বাংলাদেশের নদ- নদী  বিষয়ক প্রশ্ন ও উত্তর

বাংলাদেশের নদ- নদী বিষয়ক প্রশ্ন ও উত্তর


অবহাওয়া ও জলবায়ু

1. প্রশ্ন: বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত ?
উঃ ২৬.০১ সেলসিয়াস।

2. প্রশ্ন: বাংলাদেশের শীতকালের গড় তাপমাত্রা কত ?
উঃ ১৮.৭২ সেলসিয়াস।

3. প্রশ্ন: বাংলাদেশের গ্রীষ্মকালের গড় তাপমাত্রা কত ?
উঃ ২৭.৮ সেলসিয়াস।

4. প্রশ্ন: বাংলাদেশের বর্ষাকালের গড় তাপমাত্রা কত ?
উঃ ২৬.৭ সেলসিয়াস।

5. প্রশ্ন: বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত পরিমান কত ?
উঃ ২০৩ সেঃমিঃ।

6. প্রশ্ন: বাংলাদেশে সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোথায় হয় ?
উঃ সিলেটের লালখানে (৩৮৮ সে.মি.)।

7. প্রশ্ন: বাংলাদেশে সর্বনিম্ন গড় বৃষ্টিপাত কোথায় হয় ?
উঃ নাটোরের লালপুরে (১৫৪ সে.মি.)।

8. প্রশ্ন: বাংলাদেশের উঞ্চতম স্থানের নাম কি?
উঃ নাটোরের লালপুরে।

9. প্রশ্ন: বাংলাদেশের উঞ্চতম জেলা কোনটি ?
উঃ রাজশাহী।

10. প্রশ্ন: বাংলাদেশের শীতলতম স্থান কোনটি ?
উঃ শ্রীমঙ্গল।

11. প্রশ্ন: বাংলাদেশের শীতলতম জেলা কোনটি ?
উঃ সিলেট।

12. প্রশ্ন: বাংলাদেশের প্রায় মধ্য ভাগ দিয়ে কোন রেখা অতিক্রান্ত করেছে ?
উঃ কর্কটক্রান্তি রেখা।

13. প্রশ্ন: গ্রীনিচমান সময় অপেক্ষা বাংলাদেশের সময় অগ্রগামী কত?
উঃ ৬ ঘন্টা।

14. প্রশ্ন: বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
উঃ এপ্রিল।

15. প্রশ্ন: বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
উঃ জানুয়ারী।

16. প্রশ্ন: বাংলাদেশের জলবায়ু কিরূপ?
উঃ নাতিশীতোষ্ণ।

17. প্রশ্ন: বাংলাদেশের জলবায়ূ কি নামে পরিচিত?
উঃ বিষুবীয়।

18. প্রশ্ন: বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রনালয়ের অধীনে?
উঃ প্রতিরক্ষা মন্ত্রনালয়ের।

বাংলাদেশের নদ- নদী

1. প্রশ্ন: বাংলাদেশের নদ- নদীর সংখ্যা কত?
উঃ ২৩০ টি।

2. প্রশ্ন: বাংলাদেশে প্রবাহিত আর্ন্তজাতিক নদীর সংখ্যা কত?
উঃ ৫৭ টি।

3. প্রশ্ন: উৎস হিসাবে আর্ন্তজাতিক নদীর কয়টি উৎস ভারতে?
উঃ ৫৪টি।

4. প্রশ্ন: উৎসস্থল হিসাবে আর্ন্তজাতিক নদীর কয়টির উৎসস্থল মায়ানমারে?
উঃ ৩টি।

5. প্রশ্ন: বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্ত নদীর নাম কি?
উঃ হালদা ও সাংগু নদী।

6. প্রশ্ন: বাংলাদেশের প্রশস্থ নদী কোনটি?
উঃ যমুনা।

7. প্রশ্ন: বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি?
উঃ কর্ণফুলী।

8. প্রশ্ন: বাংলাদেশের র্দীঘতম নদী কোনটি?
উঃ সুরমা।

9. প্রশ্ন: বাংলাদেশের র্দীঘতম নদ কোনটি?
উঃ ব্রহ্মপুত্র।

10. প্রশ্ন: ব্রহ্মপুত্র নদের অবস্থান বিশ্বে কততম?
উঃ ২২তম।

11. প্রশ্ন: ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত?
উঃ ২৮৫০ বর্গ কিমি।

12. প্রশ্ন: ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়?
উঃ হিমালয়ের মানস সরোবর।

13. প্রশ্ন: বাংলাদেশে প্রবেশের পূর্বে ব্রহ্মপুত্র কোন কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়?
উঃ তিব্বতে (সান পো নামে) ও ভারতের আসামে (ডিহি নামে)।

14. প্রশ্ন: কোন জেলার পাশ দিয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে?
উঃ রংপুর।

15. প্রশ্ন: বাংলাদেশ-মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? এর দৈর্ঘ্য কত?
উঃ নাফ নদী। দৈর্ঘ্য ৫৬ কিঃ মিঃ।

16. প্রশ্ন: বাংলাদেশ-ভারতকে বিভক্তকারী নদীর নাম কি?
উঃ হাড়িয়াভাঙ্গা।

17. প্রশ্ন: মেঘনার উৎপত্তিস্থল কোথায়?
উঃ আসামের লুসাই পাহাড়ে।

18. প্রশ্ন: উৎপত্তিস্থলে মেঘনার নাম কি?
উঃ বরাক নদী।

19. প্রশ্ন: মেঘনা কি কি নামে বিভক্ত হয়েছে?
উঃ সুরমা ও কুশিয়ারা।

20. প্রশ্ন: সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে কি নাম ধারন করেছে?
উঃ কালনি।

21. প্রশ্ন: কালনি কোথায় পুনরায় মেঘনা নাম ধারন করেছে?
উঃ ভৈরব বাজারের নিকট।

22. প্রশ্ন: কর্ণফুলী নদী কোথা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
উঃ পার্বত্য চট্টগ্রাম দিয়ে।

23. প্রশ্ন: কর্নফুলী নদী কোথায় পতিত হয়েছে?
উঃ বঙ্গোপসাগর।

24. প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উঃ সুরমা, (অমলসিদ থেকে কাকুরিয়া) ২৫০ কিঃমিঃ

25. প্রশ্ন: পদ্মা নদীর দৈর্ঘ কত?
উঃ ৩২৪ কিঃ মিঃ।

26. প্রশ্ন: কুশিয়ারা নদীর দৈর্ঘ্য কত?
উঃ ১১০ কিঃ মিঃ

27. প্রশ্ন: এক কিউসেক বলতে কি বাঝায়?
উঃ প্রতি সেকেন্ডে এক ঘনফুট পানির প্রবাহ।

28. প্রশ্ন: ঢাকা শহরকে রক্ষার জন্য বুড়ীগঙ্গা নদীর তীরে যে বাঁধ দেয়া হয় তার নাম কি?
উঃ বাকল্যান্ড বাঁধ।

29. প্রশ্ন: বাংলাদেশের কৃত্রিম হৃদ কোনটি?
উঃ রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদ।

30. প্রশ্ন: কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়?
উঃ ১৯৬২ সালে।

31. প্রশ্ন: কাপ্তাই হ্রদ আয়তন কত?
উঃ ৬৮৬.৯১ বর্গ কি.মি.।

32. প্রশ্ন: কোন নদী তিব্বতের মানস সরোবর হতে উৎপন্ন হয়েছে?
উঃ ব্রহ্মপুত্র।

33. প্রশ্ন: ব্রহ্মপুত্র নদ কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
উঃ কুড়িঁগ্রাম।

34. প্রশ্ন: ব্রহ্মপুত্র নদের প্রধান শাখার নাম কি?
উঃ যমুনা।

35. প্রশ্ন: পদ্মা নদী মেঘনার সাথে কোথায় মিলিত হয়েছে?
উঃ চাঁদপরে।

36. প্রশ্ন: পদ্মা নদী যমুনার সাথে কোথায় মিলিত হয়েছে?
উঃ গোয়ালন্দ।

37. প্রশ্ন: মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে কোথায় মিলিত হয়েছে?
উঃ ভৈরব বাজার।

38. প্রশ্ন: পদ্মা কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
উঃ রাজশাহী।

39. প্রশ্ন: ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করেছেন কোন নদীর উপর?
উঃ গঙ্গা।

40. প্রশ্ন: পানি বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই বাঁধ দেয় হয়েছে কোন নদীর উপরে?
উঃ কর্ণফুলী।

41. প্রশ্ন: গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উঃ হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ।

42. প্রশ্ন: পদ্মা নদীর ভারতীয় অংশের নাম কি?
উঃ গঙ্গা।

43. প্রশ্ন: তিস্তা উৎপত্তিস্থল কোথায়?
উঃ হিমালয় পর্বত।

44. প্রশ্ন: বাংলাদেশের প্রধান নদী বন্দর?
উঃ নারায়নগঞ্জ।

45. প্রশ্ন: বাংলাদেশের নদী গবেষনা ইনস্টিটিউট কোথায়?
উঃ ফরিদপুর।

46. প্রশ্ন: কোন সালে ফারাক্কা ব্যারেজের নির্মান কাজ শেষ হয়?
উঃ ১৯৭৪ সালে।

47. প্রশ্ন: কোন সাল থেকে ফারাক্কা বাঁধ চালু হয়?
উঃ ১৯৭৫ সালে।

48. প্রশ্ন: ফারাক্কা বাঁধের দৈঘ্য কত?
উঃ ৭৩৬৩ ফুট ৬ ইঞ্চি।


জেলা ভিক্তিক নদ-নদী

1. প্রশ্ন: ঢাকা
বুড়ীগঙ্গা, শীতলক্ষা, বংশী, ধলেশ্বরী, তুরাগ, বালু।

2. প্রশ্ন: মুন্সীগঞ্জ
ধলেশ্বর, পদ্মা, মেঘনা।

3. প্রশ্ন: নারায়নগঞ্জ
মেঘনা, ধলেশ্বরী,শীতলক্ষা।

4. প্রশ্ন: নরসিংদী
মেঘনা, শীতলক্ষা।

5. প্রশ্ন: মানিকগঞ্জ
পদ্মা, যমুনা, ধলেশ্বরী।

6. প্রশ্ন: গাজীপুর
তুরাগ, বানার, বালু।

7. প্রশ্ন: ময়মনসিংহ
ব্রহ্মপুত্র, বানার, ধলেশ্বরী

8. প্রশ্ন: কিশোরগঞ্জ
ব্রহ্মপুত্র, ধনু, মেঘনা, বাউলাই, কালনী, ধলেশ্বরী।

9. প্রশ্ন: জামালপুর
ব্রহ্মপুত্র, যমুনা, বানার।

10. প্রশ্ন: শেরপুর
কংশ নদী।

11. প্রশ্ন: শেরপুর
কংশ নদী।

12. প্রশ্ন: টাঙ্গাইল
যমুনা, ধলেশ্বরী, বংশী।

13. প্রশ্ন: নেত্রকোনা
কংশ, বাউলাই, গোমেশ্বরী, মুগর।

14. প্রশ্ন: ফরিদপুর
মধুমতি, কুমার, পদ্মা, আড়িয়াল খাঁ।

15. প্রশ্ন: শরিয়তপুর
পদ্মা, মেঘনা,পালং

16. প্রশ্ন: গোপালগঞ্জ
মধুমতি

17. প্রশ্ন: রাজবাড়ী
পদ্মা।

18. প্রশ্ন: মাদারীপুর
পদ্মা, মেঘনা।

19. প্রশ্ন: খুলনা
রূপসা, কপোতাক্ষ, ভদ্রা, ভৈরব, পশুর, শাকবাড়ীয়া, শিবসা।

20. প্রশ্ন: সাতক্ষীরা
পাঙ্গাশিয়া, কালিন্দী, হাড়িয়াভাঙ্গা, বেতনা, রায়মঙ্গল, মালঞ্চ।

21. প্রশ্ন: বাগেরহাট
মধুমতি, মংলা, হরিণঘাটা, শীলা।

22. প্রশ্ন: যশোর

কপোতাক্ষা, ভদ্রা, ভৈরব
23. প্রশ্ন: মাগুরা
গড়াই, কুমার, নবগঙ্গা।

24. প্রশ্ন: ঝিনাইদহ
কুমার, নবগঙ্গা।

25. প্রশ্ন: নড়াইল
মধুমতি, কুমার, ভৈরব।

26. প্রশ্ন: কুষ্টিয়া
পদ্মা, গড়াই, কুমার।

27. প্রশ্ন: মেহেরপুর
ইছামতি, ভৈরব।

28. প্রশ্ন: চুয়াডাঙ্গা
ইছামতি, নবগঙ্গা।

29. প্রশ্ন: বরিশাল
মেঘনা, কীর্তনখোলা, আড়িয়ালখাঁ, তেঁতুলিয়া, কালাবদর, বিশখালী।

30. প্রশ্ন: ঝালকাঠি
সুগন্ধা, বিশখালী।

31. প্রশ্ন: ভোলা
তেঁতুলিয়া, বালেশ্বর, কচাখালী।

32. প্রশ্ন: পটুয়াখালী
তেঁতুলিয়া, আগুনমখা, লোহানিয়।

33. প্রশ্ন: বরগুনা
বিশখালী, হরিণঘাটা,আঁধার মানিক, বেঘাই।

34. প্রশ্ন: পিরোজপুর
মধুমতি, ধলেশ্বর, কচাখালী।

35. প্রশ্ন: রাজশাহী
পদ্মা, মহানন্দা, যমুনা, আত্রাই।

36. প্রশ্ন: চাঁপাইনবাবগঞ্জ
পদ্মা, মহানন্দা, নন্দশুদা, পুনর্ভবা।

37. প্রশ্ন: নাটোর
নাগরনদী, আত্রাই, বড়াল

38. প্রশ্ন: নওগাঁ
আত্রাই, তুলসী।

39. প্রশ্ন: পাবনা
পদ্মা, যমুনা, বড়াল আত্রাই।

40. প্রশ্ন: সিরাজগঞ্জ
যমুনা, করতোয়া, বড়াল

41. প্রশ্ন: বগুড়া
যমুনা, করতোয়া, নাগর, বাঙ্গালী।

42. প্রশ্ন: জয়পুরহাট
যমুনা, হারাবতী, তলসীগঙ্গা।

43. প্রশ্ন: দিনাজপুর
যমুনা, করতোয়া, আত্রাই, পুনর্ভবা।

44. প্রশ্ন: পঞ্চগড়
করতোয়া।

45. প্রশ্ন: ঠাকুগাঁও
টাঙ্গন।

46. প্রশ্ন: রংপুর
তিস্তা।

47. প্রশ্ন: কুড়িঁগ্রাম
ব্রহ্মপুত্র, ধরলা।

48. প্রশ্ন: নীলফামারী
তিস্তা, শিঙ্গিমারী।

49. প্রশ্ন: লালমনিরহাট
তিস্তা, শিঙ্গিমারী।

50. প্রশ্ন: গাইবান্ধা
আত্রাই, সুন্দরগঞ্জ, ব্রহ্মপুত্র, যমুনা।

51. প্রশ্ন: চট্রগ্রাম
কর্ণফুলী, মেঘনা, হালদা, সাঙ্গু।

52. প্রশ্ন: রাঙ্গামাটি
কর্ণফুলী, শংখ, কাশালং, রানখিয়াং।

53. প্রশ্ন: কক্সবাজার
নাফ।

54. প্রশ্ন: বান্দরবান
শংখ, মাথামুহুরী, রানখিয়াং।

55. প্রশ্ন: খাগড়াছড়ি
কর্ণফুলী।

56. প্রশ্ন: নোয়াখালী
মেঘনা, ফেনী, ডাকাতিয়া

57. প্রশ্ন: ফেনী
ফেনী, ডাকাতিয়া।

58. প্রশ্ন: লক্ষ্মীপুর
মেঘনা, ডাকাতিয়া।

59. প্রশ্ন: কুমিল্লা
মেঘনা, গোমতী।

60. প্রশ্ন: চাঁদপুর
মেঘনা, ডাকাতিয়া।

61. প্রশ্ন: ব্রাহ্মণবাড়ীয়া
মেঘনা, তিতাস।

62. প্রশ্ন: সিলেট
সুরমা, কুশিয়ারা।

63. প্রশ্ন: হবিগঞ্জ
বরাক, কালিনী।

64. প্রশ্ন: মৌলভী বাজার
মনু।

65. প্রশ্ন: সুনামগঞ্জ
সুরমা, কালিনী।

66. প্রশ্ন: জেলা
নদ-নদী

67. প্রশ্ন: ঢাকা
বুড়ীগঙ্গা, শীতলক্ষা, বংশী, ধলেশ্বরী, তুরাগ, বালু।

68. প্রশ্ন: মুন্সীগঞ্জ
ধলেশ্বর, পদ্মা, মেঘনা।

69. প্রশ্ন: নারায়নগঞ্জ
মেঘনা, ধলেশ্বরী,শীতলক্ষা।

70. প্রশ্ন: নরসিংদী
মেঘনা, শীতলক্ষা।

71. প্রশ্ন: মানিকগঞ্জ
পদ্মা, যমুনা, ধলেশ্বরী।

72. প্রশ্ন: গাজীপুর
তুরাগ, বানার, বালু।

73. প্রশ্ন: ময়মনসিংহ
ব্রহ্মপুত্র, বানার, ধলেশ্বরী

74. প্রশ্ন: কিশোরগঞ্জ
ব্রহ্মপুত্র, ধনু, মেঘনা, বাউলাই, কালনী, ধলেশ্বরী।

75. প্রশ্ন: জামালপুর
ব্রহ্মপুত্র, যমুনা, বানার।

76. প্রশ্ন: শেরপুর
কংশ নদী।

77. প্রশ্ন: শেরপুর
কংশ নদী।

78. প্রশ্ন: টাঙ্গাইল
যমুনা, ধলেশ্বরী, বংশী।

79. প্রশ্ন: নেত্রকোনা
কংশ, বাউলাই, গোমেশ্বরী, মুগর।

80. প্রশ্ন: ফরিদপুর
মধুমতি, কুমার, পদ্মা, আড়িয়াল খাঁ।

81. প্রশ্ন: শরিয়তপুর
পদ্মা, মেঘনা,পালং

82. প্রশ্ন: গোপালগঞ্জ
মধুমতি

83. প্রশ্ন: রাজবাড়ী
পদ্মা।

84. প্রশ্ন: মাদারীপুর
পদ্মা, মেঘনা।

85. প্রশ্ন: খুলনা
রূপসা, কপোতাক্ষ, ভদ্রা, ভৈরব, পশুর, শাকবাড়ীয়া, শিবসা।

86. প্রশ্ন: সাতক্ষীরা
পাঙ্গাশিয়া, কালিন্দী, হাড়িয়াভাঙ্গা, বেতনা, রায়মঙ্গল, মালঞ্চ।

87. প্রশ্ন: বাগেরহাট
মধুমতি, মংলা, হরিণঘাটা, শীলা।

88. প্রশ্ন: যশোর
কপোতাক্ষা, ভদ্রা, ভৈরব

89. প্রশ্ন: মাগুরা
গড়াই, কুমার, নবগঙ্গা।

90. প্রশ্ন: ঝিনাইদহ
কুমার, নবগঙ্গা।

91. প্রশ্ন: নড়াইল
মধুমতি, কুমার, ভৈরব।

92. প্রশ্ন: কুষ্টিয়া
পদ্মা, গড়াই, কুমার।

93. প্রশ্ন: মেহেরপুর
ইছামতি, ভৈরব।

94. প্রশ্ন: চুয়াডাঙ্গা
ইছামতি, নবগঙ্গা।

95. প্রশ্ন: বরিশাল
মেঘনা, কীর্তনখোলা, আড়িয়ালখাঁ, তেঁতুলিয়া, কালাবদর, বিশখালী।

96. প্রশ্ন: ঝালকাঠি
সুগন্ধা, বিশখালী।

97. প্রশ্ন: ভোলা
তেঁতুলিয়া, বালেশ্বর, কচাখালী।

98. প্রশ্ন: পটুয়াখালী
তেঁতুলিয়া, আগুনমখা, লোহানিয়।

99. প্রশ্ন: বরগুনা
বিশখালী, হরিণঘাটা,আঁধার মানিক, বেঘাই।

100.প্রশ্ন: পিরোজপুর
মধুমতি, ধলেশ্বর, কচাখালী।

101.প্রশ্ন: রাজশাহী
পদ্মা, মহানন্দা, যমুনা, আত্রাই।

102.প্রশ্ন: চাঁপাইনবাবগঞ্জ
পদ্মা, মহানন্দা, নন্দশুদা, পুনর্ভবা।

103.প্রশ্ন: নাটোর
নাগরনদী, আত্রাই, বড়াল

104.প্রশ্ন: নওগাঁ
আত্রাই, তুলসী।

105.প্রশ্ন: পাবনা
পদ্মা, যমুনা, বড়াল আত্রাই।

106.প্রশ্ন: সিরাজগঞ্জ
যমুনা, করতোয়া, বড়াল

107.প্রশ্ন: বগুড়া
যমুনা, করতোয়া, নাগর, বাঙ্গালী।

108.প্রশ্ন: জয়পুরহাট
যমুনা, হারাবতী, তলসীগঙ্গা।

109.প্রশ্ন: দিনাজপুর
যমুনা, করতোয়া, আত্রাই, পুনর্ভবা।

110.প্রশ্ন: পঞ্চগড়
করতোয়া।

111.প্রশ্ন: ঠাকুগাঁও
টাঙ্গন।

112.প্রশ্ন: রংপুর
তিস্তা।

113.প্রশ্ন: কুড়িঁগ্রাম
ব্রহ্মপুত্র, ধরলা।

114.প্রশ্ন: নীলফামারী
তিস্তা, শিঙ্গিমারী।

115.প্রশ্ন: লালমনিরহাট
তিস্তা, শিঙ্গিমারী।

116.প্রশ্ন: গাইবান্ধা
আত্রাই, সুন্দরগঞ্জ, ব্রহ্মপুত্র, যমুনা।

117.প্রশ্ন: চট্রগ্রাম
কর্ণফুলী, মেঘনা, হালদা, সাঙ্গু।

118.প্রশ্ন: রাঙ্গামাটি
কর্ণফুলী, শংখ, কাশালং, রানখিয়াং।

119.প্রশ্ন: কক্সবাজার
নাফ।

120.প্রশ্ন: বান্দরবান
শংখ, মাথামুহুরী, রানখিয়াং।

121.প্রশ্ন: খাগড়াছড়ি
কর্ণফুলী।

122.প্রশ্ন: নোয়াখালী
মেঘনা, ফেনী, ডাকাতিয়া

123.প্রশ্ন: ফেনী
ফেনী, ডাকাতিয়া।

124.প্রশ্ন: লক্ষ্মীপুর
মেঘনা, ডাকাতিয়া।

125.প্রশ্ন: কুমিল্লা
মেঘনা, গোমতী।

126.প্রশ্ন: চাঁদপুর
মেঘনা, ডাকাতিয়া।

127.প্রশ্ন: ব্রাহ্মণবাড়ীয়া
মেঘনা, তিতাস।

128.প্রশ্ন: সিলেট
সুরমা, কুশিয়ারা।

129.প্রশ্ন: হবিগঞ্জ
বরাক, কালিনী।

130.প্রশ্ন: মৌলভী বাজার
মনু।

131.প্রশ্ন: সুনামগঞ্জ
সুরমা, কালিনী।


নদী তীরবর্তী শহর
1. প্রশ্ন: আশুগঞ্জ
মেঘনা।

2. প্রশ্ন: কাপ্তাই
কর্ণফুলী ও কাপ্তাই

3. প্রশ্ন: কুমিল্লা
গোমতী

4. প্রশ্ন: কুষ্টিয়া
গড়াই

5. প্রশ্ন: কুঁড়িগ্রাম
ধরলা

6. প্রশ্ন: খুলনা
ভৈরব ও রূপসার মিলনস্থল।

7. প্রশ্ন: ঘোড়াশাল
শীতলক্ষা।

8. প্রশ্ন: চট্টগ্রাম
কর্ণফুলী।

9. প্রশ্ন: চন্দ্রঘোনা
কর্ণফুলী।

10. প্রশ্ন: চাঁদপুর
মেঘনা।

11. প্রশ্ন: ছাতক
সুরমা।

12. প্রশ্ন: ঝালকাঠি
বিশখালী।

13. প্রশ্ন: ঝিনাইদহ
নবগঙ্গা।

14. প্রশ্ন: টঙ্গী
15. তরাগ।

16. প্রশ্ন: টেকনাফ
নাফ।

17. প্রশ্ন: ঠাকুরগাঁও
টাংগান।

18. প্রশ্ন: ঢাকা
বুড়ীগঙ্গা।

19. প্রশ্ন: দিনাজপুর
পুনর্ভবা।

20. প্রশ্ন: নারায়নগঞ্জ
শীতলক্ষ্যা।

21. প্রশ্ন: পাবনা
ইছামতি।

22. প্রশ্ন: ফরিদপুর
আড়িয়ালখাঁ।

23. প্রশ্ন: ফেঞ্চুগঞ্জ
কুশিয়ারা।

24. প্রশ্ন: বগুড়া
করতোয়া।

25. প্রশ্ন: বরিশাল
কীর্তনখোলা।

26. প্রশ্ন: ভৈরব
মেঘনা।

27. প্রশ্ন: মংলা
মংলা।

28. প্রশ্ন: ময়মনসিংহ
পুরাতন ব্রহ্মপুত্র।

29. প্রশ্ন: মুন্সীগঞ্জ
ধলেশ্বরী।

30. প্রশ্ন: রাজশাহী
পদ্মা।

31. প্রশ্ন: সারদা
পদ্মা।

32. প্রশ্ন: সিলেট
সুরমা।

33. প্রশ্ন: সুনামগঞ্জ
সুরমা।

34. প্রশ্ন: শিলাইদহ
পদ্মা।

35. প্রশ্ন: নরসিংদী
মেঘনা, শীতলক্ষ্যা।

36. প্রশ্ন: মানিকগঞ্জ
পদ্মা, যমুনা, ধলেশ্বরী।

37. প্রশ্ন: গাজীপুর
তুরাগ, বানার, বালু।

38. প্রশ্ন: কিশোরগঞ্জ
ব্রহ্মপুত্র, ধনু, মেঘনা, বাউলাই।

39. প্রশ্ন: জামালপুর
ব্রহ্মপুত্র, যমুনা, বানার।

40. প্রশ্ন: শেরপুর
কংশ।

41. প্রশ্ন: টাঙ্গাইল
যমুনা, ধলেশ্বরী, বংশী।

42. প্রশ্ন: নেত্রকোনা
কংশ, বাউলাই, গোমশ্বরী, মুগর।

43. প্রশ্ন: শরিয়তপুর
পদ্মা, মেঘনা, পালং।

44. প্রশ্ন: সাতক্ষীরা
পাঙ্গাশিয়া, কালিন্দী, হাড়িয়াভাঙ্গা, বেতনা।

45. প্রশ্ন: বাগেরহাট
মধুমতি, মংলা, হরিণঘাটা, শীলা।


☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বাংলাদেশের নদ- নদী বিষয়ক প্রশ্ন ও উত্তর"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে