গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১৭
ক) কর্ণিয়া
উত্তরঃ খ) ল্যাক্রিমানল গ্রন্থি
গ) পিউ পিল
ঘ) ফোবিয়া সেন্টালিস
► আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত ?
ক) ১ লক্ষ ৮৬ হাজার কিলোমিটার
খ) ২ লক্ষ ৫০ হাজার কিলোমিটার
উত্তরঃ গ) ৩ লক্ষ কিলোমিটার
ঘ) ৩ লক্ষ ২৮ হাজার কিলোমিটার
► ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ?
উত্তরঃ ক) ০.১৫-১.৫%
খ) ৫.৫-৬.২৫%
গ) ১০-১২.৫%
ঘ) ২২%
► পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ-
ক) পানিতে আর্সেনিক পরিমাণ হ্রাস
খ) ডেঙ্গু জ্বরের প্রকোপ নির্ধারণ
গ) উৎপাদন খরচের আধিক্য
উত্তরঃ ঘ) পরিবেশ দূষণ হ্রাস
► সবচেয়ে বেশি শক্ত বস্তু হল –
ক) ইস্পাত
খ) গ্রানাইট পাথর
উত্তরঃ গ) হীরা
ঘ) পিতল
► বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কখন চালু হয় ?
ক) ১৯৭২ সালে
খ) ১৯৮১ সালে
গ) ১৯৯৮ সালে
উত্তরঃ ঘ) ২০০২ সালে
► ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ?
ক) ড. এইচ ল্যাংলী
খ) স্যার এ.এ রহমান
গ) আ এইচ জুবেরী
উত্তরঃ ঘ) পি. জে. হার্টস
► বাংলাদেশের সংবিধানে চারটি মূলনীতির একটি –
ক) আইনের দৃষ্টিতে সমতা
খ) বাক স্বাধীনতা
উত্তরঃ গ) অর্থনৈতিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র
ঘ) ধর্মীয় স্বাধীনতা
► কোন অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম বাজেট ঘোষনা করেন ?
ক) ড.এ আর মল্লিক
উত্তরঃ খ) তাজউদ্দিন আহমেদ
গ) ড. এম এন হুদা
ঘ) এম সাইদুজ্জামান
► বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘জেড ফোর্স’ ব্রিগেডের প্রধান কে ছিলেন ?
ক) আতাউল গণি ওসমানি
খ) এম. শফিউল্লাহ
উত্তরঃ গ) জিয়াউর রহমান
ঘ) খালেদ মোশাররফ
► নীল বিদ্রোহ কখন সংঘটিত হয় ?
ক) ১৪৪২-৪৪ সালে
উত্তরঃ খ) ১৮৫৯-৬২ সালে
গ) ১৮৯৪-৯৪ সালে
ঘ) ১৯১৭-২০ সালে
► আদর্শ বন নীতিতে বনভূমির জন্য কতটুকু জমি আবশ্যক ?
ক) ৫০%
খ) ১০%
গ) ২০%
উত্তরঃ ঘ) ২৫%
► বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করা হয় –
ক) মুজিবনগর হতে
খ) ঢাকা হতে
গ) খুলনা হতে
উত্তরঃ ঘ) কালুরঘাট হতে
► বাংলাদেশের পতাক প্রথম উত্তোলন করা হয় ?
ক) কলাকাতায়
খ) চট্টগ্রামের পতেঙ্গায়
গ) কুর্মিটোলা ক্যান্টনমেন্টে
উত্তরঃ ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে
► তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করেন কার নির্দেশে ?
ক) কর্নেল ওসমানী
খ) মেজর জিয়া
গ) জেনারেল শফিউল্লাহ
উত্তরঃ ঘ) শেখ মুজিব
► ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম ছাত্র ভর্তি করে –
ক) ১৯১৮ সালে
খ) ১৯২০ সালে
গ) ১৯২২ সালে
উত্তরঃ ঘ) ১৯২১ সালে
► জন্মসূত্রে বাঙালি যে অর্থনীতিবিদ নোবেল পুরষ্কার পান তার নাম-
ক) আরেফীন ইউনূস
খ) রহমান সোবাহান
গ) সামসুল
উত্তরঃ ঘ) অর্মত্য সেন
► প্রখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইনের নামের সঙ্গে যে বাংলাদেশী বৈজ্ঞানিকের নাম জড়িত-
ক) ড. কাজী মোতাহার হোসেন
খ) ড. মতিন চৌধুরী
গ) কুদরত-ই-খুদা
উত্তরঃ ঘ) প্রফেসর এ এস বোস
► গ্রীনিচ সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে ?
ক) পাঁচ ঘন্টা
খ) সাড়ে পাঁচ ঘন্টা
গ) সাড়ে ছয় ঘন্টা
উত্তরঃ ঘ) ছয় ঘন্টা
► ২০০২ সালে মহাত্মা গান্ধী পুরস্কার পেলেন-
ক) ব্র্যাকের প্রাণপুরুষ আবেদ
খ) হাঙ্গার প্রজেক্টের বদিউল আলম
গ) কবি শামসুর রাহমান
উত্তরঃ ঘ) ড. ইউনূস
► মুক্তিযুদ্ধে যোদ্ধাগণ যুদ্ধ চালাবার জন্য নিজেদের কত সেক্টরে ভাগ করেন ?
ক) ৭ সেক্টরে
খ) ১৩ সেক্টরে
গ) ৯ সেক্টরে
উত্তরঃ ঘ) ১১ সেক্টরে
► বাংলাদেশে কাল কেটে পানি এনে ফসল উৎপাদন আন্দোলন আরম্ভ হয়-
ক) এরশাদের আমলে
খ) ইয়াহিয়ার আমলে
গ) শেখ মুজিবের আমলে
উত্তরঃ ঘ) জিয়াউর রহমানের আমলে
► মাথাপিচু আয় বের করার জন্য মোট জাতীয় উৎপাদনকে কয় ভাগে ভাগ করা হয়-
ক) মোট সাবালক জনসংখ্যা দিয়ে
খ) মোট কর্মরত পুরুষ দিয়ে
গ) নারী-পুরুষ সংখ্যা দিয়ে
উত্তরঃ ঘ) মোট জনসংখ্যা দিয়ে
► বাংলাদেশে বার ভূইয়ার অভ্যুত্থান ঘটে-
ক) বাবরের সময়
খ) আওরঙ্গজেবের সময়
গ) জাহাঙ্গীরের সময়
উত্তরঃ ঘ) আকবরের সময়
► রাষ্ট্রভাষা আন্দোলন অঙ্কুরিত হয় ১৯৪৭ সালে, মহীরুহে পরিণত হয়
ক) ১৯৪৮ সালে
খ) ১৯৪৯ সালে
গ) ১৯৫১ সালে
উত্তরঃ ঘ) ১৯৫২ সালে
► বাংলাদেশ-ভারত পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
ক) ১৭ জুন, ১৯৭২
উত্তরঃ খ) ১২ ডিসেম্বর, ১৯৯৬
গ) ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৬
ঘ) ১৭ এপ্রিল, ১৯৯৭
► ইংল্যান্ডে রাণী যে প্রাসাদে বাস করেন তার নাম –
ক) হোয়াইট হাউজ
উত্তরঃ খ) কুইন্স প্যালেস
গ) বার্মিংহাম প্যালেস
ঘ) বাকিংহাম প্যালেস
► যে প্রতিষ্ঠান ঋণ দেয় বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনাত হ্রাস করতে ঋণ দেয় ?
ক) বিশ্বব্যাংক
খ) এশিয়ান উন্নয়ন ব্যাংক
গ) আইএফসি
উত্তরঃ ঘ) আইএমএফ
► ইন্টারনেট প্রথা চালু হয়-
ক) ১৯৮১ সালে
খ) ১৯৭০ সালে
গ) ১৯৬০ সালে
উত্তরঃ ঘ) ১৯৬৯ সালে
► গম উৎপাদনে বিশ্বে প্রথম স্থান হল-
উত্তরঃ ক) চীনের
খ) অস্ট্রেলিয়ার
গ) ভারতের
ঘ) যুক্তরাষ্ট্রের
► বিশ্বে সাত পাহাড়ের শহর হল-
ক) টোকিও
খ) শিকাগো
উত্তরঃ গ) নায়াগ্রা
ঘ) রোম
► বিশ্বে প্রথম টেস্টটিউব বেবী জন্ম হয়-
ক) আয়ারল্যান্ডে
খ) ফ্রান্সে
গ) জাপানে
উত্তরঃ ঘ) ইংল্যান্ডে
► মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হল-
ক) আহ্নিক গতি
খ) নিয়ত বায়ু প্রবাহ
উত্তরঃ গ) উত্তর আয়নান্ত ও দক্ষিণ আয়নাতন্ত
ঘ) বায়ুরচাপের তারতম্য
► ইসলামের চার খলিফার মধ্যে স্বাভাবিক মৃত্যু ঘটে-
ক) হযরত আলী (রা:)
খ) হযরত ওসমান (রা:)
গ) হযরত ওমর (রা:)
উত্তরঃ ঘ) হযরত আবু বকর (রা:)
► ওয়াটারলু’র যুদ্ধে কে পরাজিত হন ?
ক) রবার্ট ক্লাইভ
খ) ম্যাকআর্থার
গ) বিল ক্লিনটন
উত্তরঃ ঘ) নেপোলিয়ন
► গ্রীনউইচ মান মন্দির যে দেশে অবস্থিত তার নাম –
ক) কানাডা
খ) ডেনমার্ক
গ) রাশিয়া
উত্তরঃ ঘ) ইংল্যান্ড
► জাপান পার্ল হারবার আক্রমণ করে-
ক) ১৯৩৯ সালে
খ) ১৯৪০ সালে
গ) ১৯৪২ সালে
উত্তরঃ ঘ) ১৯৪১ সালে
► ফিদেল ক্যাস্ট্রো হলেন-
ক) কানাডার প্রধানমন্ত্রী
খ) ফিনল্যান্ডের প্রেসিডেন্ট
গ) শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী
উত্তরঃ ঘ) কিউবার প্রেসিডেন্ট
► এলটিটিআই হল-
ক) বাংলাদেশের একটা সন্ত্রাসী দল ভারতের দস্যু দল কানাডার
খ) রাজনৈতিক দল
উত্তরঃ গ) শ্রীলংকার
ঘ) একটি বিচ্ছিন্নবাদী দল
► কোন সংস্থার পরিবর্তে WTO গঠিত হয়েছে ?
উত্তরঃ ক) GATT
খ) UNCTAD
গ) UNDP
ঘ) IFC
► ‘ওয়েস্ট ইন্ডিজ’ কি ?
ক) একটি দেশের নাম
খ) একটি ক্রিকেট দলের নাম
উত্তরঃ গ) কয়েকটি দ্বীপেরসমষ্টির নাম
ঘ) ভারতে একটি দ্বীপের নাম
► বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ?
ক) ইন্দিরা গান্ধী
খ) বেগম খালেদা জিয়া
গ) গোল্ডা মেয়ার
উত্তরঃ ঘ) শ্রীমাভো বন্দরনায়েকে
► আন্তর্জাতিক আদালত কোন্ শহরে অবস্থিত ?
ক) জেনেভা
খ) নিউইয়র্ক
উত্তরঃ গ) হেগ
ঘ) ভার্সাই
► বর্তমানে যুক্তরাজ্যে কোন্ দল সরকার গঠন করেছে ?
ক) লেবার পার্টি
খ) কনজারভেটিভ পার্টি
উত্তরঃ গ) লিবারেল পার্টি
ঘ) ডেমোক্র্যেটিক পার্টি
► সম্প্রতি মরক্কোর কোন্ শহরে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের অধিবেশন অনুষ্ঠিত হয় ?
ক) মারাকেস
উত্তরঃ খ) রাবাত
গ) কাসাব্লাংকা
ঘ) লায়লা
► ওআইসি-র প্রথম শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয় কোন্ দেশে ?
উত্তরঃ ক) মরক্কো
খ) পাকিস্তান
গ) সৌদি আরব
ঘ) ইরান
► ভ্লাদিমির পুটিন কে ?
ক) রাশিয়ার প্রধানমন্ত্রী
উত্তরঃ খ) রাশিয়ার প্রেসিডেন্ট
গ) রাশিয়ার ঔপন্যাসিক
ঘ) ইটালির প্রধানমন্ত্রী
► ম্যাডাম কুরি ছিলেন একজন –
ক) কবি
খ) সাহিত্যিক
গ) অর্থনীতিবিদ
উত্তরঃ ঘ) বৈজ্ঞানিক
► বিদ্যুৎ বিল পরিশোধ করার সময় আমরা যার জন্য বিল পরিশোধ করি তা হলো-
ক) কারেন্ট
খ) ভোল্টেজ
গ) ক্ষমতা
উত্তরঃ ঘ) শক্তি
► টেলিফোন লাইনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়-
ক) শব্দশক্তি
খ) আলোকশক্তি
উত্তরঃ গ) তড়িৎশক্তি
ঘ) চৌম্বক শক্তি
► ডিনামাইট আবিস্কারের করেন-
ক) উইলিয়াম মারডক
উত্তরঃ খ) আলফ্রেড নোবেল
গ) টমাস আলভা এডিসন
ঘ) জোসেফ প্রিস্টলী
► বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়-
উত্তরঃ ক) ১ জানয়ারি, ২০০২
খ) ১ আগস্ট, ২০০২
গ) ১ সেপ্টেম্বর, ২০০২
ঘ) ১ অক্টোবর, ২০০২
► সূর্যে শাক্তি উৎপন্ন হয়-
ক) পরমানুর ফিউশন পদ্ধতিতে
উত্তরঃ খ) পরমাণুর ফিউশন পদ্ধতিতে
গ) তাপ উৎপাদনকারী রাসায়নিক বিক্রিয়ার ফলে
ঘ) তেজস্ক্রিয়তার ফলে
► মৌমাছি পালন বিদ্যা-
ক) এভিকালচার
উত্তরঃ খ) এপিকালচার
গ) পিসিকালচার
ঘ) সেরিকালচার
► ড. ইয়ান উইলমুট প্রথম ক্লোন পদ্ধতিতে জন্ম দেন-
ক) ইঁদুর
খ) গরু
উত্তরঃ গ) ভেড়া
ঘ) মানুষ
► ২০০২ সালে কমনওয়েলথ গেমসে বাংলাদেশের আসিফ স্যুটিং – এ কত স্কোর করে ?
ক) ৬৯১.৯
উত্তরঃ খ) ৬৯১.০৯
গ) ৬৯০.৯
ঘ) ৬৯১.৪
► বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের-
উত্তরঃ ক) ২০°৩৪′ - ২৬°৩৮′
খ) ২১°৩১′ - ২৬°৩৩′
গ) ২২°৩৪′ - ২৬°৩৮′
ঘ) ২০°২০′ - ২৫°২৬′
► বাংলাদেশের প্রথম ‘অল উইমেন্স ফ্লাইট’ এর ক্যাপ্টেন-
উত্তরঃ ক) শাহানা
খ) তানিয়া
গ) সেতারা
ঘ) শাহনেয়াজ
► বাংলাদেশের সংবিধানের কোন্ অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্মকমিশন প্রতিষ্ঠিত?
ক) ১২৭
উত্তরঃ খ) ১৩৭
গ) ১৩৯
ঘ) ১৪০
► শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি চালু হয়-
উত্তরঃ ক) ১৯৯৩-৯৪
খ) ১৯৯২-৯৩
গ) ১৯৯১-৯২
ঘ) ১৯৯৪-৯৫
► তত্ত্ববধায়ক সরকার গঠনসংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদ কর্তৃক পাস হয় –
উত্তরঃ ক) ১৯৯৬ সালের ১৭ মার্চ
খ) ১৯৯৬ সালের ২৪মার্চ
গ) ১৯৯৬ সালের ৯২ মার্চ
ঘ) ১৯৯৬ সালের ৩১মার্চ
► বিশ্ব স্বাস্থ্যসংস্থা কর্তৃক নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে-
ক) ০.১০ মি.গ্রা.
খ) ০.০০১ মি.গ্রা
উত্তরঃ গ) ০.০১ মি.গ্রা
ঘ) ১.০১ মি.গ্রা
► ঢাকা মহানগীতে টু-স্ট্রোক যানবাহন চলাচলে নিষিদ্ধ হয় কবে থেকে ?
ক) ৩১ ডিসেম্বর, ২০০২
উত্তরঃ খ) ১ জানুয়ারি, ২০০৩
গ) ১ জানুয়ারি, ২০০২
ঘ) ৩১ ডিসেম্বর, ২০০১
► কোন দেশ প্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল ?
উত্তরঃ ক) ভেনিজুয়েলা
খ) মিশর
গ) সৌদি আরব
ঘ) ইরাক
► ২০০০ সালের প্রথম সূর্যোদয় উদযাপিত হয় কোথায় ?
উত্তরঃ ক) জাপান
খ) কিরিবাতি
গ) নাউরু
ঘ) পোর্ট মোর্সাবী
► ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ?
ক) ইরান
উত্তরঃ খ) ইরাক
গ) মিসর
ঘ) সিরিয়া
► ইউএনডিপি’র সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ ক) নিউইয়র্ক
খ) জেনেভা
গ) রোম
ঘ) ভিয়েনা
•• গ্রীনল্যান্ড এর মালিকানা-
ক) বৃটিনের
খ) যুক্তরাষ্ট্রের
গ) কানাডার
উত্তরঃ ঘ) ডেনমার্কের
► পোর্ট অব প্রিন্স কোন দেশের রাজধানী ?
ক) ত্রিনিদাদ
উত্তরঃ খ) হাইতি
গ) কোস্টরিকা
ঘ) বারবাডোস
► উজবেকিস্তানের মুদ্রার নাম-
ক) রুবল
উত্তরঃ খ) সোম
গ) টেনগো
ঘ) মানাত
► আফগানিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযান-
ক) অপারেশন এনডুরিং ফ্রিডম
খ) অপারেশন রেস্টোর হোপ
উত্তরঃ গ) অপারেশন ডেজার্ট স্টর্ম
ঘ) অপারেশন সার্ব লাইট
► পূর্ব তিমুরের স্বাধীনতার জন্য লড়াইকারী দল-
ক) তিমুর ফ্রিডম পার্টি
খ) ইস্ট তিমুর ফ্রিডম পার্টি
গ) তিমুর ফ্রিডম এ্যালায়েন্স
উত্তরঃ ঘ) ফ্যেটিলিন
► ‘ইউনিটা’ কোন দেশের গেরিলা সংগঠন ?
উত্তরঃ ক) এঙ্গোলা
খ) উগান্ডা
গ) মিয়ানমার
ঘ) পেরু
► কবে এবং কোথায় প্রথম এইডস রোগী চিহ্নিত হয় ?
ক) ১৯৮০ সালে যুক্তরাজ্যে
উত্তরঃ খ) ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে
গ) ১৯৮১ সালে যুক্তরাজ্যে
ঘ) ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রে
► পূর্ব তিমুরের রাজধানী-
ক) মালে
খ) থিম্পু
উত্তরঃ গ) দিলি
ঘ) উলানবাটোর
► কোন মার্কিন প্রেসিডেন্ট ওয়াটাগেট কেলেঙ্কারীর সাথে জড়িত ?
ক) জিমি কার্টার
খ) জন এফ কেনেডী
গ) রোনাল্ড রিগ্যান
উত্তরঃ ঘ) রিচার্ড নিক্সন
► ২০০২ সালের বিশ্বকাপ ফুটবল -এর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয় ?
ক) কুবে স্টেডিয়াম
খ) সিউল স্টেডিয়ামে
গ) ইয়োকোহামা স্টেডিয়ামে
উত্তরঃ ঘ) ওসাকা স্টেডিয়ামে
► আরবের নাইটিঙ্গেল বলা হয়-
ক) উম্মে হাফিজা
উত্তরঃ খ) উম্মে কুলসুম
গ) উম্মে সাদিয়া
ঘ) উম্মে মরিয়ম
► একদিনের ক্রিকেট ম্যাচে ইনংসে সর্বোচ্চ রানের অধিকারী-
উত্তরঃ ক) শচীন টেন্ডুলকার
খ) সাঈদ আনোয়ার
গ) অ্যাডাম গিলক্রিস্ট
ঘ) সনাৎ জয়সুরিয়া
► আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত হয়-
ক) ২ অক্টোবর, ১৯৯০
উত্তরঃ খ) ৩ অক্টোবর, ১৯৯০
গ) ৪ অক্টোবর, ১৯৯০
ঘ) ৫ অক্টোবর, ১৯৯০
► ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট গঠনের জন্য প্রণীত রোম চুক্তি থেকে স্বাক্ষর প্রত্যাহার করে –
উত্তরঃ ক) যুক্তরাষ্ট্র
খ) ইসরাইল
গ) ইরাক
ঘ) রাশিয়া
► ‘মেনা’ কোন দেশের সংবাদ সংস্থা ?
ক) সৌদি আরব
খ) কুয়েত
উত্তরঃ গ) মিসর
ঘ) ইরাক
► বাংলাদেশের সর্ববৃহৎ পাটকলটি বন্ধ করা হয়-
ক) ১ জুন, ২০০২
উত্তরঃ খ) ৩০ জুন, ২০০২
গ) ৩০ জুলাই, ২০০২
ঘ) ৩১ জুলাই, ২০০২
► ” A Brief History of Time” গ্রন্থের রচয়িতা-
ক) স্যার আর্থার এডিংটন
খ) সুব্রামনিয়াম চন্দ্রশেখর
উত্তরঃ গ) স্টিফেন হকিং
ঘ) লেভ ল্যান্ডাও
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১৭"
Post a Comment