সাধারণ ভৌগলিক তথ্য বিষয়ক প্রশ্ন ও উত্তর
উত্তরঃ চিলি (দৈর্ঘ্য ৬,১৫৫ কিমি ) ।
2. প্রশ্ন: পৃথিবীর সব সর্ব দক্ষিনের শহর কোনটি ?
উত্তরঃ পুন্টা আরেনাস , চিলি ।
3. প্রশ্ন: সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত দেশ কোনটি ?
উত্তরঃ ইন্দনেশিয়া (১৩,৫০০ টি) ।
4. প্রশ্ন: ইন্দনেশিয়ার কতটি দ্বীপে মানব বসতি আছে ?
উত্তরঃ প্রায় ৬,০০০ টি ।
5. প্রশ্ন: সবচেয়ে বেশি নিরপেক্ষ দেশ কোনটি ?
উত্তরঃ সুইজারল্যান্ড ।
6. প্রশ্ন: কোন দেশ আন্তর্জাতিক ভাবে কোন যুদ্ধে অংশগ্রহন করেন নি ?
উত্তরঃ সুইজারল্যান্ড ।
7. প্রশ্ন: সুইজারল্যান্ড কবে জাতিসংঘের সদস্য পদ গ্রহন করে ?
উত্তরঃ ১০ সেপ্টেম্বর, ২০০২ সালে ।
8. প্রশ্ন: বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি ?
উত্তরঃ চীন (পৃথিবের মোট জনসংখ্যার ২৩%) ।
9. প্রশ্ন: বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি
উত্তরঃ নাউরু (আয়তন ২১ বর্গ কি.মি.) ।
10. প্রশ্ন: বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ?
উত্তরঃ ভ্যটিকান সিটি (১০৮.৭ একর ) ।
11. প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের ?
উত্তরঃ যুক্তরাষ্ট্র ও কানাডা (৬,৪১৬ কি.মি. , আলাস্কার ২৫৪৭ কি.মি. ছাড়াই ) ।
12. প্রশ্ন: দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের ?
উত্তরঃ আর্জেন্টিনা ও চিলি (৫২৫৫ কি.মি.) ।
13. প্রশ্ন: সর্বাধিক লোক অতিক্রমকারী সীমান্ত কোনটি ?
উত্তরঃ যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত (বছরে প্রায় ৫০কোটি লোক অতিক্রম করে) ।
14. প্রশ্ন: সর্বাধিক সীমান্ত বেষ্ঠিত দেশ কোনটি ?
উত্তরঃ চীন (১৫দেশের সাথে সীমান্ত)।
15. প্রশ্ন: পৃথিবীর সংক্ষিপ্ত সীমান্ত কোনটি ?
উত্তরঃ জিব্রাল্টার ও স্পেন (১.৫৩ কি.মি.)
16. প্রশ্ন: দ্বিতীয় ক্ষুদ্র সীমান্ত কোনটি ?
উত্তরঃ ভ্যাটিকান সিটি ও রোম (৪.০৭ কি.মি.) ।
17. প্রশ্ন: আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি ?
উত্তরঃ রাশিয়া (পৃথিবীর মোট আয়তনের ১১.৫%) ।
18. প্রশ্ন: কোন দেশের রাজধানীকে বিভক্ত রাজধানী বলে ?
উত্তরঃ নেদারল্যান্ড ।
19. প্রশ্ন: কোন দেশের তিনটি রাজধানী ?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা ।
20. প্রশ্ন: দক্ষিণ আফ্রিকার রাজধানী তিনটি কি কি ?
উত্তরঃ প্রিটোরিয়া, কেপটাউন ও ব্লমফনটেন ।
21. প্রশ্ন: সৌর জগত সবৃ প্রথম কে আবিস্কার করেন ?
উত্তরঃ কোপারনিকাস, ১৫৪০ সালে ।
22. প্রশ্ন: সর্ব প্রথম এভারেষ্ট কে জয় করেন ?
উত্তরঃ হিলারী তেনজিং, ১৯৫৩ সালে ।
23. প্রশ্ন: সর্ব প্রথম কোন মহিলা এভারেষ্ট জয় করেন ?
উত্তরঃ জনাকো তাবেই, ১৯৭৫ সালে ।
24. প্রশ্ন: ভারতে গমনের সমুদ্র পথ কে আবিস্কার করেন ?
উত্তরঃ ভাস্কো দা গামা ।
25. প্রশ্ন: প্রথম চন্দ্র প্রদক্ষিণ করেন কে ?
উত্তরঃ ফ্র্রাঙ্ক বরম্যান ও অ্যান্ডারস, ১৬৬৮ সালে ।
26. প্রশ্ন: ট্যাঙ্গানিকা হ্রদ কে আবিস্কার করেন ?
উত্তরঃ ক্যাপ্টেন জন স্পেক, ১৮৫৬ সালে ।
27. প্রশ্ন: উত্তর মেরু কে আবিস্কার করেন ?
উত্তরঃ রবার্ট পিয়েরে, ১৯০৯ সালে ।
28. প্রশ্ন: দক্ষিণ মেরু আবিস্কার করেন কে ?
উত্তরঃ ব্রমান্ড সেন, ১৯১২ সালে ।
29. প্রশ্ন: আমেরিকা আবিস্কার করেন কে ?
উত্তরঃ ইতালীর নাবিক কলম্বাস, ১৪৯৮ সালে ।
30. প্রশ্ন: পশ্বিম ভারতীয় দ্বীপপুঞ্জ কে আবিস্কার করেন ?
উত্তরঃ কলম্বাস, ১৪৯২ সালে ।
31. প্রশ্ন: কে সর্বপ্রথম পালের নৌকায় বিশ্ব ভ্রমণ করেন ?
উত্তরঃ ম্যাগিলান, ১৫১৯ সালে ।
32. প্রশ্ন: প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরে গমনের পথ কে আবিস্কার করেন ?
উত্তরঃ ম্যাগিলান ।
33. প্রশ্ন: ভিক্টোরিয়া জলপ্রপাত কে আবিস্কার করেন ?
উত্তরঃ ডেভিড লিভিংস্টোন ।
34. প্রশ্ন: গ্রীনল্যান্ড কে আবিস্কার করেন ?
উত্তরঃ এরিক দি রেড ভাইকিং, ৯৮২ সালে ।
35. প্রশ্ন: অস্ট্রেলিয়া কে আবিস্কার করেন ?
উত্তরঃ উইলিয়াম জ্যাকসন, ১৯০৬ সালে ।
36. প্রশ্ন: আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি ?
উত্তরঃ রাশিয়া ।
37. প্রশ্ন: হংকং বর্তমানে কোন দেশের সাথে একভূত হয়েছে ?
উত্তরঃ চীন ।
38. প্রশ্ন: বিশ্বে সবচেয়ে বেশি লোক কথা বলে কোন ভাষায় ?
উত্তরঃ চাইনিজ মান্দারিন ভাষায় ।
39. প্রশ্ন: বাংলাদেশ ছাড়া আর কোন দেশে পয়সা ক্ষুদ্রতম মুদ্রা ?
উত্তরঃ মায়ানমার ।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সাধারণ ভৌগলিক তথ্য বিষয়ক প্রশ্ন ও উত্তর"
Post a Comment