গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১৩
ক) কোষের অস্বাভাবিক মৃত্যু
খ) কোষের জমাট বাঁধা
উত্তরঃ গ) কোষের অস্বাভাবিক বৃদ্ধি
ঘ) উপরের সবগুলো
► দেহের কোন অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি ?
ক) শ্বেত কণিকা
খ) লোহিত কণিকা
উত্তরঃ গ) অণুচক্রিকা
ঘ) রক্তরস
► মানব দেহের বৃদ্ধির জন্য কোন খাদ্য প্রয়োজন?
উত্তরঃ ক) আমিষ
খ) শ্বেতসার
গ) শর্করা
ঘ) স্নেহ
► দুধে কোন ধরনের এসিড থাকে?
ক) সাইট্রিক এসিড
উত্তরঃ খ) ল্যাকটিক এসিড
গ) সাইট্রিক ও ল্যাকটিক
ঘ) এসিড কোন এসিড নেই
► কম্পিউটারে কোনটি নেই?
ক) স্মৃতি
উত্তরঃ খ) বুদ্ধি-বিবেচনা
গ) দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
ঘ) নির্ভুল কাজ করার ক্ষমতা
► সূর্য থেকে আলো আসা হঠাৎ বন্ধ হয়ে গেলে আমরা কতক্ষণ পর উহা অনুভব করতে পারি?
ক) ৮ মি. ১৪ সে .
উত্তরঃ খ) ৮ মি. ২ সে .
গ) ৯ মি. ৩২ সে .
ঘ) ৯ মি. ২৪ সে .
► কাপ্তাই পানি বিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎ শক্তির মূল উৎস কি?
ক) পানির গতিশক্তি
খ) রাসায়নিক শক্তি
উত্তরঃ গ) পানির বিভব শক্তি
ঘ) যান্ত্রিক শক্তি
► দীর্ঘতম দিন কোনটি?
ক) ২৩ মার্চ
খ) ২৩ আগষ্ট
উত্তরঃ গ) ২১ জুন
ঘ) ২৩ ডিসেম্বর
► বাংলাদেশের উন্ম্যুক্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মারক ভাস্কর্যের ভাস্কর কে?
ক) নিতুন কুণ্ডু
উত্তরঃ খ) আব্দুর রাজ্জাক
গ) মইনুল হোসেন
ঘ) হামিদুর রহমান
► বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়েছে?
ক) বনানী কবরস্থানে
খ) আজিমপুর কবরস্থানে
গ) মোহাম্মদপুর কবরস্থানে
উত্তরঃ ঘ) মিরপুর শহীদ বুদ্ধিজীবী করবস্থানে
► বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত (অর্থনৈতিক সমীক্ষা ২০০৮)?
ক) ১৪ কোটি ২৪ লাখ
উত্তরঃ খ) ১৫ কোটি ৩৬ লাখ
গ) ১২ কোটি ২০ লাখ
ঘ) ১১ কোটি ৫০ লাখ
► বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন?
ক) ড. কামাল হোসেন
উত্তরঃ খ) বিচারপতি শাহাবুদ্দিন
গ) বিচারপতি হাবিবুর রহমান
ঘ) সৈয়দ ইশতিয়াক আহমদ
► বাংলাদেশের ভূমি রেজিস্ট্রেশন নতুন আইন কোন সময়ে কার্যকর হয়েছে?
ক) ১৩ অক্টোবর ২০০৭
খ) ১৫ অক্টোবর ২০০৭
গ) ১৮ অক্টোবর ২০০৭
উত্তরঃ ঘ) কোনটিই নয়
► বাংলাদেশের জাতীয় সংসদে মহিলা আসন সংরক্ষিত কয়টি?
ক) ৩৫
খ) ৪০
গ) ৪৫
উত্তরঃ ঘ) ৫০
► ঢাকায় প্রথম রাজধানী স্থাপিত হয় কত সালে?
ক) ১২০১
খ) ১৩২০
গ) ১৫২৬
উত্তরঃ ঘ) ১৬১০
► পূর্বাশা দ্বীপের অপর নাম কি?
উত্তরঃ ক) দক্ষিণ তালপট্টি
খ) নিঝুম দ্বীপ
গ) কুতুবদিয়া
ঘ) মহেশখালী
► জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
ক) নিতুন কুণ্ডু
খ) হামিদুর রহমান
উত্তরঃ গ) মঈনুল হোসেন
ঘ) নভেরা আহমদ
► বাংলা নববর্ষ প্রবর্তন করেন কে?
ক) ইলিয়াস শাহ
উত্তরঃ খ) আকবর
গ) অশোক
ঘ) সমুদ্রগুপ্ত
► জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) লন্ডন
উত্তরঃ খ) নিউইয়র্ক
গ) প্যারিস
ঘ) বন
► এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ ক) ব্যাংকক
খ) সিঙ্গাপুর
গ) টোকিও
ঘ) ম্যানিলা
► কমনওয়েলথের প্রধান কে?
ক) আমেরিকান প্রেসিডেন্ট
উত্তরঃ খ) ইংল্যান্ডের রাণী
গ) ভারতের প্রধানমন্ত্রী
ঘ) জাতিসংঘের মহাসচিব
► আএল.ও-র সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) টোকিও
খ) লন্ডন
উত্তরঃ গ) জেনেভা
ঘ) প্যারিস
► প্রথম মহাযুদ্ধ কত সালে শুরু হয়?
উত্তরঃ ক) ১৯১৪
খ) ১৯১৫
গ) ১৯২০
ঘ) ১৯২৫
► সার্কের সদস্য সংখ্যা কত?
ক) ৫
খ) ৬
গ) ৭
উত্তরঃ ঘ) ৮
► সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
ক) ইসলামাবাদ
খ) কলম্বো
গ) দিল্লী
উত্তরঃ ঘ) কাঠমন্ডু
► সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে?
ক) চীন
উত্তরঃ খ) জাপান
গ) ভারত
ঘ) সিঙ্গাপুর
► আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
ক) আমেরিকা
খ) ভারত
গ) চীন
উত্তরঃ ঘ) রাশিয়া
► বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে?
ক) লন্ডন
উত্তরঃ খ) নিউইয়র্ক
গ) প্যারিস
ঘ) বেইজিং
► ঐতিহাসিক ছয়-দফা কোথায় ঘোষণা করা হয়?
ক) ঢাকার পল্টন ময়দানে
খ) চট্টগ্রামের লালদীঘি মাঠে
উত্তরঃ গ) লাহোরে
ঘ) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে
►গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যদেশ, ২০০৮ কবে জারী করা হয়?
ক) ৯ আগস্ট, ২০০৮
উত্তরঃ খ) ১৯ আগস্ট, ২০০৮
গ) ১৯ জুন, ২০০৮
ঘ) ২৯ জুন, ২০০৮
► বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে কমপক্ষে কত বয়স হতে হবে?
ক) ২৫ বছর
খ) ২৮ বছর
গ) ৩০ বছর
উত্তরঃ ঘ) ৩৫ বছর
► তিন পার্বত্য জেলায় (খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) জেলা ও দায়রা জজ আদালত চালু হয় কবে?
ক) ১ জানুয়ারি ২০০৮
উত্তরঃ খ) ১ জুলাই ২০০৮
গ) ১ জানুয়ারি ২০০৯
ঘ) ১ জুলাই ২০০৯
► দেশের সাফারি পার্ক কোথায় অবস্থিত?
ক) চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে
খ) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে
উত্তরঃ গ) কক্সবাজার জেলার ডুলাহাজরায়
ঘ) রাঙামাটি জেলার বেত বুনিয়ায়
► ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৬৩ সালে
খ) ১৯১১ সালে
উত্তরঃ গ) ১৯২১ সালে
ঘ) ১৯৪২ সালে
► মুজিব নগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়?
ক) ৭ এপ্রিল, ১৯৭১
উত্তরঃ খ) ১০ এপ্রিল, ১৯৭১
গ) ১৪ এপ্রিল, ১৯৭১
ঘ) ১৭ এপ্রিল, ১৯৭১
► স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
উত্তরঃ ক) ২ জন
খ) ৫ জন
গ) ৬ জন
ঘ) ৭ জন
► বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?
ক) ১৯০৭
উত্তরঃ খ) ১৯১১
গ) ১৯১৮
ঘ) ১৯২২
► প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
ক) ঢাকা
খ) কলম্বো
গ) নয়াদিল্লী
উত্তরঃ ঘ) কাঠমন্ডু
► সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হচ্ছে?
ক) ইসলামাবাদে
খ) ঢাকা
গ) কাঠমন্ডু
উত্তরঃ ঘ) নয়াদিল্লী
► গ্রীন হাউজ এফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?
ক) বৃষ্টিপাত কমে যেতে পারে
খ) বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে
গ) উত্তাপ বৃদ্ধি পাবে
উত্তরঃ ঘ) নিম্ন ভূমি নিমজ্জিত হবে
► বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম কি?
ক) প্রধানমন্ত্রীর কার্যালয়
খ) অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
গ) পরিকল্পনা কমিশন
উত্তরঃ ঘ) জাতীয় অর্থনৈতিক কাউন্সিরে নির্বাহী কমিটি
► অর্থনীতিতে বাজার বলতে কি বোঝায়?
ক) জিনিসপত্র ক্রয় বিক্রয়ের স্থান
খ) দ্রব্য বিক্রয়ের কোন এলাকা
গ) দ্রব্যের ক্রয়-বিক্রয় নিয়ে দর কষাকষির স্থান
উত্তরঃ ঘ) একটি দ্রব্য, তার ক্রেতা-বিক্রেতা এবং তার মূল্য
► Who calls upon the Assembly of National Parliament of Bangladesh?
ক) Speaker
খ) Chief Whip
গ) Prime Minister
উত্তরঃ ঘ) President
► SIM এর পূর্ণরূপ কি?
ক) Subscriber Identification Method
খ) Subscriber Identification Mode
গ) Subscriber Identification Module
উত্তরঃ ঘ) Subscriber Identity Module
► জাতীসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) ওয়াশিংটন
খ) ডি.সি হেগ
উত্তরঃ গ) নিউইয়র্ক
ঘ) লন্ডন
► নিরাপত্তা পরিষদের দুইটি স্থায়ী সদস্য দেশ কোন কোন দেশ ?
ক) জাপান ও চীন
খ) চীন ও ব্রাজিল
গ) জাপান ও ভারত
উত্তরঃ ঘ) চীন ও যুক্তরাষ্ট্র
► “সূর্যই যে সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী ও গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরে”- এ কথা প্রথম কে বলেন?
ক) প্লেটো
খ) গ্যালিলিও
উত্তরঃ গ) কোপার্নিকাস
ঘ) এরিস্টটল
► বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক কে?
ক) নিউটন
উত্তরঃ খ) জেমস ওয়াট
গ) কেপলার
ঘ) হাইগেন
► বিজ্ঞানী আর্কিমিডিস কি জন্য বিখ্যাত?
ক) পড়ন্ত বস্তুর সুত্র প্রতিষ্ঠান জন্য
খ) গতির সূতাবলি আবিষ্কারের জন্য
উত্তরঃ গ) প্লবতা সূত্র আবিষ্কারের জন্য
ঘ) ত্রিকোণমিতির ভিত প্রতিষ্ঠার জন্য
► মার্কনী কত সালে বেতার যন্ত্র আবিষ্কার করেন?
ক) ১৮৭৪ সালে
খ) ১৮৮২ সালে
গ) ১৮৯০ সালে
উত্তরঃ ঘ) ১৮৯৬ সালে
► বলের একক কোনটি?
ক) জুল
খ) ওয়াট
উত্তরঃ গ) নিউটন
ঘ) ওহম
► চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন কি কারণে?
ক) স্থিতিজড়তা
উত্তরঃ খ) গতিজড়তা
গ) যাত্রীর ভারসাম্যহীনতা
ঘ) প্রতিক্রিয়া বল
► এক মাইল কত কিলোমিটারের সমান?
উত্তরঃ ক) ১.৬১ কিলোমিটার
খ) ০.৬১ কিলোমিটার
গ) ১.৬০ কিলোমিটার
ঘ) ১.৬৫ কিলোমিটার
► অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সবচেয়ে বেশি?
ক) ভূ-কেন্দ্রে
খ) ভূ-পৃষ্ঠের উপরে
উত্তরঃ গ) ভূ-পৃষ্ঠে
ঘ) মাটির নিচে
► জলবিদ্যুৎ কেন্দ্রে টারবাইন ঘুরানোর জন্য কি করা হয়?
ক) জেনারেটর ব্যবহার করা হয়
খ) পানির বিভব শক্তিকে কাজে লাগানো হয়
গ) মোটর ব্যবহার করা হয়
উত্তরঃ ঘ) পানির গতিশক্তিকে কাজে লাগানো হয়
► পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত?
ক) ১০০ সিসি
খ) ২৭৩ সিসি
গ) অসীম
ঘ) শূন্য
► সেলসিয়াস স্কেলে বরফের গলনাঙ্ক কত?
উত্তরঃ ক) 0°C
খ) 100°C
গ) 32°C
ঘ) 273°C
► মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন?
ক) মাটির পাত্র পানি হতে তাপ শোষণ করে
উত্তরঃ খ) মাটির পাত্র পানি বাষ্পায়নে সাহায্য করে
গ) মাটির পাত্রে তাপ সুপরিবাহী
ঘ) মাটির পাত্রে তাপ কুপরিবাহী
► অপটিক্যাল ফাইবার কী?
উত্তরঃ ক) খুব সরু নমনীয় কাঁচ তন্তু
খ) খুব মোটা ও অনমনীয় কাঁচ তন্তু
গ) খুব মোটা ও অনমনীয় কাঁচ তন্তু
ঘ) খুব সরু ও নমনীয় প্লাস্টিক তন্তু
► রাডারে যে তাড়িত চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয়, তার নাম কি?
ক) গামা রশ্মি
খ) অবহেলিত বিকিরণ
উত্তরঃ গ) মাইক্রোওয়েভ
ঘ) আলোক তরঙ্গ
► ভিটামিন ‘সি’ এর রাসায়নিক নাম কি?
ক) সাইট্রিক এসিড
খ) ফরমিক এসিড
গ) নাইট্রিক এসিড
উত্তরঃ ঘ) অ্যাসকরবিক এসিড
► তেলাপোকার রক্তের রং কি?
ক) লাল
খ) সাদা
গ) সবুজ
উত্তরঃ ঘ) বর্ণহীন
► হোম পেজ কি?
ক) বিশেষ তথ্য
খ) এক ধরনের ব্যক্তিগত বিজ্ঞাপন
উত্তরঃ গ) ওয়েভ সার্ভার
ঘ) তথ্য পরিবেশনা
► কম্পিউটার ভাইরাস কি?
ক) কম্পিউটারের বিশেষ সমস্যা
খ) কম্পিউটারের যান্ত্রিক ত্রুটি
উত্তরঃ গ) এক ধরনের বিশেষ প্রোগ্রাম
ঘ) তথ্য পরিবেশনা
► কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?
ক) অপারেটিং সিস্টেম
খ) RAM
গ) হার্ডওয়্যার
উত্তরঃ ঘ) ROM
► UNESCO- এর সদর দপ্তর অবস্থিত-
ক) লন্ডনে
খ) নিউইয়র্কে
উত্তরঃ গ) প্যারিসে
ঘ) জেনেভায়
► আমেরিকা স্বাধীনতা লাভ করে-
ক) ১৭৮৭ সালে
খ) ১৭৮৯ সালে
উত্তরঃ গ) ১৭৭৬ সালে
ঘ) ১৮৭৬ সালে
► ২০০৮ সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে?
ক) সিউল
উত্তরঃ খ) বেইজিং
গ) মিউনিখ
ঘ) সিডনী
► হো চি মিন কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন?
ক) চীন
খ) কম্বোডিয়া
উত্তরঃ গ) ভিয়েতনাম
ঘ) তাইওয়ান
► চাঁদের উপর সর্বপ্রথম পা রাখেন-
ক) উইরি গ্যাগরিন
খ) মাইকেল কলিনস
উত্তরঃ গ) নীল আর্মস্ট্রং
ঘ) ক্যাপ্টেন এনড্রুন
► বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ হলো-
ক) ঘানা
উত্তরঃ খ) ব্রাজিল
গ) আর্জেন্টিনা
ঘ) কেনিয়া
► বিশ্বে প্রধান স্বর্ণ উৎপাদনকারী দেশ হলো-
ক) উত্তর আমেরিকা
খ) দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ গ) চীন
ঘ) রাশিয়া
► বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্ত মুদ্রা কোনটি?
উত্তরঃ ক) Dollar
খ) Pound
গ) Euro
ঘ) Frank
► বিশ্বের সর্বোচ্চ চাল উৎপাদনকারী দেশ হলো-
উত্তরঃ ক) চীন
খ) ভারত
গ) নেপাল
ঘ) ভিয়েতনাম
► সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যাতায়াত সহজ হয়েছে-
ক) আফ্রিকার
খ) অস্ট্রেলিয়ার
উত্তরঃ গ) ইউরোপের
ঘ) আমেরিকার
► বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো-
ক) পাট
খ) চা
গ) চামড়া
উত্তরঃ ঘ) তৈরি পোষাক
► বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্রে হচ্ছে-
ক) ছাতক
উত্তরঃ খ) তিতাস
গ) আশুগঞ্জ
ঘ) বেগমগঞ্জ
► বাংলাদেশ কোন সংস্থার সদস্য?
ক) ASEAN
খ) APEC
উত্তরঃ গ) IME
ঘ) কোনটিই নয়
► বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য কোন নদী পার হতে হয়?
উত্তরঃ ক) নাফ
খ) কর্ণফুলী
গ) ডাকাতিয়া
ঘ) মুহুরী
► ঢাকা শহর কোন সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৫০০ খ্রিস্টাব্দে
খ) ১৫১০ খ্রিস্টাব্দে
উত্তরঃ গ) ১৬১০ খ্রিস্টাব্দে
ঘ) ১৬১২ খ্রিস্টাব্দে
► ক্রিকেটে কোন সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে?
ক) ১৯৯৯ সালে
উত্তরঃ খ) ২০০০ সালে
গ) ২০০২ সালে
ঘ) ২০০৩ সালে
► সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৪৫ এ উন্নীত করা হয়?
ক) একাদশ
খ) দ্বাদশ
গ) ত্রয়োদশ
উত্তরঃ ঘ) চতুর্দশ
► TIN বোঝায়-
ক) ট্রান্সফরম অব ইনফরশেন নেটওয়ার্ক
খ) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক
গ) টাক্স ইনডেক্স নাম্বার
উত্তরঃ ঘ) ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার
► বাংলাদেশের ‘কৃষি দিবস’-
ক) পহেলা কার্তিক
খ) পহেলা মাঘ
উত্তরঃ গ) পহেলা অগ্রহায়ণ
ঘ) পহেলা বৈশাখ
► কোন সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ক) ১৯৭২ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৭ সালে
উত্তরঃ ঘ) ১৯৭৪ সালে
► কোন রোগে শরীরের ইমিউনিটি (immunity) নষ্ট হয়?
ক) গনোরিয়া
খ) হারপিন
গ) ডাইরিয়া
উত্তরঃ ঘ) এইডস
► পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
ক) লৌহ
খ) ইস্পাত
উত্তরঃ গ) হীরক
ঘ) পাথর
► কোন রঙ্গের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
ক) লাল
খ) সাদা
উত্তরঃ গ) কাল
ঘ) সবুজ
► প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয়-
ক) লিপিড
খ) সাইট্রিক এসিড
উত্তরঃ গ) অ্যামাইনো এসিড
ঘ) নিউক্লিক এসিড
► সবচেয়ে হালকা মৌল কোনটি?
উত্তরঃ ক) হাইড্রোজেন
খ) অক্সিজেন
গ) ইউরোনিয়াম
ঘ) কার্বন
► মটরগাড়ীর হেডলাইটে কিরূপ দর্পণ ব্যবহার করা হয়?
উত্তরঃ ক) উত্তল
খ) অবতল
গ) সমতল
ঘ) গোলতল
► কোনটি পানিবাহিত রোগ?
ক) বসন্ত
খ) ইনফ্লুয়েঞ্জা
গ) সর্দি-কাশি
উত্তরঃ ঘ) জন্ডিস
► দিনের বেলায় গাছের পাতা সবুজ দেখায় কেন?
উত্তরঃ ক) পাতার ক্লোরোফিল সবুজ বাদে সকল বর্ণকে শোষণ করে
খ) দিনের বেলায় সবুজ বাদে অন্য বর্ণকে চেনা যায় না
গ) সূর্যরশ্মির ফলে পাতা সবুজ দেখায়
ঘ) উপরের কোনটিই সঠিক নয়
► বায়োগ্যাসে প্রধানত কি থাকে?
উত্তরঃ ক) মিথেন
খ) ইথেন
গ) ইথলিন
ঘ) সিলিকন
► কম্পিউটারে প্রথম মাইক্রো-প্রসেসর ব্যবহৃত হয় কত সালে?
ক) ১৯৭১ সালে
উত্তরঃ খ) ১৯৭২ সালে
গ) ১৯৭৭ সালে
ঘ) ১৯৮১ সালে
► ‘মাশরুম’ এক ধরনের-
উত্তরঃ ক) অপুষ্পক উদ্ভিদ
খ) ফাঙ্গাস
গ) পরজীবী উদ্ভিদ
ঘ) অর্কিড
► কম্পিউটার ব্রেইন হল-
ক) মেমোরি
খ) হার্ডডিস্ক
গ) মনিটর
উত্তরঃ ঘ) মাইক্রো প্রসেসর
► কোনটি গ্রীন হাউস গ্যাস নয়?
ক) মিথেন
খ) কার্বন ডাই-অক্সাইড
উত্তরঃ গ) নাইট্রোজেন
ঘ) সিএফসি
► অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
ক) আলোর প্রতিসরণ
উত্তরঃ খ) আলোর অভ্যন্তরীণ প্রতিফলন
গ) আলোর বিচ্ছুরণ
ঘ) আলোর পোলারায়ন
► সবুজ বিপ্লব বলতে কি বুঝায়?
উত্তরঃ ক) হাইব্রিডের মাধ্যমে উচ্চ ফলনশীল ফসল
খ) সবুজ সারের মাধ্যমে ফসল উৎপাদন
গ) পতিত জমির সবুজায়ন
ঘ) ফলন বৃদ্ধির প্রচেষ্টা
► শুকানোর মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা যায় কারণ-
ক) শুকানো প্রক্রিয়ার তাপে জীবাণু মরে
খ) পচনের বিক্রিয়ায় পানি লাগে
উত্তরঃ গ) শুষ্ক খাদ্যে আবহাওয়ার বিরূপ প্রভাব কম
ঘ) পচনকারি জীবাণু পানি ছাড়া বাঁচে না
► ডিম ও দুধে কোন ভিটামিন নেই?
ক) ডি
উত্তরঃ খ) সি
গ) বি
ঘ) এ
► এন্টিবায়োটিক কাজ করে-
ক) শরীরে প্রতিরোধ বাড়িয়ে
উত্তরঃ খ) জীবাণু ধ্বংস করে
গ) উপকারি জীবাণু জোরদার করে
ঘ) ভাইরাস ধ্বংস করে
► কাঠ ও কয়লা প্রধানত কি?
ক) অক্সিজেন
খ) হাইড্রোজেন
উত্তরঃ গ) কার্বন
ঘ) ক্লোরিন
► কোথায় সাঁতারকাটা সহজ?
ক) পুকুরে
খ) নদীতে
গ) বিলে
উত্তরঃ ঘ) সাগরে
► লাউয়াছড়া বনে কোন বিরল প্রাণী আছে?
ক) হনুমান
খ) চিতল হরিণ
গ) ভুবন চিল
উত্তরঃ ঘ) উল্লুক
► কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে?
ক) জামালপুর
খ) কুড়িগ্রাম
উত্তরঃ গ) দেওয়ানগঞ্জ
ঘ) সিরাজগঞ্জ
► বাংলাদেশের কোন দ্বীপে পাহাড় আছে?
ক) কুতুবদিয়া
খ) সেন্টমার্টিন
উত্তরঃ গ) মহেশখালী
ঘ) মনপুরা
► বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি গোলআলু উৎপন্ন হয়?
ক) বৃহত্তর ময়মনসিংহ জেলায়
খ) বৃহত্তর রংপুর জেলায়
উত্তরঃ গ) বৃহত্তর ঢাকা জেলায়
ঘ) বৃহত্তর কুমিল্লা জেলায়
► কোন সালে বাংলাদেশে রঙ্গিন টেলিভিশন চালু হয়?
ক) ১৫ জানুয়ারি, ১৯৮১
খ) ১৫ জানুয়ারী, ১৯৮০
গ) ১ ডিসেম্বর, ১৯৮১
উত্তরঃ ঘ) ১ ডিসেম্বর, ১৯৮০
► বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পীকার কে ছিলেন?
ক) মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ
খ) মোহাম্মদ বায়তুল্লাহ
উত্তরঃ গ) শাহ্ আব্দুল হামিদ
ঘ) আব্দুল মালেক উকিল
► কান ব্যক্তি বাংলাদেশকে ‘ধনসম্পদ পূর্ণ নরক’ বলে অভিহিত করেন?
ক) ফা হিয়েন
উত্তরঃ খ) ইবনে বতুতা
গ) হিউয়েন সাং
ঘ) ইবনে খালদুন
► ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হীন কে ছিলেন?
উত্তরঃ ক) বেগম আজিজুন্নেছা
খ) ড. নীলিমা ইব্রাহিম
গ) ড. আমিনা রহমান
ঘ) ড. তাজমেরী ইসলাম
► প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?
ক) কুতুবদিয়া
উত্তরঃ খ) বরিশাল
গ) হাতিয়া
ঘ) সন্দ্বীপ
► কি কারণে বাংলাদেশ থেকে নীলচাষ বিলুপ্ত হয়?
ক) নীলচাষ নিষিদ্ধ করার ফলে
খ) নীলকরদের অত্যাচারের ফলে
গ) নীলচাষীদের বিদ্রোহের ফলে
উত্তরঃ ঘ) কৃত্রিম নীল আবিষ্কারের ফলে
► এশিয়ায় প্রলয়ংকারী সুনামীর উৎস কোথায় ছিল?
ক) ভারতের অন্ধ্র উপকুলে
খ) তাইল্যান্ডের ফুকেটে
গ) ইন্দোনেশিয়ার বালিতে
উত্তরঃ ঘ) ইন্দোনেশিয়ার আচেহতে
► সাম্প্রতিক সম্পাশ্চর্যের একটি হলো মাচুপিচু। এটি কোন সভ্যতার নিদর্শন?
উত্তরঃ ক) ইনকা
খ) মায়া
গ) মোহক
ঘ) আজটেক
► মধ্য-এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
ক) কাজাকিস্তান
উত্তরঃ খ) উজবেকিস্তান
গ) কিরগিজিস্তান
ঘ) তাজিকিস্তান
► মানব সভ্যতায় ফিনিশিয়দের অবদান কি?
ক) স্থাপত্য
খ) চিত্রকলা
উত্তরঃ গ) বর্ণমালা
ঘ) মানচিত্র
► দ্বিতীয় মহাযুদ্ধে জাপান আত্মসমর্পণ করে-
ক) মে, ১৯৪৫
খ) জুন, ১৯৪৫
গ) জুলাই, ১৯৪৫
উত্তরঃ ঘ) আগষ্ট, ১৯৪৫
► আফ্রিকান ঐক্য সংস্থা প্রতিষ্ঠিত হয় কোন সনে?
ক) ১৯৬১
খ) ১৯৬২
উত্তরঃ গ) ১৯৬৩
ঘ) ১৯৬৪
► প্রথম মুসলমান নোবেল বিজয়ী কে?
উত্তরঃ ক) আনোয়ার সাদাত
খ) ড. ইউনূস
গ) নাগির মাহফুজ
ঘ) আব্দুস সালাম
► কমনওয়েলথ ভুক্ত কোন দেশ আয়তনে সবচেয়ে বড়?
ক) অস্ট্রেলিয়া
খ) ভারত
উত্তরঃ গ) কানাডা
ঘ) দক্ষিণ আফ্রিকা
► কোন দেশে সবচেয়ে বেশি আপেল উৎপন্ন হয়?
ক) অস্ট্রেলিয়া
খ) ভারত
গ) চীন
উত্তরঃ ঘ) যুক্তরাষ্ট্র
► গত অলিম্পিকে উসাইন বোল্ট কত সময়ে ১০০ মিটার স্প্রিন্টে জয়ী হন?
ক) ৯.৬৬ সেকেন্ড
খ) ৯.৬৭ সেকেন্ড
উত্তরঃ গ) ৯.৬৯ সেকেন্ড
ঘ) ৯.৭১ সেকেন্ড
► নিষেধাজ্ঞার আদেশ কত প্রকারের হতে পারে?
ক) ২
খ) ৩
গ) ৪
উত্তরঃ ঘ) ৫
► অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গ করা হলে ভঙ্গকারীকে সর্বোচ্চ কতদিন Civil prison-এ রাখর আদেশ দেয়া যেতে পারে ?
ক) ১ মাস
খ) ২ মাস
গ) ৩ মাস
উত্তরঃ ঘ) ৬ মাস
► দেওয়ানী মামলায় সর্বোচ্চ কত টাকা adjournment cost দেয়া যেতে পারে ?
ক) ৫০০ টাকা
খ) ১,০০০টাকা
উত্তরঃ গ) ২,০০০ টাকা
ঘ) ৩,০০০ টাকা
► Mediation- এর আদেশ হওয়ার পরে সর্বোচ্চ কত দিনের মধ্যে উক্তরূপ Mediation- এর কাজ শেষ করতে হবে?
ক) ৩০ দিন
খ) ৬০ দিন
উত্তরঃ গ) ৯০ দিন
ঘ) ১২০ দিন
► দেওয়ানী মামলায় সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ বাবদ দেয়া যায়?
ক) ১০,০০০ টাকা
খ) ১৫,০০০ টাকা
গ) ২০,০০০ টাকা
উত্তরঃ ঘ) ২৫,০০০ টাকা
► ডিক্রি জারীর জন্য প্রথম দরখাস্ত কত দিনের মদ্যে দাখিল করতে হবে?
ক) ১ বছর
খ) ২ বছর
গ) ৩ বছর
উত্তরঃ ঘ) ১২ বছর
► ডিক্রি জারী মূলে কোন সম্পত্তি নিলাম বিক্রি হলে বিক্রির তারিখ হতে কত দিনের মধ্যে ক্রয়মূল্য আদালতে জমা দিতে হবে?
ক) ৭ দিন
উত্তরঃ খ) ১৫ দিন
গ) ২১ দিন
ঘ) ৩০ দিন
► Code of Criminal Procedure-এর কোন ধারায় ফোজদারী আদালতসমূহের শ্রেণীবিভাগ করা হয়েছে?
উত্তরঃ ক) ৬
খ) ৭
গ) ৯
ঘ) ১০
► একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারেন?
ক) ৩,০০০ টাকা
খ) ৫,০০০ টাকা
উত্তরঃ গ) ১০,০০০ টাকা
ঘ) ১৫,০০০ টাকা
► Code of Criminal Procedure–এর কোন ধারার বিধান অনুযায়ী একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কাজ করতে পারেন?
উত্তরঃ ক) ১৫৬
খ) ১৫৭
গ) ১৫৮
ঘ) ১৫৯
► Code of Criminal Procedure-এর কোন ধারার বিধান অনুযায়ী একজন সাধারণ ব্যাক্তি কেউ non-bailable ও non-cognizable অপরাধ করে তখন তাকে প্রেপ্তার করতে পারে?
ক) ৫৮
উত্তরঃ খ) ৫৬
গ) ৫৮
ঘ) ৫৯
► দায়রা জজ কোন ধারার ক্ষমতাবলে cognizance গ্রহণ করেন?
ক) ১৯০
উত্তরঃ খ) ১৯৩
গ) ১৯৫
ঘ) ১৯৬
► একজন বিচারাধীন আসামী কোন ধারার বিধান অনুযায়ী তার Defence-এর সমর্থনে সাক্ষী হিসাবে সাক্ষ্য দিতে পারেন?
ক) ৩৩৭
খ) ৩৩৮
উত্তরঃ গ) ৩৪০
ঘ) ৩৪২
► ফৌজদারী মামলায় Fine প্রদান করা হলে উহা কত দিন পরে আর আদায় করা যাবে না?
ক) ১ বছর
খ) ৩ বছর
গ) ৬ বছর
উত্তরঃ ঘ) কোন সময়সীমা নেই
► কত বছর বয়সের শিশু কোন অপরাধ করলে তা অপরাধ গণ্য হয় না?
ক) ৭
উত্তরঃ খ) ৯
গ) ১০
ঘ) ১২
► ‘ক’-এর বিরুদ্ধে প্রতারণামূলে ২০,০০০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়। উহা কোন আদালতে বিচার্য?
ক) তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
খ) দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
গ) প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট
উত্তরঃ ঘ) গ্রাম্য আদালত
► Evidence Act-এর কোন ধারায় একজন সাক্ষীকে ৎব-বীধসরহব করা যায়?
ক) ১৩৫
খ) ১৩৬
উত্তরঃ গ) ১৩৭
ঘ) ১৩৮
► Public Demands Recovery Act-এর ২৩ ধারার বিধান অনুযায়ী নিলাম বাতিলের জন্য কত দিনের মধ্যে আবেদন করতে হবে?
ক) ৩০ দিন
উত্তরঃ খ) ৬০ দিন
গ) ৯০ দিন
ঘ) ১২০ দিন
► কোন চুক্তি আইনসঙ্গত হলেও Specific Relief Act- এর কোন ধারার বিধান অনুযায়ী আদালত চুক্তিটি বলবৎ করতে অস্বীকার করতে পারে?
ক) ২০
খ) ২১
উত্তরঃ গ) ২২
ঘ) ২৩
► বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য কত বৎসর বয়স্ক হতে হবে?
ক) ৩০
উত্তরঃ খ) ৩৫
গ) ৪০
ঘ) ৪৫
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১৩"
Post a Comment