পরিমাপক যন্ত্র বিষয়ক প্রশ্ন ও উত্তর
উত্তরঃ উচ্চতা পরিমাপক যন্ত্র।
২. প্রশ্নঃ উদ্ভিদের বৃদ্ধি র্নিণায়ক যন্ত্রের নাম কি?
উত্তরঃ ক্রেসকোগ্রাফ
৩. প্রশ্নঃ সমুদ্রের দ্রাঘিমাংশ নির্ণায়ের যন্ত্রের নাম কি?
উত্তরঃ ক্রনোমিটার
৪. প্রশ্নঃ শব্দের তীব্রতা র্নিণায়ক যন্ত্রের নাম কি?
উত্তরঃ অডিওমিটার
৫. প্রশ্নঃ উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি?
উত্তরঃ ট্যাকোমিটার
৬. প্রশ্নঃ মানবদেহের রক্তচাপ র্নিণায়ক যন্ত্রের নাম কি?
উত্তরঃ স্ফিগমোম্যান মিটার
৭. প্রশ্নঃ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি?
উত্তরঃ সিসমোগ্রাফ
৮. প্রশ্নঃ সমুদ্রের গভীরতা মাপা যায় কোন যন্ত্র দিয়ে?
উত্তরঃ ফ্যাদোমিটার
৯. প্রশ্নঃ নোবেল পুরস্কারের প্রবর্তক অালফ্রেড নোবেল ধনী হয়েছিলেন কিভাবে?
উত্তরঃ উন্নত ধরনের বিষ্ফোরক অাবিষ্কার করে
১০. প্রশ্নঃ স্টিফেন হকিং কে ছিলেন?
উত্তরঃ পদার্থবিদ ছিলেন ।
১১. প্রশ্নঃ বিদ্যুৎ কে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?
উত্তরঃ টমাস এডিসন
১২. প্রশ্নঃ কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়?
উত্তরঃ প্রতিধ্বনি
১৩. প্রশ্নঃ পারমাণবিক বোমার অাবিষ্কারক কে?
উত্তরঃ ওপেনহাইমার
১৪. প্রশ্নঃ তরল পদার্থের ঘনত্ব মাপার যন্ত্র কোনটি?
উত্তরঃ হাইড্রোমিটার
১৫. প্রশ্নঃ শব্দের তীক্ষ্মতার মাত্রা নির্ণয়ের একক কোনটি?
উত্তরঃ ডেসিবেল।
১৬. প্রশ্নঃ বিজ্ঞানী অার্কিমিডিস কোন দেশের বিজ্ঞানী?
উত্তরঃ সিসিলি, গ্রিস।
১৭. প্রশ্নঃ বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কী?
উত্তরঃ অ্যামিটার
১৮. প্রশ্নঃ হর্স পাওয়ার কি?
উত্তরঃ ক্ষমতা পরিমাপের একক।
১৯. প্রশ্নঃ রেল ইঞ্জিনের অাবিষ্কারক কে?
উত্তরঃ স্টিফেনসন
২০. প্রশ্নঃ পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্রের নাম কি?
উত্তরঃ হাইড্রোফোন।
২১. প্রশ্নঃ ভূমিকম্প নির্ণয় করার যন্ত্র
উত্তরঃ সিসমোগ্রাফ
২২. প্রশ্নঃ ভূমিকম্পের তীব্রতা পরিমাপক মাপার যন্ত্র
উত্তরঃ রিক্টার স্কেল
২৩. প্রশ্নঃ উড়োজাহাজের উচ্চতা মাপার যন্ত্র
উত্তরঃ ওডোমিটার
২৪. প্রশ্নঃ দিক নির্ণয়ন যন্ত্র
উত্তরঃ কম্পাস
২৫. প্রশ্নঃ সূর্যের কৌণিক দূরত্ব নির্ণয়ক যন্ত্র
উত্তরঃ সেক্সট্যান্ট
২৬. প্রশ্নঃ শ্রবণ শক্তি পরীক্ষার যন্ত্র
উত্তরঃ অডিও মিটার
২৭. প্রশ্নঃ হৃৎপিন্ডের গতি নির্ণয়ক যন্ত্র
উত্তরঃ কার্ডিওগ্রাফ
২৮. প্রশ্নঃ বায়ুর চাপ নির্ণয়ক যন্ত্র
উত্তরঃ ব্যারোমিটার
২৯. প্রশ্নঃ গ্যাসের চাপ নির্ণয়ক যন্ত্র
উত্তরঃ ম্যানোমিটার
৩০. প্রশ্নঃ বায়ুর গতিবেগ নির্ণয়াক যন্ত্র
উত্তরঃ ব্যারোমিটার
৩১. প্রশ্নঃ সূক্ষ সময় পরিমাপক যন্ত্র
উত্তরঃ ক্রনোমিটার
৩২. প্রশ্নঃ তাপ পরিমাপক যন্ত্র
উত্তরঃ থার্মোমিটার
৩৩. প্রশ্নঃ বৃষ্টি পরিমাপক যন্ত্র
উত্তরঃ রেনগেজ
৩৪. প্রশ্নঃ দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র
উত্তরঃ ল্যাকটোমিটার
৩৫. প্রশ্নঃ উদ্ভিদের বৃদ্ধি নির্ণয়ক যন্ত্র
উত্তরঃ ক্রেসকোগ্রাফ
৩৬. প্রশ্নঃ বায়ুর আদ্রতা নির্ণয়ক যন্ত্র
উত্তরঃ হাইগ্রোমিটার
৩৭. প্রশ্নঃ বাতাস/গ্যাসের ওজন/ঘনত্ব নির্ণয়ক যন্ত্র
উত্তরঃ এ্যারোমিটার
৩৮. প্রশ্নঃ উড়োজাহাজের বা মোটরগাড়ির গতি নির্ণয়াক যন্ত্র
উত্তরঃ ট্যাকোমিটার
৩৯. প্রশ্নঃ স্বর্ণের মান যাচাই যন্ত্র
উত্তরঃ স্পেকট্রোমিটার
৪০. প্রশ্নঃ পানির নিচের শব্দ রেকর্ড করার যন্ত্র।
উত্তরঃ হাইড্রোফোন
৪১. প্রশ্নঃ রেডিও তরঙ্গের সাহায্যে গতিশীল বস্তুর অবস্থান জানার যন্ত্র
উত্তরঃ রাডার
৪২. প্রশ্নঃ অনেকটা মানুষের মতো দেখতে এক ধরনের স্বয়ং চালিত যন্ত্র
উত্তরঃ রোবট
৪৩. প্রশ্নঃ ক্ষুদ্র বস্তু বৃহৎ দেখার যন্ত্র
উত্তরঃ মাইক্রোস্কোপ
৪৪. প্রশ্নঃ বিকীর্ণ তাপ মাপার যন্ত্র
উত্তরঃ বেলোমিটার
৪৫. প্রশ্নঃ গান, বক্তৃতা, আবৃত্তি ইত্যাদি রেকর্ড করার যন্ত্র
উত্তরঃ ফনোগ্রাম
৪৬. প্রশ্নঃ যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রুপান্তর করার যন্ত্র
উত্তরঃ ডায়নামো
৪৭. প্রশ্নঃ দূরবর্তী জিনিস দেখার যন্ত্র
উত্তরঃ টেলিস্কোপ
৪৮. প্রশ্নঃ বাষ্পীয় চাপ পরিমাপের যন্ত্র
উত্তরঃ টেলিসিমিটার
৪৯. প্রশ্নঃ ক্ষুদ্রমানের বিদ্যুৎ প্রবাহ নির্ণয়কারী যন্ত্র
উত্তরঃ গ্যালভানোমিটার
৫০. প্রশ্নঃ উত্তাপ পরিমাপক যন্ত্র
উত্তরঃ ক্যালরিমিটার
৫১. প্রশ্নঃ ডিম ফুটানোর যন্ত্র
উত্তরঃ ইনকিউবেটর
উত্তর ভুল মনে হলে সঠিক উত্তরটি মেইল করুন,আপডেট করে দেওয়া হবে।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "পরিমাপক যন্ত্র বিষয়ক প্রশ্ন ও উত্তর"
Post a Comment