গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১৪

গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১৪


► বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পীকার কে ?

ক) শাহ আব্দুল হামিদ
খ) মাওলানা আবদুর রশীদ
গ) সৈয়দ নজরুল ইসলাম
উত্তরঃ ঘ) মোহাম্মদ উল্লাহ

► টুপাক আমারু কি ?

ক) একটি ফলের নাম
উত্তরঃ খ) পেরুর বামপন্থী গেরিলা সংগঠন
গ) একজন বিখ্যাত পন্ডিত
ঘ) একটি দর্শনীয় স্থান

► সংসদ ভবনের স্থপতি কে ?

ক) মাজহারুল হক
উত্তরঃ খ) লুই আই কান
গ) এফ আর খান
ঘ) নভেরা আহমেদ

► তত্ত্ববধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস করা হয় ?

ক) ২১ জানুয়ারি, ১৯৯১
খ) ২২ ফেব্রুয়ারি, ১৯৯২
উত্তরঃ গ) ২৭ মার্চ, ১৯৯৬
ঘ) ২৮ এপ্রিল, ১৯৯৭

► পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে ?

ক) চাঁদপুর
খ) সিরাজগঞ্জ
উত্তরঃ গ) গোয়ালন্দ
ঘ) ভোলা

► যমুনা সেতুর পিলার ক’টি ?

ক) ৭৫টি
খ) ৫৯ টি
উত্তরঃ গ) ৫০টি
ঘ) ৪৫ টি

► কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা কে ?

ক) মোহাম্মদ আয়ূব খান
উত্তরঃ খ) আখতার হামিদ খান
গ) আব্দুল হামিদ খান ভাসানী
ঘ) এ.কে. ফজলূল হক

► ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয় ?

ক) ঢাকায়
উত্তরঃ খ) লাহোরে
গ) করাচীতে
ঘ) নারায়নগঞ্জে

► বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত ?

ক) ময়নামতি
উত্তরঃ খ) সোনারগাঁয়
গ) ঢাকা
ঘ) পাহাড়পুরে

► সার্ক কোথায় প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ ক) ১৯৮৫ সালে ঢাকায়
খ) ১৯৮৩ সালে দিল্লীতে
গ) ১৯৮৪ সালে কলম্বোতে
ঘ) ১৯৮৬ সালে মালেতে

► বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের ?

ক) রাঙামাটি
খ) রংপুর
গ) কুমিল্লা
উত্তরঃ ঘ) সিলেট

► অপরাজেয় বাংলা কি ?

ক) একটি পুস্তকের নাম
উত্তরঃ খ) মুক্তিযুদ্ধের স্মৃতি বাহী একটি ভাস্কর্য
গ) একটি সড়কের নাম
ঘ) একটি ছায়াছবির নাম

► নির্বাচন কমিশনের মেয়াদকাল কত ?

ক) ৪ বছর
খ) ৩ বছর
উত্তরঃ গ) ৫ বছর
ঘ) ৭ বছর

► জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?

ক) অ্যামোনিয়া
খ) টিএসপি
উত্তরঃ গ) ইউরিয়া
ঘ) সুপার ফসফেট

► বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি ?

উত্তরঃ ক) সেন্টমার্টিন
খ) মহেশখালী
গ) হাতিয়া
ঘ) সন্দ্বীপ

► কোনটি জি-৮ ভুক্ত দেশ নহে ?

ক) কানাডা
উত্তরঃ খ) অস্ট্রেলিয়া
গ) যুক্তরাজ্য
ঘ) ইটালি

► মোহাম্মদ আল বারাদি কোন সংস্থার প্রধান ?

ক) WHO
খ) UNHCR
গ) WTO
উত্তরঃ ঘ) None

► জার্মানির মুদ্রার নাম-

ক) মার্ক
খ) দিনার
গ) পেসো
উত্তরঃ ঘ) ইউরো

► উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত ?

ক) এশিয়া
খ) দক্ষিন আমেরিকা
গ) আফ্রিকা
ঘ) অস্ট্রেলিয়া

► সম্প্রতি ইরানের কোন শহরে প্রলয়ঙ্কারী ভূমিকম্প আঘাত হানে ?

ক) ইস্পাহান
খ) বন্দর আব্বাস
উত্তরঃ গ) বাম
ঘ) সিরাজ

► টেস্টে মোট রান সংগ্রহকারী ক্রিকেটারদের মধ্যে শীর্ষস্থানে আছেন-

ক) অ্যালেনবোর্ডার
খ) জাভেদ মিয়াদাদ
গ) সুনীল গাভাস্কার
উত্তরঃ ঘ) শচীন

► সম্প্রতি বাংলাদেশের ১৫ জন সামরিক অফিসার প্লেন দুর্ঘটনায় কোথায় মারা যান?

ক) সিয়েরালিওন
উত্তরঃ খ) বেনিন
গ) লইবেরিয়া
ঘ) গ্যারী সোবার্স

► টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারী কে ?

উত্তরঃ ক) ব্যায়ান লারা
খ) ম্যাথু হেইডেন
গ) হানিফ মোহাম্মদ
ঘ) গ্যারী সোবার্স

► ২০০৩ সালে বাংলাদেশ সফরকারী সর্বশেষ সরকারপ্রধান কে ?

ক) মালয়েশিয়ার প্রধানতন্ত্রী
খ) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
উত্তরঃ গ) নেপালের প্রধানমন্ত্রী
ঘ) সিয়েরালিওয়নের প্রেসিডেন্ট

► সুয়েজখাল কোন দেশে অবস্থিত ?

ক) দক্ষিণ আফ্রিকা
খ) আলজেরিয়া
উত্তরঃ গ) মিসর
ঘ) ব্রাজিল

► সর্বশেষ কোন দেশ মহাশূন্যে মানুষ প্রেরণ করে ?

ক) ব্রিটেন
খ) রাশিয়া
গ) ফ্রান্স
উত্তরঃ ঘ) চীন

► কোনটি বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা নয় ?

ক) IBRD
খ) IDA
উত্তরঃ গ) IMF
ঘ) IFC

► দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কোন তারিখে ?

ক) ৬ আগস্ট, ১৯৪৫
খ) ৯ আগস্ট, ১৯৪৫
গ) ১২ আগস্ট, ১৯৪৫
উত্তরঃ ঘ) ১৪ আগস্ট, ১৯৪৫

► বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে ?

ক) মার্গারেট থ্যাচার
খ) ইন্দিরা গান্ধী
উত্তরঃ গ) শ্রীমোভো বন্দরনায়েক
ঘ) গোল্ডা মেয়ার

► ক্লিওপেট্রা কোন দেশের রাণী ছিলেন ?

উত্তরঃ ক) মিসর
খ) রোম
গ) লেবানন
ঘ) গ্রীস


► ‘থিওরি অব রিলেটিভিটি’ এর প্রণেতা –

ক) আইজ্যাক নিউটন
উত্তরঃ খ) আলবার্ট আইনস্টাইন
গ) চালর্স ডারউইন
ঘ) আদ্রে শাখারভ

► গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তির মেয়াদ-

ক) ২০ বছর
খ) ২৫ বছর
উত্তরঃ গ) ৩০ বছর
ঘ) ৩৫ বছর

► ‘কেয়ার’ একটি-

ক) বাংলাদেশী এনজিও
উত্তরঃ খ) আমেরিকান এনজিও
গ) কানাডিয়ান এনজিও
ঘ) যুক্তরাজ্যের এনজিও

► সাময়িকভাবে মুদ্রস্ফীতি বন্ধ করা যায়-

ক) কর বৃদ্ধি করা
খ) দ্রব্যমূল্য বৃদ্ধি করা
গ) দ্রব্যমূল্য কমিয়ে
উত্তরঃ ঘ) মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করে

► বাংলাদেশের বনাঞ্চলে পরিমাণ মোট ভূমির কত শতাংশ ?

ক) ৯ শতাংশ
খ) ২ শতাংশ
গ) ৬ শতাংশ
উত্তরঃ ঘ) বর্তমানে বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ ১৭.০৪%।

► পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে-

ক) মুন্সীগঞ্জের নিকটে
খ) ভৈরবের নিকট
গ) চাঁদপুরের নিকট
উত্তরঃ ঘ) গোয়ালন্দের নিকট

► বাংলাদেশের শীতকালে কম বৃষ্টিপাত হয় —

উত্তরঃ ক) উত্তর-পূর্ব শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে
খ) সমুদ্র বায়ুর অভাবে
গ) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে
ঘ) নিরক্ষীয় বায়ুর প্রভাবে

► পার্বত্য চট্টগ্রামে মোট কয়টি উপজাতির বসবাস ?

ক) ১০টি
খ) ১২টি
উত্তরঃ গ) ১৩ টি
ঘ) ১৮টি

► ভারতের সাথে বাংলাদেশের সীমান্তের দৈঘ্য –

ক) ৩৩০০ কিলোমিটার
খ) ৩৫৩৭ কিলোমিটার
গ) ৩৭১৫ কিলোমিটার
উত্তরঃ ঘ) ৪১৫৬ কি.মি.

► নিম্নের কোনটির উপর বাংলাদেশের অবস্থান-

ক) ট্রপিক অব ক্যাপ্রিকন
উত্তরঃ খ) ট্রপিক অব ক্যানসার
গ) ইকুয়েটর
ঘ) আর্কটিক সার্কেল

► জাতীয় সংসদ তত্ত্ববধায়ক সরকার বিল পাস হয়-

ক) ২৫ মার্চ, ১৯৯৬
খ) ২৬ মার্চ, ১৯৯৬
উত্তরঃ গ) ২৮ মার্চ, ১৯৯৬
ঘ) ২৮ মার্চ, ১৯৬৯

► তৎকালীন পাকিস্তানে বংলা ভাষা রাষ্ট্রভাসা হিসেবে স্বীকৃতি লাভ করে-

ক) ১৯৫৪ সালে
খ) ১৯৫২ সালে
উত্তরঃ গ) ১৯৫৬ সালে
ঘ) ১৯৬৬ সালে

► জাতীয় সংসদের অধিবেশন ডাকেন-

উত্তরঃ ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) স্পিকার
ঘ) চীফ হুইপ

•• বঙ্গভঙ্গ রদ করা হয়-
ক) ১৯০৫ সালে
উত্তরঃ খ) ১৯১১ সালে
গ) ১৯০৬ সালে
ঘ) ১৯১৯ সালে

► বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়-

ক) ১৭০০ সালে
খ) ১৭৬২ সালে
গ) ১৯৬৫ সালে
উত্তরঃ ঘ) ১৭৯৩ সালে

► কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেতে বিতাড়িত করেন ?

ক) কাসিম খান
খ) ইসলাম খান
গ) মীরজুমলা
উত্তরঃ ঘ) শায়েস্তা খান

► টাইটানিক ছবি কতটি বিভাগে অস্কার পুরস্কার লাভ করে ?

ক) ১০ টি
উত্তরঃ খ) ১১টি
গ) ১২ টি
ঘ) ১৩ টি

► অ্যামনেস্টি ইন্টরন্যাশনালের লক্ষ্য-

ক) শিক্ষাক্ষেত্রে সাহায্য দেয়া
খ) দুর্গতদের সহায়তা করা
উত্তরঃ গ) মানবাধিকার সংরক্ষণ করা
ঘ) শিশুদের সাহায্য করা

► মাদার তেরেসা শান্তির জন্য নোবেল পুরস্কার পান-

উত্তরঃ ক) ১৯৭৯ সালে
খ) ১৯৮০ সালে
গ) ১৯৯০ সালে
ঘ) ১৯৯১ সালে

► ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য রাজসিংহাসন হারান-

ক) পঞ্চম এডওয়ার্ড
খ) ষষ্ঠ এডওয়ার্ড
গ) সপ্ত এডওয়ার্ড
উত্তরঃ ঘ) অষ্টম এডওয়ার্ড

► আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয় –

ক) ১৪ ফেব্রুয়ারি
খ) ১৪ জুলাই
উত্তরঃ গ) ১৪ নভেম্বর
ঘ) ১৪ ডিসেম্বর

► সি-১৩০ হচ্ছে একটি-

উত্তরঃ ক) বোমারু বিমান
খ) একটি পরিবহন বিমান
গ) যাত্রী বাহী বিমান
ঘ) রকেটবাহী বিমান

► দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবার আক্রমণ করে-

ক) ১৫ আগস্ট, ১৯৪৫
উত্তরঃ খ) ৭ ডিসেম্বর, ১৯৪১
গ) ৭মে, ১৯৪৫
ঘ) ১৪ ফেব্রুয়ারি, ১৯৪১

► ‘কমনওয়েলথ’ এর কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রাণীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করেন ?

উত্তরঃ ক) কানাডা
খ) অস্ট্রেলিয়া
গ) মরিশাস
ঘ) সাইপ্রাস

► দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে ‘সাপটা’ চুক্তি সই করেছে ?

ক) ১৯৭৬ সালে
খ) ১৯৮৫ সালে
উত্তরঃ গ) ১৯৯৩ সালে
ঘ) ১৯৮৪ সালে

► এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় –

ক) ব্যাংকক
খ) মালদ্বীপ
গ) শ্রীলংকা
উত্তরঃ ঘ) পাকিস্তান

► সার্কভুক্ত দেশগুলোতে মাথাপিছু আয় সবচাইতে বেশি –

ক) ভারত
উত্তরঃ খ) মালদ্বীপ
গ) শ্রীলংকা
ঘ) পাকিস্তান

► ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একক মুদ্রা চালু হয়েছে-

উত্তরঃ ক) ১ জানুয়ারি, ১৯৯৯
খ) ১ জুলাই, ১৯৯৯
গ) ১ মার্চ, ২০০০
ঘ) ১ জুলাই, ২০০০

► ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে-

উত্তরঃ ক) উত্তরসাগর ও আটলান্টিক মহাসাগরকে
খ) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে
গ) ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরকে
ঘ) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে

► গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত ?

উত্তরঃ ক) প্রশান্ত মহাসাগরে
খ) আটলান্টিক মহাসাগরে
গ) ভারত মহাসাগরে
ঘ) পারস্য মহাসাগরে

► স্ট্যানলি ও লিভিংস্টোন দু’টি –

ক) বিখ্যাত নদী
উত্তরঃ খ) বিখ্যাত জলপ্রপাত
গ) বিখ্যাত গিরিপথ
ঘ) বিখ্যাত শহর

► পৃথিবীর তথা আফ্রিকার দীর্ঘতম নদী –

ক) কঙ্গো
উত্তরঃ খ) নীল
গ) নাইজার
ঘ) আমাজান

► ‘হল্যান্ড’ কোন্ দেশের পুরাতন নাম ?

ক) ইংল্যান্ড
উত্তরঃ খ) নেদারল্যান্ড
গ) সুইডেন
ঘ) নিউজিল্যান্ড

► দ্বিতয়ি বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন-

ক) আইসেন হাওয়ার
খ) জন এফ কেনেডি
উত্তরঃ গ) রুজভেল্ট
ঘ) ট্রুম্যান

► সাবেক সোভেয়িত ইউনিয়ন ভেঙে কয়টি রাষ্ট্র গঠন করা হয় ?

ক) ১০টি
খ) ১১টি
গ) ১২টি
উত্তরঃ ঘ) ১৫ টি

► ফ্রান্স ও ইংল্যান্ডকে সংযোগকারী সমুদ্র তলদেশ নিয়ে নির্মিত টানেলটির দৈর্ঘ্য –

ক) ২০ কিলোমিটার
খ) ২৫ কিলোমিটার
গ) ৪০ কিলোমিটার
উত্তরঃ ঘ) ৪৫ কিলোমিটার

► ইংল্যান্ডের শিল্পবিপ্লব অনুষ্ঠিত হয়-

ক) ষষ্ঠদশ শতাব্দীতে
উত্তরঃ খ) সপ্তদশ শতাব্দীতে
গ) উনবিংশ শতাব্দীতে
ঘ) অষ্টাদশ শতাব্দীতে

► ভারতে মোট অঙ্গরাজ্যের সংখ্যা –

ক) ২৪টি
খ) ২৫টি
গ) ২৬ টি
উত্তরঃ ঘ) ২৯টি

► দেশটি অতীতে কখনও অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয় নি ?

উত্তরঃ ক) থাইল্যান্ড
খ) মায়ানমার
গ) ইন্দোনেশিয়া
ঘ) মালয়েশিয়া

► মিসর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল-

উত্তরঃ ক) ১৯৫৬ সালে
খ) ১৯৫৫ সালে
গ) ১৯৫৪ সালে
ঘ) ১৯৫৩ সালে

► সোনারগাঁও কেন বিখ্যাত ?

ক) শিল্প নগরী
উত্তরঃ খ) লোকশিল্প
গ) সোনার প্রস্তর পাওয়া যায়
ঘ) একটি স্থল বন্দর

► প্রাইজবন্ডের সর্বনিম্ন ইউনিট কত টাকার ?

ক) ৫০
উত্তরঃ খ) ১০০
গ) ৫০০
ঘ) ১০০০

► বারডেম বলতে কি বুঝায় ?

ক) স্টেডিয়াম
খ) ক্লাব
উত্তরঃ গ) হাসপাতাল
ঘ) হোটেল

► জাতীয় সাংসদের স্থাপতি কে ?

ক) লুই পাস্তুর
খ) লুই কার্লস
উত্তরঃ গ) লুই আই কান
ঘ) লুই রাসেল

► বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোগ কার ?

উত্তরঃ ক) এশিয়াটিক সোসাইটি
খ) বাংলা একাডেমী
গ) সংস্কৃতি মন্ত্রণালয়
ঘ) জাতীয় যাদুঘর

► সূর্যদীঘল বাড়ী-র লেখকের নাম কি ?

ক) কাজী মোতাহার হোসেন
খ) কবি জসিম উদ্দী
গ) ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ ঘ) আবু ইহসাক

► বন্যার পর কোন অসুখের প্রাদুর্ভাব বেশি ?

উত্তরঃ ক) ডায়রিয়া
খ) ডেঙ্গু
গ) জ্বর
ঘ) চুলকানি

► ধান গবেষণা ইনস্টিটিউড কোথায় ?

উত্তরঃ ক) গাজীপুর
খ) সালনা
গ) ঢাকা
ঘ) ময়মনসিংহ

► বাংলা একাডেমীর পুরাতন ভবনের নাম কি ?

ক) কার্জন হল
উত্তরঃ খ) বর্ধমান হাউস
গ) মেয়র ভবন
ঘ) আহসান মঞ্জিল

► দেশের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় কোনটি ?

ক) বুয়েট
খ) রাজশাহী
উত্তরঃ গ) ঢাকা
ঘ) জাহাঙ্গীরনগর

► পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে ?

ক) সিরাজগঞ্জ
খ) গোয়ালন্দ
উত্তরঃ গ) চাঁদপুর
ঘ) নগরবাড়ি

► পুলিশ ট্রেনিং একাডেমী কোথায় ?

ক) ঢাকা
খ) খুলনা
গ) টাঙ্গাইল
উত্তরঃ ঘ) সারদা

► বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় ?

ক) ১৯৯০
উত্তরঃ খ) ১৯৯২
গ) ১৯৯৪
ঘ) ১৯৯৬

► সরকারী কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয় ?

ক) ২৭
খ) ১০২
উত্তরঃ গ) ১৩৭
ঘ) ১৫০

► মাগুরছড়া গ্যাস ক্ষেত্র কোন জেলায় ?

ক) সিলেট
খ) হবিগঞ্জ
উত্তরঃ গ) মৌলভীবাজার
ঘ) ব্রাহ্মণবাড়িয়া

► উত্তরা গণভবন কোথায় ?

ক) চট্টগ্রাম
খ) রাজশাহী
উত্তরঃ গ) নাটোর
ঘ) যশোর

► লালবাগের কেল্লা কোন থানায় ?

ক) রমনা
খ) কোতওয়ালী
গ) ধানমণ্ডি
উত্তরঃ ঘ) লালবাগ

► জাতীয় ফুল কোনটি ?

ক) গোলাপ
খ) রজনীগন্ধা
উত্তরঃ গ) শাপলা
ঘ) চামেলী

► বাংলায় প্রথম পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি কোনটি ?

ক) সূর্য দীঘল বাড়ী
খ) আসিয়া
গ) সিরাজউদ্দৌলা
উত্তরঃ ঘ) মুখ ও মুখোশ

► শরীর থেকে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয়-

ক) যকৃত
খ) হৃপিণ্ড
গ) ফুসফুস
উত্তরঃ ঘ) কিডনি

► জাতিসংঘ সনদ (১৯৪৫) এ মোট কতটি দেশ স্বাক্ষর করেছিল ?

ক) ৫০ টি
উত্তরঃ খ) ৫১ টি
গ) ৫২ টি
ঘ) ১০০ টি

► জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কততম সিদ্ধান্ত অনুযায়ী ইরাকে অস্ত্র পরিদর্শকদের পাঠানো হয়েছিল ?

ক) ১২৩২
খ) ১৪০১
গ) ১৪৩২
উত্তরঃ ঘ) ১৪৪১

► ভাস্কো দা গামা ভারতে প্রথম এসেছিলেন কত সালে ?

উত্তরঃ ক) ১৪৯৮
খ) ১৫১০
গ) ১৫৩২
ঘ) ১৬০৯

► কুয়েতের আমীর শেখ জাবের আল আহমেদ আল জাবির আস সাবাহ ক্ষমতায় আছেন কবে থেকে ?

ক) ১৯৬২ সাল থেকে
খ) ১৯৭২ সাল থেকে
উত্তরঃ গ) ১৯৭৮ সাল থেকে
ঘ) ১৯৭৯ সাল থেকে

► সাবেক সোভেয়িত ইউনিয়নে র্গবাচেভ ক্ষমতাসীন হয়েছিলেন কবে ?

উত্তরঃ ক) ১৯৮৫ সালে
খ) ১৯৮৬ সালে
গ) ১৯৮৭ সালে
ঘ) ১৯৯০ সালে

► ই-৮ কি ?

ক) পৃথিবীর সবচেয়ে গরিব ৮ টি দেশ
উত্তরঃ খ) পরিবেশ দূষণকারী ৮ টি দেশ
গ) ধনী ৮টি দেশ
ঘ) শিল্পোন্নত ৮টি দেশ

► ভারতে প্রথম লোকসভা গঠিত হয়েছিল কবে ?

ক) ১৯৪৭ সালে
খ) ১৯৪৯ সালে
উত্তরঃ গ) ১৯৫০ সালে
ঘ) ১৯৫২ সালে

► মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কবে প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন ?

ক) ১৯৮০ সালে
উত্তরঃ খ) ১৯৮১ সালে
গ) ১৯৫০ সালে
ঘ) ১৯৯৩ সালে

► আয়ারল্যান্ডেকে কবে ব্রিটেনের অঙ্গরাজ্যে পরিণত করা হয় ?

উত্তরঃ ক) ১৬০১
খ) ১৬০৩
গ) ১৬১০
ঘ) ১৬৯০

► বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের কততম প্রেসিডেন্ট ছিলেন ?

ক) ১৬০১
খ) ১৬০৩
উত্তরঃ গ) ১৬১০
ঘ) ১৯৬০

► বাংলা ভাষাকে কোন দেশের ২য় ভাষার মর্যাদা দিয়েছে-
ক) লাইবেরিয়া
খ) নামিবীয়া
গ) সার্বিয়া
উত্তরঃ ঘ) সিয়েরালিয়ন

► দুধে কোন এসিড থাকে?

ক) ফোলিক
খ) হাইড্রোক্লোরিক
উত্তরঃ গ) ল্যাক্টিক
ঘ) সাইট্রিক

► হিরোশিমায় নিক্ষিপ্ত আণবিক বোমা –

উত্তরঃ ক) লিটল বয়
খ) ডেস্ট্রয়ার
গ) স্কাড
ঘ) প্যাট্রিয়ট

► দুই মহাদেশ বিস্তৃত নগর-

ক) কায়রো
খ) কাসাব্লাংকা
গ) প্যারিস
উত্তরঃ ঘ) ইস্তম্বুল

► বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা –

ক) মার্কটালী
খ) আন্দ্রে মালরো
উত্তরঃ গ) ডব্লিও এ. এ এডারল্যান্ড
ঘ) ওডওয়ার্ড কেনেডি

► শিল্প বিপ্লব শুরু হয়-

ক) যুক্তরাষ্ট্রে
খ) চীনে
উত্তরঃ গ) ইংল্যান্ডে
ঘ) রাশিয়ায়

► বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন শাসন হয়-

ক) ১৯৯২ সালে
খ) ১৯৯৪ সালে
গ) ১৯৯৬ সালে
উত্তরঃ ঘ) ১৯৯০ সালে

► সর্বোচ্চ পর্বতশৃঙ্গ-

ক) কাঞ্চনঝংগা
খ) অন্নপূর্ণা
উত্তরঃ গ) এভারেস্ট
ঘ) নাঙ্গা পর্বত

► চিলি কোথায় অবস্থিত?

ক) এশিয়ায়
খ) আফ্রিকায়
উত্তরঃ গ) দক্ষিণ আমেরিকায়
ঘ) মধ্যপ্রাচ্যে

► সম্প্রতি বাংলাদেশে জীবনরহস্য আবিষ্কৃত হয়েছে-

উত্তরঃ ক) পাটের
খ) ধানের
গ) গমের
ঘ) আঁখের

► ইসরাইলী গোয়েন্দা সংস্থার নাম-

ক) সি আই.এ.
খ) কে.জি.বি.
উত্তরঃ গ) মোসাদ
ঘ) RAW

► ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্যসংখ্যা-

ক) ৩০
উত্তরঃ খ) ২৭
গ) ২৫
ঘ) ২৮

► জাতিসংঘের প্রথম মহাসচিব-

ক) উথান্ট
উত্তরঃ খ) ট্রিগভেলি
গ) ড্যাগ হামার শোল্ড
ঘ) বুট্রস ঘালি

► মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি-

ক) সুইডেনে
উত্তরঃ খ) জাপানে
গ) নরওয়েতে
ঘ) কানাডায়

► কয়টি বিষয়ে নোবেল প্রাইজ দেওয়া হয়?

উত্তরঃ ক) ৮টি
খ) ৬টি
গ) ৪টি
ঘ) ১০টি

► SAARC – এর সদর দফতর অবস্থিত-

ক) ঢাকায়
উত্তরঃ খ) কাঠমন্ডুতে
গ) কলম্বোতে
ঘ) কাবুলে

► ‘কবর’ কবিতাটি লেখেন-

ক) মুনির চৌধুরী
উত্তরঃ খ) জসীম উদদীন
গ) আব্বাস উদ্দিন
ঘ) কাজী নজরুল ইসলাম

► হ্যামলেট নাটকটি লেখেন-

উত্তরঃ ক) সেক্সপিয়র
খ) রবার্ট ফ্রস
গ) আনেস্ট হোমারওয়ে
ঘ) জন কিটস

► ২০০৯ সালে শান্তিতে নোবেল প্রাইজ পান

ক) ড. ইউনুস
উত্তরঃ খ) বারাক ওবামা
গ) অং সান সুচি
ঘ) বান কি মুন

► দাসপ্রথা বিলুপ্ত করেন-

ক) মার্টিন লুথার কিং
উত্তরঃ খ) আব্রাহাম লিংকন
গ) নেলসন ম্যান্ডেলা
ঘ) জর্জ ওয়াশিংটন

► বিশ্বের দীর্ঘতম নদী-

ক) আমাজন
উত্তরঃ খ) নীলনদ
গ) মেকং
ঘ) ভোলগা

► মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন-

ক) ৯ জন
উত্তরঃ খ) ৭ জন
গ) ১০ জন
ঘ) ১২ জন

► বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার-

উত্তরঃ ক) ১.২%
খ) ২.০০%
গ) ১.৪৯%
ঘ) ১.৮৪%

► জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা-

ক) ৪৫
খ) ৩০
গ) ৬০
উত্তরঃ ঘ) ৫০

► বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন-

ক) মাননীয় স্পিকার
খ) মাননীয় প্রধানমন্ত্রী
উত্তরঃ গ) মহামান্য রাষ্ট্রপতি
ঘ) চিফ হুইফ

► আমরা যে চক দিয়ে লিখি তা হচ্ছে-

ক) ক্যালসিয়াম ক্লোরাইড
খ) ক্যালসিয়াম ফসফেট
উত্তরঃ গ) ক্যাসসিয়াম কার্বনেট
ঘ) ক্যালসিয়াম সালফেট

► রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি নির্গত হয়?

উত্তরঃ ক) মৃদু রঞ্জন রশ্মি
খ) বিটা রশ্মি
গ) কসমিক রশ্মি
ঘ) গামা রশ্মি

► পানিকে বরফে পরিণত করলে এর আয়তন-

উত্তরঃ ক) বাড়ে
খ) প্রথমে বাড়ে পরে কমে
গ) একই থাকে
ঘ) কমে

► পিতল হচ্ছে-

ক) তামা ও লোহার সংকর
খ) তামা ও নিকেলের সংকর
গ) টিন ও দস্তার সংকর
উত্তরঃ ঘ) তামা ও দস্তার সংকর

► কোথায় সাঁতার কাটা কম আয়াসসাধ্য :

উত্তরঃ ক) সুইমিং পুল
খ) পুকুর
গ) নদী
ঘ) সমুদ্র

► নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কোনটি?

ক) হাড়ের গুড়া
উত্তরঃ খ) সরিষার খৈল
গ) গৃহস্থলির ছাই
ঘ) মাছের কাঁটা

► রক্তের লোহিত কণিকার কাজ কি?

উত্তরঃ ক) অক্সিজেন বহন করা
খ) নাইট্রোজেন বহন করা
গ) কার্বন ডাই অক্সাইড
ঘ) কোনটিই নয়

► শিমগাছ মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে?

ক) পটাশিয়াম
উত্তরঃ খ) নাইট্রোজেন
গ) হাইড্রোজেন
ঘ) কার্বন ডাই-অক্সাইড

► এইডস রোগ রক্তের কোন কণিকা ধ্বংস করে?

ক) লোহিত কণিকা
উত্তরঃ খ) শ্বেত কণিকা
গ) রক্ত প্লাজমা
ঘ) কোনটিই নয়

► বাতাসে অক্সিজেনের শতকরা হার কত?

ক) ৭৬%
খ) ৪%
গ) ০.০০২%
উত্তরঃ ঘ) ২০.৭১%

► বাংলাদেশের আইনসভার নাম কি?

উত্তরঃ ক) জাতীয় সংসদ
খ) মন্ত্রী পরিষদ
গ) রাষ্ট্রপতি শাসিত
ঘ) সরকার পার্লামেন্ট

► স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?

উত্তরঃ ক) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
খ) সৈয়দ নজরুল ইসলাম
গ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
ঘ) তাজউদ্দীন আহমেদ

► নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়-

উত্তরঃ ক) ২৯ ডিসেম্বর, ২০০৮
খ) ৩০ ডিসেম্বর, ২০০৮
গ) ৩১ ডিসেম্বর, ২০০৮
ঘ) ০১ জানুয়ারি, ২০০৯

► বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দীন জাহাঙ্গীরের কবর কোন জেলায় ?

ক) নাটোর
খ) নওগাঁ
উত্তরঃ গ) চাঁপাইনবাবগঞ্জ
ঘ) রাজশাহী

► প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?

ক) ঢাকা
খ) নয়াদিল্লী
গ) কলম্বো
উত্তরঃ ঘ) কাঠমন্ডু

► ২০১০ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়-

ক) ভারত
খ) ব্রাজিল
গ) দক্ষিণ কোরিয়া
উত্তরঃ ঘ) দক্ষিণ আফ্রিকা

► বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম কী?

ক) নার্গিস
খ) সিডর
উত্তরঃ গ) মহাসেন
ঘ) আইলা

► ‘ভাওয়াইয়া’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?

ক) ময়মনসিংহ
খ) রাজশাহী
উত্তরঃ গ) রংপুর
ঘ) ঢাকা

► FAO -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ ক) রোম
খ) জেনেভা
গ) ব্যাংকক
ঘ) প্যারিস

► PRSP হচ্ছে –

ক) বাজেট বিশ্লেষণ
উত্তরঃ খ) দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র
গ) পঞ্চবার্ষিকী পরিকল্পনা
ঘ) দরিদ্রজনকে ঋণদান প্রণালী

► কোন উদ্ভিদের কান্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?

ক) ফার্ন
খ) ফণিমনসা
গ) আদা
উত্তরঃ ঘ) পাথরকুচি

► বিশ্বের অষ্টম পারমানবিক ক্ষমতার দেশ কোনটি?

ক) ইরান
উত্তরঃ খ) উত্তর কোরিয়া
গ) দক্ষিণ কোরিয়া
ঘ) ইসরাইল

► “আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না,যাহা অনুশীলন করি, তাহা বিশ্বাস করি না”-এ উক্তি করেন-

ক) কাজী নজরুল ইসলাম
উত্তরঃ খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) অরুন্ধতী রায়
ঘ) রাজা রামমোহন রায়

► টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

ক) আসাম
উত্তরঃ খ) মণিপুর
গ) নাগাল্যান্ড
ঘ) মিজোরাম

► ২০০৯-২০১০ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যায়ে ধরা হয়-

ক) ৩০,০০০ কোটি টাকা
খ) ৩০,৫০০ কোটি টাকা
গ) ৩১,০০০ কোটি টাকা
উত্তরঃ ঘ) কোনটিই নয়

►ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি?

ক) মারদেকা প্রাসাদ
উত্তরঃ খ) এলিসি প্রাসাদ
গ) বাকিংহাম প্রাসাদ
ঘ) মানালা প্রাসাদ

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১৪ "

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে