গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১৬
ক) ঢাকা
খ) টাংগাইল
উত্তরঃ গ) ময়মনসিংহ
ঘ) রাজশাহী
► বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং বৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঠিক নাম কি ?
ক) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
উত্তরঃ খ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
গ) ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়
ঘ) হাজী দানেশ কৃষি বিশ্ববিদ্যালয়
► বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা কত ?
ক) ৩টি
খ) ৪টি
গ) ৫টি
উত্তরঃ ঘ) ১১টি
► বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি ?
ক) পাট
খ) চা
উত্তরঃ গ) তৈরি পোশাক
ঘ) শাকসব্জি
► বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবসটি কত তারিখে পালিত হয় ?
ক) ৭ নভেম্বর
উত্তরঃ খ) ১৪ ডিসেম্বর
গ) ১৬ ডিসেম্বর
ঘ) ২১ ফেব্রুয়ারি
► বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি ?
ক) বাংলাবান্ধা
উত্তরঃ খ) সেন্টমার্টিন
গ) রামু
ঘ) চৌহালি
► বাংলাদেশের কোন অঞ্চলে রেশম উৎপন্ন হয় সবচেয়ে বেশি ?
ক) নাটোর
উত্তরঃ খ) রাজশাহী
গ) সারদা
ঘ) চাঁপাইনবাবগঞ্জ
► স্থানীয় সরকারের কোন স্তরে মহিলাদের ক্ষমতায়নে ব্যাপক বিধান রাখা হয়েছে ?
উত্তরঃ ক) ইউনিয়ন পরিষদ
খ) উপজেলা পরিষদ
গ) জেলা পরিষদ
ঘ) গ্রাম সরকার
► পৃথিবী বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈত্রিক নিবাস কোথায় ?
ক) গাইবান্ধা
খ) যশোর
গ) ময়মনসিংহ
উত্তরঃ ঘ) কিশোরগঞ্জ
► নিম্নের কোনটি মুক্তিযুদ্ধে ১ নং সেক্টরে ছিল ?
ক) ঢাকা
উত্তরঃ খ) চট্টগ্রাম
গ) রাজশাহী
ঘ) সিলেট
► বাংলাদেশের টিভি-তে প্রথম প্রচারিত নাটক কোনটি ?
উত্তরঃ ক) একতলা-দোতলা
খ) মুখ ও মুখোশ
গ) ত্রিরত্ন
ঘ) বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ
► ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন মুসলিম নেতার অবদান উল্লেখযোগ্য ?
ক) এ.কে ফজলুল হক
খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ) স্যার সৈয়দ আহমদ খান
উত্তরঃ ঘ) স্যার সলিমুল্লাহ
► কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোন ছবিটি পুরস্কৃত হয় ?
ক) লাল সালু
উত্তরঃ খ) চিত্রা নদীর পাড়ে
গ) মাটির ময়না
ঘ) চন্দ্র কথা
► ‘কান্তা’ গ্যাসক্ষেত্রটি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত ?
ক) জয়দেবপুর
উত্তরঃ খ) গাজীপুর
গ) শিবপুর
ঘ) শফিপুর
► ‘চন্দ্রদ্বীপের’ বর্তমান নাম কি ?
উত্তরঃ ক) বরিশাল
খ) ভোলা
গ) পটুয়াখালী
ঘ) কুয়াকাটা
► অপারেশন সার্চ লাইট চালু হয় কখন ?
ক) ২৯ জানুয়ারি
খ) ২৯ ফেব্রুয়ারি
উত্তরঃ গ) ২৫ মার্চ
ঘ) ২৫ এপ্রিল
► গম্ভীরা কোন অঞ্চলের লোকসঙ্গীত ?
ক) সিলেট
খ) রাজশাহী
গ) রংপুর
উত্তরঃ ঘ) চাঁপাইনবাবগঞ্জ
► আমাদের জাতীয় পতাকার মাপের অনুপাত কোনটি ?
উত্তরঃ ক) ১০:৬
খ) ১০:৭
গ) ১০:৮
ঘ) ১০:৯
► বাংলাদেশের ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে-
ক) লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
উত্তরঃ খ) লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
গ) লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
ঘ) লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ
► বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি ?
উত্তরঃ ক) মেঘনা
খ) যমুনা
গ) পদ্মা
ঘ) ব্রহ্মপুত্র
► সি.এন.জি শব্দের অর্থ কোনটি ?
ক) কনভার্টেড ন্যাচারাল গ্যাস
খ) কনডেন্স ন্যাচারাল গ্যাস
উত্তরঃ গ) কমপ্রেস ন্যাচারাল গ্যাস
ঘ) কনসলিডেটেড ন্যাচারাল গ্যাস
► আকিয়াব সমুদ্র বন্দর কোথায় অবস্থিত ?
ক) বার্মা
খ) আলজেরিয়া
উত্তরঃ গ) ভারত
ঘ) সুদান
► ব্যাংকিং প্রথা সর্বপ্রথম বিশ্বের কোন দেশে চালু হয় ?
উত্তরঃ ক) ইটালি
খ) যুক্তরাষ্ট্র
গ) যুক্তরাজ্য
ঘ) সুইজারল্যান্ড
► ‘গিন্ডার’ কোন দেশের মুদ্রার নাম ?
ক) প্যারাগুয়ে
খ) উরুগুয়ে
গ) হল্যান্ড
উত্তরঃ ঘ) নেদারল্যান্ড
► আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মধ্যে কোনটি ঢাকায় অবস্থিত ?
ক) সার্ক এ
খ) ডিবি
উত্তরঃ গ) সিরডাপ
ঘ) এপেক
► বসনিয়া সংকট সমাধান হয়েছিল কোন চুক্তির মাধ্যমে ?
ক) জেনেভা চুক্তি
খ) প্যারিস চুক্তি
উত্তরঃ গ) ডেটন চুক্তি
ঘ) মাদ্রিদ চুক্তি
► রাশিয়ায় পূর্বাঞ্চলে সর্ববৃহৎ শহর কোনটি?
ক) খায়বারভস্ক
খ) সাইবেরিয়া
গ) বোখরা
উত্তরঃ ঘ) ভাদি ভস্কট
► এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক- এর প্রধান কার্যালয় কোথায় ?
ক) টোকিও
খ) ব্যাঙ্কক
গ) সিঙ্গাপুর
উত্তরঃ ঘ) ভাদি ভস্কট
► ওআইসি-এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক ?
ক) বাংলাদেশ
খ) মালয়েশিয়া
উত্তরঃ গ) তুরস্ক
ঘ) মরক্কো
► প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করে কোন্ দেশ ?
ক) ইন্দোনেশিয়া
খ) মালয়েশিয়া
উত্তরঃ গ) পাকিস্তান
ঘ) সৌদি আরব
► অতি সম্প্রতি (২০০৩) সম্পন্ন কমনওয়েথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) ৪৯ তম সম্মেলন কোন নগরীতে অনুষ্ঠিত হয় ?
ক) দিল্লী
খ) কাঠমুন্ডু
উত্তরঃ গ) ঢাকা
ঘ) ব্যাংকক
► সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ক) দিল্লী
খ) ঢাকা
উত্তরঃ গ) কাঠমুন্ডু
ঘ) কলম্বো
► শিল্পী পাবলো পিকাসো কোন দেশে জন্মগ্রহন করেন ?
ক) ইতালি
উত্তরঃ খ) স্পেন
গ) পর্তুগাল
ঘ) ফ্রান্স
► টাইটানিক জাহাজটি কোন সালে নিমজ্জিত হয় ?
ক) ১৯২০
খ) ১৯১৪
গ) ১৯১২
উত্তরঃ ঘ) ১৯১০
► আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ক) রোম
খ) টোকিও
গ) ম্যানিলা
উত্তরঃ ঘ) ওয়াশিংটন
► আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিইট কোন দেশে অবস্থিত ?
উত্তরঃ ক) ফিলিপাইন
খ) জাপান
গ) শ্রীলংকা
ঘ) ভারত
► নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবদান রাখার জন্র সর্বপ্রথম একজন মুসলমান মহিলা নোবেল পুরস্কার পেয়েছেন। তার নাম কি ?
ক) সুলতানা রাজিয়া
উত্তরঃ খ) শিরিন এবাদি
গ) শিরিন বেগম
ঘ) বেনজির ভুট্টো
► ওপেক (OPEC) ভুক্ত অ-আরব এশীয় দেশ কোনটি ?
ক) ইন্দোনেশিয়া
খ) জাপান
উত্তরঃ গ) ইরান
ঘ) মালয়েশিয়া
► কোন দ্বীপের মালিকানা বাংলাদেশ ও ভারত উভয়েই দাবি করে ?
ক) উত্তর তালপট্টি
উত্তরঃ খ) দক্ষিণ তালপট্টি
গ) নিঝুম দ্বীপ
ঘ) মহেশখালি
► ভাইরাসজনিত রোগ নয় কোনটি ?
ক) জন্ডিস
খ) এইড্স
উত্তরঃ গ) নিউমোনিয়া
ঘ) চোখ উঠা
► ভিটামিন ‘এ’ সবচেয়ে বেশি কোনটিতে ?
ক) গাজর
খ) পেঁপে
গ) কলা
উত্তরঃ ঘ) পাকা আম
► কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে ?
উত্তরঃ ক) মাইটোকনন্ড্রিায়া
খ) নিউক্লিয়াস
গ) ক্রোমোজম
ঘ) লিউকোপ্লাস্ট
► ব্লাক বক্স কি ?
উত্তরঃ ক) বিমানে রক্ষিত ফ্লাইট ডাকা রেকর্ডার
খ) যাদুর বাক্স
গ) স্টীলের কালো বাক্স
ঘ) কাঠের কালো বাক্স
► এসকরবিক এসিড কোনিটর বৈজ্ঞানিক নাম ?
ক) ভিটামিন এ
খ) ভিটামিন বি
উত্তরঃ গ) ভিটামিন সি
ঘ) ভিটামিন ডি
► পাওয়ার থ্রেসার কি ?
ক) দেহের প্রেসার মাপার যন্ত্র
উত্তরঃ খ) ধান মাড়াইয়ের মেশিন
গ) ধান শুকানোর মেশিন
ঘ) মরিচ ভাঙানোর মেশিন
► ভিটামিট ‘এ’ – এর অভাবে কোন রোগ দেখা দেয় ?
ক) চর্মরোগ
খ) জ্বর
উত্তরঃ গ) রাতকানা
ঘ) মাথা-ব্যাথা
► পূর্ণবয়স্ক মানুষের দেতে রক্তের পরিমাণ কত ?
ক) ১ থেকে ২ লিটার
খ) ২.৫ থেকে ৪ লিটার র
গ) ৪.৫ থেকে ৫ লিটার
উত্তরঃ ঘ) ৬ থেকে ৮ লিটা
► দুধে কোন ধরনের এসিড থাকে ?
ক) সাইট্রিক এসিড
উত্তরঃ খ) ল্যাকটিক এসিড
গ) সাইট্রিক এসিড
ঘ) কোন এসিড নাই
► বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি?
ক) মাইক্রোমিটার
উত্তরঃ খ) হাইগ্রোমিটার
গ) ব্যারোমিটার
ঘ) গ্রাভিমিটার
► ভূ-কম্পন তীব্রতা মাপার যন্ত্রের নাম কি?
ক) কার্ডিওগ্রাফ
উত্তরঃ খ) সিসমোগ্রাফ
গ) ক্রোসকোগ্রাফ
ঘ) কম্পাস
► ধানের পরাগায়ন কিভাবে হয় ?
উত্তরঃ ক) বাতাসের সাহায্যে
খ) বৃষ্টির সাহায্যে
গ) কীট-পতঙ্গের সাহায্যে
ঘ) মৌমাছির সাহায্যে
► একজন প্রাপ্ত বয়স্ক মানুষ (পুরুষ) দৈনিক কত ক্যালরি খাদ্য গ্রহণ করে ?
ক) ১,৬০০
খ) ২,০০০
উত্তরঃ গ) ২,৫০০
ঘ) ২,৮০০
► সুষম খাদ্যের উপাদান কয়টি ?
ক) ৪টি
খ) ৫টি
উত্তরঃ গ) ৬টি
ঘ) ৩টি
► বায়ু দূষণের জন্য কোন গ্যাস দায়ী ?
উত্তরঃ ক) CO2
খ) NO2
গ) CH3OH
ঘ) SO3
► ডেঙ্গু জ্বরের বাহক কোনটি ?
ক) ভাইরাস
খ) বাতাস
গ) পানি
উত্তরঃ ঘ) মশা
► মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত ?
উত্তরঃ ক) ৯৮.৪° ফারেনহাইট
খ) ৯০.৮° ফারেনহাইট
গ) ১০৩.৫° ফারেনহাইট
ঘ) ৯৯°ফারেনহাইট
► দেহের রেচনতন্ত্রে সহায়তা করে কোন আঙ্গটি ?
ক) যকৃত
খ) পাকস্থালী
উত্তরঃ গ) বৃক্ক
ঘ) ফুসফুস
► ফরায়েজী আন্দোলনের প্রবক্তা কে ছিলেন ?
ক) তিতুমীর
খ) দুদুমিয়া
গ) সৈয়দ আহমদ
উত্তরঃ ঘ) হাজী শরীয়তুল্লাহ
► বঙ্গভঙ্গ রদ হয় কোন সনে ?
ক) ১৯১০ সালে
উত্তরঃ খ) ১৯১১ সালে
গ) ১৯১২ সালে
ঘ) ১৯১৩ সালে
► দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা কে ছিলেন ?
ক) আল্লামা ইকবাল
খ) স্যার সৈয়দ আহমদ
উত্তরঃ গ) মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ) স্যার সলিমুল্লাহ
► তমদ্দুন মজলিস কোন সনে গঠিত হয় ?
ক) ১৯৪৬
উত্তরঃ খ) ১৯৪৭
গ) ১৯৪৮
ঘ) ১৯৫০
► বাংলাদেশের সংবিধান ১৯৭২ সনের কোন মাস হতে কার্যকর হয় ?
ক) জুলাই
খ) অক্টোবর
গ) নভেম্বর
উত্তরঃ ঘ) ডিসেম্বর
► কোন আরব মুসলিম রাষ্ট্র বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ?
ক) লিবিয়া
খ) জর্ডান
উত্তরঃ গ) ইরাক
ঘ) সিরিয়া
► বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয় ?
ক) ৭ম
উত্তরঃ খ) ৮ম
গ) ৯ম
ঘ) ১০ম
► বাংলাদেশ কোন সনে ওআইসি’র সদস্য পদ লাভ করে ?
ক) ১৯৭২
খ) ১৯৭৩
উত্তরঃ গ) ১৯৭৪
ঘ) ১৯৭৫
► বাংলাদেশের কোন নদীর উজানে ভার সরকার ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে?
ক) যমুনা
খ) মেঘনা
গ) গঙ্গা
উত্তরঃ ঘ) পদ্মা
► বাংলাদেশে কোন সন থেকে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচী চালু করা হয় ?
ক) ১৯৯০
খ) ১৯৯১
উত্তরঃ গ) ১৯৯৩
ঘ) ১৯৯৪
► ভারত-বাংলাদেশ পানি চুক্তির মেয়াদ কত বছরের ?
ক) ১০
খ) ১৫
গ) ২০
উত্তরঃ ঘ) ৩০
► বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী উৎস কোনটি ?
উত্তরঃ ক) তৈরী পোশাক রপ্তানি
খ) বৈদেশিক রেমিটেন্স
গ) মাছ রপ্তানি
ঘ) পাট রপ্তানি
► অসলো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে ?
ক) ১৯৯০ সালে
খ) ১৯৯১ সালে
গ) ১৯৯২ সালে
উত্তরঃ ঘ) ১৯৯৩ সালে
► মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করে ২০০৩ সালের মার্চ মাসের কত তারিখ ?
ক) ১৫
খ) ১৮
উত্তরঃ গ) ২০
ঘ) ২২
► ১৯৯৬ থেকে ২০০১ সন পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কত বার ভেটো প্রয়োগ করা হয় ?
ক) ৫
খ) ৬
গ) ৭
উত্তরঃ ঘ) ৯
► পূর্বতিমুর স্বাধীন হয় ২০০২ সনের কোন মাসে ?
ক) এপ্রিল
উত্তরঃ খ) মে
গ) জুন
ঘ) জুলাই
► ইসরাইল রাষ্ট্র গঠিত হয় কোন সনে ?
ক) ১৯৪৭
উত্তরঃ খ) ১৯৪৮
গ) ১৯৪৯
ঘ) ১৯৫০
► উত্তর আটলান্টিক চুক্তি স্বাক্ষরিত হয় কোন সনে ?
ক) ১৯৪৮
উত্তরঃ খ) ১৯৪৯
গ) ১৯৫০
ঘ) ১৯৫১
► ৪র্থ বিশ্বনবী নারী সম্মেলন অনুষ্ঠিত হয় –
ক) কায়রো
খ) মস্কো
গ) প্যারিস
উত্তরঃ ঘ) বেইজিং
► LDC দেশ কয়টি ?
ক) ৪৭
উত্তরঃ খ) ৪৮
গ) ১৭
ঘ) ২০
► বিশ্বখাদ্য দিবস পালিত হয় অক্টোবর মাসের –
ক) ১৫
উত্তরঃ খ) ১৬
গ) ১৭
ঘ) ২০
► ECO ‘র সদস্য সংখ্যা কত ?
ক) ৯
উত্তরঃ খ) ১০
গ) ১১
ঘ) ১২
► OPEC গঠিত হয কোন সনে ?
উত্তরঃ ক) ১৯৬০
খ) ১৯৬১
গ) ১৯৬২
ঘ) ১৯৬৩
► উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য সংখ্যা কত ?
ক) ৫
উত্তরঃ খ) ৬
গ) ৭
ঘ) ৮
► সাদ্দাম হোসেন কোন সালে ইরাকের শাসনভার গ্রহণ করেন ?
ক) ১৯৭৭
খ) ১৯৭৮
উত্তরঃ গ) ১৯৭৯
ঘ) ১৯৮০
► BIMSTEC সদস্য সংখ্যা কত ?
ক) ৪
খ) ৫
গ) ৬
উত্তরঃ ঘ) ৭
► SAPTA চুক্তি স্বাক্ষরিত হয় কোন সনে ?
ক) ১৯৯০
খ) ১৯৯১
গ) ১৯৯২
উত্তরঃ ঘ) ১৯৯৩
► দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ ক) লালমনিরহাট
খ) দিনাজপুর
গ) যশোর
ঘ) রংপুর
► দক্ষিণ তলপট্টি দ্বীপের অপর নাম কি?
ক) নারকেলে জিঞ্জিরা
উত্তরঃ খ) পূর্বাশা
গ) চন্দ্রদ্বীপ
ঘ) কোনটিই নয়
► খাসিয়া উপাজতি বাংলাদেশের কোন জেলায় বাস করে?
ক) ময়মনসিংহ
খ) নেত্রকোনা
উত্তরঃ গ) সিলেট
ঘ) পার্বত্য চট্টগ্রাম
► বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তাঁর বয়স কমপক্ষে কত বছর হতে হবে?
ক) ২৫
খ) ৩০
উত্তরঃ গ) ৩৫
ঘ) ৪০
► বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন?
ক) তাজউদ্দিন আহমেদ
খ) মুশতাক আহমেদ
উত্তরঃ গ) সৈয়দ নজরুল ইসলাম
ঘ) মনসুর আলী
► রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
ক) ময়মনসিংহ
খ) নেত্রকোনা
গ) সাভার
উত্তরঃ ঘ) পাবনা
► বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেন কে?
ক) ১৯৭২
খ) ১৯৭৩
উত্তরঃ গ) ১৯৭৪
ঘ) ১৯৭৫
► ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে?
ক) নবাব সিরাজুদ্দেীলা
উত্তরঃ খ) শায়েস্তা খাঁন
গ) ঈশা খাঁন
ঘ) সুবেদার ইসলাম
► বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কে?
উত্তরঃ ক) শওকত আলী
খ) রিয়াজউদ্দীন আহমদ
গ) আলী আশরাফ
ঘ) শফিক আহমদ
► বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি?
ক) ফারুক খান
খ) দিলীপ বড়ুয়া
গ) সৈয়দ আবুল হোসেন
উত্তরঃ ঘ) নুরুল ইসলাম নাহিদ
► বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা (আয়তন) কোনটি?
উত্তরঃ ক) নারায়ণগঞ্জ
খ) নরসিংদী
গ) মেহেরপুর
ঘ) সাতক্ষীরা
► ‘পঞ্চাশের মন্বন্তর’ হয়েছিল ইংরেজি কত সালে?
উত্তরঃ ক) ১৯৪৩ সালে
খ) ১৮৫০ সালে
গ) ১৯২১ সালে
ঘ) ১৯৫০ সালে
► বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী কোথায় অবস্থিত?
ক) রাঙ্গামাটি
উত্তরঃ খ) গাজীপুর
গ) সিলেট
ঘ) নারায়ণগঞ্জ
► কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়?
ক) ঠাকুরগাঁও
খ) রংপুর
গ) নওয়াবগঞ্জ
উত্তরঃ ঘ) বাগেরহাট
► চরফ্যাশন কোন জেলায়?
উত্তরঃ ক) ভোলা
খ) বরিশাল
গ) বাগেরহাট
ঘ) লক্ষীপুর
► বিগত তত্ত্বাবধায়ক সরকার কতগুলি Ordinance জারি করেছিলেন?
ক) ১১৫
উত্তরঃ খ) ১১২
গ) ১৩৪
ঘ) ১৪২
► বাংলাদেশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি?
ক) ৩০
খ) ৩৫
গ) ৪০
উত্তরঃ ঘ) ৫০
► বরিশাল কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ ক) কীর্তনখোলা
খ) মেঘনা
গ) আড়িয়াল খাঁ
ঘ) কোনটিই নয়
► বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি?
ক) BTTB
খ) BTCC
উত্তরঃ গ) BTCL
ঘ) BTRC
► বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
ক) ৭
খ) ১০
উত্তরঃ গ) ১১
ঘ) ১২
► প্রাচীন ‘পুন্ড্রনগর’ কোথায় অবস্থিত?
ক) ময়নামতি
খ) বিক্রমপুর
উত্তরঃ গ) মহাস্থানগড়
ঘ) পাহাড়পুর
► RAM, ROM শব্দগুলি কিসের সাথে সম্পৃক্ত?
উত্তরঃ ক) কম্পিউটার
খ) মোবাইল
গ) ইন্টারনেট
ঘ) টেলিভিশন
► কান্দাহার কোন দেশের শহর ?
ক) কাজাকিস্তান
উত্তরঃ খ) আফগানিস্তান
গ) ইরান
ঘ) কিরগিস্তান
► আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?
ক) উত্তর আমেরিকা
উত্তরঃ খ) দক্ষিণ আমেরিকা
গ) ইউরোপ
ঘ) আফ্রিকা
► সালভেদর ডালি কে ছিলেন?
ক) বিজ্ঞানী
খ) চিকিৎসক
গ) লেখক
উত্তরঃ ঘ) চিত্র শিল্পী
► FAO সদর দপ্তর কোথায়?
ক) ভিয়েনা
খ) প্যারিস
গ) জেনেভা
উত্তরঃ ঘ) রোম
► নিম্নের কোনটি মশা বাহিত রোগ?
ক) ডায়রিয়া
খ) বসন্ত
উত্তরঃ গ) ডেঙ্গু
ঘ) সবগুলো
► ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
ক) মিতেঁরা
খ) সারকেজি
গ) জ্যাক শিরাক
উত্তরঃ ঘ) জেন মার্ক আইরল্ট
► মানবিাধিকা দিবস পালিত হয় কবে?
উত্তরঃ ক) ১০ ডিসেম্বর
খ) ১ এপ্রিল
গ) ১ মে
ঘ) ১০ জুন
► মিশর কোন মহাদেশে অবস্থিত?
ক) এশিয়া
উত্তরঃ খ) আফ্রিকা
গ) কোনটিই নয়
ঘ) ইউরোপ
► ২০০৮ সালের FIFA Player of the Year কে হয়েছিলেন?
ক) মেসি
উত্তরঃ খ) কাকা
গ) বেকহাম
ঘ) কোনটিই নয়
► ইতালির মুদ্রার নাম কি?
উত্তরঃ ক) ইউরো
খ) লিরা
গ) গিল্ড ইতালিয়
ঘ) পাউন্ড
► কোন দেশে টাকার Million নোট ব্যবহার করে?
ক) ইতালি
খ) ফ্রান্স
উত্তরঃ গ) জিম্বাবুয়ে
ঘ) সুদান
► ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি?
ক) প্রনব মুখার্জী
খ) লালু প্রসাদ
গ) শিবলাল যাদব
উত্তরঃ ঘ) সালমান খুরশীদ
► আলেকজানিন্দ্রয়া বন্দর কোথায়?
উত্তরঃ ক) মিশর
খ) সিরিয়া
গ) ইসরাইল
ঘ) মরক্কো
► সূর্য রশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
ক) A
খ) B
গ) C
উত্তরঃ ঘ) D
► Pulitzer পুরস্কার কিসের জন্য দেওয়া হয়?
ক) চলচ্চিত্র
খ) সাহিত্য
গ) সাংবাদিকতা
উত্তরঃ ঘ) খেলাধুলা
► কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয়?
ক) পাকিস্তান
খ) চীন
গ) যুক্তরাজ্য
উত্তরঃ ঘ) জার্মানি
► ভিটামিন ’এ’ এর অভাবে কোন রোগ হয়?
উত্তরঃ ক) রাতকানা
খ) গলগন্ড
গ) স্কার্ভি
ঘ) রিকেটস
► ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ-
উত্তরঃ ক) চীন
খ) জার্মানি
গ) ভারত
ঘ) আমেরিকা
► সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
ক) পিতল
উত্তরঃ খ) হীরা
গ) ইস্পাত
ঘ) গ্রাফাইট
► কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত?
উত্তরঃ ক) হেমারফেস্ট
খ) কুইবেক
গ) তিব্বত
ঘ) কোনটিই নয়
► পৃথিবীর সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়-
ক) ভারত
খ) চীন
উত্তরঃ গ) ব্রাজিল
ঘ) শ্রীলঙ্কা
► পৃথিবীর বৃহত্তম দ্বীপ-
ক) জাভা
উত্তরঃ খ) গ্রীনল্যান্ড
গ) মাদাগাস্কার
ঘ) আইসলেন্ড
► বক্সিং খেলাটি কে উদ্ভাবন করেন?
ক) ল্যারী হোমস
খ) মোহাম্মদ আলী
উত্তরঃ গ) থিসিয়াস
ঘ) অলিভার ক্লার্ক
► বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
ক) কম হয়
খ) বেশি হয়
উত্তরঃ গ) একই হয়
ঘ) স্বল্প পরিমাণ কম হয়
► হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায় ?
ক) ৮৬ বছর
উত্তরঃ খ) ৭৬ বছর
গ) ৮৪ বছর
ঘ) ১০০ বছর
► জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস-
ক) ২১ অক্টোবর
খ) ২৩ সেপ্টেম্বর
উত্তরঃ গ) ১ জানুয়ারি
ঘ) ২৪ অক্টোবর
► শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ-
উত্তরঃ ক) কম থাকে
খ) বেশি থাকে
গ) মধ্যম থাকে
ঘ) থাকে না
► কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে?
ক) এ আর. খান
উত্তরঃ খ) বব বুই
গ) লুই কান
ঘ) মাজাহারুল ইসলাম
► কোন মুঘল সুবেদার চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ ?
ক) ইসমাইল খাঁ
খ) রাজা মানসিংহ
গ) মীর জুমলা
উত্তরঃ ঘ) শায়েস্তা খাঁ
► মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়?
ক) ১৯৯৯
খ) ২০০০
গ) ১৯৯৮
উত্তরঃ ঘ) ২০০১
► জাতীয় সংসদের কোরাম হয়-
ক) ৯০ জন
খ) ৭৫ জন
উত্তরঃ গ) ৬০ জন
ঘ) ৬৮ জন
► বাংলাদেশের বৃহত্তর হাওর-
উত্তরঃ ক) হাকালুকি
খ) চলনবিল
গ) হাইল হাওর
ঘ) আড়িয়াল
► বাসস একটি-
ক) কাগজের নাম
খ) প্রেসক্লাবের নাম
উত্তরঃ গ) সংবাদ সংস্থার নাম
ঘ) কোম্পানির নাম
► বাংলা নববর্ষ চালু করেন –
উত্তরঃ ক) আকবর
খ) লক্ষণ সেন
গ) ইলিয়াস শাহ্
ঘ) গৌরী সেন
► উপ-মহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-
ক) ড. রমেশচন্দ্র মজুমদার
খ) ড. মাহমুদ হাসান
উত্তরঃ গ) স্যার এ.এ রহমান
ঘ) আবু সাঈদ চৌধুরী
► বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়-
ক) ১৭০০ খ্রিস্টাব্দে
খ) ১৭৬২ খ্রিস্টাব্দে
গ) ১৭৭৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ ঘ) ১৭৬৩ খ্রিস্টাব্দে
► টেষ্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করেন কে?
উত্তরঃ ক) আশরাফুল শচীন
খ) টেন্ডুলকার
গ) ডন ব্রাডম্যান
ঘ) জয়সুরিয়া
► তৃতীয় বিশ্ব বলতে বোঝায়-
উত্তরঃ ক) উন্নয়নশীল দেশসমূহ
খ) উন্নত দেশসমূহ
গ) তেলপ্রধান দেশসমূহ
ঘ) এশিয়ার দেশসমূহ
► ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?
ক) ১২৫৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ খ) ১৬১০ খ্রিস্টাব্দে
গ) ১৯০৫ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
► বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
ক) ক্লাইভ
খ) জন মেয়ার
উত্তরঃ গ) কর্নওয়ালিস
ঘ) ওয়ারেন হেস্টিংস
► নোবেল বিজয়ী প্রথম মুসলিম মহিলা কে?
উত্তরঃ ক) শিরিন এবাদী
খ) জান্নাতুল ফেরদৌস
গ) সিফাতই রাব্বানী
ঘ) ড. বেনজীর আহমদ
► গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
উত্তরঃ খ) তাজউদ্দিন আহমদ
গ) ক্যাপ্টেন মনসুর আলী
ঘ) সৈয়দ নজরুল ইসলাম
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১৬"
Post a Comment