গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১৭

গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১৭


► চোখের পানির উৎস কোথায় ?

ক) কর্ণিয়া
উত্তরঃ খ) ল্যাক্রিমানল গ্রন্থি
গ) পিউ পিল
ঘ) ফোবিয়া সেন্টালিস

► আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত ?

ক) ১ লক্ষ ৮৬ হাজার কিলোমিটার
খ) ২ লক্ষ ৫০ হাজার কিলোমিটার
উত্তরঃ গ) ৩ লক্ষ কিলোমিটার
ঘ) ৩ লক্ষ ২৮ হাজার কিলোমিটার

► ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ?

উত্তরঃ ক) ০.১৫-১.৫%
খ) ৫.৫-৬.২৫%
গ) ১০-১২.৫%
ঘ) ২২%

► পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ-

ক) পানিতে আর্সেনিক পরিমাণ হ্রাস
খ) ডেঙ্গু জ্বরের প্রকোপ নির্ধারণ
গ) উৎপাদন খরচের আধিক্য
উত্তরঃ ঘ) পরিবেশ দূষণ হ্রাস

► সবচেয়ে বেশি শক্ত বস্তু হল –

ক) ইস্পাত
খ) গ্রানাইট পাথর
উত্তরঃ গ) হীরা
ঘ) পিতল

► বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কখন চালু হয় ?

ক) ১৯৭২ সালে
খ) ১৯৮১ সালে
গ) ১৯৯৮ সালে
উত্তরঃ ঘ) ২০০২ সালে

► ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ?

ক) ড. এইচ ল্যাংলী
খ) স্যার এ.এ রহমান
গ) আ এইচ জুবেরী
উত্তরঃ ঘ) পি. জে. হার্টস

► বাংলাদেশের সংবিধানে চারটি মূলনীতির একটি –

ক) আইনের দৃষ্টিতে সমতা
খ) বাক স্বাধীনতা
উত্তরঃ গ) অর্থনৈতিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র
ঘ) ধর্মীয় স্বাধীনতা

► কোন অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম বাজেট ঘোষনা করেন ?

ক) ড.এ আর মল্লিক
উত্তরঃ খ) তাজউদ্দিন আহমেদ
গ) ড. এম এন হুদা
ঘ) এম সাইদুজ্জামান

► বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘জেড ফোর্স’ ব্রিগেডের প্রধান কে ছিলেন ?

ক) আতাউল গণি ওসমানি
খ) এম. শফিউল্লাহ
উত্তরঃ গ) জিয়াউর রহমান
ঘ) খালেদ মোশাররফ

► নীল বিদ্রোহ কখন সংঘটিত হয় ?

ক) ১৪৪২-৪৪ সালে
উত্তরঃ খ) ১৮৫৯-৬২ সালে
গ) ১৮৯৪-৯৪ সালে
ঘ) ১৯১৭-২০ সালে

► আদর্শ বন নীতিতে বনভূমির জন্য কতটুকু জমি আবশ্যক ?

ক) ৫০%
খ) ১০%
গ) ২০%
উত্তরঃ ঘ) ২৫%

► বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করা হয় –

ক) মুজিবনগর হতে
খ) ঢাকা হতে
গ) খুলনা হতে
উত্তরঃ ঘ) কালুরঘাট হতে

► বাংলাদেশের পতাক প্রথম উত্তোলন করা হয় ?

ক) কলাকাতায়
খ) চট্টগ্রামের পতেঙ্গায়
গ) কুর্মিটোলা ক্যান্টনমেন্টে
উত্তরঃ ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে

► তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করেন কার নির্দেশে ?

ক) কর্নেল ওসমানী
খ) মেজর জিয়া
গ) জেনারেল শফিউল্লাহ
উত্তরঃ ঘ) শেখ মুজিব

► ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম ছাত্র ভর্তি করে –

ক) ১৯১৮ সালে
খ) ১৯২০ সালে
গ) ১৯২২ সালে
উত্তরঃ ঘ) ১৯২১ সালে

► জন্মসূত্রে বাঙালি যে অর্থনীতিবিদ নোবেল পুরষ্কার পান তার নাম-

ক) আরেফীন ইউনূস
খ) রহমান সোবাহান
গ) সামসুল
উত্তরঃ ঘ) অর্মত্য সেন

► প্রখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইনের নামের সঙ্গে যে বাংলাদেশী বৈজ্ঞানিকের নাম জড়িত-

ক) ড. কাজী মোতাহার হোসেন
খ) ড. মতিন চৌধুরী
গ) কুদরত-ই-খুদা
উত্তরঃ ঘ) প্রফেসর এ এস বোস

► গ্রীনিচ সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে ?

ক) পাঁচ ঘন্টা
খ) সাড়ে পাঁচ ঘন্টা
গ) সাড়ে ছয় ঘন্টা
উত্তরঃ ঘ) ছয় ঘন্টা

► ২০০২ সালে মহাত্মা গান্ধী পুরস্কার পেলেন-

ক) ব্র্যাকের প্রাণপুরুষ আবেদ
খ) হাঙ্গার প্রজেক্টের বদিউল আলম
গ) কবি শামসুর রাহমান
উত্তরঃ ঘ) ড. ইউনূস

► মুক্তিযুদ্ধে যোদ্ধাগণ যুদ্ধ চালাবার জন্য নিজেদের কত সেক্টরে ভাগ করেন ?

ক) ৭ সেক্টরে
খ) ১৩ সেক্টরে
গ) ৯ সেক্টরে
উত্তরঃ ঘ) ১১ সেক্টরে

► বাংলাদেশে কাল কেটে পানি এনে ফসল উৎপাদন আন্দোলন আরম্ভ হয়-

ক) এরশাদের আমলে
খ) ইয়াহিয়ার আমলে
গ) শেখ মুজিবের আমলে
উত্তরঃ ঘ) জিয়াউর রহমানের আমলে

► মাথাপিচু আয় বের করার জন্য মোট জাতীয় উৎপাদনকে কয় ভাগে ভাগ করা হয়-

ক) মোট সাবালক জনসংখ্যা দিয়ে
খ) মোট কর্মরত পুরুষ দিয়ে
গ) নারী-পুরুষ সংখ্যা দিয়ে
উত্তরঃ ঘ) মোট জনসংখ্যা দিয়ে


► বাংলাদেশে বার ভূইয়ার অভ্যুত্থান ঘটে-

ক) বাবরের সময়
খ) আওরঙ্গজেবের সময়
গ) জাহাঙ্গীরের সময়
উত্তরঃ ঘ) আকবরের সময়


► রাষ্ট্রভাষা আন্দোলন অঙ্কুরিত হয় ১৯৪৭ সালে, মহীরুহে পরিণত হয়

ক) ১৯৪৮ সালে
খ) ১৯৪৯ সালে
গ) ১৯৫১ সালে
উত্তরঃ ঘ) ১৯৫২ সালে

► বাংলাদেশ-ভারত পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

ক) ১৭ জুন, ১৯৭২
উত্তরঃ খ) ১২ ডিসেম্বর, ১৯৯৬
গ) ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৬
ঘ) ১৭ এপ্রিল, ১৯৯৭

► ইংল্যান্ডে রাণী যে প্রাসাদে বাস করেন তার নাম –

ক) হোয়াইট হাউজ
উত্তরঃ খ) কুইন্স প্যালেস
গ) বার্মিংহাম প্যালেস
ঘ) বাকিংহাম প্যালেস

► যে প্রতিষ্ঠান ঋণ দেয় বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনাত হ্রাস করতে ঋণ দেয় ?

ক) বিশ্বব্যাংক
খ) এশিয়ান উন্নয়ন ব্যাংক
গ) আইএফসি
উত্তরঃ ঘ) আইএমএফ

► ইন্টারনেট প্রথা চালু হয়-

ক) ১৯৮১ সালে
খ) ১৯৭০ সালে
গ) ১৯৬০ সালে
উত্তরঃ ঘ) ১৯৬৯ সালে

► গম উৎপাদনে বিশ্বে প্রথম স্থান হল-

উত্তরঃ ক) চীনের
খ) অস্ট্রেলিয়ার
গ) ভারতের
ঘ) যুক্তরাষ্ট্রের

► বিশ্বে সাত পাহাড়ের শহর হল-

ক) টোকিও
খ) শিকাগো
উত্তরঃ গ) নায়াগ্রা
ঘ) রোম

► বিশ্বে প্রথম টেস্টটিউব বেবী জন্ম হয়-

ক) আয়ারল্যান্ডে
খ) ফ্রান্সে
গ) জাপানে
উত্তরঃ ঘ) ইংল্যান্ডে

► মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হল-

ক) আহ্নিক গতি
খ) নিয়ত বায়ু প্রবাহ
উত্তরঃ গ) উত্তর আয়নান্ত ও দক্ষিণ আয়নাতন্ত
ঘ) বায়ুরচাপের তারতম্য

► ইসলামের চার খলিফার মধ্যে স্বাভাবিক মৃত্যু ঘটে-

ক) হযরত আলী (রা:)
খ) হযরত ওসমান (রা:)
গ) হযরত ওমর (রা:)
উত্তরঃ ঘ) হযরত আবু বকর (রা:)

► ওয়াটারলু’র যুদ্ধে কে পরাজিত হন ?

ক) রবার্ট ক্লাইভ
খ) ম্যাকআর্থার
গ) বিল ক্লিনটন
উত্তরঃ ঘ) নেপোলিয়ন

► গ্রীনউইচ মান মন্দির যে দেশে অবস্থিত তার নাম –

ক) কানাডা
খ) ডেনমার্ক
গ) রাশিয়া
উত্তরঃ ঘ) ইংল্যান্ড

► জাপান পার্ল হারবার আক্রমণ করে-

ক) ১৯৩৯ সালে
খ) ১৯৪০ সালে
গ) ১৯৪২ সালে
উত্তরঃ ঘ) ১৯৪১ সালে

► ফিদেল ক্যাস্ট্রো হলেন-

ক) কানাডার প্রধানমন্ত্রী
খ) ফিনল্যান্ডের প্রেসিডেন্ট
গ) শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী
উত্তরঃ ঘ) কিউবার প্রেসিডেন্ট

► এলটিটিআই হল-
ক) বাংলাদেশের একটা সন্ত্রাসী দল ভারতের দস্যু দল কানাডার
খ) রাজনৈতিক দল
উত্তরঃ গ) শ্রীলংকার
ঘ) একটি বিচ্ছিন্নবাদী দল

► কোন সংস্থার পরিবর্তে WTO গঠিত হয়েছে ?

উত্তরঃ ক) GATT
খ) UNCTAD
গ) UNDP
ঘ) IFC

► ‘ওয়েস্ট ইন্ডিজ’ কি ?

ক) একটি দেশের নাম
খ) একটি ক্রিকেট দলের নাম
উত্তরঃ গ) কয়েকটি দ্বীপেরসমষ্টির নাম
ঘ) ভারতে একটি দ্বীপের নাম

► বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ?

ক) ইন্দিরা গান্ধী
খ) বেগম খালেদা জিয়া
গ) গোল্ডা মেয়ার
উত্তরঃ ঘ) শ্রীমাভো বন্দরনায়েকে

► আন্তর্জাতিক আদালত কোন্ শহরে অবস্থিত ?

ক) জেনেভা
খ) নিউইয়র্ক
উত্তরঃ গ) হেগ
ঘ) ভার্সাই

► বর্তমানে যুক্তরাজ্যে কোন্ দল সরকার গঠন করেছে ?

ক) লেবার পার্টি
খ) কনজারভেটিভ পার্টি
উত্তরঃ গ) লিবারেল পার্টি
ঘ) ডেমোক্র্যেটিক পার্টি

► সম্প্রতি মরক্কোর কোন্ শহরে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের অধিবেশন অনুষ্ঠিত হয় ?

ক) মারাকেস
উত্তরঃ খ) রাবাত
গ) কাসাব্লাংকা
ঘ) লায়লা

► ওআইসি-র প্রথম শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয় কোন্ দেশে ?

উত্তরঃ ক) মরক্কো
খ) পাকিস্তান
গ) সৌদি আরব
ঘ) ইরান

► ভ্লাদিমির পুটিন কে ?

ক) রাশিয়ার প্রধানমন্ত্রী
উত্তরঃ খ) রাশিয়ার প্রেসিডেন্ট
গ) রাশিয়ার ঔপন্যাসিক
ঘ) ইটালির প্রধানমন্ত্রী

► ম্যাডাম কুরি ছিলেন একজন –

ক) কবি
খ) সাহিত্যিক
গ) অর্থনীতিবিদ
উত্তরঃ ঘ) বৈজ্ঞানিক


► বিদ্যুৎ বিল পরিশোধ করার সময় আমরা যার জন্য বিল পরিশোধ করি তা হলো-

ক) কারেন্ট
খ) ভোল্টেজ
গ) ক্ষমতা
উত্তরঃ ঘ) শক্তি

► টেলিফোন লাইনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়-

ক) শব্দশক্তি
খ) আলোকশক্তি
উত্তরঃ গ) তড়িৎশক্তি
ঘ) চৌম্বক শক্তি

► ডিনামাইট আবিস্কারের করেন-

ক) উইলিয়াম মারডক
উত্তরঃ খ) আলফ্রেড নোবেল
গ) টমাস আলভা এডিসন
ঘ) জোসেফ প্রিস্টলী

► বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়-

উত্তরঃ ক) ১ জানয়ারি, ২০০২
খ) ১ আগস্ট, ২০০২
গ) ১ সেপ্টেম্বর, ২০০২
ঘ) ১ অক্টোবর, ২০০২

► সূর্যে শাক্তি উৎপন্ন হয়-

ক) পরমানুর ফিউশন পদ্ধতিতে
উত্তরঃ খ) পরমাণুর ফিউশন পদ্ধতিতে
গ) তাপ উৎপাদনকারী রাসায়নিক বিক্রিয়ার ফলে
ঘ) তেজস্ক্রিয়তার ফলে

► মৌমাছি পালন বিদ্যা-

ক) এভিকালচার
উত্তরঃ খ) এপিকালচার
গ) পিসিকালচার
ঘ) সেরিকালচার

► ড. ইয়ান উইলমুট প্রথম ক্লোন পদ্ধতিতে জন্ম দেন-

ক) ইঁদুর
খ) গরু
উত্তরঃ গ) ভেড়া
ঘ) মানুষ

► ২০০২ সালে কমনওয়েলথ গেমসে বাংলাদেশের আসিফ স্যুটিং – এ কত স্কোর করে ?

ক) ৬৯১.৯
উত্তরঃ খ) ৬৯১.০৯
গ) ৬৯০.৯
ঘ) ৬৯১.৪

► বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের-

উত্তরঃ ক) ২০°৩৪′ - ২৬°৩৮′
খ) ২১°৩১′ - ২৬°৩৩′
গ) ২২°৩৪′ - ২৬°৩৮′
ঘ) ২০°২০′ - ২৫°২৬′

► বাংলাদেশের প্রথম ‘অল উইমেন্স ফ্লাইট’ এর ক্যাপ্টেন-

উত্তরঃ ক) শাহানা
খ) তানিয়া
গ) সেতারা
ঘ) শাহনেয়াজ

► বাংলাদেশের সংবিধানের কোন্ অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্মকমিশন প্রতিষ্ঠিত?

ক) ১২৭
উত্তরঃ খ) ১৩৭
গ) ১৩৯
ঘ) ১৪০

► শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি চালু হয়-

উত্তরঃ ক) ১৯৯৩-৯৪
খ) ১৯৯২-৯৩
গ) ১৯৯১-৯২
ঘ) ১৯৯৪-৯৫

► তত্ত্ববধায়ক সরকার গঠনসংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদ কর্তৃক পাস হয় –

উত্তরঃ ক) ১৯৯৬ সালের ১৭ মার্চ
খ) ১৯৯৬ সালের ২৪মার্চ
গ) ১৯৯৬ সালের ৯২ মার্চ
ঘ) ১৯৯৬ সালের ৩১মার্চ

► বিশ্ব স্বাস্থ্যসংস্থা কর্তৃক নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে-

ক) ০.১০ মি.গ্রা.
খ) ০.০০১ মি.গ্রা
উত্তরঃ গ) ০.০১ মি.গ্রা
ঘ) ১.০১ মি.গ্রা

► ঢাকা মহানগীতে টু-স্ট্রোক যানবাহন চলাচলে নিষিদ্ধ হয় কবে থেকে ?

ক) ৩১ ডিসেম্বর, ২০০২
উত্তরঃ খ) ১ জানুয়ারি, ২০০৩
গ) ১ জানুয়ারি, ২০০২
ঘ) ৩১ ডিসেম্বর, ২০০১

► কোন দেশ প্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল ?

উত্তরঃ ক) ভেনিজুয়েলা
খ) মিশর
গ) সৌদি আরব
ঘ) ইরাক

► ২০০০ সালের প্রথম সূর্যোদয় উদযাপিত হয় কোথায় ?

উত্তরঃ ক) জাপান
খ) কিরিবাতি
গ) নাউরু
ঘ) পোর্ট মোর্সাবী

► ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ?

ক) ইরান
উত্তরঃ খ) ইরাক
গ) মিসর
ঘ) সিরিয়া

► ইউএনডিপি’র সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তরঃ ক) নিউইয়র্ক
খ) জেনেভা
গ) রোম
ঘ) ভিয়েনা

•• গ্রীনল্যান্ড এর মালিকানা-
ক) বৃটিনের
খ) যুক্তরাষ্ট্রের
গ) কানাডার
উত্তরঃ ঘ) ডেনমার্কের

► পোর্ট অব প্রিন্স কোন দেশের রাজধানী ?

ক) ত্রিনিদাদ
উত্তরঃ খ) হাইতি
গ) কোস্টরিকা
ঘ) বারবাডোস

► উজবেকিস্তানের মুদ্রার নাম-

ক) রুবল
উত্তরঃ খ) সোম
গ) টেনগো
ঘ) মানাত

► আফগানিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযান-

ক) অপারেশন এনডুরিং ফ্রিডম
খ) অপারেশন রেস্টোর হোপ
উত্তরঃ গ) অপারেশন ডেজার্ট স্টর্ম
ঘ) অপারেশন সার্ব লাইট

► পূর্ব তিমুরের স্বাধীনতার জন্য লড়াইকারী দল-

ক) তিমুর ফ্রিডম পার্টি
খ) ইস্ট তিমুর ফ্রিডম পার্টি
গ) তিমুর ফ্রিডম এ্যালায়েন্স
উত্তরঃ ঘ) ফ্যেটিলিন

► ‘ইউনিটা’ কোন দেশের গেরিলা সংগঠন ?

উত্তরঃ ক) এঙ্গোলা
খ) উগান্ডা
গ) মিয়ানমার
ঘ) পেরু

► কবে এবং কোথায় প্রথম এইডস রোগী চিহ্নিত হয় ?

ক) ১৯৮০ সালে যুক্তরাজ্যে
উত্তরঃ খ) ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে
গ) ১৯৮১ সালে যুক্তরাজ্যে
ঘ) ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রে

► পূর্ব তিমুরের রাজধানী-

ক) মালে
খ) থিম্পু
উত্তরঃ গ) দিলি
ঘ) উলানবাটোর

► কোন মার্কিন প্রেসিডেন্ট ওয়াটাগেট কেলেঙ্কারীর সাথে জড়িত ?

ক) জিমি কার্টার
খ) জন এফ কেনেডী
গ) রোনাল্ড রিগ্যান
উত্তরঃ ঘ) রিচার্ড নিক্সন

► ২০০২ সালের বিশ্বকাপ ফুটবল -এর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয় ?

ক) কুবে স্টেডিয়াম
খ) সিউল স্টেডিয়ামে
গ) ইয়োকোহামা স্টেডিয়ামে
উত্তরঃ ঘ) ওসাকা স্টেডিয়ামে

► আরবের নাইটিঙ্গেল বলা হয়-

ক) উম্মে হাফিজা
উত্তরঃ খ) উম্মে কুলসুম
গ) উম্মে সাদিয়া
ঘ) উম্মে মরিয়ম

► একদিনের ক্রিকেট ম্যাচে ইনংসে সর্বোচ্চ রানের অধিকারী-

উত্তরঃ ক) শচীন টেন্ডুলকার
খ) সাঈদ আনোয়ার
গ) অ্যাডাম গিলক্রিস্ট
ঘ) সনাৎ জয়সুরিয়া

► আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত হয়-

ক) ২ অক্টোবর, ১৯৯০
উত্তরঃ খ) ৩ অক্টোবর, ১৯৯০
গ) ৪ অক্টোবর, ১৯৯০
ঘ) ৫ অক্টোবর, ১৯৯০

► ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট গঠনের জন্য প্রণীত রোম চুক্তি থেকে স্বাক্ষর প্রত্যাহার করে –

উত্তরঃ ক) যুক্তরাষ্ট্র
খ) ইসরাইল
গ) ইরাক
ঘ) রাশিয়া

► ‘মেনা’ কোন দেশের সংবাদ সংস্থা ?

ক) সৌদি আরব
খ) কুয়েত
উত্তরঃ গ) মিসর
ঘ) ইরাক

► বাংলাদেশের সর্ববৃহৎ পাটকলটি বন্ধ করা হয়-

ক) ১ জুন, ২০০২
উত্তরঃ খ) ৩০ জুন, ২০০২
গ) ৩০ জুলাই, ২০০২
ঘ) ৩১ জুলাই, ২০০২

► ” A Brief History of Time” গ্রন্থের রচয়িতা-

ক) স্যার আর্থার এডিংটন
খ) সুব্রামনিয়াম চন্দ্রশেখর
উত্তরঃ গ) স্টিফেন হকিং
ঘ) লেভ ল্যান্ডাও

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১৭"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে