ভূগােল এবং পরিবেশবিদ্যা বিষয়ক প্রশ্ন ও উত্তর
ভূগােল এবং পরিবেশবিদ্যা
• গ্রিক শব্দ ‘Geo' (জিও)-এর অর্থ কী?
⇒ পৃথিবী।
• গ্রিক শব্দ Graphi (গ্রাফি)-এর অর্থ কী?
⇒ বর্ণনা।
• ভূগােল হল সেই বিজ্ঞান, যা প্রকৃতির সঙ্গে সম্পর্ক যুক্ত’-উক্তিটি কার?
⇒ কার্ল রিটার।
• ভূগােলকে—‘দেশিক বিজ্ঞান’ (Spatial science) বলেছেন কে?
⇒ মার্কিন ভূগােলবিদ স্কিফার।
• ভূগােল হল মানচিত্র অঙ্কন করা একথা কে বলেছেন?
⇒ ক্লডিয়াস টলেমি।
• ভূগােলের আলােচ্য বিষয় হল ভূ-পৃষ্ঠের বৈচিত্র্যময় চরিত্রের নিভূল সুশৃঙ্খল ও যুক্তিসঙ্গ ত বর্ণনা ও ব্যাখ্যা দান’ এ কথা কে বলেছেন?
⇒ পিটার হার্ট শােন।
• ভূগােল-গাণিতিক, প্রাকৃতিক, রাজনৈতিক ও ঐতিহাসিক বিষয়গুলির সমন্বয় চিত্র’ একথা কে বলেছেন?
⇒ তুরস্কের স্রাবাে।
• “মানুষের বাসভূমিরূপে পৃথিবীর চর্চা”—উক্তিটি কার?
⇒ এরাটস্থেনিস।
• সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি?
⇒ ৯টি।
• সৌরজগতের দূরতম গ্রহ কোনটি?
⇒ নেপচুন।
• গ্রহদের মধ্যে পৃথিবী আয়তনে কততম?
⇒ পঞ্চম।
• বৃহস্পতি পৃথিবী অপেক্ষা কত বড়াে?
⇒ ১৫০০ গুণ।
• সৌরদিন নক্ষত্র দিন অপেক্ষা কত বড়াে?
⇒ ৩মি. ৫৫.৯১ সে.।
• পৃথিবীর মেরু কক্ষপথের সাথে কত ডিগ্রি কোণে হেলে থাকে?
⇒ ৬৬২ ডিগ্রি।
• মহাবিষুব হয় কোন তারিখকে?
⇒ ৪ জুলাই।
• জলবিষুব হয় কোন তারিখকে?
⇒ ২৩ সেপ্টেম্বর।
• নিরক্ষরেখার অক্ষাংশ কত?
⇒ 0°
• কর্কটক্রান্তি রেখার মান কত?
⇒ ২৩ – ডিগ্রি উঃ।
• গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়িকে কী বলে?
⇒ ক্রনােমিটার।
• অনুসূর অবস্থান ঘটে কোন তারিখে?
⇒ ৩ জানুয়ারি।
• একটি পূর্ণআবর্তনে পৃথিবীর কত সময় লাগে?
⇒ ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সে.।
• অপসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত থাকে?
⇒ ১৪ কোটি ৭২০ লক্ষ কিমি।
• অনুসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত থাকে?
⇒ ১৫ কোটি ২০ লক্ষ কিমি।
• কোনাে স্থানের সাথে তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের ব্যবধান কত?
⇒ ১২ ঘণ্টা।
• প্রতিপাদ স্থানের সাথে কোনাে স্থানের দ্রাঘিমার পার্থক্য কত?
⇒ ১৮০°।
• আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে কত ডিগ্রি দ্রাঘিমার উপর?
⇒ ১৮০°।
• কর্কট সংক্রান্তি হয় কবে?
⇒ ২১ জুনে।
• মকর সংক্রান্তি হয় কবে?
⇒ ২২ ডিসেম্বরে।
• সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
⇒ বৃহস্পতি।
• মেরু ও নিরক্ষীয় ব্যাসের পার্থক্য কত?
⇒ ৪৩ কিমি।
• পৃথিবীর গড় ব্যাসার্ধ ৬৪০০ কিমি নির্ণয় করেন কে?
⇒ এরাটস্থেনিস।
• কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ ঘণ্টায় কত?
⇒ ১৫৩৬ কিমি।
• পৃথিবীর পরিক্রমণ বেগ সেকেন্ডে কত?
⇒ ৪০ কিমি।
• নিরক্ষরেখার আবর্তন বেগ ঘণ্টায় কত?
⇒ ১৬৯০ কিমি।
• ভূ-পৃষ্ঠের কোনাে অংশের আকস্মিক কম্পনকে কী বলে?
⇒ ভূমিকম্প।
• পৃথিবীতে প্রতিবছর গড়ে কতবার ভূমিকম্প হয়?
⇒ ৫ লক্ষ বার।
• ভূমিকম্পের কেন্দ্র ভূ-পৃষ্ঠ থেকে কত কিমি গভীরে?
⇒ ১৬ কিমি গভীরে।
• ভূমিকম্পের কেন্দ্রের নিকটতম ভূ-পৃষ্ঠস্থ স্থানকে কী বলে?
⇒ উপকেন্দ্র।
• Sesmograph শব্দটি এসেছে কোন শব্দ থেকে?
⇒ গ্রিক।
• Sesmos কথার অর্থ কী?
⇒ ভূমিকম্প।
ভূগােল এবং পরিবেশবিদ্যা
• ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
⇒ রিখটার স্কেলে।
• জাপানে বছরে কলার ভূমিকম্প হয়?
⇒ ১৫০০ বার।
• ভূমিকম্পের সমান তীব্রতা যুক্ত অঞ্চলকে কাল্পনিক রেখা দ্বারা যােগ করলে তাকে কী বলে?
⇒ সমতীব্রতা রেখা।
• ভারতে ২০০১ সালে ভয়াবহ ভূমিকম্প হয় কোথায়?
⇒ ভূজে।
• কম্পনের মাত্রা রিখটারে কত মাত্রা অতিক্রম করলে ব্যাপক জীবন হানি ও ক্ষয়ক্ষতি হয়?
⇒ ৬।
• ১৮১৯ সালে কচ্ছ অঞ্চল কী কারণে বসে গিয়ে রণ বা জলাভূমি সৃষ্টি হয়?
⇒ ভূমিকম্পের ফলে।
• রাজস্থানে সােনার হ্রদ ও আমেরিকার অ্যারিজোনা প্রদেশের শয়তানের খাদ’ সৃষ্টি হয়েছে কীসের ফলে?
⇒ উল্কাপাতে।
• সমুদ্রতলের প্রবল ভূমিকম্পে সৃষ্ট সামুদ্রিক জলােচ্ছাসকে কী বলে?
⇒ সুনামি।
• স্লেট কোন প্রকারের শেলা?
⇒ কাদাপাথরের রূপান্তর।
• এভাপােরাইটের উদাহরণ কী?
⇒ গন্ধক।
• ডায়াটম, রেডিওল্যারিয়ান ইত্যাদি বালিসমৃদ্ধ জলজ প্রাণিদেহ থেকে গঠিত পাললিক শিলাকে কী বলে?
⇒ ওপেল।
• বায়ুতাড়িত হলুদ সূক্ষ্ম ধূলিকণা জমাট বেঁধে কী গঠিত হয়?
⇒ লােয়েশ।
• হিমবাহ বাহিত কোণাকার দানাযুক্ত পদার্থে গঠিত হয় যে পাললিক শিলা তাকে কী বলে?
⇒ টিলাইট।
• বেলেপাথরের রূপান্তর কোন প্রকারের শিলা?
⇒ কোয়ার্টজাইট।
• পাইয়ােক্লাস্টের উদাহরণ কী?
⇒ টাফ ও আগ্নেয়ব্রেকসিয়া।
• একটি রাসায়নিক পাললিক শিলার নাম কী?
⇒ সােহাগা।
• কয়লা কোনপ্রকারের শিলা?
⇒ পাললিক।
• অ্যাম্ফিােলাইট কী প্রকার শিলা?
⇒ ব্যাসল্ট।
• জীবাশ্মের উপস্থিতি লক্ষণীয় কোন প্রকার শিলায়?
⇒ পাললিক।
• কোয়ার্টজাইট কী প্রকার শিলা?
⇒ রূপান্তরিত শিলা।
• মার্বেল কী প্রকার শিলা?
⇒ একটি রূপান্তরিত শিলা হল।
• একটি নিঃসারী শিলার নাম কী?
⇒ টাফা।
• ব্যসান্টশিলায় গঠিত ভূমিরূপ কেমন হয়?
⇒ চ্যাপ্টা।
• গ্রানাইট শিলা কী উপায়ে গঠিত?
⇒ পাললিক।
• পেরিডােটাইট কী প্রকার শিলা?
⇒ আগ্নেয়।
• পরফাইরি কী প্রকার শিলা?
⇒ উদ্বেধী শিলা।
• জিপসাম কী প্রকার শিলা ?
⇒ পাললিক শিলা।
• ডলােরাইট কী প্রকার শিলা?
⇒ উপপাতালিক শিলা।
• ভূমিরূপ পৃথিবীর কোনপৃষ্টের চেহারা?
⇒ উপরিপৃষ্টের চেহারা।
• টেথিস সাগরের অবস্থান কোথায় ছিল?
⇒ বর্তমানে যেখানে হিমালয় পর্বত অবস্থিত।
• সুউচ্চ, সুবিস্তৃত কঠিন শিলাময় বন্ধুর ভূ-প্রকৃতিকে কী বলে?
⇒ পাহাড়-পর্বত।
• পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণির নাম কী?
⇒ হিমালয়।
• পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতের নাম কী?
⇒ আন্দিজ।
• শিলাস্তরে ভাঁজ পড়ে গঠিত হয় কোন প্রকার পর্বত?
⇒ ভঙ্গিল পর্বত।
• মহীখাত কী?
⇒ অগভীর সমুদ্র।
• পৃথিবীর বাইরের স্তর কী বলে?
⇒ লিথােস্ফিয়ার।
• ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বরে নাম কী?
⇒ আরাবল্লী।
• হিমালয় পর্বতকী প্রকার ভঙ্গিল পর্বত ?
⇒ নবীন ভঙ্গিল পর্বত।
• হিমালয় কোথায় গঠিত হয়েছে?
⇒ টেথিস মহীখাতে।
• পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম কী?
⇒ এভারেস্ট।
ভূগােল এবং পরিবেশবিদ্যা
• ভারতের একটি গ্রস্থ উপত্যকার নাম কী?
⇒ নর্মদা নদী উপত্যকা।
• ভারতের একটি স্কুপ পর্বতের উদাহরণ দাও।
⇒ সাতপুরা।
• ভূ -আন্দোলনে সৃষ্ট দুটি ফাটলের মধ্যবর্তী অংশ বিচ্ছিন্ন হয়ে যে ভূমিরূপ গঠিত হয় তার নাম কী?
⇒ চ্যুতি।
• ভােজ ও ব্ল্যাক ফরেস্টের মধ্যে অবস্থিত কোন উপত্যকা?
⇒ রাইন উপত্যকা।
• দামােদর নদ উপত্যকা কী ধরণের উপত্যকা?
⇒ গ্রস্থ উপত্যকার উদাহরণ।
• ভারতের একটি আগ্নেয় পর্বত্রে নাম লেখাে।
⇒ ব্যারণ।
• নীলগিরি, পরেশনাথ, রাজমহল কীরূপ পর্বত?
⇒ ক্ষয়জাত পর্বত।
• পার্শ্বদেশ খাড়া, সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০ মিটার উচ্চতার প্রায় সমতল তরঙ্গায়ি ভূমিকে কী বলে?
⇒ মালভূমি।
• পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কী?
⇒ পামির।
• পৃথিবীর ছাদ বলা হয় কাকে?
⇒ পামিরকে।
• ভারতের উচ্চতম মালভূমির নাম কী?
⇒ লাডাক।
• বাম-এ-দুনিয়া' কথার অর্থ কী?
⇒ পৃথিবীর ছাদ।
• ছােটনাগপুর, মালনাদ কী প্রকার মালভূমি?
⇒ ব্যবচ্ছিন্ন মালভূমি।
• পথিবীর বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমির নাম কী?
⇒ তিব্বত।
• একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কী?
⇒ ভিসুভিয়াস।
• একটি মৃত আগ্নেয়গিরির নাম কী?
⇒ পােপা।
• একটি লাভাগঠিত মালভূমির নাম কী ?
⇒ ডেকানট্রাপ।
• বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড কীপ্রকার মালভূমি?
⇒ ব্যবচ্ছিন্ন মালভূমি।
• সমুদ্র সমতলে বা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০ মিটারের মধ্যে অবস্থিত সমতল ভূমিকে কী
⇒ সমভূমি বলে।
• পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কী?
⇒ গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপ।
• দীঘার জুনপুট কী প্রকার সমভূমি?
⇒ উপকূলীয় সমভূমি।
• উত্তর ভারতের সমভূমি কী প্রকার সমভূমি?
⇒ সঞ্চয়জাত সমভূমি।
• নীলগিরি/পরেশনাথ/শুশুনিয়ার মধ্যে কোনটি মােনানক?
⇒ শুশুনিয়া।
• পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কী?
⇒ ইউরেশীয় সমভূমি।
• শল্কমােচন আবহবিকার কোন শিলায় ঘটে?
⇒ গ্রানাইট।
• প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ ঘটে কোন পাথরে?
⇒ গ্রানাইট।
• শিলার উপরিভাগে গােলাকারভাবে ছাল ওঠাকে কী বলে?
⇒ শল্কমােচন।
• কোন আবহবিকারে শিলার মৌলের পরিবর্তন ঘটে না?
⇒ যান্ত্রিক আবহবিকারে।
• চুনাপাথরে কী প্রাকার আবহবিকার ঘটে?
⇒ অঙ্গারযােজন।
• কোন নদীতে উচ্চ, মধ্য ও নিম্নপ্রবাহ থাকলে তাকে কী নদী বলে?
⇒ আদর্শ নদী।
• নদীর গতিবেগ বা জলপ্রবাহ মাপার একক কী?
⇒ কিউসেক।
• নদীর উৎপত্তিস্থল থেকে মােহনা পর্যন্ত নদী খাতের উভয় পার্শ্বস্থ দীর্ঘ ও সংকীর্ণ নিচু অংশকে কী বলে?
⇒ পার্বত্য উপত্যকা।
• অন্য কোনাে স্থান থেকে উৎপন্ন নদী বড়াে নদীতে মিশলে তাকে কী নদী বলে?
⇒ উপনদী।
• পৃথিবীর গভীরতম ক্যানিয়ন কী?
⇒ গ্র্যান্ড ক্যানিয়ন।
• পৃথিবীর উচ্চতম জলপ্রপাত্রে নাম কী?
⇒ সাল্টো এ্যাঞ্জেল।
• পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত কী?
⇒ নায়াগ্রা।
• পলল ব্যঞ্জনীসঞ্চয়জাত ভূমিরূপ গড়ে ওঠেনদীর কোন গতিতে?
⇒ উচ্চগতিতে।
• পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কী?
⇒ গাঙ্গেয় বদ্বীপ।
• পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কী?
⇒ মারাজো।
• ভারতের উচ্চতম জলপ্রপাত কী?
⇒ যােগ।
ভূগােল এবং পরিবেশবিদ্যা
• জনা ও দশম জলপ্রপাত দেখা যায় কোন নদীতে?
⇒ সুবর্ণরেখা নদীতে।
• ভারতের একটি আদর্শ নদীর নাম কী?
⇒ গঙ্গা।
• পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী?
⇒ নীলনদ।
• পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কী?
⇒ আমাজন।
• কাবেরী নদীর জলপ্রপাতের নাম কী?
⇒ শিবসমুদ্রম।
• ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কী?
⇒ মাজুলি।
• হুড্র জলপ্রপাত গড়ে উঠেছে কোন নদীতে?
⇒ সুবর্ণরেখা।
• পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ কী?
⇒ ক্ষয় ও বহন।
• পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত্রে নাম কী?
⇒ জাম্বােসী নদীর ভিক্টোরিয়া।
• উচ্চ প্রবাহে নদী উপত্যকার আকৃতি কীরূপ হয়?
⇒ ‘V’ এর মতাে।
• চলমান বা সচল বরফের স্তুপকে কী বলে?
⇒ হিমবাহ।
• উচ্চ অক্ষাংশে সমুদ্র জলে ভাসমান বরফের স্তুপকে কী বলে?
⇒ হিমশৈল।
• হিমবাহ উপত্যকার আকৃতি দেখতে কেমন হয়?
⇒ ‘U’এর মতাে।
• পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কী?
⇒ ল্যাম্বার্ড।
• পৃথিবীর দ্রুততম মহাদেশীয় হিমবাহের নাম কী?
⇒ কুয়ারেয়াক।
• ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী?
⇒ সিয়াচেন।
• পর্বত পাদদেশীয় বৃহত্তম হিমবাহের নাম কী?
⇒ মালাসপিনা।
• যে সীমারেখার উপর সারাবছরই জল জমে বরফ হয় তাকে কী বলে?
⇒ হিমরেখা।
• পৃথিবীর ধীরতম হিমবাহ কী?
⇒ মেসার্ড।
• পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহের নাম কী?
⇒ হাবার্ড।
• হিমবাহের ক্ষয়ে সৃষ্টিকারী ভূমিরূপকে জার্মানিতে কী বলে?
⇒ কার।
• ভারতের একটি পিরামিড চূড়ার নাম কী?
⇒ ভিস হর্ন।
• ‘হর্ন’ শব্দের অর্থ কী?
⇒ পিরামিড চূড়া।
• পৃথিবীর দীর্ঘতম ফিয়র্ডকী?
⇒ সােজনে বা সােঙনে।
• ভারতের ঝুলন্ত উপত্যকার উদাহরণ কী ?
⇒ কুবের।
• হিমবাহ যখন নদীখাতে সঞ্চয় করে তখন যে শিল শিরা গড়ে ওঠে তাকে কী বলে?
⇒ এস্কার।
• বায়ুপ্রবাহের ক্ষয়ের প্রধান অস্ত্র কী?
⇒ বালুকণা ও কোয়ার্টজ।
• বায়ুর কাজ বেশি দেখা যায় কোন অঞ্চলে?
⇒ মরু অঞ্চলে।
• মেসা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
⇒ স্পেনীয়।
• বালুকা পূর্ণ মরুভূমিকে সাহারাতে কী বলে?
⇒ আর্গ।
• বালুকাপূর্ণ মরুভূমিকে তুর্কিস্থানে কী বলে?
⇒ কুম।
• শিলাময় মরুভূমিকে সাহারাতে কী বলে?
⇒ হামাদা।
• শিলাখণ্ড দ্বারা আবৃত মরুভূমিকে আলজিরিয়াতে কী বলে?
⇒ রেগ।
• মেসা ভূমিরূপ বায়ুর ক্ষয়ে ছােটো হলে তাকে কী বলে?
⇒ বিউট।
• মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে কী বলে?
⇒ ইনসেলবার্জ।
• মরু অঞ্চলে ছােটো ছােটো কঠিন শিলার মূর্তিগুলােকে কী বলে?
⇒ জুইগেন।
• বায়ুর অপসারণে সৃষ্ট গর্তকে কী বলে?
⇒ ধান্দ।
• লােয়েশ শব্দের অর্থ কী?
⇒ কিরঘিজ স্তেপ বালিয়াড়ি।
• থরমরুতে চলমান বালিয়াড়িকে কী বলে?
⇒ খ্রীয়ান।
• আমেরিকার মরুভূমিতে বায়ুর অপসারণে সৃষ্ট গর্তকে কী বলে?
⇒ বােলসন।
ভূগােল এবং পরিবেশবিদ্যা
• পেডিমেন্টের পাদদেশে পলি, নুড়ি, বালি সঞ্চিত হয়ে যে সমভূমি গড়ে ওঠে তাকে কী বলে?
⇒ বাজাদা।
• মরুভূমির শুষ্ক নদীখাতকে কী বলে?
⇒ ওয়াদি।
• হিমবাহের গায়ে সৃষ্ট হিমবাহকে কী বলে?
⇒ ক্রেভার্স।
• ভারতের ক্ষেত্রমান বা ক্ষেত্রফল কত?
⇒ ৩২ লক্ষ ৮৭ হাজার ২৬৩ বর্গকিমি।
• ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটির নাম কী?
⇒ কন্যাকুমারী অন্তরীপ।
• ভূটানের পূর্ব সীমান্ত থেকে অরুণাচল পর্যন্ত ভারত-চীন সীমারেখাকে কী বলে?
⇒ ম্যাকমােহন লাইন।
• ইন্দিরা পয়েন্টকে কী বলা হয়?
⇒ পারসন পিগম্যালিয়ান্ট।
• ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত?
⇒ ৮২°৩০ পূর্ব।
• ভারতের রাজ্য পুনর্গঠনের মূলভিত্তি কী ছিল?
⇒ ভাষা।
• ভারতে বর্তমানে অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি?
⇒ ২৮টি।
• ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যাটি কত?
⇒ ৭টি।
• ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কী ?
⇒ রাজস্থান।
• ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
⇒ আন্দামান-নিকোবর।
• ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
⇒ লক্ষদ্বীপ।
• ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কোনটি?
⇒ গােয়া।
• ভারতের নবীনতম অঙ্গরাজ্যের নাম কী?
⇒ ঝাড়খণ্ড।
• ভারতের জাতীয় রাজধানীর নাম কী?
⇒ দিল্লি।
• চণ্ডীগড় দুটি অঙ্গরাজ্যের রাজধানী, সে দুটি রাজ্যের নাম কী কী?
⇒ পাঞ্জাব-হরিয়ানা।
• ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়?
⇒ ১৯৫০ সালের ২৬ জানুয়ারি।
• উত্তর-পূর্ব সীমান্ত অঞ্চলকে কী বলে?
⇒ NEFA .
• মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য তৈরি কোন দুটি রাজ্যকে ভেঙে ?
⇒ বােম্বাই রাজ্যকে ভেঙে।
• পাঞ্জাব ও হরিয়ানা গঠিত হয় কোন দুটি রাজ্যকে ভেঙে ?
⇒ পাঞ্জাব রাজ্যকে ভেঙে।
• ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কী?
⇒ চীন।
• ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশকোনটি?
⇒ মালদ্বীপ।
• নেপালে শিবালিককে কী বলে?
⇒ চুরিয়া-মুরিয়া।
• নেপালের দীর্ঘতম নদীর নাম কী?
⇒ কালীগণ্ডক।
• নেপালের গঙ্গা বা পবিত্র নদী কী?
⇒ সেতী।
• নেপালের পশ্চিম সীমায় ভারত ও নেপাল সীমান্ত রচনা করেছে কোন নদী?
⇒ কালী।
• নেপালের ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বনভূমিকে কী বলে?
⇒ চারক্রোশী ঝাড়ী।
• বিহারেরর রক্রৌল থেকে কাঠমাণ্ডু পর্যন্ত বিস্তৃত সড়কের নাম কী?
⇒ ত্রিভুবন রাজপথ।
• নেপালের রাজধানীর নাম কী?
⇒ কাঠমাণ্ডু।
• নেপালের বিমানঘাঁটির নাম কী?
⇒ পােখরা।
• ভুটানের রাজধানীর নাম কী?
⇒ থিম্পু।
• ভুটানে নদীকে কী বলে?
⇒ ছু।
• নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
⇒ এভারেস্ট।
ভূগােল এবং পরিবেশবিদ্যা
• ভুটানের রাষ্ট্রীয় ভাষা কী?
⇒ জাঙঘা।
• ভুটানের দীর্ঘতম নদীর নাম কী ?
⇒ মানস।
• ভুটান শব্দের অর্থ কী ?
⇒ বজড্রাগন।
• ওয়াংছু ও তিছু নদীর সংযােগ স্থলে কোন জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত?
⇒ চুখা।
• ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
⇒ কুলাকাংড়ি।
• ওয়াং ছুও ফারােছর মিলিত প্রবাহ পশ্চিমবঙ্গে কী নামে পরিচিত?
⇒ রায়ডাক।
• তাের্সা নদীকে ভুটানে কী বলে?
⇒ আমােছু।
• মােছু নামে ভুটানি নদীটি পশ্চিমবঙ্গে কী নামে পরিচিত?
⇒ সংকোশ।
• বাংলাদেশের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত?
⇒ বুড়ীগঙ্গা নদীর তীরে।
• বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কী?
⇒ পদ্মা-মেঘনা।
• বাংলাদেশের ‘ধানাগার’ কাকে বলে?
⇒ বরিশাল।
• কুমিল্লা ও ময়মনসিংহকে একত্রে বলে বাংলাদেশের কী বলয় বলে?
⇒ পাট-বলয়।
• প্রাচ্যের ডাণ্ডি বলা হয় বাংলাদেশের কোন শহরকে?
⇒ নারায়ণগঞ্জকে।
• এশিয়ার বৃহত্তম কাগজ শিল্পকেন্দ্র বাংলাদেশের কোথায় অবস্থিত?
⇒ চন্দ্রকোণাতে।
• বাংলাদেশে পাটকে কী বলে?
⇒ সােনালি তন্তু।
• মায়ানমারের রাজধানীর নাম কী?
⇒ ইয়াংগন।
• মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
⇒ কাকাবােরাজি।
• মায়ানমারের সরকারি ভাষা কী ?
⇒ বর্মী।
• দক্ষিণ-পূর্ব এশিয়ার ধানভাণ্ডার’ বলা হয় কাকে?
⇒ চেইন-ইরাবতী উপত্যকাকে।
• মায়ানমারের প্রধান খনিজ দ্রব্য কী?
⇒ খনিজ তেল।
• মায়ানমারের প্রধান কাঠ কী?
⇒ সেগুন (বার্মাটিক)।
• স্বর্ণ প্যাগােডার দেশ বলা হয় কাকে?
⇒ মায়ানমার।
• শ্রীলঙ্কার রাজধানীর নাম কী?
⇒ শ্রীজয়বর্ধনে পুরাকোট্টা।
• শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
⇒ পেড্রলাগালা।
• শ্রীলঙ্কার দীর্ঘতম নদী কী?
⇒ মহাবলী গঙ্গা।
• শ্রীলঙ্কার সরকারি ভাষা কী?
⇒ সিংহলী।
• প্রাচ্যের মুক্তো বলা হয় কাকে?
⇒ শ্রীলঙ্কাকে।
• শ্রীলঙ্কাতে বছরে কতবার বৃষ্টিপাত হয়?
⇒ দু-বার।
• গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে কোন স্থান অধিকার করে?
⇒ প্রথম।
• দারুচিনির দ্বীপ বলা হয় কাকে?
⇒ শ্রীলঙ্কাকে।
• পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
⇒ তিরিমির।
• পাকিস্তানের দীর্ঘতম নদী কী?
⇒ সিন্ধু।
• Pillar Box of the East বলা হয় কাকে?
⇒ কলম্বােকে।
• পাকিস্তানের সরকারি ভাষা কী?
⇒ উর্দু।
• পাকিস্তানের রাজধানী কী?
⇒ ইসলামাবাদ।
ভূগােল এবং পরিবেশবিদ্যা
• পৃথিবীর বৃহত্তম খনিজ লবণ খনির নাম কী?
⇒ খেওড়া।
• এশিয়া তথা পৃথিবীর উষ্ণতম স্থানটি কী?
⇒ জেকোবাবাদ।
• পাকিস্তানের প্রধান বন্দর শহর কোনটি?
⇒ করাচি।
• শােয়ে ডাগন প্যাগােডা’ কোথায় অবস্থিত?
⇒ মায়ানমারে।
• ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
⇒ K2 বা কারাকোরাম ।
• শিবালিক হিমালয়ের কোন দিকের পর্বত শ্রেণি?
⇒ দক্ষিণের।
• কোন গিরিপথ শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযােগ সৃষ্টি করেছে?
⇒ জোজিলা।
• কাশ্মীর উপত্যকা বিচ্ছিন্ন হয়েছে কোন শ্রেণি দ্বারা?
⇒ পিরপঞ্জল ।
• কোথা থেকে নাথুলা ও জেলেপলা গিরিপথ দিয়ে তিব্বতের চুম্বি উপত্যকায় যাওয়া যায়?
⇒ সিকিম থেকে।
• তিব্বতী শব্দ ‘লা’ কথার অর্থ কী?
⇒ গিরিপথ।
• ‘ঝুম’ শব্দের অর্থ কী?
⇒ পাহাড়।
• গারাে পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
⇒ নক্রেক ।
• শিলং মালভূমির দক্ষিণে চুনাপাথরের কোন মালভূমি অবস্থিত।
⇒ চেরামালভূমি।
• হিমালয় শব্দের অর্থ কী?
⇒ ‘বরফের বাসস্থান’।
• এভারেস্টকে নেপালিরা কী বলে?
⇒ সাগরমাথা।
• বানিহালের তলায় তৈরি ২.৫৬ কিমি দীর্ঘ সুড়ঙ্গের নাম কী?
⇒ জহর সুড়ঙ্গ।
• এশিয়ার দীর্ঘতম টানেল বা সুড়ঙ্গের নাম কী?
⇒ জহর টানেল।
• ভারতের উত্তর সীমা রচনা করেছে কোন পর্বত?
⇒ আগিল।
• পৃথিবীর উচ্চতম গিরিপথের নাম কী?
⇒ কারাকোরাম।
• আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
⇒ গুরুশিখর।
• দেগানা, সম্বর, কচুমান, সােনার কী?
⇒ রণ বা লবণাক্ত জলাশয়।
• রাজস্থানে অবনমিত নীচু ভূমিকে কী বলে?
⇒ ধান্দ।
• ছােটনাগপুরের পূর্বে সর্ব উঁচু অঞ্চলকে কী বলে?
⇒ পাট।
• ছােটনাগপুরের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
⇒ গাের্গাবুরু।
• রেওয়া মালভূমি কী প্রকার মালভূমি?
⇒ লাভা মালভূমি।
• হিমালয় পাদদেশে নদীবাহিত নুড়ি, কাকড়, বালি সঞ্চিত অনুর্বর মৃত্তিকা কে কী বলে?
⇒ ভাবর।
• ভাবর অঞ্চলের দক্ষিণে হিমালয় পাদদেশীয় পলি সমভূমিকে বলে কী বলে?
⇒ তরাই।
• অসম ও পশ্চিবঙ্গে তরাইকে কী বলে?
⇒ ডুয়ার্স।
• পাঞ্জাবে প্রাচীন পলিসমৃদ্ধ অনুর্বর অঞ্চলকে কী বলে?
⇒ বাঁগর।
• নবীন পলিযুক্ত বন্যাপ্রবণ খাদার সমভূমিকে পাঞ্জাবে কী বলে?
⇒ বেট।
• রাজস্থানের অন্তর্বাহিনী নদী ঘঘর আসলে কী?
⇒ সরস্বতীর শুষ্কখাত।
• সাতপুরা পর্বতের স্থানীয় নাম কী?
⇒ রাজপিপলা।
• মহাকাল বা মৈকান পর্বতের উচ্চতম শৃঙ্গ কী?
⇒ অমরকণ্ঠক।
• কর্ণাটক মালভূমির দক্ষিণাংশ ও পশ্চিমাংশের উঁচু অংশকে কী বলে?
⇒ মালনদ।
• পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
⇒ কলসুবাই ।
ভূগােল এবং পরিবেশবিদ্যা
• সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কী ?
⇒ ধূপগড়।
• পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কী?
⇒ বিলিগিরিরঙ্গন।
• কার্ডামম পাহাড়কে কী বলে?
⇒ এলামালাই।
• নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
⇒ দোদাবেতা।
• দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
⇒ আনাইমুদি।
• দোদাবেতার দক্ষিণে পশ্চিমঘাটের গিরিপথের নাম কী?
⇒ পালঘাট।
• পুনের কাছে অবস্থিত পশ্চিমঘাটের গিরিপথের নাম কী?
⇒ ভােরঘাট।
• ‘মালনাদ’ শব্দের অর্থ কী?
⇒ পাহাড়িদেশ।
• মালনাদের পূর্বভাগে তরঙ্গায়িত মালভূমিকে কী বলে?
⇒ ময়দান।
• গিরনারের সর্বোচ্চ শৃঙ্গ কী?
⇒ গােরক্ষনাথ।
• “কয়াল” শব্দের অর্থ কী?
⇒ উপহ্রদ।
• আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ কতগুলি দ্বীপ দ্বারা গঠিত?
⇒ ৩২৪টি।
• ভারতের একটি মৃত আগ্নেয়গিরির নাম কী?
⇒ নারকোন্ডাম।
• লক্ষদ্বীপে দ্বীপের সংখ্যা কত?
⇒ ৩৬টি।
• লক্ষদ্বীপে মানুষ বাস করে কতগুলি দ্বীপে?
⇒ ১০টি।
• আন্দামান ও নিকোবরের মধ্যে কত ডিগ্রি চ্যানেল অবস্থিত?
⇒ ১০ ডিগ্রি চ্যানেল।
• অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড় উপকূলকে স্থানীয় ভাষায় কী বলে?
⇒ পাইয়ানঘাট।
• ১০ডিগ্রি চ্যানেল কত কিমি চওড়া?
⇒ ১২০ কিমি।
• লক্ষদ্বীপ কী প্রকারের দ্বীপ?
⇒ প্রবাল দ্বীপ।
• কেরালায় বালিয়াড়িকে কী বলে?
⇒ থেড়িস।
• সিন্ধু নদের উৎপত্তি কোথা থেকে?
⇒ সিন-কা-বাব থেকে।
• সিন্ধুর উপনদী বিতস্তার তীরে অবস্থিত কোন শহর?
⇒ শ্রীনগর।
• ভাকরা-নাঙ্গাল প্রকল্প গড়ে উঠেছে সিন্ধুর কোন উপনদীতে?
⇒ নর্মদা।
• গঙ্গার উৎপত্তি কোথা থেকে?
⇒ গঙ্গোত্রীর গােমুখ হিমবাহ থেকে।
• গঙ্গার ডানতীরের দুটি উপনদীর নাম বলাে।
⇒ শােন-যমুনা।
• যমুনার উপনদী গুলি কী কী?
⇒ চম্বল-টেনিস-কেন।
• ব্রহ্মপুত্রের উৎস কী?
⇒ চেমায়ুন দুং।
• উৎসস্থলে ব্রহ্মপুত্রের নাম কী?
⇒ সাংপাে।
• বাংলাদেশে ব্রহ্মপুত্রের নাম কী?
⇒ যমুনা।
• ধুয়াধার জলপ্রপাত গড়ে উঠেছে কোন নদীতে?
⇒ নর্মদা নদীতে।
• লুনি, মেধা, ঘাঘর, রূপনগর কী প্রকার নদী?
⇒ অন্তর্বাহিনী নদী।
• দক্ষিণ ভারতের গঙ্গা কাকে ?
⇒ গােদাবরী নদী।
• কোলেরুন হল কাবেরী নদীর—।
⇒ শাখা নদী।
• শিবসমুদ্রম ও হােগেনারুল দুটি জলপ্রপাত দেখা যায় কোন নদীতে?
⇒ নর্মদা নদীতে।
• সুকরী-জওয়াই দুটি উপনদী কোন নদীর ।
⇒ লুনী।
ভূগােল এবং পরিবেশবিদ্যা
• দক্ষিণ ভারতের দীর্ঘতম ও বৃহত্তম নদী কী?
⇒ গােদাবরী।
• ভারতের উচ্চতম জলপ্রপাত সরাবতী নদীতে
⇒ যােগ বা জারসােপ্পা।
• শ্রীরঙ্গম দ্বীপ গড়ে উঠেছে কোন নদীতে?
⇒ কাবেরী নদীতে।
• দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয় কাকে?
⇒ কাবেরী ব-দ্বীপ।
• লুনিকে রাজস্থানীরা কী বলে?
⇒ লবণী ও লবণবারী।
• ভারতের দুটি উত্তরবাহিনী নদীর নাম বল।
⇒ চম্বল ও শােন।
• কোনাে বিস্তীর্ণ অঞ্চলের উষ্ণতা ও বৃষ্টিপাত একই রকম হলে তাকে কী বলে?
⇒ জলবায়ু অঞ্চল।
• মরু অঞ্চলে গ্রীষ্মকালে সর্বাধিক উষ্ণতা কত থাকে?
⇒ ৫০ ডিগ্রি সে।
• ভারতের জলবায়ু কী প্রকৃতির ?
⇒ আর্দ্র মৌসুমী।
• পশ্চিমঘাট পর্বতের পূর্বচাল কী অঞ্চল?
⇒ বৃষ্টিচ্ছায় অঞ্চল।
• শীত ও গ্রীষ্ম দুই-ই বেশি থাকলে তাকে কী বলে?
⇒ চরমভাবাপন্ন।
• কালবৈশাখীকে আসামে কী বলে?
⇒ বরদৈদিলা।
• সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গে যে ঝড় হয় তাকে কী বলে?
⇒ আশ্বিনের ঝড়।
• বছরে দুবার বৃষ্টিপাত ঘটে ভারতের কোন উপকূলে?
⇒ করমণ্ডল।
• পৃথিবীতে সর্বাধিক বষ্টিপাত ঘটে কোথায়?
⇒ চেরাপুঞ্জিতে৷
• মৌসুমী জলবায়র প্রধান বৈশিষ্ট্য কী কী?
⇒ খরা ও বন্যা।
• কালবৈশাখীকে দক্ষিণ ভারতে কী বলে?
⇒ আম্রবৃষ্টি।
• জুন-জুলাই মাসে আকাশ কালাে মেঘে ঢেকে বিপুল বর্ষা নামে একে কী বলে?
⇒ মৌসুমী বিস্ফোরণ।
• যে সব গাছে সারাবছর পাতা থাকে তাদেরকে কী বলে?
⇒ চিরহরিৎ উদ্ভিদ।
• ভারতে বনভূমির পরিমাণ কত?
⇒ ২০.৫৫ শতাংশ।
• শাল, সেগুন, শিরিষ, পলাশ, মহুয়া, উঁত কী প্রকার উদ্ভিদ?
⇒ পর্ণমােচী উদ্ভিদ।
• মরু ও মরুপ্রায় অঞ্চলে কী প্রকার উদ্ভিদ জন্মায়?
⇒ জেরােফাইট।
• সুন্দরী, গরান, গেঁওয়া, কেওড়া, গােলপাতা, হােগলা জন্মায় কোন বনে?
⇒ সুন্দরবনে।
• শ্বাসমূল ও ঠেসমূল থাকে কোন অরণ্যে?
⇒ ম্যানগ্রোভ অরণ্যে।
• ভারতে অরণ্য গবেষণাগার কোথায় আছে?
⇒ দেরাদুনে।
• কৃষ্ণমৃত্তিকাকে স্থানীয় ভাষায় কী বলে?
⇒ রেগুর।
• মরুমৃত্তিকাকে কী বলা হয়?
⇒ সিরােজেম।
• বৃষ্টিবহুল অঞ্চলে অম্লযুক্ত মাটিকে কী বলে?
⇒ পেডালফার।
• স্বল্প বৃষ্টিবহুল অঞ্চলে কালােরঙের ক্ষার মাটিকে কী বলে?
⇒ পেডােক্যাল।
• ভারতের কৃষি গবেষণা পরিষদ ভারতের মাটিকে কয়টি ভাগে ভাগ করেছেন।?
⇒ ২৭টি।
• ব্যাসল্ট শিলা থেকে চূর্ণবিচূর্ণ হয়ে গঠিত মাটি কী বলে?
⇒ কৃষ্ণমৃত্তিকা।
• চুন মিশ্রিত প্রাচীন পলিকে কী বলে?
⇒ কাকর বা ঘুটিং।
• পার্বত্য অঞ্চলে ধূসর রঙের অমাটিকে কী বলে?
⇒ পডসল।
• ছাগল পালনে ভারতের স্থান কত?
⇒ দ্বিতীয়।
• মাখন ও ঘি উৎপাদনে ভারতের স্থান কত?
⇒ প্রথম।
• দুধ উৎপাদনে ভারতের স্থান কত?
⇒ পঞ্চম।
• সামুদ্রিকমাছ সংগ্রহে ভারতের স্থান কত?
⇒ ষষ্ঠ।
• অন্তর্দেশীয় মাছ উৎপাদনে ভারত্রে স্থান কত?
⇒ দ্বিতীয়।
• চা, পাট, চীনাবাদাম, তিল, সরিষা উৎপাদনে ভারতকততমস্থান অধিকারুকরে?
⇒ প্রথম।
• নারকেল, গম, ধান, ইক্ষু উৎপাদনে ভারতের স্থান কত?
⇒ দ্বিতীয়।
• রবার, তামাক উৎপাদনে বিশ্বে ভারত্নে স্থান কত?
⇒ তৃতীয়।
• তুলা উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত?
⇒ চতুর্থ।
• কফি উৎপাদনে ভারত বিশ্বে কতস্থান অধিকার করে?
⇒ পঞ্চম।
• অভ্র সীট বা খনিজ অভ্র উৎপাদনে ভারত বিশ্বে কততম স্থান অধিকার করে?
⇒ প্রথম।
• ভারত পৃথিবীতে শিল্প দ্রব্য উৎপাদনে কোন স্থান অধিকার করে?
⇒ অষ্টম।
• কয়লা উৎপাদনে ভারত বিশ্বে কততম স্থান অধিকার করে?
⇒ তৃতীয়।
• ভারতে কত ধরনের প্রাণী প্রজাতি দেখা যায়?
⇒ 89541।
• ভারত থেকে জাপান লৌহ আকরিক সংগ্রহ করে কিন্তু লৌহ উৎপাদনে ভারত কোন স্থান অধিকার করে?
⇒ চতুর্থ।
• ভারতের সেচযুক্ত জমির পরিমাণ, চাষযােগ্য জমিব কত শতাংশ?
⇒ 46%।
• জলসেচের সবচেয়ে পুরাতন পদ্ধতি কী?
⇒ পারসিক চক্র।
• শীতকালে শুষ্ক আবহাওয়ায় বা শুখা মরসুমে শুধুমাত্র জলসেচের দ্বারা উৎপন্ন ফসলকে বলে কী বলে?
⇒ রবিশস্য।
• শুধুমাত্র বর্ষাকালে বৃষ্টির জলের দ্বারা চাষ হয় কোন শস্য?
⇒ খারিপ শস্য।
• মাটির নীচে দিয়ে নির্মিত পাকানালা মাধ্যমে জলসেচকে কী বলে?
⇒ কারেজ।
• ভারতে পাতকুয়াে ও নলকূপের দ্বারা জলসেচ হয় কত শতাংশ?
⇒ 38%।
• জলাশয় থেকে জলসেচ হয় কত শতাংশ?
⇒ 17%।
• খাল মাধ্যমে জলসেচ হয় কত শতাংশ জমিতে ?
⇒ 40%।
• গম, বার্লি, সরিষা, ছােলা, ধান কীধরণের শস্য?
⇒ রবি শস্য।
• পশ্চিমবঙ্গের ধান ভাণ্ডার কাকে?
⇒ বর্ধমান।
• ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে কোন স্থান অধিকার করে?
⇒ প্রথম।
• ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত?
⇒ কটক।
• গম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য ?
⇒ উত্তরপ্রদেশ।
• ভারতের গম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
⇒ দিল্লীর পুষায়।
• চা উৎপাদনে ভারতে প্রথম কোন রাজ্য?
⇒ আসাম।
• কফি উৎপাদনে ভারতে প্রথম রাজ্য কোনটি?
⇒ কর্ণাটক।
• তুলা উৎপাদনে ভরতে প্রথম রাজ্য কোনটি?
⇒ গুজরাট।
• রূপালি তন্তু বলা হয় কাকে?
⇒ তুলা।
• সােনালি তন্তু বলা হয় কাকে?
⇒ পাট।
• পাট উৎপাদনে প্রথম রাজ্য কোনটি?
⇒ পশ্চিমবঙ্গ।
ভূগােল এবং পরিবেশবিদ্যা
• লৌহ আকরিক উৎপাদনে ভারতে প্রথম রাজ্য কোনটি?
⇒ গােয়া।
• অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কী?
⇒ বক্সাইট।
• অভ্র উৎপাদনে ভারতে প্রথম রাজ্য কোনটি?
⇒ ঝাড়খণ্ড।
• কয়লা উৎপাদনে ভারতে প্রথম রাজ্য কোনটি?
⇒ ঝাড়খণ্ড।
• কয়লা উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কত?
⇒ তৃতীয়।
• ভারতের বৃহত্তম খনিজ তেল খনি কোনটি?
⇒ বােম্বে হাই।
• ভারতের প্রাচীনতম তেল খনি কী?
⇒ ডিগবয়।
• পৃথিবীর বৃহত্তম সৌর বাষ্পে রান্নার ব্যবস্থা আছে ভারতের কোথায়? •
⇒ অন্ধ্রের তিরুমালায়।
• এশিয়ার বৃহত্তম বায় বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
⇒ তামিলনাড়ুর মুপান্ডল।
• শিল্পে ভারত এশিয়াতে কততম স্থান অধিকার করে?
⇒ তৃতীয়।
• ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় কোথায়?
⇒ ঘুসুড়ি।
• কার্পাস বস্ত্র উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে?
⇒ প্রথম।
• বস্ত্র রপ্তানীতে ভারত কোন স্থান অধিকার করে?
⇒ দ্বিতীয়।
• আধুনিক পাটকল গড়ে ওঠে পশ্চিমবঙ্গের কোথায়?
⇒ রিষড়ায়।
• ভারতের প্রথম আধুনিক লৌহ শিল্প কেন্দ্র কোনটি?
⇒ পাের্টোনােভা।
• ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা কোথায় অবস্থিত?
⇒ চিত্তরঞ্জন।
• স্বাধীনতার পূর্বে অবস্থিত একটি ইস্পাতনগরীর নাম লেখাে।
⇒ জামসেদপুর।
• লােহা আকরিক উৎপাদনে ভারত কোন স্থান অধিকার করে?
⇒ চতুর্থ।
• লােহা উৎপাদনে ভারতে দ্বিতীয় স্থান অধিকার করে কোন রাজ্য?
⇒ কর্ণাটক।
• প্রশ্ন: বস্কাইট উৎপাদনে ভারত কত তম স্থান অধিকার করে?
⇒ ষষ্ঠ।
• বস্কাইট উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য?
⇒ ওড়িশা।
• অভ্র উৎপাদনে পৃথিবীতে কোন স্থান অধিকার করে?
⇒ প্রথম।
• ভারতের শ্রেষ্ঠ কয়লাখনি অঞ্চল কোনটি?
⇒ দামােদর উপত্যকা।
• কাকে ভারতের ম্যানস্টোর বলা হয়?
⇒ আমেদাবাদকে।
• এশিয়ার বৃহত্তম হাওয়াকল কোথায় অবস্থিত?
⇒ তামিলনাড়ু তে ।
• ভারত এবং স্টানের যৌথ উদোগ্যে নির্মিত জলবিদযুৎকেন্দ্রটির নাম কী?
⇒ চুখা।
• মাটিতে বারংবার চাষ, কীটনাশক প্রয়ােগের ফলে উর্বরতা নষ্টকে কী বলে?
⇒ পরিপােষক দূষণ ।
• মাটি থেকে ছত্রাক, অ্যাকটিনােমাইসিটিস দেহে প্রশ্বাস ও ক্ষতস্থান দিয়ে প্রবেশ করলে তাকে বলে কী বলে?
⇒ মাইকোসিস।
• কলেরা, টাইফয়েড, আমাশয় কী ঘটিত রােগ ?
⇒ ব্যাকটেরিয়া।
• কিউ, অ্যানথ্রাক্স রােগের জীবাণু আসে কোথা থেকে?
⇒ মাটি।
• মাটি দূষণের একটি প্রধান কারণ কী?
⇒ প্লাস্টিক দূষণ।
• মাটি থেকে সিসা, ক্যাডমিয়াম, পারদ মানুষের দেহে প্রবেশ করলে কী হয়? •
⇒ মস্তিষ্কের কোষ নষ্ট করে।
• একটি জলবাহিত রােগ কী? •
⇒ ভাইরাল হেপাটাইটিস।
• পােলিও, টাইফয়েড, কলেরা, আমাশয়, সিসটোসােমিয়াসিস প্রভৃতি রােগ হয় কী থেকে?
⇒ জলদূষণ থেকে।
• আর্সেনিকের প্রভাবে জল দূষিত হলে পায়ের চেটো ও পাতায় কালাে ছােপ ছােপ বগ হলে তাকে কী বলে?
⇒ ব্লাকফুট।
• জলে ক্যাডমিয়াম বেশি হলে যে রােগ হয় তাকে কী বলে?
⇒ ইটাই-ইটাই বা আউচ আউচ!
• পারদ ঘটিত রােগ কী?
⇒ মিনামাটা।
• গ্রিক শব্দ ‘Geo' (জিও)-এর অর্থ কী?
⇒ পৃথিবী।
• গ্রিক শব্দ Graphi (গ্রাফি)-এর অর্থ কী?
⇒ বর্ণনা।
• ভূগােল হল সেই বিজ্ঞান, যা প্রকৃতির সঙ্গে সম্পর্ক যুক্ত’-উক্তিটি কার?
⇒ কার্ল রিটার।
• ভূগােলকে—‘দেশিক বিজ্ঞান’ (Spatial science) বলেছেন কে?
⇒ মার্কিন ভূগােলবিদ স্কিফার।
• ভূগােল হল মানচিত্র অঙ্কন করা একথা কে বলেছেন?
⇒ ক্লডিয়াস টলেমি।
• ভূগােলের আলােচ্য বিষয় হল ভূ-পৃষ্ঠের বৈচিত্র্যময় চরিত্রের নিভূল সুশৃঙ্খল ও যুক্তিসঙ্গ ত বর্ণনা ও ব্যাখ্যা দান’ এ কথা কে বলেছেন?
⇒ পিটার হার্ট শােন।
• ভূগােল-গাণিতিক, প্রাকৃতিক, রাজনৈতিক ও ঐতিহাসিক বিষয়গুলির সমন্বয় চিত্র’ একথা কে বলেছেন?
⇒ তুরস্কের স্রাবাে।
• “মানুষের বাসভূমিরূপে পৃথিবীর চর্চা”—উক্তিটি কার?
⇒ এরাটস্থেনিস।
• সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি?
⇒ ৯টি।
• সৌরজগতের দূরতম গ্রহ কোনটি?
⇒ নেপচুন।
• গ্রহদের মধ্যে পৃথিবী আয়তনে কততম?
⇒ পঞ্চম।
• বৃহস্পতি পৃথিবী অপেক্ষা কত বড়াে?
⇒ ১৫০০ গুণ।
• সৌরদিন নক্ষত্র দিন অপেক্ষা কত বড়াে?
⇒ ৩মি. ৫৫.৯১ সে.।
• পৃথিবীর মেরু কক্ষপথের সাথে কত ডিগ্রি কোণে হেলে থাকে?
⇒ ৬৬২ ডিগ্রি।
• মহাবিষুব হয় কোন তারিখকে?
⇒ ৪ জুলাই।
• জলবিষুব হয় কোন তারিখকে?
⇒ ২৩ সেপ্টেম্বর।
• নিরক্ষরেখার অক্ষাংশ কত?
⇒ 0°
• কর্কটক্রান্তি রেখার মান কত?
⇒ ২৩ – ডিগ্রি উঃ।
• গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়িকে কী বলে?
⇒ ক্রনােমিটার।
• অনুসূর অবস্থান ঘটে কোন তারিখে?
⇒ ৩ জানুয়ারি।
• একটি পূর্ণআবর্তনে পৃথিবীর কত সময় লাগে?
⇒ ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সে.।
• অপসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত থাকে?
⇒ ১৪ কোটি ৭২০ লক্ষ কিমি।
• অনুসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত থাকে?
⇒ ১৫ কোটি ২০ লক্ষ কিমি।
• কোনাে স্থানের সাথে তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের ব্যবধান কত?
⇒ ১২ ঘণ্টা।
• প্রতিপাদ স্থানের সাথে কোনাে স্থানের দ্রাঘিমার পার্থক্য কত?
⇒ ১৮০°।
• আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে কত ডিগ্রি দ্রাঘিমার উপর?
⇒ ১৮০°।
• কর্কট সংক্রান্তি হয় কবে?
⇒ ২১ জুনে।
• মকর সংক্রান্তি হয় কবে?
⇒ ২২ ডিসেম্বরে।
• সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
⇒ বৃহস্পতি।
• মেরু ও নিরক্ষীয় ব্যাসের পার্থক্য কত?
⇒ ৪৩ কিমি।
• পৃথিবীর গড় ব্যাসার্ধ ৬৪০০ কিমি নির্ণয় করেন কে?
⇒ এরাটস্থেনিস।
• কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ ঘণ্টায় কত?
⇒ ১৫৩৬ কিমি।
• পৃথিবীর পরিক্রমণ বেগ সেকেন্ডে কত?
⇒ ৪০ কিমি।
• নিরক্ষরেখার আবর্তন বেগ ঘণ্টায় কত?
⇒ ১৬৯০ কিমি।
• ভূ-পৃষ্ঠের কোনাে অংশের আকস্মিক কম্পনকে কী বলে?
⇒ ভূমিকম্প।
• পৃথিবীতে প্রতিবছর গড়ে কতবার ভূমিকম্প হয়?
⇒ ৫ লক্ষ বার।
• ভূমিকম্পের কেন্দ্র ভূ-পৃষ্ঠ থেকে কত কিমি গভীরে?
⇒ ১৬ কিমি গভীরে।
• ভূমিকম্পের কেন্দ্রের নিকটতম ভূ-পৃষ্ঠস্থ স্থানকে কী বলে?
⇒ উপকেন্দ্র।
• Sesmograph শব্দটি এসেছে কোন শব্দ থেকে?
⇒ গ্রিক।
• Sesmos কথার অর্থ কী?
⇒ ভূমিকম্প।
ভূগােল এবং পরিবেশবিদ্যা
• ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
⇒ রিখটার স্কেলে।
• জাপানে বছরে কলার ভূমিকম্প হয়?
⇒ ১৫০০ বার।
• ভূমিকম্পের সমান তীব্রতা যুক্ত অঞ্চলকে কাল্পনিক রেখা দ্বারা যােগ করলে তাকে কী বলে?
⇒ সমতীব্রতা রেখা।
• ভারতে ২০০১ সালে ভয়াবহ ভূমিকম্প হয় কোথায়?
⇒ ভূজে।
• কম্পনের মাত্রা রিখটারে কত মাত্রা অতিক্রম করলে ব্যাপক জীবন হানি ও ক্ষয়ক্ষতি হয়?
⇒ ৬।
• ১৮১৯ সালে কচ্ছ অঞ্চল কী কারণে বসে গিয়ে রণ বা জলাভূমি সৃষ্টি হয়?
⇒ ভূমিকম্পের ফলে।
• রাজস্থানে সােনার হ্রদ ও আমেরিকার অ্যারিজোনা প্রদেশের শয়তানের খাদ’ সৃষ্টি হয়েছে কীসের ফলে?
⇒ উল্কাপাতে।
• সমুদ্রতলের প্রবল ভূমিকম্পে সৃষ্ট সামুদ্রিক জলােচ্ছাসকে কী বলে?
⇒ সুনামি।
• স্লেট কোন প্রকারের শেলা?
⇒ কাদাপাথরের রূপান্তর।
• এভাপােরাইটের উদাহরণ কী?
⇒ গন্ধক।
• ডায়াটম, রেডিওল্যারিয়ান ইত্যাদি বালিসমৃদ্ধ জলজ প্রাণিদেহ থেকে গঠিত পাললিক শিলাকে কী বলে?
⇒ ওপেল।
• বায়ুতাড়িত হলুদ সূক্ষ্ম ধূলিকণা জমাট বেঁধে কী গঠিত হয়?
⇒ লােয়েশ।
• হিমবাহ বাহিত কোণাকার দানাযুক্ত পদার্থে গঠিত হয় যে পাললিক শিলা তাকে কী বলে?
⇒ টিলাইট।
• বেলেপাথরের রূপান্তর কোন প্রকারের শিলা?
⇒ কোয়ার্টজাইট।
• পাইয়ােক্লাস্টের উদাহরণ কী?
⇒ টাফ ও আগ্নেয়ব্রেকসিয়া।
• একটি রাসায়নিক পাললিক শিলার নাম কী?
⇒ সােহাগা।
• কয়লা কোনপ্রকারের শিলা?
⇒ পাললিক।
• অ্যাম্ফিােলাইট কী প্রকার শিলা?
⇒ ব্যাসল্ট।
• জীবাশ্মের উপস্থিতি লক্ষণীয় কোন প্রকার শিলায়?
⇒ পাললিক।
• কোয়ার্টজাইট কী প্রকার শিলা?
⇒ রূপান্তরিত শিলা।
• মার্বেল কী প্রকার শিলা?
⇒ একটি রূপান্তরিত শিলা হল।
• একটি নিঃসারী শিলার নাম কী?
⇒ টাফা।
• ব্যসান্টশিলায় গঠিত ভূমিরূপ কেমন হয়?
⇒ চ্যাপ্টা।
• গ্রানাইট শিলা কী উপায়ে গঠিত?
⇒ পাললিক।
• পেরিডােটাইট কী প্রকার শিলা?
⇒ আগ্নেয়।
• পরফাইরি কী প্রকার শিলা?
⇒ উদ্বেধী শিলা।
• জিপসাম কী প্রকার শিলা ?
⇒ পাললিক শিলা।
• ডলােরাইট কী প্রকার শিলা?
⇒ উপপাতালিক শিলা।
• ভূমিরূপ পৃথিবীর কোনপৃষ্টের চেহারা?
⇒ উপরিপৃষ্টের চেহারা।
• টেথিস সাগরের অবস্থান কোথায় ছিল?
⇒ বর্তমানে যেখানে হিমালয় পর্বত অবস্থিত।
• সুউচ্চ, সুবিস্তৃত কঠিন শিলাময় বন্ধুর ভূ-প্রকৃতিকে কী বলে?
⇒ পাহাড়-পর্বত।
• পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণির নাম কী?
⇒ হিমালয়।
• পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতের নাম কী?
⇒ আন্দিজ।
• শিলাস্তরে ভাঁজ পড়ে গঠিত হয় কোন প্রকার পর্বত?
⇒ ভঙ্গিল পর্বত।
• মহীখাত কী?
⇒ অগভীর সমুদ্র।
• পৃথিবীর বাইরের স্তর কী বলে?
⇒ লিথােস্ফিয়ার।
• ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বরে নাম কী?
⇒ আরাবল্লী।
• হিমালয় পর্বতকী প্রকার ভঙ্গিল পর্বত ?
⇒ নবীন ভঙ্গিল পর্বত।
• হিমালয় কোথায় গঠিত হয়েছে?
⇒ টেথিস মহীখাতে।
• পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম কী?
⇒ এভারেস্ট।
ভূগােল এবং পরিবেশবিদ্যা
• ভারতের একটি গ্রস্থ উপত্যকার নাম কী?
⇒ নর্মদা নদী উপত্যকা।
• ভারতের একটি স্কুপ পর্বতের উদাহরণ দাও।
⇒ সাতপুরা।
• ভূ -আন্দোলনে সৃষ্ট দুটি ফাটলের মধ্যবর্তী অংশ বিচ্ছিন্ন হয়ে যে ভূমিরূপ গঠিত হয় তার নাম কী?
⇒ চ্যুতি।
• ভােজ ও ব্ল্যাক ফরেস্টের মধ্যে অবস্থিত কোন উপত্যকা?
⇒ রাইন উপত্যকা।
• দামােদর নদ উপত্যকা কী ধরণের উপত্যকা?
⇒ গ্রস্থ উপত্যকার উদাহরণ।
• ভারতের একটি আগ্নেয় পর্বত্রে নাম লেখাে।
⇒ ব্যারণ।
• নীলগিরি, পরেশনাথ, রাজমহল কীরূপ পর্বত?
⇒ ক্ষয়জাত পর্বত।
• পার্শ্বদেশ খাড়া, সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০ মিটার উচ্চতার প্রায় সমতল তরঙ্গায়ি ভূমিকে কী বলে?
⇒ মালভূমি।
• পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কী?
⇒ পামির।
• পৃথিবীর ছাদ বলা হয় কাকে?
⇒ পামিরকে।
• ভারতের উচ্চতম মালভূমির নাম কী?
⇒ লাডাক।
• বাম-এ-দুনিয়া' কথার অর্থ কী?
⇒ পৃথিবীর ছাদ।
• ছােটনাগপুর, মালনাদ কী প্রকার মালভূমি?
⇒ ব্যবচ্ছিন্ন মালভূমি।
• পথিবীর বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমির নাম কী?
⇒ তিব্বত।
• একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কী?
⇒ ভিসুভিয়াস।
• একটি মৃত আগ্নেয়গিরির নাম কী?
⇒ পােপা।
• একটি লাভাগঠিত মালভূমির নাম কী ?
⇒ ডেকানট্রাপ।
• বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড কীপ্রকার মালভূমি?
⇒ ব্যবচ্ছিন্ন মালভূমি।
• সমুদ্র সমতলে বা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০ মিটারের মধ্যে অবস্থিত সমতল ভূমিকে কী
⇒ সমভূমি বলে।
• পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কী?
⇒ গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপ।
• দীঘার জুনপুট কী প্রকার সমভূমি?
⇒ উপকূলীয় সমভূমি।
• উত্তর ভারতের সমভূমি কী প্রকার সমভূমি?
⇒ সঞ্চয়জাত সমভূমি।
• নীলগিরি/পরেশনাথ/শুশুনিয়ার মধ্যে কোনটি মােনানক?
⇒ শুশুনিয়া।
• পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কী?
⇒ ইউরেশীয় সমভূমি।
• শল্কমােচন আবহবিকার কোন শিলায় ঘটে?
⇒ গ্রানাইট।
• প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ ঘটে কোন পাথরে?
⇒ গ্রানাইট।
• শিলার উপরিভাগে গােলাকারভাবে ছাল ওঠাকে কী বলে?
⇒ শল্কমােচন।
• কোন আবহবিকারে শিলার মৌলের পরিবর্তন ঘটে না?
⇒ যান্ত্রিক আবহবিকারে।
• চুনাপাথরে কী প্রাকার আবহবিকার ঘটে?
⇒ অঙ্গারযােজন।
• কোন নদীতে উচ্চ, মধ্য ও নিম্নপ্রবাহ থাকলে তাকে কী নদী বলে?
⇒ আদর্শ নদী।
• নদীর গতিবেগ বা জলপ্রবাহ মাপার একক কী?
⇒ কিউসেক।
• নদীর উৎপত্তিস্থল থেকে মােহনা পর্যন্ত নদী খাতের উভয় পার্শ্বস্থ দীর্ঘ ও সংকীর্ণ নিচু অংশকে কী বলে?
⇒ পার্বত্য উপত্যকা।
• অন্য কোনাে স্থান থেকে উৎপন্ন নদী বড়াে নদীতে মিশলে তাকে কী নদী বলে?
⇒ উপনদী।
• পৃথিবীর গভীরতম ক্যানিয়ন কী?
⇒ গ্র্যান্ড ক্যানিয়ন।
• পৃথিবীর উচ্চতম জলপ্রপাত্রে নাম কী?
⇒ সাল্টো এ্যাঞ্জেল।
• পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত কী?
⇒ নায়াগ্রা।
• পলল ব্যঞ্জনীসঞ্চয়জাত ভূমিরূপ গড়ে ওঠেনদীর কোন গতিতে?
⇒ উচ্চগতিতে।
• পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কী?
⇒ গাঙ্গেয় বদ্বীপ।
• পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কী?
⇒ মারাজো।
• ভারতের উচ্চতম জলপ্রপাত কী?
⇒ যােগ।
ভূগােল এবং পরিবেশবিদ্যা
• জনা ও দশম জলপ্রপাত দেখা যায় কোন নদীতে?
⇒ সুবর্ণরেখা নদীতে।
• ভারতের একটি আদর্শ নদীর নাম কী?
⇒ গঙ্গা।
• পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী?
⇒ নীলনদ।
• পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কী?
⇒ আমাজন।
• কাবেরী নদীর জলপ্রপাতের নাম কী?
⇒ শিবসমুদ্রম।
• ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কী?
⇒ মাজুলি।
• হুড্র জলপ্রপাত গড়ে উঠেছে কোন নদীতে?
⇒ সুবর্ণরেখা।
• পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ কী?
⇒ ক্ষয় ও বহন।
• পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত্রে নাম কী?
⇒ জাম্বােসী নদীর ভিক্টোরিয়া।
• উচ্চ প্রবাহে নদী উপত্যকার আকৃতি কীরূপ হয়?
⇒ ‘V’ এর মতাে।
• চলমান বা সচল বরফের স্তুপকে কী বলে?
⇒ হিমবাহ।
• উচ্চ অক্ষাংশে সমুদ্র জলে ভাসমান বরফের স্তুপকে কী বলে?
⇒ হিমশৈল।
• হিমবাহ উপত্যকার আকৃতি দেখতে কেমন হয়?
⇒ ‘U’এর মতাে।
• পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কী?
⇒ ল্যাম্বার্ড।
• পৃথিবীর দ্রুততম মহাদেশীয় হিমবাহের নাম কী?
⇒ কুয়ারেয়াক।
• ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী?
⇒ সিয়াচেন।
• পর্বত পাদদেশীয় বৃহত্তম হিমবাহের নাম কী?
⇒ মালাসপিনা।
• যে সীমারেখার উপর সারাবছরই জল জমে বরফ হয় তাকে কী বলে?
⇒ হিমরেখা।
• পৃথিবীর ধীরতম হিমবাহ কী?
⇒ মেসার্ড।
• পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহের নাম কী?
⇒ হাবার্ড।
• হিমবাহের ক্ষয়ে সৃষ্টিকারী ভূমিরূপকে জার্মানিতে কী বলে?
⇒ কার।
• ভারতের একটি পিরামিড চূড়ার নাম কী?
⇒ ভিস হর্ন।
• ‘হর্ন’ শব্দের অর্থ কী?
⇒ পিরামিড চূড়া।
• পৃথিবীর দীর্ঘতম ফিয়র্ডকী?
⇒ সােজনে বা সােঙনে।
• ভারতের ঝুলন্ত উপত্যকার উদাহরণ কী ?
⇒ কুবের।
• হিমবাহ যখন নদীখাতে সঞ্চয় করে তখন যে শিল শিরা গড়ে ওঠে তাকে কী বলে?
⇒ এস্কার।
• বায়ুপ্রবাহের ক্ষয়ের প্রধান অস্ত্র কী?
⇒ বালুকণা ও কোয়ার্টজ।
• বায়ুর কাজ বেশি দেখা যায় কোন অঞ্চলে?
⇒ মরু অঞ্চলে।
• মেসা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
⇒ স্পেনীয়।
• বালুকা পূর্ণ মরুভূমিকে সাহারাতে কী বলে?
⇒ আর্গ।
• বালুকাপূর্ণ মরুভূমিকে তুর্কিস্থানে কী বলে?
⇒ কুম।
• শিলাময় মরুভূমিকে সাহারাতে কী বলে?
⇒ হামাদা।
• শিলাখণ্ড দ্বারা আবৃত মরুভূমিকে আলজিরিয়াতে কী বলে?
⇒ রেগ।
• মেসা ভূমিরূপ বায়ুর ক্ষয়ে ছােটো হলে তাকে কী বলে?
⇒ বিউট।
• মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে কী বলে?
⇒ ইনসেলবার্জ।
• মরু অঞ্চলে ছােটো ছােটো কঠিন শিলার মূর্তিগুলােকে কী বলে?
⇒ জুইগেন।
• বায়ুর অপসারণে সৃষ্ট গর্তকে কী বলে?
⇒ ধান্দ।
• লােয়েশ শব্দের অর্থ কী?
⇒ কিরঘিজ স্তেপ বালিয়াড়ি।
• থরমরুতে চলমান বালিয়াড়িকে কী বলে?
⇒ খ্রীয়ান।
• আমেরিকার মরুভূমিতে বায়ুর অপসারণে সৃষ্ট গর্তকে কী বলে?
⇒ বােলসন।
ভূগােল এবং পরিবেশবিদ্যা
• পেডিমেন্টের পাদদেশে পলি, নুড়ি, বালি সঞ্চিত হয়ে যে সমভূমি গড়ে ওঠে তাকে কী বলে?
⇒ বাজাদা।
• মরুভূমির শুষ্ক নদীখাতকে কী বলে?
⇒ ওয়াদি।
• হিমবাহের গায়ে সৃষ্ট হিমবাহকে কী বলে?
⇒ ক্রেভার্স।
• ভারতের ক্ষেত্রমান বা ক্ষেত্রফল কত?
⇒ ৩২ লক্ষ ৮৭ হাজার ২৬৩ বর্গকিমি।
• ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটির নাম কী?
⇒ কন্যাকুমারী অন্তরীপ।
• ভূটানের পূর্ব সীমান্ত থেকে অরুণাচল পর্যন্ত ভারত-চীন সীমারেখাকে কী বলে?
⇒ ম্যাকমােহন লাইন।
• ইন্দিরা পয়েন্টকে কী বলা হয়?
⇒ পারসন পিগম্যালিয়ান্ট।
• ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত?
⇒ ৮২°৩০ পূর্ব।
• ভারতের রাজ্য পুনর্গঠনের মূলভিত্তি কী ছিল?
⇒ ভাষা।
• ভারতে বর্তমানে অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি?
⇒ ২৮টি।
• ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যাটি কত?
⇒ ৭টি।
• ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কী ?
⇒ রাজস্থান।
• ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
⇒ আন্দামান-নিকোবর।
• ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
⇒ লক্ষদ্বীপ।
• ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কোনটি?
⇒ গােয়া।
• ভারতের নবীনতম অঙ্গরাজ্যের নাম কী?
⇒ ঝাড়খণ্ড।
• ভারতের জাতীয় রাজধানীর নাম কী?
⇒ দিল্লি।
• চণ্ডীগড় দুটি অঙ্গরাজ্যের রাজধানী, সে দুটি রাজ্যের নাম কী কী?
⇒ পাঞ্জাব-হরিয়ানা।
• ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়?
⇒ ১৯৫০ সালের ২৬ জানুয়ারি।
• উত্তর-পূর্ব সীমান্ত অঞ্চলকে কী বলে?
⇒ NEFA .
• মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য তৈরি কোন দুটি রাজ্যকে ভেঙে ?
⇒ বােম্বাই রাজ্যকে ভেঙে।
• পাঞ্জাব ও হরিয়ানা গঠিত হয় কোন দুটি রাজ্যকে ভেঙে ?
⇒ পাঞ্জাব রাজ্যকে ভেঙে।
• ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কী?
⇒ চীন।
• ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশকোনটি?
⇒ মালদ্বীপ।
• নেপালে শিবালিককে কী বলে?
⇒ চুরিয়া-মুরিয়া।
• নেপালের দীর্ঘতম নদীর নাম কী?
⇒ কালীগণ্ডক।
• নেপালের গঙ্গা বা পবিত্র নদী কী?
⇒ সেতী।
• নেপালের পশ্চিম সীমায় ভারত ও নেপাল সীমান্ত রচনা করেছে কোন নদী?
⇒ কালী।
• নেপালের ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বনভূমিকে কী বলে?
⇒ চারক্রোশী ঝাড়ী।
• বিহারেরর রক্রৌল থেকে কাঠমাণ্ডু পর্যন্ত বিস্তৃত সড়কের নাম কী?
⇒ ত্রিভুবন রাজপথ।
• নেপালের রাজধানীর নাম কী?
⇒ কাঠমাণ্ডু।
• নেপালের বিমানঘাঁটির নাম কী?
⇒ পােখরা।
• ভুটানের রাজধানীর নাম কী?
⇒ থিম্পু।
• ভুটানে নদীকে কী বলে?
⇒ ছু।
• নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
⇒ এভারেস্ট।
ভূগােল এবং পরিবেশবিদ্যা
• ভুটানের রাষ্ট্রীয় ভাষা কী?
⇒ জাঙঘা।
• ভুটানের দীর্ঘতম নদীর নাম কী ?
⇒ মানস।
• ভুটান শব্দের অর্থ কী ?
⇒ বজড্রাগন।
• ওয়াংছু ও তিছু নদীর সংযােগ স্থলে কোন জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত?
⇒ চুখা।
• ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
⇒ কুলাকাংড়ি।
• ওয়াং ছুও ফারােছর মিলিত প্রবাহ পশ্চিমবঙ্গে কী নামে পরিচিত?
⇒ রায়ডাক।
• তাের্সা নদীকে ভুটানে কী বলে?
⇒ আমােছু।
• মােছু নামে ভুটানি নদীটি পশ্চিমবঙ্গে কী নামে পরিচিত?
⇒ সংকোশ।
• বাংলাদেশের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত?
⇒ বুড়ীগঙ্গা নদীর তীরে।
• বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কী?
⇒ পদ্মা-মেঘনা।
• বাংলাদেশের ‘ধানাগার’ কাকে বলে?
⇒ বরিশাল।
• কুমিল্লা ও ময়মনসিংহকে একত্রে বলে বাংলাদেশের কী বলয় বলে?
⇒ পাট-বলয়।
• প্রাচ্যের ডাণ্ডি বলা হয় বাংলাদেশের কোন শহরকে?
⇒ নারায়ণগঞ্জকে।
• এশিয়ার বৃহত্তম কাগজ শিল্পকেন্দ্র বাংলাদেশের কোথায় অবস্থিত?
⇒ চন্দ্রকোণাতে।
• বাংলাদেশে পাটকে কী বলে?
⇒ সােনালি তন্তু।
• মায়ানমারের রাজধানীর নাম কী?
⇒ ইয়াংগন।
• মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
⇒ কাকাবােরাজি।
• মায়ানমারের সরকারি ভাষা কী ?
⇒ বর্মী।
• দক্ষিণ-পূর্ব এশিয়ার ধানভাণ্ডার’ বলা হয় কাকে?
⇒ চেইন-ইরাবতী উপত্যকাকে।
• মায়ানমারের প্রধান খনিজ দ্রব্য কী?
⇒ খনিজ তেল।
• মায়ানমারের প্রধান কাঠ কী?
⇒ সেগুন (বার্মাটিক)।
• স্বর্ণ প্যাগােডার দেশ বলা হয় কাকে?
⇒ মায়ানমার।
• শ্রীলঙ্কার রাজধানীর নাম কী?
⇒ শ্রীজয়বর্ধনে পুরাকোট্টা।
• শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
⇒ পেড্রলাগালা।
• শ্রীলঙ্কার দীর্ঘতম নদী কী?
⇒ মহাবলী গঙ্গা।
• শ্রীলঙ্কার সরকারি ভাষা কী?
⇒ সিংহলী।
• প্রাচ্যের মুক্তো বলা হয় কাকে?
⇒ শ্রীলঙ্কাকে।
• শ্রীলঙ্কাতে বছরে কতবার বৃষ্টিপাত হয়?
⇒ দু-বার।
• গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে কোন স্থান অধিকার করে?
⇒ প্রথম।
• দারুচিনির দ্বীপ বলা হয় কাকে?
⇒ শ্রীলঙ্কাকে।
• পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
⇒ তিরিমির।
• পাকিস্তানের দীর্ঘতম নদী কী?
⇒ সিন্ধু।
• Pillar Box of the East বলা হয় কাকে?
⇒ কলম্বােকে।
• পাকিস্তানের সরকারি ভাষা কী?
⇒ উর্দু।
• পাকিস্তানের রাজধানী কী?
⇒ ইসলামাবাদ।
ভূগােল এবং পরিবেশবিদ্যা
• পৃথিবীর বৃহত্তম খনিজ লবণ খনির নাম কী?
⇒ খেওড়া।
• এশিয়া তথা পৃথিবীর উষ্ণতম স্থানটি কী?
⇒ জেকোবাবাদ।
• পাকিস্তানের প্রধান বন্দর শহর কোনটি?
⇒ করাচি।
• শােয়ে ডাগন প্যাগােডা’ কোথায় অবস্থিত?
⇒ মায়ানমারে।
• ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
⇒ K2 বা কারাকোরাম ।
• শিবালিক হিমালয়ের কোন দিকের পর্বত শ্রেণি?
⇒ দক্ষিণের।
• কোন গিরিপথ শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযােগ সৃষ্টি করেছে?
⇒ জোজিলা।
• কাশ্মীর উপত্যকা বিচ্ছিন্ন হয়েছে কোন শ্রেণি দ্বারা?
⇒ পিরপঞ্জল ।
• কোথা থেকে নাথুলা ও জেলেপলা গিরিপথ দিয়ে তিব্বতের চুম্বি উপত্যকায় যাওয়া যায়?
⇒ সিকিম থেকে।
• তিব্বতী শব্দ ‘লা’ কথার অর্থ কী?
⇒ গিরিপথ।
• ‘ঝুম’ শব্দের অর্থ কী?
⇒ পাহাড়।
• গারাে পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
⇒ নক্রেক ।
• শিলং মালভূমির দক্ষিণে চুনাপাথরের কোন মালভূমি অবস্থিত।
⇒ চেরামালভূমি।
• হিমালয় শব্দের অর্থ কী?
⇒ ‘বরফের বাসস্থান’।
• এভারেস্টকে নেপালিরা কী বলে?
⇒ সাগরমাথা।
• বানিহালের তলায় তৈরি ২.৫৬ কিমি দীর্ঘ সুড়ঙ্গের নাম কী?
⇒ জহর সুড়ঙ্গ।
• এশিয়ার দীর্ঘতম টানেল বা সুড়ঙ্গের নাম কী?
⇒ জহর টানেল।
• ভারতের উত্তর সীমা রচনা করেছে কোন পর্বত?
⇒ আগিল।
• পৃথিবীর উচ্চতম গিরিপথের নাম কী?
⇒ কারাকোরাম।
• আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
⇒ গুরুশিখর।
• দেগানা, সম্বর, কচুমান, সােনার কী?
⇒ রণ বা লবণাক্ত জলাশয়।
• রাজস্থানে অবনমিত নীচু ভূমিকে কী বলে?
⇒ ধান্দ।
• ছােটনাগপুরের পূর্বে সর্ব উঁচু অঞ্চলকে কী বলে?
⇒ পাট।
• ছােটনাগপুরের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
⇒ গাের্গাবুরু।
• রেওয়া মালভূমি কী প্রকার মালভূমি?
⇒ লাভা মালভূমি।
• হিমালয় পাদদেশে নদীবাহিত নুড়ি, কাকড়, বালি সঞ্চিত অনুর্বর মৃত্তিকা কে কী বলে?
⇒ ভাবর।
• ভাবর অঞ্চলের দক্ষিণে হিমালয় পাদদেশীয় পলি সমভূমিকে বলে কী বলে?
⇒ তরাই।
• অসম ও পশ্চিবঙ্গে তরাইকে কী বলে?
⇒ ডুয়ার্স।
• পাঞ্জাবে প্রাচীন পলিসমৃদ্ধ অনুর্বর অঞ্চলকে কী বলে?
⇒ বাঁগর।
• নবীন পলিযুক্ত বন্যাপ্রবণ খাদার সমভূমিকে পাঞ্জাবে কী বলে?
⇒ বেট।
• রাজস্থানের অন্তর্বাহিনী নদী ঘঘর আসলে কী?
⇒ সরস্বতীর শুষ্কখাত।
• সাতপুরা পর্বতের স্থানীয় নাম কী?
⇒ রাজপিপলা।
• মহাকাল বা মৈকান পর্বতের উচ্চতম শৃঙ্গ কী?
⇒ অমরকণ্ঠক।
• কর্ণাটক মালভূমির দক্ষিণাংশ ও পশ্চিমাংশের উঁচু অংশকে কী বলে?
⇒ মালনদ।
• পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
⇒ কলসুবাই ।
ভূগােল এবং পরিবেশবিদ্যা
• সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কী ?
⇒ ধূপগড়।
• পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কী?
⇒ বিলিগিরিরঙ্গন।
• কার্ডামম পাহাড়কে কী বলে?
⇒ এলামালাই।
• নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
⇒ দোদাবেতা।
• দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
⇒ আনাইমুদি।
• দোদাবেতার দক্ষিণে পশ্চিমঘাটের গিরিপথের নাম কী?
⇒ পালঘাট।
• পুনের কাছে অবস্থিত পশ্চিমঘাটের গিরিপথের নাম কী?
⇒ ভােরঘাট।
• ‘মালনাদ’ শব্দের অর্থ কী?
⇒ পাহাড়িদেশ।
• মালনাদের পূর্বভাগে তরঙ্গায়িত মালভূমিকে কী বলে?
⇒ ময়দান।
• গিরনারের সর্বোচ্চ শৃঙ্গ কী?
⇒ গােরক্ষনাথ।
• “কয়াল” শব্দের অর্থ কী?
⇒ উপহ্রদ।
• আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ কতগুলি দ্বীপ দ্বারা গঠিত?
⇒ ৩২৪টি।
• ভারতের একটি মৃত আগ্নেয়গিরির নাম কী?
⇒ নারকোন্ডাম।
• লক্ষদ্বীপে দ্বীপের সংখ্যা কত?
⇒ ৩৬টি।
• লক্ষদ্বীপে মানুষ বাস করে কতগুলি দ্বীপে?
⇒ ১০টি।
• আন্দামান ও নিকোবরের মধ্যে কত ডিগ্রি চ্যানেল অবস্থিত?
⇒ ১০ ডিগ্রি চ্যানেল।
• অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড় উপকূলকে স্থানীয় ভাষায় কী বলে?
⇒ পাইয়ানঘাট।
• ১০ডিগ্রি চ্যানেল কত কিমি চওড়া?
⇒ ১২০ কিমি।
• লক্ষদ্বীপ কী প্রকারের দ্বীপ?
⇒ প্রবাল দ্বীপ।
• কেরালায় বালিয়াড়িকে কী বলে?
⇒ থেড়িস।
• সিন্ধু নদের উৎপত্তি কোথা থেকে?
⇒ সিন-কা-বাব থেকে।
• সিন্ধুর উপনদী বিতস্তার তীরে অবস্থিত কোন শহর?
⇒ শ্রীনগর।
• ভাকরা-নাঙ্গাল প্রকল্প গড়ে উঠেছে সিন্ধুর কোন উপনদীতে?
⇒ নর্মদা।
• গঙ্গার উৎপত্তি কোথা থেকে?
⇒ গঙ্গোত্রীর গােমুখ হিমবাহ থেকে।
• গঙ্গার ডানতীরের দুটি উপনদীর নাম বলাে।
⇒ শােন-যমুনা।
• যমুনার উপনদী গুলি কী কী?
⇒ চম্বল-টেনিস-কেন।
• ব্রহ্মপুত্রের উৎস কী?
⇒ চেমায়ুন দুং।
• উৎসস্থলে ব্রহ্মপুত্রের নাম কী?
⇒ সাংপাে।
• বাংলাদেশে ব্রহ্মপুত্রের নাম কী?
⇒ যমুনা।
• ধুয়াধার জলপ্রপাত গড়ে উঠেছে কোন নদীতে?
⇒ নর্মদা নদীতে।
• লুনি, মেধা, ঘাঘর, রূপনগর কী প্রকার নদী?
⇒ অন্তর্বাহিনী নদী।
• দক্ষিণ ভারতের গঙ্গা কাকে ?
⇒ গােদাবরী নদী।
• কোলেরুন হল কাবেরী নদীর—।
⇒ শাখা নদী।
• শিবসমুদ্রম ও হােগেনারুল দুটি জলপ্রপাত দেখা যায় কোন নদীতে?
⇒ নর্মদা নদীতে।
• সুকরী-জওয়াই দুটি উপনদী কোন নদীর ।
⇒ লুনী।
ভূগােল এবং পরিবেশবিদ্যা
• দক্ষিণ ভারতের দীর্ঘতম ও বৃহত্তম নদী কী?
⇒ গােদাবরী।
• ভারতের উচ্চতম জলপ্রপাত সরাবতী নদীতে
⇒ যােগ বা জারসােপ্পা।
• শ্রীরঙ্গম দ্বীপ গড়ে উঠেছে কোন নদীতে?
⇒ কাবেরী নদীতে।
• দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয় কাকে?
⇒ কাবেরী ব-দ্বীপ।
• লুনিকে রাজস্থানীরা কী বলে?
⇒ লবণী ও লবণবারী।
• ভারতের দুটি উত্তরবাহিনী নদীর নাম বল।
⇒ চম্বল ও শােন।
• কোনাে বিস্তীর্ণ অঞ্চলের উষ্ণতা ও বৃষ্টিপাত একই রকম হলে তাকে কী বলে?
⇒ জলবায়ু অঞ্চল।
• মরু অঞ্চলে গ্রীষ্মকালে সর্বাধিক উষ্ণতা কত থাকে?
⇒ ৫০ ডিগ্রি সে।
• ভারতের জলবায়ু কী প্রকৃতির ?
⇒ আর্দ্র মৌসুমী।
• পশ্চিমঘাট পর্বতের পূর্বচাল কী অঞ্চল?
⇒ বৃষ্টিচ্ছায় অঞ্চল।
• শীত ও গ্রীষ্ম দুই-ই বেশি থাকলে তাকে কী বলে?
⇒ চরমভাবাপন্ন।
• কালবৈশাখীকে আসামে কী বলে?
⇒ বরদৈদিলা।
• সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গে যে ঝড় হয় তাকে কী বলে?
⇒ আশ্বিনের ঝড়।
• বছরে দুবার বৃষ্টিপাত ঘটে ভারতের কোন উপকূলে?
⇒ করমণ্ডল।
• পৃথিবীতে সর্বাধিক বষ্টিপাত ঘটে কোথায়?
⇒ চেরাপুঞ্জিতে৷
• মৌসুমী জলবায়র প্রধান বৈশিষ্ট্য কী কী?
⇒ খরা ও বন্যা।
• কালবৈশাখীকে দক্ষিণ ভারতে কী বলে?
⇒ আম্রবৃষ্টি।
• জুন-জুলাই মাসে আকাশ কালাে মেঘে ঢেকে বিপুল বর্ষা নামে একে কী বলে?
⇒ মৌসুমী বিস্ফোরণ।
• যে সব গাছে সারাবছর পাতা থাকে তাদেরকে কী বলে?
⇒ চিরহরিৎ উদ্ভিদ।
• ভারতে বনভূমির পরিমাণ কত?
⇒ ২০.৫৫ শতাংশ।
• শাল, সেগুন, শিরিষ, পলাশ, মহুয়া, উঁত কী প্রকার উদ্ভিদ?
⇒ পর্ণমােচী উদ্ভিদ।
• মরু ও মরুপ্রায় অঞ্চলে কী প্রকার উদ্ভিদ জন্মায়?
⇒ জেরােফাইট।
• সুন্দরী, গরান, গেঁওয়া, কেওড়া, গােলপাতা, হােগলা জন্মায় কোন বনে?
⇒ সুন্দরবনে।
• শ্বাসমূল ও ঠেসমূল থাকে কোন অরণ্যে?
⇒ ম্যানগ্রোভ অরণ্যে।
• ভারতে অরণ্য গবেষণাগার কোথায় আছে?
⇒ দেরাদুনে।
• কৃষ্ণমৃত্তিকাকে স্থানীয় ভাষায় কী বলে?
⇒ রেগুর।
• মরুমৃত্তিকাকে কী বলা হয়?
⇒ সিরােজেম।
• বৃষ্টিবহুল অঞ্চলে অম্লযুক্ত মাটিকে কী বলে?
⇒ পেডালফার।
• স্বল্প বৃষ্টিবহুল অঞ্চলে কালােরঙের ক্ষার মাটিকে কী বলে?
⇒ পেডােক্যাল।
• ভারতের কৃষি গবেষণা পরিষদ ভারতের মাটিকে কয়টি ভাগে ভাগ করেছেন।?
⇒ ২৭টি।
• ব্যাসল্ট শিলা থেকে চূর্ণবিচূর্ণ হয়ে গঠিত মাটি কী বলে?
⇒ কৃষ্ণমৃত্তিকা।
• চুন মিশ্রিত প্রাচীন পলিকে কী বলে?
⇒ কাকর বা ঘুটিং।
• পার্বত্য অঞ্চলে ধূসর রঙের অমাটিকে কী বলে?
⇒ পডসল।
• ছাগল পালনে ভারতের স্থান কত?
⇒ দ্বিতীয়।
• মাখন ও ঘি উৎপাদনে ভারতের স্থান কত?
⇒ প্রথম।
• দুধ উৎপাদনে ভারতের স্থান কত?
⇒ পঞ্চম।
• সামুদ্রিকমাছ সংগ্রহে ভারতের স্থান কত?
⇒ ষষ্ঠ।
• অন্তর্দেশীয় মাছ উৎপাদনে ভারত্রে স্থান কত?
⇒ দ্বিতীয়।
• চা, পাট, চীনাবাদাম, তিল, সরিষা উৎপাদনে ভারতকততমস্থান অধিকারুকরে?
⇒ প্রথম।
• নারকেল, গম, ধান, ইক্ষু উৎপাদনে ভারতের স্থান কত?
⇒ দ্বিতীয়।
• রবার, তামাক উৎপাদনে বিশ্বে ভারত্নে স্থান কত?
⇒ তৃতীয়।
• তুলা উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত?
⇒ চতুর্থ।
• কফি উৎপাদনে ভারত বিশ্বে কতস্থান অধিকার করে?
⇒ পঞ্চম।
• অভ্র সীট বা খনিজ অভ্র উৎপাদনে ভারত বিশ্বে কততম স্থান অধিকার করে?
⇒ প্রথম।
• ভারত পৃথিবীতে শিল্প দ্রব্য উৎপাদনে কোন স্থান অধিকার করে?
⇒ অষ্টম।
• কয়লা উৎপাদনে ভারত বিশ্বে কততম স্থান অধিকার করে?
⇒ তৃতীয়।
• ভারতে কত ধরনের প্রাণী প্রজাতি দেখা যায়?
⇒ 89541।
• ভারত থেকে জাপান লৌহ আকরিক সংগ্রহ করে কিন্তু লৌহ উৎপাদনে ভারত কোন স্থান অধিকার করে?
⇒ চতুর্থ।
• ভারতের সেচযুক্ত জমির পরিমাণ, চাষযােগ্য জমিব কত শতাংশ?
⇒ 46%।
• জলসেচের সবচেয়ে পুরাতন পদ্ধতি কী?
⇒ পারসিক চক্র।
• শীতকালে শুষ্ক আবহাওয়ায় বা শুখা মরসুমে শুধুমাত্র জলসেচের দ্বারা উৎপন্ন ফসলকে বলে কী বলে?
⇒ রবিশস্য।
• শুধুমাত্র বর্ষাকালে বৃষ্টির জলের দ্বারা চাষ হয় কোন শস্য?
⇒ খারিপ শস্য।
• মাটির নীচে দিয়ে নির্মিত পাকানালা মাধ্যমে জলসেচকে কী বলে?
⇒ কারেজ।
• ভারতে পাতকুয়াে ও নলকূপের দ্বারা জলসেচ হয় কত শতাংশ?
⇒ 38%।
• জলাশয় থেকে জলসেচ হয় কত শতাংশ?
⇒ 17%।
• খাল মাধ্যমে জলসেচ হয় কত শতাংশ জমিতে ?
⇒ 40%।
• গম, বার্লি, সরিষা, ছােলা, ধান কীধরণের শস্য?
⇒ রবি শস্য।
• পশ্চিমবঙ্গের ধান ভাণ্ডার কাকে?
⇒ বর্ধমান।
• ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে কোন স্থান অধিকার করে?
⇒ প্রথম।
• ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত?
⇒ কটক।
• গম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য ?
⇒ উত্তরপ্রদেশ।
• ভারতের গম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
⇒ দিল্লীর পুষায়।
• চা উৎপাদনে ভারতে প্রথম কোন রাজ্য?
⇒ আসাম।
• কফি উৎপাদনে ভারতে প্রথম রাজ্য কোনটি?
⇒ কর্ণাটক।
• তুলা উৎপাদনে ভরতে প্রথম রাজ্য কোনটি?
⇒ গুজরাট।
• রূপালি তন্তু বলা হয় কাকে?
⇒ তুলা।
• সােনালি তন্তু বলা হয় কাকে?
⇒ পাট।
• পাট উৎপাদনে প্রথম রাজ্য কোনটি?
⇒ পশ্চিমবঙ্গ।
ভূগােল এবং পরিবেশবিদ্যা
• লৌহ আকরিক উৎপাদনে ভারতে প্রথম রাজ্য কোনটি?
⇒ গােয়া।
• অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কী?
⇒ বক্সাইট।
• অভ্র উৎপাদনে ভারতে প্রথম রাজ্য কোনটি?
⇒ ঝাড়খণ্ড।
• কয়লা উৎপাদনে ভারতে প্রথম রাজ্য কোনটি?
⇒ ঝাড়খণ্ড।
• কয়লা উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কত?
⇒ তৃতীয়।
• ভারতের বৃহত্তম খনিজ তেল খনি কোনটি?
⇒ বােম্বে হাই।
• ভারতের প্রাচীনতম তেল খনি কী?
⇒ ডিগবয়।
• পৃথিবীর বৃহত্তম সৌর বাষ্পে রান্নার ব্যবস্থা আছে ভারতের কোথায়? •
⇒ অন্ধ্রের তিরুমালায়।
• এশিয়ার বৃহত্তম বায় বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
⇒ তামিলনাড়ুর মুপান্ডল।
• শিল্পে ভারত এশিয়াতে কততম স্থান অধিকার করে?
⇒ তৃতীয়।
• ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় কোথায়?
⇒ ঘুসুড়ি।
• কার্পাস বস্ত্র উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে?
⇒ প্রথম।
• বস্ত্র রপ্তানীতে ভারত কোন স্থান অধিকার করে?
⇒ দ্বিতীয়।
• আধুনিক পাটকল গড়ে ওঠে পশ্চিমবঙ্গের কোথায়?
⇒ রিষড়ায়।
• ভারতের প্রথম আধুনিক লৌহ শিল্প কেন্দ্র কোনটি?
⇒ পাের্টোনােভা।
• ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা কোথায় অবস্থিত?
⇒ চিত্তরঞ্জন।
• স্বাধীনতার পূর্বে অবস্থিত একটি ইস্পাতনগরীর নাম লেখাে।
⇒ জামসেদপুর।
• লােহা আকরিক উৎপাদনে ভারত কোন স্থান অধিকার করে?
⇒ চতুর্থ।
• লােহা উৎপাদনে ভারতে দ্বিতীয় স্থান অধিকার করে কোন রাজ্য?
⇒ কর্ণাটক।
• প্রশ্ন: বস্কাইট উৎপাদনে ভারত কত তম স্থান অধিকার করে?
⇒ ষষ্ঠ।
• বস্কাইট উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য?
⇒ ওড়িশা।
• অভ্র উৎপাদনে পৃথিবীতে কোন স্থান অধিকার করে?
⇒ প্রথম।
• ভারতের শ্রেষ্ঠ কয়লাখনি অঞ্চল কোনটি?
⇒ দামােদর উপত্যকা।
• কাকে ভারতের ম্যানস্টোর বলা হয়?
⇒ আমেদাবাদকে।
• এশিয়ার বৃহত্তম হাওয়াকল কোথায় অবস্থিত?
⇒ তামিলনাড়ু তে ।
• ভারত এবং স্টানের যৌথ উদোগ্যে নির্মিত জলবিদযুৎকেন্দ্রটির নাম কী?
⇒ চুখা।
• মাটিতে বারংবার চাষ, কীটনাশক প্রয়ােগের ফলে উর্বরতা নষ্টকে কী বলে?
⇒ পরিপােষক দূষণ ।
• মাটি থেকে ছত্রাক, অ্যাকটিনােমাইসিটিস দেহে প্রশ্বাস ও ক্ষতস্থান দিয়ে প্রবেশ করলে তাকে বলে কী বলে?
⇒ মাইকোসিস।
• কলেরা, টাইফয়েড, আমাশয় কী ঘটিত রােগ ?
⇒ ব্যাকটেরিয়া।
• কিউ, অ্যানথ্রাক্স রােগের জীবাণু আসে কোথা থেকে?
⇒ মাটি।
• মাটি দূষণের একটি প্রধান কারণ কী?
⇒ প্লাস্টিক দূষণ।
• মাটি থেকে সিসা, ক্যাডমিয়াম, পারদ মানুষের দেহে প্রবেশ করলে কী হয়? •
⇒ মস্তিষ্কের কোষ নষ্ট করে।
• একটি জলবাহিত রােগ কী? •
⇒ ভাইরাল হেপাটাইটিস।
• পােলিও, টাইফয়েড, কলেরা, আমাশয়, সিসটোসােমিয়াসিস প্রভৃতি রােগ হয় কী থেকে?
⇒ জলদূষণ থেকে।
• আর্সেনিকের প্রভাবে জল দূষিত হলে পায়ের চেটো ও পাতায় কালাে ছােপ ছােপ বগ হলে তাকে কী বলে?
⇒ ব্লাকফুট।
• জলে ক্যাডমিয়াম বেশি হলে যে রােগ হয় তাকে কী বলে?
⇒ ইটাই-ইটাই বা আউচ আউচ!
• পারদ ঘটিত রােগ কী?
⇒ মিনামাটা।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "ভূগােল এবং পরিবেশবিদ্যা বিষয়ক প্রশ্ন ও উত্তর "
Post a Comment