বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্ন ও উত্তর

বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্ন ও উত্তর


বাংলা সাহিত্যকে যে বই গুলো সমৃদ্ধ করেছে সেগুলোর কিছু নিম্নে উল্লেখ করা হলো:-


১। পুতুল নাচের ইতিকথা- মানিক বন্দ্যোপাধ্যায়
২। জোছনা ও জননীর গল্প- হুমায়ুন আহমেদ
৩। পথের পাঁচালি- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৪। লোটা কম্বল- সঞ্জীব চট্টোপাধ্যায়
৫। পদ্মা নদীর মাঝি- মানিক বন্দ্যোপাধ্যায়
৬। একাত্তরের দিনগুলি- জাহানারা ইমাম
৭। দিবারাত্রির কাব্য- মানিক বন্দ্যোপাধ্যায়
৮। কবি- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
৯। আরন্যক- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১০। চরিত্রহীন - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১১। লালশালু- সৈয়দ ওয়ালীউল্লাহ
১২। অপরাজিত - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৩। শ্রীকান্ত -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৪। চোখের বালি- রবীন্দ্রনাথ ঠাকুর
১৫। গণদেবতা - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১৬। আলালের ঘরের দুলাল- প্যারিচাঁদ মিত্র
১৭। হুতোম পেঁচার নকশা- কালী প্রসন্ন সিংহ
১৮। দৃষ্টিপ্রদীপ - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৯। সূর্যদীঘল বাড়ি- আবু ইসহাক
২০। নিষিদ্ধ লোবান- সৈয়দ শামসুল হক
২১। জননী- শওকত ওসমান
২২। খোয়াবনামা - আখতারুজ্জামান ইলিয়াস
২৩। হাজার বছর ধরে- জহির রায়হান
২৪। তেইশ নম্বর তৈলচিত্র - আলাউদ্দিন আল আজাদ
২৫। চিলেকোঠার সেপাই- আখতারুজ্জামান ইলিয়াস
২৬। সারেং বউ- শহীদুল্লাহ কায়সার
২৭। আরোগ্য নিকেতন- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
২৮। প্রদোষে প্রাকৃতজন - শওকত আলী
২৯। খেলেরাম খেলে যা- সৈয়দ শামসুল হক
৩০। রাইফেল রোটি আওরাত- আনোয়ার পাশা
৩১। গঙ্গা- সমরেশ বসু
৩২। শঙ্খনীল কারাগার- হুমায়ুন আহমেদ
৩৩। নন্দিত নরকে- হুমায়ুন আহমেদ
৩৪। দীপু নাম্বার টু- মুহম্মদ জাফর ইকবাল
৩৫। মা- আনিসুল হক
৩৬। আট কুঠরি নয় দরজা- সমরেশ মজুমদার
৩৭। কড়ি দিয়ে কিনলাম- বিমল মিত্র
৩৮। মধ্যাহ্ন- হুমায়ূন আহমেদ।
৩৯। উত্তরাধিকার- সমরেশ মজুমদার
৪০। কালবেলা- সমরেশ মজুমদার
৪১। কৃষ্ণকান্তের উইল- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৪২। সাতকাহন- সমরেশ মজুমদার
৪৩। গর্ভধারিণী - সমরেশ মজুমদার
৪৪। পূর্ব-পশ্চিম- সুনীল গঙ্গোপাধ্যায়
৪৫। প্রথম আলো- সুনীল গঙ্গোপাধ্যায়
৪৬। চৌরঙ্গী - শঙ্কর
৪৭। নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি - শঙ্কর
৪৮। দূরবীন - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৪৯। শুন বরনারী- সুবোধ ঘোষ।
৫০। পার্থিব- শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫১। সেই সময়- সুনীল গঙ্গোপাধ্যায়
৫২। মানবজমিন - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫৩। তিথিডোর - বুদ্ধদেব বসু
৫৪। পাক সার জমিন সাদ বাদ- হুমায়ুন আজাদ
৫৫। ক্রীতদাসের হাসি- শওকত ওসমান
৫৬। শাপমোচন - ফাল্গুনী মুখোপাধ্যায়
৫৭। মাধুকরী- বুদ্ধদেব গুহ
৫৮। দেশে বিদেশে- মুজতবা আলী
৫৯। আরেক ফাল্গুন - জহির রায়হান
৬০। কাশবনের কন্যা- শামসুদ্দিন আবুল কালাম
৬১। বরফ গলা নদী- জহির রায়হান
৬২। গাভী বৃত্তান্ত- আহমদ ছফা
৬৩। বিষবৃক্ষ - বঙ্কিম চট্টোপাধ্যায়
৬৪। দৃষ্টিপাত- যাযাবর
৬৫। তিতাস একটি নদীর নাম- অদৈত মল্লবর্মন
৬৬। কাঁদো নদী কাঁদো- সৈয়দ ওয়ালীউল্লাহ
৬৭। শিবরাম গল্পসমগ্র
৬৮। জীবন ও রাজনৈতিক বাস্তবতা - শহীদুল জহির
৬৯। আনন্দমঠ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৭০। নিশি কুটুম্ব- মনোজ বসু।
৭১। একাত্তরের যীশু- শাহরিয়ার কবির
৭২। প্রজাপতি - সমরেশ বসু
৭৩। নীলকণ্ঠ পাখির খোঁজে - অতীন বন্দ্যোপাধ্যায়
৭৪। মাধুকরী - বুদ্ধদেব গুহ
৭৫। হুযুর কেবলা- আবুল মনসুর আহমেদ
৭৬। ওঙ্কার- আহমদ ছফা
৭৭। আমার দেখা রাজনীতির ৫০ বছর- আবুল মনসুর আহমদ
৭৮। কত অজানারে- শঙ্কর
৭৯। ভোলগা থেকে গঙ্গা- রাহুল সাংকৃত্যায়ন
৮০। টেনিদা- নারায়ণ গঙ্গোপাধ্যায়
৮১। বিষাদ সিন্ধু- মীর মোশাররফ হোসেন।
৮২। বিবর- সমরেশ বসু
৮৩। তারাশঙ্করের সব গল্প
৮৪। বুদ্ধদেব বসুর সব গল্প
৮৫। বনফুলের সব গল্প
৮৬। পরশুরামের সব গল্প
৮৭। কবর- মুনীর চৌধুরী
৮৮। কোথাও কেউ নেই- হুমায়ুন আহমেদ
৮৯। হিমু অমনিবাস - হুমায়ুন আহমেদ
৯০। মিসির আলী অমনিবাস- হুমায়ুন আহমেদ
৯১। আমার বন্ধু রাশেদ- মুহম্মদ জাফর ইকবাল
৯২। অসমাপ্ত আত্মজীবনী - জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
৯৩। শঙ্কু সমগ্র- সত্যজিৎ রায়
৯৪। মাসুদ রানা- কাজী আনোয়ার হোসেন।
৯৫। ফেলুদা সমগ্র- সত্যজিৎ রায়
৯৬। তিন গোয়েন্দা- সেবা প্রকাশনী
৯৭। কিরীটী সমগ্র- নীহাররঞ্জন গুপ্ত
৯৮। কমলাকান্তের দপ্তর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৯৯। পথের দাবি- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০০। গোরা - রবীন্দ্রনাথ ঠাকুর
১০১। শবনম- মুজতবা আলী
১০২। নৌকাডুবি - রবীন্দ্রনাথ ঠাকুর
১০৩। আদর্শ হিন্দু হোটেল- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১০৪। বহুব্রীহি - হুমায়ুন আহমেদ
১০৫। দেবদাস - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০৬। মধ্যাহ্ন- হুমায়ুন আহমেদ
১০৭। বাদশাহ নামদার- হুমায়ুন আহমেদ
১০৮। বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিস্কার- মুহম্মদ জাফর ইকবাল
১০৯। হাসুলিবাকের উপকথা - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১১০। গল্পগুচ্ছ- রবীন্দ্রনাথ ঠাকুর
১১১। শেষ নমস্কার- সন্তোষ কুমার ঘোষ
১১২। হাঙ্গর নদী গ্রেনেড- সেলিনা হোসেন
১১৩। আবু ইব্রাহিমের মৃত্যু- শহীদুল জহির
১১৪। সাহেব বিবি গোলাম- বিমল মিত্র
১১৫। আগুনপাখি- হাসান আজিজুল হক
১১৬। কেয়া পাতার নৌকো- প্রফুল্ল রায়
১১৭।পুষ্প ও বিহঙ্গ পিরাণ- আহমদ ছফা
১১৮। আনোয়ারা- নজীবর রহমান
১১৯। চাপাডাঙ্গার বউ- তারাশঙ্খর বন্দ্যোপাধ্যায়
১২০। চাঁদের অমাবস্যা - সৈয়দ ওয়ালী উল্লাহ
১২১। কপালকুণ্ডলা - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১২২। প্রথম প্রতিশ্রুতি - আশাপূর্ণা দেবী
১২৩। মরুস্বর্গ- আবুল বাশার
১২৪। রাজাবলী - আবুল বাশার
১২৫। কালো বরফ- মাহমুদুল হক
১২৬। নিরাপদ তন্দ্রা- মাহমুদুল হক
১২৭। সোনার হরিণ নেই- আশুতোষ মুখোপাধ্যায়
১২৮। যদ্যপি আমার গুরু- আহমদ ছফা।
১২৯। মৃতুক্ষুধা- কাজী নজরুল ইসলাম
১৩০। প্রদোষে প্রাকৃতজন' - শওকত আলী।
১৩১। শেষের কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর।
১৩২। লৌহকপাট -জরাসন্ধ(চারুচন্দ্র চক্রবর্তী)
১৩৩। অন্তর্লীনা- নারায়ণ সান্যাল।
১৩৫। হাজার চুরাশির মা- মহাশ্বেতা দেবী
১৩৬। যাও পাখি -শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১৩৭।তবুও একদিন- সুমন্ত আসলাম।
১৩৮। অন্তর্জলী যাত্রা- কমলকুমার মজুমদার
১৩৯। ব্যোমকেশ সমগ্র- শরদিন্দু
১৪০। অন্য দিন- হুমায়ূন আহমেদ
১৪১। কালপুরুষ- সমরেশ মজুমদার
১৪২। মেমসাহেব - নিমাই ভট্টাচার্য
১৪৩। বিন্দুর ছেলে- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৪৪। নামগন্ধ - মলয় রায় চৌধুরী
১৪৫। মতিচূর - বেগম রোকেয়া
১৪৬। সুলতানার স্বপ্ন- বেগম রোকেয়া
১৪৭। চাঁদের পাহাড়- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৪৮। অপুর সংসার- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৪৯। কারুবাসনা -
জীবনানন্দ দাশ
১৫০। বেনের মেয়ে- হরপ্রসাদ শাস্ত্রী
১৫১। আবদুল্লাহ - কাজী ইমদাদুল হক
১৫২। সূবর্ণলতা- আশাপূর্ণা দেবী
১৫৩। ঢোঁড়াই চরিত মানস- সতিনাথ ভাদুরী
১৫৪। উপনিবেশ - নারায়ণ গঙ্গোপাধ্যায়
১৫৫। সাহেব বিবি গোলাম- বিমল মিত্র
১৫৬। পদ্মার পলিদ্বীপ - আবু ইসহাক
১৫৭। নারী- হুমায়ুন আজাদ
১৫৮। বিত্ত বাসনা- শংকর
১৫৯। সংশপ্তক- শহিদুল্লা কায়সার
১৬০! জীবন আমার বোন- মাহমুদুল হক
১৬১।ক্রাচের কর্নেল- শাহাদুজ্জামান
১৬২।১৯৭১- হুমায়ূন আহমেদ
১৬৩।দেয়াল- হুমায়ূন আহমেদ
১৬৪।পরিনীতা- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৬৫।উত্তম পুরুষ-রশীদ করীম
১৬৬।ঈশ্বর পৃথিবী ভালোবাসা- শিবরাম চক্রবর্তী
১৬৭।শতকিয়া-সুবোধ ঘোষ
১৬৮। তিস্তাপারের বৃত্তান্ত- দেবেশ রায়
১৬৯। নীল দংশন - সৈয়দ শামসুল হক
১৭০। কুকুর সম্পর্কে দু একটি কথা যা আমি জানি- সন্দীপন চট্টোপাধ্যায়
১৭১। অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী- আহমদ ছফা
১৭২। ছাপ্পান্নো হাজার বর্গমাইল - হুমায়ুন আজাদ
১৭৩। শুভব্রত ও তার সম্পর্কিত সুসমাচার, রাজনীতিবিদগণ -হুমায়ুন আজাদ
১৭৪। ১০,০০০, এবং আরো একটি ধর্ষণ - হুমায়ুন আজাদ
১৭৫। নভেরা- হাসনাত আবদুল হাই
১৭৬। দুচাকার দুনিয়া- বিমল মুখার্জী
১৭৭। চাকা- সেলিম আল দীন
১৭৮। হার্বাট- নবারুণ ভট্টাচার্য
১৭৯। নীলকন্ঠ পাখির খোঁজে- অতীন বন্দ্যোপাধ্যায়
১৮০। ন হন্যতে - মৈত্রেয়ী দেবী।
১৮১। কেরী সাহেবের মুন্সী- প্রমথনাথ বিশী
১৮২। আগুনপাখি- হাসান আজিজুল হক
১৮৩। পঞ্চম পুরুষ- বাণি বসু
১৮৫। অলীক মানুষ- সৈয়দ মুস্তফা সিরাজ
১৮৬। আমি বীরাঙ্গনা বলছি- নীলিমা ইব্রাহিম
১৮৭। পুত্র পিতাকে - চানক্য সেন
১৮৮। দোজখনামা- রবি শংকর বল
১৮৮। মাতাল হাওয়া- হুমায়ূন আহমেদ
১৮৯।বিষাদবৃক্ষ - মিহিরসেন গুপ্ত
১৯০। অলৌকিক নয়,লৌকিক - প্রবীর ঘোষ
১৯১। সৃষ্টি রহস্য - আরজ আলী মাতুব্বর।
১৯২। ফালি ফালি ক'রে কাটা চাঁদ - হুমায়ুন আজাদ
১৯৩। নিমন্ত্রণ - তসলিমা নাসরিন
১৯৪। বসুধারা- তিলোত্তমা মজুমদার
১৯৫।উপকণ্ঠ - গজেন্দ্র কুমার মিত্র
১৯৬। অসাধু সিন্ধার্থ- জগদীশ গুপ্ত
১৯৭। কুহেলিকা- কাজী নজরুল ইসলাম
১৯৮। সৃষ্টি ও বিজ্ঞান - পূরবী বসু
১৯৯। ঈশ্বরের বাগান- অতীন বন্দ্যোপাধ্যায়
২০০। আয়না- আবুল মনসুর আহমদ
২০১। ক্রান্তিকাল- প্রফুল্ল রায়
২০২। কেয়া পাতার নৌকা- প্রফুল্ল রায়
২০৩। গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে - মাহবুব আলম
২০৪। একাত্তরের ডায়েরী- বেগম সুফিয়া কামাল
২০৫। রাজাকারের মন (১ম ও ২য় খন্ড) - মুনতাসীর মামুন
২০৬। ভিনকোয়েস্ট জেনারেল - মুনতাসীর মামুন
২০৭। যাপিত জীবন - সেলিনা হোসেন
২০৮।খেলারাম খেলে যা-সৈয়দ শামসুল হক
২০৯। সোনালী হরিণ নেই- আশুতোষ মুখোপাধ্যায়
২১০। চতুষ্পাঠী- স্বপ্নময় চক্রবর্তী।
২১১। কালকূট - সতীনাথ ভাদুড়ী।
২১২। অরণ্যের দিনরাত্রি - সুনীল গঙ্গোপাধ্যায়
২১৩। দেবী - হুমায়ূন আহমেদ
২১৪। ন হন্যতে- মৈত্রেয়ী দেবী
২১৫। ঢোঁড়াই চরিতমানস- সতীনাথ ভাদুড়ী


বাংলা সাহিত্যের ইতিহাস

আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে? উঃ ১৮০১ সাল থেকে। (প্রস্তুতিপর্বঃ ১৮০০-১৮৬০, বিকাশপর্বঃ ১৮৬০-১৯০০, রবীন্দ্রপর্বঃ ১৯০০-১৯৩০, রবীন্দ্রোত্তরঃ ১৯৩০-১৯৪৭ ও বাংলাদেশঃ ১৯৪৭-)
বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? উঃ সপ্তম শতাব্দী।
পানিনি রচিত গ্রন্থের নাম কি? উঃ ব্যাকরণ অষ্টাধয়ী।
পানিণি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন? উঃ সংস্কৃত ভাষা।
বাংলা ভাষার মূল উৎস কোনটি? উঃ বৈদিক।
বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি? উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অর্ন্তগত? উঃ ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী।
বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে? উঃ খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।
ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়? উঃ প্রাচীন গ্রন্থ ঋগে¦দের মন্ত্রগুলোতে।
বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে? উঃ আধুনিক যুগে।
ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রীষ্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল? উঃ পাঁচ হাজার বছর।
আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যেক ভাষার নাম কি? উঃ বৈদিক ও সংস্কৃত ভাষা।
বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা? উঃ বৈদিক ভাষা।
বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান তিনটি ধারা কি কি? উঃ প্রচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য।
কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত? উঃ আর্যগণ যে ভাষায় বেদ-সংহিতা রচনা করেছেন।
কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? উঃ ব্যাকরণবিদ পানিনির হাতে।
সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? উঃ খ্রিষ্টপূর্ব ৪০০ দিকে।
কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে? উঃ খ্রিষ্টপূর্ব ৮০০ খ্রীঃ দিকে বৈদিক ভাষা বির্বতনকালীণ সময়ে জনসাধারন যে ভাষায় নিত্য নতুন কথা বলত।
প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কি? উঃ অপভ্রংশ।
সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভর কোন অপভ্রংশ থেকে কোন সময় কালে? উঃ পূর্ব ভারতে প্রচলিত মাগবী অপভ্রংশ এবং খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়।
ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে? উঃ গৌড় অপভ্রংশ থেকে।
কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? উঃ মাগধী প্রাকৃত।
প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি? উঃ তিনটি।
বৈদিক ভাষা হতে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি? উঃ তিনটি।
বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর? উঃ হিন্দ-ইউরোপী গোষ্ঠীর।

কোন যুগে বাংলা লিপির গঠনকার্য স্থায়ীরূপ লাভ করে? উঃ প্রাচীন যুগে।
বাংলার প্রথম মুদ্রন প্রতিষ্ঠানের নাম কি ? উঃ শ্রীরামপুর মিশন।
কত সালে ‘শ্রীরামপুর মিশন’ প্রতিষ্ঠিত হয় ? উঃ ১৮০০ খ্রিষ্টাব্দে।
বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির উদ্ভদ ঘটেছে ? উঃ সিংহলী, শ্যামী, নবদ্বীপি, তিব্বতী ইত্যাদি।
বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে ? উঃ খ্রিঃ দশম ও একাদশ শতাব্দীর মধ্যে।
ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারায় কোন বর্নমালা থেকে বাংলা বর্নমালার উৎপত্তি ? উঃ পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে।
ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি? উঃ খরোষ্ঠী লিপি।
ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ কোনটি? উঃ দুইটি।
খ্রিষ্টপূর্ব ৩য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ন পাওয়া যায়? উঃ সম্রাট অশোক।
বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? উঃ কুটিল লিপি।
ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি ? উঃ খরোষ্ঠী লিপি।
কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয় ? উঃ সেন যুগে।
কোন কোন লিপির উপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান ? উঃ উড়িষ্যা মৈথিলি ও আসামী লিপির উপর।
বাংলা গদ্যের বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে-? উঃ সাময়ীক পত্র।
বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি? উঃ চর্যাপদ।
চর্যাপদ রচনা করেন কারা ? উঃ বৌদ্ধ সিদ্ধাচার্যগণ।
চর্যাপদ কোন যুগের নিদর্শন? উঃ আদি/ প্রাচীন যুগ।
চর্যাপদের পুঁথিকে কোথা কে এবং কখন আবিস্কার করেন? উঃ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭।
চর্যাপদের রচনা কাল কত? উঃ সপ্তম -দ্বাদশ শতাব্দী।
চর্যাপদ কোন ভাষায় রচিত হয়? উঃ বঙ্গকামরুপী ভাষায়।
চর্যাপদ কোথায় পাওয়া যায়? উঃ নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে।
টীকাকার মুনিদত্তের মতানুসারে চর্যাপদের নাম কি ? উঃ আশ্চর্য চর্যাচয়।
নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলির কি নাম দেযা হয়েছে ? উঃ চর্যাচর্য বিনিশ্চয়।
বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার? উঃ মুন্ডা ভাষার।
কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে? উঃ ব্রহ্মী লিপি।
ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি ও কি কি? উঃ দুইটি ক. খরোষ্ঠী, খ. বাহ্মী।
ভারতের মৌলিক লিপি কোন লিপিকে বলা বলে? উঃ ব্রাহ্মী লিপি।
চর্যাপদের ভাষাকে কে বাংলা ভাষা দাবি করেছেন? উঃ অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যয়।
আধুনিকের পন্ডিতগণের মতে, নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি ? উঃ চর্যাগীতি কোষ।
চর্যার প্রাপ্ত কোন সংখ্যক পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা হয় নি ? উঃ ১১ সংখ্যক পদ।
চর্যার প্রাপ্ত পুঁথিতে কোন কোন সংখ্যক পদে সম্পূর্ন পাওয়া যায় নি ? উঃ ২৪, ২৫, ৪৮ সংখ্যক পদ।
চর্যার প্রাপ্ত কোন পদটির শেষাংশে পাওয়া যায় নি ? উঃ ২৩ সংখ্যক পদ।
চর্যাগীতিকা হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক কবে প্রকাশিত হয়েছিল ? উঃ ১৯১৬ সালে।

