গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১৫

গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১৫



► বাংলা নববর্ষ ১ বৈশাখ চালু করেছিলেন-

ক) লক্ষ্মণ সেন
খ) ইলিয়াস শাহ
উত্তরঃ গ) সম্রাট আকবর
ঘ) বিজয় সেন

► স্থাপত্য ‘অপরাজেয় বাংলার’ স্থপতি কে?

ক) মাইনুল হোসেন
খ) তানভীর কবির
গ) শামীম শিকদার
উত্তরঃ ঘ) সৈয়দ আবদুল্লাহ খালেদ

► বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?

উত্তরঃ ক) আরব-বাংলাদেশ ব্যাংক লিমিটেড
খ) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
গ) আল-বারাকা ব্যাংক
ঘ) ইসলামিক ব্যাংক

► বিদেশে বাংলাদেশের কয়টি কূটনৈতিক মিশন আছে?

ক) ৪১টি
খ) ৪৯ টি
গ) ৫০টি
উত্তরঃ ঘ) ৫৮টি

► ‘একাত্তরের বিজয় গাঁধা’ কার লেখা?

ক) এ্যান্থনী মাসকারেনহাস
খ) আবদুল গাফ্ফার চৌধুরী
গ) রাবেয়া খাতুন
উত্তরঃ ঘ) মেজর রফিকুল ইসলাম

► একজন সংসদ সদস্য স্পীকার অনুমতি ছাড়া কত দিন সংসদের বাইরে থাকতে পারবে?

ক) ৩০ দিন
খ) ৪৫ দিন
গ) ৬০ দিন
উত্তরঃ ঘ) ৯০ দিন

► ডায়াবেটিস সচেতনতা দিবস কোনটি?

ক) ২৮ জানুয়ারি
উত্তরঃ খ) ২৮ ফেব্রুয়ারি
গ) ২৮ মার্চ
ঘ) ২০ মার্চ

► বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?

উত্তরঃ ক) এপ্রিল
খ) মে
গ) জুন
ঘ) আগষ্ট

► বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?

ক) কর্ণফুলী বহুমুখী প্রকল্প
খ) গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প
উত্তরঃ গ) তিস্তা বাঁধ প্রকল্প
ঘ) মেঘনা প্রকল্প

► ‘রাষ্ট্রপতি পুরষ্কার’ প্রদান করা হয়-

ক) শিল্প উন্নয়নের জন্য
খ) শ্রেষ্ঠ শিল্প উদ্যোক্তার জন্য
উত্তরঃ গ) কৃষি উন্নয়নের জন্য
ঘ) শিক্ষায় অবদানের জন্য

► বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত?

ক) ৩৭১৫ কি. মি.
খ) ৩৭১৭ কি. মি.
উত্তরঃ গ) ৫১৩৮ কি. মি.
ঘ) ৩৭৩০ কি. মি.

► কত সালে ইরানে বিপ্লব সংঘটিত হয়?

উত্তরঃ ক) ১৯৭৯ সালে
খ) ১৭৯৮ সালে
গ) ১৮৯৯ সালে
ঘ) ১৯৯১ সালে

► কত সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায়?

ক) ১৯৯০ সালে
খ) ১৯৯৫ সালে
গ) ১৯৯২ সালে
উত্তরঃ ঘ) ১৯৯১ সালে

► নারী উন্নয়ন ত্বরান্বিত করার জন্যে জাতিসংঘ কত সালে CEDAW প্রতিষ্ঠিত করে?

ক) ১৯৭৩ সালে
খ) ১৯৪৫ সালে
গ) ১৯৮৯ সালে
উত্তরঃ ঘ) ১৯৭৯ সালে

► পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা-

উত্তরঃ ক) ১০৯ টি
খ) ৯৫ টি
গ) ১৩৬ টি
ঘ) ২০৪ টি

► হযরত মুহাম্মদ [সাঃ] কত সালে হিযরত করেন?

উত্তরঃ ক) ৬২২ খ্রিঃ
খ) ৬৩২ খ্রিঃ
গ) ৬১২ খ্রিঃ
ঘ) ৬১৬ খ্রিঃ

► ইউনিসেফ সুন্দরবনকে কততম “বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে?

ক) ৫২১তম
খ) ৫২৩তম
উত্তরঃ গ) ৫২২তম
ঘ) ৫২৮তম

► ক্রিকেটে আউট হওয়ার উপায় কয়টি?

ক) ৬টি
খ) ৮টি
উত্তরঃ গ) ১০টি
ঘ) ১২টি

► সবচেয়ে ছোট পাখি কোনটি?

ক) চড়ুই
উত্তরঃ খ) নাইটেঙ্গেল
গ) বাবুই
ঘ) হামিংবার্ড

► গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে?

ক) ৫ ঘন্টা
খ) ১২ ঘন্টা
উত্তরঃ গ) ৬ ঘন্টা
ঘ) ১০ ঘন্টা

► আদর্শ Transition curve এ যে curve ব্যবহৃত হয় তা হল-

ক) cubic parabola
খ) clothoid spiral
গ) cubic spiral
উত্তরঃ ঘ) None of them

► In a whole circle bearing system S 25° 15ʹE corresponds to –

ক) 115° 15ʹ
খ) 114° 45ʹ
গ) 205° 15ʹ
উত্তরঃ ঘ) None of them

► বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ কত?

ক) ২০.০১%
খ) ২১.০১%
গ) ২১.০৭%
উত্তরঃ ঘ) ২০.৭১%

► বর্তমান যে প্রটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করা যায় তার নাম-

উত্তরঃ ক) ভয়েস ওভার আইপি
খ) ইন্টারনেট টেলিফোন
গ) মডেম পোস্ট
ঘ) অফিস প্রটোকল

► বাংলাদেশে টিভি সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগনাল পাঠানো হয়-

ক) এমপ্লিচুড মডুলেশন করে
উত্তরঃ খ) ফ্রিকুয়েন্সী মডুলেশন করে
গ) ফেজ মডুলেশন করে
ঘ) বাইনারী মডুলেশন করে

► নিচের কোন এমপ্লিফায়ারের কার্যদক্ষতা সবচেয়ে বেশি?

ক) ক্লাস-এ এমপ্লিফায়ার
উত্তরঃ খ) ক্লাস-বি এমপ্লিফায়ার
গ) ক্লাস-সি এমপ্লিফায়ার
ঘ) ক্লাস-এ বি এমপ্লিফায়ার

► ‘কসমিক ইয়ার’ বলতে কি বুঝায় ?

ক) সূর্যের নিজ অক্ষে আবর্তনকাল
খ) পৃথিবীর নিজ অক্ষে আবর্তনকাল
গ) ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল
উত্তরঃ ঘ) নক্ষত্রের নিজ অক্ষে আবর্তনকাল

► বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে কোন ধরনের তার ব্যবহার করা হয়?

ক) সীসার তার
খ) তামার তার
উত্তরঃ গ) নাইক্রোম তার
ঘ) টাংস্টেন তার

► একটি মোটা তারের রোধ একটি চিকন তারের রোধের তুলনায়-

ক) বেশি
উত্তরঃ খ) কম
গ) সমান
ঘ) দ্বিগুণ

► উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়-

ক) স্টেপ-আপ ট্রান্সফরমারের সাহায্যে
উত্তরঃ খ) স্টেপ-ডাউন ট্রান্সফরমারের সাহায্যে
গ) এডাপটারের সাহায্যে
ঘ) ট্রান্সমিটারের সাহায্যে

► বাংলাদেশের বাসা-বাড়িতে বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ হল-

ক) ১১০ ভোল্ট এ. সি
খ) ১১০ ভোল্ট ডি.সি
উত্তরঃ গ) ২২০ ভোল্ট এ.সি
ঘ) ২২০ ভোল্ট ডি.সি

► ‘মডেম’ এর মধ্যে থাকে-

ক) একটি মডুলেটর
খ) একটি এনকোডার
গ) একটি কোডেক
উত্তরঃ ঘ) একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর

► ভূমিকম্প নির্ণয়ের যন্ত্র কোনটি?

ক) সেক্সট্যান্ট
খ) রিক্টর স্কেল
উত্তরঃ গ) সিমোগ্রাফ
ঘ) ম্যানোমিটার

► বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-

ক) কম হয়
খ) বেশি হয়
উত্তরঃ গ) একই হয়
ঘ) খুব কম হয়

► সবুজ ফল পাকলে রঙিন হয় কেন?

ক) ক্লোরোফিল থাকার কারণে
খ) সায়োনোফিল থাকার কারণে
উত্তরঃ গ) জ্যান্থোফিলের উপস্থিতির
ঘ) কারণে কোনটিই নয়

► গামা রশ্মির চার্জ কোনটি?

ক) ধনাত্মক
উত্তরঃ খ) চার্জ নিরপেক্ষ
গ) ধনাত্মক ও ঋণাত্মক উভয় ধরনের
ঘ) ঋণাত্মক

► সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ কোনটি?

ক) শনি
খ) পৃথিবী
উত্তরঃ গ) বৃহস্পতি
ঘ) মঙ্গল

► সূর্য কিরণ হতে কোন ভিটামিন পাওয়া যায়?

ক) ভিটামিন এ
খ) ভিটামিন বি
গ) ভিটামিন ই
উত্তরঃ ঘ) ভিটামিন ডি

► সূর্য, চাঁদ ও তারা এগুলোকে একত্রে কি বলে ?

ক) নক্ষত্র
খ) গ্রহ
উত্তরঃ গ) জ্যোতিষ্ক
ঘ) নীহারিকা

► এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় ?

ক) ব্যাংকক
খ) সিঙ্গাপুর
গ) টোকিও
উত্তরঃ ঘ) ম্যানিলা

► স্টিফেন হকিং বিশ্বের একজন বিখ্যাত-

উত্তরঃ ক) পদার্থবিদ
খ) রসায়নবিদ
গ) দার্শনিক
ঘ) কবি

► কোনটি স্তন্যপায়ী প্রাণী নয় ?

ক) হাতি
খ) তিমি
গ) বাদুড়
উত্তরঃ ঘ) কুমির

► ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে ?

ক) মাইকেল এঞ্জেলো
উত্তরঃ খ) লিনার্দো দ্য ভিঞ্চি
গ) ভ্যানগগ
ঘ) পাবলো পিকাসো

► আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি ?

ক) ধ্রুবতারা
খ) প্রক্সিমা সেন্টরাই
উত্তরঃ গ) লুদ্ধক
ঘ) পুলহ

► জোয়ার ভাটার তেজকটাল কখন হয় ?

উত্তরঃ ক) অমাবস্যায়
খ) একাদশীতে
গ) অষ্টমীতে
ঘ) পঞ্চমীতে

► ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলে ?

ক) গুরুবৃত্ত
খ) ঊষা
গ) গোধূলি
উত্তরঃ ঘ) ছায়াবৃত্ত

► সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে ?

উত্তরঃ ক) ৮.৩২ মিনিট
খ) ৯.১২ মিনিট
গ) ৭.৯৬ মিনিট
ঘ) ১০.১২ মিনিট

► বাংলায় ইউরোপীয়দের মধ্যে কারা প্রথম এসেছিল ?

ক) ইংরেজরা
খ) ফরাসিরা
গ) ওলন্দাজরা
উত্তরঃ ঘ) পর্তুগিজরা

► বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ?

ক) জয়নুল আবেদিন
উত্তরঃ খ) কামরুল হাসান
গ) হাসেম খান
ঘ) হামিদুর রহমান

► ‘আকাবা’ কোন দেশের সমুদ্র বন্দর?

ক) মিয়ানমার
উত্তরঃ খ) জর্ডান
গ) ইরাক
ঘ) ইসরাইল

► বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল ?

উত্তরঃ ক) সিপাহী
খ) ল্যান্স নায়েক
গ) হাবিলদার
ঘ) ক্যাপ্টেন

► বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত ?

ক) শীতলক্ষ্যা
উত্তরঃ খ) বুড়িগঙ্গা
গ) মেঘনা
ঘ) তুরাগ

► একজন সাধারণ মানুষের দেহে মোট কতটি হাড় থাকে ?

উত্তরঃ ক) ২০৬
খ) ৩০৬
গ) ৪০৬
ঘ) ৫০৬

► মিশর সুয়েজখাল জাতীয়করণ করে-

ক) ১৯৫৫ সালে
উত্তরঃ খ) ১৯৫৬ সালে
গ) ১৯৫৮ সালে
ঘ) ১৯৬২ সালে

► জাপান পার্ল হারাবার আক্রমণ করে-

উত্তরঃ ক) ৭ ডিসেম্বর ১৯৪১
খ) ২৩ জুন ১৯৪২
গ) ৩ নভেম্বর ১৯৪২
ঘ) ২৬ জুলাই ১৯৪৩

► জাতিসংঘ দিবস পালিত হয় কবে ?

ক) ২৪ আগস্ট
খ) ২৪ সেপ্টেম্বর
উত্তরঃ গ) ২৪ অক্টোবর
ঘ) ২৪ ডিসেম্বর

► ইউরিয়া সারের কাঁচামাল-

ক) অপরিশোধিত তেল
খ) ক্রিংকার
উত্তরঃ গ) এমোনিয়া
ঘ) মিথেন গ্যাস

► আইএমএফ এর সদর দপ্তর কোথায় ?

উত্তরঃ ক) ওয়াশিংটন
খ) মস্কো
গ) লন্ডন
ঘ) নিউইয়র্ক

► মহামন্দা মোকাবিলায় মোন মার্কিন প্রেসিডেন্ট ‘নিউ ডিল’ ব্যবস্থা প্রবর্তন করেন ?

ক) হুভার
খ) উড্রো উইলসন
গ) রিচার্ড নিক্সন
উত্তরঃ ঘ) ফ্যাঙ্কলিন রুজভেল্ট

► বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি ?

ক) পদ্মা
উত্তরঃ খ) মেঘনা
গ) যমুনা
ঘ) ব্রহ্মপুত্র

► ইউনেস্কো বাংলাদেশের কোন গানকে মানবতার ধারক বলে স্বীকৃতি দিয়েছে ?

উত্তরঃ ক) বাউল গান
খ) পল্লীগীতি
গ) লালনগীতি
ঘ) ভাওয়াইয়া

► জন্মনিয়ন্ত্রণ আন্দোলনের পথিকৃৎ কে ?

উত্তরঃ ক) মার্গারেট স্যাঙ্গার
খ) ফ্লোরেন্স নাইটেঙ্গল
গ) মাদার তেরেসা
ঘ) সেলমা লেগারলফ


► ফোর্ট উইলিয়াম কোথায় অবস্থিত ?

ক) ঢাকা
খ) মুর্শিদাবাদা
উত্তরঃ গ) কলকাতা
ঘ) আগ্রা

► মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ ক) করতোয়া
খ) গড়াই
গ) আত্রাই
ঘ) মহানন্দা

►দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

ক) দিনাজপুর
উত্তরঃ খ) লালমনিরহাট
গ) রংপুর
ঘ) কুড়িগ্রাম

► ঢাকা বিভাগে কয়টি জেলা ?

ক) ১৪টি
খ) ১৫টি
উত্তরঃ গ) ১৭টি
ঘ) ১২টি

► আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?

ক) লন্ডন
খ) মিউনিখ
গ) মস্কো
উত্তরঃ ঘ) প্যারিস

► উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংঘটিত হয়?

উত্তরঃ ক) ১৮৫৭ সালে
খ) ১৭৫৭ সালে
গ) ১৯৪৭ সালে
ঘ) ১৮৪৭ সালে

► ক্রীপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে?

ক) অর্থনৈতিক
উত্তরঃ খ) রাজনৈতিক
গ) সামাজিক
ঘ) সাংস্কৃতিক

► লালবাগের কেল্লার নির্মাণ কাজ সমাপ্ত করেন কে?

ক) টিপু সুলতান
খ) শাহ সুজা
উত্তরঃ গ) শায়েস্তা খান
ঘ) ইসলাম খান

► নিচের কোন পর্যটক সোনারগাঁ এসেছিলেন?

ক) মার্কোপোলো
খ) ফা-হিয়েন
গ) হিউয়েন সাং
উত্তরঃ ঘ) ইবলে বতুতা

► সমুদ্র নীল দেখানোর কারণ হলো আপতিত সূর্য রশ্মির –

উত্তরঃ ক) বিক্ষেপণ
খ) প্রতিফলন
গ) প্রতিসরণ
ঘ) পোষণ

► যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে যাওয়া হয়, তখন তার ওজন –

ক) কমে
উত্তরঃ খ) বাড়ে
গ) একই থাকে
ঘ) অর্ধেক হয়ে যায়

► কম্পিউটারে হার্ডওয়্যার বলতে বোঝানো হয় –

ক) স্মৃতি অংশ
খ) কেন্দ্রীয় প্রকিয়াকরণ অংশ
উত্তরঃ গ) কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
ঘ) শক্ত ধাতব অংশ

► বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে –

ক) টেকের হাটে
খ) রাণীগঞ্জে
গ) বিয়ানীবাজারে
উত্তরঃ ঘ) বিঝয়পুরে

► বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত?

উত্তরঃ ক) ৭
খ) ৮
গ) ১০
ঘ) ১২

► সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?

ক) দিল্লি
উত্তরঃ খ) কাঠমান্ডু
গ) ঢাকা
ঘ) কলম্বো

► বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়?

ক) ২৬ মার্চ
খ) ১৬ ডিসেম্বর
উত্তরঃ গ) ১৪ ডিসেম্বর
ঘ) ২৪ এপ্রিল

► মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশেকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল ?

ক) ৯টি
খ) ১৪টি
গ) ১২টি
উত্তরঃ ঘ) ১১টি

► যে বস্তু আলোর সকল রং প্রতিফলিত করে, তার রং –

ক) কালো
উত্তরঃ খ) সাদা
গ) লাল
ঘ) বেগুনি

► তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় –

ক) কঠিন পদার্থ
খ) তরল পদার্থ
উত্তরঃ গ) বায়বীয় পদার্থ
ঘ) মিশ্র পদার্থ

► মাঝখানে গোলাকার ছিদ্রবিশিষ্ট একটি প্লেটকে উত্তপ্ত করলে ছিদ্রটির ব্যাস –

উত্তরঃ ক) কমবে
খ) বাড়বে
গ) অপরিবর্তিত থাকবে
ঘ) প্রথমে বাড়বে, পরে কমবে

► বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি?

ক) বেগুনি ও হলুদ
খ) লাল ও নীল
গ) নীল ও সবুজ
উত্তরঃ ঘ) বেগুনি ও লাল

► কোন দেশটি জাতিসংঘ সদস্যপদ প্রত্যাহার করেছিল?

ক) কিউবা
উত্তরঃ খ) ইন্দোনেশিয়া
গ) উত্তর কোরিয়া
ঘ) ইরান

► সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় কবে কার্যক্রম শুরু করে?

উত্তরঃ ক) ২৬ আগস্ট ২০১০
খ) ২৭ আগস্ট ২০১০
গ) ২৮ আগস্ট ২০১০
ঘ) ২৯ আগস্ট ২০১০

► ফেসবুকের জনক কে?

ক) লেরি পেজ
খ) সার্জি ব্রিন
উত্তরঃ গ) মার্ক জুকারবার্গ
ঘ) জিমি ওয়েলস

► গারুদা কোন দেশের বিমান সংস্থা ?

ক) ব্রিটেন
খ) মালয়েশিয়া
উত্তরঃ গ) ইন্দোনেশিয়া
ঘ) থাইল্যান্ড

► বিশ্বের প্রথম ক্লিানিং প্রাণীর নাম কি?

উত্তরঃ ক) ডলি
খ) সিসি
গ) টেট্রো
ঘ) পলি


► কোন গ্যাসটি বায়ুমন্ডলের ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী?

ক) কার্বন ডাই অক্সাইড
উত্তরঃ খ) ক্লোরোফ্লোরো কার্বন
গ) কার্বন মনো অক্সোইড
ঘ) সালফার ডাই অক্সাইড

► নিম্নের কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়?

উত্তরঃ ক) ২৩ সেপ্টেম্বর
খ) ২৩ মার্চ
গ) ২১ জুন
ঘ) ২১ সেপ্টেম্বর

► বুড়িগঙ্গা নদীটি-

ক) ধলেশ্বরীর উপনদী
খ) শীতলক্ষ্যার শাখা নদী
গ) তুরাগ নদীর শাখা নদী
উত্তরঃ ঘ) ধলেশ্বরীর শাখা নদী

► জাতিসংঘ দিবস কবে পালন করা হয়?

ক) ২৪ সেপ্টেম্বর
খ) ৭ জুলাই
উত্তরঃ গ) ২৪ অক্টোবর
ঘ) ১০ ডিসেম্বর

► রঙিন টেলিভিশন ক্যামেরায় তিনটি মৌলিক রং কি কি?

উত্তরঃ ক) লাল, আসমানী এবং সবুজ
খ) লাল, আসমানী এবং কমলা
গ) লাল, আসমানী এবং বেগুনী
ঘ) লাল, আসমানী এবং হলুদ

► হলুদ ফুলকে নীল কাঁচের মধ্য দিয়ে দেখলে কিরূপ দেখায়?

ক) হলুদ
উত্তরঃ খ) কালো
গ) নীল
ঘ) সবুজ

► আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক কোনটি?

উত্তরঃ ক) ঘনমিটার
খ) কিলোমিটার
গ) মিটার
ঘ) বর্গমিটার

► নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?

ক) প্রাকৃতিক গ্যাস
উত্তরঃ খ) বায়োগ্যাস
গ) কয়লা
ঘ) পেট্রোলিয়াম

► ইপিআই কর্মসূচীর মাধ্যমে প্রতিরোধযাগ্য রোগের সংখ্যা কয়টি?

উত্তরঃ ক) ৭টি
খ) ৬টি
গ) ৩টি
ঘ) ৫টি

► পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

ক) গোপাল
উত্তরঃ খ) ধর্মপাল
গ) রামপাল
ঘ) দেবপাল

► জাতীয় সংসদ অধিবেশন কে আহ্বান করেন?

উত্তরঃ ক) রাষ্ট্রপতি
খ) চীফ হুইপ
গ) প্রধানমন্ত্রী
ঘ) স্পীকার

► বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তকে পৃথক করেছে কোন নদী?

ক) হালদা নদী
উত্তরঃ খ) নাফ নদী
গ) কাসালং নদী
ঘ) কর্ণফুলী নদী

► বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে কবে ‘জাতির জনক’ ঘোষণা করা হয়?

ক) ১০ জানুয়ারী, ১৯৭২
খ) ১৬ ডিসেম্বর, ১৯৭১
গ) ২৬ মার্চ, ১৯৭১
উত্তরঃ ঘ) ৩ মার্চ, ১৯৭১

► মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়?

উত্তরঃ ক) ১১টি
খ) ১০টি
গ) ৯টি
ঘ) ৭টি

► বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

ক) হাসেম খান
উত্তরঃ খ) কামরুল হাসান
গ) জয়নুল আবেদিন
ঘ) হামিদুর রহমান

► রক্ষশূন্যতা দেখা দেয় কোনটির অভাবে?

উত্তরঃ ক) আয়রন
খ) ভিটামিন এ
গ) ক্যালসিয়াম
ঘ) আয়োডিন

► সিডর শব্দের অর্থ –

ক) ঘূর্ণিঝড়
উত্তরঃ খ) চোখ
গ) জলোচ্ছাস
ঘ) সাহসী

► ২০১০ সালে চিকিৎসা বিজ্ঞানে কে নোবেল পুরস্কার পান?

ক) আন্দ্রে পেইম
খ) এমেরিটাস রিচার্ড হেক
গ) আকিরা সুজুকি
উত্তরঃ ঘ) রবার্ট এডওয়ার্ডস

► বাংলাদেশে কোন সনে আদমশুমারী করা হবে?

ক) ২০১২ খ্রিস্টাব্দে
খ) ২০১৩ খ্রিস্টাব্দে
গ) ২০১৪ খ্রিস্টাব্দে
উত্তরঃ ঘ) ২০১১ খ্রিস্টাব্দে

► জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয় দফা ঘোষণা করেন?

ক) ১০ জানুয়ারি, ১৯৬৬
উত্তরঃ খ) ৫ ফেব্রুয়ারি, ১৯৬৬
গ) ২৩ মার্চ, ১৯৬৬
ঘ) ১৩ ফেব্রুয়ারি, ১৯৬৬

► ইনটেল INTANUM কত বিট মাইক্রো প্রসেসর ?

ক) ৩২
খ) ৬৪
গ) ১২৮
উত্তরঃ ঘ) ২৫৬

► কোন সালে মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় ?

ক) ১৯৭২ সালে
উত্তরঃ খ) ১৯৭১ সালে
গ) ১৯৭৩ সালে
ঘ) ১৯৭৪ সালে

► কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইট = কত বাইট ?

ক) ১০০০×১০০০
উত্তরঃ খ) ১০২৪১০২৪
গ) ১০৩২ ×১০৩২
ঘ) ১০০×১০০

► কম্পিউটার সিস্টেমে ‘ওয়ার্ড’ গঠনের সংমিশ্রণ হল-

ক) Bytes
খ) Bits
উত্তরঃ গ) Characters
ঘ) Symbols

► একজন ভাল কম্পিউটার প্রোগ্রামারের প্রাথমিক গুণাবলি কি ?

উত্তরঃ ক) Logical Mind
খ) Logical Program
গ) Logical Instruction
ঘ) Logical Thoughts

► কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করেন ?

ক) কন্ট্রোল ইউনিট
উত্তরঃ খ) সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
গ) গাণিতিক ইউনিট
ঘ) যুক্তি বর্তনী ইউনিট

► কোন কম্পিউটার মেমোরী কখনো স্মৃতিভ্রংশ হয় না ?

উত্তরঃ ক) ROM
খ) RAM
গ) PROM
ঘ) EPROM

► (21.125)10 ডেসিমেল নম্বরের বাইনারী কোড কত ?

উত্তরঃ ক) ১০১০১.০০১
খ) ০১০১০০.০০১
গ) ০১০১০১.০১০
ঘ) ০১০১০০.১১১

► কম্পিউটার যুক্তি বর্তনী অংশের সাধারণ গেটগুলোর নাম-

ক) OR, AND, NAND
খ) NOR, AND, NOT
উত্তরঃ গ) OR, AND, NOT
ঘ) NOR, NAND, EX-OR

► হেক্ডেসিমেল নম্বর গঠনের সংমিশ্রণ হল

ক) বাইনারী ও ডেসিমেল নম্বরের
উত্তরঃ খ) অক্ষর ও ডেসিমেল ডিজিট
গ) বাইনারী ও অকটাল নম্বর
ঘ) অক্টাল ও ডেসিমেল নম্বর

► কম্পিউটার হার্ডওয়্যার বলতে বুঝানো হয়-

ক) স্মৃতি অংশ
খ) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
উত্তরঃ গ) কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
ঘ) শক্ত ধাতব অংশ

► বিশ্বের সর্বপ্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার-

উত্তরঃ ক) ENIAC
খ) EDVAC
গ) UNIVAC
ঘ) IBM

► আধুনিক কম্পিউটারের জনক বলা হয়-

ক) ডঃ জন মসলিকে
খ) প্রেসপার একটিকে
গ) হলারিধকে
উত্তরঃ ঘ) চালর্স ব্যাবেজকে

► কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গঠিত –

ক) গ্রহণ মুখ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
খ) অভ্যান্তরীণ স্মৃতি ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
গ) স্মৃতি ও যুক্তি বর্তনী অংশের সমন্বয়ে
উত্তরঃ ঘ) অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে

► কম্পিউটার ভাইরাস হল-

উত্তরঃ ক) এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
খ) কম্পিউটারের যন্ত্রাংশে কোথাও শর্ট সার্কিট
গ) কম্পিউটারের যন্ত্রাংশের মধ্যে জমা থাকা ধুলা
ঘ) কম্পিউটারের কোনও যন্ত্রাংশের সার্কিট ঢিলা সংযোগ

► টেলিভিশন আবিষ্কার করেন-

ক) এডিসন
খ) ফ্যারাডে
গ) এফবি মোর্স
উত্তরঃ ঘ) জন এল বেয়ার্ড

► যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎশক্তিতে পরিণত করে-

উত্তরঃ ক) ডায়নামো
খ) মোটর
গ) অ্যাডাপটর
ঘ) এ্যমিটর

► সরল দোলকের সুতার দৈর্ঘ্য বাড়ালে, দোলনকালে-

উত্তরঃ ক) বাড়বে
খ) কমবে
গ) কোনপরিবর্তন হবে না
ঘ) দোলন স্থির হয়ে যাবে

► জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-

উত্তরঃ ক) ক্রোমোসোম
খ) প্লাস্টিড
গ) নিউক্লিওলাস
ঘ) নিউক্লিওপ্লাজম

► বৈদ্যুতিক ক্ষমতার একক –

ক) এ্যাম্পিয়ার
খ) ওহ্ম
গ) ভোল্ট
উত্তরঃ ঘ) ওয়াট

► আকাশে রংধনু সৃষ্টির কারণ-

ক) ধূলিকণা
খ) বায়ুস্তর
উত্তরঃ গ) বৃষ্টির কণা
ঘ) অতিবেগুনি রশ্মি

► শব্দ উৎপত্তির কারণ-

উত্তরঃ ক) বস্তুর কম্পন
খ) বস্তুর তাপমাত্রা
গ) প্রতিধ্বনি
ঘ) শব্দ তরঙ্গ

► তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন্ পদার্থ ?

ক) তরল পদার্থ
উত্তরঃ খ) বায়বীয় পদার্থ
গ) কঠিন পদার্থ
ঘ) নরম পদার্থ

E=mc2 সূত্রের আবিস্কারক –
ক) গ্যালিলিও
খ) কোপার্নিক্যাল
গ) আর্কিমিডিস
উত্তরঃ ঘ) আইনস্টাইন

► পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে-

ক) হাইড্রোজেন
খ) অ্যালুমিনিয়াম
উত্তরঃ গ) সিলিকন
ঘ) কার্বন

► মানব চোখের লেন্সটি-

উত্তরঃ ক) উভ উত্তল
খ) অবতল
গ) উব অবতল
ঘ) প্রিজমাকৃতি

► মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর-

ক) অক্সিজেন
খ) কার্বন-ডাই-অক্সাইড
উত্তরঃ গ) নাইট্রোজেন
ঘ) হাইড্রোজেন

► ইলেক্ট্রনিক্সের শুরু হয়-

ক) রোবট আবিস্কারের মাধ্যমে
উত্তরঃ খ) ট্রানজিস্টর আবিস্কারকের সময় থেকে
গ) কম্পিউটার আবিস্কারের মাধ্যমে
ঘ) আই সি আবিষ্কারের সময় থেকে

► বাংলাদেশের জাতীয় কবি –

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ খ) কাজী নজরুল ইসলাম
গ) শামসুর রাহমান
ঘ) জসীমউদ্দিন

► বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বিচারকার্য কবে শুরু হয় ?

উত্তরঃ ক) ১২ মার্চ, ১৯৯৭
খ) ১৩ মার্চ, ১৯৯৭
গ) ১৪ মার্চ, ১৯৯৭
ঘ) ১৫ মার্চ, ১৯৯৭

► কোন্ তারিখে বাংলাদেশে সংবিধান কার্যকরী হয় ?

ক) ১৬ ডিসেম্বর, ১৯৭১
খ) ১০ এপ্রিল, ১৯৭২
গ) ১২ এপ্রিল, ১৯৭২
উত্তরঃ ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২

► ইপিজেড-এ চালু শিল্পের মধ্যে সর্বোচ্চ বিনিয়োগ কোন শিল্পে ?

উত্তরঃ ক) তৈরি পোশাক শিল্পে
খ) বস্ত্র শিল্পে
গ) ইলেক্ট্রনিক্স
ঘ) চামড়াশিল্প

► ২০০১ সালে বাংলাদেশের জনসংখ্যা-

ক) ১২.১৫ কোটি
খ) ১৪.১৫ কোটি
গ) ১৬.১৫ কোটি
উত্তরঃ ঘ) ২০১৩ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী ১৫.৩৬ কোটি

► নিম্নের কোনটি মুদ্রাস্ফীতির কারণ ?

ক) জাতীয় উৎপাদন হ্রাস
খ) দেশের মুদ্রার সরবরাহ বৃদ্ধি
গ) দেশে মুদ্রার সরবরাহ হ্রাস
উত্তরঃ ঘ) মুদ্রার সরবরাহ বৃদ্ধি কিন্তু জাতীয় উৎপাদন হ্রাস

► ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?

ক) ১৮৯৭ সালে
খ) ১৯০২ সালে
উত্তরঃ গ) ১৯২১ সালে
ঘ) ১৯০৫ সালে

► ঢাকার রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয়-

ক) ১৯৭১ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৪ সালে
উত্তরঃ ঘ) ১৯৭৫ সালে

►বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়-

ক) ১৯৭৮ সালে
খ) ১৯৭১ সালে
উত্তরঃ গ) ১৯৭২ সালে
ঘ) ১৯৭৩ সালে

► বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়-

ক) ৩৮৬ মার্কিন ডলার
খ) ৩৭৬ মার্কিন ডলার
গ) ৩৬৬ মার্কিন ডলার
উত্তরঃ ঘ) সঠিক উত্তর কোনটিই নয়।

► ১৮২৫ সালে বিশ্বের প্রথম রেল সার্ভিস চালু হয়-

উত্তরঃ ক) যুক্তরাজ্যে
খ) যুক্তরাষ্ট্রে
গ) ইটালিতে
ঘ) ফ্রান্সে

•• বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত ?
ক) ৪.৫ কিমি
উত্তরঃ খ) ৪.৮ কিমি
গ) ৫.২ কিমি
ঘ) ৬.২ কিমি

► বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ-

ক) কয়লা
খ) খনিজ তেল
উত্তরঃ গ) প্রাকৃতিক গ্যাস
ঘ) চুনাপাথর

► বিভাগ অনুসারে বাংলাদেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে-

ক) খুলনা বিভাগ
উত্তরঃ খ) চট্টগ্রাম বিভাগ
গ) বরিশাল বিভাগ
ঘ) সিলেট বিভাগ

► বাংলাদেশের সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় –

ক) হবিগঞ্জ জেলায়
খ) সিলেট জেলায়
গ) ব্রাহ্মণবাড়িয়া জেলায়
উত্তরঃ ঘ) মৌলভীবাজার জেলায়

► বাংলাদেশের আয়তন-

ক) ১,৫৩,৯৯৮ বর্গকি.মি.
খ) ১,৪৩,৯৯৮ বর্গকি.মি
গ) ১,৪৮,৫৯৮ বর্গকি.মি
উত্তরঃ ঘ) ১,৪৭,৫৭০ বর্গকি.মি

► কম্পিউটারের গ্রহণ মুখে নয়-

ক) কী বোর্ড
খ) বার বোর্ড
উত্তরঃ গ) মনিটর
ঘ) ও এম আর

► ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদী গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৬ সালের

ক) ১২ জুন
খ) ১২ আগস্ট
গ) ১২ অক্টোবর
উত্তরঃ ঘ) ১২ ডিসেম্বর

► বিশ্বের সবচেয়ে বিখ্যাত লাইব্রেরি নাম-

ক) লেনিন স্টেট লাইব্রেরি
উত্তরঃ খ) লাইব্রেরি অব কংগ্রেস
গ) পাবলিক লাইব্রেরি
ঘ) একাডেমী লাইব্রেরী

► বিশ্বকাপ ক্রিকেট ২০০৩ অনুষ্ঠিত হয়-

উত্তরঃ ক) দক্ষিণ আফ্রিকা
খ) যুক্তরাজ্যে
গ) ভারত
ঘ) পাকিস্তান

► ২০০৩ সালে জোট নিরপেক্ষ আন্দোলনের ত্রয়োদশ সম্মেলন অনুষ্ঠিত হবে-

ক) ঢাকাতে
খ) দিল্লীতে
উত্তরঃ গ) কুয়ালালামপুরে
ঘ) ডারবানে

► বার্লিন প্রাচীর তৈরি করেছিল-

উত্তরঃ ক) সাবেক পূর্ব জার্মানি
খ) সাবেক পশ্চিম জার্মানি
গ) দুই জার্মানি একত্রে
ঘ) রাশিয়া

•• পৃথিবীতে সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় –
উত্তরঃ ক) চীনে
খ) যুক্তরাষ্ট্রে
গ) কানাডায়
ঘ) ভারতে

► আয়তনে বৃহত্তম মহাসাগর কোনটি ?

ক) আটলান্টিক মহাসগর
উত্তরঃ খ) প্রশান্ত মহাসাগর
গ) উত্তর মহাসাগর
ঘ) ভারত মহাসাগর

► বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মানুষ-

ক) মার্টিন লুথার কিং
উত্তরঃ খ) মাদার তেরেসা
গ) প্রেন্সেস ডায়না
ঘ) নেলসন ম্যান্ডেলা

► বিশ্বের বৃহত্তম জনবহুল নগরী-

ক) মেক্সিকো সিটি(মিক্সিকো)
খ) সিউল (দক্ষিন কোরিয়া)
গ) নিউর্য়ক (মার্কিন যুক্তরাষ্ট্র)
উত্তরঃ ঘ) টোকিও (জাপান)

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১৫"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে