মৎস্য,শিল্প ও বাণিজ্য,বনাঞ্চল,কৃষি(প্রশ্ন-উত্তর)
বাংলাদেশের মৎস্য সম্পদ
1. প্রশ্ন: প্রানিজ আমিষের প্রধান উৎস কি?
উঃ মাছ।
2. প্রশ্ন: বাংলাদেশে কয়টি সরকারী মৎস্য প্রজনন কেন্দ্র হ্যাচারী ও খামার আছে?
উঃ ৮৬টি।
3. প্রশ্ন: বাংলাদেশের স্বাদু পানিতে মাছের প্রজাতির সংখ্যা কত?
উঃ ২৭০।
4. প্রশ্ন: বর্তমানে সমুদ্র উপকুল থেকে পাওয়া যায় মোট মৎস্য উৎপাদনের শতকরা কত ভাগ?
উঃ ২৭ ভাগ।
5. প্রশ্ন: চিংড়ি চাষ কর আইন কবে প্রণীত হয়?
উঃ ১৯৯২ সালে।
6. প্রশ্ন: বাংলাদেশে সামুদ্রিক জলাশয়ের মোট আয়তন কত?
উঃ ১,৬৬,০০০ বর্গ কি.মি।
7. প্রশ্ন: বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনষ্টিটিউট কোথায় অবস্থিত?
উঃ ময়মনসিংহ।
8. প্রশ্ন: চিংড়ি মাছের উপর গবেষণা হয় কোথায়?
উঃ খুলনার পাইকগাছায়।
9. প্রশ্ন: বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম হলে রুই (কার্প) জাতীয় মাছ ধরা নিষেধ?
উঃ ২৩ সেন্টিমিটার।
10. প্রশ্ন: বঙ্গোপসাগরের মৎস্য চারণ ক্ষেত্র কয়টি?
উঃ চারটি।
11. প্রশ্ন: নিমগ্ন মহাগহবর কি?
উঃ একটি মৎস্যচারণ ক্ষেত্র।
12. প্রশ্ন: রেনু পোনা কখন ছাড়ে?
উঃ বর্ষাকালে।
13. প্রশ্ন: বাংলাদেশের প্রধান প্রাণিজ সম্পদ?
উঃ মাছ।
14. প্রশ্ন: পুকুরে কোন মাছ বাচেঁ না?
উঃ ইলিশ।
বাংলাদেশের শিল্প ও বাণিজ্য
1. প্রশ্ন: বাংলাদেশের অস্ত্র নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
উঃ গাজিপুর।
2. প্রশ্ন: বাংলাদেশের মোটর গাড়ির সংযোজনের বৃহত্তম কারখানার নাম কি?
উঃ প্রগতি ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম।
3. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানার নাম কি?
উঃ চট্টগ্রাম স্টীলমিল, চট্টগ্রাম।
4. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম জাহাজ নির্মাণ ও মেরামত কারখানার নাম কি?
উঃ চট্টগ্রাম ডকইয়ার্ড, চট্টগ্রাম।
5. প্রশ্ন: বাংলাদেশের কোথায় মোটর সাইকেল সংযোজন কারখানা করা হয়?
উঃ এটলাস বাংলাদেশ লিঃ, টংগী।
6. প্রশ্ন: বাংলাদেশের তেল শোধনাগার কোনটি ও কোথায় অবস্থিত?
উঃ ইস্টার্ন রিফাইনারী, চট্টগ্রাম।
7. প্রশ্ন: বাংলাদেশের কোথায় টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত?
উঃ টংগী, গাজিপুর।
8. প্রশ্ন: বাংলাদেশের অস্ত্র নির্মান কারখানা কোথায়?
উঃ গাজিপুর।
9. প্রশ্ন: দেশের প্রথম ইকো পার্ক কোনটি?
উঃ সীতাকুন্ড চন্দ্রনাথ পাহাড়।
10. প্রশ্ন: দেশের প্রথম সাফারি পার্কের নাম কি?
উঃ বঙ্গবন্ধু সাফারি পার্ক।
11. প্রশ্ন: দেশের প্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত?
উঃ কক্সবাজারের ডুলাহাজরা।
12. প্রশ্ন: বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) কোন মন্ত্রণালয়ের অধীনে?
উঃ শিল্প মন্ত্রণালয়।
13. প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে মোট চিনি কলের সংখ্যা কতটি?
উঃ ১৪ টি।
14. প্রশ্ন: দেশের সর্ববৃহৎ চিনি কল কোনটি?
উঃ কেরু এন্ড কোঃ লিঃ, দর্শনা।
15. প্রশ্ন: ব্রিটিশ বাংলার প্রথম পাটকল কবে কোথায় স্থাপন করা হয়?
উঃ ১৮৫৫ সালে, কলকাতায়।
16. প্রশ্ন: বর্তমান বাংলাদেশের কোথায় প্রথম পাটকল কোথায় স্থাপন করা হয়?
উঃ সিরাজগঞ্জে।
17. প্রশ্ন: বাংলাদেশের পাট শিল্পের প্রধান কেন্দ্রগুলো কোথায় অবস্থিত?
উঃ ঢাকা ও খুলনায়।
18. প্রশ্ন: বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম পাটকল কোনটি ছিল?
উঃ আদমজী পাটকল।
19. প্রশ্ন: আদমজী পাটকলের তাঁত সংখ্যা ছিল?
উঃ ৩,০০০ টি।
20. প্রশ্ন: আদমজী পাটকল স্থাপন করা হয়?
উঃ ১৭ জুন, ১৯৫১ সাল।
21. প্রশ্ন: আদমজী পাটকলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ পাকিস্তানের গুল মোহাম্মদ।
22. প্রশ্ন: আদমজী পাটকল কবে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়?
উঃ ৩০ জুন, ২০০২।
23. প্রশ্ন: দেশের সর্ববৃহৎ সিমেন্ট কারখানা কোনটি?
উঃ শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ।
24. প্রশ্ন: লাফার্জ-সুরমা সিমেন্ট কারখানা কোথায় অবস্থিত?
উঃ সুনামগঞ্জের ছাতকে
25. প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বড় কাগজ কল কোনটি?
উঃ কর্নফুলী পেপার মিল।
26. প্রশ্ন: কর্নফুলী পেপার মিলের কাঁচামাল কি?
উঃ বাঁশ।
27. প্রশ্ন: পাকশী পেপার মিলের কাঁচামাল কি?
উঃ আখের ছোবড়া।
28. প্রশ্ন: সবুজ পাট দিয়ে কাগজের মন্ড তৈরীর প্রযুক্তি কোন দেশ উদ্ভাবন করে?
উঃ বাংলাদেশ।
29. প্রশ্ন: বাংলাদেশে মোট কাগজের কলের সংখ্যা কত?
উঃ ১০ টি।
30. প্রশ্ন: প্রাইভেটাইজেশন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৯৩ সালে।
31. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি?
উঃ যমুনা ফার্টিলাইজার কোং লিঃ।
32. প্রশ্ন: যমুনা র্ফাটিলাইজার কারখানা কোথায় অবস্থিত?
উঃ জামালপুর জেলার তারাকান্দি।
33. প্রশ্ন: বেসরকারী খাতে সবচেয়ে বড় সার কারখানা কোনটি?
উঃ কাফকো।
34. প্রশ্ন: ইউরিয়া সারের প্রধান কাঁচামাল কি?
উঃ মিথেন গ্যাস।
35. প্রশ্ন: বাংলাদেশের একমাত্র রেয়ন মিল কোথায় অবস্থিত?
উঃ চন্দ্রঘোনায়।
36. প্রশ্ন: বাংলাদেশের প্রথম বস্ত্রকল কোনটি?
উঃ সায়হাম কটন মিল।
37. প্রশ্ন: মাথা পিছু বাৎসরিক কাপড়ের চাহিদা কত?
উঃ ১১ মিটার।
38. প্রশ্ন: বাংলাদেশের ডান্ডি বলা হত?
উঃ নারায়নগঞ্জ।
বাংলাদেশের বনাঞ্চল
1. প্রশ্ন: বাংলাদেশে জনপ্রতি বনভুমির পরিমান কত?
উঃ ০.০১৮ হেক্টর।
2. প্রশ্ন: বাংলাদেশের বন এলাকা কটি অঞ্চলে বিভক্ত ও কি কি ?
উঃ ৪টি। যথা- ১। পাহাড়ী বনাঞ্চল ২। ম্যনাগ্রোভ বনাঞ্চল ৩। সমতল এলাকার শাল বনাঞ্চল ৪। গ্রামীন বন।
3. প্রশ্ন: পাহাড়ী বনাঞ্চলের আয়তন কত ?
উঃ ১৫,৬৬,৯৩৫ একর।
4. প্রশ্ন: ম্যানগ্রোভ বনের আয়তন কত ?
উঃ ১৪,০৫,০০০ একর।
5. প্রশ্ন: শাল বনাঞ্চলের আয়তন কত ?
উঃ ২,৮১,৯৫৩ একর।
6. প্রশ্ন: বাংলাদেশের মোট আয়তনের কত অংশ বনাঞ্চল?
উঃ প্রায় ১৭ শতাংশ।
7. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি?
উঃ পার্বত্য চট্টগ্রামের বনভূমি।
8. প্রশ্ন: বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনভুমি কোনটি ?
উঃ সুন্দরবন। (একক হিসেবে বৃহত্তম)
9. প্রশ্ন: বাংলাদেশের তৃতীয় বনাঞ্চল কোনটি ?
উঃ মধুপুর জঙ্গল।
10. প্রশ্ন: সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি?
উঃ সুন্দরী।
11. প্রশ্ন: কোন কাঠ থেকে বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত হয়?
উঃ গেওয়া।
12. প্রশ্ন: ধুন্দল গাছের কাঠ থেকে কি প্রস্তুত করা হয়?
উঃ পেন্সিল।
13. প্রশ্ন: কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয় ?
উঃ গরান।
14. প্রশ্ন: কোন জাতীয় গাছ সবচেয়ে বেশী বৃদ্ধি পায়?
উঃ বাঁশ জাতীয় গাছ।
15. প্রশ্ন: ভাওয়াল বনাঞ্চল কোথায় অবস্থিত?
উঃ গাজীপুর জেলায়।
16. প্রশ্ন: মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কি?
উঃ শাল বা গজারী।
17. প্রশ্ন: কোন গাছ কে সুর্যের কন্যা বলা হয়?
উঃ তুলা গাছকে।
18. প্রশ্ন: দেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়?
উঃ পার্বত্য বনাঞ্চল।
19. প্রশ্ন: বরেন্দ্র ভুমিতে কোন গাছ সবচেয়ে বেশি ?
উঃ শাল গাছ।
20. প্রশ্ন: দেশের প্রথম ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন কবে কোথায় উদ্ধোধন করা হয় ?
উঃ ১৭ জানু ২০০১, চন্দ্রনাথ পাহাড়ে।
21. প্রশ্ন: সুন্দরবন কোন দুটি দেশে বিস্তৃত?
উঃ বাংলাদেশ-ভারত।
22. প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি ?
উঃ বৈলাম গাছ।
23. প্রশ্ন: সুন্দরবনের মোট আয়তন কত ?
উঃ ৬০১৭ বর্গ কি. মি।
24. প্রশ্ন: বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় ?
উঃ চট্টগ্রামে।
25. প্রশ্ন: উপকুলীয় সবুজ বেষ্টনীয় বনাঞ্চলে সৃজন করা হয়েছে ?
উঃ ১০টি জেলায়।
26. প্রশ্ন: ক্রান্তীয় বনাঞ্চলের প্রধান গাছ হল কোনটি?
উঃ শাল বা গজারী।
27. প্রশ্ন: পরিবেশ রক্ষার ক্ষেত্রে কোন গাছটি ক্ষতিকারক?
উঃ ইউক্লিপটাস।
28. প্রশ্ন: কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল থাকা প্রয়োজন মোট ভুমির?
উঃ ২৫ শতাংশ।
29. প্রশ্ন: বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভুমির কত শতাংশ?
উঃ ১৭%।
30. প্রশ্ন: বাংলাদেশের জাতীয় বননীতি কোন সালে প্রনীত হয়?
উঃ ১৯৭৯ সালে।
বাংলাদেশর কৃষি
1. প্রশ্ন: কৃষি কাজের জন্য সর্বাপেক্ষা উপযোগী মাটি?
উঃ পলি মাটি।
2. প্রশ্ন: বাংলাদেশের মোট কৃষি জমির পরিমান কত?
উঃ ২,০৪,৮৪,৫৬১ একর।
3. প্রশ্ন: বাংলাদেশের মোট চাষাবাদযোগ্য জমির পরিমান কত?
উঃ ১,৭৭,৭১,৩৩৯ একর।
4. প্রশ্ন: বাংলাদেশে চাষের অযোগ্য চাষের জমির পরিমান কত?
উঃ ২৭,১৩,২২২ একর।
5. প্রশ্ন: বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কি?
উঃ পাট।
6. প্রশ্ন: বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কি ?
উঃ চা।
7. প্রশ্ন: বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান?
উঃ চতুর্থ।
8. প্রশ্ন: পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান?
উঃ প্রথম।
9. প্রশ্ন: সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় কোন জেলায়?
উঃ ময়মনসিংহ।
10. প্রশ্ন: রবি শস্য বলতে বুঝায়?
উঃ শীতকালীন শস্যকে।
11. প্রশ্ন: খরিপ শস্য বলতে বুঝায়?
উঃ গ্রীষ্মকালীন শস্যকে।
12. প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান কত?
উঃ ২১.৯১%।
13. প্রশ্ন: বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় কোন জেলাকে?
উঃ বরিশাল।
14. প্রশ্ন: বাংলাদেশে বানিজ্যিকভাবে প্রথম কখন চা চাষ করা হয়?
উঃ ১৯৫৪ সালে।
15. প্রশ্ন: গম গবেষণা কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
উঃ দিনাজপুর।
16. প্রশ্ন: বাংলদেশের প্রথম চা বাগান কোনটি?
উঃ সিলেটের মালনিছড়া।
17. প্রশ্ন: সবচেয়ে বেশী চা জন্মে কোন জেলায়?
উঃ মৌলভীবাজার জেলায়।
18. প্রশ্ন: বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে।
19. প্রশ্ন: বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কত?
উঃ ১৫৯ টি।
20. প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বেশী রেশম উৎপন্ন হয়?
উঃ চাঁপাই নবাবগঞ্জে।
21. প্রশ্ন: বাংলাদেশ রেশম বোর্ড কোথায় অবস্থিত?
উঃ চাঁপাই নবাবগঞ্জে।
22. প্রশ্ন: বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশী তামাক জন্মে ?
উঃ রংপুরে।
23. প্রশ্ন: বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশী তুলা জন্মে ?
উঃ যশোরে।
24. প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?
উঃ তিস্তা বাধ প্রকল্প।
25. প্রশ্ন: বাংলাদেশে ধান গবেষনা কেন্দ্রের সংক্ষিপ্ত নাম কি এবং কোথায় ?
উঃ BRRI, গাজিপুর।
26. প্রশ্ন: BADC বলতে কি বুঝায়?
উঃ বাংলাদেশে কৃষি উন্নয়ন সংস্থা Bangladesh Agricultural Development Corporation
27. প্রশ্ন: জুটন আবিস্কার করেন কে?
উঃ ডঃ মোহাম্মদ সিদ্দিকুল্লাহ।
28. প্রশ্ন: বাংলাদেশে মাথাপিছু আবাদী জমির পরিমান কত ?
উঃ ০.১৪ একর।
29. প্রশ্ন: সর্বশেষ কৃষিশুমারী অনুষ্ঠিত হয়?
উঃ ২০০৮ সালে।
30. প্রশ্ন: সরকার কৃষকের স্বার্থে কোন সার আমদানী নিষিদ্ধ করেছে ?
উঃ এসএসপি
31. প্রশ্ন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৯৭১ সালে।
32. প্রশ্ন: বাংলাদেশে কৃষি গবেষণা ইনষ্টিটিউট কবে তার কার্যক্রম শুরু করে ?
উঃ ১৯৭৩ সালে।
33. প্রশ্ন: কোন জাতের ছাগল বাংলাদেশে সর্বাপেক্ষা বেশী পাওয়া যায় ?
উঃ কৃষ্ণ বঙ্গ।
34. প্রশ্ন: ভারতের বিহার রাজ্যের যমুনা পাড়ের ছাগল বংশধর বাংলাদেশে কি নামে পরিচিত?
উঃ রাম ছাগল।
35. প্রশ্ন: মহিষ প্রজনন খামার কোথায় ?
উঃ বাগেরহাট।
36. প্রশ্ন: বাংলাদেশ গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উঃ ঢাকার সাভারে।
37. প্রশ্ন: বাংলাদেশ কেন্দ্রিয় গো প্রজনন ও দুগ্ধ খামার কোথায় অবস্থিত?
উঃ সাভারে।
38. প্রশ্ন: দেশে বর্তমানে ভেটেরেনারী কলেজ চালু রয়েছে কয়টি ?
উঃ ৪টি।
39. প্রশ্ন: ছাগল উন্নয়ন খামার কোথায় ?
উঃ সিলেটের টিলাগড়ে।
1. প্রশ্ন: প্রানিজ আমিষের প্রধান উৎস কি?
উঃ মাছ।
2. প্রশ্ন: বাংলাদেশে কয়টি সরকারী মৎস্য প্রজনন কেন্দ্র হ্যাচারী ও খামার আছে?
উঃ ৮৬টি।
3. প্রশ্ন: বাংলাদেশের স্বাদু পানিতে মাছের প্রজাতির সংখ্যা কত?
উঃ ২৭০।
4. প্রশ্ন: বর্তমানে সমুদ্র উপকুল থেকে পাওয়া যায় মোট মৎস্য উৎপাদনের শতকরা কত ভাগ?
উঃ ২৭ ভাগ।
5. প্রশ্ন: চিংড়ি চাষ কর আইন কবে প্রণীত হয়?
উঃ ১৯৯২ সালে।
6. প্রশ্ন: বাংলাদেশে সামুদ্রিক জলাশয়ের মোট আয়তন কত?
উঃ ১,৬৬,০০০ বর্গ কি.মি।
7. প্রশ্ন: বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনষ্টিটিউট কোথায় অবস্থিত?
উঃ ময়মনসিংহ।
8. প্রশ্ন: চিংড়ি মাছের উপর গবেষণা হয় কোথায়?
উঃ খুলনার পাইকগাছায়।
9. প্রশ্ন: বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম হলে রুই (কার্প) জাতীয় মাছ ধরা নিষেধ?
উঃ ২৩ সেন্টিমিটার।
10. প্রশ্ন: বঙ্গোপসাগরের মৎস্য চারণ ক্ষেত্র কয়টি?
উঃ চারটি।
11. প্রশ্ন: নিমগ্ন মহাগহবর কি?
উঃ একটি মৎস্যচারণ ক্ষেত্র।
12. প্রশ্ন: রেনু পোনা কখন ছাড়ে?
উঃ বর্ষাকালে।
13. প্রশ্ন: বাংলাদেশের প্রধান প্রাণিজ সম্পদ?
উঃ মাছ।
14. প্রশ্ন: পুকুরে কোন মাছ বাচেঁ না?
উঃ ইলিশ।
বাংলাদেশের শিল্প ও বাণিজ্য
1. প্রশ্ন: বাংলাদেশের অস্ত্র নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
উঃ গাজিপুর।
2. প্রশ্ন: বাংলাদেশের মোটর গাড়ির সংযোজনের বৃহত্তম কারখানার নাম কি?
উঃ প্রগতি ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম।
3. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানার নাম কি?
উঃ চট্টগ্রাম স্টীলমিল, চট্টগ্রাম।
4. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম জাহাজ নির্মাণ ও মেরামত কারখানার নাম কি?
উঃ চট্টগ্রাম ডকইয়ার্ড, চট্টগ্রাম।
5. প্রশ্ন: বাংলাদেশের কোথায় মোটর সাইকেল সংযোজন কারখানা করা হয়?
উঃ এটলাস বাংলাদেশ লিঃ, টংগী।
6. প্রশ্ন: বাংলাদেশের তেল শোধনাগার কোনটি ও কোথায় অবস্থিত?
উঃ ইস্টার্ন রিফাইনারী, চট্টগ্রাম।
7. প্রশ্ন: বাংলাদেশের কোথায় টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত?
উঃ টংগী, গাজিপুর।
8. প্রশ্ন: বাংলাদেশের অস্ত্র নির্মান কারখানা কোথায়?
উঃ গাজিপুর।
9. প্রশ্ন: দেশের প্রথম ইকো পার্ক কোনটি?
উঃ সীতাকুন্ড চন্দ্রনাথ পাহাড়।
10. প্রশ্ন: দেশের প্রথম সাফারি পার্কের নাম কি?
উঃ বঙ্গবন্ধু সাফারি পার্ক।
11. প্রশ্ন: দেশের প্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত?
উঃ কক্সবাজারের ডুলাহাজরা।
12. প্রশ্ন: বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) কোন মন্ত্রণালয়ের অধীনে?
উঃ শিল্প মন্ত্রণালয়।
13. প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে মোট চিনি কলের সংখ্যা কতটি?
উঃ ১৪ টি।
14. প্রশ্ন: দেশের সর্ববৃহৎ চিনি কল কোনটি?
উঃ কেরু এন্ড কোঃ লিঃ, দর্শনা।
15. প্রশ্ন: ব্রিটিশ বাংলার প্রথম পাটকল কবে কোথায় স্থাপন করা হয়?
উঃ ১৮৫৫ সালে, কলকাতায়।
16. প্রশ্ন: বর্তমান বাংলাদেশের কোথায় প্রথম পাটকল কোথায় স্থাপন করা হয়?
উঃ সিরাজগঞ্জে।
17. প্রশ্ন: বাংলাদেশের পাট শিল্পের প্রধান কেন্দ্রগুলো কোথায় অবস্থিত?
উঃ ঢাকা ও খুলনায়।
18. প্রশ্ন: বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম পাটকল কোনটি ছিল?
উঃ আদমজী পাটকল।
19. প্রশ্ন: আদমজী পাটকলের তাঁত সংখ্যা ছিল?
উঃ ৩,০০০ টি।
20. প্রশ্ন: আদমজী পাটকল স্থাপন করা হয়?
উঃ ১৭ জুন, ১৯৫১ সাল।
21. প্রশ্ন: আদমজী পাটকলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ পাকিস্তানের গুল মোহাম্মদ।
22. প্রশ্ন: আদমজী পাটকল কবে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়?
উঃ ৩০ জুন, ২০০২।
23. প্রশ্ন: দেশের সর্ববৃহৎ সিমেন্ট কারখানা কোনটি?
উঃ শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ।
24. প্রশ্ন: লাফার্জ-সুরমা সিমেন্ট কারখানা কোথায় অবস্থিত?
উঃ সুনামগঞ্জের ছাতকে
25. প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বড় কাগজ কল কোনটি?
উঃ কর্নফুলী পেপার মিল।
26. প্রশ্ন: কর্নফুলী পেপার মিলের কাঁচামাল কি?
উঃ বাঁশ।
27. প্রশ্ন: পাকশী পেপার মিলের কাঁচামাল কি?
উঃ আখের ছোবড়া।
28. প্রশ্ন: সবুজ পাট দিয়ে কাগজের মন্ড তৈরীর প্রযুক্তি কোন দেশ উদ্ভাবন করে?
উঃ বাংলাদেশ।
29. প্রশ্ন: বাংলাদেশে মোট কাগজের কলের সংখ্যা কত?
উঃ ১০ টি।
30. প্রশ্ন: প্রাইভেটাইজেশন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৯৩ সালে।
31. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি?
উঃ যমুনা ফার্টিলাইজার কোং লিঃ।
32. প্রশ্ন: যমুনা র্ফাটিলাইজার কারখানা কোথায় অবস্থিত?
উঃ জামালপুর জেলার তারাকান্দি।
33. প্রশ্ন: বেসরকারী খাতে সবচেয়ে বড় সার কারখানা কোনটি?
উঃ কাফকো।
34. প্রশ্ন: ইউরিয়া সারের প্রধান কাঁচামাল কি?
উঃ মিথেন গ্যাস।
35. প্রশ্ন: বাংলাদেশের একমাত্র রেয়ন মিল কোথায় অবস্থিত?
উঃ চন্দ্রঘোনায়।
36. প্রশ্ন: বাংলাদেশের প্রথম বস্ত্রকল কোনটি?
উঃ সায়হাম কটন মিল।
37. প্রশ্ন: মাথা পিছু বাৎসরিক কাপড়ের চাহিদা কত?
উঃ ১১ মিটার।
38. প্রশ্ন: বাংলাদেশের ডান্ডি বলা হত?
উঃ নারায়নগঞ্জ।
বাংলাদেশের বনাঞ্চল
1. প্রশ্ন: বাংলাদেশে জনপ্রতি বনভুমির পরিমান কত?
উঃ ০.০১৮ হেক্টর।
2. প্রশ্ন: বাংলাদেশের বন এলাকা কটি অঞ্চলে বিভক্ত ও কি কি ?
উঃ ৪টি। যথা- ১। পাহাড়ী বনাঞ্চল ২। ম্যনাগ্রোভ বনাঞ্চল ৩। সমতল এলাকার শাল বনাঞ্চল ৪। গ্রামীন বন।
3. প্রশ্ন: পাহাড়ী বনাঞ্চলের আয়তন কত ?
উঃ ১৫,৬৬,৯৩৫ একর।
4. প্রশ্ন: ম্যানগ্রোভ বনের আয়তন কত ?
উঃ ১৪,০৫,০০০ একর।
5. প্রশ্ন: শাল বনাঞ্চলের আয়তন কত ?
উঃ ২,৮১,৯৫৩ একর।
6. প্রশ্ন: বাংলাদেশের মোট আয়তনের কত অংশ বনাঞ্চল?
উঃ প্রায় ১৭ শতাংশ।
7. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি?
উঃ পার্বত্য চট্টগ্রামের বনভূমি।
8. প্রশ্ন: বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনভুমি কোনটি ?
উঃ সুন্দরবন। (একক হিসেবে বৃহত্তম)
9. প্রশ্ন: বাংলাদেশের তৃতীয় বনাঞ্চল কোনটি ?
উঃ মধুপুর জঙ্গল।
10. প্রশ্ন: সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি?
উঃ সুন্দরী।
11. প্রশ্ন: কোন কাঠ থেকে বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত হয়?
উঃ গেওয়া।
12. প্রশ্ন: ধুন্দল গাছের কাঠ থেকে কি প্রস্তুত করা হয়?
উঃ পেন্সিল।
13. প্রশ্ন: কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয় ?
উঃ গরান।
14. প্রশ্ন: কোন জাতীয় গাছ সবচেয়ে বেশী বৃদ্ধি পায়?
উঃ বাঁশ জাতীয় গাছ।
15. প্রশ্ন: ভাওয়াল বনাঞ্চল কোথায় অবস্থিত?
উঃ গাজীপুর জেলায়।
16. প্রশ্ন: মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কি?
উঃ শাল বা গজারী।
17. প্রশ্ন: কোন গাছ কে সুর্যের কন্যা বলা হয়?
উঃ তুলা গাছকে।
18. প্রশ্ন: দেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়?
উঃ পার্বত্য বনাঞ্চল।
19. প্রশ্ন: বরেন্দ্র ভুমিতে কোন গাছ সবচেয়ে বেশি ?
উঃ শাল গাছ।
20. প্রশ্ন: দেশের প্রথম ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন কবে কোথায় উদ্ধোধন করা হয় ?
উঃ ১৭ জানু ২০০১, চন্দ্রনাথ পাহাড়ে।
21. প্রশ্ন: সুন্দরবন কোন দুটি দেশে বিস্তৃত?
উঃ বাংলাদেশ-ভারত।
22. প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি ?
উঃ বৈলাম গাছ।
23. প্রশ্ন: সুন্দরবনের মোট আয়তন কত ?
উঃ ৬০১৭ বর্গ কি. মি।
24. প্রশ্ন: বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় ?
উঃ চট্টগ্রামে।
25. প্রশ্ন: উপকুলীয় সবুজ বেষ্টনীয় বনাঞ্চলে সৃজন করা হয়েছে ?
উঃ ১০টি জেলায়।
26. প্রশ্ন: ক্রান্তীয় বনাঞ্চলের প্রধান গাছ হল কোনটি?
উঃ শাল বা গজারী।
27. প্রশ্ন: পরিবেশ রক্ষার ক্ষেত্রে কোন গাছটি ক্ষতিকারক?
উঃ ইউক্লিপটাস।
28. প্রশ্ন: কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল থাকা প্রয়োজন মোট ভুমির?
উঃ ২৫ শতাংশ।
29. প্রশ্ন: বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভুমির কত শতাংশ?
উঃ ১৭%।
30. প্রশ্ন: বাংলাদেশের জাতীয় বননীতি কোন সালে প্রনীত হয়?
উঃ ১৯৭৯ সালে।
বাংলাদেশর কৃষি
1. প্রশ্ন: কৃষি কাজের জন্য সর্বাপেক্ষা উপযোগী মাটি?
উঃ পলি মাটি।
2. প্রশ্ন: বাংলাদেশের মোট কৃষি জমির পরিমান কত?
উঃ ২,০৪,৮৪,৫৬১ একর।
3. প্রশ্ন: বাংলাদেশের মোট চাষাবাদযোগ্য জমির পরিমান কত?
উঃ ১,৭৭,৭১,৩৩৯ একর।
4. প্রশ্ন: বাংলাদেশে চাষের অযোগ্য চাষের জমির পরিমান কত?
উঃ ২৭,১৩,২২২ একর।
5. প্রশ্ন: বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কি?
উঃ পাট।
6. প্রশ্ন: বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কি ?
উঃ চা।
7. প্রশ্ন: বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান?
উঃ চতুর্থ।
8. প্রশ্ন: পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান?
উঃ প্রথম।
9. প্রশ্ন: সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় কোন জেলায়?
উঃ ময়মনসিংহ।
10. প্রশ্ন: রবি শস্য বলতে বুঝায়?
উঃ শীতকালীন শস্যকে।
11. প্রশ্ন: খরিপ শস্য বলতে বুঝায়?
উঃ গ্রীষ্মকালীন শস্যকে।
12. প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান কত?
উঃ ২১.৯১%।
13. প্রশ্ন: বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় কোন জেলাকে?
উঃ বরিশাল।
14. প্রশ্ন: বাংলাদেশে বানিজ্যিকভাবে প্রথম কখন চা চাষ করা হয়?
উঃ ১৯৫৪ সালে।
15. প্রশ্ন: গম গবেষণা কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
উঃ দিনাজপুর।
16. প্রশ্ন: বাংলদেশের প্রথম চা বাগান কোনটি?
উঃ সিলেটের মালনিছড়া।
17. প্রশ্ন: সবচেয়ে বেশী চা জন্মে কোন জেলায়?
উঃ মৌলভীবাজার জেলায়।
18. প্রশ্ন: বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে।
19. প্রশ্ন: বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কত?
উঃ ১৫৯ টি।
20. প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বেশী রেশম উৎপন্ন হয়?
উঃ চাঁপাই নবাবগঞ্জে।
21. প্রশ্ন: বাংলাদেশ রেশম বোর্ড কোথায় অবস্থিত?
উঃ চাঁপাই নবাবগঞ্জে।
22. প্রশ্ন: বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশী তামাক জন্মে ?
উঃ রংপুরে।
23. প্রশ্ন: বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশী তুলা জন্মে ?
উঃ যশোরে।
24. প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?
উঃ তিস্তা বাধ প্রকল্প।
25. প্রশ্ন: বাংলাদেশে ধান গবেষনা কেন্দ্রের সংক্ষিপ্ত নাম কি এবং কোথায় ?
উঃ BRRI, গাজিপুর।
26. প্রশ্ন: BADC বলতে কি বুঝায়?
উঃ বাংলাদেশে কৃষি উন্নয়ন সংস্থা Bangladesh Agricultural Development Corporation
27. প্রশ্ন: জুটন আবিস্কার করেন কে?
উঃ ডঃ মোহাম্মদ সিদ্দিকুল্লাহ।
28. প্রশ্ন: বাংলাদেশে মাথাপিছু আবাদী জমির পরিমান কত ?
উঃ ০.১৪ একর।
29. প্রশ্ন: সর্বশেষ কৃষিশুমারী অনুষ্ঠিত হয়?
উঃ ২০০৮ সালে।
30. প্রশ্ন: সরকার কৃষকের স্বার্থে কোন সার আমদানী নিষিদ্ধ করেছে ?
উঃ এসএসপি
31. প্রশ্ন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৯৭১ সালে।
32. প্রশ্ন: বাংলাদেশে কৃষি গবেষণা ইনষ্টিটিউট কবে তার কার্যক্রম শুরু করে ?
উঃ ১৯৭৩ সালে।
33. প্রশ্ন: কোন জাতের ছাগল বাংলাদেশে সর্বাপেক্ষা বেশী পাওয়া যায় ?
উঃ কৃষ্ণ বঙ্গ।
34. প্রশ্ন: ভারতের বিহার রাজ্যের যমুনা পাড়ের ছাগল বংশধর বাংলাদেশে কি নামে পরিচিত?
উঃ রাম ছাগল।
35. প্রশ্ন: মহিষ প্রজনন খামার কোথায় ?
উঃ বাগেরহাট।
36. প্রশ্ন: বাংলাদেশ গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উঃ ঢাকার সাভারে।
37. প্রশ্ন: বাংলাদেশ কেন্দ্রিয় গো প্রজনন ও দুগ্ধ খামার কোথায় অবস্থিত?
উঃ সাভারে।
38. প্রশ্ন: দেশে বর্তমানে ভেটেরেনারী কলেজ চালু রয়েছে কয়টি ?
উঃ ৪টি।
39. প্রশ্ন: ছাগল উন্নয়ন খামার কোথায় ?
উঃ সিলেটের টিলাগড়ে।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "মৎস্য,শিল্প ও বাণিজ্য,বনাঞ্চল,কৃষি(প্রশ্ন-উত্তর)"
Post a Comment