চর্যা সংগ্রহটিতে সর্বসমেত কয়টি চর্যাগীতি ছিল? উঃ ৫১ টি।
চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিস্কার করেন? উঃ ডঃ প্রবোধচন্দ্র বাগচী।
চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের নমুনা পরিলক্ষিত হয়? উঃ পশ্চিম বাংলার প্রাচীনতম কথ্য ভাষার।
ডঃ সুনীতি কুমার চট্টোপাধ্যয় কবে চর্যাপদে ভাষা বাংলা বলে প্রমান করেন? উঃ ১৯২৬ সালে।
চর্যাপদের প্রতিপাদ্য বিষয় কি? উঃ চর্যাপদের মূল প্রতিপাদ্য বিষয় বৌদ্ধ সহজিয়া সিদ্ধাদের গুহ্য সাধনতত্ত্ব
এবং তৎকালীন সমাজ ও জীবনের পরিচয়।
চর্যাপদ কোন ছন্দে রচিত ? উঃ মাত্রাবৃত্তে ছন্দে।
চর্যাপদের পুঁথি নেপালে যাবার কারন কি? উঃ তুর্কী আক্রমনকারীদের ভয়ে পন্ডিতগণ তাদের পুুথি নিয়ে
নেপালে পালিয়ে গিয়ে শরনার্থী হয়েছিলেন।
কীর্তিলতা পুরুষ পরীক্ষা বিভাগসার প্রভৃতি সাহিত্যকর্মের রচয়িতা কে? উঃ মিথিলার কবি বিদ্যাপতি।
কবীন্দ্রবচন সমুচ্চয় ও সদুক্তি কর্ণামৃত কাব্য কোন যুগে রচিত? উঃ সেনযুগে।
সর্বসমেত কয়টি চর্যাগীতি পাওয়া গিয়েছে? উঃ সাড়ে ছেচল্লিশটি।
সবচেয়ে বেশী পদ কে রচনা করেছেন ? উঃ কাহ্নপা-১৩ টি।
চর্যাপদের রচয়িতা কে বা কারা ? উঃ কাহ্নপা, লুইপা, কুক্কুরীপা, ভুসুকু, সরহপাদ সহ মোট ২৪ জন।
চর্যাপদ কোন সময়ে রচিত হয় ? উঃ সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে।
চর্যাপদের পদগুলো কোন কোন ভাষায় রচিত বলে দাবি করা হয়? উঃ বাংলা, হিন্দী, মৈথিলী, অসমীয় ও উড়িয়া ভাষায়।
রাজা লক্ষন সেনের রাজসভার পঞ্চরতœ কে কে ছিলেন? উঃ উমাপতিধর, শরণ, ধোয়ী, গোবর্ধন আচার্য ও জয়দেব।
বাংলা ছাড়া কোন কোন বাব্যগ্রন্থে বাঙালী জীবনের চিত্র রয়েছে? উঃ গাথা সপ্তপদী ও প্রাকৃত পৈঙ্গলের।
চন্ডীদাস সমস্যা কি? উঃ বাংলা সাহিত্য একাধিক পদকর্তা নিজেকে চন্ডীদাস পরিচয় দিয়ে যে স
মস্যা সৃষ্টি করেছেন তাই চন্ডীদাস সমস্যা ।
বাংলা সাহিত্যে স্বীকৃত চন্ডীদাস কয়জন? উঃ তিনজন। বড়ু চন্ডিদাস, দীন চন্ডিদাস এবং দ্বীজ চন্ডিদাস।
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়? উঃ পশ্চিম বঙ্গের বাকুড়া জেলার কাকিলা গ্রামের এক গৃহস্থ বাড়ীর
গোয়ালঘর থেকে উদ্ধার করেন।
বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? উঃ বড়ু চন্ডিদাস।
আদি যুগে লোকজীবনের কথা বিধৃত সর্বপ্রথম সাহিত্যক নিদর্শন কোনটি? উঃ ডাক খনার বচন।
মধ্যযুুগের বাংলা সাহিত্যর প্রধান দুটি ধারা কি ? উঃ ১। কাহিনীমূলক ও ২। গীতিমূলক।
শ্রী চৈতন্যর নামানুসারে মধ্যযুগের বিভাজন কিরূপ? উঃ চৈতন্য পূর্ববর্তী যুগ (১২০১-১৫০০ খ্রিঃ), চৈতন্য যুগ (১৫০১-১৬০০)
ও চৈতন্য পরবর্তী যুগ (১৬০১-১৮০০)
গীত গোবিন্দ কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি ? উঃ জয়দেব।
ব্রজবুলি ভাষার বিখ্যাত সাহিত্যিকের/শ্রেষ্ঠ কবি নাম কি? উঃ বিদ্যাপতি এবং জয়দেব।
চৈতন্য পরবর্তী যুগ বা মধ্যযুগের শেষ কবি কে? উঃ ভারতচন্দ্র রায় গুনাকর।
আধুনিক যুগের উদগাতা কে? উঃ মাইকেল মধুসুদন দত্ত।
কোন যুগকে অবক্ষয়ের যুগ বলা হয় ? উঃ ১৭৬০-১৮৬০সাল পর্যন্ত।
বাংলা সাহিত্যর আধুনিক যুগের সময়কাল কয়পর্বে বিভক্ত ও কি কি? উঃ চারটি পর্বে বিভক্ত। যেমন- ১. প্রস্তুতি পর্ব (১৮০১-১৮০৫)খ্রিঃ,
২. বিকাশ পর্ব (১৮৫১-১৯০০) খ্রিঃ, ৩.রবীন্দ্র পর্ব (১৯০১-১৯৪০) খ্রিঃ ও
৪.অতি-আধুনিক যুগ (১৯০১ বর্তমান কালসীমা)।
আধুনিক যুগ কোন সময় পর্যন্তু বিস্তৃত? উঃ ১৮০১ সাল থেকে বর্তমান।
যুগ সন্ধিক্ষনের কবি কে ? উঃ ঈশ্বরচন্দ্র দত্ত।
ব্রজবুলী ভাষার উদ্ভব কখন হয়? উঃ কবি বিদ্যাপতি যখন মৈথিল ভাষায় রাধাকৃষ্ণ লীলার গীতসমূহ রচনা করেন।
ব্রজবুলি ভাষা কোন জাতীয় ভাষা? উঃ মৈথলী এবং বাংলা ভাষার মিশ্রনে যে ভাষার সৃষ্টি হয়।
ব্রজবুলি কোন স্থানের উপভাষা ? উঃ মিথিলার উপভাষ্।া
বাংলা ভাষায় রামায়ন কে অনুবাদ করেন? উঃ কৃত্তিবাস।
রামায়নের আদি রচয়িতা কে? উঃ কবি বাল্মীকি।
বাংলা ভাষায় মহাভারত কে অনুবাদ করেন? উঃ কাশীরাম দাস।
মহাভারতের আদি রচয়িতা কে? উঃ বেদব্যাস।
গীতি কাব্যের রচয়িতা কে? উঃ গোবিন্দ্রচন্দ্র দাস।
পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি কে? উঃ ফকির গরিবুল্লাহ।
মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? উঃ মুকুন্দরাম চক্রবর্তী।
বাংলা ভাষা ও সাহিত্যর প্রাচীনতম শাখা কোনটি? উঃ কাব্য।
বাংলা গদ্য সাহিত্য কখন শুরু হয়? উঃ আধুনিক যুগে।
আলাওল কোন যুগের কবি? উঃ মধ্য যুগের।
মধ্যযুগের অবসান ঘটে কখন? উঃ ঈশ্বর গুপ্তের মৃত্যুর সঙ্গে।
উনিশ শতকের সবচেয়ে খ্যাতনামা বাউল শিল্পী কে? উঃ লালন শাহ।

বাংলা গদ্যের জনক কে? উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
আধুনিক যুগের শ্রেষ্ঠ প্রতিভু কে? উঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
বাংলা ভাষার আদি কবি ? উঃ কানা হরিদত্ত।
বাংলা গদ্যর উৎপত্তি কখন? উঃ আঠার শতকে।
কাঙ্গাল হরিনাথ কখন আবির্ভূত হন? উঃ উনিশ শতকের শেষার্ধে।
বিষাদসিন্ধু কোন যুগের গ্রন্থ? উঃ আধুনিক যুগের।
মধ্যযুগের অন্যতম সাহিত্য নিদর্শন কি? উঃ পদ্মাবতী ও অন্নদামঙ্গল।
চন্ডীদাস কোন যুগের কবি ? উঃ মধ্যযুগের।
আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত? উঃ টপ্পাগান।
টপ্পা গানের জনক কে? উঃ নিধুবাবু (রামনিধি গুপ্ত)।
মীর মোশাররফ সাহিত্য ক্ষেত্রে আবির্ভূত হন? উঃ উনিশ শতকের শেষার্ধে।
বাংলা সাহিত্যে মহাকাব্য ধারার অন্যতম মহাকবি? উঃ মাইকেল মধুসুদন দত্ত।
বাংলা সাহিত্যে গীতিকাব্য ধারার প্রথম কবি? উঃ বিহারীলাল চক্রবর্তী।
বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নির্দশন কি? উঃ শ্রীকৃষ্ণ কীর্তন।
শ্রীকৃষ্ণ কীর্তনকাব্য কে রচনা করেন? উঃ বড়– চন্ডীদাস।
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন যুগের নিদর্শন? উঃ চৈতন্যপূর্ব যুগ।
বড়– চন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে উদ্ধার করেন? উঃ বসন্তরঞ্জন রায়, ১৯০৯।
উনিশ শতকের নাট্য সাহিত্য ধারার অন্যতম রূপকার? উঃ মাইকেল মধুসুদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? উঃ আলালের ঘরের দুলাল।
‘আলালের ঘরের দুলাল’ এর রচয়িতা কে? উঃ প্যারীচাদ মিত্র।
বাংলা সাহিত্য কথ্যরীতির প্রবর্তক কে? উঃ প্রমথ চৌধুরী।
ছোটগল্পের আরম্ভে ও উপসংহারে কোন গুনটি প্রধান? উঃ নাটকীয়তা ।
বাংলা ভাষায় প্রথম সামাজিক নাটক কোনটি ? উঃ কুলীনকুল সর্বস্ব।
বাংলা ভাষায় রচিত প্রথম নাটক ও নাট্যকার কে? উঃ ভদ্রার্জুন- তারাচরণ সিকদার।
বাংলা সাহিত্যর প্রথম সার্থক নাট্যকার কে? উঃ মাইকেল মধুসুদন দত্ত।
বাংলা সাহিত্যর প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি ? উঃ কৃষ্ণকুমারী।
বাংলা সাহিত্যের প্রথম মূদ্রিত গ্রন্থ কোনটি? উঃ ‘কথোপকথন’।
বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক? উঃ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।
রোমান্টিক প্রনয় উপাখ্যান ধারার অন্যতম কবি? উঃ শাহ মুহাম্মদ সগীর।
রোমান্টিক প্রণয় উপখ্যান ধারার অন্যতম গ্রন্থ? উঃ ইউসূফ- জুলেখা।
মঙ্গলকাব্যর ধারার অন্যতম কবি? উঃ মুকুন্দরাম
বাংলা সাহিত্য ছোটগল্পের প্রকৃত জনক? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
‘কথোপকথন’ এর রচয়িতা কে? উঃ উইলিয়াম কেরি।
ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? উঃ নীল দর্পন।
কোরআন শরীফ প্রথম বাংলায় অনুবাদ কে করেন? উঃ ভাই গিরিশন্দ্র সেন।
বাংলা সনেটের জনক কে? উঃ মাইকেল মধুসূদন দত্ত।
সনেটের জনক কে? উঃ ইটালীর পেত্রাক।
‘গাজঅকালু ও চম্পাবতী’ কোন ধরনের সাহিত্য? উঃ পুঁথি সাহিত্য।
বাংলাদেশের লোক সাহিত্যের বিখ্যাত গবেষক কে? উঃ আশরাফ সিদ্দিকী।
রূপকথা কে সংগ্রহ করেছিলেন? উঃ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত কয়টি যুগে ভাগ করা? উঃ তিনটি। (প্রাচীন যুগ, মধ্যযুগ ও অধুনিক যুগ)
ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি কত পর্যন্ত বিস্তৃৃত ছিল? উঃ ৬৫০-১২০০ সাল পর্যন্তু।
মধ্য যুগের বাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃৃত ছিল? উঃ ১২০১-১৮০০ সাল পর্যন্তু।


বাংলা সাহিত্যের বিখ্যাত কবি ও সাহিত্যিকদের উপাধি

1) কাজী নজরুল ইসলাম (উপাধি) ➫ বিদ্রোহী কবি
2) নূরন্নেসা খাতুনের উপাধী কি ? ➫ সাহিত্য স্বরস্বতি
3) আবদুল কাদিরের উপাধী কি ? ➫ ছান্দসিক কবি
4) আবদুল করিমের উপাধী কি ? ➫ সাহিত্যবিশারদ
5) আলাওলের উপাধী কি ? ➫ মহাকবি
6) ঈশ্বরগুপ্তের উপাধী কি ? ➫ যুগসন্ধিক্ষণের কবি/প্রথম আধুনিক কবি
7) ঈশ্বরচন্দ্র গুপ্তের উপাধী কি ? ➫ বিদ্যাসাগর/গদ্যের জনক
8) গোবিন্দ দাসের উপাধী কি ? ➫ স্বভাব কবি
9) গোলাম মোস্তফার উপাধী কি ? ➫ কাব্যসুধাকর
10) জীবনানন্দ দাশের উপাধী কি ? ➫ রূপসী বাংলার কবি/তিমির হননের কবি
11) জসীম্উদদীনের উপাধী কি ? ➫ পল্লিকবি
12) মুহাম্মদ শহীদুল্লাহর উপাধী কি ? ➫ ভাষাবিজ্ঞানী
13) নজিবর রহমান উপাধী কি ? ➫ সাহিত্যরত্ন
14) ফররুখ আহমদের উপাধী কি ? ➫ মুসলিম রেনেসাঁর কবি
15) বিদ্যাপতির উপাধী কি ? ➫ মিথিলার পদাবলির কবি
16) বিষ্ণু দের উপাধী কি ? ➫ মার্কসবাদী কবি
17) বিহারীলালের উপাধী কি ? ➫ ভোরের পাখি
18) বাহরাম খানের উপাধী কি ? ➫ দৌলত উজির
19) বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের উপাধী কি ? ➫ সাহিত্যসম্রাট
20) রোকেয়া সাখাওয়াতের উপাধী কি ? ➫ মুসলিম নারীজাগরণের অগ্রদুত
21) ভারতচন্দ্রের উপাধী কি ? ➫ রায়গুণাকর
22) মালাধর বসুর উপাধী কি ? ➫ গুণরাজ খান
23) মুকুন্দ দাসের উপাধী কি ? ➫ চারণ কবি
24) মুকুন্দরামের উপাধী কি ? ➫ কবি কঙ্কন
25) মোজাম্মেল হকের উপাধী কি ? ➫ শান্তিপুরের কবি
26) যতীন্দ্রনাথ বাগচীর উপাধী কি ? ➫ দুঃখবাদের কবি
27) রামনারায়ণের উপাধী কি ? ➫ তর্করত্ন
28) রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধী কি ? ➫ বিশ্বকবি ও নাইট
29) শেখ ফজলুল করিমের উপাধী কি ? ➫ কাব্যরত্নকর
30) শরত্চন্দ্র চট্টোপাধ্যয়ের উপাধী কি ? ➫ অপরাজেয় কথাশিল্পী
31) শ্রীকরনন্দীর উপাধী কি ? ➫ কবীন্দ্র পরমেশ্বর
32) সুভাষ মুখোপাধ্যয়ের উপাধী কি ? ➫ পদাতিকের কবি
33) সুকান্ত ভট্টাচার্যের উপাধী কি ? ➫ কিশোর কবি
34) সমর সেনের উপাধী কি ? ➫ নাগরিক কবি
35) সত্যেন্দ্রনাথ দত্তের উপাধী কি ? ➫ ছন্দের জাদুকর
36) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর উপাধী কি ? ➫ স্বপ্নাতুর কবি
37) হৈমচন্দ্র বন্দোপাধ্যায়ের উপাধী কি ? ➫ বাংলার মিলটন


বাংলা সাহিত্যের যুগ

প্রাচীন যুগ (৬৫০-১২০০)
1. 'চর্যাপদ' কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
- সহজিয়া বৌদ্ধ ।
2. হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছেন?
- তিব্বত, নেপাল ।
3. বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত 'চর্যাপদ' কে সম্পাদনা করেন?
- শ্রী হরপ্রসাদ শাস্ত্রী ।
4. বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল?
- সপ্তম থেকে দ্বাদশ শতক ।
5. চর্যাপদ কোন ছন্দে লেখা?
- মাত্রাবৃত্ত ।
6. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দেন?
- ভুসুকুপা ।
7. ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা?
- বঙ্গ-কামরূপী ।
8. সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন
- চর্যাপদ ।
9. চর্যাপদের আবিষ্কারক?
- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ।
10. চর্যাপদ প্রথম প্রকাশিত হয়?
- ১৯১৬ সালে ।
11. চর্যাপদের রচয়িতা ছিলেন?
- বৌদ্ধ ধর্মাবলম্বী 
12. চর্যাপদের রচয়িতার সংখ্যা?
- ২৪ জন (মতান্তরে ২৩ জন) ।
13. চর্যাপদে মোট পদ রয়েছে?
- ৫১ টি ।
14. এ পর্যন্ত আবিষ্কৃত পদ সংখ্যা?
- ৪৬ টি ।
15. চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন?
- কাহ্নপা ( ১৩ টি ) ।
16. চর্যাপদ এর সবচেয়ে প্রাচীন কবি/বাংলা সাহিত্যের আদি কবি?
- লুইপা (পদ-দুইটি)।
17. চর্যাপদ রচিত হয় 
- পাল শাসনামলে ।
18. চর্যাপদ এর একজন কবিকে মহিলা কবি হিসেবে অনুমান করা হয়, তার নাম?
- কুক্কুরীপা ।

অন্ধকার যুগ : (১২০১-১৩৫০)
1. ১২০১-১৩৫০ সাল পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' বা 'তমসার যুগ' নামে অভিহিত করা হয় ।
2. অন্ধকার যুগে আবিষ্কৃত দুটি সাহিত্যকর্মের নাম?
- 'শূন্যপুরাণ' এবং 'সেক শুভোদয়া' ।

মধ্যযুগ : (১২০১-১৮০০)
1. বাংলা সাহিত্যের মধ্যযুগের সবটুকু কোন শাসন এর অন্তর্গত?
- মুসলিম শাসন ।
2. ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল?
- ফার্সি ।
3. বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক?
- আলাউদ্দিন হোসেন শাহ ।
4. কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি?
- গিয়াস উদ্দিন আজম শাহ ।
5. ঐতিহাসিক গ্রন্থ আইন-ই-আকবরী এর রচয়িতা কে?
-আবুল ফজল ।
6. কোন কবি গিয়াস উদ্দিন আজম শাহের রাজ কর্মচারী ছিলেন?
- শাহ মুহম্মদ সগীর ।
7. মধ্যযুগের কবি হলেন
- আলাওল ।
8. 'ইউসুফ জুলেখা'কাব্যের রচয়িতা?
- শাহ মুহম্মদ সগীর ।

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য : 
1. মধ্যযুগের প্রথম কাব্যগ্রন্থ হলো
- শ্রীকৃষ্ণ -কীর্তন ।
2. গঠনরীতিতে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য মূলত?
- ধামালি ।
3. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের রচয়িতা?
- বড়ু চন্ডীদাস ।
4. মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
- শ্রীকৃষ্ণ -কীর্তন ।
5. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের খন্ড সংখ্যা?
- ১৩ টি 
6. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য আবিষ্কৃত হয় কোথা থেকে?
- গোয়াল ঘরে ।
7. মধ্যযুগের প্রথম কবি হচ্ছে?
- বড়ু চন্ডীদাস ।
8. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান তিনটি চরিত্র হচ্ছে
- রাধা, কৃষ্ণ ও বড়াই ।
9. মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র মারা যান
- ১৭৬০ সালে ।
10. মনসামঙ্গল কাব্যের আদি কবি হচ্ছেন?
- কবি কানা হরিদত্ত ।
11. মনসামঙ্গল কাব্যের অপর নাম?
- পদ্মপুরাণ
12. মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্রগুলো হচ্ছে
- চাঁদ সওদাগর, বেহুলা, লখিন্দর ।
13. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে- উক্তিটি কার?
- ভারতচন্দ্র রায়গুণাকর ।
14. 'মৈমনসিংহ গীতিকা'গুলো সংগ্রহ করেন
- চন্দ্রকুমার দে ।
15. মহাভারতের শ্রেষ্ঠ বাংলা অনুবাদক?
- কাশীরাম দাস ।

আধুনিক যুগ :
1. উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপিত হয়
- ১৪৯৮ সালে ।
2. বাংলাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়
- রংপুরে ।
3. বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়
- ১৮০০ সালে ।
4. বাংলা গদ্যে প্রথম যতি চিহ্ন ব্যবহার করেন
- ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
5. ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা
- লর্ড ওয়েলেসলি ।
6. 'বাংলাপিডিয়া' হচ্ছে
- জাতীয় জ্ঞানকোষ ।
7. বাংলা গদ্য ছন্দের প্রবর্তক
- রবীন্দ্রনাথ ঠাকুর ।
8. প্যারীচাঁদ মিত্র তার কোন উপন্যাসে সর্ব প্রথম চলিত রীতির প্রবর্তন করেন?
- 'আলালের ঘরের দুলাল' ।
9. বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয়?
- প্যারীচাঁদ মিত্রকে ।

বাংলা সাহিত্যের সকল প্রথম

১) বাংলা গদ্যের জনক = ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২) বাংলা গদ্যের পথিকৃৎ = উইলিয়াম কেরি।
৩) বাংলা গদ্য রীতির প্রবর্তক = প্রমথ চৌধুরী।
৪) বাংলা গদ্য ছন্দের প্রবর্তক = রবীন্দ্রনাথ ঠাকুর।
৫) বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক = রবীন্দ্রনাথ ঠাকুর।
৬) বাংলা ছোট গল্পের জনক = রবীন্দ্রনাথ ঠাকুর।
৭) বাংলা মুদ্রন শিল্পের জনক = চার্লস উইলকিনস।
৮) সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন = চার্লস উইলকিনস।
৯) বাঙ্গালিদের মধ্যে সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন = পঞ্চানন কর্মকার।
১০) বাংলা বর্ণমালা স্থায়ী রূপ লাভ করে = ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা।
১১) সর্বপ্রথম প্রকাশিত বাংলা পত্রিকার নাম = দিকদর্শন, ১৮১৮ সালের এপ্রিলে প্রথম প্রকাশিত।
১২) সর্বপ্রথম প্রকাশিত বাংলাদেশি পত্রিকার নাম = রংপুর বার্তাবহ; রংপুর থেকে প্রকাশিত।
১৩) উপমহাদেশে প্রথম ছাপাখানা আমদানি করে = পর্তুগিজরা।
১৪) উপমহাদেশের প্রথম ছাপাখানায় মুদ্রিত বইয়ের নাম = কণুকসোজ (পর্তুগিজ ভাষায় রচিত)।
১৫) উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপিত হয় = ১৪৯৮ সালে।
১৬) ঢাকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় = ১৮৬০ সালে।
১৭) ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ = নীলদর্পণ (১৮৬০)।
১৮) বাংলায় মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থের নাম = রাজা প্রতাপাদিত্য চরিত্র।
১৯) মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা = সমাচার সভারাজেন্দ্র।
২০) বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিক = লায়লা সামাদ।
২১) বাংলা সাহিত্যের প্রথম মুসলিম বাংলা গদ্য লেখক = শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী।
২২) বাংলা সাহিত্যের প্রথম মুসলিম বাংলা গদ্য লেখিকা = বিবি তাহেরন নেছা।
২৩) বাইবেলের প্রথম অনুবাদক = উইলিয়াম কেরি।
২৪) বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ রচয়িতা = ম্যানওয়েল দ্যা আসসুম্পসাঁও (পর্তুগিজ পাদ্রী)।
২৫) বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণের নাম = ম্যানওয়েল দ্যা আসসুম্পসাঁও রচিত “কৃপার শাস্ত্রের অর্থভেদ” (রচনাকাল – ১৭৩৪, প্রকাশকাল - ১৭৪৩)।
২৬) বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থ রচয়িতা = ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
২৭) বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম = ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত “A Grammar Of The Bengali Language” (মুদ্রন ও প্রকাশকাল - ১৭৭৬)। এটি সর্বপ্রথম বাংলা অক্ষরে মুদ্রিত পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ বই। [মনে রাখতে হবে ম্যানওয়েল বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ রচনা করেন। আর হ্যালহেড বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন।]
২৮) বাংলা সাহিত্যের প্রথম বাঙালি ব্যাকরণ রচয়িতা = রাজা রামমোহন রায়।
২৯) বাংলাদেশ বেতারে প্রচারিত প্রথম নাটক = বুদ্ধদেব বসুর “কাঠঠোকরা”।
৩০) বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক = “একতলা দোতলা”।

বিভিন্ন সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ উক্তিসমূহ

প্রশ্নঃ আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝ্ঝুম নিরালায়! পঙ্ক্তিটি কোন কবির রচনা?
উঃ জসীমউদ্দীন
প্রশ্নঃ আমি বেদুঈন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। পঙ্ক্তিটির রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম
প্রশ্নঃ বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা ‘‘আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ।’’পঙ্ক্তিটির রচয়িতা কে?
উঃ জসীমউদ্দীন
প্রশ্নঃ ‘আবার আসিব ফিরে ধানসিঁরিটির তীরে’ – কোন কবির কবিতা থেকে নেয়া?
উঃ জীবনানন্দ দাশ
প্রশ্নঃ ওরে নবীন, ওরে আমার কাঁচা,
ওরে সবুজ, ওরে অবুঝ,
আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা।
পঙ্ক্তিটি কোন কবির রচনা?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ ‘বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া- ভার , ঐ হল পুণ্যের যাত্রারা খেয়া পার ।’Ñএই উদ্ধতাংশটি কোন কবির রচনা?
কাজী নজরুল ইসলাম
প্রশ্নঃ হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন;-
তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি,
পর- ধন- লোভে মত্ত, করিনু ভ্রমণ
পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচারি ।
এই পঙ্ক্তিটি কোন কবির রচনা?
উঃ মাইকেল মধুসূধন দত্ত
প্রশ্নঃ ‘নিঃশেষে নিশাচর, গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে ।’ কবিতাটি কোন কবির লেখা?
উঃ কাজী নজরুল ইসলাম
প্রশ্নঃ ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন ।
হউক দূর অকল্যাণ সকল অশোভন ।
কবিতাংশটুকু কার লেখা?
উঃ শেখ ফজলল করিম
প্রশ্নঃ ‘‘গগনে গরজে মেঘ, ঘন বরসা ।
কূলে একা বসে আছি, নাহি ভরসা ।’’
এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ ‘হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?
এ উদ্ধৃতাশংশটি কোন কবির রচনা?
উত্তর: বেগম সুফিয়া কামাল
প্রশ্নঃ এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক ।
পঙ্ক্তিটি কোন কবির রচনা?
উত্তর: কবি জসীমউদ্দীন
প্রশ্নঃ গাহি তাহাদের গান –
ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান । – পঙ্ক্তিটি কোন কবির রচনা?
উত্তর: কাজী নজরুল ইসলাম
প্রশ্নঃ ‘‘মোদের গরব মোদের আশা,
আ-মরি বাংলা ভাষা ।’’
কবিতাংশটুকুর রচয়িতা কে?
উত্তর: অতুল প্রসাদ সেন
প্রশ্নঃ সাম্যের গান গাই
আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই।
কবিতাংশটুকুর রচয়িতা কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম
প্রশ্নঃ দেখিনু সে দিন রেলে
কুলি ব‘লে এক বাবু সা‘ব তারে
ঠেলে দিল নীচে ফেলে! পঙ্ক্তিটি কোন কবির রচনা?
উত্তর: কাজী নজরুল ইসলাম
প্রশ্নঃ ‘খাঁচার পাখী ছিল সোনার খাঁচাটিতে
বনের পাখী ছিল বনে ।
একদা কি করিয়া মিলন হল দোঁহে,
কি ছিল বিধাতার মনে ।
কবিতাংশটুকুর রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ ‘মরন রে,
তুঁহুঁ মম শ্যাম সমান।’
পঙ্ক্তিটির রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠকুর
প্রশ্নঃ ‘পাহাড় সমান ঢেউয়ের বুকে নৌকা আমায় ভাসে,
মেঘ-মুকুলের পাহাড় থেকে ঝড়ের ঝাপটা আসে ।’
-এই কবিতাংশটুকু কোন কবির রচনা?
উত্তর: আহসান হাবীব
প্রশ্নঃ ‘ভাতদে হারামজাদা’ তা না হলে, মানচিত্র খাব,’ উদ্ধিতিটির রচয়িতা কে?
উত্তর: রফিক আজাদ
প্রশ্নঃ ‘কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদুর?
মানুষেরই মাঝে স্বর্গ নরকÑমানুষেতে সুরাসুর ।’
পঙ্ক্তিটির রচয়িতা কে?
উত্তর: শেখ ফজলল করিম
প্রশ্নঃ ‘আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে
তুমি মহারাজ সাধু হলে আজ,আমি আজ চোর বটে।’
পঙ্ক্তিটির রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ গাহি তাহাদের গান –
ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান । – পঙ্ক্তিটি কোন কবির রচনা?
উত্তর: কাজী নজরুল ইসলাম
প্রশ্নঃ ‘লোকে বলে, বলেরে, ঘর-বাড়ি ভালা না আমার’- এ মরমী গানটি কার লেখা?
উত্তর: হাসান রাজা
প্রশ্নঃ কোনো উৎসবে বা অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কতটুকু বাজানো হয়?
উত্তর: প্রথম ৪ লাইন
প্রশ্নঃ গাহি তাহাদের গান
ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান ।’
পঙ্ক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত কােন কবিতার অংশ?
উত্তর: জীবন বন্দনা
প্রশ্নঃ ‘আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহা – প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংশ ।’ -পঙ্ক্তিটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ?
উত্তর: বিদ্রোহী


কবিদের ছদ্মনাম ও উপাধি

প্রশ্ন ক: অনন্ত বড়ু এর ছদ্ম নাম কি ?
উ: বড়ু চন্ডিদাস |
প্রশ্ন: অচিন্তকুমার সেনগুপ্ত এর ছদ্ম নাম কি?
উ: নীহারিকা দেবী |
প্রশ্ন: আব্দুল কাদির এর উপাধি কি ?
উ: ছান্দসিক কবি |
প্রশ্ন: আলাওল এর উপাধি কি ?
উ: মহাকবি |
প্রশ্ন: আব্দুল করিম এর উপাধি কি ?
উ: সাহিত্য বিশারদ |
প্রশ্ন: ঈশ্বর গুপ্ত এর উপাধি কি ?
উ: যুগসন্ধিক্ষণের কবি।
প্রশ্ন:ঈশ্বরচন্দ্র এর উপাধি কি ?
উ: বিদ্যাসাগর |
প্রশ্ন: কাজেম আল কোরায়েশী এর ছদ্মনাম কি ?
উ: কায়কোবাদ |
প্রশ্ন: কাজী নজরুল ইসলাম এর উপাধি কি ?
উ: বিদ্রোহী কবি |
প্রশ্ন: কালি প্রসন্ন সিংহ এর ছদ্মনাম কি ?
উ: হুতোম পেঁচা |
প্রশ্ন: গোবিন্দ্র দাস এর উপাধি কি ?
উ: স্বভাব কবি |
প্রশ্ন: গোলাম মোস্তফা এর উপাধি কি ?
উ: কাব্য সুধাকর |
প্রশ্ন: চারুচন্দ্র মুখোপাধ্যায় এর ছদ্মনাম কি ?
উ: জরাসন্ধ |
প্রশ্ন: জসীম উদ্দিন এর উপাধি কি ?
উ: পল্লী কবি |
প্রশ্ন: জীবনানন্দ দাশ এর উপাধি কি ?
উ: রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, ধুসর পান্ডুলিপির কবি |
প্রশ্ন: ডঃ মনিরুজ্জামান এর ছদ্মনাম কি ?
উ: হায়াৎ মামুদ |
প্রশ্ন: ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ এর উপাধি কি ?
উ: ভাষা বিজ্ঞানী |
প্রশ্ন: নারায়ণ গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম কি ?
উ: সুনন্দ |
প্রশ্ন: নজিবর রহমান এর উপাধি কি ?
উ: সাহিত্যরত্ন |
প্রশ্ন: নীহাররঞ্জন গুপ্ত এর ছদ্মনাম কি ?
উ: বানভট্ট |
প্রশ্ন: নূরন্নেসা খাতুন এর উপাধি কি ?
উ: সাহিত্য স্বরসতী,
বিদ্যাবিনোদিনী |
প্রশ্ন: প্যারীচাঁদ মিত্র এর ছদ্মনাম কি ?
উ: টেকচাঁদ ঠাকুর |
Raisul Islam Hridoy
প্রশ্ন: ফররুখ আহমদ এর উপাধি কি ?
উ: মুসলিম রেনেসাঁর কবি |
প্রশ্ন: বলাইচাঁদ মুখোপাধ্যায় ছদ্মনাম কি ?
উ: বনফুল |
প্রশ্ন: বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় এর উপাধি কি ?
উ: সাহিত্য সম্রাট |
প্রশ্ন: বাহরাম খান এর উপাধি কি ?
উ: দৌলত উজীর |
প্রশ্ন: বিমল ঘোষ এর ছদ্মনাম কি ?
উ: মৌমাছি |
প্রশ্ন: বিহারীলাল চক্রবর্তী এর উপাধি কি ?
উ: ভোরের পাখি |
প্রশ্ন: বিদ্যাপতি এর উপাধি কি ?
উ: পদাবলীর কবি |
প্রশ্ন: বিষ্ণু দে এর উপাধি কি ?
উ: মার্কসবাদী কবি |
প্রশ্ন: প্রমথ চৌধুরী এর ছদ্মনাম কি ?
উ: বীরবল |
প্রশ্ন: ভারতচন্দ্র এর উপাধি কি ?
উ: রায় গুনাকর |
প্রশ্ন: মধুসূদন দত্ত এর উপাধি কি ?
উ: মাইকেল |
প্রশ্ন: মালাধর বসু এর উপাধি কি ?
উ: গুণরাজ খান |
প্রশ্ন: মুকুন্দরাম এর উপাধি কি ?
উ: কবিকঙ্কন |
প্রশ্ন: মুকুন্দ দাস এর উপাধি কি ?
উ: চারণ কবি |
প্রশ্ন: মীর মশাররফ হোসেন এর ছদ্মনাম কি ?
উ: গাজী মিয়া |
প্রশ্ন: মধুসূদন মজুমদার এর ছদ্মনাম কি ?
উ: দৃষ্টিহীন |
প্রশ্ন: মোহিত লাল মজুমদার এর ছদ্মনাম কি ?
উ: সত্য সুন্দর দাস |
প্রশ্ন: মোজাম্মেল হক এর উপাধি কি ?
উ: শান্তিপুরের কবি |
প্রশ্ন: যতীন্দ্রনাথ বাগচী এর উপাধি কি ?
উ: দুঃখবাদের কবি |
প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর এর উপাধি কি ?
উ: বিশ্বকবি, নাইট |
প্রশ্ন: রাজশেখর বসু এর ছদ্মনাম কি ?
উ: পরশুরাম |
প্রশ্ন: রামনারায়ণ এর উপাধি কি ?
উ: তর্করত্ন |
প্রশ্ন: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপাধি কি ?
উ: অপরাজেয় কথাশিল্পী |
প্রশ্ন: শেখ ফজলুল করিম এর উপাধি কি?
উ: সাহিত্য বিশারদ, রত্নকর |
প্রশ্ন: শেখ আজিজুর রহমান এর ছদ্মনাম কি ??
উ: শওকত ওসমান |
প্রশ্ন: শ্রীকর নন্দী এর উপাধি কি ?
উ: কবিন্দ্র পরমেশ্বর |
প্রশ্ন: সমর সেন এর উপাধি কি ?
উ: নাগরিক কবি |
প্রশ্ন: সমরেশ বসু এর ছদ্মনাম কি ?
উ: কালকূট |
প্রশ্ন: সত্যেন্দ্রনাথ দত্ত এর উপাধি কি ?
উ: ছন্দের যাদুকর |
প্রশ্ন: সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম কি ?
উ: নীল লোহিত |
প্রশ্ন: সুধীন্দ্রনাথ দত্ত এর উপাধি কি ?
উ: ক্লাসিক কবি |
প্রশ্ন: সুকান্ত ভট্টাচার্য এর উপাধি কি ?
উ: কিশোর কবি |
প্রশ্ন: সুভাষ মুখোপাধ্যায় এর উপাধি কি ?
উ: পদাতিকের কবি |
প্রশ্ন: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী এর উপাধি কি?
উ: স্বপ্নাতুর কবি |
প্রশ্ন: হেমচন্দ্র এর উপাধি কি ?
উ: বাংলার মিল্টন



☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্ন ও উত্তর"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে