বায়ুমন্ডল
১. নিচের কোনটি স্ট্রাটোমন্ডলের বৈশিষ্ট্য-
i. জলীয় বাষ্প থাকে
ii. অতি সূক্ষ্ম ধূলিকণা থাকে
iii. আবহাওয়া শান্ত থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২. ট্রাটোমন্ডল ও মেসোমন্ডলের মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রার স্থিতাবস্থাকে কী বলে?
ক) স্ট্রাটোবিরতি
খ) স্টাটোমন্ডল
গ) তাপমন্ডল
ঘ) এক্সোমন্ডল
সঠিক উত্তর: (ক)
৩. তাপমন্ডলের উপরে প্রায় ৭৫০ কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর আছে তাকে কী বলে?
ক) ট্রপোমন্ডল
খ) স্ট্রাটোমন্ডল
গ) চৌম্বকমন্ডল
ঘ) এক্সোমন্ডল
সঠিক উত্তর:
৪. আদ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কতটুকু?
ক) ৩-৫ ভাগ
খ) ২-৫ ভাগ
গ) ৬-১০ ভাগ
ঘ) ৩-১০ ভাগ
সঠিক উত্তর: (খ)
৫. বায়ুমন্ডলে নাইট্রোজেন শতকরা কত ভাগ?
ক) ৭৮ ভাগ
খ) ৭৭ ভাগ
গ) ৭৬ ভাগ
ঘ) ২১ ভাগ
সঠিক উত্তর: (খ)
৬. ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ কোন স্তরে বাধা পায়?
ক) স্ট্রাটোমন্ডল
খ) মেসোমন্ডল
গ) ট্রপোমন্ডল
ঘ) আয়নমন্ডল
সঠিক উত্তর: (ঘ)
৭. সমগ্র বায়ুমন্ডলের ওজনের প্রায় কত ভাগ ট্রপোমন্ডল স্তর বহন করে?
ক) ৭৩ ভাগ
খ) ৭৪ ভাগ
গ) ৭৫ ভাগ
ঘ) ৭৬ ভাগ
সঠিক উত্তর: (গ)
৮. সাধারণত ১,০০০ মিটার উচ্চতায় কতটুকু তাপমাত্রা হ্রাস পায়?
ক) ৫০ সেলসিয়াস
খ) ৬০ সেলসিয়াস
গ) ৭০ সেলসিয়াস
ঘ) ৮০ সেলসিয়াস
সঠিক উত্তর: (গ)
৯. বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে স্বাভাবিক বৃষ্টিপাতকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) ২ ভাগে
খ) ৩ ভাগে
গ) ৪ ভাগে
ঘ) ৫ ভাগ
সঠিক উত্তর: (গ)
১০. ৩ ১৭১। বায়ুমন্ডলের কোন স্তরে মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রার স্থিতাবস্থাকে স্ট্রাটোবিরতি বলে?
i. স্ট্রাটোমন্ডল
ii. মেসোমন্ডল
iii. চৌম্বকমন্ডল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১১. এক্সোমন্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
ক) ৬৫০ কিলোমিটার
খ) ৭৫০ কিলোমিটার
গ) ৫৫০ কিলোমিটার
ঘ) ৮৫০ কিলোমিটার
সঠিক উত্তর: (খ)
১২. সাধারণত কত থেকে কত বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে?
ক) ১০-১২
খ) ৫-১০
গ) ২০-৩০
ঘ) ৩০-৪০
সঠিক উত্তর: (ঘ)
১৩. বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ কত ভাগ?
ক) ২০ ভাগ
খ) ২১ ভাগ
গ) ২২ ভাগ
ঘ) ৭৬ ভাগ
সঠিক উত্তর: (খ)
১৪. অধিকাংশ উল্কা কোন স্তরের মধ্যে এসে পুড়ে যায়?
ক) ট্রপোমন্ডল
খ) স্ট্রাটোমন্ডল
গ) তাপমন্ডল
ঘ) মেসোমন্ডল
সঠিক উত্তর: (ঘ)
১৫. স্টাটোবিরতির উপরে প্রায় কত কিমি. পর্যন্ত মেসোমন্ডল বিস্তৃত?
ক) ৫০ কিমি.
খ) ৬০ কিমি.
গ) ৭০ কিমি.
ঘ) ৮০ কিমি.
সঠিক উত্তর: (ঘ)
১৬. এক্সোমন্ডলে কোন গ্যাসের প্রধান্য বেশি?
ক) নাইট্রোজেন ও অক্সিজেন
খ) আরগন ও কার্ব নাই-অক্সাইড
গ) জেনন ও মিথেন
ঘ) হিলিয়াম ও হাইড্রোজেন
সঠিক উত্তর: (ঘ)
১৭. ট্রপোমন্ডল র্ভপৃষ্ঠ থেকে মেরু অঞ্চলে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
ক) ৮-৯ কিলোমিটার
খ) ১২-১৪ কিলোমিটার
গ) ১৬-১৮ কিলোমিটার
ঘ) ১০-১২ কিলোমিটার
সঠিক উত্তর: (ক)
১৮. বায়ুর বাষ্প ধারণ করার সীমা কোনটির ওপর নির্ভরশীল?
ক) তাপের
খ) উষ্ণতায়
গ) শিশিরাঙ্গের
ঘ) আর্দতার
সঠিক উত্তর: (খ)
১৯. নিচের কোনটি বৃষ্টিপাতের কারণ?
i. সূর্যের উত্তাপ
ii. বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতি
iii. বায়ুমন্ডলের উচ্চতা হ্রাস পাওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০. কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আদ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের কী বলে?
ক) আবহওয়া
খ) জলবায়ু
গ) বৃষ্টিপাত
ঘ) বায়ুপ্রবাহ
সঠিক উত্তর: (ক)
২১. ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত কিমি. পর্যন্ত বায়ুমন্ডল বিস্তৃত?
ক) ১০০০ কিমি.
খ) ১০০০০ কিমি.
গ) ১০০০০০ কিমি.
ঘ) ২০০০০ কিমি.
সঠিক উত্তর: (খ)
২২. বায়ুমন্ডলকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে কয়টি স্তরে ভাগ করা হয়?
ক) ৪টি
খ) ৫টি
গ) ৬টি
ঘ) ৩টি
সঠিক উত্তর: (গ)
২৩. কোনটি মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য?
ক) দ্রুত উষ্ণ হয়
খ) দ্রুত ঠান্ডা হয়
গ) ধীরে ধীরে ঠান্ডা হয়
ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর: (ঘ)
২৪. হিমাঙ্ক বলতে কোনটিকে বোঝায়?
ক) 250C
খ) 380C
গ) 40C
ঘ) 00C
সঠিক উত্তর: (ঘ)
২৫. কোন স্তর থা থাকলে সূর্য থেকে মারাত্মক অতিবেগুনি রশ্মি বায়ুমন্ডলে প্রবেশ করে প্রানিকুল বিনষ্ট করত?
ক) চৌম্বকস্তর
খ) ওজন স্তর
গ) আয়ন স্তর
ঘ) বায়ুর স্তর
সঠিক উত্তর: (খ)
২৬. বায়ুমন্ডলের সবচেয়ে উপরের স্তরের নাম কী?
ক) এক্সোমন্ডল
খ) চৌম্বকমন্ডল
গ) স্ট্রাটোমন্ডল
ঘ) তাপমন্ডল
সঠিক উত্তর: (খ)
২৭. বায়ুর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনটি ঘটে?
ক) জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা হ্রাস পায়
খ) শুষ্কতা বৃদ্ধি পায়
গ) জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পায়
ঘ) জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা সমান থাকে
সঠিক উত্তর: (খ)
২৮. আবহাওয়া ও জলবায়ুর উপাদান কোনটি?
i. বায়ুপ্রবাহ
ii. বারিপাত
iii. বায়ুর আর্দ্রতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯. নিচের কোনটি বারিপাতের অন্তর্ভুক্ত?
i. তুহিন
ii. তুষার
iii. কুয়াশা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩০. নিচের কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকির অন্তর্ভুক্ত?
ক) কৃষিক্ষেত্রে অনিশ্চয়তা
খ) ভূমিকম্প
গ) সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
ঘ) মরুকরণ
সঠিক উত্তর: (গ)
৩১. ট্রপোমন্ডল স্তরে কী সৃষ্টি হয়?
i. মেঘ
ii. তুষারপাত
iii. কুয়াশা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩২. কোনটি বায়ুমন্ডলের সবচেয়ে নিচের স্তর?
ক) ট্রপোমন্ডল
খ) স্ট্রাটোমন্ডল
গ) মেসোমন্ডল
ঘ) তাপমন্ডল
সঠিক উত্তর: (ক)
৩৩. পানি কয়টি অবস্থায় থাকতে পারে?
ক) ছয়
খ) পাঁচ
গ) চার
ঘ) তিন
সঠিক উত্তর: (ঘ)
৩৪. স্ট্রাটোমন্ডলের বৈশিষ্ট্য হল, এটি-
i. আর্দ্র বায়ুযুক্ত
ii. বিমান চলাচলের উপযোগী
iii. অতিবেগুনি রশ্মি শোষণে সক্ষম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৩৫. কোনো একটি অঞ্চলের সাধারণত ৩০-৪০ বছরের গড় আবহাওয়ার অবস্থাকে কী বলে?
ক) আবহাওয়া
খ) জলবায়ু
গ) বৃষ্টিপাত
ঘ) বায়ুপ্রবাহ
সঠিক উত্তর: (খ)
৩৬. কোন ধরনের বৃষ্টিতে শিশিরাঙ্কের সৃষ্টি হয়?
ক) পরিচলন বৃষ্টি
খ) শৈলোৎক্ষেপ
গ) ঘূর্ণিবাতজনিত বৃষ্টি
ঘ) সংঘর্ষ বৃষ্টি
সঠিক উত্তর: (ঘ)
৩৭. বায়ুমন্ডলের বিভিন্ন স্তর না থাকলে পৃথিবী কী হতো?
ক) শূন্যতায় পর্যবসিত হতো
খ) জীবজন্তুহীন হয়ে পরতো
গ) বায়ুহীন হতো
ঘ) বরফাচ্ছন্ন হয়ে পরতো
সঠিক উত্তর: (ক)
৩৮. কোন সময় মহাদেশীয় বায়ু বেশি প্রবাহিত হয়?
ক) গ্রীষ্মকালে
খ) শীতকালে
গ) বর্ষাকালে
ঘ) বসন্তকালে
সঠিক উত্তর: (খ)
৩৯. বায়ু যে উষ্ণতায় জলীয় বাষ্পরূপে ঘনীভূত হয় তাকে কী বলে?
ক) শিশিরাঙ্ক
খ) আদ্রতা
গ) হিমাঙ্ক
ঘ) অভিস্রবণ
সঠিক উত্তর: (ক)
৪০. বায়ুর আদ্রতা কোনটি দ্বারা পরিমাপ করা হয়?
ক) স্পেরোমিটার
খ) ফেরোমিটার
গ) হাইগ্রোমিটার
ঘ) হাইড্রোমিটার
সঠিক উত্তর: (গ)
৪১. প্রোটন ও ইলেকট্রনের চৌম্বকীয় ক্ষেত্রে কোন স্তর সৃষ্টি হয়?
ক) এক্সোমন্ডল
খ) আয়নমন্ডল
গ) স্ট্রাটোমন্ডল
ঘ) চৌম্বকমন্ডল
সঠিক উত্তর: (ঘ)
৪২. নাতিশীতোষ্ণ মন্ডলে কখন পরিচলন বৃষ্টি মুরু হয়?
ক) শীতের শেষে
খ) বর্ষার শুরুতে
গ) বর্ষার শেষে
ঘ) গ্রীষ্মের শুরুতে
সঠিক উত্তর: (ক)
৪৩. বায়ুমন্ডলের স্তরগুলোর মধ্যে সমমন্ডলের অন্তর্ভুক্ত কোনটি?
i. তাপমন্ডল
ii. স্টাটোমন্ডল
iii. মেসোমন্ডল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৪৪. কোন স্তর থেকে বৃষ্টিপাত হয়?
ক) ট্রপোমন্ডল
খ) স্ট্রাটোমন্ডল
গ) তাপমন্ডল
ঘ) এক্সোমন্ডল
সঠিক উত্তর: (ক)
৪৫. কোন মন্ডল ছাড়া শস্য ও বনভূমির জন্য প্রয়োজনীয় বৃষ্টি হতো না?
ক) চৌম্বকমন্ডল
খ) স্ট্রাটোমন্ডল
গ) ট্রপোমন্ডল
ঘ) এক্সোমন্ডল
সঠিক উত্তর: (গ)
৪৬. কোনটি দ্বারা বৃষ্টিপাত পরিমাপ করা হয়?
ক) স্পেরোমিটার
খ) হাইড্রোমিটার
গ) বৃষ্টিমান যন্ত্রের
ঘ) রিকটার স্কেল
সঠিক উত্তর: (গ)
৪৭. কোনটির উপর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়?
ক) অক্ষরেখা
খ) মধ্যরেখা
গ) নিরক্ষরেখা
ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)
৪৮. তুন্দা জলবায়ু অঞ্চলে গাড়ি টানবার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
i. শ্বেত ভল্লুক
ii. বলগা হরিণ
iii. কুকুর
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৯. শৈলোৎক্ষেপ বৃষ্টির ক্ষেত্রে-
i. উঁচু পর্বতশ্রেণিতে বাধা পায়
ii. বায়ু উপরের দিকে ওঠে
iii. প্রতিবাত ঢালে বৃষ্টিপাত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫০. স্ট্রাটোমন্ডলের ওপরের স্তর থেকে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত উষ্ণতা দ্রুত হ্রাস পায়। ৮০ কিলোমিটার পর-
ক) উষ্ণতা কমতে থাকে
খ) উষ্ণতা অল্প মাত্রায় কমতে থাকে
গ) উষ্ণতা দ্রুত কমতে থাকে
ঘ) উষ্ণতা বাড়তে থাকে
সঠিক উত্তর: (ঘ)
৫১. স্থানীয় বায়ুর উদাহরণ-
i. আরব মালভূমির সাইমুম
ii. রকি পর্বের চিনুক
iii. উত্তর আমেরিকার প্রেইরি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৫২. বায়ুমন্ডল প্রধানত কত প্রকার উপাদান দ্বারা গঠিত?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৫৩. কোন অঞ্চলগুলো একই অক্ষাংশে অবস্থিত?
i. রাজবাড়ি
ii. দিনাজপুর
iii. শিলং
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫৪. বাংলাদেশে কখন পরিচলন বৃষ্টি শুরু হয়?
ক) বর্ষার সময়
খ) গ্রীষ্মের মাঝামাঝিতে
গ) গ্রীষ্মের শুরুতে
ঘ) বর্ষার মাঝামাঝিতে
সঠিক উত্তর: (ক)
৫৫. আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশির ভাগ কোন স্তরে ঘটে থাকে?
ক) ট্রপোমন্ডল
খ) স্ট্রাটোমন্ডল
গ) তাপমন্ডল
ঘ) এক্সোমন্ডল
সঠিক উত্তর: (ক)
৫৬. বায়ুমন্ডলের প্রধান উপাদান কয়টি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
৫৭. বায়ুমন্ডলের ওজোন গ্যাস কী শোষণ করে?
ক) সূর্যরশ্মি
খ) অতিবেগুনী রশ্মি
গ) বেগুনী রশ্মি
ঘ) কিছুই না
সঠিক উত্তর: (খ)
৫৮. মেসোপজের উপরে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে তাপমন্ডল বলে?
ক) প্রায় ৫০০ কিলোমিটার
খ) প্রায় ৪০০ কিলোমিটার
গ) প্রায় ৬০০ কিলোমিটার
ঘ) প্রায় ৩০০ কিলোমিটার
সঠিক উত্তর: (ক)
৫৯. কোন ধরনের বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হয়ে থাকে?
ক) পরিচলন বৃষ্টি
খ) শৈলোৎক্ষেপ বৃষ্টি
গ) ঘূর্ণিবাতজনিত বৃষ্টি
ঘ) সংঘর্ষ বৃষ্টি
সঠিক উত্তর: (গ)
৬০. পরিপৃক্ত বায়ুর অপর নাম কোনটি?
ক) অসম্পৃক্ত
খ) সম্পৃক্ত
গ) আদ্র বায়ু
ঘ) শুষ্ক বায়ু
সঠিক উত্তর: (খ)
৬১. বায়ুমন্ডলের কোনটি নেই?
i. বর্ণ
ii. গন্ধ
iii. আকার
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬২. স্ট্রাটোমন্ডলের বায়ুতে কী বিদ্যমান থাকে?
ক) ধূলিকণা
খ) জলীয়বাষ্প
গ) বৃষ্টিপাত
ঘ) মেঘ
সঠিক উত্তর: (ক)
৬৩. ট্রপোমন্ডলের শেষ প্রান্তের অংশের নাম কী?
ক) স্ট্রাটোমন্ডল
খ) ট্রপোবিরতি
গ) তাপমন্ডল
ঘ) এক্সোমন্ডল
সঠিক উত্তর: (খ)
৬৪. ওজোন গ্যাসের স্তর কোন স্তরে বেশি পরিমাণে আছে?
ক) স্ট্রাটোন্ডল
খ) মেসোমন্ডল
গ) তাপমন্ডল
ঘ) এক্সোমন্ডল
সঠিক উত্তর: (ক)
৬৫. বায়ুমন্ডলে কোন উপাদানটি শতকরা ১.২৭ ভাগ?
i. অন্যান্য গ্যাস
ii. জলীয় বাষ্প
iii. কনিকাসমূহ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৬. কোনটি বায়ুমন্ডলের প্রধান উপাদান?
i. আরগন
ii. ওজন
iii. অক্সিজেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৬৭. বায়ুমন্ডলের কোনগুলো সমন্বয়ে শতকরা মোট ৯৮.৭৩ ভাগ গ্যাস?
i. হিলিয়াম
ii. অক্সিজেন
iii. নাইট্রোজেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬৮. বায়ুমন্ডলে CO2 এর পরিমাণ কত?
ক) ০.০৩ ভাগ
খ) ১.২৭ ভাগ
গ) ২১ ভাগ
ঘ) ০.৮০ ভাগ
সঠিক উত্তর: (ক)
৬৯. ট্রাপোমন্ডল ব্যতীত কোনটি ঘটনা না?
i. বরফ জমত না
ii. আবহাওয়া সৃষ্টি হতো না
iii. শস্য ও বনভূমির জন্য সৃষ্টি হতো না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭০. কোনটি বায়ুমন্ডলের উপাদান নয়?
ক) অক্সিজেন
খ) আরগন
গ) হাইড্রোজেন
ঘ) হিলিয়াম
সঠিক উত্তর: (গ)
৭১. মেসোপজের উপরে ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে কী বলে?
ক) ট্রপোমন্ডল
খ) স্ট্রাটোমন্ডল
গ) তাপমন্ডল
ঘ) এক্সোমন্ডল
সঠিক উত্তর: (গ)
৭২. ট্রপোমন্ডল স্তরে সাধারণত প্রতি ১০০০ মিটার উচ্চতায় কত ডিগ্রি তাপমাত্রা হ্রাস পায়?
ক) ৮০ সে.
খ) ১০০ সে.
গ) ৭০ সে.
ঘ) ৬০ সে.
সঠিক উত্তর: (ঘ)
৭৩. জলীয় বাষ্প ধারণ করার সীমা কোনটির ওপর নির্ভরশীল?
ক) নদীনালা
খ) খালবিল
গ) ঝরনা
ঘ) সমুদ্র
সঠিক উত্তর: (ঘ)
৭৪. কোন স্রোত উত্তর আমেরিকার পূর্ব উপকূলকে শীতল রাখে?
ক) লাব্রাডর স্রোত
খ) উপসাগরীয় স্রোত
গ) কলিং স্রোত
ঘ) মরুদেশীয় স্রোত
সঠিক উত্তর: (ক)
৭৫. বায়ুমন্ডলে র্ভপৃষ্ঠ থেকে উপরের দিকে যে ছয়টি বিন্যাস রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল-
i. মেসোমন্ডল
ii. বারিমন্ডল
iii. চৌম্বকমন্ডল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭৬. এক্সোমন্ডলে কোন গ্যাসের প্রাধান্য বেশি দেখা যায়?
i. হিলিয়াম
ii. অক্সিজেন
iii. হাইড্রোজেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৭৭. ভূপৃষ্ঠ থেকে পাঠানো বিভিন্ন বেতারতরঙ্গ আয়নমন্ডলের বিভিন্ন আয়নে বাধা পেয়ে কোথায় ফিরে আসে?
ক) ভূপৃষ্ঠে
খ) পৃথিবীতে
গ) স্ট্রাটোমন্ডলে
ঘ) চৌম্বকমন্ডলে
সঠিক উত্তর:
৭৮. কোন স্তরের মধ্যে দিয়ে সাধারণত জেট বিমানগুলো চলাচল করে?
ক) তাপমন্ডল
খ) ট্রপোমন্ডল
গ) মেসোমন্ডল
ঘ) স্ট্রাটোমন্ডল
সঠিক উত্তর: (ঘ)
৭৯. তাপমন্ডলের নিম্ন অংশকে কী বলা হয়?
ক) তাপবিরতি
খ) মেসোবিরতি
গ) এক্সোমন্ডল
ঘ) আয়নমন্ডল
সঠিক উত্তর: (ঘ)
৮০. মধ্য ইউরোপের বিভিন্ন দেশে কখন ঘুর্ণিবাতজনিত বৃষ্টিপাত হয়?
ক) গ্রীষ্মকালে
খ) বর্ষাকালে
গ) শরৎকালে
ঘ) শীতকালে
সঠিক উত্তর: (ঘ)
৮১. ট্রপোমন্ডল র্ভপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
ক) ৮-৯ কিলোমিটার
খ) ১২-১৪ কিলোমিটার
গ) ১৬-১৮ কিলোমিটার
ঘ) ১০-১২ কিলোমিটার
সঠিক উত্তর: (গ)
৮২. বায়ুমন্ডলের কোন স্তরটি সমমন্ডলের অন্তর্ভুক্ত নয়?
ক) ট্রপোমন্ডল
খ) মেসোমন্ডল
গ) স্ট্রাটোমন্ডল
ঘ) তাপমন্ডল
সঠিক উত্তর: (গ)
৮৩. কোন পদ্ধতিতে পানি বাষ্কাকারে উপরে ওঠে?
ক) সমপাতন
খ) বাষ্মীভবন
গ) ঘনীভবন
ঘ) ঊর্ধ্বপাতন
সঠিক উত্তর: (খ)
৮৪. বায়ুমন্ডলের নিচের দিক থেকে দ্বিতীয় স্তরের নাম কী?
ক) ট্রপোমন্ডল
খ) স্ট্রাটোমন্ডল
গ) তাপমন্ডল
ঘ) এক্সোমন্ডল
সঠিক উত্তর: (খ)
৮৫. হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাস কোন স্তরে দেখা যায়?
ক) ট্রপোমন্ডল
খ) স্ট্রাটোমন্ডল
গ) চৌম্বকমন্ডল
ঘ) এক্সোমন্ডল
সঠিক উত্তর: (ঘ)
৮৬. যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি তাকে কী বলে?
ক) শুষ্ক বায়ু
খ) পরিপৃক্ত বায়ু
গ) শিশিরাঙ্ক
ঘ) আদ্র বায়ু
সঠিক উত্তর: (ঘ)
৮৭. কোন সময় মৌসুমি বায়ু বেশি প্রবাহিত হয়?
ক) গ্রীষ্মকালে
খ) শীতকালে
গ) বর্ষাকালে
ঘ) বসন্তকালে
সঠিক উত্তর: (গ)
৮৮. স্টাটোমন্ডলের বায়ুতে কী থাকে না?
ক) ধূলিকণা
খ) জলীয়বাষ্প
গ) বৃষ্টিপাত
ঘ) মেঘ
সঠিক উত্তর: (খ)
৮৯. চৌম্বকমন্ডল স্তরে বায়ুমন্ডলকে বেষ্টন করে কোন চৌম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি করে?
i. ইলেকট্রন
ii. তরঙ্গ
iii. প্রেটন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৯০. যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কী বলে?
ক) বায়ুপ্রবাহ
খ) বায়ুচাপ
গ) বায়ুমন্ডল
ঘ) বায়ু
সঠিক উত্তর: (গ)
৯১. নিচের কোনটি ট্রপোমন্ডলের বৈশিষ্ট্য?
i. উচ্চতা বৃদ্ধির ফলে বাতাসের গতিবেগ বেড়ে যায়
ii. বায়ু উপরে নিচে ওঠানামা করে
iii. উপরের দিকের বাতাসে জলীয় বাষ্প থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (গ)
৯২. বায়ুমন্ডলের কোন স্তরটি বিসমমন্ডলের অন্তর্ভুক্ত নয়?
ক) তাপমন্ডল
খ) মেসোমন্ডল
গ) এক্সোমন্ডল
ঘ) চৌম্বকমন্ডল
সঠিক উত্তর: (খ)
৯৩. বায়ুমন্ডল না থাকলে পৃথিবীর উপরিভাগ কী হতো?
ক) অতিবেগুণি রশ্মিময়
খ) বরফাচ্ছন্ন
গ) মরুময়
ঘ) জলাবদ্ধ
সঠিক উত্তর: (গ)
৯৪. আরগন গ্যাসটি বায়ুমন্ডলের কোন স্তরে থাকে?
ক) স্ট্রাটোমন্ডল
খ) ট্রপোমন্ডল
গ) আয়রনমন্ডল
ঘ) তাপমন্ডল
সঠিক উত্তর: (খ)
৯৫. ট্রপোপজের উপরের দিকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত কী নামে পরিচিত?
ক) ট্রপোমন্ডল
খ) স্ট্রাটোমন্ডল
গ) তাপমন্ডল
ঘ) এক্সোমন্ডল
সঠিক উত্তর: (খ)
৯৬. কোনটি বারিপাত নয়?
ক) ঝরনা
খ) তুহিন
গ) কুয়াশা
ঘ) তুষার
সঠিক উত্তর: (ক)
৯৭. বায়ুমন্ডলের কত ভাগ উপাদান ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিমি. এর মধ্যে সীমাবদ্ধ?
ক) ৯৪ ভাগ
খ) ৯৫ ভাগ
গ) ৯৬ ভাগ
ঘ) ৯৭ ভাগ
সঠিক উত্তর: (ঘ)
৯৮. কী কারণে বায়ুমন্ডল ভূপৃষ্ঠের চারদিকে জড়িয়ে থেকে অনবরত আবর্তন করছে?
ক) পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি
খ) সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি
গ) সৌরজগতের মাধ্যাকর্ষণ শক্তি
ঘ) জ্যোতিষ্কের মাধ্যাকর্ষণ শক্তি
সঠিক উত্তর: (ক)
৯৯. বায়ুর জলীয় বাষ্প ধারণ করাকে কী বলে?
ক) সম্পৃক্ত বায়ু
খ) শিশিরাঙ্ক
গ) বায়ুর আদ্রতা
ঘ) আদ্র বায়ু
সঠিক উত্তর: (গ)
১০০. এক্সোমন্ডলে কোন গ্যাসের প্রাধান্য দেখা যায়?
i. হিলিয়াম
ii. নিয়ন
iii. হাইড্রোজেন
নিচের কোনটি সঠিক?
ক) ii
খ) i ও ii
গ) i ও iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
নিচের ছকের আলোকে দুইটি প্রশ্নের উত্তর দাও।
বায়ুমন্ডল বিভিন্ন গ্যাস এবং অসংখ্য ধূলিকণার সংমিশ্রণে গঠিত।
বিভিন্ন উপাদানশতকরা হারনাইট্রোজেন৭৮.০২অক্সিজেন২০.৭১জলীয় বাষ্প০.৪১ধূলিকণা ও উদ্ভিদকণা০.০১১০১. বায়ুমন্ডলের বিভিন্ন উপাদানের মধ্যে কোন উপাদানটির পরিমাণ দ্বিতীয়?
ক) অক্সিজেন
খ) নাইট্রোজেন
গ) আরগন
ঘ) জলীয় বাষ্প
সঠিক উত্তর: (ক)
১০২. বায়ুমন্ডলে কোন উপাদানগুলো সবচেয়ে কম রয়েছে? i. নাইট্রোজেন ii. ধূলিকণা iii. উদ্ভিদকণা নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) i ও iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ) ⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣ (সংগৃহীত, সংকলিত ও পরিমার্জিত) বিপ্লব ব্লগার=০১৬১৬৯১৮৮৮৮ আপনাদের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র এ প্রয়াস। আশাকরি সবার কাজে লাগবে। কোন উত্তর ভুল মনে হলে সঠিক উত্তরটি মেইল করুন,আপডেট করে দেওয়া হবে। অথবা সঠিক উত্তরটি আপনারা মোবাইল এর মাধ্যমে ০১৬১৬৯১৮৮৮৮ জানাবেন। আমরা আপডেট করে দেবো। ★বি দ্রঃ শেয়ার করতে ভুলবেন না। লাইক,কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। অল্প হলেও আমাদের T=tnx দিয়ে উৎসাহ দিয়ে যাবেন। পোস্টটি ভাল লাগলে শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করুন।
-ধন্যবাদ
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বায়ুমন্ডল"
Post a Comment