বারিমন্ডল

বারিমন্ডল


যারা চাকরির জন্য প্রচুর পড়াশুনা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ভূগোল ও পরিবেশ সম্পর্কিত  এম সি কিউ ।

এই পোষ্টটিতে আমরা প্রায় পরীক্ষায় আসা ভূগোল ও পরিবেশ সম্পর্কিত বারিমন্ডল বিসয় এম সি কিউ আপনাদের সামনে তুলে ধরেছি।

১. ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয় কোন স্রোতের প্রভাবে?

ক) শীতল ল্যাব্রাডর স্রোত

খ) উষ্ণ উপসাগরীয় স্রোত

গ) উষ্ণ ব্রাজিল স্রোত

ঘ) শীতল কামচাটকা স্রোত

সঠিক উত্তর: (ক)


২. কোন সমুদ্রস্রোতের অনুকুলে পৃথিবীর মধ্যে সর্বাধিক জাহাজ যাতায়াত করে?

ক) শীতল ল্যাব্রাডর স্রোত

খ) শীতল কুমেরু স্রোত

গ) উত্তর আটলান্টিক স্রোত

ঘ) শীতল স্রোত

সঠিক উত্তর: (গ)


৩. মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত মিটার?

ক) ১০০

খ) ১৫০

গ) ৩০০

ঘ) ৪০০

সঠিক উত্তর: (খ)


৪. ভিক্টোরিয়া হ্রদ কোথায়?

ক) আমেরিকা যুক্তরাষ্ট্র

খ) কানাডা

গ) রাশিয়া

ঘ) আফ্রিকা

সঠিক উত্তর: (ঘ)


৫. সমুদ্রের কত গভীর থেকে গতি কমতে থাকে?

ক) ৫০ মিটার থেকে

খ) ৫০-১০০ মিটার

গ) ১০০ মিটার নিচ থেকে

ঘ) ৫০ মিটারের উপরে

সঠিক উত্তর: (গ)


৬. সমুদ্রস্রোত সৃষ্টির কারণ-
i. নিয়ত বায়ু প্রবাহ
ii. জলরাশির তাপমাত্রার পার্থক্য
iii. সমুদ্রজলের লবণাক্ততা পার্থক্য
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


৭. শীতপ্রধান দেশে নদীর পানি সহজে জমতে পারে না কেন?

ক) নদীর পানি লবণাক্ত বলে

খ) জোয়ারের পানি প্রবেশের কারণে

গ) জোয়ারের দ্বারা সমুদ্রের লবণাক্ত পানি প্রবেশের কারণে

ঘ) জোয়ারের পানি প্রবেশ করে এবং ভাটায় চলে যাওয়ার কারণে

সঠিক উত্তর: (খ)


৮. কোন অঞ্চলে উষ্ণ স্রোত দেখা যায়?

ক) নিরক্ষীয় অঞ্চলে

খ) উত্তর মেরু অঞ্চলে

গ) দক্ষিণ মেরু অঞ্চলে

ঘ) ৬৫০ অক্ষাংশে

সঠিক উত্তর: (ক)


৯. বঙ্গোপসাগর কী?

ক) মহাসাগর

খ) সাগর

গ) উপসাগর

ঘ) হ্রদ

সঠিক উত্তর: (গ)


১০. নদীবন্দর সচল রাখতে ভূমিকা পালন করে-
i. জোয়ার
ii. ভাটা
iii. সমুদ্র স্রোত
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)


১১. অতি ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণীকে কী বলা হয়?

ক) ফাইটোপ্লাঙ্কন

খ) প্রাণীপ্লাঙ্কটন

গ) প্লাঙ্কটন

ঘ) উৎপাদক

সঠিক উত্তর: (গ)


১২. গভীর সমুদ্রের সমভূমি প্রকৃতপক্ষে কিরূপ?

ক) মালভূমি

খ) ঢাল বিশিষ্ট

গ) বন্ধুর

ঘ) স্তরীভূত

সঠিক উত্তর: (গ)


১৩. বাংলাদেশের সমুদ্র বন্দর হল-
i. নারায়নগঞ্জ
ii. পতেঙ্গা
iii. মংলা
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)


১৪. জোয়ার ভাটার সৃষ্টির কারণ হল-
i. সূর্যের তাপে পানি বাষ্প হয় বলে
ii. পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্টি কেন্দ্রাতিক বলের কারণে
iii. চাঁদ ও সূর্যের আকর্ষণের কারণে
নিচের কোনটি সঠিক?

ক) i

খ) i ও ii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)


১৫. সমুদ্র স্রোত হচ্ছে-
i. উষ্ণ স্রোত
ii. শীতল স্রোত
iii. জোয়ার ভাটা
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)


১৬. মাছের অতি প্রিয় খাদ্য কোনটি?

ক) বিয়োজক

খ) ছোট ছোট উদ্ভিদ

গ) ছোট ছোট প্রাণী

ঘ) প্লাঙ্কটন

সঠিক উত্তর: (ঘ)


১৭. অগভীর মগ্নচড়াতে কি পাওয়া যায়?

ক) প্লাঙ্কটন

খ) ফাইটোপ্লাঙ্কটন

গ) প্রাণীপ্লাঙ্কটন

ঘ) বিয়োজক

সঠিক উত্তর: (ক)


১৮. জোয়ার হয় প্রধানত কি কারণে?

ক) সূর্যের আকর্ষণে

খ) চাঁদের আকর্ষণে

গ) নক্ষত্রের আকর্ষণে

ঘ) মঙ্গল গ্রহের আকর্ষণে

সঠিক উত্তর: (খ)


১৯. জোয়ার-ভাটার প্রধান কারণ কয়টি?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

সঠিক উত্তর: (ক)


২০. বৈকাল হ্রদ কোথায় অবস্থিত?

ক) আমেরিকা যুক্তরাষ্ট্র

খ) কানাডা

গ) রাশিয়া

ঘ) আফ্রিকা

সঠিক উত্তর: (গ)


২১. উপকূল বিস্তৃত সমভূমি হলে মহীসোপান কেমন হবে?

ক) সংকীর্ণ

খ) প্রশস্ত

গ) অতি সংকীর্ণ

ঘ) অধিক প্রশস্ত

সঠিক উত্তর: (ঘ)


২২. গভীর সমুদ্রখাত অধিক পাওয়া যায় কোন মহাসাগরে?

ক) প্রশান্ত মহাসাগরে

খ) ভারত মহাসাগরে

গ) আটলান্টিক মহাসাগরে

ঘ) উত্তর মহাসাগরে

সঠিক উত্তর: (ক)


২৩. উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে শীতকলে বরফযুক্ত হয়-
i. মাদাগাস্কার
ii. নরওয়ে দ্বীপপুঞ্জ
iii. ব্রিটিশ দ্বীপপুঞ্জ
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)


২৪. জোয়ার ভাটার ফলে নদীতে পলি ও আবর্জনা জমতে পারে না কোথায়?

ক) উপকূলে

খ) নদীর মাঝে

গ) নদীর মোহনায়

ঘ) পাড়ে

সঠিক উত্তর: (গ)


২৫. কোন স্রোতের প্রভাবে ল্যাব্রাডর দ্বীপ পুঞ্জের নিকট অঞ্চল অবফাচ্ছন্ন থাকে?

ক) শীতল কুমেরু স্রোত

খ) উষ্ণ ল্যাব্রাডর সোত

গ) শীতল ল্যাব্রাডর স্রোত

ঘ) উত্তর আটলান্টিক স্রোত

সঠিক উত্তর: (গ)


২৬. সমুদ্রের গভীরতার জন্য সমুদ্রস্রোতের সৃষ্টি হয়-
i. উষ্ণস্রোত
ii. উর্ধ্বগামী
iii. নিম্নগামী
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)


২৭. বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর কয়টি?

ক) এক

খ) দুই

গ) তিন

ঘ) চার

সঠিক উত্তর: (খ)


২৮. সমুদ্রের কোথায় পানির ঘনত্ব বেশী?

ক) মোহনায়

খ) উপকূলে

গ) সমুদ্রের মাঝে

ঘ) যেখানে লবণাক্ততা বেশি

সঠিক উত্তর: (ঘ)


২৯. উপকূল অঞ্চলে বৃষ্টিপাতের কারণ কোনটি?

ক) উর্ধ্বমুখী সমুদ্রস্রোত

খ) নিম্নমুখী সমুদ্রস্রোত

গ) উষ্ণ বায়ু

ঘ) শীতল স্রোত

সঠিক উত্তর: (গ)


৩০. কখন জোয়ার অত্যন্ত প্রবল হয়?

ক) চাঁদ ও সূর্য সমকোণে অবস্থান করলে

খ) চাঁদ ও সূর্য ৪৫০ কোণে অবস্থান করলে

গ) চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে

ঘ) চাঁদ ও সূর্য ৬০০ কোণে অবস্থান করলে

সঠিক উত্তর: (গ)


৩১. কক্সবাজারের উপকূলীয় এলাকায় কী পাওয়া গেছে?

ক) পারমানবিক খনিজ

খ) কয়লা

গ) চুনাপাথর

ঘ) চিনামাটি

সঠিক উত্তর: (ক)


৩২. উত্তর আমেরিকার পশ্চিম উপকূলের মহীসোপান খুবই সংকীর্ণ কেন?

ক) উত্তর দক্ষিণে আল্পস পর্বতের কারণে

খ) উত্তর দক্ষিণে রকি পর্বতের কারণে

গ) পূর্ব পশ্চিমে শুন্ডা খাতের কারণে

ঘ) পূর্ব পশ্চিমে পোর্টোরিকো খাতের কারণে

সঠিক উত্তর: (খ)


৩৩. আফ্রিকা মহাদেশের অধিকাংশ স্থান কোন ভূমিরূপের অন্তর্গত?

ক) সমভূমি

খ) মালভূমি

গ) মহীসোপান

ঘ) হ্রদ

সঠিক উত্তর: (খ)


৩৪. হ্রদের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?

ক) চারদিক স্থল বেষ্টিত গভীর জলাভূমি

খ) তিনদিক জল দ্বারা বেষ্টিত অগভীর জলাভূমি

গ) দুই দিক জল দ্বারা বেষ্টিত জলারাশি

ঘ) স্বল্প আয়তন বিশিষ্ট জলরাশি

সঠিক উত্তর: (ক)


৩৫. কখন নদীতে জোয়ারের সময় বান ডাকার ফলে অনেক সময় নৌকা, লঞ্চ প্রভৃতি ডুবে যায়?

ক) অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে

খ) অমাবস্যা তিথিতে

গ) পূর্ণিমা তিথিতে

ঘ) কোনোটি নয়

সঠিক উত্তর: (গ)


৩৬. পৃথিবী নিজ মেরুতে আবর্তন করলে সৃষ্টি হয়-
i. কেন্দ্রাতিগ বল
ii. কেন্দ্রাবিমুখীবল
iii. বিকর্ষণ শক্তি
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)


৩৭. উষ্ণ স্রোতে বায়ু কোন অঞ্চল থেকে কোন অঞ্চলের দিকে যায়?

ক) নিরক্ষরেখা থেকে বিষুব রেখা

খ) নিরক্ষরেখা থেকে মেরুরেখা

গ) বিষুবরেখা থেকে নিরক্ষরেখা

ঘ) মেরু থেকে নিরক্ষরেখা

সঠিক উত্তর: (খ)


৩৮. উত্তর আমেরিকার পূর্ব উপকূলে শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের ফলে-
i. মেঘের সৃষ্টি হয়
ii. মৌসুমি বায়ু প্রবাহিত হতে শুরু করে
iii. ঘন কুয়াশা ও ঘূর্ণিঝড় সৃষ্টির ফলে প্রবল ঝড়-ঝঞ্চা শুরু হয়
নিচের কোনটি সঠিক?

ক) i

খ) iii

গ) i ও ii

ঘ) i ও iii

সঠিক উত্তর: (খ)


৩৯. সমুদ্র স্রোতের কারণ হলো-
i. নিয়ত বায়ু প্রবাহ
ii. আহ্নিক গতির প্রবাহ
iii. সমুদ্রের পানির তাপের তারতম্য
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


৪০. মহীসোপানের বিস্তৃতি কিসের উপর নির্ভরশীল?

ক) ঢাল

খ) পাদশে

গ) ভাঁজ

ঘ) উপকূলের বন্ধুরতা

সঠিক উত্তর: (ঘ)


৪১. ফেরেলের সূত্রানুসারে বায়ুপ্রবাহ সৃষ্টির কারণ কোনটি?

ক) নিয়ত বায়ুপ্রবাহ

খ) আহ্নিক গতি

গ) জলরাশি

ঘ) বার্ষিক গতি

সঠিক উত্তর: (খ)


৪২. প্রধান প্রধান সমুদ্রস্রোতগুলো সৃষ্টির কারণ-
i. অয়ন বায়ু
ii. পশ্চিমা বায়ু
iii. মেরু বায়ু
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


৪৩. বঙ্গোপসাগরে কত প্রজাতির মলাস্কস আছে?

ক) ১৯

খ) ৩৩৬

গ) ৪৪২

ঘ) ৭১৬

সঠিক উত্তর: (খ)


৪৪. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?

ক) ৭১৫ কি.মি.

খ) ৭১৬ কি.মি.

গ) ৮১৫ কি.মি.

ঘ) ৭৪৫ কি.মি.

সঠিক উত্তর: (খ)


৪৫. ম্যারিয়ানা খাত কোন দ্বীপে অবস্থিত?

ক) আলাস্কা দ্বীপে

খ) গুয়াম দ্বীপে

গ) পোটোরিকো দ্বীপে

ঘ) শুন্ডা দ্বীপে

সঠিক উত্তর: (খ)


৪৬. মহীসোপান খুবই সরু কোন মহাদেশের?

ক) এশিয়া

খ) ইউরোপ

গ) আফ্রিকা

ঘ) অস্ট্রেলিয়া

সঠিক উত্তর: (গ)


৪৭. সমুদ্রের জল বেশি উষ্ণ হলে কি ধরনের স্রোত তৈরি করে?

ক) বহিঃস্রোত

খ) অন্তঃস্রোত

গ) নিম্নগামী স্রোত

ঘ) নিমজ্জিত স্রোত

সঠিক উত্তর: (ক)


৪৮. মহীঢাল খুব একটা প্রশস্ত নয় কেন?

ক) উপকূল অধিক প্রশস্ত

খ) মহীসোপান সংকীর্ণ

গ) মহীঢাল অধিক খাড়া

ঘ) মহীঢাল অধিক বন্ধুর

সঠিক উত্তর: (গ)


৪৯. জোয়ার ভাটার ফলে-
i. আবর্জনা সমূহ সাগরে গিয়ে পড়ে
ii. সেচ কাজে সুবিধা হয়
iii. ব্যবসা-বাণিজ্য সুবিধা হয়
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


৫০. শৈলশিরার উৎস কোনটি?

ক) আগ্নেয়গিরির লাভা

খ) কঠিন শিলা

গ) দোঁয়াশ ও বেলে পাথর

ঘ) প্রাণির ধ্বংসাবশেষ

সঠিক উত্তর: (ক)


৫১. পলিমাটি সিন্ধুমল, লাভা ও সূক্ষ্মভস্ম প্রভৃতি স্তরে স্তরে সঞ্চিত হয়ে কোন শিলার সৃষ্টি হয়?

ক) আগ্নেয়

খ) পাললিক

গ) রূপান্তরিত

ঘ) মালভূমি

সঠিক উত্তর: (খ)


৫২. সমুদ্র ও উপকূলবর্তী নদীর জলরাশির নিয়মিত স্ফীত বা ফুলে ওঠাকে কি বলে?

ক) সমুদ্র স্রোত

খ) জোয়ার

গ) ভাটা

ঘ) বায়ু প্রবাহ

সঠিক উত্তর: (খ)


৫৩. কোন স্রোতের প্রভাবে ল্যাব্রাডর দ্বীপ পুঞ্জের নিকট অঞ্চল বরফাচ্ছন্ন থাকে?

ক) উর্ধ্বমুখী স্রোত

খ) নিম্নমুখী স্রোত

গ) উষ্ণ সমুদ্রসোত

ঘ) শীতল স্রোত

সঠিক উত্তর: (গ)


৫৪. পৃথিবীর অধিকাংশ মাছ ধরা হয়-
i. নিউফাউন্ডল্যান্ডের উপকূলে
ii. জাপান উপকূলে
iii. ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)


৫৫. সমুদ্র স্রোতের প্রধান কারণ কোনটি?

ক) বাষ্পীভবন

খ) পৃথিবীর ঘূর্ণন

গ) বায়ুপ্রবাহ

ঘ) ভূ-ভাগের অবস্থান

সঠিক উত্তর: (গ)


৫৬. জোয়ার ভাটার ফলে নদীতে কোনটি ঘটে?

ক) লবণাক্ততা বৃদ্ধি পায়

খ) পানির ঘনত্ব বেড়ে যায়

গ) নদী নাব্যতা বাড়ায়

ঘ) নদীখাত গভীর হয়

সঠিক উত্তর: (ঘ)


৫৭. জাহাজ চলাচলের অসুবিধার জন্য দায়ী-
i. উষ্ণ স্রোত
ii. তীব্র স্রোত
iii. হিমশৈল
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)


৫৮. কোন মহাসাগর থেকে অনেক আবদ্ধ সাগরের সৃষ্টি হয়েছে?

ক) প্রশান্ত

খ) আটলান্টিক

গ) ভারত

ঘ) উত্তর

সঠিক উত্তর: (খ)


৫৯. সমুদ্র জোয়ার সৃষ্টির জন্য কোন বল মূখ্য ভূমিকা পালন করে?

ক) মহাকর্ষ বল

খ) কেন্দ্রাতিগ বল

গ) কেন্দ্রবিমুখীবল

ঘ) আকর্ষণ শক্তি

সঠিক উত্তর: (খ)


৬০. দৈনিক কতবার জোয়ার ভাটা সংঘটিত হয়?

ক) এক

খ) দুই

গ) তিন

ঘ) চার

সঠিক উত্তর: (খ)


৬১. উত্তর মহাসাগরের মহীসোপান কত কি.মি. প্রশস্ত?

ক) ১২৮০

খ) ১২৮৭

গ) ১২৯০

ঘ) ১২৯২

সঠিক উত্তর: (খ)


৬২. বাংলাদেশের উপকূল পর্বত বা মালভূমি থাকলে মহীসোপান কেমন হবে?

ক) সংকীর্ণ

খ) প্রশস্ত

গ) অতি সংকীর্ণ

ঘ) অধিক প্রশস্ত

সঠিক উত্তর: (ক)


৬৩. প্রশান্ত মহাসাগরের অধিকাংশ সমুদ্রখাত কোথায় অবস্থিত?

ক) উত্তর প্রান্তে

খ) দক্ষিণ প্রান্তে

গ) পূর্ব প্রান্তে

ঘ) পশ্চিম প্রান্তে

সঠিক উত্তর: (ঘ)


৬৪. পানির মধ্যে শব্দের বেগ কত মিটার পার সেকেন্ড?

ক) ১২২৫

খ) ৭৫০

গ) ১৪৭৫

ঘ) ১৫৭৫

সঠিক উত্তর: (গ)


৬৫. কোন সমুদ্রের জল দ্রুত উত্তপ্ত হয়?

ক) গভীর

খ) নিরক্ষীয় অঞ্চলের

গ) অগভীর

ঘ) মেরু অঞ্চলের

সঠিক উত্তর: (গ)


৬৬. পৃথিবীর শ্রেষ্ঠ মাছ আহরণ ক্ষেত্র-
i. বঙ্গোপসাগরের উপকূল
ii. নিউফাউন্ডল্যান্ড উপকূল
iii. জাপান উপকূল
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)


৬৭. শীতল স্রোত কিভাবে নিরক্ষীয় উষ্ণমন্ডলের দিকে প্রবাহিত হয়?

ক) প্রবাহিত রূপে

খ) অন্তঃপ্রবাহ রূপে

গ) পৃষ্ঠ পবাহ রূপে

ঘ) ঘূর্ণয়ন প্রবাহরূপে

সঠিক উত্তর: (খ)


৬৮. পৃথিবীর সর্বাপেক্ষা গভীরতম খাত কোনটি?

ক) পোন্টারিকো

খ) ম্যারিয়ানা

গ) শুন্ডা

ঘ) ফ্লেপোর্তা

সঠিক উত্তর: (খ)


৬৯. কোন হ্রদটি কানাডার সীমান্তে অবস্থিত?

ক) বৈকাল

খ) ভিক্টোরিয়া

গ) সুপিরিয়র

ঘ) গ্রান্ড ক্যানিয়ন

সঠিক উত্তর: (গ)


৭০. উত্তর-আমেরিকার পূর্ব অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টির কারণ-
i. শীতল ল্যাব্রাডর স্রোত
ii. উষ্ণ উপসাগরীয় স্রোত
iii. বেরিং স্রোত
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)


৭১. মাহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্যকার যে আকর্ষণ তাকে কি বলে?

ক) মহাকর্ষ

খ) অধিকর্ষ

গ) মাধ্যাকর্ষণ

ঘ) ত্বরণ

সঠিক উত্তর: (ক)


৭২. মহীঢালের গভীরতা কত?

ক) ১৫০-২০০০ মিটার

খ) ২০০-৩০০০ মিটার

গ) ৪৫০-৫০০০ মিটার

ঘ) ৬৮০-৭০০০ মিটার

সঠিক উত্তর: (খ)


৭৩. পৃথিবীর সাথে কোনটির আকর্ষণ সবচেয়ে বেশি?

ক) সূর্য

খ) চাঁদ

গ) নক্ষত্র

ঘ) মঙ্গল

সঠিক উত্তর: (খ)


৭৪. পোর্টোরিকো কি?

ক) গভীর সমুদ্রখাত

খ) সমভূমি

গ) মালভূমি

ঘ) মহীঢাল

সঠিক উত্তর: (ক)


৭৫. সঞ্চালন স্রোতের প্রভাবে কি হয়?

ক) সমুদ্রের জলরাশি একস্থানে প্রবাহিত হয়

খ) লবণাক্ততার তারতম্য হয়

গ) গভীরতার তারতম্য হয়

ঘ) সমুদ্রের বরফের গলন হয়

সঠিক উত্তর: (ক)


৭৬. সমুদ্রস্রোত একাধিক শাখায় বিভক্ত হয় কখন?

ক) সমুদ্রের জরেল ঘনত্ব বেশি হলে

খ) উষ্ণ স্রোত বিশিষ্ট সমুদ্রে

গ) প্রবাহপথে ভূখন্ডের অবস্থান থাকলে

ঘ) সমুদ্রের গভীরতার তারতম্য হলে

সঠিক উত্তর: (গ)


৭৭. ৬০০ দক্ষিণ অক্ষাংশ থেকে এন্টার্কটিকার হিমবাহ পর্যন্ত বিস্তৃত কোন মহাসাগর?

ক) ভারত

খ) প্রশান্ত

গ) উত্তর

ঘ) দক্ষিণ

সঠিক উত্তর: (ঘ)


৭৮. মহীঢালের বিস্তৃতি কত?

ক) ৭০ কি.মি.

খ) ১৬-৩২ কি.মি.

গ) ১৮ কি.মি.

ঘ) ৫৫ কি.মি.

সঠিক উত্তর: (খ)


৭৯. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?

ক) ব্যারোমিটার

খ) ফ্যাদোমিটার

গ) সেক্সট্যান্ট

ঘ) সিসমোগ্রাফ

সঠিক উত্তর: (খ)


৮০. সমুদ্র তলদেশের ভূমিরূপের সবচেয়ে উপরের অংশকে কী বলে?

ক) মহীঢাল

খ) তটদেশীয় অঞ্চল

গ) উপকূলীয় ঢাল

ঘ) শৈলশিরা

সঠিক উত্তর: (গ)


৮১. বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের নিয়ন্ত্রণ করে-
i. দিক
ii. গতি
iii. প্রবাহের ধরন
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)


৮২. সমুদ্রের গভীরতা মাপা হয় কিসের সাহায্যে?

ক) ব্যারোমিটার

খ) সেক্সট্যান্ট

গ) বেতার তরঙ্গ

ঘ) শব্দ তরঙ্গ

সঠিক উত্তর: (ঘ)


৮৩. বঙ্গোপসাগরে কত প্রজাতির চিংড়ি আছে?

ক) ১৯

খ) ৩৩৬

গ) ৪৪২

ঘ) ৭১৬

সঠিক উত্তর: (ক)


৮৪. সমুদ্রের পানি যে নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে চলাচল করে তাকে কি বলে?

ক) পানির নিঃসরণ

খ) সমুদ্রস্রোত

গ) ঢেউ

ঘ) কোনটিই না

সঠিক উত্তর: (খ)


৮৫. ম্যারিয়ানা খাতের গভীরতা কত?

ক) ১০,৮৭০ মিটার

খ) ১০,৮৭০ কি.মি.

গ) ৮,৫৩৮ মিটার

ঘ) ৮,৫৩৮ কি.ম.

সঠিক উত্তর: (ক)


৮৬. বঙ্গোপসাগরে মৎস প্রজাতির সংখ্যা কত?

ক) ৪৪২

খ) ৩৩৬

গ) ১৯

ঘ) ৭১৫

সঠিক উত্তর: (ক)


৮৭. সঞ্চালন স্রোত তৈরি হয়-
i. সমুদ্রের উপরের অংশের স্রোত
ii. সমুদ্রের গভীর অংশের স্রোত
iii. সমুদ্রের নিমজ্জিত স্রোত
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)


৮৮. নিমজ্জিত শৈলশিরার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কোনটি?

ক) আগ্নেয় শিলা

খ) প্রশান্ত শৈলশিরা

গ) পাললিক শিলা

ঘ) আটলান্টিক শৈলশিরা

সঠিক উত্তর: (ঘ)


৮৯. চারদিকে স্থলবেষ্টিত সাগর কোনটি?

ক) উত্তর মহাসাগর

খ) দক্ষিণ মহাসাগর

গ) এন্টার্কটিকা মহাসাগর

ঘ) আটলান্টিক মহাসাগর

সঠিক উত্তর: (ক)


৯০. বায়ু উত্তর গোলার্ধের ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধের বামদিকে বেঁকে যায়। এটি কোন সূত্র?

ক) ফেরেলের সূত্র

খ) বায়বেলটের সূত্র

গ) গতির সূত্র

ঘ) নিউটনের সূত্র

সঠিক উত্তর: (ক)


৯১. উষ্ণ স্রোত গুরুত্বপূর্ণ কারণ-
i. এর ফলে বন্দরের ব্যবহার বৃদ্ধি পায়
ii. এর অনুকূলে জাহাজ দ্রুত চলতে পারে
iii. এর প্রভাবে বৃষ্টিপাতও ঘটে থাকে
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


৯২. উষ্ণ ও শীতল স্রোত মিলনের ফলাফল-
i. ঘন কুয়াশা
ii. ঘূর্ণিবাত
iii. ঝড় ঝঞ্চা
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


নিচের উদ্দীপকটি পড়ে দুইটি প্রশ্নের উত্তর দাও:
ঝুমু তার ফুফুর সাথে জাহাজ করে নিরক্ষরেখার দক্ষিণ দিক দিয়ে বিখ্যাত একটি সমুদ্রস্রোতের অনুকূলে এঙ্গোলা থেকে ব্রাজিলের নাটালে যাচ্ছিল। সমুদ্রের উপর দিয়ে তার এ ভ্রমণ তার চিরদিনই মনে থাকবে।
৯৩. ঝুমুর দেখা স্রোতটি কোন ধরনের?

ক) উষ্ণ

খ) শীতল

গ) নাতিশীতোষ্ণ

ঘ) সুমেরু

সঠিক উত্তর: (ক)


৯৪. উক্ত স্রোতের প্রভাবে-
i. সামুদ্রিক জাহাজ দ্রুত চলাচল করতে পারে
ii. ব্যবসা-বাণিজ্যের প্রসার হয়
iii. নিরাপদে জাহাজ চালানো যায়
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)



⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣
 (সংগৃহীত, সংকলিত ও পরিমার্জিত)
বিপ্লব ব্লগার=০১৬১৬৯১৮৮৮৮

আপনাদের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র এ প্রয়াস। আশাকরি সবার কাজে লাগবে।

কোন উত্তর ভুল মনে হলে সঠিক উত্তরটি মেইল করুন,আপডেট করে দেওয়া হবে। অথবা সঠিক উত্তরটি আপনারা মোবাইল এর মাধ্যমে ০১৬১৬৯১৮৮৮৮ জানাবেন। আমরা আপডেট করে দেবো।

★বি দ্রঃ শেয়ার করতে ভুলবেন না। লাইক,কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। অল্প হলেও আমাদের T=tnx দিয়ে উৎসাহ দিয়ে যাবেন।

পোস্টটি ভাল লাগলে শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করুন।
-ধন্যবাদ

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বারিমন্ডল "

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে