পরিবেশ ও বাস্তুতন্ত্র (প্রশ্ন-উত্তর)
উত্তরঃ বঙ্গোপসাগরে
২. প্রশ্নঃ ‘অলিভ টারটল’ বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
উত্তরঃ সেন্টমার্টিন
৩. প্রশ্নঃ প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ বান্দরবান
৪. প্রশ্নঃ যশোর জেলায় অবস্থিত বিল –
উত্তরঃ ভবদহ
৫. প্রশ্নঃ গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
উত্তরঃ ৯ বর্গ কিলোমিটার
৬. প্রশ্নঃ ম্যানগ্রোভ কি?
উত্তরঃ উপকূলীয় বন
৭. প্রশ্নঃ বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায়?
উত্তরঃ ২ প্রজাতির
৮. প্রশ্নঃ প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
উত্তরঃ বৃষ্টিপাত
৯. প্রশ্নঃ বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ ফেণী
১০. প্রশ্নঃ সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়-
উত্তরঃ পাগ-মার্ক
১১. প্রশ্নঃ ‘শুভলং’ ঝর্ণা কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ রাঙামাটি
১২. প্রশ্নঃ পূর্বাশা দ্বীপের অপর নাম কি?
উত্তরঃ দক্ষিণ তালপট্টি
১৩. প্রশ্নঃ বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায়?
উত্তরঃ কক্সবাজার
১৪. প্রশ্নঃ অর্থনৈতিক কর্মকান্ডের উপর প্রভাব বিস্তারকারী পরিবেশ কয় প্রকার?
উত্তরঃ ২ প্রকার
১৫. প্রশ্নঃ সাংস্কৃতিক ও মানবিক পরিবেশের উপাদান নয় কোনটি?
উত্তরঃ উদ্ভিদ
১৬. প্রশ্নঃ বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় কত সালে?
উত্তরঃ ১৯৫৫
১৭. প্রশ্নঃ গ্যাস সম্পদ আহরনে বাংলাদেশকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে?
উত্তরঃ ২৩
১৮. প্রশ্নঃ প্রথম খনিজ তেল পাওয়া যায় কত সালে?
উত্তরঃ ১৯৮৬
১৯. প্রশ্নঃ কালো সোনা পাওয়া যায় কোথায় ?
উত্তরঃ কক্সবাজারে
২০. প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র গন্ধক খনি কোথায় অবস্থিত?
উত্তরঃ কুতুবদিয়া
২১. প্রশ্নঃ মধুপুর বনকে বলা হয়?
উত্তরঃ পত্রঝরা বন
২২. প্রশ্নঃ বাংলাদেশের প্রথম জলসম্পদ হচ্ছে?
উত্তরঃ পানি ও মাছ
২৩. প্রশ্নঃ বরেন্দ্র অঞ্চলের প্রধান কৃষিজ ফসল নয় কোনটি?
উত্তরঃ গম
২৪. প্রশ্নঃ Smog - এ কি কি থাকে?
উত্তরঃ কুয়াশা ও ধোয়া
২৫. প্রশ্নঃ গ্রীন হাউজ ইফেক্টের জন্য দায়ী নয় কোনটি?
উত্তরঃ O2
২৬. প্রশ্নঃ পরিবেশবাদী আন্দোলনকারী সংগঠন 'গ্রীন পিস' কোন দেশের?
উত্তরঃ নেদারল্যান্ড
২৭. প্রশ্নঃ বাংলাদেশের পানিতে আর্সেনিক গ্রহনযোগ্য মাত্রা কত?
উত্তরঃ ০.০৫
২৮. প্রশ্নঃ গ্রিন হাউজ শব্দটি প্রথম কত সালে ব্যবহৃত হয়?
উত্তরঃ ১৮৯৬
২৯. প্রশ্নঃ এসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি?
উত্তরঃ সালফার ডাই-অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড
৩০. প্রশ্নঃ বরেন্দ্র অঞ্চলের মাটির রং?
উত্তরঃ লাল
৩১. প্রশ্নঃ কোনটি তেজস্ক্রিয় বালু নয়?
উত্তরঃ লিগমাইট
৩২. প্রশ্নঃ বিটুমিনাস কি?
উত্তরঃ কয়লা
৩৩. প্রশ্নঃ বাংলাদেশের কঠিন শিলা পাওয়া যায় কোন অঞ্চলে ?
উত্তরঃ রংপুর ও দিনাজপুর অঞ্চলে
৩৪. প্রশ্নঃ প্রথম গ্যাসফিল্ড আবিস্কার হয় কত সালে?
উত্তরঃ ১৯৫৫
৩৫. প্রশ্নঃ সর্বশেষ কোথায় গ্যাসফিল্ড আবিস্কার হয়?
উত্তরঃ নারায়নগঞ্জ
৩৬. প্রশ্নঃ পীট কয়লা পাওয়া গেছে কোন জেলায়?
উত্তরঃ ময়মনসিংহ
৩৭. প্রশ্নঃ সেন্টমার্টিনে কি পাওয়া যায়?
উত্তরঃ চুনাপাথর
৩৮. প্রশ্নঃ একমাত্র গন্ধক খনিটি কোথায় অবস্থিত?
উত্তরঃ কুতুবদিয়া
৩৯. প্রশ্নঃ চিরহরিৎ বন কোনটি?
উত্তরঃ পার্বত্য বনাঞ্চল
৪০. প্রশ্নঃ ধুন্ধল গাছের কাঠ কি তৈরিতে ব্যাবহৃত হয়?
উত্তরঃ পেন্সিল
৪১. প্রশ্নঃ বনরুই কি?
উত্তরঃ বিড়াল
৪২. প্রশ্নঃ লালমাই পাহাড়ের মাটির রং কি ?
উত্তরঃ লাল
৪৩. প্রশ্নঃ অতি বেগুনী রশ্মি আসে কোথা থেকে?
উত্তরঃ সূর্য
৪৪. প্রশ্নঃ গাড়ির ধোঁয়ায় কি থাকে?
উত্তরঃ CO
৪৫. প্রশ্নঃ বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষনে কাজ করে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ IUCN
৪৬. প্রশ্নঃ বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন হয় কত সালে?
উত্তরঃ ১৯৯৫
৪৭. প্রশ্নঃ পরিবেশ নীতি গৃহিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৯২
৪৮. প্রশ্নঃ BAPA গঠিত হয়--
উত্তরঃ ২০০০
৪৯. প্রশ্নঃ ১ম গ্যাস ক্ষেত্রটি ছিলো কোথায়?
উত্তরঃ হরিপুরে
৫০. প্রশ্নঃ প্রাকৃতিক গ্যাসের কূপে সামান্য কি পাওয়া যায়?
উত্তরঃ তেল
৫১. প্রশ্নঃ তেল উত্তোলন বন্ধ হয় কত সালে?
উত্তরঃ ১৯৯৪
৫২. প্রশ্নঃ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ ভেড়ামারা
৫৩. প্রশ্নঃ মধুপুরের গড়ে কোন বৃক্ষ বেশি পাওয়া যায়?
উত্তরঃ শাল
৫৪. প্রশ্নঃ আকাবা সমুদ্রবন্দরটি কোন দেশের?
উত্তরঃ জর্ডান
৫৫. প্রশ্নঃ নিউইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ হাডসন
৫৬. প্রশ্নঃ ভূমণ্ডলের বিভিন্ন পরিবেশকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ৩টি
৫৭. প্রশ্নঃ বাস্তুতন্ত্রে কয় ধরনের খাদক আছে?
উত্তরঃ ৩ ধরনের
৫৮. প্রশ্নঃ জলজ বাস্তুতন্ত্রকে কি বলা হয়?
উত্তরঃ আবদ্ধ বাস্তুতন্ত্র
৫৯. প্রশ্নঃ বাস্তুতন্ত্রের উপাদানগুলোকে প্রধানত কোন দুই ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ অজীব ও জীব
৬০. প্রশ্নঃ কোনটি উৎপাদক?
উত্তরঃ শৈবাল
৬১. প্রশ্নঃ সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল অবস্থিত
উত্তরঃ খুলনায়
৬২. প্রশ্নঃ পানিতে ভাসমান জীবদের কি বলা হয়?
উত্তরঃ প্লাংকটন
৬৩. প্রশ্নঃ কোনটি পচনকারী-
উত্তরঃ বিয়োজক
৬৪. প্রশ্নঃ বাস্তুসংস্থানের শক্তির প্রধান উৎস কি?
উত্তরঃ সৌরশক্তি
৬৫. প্রশ্নঃ সবুজ উদ্ভিদ কি নামে পরিচিত?
উত্তরঃ উৎপাদক
৬৬. প্রশ্নঃ কোনটি তৃণভোজী প্রাণী?
উত্তরঃ শিয়াল
৬৭. প্রশ্নঃ বাস্তুতন্ত্রের খাদকরা কিভাবে শক্তি লাভ করে?
উত্তরঃ খাদ্যশৃঙ্খলের মাধ্যমে
৬৮. প্রশ্নঃ সব জীবের মৃত ও গলিত দেহাবশেষে কি ধরনের উপাদান থাকে?
উত্তরঃ জৈব উপাদান
৬৯. প্রশ্নঃ অজীব উপাদান কয় ধরনের?
উত্তরঃ ২
৭০. প্রশ্নঃ সুন্দরবনের বনাঞ্চল কি নামে পরিচিত?
উত্তরঃ ম্যানগ্রোভ
৭১. প্রশ্নঃ প্লাংকটন জাতীয় ক্ষুদ্র উদ্ভিদকে কি বলে?
উত্তরঃ ফাইটোপ্লাংকটন
৭২. প্রশ্নঃ যেসব প্রাণী একাধিক স্তরের খাবার খায় তাদের কি বলে?
উত্তরঃ সর্বভুক
৭৩. প্রশ্নঃ জীবন ধারণের জন্য একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত
উত্তরঃ উদ্ভিদ ও প্রাণী
৭৪. প্রশ্নঃ অজৈব উপাদানের অন্তর্ভুক্ত কোনটি?
উত্তরঃ মাটি
৭৫. প্রশ্নঃ প্লাংকটন কোন স্তরের খাদক?
উত্তরঃ দ্বিতীয় স্তরের
উত্তর ভুল মনে হলে সঠিক উত্তরটি মেইল করুন,আপডেট করে দেওয়া হবে।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "পরিবেশ ও বাস্তুতন্ত্র (প্রশ্ন-উত্তর)"
Post a Comment