ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়? কবে এই সংগঠনটির অপমৃত্যু ঘটে?

উঃ ১৮৩৩ খ্রীষ্টাব্দে রবার্ট আওয়েন নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। ১৮৩৫ খ্রীষ্টাব্দে সংগঠনটির অপমৃত্যু ঘটে।

13. কে, কবে জার্মানীতে শ্রমিক দলের প্রতিষ্ঠা করেন?

উঃ ১৮৬৩ খ্রীষ্টাব্দে ফার্ডিনাল্ড লাসাল।

14. কে ‘ব্রিটিশ সমাজতন্ত্রের জনক’ নামে পরিচিত?

উঃ রবার্ট আওয়েন।

15. ‘সমাজতন্ত্রবাদ’ কথাটি কে প্রথম প্রচলন করেন?

উঃ রবার্ট আওয়েন।

16. ‘রিভ্যু দ্য প্রগ্রেস’ ও ‘অর্গানাইজেশন অব লেবার’ গ্রন্থ দুটির লেখক কে?

উঃ লুই ব্যাঙ্ক।

17. ‘কনট্রিবিউশন টু দি ক্রিটিক অব পলিটিক্যাল ইকোনমি’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ কার্ল মার্কস।

18. কার্ল মার্কসের জন্ম কবে হয়?

উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দের ৫ই মে।

19. প্রাশিয়াতে ভূমিদাস প্রথার অবসান কবে হয়?

উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দে।

20. কত সালে জোলভেরাইন নামক শুল্কসংস্থা প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৩৪ খ্রীষ্টাব্দে।

21. কবে প্রথম বেলজিয়ামে রেলপথ স্থাপিত হয়?

উঃ ১৮৩৫ খ্রীষ্টাব্দে।

22. কবে প্রথম জার্মানীতে রেলপথ স্থাপিত হয়?

উঃ ১৮৩৯ খ্রীষ্টাব্দে।

23. ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’-র লেখক কে?

উঃ কার্ল মার্কস।

24. ‘কমিনিউস্ট ম্যানিফেস্টো’ গ্রন্থটি কবে প্রকাশিত হয়?

উঃ ১৮৪৮ খ্রীষ্টাব্দ।

25. লুডাইট দাঙ্গা কবে কোথায় হয়?

উঃ ১৮১১ থেকে ১৮১৭ খ্রীষ্টাব্দ পর্যন্ত।

26. নেডলুড কে?

উঃ লুডাইট আন্দোলনের নেতা।

27. পিটারলু-র হত্যাকাণ্ড কবে কোথায় হয়?

উঃ ১৮১৯ খ্রীষ্টাব্দে ইংল্যান্ডে।

28. চার্টিস আন্দোলন কবে কোথায় হয়?

উঃ ১৮৩৮ খ্রীষ্টাব্দে ফ্রান্সে।

29. কম্বলধারীদের অভিযান কবে কোথায় হয়?

উঃ ১৮১৯ খ্রীষ্টাব্দে ইংল্যাণ্ডে।

30. চার্টিস আন্দোলন কী?

উঃ ইংল্যাণ্ডে শিল্প বিল্পব সেখানকার সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রের মতো রাজনৈতিক ক্ষেত্রকেও প্রভাবিত করেছিল শ্রমিক এবং মালিকদের স্বার্থ সংঘাতের পরিণতি হল ট্রেড ইউনিয়ন আন্দোলন। এরই প্রেক্ষিতে শ্রমিকরা প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের দাবীতে যে আন্দোলন করেছিল তাকে বলা হয় চার্টিস আন্দোলন।

31. ল্যাডাইড দাঙ্গা কী?

উঃ শিল্পবিপ্লবের ঢেউ ইংল্যান্ডের গ্রামীন কুঠির শিল্পকে ধ্বংস করে দেয় ফলে যেসব লোক এই কুটির শিল্পের সঙ্গে যুক্ত ছিল তারা বেকার হয়ে যায়। এরা বেশ কিছুদিন কারাওখানাকে তাদের জীবন এবং জীবিকার শত্রু বলে ভাবতে থাকে এই ভাবে কারখানা প্রথার বিরুদ্ধে অন্ধ বিদ্বেষ থেকে যে দাঙ্গার সূত্রপাত হয় তাকেই বলা হয় ল্যাডাইড দাঙ্গা।

32. ফার্ডিনাণ্ড লাসাল কে?

উঃ জার্মানিতে শ্রমিক আন্দোলনের নেতা।

33. কে, কবে কমিউনিস্ট লীগ প্রতিষ্ঠা করেন?

উঃ ১৮৪৭ খ্রীষ্টাব্দে।

34. ব্রিটিশ সমাজতন্ত্রের জনক কে?

উঃ রবার্ট আওয়েন।

35. ফরাসী সমাজতন্ত্রের জনক কে?

উঃ হেনরী সেন্ট সাইমন।

36. লুই ব্যাঙ্ক কে?

উঃ ফান্সের বিশিষ্ট সমাজতন্ত্রী ও ‘রিভ্যু দ্য প্রোগ্রেস’ ও ‘অর্গানিজেশন অব লেবার’ গ্রন্থের লেখক।

37. ‘ডাস ক্যাপিটাল’-এর লেখক কে?

উঃ কার্লমার্কস।

38. কার্ল মার্কস রচিত দুখানি বই-এর নাম লেখ।

উঃ ডাস ক্যাপিটল ও কনট্রিবিউশন টু দু ক্রিটিক অব পলিটিক্যাল ইকনমি।

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "শিল্প-বিপ্লব বিষয়ক প্রশ্ন ও উত্তর"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে