গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১৪
ক) শাহ আব্দুল হামিদ
খ) মাওলানা আবদুর রশীদ
গ) সৈয়দ নজরুল ইসলাম
উত্তরঃ ঘ) মোহাম্মদ উল্লাহ
► টুপাক আমারু কি ?
ক) একটি ফলের নাম
উত্তরঃ খ) পেরুর বামপন্থী গেরিলা সংগঠন
গ) একজন বিখ্যাত পন্ডিত
ঘ) একটি দর্শনীয় স্থান
► সংসদ ভবনের স্থপতি কে ?
ক) মাজহারুল হক
উত্তরঃ খ) লুই আই কান
গ) এফ আর খান
ঘ) নভেরা আহমেদ
► তত্ত্ববধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস করা হয় ?
ক) ২১ জানুয়ারি, ১৯৯১
খ) ২২ ফেব্রুয়ারি, ১৯৯২
উত্তরঃ গ) ২৭ মার্চ, ১৯৯৬
ঘ) ২৮ এপ্রিল, ১৯৯৭
► পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে ?
ক) চাঁদপুর
খ) সিরাজগঞ্জ
উত্তরঃ গ) গোয়ালন্দ
ঘ) ভোলা
► যমুনা সেতুর পিলার ক’টি ?
ক) ৭৫টি
খ) ৫৯ টি
উত্তরঃ গ) ৫০টি
ঘ) ৪৫ টি
► কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা কে ?
ক) মোহাম্মদ আয়ূব খান
উত্তরঃ খ) আখতার হামিদ খান
গ) আব্দুল হামিদ খান ভাসানী
ঘ) এ.কে. ফজলূল হক
► ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয় ?
ক) ঢাকায়
উত্তরঃ খ) লাহোরে
গ) করাচীতে
ঘ) নারায়নগঞ্জে
► বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত ?
ক) ময়নামতি
উত্তরঃ খ) সোনারগাঁয়
গ) ঢাকা
ঘ) পাহাড়পুরে
► সার্ক কোথায় প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ক) ১৯৮৫ সালে ঢাকায়
খ) ১৯৮৩ সালে দিল্লীতে
গ) ১৯৮৪ সালে কলম্বোতে
ঘ) ১৯৮৬ সালে মালেতে
► বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের ?
ক) রাঙামাটি
খ) রংপুর
গ) কুমিল্লা
উত্তরঃ ঘ) সিলেট
► অপরাজেয় বাংলা কি ?
ক) একটি পুস্তকের নাম
উত্তরঃ খ) মুক্তিযুদ্ধের স্মৃতি বাহী একটি ভাস্কর্য
গ) একটি সড়কের নাম
ঘ) একটি ছায়াছবির নাম
► নির্বাচন কমিশনের মেয়াদকাল কত ?
ক) ৪ বছর
খ) ৩ বছর
উত্তরঃ গ) ৫ বছর
ঘ) ৭ বছর
► জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?
ক) অ্যামোনিয়া
খ) টিএসপি
উত্তরঃ গ) ইউরিয়া
ঘ) সুপার ফসফেট
► বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি ?
উত্তরঃ ক) সেন্টমার্টিন
খ) মহেশখালী
গ) হাতিয়া
ঘ) সন্দ্বীপ
► কোনটি জি-৮ ভুক্ত দেশ নহে ?
ক) কানাডা
উত্তরঃ খ) অস্ট্রেলিয়া
গ) যুক্তরাজ্য
ঘ) ইটালি
► মোহাম্মদ আল বারাদি কোন সংস্থার প্রধান ?
ক) WHO
খ) UNHCR
গ) WTO
উত্তরঃ ঘ) None
► জার্মানির মুদ্রার নাম-
ক) মার্ক
খ) দিনার
গ) পেসো
উত্তরঃ ঘ) ইউরো
► উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত ?
ক) এশিয়া
খ) দক্ষিন আমেরিকা
গ) আফ্রিকা
ঘ) অস্ট্রেলিয়া
► সম্প্রতি ইরানের কোন শহরে প্রলয়ঙ্কারী ভূমিকম্প আঘাত হানে ?
ক) ইস্পাহান
খ) বন্দর আব্বাস
উত্তরঃ গ) বাম
ঘ) সিরাজ
► টেস্টে মোট রান সংগ্রহকারী ক্রিকেটারদের মধ্যে শীর্ষস্থানে আছেন-
ক) অ্যালেনবোর্ডার
খ) জাভেদ মিয়াদাদ
গ) সুনীল গাভাস্কার
উত্তরঃ ঘ) শচীন
► সম্প্রতি বাংলাদেশের ১৫ জন সামরিক অফিসার প্লেন দুর্ঘটনায় কোথায় মারা যান?
ক) সিয়েরালিওন
উত্তরঃ খ) বেনিন
গ) লইবেরিয়া
ঘ) গ্যারী সোবার্স
► টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারী কে ?
উত্তরঃ ক) ব্যায়ান লারা
খ) ম্যাথু হেইডেন
গ) হানিফ মোহাম্মদ
ঘ) গ্যারী সোবার্স
► ২০০৩ সালে বাংলাদেশ সফরকারী সর্বশেষ সরকারপ্রধান কে ?
ক) মালয়েশিয়ার প্রধানতন্ত্রী
খ) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
উত্তরঃ গ) নেপালের প্রধানমন্ত্রী
ঘ) সিয়েরালিওয়নের প্রেসিডেন্ট
► সুয়েজখাল কোন দেশে অবস্থিত ?
ক) দক্ষিণ আফ্রিকা
খ) আলজেরিয়া
উত্তরঃ গ) মিসর
ঘ) ব্রাজিল
► সর্বশেষ কোন দেশ মহাশূন্যে মানুষ প্রেরণ করে ?
ক) ব্রিটেন
খ) রাশিয়া
গ) ফ্রান্স
উত্তরঃ ঘ) চীন
► কোনটি বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা নয় ?
ক) IBRD
খ) IDA
উত্তরঃ গ) IMF
ঘ) IFC
► দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কোন তারিখে ?
ক) ৬ আগস্ট, ১৯৪৫
খ) ৯ আগস্ট, ১৯৪৫
গ) ১২ আগস্ট, ১৯৪৫
উত্তরঃ ঘ) ১৪ আগস্ট, ১৯৪৫
► বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে ?
ক) মার্গারেট থ্যাচার
খ) ইন্দিরা গান্ধী
উত্তরঃ গ) শ্রীমোভো বন্দরনায়েক
ঘ) গোল্ডা মেয়ার
► ক্লিওপেট্রা কোন দেশের রাণী ছিলেন ?
উত্তরঃ ক) মিসর
খ) রোম
গ) লেবানন
ঘ) গ্রীস
► ‘থিওরি অব রিলেটিভিটি’ এর প্রণেতা –
ক) আইজ্যাক নিউটন
উত্তরঃ খ) আলবার্ট আইনস্টাইন
গ) চালর্স ডারউইন
ঘ) আদ্রে শাখারভ
► গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তির মেয়াদ-
ক) ২০ বছর
খ) ২৫ বছর
উত্তরঃ গ) ৩০ বছর
ঘ) ৩৫ বছর
► ‘কেয়ার’ একটি-
ক) বাংলাদেশী এনজিও
উত্তরঃ খ) আমেরিকান এনজিও
গ) কানাডিয়ান এনজিও
ঘ) যুক্তরাজ্যের এনজিও
► সাময়িকভাবে মুদ্রস্ফীতি বন্ধ করা যায়-
ক) কর বৃদ্ধি করা
খ) দ্রব্যমূল্য বৃদ্ধি করা
গ) দ্রব্যমূল্য কমিয়ে
উত্তরঃ ঘ) মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করে
► বাংলাদেশের বনাঞ্চলে পরিমাণ মোট ভূমির কত শতাংশ ?
ক) ৯ শতাংশ
খ) ২ শতাংশ
গ) ৬ শতাংশ
উত্তরঃ ঘ) বর্তমানে বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ ১৭.০৪%।
► পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে-
ক) মুন্সীগঞ্জের নিকটে
খ) ভৈরবের নিকট
গ) চাঁদপুরের নিকট
উত্তরঃ ঘ) গোয়ালন্দের নিকট
► বাংলাদেশের শীতকালে কম বৃষ্টিপাত হয় —
উত্তরঃ ক) উত্তর-পূর্ব শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে
খ) সমুদ্র বায়ুর অভাবে
গ) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে
ঘ) নিরক্ষীয় বায়ুর প্রভাবে
► পার্বত্য চট্টগ্রামে মোট কয়টি উপজাতির বসবাস ?
ক) ১০টি
খ) ১২টি
উত্তরঃ গ) ১৩ টি
ঘ) ১৮টি
► ভারতের সাথে বাংলাদেশের সীমান্তের দৈঘ্য –
ক) ৩৩০০ কিলোমিটার
খ) ৩৫৩৭ কিলোমিটার
গ) ৩৭১৫ কিলোমিটার
উত্তরঃ ঘ) ৪১৫৬ কি.মি.
► নিম্নের কোনটির উপর বাংলাদেশের অবস্থান-
ক) ট্রপিক অব ক্যাপ্রিকন
উত্তরঃ খ) ট্রপিক অব ক্যানসার
গ) ইকুয়েটর
ঘ) আর্কটিক সার্কেল
► জাতীয় সংসদ তত্ত্ববধায়ক সরকার বিল পাস হয়-
ক) ২৫ মার্চ, ১৯৯৬
খ) ২৬ মার্চ, ১৯৯৬
উত্তরঃ গ) ২৮ মার্চ, ১৯৯৬
ঘ) ২৮ মার্চ, ১৯৬৯
► তৎকালীন পাকিস্তানে বংলা ভাষা রাষ্ট্রভাসা হিসেবে স্বীকৃতি লাভ করে-
ক) ১৯৫৪ সালে
খ) ১৯৫২ সালে
উত্তরঃ গ) ১৯৫৬ সালে
ঘ) ১৯৬৬ সালে
► জাতীয় সংসদের অধিবেশন ডাকেন-
উত্তরঃ ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) স্পিকার
ঘ) চীফ হুইপ
•• বঙ্গভঙ্গ রদ করা হয়-
ক) ১৯০৫ সালে
উত্তরঃ খ) ১৯১১ সালে
গ) ১৯০৬ সালে
ঘ) ১৯১৯ সালে
► বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়-
ক) ১৭০০ সালে
খ) ১৭৬২ সালে
গ) ১৯৬৫ সালে
উত্তরঃ ঘ) ১৭৯৩ সালে
► কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেতে বিতাড়িত করেন ?
ক) কাসিম খান
খ) ইসলাম খান
গ) মীরজুমলা
উত্তরঃ ঘ) শায়েস্তা খান
► টাইটানিক ছবি কতটি বিভাগে অস্কার পুরস্কার লাভ করে ?
ক) ১০ টি
উত্তরঃ খ) ১১টি
গ) ১২ টি
ঘ) ১৩ টি
► অ্যামনেস্টি ইন্টরন্যাশনালের লক্ষ্য-
ক) শিক্ষাক্ষেত্রে সাহায্য দেয়া
খ) দুর্গতদের সহায়তা করা
উত্তরঃ গ) মানবাধিকার সংরক্ষণ করা
ঘ) শিশুদের সাহায্য করা
► মাদার তেরেসা শান্তির জন্য নোবেল পুরস্কার পান-
উত্তরঃ ক) ১৯৭৯ সালে
খ) ১৯৮০ সালে
গ) ১৯৯০ সালে
ঘ) ১৯৯১ সালে
► ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য রাজসিংহাসন হারান-
ক) পঞ্চম এডওয়ার্ড
খ) ষষ্ঠ এডওয়ার্ড
গ) সপ্ত এডওয়ার্ড
উত্তরঃ ঘ) অষ্টম এডওয়ার্ড
► আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয় –
ক) ১৪ ফেব্রুয়ারি
খ) ১৪ জুলাই
উত্তরঃ গ) ১৪ নভেম্বর
ঘ) ১৪ ডিসেম্বর
► সি-১৩০ হচ্ছে একটি-
উত্তরঃ ক) বোমারু বিমান
খ) একটি পরিবহন বিমান
গ) যাত্রী বাহী বিমান
ঘ) রকেটবাহী বিমান
► দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবার আক্রমণ করে-
ক) ১৫ আগস্ট, ১৯৪৫
উত্তরঃ খ) ৭ ডিসেম্বর, ১৯৪১
গ) ৭মে, ১৯৪৫
ঘ) ১৪ ফেব্রুয়ারি, ১৯৪১
► ‘কমনওয়েলথ’ এর কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রাণীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করেন ?
উত্তরঃ ক) কানাডা
খ) অস্ট্রেলিয়া
গ) মরিশাস
ঘ) সাইপ্রাস
► দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে ‘সাপটা’ চুক্তি সই করেছে ?
ক) ১৯৭৬ সালে
খ) ১৯৮৫ সালে
উত্তরঃ গ) ১৯৯৩ সালে
ঘ) ১৯৮৪ সালে
► এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় –
ক) ব্যাংকক
খ) মালদ্বীপ
গ) শ্রীলংকা
উত্তরঃ ঘ) পাকিস্তান
► সার্কভুক্ত দেশগুলোতে মাথাপিছু আয় সবচাইতে বেশি –
ক) ভারত
উত্তরঃ খ) মালদ্বীপ
গ) শ্রীলংকা
ঘ) পাকিস্তান
► ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একক মুদ্রা চালু হয়েছে-
উত্তরঃ ক) ১ জানুয়ারি, ১৯৯৯
খ) ১ জুলাই, ১৯৯৯
গ) ১ মার্চ, ২০০০
ঘ) ১ জুলাই, ২০০০
► ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে-
উত্তরঃ ক) উত্তরসাগর ও আটলান্টিক মহাসাগরকে
খ) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে
গ) ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরকে
ঘ) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে
► গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত ?
উত্তরঃ ক) প্রশান্ত মহাসাগরে
খ) আটলান্টিক মহাসাগরে
গ) ভারত মহাসাগরে
ঘ) পারস্য মহাসাগরে
► স্ট্যানলি ও লিভিংস্টোন দু’টি –
ক) বিখ্যাত নদী
উত্তরঃ খ) বিখ্যাত জলপ্রপাত
গ) বিখ্যাত গিরিপথ
ঘ) বিখ্যাত শহর
► পৃথিবীর তথা আফ্রিকার দীর্ঘতম নদী –
ক) কঙ্গো
উত্তরঃ খ) নীল
গ) নাইজার
ঘ) আমাজান
► ‘হল্যান্ড’ কোন্ দেশের পুরাতন নাম ?
ক) ইংল্যান্ড
উত্তরঃ খ) নেদারল্যান্ড
গ) সুইডেন
ঘ) নিউজিল্যান্ড
► দ্বিতয়ি বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন-
ক) আইসেন হাওয়ার
খ) জন এফ কেনেডি
উত্তরঃ গ) রুজভেল্ট
ঘ) ট্রুম্যান
► সাবেক সোভেয়িত ইউনিয়ন ভেঙে কয়টি রাষ্ট্র গঠন করা হয় ?
ক) ১০টি
খ) ১১টি
গ) ১২টি
উত্তরঃ ঘ) ১৫ টি
► ফ্রান্স ও ইংল্যান্ডকে সংযোগকারী সমুদ্র তলদেশ নিয়ে নির্মিত টানেলটির দৈর্ঘ্য –
ক) ২০ কিলোমিটার
খ) ২৫ কিলোমিটার
গ) ৪০ কিলোমিটার
উত্তরঃ ঘ) ৪৫ কিলোমিটার
► ইংল্যান্ডের শিল্পবিপ্লব অনুষ্ঠিত হয়-
ক) ষষ্ঠদশ শতাব্দীতে
উত্তরঃ খ) সপ্তদশ শতাব্দীতে
গ) উনবিংশ শতাব্দীতে
ঘ) অষ্টাদশ শতাব্দীতে
► ভারতে মোট অঙ্গরাজ্যের সংখ্যা –
ক) ২৪টি
খ) ২৫টি
গ) ২৬ টি
উত্তরঃ ঘ) ২৯টি
► দেশটি অতীতে কখনও অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয় নি ?
উত্তরঃ ক) থাইল্যান্ড
খ) মায়ানমার
গ) ইন্দোনেশিয়া
ঘ) মালয়েশিয়া
► মিসর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল-
উত্তরঃ ক) ১৯৫৬ সালে
খ) ১৯৫৫ সালে
গ) ১৯৫৪ সালে
ঘ) ১৯৫৩ সালে
► সোনারগাঁও কেন বিখ্যাত ?
ক) শিল্প নগরী
উত্তরঃ খ) লোকশিল্প
গ) সোনার প্রস্তর পাওয়া যায়
ঘ) একটি স্থল বন্দর
► প্রাইজবন্ডের সর্বনিম্ন ইউনিট কত টাকার ?
ক) ৫০
উত্তরঃ খ) ১০০
গ) ৫০০
ঘ) ১০০০
► বারডেম বলতে কি বুঝায় ?
ক) স্টেডিয়াম
খ) ক্লাব
উত্তরঃ গ) হাসপাতাল
ঘ) হোটেল
► জাতীয় সাংসদের স্থাপতি কে ?
ক) লুই পাস্তুর
খ) লুই কার্লস
উত্তরঃ গ) লুই আই কান
ঘ) লুই রাসেল
► বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোগ কার ?
উত্তরঃ ক) এশিয়াটিক সোসাইটি
খ) বাংলা একাডেমী
গ) সংস্কৃতি মন্ত্রণালয়
ঘ) জাতীয় যাদুঘর
► সূর্যদীঘল বাড়ী-র লেখকের নাম কি ?
ক) কাজী মোতাহার হোসেন
খ) কবি জসিম উদ্দী
গ) ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ ঘ) আবু ইহসাক
► বন্যার পর কোন অসুখের প্রাদুর্ভাব বেশি ?
উত্তরঃ ক) ডায়রিয়া
খ) ডেঙ্গু
গ) জ্বর
ঘ) চুলকানি
► ধান গবেষণা ইনস্টিটিউড কোথায় ?
উত্তরঃ ক) গাজীপুর
খ) সালনা
গ) ঢাকা
ঘ) ময়মনসিংহ
► বাংলা একাডেমীর পুরাতন ভবনের নাম কি ?
ক) কার্জন হল
উত্তরঃ খ) বর্ধমান হাউস
গ) মেয়র ভবন
ঘ) আহসান মঞ্জিল
► দেশের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় কোনটি ?
ক) বুয়েট
খ) রাজশাহী
উত্তরঃ গ) ঢাকা
ঘ) জাহাঙ্গীরনগর
► পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে ?
ক) সিরাজগঞ্জ
খ) গোয়ালন্দ
উত্তরঃ গ) চাঁদপুর
ঘ) নগরবাড়ি
► পুলিশ ট্রেনিং একাডেমী কোথায় ?
ক) ঢাকা
খ) খুলনা
গ) টাঙ্গাইল
উত্তরঃ ঘ) সারদা
► বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় ?
ক) ১৯৯০
উত্তরঃ খ) ১৯৯২
গ) ১৯৯৪
ঘ) ১৯৯৬
► সরকারী কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয় ?
ক) ২৭
খ) ১০২
উত্তরঃ গ) ১৩৭
ঘ) ১৫০
► মাগুরছড়া গ্যাস ক্ষেত্র কোন জেলায় ?
ক) সিলেট
খ) হবিগঞ্জ
উত্তরঃ গ) মৌলভীবাজার
ঘ) ব্রাহ্মণবাড়িয়া
► উত্তরা গণভবন কোথায় ?
ক) চট্টগ্রাম
খ) রাজশাহী
উত্তরঃ গ) নাটোর
ঘ) যশোর
► লালবাগের কেল্লা কোন থানায় ?
ক) রমনা
খ) কোতওয়ালী
গ) ধানমণ্ডি
উত্তরঃ ঘ) লালবাগ
► জাতীয় ফুল কোনটি ?
ক) গোলাপ
খ) রজনীগন্ধা
উত্তরঃ গ) শাপলা
ঘ) চামেলী
► বাংলায় প্রথম পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি কোনটি ?
ক) সূর্য দীঘল বাড়ী
খ) আসিয়া
গ) সিরাজউদ্দৌলা
উত্তরঃ ঘ) মুখ ও মুখোশ
► শরীর থেকে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয়-
ক) যকৃত
খ) হৃপিণ্ড
গ) ফুসফুস
উত্তরঃ ঘ) কিডনি
► জাতিসংঘ সনদ (১৯৪৫) এ মোট কতটি দেশ স্বাক্ষর করেছিল ?
ক) ৫০ টি
উত্তরঃ খ) ৫১ টি
গ) ৫২ টি
ঘ) ১০০ টি
► জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কততম সিদ্ধান্ত অনুযায়ী ইরাকে অস্ত্র পরিদর্শকদের পাঠানো হয়েছিল ?
ক) ১২৩২
খ) ১৪০১
গ) ১৪৩২
উত্তরঃ ঘ) ১৪৪১
► ভাস্কো দা গামা ভারতে প্রথম এসেছিলেন কত সালে ?
উত্তরঃ ক) ১৪৯৮
খ) ১৫১০
গ) ১৫৩২
ঘ) ১৬০৯
► কুয়েতের আমীর শেখ জাবের আল আহমেদ আল জাবির আস সাবাহ ক্ষমতায় আছেন কবে থেকে ?
ক) ১৯৬২ সাল থেকে
খ) ১৯৭২ সাল থেকে
উত্তরঃ গ) ১৯৭৮ সাল থেকে
ঘ) ১৯৭৯ সাল থেকে
► সাবেক সোভেয়িত ইউনিয়নে র্গবাচেভ ক্ষমতাসীন হয়েছিলেন কবে ?
উত্তরঃ ক) ১৯৮৫ সালে
খ) ১৯৮৬ সালে
গ) ১৯৮৭ সালে
ঘ) ১৯৯০ সালে
► ই-৮ কি ?
ক) পৃথিবীর সবচেয়ে গরিব ৮ টি দেশ
উত্তরঃ খ) পরিবেশ দূষণকারী ৮ টি দেশ
গ) ধনী ৮টি দেশ
ঘ) শিল্পোন্নত ৮টি দেশ
► ভারতে প্রথম লোকসভা গঠিত হয়েছিল কবে ?
ক) ১৯৪৭ সালে
খ) ১৯৪৯ সালে
উত্তরঃ গ) ১৯৫০ সালে
ঘ) ১৯৫২ সালে
► মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কবে প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন ?
ক) ১৯৮০ সালে
উত্তরঃ খ) ১৯৮১ সালে
গ) ১৯৫০ সালে
ঘ) ১৯৯৩ সালে
► আয়ারল্যান্ডেকে কবে ব্রিটেনের অঙ্গরাজ্যে পরিণত করা হয় ?
উত্তরঃ ক) ১৬০১
খ) ১৬০৩
গ) ১৬১০
ঘ) ১৬৯০
► বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের কততম প্রেসিডেন্ট ছিলেন ?
ক) ১৬০১
খ) ১৬০৩
উত্তরঃ গ) ১৬১০
ঘ) ১৯৬০
► বাংলা ভাষাকে কোন দেশের ২য় ভাষার মর্যাদা দিয়েছে-
ক) লাইবেরিয়া
খ) নামিবীয়া
গ) সার্বিয়া
উত্তরঃ ঘ) সিয়েরালিয়ন
► দুধে কোন এসিড থাকে?
ক) ফোলিক
খ) হাইড্রোক্লোরিক
উত্তরঃ গ) ল্যাক্টিক
ঘ) সাইট্রিক
► হিরোশিমায় নিক্ষিপ্ত আণবিক বোমা –
উত্তরঃ ক) লিটল বয়
খ) ডেস্ট্রয়ার
গ) স্কাড
ঘ) প্যাট্রিয়ট
► দুই মহাদেশ বিস্তৃত নগর-
ক) কায়রো
খ) কাসাব্লাংকা
গ) প্যারিস
উত্তরঃ ঘ) ইস্তম্বুল
► বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা –
ক) মার্কটালী
খ) আন্দ্রে মালরো
উত্তরঃ গ) ডব্লিও এ. এ এডারল্যান্ড
ঘ) ওডওয়ার্ড কেনেডি
► শিল্প বিপ্লব শুরু হয়-
ক) যুক্তরাষ্ট্রে
খ) চীনে
উত্তরঃ গ) ইংল্যান্ডে
ঘ) রাশিয়ায়
► বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন শাসন হয়-
ক) ১৯৯২ সালে
খ) ১৯৯৪ সালে
গ) ১৯৯৬ সালে
উত্তরঃ ঘ) ১৯৯০ সালে
► সর্বোচ্চ পর্বতশৃঙ্গ-
ক) কাঞ্চনঝংগা
খ) অন্নপূর্ণা
উত্তরঃ গ) এভারেস্ট
ঘ) নাঙ্গা পর্বত
► চিলি কোথায় অবস্থিত?
ক) এশিয়ায়
খ) আফ্রিকায়
উত্তরঃ গ) দক্ষিণ আমেরিকায়
ঘ) মধ্যপ্রাচ্যে
► সম্প্রতি বাংলাদেশে জীবনরহস্য আবিষ্কৃত হয়েছে-
উত্তরঃ ক) পাটের
খ) ধানের
গ) গমের
ঘ) আঁখের
► ইসরাইলী গোয়েন্দা সংস্থার নাম-
ক) সি আই.এ.
খ) কে.জি.বি.
উত্তরঃ গ) মোসাদ
ঘ) RAW
► ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্যসংখ্যা-
ক) ৩০
উত্তরঃ খ) ২৭
গ) ২৫
ঘ) ২৮
► জাতিসংঘের প্রথম মহাসচিব-
ক) উথান্ট
উত্তরঃ খ) ট্রিগভেলি
গ) ড্যাগ হামার শোল্ড
ঘ) বুট্রস ঘালি
► মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি-
ক) সুইডেনে
উত্তরঃ খ) জাপানে
গ) নরওয়েতে
ঘ) কানাডায়
► কয়টি বিষয়ে নোবেল প্রাইজ দেওয়া হয়?
উত্তরঃ ক) ৮টি
খ) ৬টি
গ) ৪টি
ঘ) ১০টি
► SAARC – এর সদর দফতর অবস্থিত-
ক) ঢাকায়
উত্তরঃ খ) কাঠমন্ডুতে
গ) কলম্বোতে
ঘ) কাবুলে
► ‘কবর’ কবিতাটি লেখেন-
ক) মুনির চৌধুরী
উত্তরঃ খ) জসীম উদদীন
গ) আব্বাস উদ্দিন
ঘ) কাজী নজরুল ইসলাম
► হ্যামলেট নাটকটি লেখেন-
উত্তরঃ ক) সেক্সপিয়র
খ) রবার্ট ফ্রস
গ) আনেস্ট হোমারওয়ে
ঘ) জন কিটস
► ২০০৯ সালে শান্তিতে নোবেল প্রাইজ পান
ক) ড. ইউনুস
উত্তরঃ খ) বারাক ওবামা
গ) অং সান সুচি
ঘ) বান কি মুন
► দাসপ্রথা বিলুপ্ত করেন-
ক) মার্টিন লুথার কিং
উত্তরঃ খ) আব্রাহাম লিংকন
গ) নেলসন ম্যান্ডেলা
ঘ) জর্জ ওয়াশিংটন
► বিশ্বের দীর্ঘতম নদী-
ক) আমাজন
উত্তরঃ খ) নীলনদ
গ) মেকং
ঘ) ভোলগা
► মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন-
ক) ৯ জন
উত্তরঃ খ) ৭ জন
গ) ১০ জন
ঘ) ১২ জন
► বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার-
উত্তরঃ ক) ১.২%
খ) ২.০০%
গ) ১.৪৯%
ঘ) ১.৮৪%
► জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা-
ক) ৪৫
খ) ৩০
গ) ৬০
উত্তরঃ ঘ) ৫০
► বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন-
ক) মাননীয় স্পিকার
খ) মাননীয় প্রধানমন্ত্রী
উত্তরঃ গ) মহামান্য রাষ্ট্রপতি
ঘ) চিফ হুইফ
► আমরা যে চক দিয়ে লিখি তা হচ্ছে-
ক) ক্যালসিয়াম ক্লোরাইড
খ) ক্যালসিয়াম ফসফেট
উত্তরঃ গ) ক্যাসসিয়াম কার্বনেট
ঘ) ক্যালসিয়াম সালফেট
► রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি নির্গত হয়?
উত্তরঃ ক) মৃদু রঞ্জন রশ্মি
খ) বিটা রশ্মি
গ) কসমিক রশ্মি
ঘ) গামা রশ্মি
► পানিকে বরফে পরিণত করলে এর আয়তন-
উত্তরঃ ক) বাড়ে
খ) প্রথমে বাড়ে পরে কমে
গ) একই থাকে
ঘ) কমে
► পিতল হচ্ছে-
ক) তামা ও লোহার সংকর
খ) তামা ও নিকেলের সংকর
গ) টিন ও দস্তার সংকর
উত্তরঃ ঘ) তামা ও দস্তার সংকর
► কোথায় সাঁতার কাটা কম আয়াসসাধ্য :
উত্তরঃ ক) সুইমিং পুল
খ) পুকুর
গ) নদী
ঘ) সমুদ্র
► নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কোনটি?
ক) হাড়ের গুড়া
উত্তরঃ খ) সরিষার খৈল
গ) গৃহস্থলির ছাই
ঘ) মাছের কাঁটা
► রক্তের লোহিত কণিকার কাজ কি?
উত্তরঃ ক) অক্সিজেন বহন করা
খ) নাইট্রোজেন বহন করা
গ) কার্বন ডাই অক্সাইড
ঘ) কোনটিই নয়
► শিমগাছ মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে?
ক) পটাশিয়াম
উত্তরঃ খ) নাইট্রোজেন
গ) হাইড্রোজেন
ঘ) কার্বন ডাই-অক্সাইড
► এইডস রোগ রক্তের কোন কণিকা ধ্বংস করে?
ক) লোহিত কণিকা
উত্তরঃ খ) শ্বেত কণিকা
গ) রক্ত প্লাজমা
ঘ) কোনটিই নয়
► বাতাসে অক্সিজেনের শতকরা হার কত?
ক) ৭৬%
খ) ৪%
গ) ০.০০২%
উত্তরঃ ঘ) ২০.৭১%
► বাংলাদেশের আইনসভার নাম কি?
উত্তরঃ ক) জাতীয় সংসদ
খ) মন্ত্রী পরিষদ
গ) রাষ্ট্রপতি শাসিত
ঘ) সরকার পার্লামেন্ট
► স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তরঃ ক) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
খ) সৈয়দ নজরুল ইসলাম
গ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
ঘ) তাজউদ্দীন আহমেদ
► নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়-
উত্তরঃ ক) ২৯ ডিসেম্বর, ২০০৮
খ) ৩০ ডিসেম্বর, ২০০৮
গ) ৩১ ডিসেম্বর, ২০০৮
ঘ) ০১ জানুয়ারি, ২০০৯
► বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দীন জাহাঙ্গীরের কবর কোন জেলায় ?
ক) নাটোর
খ) নওগাঁ
উত্তরঃ গ) চাঁপাইনবাবগঞ্জ
ঘ) রাজশাহী
► প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
ক) ঢাকা
খ) নয়াদিল্লী
গ) কলম্বো
উত্তরঃ ঘ) কাঠমন্ডু
► ২০১০ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়-
ক) ভারত
খ) ব্রাজিল
গ) দক্ষিণ কোরিয়া
উত্তরঃ ঘ) দক্ষিণ আফ্রিকা
► বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম কী?
ক) নার্গিস
খ) সিডর
উত্তরঃ গ) মহাসেন
ঘ) আইলা
► ‘ভাওয়াইয়া’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?
ক) ময়মনসিংহ
খ) রাজশাহী
উত্তরঃ গ) রংপুর
ঘ) ঢাকা
► FAO -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ ক) রোম
খ) জেনেভা
গ) ব্যাংকক
ঘ) প্যারিস
► PRSP হচ্ছে –
ক) বাজেট বিশ্লেষণ
উত্তরঃ খ) দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র
গ) পঞ্চবার্ষিকী পরিকল্পনা
ঘ) দরিদ্রজনকে ঋণদান প্রণালী
► কোন উদ্ভিদের কান্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?
ক) ফার্ন
খ) ফণিমনসা
গ) আদা
উত্তরঃ ঘ) পাথরকুচি
► বিশ্বের অষ্টম পারমানবিক ক্ষমতার দেশ কোনটি?
ক) ইরান
উত্তরঃ খ) উত্তর কোরিয়া
গ) দক্ষিণ কোরিয়া
ঘ) ইসরাইল
► “আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না,যাহা অনুশীলন করি, তাহা বিশ্বাস করি না”-এ উক্তি করেন-
ক) কাজী নজরুল ইসলাম
উত্তরঃ খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) অরুন্ধতী রায়
ঘ) রাজা রামমোহন রায়
► টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ক) আসাম
উত্তরঃ খ) মণিপুর
গ) নাগাল্যান্ড
ঘ) মিজোরাম
► ২০০৯-২০১০ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যায়ে ধরা হয়-
ক) ৩০,০০০ কোটি টাকা
খ) ৩০,৫০০ কোটি টাকা
গ) ৩১,০০০ কোটি টাকা
উত্তরঃ ঘ) কোনটিই নয়
►ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি?
ক) মারদেকা প্রাসাদ
উত্তরঃ খ) এলিসি প্রাসাদ
গ) বাকিংহাম প্রাসাদ
ঘ) মানালা প্রাসাদ
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১৪ "
Post a Comment