গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১২
ক) খনির ভিতর
খ) পাাহাড়ের ওপর
উত্তরঃ গ) মেরু অঞ্চলে
ঘ) বিষুব অঞ্চলে
► বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
ক) কম হয়
খ) অনেক কম হয়
গ) বেশি হয়
উত্তরঃ ঘ) একই হয়
► কম্পিউটারের ব্রেইন হল-
ক) মেমোরি
খ) হার্ডডিক্স
গ) ব্যায়োস
উত্তরঃ ঘ) মাইক্রো প্রসেসর
► Optical fiber cable-এ তথ্য আদান প্রদানের মাধ্যম হল-
ক) বিদ্যুৎ
খ) আলো
উত্তরঃ গ) ইলেক্ট্রো ম্যাগনেটিক ওয়েভ
ঘ) বিদ্যুৎ ও আলো উভয়েই
► রক্তশূন্যতা বলতে কি বুঝায় ?
ক) রক্তের পরিমাণ কমে যাওয়া
উত্তরঃ খ) রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া
গ) রক্তে অণুচক্রিকর পরিমাণ কমে যাওয়া
ঘ) রক্তরসের পরিমাণ কমে যাওয়া
► মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন ?
ক) মাটির পাত্রে পানি ঠান্ডা হতে তাপ শোষণ করে
খ) মাটির পাত্রে বাল তাপ পরিবাহী
উত্তরঃ গ) মাটির পাত্রে পানির বাষ্পীভবনে সাহায্য করে
ঘ) মাটির পাত্র তাপ কুপরিবাহী
► নরমাল স্যালাইন হল সোডিয়াম ক্লোরাইডের-
ক) ০.৫% জলীয় দ্রবণ
উত্তরঃ খ) ০.৯% জলীয় দ্রবণ
গ) ১% জলীয় দ্রবণ
ঘ) ২% জলীয় দ্রবণ
► Windows – 98 Operating system কত বিটের ?
উত্তরঃ ক) ৩২বিট
খ) ১৬বিট
গ) ১২৮ বিট
ঘ) ৬৪ বিট
► Ukd হল-
উত্তরঃ ক) Web -এর বিভিন্ন documents ও অন্যান্য resources-এর ঠিকানা
খ) কতকগুলো Network-এর বিভিন্ন resources -এর ঠিকানা
গ) শুধুমাত্র একটি LAN-এর বিভিন্ন resources-এর ঠিকানা
ঘ) একটি LAN-এর domain
► শরীরের কোন অংশ পোড়া গেলে তৎক্ষণাৎ প্রাথমিক ব্যবস্থা কি নেয়া উচিত ?
ক) লবণ পানি দেয়া
খ) ডিম ভেঙে শুধু সাদা অংশ দিয়ে প্রলেপ দেয়া
উত্তরঃ গ) বরফ বা পরিষ্কার ঠাণ্ডাপানি দেয়া
ঘ) নারিকেল তেল দেয়া
► দুর্ঘটনায় পতিত কোন ব্যক্তির ভাঙা হাত-পায়ের প্রাথমিক পরিচর্যা কি করার জন্য বিশেষজ্ঞরা উপদেশ দিয়ে থাকেন ?
ক) ব্যথা নিবারক মলম জাতীয় ওষুধ লাগানো
খ) মালিশ করা
গ) শুধু সান্ত¦না দেয়া
উত্তরঃ ঘ) ভাঙা স্থান কাঠ দিয়ে বেঁধে হাসপাতাল বা চিকিৎসকের নিকট পাঠানো
► VAST ব্যবহার করা হয় –
উত্তরঃ ক) ভূপৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য
খ) একটি স্যাটালাইট থেকে অন্য স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য
গ) ভূপৃষ্ঠের একস্থান থেকে অন্যস্থানে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ সহজতর করার জন্য
ঘ) এক ধরনের আবহাওয়াজ্ঞাপক ভূ-উপগ্রহ
► ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে ?
ক) ০°
খ) ১০০°
গ) ৪°
উত্তরঃ ঘ) -৪০°
► জাতিসংঘের মিলেনিয়াম সামিটের প্রথম ঘোষণা কোনটি ?
ক) এ বিশ্ব সংঘাত মুক্তকরণ
খ) সকল শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ
গ) এইডস-এর বৃদ্ধির হার বিপরীতমূখী করণ
উত্তরঃ ঘ) ২০১৫ সালের মধ্যে হতদারিদ্রের এবং বিশুদ্ধ পানীয় জলের বঞ্চিতদের বর্তমান সংখ্যার অর্ধেক হ্রাসকরণ
► বর্তমান বছরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ-
ক) চীন
উত্তরঃ খ) মার্কিন যুক্তরাষ্ট্র
গ) ভারত
ঘ) থাইল্যান্ড
► ২০০০ সালে সিডনিতে অনুষ্ঠিত অলিম্পিকে বিভিন্ন খেলার সংখ্যা প্রায়-
ক) ২৩০
খ) ২৬০
গ) ৩০০
উত্তরঃ ঘ) কোনটিই নয়
► আটলান্টিস তৃতীয় বারের মত ২০০০ সালে মহাশূন্য স্টেশনের সাথে সংযুক্ত হয়-
ক) ১০ আগস্ট
খ) ১৭ আগস্ট
গ) ২৯ আগস্ট
উত্তরঃ ঘ) ৭ সেপ্টেম্বর
► ঐতিহাসিক ২১ দফা আন্দোলনের প্রথম দফা কি ছিল ?
ক) প্রাদেশিক স্বায়ত্বশাসন
উত্তরঃ খ) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দান
গ) পূর্ববাংলার প্রতি অর্থনৈতিক বৈষম্য বন্ধকরণ
ঘ) বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদকরণ
► অতীশ দীপঙ্কর বর্তমান বাংলাদেশের কোন জেলার বাসিন্দা ছিলেন ?
ক) ফরিদপুর
খ) টাঙ্গাইল
উত্তরঃ গ) মুন্সিগঞ্জ
ঘ) চট্টগ্রাম
► আঙ্গরপোতা ও দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত ?
ক) রংপুর
খ) নীলফামারী
উত্তরঃ গ) লালমনিটরহার
ঘ) পঞ্চগড়
► এবারের অলিম্পিকে কর্তৃপক্ষ ‘গ্রীন গেইম’ খেলার প্রতিশ্রুতিবদ্ধ-যার অর্থ হলো-
ক) সবুজ চত্বরে সমস্ত খেলার আয়োজন করা
খ) সবুজ কাপড়ে যুবক-যুবতি খেলোয়াড়দের খেলায় অংশ গ্রহণ করা
উত্তরঃ গ) অলিম্পিক ভিলেজে যাবতীয় দূষণমুক্ত পরিবেশে খেলোয়াড়দের রাখার ব্যবস্থা করা
ঘ) অলিম্পিকের যাবতীয় গেমসে মাদকসেবীদের অংশগ্রহণ থেকে বিরত করা
► কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে ?
ক) যমুনা
খ) তিস্তা
গ) আত্রাই
উত্তরঃ ঘ) মহানন্দা
► ১৯৯৭ সালের ২ ডিসেম্বরে আমাদের স্মরণীয় ঘটনা কি ?
ক) যমুনা সেতু উদ্বোধন
উত্তরঃ খ) পার্বত্য শান্তি চুক্তি
গ) মাগুরছড়ায় গ্যাস বিস্ফোরণ
ঘ) কুয়ালালামপুরে কেনিয়াকে ক্রিকেট খেলায় পরাজিত করা
► বাংলাদেশে বর্তমান বাজার দরে মাথাপিছু জিডিপি-এর পরিমাণ-
ক) ২০,১০০ টাকা
খ) ১৬,৫৮৬ টাকা
গ) ১২,২৪০ টাকা
উত্তরঃ ঘ) কোনটিই নয়
► বাংলাদেশের বার্ষিক রাজস্ব আয় কত ?
ক) ২০৫.৮ বিলিয়ন টাকা
খ) ১৭২.০৮ বিলিয়ন টাকা
গ) ১২৩.৭ বিলিয়ন টাকা
উত্তরঃ ঘ) কোনটিই নয়
► বাংলাদেশের বার্ষিক রপ্তানিকৃত দ্রব্যের (এফওবি) মূল্য-
ক) ১৭১.৬ বিলিয়ন টাকা
খ) ২৮৬.৪৪৪ বিলিয়ন টাকা
গ) ২৯৯.২ বিলিয়ন টাকা
উত্তরঃ ঘ) কোনটিই নয়
► বাংলাদেশের তফসিলী ব্যাংকের ১৯৯৬-৯৭ অর্থবছরে মেয়াদি আমানতের পরিমাণ-
ক) ৫০০ বিলিয়ন টাকা
খ) ৩৯০.৬ বিলিয়ন টাকা
উত্তরঃ গ) ৩৫৪.৬ বিলিয়ন টাকা
ঘ) ৭৩.৯ বিলিয়ন টাকা
► বাংলাদেশের প্রথম প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন ?
ক) জনাব সৈয়দ নজরুল ইসলাম
খ) জনাব এ এইচ এম কামরুজ্জামান
গ) জেনারেল এম এ জি ওসমানী
উত্তরঃ ঘ) জনাব তাজউদ্দিন আহমেদ
► বাংলাদেশ কোন তারিখে জাতিসংঘের সদস্য পদ লাভ করে ?
ক) ১৮ সেপ্টেম্বর,৭৪
খ) ৪ সেপ্টেম্বর,৭৪
গ) ১৬ সেপ্টেম্বর,৭৪
উত্তরঃ ঘ) ১৭ সেপ্টেম্বর,৭৪
► ‘পরার্থপরতার অর্থনীতি’র লেখক কে ?
উত্তরঃ ক) আকবর আলী খান
খ) ড.মুহাম্মদ ইউনূস
গ) ড. দেবপ্রিয় ভট্টাচার্য
ঘ) ড. আতিয়ার রহমান
► আমাদের সংবিধানের পঞ্চম ভাগে আইন প্রণয়ন ও অর্থসাংক্রান্ত বিধান কোন পরিচ্ছেদে লিপিবদ্ধ আছে ?
উত্তরঃ ক) দ্বিতীয় পরিচ্ছেদে
খ) প্রথম পরিচ্ছেদে
গ) তৃতীয় পরিচ্ছেদে
ঘ) উপরের কোনটিই নয়
► World Intellectual Property Organization (WIPO)- এর সদর দপ্তর কোথায় ?
ক) রোম
খ) ওয়াশিংটন
উত্তরঃ গ) জেনেভা
ঘ) অসলো
► ‘Poverty and Famines’- গ্রন্থের রচয়িতা কে ?
উত্তরঃ ক) অমর্ত্য সেন
খ) গুনার রচয়িতা
গ) মাইকেল লিফট
ঘ) উইলিয়াম রস্টো
► থানা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গ্রামীণ স্বাস্থ্য কমপ্লেক্সসহ বাংলাদেশের হাসপাতালের সংখ্যা –
ক) ৭২৫ টি
খ) ৯৩৮ টি
গ) ১৩০০টি
উত্তরঃ ঘ) ১৬৮৩টি
► ‘অর্থবিল’ সম্পর্কিত বিধানবলি বাংলাদেশের সংবিধানের কোন আর্টিক্যালে উল্লেখ আছে ?
ক) ৮০(১)
উত্তরঃ খ) ৮১(১)
গ) ৮২
ঘ) ৮৪(১)
► পানামা খাল কোন দুই মহাসাগরকে সংযুক্ত করেছে ?
ক) আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর
উত্তরঃ খ) আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
গ) প্রশান্ত মহাসাগর ও উত্তর মহাসাগর
ঘ) ভারতমহাসাগর ও প্রশান্ত মহাসাগর
► ম্যাকমোহন লাইন বর্তমানে কোনদুটি রাষ্ট্রের সীমানা নির্ধারণ করেছে ?
ক) চীন ও রাশিয়া
উত্তরঃ খ) চীন ও ভারত
গ) ভারত ও পাকিস্তান
ঘ) পাকিস্তান ও আফগানিস্তান
► রাশিয়ার ‘কুরস্ক’ নামক পারমাণবিক সাবমেরিনটি কোন সাগরের তলদেশে ডুবেছিল ?
ক) কৃষ্ণ সাগর
উত্তরঃ খ) ব্যারেন্ট সাগর
গ) বেরিং সাগর
ঘ) উত্তর মহাসাগর
► সম্প্রতি কোন দেশের কৃষ্ণাঙ্গরা শ্বেতঙ্গদের খামার ভূমি দখল করে নিয়েছে ?
ক) এঙ্গোলা
খ) দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ গ) জিম্বাবুয়ে
ঘ) সিয়েরা লিওন
► কোন সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা নোবেল পুরস্কার পেয়েছিল ?
ক) ১৯২৬ সালে
খ) ১৯৩৩ সালে
উত্তরঃ গ) ১৯৬৯ সালে
ঘ) ১৯৮৯ সালে
► কোন সালে ইউরোপ হতে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয়েছে ?
উত্তরঃ ক) ১৪৯৮ সালে
খ) ১৪৯২ সালে
গ) ১৫১৭ সালে
ঘ) ১৬৪৮ সালে
► ‘BIMSTEC’ এর মন্ত্রী পর্যায়ের তৃতীয় সভা ২০০০ সালে জুলাই মাসে কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল ?
ক) ঢাকা
খ) কলম্বো
গ) ব্যাংকক
উত্তরঃ ঘ) নয়াদিল্লী
► ইউরো মুদ্রা ১৯৯৯ সনের কোন তারিখে চালু হয় ?
উত্তরঃ ক) ১ জানুয়ারি
খ) ১৭ জানুয়ারি
গ) ৩০ জুলাই
ঘ) ৩১ আগস্ট
► আমাদের উপমহাদেশের কোন বিজ্ঞানী বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন?
ক) এইচ জি খোরানো
খ) আব্দুল সালাম
উত্তরঃ গ) সিভি রমন
ঘ) চন্দ্র শেখর
► আন্তর্জাতিক ওজোন দিবস কোন মাসের কত তারিখে পালিত হয় ?
ক) ২২ জুলাই
খ) ২৮ জুলাই
গ) ১৭ আগস্ট
উত্তরঃ ঘ) ১৬ সেপ্টেম্বর
► বরেন্দ্রভূমি বলা হয়-
ক) ময়নামতি ও লালমাই পাহাড়কে
খ) শালবন বিহারকে
গ) মধুপুর ও ভাওয়ালের গড়কে
উত্তরঃ ঘ) রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিম অঞ্চলকে
► সুরমা ও কুশিয়ারা এ দু’নদীর মিলিত স্রোতের নাম-
ক) কুশিয়ারা
খ) বরাক
উত্তরঃ গ) মেঘনা
ঘ) নবগঙ্গা
► সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
ক) ৯.১২ মিনিট
উত্তরঃ খ) ৮.৩২ মিনিট
গ) ৭.৯৬ মিনিট
ঘ) ১০.৫৬ মিনিট
► কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি?
উত্তরঃ ক) মেরু অঞ্চলে
খ) সমুদ্র পৃষ্ঠে
গ) ভূ-পৃষ্ঠের
ঘ) অভ্যন্তরে মহাশূন্যে
► বাংলাদেশে সবচেয়ে বেশি পাটকলগুলো কোন অঞ্চলে অবস্থিত?
ক) চট্টগ্রাম
উত্তরঃ খ) খুলনা
গ) ঢাকা
ঘ) রাজশাহী
► বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানসমূহকে কোন সংস্থার রুলস ও রেগুলেশনস মেনে চলতে হয়?
ক) ঢাকা স্টক এক্সচেঞ্জ
খ) সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন
উত্তরঃ গ) অর্থমন্ত্রণালয়
ঘ) বাংলাদেশ ব্যাংক
► বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ করাখানা কোথায় অবস্থিত?
ক) নারায়ণগঞ্জ
খ) কক্সবাজার
গ) চট্টগ্রাম
উত্তরঃ ঘ) খুলনা
► জাপানের মুদ্রার নাম হল-
উত্তরঃ ক) ইয়েন
খ) ডাচ মার্ক
গ) ফ্রাঙ্ক
ঘ) ডলার
► নিচের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ ?
ক) কাঠাল
উত্তরঃ খ) আম
গ) সুন্দরী
ঘ) জাম
► সবচেয়ে ছোটদিন কোন তারিখ?
উত্তরঃ ক) ২১ ডিসেম্বর
খ) ২৩ ডিসেম্বর
গ) ২৫ ডিসেম্বর
ঘ) ৩০ ডিসেম্বর
► স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম-
ক) আবু সাঈদ চৌধুরী
খ) তাজউদ্দিন আহমেদ
গ) সৈয়দ নজরুল ইসলাম
উত্তরঃ ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
► কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
ক) মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তরঃ খ) নিউজিল্যান্ড
গ) অস্ট্রেলিয়া
ঘ) বাহামা
► কোন দেশের কোন সমুদ্রবন্দর নেই?
উত্তরঃ ক) নেপাল
খ) মালদ্বীপ
গ) গ্রীস
ঘ) কানাডা
► ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?
ক) রাশিয়া
উত্তরঃ খ) কাতার
গ) উরুগুয়ে
ঘ) ইংল্যান্ড
► ভারত-বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি?
ক) ৫৩টি
খ) ৫৪টি
উত্তরঃ গ) ৫৫টি
ঘ) ৫৬টি
► ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কী?
ক) সাইমন কমিশন
উত্তরঃ খ) নাথান কমিশন
গ) স্যার পি. জে. হার্টস কমিশন
ঘ) র্যাডক্লিফ কমিশন
► স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বাংলাদেশে মোট কতজনকে রাষ্ট্রীয় খেতাব দেয়া হয়েছে?
ক) ৪২৬
উত্তরঃ খ) ৬৭৭
গ) ৬৭৫
ঘ) ৫৭৬
► যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশী-
ক) ফজলে হাসান আবেদ
উত্তরঃ খ) ড. মুহাম্মদ ইউনূস
গ) শেখ হাসিনা
ঘ) এ.এইচ.এম নোমান খান
► টুইটার কী?
উত্তরঃ ক) এক প্রকার সামাজিক নেটওয়ার্কিং
খ) এক প্রকার সফটওয়্যার
গ) এক প্রকার কম্পিউটার প্রোগ্রাম
ঘ) এক প্রকার কম্পিউটার ভাইরাস
► ২০১১ সালে উপমহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশে কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে?
ক) ৬টি
খ) ৭টি
উত্তরঃ গ) ৮টি
ঘ) ৯টি
► কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
ক) ফিটকিরি
উত্তরঃ খ) ক্যালসিয়াম কার্বনেট
গ) গ্লিসারিন
ঘ) সোডিয়াম ক্লোরাইড
► চিলির খনিতে আটকাপড়া শ্রমিকরা কতদিন পর উদ্ধার পায়?
ক) ৫৯দিন
খ) ৬৬ দিন
গ) ৬৮ দিন
উত্তরঃ ঘ) ৬৯ দিন
► ২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া ঘূর্ণিঝড়টির নাম কী?
উত্তরঃ ক) সিডর
খ) নার্গিস
গ) আইলা
ঘ) সুনামি
► কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তরঃ ক) হামিদুর রহমান
খ) শামিম শিকদার
গ) সঈনুল হোসেন
ঘ) কামরুল ইসলাম
► ইতিহাসের বিখ্যাত ট্রয়নগরী কোথায়?
উত্তরঃ ক) তুরস্কে
খ) গ্রীসে
গ) স্পেনে
ঘ) সিরিয়ায়
► CNG (সিএনজি) দ্বারা কী বোঝায়?
উত্তরঃ ক) রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস
খ) অপরিশোধিত পেট্রোলিয়াম
গ) এক ধরনের শিশা
ঘ) অতি প্রাকৃত গ্যাস
► দুধের রং সাদা হয় কেন?
উত্তরঃ ক) প্রোটিনের জন্য
খ) ফ্যাটের জন্য
গ) মিনারেলের জন্য
ঘ) কার্বোহাইড্রোটের জন্য
► কোন হরমোনের অভাবে শিশু বামন হয়?
উত্তরঃ ক) থাইরক্সিন
খ) ফাইরক্সিন
গ) অ্যাডরেনলিন
ঘ) গ্যাস্টিন
► অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন-
ক) ডারউইন
খ) মার্কনী
উত্তরঃ গ) লুইপাস্তুর
ঘ) আলেকজান্ডার
► ভবদহ বিল অবস্থিত-
ক) ফরিদপুরে
খ) জামালপুরে
উত্তরঃ গ) যশোরে
ঘ) খুলনাতে
► ‘লেড়ি উইথ দি’ কার উপাধি?
ক) সরোজিনী লাইডু
খ) মাদার তেরেসা
গ) রাণী এলিজাবেথ
উত্তরঃ ঘ) ফ্লোরেন্স নাইটিঙ্গেল
► ‘পঞ্চইন্দ্রিয়’ তৈলচিত্রের চিত্রশিল্পী কে?
ক) লিওনার্দো দ্যা-ভিঞ্চি
উত্তরঃ খ) মকবুল ফিদা হোসেন
গ) মাইকেল অ্যাঞ্জেলা
ঘ) পাবলো পিকাসো
► ‘ফেয়ার ফ্যাক্স’ কী?
ক) বিশ্বের অন্যতম টেলিফোন সংস্থা
খ) একটি সংবাদ মাধ্যম
গ) রাশিয়ার গোয়েন্দা সংস্থা
উত্তরঃ ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
► আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়-
ক) ১০ মার্চ
খ) ১০ জুন
গ) ১০ অক্টোবর
উত্তরঃ ঘ) ১০ ডিসেম্বর
► বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কী?
ক) BTTB
খ) BTCC
উত্তরঃ গ) BTCL
ঘ) BTRC
► নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার ?
উত্তরঃ ক) বিজয়
খ) সূলেখা
গ) সুতনী
ঘ) রূপসা
► সম্প্রতি কোন দেশের ৩৩ জন আটকেপড়া খনি শ্রমিককে ২ মাস পর উদ্ধার করা হয়?
ক) কিউবা
উত্তরঃ খ) চিলি
গ) ব্রাজিল
ঘ) মেক্সিকো
► শান্ত সাগর কোথায় অবস্থিত?
ক) বুধগ্রহে
খ) পৃথিবীতে
উত্তরঃ গ) চাঁদে
ঘ) শনিগ্রহে
► কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
উত্তরঃ ক) ভিটামিন-এ
খ) ভিটামিন-বি
গ) ভিটামিন-সি
ঘ) ভিটামিন-ডি
► পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ?
উত্তরঃ ক) মাধ্যাকর্ষন বলের জন্য
খ) মাহকর্ষ বলের জন্য
গ) আমরা স্থির থাকার জন্য
ঘ) পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনের জন্য
► শব্দের গতি কোন্ মাধ্যমে সবচেয়ে বেশি ?
ক) শূণ্য মাধ্যমে
খ) তরল মাধ্যমে
উত্তরঃ গ) সিলভার ও দস্তা
ঘ) সিলভার অ্যালুমিনিয়াম
► ব্রোঞ্জ কোন্ দুটি ধাতুর সমন্বয়ে গঠিত ?
ক) তামা ও লোহা
উত্তরঃ খ) তামা ও টিন
গ) সিলভার ও দস্তা
ঘ) সিলভার ও অ্যালুমিনিয়াম
► হেনরি বেকারেল কোন্ আবিষ্কারের জন্য বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
ক) তামা ও লোহা
খ) তামা ও টিন
উত্তরঃ গ) সিলভার ও দস্তা
ঘ) সিলভার ও অ্যালুমিনিয়াম
► রোদে দাঁড়ানোর ফলে শরীর গরম হয় কি জন্য ?
ক) প্রতিফলন
খ) পরিবহন
উত্তরঃ গ) বিকিরণ
ঘ) পরিচলন
► বংশগতির জনক কে ?
ক) লুই পাস্তুর
খ) হরগোবিন্দ খোরানা
উত্তরঃ গ) মেন্ডেল
ঘ) ডারউইন
► মানবদেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা –
উত্তরঃ ক) একজোড়া
খ) দুইজোড়া
গ) ২২ জোড়া
ঘ) ২৩ জোড়া
► ভাইরাস একটি –
ক) এককোষী জীব
খ) বহুকোষী জীব
গ) দ্বিকোষী জীব
উত্তরঃ ঘ) কোষহীন জীব
► আমাদের দেহ কোষ রক্ত হতে গ্রহণ করেন-
উত্তরঃ ক) অক্সিজেন ও গ্লুকোজ
খ) ইউরিয়া ও গ্লুকোজ
গ) এমাইনো এসিড ও কার্বন ডাই-অক্সাইড
ঘ) অক্সিজেন ও রক্তের আমিষ
► কোনটি রক্তের কাজ নয় ?
ক) কলা হলে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা
খ) ক্ষুদ্রান্ত্র হতে করাতে খাদ্যের সারবস্তু বহন করা
গ) হরমোন বিতরণ করা
উত্তরঃ ঘ) জারক রস বিতরণ করা
► বিলিরুবিন তৈরি হয় –
ক) পিত্তথলিতে
খ) কিডনীতে
গ) প্লীহায়
উত্তরঃ ঘ) যকৃতে
► মুক্তা হল ঝিনুকের –
ক) খোলসের টুকরা
উত্তরঃ খ) প্রদাহের ফল
গ) চোকের মণি
ঘ) জমাট হরমোন
► সাঁতার কাটা হয় –
ক) পুকুরের পানিতে
খ) সুইমিং পুলে
গ) নদীর পানিতে
উত্তরঃ ঘ) সমুদ্রে
► রাতের বেলায় বিড়াল ও কুকুরের চোখ জ্বলজ্বল করে। কারণ কুকুর ও বিড়ালের চোখে-
ক) রোড্স বেশি থাকে
খ) কোনস্ বোশি থাকে
গ) রেটিনা প্রশস্ত
উত্তরঃ ঘ) টেপোটাস নামক রঞ্জক কোষ থাকে
► লোকভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীন হয়। কারণ-
উত্তরঃ ক) শূন্য ঘরের শব্দের শোষণ কম হয়
খ) শূন্য ঘরের শব্দের শোষণ বেশি হয়
গ) শূন্য ঘর নীরব থাকে
ঘ) লোকভর্তি ঘরের মানুষের শোরগোল হয়
► আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে-
ক) পাঞ্চ কার্ড
উত্তরঃ খ) ইন্টিগ্রেটেড সার্কিট
গ) বায়ুশূন্য টিউব
ঘ) ট্রানজিস্টর
► বাংলা সনের প্রবর্তন কে ?
উত্তরঃ ক) টোডরমল
খ) ফতেহুল্লাহ সিরাজী
গ) আবুল ফজল
ঘ) ফৈজী
► ‘টাইগার হিল’ কোথায় ?
ক) নেপালে
উত্তরঃ খ) দার্জিলিং-এ
গ) জেরুজালেমে
ঘ) কাশ্মিরে
► ‘অপারাজেয় বাংলা’ ভাস্কার্যটি কে নির্মাণ করেন ?
ক) হামিদুর রহমান
খ) শামীম সিকদার
উত্তরঃ গ) সৈয়দ আবদুল্লাহ খালিদ
ঘ) মুস্তফা মনোয়ার
► তেঁতুলিয়া কোন্ জেলায় অবস্থিত ?
ক) দিনাজপুর
উত্তরঃ খ) পঞ্চগড়
গ) জয়পুরহাট
ঘ) লালমনিরহাট
► দহগ্রাম ছিট মহল কোন্ জেলায় অবস্থিত ?
ক) কুড়িগ্রাম
খ) পঞ্চগড়
গ) নীলফামারি
উত্তরঃ ঘ) লালমনিরহাট
► বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন ?
ক) জগদীশ চন্দ্র বসু
খ) ড. কুদরত-ই-খুদা
গ) ড. কামালুদ্দীন আহমেদ
উত্তরঃ ঘ) ড. আবদুল্লাহ আল মুতী
► নোবেল পুরস্কারের প্রবর্তকের দেশ কোন্টি ?
ক) আমেরিকা
খ) ইংল্যান্ড
গ) ফ্রান্স
উত্তরঃ ঘ) সুইডেন
► চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত মাইল ?
ক) ২৪৮০ মাইল
খ) ২২০০ মাইল
উত্তরঃ গ) ৪০০০ মাইল
ঘ) ৩২০০ মাইল
► জাতিসংঘের কোন্ সালে জন্ম লাভ করে ?
ক) ১৯৪২ সালে
খ) ১৯৪৩ সালে
গ) ১৯৪৪ সালে
উত্তরঃ ঘ) ১৯৪৫ সালে
► বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ?
ক) ম্যার্গারেট থ্যাচার
খ) ইন্দিরা গান্ধী
উত্তরঃ গ) শ্রীমাভো বন্দরনায়েকে
ঘ) গোল্ডারমেয়ার
► ‘মোনালিসা’ ছবিটি কে আঁকেন ?
ক) লিওনার্দো দ্য ভিঞ্চি
উত্তরঃ খ) পিকাসো
গ) মাইকেল এনজোলো
ঘ) র্যামব্রেট
► ২০০৬ সালে বিশ্বকাপ ফুটবল কোন্ দেশে অনুষ্ঠিত হবে ?
ক) উরুগুয়ে
উত্তরঃ খ) জার্মানি
গ) ক্রোয়েশিয়া
ঘ) ব্রাজিল
► ভারতের বর্তমান প্রেসিডেন্ট আবুল পাকির জয়নুল আবেদীন আবদুল কালাম কি নামে বহুল পরিচিত ?
ক) গোল্ডেনব ম্যান
উত্তরঃ খ) মিসাইল ম্যান
গ) হিরো অফ ইন্ডিয়া
ঘ) ভারতরত্ন
► নতুন নামে বুকার পুরস্কারের অর্থমূল্য কত ?
ক) ২০ লাখ পাউন্ড
খ) ২২ লাখ পাউন্ড
গ) ২৫ লাখ পাউন্ড
উত্তরঃ ঘ) ৫০ হাজার পাউন্ড
► সুয়েজ খাল কোন্ কোন্ সাগরের সংযুক্ত করেছে ?
উত্তরঃ ক) ভূমধ্যসাগর ও লোহিত সাগর
খ) ভূমধ্যসাগর ও আরব সাগর
গ) ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগর
ঘ) আরব সাগর ও লোহিত সাগর
► জাপানের আইনসভার নাম কি ?
উত্তরঃ ক) ডায়েট
খ) সোরা
গ) সীম
ঘ) নেসেট
► আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত ?
ক) জেনেভা
উত্তরঃ খ) হেগ
গ) আমস্টার্ডাম
ঘ) নিউইয়র্ক
► আইএলও এর সদর দফতর কোথায় ?
ক) প্যারিস
খ) ওয়াশিংটন
উত্তরঃ গ) জেনেভা
ঘ) লন্ডন
► C.N.N. – এর পূর্ণরূপ কি ?
ক) Central News Network
খ) Commercial News Network
উত্তরঃ গ) Cable News network
ঘ) Cable Network News
► আইফেল টাওয়ার কোথায় অবস্থিত ?
উত্তরঃ ক) প্যারিস
খ) নিউইয়র্ক
গ) টোকিও
ঘ) রোম
► পাবর্ত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কবে ?
ক) ২৩জুন, ১৯৯৭
উত্তরঃ খ) ২ ডিসেম্বর, ১৯৯৭
গ) ১২ ডিসেম্বর, ১৯৯৭
ঘ) ১০ জানুয়ারী, ১৯৯৮
► বাংলাদেশে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ?
ক) সুরাইয়া রহমান
খ) তারামন বিবি
গ) রাবেয়া ভূঞা
উত্তরঃ ঘ) নাজমুন আর সুলতানা
► বাংলাদেশের সর্বদক্ষিণের কোনটি অবস্থিত ?
ক) দক্ষিণ তালপট্টি
উত্তরঃ খ) সেন্টমার্টিন
গ) নিঝুম দ্বীপ
ঘ) ভোলা
► বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি ?
উত্তরঃ ক) ভারত
খ) নেপাল
গ) শ্রীলংকা
ঘ) ভুটান
► ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মস্থান কোনটি ?
উত্তরঃ ক) ব্রাহ্মণবাড়িয়া
খ) পাবনা
গ) কলকাতা
ঘ) সিলেট
► ঢাকা প্রথম কখন বাংলার রাজধানী হয় ?
ক) ১২৫৫ সালে
উত্তরঃ খ) ১৬১০ সালে
গ) ১৯০৫ সালে
ঘ) ১৯৪৭ সালে
► সংসদ ভবনের স্থপতি কে ?
উত্তরঃ ক) লুই আই কান
খ) মাজহারুল আলম
গ) এফ আর খান
ঘ) নভেরা আহমেদ
•• ১৯০৫ সাল কোন ঘটনার সঙ্গে জড়িত ?
ক) মুসলিম লীগ প্রতিষ্ঠা
উত্তরঃ খ) বঙ্গবিভাগ
গ) গান্ধী হত্যা
ঘ) ভারত বিভক্তি
► বাংলাদেশের সাংবিধানে মোট অনুচ্ছেদ আছে ?
ক) ১৪৯টি
উত্তরঃ খ) ১৫৩ টি
গ) ১৫৬টি
ঘ) ১৫৮ টি
► বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে ?
ক) ১৮ জানুয়ারী, ১৯৭২
উত্তরঃ খ) ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
গ) ১৭ সেপ্টেম্বর, ১৯৭৫
ঘ) ৫ জুলাই, ১৯৭৩
► বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ?
ক) সৈয়দ নজরুল ইসলাম
খ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
উত্তরঃ গ) শেখ মুজিবুর রহমান
ঘ) আতাউল গনি ওসমানী
► বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ হল –
ক) ৭ম সংসদ
খ) ৮ম সংসদ
গ) ৫ম সংসদ
উত্তরঃ ঘ) ১০ তম সংসদ
► সক্রেটিসকে হেমলক বিষ পানে হত্যা করা হয় –
ক) সেন্ট হেলেনায়
উত্তরঃ খ) গ্রিসে
গ) রোমে
ঘ) ফ্রান্সে
► ব্রিটিশ ভারতে শেষ ভাইসরয় কে ?
ক) ক্যানিং
খ) ওয়াভেল
উত্তরঃ গ) মাউন্টব্যাটেন
ঘ) বেন্টিংক
► পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে ?
ক) ওয়েস্ট ইন্ডিজ
খ) ইংল্যান্ড
গ) দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ ঘ) কোনটিই নয়।
► কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে ?
ক) ক্লাইভ
খ) ডালহৌসী
গ) ওয়েলেসলী
উত্তরঃ ঘ) জব চার্নক
► ইউরোপীয় সাধারণ মুদ্রার নাম কি ?
ক) ইউরোপীয় পাউন্ড
খ) ডয়েস মার্ক
উত্তরঃ গ) ইউরো
ঘ) ফ্রাঁ
► ভুটানের রাজধানীর নাম কি ?
উত্তরঃ ক) থিম্পু
খ) কাঠমুন্ডু
গ) গ্যাংটক
ঘ) কলম্বো
► জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ?
ক) দ্যাগ হ্যামারশোল্ড
খ) উ থান্ট
উত্তরঃ গ) ট্রিগভেলী
ঘ) বুট্রোস ঘালি
► আন্তর্জাতিক আদালতের সদস দপ্তর কোথায় ?
ক) জেনেভা
খ) ওয়াশিংটন
গ) প্যারিস
উত্তরঃ ঘ) হেগ
► শেষ মোঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় ?
ক) দিল্লী
খ) আগ্রা
উত্তরঃ গ) ইয়াঙ্গুন
ঘ) লাহোর
► আইফেল টাওয়ার কোথায় অবস্থিত ?
উত্তরঃ ক) প্যারিস
খ) লন্ডন
গ) নিউইয়র্ক
ঘ) বার্লিন
► পোর্ট সৈয়দ কোন্ দেশের বন্দর ?
ক) আলজিরিয়া
খ) লেবানন
উত্তরঃ গ) মিসর
ঘ) সিঙ্গপুর
► ” A Brief History of Time ” বইটির লেখক-
ক) আলবার্ট আইনস্টাইন
খ) আইজ্যাক নিউটন
গ) জগদীশচন্দ্রবসু
উত্তরঃ ঘ) স্টিফেন হকিং
► মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২ তম প্রেসিডেন্টের নাম ?
ক) জর্জ ডব্লিউ বুশ
উত্তরঃ খ) বিল ক্লিনটন
গ) রোনাল্ড রিগান
ঘ) হ্যারি এ ট্রম্যান
► লরা কাবিলা কোন্ দেশের প্রেসিডেন্ট ছিলেন ?
ক) দক্ষিণ আফ্রিকা
খ) ঘানা
উত্তরঃ গ) কঙ্গো
ঘ) সুদান
► গোবি মরুভূমি কোন্ মহাদেশে অবস্থিত ?
ক) আফ্রিকা
খ) দক্ষিণ আমেরিকা
উত্তরঃ গ) এশিয়া
ঘ) ইউরোপ
► ২০০১ সালে NAM সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
ক) কায়রো
খ) দিল্লি
গ) ঢাকা
উত্তরঃ ঘ) কোনটিই নয়।
► বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ববিজ্ঞানী এর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন।
ক) নিউটন
উত্তরঃ খ) আইনস্টাইন
গ) শ্রডিঞ্জার
ঘ) ম্যাক্স প্লাংক
► এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হলেন-
উত্তরঃ ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বিজ্ঞানী সি.ভি. রমন
গ) হরগোবিন্দ খোরানা
ঘ) চন্দ্র শেখর
► কোন বস্তুটির স্থিতিস্থাপকতা কম ?
ক) লোহা
খ) তামা
উত্তরঃ গ) রাবার
ঘ) এলূমিনিয়াম
► শব্দের জন্য কোন মাধ্যম সবচেয়ে ভাল বাহক ?
উত্তরঃ ক) কঠিন পদার্থ
খ) তরল পদার্থ
গ) বায়বীয় পদার্থ
ঘ) কোনটিই নয়
► সবচেয়ে শক্ত বস্তু কোনটি ?
ক) ইস্পাত
উত্তরঃ খ) হীরা
গ) লোহা
ঘ) সোনা
► সমুদ্রের গভীরতা মাপার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম-
ক) অ্যামমিটার
খ) কম্পাস
উত্তরঃ গ) ফ্যাদোমিটার
ঘ) কোনটিই নয়
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১২ "
Post a Comment