বিশ্বের বিখ্যাত বিষয়ক প্রশ্ন ও উত্তর
1. প্রশ্ন: ডুরাল্ড লাইন কি ?
১৮৯৬ সালে মোটিমার ডুরাল্ড কর্তৃক চিহ্নিত পাকিস্তান ও আফগানিস্তানে সীমা রেখা । পাকিস্তান এ রেখা স্বীকার করে না ।
2. প্রশ্ন: ম্যাকমোহন লাইন কী ?
স্যার ম্যাকমোহন কর্তৃক ভারত ও চীনের সীমা রেখা ।
3. প্রশ্ন: র্যাডফ্লিক লাইন কী ?
১৯৪৭ সালে স্যার র্যাডফ্লিক কর্তিক নিরূপিত ভারত ও পাকিস্তানের সীমান্ত রেখা ।
4. প্রশ্ন: ম্যাজিনো লাইন কী ?
ফ্রান্স কর্তিক নির্মিত ফ্রান্স ও জার্মানির সীমান্ত রেখা ।
5. প্রশ্ন: জিগফ্রিড লাইন কী ?
জার্মান কর্তিক নির্মিত ফ্রান্স ও জার্মানির সীমান্ত রেখা ।
6. প্রশ্ন: অডেরসিন লাইন কী ?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান ও পোল্যান্ড নির্মিত সীমারেখা ।
7. প্রশ্ন: ম্যানারহেইম লাইন কী?
রাশিয়া ও ফিনল্যান্ড সীমারেখা ।
8. প্রশ্ন: ২৪ তম অক্ষরেখা কী?
ভারত ও পাকিস্তানের কাছের সীমারেখা | ভারত এ রেখা মানে না |
9. প্রশ্ন: ৩৮ তম অক্ষরেখা কী ?
উত্তর ও দক্ষিন কোরিয়ার সীমারেখা |
10. প্রশ্ন: ৪৯ তম অক্ষরেখা কী ?
যুক্তরাষ্ট ও কানাডার সীমারেখা |
11. প্রশ্ন: ৭৭ তম অক্ষরেখা কী ?
উত্তর ও দক্ষিন ভিয়েতনামের সীমারেখা | ভিয়েতনাম একত্রিত হওয়ায় এ রেখা এখন নেই |
12. প্রশ্ন: হিন্ডারবার্গ লাইন কী?
জার্মান ও পোল্যান্ড বিভক্তিকরণ রেখা | ১৯১৭ সালের ১ম বিশ্বযুদ্দের সময় জার্মানরা এ রেখা পর্যন্ত পশ্চাদপসরণ করেছিল |
13. প্রশ্ন: ম্যাকনামারা লাইন কী ?
ভিয়েতনামে যুক্তরাষ্ট কর্তৃক নির্মিত ইলেকট্রিক বেষ্টনী |
বিখ্যাত সমুদ্র বন্দর
1. প্রশ্ন: আমস্টারডাম সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
হল্যান্ড ।
2. প্রশ্ন: আলেকজান্দ্রিয়া সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
মিশর।
3. প্রশ্ন: আকিয়াব সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
মায়ানমার।
4. প্রশ্ন: ইয়াকোহামা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
জাপান।
5. প্রশ্ন: ইয়াংগুন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
মায়ানমার।
6. প্রশ্ন: এন্টওয়ার্প সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
বেলজিয়াম।
7. প্রশ্ন: ওয়েলিংটন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
নিউজিল্যান্ড।
8. প্রশ্ন: ওসাকা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
জাপান।
9. প্রশ্ন: করাচী সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
পাকিস্তান।
10. প্রশ্ন: কলম্ব সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
শ্রীলঙ্কা।
11. প্রশ্ন: কলিকাতা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ভারত।
12. প্রশ্ন: কারডিখ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ইংল্যান্ড।
13. প্রশ্ন: ক্যান্টন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
চীন।
14. প্রশ্ন: কেপটাউন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
দক্ষিণ আফ্রিকা।
15. প্রশ্ন: ক্যাসাব্লাঙ্কা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
মরক্কো।
16. প্রশ্ন: গ্লাসগো সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
স্কটল্যান্ড।
17. প্রশ্ন: চট্টগ্রাম সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
বাংলাদেশ।
18. প্রশ্ন: মংলা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
বাংলাদেশ।
19. প্রশ্ন: জেনোয়া সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ইটালী।
20. প্রশ্ন: ডানজিক সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
পোল্যান্ড।
21. প্রশ্ন: নিউইয়র্কসমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
যুক্তরাষ্ট্র।
22. প্রশ্ন: নিউ অরলিন্স সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
যুক্তরাষ্ট্র।
23. প্রশ্ন: নিউ ক্যাসল সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ইংল্যান্ড।
24. প্রশ্ন: নেপলস সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ইতালী।
25. প্রশ্ন: পোর্ট সৈয়দ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
মিশর।
26. প্রশ্ন: ফিলাডেলফিয়া সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
যুক্তরাষ্ট্র।
27. প্রশ্ন: বুয়েন্স আয়ার্স সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
আর্জেন্টিনা।
28. প্রশ্ন: ব্রিস্টল সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ইংল্যান্ড।
29. প্রশ্ন: ব্রিসবেন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
অষ্ট্রেলিয়া।
30. প্রশ্ন: ব্যাংকক সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
থাইল্যান্ড।
31. প্রশ্ন: ভেনিস সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ইতালী।
32. প্রশ্ন: মন্ট্রিলসমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
কানাডা।
33. প্রশ্ন: মন্টি ভিডিওসমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
উরুগুয়ে।
34. প্রশ্ন: মারসিলিস সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ফ্রান্স।
35. প্রশ্ন: ম্যাঞ্চেস্টার সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ইংল্যান্ড।
36. প্রশ্ন: মাদ্রাজ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ভারত।
37. প্রশ্ন: ম্যানিলা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ফিলিপাইন।
38. প্রশ্ন: মুম্বাই সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ভারত।
39. প্রশ্ন: রোটারডাম সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
হল্যান্ড।
40. প্রশ্ন: রিও ডি জেনিরোসমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ব্রাজিল।
41. প্রশ্ন: লিভারপুল সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ইংল্যান্ড।
42. প্রশ্ন: লিসবনসমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
পর্তুগাল।
43. প্রশ্ন: লন্ডন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ইংল্যান্ড।
44. প্রশ্ন: লেলিন গ্রাদ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
রাশিয়া।
45. প্রশ্ন: সাংহাই সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
চীন।
46. প্রশ্ন: সানফ্রান্সিসকো সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
যুক্তরাষ্ট্র।
47. প্রশ্ন: সিঙ্গাপুরসমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
সিঙ্গাপুর।
48. প্রশ্ন: সিডনী সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
অষ্ট্রেলিয়া।
49. প্রশ্ন: শিকাগো সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
যুক্তরাষ্ট্র।
50. প্রশ্ন: হংকং সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
হংকং।
51. প্রশ্ন: হামবুর্গ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
জার্মানী।
52. প্রশ্ন: বন্দর আব্বাসসমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ইরান।
53. প্রশ্ন: ডারউইন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
অষ্ট্রেলিয়া।
বিখ্যাত নদ নদী বিষয়ক
1. প্রশ্ন: নীল নদ (৬৬৫০কি.মি. ) কোথায় অবস্থিত ?
মিশর ।
2. প্রশ্ন: আমাজান (৬৪৩৭কি.মি. ) কোথায় অবস্থিত ?
দক্ষিণ আফ্রিকা ।
3. প্রশ্ন: মিসিসিপি- মিসৌরী (৬০২০ কি.মি. ) কোথায় অবস্থিত ?
আমেরিকা ।
4. প্রশ্ন: ইয়াং সি কিয়াং (৫৪৯৪ কি.মি. ) কোথায় অবস্থিত ?
চীন ।
5. প্রশ্ন: কঙ্গো (৪৮০০ কি.মি. ) কোথায় অবস্থিত ?
আফ্রিকা ।
6. প্রশ্ন: লেনা (৪৪০০ কি.মি. ) কোথায় অবস্থিত ?
রাশিয়া ।
7. প্রশ্ন: হোয়াং হো (৪৩৪৪ কি.মি. ) কোথায় অবস্থিত ?
চীন ।
8. প্রশ্ন: ম্যাকেঞ্জি (৪২৪১ কি.মি. ) কোথায় অবস্থিত ?
উত্তর আমেরিকা ।
9. প্রশ্ন: নাইজার (৪১৮০ কি.মি. ) কোথায় অবস্থিত ?
আফ্রিকা ।
10. প্রশ্ন: পারানা (৪০০০ কি.মি. ) কোথায় অবস্থিত ?
দক্ষিণ আফ্রিকা ।
11. প্রশ্ন: মারে ডালিং (৩৭৮০ কি.মি. ) কোথায় অবস্থিত ?
অস্ট্রেলিয়া ।
12. প্রশ্ন: ভলগা (৩৬৯০ কি.মি. ) কোথায় অবস্থিত ?
রাশিয়া ।
13. প্রশ্ন: ইরাবতী (২০১০ কি.মি. ) কোথায় অবস্থিত ?
মায়ানমার ।
14. প্রশ্ন: জাম্বেসী (৩৫৪০ কি.মি. ) কোথায় অবস্থিত ?
আফ্রিকা ।
15. প্রশ্ন: ইউকন (৩১৮৫ কি.মি. ) কোথায় অবস্থিত ?
কানাডা ।
16. প্রশ্ন: রিও গ্রেনডে (৩০৪০ কি.মি. ) কোথায় অবস্থিত ?
যুক্তরাষ্ট্র ও ম্যাক্সিকো ।
17. প্রশ্ন: দানিউব (২৮৫০ কি.মি. ) কোথায় অবস্থিত ?
ইউরোপ ।
18. প্রশ্ন: আমুর (২৮২৪ কি.মি. ) কোথায় অবস্থিত ?
এশিয়া
19. প্রশ্ন: ইউফ্রেটিস (২৭৩৫ কি.মি. ) কোথায় অবস্থিত ?
ইরাক ।
20. প্রশ্ন: গঙ্গা (২৬৫৫ কি.মি. ) কোথায় অবস্থিত ?
ভারত ।
21. প্রশ্ন: শির দরিয়া (২১৪০ কি.মি. ) কোথায় অবস্থিত ?
রাশিয়া ।
22. প্রশ্ন: টাইগ্রীস (১৮৯৯ কি.মি. ) কোথায় অবস্থিত ?
ইরাক ।
বিখ্যাত তীরবর্তী বিখ্যাত শহর
1. প্রশ্ন: অটোয়া ( কানাডা ) কোন নদীর তীরে অবস্থিত ?
সেন্ট লরেন্স ।
2. প্রশ্ন: আগ্রা ( ভারত ) কোন নদীর তীরে অবস্থিত ?
যমুনা ।
3. প্রশ্ন: আকিয়াব ( মায়ানমার ) কোন নদীর তীরে অবস্থিত ?
ইরাবতী ।
4. প্রশ্ন: আলেকজান্দ্রিয়া ( মিশর ) কোন নদীর তীরে অবস্থিত ?
নীল ।
5. প্রশ্ন: আঙ্কারা ( তুরস্ক ) কোন নদীর তীরে অবস্থিত ?
কিজিল ।
6. প্রশ্ন: এলাহাবাদ (ভারত ) কোন নদীর তীরে অবস্থিত ?
গঙ্গা ও যমুনার সঙ্গমস্থল ।
7. প্রশ্ন: ইয়াঙ্গুন ( মায়ানমার ) কোন নদীর তীরে অবস্থিত ?
ইরাবতী ।
8. প্রশ্ন: ওয়ারশ (পোল্যান্ড) কোন নদীর তীরে অবস্থিত ?
ভিশ্চুলা ।
9. প্রশ্ন: ওয়াশিংটন ( যুক্তরাষ্ট্র ) কোন নদীর তীরে অবস্থিত ?
পোটোম্যাক ।
10. প্রশ্ন: কলিকাতা (ভারত) কোন নদীর তীরে অবস্থিত ?
হুগলী ।
11. প্রশ্ন: কায়রো (মিশর ) কোন নদীর তীরে অবস্থিত ?
নীল ।
12. প্রশ্ন: ক্যান্টন (চীন ) কোন নদীর তীরে অবস্থিত ?
চাং কিং ।
13. প্রশ্ন: কানপুর (ভারত ) কোন নদীর তীরে অবস্থিত ?
কাবুল ।
14. প্রশ্ন: কুইবেক ( কানাডা) কোন নদীর তীরে অবস্থিত ?
সেন্ট লরেন্স ।
15. প্রশ্ন: খার্তুম (সুদান ) কোন নদীর তীরে অবস্থিত ?
ব্লু নীল ও হোয়াইট নীল ।
16. প্রশ্ন: ডাবলিন (আয়ারল্যান্ড ) কোন নদীর তীরে অবস্থিত ?
লিফে ।
17. প্রশ্ন: ডানজিক (জার্মানী ) কোন নদীর তীরে অবস্থিত ?
ভিস্টুলা ।
18. প্রশ্ন: দিল্লী ( ভারত ) কোন নদীর তীরে অবস্থিত ?
যমুনা ।
19. প্রশ্ন: নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র ) কোন নদীর তীরে অবস্থিত ?
হাডসন ।
20. প্রশ্ন: পাটনা (ভারত ) কোন নদীর তীরে অবস্থিত ?
গঙ্গা ।
21. প্রশ্ন: পিকিং/বেইজিং ( চীন ) কোন নদীর তীরে অবস্থিত ?
হোয়াংহো ।
22. প্রশ্ন: প্রাগ ( চেক প্রজাতন্ত্র ) কোন নদীর তীরে অবস্থিত ?
বিটাভ ।
23. প্রশ্ন: প্যারিস (ফ্রান্স ) কোন নদীর তীরে অবস্থিত ?
সীন ।
24. প্রশ্ন: ফিলাডেলফিয়া (যুক্তরাষ্ট্র) কোন নদীর তীরে অবস্থিত ?
ডিলাওয়ারি ।
25. প্রশ্ন: বাগদাদ (ইরাক ) কোন নদীর তীরে অবস্থিত ?
টাইগ্রীস ।
26. প্রশ্ন: বার্লিন (জার্মানী ) কোন নদীর তীরে অবস্থিত ?
স্প্রি ।
27. প্রশ্ন: বুদাপেস্ট ( হাঙ্গেরী ) কোন নদীর তীরে অবস্থিত ?
দানিউব ।
28. প্রশ্ন: বুয়েনস আয়ারস (আর্জেন্টিনা ) কোন নদীর তীরে অবস্থিত ?
প্লাটা ।
29. প্রশ্ন: ব্যাংকক ( থাইল্যান্ড) কোন নদীর তীরে অবস্থিত ?
মিনাম ।
30. প্রশ্ন: বসরা ( ইরাক ) কোন নদীর তীরে অবস্থিত ?
টাইগ্রীস ।
31. প্রশ্ন: বেলগ্রেড ( যুগোশ্লেভিয়া ) কোন নদীর তীরে অবস্থিত ?
দানিউব ।
32. প্রশ্ন: বন ( জার্মানী ) কোন নদীর তীরে অবস্থিত ?
রাইন ।
33. প্রশ্ন: ব্রিস্টল ( ইংল্যান্ড ) কোন নদীর তীরে অবস্থিত ?
এডন ।
34. প্রশ্ন: ভিয়েনা ( অষ্ট্রিয়া) কোন নদীর তীরে অবস্থিত ?
দানিউব ।
35. প্রশ্ন: মস্কো ( রাশিয়া ) কোন নদীর তীরে অবস্থিত ?
মস্কভ ।
36. প্রশ্ন: মাদ্রিদ ( স্পেন ) কোন নদীর তীরে অবস্থিত ?
মানজানেরে ।
37. প্রশ্ন: মন্ট্রিল ( কানাডা ) কোন নদীর তীরে অবস্থিত ?
সেন্ট লরেন্স ।
38. প্রশ্ন: রোম ( ইতালী ) কোন নদীর তীরে অবস্থিত ?
টিবের ।
39. প্রশ্ন: লন্ডন ( ইংল্যান্ড ) কোন নদীর তীরে অবস্থিত ?
টেমস ।
40. প্রশ্ন: লখনৌ ( ভারত) কোন নদীর তীরে অবস্থিত ?
গোমতী ।
41. প্রশ্ন: লাহোর ( পাকিস্তান) কোন নদীর তীরে অবস্থিত ?
রাভী ।
42. প্রশ্ন: লিসবন ( পর্তুগাল ) কোন নদীর তীরে অবস্থিত ?
টেগাস ।
43. প্রশ্ন: লিভারপুল ( ইংল্যান্ড ) কোন নদীর তীরে অবস্থিত ?
মার্সি ।
44. প্রশ্ন: শ্রীনগর ( ভারত ) কোন নদীর তীরে অবস্থিত ?
ঝিলম ।
45. প্রশ্ন: সিডনী ( অষ্ট্রেলিয়া ) কোন নদীর তীরে অবস্থিত ?
মারে ডালিং ।
46. প্রশ্ন: সাংহাই (চীন ) কোন নদীর তীরে অবস্থিত ?
ইয়াং সি কিয়াং ।
47. প্রশ্ন: হংকং ( চীন ) কোন নদীর তীরে অবস্থিত ?
ক্যান্টন ।
48. প্রশ্ন: টোকিও (জাপান ) কোন নদীর তীরে অবস্থিত ?
আরাকার্ডয়া ।
বিখ্যাত হ্রদ সমুহ
1. প্রশ্ন: কাস্পিয়ান সাগর (১,৪৩,২৪৪ বর্গ মাইল ) হ্রদ কোথায় অবস্থিত ও গভীরতা কত ?
এশিয়া-ইউরোপ, ৩,৩৬৩ ফুট ।
2. প্রশ্ন: সুপিরিয়র (৩১,৭০০ বর্গ মাইল ) হ্রদ কোথায় অবস্থিত ও গভীরতা কত ?
উত্তর আমেরিকা, ১৩৩০ ফুট ।
3. প্রশ্ন: ভিক্টোরিয়া ( ২৬,৮২৮ বর্গ মাইল ) হ্রদ কোথায় অবস্থিত ও গভীরতা কত ?
আফ্রিকা , ২৭০ ফুট ।
4. প্রশ্ন: হুরন (২৩,০০০ বর্গ মাইল ) হ্রদ কোথায় অবস্থিত ও গভীরতা কত ?
উত্তর আমেরিকা , ৭৫০ ফুট ।
5. প্রশ্ন: মিসিগান (২২,৩০০ বর্গ মাইল ) হ্রদ কোথায় অবস্থিত ও গভীরতা কত ?
উত্তর আমেরিকা , ৯২৩ ফুট ।
6. প্রশ্ন: আরল ( ১৩,০০০ বর্গ মাইল ) হ্রদ কোথায় অবস্থিত ও গভীরতা কত ?
এশিয়া , ২২০ ফুট ।
7. প্রশ্ন: ট্যাঙ্গানিকা ( ১২,৭০০ বর্গ মাইল ) হ্রদ কোথায় অবস্থিত ও গভীরতা কত ?
আফ্রিকা , ৪৮২৩ ফুট ।
8. প্রশ্ন: বৈকাল ( ১২,১৬২ বর্গ মাইল ) হ্রদ কোথায় অবস্থিত ও গভীরতা কত ?
এশিয়া , ৫৩১৫ ফুট ।
9. প্রশ্ন: গ্রেট বিয়ার( ১২,০৯৬ বর্গ মাইল ) হ্রদ কোথায় অবস্থিত ও গভীরতা কত ?
উত্তর আমেরিকা , ১৪৬৩ ফুট ।
10. প্রশ্ন: নায়াসা( ১১,১৫০ বর্গ মাইল ) হ্রদ কোথায় অবস্থিত ও গভীরতা কত ?
আফ্রিকা , ২২৮০ ফুট ।
11. প্রশ্ন: গ্রেট স্নেভ (১১,০৩১ বর্গ মাইল ) হ্রদ কোথায় অবস্থিত ও গভীরতা কত ?
উত্তর আমেরিকা , ২০১৫ ফুট ।
12. প্রশ্ন: ইরি ( ৯,৯১০ বর্গ মাইল ) হ্রদ কোথায় অবস্থিত ও গভীরতা কত ?
উত্তর আমেরিকা , ২১০ ফুট ।
13. প্রশ্ন: ইউনিপেগ ( ৯,৪১৭ বর্গ মাইল ) হ্রদ কোথায় অবস্থিত ও গভীরতা কত ?
উত্তর আমেরিকা , ৬০ ফুট ।
14. প্রশ্ন: অন্টারিও (৭,৩৪০ বর্গ মাইল ) হ্রদ কোথায় অবস্থিত ও গভীরতা কত ?
উত্তর আমেরিকা , ৮০২ ফুট ।
15. প্রশ্ন: বেলকাশ ( ৭,১১৫ বর্গ মাইল ) হ্রদ কোথায় অবস্থিত ও গভীরতা কত ?
এশিয়া , ৮৫ ফুট ।
16. প্রশ্ন: লেগোডা (৬,৮৩৫ বর্গ মাইল ) হ্রদ কোথায় অবস্থিত ও গভীরতা কত ?
ইউরোপ , ৭৩৮ ফুট ।
17. প্রশ্ন: ওনেগা ( ৩৭১০ বর্গ মাইল ) হ্রদ কোথায় অবস্থিত ও গভীরতা কত ?
ইউরোপ , ৩২৮ ফুট ।
18. প্রশ্ন: টিটিকাকা (৩২০০ বর্গ মাইল ) হ্রদ কোথায় অবস্থিত ও গভীরতা কত ?
দক্ষিণ আমেরিকা , ৯২২ ফুট ।
19. প্রশ্ন: হ্রদ কাকে বলে ?
চারদিকে স্থল দ্বারা বেষ্টিত জলরাশি ।
20. প্রশ্ন: পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?
বৈকাল হ্রদ।
21. প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম সুপেয় পানির হ্রদ কোনটি ?
সুপিরিয়র।
22. প্রশ্ন: বিশ্বেও বৃহত্তম হ্রদ কোনটি ?
কাস্পিয়ান সাগর।
23. প্রশ্ন: সুপিরিয়র হ্রদটি কোথায় অবস্থিত ?
যুক্তরাষ্ট্র ও কানাডা।
24. প্রশ্ন: জর্ডানের ডেড সি কোন ধরনের হ্রদ ?
সুপেয় পানির হ্রদ।
25. প্রশ্ন: কাস্পিয়ানের সাগর কোথায় অবস্থিত ?
আজারবাইজান ও ইরান।
26. প্রশ্ন: ভিক্টোরিয়া হ্রদটির অবস্থান কোথায় ?
উগান্ডা, কেনিয়াও তাঞ্জানিয়া।
27. প্রশ্ন: আরল হ্রদটি কোথায় অবস্থিত ?
রাশিয়া।
28. প্রশ্ন: গুরন হ্রদটি কোথায় অবস্থিত ?
যুক্তরাষ্ট্র ও কানাডা।
29. প্রশ্ন: মিসিগান হ্রদটি কোথায় অবস্থিত ?
যুক্তরাষ্ট্র ।
30. প্রশ্ন: বৈকাল হ্রদটি কোথায় অবস্থিত ?
দক্ষিণ সাইবেরিয়া।
31. প্রশ্ন: টাঙ্গানিকা হ্রদের অবস্থান কোথায় ?
কঙ্গো, জাম্বিয়া, তাঞ্জানিয়া ও বুরুন্ডি।
32. প্রশ্ন: গ্রেট বিয়ার হ্রদ কোথায় অবস্থিত ?
কানাডা।
33. প্রশ্ন: গ্রেট স্নেভ হ্রদটি কোথায় অবস্থিত ?
কানাডা।
34. প্রশ্ন: নায়াসা হ্রদ কোথায় অবস্থিত ?
মালাবি, জাম্বিয়া, তাঞ্জানিয়া ও বুরুন্ডি।
35. প্রশ্ন: ইরি হ্রদটি কোথায় অবস্থিত ?
যুক্তরাষ্ট্র ও কানাডা।
বিখ্যাত দ্বিপ সমুহ
1. প্রশ্ন: অষ্ট্রেলিয়া (৭৬,৮২,৩০০ বর্গ কি.মি.) দ্বীপ কোথায় অবস্থিত ?
ভারত মহাসাগর ।
2. প্রশ্ন: গ্রীনল্যান্ড( ২১,৭৫,৬০০ বর্গ কি.মি.) দ্বীপ কোথায় অবস্থিত ?
সুমেরু মহাসাগর ।
3. প্রশ্ন: নিউগিনি( ৭,৭৭,০০০ বর্গ কি.মি.) দ্বীপ কোথায় অবস্থিত ?
পশ্চিম প্রশান্ত মহাসাগর ।
4. প্রশ্ন: বোর্নিও( ৭,২৫,৫৪৫ বর্গ কি.মি.) দ্বীপ কোথায় অবস্থিত ?
ভারত মহাসাগর ।
5. প্রশ্ন: মালাগাছি রিপাবলিক (৫,৯০,০০০ বর্গ কি.মি.) দ্বীপ কোথায় অবস্থিত ?
ভারত মহাসাগর ।
6. প্রশ্ন: বাফিন আইল্যান্ড (৪,৭৬,০৬৫ বর্গ কি.মি.) দ্বীপ কোথায় অবস্থিত ?
সুমেরু মহাসাগর ।
7. প্রশ্ন: সুমাত্রা( ৪,৭৩,৬০০ বর্গ কি.মি.) দ্বীপ কোথায় অবস্থিত ?
ভারত মহাসাগর ।
8. প্রশ্ন: হনশু( ২,২৮,০০০ বর্গ কি.মি.) দ্বীপ কোথায় অবস্থিত ?
প্রশান্ত মহাসাগর ।
9. প্রশ্ন: গ্রেট ব্রিটেন (২,১৮,০৪১ বর্গ কি.মি.) দ্বীপ কোথায় অবস্থিত ?
আটলান্টিক মহাসাগর ।
10. প্রশ্ন: ভিক্টোরিয়া ( ২,১২,১৯৭ বর্গ কি.মি.) দ্বীপ কোথায় অবস্থিত ?
কানাডা আর্কটিক ।
11. প্রশ্ন: এলসমিয়ার( ১,৯৬,২৩৬ বর্গ কি.মি.) দ্বীপ কোথায় অবস্থিত ?
কানাডা ।
12. প্রশ্ন: জাভা( ১,২৬,২৯৫ বর্গ কি.মি.) দ্বীপ কোথায় অবস্থিত ?
ভারত মহাসাগর ।
বিখ্যাত প্রণালী সমুহ
1. প্রশ্ন: পক প্রণালী পৃথক করেছে ?
ভারত -শীলঙ্কা ।
2. প্রশ্ন: জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে ?
আফ্রিকা - স্পেন ।
3. প্রশ্ন: মালাস্কা প্রণালী পৃথক করেছে ?
সুমাত্রা - মায়েশিয়া ।
4. প্রশ্ন: বেরিং প্রণালী পৃথক করেছে ?
আমেরিকা - এশিয়া ।
5. প্রশ্ন: ফোরিডা প্রণালী পৃথক করেছে ?
কিউবা - ফোরিডা ।
6. প্রশ্ন: ইংলিশ চ্যানেল পৃথক করেছে ?
ফ্রান্স - ব্রিটেন ।
7. প্রশ্ন: সুন্দা প্রণালী পৃথক করেছে ?
সুমাত্রা - জাভা ।
8. প্রশ্ন: হরমুজ প্রণালী পৃথক করেছে ?
ইরান - আরব আমিরাত ।
9. প্রশ্ন: মেসিনা প্রণালী পৃথক করেছে ?
ইতালী - সিসিলি ।
10. প্রশ্ন: ডোভার প্রণালী পৃথক করেছে ?
ফ্রান্স - ব্রিটেন ।
11. প্রশ্ন: বসফরাস প্রণালী পৃথক করেছে ?
এশিয়া - ইউরোপ ।
12. প্রশ্ন: দার্দানেলিস প্রণালী পৃথক করেছে ?
মরক্ক - মরক্ক ।
13. প্রশ্ন: বার্বেল মান্ডেল প্রণালী পৃথক করেছে ?
এশিয়া - আফ্রিকা ।
14. প্রশ্ন: পক প্রণালী যুক্ত করেছে ?
ভারত মহাসার - আরব মহাসাগর ।
15. প্রশ্ন: জিব্রাল্টার প্রণালী যুক্ত করেছে ?
উত্তর আটলান্টিক - ভুমধ্যসাগর ।
16. প্রশ্ন: মালাস্কা প্রণালী যুক্ত করেছে ?
বঙ্গোপসাগর - জাভা সাগর ।
17. প্রশ্ন: বেরিং প্রণালী যুক্ত করেছে ?
উত্তর সাগর - বেরিং সাগর ।
18. প্রশ্ন: ফোরিডা প্রণালী যুক্ত করেছে ?
মেক্সিকো উপসাগর - আটলান্টিক ।
19. প্রশ্ন: ইংলিশ চ্যানেল যুক্ত করেছে ?
আটলান্টিক - উত্তর সাগর।
20. প্রশ্ন: সুন্দা প্রণালী যুক্ত করেছে ?
ভারত মহাসাগর - জাভা সাগর।
21. প্রশ্ন: হরমুজ প্রণালী যুক্ত করেছে ?
পারস্য উপসাগর - ওমান সাগর ।
22. প্রশ্ন: মেসিনা প্রণালী যুক্ত করেছে ?
টির ইনিয়ান - আইওনিয়ান সাগর।
23. প্রশ্ন: ডোভার প্রণালী যুক্ত করেছে ?
ইংলিশ চ্যানেল - উত্তর সাগর ।
24. প্রশ্ন: বসফরাস প্রণালী যুক্ত করেছে ?
মরমর সাগর - কৃষ্ণ সাগর ।
25. প্রশ্ন: দার্দানেলিস প্রণালী যুক্ত করেছে ?
ইজিয়ান সাগর - মরমর সাগর ।
26. প্রশ্ন: বার্বেল মান্ডেল প্রণালী পৃথক করেছে ?
এডেন - লোহিত সাগর ।
বিখ্যাত খাল সমুহ
1. প্রশ্ন: গ্রান্ড (দৈর্ঘ্য ১১২৭ কি.মি. প্রস্থ .... মি. ) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
চীন , ৭ম শতকে ।
2. প্রশ্ন: গোটা (দৈর্ঘ্য ১৮৫ কি.মি. প্রস্থ ১৪ মি.) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
সুইডেন , ১৮৩২ সালে ।
3. প্রশ্ন: সুয়েজ (দৈর্ঘ্য ১৬৮ কি.মি. প্রস্থ ৬০ মি. ) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
মিশর , ১৮৯৬ সালে ।
4. প্রশ্ন: পানাম (দৈর্ঘ্য ৮১ কি.মি. প্রস্থ ৯১ মি.) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
আমেরিকা , ১৯১৪ সালে ।
5. প্রশ্ন: এলক ট্রেড ( দৈর্ঘ্য ৬৬ কি.মি. প্রস্থ ২২ মি.) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
জার্মানী , ১৯০০ সালে ।
6. প্রশ্ন: ম্যানচেস্টার ( দৈর্ঘ্য ৫৭ কি.মি. প্রস্থ ৩৭ মি.) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
ইংল্যান্ড , ১৮৯৪ সালে ।
7. প্রশ্ন: উইল্যান্ড হাল ( দৈর্ঘ্য ৪৩ কি.মি. প্রস্থ ৬১ মি.) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
কানাডা , ১৮৮৭ সালে ।
8. প্রশ্ন: জুলিয়ানা ( দৈর্ঘ্য ৩২ কি.মি. প্রস্থ ১৬ মি.) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
হল্যান্ড , ১১৩৫ সালে ।
9. প্রশ্ন: আমস্টারডাম (দৈর্ঘ্য ২৬.৫৫ কি.মি. প্রস্থ ২৭ মি.) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
হল্যান্ড , ১৮৭৬ সালে ।
10. প্রশ্ন: কিয়েল (দৈর্ঘ্য ২৫.৭৫ কি.মি. প্রস্থ ৪৬ মি.) খাল কোথায় অবস্থিত ও কবে উদ্বোধন করা হয় ?
জার্মানী , ১৮৯৫ সালে ।
11. প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম খাল কোনটি ?
গ্রান্ড খাল।
12. প্রশ্ন: বিশ্বের কৃত্রিম দীর্ঘতম খাল কোনটি ?
সুয়েজ খাল।
13. প্রশ্ন: বিশ্বের গভীরতম খাল কোনটি ?
পানামা খাল।
14. প্রশ্ন: পানামা খাল কোন দুটি মহা সাগরকে সংযুক্ত করেছে ?
প্রশান্ত মহাসাগরকে।
15. প্রশ্ন: সুয়েজ খাল সংযুক্ত করেছে ?
লোহিত সাগর ও ভূমধ্য সাগর।
16. প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম কৃত্রিম জলপথ কোনটি ?
সুয়েজ খাল।
17. প্রশ্ন: বনভূমি কেটে কোন খাল তৈরী করা হয়েছে ?
পানামা খাল।
18. প্রশ্ন: পানামা খাল কবে খনন করা হয় ?
১৯১৩ সালে।
19. প্রশ্ন: সুয়েজ খাল খনন কাজ সম্পন্ন হয় কবে ?
১৮৬৯ সালে।
20. প্রশ্ন: সুয়েজ খালকে জাতীয়করণ করা হয় কবে ?
১৯৫৬ সালে।
বিখ্যাত জলপ্রপাত সমুহ
1. প্রশ্ন: অ্যাঞ্জেল (উচ্চতা ৮০৭ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
ভেনিজুয়েলা ।
2. প্রশ্ন: মঙ্গেফসেন (উচ্চতা ৭৭৪ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
নরওয়ে ।
3. প্রশ্ন: কিউকুয়েনা (উচ্চতা ৬১০ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
ভেনিজুয়েলা ।
4. প্রশ্ন: উটিগার্ড (উচ্চতা ৬০০ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
নরওয়ে ।
5. প্রশ্ন: সাদারল্যান্ড (উচ্চতা ৫৮০ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
নিউজিল্যান্ড ।
6. প্রশ্ন: টাকাকো (উচ্চতা ৫৬৫ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
ব্রিটিশ কলোম্বিয়া ।
7. প্রশ্ন: রিবন ইয়োসিমাইট (উচ্চতা ৪৯১ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
ক্যালিফোর্নিয়া ।
8. প্রশ্ন: আপার ইয়োসিমাইট (উচ্চতা ৪৩৫ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
ক্যালিফোর্নিয়া ।
9. প্রশ্ন: কিং জর্জ (উচ্চতা ৪৩৫ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
গায়ানা ।
10. প্রশ্ন: গ্যাভার্নি (উচ্চতা ৪২১ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
ফ্রান্স ।
11. প্রশ্ন: তুগেলা (উচ্চতা ৪১০ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
দক্ষিণ আফ্রিকা ।
12. প্রশ্ন: ভিটিসফোস (উচ্চতা ৩৬৬ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
নরওয়ে ।
13. প্রশ্ন: স্টবাক (উচ্চতা ৩০০মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
সুইজারল্যান্ড ।
14. প্রশ্ন: মিডল কাসকেড (উচ্চতা ২৭৭ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
ক্যালিফোনিয়া ।
15. প্রশ্ন: গারসোপা (উচ্চতা ২৫৩ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
ভারত ।
16. প্রশ্ন: নায়াগ্রা (উচ্চতা ১৬৭ মি.) জলপ্রপাত কোথায় অবস্থিত ?
যুক্তরাষ্ট্র ।
17. প্রশ্ন: বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি ?
অ্যাঞ্জেল ।
18. প্রশ্ন: আয়তনে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত কোনটি ?
নায়াগ্রা ।
19. প্রশ্ন: বিশ্বের গভীরতম খাল কোনটি ?
পানামা খাল ।
20. প্রশ্ন: ভিক্টোরিয়া জলপ্রপাতটি কোন দেশে ?
জাম্বিয়া ও জিম্বাবুয়ে ।
21. প্রশ্ন: অ্যাঞ্জেল কোন নদীর জলপ্রপাত ?
রিও কেরনি ।
22. প্রশ্ন: পানি পতনের দিক থেকে বিশ্বের প্রধান জলপ্রপাত কোনটি ?
গুয়রাইয়া, উচ্চতাঃ ১৩০ ফুট ।
23. প্রশ্ন: গুয়রাইয়া জলপ্রপাত থেকে গড়ে কি পরিমান পানি পতিত হয় ?
৪,৭০,০০০ কিউসেক ।
বিখ্যাত পর্বত শৃঙ্গ সমুহ
1. প্রশ্ন: মাউন্ট এভারেস্ট (উচ্চতা ৮,৮৪৮ মি. ) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
নেপাল - তিব্বত ।
2. প্রশ্ন: এভারেস্ট সাউথ সামিট (উচ্চতা ৮,৭৫০ মি. ) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
নেপাল - তিব্বত ।
3. প্রশ্ন: গডউইন অষ্টিন (k2) (উচ্চতা ৮,৬ ১১ মি. ) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
ভারত ।
4. প্রশ্ন: কাঞ্চনজঙ্ঘা (উচ্চতা ৮,৫৯৭ মি. ) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
ভারত - নেপাল ।
5. প্রশ্ন: লোৎসে (উচ্চতা ৮,৫১১ মি. ) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
ভারত - নেপাল ।
6. প্রশ্ন: নাঙ্গা (উচ্চতা ৮,১২৪ মি. ) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
ভারত ।
7. প্রশ্ন: অন্নপূর্না (উচ্চতা ৮,০৭৮ মি. ) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
নেপাল ।
8. প্রশ্ন: নন্দাদেবী (উচ্চতা ৭,৮১৭ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
ভারত ।
9. প্রশ্ন: মাউন্ট কামেট (উচ্চতা ৭,৭৫৬ মি. ) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
ভারত ।
10. প্রশ্ন: সালটোরো কাংরি (উচ্চতা ৭,৭৪২ মি.) পর্বত কোথায় অবস্থিত ?
ভারত ।
11. প্রশ্ন: গুর্লা মান্ধাতা (উচ্চতা ৭,৭২৮ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
তিব্বত ।
12. প্রশ্ন: তিরিচ মীর (উচ্চতা ৭৭০০ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
পাকিস্তান ।
13. প্রশ্ন: মিনিয়া কঙ্কা (উচ্চতা ৭,৬৯০ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
চীন ।
14. প্রশ্ন: মুজট্যাগ অ্যাটা (উচ্চতা ৭,৫৪৬ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
চীন ।
15. প্রশ্ন: মাউন্ট কমিউনিজম (উচ্চতা ৭,৪৯৫ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
তাজিকিস্তান ।
16. প্রশ্ন: ছোমো লাহরি (উচ্চতা ৭,১০০ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
ভারত - তিব্বত ।
17. প্রশ্ন: এ্যাকনকাগুয়া (উচ্চতা ৬,৯৬০ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
আর্জেন্টিনা ।
18. প্রশ্ন: ওজোস ডেল সালাডো মার্সেডারিও (উচ্চতা ৬,৮৮৫ মি.) পর্বত কোথায় অবস্থিত ?
আর্জেন্টিনা - চিলি ।
19. প্রশ্ন: হুয়াসকারান (উচ্চতা ৬,৭৬৮ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
পেরু ।
20. প্রশ্ন: লিউলাইলাকো (উচ্চতা ৬,৭২৩ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?`
চিলি ।
21. প্রশ্ন: ভলক্যানো টুপুংগাটা (উচ্চতা ৬,৫৫০ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
আর্জেন্টিনা - চিলি ।
22. প্রশ্ন: সাজামা ভলক্যানো (উচ্চতা ৬,৫২০ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
বলিভিয়া ।
23. প্রশ্ন: ইলিমানি (উচ্চতা ৬,৪৬২ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
বলিভিয়া ।
24. প্রশ্ন: ভিলক্যানোটা (উচ্চতা ৬,৩০০ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
পেরু ।
25. প্রশ্ন: চিম্বোরাজো (উচ্চতা ৬,২৬৭ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
ইকুয়েডর ।
26. প্রশ্ন: মাউন্ট ম্যাককিনলে (উচ্চতা ৬,১৯৪ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
আলাস্কা ।
27. প্রশ্ন: কোটোপ্যাক্সি (উচ্চতা ৫,৮৯৭ মি.) পর্বত শৃঙ্গ কোথায় ?
ইকুয়েডর ।
28. প্রশ্ন: কিলিমানঞ্জারো (উচ্চতা ৫,৮৯৫ মি.) পর্বত শৃঙ্গ কোথায় ?
তানঞ্জানিয়া ।
29. প্রশ্ন: মাউন্ট এলব্রাস (উচ্চতা ৫,৬৪২ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
জর্জিয়া ।
30. প্রশ্ন: মাউন্ট ব্লাঁ (উচ্চতা ৪,৮০৭ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
ফ্রান্স - ইতালী ।
31. প্রশ্ন: ম্যাটারহর্ন (উচ্চতা ৪,৪৭৮ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
সুইজারল্যান্ড ।
32. প্রশ্ন: মাউন্ট কুক (উচ্চতা ৩,৭৬৪ মি.) পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত ?
নিউজিল্যান্ড ।
বিখ্যাত মরুভূমি সমুহ
1. প্রশ্ন: সাহারা (৩৫,০০,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
উত্তর আফ্রিকা ।
2. প্রশ্ন: গ্রেট ভিক্টোরিয়া (২,৫০,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
অস্ট্রলিয়া ।
3. প্রশ্ন: কালাহারি (২,২৫,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
দক্ষিন আফ্রিকা ।
4. প্রশ্ন: গ্রেট স্যান্ডি (১,৫০,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
অস্ট্রলিয়া ।
5. প্রশ্ন: চিহুয়াহুয়ান (১,৪০,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
মেক্সিকো ।
6. প্রশ্ন: গিবসন (১,২০,০০০ বর্গ মাইল) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
অস্ট্রলিয়া ।
7. প্রশ্ন: থর (১,০০,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
ভারত - পাকিস্তান ।
8. প্রশ্ন: পশ্চিম আরব (৭০,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
মধ্য প্রাচ্য ।
9. প্রশ্ন: সোনোরান (৭০,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
মেক্সিকো ।
10. প্রশ্ন: সিম্পসন এ্যান্ড স্টার্ট স্টোনি (৫৬,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
অস্ট্রলিয়া ।
11. প্রশ্ন: মজাভে (১৫,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
উত্তর আমেরিকা ।
12. প্রশ্ন: নামিয়ান (১,০০,০০০ বর্গ মাইল ) উপকূলবর্তী শীতল মরুভূমি কোথায় অবস্থিত ?
সুদান ।
13. প্রশ্ন: আটাকামা (৫৪,০০০ বর্গ মাইল ) উপকূলবর্তী শীতল মরুভূমি কোথায় অবস্থিত ?
চিলি ।
14. প্রশ্ন: গোবি (৫,০০,০০০ বর্গ মাইল ) নাতিশীতোষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
মঙ্গোলিয়া,চীন ।
15. প্রশ্ন: প্যাটাগনিয়ান (৩,০০,০০০ বর্গ মাইল ) নাতিশীতোষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
আর্জেন্টিনা ।
16. প্রশ্ন: গ্রেট বেসিন (১,৯০,০০০ বর্গ মাইল ) নাতিশীতোষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
উত্তর আমেরিকা ।
17. প্রশ্ন: টাকলা মাকান (১,৪০,০০০ বর্গ মাইল ) নাতিশীতোষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
চীন ।
18. প্রশ্ন: কলোরাডো প্লেটো (১,৩০,০০০ বর্গ মাইল ) নাতিশীতোষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
উত্তর আমেরিকা ।
19. প্রশ্ন: কারাকাম (১,০০,০০০ বর্গ মাইল ) নাতিশীতোষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
তুর্কমেনিস্তান ।
20. প্রশ্ন: কিজিল -কুম (১,০০,০০০ বর্গ মাইল ) নাতিশীতোষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
কাজাকিস্তান ।
21. প্রশ্ন: ইরানিয়ান (১,০০,০০০ বর্গ মাইল ) নাতিশীতোষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
ইরান ।
বিখ্যাত গিরিপথ সমুহ
1. প্রশ্ন: এভারেস্ট পর্বত শৃঙ্গ কোন পর্বতমালায় ?
হিমালয় ।
2. প্রশ্ন: এশিয়ার দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
গডউইন অষ্টিন ।
3. প্রশ্ন: গডউইন অষ্টিন শৃঙ্গের অবস্থান কোন পর্বতশ্রেণীতে ?
কারাকোরাম ।
4. প্রশ্ন: ইউরোপের উচ্চতম পর্বতশ্রেণী কোনটি ?
আল্পস ।
5. প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম পর্বতমালা কোনটি ?
আল্পস পর্বতমালা ।
6. প্রশ্ন: ইউরোপের সর্বোচ্চ বিন্দু কোনটি ?
এলবুর্জ (৫৬৪১.৮ মি.) ।
7. প্রশ্ন: ম্যাককিনলে পর্বত শৃঙ্গ কোন পর্বতমালায় অবস্থিত ?
রকি ।
8. প্রশ্ন: আলপিনা (উচ্চতা ১৩,৫৫০ ফুট.) গিরিপথ কোথায় অবস্থিত ?
কলরাডো ।
9. প্রশ্ন: সেন্ট বার্নার্ড (উচ্চতা ৮,১০০ ফুট ) গিরিপথ কোথায় অবস্থিত ?
সুইস আল্পস ।
10. প্রশ্ন: সেন্ট গথার্ড (উচ্চতা ৬,৯৩৯ ফুট ) গিরিপথ কোথায় অবস্থিত ?
সুইস আল্পস ।
11. প্রশ্ন: সিম্পলন (উচ্চতা ৬,৫৯৫ ফুট ) গিরিপথ কোথায় অবস্থিত ?
সুইস আল্পস ।
12. প্রশ্ন: বোলান (উচ্চতা ৫,৮৮০ ফুট ) গিরিপথ কোথায় অবস্থিত ?
পাকিস্তান ।
13. প্রশ্ন: শীপকা (উচ্চতা ৪,৩০০ ফুট ) গিরিপথ কোথায় অবস্থিত ?
বুলগেরিয়া ।
14. প্রশ্ন: খাইবার (উচ্চতা ৩,৮৭৩ ফুট ) গিরিপথ কোথায় অবস্থিত ?
পাকিস্তান ও আফগানিস্তান ।
15. প্রশ্ন: এশিয়া মহাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
এভারেস্ট (৮,৮৪৮ মি.) ।
16. প্রশ্ন: আফ্রিকা মহাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
কিলিমান্গ্জারো (৫,৯৬৩ মি.) ।
17. প্রশ্ন: ইউরোপ মহাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
মাইন্ট এলব্রাস (৫,৬৩৩ মি.) ।
18. প্রশ্ন: উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
ম্যাককিনলে (৬,১৯৪ মি.) ।
19. প্রশ্ন: দক্ষিন আমেরিকা মহাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
এ্যাকনকাগুয়া ।
20. প্রশ্ন: ওশেনিয়া মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি ?
পুঙ্কাকজায়া (৪,৮৮৪ মি) ।
21. প্রশ্ন: এ্যান্টারটিকা মহাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
ভিনসন ম্যাসিফ (৪,৮৯৭ মি.) ।
বিখ্যাত উপজাতি সমুহ
1. প্রশ্ন: আফ্রিদি-
পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের ওয়াজিরস্তানের উপজাতি |
2. প্রশ্ন: আইজাকেলস-
পাকিস্তানের যুদ্দ পারদর্শী উপজাতি |
3. প্রশ্ন: এস্কিমো-
গ্রীনল্যান্ড, আলাস্কা, ল্যাব্রাডর ও সাইবেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলের জাতি |
4. প্রশ্ন: এবোর-
আসাম ও ভারতের উত্তর-পূর্ব সীমান্তের মঙ্গোলীয় জাতি |
5. প্রশ্ন: এ্যাংলো-স্যাক্সন-
ইংল্যান্ড ও কানাডার অদিবাসী এবং ব্রিটিস বংশোদ্ভুত আমেরিকান ও অস্ট্রলিয়ান |
6. প্রশ্ন: ককেসীয়-
আরব, পার্সী, ইহুদি ও ইউরোপের অধিবাসীবৃন্দ |
7. প্রশ্ন: কসাক-
পোলান্ডের দক্ষিন-পূর্ব সীমান্ত ও ইউক্রেনের কৃষকগণ |
8. প্রশ্ন: কিরগিজ-
নিম্ন ভলগা, কাস্পিয়ান অঞ্চল,আলতাই পর্বাতাঅন্চলের যাযাবর জাতি |
9. প্রশ্ন: কুর্দি-
তৃরস্ক,ইরাক,ইরানের অন্তর্ভুক্ত কর্দিস্তানের উপজাতি |
10. প্রশ্ন: কোজাকস-
রাশিয়ার পূর্ব-দক্ষিন অঞ্চলে বসবাসকারী উপজাতি |
11. প্রশ্ন: কাফির-
দক্ষিন আফ্রিকার যোদ্ধা জাতি |
12. প্রশ্ন: কুলু-
দক্ষিন আফ্রিকার উপজাতি |
13. প্রশ্ন: খাসিয়া-
আসামের খাসিয়া অঞ্চলের উপজাতি |
14. প্রশ্ন: খোন্ড -
মদ্য ভারতের দ্রাবির বংশোদ্ভুত জাতি |
15. প্রশ্ন: গারো-
ময়মনসিংহের গারো পাহাড় এলাকার উপজাতি |
16. প্রশ্ন: চাকমা-
পার্বত চট্রগ্রামের উপজাতি |
17. প্রশ্ন: জুলু-
দক্ষিন আফ্রিকার নাটালের নিগ্রো জাতি |
18. প্রশ্ন: জাঠ-
ভারতের উত্তর-পশ্চিমাংশের অদিবাসী |
19. প্রশ্ন: টোডা-
ভারতের নীলগিরি পর্বত অঞ্চলের অদিবাসী |
20. প্রশ্ন: তাতার-
সাইবেরিয়া, মঙ্গোলিয়া,তুর্কিস্তান ও স্টেপ অঞ্চলের জাতি |
21. প্রশ্ন: দ্রাবির-
দক্ষিন ভারত ও শ্রীলংকা বসবাসকারী অনার্য জাতি |
22. প্রশ্ন: নাগা-
ভারতের নাগাল্যান্ডএর পাহাড়ি উপজাতি |
23. প্রশ্ন: নিগ্রো-
মদ্য ও দক্ষিন-পশ্চিম আফ্রিকার কালো মানুষ |
24. প্রশ্ন: পিগমী-
আফ্রিকার নিরীয় অঞ্চলের সবচেয় বেটে অদিবাসী |
25. প্রশ্ন: পাপুয়ান-
পশ্চিম ইরানের অদিবাসী |
26. প্রশ্ন: বেদুইন-
আরবের যাযাবর জাতি | বর্তমান উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ার ছরিযে পরেছে |
27. প্রশ্ন: বান্টু-
সেন্ট্রাল ও দক্ষিন আফ্রিকার নিগ্রগন |
28. প্রশ্ন: ভিল-
মদ্য ভারতের দ্রাবির বংশোদ্ভুত আদি জাতি |
29. প্রশ্ন: মাওরী-
নিউজিল্যান্ডের আদি জাতি |
30. প্রশ্ন: মোপলা-
কেরলার মালাবরের একটি মুসলমান উপজাতি |
31. প্রশ্ন: মাঞ্চু-
পূর্ব এশিয়ার টাঙ্গু উপজাতি |
32. প্রশ্ন: মাসাউডস-
পাকিস্তানের ওয়াজিরস্তানের উপজাতি |
33. প্রশ্ন: মুর-
উত্তর আফ্রিকার বসবাসরত মুসলমান জাতি |
34. প্রশ্ন: রেড ইন্ডিয়ান-
যুক্তরাষ্টের আদিম অদিবাসী | এরা রকি পর্বত ও মিসৌরী নদীর মধ্যবর্তী |
35. প্রশ্ন: শেরপা-
নেপাল ও তিব্বত হিমালয়ের পাদদেশে বসবাসকারী অদিবাসী |
36. প্রশ্ন: বুশম্যান-
বতসোয়ানায় |
উত্তর ভুল মনে হলে সঠিক উত্তরটি মেইল করুন,আপডেট করে দেওয়া হবে।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বিশ্বের বিখ্যাত বিষয়ক প্রশ্ন ও উত্তর"
Post a Comment