বাংলাদেশ বিষয়ক প্রশ্ন ও উত্তর-১

বাংলাদেশ বিষয়ক প্রশ্ন ও উত্তর-১


১. প্রশ্নঃ ১৪ সেপ্টেম্বর ২০১৫ কোন পৌরসভাটি সৃষ্টি করা হয়?
উত্তরঃ ভাণ্ডারিয়া (পিরোজপুর)

২. প্রশ্নঃ ২০১৫ সালের বৈশ্বিক সমৃদ্ধি সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ ১০৩ তম

৩. প্রশ্নঃ দেশের ১৭তম কমিউনিটি রেডিও কোনটি?
উত্তরঃ রেডিও সারাবেলা

৪. প্রশ্নঃ পর্যটন শিল্পের প্রচার ও বিপননের জন্য ভোলা জেলার নিজস্ব ব্র্যান্ডিংয়ে র জন্য কোন নামটি চূড়ান্ত করা হয়?
উত্তরঃ দ্বীপের রানী।

৫. প্রশ্নঃ সম্প্রতি; সব্যসাচী শিল্পী; খেতাব দেওয়া হয় কাকে?
উত্তরঃ মোস্তফা মনোয়ার।

৬. প্রশ্নঃ বাংলাদেশ কোস্টগার্ড আইন ২০১৬ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ২৯ ফেব্রুয়ারি ২০১৬

৭. প্রশ্নঃ চট্টগ্রামের কোন উপজেলাটি ভেঙ্গে কর্ণফুলী উপজেলা সৃষ্টি করা হয়?
উত্তরঃ পটিয়া।

৮. প্রশ্নঃ জাতীয় ক্রীড়া দিবস কবে?
উত্তরঃ ৬ এপ্রিল।

৯. প্রশ্নঃ বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন বোর্ড- এর বর্তমান নাম কী?
উত্তরঃ বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর।

১০. প্রশ্নঃ বাংলাদেশের পাহাড়সমূহ গঠিত হয় কোন যুগে ?
উত্তরঃ টারশিয়ারী যুগে

১১. প্রশ্নঃ বাংলাদেশের পাহাড়গুলো কোন পর্বত?
উত্তরঃ ভাঁজ পর্বত

১২. প্রশ্নঃ দেশের বৃহত্তম/উচ্চতম পাহাড় কোনটি?
উত্তরঃ গারো পাহাড়

১৩. প্রশ্নঃ গারো পাহাড় কোথায় অবস্থিত?
উত্তরঃ ময়মনসিংহ জেলায় অবস্থিত

১৪. প্রশ্নঃ বাংলাদেশের পাহাড়ের গড় উচ্চতা কত?
উত্তরঃ ৬১০ মিটার বা ২০০০ ফুট

১৫. প্রশ্নঃ ইউরেনিয়াম পাওয়া গেছে কোথায়?
উত্তরঃ কুলাউড়া পাহাড়ে (মৌলভীবাজার)

১৬. প্রশ্নঃ চন্দ্রনাথের পাহাড় অবস্থিত কোথায়?
উত্তরঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে

১৭. প্রশ্নঃ (হিন্দুদের তীর্থস্থান) লালমাই পাহাড় কোথায়?
উত্তরঃ কুমিল্লা

১৮. প্রশ্নঃ চিম্বুক পাহাড় কোথায়?
উত্তরঃ বান্দরবান

১৯. প্রশ্নঃ চিম্বুক পাহাড়ে কে বাস করে?
উত্তরঃ মারমা উপজাতিরা

২০. প্রশ্নঃ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোথায়?
উত্তরঃ তাজিনডং

২১. প্রশ্নঃ তাজিনডংয়ের অপর নাম কি?
উত্তরঃ বিজয় তাজিনডং

২২. প্রশ্নঃ মারমা শব্দ; মানে কি?
উত্তরঃ গভীর অরণ্যে পাহাড়

২৩. প্রশ্নঃ তাজিনডং কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ বান্দরবান জেলায় অবস্থিত

২৪. প্রশ্নঃ তাজিনডংয়ের উচ্চতা কত?
উত্তরঃ ৩১৮৫ ফুট

২৫. প্রশ্নঃ দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোথায়?
উত্তরঃ কেওকারাডং (উচ্চতা- ২৯২৮ ফুট)

২৬. প্রশ্নঃ কেওকারাডং কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ বান্দরবান জেলায় অবস্থিত

২৭. প্রশ্নঃ তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ চিম্বুক পর্বতশৃ্ঙ্গ (বান্দরবান জেলায় অবস্থিত)

২৮. প্রশ্নঃ মাটির উঁচু স্তর বা স্তুপকে কি বলে?
উত্তরঃ পর্বত ।

২৯. প্রশ্নঃ অপেক্ষাকৃত কম উঁচু মাটির স্তুপকে কি বলে?
উত্তরঃ পাহাড় ।

৩০. প্রশ্নঃ আর তারচেয়েও ছোট যেগুলো, সেগুলোকে কি বলা হয়?
উত্তরঃ টিলা ।

৩১. প্রশ্নঃ আর অনেকগুলো পর্বতকে একসঙ্গে কি বলা হয়?
উত্তরঃ পর্বতমালা ।

৩২. প্রশ্নঃ বাংলাদেশের ক্ষুদ্রতম নদী কোনটি?
উত্তরঃ গোবরা

৩৩. প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
উত্তরঃ মেঘনা

৩৪. প্রশ্নঃ বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ মেঘনা

৩৫. প্রশ্নঃ বাংলাদেশের গভীরতম নদী কোনটি?
উত্তরঃ মেঘনা

৩৬. প্রশ্নঃ বাংলাদেশের আন্তর্জাতিক নদী কোনটি?
উত্তরঃ পদ্মা

৩৭. প্রশ্নঃ কোন যুগ থেকে বাংলাদেশের ধারাবাহিক ইতিহাসের তথ্য পাওয়া যায়?
উত্তরঃ গুপ্ত যুগ থেকে বাংলাদেশের ধারাবাহিক ইতিহাসের তথ্য পাওয়া যায়

৩৮. প্রশ্নঃ সম্রাট আকবরের ভূমি ব্যবস্থাপনায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন কে?
উত্তরঃ টোডরমল

৩৯. প্রশ্নঃ মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি গানটির শিল্পী কে?
উত্তরঃ আপেল মাহমুদ

৪০. প্রশ্নঃ নারিকা-১ কি?
উত্তরঃ ধান

৪১. প্রশ্নঃ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী করেন কোন দেশ?
উত্তরঃ ভারত

৪২. প্রশ্নঃ ঢাকা-কোলকাতা সরাসরি যাতায়াতকারী ট্রেনটির নাম কি?
উত্তরঃ মৈত্রী এক্সপ্রেস

৪৩. প্রশ্নঃ আমাদের দেশের নগর সমাজে কোন ধরনের পরিবার দেখা যায়?
উত্তরঃ নয়াবাস পরিবার

৪৪. প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কত সালে?
উত্তরঃ জানুয়ারি,১৯৬৮ সালে

৪৫. প্রশ্নঃ বাংলার মুসলিম শাসনামলে আব্‌ওয়াব শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হতো?
উত্তরঃ খাজনা

৪৬. প্রশ্নঃ কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ জব চার্নিক

৪৭. প্রশ্নঃ কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ নওয়াব সলিমুল্লাহ

৪৮. প্রশ্নঃ বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি?
উত্তরঃ মুজিবনগর

৪৯. প্রশ্নঃ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (প্রথম) এর প্রথম চেয়ারম্যান কে?
উত্তরঃ ড. এ কিউ এম বজলুল করিম .

৫০. প্রশ্নঃ কোন ব্যাক্তি বা গোষ্ঠী বা অন্য কোন দলের রাষ্ট্রীয় ক্ষমতার একচ্ছত্র অধিকারী হওয়ার নাম কি?
উত্তরঃ একনায়কতন্ত্র

৫১. প্রশ্নঃ কোনটি পদ্মার শাখা নদী?
উত্তরঃ আড়িয়াল খাঁ

৫২. প্রশ্নঃ কোন সুলতান মূল্যনিয়ন্ত্র ণ ব্যবস্থা চালু করেন?
উত্তরঃ আলাউদ্দিন খলজি

৫৩. প্রশ্নঃ মুজিবনগর কোথায় অবস্থিত?
উত্তরঃ মেহেরপুরে

৫৪. প্রশ্নঃ ঐশী মতবাদে কোন ধরনের শাসকের জন্ম হওয়ায় স্বাভাবিক?
উত্তরঃ সেচ্চাচারী শাসকের

৫৫. প্রশ্নঃ বাংলাদেশের বনভূমি কয়টি অঞ্চলে বিভক্ত?
উত্তরঃ ৩টি

৫৬. প্রশ্নঃ দেশে কয়টি সরকারি মানসিক হাসপাতাল আছে?
উত্তরঃ ১টি

৫৭. প্রশ্নঃ অতীশ দীপঙ্কর কোন দেশে বৌদ্ধধর্ম প্রচার করে বিখ্যাত হন?
উত্তরঃ তিব্বত

৫৮. প্রশ্নঃ পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণির উৎপত্তি হয়েছে কোন যুগে?
উত্তরঃ টারশিয়ারি যুগে

৫৯. প্রশ্নঃ কোন কোন মাসে কাল-বৈশাখী ঝড় হয়?
উত্তরঃ চৈত্র-বৈশাখ

৬০. প্রশ্নঃ বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কত তারিখে?
উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১

৬১. প্রশ্নঃ বাংলাদেশের হাওড়সমূহ কোন অঞ্চলে অবস্থিত?
উত্তরঃ সিলেট

৬২. প্রশ্নঃ বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়?
উত্তরঃ বগুড়া

৬৩. প্রশ্নঃ ফরায়েজী আন্দোলনের জন্য কে বাংলার বিভিন্ন অঞ্চলে খলিফা নিয়োগ করেন?
উত্তরঃ দুদু মিয়া

৬৪. প্রশ্নঃ বাংলাদেশের মহাস্থানগড়ের পুর্বদিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কি?
উত্তরঃ করতোয়া

৬৫. প্রশ্নঃ অর্থ বিল সম্পর্কিত বিধানাবলী আমাদের সংবিধানের কোন আর্টিক্যালে উল্লেখ আছে?
উত্তরঃ ৮১ (১)

৬৬. প্রশ্নঃ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কোন সালে গঠিত হয় ?
উত্তরঃ 1952

৬৭. প্রশ্নঃ বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোথায়?
উত্তরঃ কুয়াকাটা ( পটুয়াখালী)

৬৮. প্রশ্নঃ সরকারী নোটে সর্বপ্রথম কি লেখা থাকে?
উত্তরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

৬৯. প্রশ্নঃ বর্তমানে মোট ব্যাংকের সংখ্যা কত?
উত্তরঃ ৬৪টি।

৭০. প্রশ্নঃ বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা কত?
উত্তরঃ ৫৭ টি।

৭১. প্রশ্নঃ সর্বশেষ তফসিলি ব্যাংক কোনটি?
উত্তরঃ সীমান্ত ব্যাংক লিমিটেড।

৭২. প্রশ্নঃ কত শতক থেকে ঢাকায় লোক বসবাস শুরু করে?
উত্তরঃ খ্রিস্টিয় ৭ম শতক থেকে ঢাকায় লোক বসবাস শুরু করে।

৭৩. প্রশ্নঃ কত সালে ঢাকায় প্রথম মুঘলদের পা পড়ে?
উত্তরঃ ১৬০৮ সালে ঢাকায় প্রথম মুঘলদের পা পড়ে।

৭৪. প্রশ্নঃ কত সালে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীর নগর ও রাজধানী হয়?
উত্তরঃ ১৬১০ সালে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীর নগর ও রাজধানী হয়।

৭৫. প্রশ্নঃ কোন সম্রাট কে সম্মান করে তার জীবতকাল পর্যন্ত ঢাকার নাম জাহাঙ্গীর নগর রাখা হয়েছিল
উত্তরঃ মুঘল সম্রাট জাহাঙ্গীরকে সম্মান করে তার জীবতকাল পর্যন্ত ঢাকার নাম জাহাঙ্গীর নগর রাখা হয়েছিল।

৭৬. প্রশ্নঃ কত শতকের শুরুতে ঢাকা থেকে রাজধানী সরিয়ে নেয়া হয় মুর্শিদাবাদে?
উত্তরঃ সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যে দুর্বলতা দেখা দেয়ার সময়ে আঠারো শতকের শুরুতে ঢাকা থেকে রাজধানী সরিয়ে নেয়া হয় মুর্শিদাবাদে।

৭৭. প্রশ্নঃ কত সালে বঙ্গভঙ্গের পরে ঢাকা নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হয়?
উত্তরঃ ১৯০৫ সালের বঙ্গভঙ্গের পরে ঢাকা নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হয়।

৭৮. প্রশ্নঃ মুঘল পরবর্তীযুগে ঢাকা প্রায় কত বছর ব্রিটিশ শাসনাধীন থাকে?
উত্তরঃ মুঘল পরবর্তীযুগে ঢাকা প্রায় ১৯০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকে।

৭৯. প্রশ্নঃ কত সালে ঢাকা পূর্ব বঙ্গের রাজধানি হিসেবে পাকিস্তানের অন্তর্গত হয়?
উত্তরঃ ১৯৪৭ সালে ঢাকা পূর্ব বঙ্গের রাজধানি হিসেবে পাকিস্তানের অন্তর্গত হয়।

৮০. প্রশ্নঃ কত সালে ঢাকাকে পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে মর্যাদা দেয়া হয়?
উত্তরঃ ১৯৫৬ সালের ২৩ মার্চ ঢাকাকে পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে মর্যাদা দেয়া হয়।

৮১. প্রশ্নঃ কত সালে ঢাকা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের রাজধানী ঘোষিত হয়?
উত্তরঃ ১৯৭১ সালে ঢাকা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের রাজধানী ঘোষিত হয়।

৮২. প্রশ্নঃ কত সালে সংবিধান অনুযায়ি ঢাকাকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী হিসেবে ঘোষনা করা হয়?
উত্তরঃ ১৯৭২ সালের সংবিধান অনুযায়ি ঢাকাকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী হিসেবে ঘোষনা করা হয়।

৮৩. প্রশ্নঃ ঢাকা পৌরসভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ঢাকা পৌরসভা ১৮৬৪ সালের ১ই আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল

৮৪. প্রশ্নঃ কত সালে ঢাকা সিটি কর্পোরেশন অবস্থা উন্নীত হয়েছে?
উত্তরঃ ১৯৭৮ সালে ঢাকা সিটি কর্পোরেশন অবস্থা উন্নীত হয়েছে।

৮৫. প্রশ্নঃ কত সালে ঢাকা সিটি করপোরেশন দুই প্রশাসনিক অংশে বিভক্ত করা হয়?
উত্তরঃ ২০১১ সালে ঢাকা সিটি করপোরেশন দুই প্রশাসনিক অংশে বিভক্ত করা হয়- (১) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং (২) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (বাংলাদেশের রাজধানী কিন্তু ঢাকা। উত্তর কিংবা দক্ষিণ ঢাকা নয়)

৮৬. প্রশ্নঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়।

৮৭. প্রশ্নঃ ঢাকা সারা বিশ্বে কোন রাজধানী নামে পরিচিত?
উত্তরঃ ঢাকা সারা বিশ্বে রিক্সার রাজধানী নামে পরিচিত।

৮৮. প্রশ্নঃ বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত (১৭৯৩)প্রবর্ত করেন কে?
উত্তরঃ লর্ড কর্নওয়ালিস

৮৯. প্রশ্নঃ ভারতে সিভিল সার্ভিস পরীক্ষার প্রচলন করেন কে?
উত্তরঃ লর্ড কর্নওয়ালিস

৯০. প্রশ্নঃ সূর্যাস্ত আইন চালু হয় কার আমলে?
উত্তরঃ লর্ড কর্নওয়ালিস এর আমলে

৯১. প্রশ্নঃ দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন কে?
উত্তরঃ লর্ড ক্লাইভ

৯২. প্রশ্নঃ দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করে পাচঁশালা বন্দোবস্তের ও রাজস্ব বোর্ড প্রবর্তক করেন কে?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস

৯৩. প্রশ্নঃ সতীদাহ প্রথার বিলোপ (১৮২৯) করেন কে?
উত্তরঃ লর্ড বেন্টিঙ্ক

৯৪. প্রশ্নঃ উপমহাদেশে বিধবা বিবাহ আইন (১৮৫৬),প্রথম রেল, ডাক, ও টেলিগ্রাফ এবং স্বত্ব বিলোপ নীতি (নাগপুর দখল) চালু করেন কে?
উত্তরঃ লর্ড ডালহৌসি।

৯৫. প্রশ্নঃ উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
উত্তরঃ লর্ড ক্লাইভ

৯৬. প্রশ্নঃ অবিভক্ত বাংলার শেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
উত্তরঃ স্যার ফ্রেডরিক জন বারোজ

৯৭. প্রশ্নঃ উপমহাদেশের প্রথম ভাইসরয় বা বড়লাট বা রাজ প্রতিনিধি কে ছিলেন?
উত্তরঃ লর্ড ক্যানিং

৯৮. প্রশ্নঃ উপমহাদেশের শেষ ব্রিটিশ ভাইসরয় বা বড়লাট বা রাজ্ প্রতিনিধি কে ছিলেন?
উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন।

৯৯. প্রশ্নঃ বঙ্গভঙ্গ (১৯০৫) করেন কে?
উত্তরঃ লর্ড কার্জন

১০০. প্রশ্নঃ বঙ্গভঙ্গ রদ (১৯১১) করেন কে?
উত্তরঃ লর্ড হার্ডিঞ্জ

১০১. প্রশ্নঃ অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ শেরে-ই-বাংলা এ কে ফজলুল হক

১০২. প্রশ্নঃ অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী

১০৩. প্রশ্নঃ ১৯৪৭ সালের পূর্বে বাংলার মূখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ খাজা নাজিম উদ্দিন.



☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বাংলাদেশ বিষয়ক প্রশ্ন ও উত্তর-১ "

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে