বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ

বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ


যারা চাকরির জন্য প্রচুর পড়াশুনা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ভূগোল ও পরিবেশ সম্পর্কিত  এম সি কিউ ।

এই পোষ্টটিতে আমরা প্রায় পরীক্ষায় আসা ভূগোল ও পরিবেশ সম্পর্কিত বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিসয় এম সি কিউ আপনাদের সামনে তুলে ধরেছি।

১. নদী তীরে খরাজনিত ফাটল দেখা দেওয়ার ফলে –
i. নদী ভাঙন হয়
ii. বৃষ্টিতে তা মিশিয়ে যায়
iii. ভূমির অংশ বিশেষ নদীর পানিতে বিলীন হয়ে যায়
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)


২. ২০০০ সালের বন্যায় কতটি জেলা ক্ষতিগ্রস্ত হয়?

ক) ৬৪ জেলা

খ) ৬১ জেলা

গ) ১৬ জেলা

ঘ) ২০ জেলা

সঠিক উত্তর: (গ)


৩. ঢাকা শহরের বাসিন্দা হিসেবে ভূমিকম্পকে অধিক ঝুঁকিপূর্ণ ভাবা হবে কেন?

ক) অনেক মানুষের কারণে

খ) বস্তি এলাকার কারণে

গ) ঘনবসতির কারণে

ঘ) দালানকোঠার কারণে

সঠিক উত্তর: (ঘ)


৪. রাজনৈতিক বৈচিত্রের কারণ অনুসন্ধান করা হয় কোন ভূগোলে?

ক) রাজনৈতিক ভূগোল

খ) আঞ্চলিক ভূগোল

গ) প্রাণী ভূগোল

ঘ) মানবিক ভূগোল

সঠিক উত্তর: (গ)


৫. প্রতি বছর কত মানুষ প্রত্যক্ষভাবে নদীভাঙনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়?

ক) ১০ লক্ষ

খ) ১৫ লক্ষ

গ) ২০ লক্ষ

ঘ) ৫ লক্ষ

সঠিক উত্তর: (খ)


৬. 1 বিপর্যয় বলতে বোঝায় –
i. আকস্মিক কোনো ঘটনা
ii. প্রাকৃতিক বা মানবসৃষ্ট চরম কোনো ঘটনা
iii. জীবন ও সম্পদের ওপর আঘাত
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


৭. ঘূর্ণিঝড় অর্থ হচ্ছে –
i. কেন্দ্রীমুখী বায়ু
ii. পার্শ্বকেন্দ্রিক বায়ু
iii. ঊর্ধ্বমুখী বায়ু
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)


৮. বাংলাদেশের সর্বাপেক্ষা ভূকম্পনপ্রবণ এলাকা কোনটি?

ক) উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল

খ) মধ্যঞ্চল

গ) দক্ষিণ-পশ্চিমাঞ্চল

ঘ) দক্ষিণ-পূর্বাঞ্চল

সঠিক উত্তর: (ক)


৯. দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার কারণে যে অবস্থা তৈরি হয় তাকে কী বলে?

ক) ঘূর্ণিঝড়

খ) বন্যা

গ) খরা

ঘ) মরুকরণ

সঠিক উত্তর: (গ)


১০. প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিসাধন করে –
i. জীবনের
ii. নদনদীর
iii. পরিবেশের
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)


১১. বাংলাদেশে বিভিন্ন শতাব্দতে বন্যা হয়েছে। যুগ যুগ ধরে এভাবে বন্যা হওয়ার কারণ হিসেবে চিহ্নিত করতে পার –
i. বাংলাদেশের বদ্বীপটির অবস্থানকে
ii. বাংলাদেশের পাহাড়গুলোর বন্ধুরতাকে
iii. ঢালু সমভূমিকে
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)


১২. ১৭৬২ সালের ভূমিকম্পের মাত্রা কত ছিল?

ক) ৭.৫

খ) ৫.৭

গ) ৬.৫

ঘ) ৮.৫

সঠিক উত্তর: (ক)


১৩. বন্যা দেশের কোন ধারাটি ব্যাহত করে?
i. প্রগতির ধারা
ii. উন্নয়নের ধারা
iii. স্বাভাবিক জীবনধারা
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)


১৪. বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনা কোনটি?

ক) শহর বেষ্টনীমূলক বাঁধ দেওয়া

খ) বন্যার সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন

গ) উপকূল এলাকায় পানি প্রবেশ বন্ধ করা

ঘ) নদীর তীরে বাঁধ দেওয়া

সঠিক উত্তর: (খ)


১৫. ঘূর্ণিঝড় কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগহ?

ক) সাময়িক

খ) স্থায়ী

গ) আকস্মিক

ঘ) স্বল্পস্থায়ী

সঠিক উত্তর: (খ)


১৬. বাংলাদেশে ভূমিকম্পের ক্ষেত্রে প্রযোজ্য উক্তি কোনটি?

ক) ১৫৪৮ সাল থেকে রেকর্ড সংগৃহীত হচ্ছে

খ) অগভীর কেন্দ্র বঙ্গোপসাগরে বিদ্যমান

গ) পাহাড়ি অঞ্চলে গভীর কেন্দ্র রয়েছে

ঘ) দক্ষিণ দিক যথেষ্ট ভূমিকম্পপ্রবণ

সঠিক উত্তর: (ক)


১৭. বন্যা নিয়ন্ত্রণে প্রকৌশলগত ব্যবস্থাপনা কোনটি?

ক) দেশের সর্বত্র বনায়ন সৃষ্টি

খ) নদীর পানির পরিবহন ক্ষমতা বৃদ্ধি

গ) নদী শাসনের ব্যবস্থা করা

ঘ) পূর্বাভাস ব্যবস্থার উন্নয়ন সাধন

সঠিক উত্তর: (ক)


১৮. বাংলাদেশে বন্যার প্রধান কারণ –
i. উষ্ণমন্ডলীয় অঞ্চল
ii. ভৌগোলিক অবস্থান
iii. জলবায়ু
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)


১৯. আশ্রয়কেন্দ্র কোন উচ্চতায় নির্মাণ করা হয়?

ক) বন্যাপ্রবণ অঞ্চলে

খ) সর্বোচ্চ বন্যা লেভেলের উপরে

গ) সারা দেশের সমভূমি অঞ্চলে

ঘ) শুধু দ্বীপসমূহে

সঠিক উত্তর: (খ)


২০. কোনটি দুর্যোগের ফলাফল –
i. বাস্তুসংস্থানের ভারসাম্য বজায় থাকে
ii. স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়
iii. জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)


২১. বন্যা প্রতিরোধে কীরূপ বাঁধ শহরে দেখা যায়?

ক) প্রকৌশলগত বাঁধ

খ) বেষ্টনীমূলক বাঁধ

গ) কংক্রিট বাঁধ

ঘ) বেড়ি বাঁধ

সঠিক উত্তর: (খ)


২২. ছোটবেলা থেকেই মাসুদ ঘূর্ণিঝড়ের সাথে পরিচিত। বাংলাদেশের কোন অঞ্চলে সে বেড়ে উঠেছে?

ক) উত্তরাঞ্চলে

খ) দক্ষিণাঞ্চলে

গ) পশ্চিমাঞ্চলে

ঘ) পূর্বাঞ্চলে

সঠিক উত্তর: (ঘ)


২৩. কয়টি নদীর উৎপত্তিস্থল ভারতে?

ক) ৭০টি

খ) ৫৭টি

গ) ৫৪টি

ঘ) ৪১টি

সঠিক উত্তর: (গ)


২৪. বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত মিলিমিটার?

ক) ২১০০

খ) ২২০০

গ) ২৩০০

ঘ) ২৪০০

সঠিক উত্তর: (গ)


২৫. দেশের কতটি উপজেলা নদী ভাঙনের সমস্যায় পড়ে?

ক) ৬৪

খ) ৯৫

গ) ১০০

ঘ) ১১০

সঠিক উত্তর: (গ)


২৬. আসলামদের গ্রামে একটি বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। চারদিকে গ্রীষ্মের দাবদহ ও পানির অভাব। অনেক কষ্টে তারা আগুন নেভায়। আসলামরা কোন দুর্যোগের শিকার?

ক) অনাবৃষ্টি

খ) অগিনকান্ড

গ) ধূলিঝড়

ঘ) মরুময়তা

সঠিক উত্তর: (ক)


২৭. খরার প্রভাবে মাটি হারিয়ে ফেলে –
i. স্বাভাবিক বৈশিষ্ট্য
ii. কোমলতা
iii. রুক্ষভাব
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)


২৮. অপর্যাপ্ত বৃষ্টিপাত হলে –
i. মাটির আর্দ্রতা কমে যায়
ii. মাটির স্বাভাবিক বৈশিষ্ট্য বজায় থাকে না
iii. মাটি রুক্ষরূপ ধারণ করে
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


২৯. ৫.২৮ লক্ষ মেট্রিক টন ফসল ক্ষতি হয় কত সালের বন্যায়?

ক) ১৯৮৮

খ) ১৯৯৮

গ) ২০০০

ঘ) ২০০৪

সঠিক উত্তর: (গ)


৩০. বাংলাদেশের নদীভাঙন –
i. একটি বিশেষায়িত প্রক্রিয়া
ii. একটি চলমান প্রক্রিয়া
iii. একটি প্রাকৃতিক প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)


৩১. বাংলাদেশের দুর্যোগের অন্যতম কারণ কোনটি?

ক) প্রাকৃতিক

খ) অর্থনৈতিক

গ) ভৌগোলিক অবস্থান

ঘ) গঠনগত

সঠিক উত্তর: (গ)


৩২. প্রধান ৩টি নদী বন্যার জন্য দায়ী কত শতাংশ বানি বহন করে?

ক) ৮০ শতাংশ

খ) ৭০ শতাংশ

গ) ৯০ শতাংশ

ঘ) সম্পূর্ণ পানি

সঠিক উত্তর: (গ)


৩৩. ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?

ক) কেন্দ্রে নিম্নচাপ চারপাশে উচ্চচাপ

খ) কেন্দ্রে উচ্চাপ চারপাশে নিম্নচাপ

গ) কেন্দ্রে উচ্চচাপ চারপাশে চাপহীন

ঘ) কেন্দ্রে চাপহীন চারপাশে উচ্চচাপ

সঠিক উত্তর: (ক)


৩৪. বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত নদ-নদীগুলোর উৎস কোথায়?

ক) ভারত ও ভুটানে

খ) ভারত ও নেপালে

গ) চীন ও মায়ানমারে

ঘ) মায়ানমার ও নেপালে

সঠিক উত্তর: (খ)


৩৫. বাংলাদেশ ক্রমেই ঝূকিপূর্ণ হয়ে উঠছে কোন দুর্যোগের প্রভাবে?

ক) ঘূর্ণিঝড়

খ) নদীভাঙন

গ) ভূমিকম্প

ঘ) অনাবৃষ্টি

সঠিক উত্তর: (গ)


৩৬. ভূকম্পন প্রবণতার কারণে ঢাকা শহর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে –
i. পানির স্তর নিচে নেমে যাওয়ায়
ii. নগর গড়ার চাপ ক্রমেই বেড়ে যাওয়ায়
iii. বিল্ডিং কোড অনুসরণ বাধ্যতামূলক করায়
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)


৩৭. নদীভাঙনের কারণ কোনটি?

ক) ব্যাপক হারে বৃক্ষ নিধন করা

খ) রাসায়নিক সার ব্যবহার

গ) কীটনাশক ব্যবহার

ঘ) লঞ্চ-স্টিমার চলাচল

সঠিক উত্তর: (ক)


৩৮. বন্যার জন্য দায়ী কত শতাংশ পানি দেশের প্রধান তিনটি নদী নিয়ে আনে?

ক) ৭০%

খ) ৮০%

গ) ৯০%

ঘ) ১০০%

সঠিক উত্তর: (গ)


৩৯. বাংলাদেশের কোন এলাকাটি ভূমিকম্প প্রবণ নয়?

ক) ঢাকা

খ) চট্টগ্রাম

গ) খুলনা

ঘ) বগুড়া

সঠিক উত্তর: (গ)


৪০. প্রত্যক্ষভাবে নদী ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা কত?

ক) ১.৩ মিলিয়ন

খ) ১.৫ মিলিয়ন

গ) ১.৮ মিলিয়ন

ঘ) ১.৭ মিলিয়ন

সঠিক উত্তর:


৪১. আমাদের দেশে প্রায় কতগুলো নদীতে ভাঙন প্রবণতা দেখা যায়?

ক) ৩৬

খ) ৩৮

গ) ৪০

ঘ) ৪৩

সঠিক উত্তর: (গ)


৪২. আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয় –
i. বন্যাপ্রবণ এলাকায়
ii. সর্বোচ্চ বন্যা লেভেলের উপরে
iii. শুধু দ্বীপসমূহে
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)


৪৩. বাংলাদেশে ঘূর্ণিঝড় সংঘটিত হয় –
i. বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে
ii. আশ্বিন-কার্তিক মাসে
iii. চৈত্র-বৈশাখ মাসে
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)


৪৪. দুর্যোগ কোন ধরনের ঘটনা?

ক) ধীরগতির ঘটনা

খ) বিপর্যয়কালীন ঘটনা

গ) বিপর্যয়ের কারণ বন্যা

ঘ) বিপর্যয় পরবর্তী ঘটনা

সঠিক উত্তর: (ঘ)


৪৫. খরার মত প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণ করা যায় –
i. অধিক বৃক্ষরোপণ করে
ii. নদীর পানি ব্যবহার করে
iii. ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)


৪৬. ভূমিকম্প প্রবণতা লক্ষ করা যায় –
i. আসামের খাসিয়া পাহাড়ে
ii. হিমালয়ের পাদদেশে
iii. আন্দামান দ্বীপপুঞ্জে
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


৪৭. আজাদ সখীপুর থানার অধিবাসী। তারা এবার বর্ষায় রীতিমতো আতঙ্কিত। তারা ভিটামাটি হারা হওয়ার আশঙ্কা করছে। আজাদ এক্ষেত্রে কোন প্রাকৃতিক দুর্যোগের ভয়ে শঙ্কিত?

ক) বন্যা

খ) ঘূর্ণিঝড়

গ) নদীভাঙন

ঘ) কালবৈশাখী

সঠিক উত্তর: (গ)


৪৮. বন্যা আর প্লাবনের পার্থক্য হিসেবে তুমি কোন জিনিসটিকে চিহ্নিত করবে?

ক) পানির উচ্চতা

খ) ক্ষয়ক্ষতির পরিমাণ

গ) সংঘটনের সময়

ঘ) মানুষের প্রতিক্রিয়া

সঠিক উত্তর: (খ)


৪৯. ঘূর্ণিঝড়ে বায়ুচাপ কেমন –
i. কেন্দ্রে উচ্চচাপ
ii. চারপাশে উচ্চচাপ
iii. কেন্দ্রে নিম্নচাপ
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)


৫০. বৃষ্টিহীন ও খরাযুক্ত পরিবেশ –
i. মানুষের স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটায়
ii. জীবজগতের কাজকর্মে বিঘ্ন ঘটায়
iii. উপকূলীয় জীববৈচিত্র্যে বিঘ্ন ঘটায়
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)


৫১. খরা বা বৃষ্টিহীন অঞ্চলের বাসিন্দা তার এলাকার দুর্দশা কাটাতে –
i. বৃক্ষরোপণ করবে
ii. ভূপৃষ্ঠস্থ পানির ব্যবহার কমাবে
iii. ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাবে
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)


৫২. বাংলাদেশে নদীভাঙন –
i. একটি দুর্যোগ
ii. বর্ষাকালেই বেশি হয়
iii. ৪০টি ছোট-বড় নদীতে সংঘটিত হয়
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)


৫৩. বন্যা সমস্যা সমাধানে পরিকল্পনা গ্রহণ করতে হয় –
i. প্রকল্প
ii. কর্সমূচি
iii. প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


৫৪. বাংলাদেশে কয়টি নদী ভারত থেকে উৎপত্তি হয়?

ক) ৫৪

খ) ৫৬

গ) ৫৭

ঘ) ৫৮

সঠিক উত্তর: (ক)


৫৫. নদীভাঙন বাংলাদেশে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হওয়ার কারণ –
i. দেশের স্বল্প আয়তন
ii. বর্ষাকালে এর করাল গ্রাস
iii. গৃহহীন হয়ে পড়া
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)


৫৬. কোনটির কারণে মানুষ সামাজিক মর্যাদা হারায়?

ক) বন্যা

খ) খরা

গ) ভূমিকম্প

ঘ) নদীভাঙন

সঠিক উত্তর: (ঘ)


৫৭. বাংলাদেশের বন্যার সাথে বঙ্গোপসাগর সম্পর্কযুক্ত। এক্ষেত্রে কোন প্রাকৃতিক ঘটনাটি সম্পর্কের যোগসূত্র বলে তুমি মনে কর?

ক) ঘূর্ণিঝড়

খ) জোয়ার ভাটা

গ) প্রচন্ড ঢেউ

ঘ) দ্বীপ সৃষ্টি

সঠিক উত্তর: (খ)


৫৮. কেন বর্ষাকালে ঘূর্ণিঝড় সংঘটিত হয়?

ক) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে

খ) উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর কারণে

গ) দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ুর কারণে

ঘ) উত্তর-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে

সঠিক উত্তর: (ক)


৫৯. ভূমিকম্পে কীভাবে তুমি তড়িৎজনিত দুর্ঘটনা রোধের ব্যবস্থা গ্রহণ করবে?

ক) বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রেখে

খ) বৈদ্যুতিক সংযোগ চালু রেখে

গ) দ্রুত বাড়ি থেকে বের হয়ে

ঘ) বিদ্যুৎ নিরোধক দন্ড ব্যবহার করে

সঠিক উত্তর: (ক)


৬০. নদীভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে কাদের বিবেচনা করা যেতে পারে?

ক) ভূমিহীনদের

খ) বর্গাদারদের

গ) জমির মালিকদের

ঘ) শ্রমিক মজুরদের

সঠিক উত্তর: (গ)


৬১. বাংলাদেশে বন্যা স্বাভাবিক হলেও এর ক্ষয়ক্ষতি ব্যাপক। এই ক্ষয়ক্ষতির আওতায় পড়বে –
i. মানুষের জীবন
ii. পশুপাখির জীবন
iii. উদ্ভিদের জীবন
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


৬২. বন্যা ক্ষতি করে –
i. জীবনের
ii. সম্পদের
iii. পরিবেশের
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)


৬৩. নদীর তীরে ঘনজঙ্গল সৃষ্টি করে বন্যা প্রতিরোধ করা যায়। এক্ষেত্রে ব্যবস্থাপনাটির প্রকৃতি কী হবে?

ক) শ্রমসাধ্য

খ) সাধারণ

গ) ব্যয়বহুল

ঘ) প্রকৌশলগত

সঠিক উত্তর: (খ)


৬৪. বাংলাদেশের অধিকাংশ এলাকা কেন বন্যায় প্লাবিত হয়?

ক) হিমালয়ের বরফ কেন প্লাবিত হয়

খ) মৌসুমি জলবায়ুর প্রভাবে

গ) মূল নদীর কম গভীরতার কারণে

ঘ) প্রচুর বৃষ্টিপাতের ফলে

সঠিক উত্তর: (গ)


৬৫. ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে কতজন রাস্তা, বাঁধ বা শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়ে থাকে?

ক) ৩ লক্ষ

খ) ৫ লক্ষ

গ) ৬ লক্ষ

ঘ) ৭ লক্ষ

সঠিক উত্তর: (ক)


৬৬. কোন ধরনের নদীগুলো পলি দ্বারা আবৃত?

ক) মূল নদী

খ) শাখা নদী

গ) উপনদী

ঘ) নদীর মোহনা

সঠিক উত্তর: (খ)


৬৭. প্রাকৃতিক পরিবেশের মূল উপাদান হচ্ছে-
i. জীব উপাদান
ii. জড় উপাদান
iii. উদ্ভিদ ও প্রাণী
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)


৬৮. বাংলাদেশে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে ঘূর্ণিঝড় –
i. প্রচন্ড শক্তিশালী
ii. মারাত্মক ধ্বংসকারী
iii. কার্তিক-অগ্রহায়ন মাসে সংঘটিত দুর্যোগ
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)


৬৯. এদেশের একটি চিরকালীন পরিচিতি প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে। কোন প্রাকৃতিক দুর্যোগটি এক্ষেত্রে চিরকালীন?

ক) বন্যা

খ) খরা

গ) নদীভাঙন

ঘ) ঘূর্ণিঝড়

সঠিক উত্তর: (ক)


৭০. দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো –
i. ক্ষতির পরিমাণ হ্রাস করা
ii. ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করা
iii. পুনরুদ্ধার কাজ ভালোভাবে সম্পন্ন করা
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


৭১. বাংলাদেশে বন্যায় –
i. ফসলের ক্ষতি হয়
ii. প্রাণহানি ঘটে
iii. স্বাভাবিক জীবনযাত্রার ব্যাঘাত ঘটে
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


৭২. বাংলাদেশে কতটি নদী আছে?

ক) ৫৭০টি

খ) ৫৪০টি

গ) ৭০০টি

ঘ) ৪১০টি

সঠিক উত্তর: (গ)


৭৩. ভূকম্পনের তীব্রতা পরিমাপের জন্য কী যন্ত্র ব্যবহার করা হয়?

ক) রাডার চিত্র

খ) ভার্নিয়ার স্কেল

গ) রিখটার স্কেল

ঘ) হাইড্রোলিক প্রেসার

সঠিক উত্তর: (গ)


৭৪. মরুময়তা ও রুক্ষতা কোন প্রাকৃতিক দুর্যোগের সুদূরপ্রসারী প্রভাব?

ক) বন্যা

খ) খরা

গ) ঘূর্ণিঝড়

ঘ) ভূমিকম্প

সঠিক উত্তর: (খ)


৭৫. আমাদের দেশের কোন এলাকায় খরার প্রভাবে কৃষিজ ফসলের উৎপাদন কমে যায়?

ক) উত্তর-পূর্ব এলাকায়

খ) দক্ষিণ-পশ্চিম এলাকায়

গ) মধ্য এলাকায়

ঘ) পূর্ব এলাকায়

সঠিক উত্তর: (ক)


৭৬. বাংলাদেশে কয়টি আন্তর্জাতিক নদী আছে?

ক) ৫৭টি

খ) ৫৪টি

গ) ৪১টি

ঘ) ৭০টি

সঠিক উত্তর: (ক)


৭৭. খরার প্রভাবে দেখা দেয় –
i. দুর্ভিক্ষ
ii. অসুখের প্রাদুর্ভাব
iii. অগ্নিকান্ডের উপদ্রব
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


৭৮. অপর্যাপ্ত বৃষ্টিকে কেন দুর্যোগ বলে আখ্যায়িত করা যায়?

ক) স্বল্প বৃষ্টি

খ) অল্প বৃষ্টি

গ) খরা

ঘ) মরুময়তা

সঠিক উত্তর: (গ)


৭৯. খরা নিয়ন্ত্রণ করা যায় –
i. বৃক্ষরোপণ
ii. টিউবওয়েল বসিয়ে
iii. ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)


৮০. নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের উপাদানের তালিকায় পড়বে –
i. খামার
ii. দুর্যোগ আশ্রয়কেন্দ্র
iii. সেচ প্রকল্প
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


৮১. ২০০০ সালের বন্যায় কী পরিমাণ জমির ফসল নষ্ট হয়?

ক) ১.৮৪ হাজার হেক্টর

খ) ১.৮৪ হেক্টর

গ) ১.৮৪ লক্ষ হেক্টর

ঘ) ১.৮৪ লক্ষ একর

সঠিক উত্তর: (গ)


৮২. বাংলাদেশ একটি –
i. নদীমাতৃক দেশ
ii. বৃষ্টিবহুল দেশ
iii. জনবিরল দেশ
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)


৮৩. প্রতি বছর কত হেক্টর জমি নদীভাঙনে নিঃশেষ হয়?

ক) ৭,৭০০

খ) ৭,৮০০

গ) ৮,৮০০

ঘ) ৮,৭০০

সঠিক উত্তর: (ঘ)


৮৪. বৈজ্ঞানিক যন্ত্র হিসেবে রিখটার স্কেল ব্যবহারের প্রধান উদ্দেশ্য কী?

ক) ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া

খ) ভূকম্পনের তীব্রতা ও প্রকৃতি জানা

গ) ভূমিকম্পের ক্ষয়ক্ষতি জানা

ঘ) ঘূর্ণিঝড়ের মাত্রা জানা

সঠিক উত্তর: (খ)


৮৫. বাংলাদেশের প্রধান ৩টি নদীর উৎপত্তিস্থল কোন দেশগুলো?

ক) চীন, নেপাল, ভারত ও ভুটান

খ) মালদ্বীপ, নেপাল, ভারত ও ভুটান

গ) ভারত, ভুটান, মায়ানমার ও নেপাল

ঘ) ভারত, চীন, মায়ানমার ও মালদ্বীপ

সঠিক উত্তর: (ক)


৮৬. কোন অঞ্চলের নদী বেশি ক্ষয় হয়?

ক) সমতল

খ) উচুভূমি

গ) মালভূমি

ঘ) পার্বত্য অঞ্চল

সঠিক উত্তর: (ঘ)


৮৭. দুর্যোগ বলতে বোঝায় –
i. স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটা
ii. জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি
iii. খরা, বৃষ্টি, বন্যা
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)


৮৮. ২০০১ সালে কী পরিমাণ জমির ফসল নষ্ট হয়?

ক) ০.৪১ লক্ষ হেক্টর

খ) ১.৪২ লক্ষ হেক্টর

গ) ০.৪৩ লক্ষ হেক্টর

ঘ) ১.৪৩ লক্ষ হেক্টর

সঠিক উত্তর: (ক)


৮৯. ১৯৫৪ সাল থেকে ২০০৪ সালের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা কত সালে হয়?

ক) ১৯৭৮

খ) ১৯৮৪

গ) ১৯৮৮

ঘ) ১৯৯৮

সঠিক উত্তর: (ঘ)


৯০. বাংলাদেশের পূর্বাংশে কোন যুগের পাহাড় রয়েছে?

ক) জুরাসিক

খ) প্লাইস্টোসিন

গ) টারশিয়ারী

ঘ) নিওসিন

সঠিক উত্তর: (গ)


৯১. বাংলাদেশের কোথায় ঘূর্ণিঝড় বেশি হয়?

ক) উত্তরাংশে

খ) পূর্বাংশে

গ) দক্ষিণাংশে

ঘ) পশ্চিমাংশে

সঠিক উত্তর: (খ)


৯২. হায়দারদের এলাকা এবারো প্লাবিত হয়েছে। সবাই একটি প্রাকৃতিক দুর্যোগের আশংকায় শঙ্কিত। দুর্যোগটিত হতে পারে?

ক) বন্যা

খ) খরা

গ) নদীভাঙন

ঘ) ঘূর্ণিঝড়

সঠিক উত্তর: (ক)


৯৩. প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ –
i. ঘূর্ণিঝড়
ii. সুনামি
iii. অগ্নিকান্ড
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)


৯৪. কোন সময় নদী ভাঙনে জমির মালিকরা বেশি ক্ষত্রিগস্ত হয়?

ক) জুন থেকে জানুয়ারি

খ) মার্চ থেকে জুন

গ) জুলাই থেকে এপ্রিল

ঘ) জুন থেকে সেপ্টেম্বর

সঠিক উত্তর: (ঘ)


* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
সম্প্রতি শ্যামনগর উপজেলায় ঘটে যাওয়া ঘূর্ণিঝড়ে জান ও মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রফিক ও তার বন্ধুরা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করে ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করে।
৯৫. রফিক ও তার বন্ধুরা যে কাজ করেছে তাকে কী বলা যায়?

ক) প্রতিরোধ

খ) প্রতিকার

গ) সাড়াদান

ঘ) পুনরুদ্ধার

সঠিক উত্তর: (গ)


৯৬. উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি হ্রাস করার উপায় –
i. আশ্রয়কেন্দ্র নির্মাণ
ii. দুর্যোগ সংক্রান্ত প্রশিক্ষণ দান
iii. গণসচেতনতা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)


                                    ⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣
                                            (সংগৃহীত, সংকলিত ও পরিমার্জিত)
                                               বিপ্লব ব্লগার=০১৬১৬৯১৮৮৮৮

আপনাদের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র এ প্রয়াস। আশাকরি সবার কাজে লাগবে।

কোন উত্তর ভুল মনে হলে সঠিক উত্তরটি মেইল করুন,আপডেট করে দেওয়া হবে। অথবা সঠিক উত্তরটি আপনারা মোবাইল এর মাধ্যমে ০১৬১৬৯১৮৮৮৮ জানাবেন। আমরা আপডেট করে দেবো।

★বি দ্রঃ শেয়ার করতে ভুলবেন না। লাইক,কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। অল্প হলেও আমাদের T=tnx দিয়ে উৎসাহ দিয়ে যাবেন।

পোস্টটি ভাল লাগলে শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করুন।
-ধন্যবাদ

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ "

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে