গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১৫
► বাংলা নববর্ষ ১ বৈশাখ চালু করেছিলেন-
ক) লক্ষ্মণ সেন
খ) ইলিয়াস শাহ
উত্তরঃ গ) সম্রাট আকবর
ঘ) বিজয় সেন
► স্থাপত্য ‘অপরাজেয় বাংলার’ স্থপতি কে?
ক) মাইনুল হোসেন
খ) তানভীর কবির
গ) শামীম শিকদার
উত্তরঃ ঘ) সৈয়দ আবদুল্লাহ খালেদ
► বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
উত্তরঃ ক) আরব-বাংলাদেশ ব্যাংক লিমিটেড
খ) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
গ) আল-বারাকা ব্যাংক
ঘ) ইসলামিক ব্যাংক
► বিদেশে বাংলাদেশের কয়টি কূটনৈতিক মিশন আছে?
ক) ৪১টি
খ) ৪৯ টি
গ) ৫০টি
উত্তরঃ ঘ) ৫৮টি
► ‘একাত্তরের বিজয় গাঁধা’ কার লেখা?
ক) এ্যান্থনী মাসকারেনহাস
খ) আবদুল গাফ্ফার চৌধুরী
গ) রাবেয়া খাতুন
উত্তরঃ ঘ) মেজর রফিকুল ইসলাম
► একজন সংসদ সদস্য স্পীকার অনুমতি ছাড়া কত দিন সংসদের বাইরে থাকতে পারবে?
ক) ৩০ দিন
খ) ৪৫ দিন
গ) ৬০ দিন
উত্তরঃ ঘ) ৯০ দিন
► ডায়াবেটিস সচেতনতা দিবস কোনটি?
ক) ২৮ জানুয়ারি
উত্তরঃ খ) ২৮ ফেব্রুয়ারি
গ) ২৮ মার্চ
ঘ) ২০ মার্চ
► বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
উত্তরঃ ক) এপ্রিল
খ) মে
গ) জুন
ঘ) আগষ্ট
► বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?
ক) কর্ণফুলী বহুমুখী প্রকল্প
খ) গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প
উত্তরঃ গ) তিস্তা বাঁধ প্রকল্প
ঘ) মেঘনা প্রকল্প
► ‘রাষ্ট্রপতি পুরষ্কার’ প্রদান করা হয়-
ক) শিল্প উন্নয়নের জন্য
খ) শ্রেষ্ঠ শিল্প উদ্যোক্তার জন্য
উত্তরঃ গ) কৃষি উন্নয়নের জন্য
ঘ) শিক্ষায় অবদানের জন্য
► বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত?
ক) ৩৭১৫ কি. মি.
খ) ৩৭১৭ কি. মি.
উত্তরঃ গ) ৫১৩৮ কি. মি.
ঘ) ৩৭৩০ কি. মি.
► কত সালে ইরানে বিপ্লব সংঘটিত হয়?
উত্তরঃ ক) ১৯৭৯ সালে
খ) ১৭৯৮ সালে
গ) ১৮৯৯ সালে
ঘ) ১৯৯১ সালে
► কত সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায়?
ক) ১৯৯০ সালে
খ) ১৯৯৫ সালে
গ) ১৯৯২ সালে
উত্তরঃ ঘ) ১৯৯১ সালে
► নারী উন্নয়ন ত্বরান্বিত করার জন্যে জাতিসংঘ কত সালে CEDAW প্রতিষ্ঠিত করে?
ক) ১৯৭৩ সালে
খ) ১৯৪৫ সালে
গ) ১৯৮৯ সালে
উত্তরঃ ঘ) ১৯৭৯ সালে
► পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা-
উত্তরঃ ক) ১০৯ টি
খ) ৯৫ টি
গ) ১৩৬ টি
ঘ) ২০৪ টি
► হযরত মুহাম্মদ [সাঃ] কত সালে হিযরত করেন?
উত্তরঃ ক) ৬২২ খ্রিঃ
খ) ৬৩২ খ্রিঃ
গ) ৬১২ খ্রিঃ
ঘ) ৬১৬ খ্রিঃ
► ইউনিসেফ সুন্দরবনকে কততম “বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে?
ক) ৫২১তম
খ) ৫২৩তম
উত্তরঃ গ) ৫২২তম
ঘ) ৫২৮তম
► ক্রিকেটে আউট হওয়ার উপায় কয়টি?
ক) ৬টি
খ) ৮টি
উত্তরঃ গ) ১০টি
ঘ) ১২টি
► সবচেয়ে ছোট পাখি কোনটি?
ক) চড়ুই
উত্তরঃ খ) নাইটেঙ্গেল
গ) বাবুই
ঘ) হামিংবার্ড
► গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে?
ক) ৫ ঘন্টা
খ) ১২ ঘন্টা
উত্তরঃ গ) ৬ ঘন্টা
ঘ) ১০ ঘন্টা
► আদর্শ Transition curve এ যে curve ব্যবহৃত হয় তা হল-
ক) cubic parabola
খ) clothoid spiral
গ) cubic spiral
উত্তরঃ ঘ) None of them
► In a whole circle bearing system S 25° 15ʹE corresponds to –
ক) 115° 15ʹ
খ) 114° 45ʹ
গ) 205° 15ʹ
উত্তরঃ ঘ) None of them
► বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ কত?
ক) ২০.০১%
খ) ২১.০১%
গ) ২১.০৭%
উত্তরঃ ঘ) ২০.৭১%
► বর্তমান যে প্রটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করা যায় তার নাম-
উত্তরঃ ক) ভয়েস ওভার আইপি
খ) ইন্টারনেট টেলিফোন
গ) মডেম পোস্ট
ঘ) অফিস প্রটোকল
► বাংলাদেশে টিভি সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগনাল পাঠানো হয়-
ক) এমপ্লিচুড মডুলেশন করে
উত্তরঃ খ) ফ্রিকুয়েন্সী মডুলেশন করে
গ) ফেজ মডুলেশন করে
ঘ) বাইনারী মডুলেশন করে
► নিচের কোন এমপ্লিফায়ারের কার্যদক্ষতা সবচেয়ে বেশি?
ক) ক্লাস-এ এমপ্লিফায়ার
উত্তরঃ খ) ক্লাস-বি এমপ্লিফায়ার
গ) ক্লাস-সি এমপ্লিফায়ার
ঘ) ক্লাস-এ বি এমপ্লিফায়ার
► ‘কসমিক ইয়ার’ বলতে কি বুঝায় ?
ক) সূর্যের নিজ অক্ষে আবর্তনকাল
খ) পৃথিবীর নিজ অক্ষে আবর্তনকাল
গ) ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল
উত্তরঃ ঘ) নক্ষত্রের নিজ অক্ষে আবর্তনকাল
► বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে কোন ধরনের তার ব্যবহার করা হয়?
ক) সীসার তার
খ) তামার তার
উত্তরঃ গ) নাইক্রোম তার
ঘ) টাংস্টেন তার
► একটি মোটা তারের রোধ একটি চিকন তারের রোধের তুলনায়-
ক) বেশি
উত্তরঃ খ) কম
গ) সমান
ঘ) দ্বিগুণ
► উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়-
ক) স্টেপ-আপ ট্রান্সফরমারের সাহায্যে
উত্তরঃ খ) স্টেপ-ডাউন ট্রান্সফরমারের সাহায্যে
গ) এডাপটারের সাহায্যে
ঘ) ট্রান্সমিটারের সাহায্যে
► বাংলাদেশের বাসা-বাড়িতে বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ হল-
ক) ১১০ ভোল্ট এ. সি
খ) ১১০ ভোল্ট ডি.সি
উত্তরঃ গ) ২২০ ভোল্ট এ.সি
ঘ) ২২০ ভোল্ট ডি.সি
► ‘মডেম’ এর মধ্যে থাকে-
ক) একটি মডুলেটর
খ) একটি এনকোডার
গ) একটি কোডেক
উত্তরঃ ঘ) একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
► ভূমিকম্প নির্ণয়ের যন্ত্র কোনটি?
ক) সেক্সট্যান্ট
খ) রিক্টর স্কেল
উত্তরঃ গ) সিমোগ্রাফ
ঘ) ম্যানোমিটার
► বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
ক) কম হয়
খ) বেশি হয়
উত্তরঃ গ) একই হয়
ঘ) খুব কম হয়
► সবুজ ফল পাকলে রঙিন হয় কেন?
ক) ক্লোরোফিল থাকার কারণে
খ) সায়োনোফিল থাকার কারণে
উত্তরঃ গ) জ্যান্থোফিলের উপস্থিতির
ঘ) কারণে কোনটিই নয়
► গামা রশ্মির চার্জ কোনটি?
ক) ধনাত্মক
উত্তরঃ খ) চার্জ নিরপেক্ষ
গ) ধনাত্মক ও ঋণাত্মক উভয় ধরনের
ঘ) ঋণাত্মক
► সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ কোনটি?
ক) শনি
খ) পৃথিবী
উত্তরঃ গ) বৃহস্পতি
ঘ) মঙ্গল
► সূর্য কিরণ হতে কোন ভিটামিন পাওয়া যায়?
ক) ভিটামিন এ
খ) ভিটামিন বি
গ) ভিটামিন ই
উত্তরঃ ঘ) ভিটামিন ডি
► সূর্য, চাঁদ ও তারা এগুলোকে একত্রে কি বলে ?
ক) নক্ষত্র
খ) গ্রহ
উত্তরঃ গ) জ্যোতিষ্ক
ঘ) নীহারিকা
► এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় ?
ক) ব্যাংকক
খ) সিঙ্গাপুর
গ) টোকিও
উত্তরঃ ঘ) ম্যানিলা
► স্টিফেন হকিং বিশ্বের একজন বিখ্যাত-
উত্তরঃ ক) পদার্থবিদ
খ) রসায়নবিদ
গ) দার্শনিক
ঘ) কবি
► কোনটি স্তন্যপায়ী প্রাণী নয় ?
ক) হাতি
খ) তিমি
গ) বাদুড়
উত্তরঃ ঘ) কুমির
► ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে ?
ক) মাইকেল এঞ্জেলো
উত্তরঃ খ) লিনার্দো দ্য ভিঞ্চি
গ) ভ্যানগগ
ঘ) পাবলো পিকাসো
► আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি ?
ক) ধ্রুবতারা
খ) প্রক্সিমা সেন্টরাই
উত্তরঃ গ) লুদ্ধক
ঘ) পুলহ
► জোয়ার ভাটার তেজকটাল কখন হয় ?
উত্তরঃ ক) অমাবস্যায়
খ) একাদশীতে
গ) অষ্টমীতে
ঘ) পঞ্চমীতে
► ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলে ?
ক) গুরুবৃত্ত
খ) ঊষা
গ) গোধূলি
উত্তরঃ ঘ) ছায়াবৃত্ত
► সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে ?
উত্তরঃ ক) ৮.৩২ মিনিট
খ) ৯.১২ মিনিট
গ) ৭.৯৬ মিনিট
ঘ) ১০.১২ মিনিট
► বাংলায় ইউরোপীয়দের মধ্যে কারা প্রথম এসেছিল ?
ক) ইংরেজরা
খ) ফরাসিরা
গ) ওলন্দাজরা
উত্তরঃ ঘ) পর্তুগিজরা
► বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ?
ক) জয়নুল আবেদিন
উত্তরঃ খ) কামরুল হাসান
গ) হাসেম খান
ঘ) হামিদুর রহমান
► ‘আকাবা’ কোন দেশের সমুদ্র বন্দর?
ক) মিয়ানমার
উত্তরঃ খ) জর্ডান
গ) ইরাক
ঘ) ইসরাইল
► বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল ?
উত্তরঃ ক) সিপাহী
খ) ল্যান্স নায়েক
গ) হাবিলদার
ঘ) ক্যাপ্টেন
► বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত ?
ক) শীতলক্ষ্যা
উত্তরঃ খ) বুড়িগঙ্গা
গ) মেঘনা
ঘ) তুরাগ
► একজন সাধারণ মানুষের দেহে মোট কতটি হাড় থাকে ?
উত্তরঃ ক) ২০৬
খ) ৩০৬
গ) ৪০৬
ঘ) ৫০৬
► মিশর সুয়েজখাল জাতীয়করণ করে-
ক) ১৯৫৫ সালে
উত্তরঃ খ) ১৯৫৬ সালে
গ) ১৯৫৮ সালে
ঘ) ১৯৬২ সালে
► জাপান পার্ল হারাবার আক্রমণ করে-
উত্তরঃ ক) ৭ ডিসেম্বর ১৯৪১
খ) ২৩ জুন ১৯৪২
গ) ৩ নভেম্বর ১৯৪২
ঘ) ২৬ জুলাই ১৯৪৩
► জাতিসংঘ দিবস পালিত হয় কবে ?
ক) ২৪ আগস্ট
খ) ২৪ সেপ্টেম্বর
উত্তরঃ গ) ২৪ অক্টোবর
ঘ) ২৪ ডিসেম্বর
► ইউরিয়া সারের কাঁচামাল-
ক) অপরিশোধিত তেল
খ) ক্রিংকার
উত্তরঃ গ) এমোনিয়া
ঘ) মিথেন গ্যাস
► আইএমএফ এর সদর দপ্তর কোথায় ?
উত্তরঃ ক) ওয়াশিংটন
খ) মস্কো
গ) লন্ডন
ঘ) নিউইয়র্ক
► মহামন্দা মোকাবিলায় মোন মার্কিন প্রেসিডেন্ট ‘নিউ ডিল’ ব্যবস্থা প্রবর্তন করেন ?
ক) হুভার
খ) উড্রো উইলসন
গ) রিচার্ড নিক্সন
উত্তরঃ ঘ) ফ্যাঙ্কলিন রুজভেল্ট
► বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি ?
ক) পদ্মা
উত্তরঃ খ) মেঘনা
গ) যমুনা
ঘ) ব্রহ্মপুত্র
► ইউনেস্কো বাংলাদেশের কোন গানকে মানবতার ধারক বলে স্বীকৃতি দিয়েছে ?
উত্তরঃ ক) বাউল গান
খ) পল্লীগীতি
গ) লালনগীতি
ঘ) ভাওয়াইয়া
► জন্মনিয়ন্ত্রণ আন্দোলনের পথিকৃৎ কে ?
উত্তরঃ ক) মার্গারেট স্যাঙ্গার
খ) ফ্লোরেন্স নাইটেঙ্গল
গ) মাদার তেরেসা
ঘ) সেলমা লেগারলফ
► ফোর্ট উইলিয়াম কোথায় অবস্থিত ?
ক) ঢাকা
খ) মুর্শিদাবাদা
উত্তরঃ গ) কলকাতা
ঘ) আগ্রা
► মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ ক) করতোয়া
খ) গড়াই
গ) আত্রাই
ঘ) মহানন্দা
►দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
ক) দিনাজপুর
উত্তরঃ খ) লালমনিরহাট
গ) রংপুর
ঘ) কুড়িগ্রাম
► ঢাকা বিভাগে কয়টি জেলা ?
ক) ১৪টি
খ) ১৫টি
উত্তরঃ গ) ১৭টি
ঘ) ১২টি
► আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
ক) লন্ডন
খ) মিউনিখ
গ) মস্কো
উত্তরঃ ঘ) প্যারিস
► উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংঘটিত হয়?
উত্তরঃ ক) ১৮৫৭ সালে
খ) ১৭৫৭ সালে
গ) ১৯৪৭ সালে
ঘ) ১৮৪৭ সালে
► ক্রীপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে?
ক) অর্থনৈতিক
উত্তরঃ খ) রাজনৈতিক
গ) সামাজিক
ঘ) সাংস্কৃতিক
► লালবাগের কেল্লার নির্মাণ কাজ সমাপ্ত করেন কে?
ক) টিপু সুলতান
খ) শাহ সুজা
উত্তরঃ গ) শায়েস্তা খান
ঘ) ইসলাম খান
► নিচের কোন পর্যটক সোনারগাঁ এসেছিলেন?
ক) মার্কোপোলো
খ) ফা-হিয়েন
গ) হিউয়েন সাং
উত্তরঃ ঘ) ইবলে বতুতা
► সমুদ্র নীল দেখানোর কারণ হলো আপতিত সূর্য রশ্মির –
উত্তরঃ ক) বিক্ষেপণ
খ) প্রতিফলন
গ) প্রতিসরণ
ঘ) পোষণ
► যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে যাওয়া হয়, তখন তার ওজন –
ক) কমে
উত্তরঃ খ) বাড়ে
গ) একই থাকে
ঘ) অর্ধেক হয়ে যায়
► কম্পিউটারে হার্ডওয়্যার বলতে বোঝানো হয় –
ক) স্মৃতি অংশ
খ) কেন্দ্রীয় প্রকিয়াকরণ অংশ
উত্তরঃ গ) কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
ঘ) শক্ত ধাতব অংশ
► বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে –
ক) টেকের হাটে
খ) রাণীগঞ্জে
গ) বিয়ানীবাজারে
উত্তরঃ ঘ) বিঝয়পুরে
► বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত?
উত্তরঃ ক) ৭
খ) ৮
গ) ১০
ঘ) ১২
► সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
ক) দিল্লি
উত্তরঃ খ) কাঠমান্ডু
গ) ঢাকা
ঘ) কলম্বো
► বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়?
ক) ২৬ মার্চ
খ) ১৬ ডিসেম্বর
উত্তরঃ গ) ১৪ ডিসেম্বর
ঘ) ২৪ এপ্রিল
► মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশেকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল ?
ক) ৯টি
খ) ১৪টি
গ) ১২টি
উত্তরঃ ঘ) ১১টি
► যে বস্তু আলোর সকল রং প্রতিফলিত করে, তার রং –
ক) কালো
উত্তরঃ খ) সাদা
গ) লাল
ঘ) বেগুনি
► তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় –
ক) কঠিন পদার্থ
খ) তরল পদার্থ
উত্তরঃ গ) বায়বীয় পদার্থ
ঘ) মিশ্র পদার্থ
► মাঝখানে গোলাকার ছিদ্রবিশিষ্ট একটি প্লেটকে উত্তপ্ত করলে ছিদ্রটির ব্যাস –
উত্তরঃ ক) কমবে
খ) বাড়বে
গ) অপরিবর্তিত থাকবে
ঘ) প্রথমে বাড়বে, পরে কমবে
► বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি?
ক) বেগুনি ও হলুদ
খ) লাল ও নীল
গ) নীল ও সবুজ
উত্তরঃ ঘ) বেগুনি ও লাল
► কোন দেশটি জাতিসংঘ সদস্যপদ প্রত্যাহার করেছিল?
ক) কিউবা
উত্তরঃ খ) ইন্দোনেশিয়া
গ) উত্তর কোরিয়া
ঘ) ইরান
► সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় কবে কার্যক্রম শুরু করে?
উত্তরঃ ক) ২৬ আগস্ট ২০১০
খ) ২৭ আগস্ট ২০১০
গ) ২৮ আগস্ট ২০১০
ঘ) ২৯ আগস্ট ২০১০
► ফেসবুকের জনক কে?
ক) লেরি পেজ
খ) সার্জি ব্রিন
উত্তরঃ গ) মার্ক জুকারবার্গ
ঘ) জিমি ওয়েলস
► গারুদা কোন দেশের বিমান সংস্থা ?
ক) ব্রিটেন
খ) মালয়েশিয়া
উত্তরঃ গ) ইন্দোনেশিয়া
ঘ) থাইল্যান্ড
► বিশ্বের প্রথম ক্লিানিং প্রাণীর নাম কি?
উত্তরঃ ক) ডলি
খ) সিসি
গ) টেট্রো
ঘ) পলি
► কোন গ্যাসটি বায়ুমন্ডলের ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী?
ক) কার্বন ডাই অক্সাইড
উত্তরঃ খ) ক্লোরোফ্লোরো কার্বন
গ) কার্বন মনো অক্সোইড
ঘ) সালফার ডাই অক্সাইড
► নিম্নের কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়?
উত্তরঃ ক) ২৩ সেপ্টেম্বর
খ) ২৩ মার্চ
গ) ২১ জুন
ঘ) ২১ সেপ্টেম্বর
► বুড়িগঙ্গা নদীটি-
ক) ধলেশ্বরীর উপনদী
খ) শীতলক্ষ্যার শাখা নদী
গ) তুরাগ নদীর শাখা নদী
উত্তরঃ ঘ) ধলেশ্বরীর শাখা নদী
► জাতিসংঘ দিবস কবে পালন করা হয়?
ক) ২৪ সেপ্টেম্বর
খ) ৭ জুলাই
উত্তরঃ গ) ২৪ অক্টোবর
ঘ) ১০ ডিসেম্বর
► রঙিন টেলিভিশন ক্যামেরায় তিনটি মৌলিক রং কি কি?
উত্তরঃ ক) লাল, আসমানী এবং সবুজ
খ) লাল, আসমানী এবং কমলা
গ) লাল, আসমানী এবং বেগুনী
ঘ) লাল, আসমানী এবং হলুদ
► হলুদ ফুলকে নীল কাঁচের মধ্য দিয়ে দেখলে কিরূপ দেখায়?
ক) হলুদ
উত্তরঃ খ) কালো
গ) নীল
ঘ) সবুজ
► আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক কোনটি?
উত্তরঃ ক) ঘনমিটার
খ) কিলোমিটার
গ) মিটার
ঘ) বর্গমিটার
► নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
ক) প্রাকৃতিক গ্যাস
উত্তরঃ খ) বায়োগ্যাস
গ) কয়লা
ঘ) পেট্রোলিয়াম
► ইপিআই কর্মসূচীর মাধ্যমে প্রতিরোধযাগ্য রোগের সংখ্যা কয়টি?
উত্তরঃ ক) ৭টি
খ) ৬টি
গ) ৩টি
ঘ) ৫টি
► পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
ক) গোপাল
উত্তরঃ খ) ধর্মপাল
গ) রামপাল
ঘ) দেবপাল
► জাতীয় সংসদ অধিবেশন কে আহ্বান করেন?
উত্তরঃ ক) রাষ্ট্রপতি
খ) চীফ হুইপ
গ) প্রধানমন্ত্রী
ঘ) স্পীকার
► বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তকে পৃথক করেছে কোন নদী?
ক) হালদা নদী
উত্তরঃ খ) নাফ নদী
গ) কাসালং নদী
ঘ) কর্ণফুলী নদী
► বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে কবে ‘জাতির জনক’ ঘোষণা করা হয়?
ক) ১০ জানুয়ারী, ১৯৭২
খ) ১৬ ডিসেম্বর, ১৯৭১
গ) ২৬ মার্চ, ১৯৭১
উত্তরঃ ঘ) ৩ মার্চ, ১৯৭১
► মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়?
উত্তরঃ ক) ১১টি
খ) ১০টি
গ) ৯টি
ঘ) ৭টি
► বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
ক) হাসেম খান
উত্তরঃ খ) কামরুল হাসান
গ) জয়নুল আবেদিন
ঘ) হামিদুর রহমান
► রক্ষশূন্যতা দেখা দেয় কোনটির অভাবে?
উত্তরঃ ক) আয়রন
খ) ভিটামিন এ
গ) ক্যালসিয়াম
ঘ) আয়োডিন
► সিডর শব্দের অর্থ –
ক) ঘূর্ণিঝড়
উত্তরঃ খ) চোখ
গ) জলোচ্ছাস
ঘ) সাহসী
► ২০১০ সালে চিকিৎসা বিজ্ঞানে কে নোবেল পুরস্কার পান?
ক) আন্দ্রে পেইম
খ) এমেরিটাস রিচার্ড হেক
গ) আকিরা সুজুকি
উত্তরঃ ঘ) রবার্ট এডওয়ার্ডস
► বাংলাদেশে কোন সনে আদমশুমারী করা হবে?
ক) ২০১২ খ্রিস্টাব্দে
খ) ২০১৩ খ্রিস্টাব্দে
গ) ২০১৪ খ্রিস্টাব্দে
উত্তরঃ ঘ) ২০১১ খ্রিস্টাব্দে
► জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয় দফা ঘোষণা করেন?
ক) ১০ জানুয়ারি, ১৯৬৬
উত্তরঃ খ) ৫ ফেব্রুয়ারি, ১৯৬৬
গ) ২৩ মার্চ, ১৯৬৬
ঘ) ১৩ ফেব্রুয়ারি, ১৯৬৬
► ইনটেল INTANUM কত বিট মাইক্রো প্রসেসর ?
ক) ৩২
খ) ৬৪
গ) ১২৮
উত্তরঃ ঘ) ২৫৬
► কোন সালে মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় ?
ক) ১৯৭২ সালে
উত্তরঃ খ) ১৯৭১ সালে
গ) ১৯৭৩ সালে
ঘ) ১৯৭৪ সালে
► কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইট = কত বাইট ?
ক) ১০০০×১০০০
উত্তরঃ খ) ১০২৪১০২৪
গ) ১০৩২ ×১০৩২
ঘ) ১০০×১০০
► কম্পিউটার সিস্টেমে ‘ওয়ার্ড’ গঠনের সংমিশ্রণ হল-
ক) Bytes
খ) Bits
উত্তরঃ গ) Characters
ঘ) Symbols
► একজন ভাল কম্পিউটার প্রোগ্রামারের প্রাথমিক গুণাবলি কি ?
উত্তরঃ ক) Logical Mind
খ) Logical Program
গ) Logical Instruction
ঘ) Logical Thoughts
► কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করেন ?
ক) কন্ট্রোল ইউনিট
উত্তরঃ খ) সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
গ) গাণিতিক ইউনিট
ঘ) যুক্তি বর্তনী ইউনিট
► কোন কম্পিউটার মেমোরী কখনো স্মৃতিভ্রংশ হয় না ?
উত্তরঃ ক) ROM
খ) RAM
গ) PROM
ঘ) EPROM
► (21.125)10 ডেসিমেল নম্বরের বাইনারী কোড কত ?
উত্তরঃ ক) ১০১০১.০০১
খ) ০১০১০০.০০১
গ) ০১০১০১.০১০
ঘ) ০১০১০০.১১১
► কম্পিউটার যুক্তি বর্তনী অংশের সাধারণ গেটগুলোর নাম-
ক) OR, AND, NAND
খ) NOR, AND, NOT
উত্তরঃ গ) OR, AND, NOT
ঘ) NOR, NAND, EX-OR
► হেক্ডেসিমেল নম্বর গঠনের সংমিশ্রণ হল
ক) বাইনারী ও ডেসিমেল নম্বরের
উত্তরঃ খ) অক্ষর ও ডেসিমেল ডিজিট
গ) বাইনারী ও অকটাল নম্বর
ঘ) অক্টাল ও ডেসিমেল নম্বর
► কম্পিউটার হার্ডওয়্যার বলতে বুঝানো হয়-
ক) স্মৃতি অংশ
খ) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
উত্তরঃ গ) কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
ঘ) শক্ত ধাতব অংশ
► বিশ্বের সর্বপ্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার-
উত্তরঃ ক) ENIAC
খ) EDVAC
গ) UNIVAC
ঘ) IBM
► আধুনিক কম্পিউটারের জনক বলা হয়-
ক) ডঃ জন মসলিকে
খ) প্রেসপার একটিকে
গ) হলারিধকে
উত্তরঃ ঘ) চালর্স ব্যাবেজকে
► কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গঠিত –
ক) গ্রহণ মুখ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
খ) অভ্যান্তরীণ স্মৃতি ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
গ) স্মৃতি ও যুক্তি বর্তনী অংশের সমন্বয়ে
উত্তরঃ ঘ) অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
► কম্পিউটার ভাইরাস হল-
উত্তরঃ ক) এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
খ) কম্পিউটারের যন্ত্রাংশে কোথাও শর্ট সার্কিট
গ) কম্পিউটারের যন্ত্রাংশের মধ্যে জমা থাকা ধুলা
ঘ) কম্পিউটারের কোনও যন্ত্রাংশের সার্কিট ঢিলা সংযোগ
► টেলিভিশন আবিষ্কার করেন-
ক) এডিসন
খ) ফ্যারাডে
গ) এফবি মোর্স
উত্তরঃ ঘ) জন এল বেয়ার্ড
► যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎশক্তিতে পরিণত করে-
উত্তরঃ ক) ডায়নামো
খ) মোটর
গ) অ্যাডাপটর
ঘ) এ্যমিটর
► সরল দোলকের সুতার দৈর্ঘ্য বাড়ালে, দোলনকালে-
উত্তরঃ ক) বাড়বে
খ) কমবে
গ) কোনপরিবর্তন হবে না
ঘ) দোলন স্থির হয়ে যাবে
► জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-
উত্তরঃ ক) ক্রোমোসোম
খ) প্লাস্টিড
গ) নিউক্লিওলাস
ঘ) নিউক্লিওপ্লাজম
► বৈদ্যুতিক ক্ষমতার একক –
ক) এ্যাম্পিয়ার
খ) ওহ্ম
গ) ভোল্ট
উত্তরঃ ঘ) ওয়াট
► আকাশে রংধনু সৃষ্টির কারণ-
ক) ধূলিকণা
খ) বায়ুস্তর
উত্তরঃ গ) বৃষ্টির কণা
ঘ) অতিবেগুনি রশ্মি
► শব্দ উৎপত্তির কারণ-
উত্তরঃ ক) বস্তুর কম্পন
খ) বস্তুর তাপমাত্রা
গ) প্রতিধ্বনি
ঘ) শব্দ তরঙ্গ
► তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন্ পদার্থ ?
ক) তরল পদার্থ
উত্তরঃ খ) বায়বীয় পদার্থ
গ) কঠিন পদার্থ
ঘ) নরম পদার্থ
► E=mc2 সূত্রের আবিস্কারক –
ক) গ্যালিলিও
খ) কোপার্নিক্যাল
গ) আর্কিমিডিস
উত্তরঃ ঘ) আইনস্টাইন
► পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে-
ক) হাইড্রোজেন
খ) অ্যালুমিনিয়াম
উত্তরঃ গ) সিলিকন
ঘ) কার্বন
► মানব চোখের লেন্সটি-
উত্তরঃ ক) উভ উত্তল
খ) অবতল
গ) উব অবতল
ঘ) প্রিজমাকৃতি
► মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর-
ক) অক্সিজেন
খ) কার্বন-ডাই-অক্সাইড
উত্তরঃ গ) নাইট্রোজেন
ঘ) হাইড্রোজেন
► ইলেক্ট্রনিক্সের শুরু হয়-
ক) রোবট আবিস্কারের মাধ্যমে
উত্তরঃ খ) ট্রানজিস্টর আবিস্কারকের সময় থেকে
গ) কম্পিউটার আবিস্কারের মাধ্যমে
ঘ) আই সি আবিষ্কারের সময় থেকে
► বাংলাদেশের জাতীয় কবি –
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ খ) কাজী নজরুল ইসলাম
গ) শামসুর রাহমান
ঘ) জসীমউদ্দিন
► বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বিচারকার্য কবে শুরু হয় ?
উত্তরঃ ক) ১২ মার্চ, ১৯৯৭
খ) ১৩ মার্চ, ১৯৯৭
গ) ১৪ মার্চ, ১৯৯৭
ঘ) ১৫ মার্চ, ১৯৯৭
► কোন্ তারিখে বাংলাদেশে সংবিধান কার্যকরী হয় ?
ক) ১৬ ডিসেম্বর, ১৯৭১
খ) ১০ এপ্রিল, ১৯৭২
গ) ১২ এপ্রিল, ১৯৭২
উত্তরঃ ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
► ইপিজেড-এ চালু শিল্পের মধ্যে সর্বোচ্চ বিনিয়োগ কোন শিল্পে ?
উত্তরঃ ক) তৈরি পোশাক শিল্পে
খ) বস্ত্র শিল্পে
গ) ইলেক্ট্রনিক্স
ঘ) চামড়াশিল্প
► ২০০১ সালে বাংলাদেশের জনসংখ্যা-
ক) ১২.১৫ কোটি
খ) ১৪.১৫ কোটি
গ) ১৬.১৫ কোটি
উত্তরঃ ঘ) ২০১৩ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী ১৫.৩৬ কোটি
► নিম্নের কোনটি মুদ্রাস্ফীতির কারণ ?
ক) জাতীয় উৎপাদন হ্রাস
খ) দেশের মুদ্রার সরবরাহ বৃদ্ধি
গ) দেশে মুদ্রার সরবরাহ হ্রাস
উত্তরঃ ঘ) মুদ্রার সরবরাহ বৃদ্ধি কিন্তু জাতীয় উৎপাদন হ্রাস
► ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?
ক) ১৮৯৭ সালে
খ) ১৯০২ সালে
উত্তরঃ গ) ১৯২১ সালে
ঘ) ১৯০৫ সালে
► ঢাকার রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয়-
ক) ১৯৭১ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৪ সালে
উত্তরঃ ঘ) ১৯৭৫ সালে
►বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়-
ক) ১৯৭৮ সালে
খ) ১৯৭১ সালে
উত্তরঃ গ) ১৯৭২ সালে
ঘ) ১৯৭৩ সালে
► বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়-
ক) ৩৮৬ মার্কিন ডলার
খ) ৩৭৬ মার্কিন ডলার
গ) ৩৬৬ মার্কিন ডলার
উত্তরঃ ঘ) সঠিক উত্তর কোনটিই নয়।
► ১৮২৫ সালে বিশ্বের প্রথম রেল সার্ভিস চালু হয়-
উত্তরঃ ক) যুক্তরাজ্যে
খ) যুক্তরাষ্ট্রে
গ) ইটালিতে
ঘ) ফ্রান্সে
•• বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত ?
ক) ৪.৫ কিমি
উত্তরঃ খ) ৪.৮ কিমি
গ) ৫.২ কিমি
ঘ) ৬.২ কিমি
► বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ-
ক) কয়লা
খ) খনিজ তেল
উত্তরঃ গ) প্রাকৃতিক গ্যাস
ঘ) চুনাপাথর
► বিভাগ অনুসারে বাংলাদেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে-
ক) খুলনা বিভাগ
উত্তরঃ খ) চট্টগ্রাম বিভাগ
গ) বরিশাল বিভাগ
ঘ) সিলেট বিভাগ
► বাংলাদেশের সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় –
ক) হবিগঞ্জ জেলায়
খ) সিলেট জেলায়
গ) ব্রাহ্মণবাড়িয়া জেলায়
উত্তরঃ ঘ) মৌলভীবাজার জেলায়
► বাংলাদেশের আয়তন-
ক) ১,৫৩,৯৯৮ বর্গকি.মি.
খ) ১,৪৩,৯৯৮ বর্গকি.মি
গ) ১,৪৮,৫৯৮ বর্গকি.মি
উত্তরঃ ঘ) ১,৪৭,৫৭০ বর্গকি.মি
► কম্পিউটারের গ্রহণ মুখে নয়-
ক) কী বোর্ড
খ) বার বোর্ড
উত্তরঃ গ) মনিটর
ঘ) ও এম আর
► ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদী গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৬ সালের
ক) ১২ জুন
খ) ১২ আগস্ট
গ) ১২ অক্টোবর
উত্তরঃ ঘ) ১২ ডিসেম্বর
► বিশ্বের সবচেয়ে বিখ্যাত লাইব্রেরি নাম-
ক) লেনিন স্টেট লাইব্রেরি
উত্তরঃ খ) লাইব্রেরি অব কংগ্রেস
গ) পাবলিক লাইব্রেরি
ঘ) একাডেমী লাইব্রেরী
► বিশ্বকাপ ক্রিকেট ২০০৩ অনুষ্ঠিত হয়-
উত্তরঃ ক) দক্ষিণ আফ্রিকা
খ) যুক্তরাজ্যে
গ) ভারত
ঘ) পাকিস্তান
► ২০০৩ সালে জোট নিরপেক্ষ আন্দোলনের ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত হবে-
ক) ঢাকাতে
খ) দিল্লীতে
উত্তরঃ গ) কুয়ালালামপুরে
ঘ) ডারবানে
► বার্লিন প্রাচীর তৈরি করেছিল-
উত্তরঃ ক) সাবেক পূর্ব জার্মানি
খ) সাবেক পশ্চিম জার্মানি
গ) দুই জার্মানি একত্রে
ঘ) রাশিয়া
•• পৃথিবীতে সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় –
উত্তরঃ ক) চীনে
খ) যুক্তরাষ্ট্রে
গ) কানাডায়
ঘ) ভারতে
► আয়তনে বৃহত্তম মহাসাগর কোনটি ?
ক) আটলান্টিক মহাসগর
উত্তরঃ খ) প্রশান্ত মহাসাগর
গ) উত্তর মহাসাগর
ঘ) ভারত মহাসাগর
► বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ-
ক) মার্টিন লুথার কিং
উত্তরঃ খ) মাদার তেরেসা
গ) প্রেন্সেস ডায়না
ঘ) নেলসন ম্যান্ডেলা
► বিশ্বের বৃহত্তম জনবহুল নগরী-
ক) মেক্সিকো সিটি(মিক্সিকো)
খ) সিউল (দক্ষিন কোরিয়া)
গ) নিউর্য়ক (মার্কিন যুক্তরাষ্ট্র)
উত্তরঃ ঘ) টোকিও (জাপান)
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১৫"
Post a Comment