সাগর ও উপসাগর বিষয়ক প্রশ্ন ও উত্তর

সাগর ও উপসাগর বিষয়ক প্রশ্ন ও উত্তর


১. প্রশ্নঃ উপসাগর বা ‘বে ’(Bay) কাকে বলে?
উত্তরঃ তিন দিক স্থলদ্বারা বেষ্টিত পানিরাশিকে বে (ইধু) বা উপসাগর বলে । স্থলভাগের মধ্যে প্রবিষ্ট জলভাগের দৈর্ঘ্য যদি উন্মুক্ত মুখের দৈর্ঘ্য অপেক্ষা কম হয়, তাহলে তাকে বে বলে। যেমন- বে অব বেঙ্গল, হাডসন বে।

২. প্রশ্নঃ গালফ (Gulf) কাকে বলে?
উত্তরঃ গালফ (Gulf) এর আভিধানিক অর্থও উপসাগর। তবে স'লভাগের মধ্যে প্রবিষ্ট জলভাগের দৈর্ঘ্য যদি উন্মুক্ত মুখের দৈর্ঘ্য অপেক্ষা বেশি হয়, তবে তাকে গালফ বলা হয়। যেমন : পার্সিয়ান গালফ, গালফ অব মেক্সিকো।

৩. প্রশ্নঃ হরমুজ প্রণালী কোথায় অবস্থিত?
উত্তরঃ ওমান উপসাগর ও পারস্য উপসাগরের মধ্যে।

৪. প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটি?
উত্তরঃ মেক্সিকো উপসাগর (গালফ হিসেবে) ও বঙ্গোসাগরে (বে হিসেবে)।

৫. প্রশ্নঃ কোন নদীর বয়ে আনা পানির প্রভাবে উপসাগরীয় স্রোতের সৃষ্টি হয়েছে?
উত্তরঃ মিসিসিপি।

৬. প্রশ্নঃ জেমস উপসাগর কোন দেশে অবস্থিত?
উত্তরঃ কানাডায়।

৭. প্রশ্নঃ পারস্য উপসাগরে কোন দ্বীপ অবস্থিত?
উত্তরঃ বাহরাইন দ্বীপ।

৮. প্রশ্নঃ উপসাগরীয় স্রোতের বর্ণ কেমন হয়?
উত্তরঃ গাঢ় নীল।

৯. প্রশ্নঃ ব্যাফিন উপসাগর কোথায় অবস্থিত?
উত্তরঃ কানাডা ও গ্রিনল্যান্ড দ্বীপের মধ্যবর্তী স্থানে ।

১০. প্রশ্নঃ হাডসন উপসাগর কোথায় অবস্থিত?
উত্তরঃ কানাডায়।

১১. প্রশ্নঃ আলাস্কা উপসাগর কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ উত্তর আমেরিকা।

১২. প্রশ্নঃ বুথিয়া উপসাগর কোথায় অবস্থিত?
উত্তরঃ কানাডায়।

১৩. প্রশ্নঃ বঙ্গোপসাগর এর আয়তন কত?
উত্তরঃ ২২,০০,০০০ ব. কিমি

১৪. প্রশ্নঃ মেক্সিকো উপসাগর এর আয়তন কত?
উত্তরঃ ১৫,৪২,৯৮৫ ব. কিমি

১৫. প্রশ্নঃ হাডসন উপসাগর এর আয়তন কত?
উত্তরঃ ১২,৩২,৩০০ ব. কিমি

১৬. প্রশ্নঃ পারস্য উপসাগর এর আয়তন কত?
উত্তরঃ ২,৩৭,৭৬০ ব. কিমি

১৭. প্রশ্নঃ সাগর কাকে বলে?
উত্তরঃ মহাসাগরের চেয়ে আয়তনে ছোট পানিরাশিকে বলে সাগর (Sea)।

১৮. প্রশ্নঃ লোহিত সাগরের প্রাচীন নাম কি?
উত্তরঃ সাইনাস আরাবিকাস।

১৯. প্রশ্নঃ আয়তনে বিশ্বের সর্ববৃহৎ সাগর কোনটি?
উত্তরঃ দক্ষিণ চীন সাগর (২৯,৭৪,৬০০ বর্গ কিমি)।

২০. প্রশ্নঃ এজিয়ান সাগর কোথায় অবস্থিত?
উত্তরঃ গ্রিস ও তুরস্কের মধ্যবর্তী স্থানে।

২১. প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে গভীরতম সাগর কোনটি?
উত্তরঃ ক্যারিবিয়ান সাগর (৭২৩৯ মিটার)।

২২. প্রশ্নঃ কোন দুই সাগরের মাঝে কোরিয়া উপদ্বীপ অবস্থিত?
উত্তরঃ জাপান সাগর ও পীত সাগর।

২৩. প্রশ্নঃ কোন সাগরের তীরে সবচেয়ে বেশি সংখ্যক দেশ অবস্থিত?
উত্তরঃ ভূমধ্যসাগরের তীরে।

২৪. প্রশ্নঃ শৈবাল সাগর কাকে বলে?
উত্তরঃ উত্তর আটলান্টিক মহাসাগরের প্রান্ত দিয়ে বিভিন্ন স্রোত প্রবাহের ফলে মাঝামাঝি স্থান স্রোতবাহিত ডালপালা, ঘাস, শৈবাল প্রভৃতি প্রচুর পরিমাণে সঞ্চিত হয়ে যে স্রোতহীন সাগরের সৃষ্টি হয়েছে তা শৈবাল সাগর নামে পরিচিত।

২৫. প্রশ্নঃ ইউনাইটেড ন্যাশন্স কনভেনশন অন দ্য ল’ অব দ্য সি United Nations Convention on the Law of the Sea (UNCLOS) স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ ১০ ডিসেম্বর ১৯৮২।

২৬. প্রশ্নঃ তাসমান সাগর ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে?
উত্তরঃ কুক প্রণালী।

২৭. প্রশ্নঃ গ্রিস ও এশিয়া মাইনরকে পৃথক করেছে?
উত্তরঃ ইজিয়ান সাগর।

২৮. প্রশ্নঃ এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে?
উত্তরঃ বাবেল মান্দেব প্রণালী।

২৯. প্রশ্নঃ এডেন উপসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে?
উত্তরঃ বাবেল মান্দেব প্রণালী।

৩০. প্রশ্নঃ এডেন উপসাগরের অপর নাম কী?
উত্তরঃ আরব সাগর।

৩১. প্রশ্নঃ রাশিয়া ও শাখালিন দ্বীপপুঞ্জকে পৃথক করেছে?
উত্তরঃ তাতার প্রণালী।

৩২. প্রশ্নঃ জাপান সাগর ও ওখটস্ক সাগরকে সংযুক্ত করেছে?
উত্তরঃ তাতার প্রণালী।

৩৩. প্রশ্নঃ ফ্লোরিডা প্রণালী কোন কোন সাগরকে সংযুক্ত করেছে?
উত্তরঃ মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগর।

৩৪. প্রশ্নঃ পেরেলিজ দ্বীপের অপর নাম কী?
উত্তরঃ লায়লা দ্বীপ।

৩৫. প্রশ্নঃ কোন প্রণালী নিয়ে ওমান ও ইরানের মধ্যে বিরোধ চলছে?
উত্তরঃ হরমুজ প্রণালী।

৩৬. প্রশ্নঃ সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
উত্তরঃ পটুয়াখালী।

৩৭. প্রশ্নঃ গভীরতম স্থানের নাম কি?
উত্তরঃ ইউরেশিয়ান বেসিন ইংলিশ চ্যানেল

৩৮. প্রশ্নঃ ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৫৬০ কিলোমিটার।

৩৯. প্রশ্নঃ ইংলিশ চ্যানেল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে?
উত্তরঃ আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগর।

৪০. প্রশ্নঃ ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম নারী কে?
উত্তরঃ গার্টেড ইউরি লে, যুক্তরাষ্ট্র (১৯২৬)।

৪১. প্রশ্নঃ ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ব্যক্তি কে?
উত্তরঃ ক্যাপ্টেন ম্যাথু ওয়েব, ব্রিটেন (২৫ আগষ্ট ১৮৭৫)

৪২. প্রশ্নঃ ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি কে?
উত্তরঃ ব্রজেন দাস, বাংলাদেশ।

৪৩. প্রশ্নঃ ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় কে?
উত্তরঃ মিহির সেন, ১৯৫৮ সালে।

৪৪. প্রশ্নঃ ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি ও এশীয় নারী কে?
উত্তরঃ আরতি সেনগুপ্তা, ভারত।

৪৫. প্রশ্নঃ পৃথিবীতে মহাসাগর আছে কয়টি?
উত্তরঃ পাঁচটি।

৪৬. প্রশ্নঃ প্যাসিফিক শব্দের অর্থ কি?
উত্তরঃ শান্ত।

৪৭. প্রশ্নঃ আয়তনে বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি?
উত্তরঃ প্রশান- মহাসাগর।

৪৮. প্রশ্নঃ মহাসাগর, সাগর, উপসাগর, হ্রদ প্রভৃতি নিয়ে কি গঠিত?
উত্তরঃ বারিমণ্ডল।

৪৯. প্রশ্নঃ উন্মুক্ত বিস্তীর্ণ পানিরাশিকে কি বলে?
উত্তরঃ মহাসাগর (Ocean )।

৫০. প্রশ্নঃ পৃথিবীর মহাসাগরগুলোর নাম?
উত্তরঃ প্রশান-মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর।

৫১. প্রশ্নঃ প্রশান্ত মহাসাগরে অবস্থিত উল্লেখযোগ্য দ্বীপরাষ্ট্রের নাম?
উত্তরঃ ফিলিপাইন, পাপুয়া নিউগিনি, পালাউ, নাউরু, সলোমন দ্বীপপুঞ্জ ইত্যাদি।

৫২. প্রশ্নঃ আটলান্টিক মহাসাগরের উল্লেখযোগ্য দ্বীপরাষ্ট্রগুলো?
উত্তরঃ যুক্তরাজ্য, বাহামা, বারমুডা, ডোমিনিকান প্রজাতন্ত্র, গ্রীনল্যান্ড, কিউবা ইত্যাদি।

৫৩. প্রশ্নঃ আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান কোনটি?
উত্তরঃ ন্যায়ার্স (পুয়ের্তোরিকা)।

৫৪. প্রশ্নঃ আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া প্রথম নারী কে?
উত্তরঃ জেনিফার ফিগে, যুক্তরাষ্ট্র (১২ জানুয়ারি-৫ ফেব্রুয়ারি ২০০৯)।

৫৫. প্রশ্নঃ প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম কি?
উত্তরঃ মারিয়ানা ট্রেঞ্চ।

৫৬. প্রশ্নঃ ভারত মহাসাগরে অবস্থিত উল্লেখযোগ্য দ্বীপগুলো?
উত্তরঃ সিসিলি, মরিশাস, দিয়াগো, গার্সিয়া, মালদ্বীপ ও মালাগাসি।

৫৭. প্রশ্নঃ পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর।

৫৮. প্রশ্নঃ ভূ-মধ্যসাগরের গভীরতম স্থানের নাম কি?
উত্তরঃ মাতাপ্যান।

৫৯. প্রশ্নঃ দক্ষিণ মহাসাগরের অন্য নাম কি?
উত্তরঃ কুমেরু মহাসাগর।

৬০. প্রশ্নঃ দক্ষিণ মহাসাগর কোথায় অবস্থিত?
উত্তরঃ দক্ষিণ মেরুর নিকটস্থ এন্টার্কটিকা মহাদেশের চতুর্দিকে বিস্তৄত।

৬১. প্রশ্নঃ আয়তনে সবচেয়ে ছোট মহাসাগর কোনটি?
উত্তরঃ এন্টার্কটিকা মহাসাগর (দক্ষিণ মহাসাগর)।

৬২. প্রশ্নঃ আর্কটিক বা উত্তর মহাসাগরের অন্য নাম কি?
উত্তরঃ সুমেরু মহাসাগর।

৬৩. প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রীফ অবস্থিত?
উত্তরঃ প্রশান - মহাসাগরে।

৬৪. প্রশ্নঃ টাইটানিক জাহাজ’ নিমজ্জিত হয়েছিল কোন মহাসাগরে?
উত্তরঃ আটলঅন্টিক মহাসাগরে (১৫ এপ্রিল ১৯১২ সালে)।



☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "সাগর ও উপসাগর বিষয়ক প্রশ্ন ও উত্তর"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে