গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১১
ক) ৫ : ৪
খ) ৪ : ৩
উত্তরঃ গ) ৫ : ৩
ঘ) ৭ : ৫
► মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ ক) করতোয়া
খ) ব্রহ্মপুত্র
গ) মহানন্দা
ঘ) গঙ্গা
► বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
ক) যমুনা
খ) ব্রহ্মপুত্র
গ) পদ্মা
উত্তরঃ ঘ) মেঘনা
► টেস্টিং সল্ট –এর রাসায়নিক নাম কি?
ক) সোডিয়াম বাইকার্বনেট
খ) পটাসিয়াম বাইকার্বনেট
গ) সোডিয়ামে মনোগ্লুটামেট
উত্তরঃ ঘ) মনোসোডিয়াম গ্লুটামেট
► দেশলাই কাঠিতে কোনটি থাকে না?
ক) জিঙ্ক ও বেরিয়াম লবণ
খ) ক্যালসিয়াম সিলিকেট
গ) পটাসিয়াম সিলিকেট
উত্তরঃ ঘ) সবকটিই
► মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে –
উত্তরঃ ক) ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
খ) টেলিভিশন লাইনের সংযোগ সাধন হয়
গ) টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
ঘ) রেডিও লাইনের সংযোগ সাধন হয়
► টেলিপ্রিন্টার একটি –
ক) গ্রহণমুখ যন্ত্র
উত্তরঃ খ) নির্গমনমুখ যন্ত্র
গ) টাইপরাইটার
ঘ) টারমিনাল
► সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে –
ক) পরভোজী
উত্তরঃ খ) স্বভোজী
গ) পরজীবী
ঘ) মিথোজীবী
► ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না –
ক) শ্বসন
খ) রেচন
উত্তরঃ গ) সালোকসংশ্লেষণ
ঘ) অভিস্রবন
► জীনের রাসায়নিক উপাদান –
ক) আরএনএ
উত্তরঃ খ) ডিএনএ
গ) ডিএনএ ও হ্যালিক্স
ঘ) আরএনএ হ্যালিক্স
► শেখ মুজিবুর রহমান বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় ৭১ এর –
উত্তরঃ ক) ২৫ মার্চ রাতে
খ) ২৬ মার্চ রাতে
গ) ২৭ মার্চ রাতে
ঘ) ২৮ মার্চ রাতে
► বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন –
ক) আবু সাঈদ চৌধুরী
খ) শেখ মুজিবুর রহমান
গ) ক্যাপ্টেন মনসুর আলী
উত্তরঃ ঘ) সৈয়দ নজরুল ইসলাম
► অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি?
ক) ফোলিক এসিড
খ) এমিনো এসিড
গ) পেনিসিলিন
উত্তরঃ ঘ) ইনসুলিন
► কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়?
ক) লিগনাইট
খ) বিটুমিনাস
উত্তরঃ গ) অ্যান্থ্রাসাইট
ঘ) পিট
► দুটি স্থানের মধ্যে দ্রাগিমাংশের পার্থক্য ১ হলে সময়ের পার্থক্য হবে –
উত্তরঃ ক) ৪ মিনিট
খ) ৬ মিনিট
গ) ৮ মিনিট
ঘ) ১০ মিনিট
► পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
ক) বুধ
উত্তরঃ খ) শুক্র
গ) মঙ্গল
ঘ) বৃহস্পতি
► সৌরজগতের কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে?
উত্তরঃ ক) শনি
খ) মঙ্গল
গ) বৃহস্পতি
ঘ) শুক্র
► বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
ক) জয়নুল আবেদীন
উত্তরঃ খ) কামরুল হাসান
গ) হামিদুজ্জামান খান
ঘ) হাসেম খান
► সোনারগাঁও – এর পূর্ব নাম কি ছিল?
ক) গৌড়
খ) চন্দ্রদ্বীপ
গ) সুধারাম
উত্তরঃ ঘ) সুবর্ণগ্রাম
► বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর পদবী কি ছিল?
ক) মেজর
খ) সিপাহী
গ) ল্যান্স নায়েক
উত্তরঃ ঘ) ক্যাপ্টেন
► বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?
উত্তরঃ ক) দ্বাদশ
খ) সপ্তম
গ) নবম
ঘ) একাদশ
► পারদ তাপ –
ক) অপরিবাহী
উত্তরঃ খ) সুপরিবাহী
গ) পরিবাহী
ঘ) কুপরিবাহী
► পৃথিবী এবং তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান, তাকে বলে –
ক) গতি
খ) মহাকর্ষ
উত্তরঃ গ) অভিকর্ষ
ঘ) বেগ
► নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয়?
ক) বেলজিয়াম
খ) যুক্তরাজ্য
গ) জার্মানি
উত্তরঃ ঘ) সুইডেন
► ‘নিপ্পন’ কোন দেশের পুরাতন নাম?
উত্তরঃ ক) জাপান
খ) কোরিয়া
গ) থাইল্যান্ড
ঘ) ইন্দোনেশিয়া
► ক্যান্সার রোগের কারণ কি ?
ক) কোষের অস্বাভাবিক মৃত্যু
খ) কোষের জমাট বাঁধা
উত্তরঃ গ) কোষের অস্বাভাবিক বৃদ্ধি
ঘ) উপরের সবগুলো
► দেহের কোনো অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি ?
ক) শ্বেত কণিকা
খ) লোহিত কণিকা
উত্তরঃ গ) অনুচক্রিকা
ঘ) রক্তরস
► মানবদেহের বৃদ্ধির জন্য কোন খাদ্য প্রয়োজন ?
উত্তরঃ ক) আমিষ
খ) শ্বেতসার
গ) শর্করা
ঘ) স্নেহ
► দুধে কোন ধরনের এসিড থাকে ?
ক) সাইট্রিক এসিড
উত্তরঃ খ) ল্যাকটিক এসিড
গ) সাইট্রিক ও ল্যাকট্রিক এসিড
ঘ) কোন এসিড নেই
► পানিতে কিসের পরিমাণ কমে গেলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী মরে যায় ?
ক) H2
উত্তরঃ খ) O2
গ) N2
ঘ) CO2
► কম্পিউটারে কোনটি নেই ?
ক) স্মৃতি
উত্তরঃ খ) বুদ্ধি বিবেচনা
গ) দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
ঘ) নিভুল কাজ করার ক্ষমতা
► সূর্য থেকে আলো আসা হঠাৎ বন্ধ হয়ে গেলে আমরা কতক্ষণ পর তা অনুভব করেতে পারি ?
উত্তরঃ ক) ৮ মিনিট ১৯ সেকেন্ড
খ) ৮ মিনিট ১০ সেকেন্ড
গ) ৯ মিনিট ৩২ সেকেন্ড
ঘ) ২৪ সেকেন্ড
► কাপ্তাই পানি বিদ্যুৎ শক্তির মূল উৎস কি?
ক) পানির গতিশক্তি
খ) রাসায়নিক শক্তি
উত্তরঃ গ) পানির বিভব শক্তি
ঘ) যান্ত্রিক শক্তি
► ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মারক ভাস্কর্যের ভাস্কর কে ?
ক) নিতুন কুণ্ডু
খ) আব্দুর রাজ্জাক
গ) মাইনুল হোসেন
উত্তরঃ ঘ) রশিদ আহমেদ
► বাংলাদেশ পুলিশ একাডেমী কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ ক) পদ্মা
খ) যমুনা
গ) করতোয়া
ঘ) আত্রাই
► ঢাকায় প্রথম রাজধানী স্থাপিত হয় কত সালে ?
ক) ১২০১
খ) ১৩২০
গ) ১৫২৬
উত্তরঃ ঘ) ১৬১০
► পূর্বাশা দ্বীপের অপর নাম কি ?
উত্তরঃ ক) দক্ষিণ তালপট্টি
খ) নিঝুম দ্বীপ
গ) কুতুবদিয়া
ঘ) মহেশখালী
► জাতীয় স্মৃতিসৌধের স্থাপতি কে ?
ক) নিতুন কুণ্ডু
খ) হামিদুর রহমান
উত্তরঃ গ) সৈয়দ মইনুল হোসেন
ঘ) নভেরা আহমদ
► ইরিত্রিয়ার মুদ্রার নাম কি ?
উত্তরঃ ক) নাকফা
খ) ফ্রাঙ্ক
গ) শিলিং
ঘ) বির
► বাংলা নববর্ষ প্রবর্তন করেন কে ?
ক) ইলিয়াস শাহ
উত্তরঃ খ) সম্রাট আকবর
গ) অশোক সমুদ্রগুপ্ত
► জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ক) লন্ডন
উত্তরঃ খ) নিউইয়র্ক
গ) প্যারিস
ঘ) বন
► এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ ক) ব্যাংকক
খ) সিঙ্গাপুর
গ) টোকিও
ঘ) ম্যানিলা
► কমনওয়েলথের প্রধান কে ?
ক) আমেরিকার প্রেসিডেন্ট
উত্তরঃ খ) ইংল্যান্ডের রানি
গ) ভারতের প্রধানমন্ত্রী
ঘ) জাতিসংঘের মহাসচিব
► আইএলও-এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ক) টোকিও
খ) লন্ডন
উত্তরঃ গ) জেনেভা
ঘ) প্যারিস
► প্রথম মহাযুদ্ধ কত সালে শুরু হয় ?
উত্তরঃ ক) ১৯১৪
খ) ১৯১৫
গ) ১৯২০
ঘ) ১৯২৫
► সার্কের সদস্য সংখ্যা কত ?
ক) ৫
খ) ৬
গ) ৭
উত্তরঃ ঘ) ৮
► সার্কের সচিবালয় কোথায় অবস্থিত ?
ক) ইসলামাবাদ
খ) কলম্বো
গ) দিল্লি
উত্তরঃ ঘ) কাঠমান্ডু
► সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে ?
ক) চীন
উত্তরঃ খ) জাপান
গ) ভারত
ঘ) সিঙ্গপুর
► আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি ?
ক) আমেরিকা
খ) ভারত
গ) চীন
উত্তরঃ ঘ) রাশিয়া
► ফ্লোরিডা প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে ?
ক) মেক্সিকো ও গ্রিনল্যান্ড
খ) উত্তর আটলান্টিক ও গ্রিন ল্যান্ড
গ) উত্তর সাগর ও বেরিং সাগর
উত্তরঃ ঘ) মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগর
► কোন গ্যাস চুনের পানি ঘোলা করে ?
ক) অক্সিজেন
খ) মিথেন
গ) হাইড্রোজেন
উত্তরঃ ঘ) কার্বন ডাইঅক্সাইড
► ইউরিয়া ও অ্যামেনিয়াম সালফেট হলো-
উত্তরঃ ক) নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার
খ) অক্সিজেন ঘটিত রাসায়নিক সার
গ) সালফেট ঘটিত রাসায়নিক সার
ঘ) পটাসিয়াম ঘটিত রাসায়নিক সার
► কোনটি অধাতু ?
ক) সোডিয়াম
খ) তামা
গ) দস্তা
উত্তরঃ ঘ) হীরক
► চিনি, সাবান, তেল, পেট্রোল ইত্যাদি কিসের যৌগ ?
ক) অক্সিজেন ও হাইড্রোজেন
উত্তরঃ খ) কার্বন ও হাইড্রোজেন
গ) কার্বন ও নাইট্রোজেনের
ঘ) কার্বন ও অক্সিজেন
► কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?
ক) ভিটামিন এ
খ) ভিটামিন বি
উত্তরঃ গ) ভিটামিন সি
ঘ) ভিটামিন ডি
► সেন বংশের প্রথম রাজা কে ?
ক) বিজয় সেন
উত্তরঃ খ) হিমন্ত সেন
গ) বীর সেন
ঘ) লক্ষ্মণ সেন
► ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবাদার কে ছিলেন ?
উত্তরঃ ক) ইসলাম খান
খ) ইব্রাহীম খান
গ) শায়েস্তা খান
ঘ) মীর জুমলা
► চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে ?
ক) ক্লাইভ
খ) হেস্টিংস
উত্তরঃ গ) কর্নওয়ালিস
ঘ) জন শোর
► ঢাকায় ‘মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রতিষ্ঠা কোন খ্রিষ্টাব্দে ?
উত্তরঃ ক) ১৯২৬
খ) ১৯১১
গ) ১৯০৫
ঘ) ১৮৬৪
► উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?
ক) লর্ড মিন্টো
খ) লর্ড কার্জন
উত্তরঃ গ) লর্ড মাউন্টব্যাটেন
ঘ) লর্ড ওয়াভেল
► অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ) এ কে ফজলুল হক
গ) খাজা নাজিম উদ্দীন
ঘ) আবুল হাসেম
► বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীন ছিল ?
ক) তিন নম্বর সেক্টর
উত্তরঃ খ) দুই নম্বর সেক্টর
গ) চার নম্বর সেক্টর
ঘ) এক নম্বর সেক্টর
► তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ ক) পঞ্চগড়
খ) দিনাজপুর
গ) জয়পুরহাট
ঘ) লালমনিটরহাট
► বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?
ক) ১৩৫
উত্তরঃ খ) ১৩৬
গ) ১৩৭
ঘ) ১৩৮
► ‘অপরাজেয় বাংলা’ কোথায় অবস্থিত ?
ক) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
খ) ঢাকা মেডিকেল কলেজে
উত্তরঃ গ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ঘ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
► বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ?
উত্তরঃ ক) শ্রীমাভো বন্দরনায়েকে
খ) জি ম্যারিনো
গ) হেলেন ক্লার্ক
ঘ) গোল্ডা মেয়ার
► আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়-
ক) ৮ জানুয়ারি
খ) ৮ ফেব্রুয়ারি
উত্তরঃ গ) ৮ মার্চ
ঘ) ৮ এপ্রিল
► NAM-এর পূর্ণরূপ হলো-
উত্তরঃ ক) Non-Aligned Movement
খ) North Atlantic Movement
গ) North Asian Movement
ঘ) North American Movement
► ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় ?
ক) কোপেনহেগেন
খ) লন্ডন
গ) রোম
উত্তরঃ ঘ) ব্রাসেলস
► নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত ?
ক) ৫
খ) ৬
উত্তরঃ গ) ১০
ঘ) ১৫
► ২০১২ সালে কোন বাংলাদেশী ম্যাগসেসে পুরস্কার লাভ করেন?
ক) ড. মুহাম্মদ ইউনূস
খ) ফজলে হাসান আবেদ
গ) এ এইচ এম নোমান খান
উত্তরঃ ঘ) সৈয়দা রিজওয়ানা হাসান
► টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট লাভের অধিকারি কে ?
ক) শেন ওয়ার্ন
খ) ওয়াসিম আকরাম
গ) কোর্টনি ওয়ালস
উত্তরঃ ঘ) মুত্তিয়া মুরালিধরন
► বাংলাদেশ প্রথম কোন সংস্থার সদস্য পদ লাভ করে ?
ক) ওআইসি
উত্তরঃ খ) কমনওয়েলথ
গ) জাতিসংঘ
ঘ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা
► প্রথম ধরিত্রী সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
ক) ১৯৯১
উত্তরঃ খ) ১৯৯২
গ) ১৯৯৩
ঘ) ১৯৯৪
► আয়তনে দেশের বৃহত্তম বিভাগ কোনটি ?
ক) রাজশাহী
খ) ঢাকা
উত্তরঃ গ) চট্টগ্রাম
ঘ) খুলনা
►ভাইরাস একটি –
উত্তরঃ ক) কোষহীন জীব
খ) এককোষী জীব
গ) দ্বিকোষী জীব
ঘ) বহুকোষী জীব
► সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় –
ক) নীল আলোতে
খ) সবুজ আলোতে
উত্তরঃ গ) লাল আলোতে
ঘ) বেগুনি আলোতে
► মাকড়সার পা আছে –
ক) ৪টি
খ) ৬টি
উত্তরঃ গ) ৮টি
ঘ) ১০টি
► বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় –
ক) চট্টগ্রামে
উত্তরঃ খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়
গ) কুষ্টিয়ার মুজিবনগরে
ঘ) কলকাতার বাংলাদেশ মিশনে
► বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল –
উত্তরঃ ক) মেহেরপুর
খ) চট্টগ্রামের কালুরঘাটে
গ) ঢাকায়
ঘ) কলকাতায়
► জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ব্যবহৃত হয় –
ক) সোডা
উত্তরঃ খ) ফর্মালিন
গ) ভিনেগার
ঘ) গ্লিসারিন
► পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?
ক) ভোলা
খ) চাঁদপুর
গ) সিরাজগঞ্জ
উত্তরঃ ঘ) গোয়ালন্দ
► বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি?
উত্তরঃ ক) বাংলাবান্ধা
খ) নক্সলবাড়ি
গ) তেঁতুলিয়া
ঘ) পঞ্চগড়
► মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয় ?
ক) ৬০ জন
উত্তরঃ খ) ৬৮ জন
গ) ৭০ জন
ঘ) ৭৫ জন
► বধ্যভূমি স্মৃতিসৌধ, রায়েরবাজার-এর নকশাবিদ কে ছিলেন?
ক) হামিদুর রহমান
উত্তরঃ খ) ফরিদউদ্দিন আহমেদ ও জামি আল সাফি
গ) নিতুন কুণ্ডু
ঘ) মৃণাল হক
► ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাতগম্বুজ মসজিদটি কবে নির্মিত হয়েছিল?
উত্তরঃ ক) সপ্তদশ শতাব্দী
খ) ষোড়শ শতাব্দী
গ) ঊনবিংশ শতাব্দী
ঘ) পঞ্চদশ শতাব্দী
► বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান –এর পদবি কি ছিল?
উত্তরঃ ক) সিপাহী
খ) ল্যান্স নায়েক
গ) ক্যাপ্টেন
ঘ) মেজর
► বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত?
ক) নাটোর
খ) নওগাঁ
গ) জয়পুরহাট
উত্তরঃ ঘ) চাঁপাইনবাবগঞ্জ
► প্রতিফলিত শব্দকে বলা হয় –
ক) কোলাহল
খ) তীক্ষ্মতা
উত্তরঃ গ) প্রতিধ্বনি
ঘ) বিস্তার
► সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে –
উত্তরঃ ক) বিকিরণ পদ্ধতিতে
খ) পরিবহন পদ্ধতিতে
গ) পরিচলন পদ্ধতিতে
ঘ) সব উপায়েই
► ‘ওভাল’ কোন খেলার জন্য বিখ্যাত ?
ক) ফুটবল
খ) হকি
গ) টেনিস
উত্তরঃ ঘ) ক্রিকেট
► সর্বাধিক স্নেহজাতীয় পদার্থ কোন খাদ্যে বিদ্যমান ?
উত্তরঃ ক) দুধ
খ) চিনি
গ) আলু
ঘ) সীম
► পার্সোনাল কম্পিউটারের জনক কে?
ক) চার্লস ব্যাবেজ
খ) হোয়াইট একিন
গ) টিম বার্নাস লি
উত্তরঃ ঘ) হেনরি এডওয়ার্ড রবার্টস
► বিশ্ব নিউমোনিয়া দিবস (World Pneumonia Day) কবে?
ক) ১ নভেম্বর
খ) ৩ নভেম্বর
উত্তরঃ গ) ২ নভেম্বর
ঘ) ৪ নভেম্বর
► কোন দেশের আইনসভা এক কক্ষবিশিষ্ট ?
ক) পাকিস্তান
খ) ফ্রান্স
গ) রাশিয়া
উত্তরঃ ঘ) ইরান
► ঢাকা মহানগরে প্রথম বিদ্যুৎবাতি জ্বালানো হয় কবে?
ক) ৬ ডিসেম্বর ১৯০১
উত্তরঃ খ) ৭ ডিসেম্বর ১৯০১
গ) ৮ ডিসেম্বর ১৯০১
ঘ) ৯ ডিসেম্বর ১৯০১
► এশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?
ক) চ্যাং স্যাং (দ. কোরিয়া)
খ) গ্লোরিয়া ম্যাকাপাগাল (ফিলিপাইন)
উত্তরঃ গ) কোরাজন অ্যাকুইনো (ফিলিপাইন)
ঘ) মেঘবতী সুকর্ণপুত্রী (ইন্দোনেশিয়া)
► বাংলাদেশের টি (Tea) মিউজিয়াম কোথায়?
উত্তরঃ ক) শ্রীমঙ্গল, মৌলভীবাজার
খ) মালনিছড়া, সিলেট
গ) কুলাউড়া, মৌলভীবাজার
ঘ) বানিয়াচং, হবিগঞ্জ
► বিশ্বের বৃহত্তম বই মেলার নাম কি?
ক) লন্ডন বইমেলা
উত্তরঃ খ) ফ্রাঙ্কফুট বইমেলা
গ) কলকাতা বইমেলা
ঘ) একুশে বইমেলা
► বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান কে?
উত্তরঃ ক) আমিনুল ইসলাম বুলবুল
খ) মেহরাব হোসেন অপি
গ) নাঈমুল রহমান দুর্জয়
ঘ) হাবিবুল বাশার সুমন
► প্রেসার কুকারে রান্নার সময় পানির স্ফুটনাঙ্ক-
ক) কম হয়
উত্তরঃ খ) বেশি হয়
গ) ঠিক থাকে
ঘ) কোনোটিই নয়
► যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই তাকে কি বলে ?
ক) কঠিন
উত্তরঃ খ) তরল
গ) বায়বীয়
ঘ) কঠিন ও বায়বীয়
► বায়ু একটি পদার্থ। কারণ বায়ুর-
ক) ওজন আছে
খ) স্থান দখল করে
গ) বল প্রয়োগে বাধা সৃষ্টি করে
উত্তরঃ ঘ) সবগুলো
► টমেটোর জাত কোনটি ?
ক) হীরণ
খ) কিরণ
উত্তরঃ গ) মানিক
ঘ) জুয়েল
► বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে সালে ?
ক) ১৯৭২ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৫ সালে
উত্তরঃ ঘ) ১৯৭৪ সালে
► ‘আইন-ই-আকবরী’ গ্রন্থের লেখক কে?
ক) আকবর
খ) টোডরমল
উত্তরঃ গ) আবুল ফজল
ঘ) নাসিরউদ্দীন
► শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল ?
ক) মুর্শিদাবাদ
খ) মেদিনী
গ) সূক্ষ্ম
উত্তরঃ ঘ) কর্ণসুবর্ণ
► প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি ?
ক) ময়মনসিংহ
উত্তরঃ খ) বরিশাল
গ) নোয়াখালী
ঘ) চট্টগ্রাম
► সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেন?
ক) ৫ বার
খ) ৭ বার
উত্তরঃ গ) ১৭ বার
ঘ) ১৯ বার
► পলাশী দিবস ?
ক) ৭ মার্চ
খ) ২৩ মার্চ
গ) ২৩ ফেব্রুয়ারি
উত্তরঃ ঘ) ২৩ জুন
► ‘ছিয়াত্তরের মন্বন্তর’ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় ?
ক) ১৭৬৫
উত্তরঃ খ) ১৭৭০
গ) ১৭৭২
ঘ) ১৭৭৬
► বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে ?
ক) ১৯০৫
খ) ১৯১৬
গ) ১৯২৩
উত্তরঃ ঘ) ১৯১১
► ‘অপারেশন সার্চলাইট’ কোন ঘটনার সাথে সম্পর্কিত ?
ক) ১৯৪৮ সালের পাক-ভারত যুদ্ধ
খ) ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ
উত্তরঃ গ) ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ
ঘ) ১৯৭৫ সালের বাংলাদেশের সামরিক বিদ্রোহ
► বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল-
উত্তরঃ ক) ১৭ এপ্রিল ১৯৭১
খ) ২৬ মার্চ ১৯৭১
গ) ১১ এপ্রিল ১৯৭১
ঘ) ১০ জানুয়ারি ১৯৭২
► ‘বালিশিরা ভ্যালি’ কোথায় অবস্থিত ?
ক) ঝালকাঠি
খ) ভোলা
উত্তরঃ গ) মৌলভীবাজার
ঘ) রাঙামাটি
► WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ ক) জেনেভা
খ) প্যারিস
গ) টোকিও
ঘ) নিউইয়র্ক
► সর্বশেষ জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেছে কোন দেশিটি ?
ক) ডেনমার্ক
খ) সুইডেন
গ) সুইজারল্যান্ড
উত্তরঃ ঘ) মন্টিনিগ্রো
► ‘কমিউনিজম’ এর অর্থ-
উত্তরঃ ক) সাম্যবাদ
খ) ন্যায়বাদ
গ) সমাজতন্ত্রবাদ
ঘ) ধনতন্ত্রবাদ
► কোন দেশে ‘এক দেশ দুই নীতি’ প্রথা বিদ্যমান ?
ক) ভারত
উত্তরঃ খ) চীন
গ) গ্রেট ব্রিটেন
ঘ) যুক্তরাষ্ট্র
► ইরানের পুরাতন নাম কি ?
ক) মেসোপটেমিয়া
খ) হেলভেসিয়া
উত্তরঃ গ) পারস্য
ঘ) রোডেশিয়া
► www- এর জনক কে ?
ক) চালর্স ব্যাবেজ
খ) ভিনটিন জি কার্ফ
উত্তরঃ গ) টিম বার্নাস লি
ঘ) জিমি ওয়েলন
► রাশিয়ার আইনসভার নিম্নকক্ষের নাম কি?
উত্তরঃ ক) স্টেট ডুমা
খ) ফেডারেল কাউন্সিল
গ) চেম্বার
ঘ) ডায়েট
► ভবদহ বিল অবস্থিত-
ক) ফরিদপুরে
খ) জামালপুরে
উত্তরঃ গ) যশোরে
ঘ) পটুয়াখালিতে
► ‘জুলু’ উপজাতি বাস করে-
ক) লাতিন আমেরিকায়
উত্তরঃ খ) দক্ষিণ আফ্রিকা
গ) ভারতে
ঘ) ফ্রান্সে
► কোন দেশে সেনাবাহিনী নেই ?
ক) সিঙ্গাপুর
খ) লাইবেরিয়া
উত্তরঃ গ) মালদ্বীপ
ঘ) নেপাল
► একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল –
উত্তরঃ ক) আরও ডুববে
খ) ভাসবে
গ) একই থাকবে
ঘ) ভাসা ডোবা নির্ভর করবে জাহাজের তৈরির সরঞ্জামের ওপর
► মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় –
ক) বিষুবরেখা
খ) সুমেরু
উত্তরঃ গ) কুমেরু
ঘ) দ্রাঘিমা রেখা
► চট্টগ্রাম গ্রীষ্মকালে দিানজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে –
ক) মৌসুমী বায়ুর প্রভাবে
উত্তরঃ খ) সামুদ্রিক বায়ুর প্রভাবে
গ) স্থলবায়ুর প্রভাবে
ঘ) আয়ন বায়ুর প্রভাবে
► রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত?
উত্তরঃ ক) চারটি
খ) তিনটি
গ) দুইটি
ঘ) পাঁচটি
► বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের ?
উত্তরঃ ক) সিলেট
খ) রাঙামাটি
গ) রংপুর
ঘ) কুমিল্লা
► বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী?
ক) রাষ্ট্রপতির কাছে
খ) জনগণের কাছে
গ) প্রধানমন্ত্রীর কাছে
উত্তরঃ ঘ) জাতীয় সংসদের কাছে
► কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?
ক) স্পীকার
উত্তরঃ খ) রাষ্ট্রপতি
গ) প্রধান বিচারপতি
ঘ) প্রধানমন্ত্রী
► বাংলাদেশের কোন সাতাঁরু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন?
ক) আব্দুর রহমান
খ) মোহাম্মদ ইদ্রিস
উত্তরঃ গ) ব্রজেন দাস
ঘ) এদের কেউই না
► একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে। সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কি পরিবর্তন ঘটবে?
ক) শূন্য হবে
খ) কমবে
উত্তরঃ গ) বাড়বে
ঘ) পরিবর্তন হবে না
► কাজের একক –
উত্তরঃ ক) জুল
খ) ওয়াট
গ) নিউটন
ঘ) এর কোনোটিই নয়
► ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র –
ক) সেক্সট্যান্ট
খ) ম্যানোমিটার
গ) ক্রেসকোগ্রাফ
উত্তরঃ ঘ) সিসমোগ্রাফ
► মনিটরের কাজ হলো –
ক) গাণিতিক সমাধান করা
উত্তরঃ খ) লেখা ও ছবি দেখানো
গ) বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা
ঘ) এর কোনোটিই নয়
► ফকির আন্দোলনের নেতা কে ছিলেন?
ক) সিরাজ শাহ
খ) মোহসীন আলী
উত্তরঃ গ) মজনু শাহ
ঘ) জহির শাহ
► ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কোন সালে?
উত্তরঃ ক) ১৪৮৭ সালে
খ) ১৩৮৭ সালে
গ) ১৫৮৭ সালে
ঘ) ১৬৮৭ সালে
► প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিত লাভ করে কার আমল থেকে?
ক) সুলতান সিকান্দার শাহ
উত্তরঃ খ) সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ
গ) নবাব সিরাজউদ্দৌলা
ঘ) নবাব আলীবর্দী খাঁ
► উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ ক) লর্ড মাউন্টব্যাটেন
খ) লর্ড মিন্টো
গ) লর্ড কার্জন
ঘ) লর্ড ওয়াভেল
► সুন্দরবন কোন ধরনের বন?
ক) রেহন
খ) কনিয়ার
উত্তরঃ গ) ম্যানগ্রোভ
ঘ) কোনোটিই নয়
► বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি ?
ক) যমুনা
খ) পদ্মা
গ) সুরমা
উত্তরঃ ঘ) মেঘনা
► পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?
ক) হোয়াংহো
খ) নীল
উত্তরঃ গ) আমাজান
ঘ) কঙ্গো
► সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে –
ক) ২৫ ঘণ্টা
খ) ২৮ ঘণ্টা
গ) ২৫ বছর
উত্তরঃ ঘ) ২৫ দিন
► ‘এ ব্রিফ হিস্ট্রি অব টাইম’ গ্রন্থের লেখক কে?
উত্তরঃ ক) স্টিফেন হকিং
খ) উইনস্টন চার্চিল
গ) মাইকেল ক্রিচটন
ঘ) আয়ান ফ্লেমিং
► নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস কবে?
ক) ১৬ জুলাই
খ) ১৯ জুলাই
গ) ১৭ জুলাই
উত্তরঃ ঘ) ১৮ জুলাই
► বাংলাদেশ প্রথম কবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে?
ক) ১৯৮৭
উত্তরঃ খ) ১৯৮৮
গ) ১৯৮৯
ঘ) ১৯৯০
► ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ (২৬৪) রানের অধিকারী কে?
ক) ক্রিস গেইল
খ) কেভিন কভেন্ট্রি
উত্তরঃ গ) রহিত শর্মা
ঘ) মারটিন গাপটিল
► নিচের কোনটি সার্কের পর্যবেক্ষক দেশ?
ক) যুক্তরাষ্ট্র
খ) অস্ট্রেলিয়া
গ) মরিশাস
উত্তরঃ ঘ) সবগুলোই
► কোন প্রণালীতে দ্রবণীয় কঠিন দ্রব ফেরত পাওয়া যায় ?
ক) ছাঁকন
খ) আস্রাবণ
গ) থিতান
উত্তরঃ ঘ) বাষ্পীকরণ
► যৌগিক পদার্থের ক্ষুদ্রতম ভাগের নাম কি ?
ক) পরমাণু
উত্তরঃ খ) অণু
গ) কণিকা
ঘ) মৌল
► বায়ুর একটি বৃহৎ উপাদান
উত্তরঃ ক) নাইট্রোজেন
খ) অক্সিজেন
গ) হিলিয়াম
ঘ) কার্বন ডাই অক্সাইড
► কোন শাকসবজির বীজ সরাসরি জমিতে বপন করা যায় ?
ক) বেগুন
খ) বাঁধাকপি
গ) টমেটো
উত্তরঃ ঘ) লালশাক
► পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
ক) ধর্মপাল
উত্তরঃ খ) গোপাল
গ) দেবপাল
ঘ) মহীপাল
► প্রাচীন বাংলার শেষ রাজা কে ছিলেন ?
ক) বল্লাল সেন
খ) হেমন্ত সেন
উত্তরঃ গ) লক্ষ্মণ সেন
ঘ) কেশব সেন
► ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ছিলেন ?
ক) স্প্যানিশ
উত্তরঃ খ) পর্তুগিজ
গ) ব্রিটিশ
ঘ) ফরাসি
► ‘সিপাহী বিপ্লব’ কত সালে সংঘটিত হয়?
ক) ১৭৫৭
খ) ১৮৫৯
গ) ১৮৬৯
উত্তরঃ ঘ) ১৮৫৭
► সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন ?
ক) শায়েস্তা খান
খ) মুর্শিদকুলী খান
উত্তরঃ গ) দ্বিতীয় বাহাদুর শাহ
ঘ) আরঙ্গজেব
► দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত ?
ক) নীলফামারী
খ) কুড়িগ্রাম
উত্তরঃ গ) লালমনিরহাট
ঘ) দিনাজপুর
► সতীদাহ প্রথা কবে রহিত করা হয় ?
ক) ১৮১৯
উত্তরঃ খ) ১৮২৯
গ) ১৮৩৯
ঘ) ১৯৪৯
► বর্তমান মুজিবনগরের পূর্বনাম কি ছিল ?
ক) চেন্দাবাড়ি
উত্তরঃ খ) ভবেরপাড়া
গ) গোপালপুর
ঘ) টুঙ্গিপাড়া
► কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ক) ১৮ কিমি
খ) ১৯ কিমি
গ) ২০ কিমি
ঘ) ২২ কিমি
► কত তারিখে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় ?
উত্তরঃ ক) ২ মার্চ ১৯৭১
খ) ৭ মার্চ ১৯৭১
গ) ২৩ মার্চ ১৯৭১
ঘ) ২৫ মার্চ ১৯৭১
► বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি ?
ক) নেপাল
উত্তরঃ খ) ভারত
গ) রাশিয়া
ঘ) যুক্তরাষ্ট্র
► বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা পৃথক ?
উত্তরঃ ক) নাফ
খ) কর্ণফুলী
গ) নবগঙ্গা
ঘ) ভাগীরথী
► বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন?
উত্তরঃ ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) স্পিকার
ঘ) প্রধান বিচারপতি
► UNESCO এর সদর দপ্তর কোথায় ?
ক) কানাডা
খ) জেনেভা
গ) রোম
উত্তরঃ ঘ) প্যারিস
► বদরের যুদ্ধ সংগঠিত হয় কবে?
উত্তরঃ ক) ৬২৪ খ্রিস্টাব্দে
খ) ৬২৫ খ্রিস্টাব্দে
গ) ৬২৬ খ্রিস্টাব্দে
ঘ) ৬২৭ খ্রিস্টাব্দে
► বাংলাদেশের সফটওয়্যার প্রস্তুতকারী সমিতির নাম কি ?
ক) সফটএস
উত্তরঃ খ) বেসিস
গ) বিসিএস
ঘ) বিসিসি
► সুইজারল্যান্ডে অবস্থিত খেলাধুলা সংক্রান্ত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম কি?
ক) কোর্ট অব ডিসিপ্লিন
উত্তরঃ খ) কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট
গ) কোর্ট অব প্লে
ঘ) কোর্ট অব গেমস অ্যাফেয়ার্স
► মহাস্থানগড় এবং প্রাচীন প্রণ্ড্রবর্ধন নগরী যে একই তা কে শনাক্ত করেন?
উত্তরঃ ক) কানিংহাম
খ) মার্শাল
গ) বুকানন
ঘ) ও’ডোনেল
► প্রতিবছর বিশ্ববিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে কে ?
উত্তরঃ ক) UNDP
খ) UNCTAD
গ) World Bank
ঘ) WTO
► জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ কোনটি ?
উত্তরঃ ক) ইন্দোনেশিয়া
খ) পাকিস্তান
গ) বাংলাদেশ
ঘ) নাইজেরিয়া
► হিথ্রো বিমান বন্দর কোন দেশে অবস্থিত ?
ক) ফ্রান্স
খ) জার্মানি
গ) থাইল্যান্ড
উত্তরঃ ঘ) ব্রিটেন
► এস্তোনিয়ার রাজধানীর নাম কি ?
উত্তরঃ ক) তাল্লিন
খ) ডাবলিন
গ) কিয়েভ
ঘ) জাগরের
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১১ "
Post a Comment