গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১০

গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১০


► শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে। কারণ-

ক) সরকারি নির্দেশ
খ) দূর থেকে চোখে পড়বে বলে
উত্তরঃ গ) তাপ বিকিরণ থেকে বাচার জন্য
ঘ) দেখতে সুন্দর লাগে


► রান্না করার হাঁড়ি-পাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ-

ক) এটি হাল্কা ও দামে সস্তা
খ) এটি সব দেশেই পাওয়া যায়
উত্তরঃ গ) এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্য দ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
ঘ) এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে


► ইস্পাত সাধারণত লোহা থেকে ভিন্ন। কারণ-

ক) বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
উত্তরঃ খ) সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
গ) লোহাকে টেম্পারিং করা হয়েছে
ঘ) সব বিজাতীয় দ্রব্য বের করে নেয়া হয়েছে


► পাহাড়ে উঠায় বা সিঁড়ি ভাঙায় পরিশ্রশ বেশি হয়। কারণ

ক) পাহাড়ি ভূমি ও সিঁড়ি শক্ত বলে
উত্তরঃ খ) অভিকর্ষ বলের বিপরীত কাজ করতে হয় বলে
গ) অনভুমিক সরণ কম হওয়ায়
ঘ) উপরিউক্ত কারণগুলোর কোনটাই সত্য নয়


► ফারেনহাইট ও সেলসিয়াসের স্কেল কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে ?

ক) ০°
খ) ১০০°
গ) ৪০°
উত্তরঃ ঘ) -৪০°


► মোটরগাড়ির ইঞ্জিনকে ঠাণ্ডা রাখার জন্য পানি ব্যবহার করা হয় । কারণ-

ক) ইঞ্জিনের তাপে পানি সহজইে বাষ্পীভূত হয়
উত্তরঃ খ) অনেক তাপ শোষণ করলেও পানি উষ্ণতা অল্প বৃদ্ধি পায়
গ) পানি সবচেয়ে সহজলভ্য তরল পদার্থ
ঘ) এ কাজের জন্য বিশুদ্ধ পানির প্রয়োজন হয় না


► ক্যাসেটের ফিতায় শব্দ রক্ষিত থাকে কি হিসেবে ?

ক) বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
খ) মেমোরি চিপ হিসেবে
গ) চুম্বক ক্ষেত্র হিসেবে
উত্তরঃ ঘ) কার্বন ক্ষেত্র হিসেবে


► সমুদ্রের তীরে একটা বিস্ফোরণ ঘটলে কে আগে শব্দ শুনতে পাবে ?

ক) এক কিলোমিটার দূরে ভূমিতে অবস্থাকারী একজন ব্যক্তি
খ) এক কিলোমিটার দূরে সমুদ্রে অবস্থানকারী একজন ব্যক্তি
উত্তরঃ গ) এক কিলোমিটার দূরে সমুদ্রের পানির নিচে অবস্থানকারী একজন ব্যক্তি
ঘ) সকলেই একই সঙ্গে শব্দটা শুনতে পাবে


► রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো-

ক) লেন্সের কাজ করে
খ) আতশী কাচের কাজ করে
গ) দর্পণের কাজ করে
উত্তরঃ ঘ) প্রিজমের কাজ করে


► বায়ুমন্ডলের ওজোনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ ?

ক) কার্বন ডাই অক্সাইড
খ) জলীয় বাষ্প
উত্তরঃ গ) ক্লোরোফ্লোরো কার্বন
ঘ) নাইট্রিক অক্সাইড


► সাবমেরিনের নাবিকেরা পানি চিন থেকে উপরের দৃশ্য দেখে-

ক) টেলিস্কোপের সাহায্যে
খ) মাইক্রোস্কোপের সাহায্যে
উত্তরঃ গ) পেরিস্কোপের সাহায্যে
ঘ) স্যাটেলাইটের সাহায্যে


► রেডিও আইসোটোপ হচ্চে এমন একটা আইসোটোপ যা-

ক) রেডিওতে ব্যবহৃত হয়
খ) রেডিও তরঙ্গ তৈরি করে
উত্তরঃ গ) তেজস্ত্রিয় বিকিরণ প্রদর্শন করে
ঘ) আলো তৈরি করে


► তড়িৎশক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের সাহায্যে ?

উত্তরঃ ক) লাউড স্পিকার
খ) এমপ্লিফায়ার
গ) জেনারেটর
ঘ) মাইক্রোফোন


► আবহাওয়া সম্পর্কীয় বিজ্ঞান-

উত্তরঃ ক) মেটিওরোলজি
খ) অ্যাস্ট্রলোজি
গ) ওয়েদিওলজি
ঘ) মিনার‌্যালজি


► গ্রীন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বর ক্ষতি কি হবে ?

ক) উত্তাপ অনেক বেড়ে যাবে
খ) বৃষ্টিপাত কমে যাবে
উত্তরঃ গ) নিম্নভূমি নিমজ্জিত হবে
ঘ) সাইক্লোনের প্রবণতা বাড়বে


► কম্পিউটার পদ্ধতির দু’টি প্রধান অঙ্গ হচ্ছে-

ক) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ
খ) হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম
উত্তরঃ গ) হার্ডওয়্যার ও সফ্টওয়্যার অংশ
ঘ) সফট্ওয়্যার ও কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ


► নিচের কোন্টি জীবাশ্ন জ্বালানি নয় ?

ক) পেট্রোলিয়াম
উত্তরঃ খ) বায়োগ্যাস
গ) কয়লা
ঘ) প্রাকৃতিক গ্রাস


► শহরের রাস্তা ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে, তাহল-

ক) লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
খ) লাল-হলুদ-সবুজ-লাল- হলুদ
উত্তরঃ গ) লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
ঘ) লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ


► ভূ-পৃষ্ঠের প্রতি বর্গইঞ্চিতে স্বাভাবিক বায়ুম-লীয় চাপ-

ক) ১৭.৭২ পাউন্ড
খ) ২২.১৫ পাউন্ড
উত্তরঃ গ) ১৪.৭২ পাউন্ড
ঘ) ১২.১৪ পাউন্ড


► কোথায় সাঁতার কাটা সহজ ?

ক) পুকুরে
খ) বিলে
গ) নদীতে
উত্তরঃ ঘ) সাগরে


► বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ?

ক) জয়নুল আবেদীন
উত্তরঃ খ) কামরুল হাসান
গ) হাশেম খান
ঘ) হামিদুর রহমান


► জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ?

ক) হামিদুর রহমান
খ) তানভীর কবির
উত্তরঃ গ) মইনুল হোসেন
ঘ) মাযহারুল ইসলাম


► ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল ?

ক) ৯টি
উত্তরঃ খ) ১১ টি
গ) ১৫ টি
ঘ) ১৭ টি


► বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি ?

ক) নেপাল
উত্তরঃ খ) ভুটান
গ) রাশিয়া
ঘ) মালদ্বীপ


► পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিতহ হয় ?

ক) ১২ নভেম্বর, ১৯৯৭
উত্তরঃ খ) ২ ডিসেম্বর, ১৯৯৭
গ) ১৬ ডিসেম্বর, ১৯৯৭
ঘ) ২৫ ডিসেম্বর, ১৯৯৭


► শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয় ?

উত্তরঃ ক) ১৪ ডিসেম্বর
খ) ১৬ ডিসেম্বর
গ) ৩ ডিসেম্বর
ঘ) ২৫ মার্চ


► ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন্ অঞ্চরের লোকসংগীত ?

ক) পাবর্ত্য চট্টগ্রাম
খ) সিলেট
উত্তরঃ গ) রাজশাহী
ঘ) রংপুর


► মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব দেওয়া হয় ?

ক) ৯ জন
উত্তরঃ খ) ৭ জন
গ) ৮ জন
ঘ) ১০ জন


► দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত ?

ক) কুড়িগ্রাম
খ) নীলফামারী
গ) ঠাকুরগাঁও
উত্তরঃ ঘ) লালমনিরহাট


► পূর্ববঙ্গ জমিদারি দখল উচ্ছেদ ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয় ?

উত্তরঃ ক) ১৯৫০ সালে
খ) ১৯৪৮ সালে
গ) ১৯৪৭ সালে
ঘ) ১৯৫৪ সালে


► গ্রীনিচ সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে ?

উত্তরঃ ক) ৬ ঘন্টা
খ) সাড়ে ৫ ঘন্টা
গ) সাড়ে ৬ ঘন্টা
ঘ) ৫ ঘন্টা


► হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত ?

ক) চট্টগ্রাম
খ) রাঙামাটি
উত্তরঃ গ) কক্সবাজার
ঘ) খাগড়াছড়ি


► গঙ্গা-ব্রহ্মপুত্র মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশে অন্তর্ভূক্ত ?

ক) ৪
খ) ১৪
গ) ৭
উত্তরঃ ঘ) ৩৩


► বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি ?

উত্তরঃ ক) পঞ্চগড়
খ) নীলফামারি
গ) ঠাকুরগাঁও
ঘ) লালমনিরহাট


► মিসর সুয়েজ কাল জাতীয়করণ করেছিল-

উত্তরঃ ক) ১৯৫৬ সালে
খ) ১৯৫৫ সালে
গ) ১৯৫৪ সালে
ঘ) ১৯৫৩ সালে


► আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করছে কোন্ প্রণালী ?

ক) ফ্লোরিডা
খ) পক
গ) জিব্রাল্টার
উত্তরঃ ঘ) বেরিং


► জাতিসংঘ দিবস পালিত হয়-

উত্তরঃ ক) ২৪ অক্টোবর
খ) ২৪ আগস্ট
গ) ২৪ সেপ্টেম্বর
ঘ) ২৪ ডিসেম্বর


► এডেন কোন্ দেশের সমুদ্রবন্দর ?

উত্তরঃ ক) ইয়েমেন
খ) কাতার
গ) ওমান
ঘ) ইরাক


► কমনওয়েলথের কোন্ দেশটি যুক্তরাজ্যের রাজা ও রাণীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে ?

উত্তরঃ ক) অস্ট্রেলিয়া
খ) কানাডা
গ) ত্রিনিদাদ
ঘ) সাইপ্রাস


► লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ অবস্থিত –

ক) বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বাংশে
উত্তরঃ খ) আরব সাগরের দক্ষিণ -পূর্বাংশে
গ) ভূমধ্যসাগরের উপকূলে
ঘ) পারস্য উপসাগরে


► ইউরোপের দীর্ঘতম নদী-

ক) দানিয়ুব
উত্তরঃ খ) ভল্গা
গ) রাইন
ঘ) টেমস


► আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে-

ক) মূল মধ্যরেখা
খ) কর্কটক্রান্তি রেখা
উত্তরঃ গ) বিষুব রেখা
ঘ) মকরক্রান্তি রেখা


► সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপ যে নামে পরিচিত-

ক) ইউরেশিয়া
খ) পলিনেশিয়া
গ) মাইক্রোনেশিয়া
উত্তরঃ ঘ) ওশেনিয়া


► পৃথিবীর সবচাইতে বেশি কফি উৎপন্ন করে কোন্ দেশ ?

ক) কিউবা
খ) কলম্বিয়া
গ) এঙ্গোলা
উত্তরঃ ঘ) ব্রাজিল


► প্রাচীন মিসরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল ?

ক) ইউফ্রেটিস
খ) সিন্ধু
উত্তরঃ গ) নীল
ঘ) হোয়াংহো


► আবহওয়া ৯০% আদ্রতা মানে-

ক) বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
খ) ১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প
উত্তরঃ গ) বাতাসে জলীয় বাষ্পের পরিমান সম্পৃক্ত অবস্থায় ৯০%
ঘ) বাতাসে জলীয় বাষ্পের পরিমান বৃষ্টিপাতের সময়ের ৯০%


► যাদের বসতবাড়ি আছে কিন্তু কৃষি জমি নেই, তাদের কি বলে ?

ক) বর্গাচাষী
খ) ক্ষুদ্র চাষী
উত্তরঃ গ) ভূমিহীন চাষী
ঘ) প্রান্তিক চাষী


► উষ্ণতার একক কিভাবে প্রকাশ করা হয়?

ক) মিটার
খ) অ্যাম্পিয়ার
উত্তরঃ গ) কেলভিন
ঘ) ক্যানডেল

► সাঁতারকে কোন সালে অলিম্পিক প্রতিযোগিতায় অন্তভূক্ত করা হয়?

ক) ১৮৯২
উত্তরঃ খ) ১৮৯৬
গ) ১৯৪১
ঘ) ১৯৫৬

► বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর উদ্বোধন কোন দেশে অনুষ্ঠিত হবে?

ক) ভারতে
খ) যুক্তরাজ্যে
গ) দক্ষিণ আফ্রিকায়
উত্তরঃ ঘ) বাংলাদেশে

► হিটলারের সেনাবাহিনী কোন রণনীতির কারণে চমকপ্রদ বিজয় লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম নয় মাসে নিজেদের অবস্থান দৃঢ় করে?

উত্তরঃ ক) ব্লিৎসক্রিগ রণনীতি
খ) ম্যাজিনো লাইন দুর্ভেদ্যতা নীতি
গ) শত্রুকে ধোকায় রাখার রণনীতি
ঘ) নৌ অবরোধ রণনীতি

► ক্রোকোবিন কি?

ক) আমেরিকান বর্ণবাদী সন্ত্রাসী সংগঠন
উত্তরঃ খ) ফরাসী বিপ্লবের অগ্রনায়ক ক্লাব
গ) বিখ্যাত বেহালা বাদক
ঘ) ইউরোপিয়ান নাইট

► ভ্যাটিকান কি?

ক) উত্তর আমেরিকার পর্বতমালা
খ) যুক্তরাষ্ট্রের পপ সঙ্গীত গোষ্ঠী
উত্তরঃ গ) ক্যাথলিক ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থা
ঘ) বস্তুবাদী নাস্তিক ইউরোপীয় সংগঠন

► কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ?

ক) ভারত
খ) যুক্তরাজ্য
গ) ইসরাইল
উত্তরঃ ঘ) শ্রীলঙ্কা

► কমনওয়েলথভুক্ত কোন দেশটি যুক্তরাজ্যের রাজা বা রাণীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?

ক) ইরাক
খ) মরিসাস
উত্তরঃ গ) অস্ট্রেলিয়া
ঘ) সাইপ্রাস

► ‘লেডি উইথ দি ল্যাম্প’ কে?

ক) প্রিন্সেস ডায়ানা
উত্তরঃ খ) ফ্লোয়েন্স নাইটংগেল
গ) মাদার তেরেসা
ঘ) তাপসী রাবেয়া

► জাতিসংঘ মোট কতটি অঙ্গ সংগঠন নিয়ে গঠিত ?

উত্তরঃ ক) ৬টি
খ) ৯টি
গ) ৫টি
ঘ) ৮টি

► তায়খানা অর্থ কি?

ক) পড়াশুনার ঘর
উত্তরঃ খ) ভূগর্ভস্থ কক্ষ
গ) বৈঠকখানা
ঘ) উপাসনা কক্ষ

► নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত?

ক) কুতুবদিয়া
উত্তরঃ খ) হাতিয়া
গ) মহেশখালী
ঘ) সন্দ্বীপ

► জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন কে?

ক) জিয়াউর রহমান
উত্তরঃ খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ) সৈয়দ নজরুল ইসলাম
ঘ) হোমাইন মোহাম্মদ এরশাদ

► ‘হাজার বছর ধরে’ উপন্যাস কার লেখা?

ক) শওকত ওসমান
খ) সৈয়দ ওয়ালিউল্লাহ
উত্তরঃ গ) জহির রায়হান
ঘ) শহীদুল্লাহ কায়সার

► সুন্দরবনে বাঘ গণনার জন্য ব্যবহৃত পদ্ধতি কোনটি?

ক) নির্দিষ্ট এলাকাভিত্তিক স্যাম্পলিং
খ) হরিণের সংখ্যার ভিত্তিতে
উত্তরঃ গ) পাগমার্ক
ঘ) বন প্রহরীদের তথ্যের ভিত্তিতে

► কোন সালে স্যার সৈয়দ আহমদ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপন করেন?

উত্তরঃ ক) ১৮৮৪
খ) ১৯২০
গ) ১৭৫৭
ঘ) ১৮৮৫

► বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়?

ক) ১৯৭২ সালের ১১ নভেম্বর
খ) ১৯৭২ সালের ২৪ নভেম্বর
গ) ১৯৭২ সালের ২৬ মার্চ
উত্তরঃ ঘ) ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর

► ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান দিবস কোনটি?

উত্তরঃ ক) ২৪ জানুয়ারি
খ) ১৫ ফেব্রুয়ারি
গ) ২১ মার্চ
ঘ) ২৫ মার্চ

► জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে ও কোথায় ‘৬ দফা ’ ঘোষণা করেন?

ক) ৭ জুন ১৯৬৬ সালে ঢাকার পল্টন ময়দানে
খ) ১৪ আগস্ট ১৯৬৬ সালে করাচিতে
উত্তরঃ গ) ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে লাহোরে
ঘ) ২৩ মার্চ ১৯৬৬ সালে চট্টগ্রামে

► বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে?

ক) কামরুজ্জামান
খ) সৈয়দ নজরুল ইসলাম
উত্তরঃ গ) তাজউদ্দিন আহমদ
ঘ) ক্যাপ্টেন মনসুর আলী


► ‘জয় বাংলা বাংলার জয়’ গানটির গীতিকার কে?
ক) আনোয়ার পারভেজ
উত্তরঃ খ) গাজী মাজহারুল আনোয়ার
গ) আবদুল গাফ্ফার চৌধুরী
ঘ) বেগম সুফিয়া কামাল

► জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

উত্তরঃ ক) মঈনুল হোসেন
খ) জয়নুল আবেদীন
গ) হামিদুর রহমান
ঘ) এস এন সুলতান

► বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান পণ্য কোনটি?

ক) পাট ও পাটজাত পণ্য
খ) চা
গ) হিমায়িত চিংড়ি
উত্তরঃ ঘ) তৈরি পোশাক

► বাংলাদেশের আয়তন কত?

ক) ১,৪৬,৭৫০ ব.কি.
উত্তরঃ খ) ১,৪৭,৫৭০ ব. কি.
গ) ১,৫৭,৭৫০ ব. কি.
ঘ) ১,৬৭,৭৫০ ব. কি.

► বাংলাদেশের নারী-পুরুষের অনুপাত কত?

ক) ৫০.৯০ : ৪৮.১০
উত্তরঃ খ) ১০০.৩ : ১০০
গ) ৪৯.১০ : ৫০.৯০
ঘ) ৫০.০০ : ৫০.০০

► শকুন্তলা গ্রন্থটির রচয়িতা কে?

উত্তরঃ ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) কালিদাস
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) মাইকেল মধুসূদন দত্ত

► বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়-

উত্তরঃ ক) ১৯৫৫ খ্রিঃ
খ) ১৯৫৭ খ্রিঃ
গ) ১৯৬৪ খ্রিঃ
ঘ) ১৯৬৭ খ্রিঃ

► বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন-

ক) মফিজউদ্দিন কমিশন
খ) শামসুল হক কমিশন
গ) মাজেদ খান কমিশন
উত্তরঃ ঘ) ড. কুদরত-ই-খুদা কমিশন

► মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন-

ক) অধ্যাপক ইউসুফ আলী খান
খ) কামরুজ্জামান
গ) তাজউদ্দিন আহমেদ
উত্তরঃ ঘ) ক্যাপ্টেন মনসুর আলী

► ঢাকা শহরের গোড়াপত্তন হয়-

ক) ব্রিটিশ আমলে
উত্তরঃ খ) সুলতানি আমলে
গ) মুঘল আমলে
ঘ) স্বাধীন নবাবী আমলে

► বিশ্ব এইডস দিবস পালিত হয়-

ক) ১ সেপ্টেম্বর
খ) ৩১ অক্টোবর
উত্তরঃ গ) ১ ডিসেম্বর
ঘ) ২ ডিসেম্বর

► ২০০৮ খ্রিস্টাব্দে অলিম্পিক গেমস অনষ্ঠিত হয়-

ক) সিউলে
খ) মস্কোতে
উত্তরঃ গ) বেইজিং-এ
ঘ) বিউনিখে

► সার্কের বর্তমান সদস্য সংখ্যা-

উত্তরঃ ক) ৮
খ) ৯
গ) ১০
ঘ) ১১

► জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) ফ্রান্সের প্যারিস নগরীতে
উত্তরঃ খ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে
গ) যুক্তরাজ্যের লন্ডন শহরে
ঘ) সুইজারল্যান্ডের জেনেভাতে

► পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি?

ক) বুধ
উত্তরঃ খ) শুক্র
গ) শনি
ঘ) মঙ্গল

► বিজ্ঞানী জি মারকুনি কিসের আবিষ্কারক?

ক) টেলিগ্রাফ
উত্তরঃ খ) টেলিভিশন
গ) ক্যামেরা
ঘ) রেডিও


► কোনটি নদ?

ক) মেঘনা
খ) যমুনা
উত্তরঃ গ) ব্রহ্মপুত্র
ঘ) তিস্তা

► পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়-

উত্তরঃ ক) ২ ডিসেম্বর, ১৯৯৭
খ) ১ ডিসেম্বর, ১৯৯৮
গ) ২ ডিসেম্বর, ১৯৯৯
ঘ) ২ ডিসেম্বর, ২০০০

► আন্তর্জাতিক অঙ্গনে সাকিব আল হাসান তার দ্রুততম সেঞ্চুরিটি কত বলে করতে পেরেছিলেন?

ক) ৫৩ বলে
উত্তরঃ খ) ৬৩ বলে
গ) ৬৪ বলে
ঘ) ৬৮ বলে


► আইসোটোপ তৈরি হয় কোনটির তারতম্যের কারণে?

ক) ইলেকট্রন
খ) প্রোটন
উত্তরঃ গ) নিউট্রন
ঘ) কারণ অনাবিষ্কৃত

► রোদে কাপড় শুকায় কোন প্রক্রিয়ায়?

ক) স্ফুটন
উত্তরঃ খ) বাষ্পীভবন
গ) উর্ধ্বপাতন
ঘ) ঘনীভবন

► নাবয়নযোগ্য জ্বালানি কোনটি?

উত্তরঃ ক) পরমাণু শক্তি
খ) কয়লা
গ) পেট্রোল
ঘ) প্রাকৃতিক গ্যাস

► ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো-

ক) এ রোগে মানবদেহে কিডনী নষ্ট হয়
উত্তরঃ খ) চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
গ) এ রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
ঘ) ইনসুলিনের অভাবে এ রোগ হয়

► বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় ১৯৭১ সালের কত তারিখ?

ক) ২৬ মার্চ
খ) ০৭ মার্চ
উত্তরঃ গ) ১০ এপ্রিল
ঘ) ১৭ এপ্রিল

► বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কিসের নাম?

উত্তরঃ ক) উপগ্রহের
খ) নৌজাহাজের
গ) মহাকাশ যানের
ঘ) যুদ্ধ জাহাজের

► ‘পদ্মানদীর মাঝি’ কি?

ক) একটি জীবনীগ্রন্থ
উত্তরঃ খ) একটি উপন্যাস
গ) একটি চলচ্চিত্র
ঘ) একটি নাটক

► মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন কোন সেক্টরে?

ক) ৯ নং
খ) ৪ নং
গ) ৮ নং
উত্তরঃ ঘ) ১১ নং

► ১৭ এপ্রিল তারিখে পালিত হয় কোন দিবস?

ক) জাতীয় শিশু দিবস
খ) বঙ্গবন্ধুর দেশে প্রত্যাবর্তন দিবস
উত্তরঃ গ) মুজিবনগর দিবস
ঘ) ভোক্তা অধিকার দিবস

► রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান কে?

উত্তরঃ ক) স্পিকার
খ) প্রধানমন্ত্রী
গ) এটর্নি জেনারেল
ঘ) প্রধান বিচারপতি

► বাংলাদেশের চামড়া শিল্প নগরী কোথায় অবস্থিত?

ক) ধামরাই
উত্তরঃ খ) সাভার
গ) আশুলিয়া
ঘ) কামরাঙ্গীর চর

► বাংলাদেশে বর্তমানে ইউনেস্কো ঘোষিত কয়টি বিশ্ব ঐতিহ্য রয়েছে?

ক) ৪টি
উত্তরঃ খ) ৩টি
গ) ৫টি
ঘ) ৬টি

► বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্রী ছিলেন?

ক) রাষ্ট্রবিজ্ঞান
খ) লোকপ্রশাসন
গ) ইংরেজি বিভাগ
উত্তরঃ ঘ) বাংলা বিভাগ

► ‘বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’ কবিতার কবি কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) বিষ্ণু দে

► জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রথম প্রকাশিত হয় কোন সালে?

ক) ২০১৪
খ) ২০১৩
গ) ২০১১
উত্তরঃ ঘ) ২০১২

► মুজিবনগরের পূর্ব নাম ছিল-

ক) আম্রকানন
উত্তরঃ খ) বৈদ্যনাথতলা
গ) মাথাভাঙ্গা
ঘ) পলাশডাঙ্গা

► বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা কতটি?

ক) ৩০টি
খ) ৩৯টি
উত্তরঃ গ) ৪৫টি
ঘ) ৪০টি

► শততম ক্রিকেট টেস্টে বাংলাদেশ মোট কত উইকেটে জিতেছে?

ক) ৫
খ) ৩
উত্তরঃ গ) ৪
ঘ) ৮

► বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী কোনটি?

ক) যমুনা
খ) মেঘনা
গ) কর্ণফুলী
উত্তরঃ ঘ) হালদা

► কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?

ক) ডোনাল্ড ট্রাম্প
খ) জন হাওয়ার্ড
গ) জুলিয়া গিলার্ড
উত্তরঃ ঘ) জাস্টিন ট্রুডো

► ‘আলেপ্পো’ শহরটি কোথায় অবস্থিত?

ক) ইরাক
খ) ইরান
গ) জর্ডান
উত্তরঃ ঘ) সিরিয়া

► গ্রিন ক্লাইমেট ফান্ডের হেড অফিস কোথায়?

ক) ফিলিপিনস
উত্তরঃ খ) দক্ষিণ কোরিয়া
গ) সিঙ্গাপুর
ঘ) প্যারিস

► এ. ডি. বি (ব্যাংক) এর বর্তমান সদস্য সংখ্যা কত?

ক) ৪৮
খ) ৫০
উত্তরঃ গ) ৬৭
ঘ) ৭২

► প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়?

ক) ১৯১৪
খ) ১৯১৬
গ) ১৯৪৫
উত্তরঃ ঘ) ১৯১৮

► আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি?

ক) মার্কিন যুক্তরাষ্ট্র
খ) কানাডা
গ) চীন
উত্তরঃ ঘ) রাশিয়া

► মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি?

ক) হিলারি ক্লিনটন
খ) জর্জ মাতিস
উত্তরঃ গ) রায়ান জিঙ্কে
ঘ) রেক্স টিলারসন

► ভারতের মোট রাজ্যের সংখ্যা কতটি?

ক) ২০টি
উত্তরঃ খ) ২৯টি
গ) ৩০টি
ঘ) ৩২টি

► ভুমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি?

ক) ব্যারোমিটার
উত্তরঃ খ) সিসমোগ্রাফ
গ) ম্যানোমিটার
ঘ) ট্র্যাপোমিটার

► বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জীবন রহস্য আবিষ্কার করেছেন?

ক) অধ্যাপক আবদুস সালাম
খ) ড. মতিন পাটোয়ারী
গ) ড. শমশের আলী
উত্তরঃ ঘ) ড. মাকসুদুল আলম


► বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ - এর পরিচালক কে?

ক) মমতাজ আলী
উত্তরঃ খ) চাষী নজরুল ইসলাম
গ) সুভাষ দত্ত
ঘ) খান আতাউর রহমান

► বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?

ক) বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ
খ) বিচারপতি মোস্তফা কামাল
উত্তরঃ গ) বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম
ঘ) বিচারপতি এসকে সিনহা

► মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য ‘বিজয় গাঁথা’ কোথায় অবস্থিত?

ক) ঢাকা সেনানিবাস
উত্তরঃ খ) রংপুর সেনানিবাস
গ) সিলেট সেনানিবাস
ঘ) যশোর সেনানিবাস

► নববর্ষ ‘পহেলা বৈশাখ’ চালু করেছিলেন?

উত্তরঃ ক) সম্রাট আকবর
খ) সম্রাট শাহজাহান
গ) লক্ষণ সেন
ঘ) বিজয় সেন

► বাংলাদেশের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন?

ক) মোস্তফা মনোয়ার
খ) জয়নুল আবেদিন
গ) রফিকুন্নবী
উত্তরঃ ঘ) কামরুল হাসান

► পায়রা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ ক) রাবনাবাদ চ্যানেল
খ) পায়রা নদী
গ) শ্যালা নদীতে
ঘ) তেতুলিয়া নদী

► ECNEC- এর চেয়ারপারসন কে?

উত্তরঃ ক) প্রধানমন্ত্রী
খ) অর্থমন্ত্রী
গ) বাণিজ্যমন্ত্রী
ঘ) শিল্পমন্ত্রী

► প্রবাল দ্বীপ কোনটি?

ক) নিঝুম দ্বীপ
খ) স্বর্ণদ্বীপ
উত্তরঃ গ) সেন্টমার্টিন
ঘ) শাহ পরীর দ্বীপ

► SDG কি?

ক) SAARC Development Goals
খ) Systematic Development Goals
গ) Social Development Goals
উত্তরঃ ঘ) Sustainable Development Goals

► স্ট্যাচু অব পিস কোন শহরে অবস্থিত?

উত্তরঃ ক) নাগাসাকি
খ) হিরোশিমা
গ) ঢাকা
ঘ) নিউইয়র্ক

► মানবাধিকার কমিশনের সদর দফতর কোথায়?

ক) নিউইয়র্ক
খ) প্যারিস
উত্তরঃ গ) জেনেভা
ঘ) লন্ডন

► বাংলাদেশ-ভারত যৌথ নদীনদী গবেষণা কমিশন (JRC) গঠিত হয় কবে?

উত্তরঃ ক) ১৯৭২ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৫ সালে
ঘ) ১৯৭৬ সালে

► সতীদাহ প্রথা কবে রহিত হয়?

ক) ১৮১৯ সালে
উত্তরঃ খ) ১৮২৯ সালে
গ) ১৮৩৯ সালে
ঘ) ১৮৪৯ সালে

► বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?

ক) ২০০ বর্গমাইল
খ) ৯২৫ বর্গমাইল
গ) ১৯৫০ বর্গমাইল
উত্তরঃ ঘ) ২৪০০ বর্গমাইল

► ‘বাড়ির কাছে আরশীনগর, সেথায় এক পড়শি বসত করে ….’ এই পংক্তিটি কার লেখা?

ক) পাগলা কানাই
খ) সিরাজ সাঁই
উত্তরঃ গ) লালন শাহ
ঘ) মদন বাউল

► চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত?

ক) ২০০০ কি.মি.
খ) ৩২০০ কি.মি.
গ) ৫৫০০.২৫ কি.মি
উত্তরঃ ঘ) ৮৮৫১.৮ কি.মি

► ‘সংগ্রাম’ চিত্রকর্মের শিল্পী কে?

ক) এস এম সুলতান
খ) কামরুল হাসান
উত্তরঃ গ) জয়নুল আবেদিন
ঘ) কাইয়ুম চৌধুরী

► ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ এই গানটির সুরকার কে?

উত্তরঃ ক) শাহ আব্দুল করিম
খ) সত্য সাহা
গ) সঞ্জীব চৌধুরী
ঘ) বাপ্পা মজুমদার

► বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?

উত্তরঃ ক) পঞ্চগড়
খ) রংপুর
গ) নীলফামারী
ঘ) দিনাজপুর

► সম্প্রতি কোন দিবসকে ‘গণহত্যা দিবস’ হিসেবে সরকার অনুমোদন করে?

ক) ১৬ ডিসেম্বর
উত্তরঃ খ) ২৫ মার্চ
গ) ২১ ফেব্রুয়ারি
ঘ) ২৬ মার্চ

► ১০০তম টেস্ট ক্রিকেটে কয়টি দেশ জয়লাভ করেছে?

ক) ৫টি
খ) ৬টি
উত্তরঃ গ) ৪টি
ঘ) ৮টি

► হো চি মিন কোন দেশের সংগ্রামী নেতা ছিলেন?

ক) লাওস
খ) চীন
উত্তরঃ গ) ভিয়েতনাম
ঘ) কম্বোডিয়া

► চ্যান্সেলর কোন দেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদার পদ?

উত্তরঃ ক) অস্ট্রিয়া
খ) অস্ট্রেলিয়া
গ) সুইজারল্যান্ড
ঘ) ফ্রান্স

► পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র দেশ কোনটি?

ক) মালদ্বীপ
উত্তরঃ খ) ভ্যাটিকান
গ) মনাকো
ঘ) সান মারিনো

► স্বাধীনতাযুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধি দেয়া হয়?

ক) ৭ জন
খ) ৬ জন
উত্তরঃ গ) ২ জন
ঘ) ৫ জন


► কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে –

উত্তরঃ ক) হার্ডওয়্যার ও সফটওয়্যার
খ) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ
গ) হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম অংশ
ঘ) হার্ডওয়্যার ও কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ

► কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণ যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে বলে –

ক) অককুটসল
খ) দশমিক
গ) হেকসা ডেসিমেল
উত্তরঃ ঘ) বাইনারি

► ‘বরফগলা নদী’ উপন্যাসটির রচয়িতা কে?

ক) আবু ইসহাক
খ) শওকত ওসমান
উত্তরঃ গ) জহির রায়হান
ঘ) শহীদুল্লা কায়সার

► যে সকল উদ্ভিদে কখনও ফুল হয় না, তাদের বলা হয় –

উত্তরঃ ক) অপুষ্পক উদ্ভিদ
খ) সপুষ্পক উদ্ভিদ
গ) মিথোজীবী উদ্ভিদ
ঘ) স্বভোজী উদ্ভিদ

► উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে –

ক) বাষ্পীভবন
খ) শ্বসন
উত্তরঃ গ) প্রস্বেদন
ঘ) ব্যাপন

► জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে –

উত্তরঃ ক) ক্রোমোজোম
খ) নিউক্লিয়াস
গ) নিউক্লিওপ্লাজম
ঘ) প্লাস্টিড

► বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় –

উত্তরঃ ক) ২ মার্চ, ১৯৭১
খ) ৭ মার্চ, ১৯৭১
গ) ২৬ মার্চ, ১৯৭১
ঘ) ১৭ এপ্রিল, ১৯৭১

► কোন প্রাণীর দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত?

ক) ব্যাঙ
খ) পিঁপড়া
গ) হাতি
উত্তরঃ ঘ) অ্যামিবা

► দেয়াশলাই কাঠিতে কোনটি থাকে না ?

ক) জিঙ্ক ও বেরিয়াম লবণ
খ) ক্যালসিয়াম সিলিকেট
উত্তরঃ গ) পটাসিয়াম সিলিকেট
ঘ) সবকটিই

► দক্ষিণ গোলার্ধে উত্তর-আয়নান্ত ঘটে কখন?

ক) ২৩ জুন
খ) ২২ ডিসেম্বর
গ) ২৩ জুলাই
উত্তরঃ ঘ) ২১ মে

► দক্ষিণ গোলার্ধ্যে উত্তর-আয়নান্ত ঘটে কখন?

ক) ২৩ জুন
উত্তরঃ খ) ২২ ডিসেম্বর
গ) ২৩ জুলাই
ঘ) ২১ মে

► সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

ক) শনি
খ) বুধ
উত্তরঃ গ) বৃহস্পতি
ঘ) মঙ্গল

► কোন গ্রহের কোন উপগ্রহ নেই?

ক) মঙ্গল
উত্তরঃ খ) বুধ
গ) বৃহস্পতি
ঘ) শনি

► বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?

ক) ছেড়া দ্বীপ
খ) নিঝুম দ্বীপ
উত্তরঃ গ) মহেশখালী
ঘ) সেন্টমার্টিন

► বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি?

ক) হাইল
খ) পাথরচাওলি
গ) চলন বিল
উত্তরঃ ঘ) হাকালুকি

► বাংলাদেশে সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?

ক) ১৬ ডিসেম্বর, ১৯৭২
উত্তরঃ খ) ১২ অক্টোবর, ১৯৭২
গ) ১৬ ডিসেম্বর, ১৯৭৩
ঘ) ১২ অক্টোবর, ১৯৭৩

► ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাতগম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা –

ক) ৩টি
খ) ৪টি
গ) ৬টি
উত্তরঃ ঘ) ৭টি

► মহামুনি বিহার কোথায় অবস্থিত?

ক) দিনাজপুরের ফুলবাড়িতে
উত্তরঃ খ) চট্টগ্রামের রাউজানে
গ) জামালপুরের দেওয়ানগঞ্জে
ঘ) সিলেটের হবিগঞ্জে

► আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?

উত্তরঃ ক) ১৭ এপ্রিল, ১৯৭১
খ) ২৫ মার্চ, ১৯৭১
গ) ৭ মার্চ, ১৯৭১
ঘ) ১০ এপ্রিল, ১৯৭১

► সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন?

ক) ৮
খ) ৭(১)
গ) ৬(১)
উত্তরঃ ঘ) ৬(২)

► রেডক্রস প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক) ১৮৬১
খ) ১৮৬২
উত্তরঃ গ) ১৮৬৩
ঘ) ১৮৬৪

► মেঘলা রাতে –

উত্তরঃ ক) শিশির উৎপন্ন হয় না
খ) শিশির উৎপন্ন হয়
গ) উভয়টিই ঠিক
ঘ) কোনোটিই নয়

► সবচেয়ে ভালো তাপ পরিবাহক হচ্ছে –

ক) লোহা
উত্তরঃ খ) তামা
গ) সীসা
ঘ) ব্রোঞ্জ

► জাতিসংঘে কোন সালে জন্ম লাভ করে?

উত্তরঃ ক) ১৯৪৫ সালে
খ) ১৯৪৩ সালে
গ) ১৯৪৬ সালে
ঘ) ১৯৪৪ সালে


► কোনটি গ্রীন হাউজ গ্যাসের উৎস?

ক) রেডিও
খ) টেলিভিশন
উত্তরঃ গ) হিমায়ক যন্ত্র
ঘ) কম্পিউটার

► বলের একক কী?

ক) কেজি/মি.
খ) মি/সেকেন্ড২
গ) ওহম
উত্তরঃ ঘ) নিউটন

► কোনটি স্পর্শ বল?

ক) মহাকর্ষ বল
উত্তরঃ খ) ঘর্ষণ বল
গ) চুম্বক বল
ঘ) নিউক্লিয়ার বল

► কোনটি বিটাক্ষয়ের জন্য দায়ী ?

ক) মহাকর্ষ বল
খ) তাড়িত চৌম্বক বল
গ) সবল নিউক্লিয় বল
উত্তরঃ ঘ) দূর্বল নিউক্লিয় বল

► এক নিউনিট = ____ জুল।

ক) ৩৬০০
খ) ৩৬০০০
গ) ৩৬০০০০০
উত্তরঃ ঘ) ৩৬০০০০০

► মাইক্রোফোনে কোন ধরনের শক্তির রূপান্তর ঘটে?

উত্তরঃ ক) শব্দ → তড়িৎ
খ) তড়িৎ → শব্দ
গ) শব্দ → চুম্বক
ঘ) চুম্বক → শব্দ

► কোনটি আউটপুট ডিভাইস?

ক) কী-বোর্ড
খ) মাউস
গ) স্ক্যানার
উত্তরঃ ঘ) মনিটর

► বস্তুর জড়তা বাড়ে যদি-

উত্তরঃ ক) ভর বাড়ে
খ) ভর কমে
গ) ক্ষমতা বাড়ে
ঘ) ওজন কমে

► দুর্বল নিউক্লিও বল তড়িৎ চৌম্বক বলের তুলনায় কতগুণ দুর্বল?

ক) ১০^১০ গুণ
খ) ১০^১১ গুণ
গ) ১০^১২ গুণ
ঘ) ১০^১৩ গুণ

► টেলিভিশন কত সালে আবিষ্কৃত হয়?

উত্তরঃ ক) ১৯২৬
খ) ১৯২৮
গ) ১৯৪০
ঘ) ১৯৪৩

► রঙ্গিন টেলিভিশনের ক্যামেরায় কয়টি মৌলিক রং থাকে?

ক) ১টি
খ) ২টি
উত্তরঃ গ) ৩টি
ঘ) ৪টি

► ফ্যাক্স আবিষ্কার করেন কে?

উত্তরঃ ক) বেইন
খ) গ্রাম বেল
গ) রনজেন
ঘ) হেনরি

► কোনটি সার্বজনীন দ্রাবক?

ক) তেল
খ) দুধ
উত্তরঃ গ) পানি
ঘ) অ্যালকোহল

► অম্লীয় দ্রবণের জন্য কোনটি সঠিক?

ক) pH > 9
খ) pH > 7
উত্তরঃ গ) pH less than 7
ঘ) pH = 9

► কোন ধরনের তন্তুর জন্য হেলকিং করা প্রয়োজন?

ক) পাট
খ) পশম
গ) রেশম
উত্তরঃ ঘ) লিলেন

► সবচেয়ে নরম খনিজ কোনটি?

ক) হীরা
উত্তরঃ খ) ট্যালক
গ) সিলিকা
ঘ) চুনাপাথর

► মাটিতে অজৈব বা খনিজ পদার্থ শতকরা কত ভাগ থাকে?

ক) ৫
খ) ২০
উত্তরঃ গ) ৪৫
ঘ) ৫০

► জিপসামের রাসায়নিক সংকেত কোনটি?

ক) Fe2O4
খ) CaCO3
গ) CaSO45H2O
উত্তরঃ ঘ) CaSO42H2O

► টুথপেস্টের সাধারণত pH কত হয়?

ক) ৫-৬
খ) ৭-১০
উত্তরঃ গ) ৯-১১
ঘ) ৩-৫


► নিচের কোনটি দূর্বল এসিড?

ক) HNO3

উত্তরঃ খ) H2CO3

গ) HCl

ঘ) H2SO4



► আমাদের পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য দরকারি কত?

উত্তরঃ ক) ২

খ) ৫

গ) ১০

ঘ) ৭



► নিচের কোনটি কাপড় কাচার সোডা?

ক) CuSO4 5H2O

খ) FeSO47H2O

উত্তরঃ গ) Na2CO310H2O

ঘ) NaHCO3



► নিচের কোনটি কৃত্রিম তন্তু?

ক) তুলা উত্তরঃ

খ) রেয়ন

গ) পাট

ঘ) লিলেন



► অ্যানথ্রইট কয়লায় শতকরা কতভাগ কার্বন থাকে?

ক) ৩০ ভাগ উত্তরঃ

খ) ৯৫ ভাগ

গ) ২৭ ভাগ

ঘ) ৭০ ভাগ



► নিচের কোনটি ম্যাগনেটাইট?

উত্তরঃ ক) Fe3O4

খ) Al2O3

গ) Fe2O3

ঘ) SiO2



► মানবদেহে কয় প্রকার অ্যামোাইনো এসিড আছে?

উত্তরঃ ক) ২০

খ) ১০

গ) ৬৪

ঘ) ১৬



► কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?

ক) A

খ) D

গ) K

উত্তরঃ ঘ) C



► BMI হল

ক) ওজন + উচ্চতা

উত্তরঃ খ) ওজন + (উচ্চতা)২

গ) ওজন × উচ্চতা

ঘ) উচ্চতা + (ওজন)২



► একজন পূর্ণ বয়ষ্ক মানুষের রক্তের পরিমাণ কত?

ক) ১-২ লিটার

খ) ৬-৭ লিটার

গ) ১০ লিটার

উত্তরঃ ঘ) ৫-৬ লিটার



► WBC এর আয়ুষ্কাল কত?

ক) ১২০ দিন

উত্তরঃ খ) ১-১৫ দিন

গ) ৪ মাস

ঘ) ৫-১০ দিন



► স্বাভাবিক অবস্থায়, রক্তে উপস্থিত বিলিরুবিনের পরিমাণ কত?

উত্তরঃ ক) 0.2-1 mg/dl

খ) 2-3 mg/dl

গ) 0.2-0.3mg/dl

ঘ) 1-2 mg/dl



► রক্তশূন্যতা হয় যখন-

ক) RCB বৃদ্ধি পায়

খ) WBC বৃদ্ধি পায়

উত্তরঃ গ) RBC হ্রাস পায়

ঘ) অনুচক্রিকা বৃদ্ধি পায়



► কোনটি রক্তের গ্রুপের অ্যান্টিজেন নেই?

ক) A

খ) B

গ) AB

উত্তরঃ ঘ) O



► কোনটি দই তৈরিতে সাহায্য করে?

ক) ভাইরাস

উত্তরঃ খ) ব্যাকটেরিয়া

গ) ছত্রাক

ঘ) শৈবাল



► প্রতিদিন কি পরিমাণ আঁশযুক্ত খাবার গ্রহণ করা উচিত?

ক) ১৫-২০ গ্রাম

উত্তরঃ খ) ২০-২৫ গ্রাম

গ) ২০-৩০ গ্রাম

ঘ) ১০-২০ গ্রাম



► কোনটি স্বাভাবিক ডায়াস্টোলিক রক্তচাপ?

ক) ৭০ উত্তরঃ

খ) ৯০

গ) ১০০

ঘ) ১৪০



► রক্তরসের শতকরা কতভাগ পানি?

উত্তরঃ ক) ৯০

খ) ৯১

গ) ৯২

ঘ) ৯৩



► কে প্রথম ফসিল আবিষ্কার করেন?

ক) অ্যারিস্টটল

উত্তরঃ খ) জেনোফেন

গ) হার্বাট স্পেনসার

ঘ) ল্যামার্ক

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-১০"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে