গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-০৯

গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-০৯


► পড়ন্ত বস্তুর সূত্র কোন বিজ্ঞানি প্রদান করেন ?

ক) নীলস বোর
উত্তরঃ খ) গ্যালিলিও
গ) সি ভি রমন
ঘ) ডারউইন


► নদীর পানি চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন ?

উত্তরঃ ক) সমুদ্রের পানি ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা বেশি
খ) সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা অনেক কম
গ) সমুদ্রের পানির ঘনত্ব এবং নদীর পানির ঘনত্ব সমান
ঘ) কোনটিই নয়


► সতীদাহ প্রথা কবে রহিত হয় ?

ক) ১৮১৯ সালে
উত্তরঃ খ) ১৮২৯ সালে
গ) ১৮৩৯ সালে
ঘ) ১৮৪৯ সালে


► গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে ?

ক) ১০ জানুয়ারি, ১৯৭৩
উত্তরঃ খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
গ) ৪ নভেম্বর, ১৯৭২
ঘ) ১১ অক্টোবর, ১৯৭২


► বাংলাদেশের কোন অর্থমন্ত্রী সর্বপ্রথম বাজেট পেশ করেন ?

উত্তরঃ ক) তাজউদ্দিন আহমেদ
খ) ক্যাপ্টেন এম মনসুর আলী
গ) ড. এ আর মল্লিক
ঘ) মীর্জা নূরুল হুদা


► গঙ্গার পানিবণ্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

উত্তরঃ ক) ১২ ডিসেম্বর, ১৯৯৬
খ) ১২ ডিসেম্বর, ১৯৯৭
গ) ১২ ডিসেম্বর, ১৯৯৮
ঘ) ১২ ডিসেম্বর, ১৯৯৯


► ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে ?

ক) শামীম সিকদার
খ) অলক রায়
গ) আলাউদ্দীন বুলবুল
উত্তরঃ ঘ) কেউই নয়


► বাংলাদেশে অষ্টম রাষ্ট্রপতি কে ছিলেন ?

ক) বিচারপতি এ এস এম সায়েম
খ) বিচারপতি আবদুর সাত্তার
উত্তরঃ গ) জিয়াউর রহমান
ঘ) মোহাম্মদ উল্লাহ


► বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়-

উত্তরঃ ক) ১০ এপ্রিল, ১৯৭১
খ) ১৭ এপ্রিল, ১৯৭১
গ) ১৯ এপ্রিল, ১৯৭১
ঘ) ২০ এপ্রিল, ১৯৭১


► সামরিক শাসন জারি হলে জনগণের –

ক) সার্বভৌমত্ব থাকে না
খ) সার্বভৌমত্ব থাকে
উত্তরঃ গ) সার্বভৌমত্ব ঊহ্য থাকে
ঘ) সার্বভৌমত্ব সংরক্ষিত থাকে


► বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে কখন ?

উত্তরঃ ক) ৬ আগস্ট, ১৯৯১
খ) ৬ আগস্ট, ১৯৯৯
গ) ৭ আগস্ট, ১৯৯৯
ঘ) ৮ আগস্ট, ১৯৯৯


► যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুটির নাম কি?

ক) ভারত ও ভুটার
খ) ভারত ও মালদ্বীপ
গ) ভারত ও নেপাল
উত্তরঃ ঘ) ভারত ও মিয়ানমার


► মরমী কবি কাকে বলা হয় ?

উত্তরঃ ক) হাছন রাজা
খ) আলাউদ্দিন খাঁ
গ) সুলতান মিয়াজী
ঘ) ঈসা খাঁ


► বাংলাদেশী ক্রিকেটাররা বিশ্বকাপে প্রথম কোন দলের বিপক্ষে খেলেছে ?

ক) পাকিস্তান
উত্তরঃ খ) নিউজিল্যান্ড
গ) অস্ট্রেলিয়া
ঘ) স্কটল্যান্ড


► কত সালে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠন করা হয় ?

উত্তরঃ ক) ১৯৪৮ সালে
খ) ১৯৫০ সালে
গ) ১৯৫২ সালে
ঘ) ১৯২০ সালে


► কোন বিদেশী সাংবাদিক ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে বর্বরতার খবর সবৃপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন ?

ক) হেজেল হার্স
খ) মার্ক টালি
উত্তরঃ গ) সাইমন ড্রিং
ঘ) অ্যন্থনি মাসকারেনহাস


► ঢাকা টেলিভিশনের প্রথম নাটক কোনটি ?

উত্তরঃ ক) একতলা দোতলা
খ) জামিদার দর্পণ
গ) কবর
ঘ) কাবুলিওয়ালা


► কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছে ?

ক) জেনেভা চুক্তি
খ) প্যারিস চুক্তি
গ) মাদ্রিদ চুক্তি
উত্তরঃ ঘ) ডেটন চুক্তি


► অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী-

ক) ব্যাডেন পাওয়েল
উত্তরঃ খ) ব্যারন পিয়েরে দ্যা কুবার্তা
গ) লেডি ব্যঅডেন পাওয়েল
ঘ) ডেভিড হুক


► প্রথম বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হন কে ?

উত্তরঃ ক) ক্লাইভ লয়েড
খ) ভিড রিচার্ড
গ) অমর নাথ
ঘ) ডেভিড বুন


► ইউরো মুদ্রার জনক কে ?

ক) রবার্ট আলবার্ট
উত্তরঃ খ) রাবার্ট মুন্ডেল
গ) রবার্ট লুকাস
ঘ) কেউই নয়


► যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রসিডেন্টের নাম কি ?

ক) রুজভেল্ট
খ) কেনেডি
উত্তরঃ গ) আব্রাহাম লিঙ্কন
ঘ) জর্জ ওয়াশিংটন


► ‘সার্পেন্ট অব দি নাইল’ নামে পরিচিত কে ?

ক) মাগৃঅরেট থ্যাচার
উত্তরঃ খ) রানী ক্লিওপেট্রা
গ) রানী প্রথম এলিজাবেথ
ঘ) ফ্লোরেন্স নাইটিঙ্গেল


► মালদ্বীপের মুদ্রা কোনটি ?

ক) রুপি
খ) গুলট্রাম
উত্তরঃ গ) রুপাইয়া
ঘ) টাকা


► বিখ্যাত যুদ্ধক্ষেত্র ‘ওয়াটারলু’ কোথায় অবস্থিত ?

উত্তরঃ ক) বেলজিয়ামে
খ) ইংল্যান্ডে
গ) নেদারল্যান্ডে
ঘ) স্পেনে


► সেনেগালের রাষ্ট্রভাষা কি ?

উত্তরঃ ক) ফ্রেঞ্চ
খ) ডাচ
গ) ইংরেজি
ঘ) জার্মান


► চির সবুজের দেশ-

ক) বাংলাদেশ
খ) দক্ষিণ কোরিয়া
উত্তরঃ গ) নাটাল
ঘ) কিউবা


► নাসা কোন দেশের সংস্থা ?

ক) জার্মানি
খ) রাশিয়া
গ) ফ্রান্স
উত্তরঃ ঘ) যুক্তরাষ্ট্র


► আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা সবচেয়ে বেশি-

ক) উত্তর আমেরিকায়
উত্তরঃ খ) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
গ) মধ্য এশিয়া
ঘ) ইউরোপে


► পপি উৎপাদনে কোন দেশগুলোকে গোল্ডেন ট্রাযাঙ্গেল বলা হয় ?

ক) মিয়ানমার , থাইল্যান্ড ও চীন
খ) মিয়ানমার, থাইল্যান্ড ও কম্বোডিয়া
উত্তরঃ গ) মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস
ঘ) মিয়ানমার, থাইল্যান্ড ও ইরান


► লিটল কর্পোরেল কার উপাধি ?

ক) লাল বাহাদুর শাস্ত্রী
খ) সাদা বাহাদুর শাস্ত্রী
গ) আল খাওয়াজমি
উত্তরঃ ঘ) নেপোলিয়ন বোনাপোর্ট


► ফরমোজার বর্তমান নাম কি?

উত্তরঃ ক) তাইওয়ান
খ) থাইল্যান্ড
গ) পোলান্ড
ঘ) মাঞ্চুরিয়া


► ফ্যান্সের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব কে দেন ?

উত্তরঃ ক) চালর্স ডি গ্যাল
খ) নেলসন ম্যান্ডেলা
গ) জুমো কিনিয়াটা
ঘ) কিনেথ কাউন্ডা


► ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয় ?

ক) ১৯৪৭ সালের ৪ আগস্ট
উত্তরঃ খ) ১৯৪৯ সালের ৪ এপ্রিল
গ) ১৯৫০ সালের ৪ ফেব্রুয়ারী
ঘ) ১৯৫১ সালের ৪ মে


► উপনিবেশিক শাসনামলে ভারত ও গণচীনের মধ্যে নিরূপিত সীমারেখা-

উত্তরঃ ক) ম্যাকমোহন লাইন
খ) ডুরাল্ড লাইন
গ) ম্যানারহেইম লাইন
ঘ) র‌্যাডক্লিফ লাইন


► স্টবাক জলপ্রপাত কোথায় অবস্থিত ?

ক) ক্যালিফোর্নিয়া
উত্তরঃ খ) ভেনিজুয়েলা
গ) সুইজারল্যান্ড
ঘ) ভারত


► উপমহাদেশের প্রথম অস্কার পুরষ্কার বিজয়ী ?

উত্তরঃ ক) সত্যজিত রায়
খ) সুকুমার রায়ং
গ) জহির রায়হান
ঘ) কাজী নজরুল ইসলাম


► UNESCO – এর পূর্ণ নাম কি ?

ক) United Nations Education Scientific and Community Organization
খ) United Nations Emergency Social and Cultural organization
উত্তরঃ গ) United nations Education Scientific and Cultural Organization
ঘ) United Nations Establishment for Scientific and Commercial Organization


► ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বিলুপ্ত হয়-

ক) ১৭৫৮ সালে
খ) ১৮৩৮ সালে
উত্তরঃ গ) ১৮৫৮ সালে
ঘ) ১৮৬২ সালে


► বাংলাদেশের অস্থায়ী সরকারের অর্থমন্ত্রী __

ক) ড. এ আর মল্লিক
উত্তরঃ খ) এম. মনসুর আলী
গ) তাজউদ্দিন
ঘ) সৈয়দ নজরুল ইসলাম


•• বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনী কি বিষয় সম্পর্কিত ?
উত্তরঃ ক) তত্ত্ববধায়ক সরকারের অধীনের নির্বাচন
খ) রাষ্ট্রধর্ম ইসলাম
গ) বাকশাল প্রতিষ্ঠা
ঘ) সমাজতন্ত্রের বিলুপ্তি


► ১৯৯৭ সালের শিক্ষা কমিশনের চেয়ারম্যান-

ক) অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী
খ) অধ্যাপক আনিসুজ্জামান
গ) অধ্যাপক কবীর চৌধুরী
উত্তরঃ ঘ) অধ্যাপক এম শামসুল হক


► বাংলাদেশের উপজাতি গোষ্ঠীর সংখ্যা __

ক) ১৩টি
খ) ১৫টি
গ) ১৯টি
উত্তরঃ ঘ) কোনটিই নয়


► প্রাচীনকালে এদেশের নাম ছিল ___

ক) বাংলাদেশ
উত্তরঃ খ) বঙ্গ
গ) বাংলা
ঘ) বাঙ্গালা


► বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি ?

ক) সোভিয়েত ইউনিয়ন
খ) নেপাল
উত্তরঃ গ) ভারত
ঘ) ভুটান


► ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ পেয়েছিল __

ক) ৩৩০ টি আসন
উত্তরঃ খ) ১৬৭ টি আসন
গ) ১৭২ টি আসন
ঘ) ৩০০ টি আসন


► যে ভাষা থেকে Education শব্দটির উৎপত্তি হয়েছে –

ক) ইংরেজি
খ) ফরাসি
গ) জার্মান
উত্তরঃ ঘ) লাতিন


► শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল–

ক) মার্কিন যুক্তরাষ্ট্র
খ) ফ্রান্স
উত্তরঃ গ) ইংল্যান্ড
ঘ) জার্মানি


► জাতিসংঘের ‘মানবাধিকার কমিশন’ গঠিত হয় —

ক) ১৯৪৫ সালে
খ) ১৯৪৬ সালে
গ) ১৯৪৭ সালে
উত্তরঃ ঘ) ১৯৪৮ সালে


► জাতিসংঘের সদস্য রাষ্ট্র সংখ্যা —

ক) ১৯০টি
খ) ১৮৪ টি
গ) ১৮৮ টি
উত্তরঃ ঘ) কোনটিই নয়


► আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় —

ক) ১৯৪৪ সালের ১ সেপ্টেম্বর
খ) ১৯৪৫ সালের ৯ আগস্ট
উত্তরঃ গ) ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর
ঘ) ১৯৪৫ সালের ৬ আগস্ট


► ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল —

ক) ১৮৪০ সালে
খ) ১৭৬৯ সালে
উত্তরঃ গ) ১৭৮৯ সালে
ঘ) ১৮১৫ সালে



► পাবলো পিকাসো যেথায় জন্মগ্রহণ করেন—

ক) ইতালি
খ) ফ্রান্স
গ) গ্রিস
উত্তরঃ ঘ) স্পেন


► পানিপথ অবস্থিত–

ক) মূলতানের অদূরে
খ) পেশোয়ারের অদূরে
উত্তরঃ গ) দিল্লীর অদূরে
ঘ) কাবুলের অদূরে


► দীন-ই-ইলাহী প্রবর্তন করেন —

ক) সম্রাট জাহাঙ্গীর
খ) সম্রাট শাহজাহান
উত্তরঃ গ) সম্রাট আকবর
ঘ) সম্রাট আওরঙ্গজেব


► বার্লিন দেয়াল কত সালে নির্মিত হয়েছিল ?

ক) ১৯৪৯ সালে
খ) ১৯৫৫ সালে
গ) ১৯৫৭ সালে
উত্তরঃ ঘ) ১৯৬১ সালে


► জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়—

ক) ১৯৪৮ সালে
খ) ১৯৫০ সালে
গ) ১৯৫৫ সালে
উত্তরঃ ঘ) ১৯৬১ সালে


► সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়–

ক) ১৯৮০ সালে
খ) ১৯৮৪ সালে
উত্তরঃ গ) ১৯৮৫ সালে
ঘ) ১৯৮৬ সালে


► ‘The End of History’ and ‘The Last Man’ গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তরঃ ক) Samuel Huntignton
খ) Robert Frost
গ) Fancis Fukuyama
ঘ) David Lynn


► Ping pong Diplomacy-এর সাথে কোন্ দেশটি সংশ্লিস্ট ?

উত্তরঃ ক) চীন
খ) জাপান
গ) ইসরাইল
ঘ) কোরিয়া


► ভারতীয় ক্রিকেটার ভি.ভি.এস লক্ষণ কোন্ শহরে বসবাস করেন ?

উত্তরঃ ক) হায়দ্রাবাদ
খ) দিল্লী
গ) মুম্ব্ই
ঘ) চেন্নাই


► “You may fool some of the people some of the time; but you can’t fool all the people all the time” was stated by—

ক) George
খ) V.I. Lenin
উত্তরঃ গ) Abraham Lincon
ঘ) Churchill


► মার্কসবাদ প্রণেতা কার্ল মার্কস জন্ম কোন দেশে ?

ক) ফ্রান্স
উত্তরঃ খ) জার্মানি
গ) রাশিয়া
ঘ) ইংল্যান্ড


► মৌলিক চাহিদা ধারণাটি কে উদ্ভাবক করেন ?

ক) এ.কে সেন
খ) মিল্টন ফিডম্যান
গ) স্যামুয়েল হানটিংটন
উত্তরঃ ঘ) জন মেজর


► স্নায়ুযুদ্ধোত্ত বিশ্বে সভ্যতার সংঘাত হবে বলে কে মত প্রকাশ করেন ?

ক) হেনরি কিসিঞ্জার
খ) প্রেসিডেন্ট বুশ
উত্তরঃ গ) স্যামুয়েল হানটিংটন
ঘ) জন মেজর


► প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশ কোন্ আন্তর্জাতিক চুক্তিটি অনুসমর্থন করতে অস্বীকার করেন ?

উত্তরঃ ক) Kyoto Protocol
খ) Land Mine Treaty
গ) CTBT
ঘ) INF Treaty


► কোনটি স্থলবেষ্টিত দেশ নয় ?

ক) আফগানিস্তান
খ) নেপাল
উত্তরঃ গ) ভিয়েতনাম
ঘ) লাওস


► হেলসিংকি ঘোষনাপত্র কোন সালে স্বাক্ষরিত হয় ?

ক) ১৯৬৫ সালে
খ) ১৯৭৫ সালে
গ) ১৯৮৫ সালে
উত্তরঃ ঘ) ১৯৯৫ সালে


► সম্রাট নেপোলিয়নকে কোথায় নির্বাসন দেয়া হয় ?

ক) কর্সিকা
উত্তরঃ খ) সেন্ট হেলেনা
গ) কর্ফূ ক্যানারীজ
ঘ) দ্বীপপুঞ্জ


► লীগ অব নেশন্স স্থাপনে কে আগ্রনী ভূমিকা পালন করেন ?

উত্তরঃ ক) প্রেসিডেন্ট উড্রো উইলসন
খ) প্রেসিডেন্ট রুজভেল্ট
গ) জেনারের স্মাট্স
ঘ) উইনস্টন চার্চিল


► এ বছর (২০০১)অল ইংল্যান্ড ব্যাডমিন্টন শিরোপা কে লাভ করেন ?

উত্তরঃ ক) গোপীচাঁদ
খ) প্রকাশ পাড়কোণ
গ) সৈয়দ মোদী
ঘ) রবার্ট ফ্রস্ট


► ফ্রান্স সাধারণত কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটায় ?

ক) ক্যান্যারীজ দ্বীপপুঞ্জে
খ) দিয়াগো গার্সিয়ায়
গ) মার্শাল দ্বীপে
উত্তরঃ ঘ) মুরুরোয়া দ্বীপে


► জাতিসংঘের সনদ কোথায় স্বাক্ষরিত হয় ?

ক) লন্ডন
উত্তরঃ খ) সানফ্রান্সিসকো
গ) নিউইয়র্ক
ঘ) প্যারিস


► সার্ক সচিবালয় কোথায় অবস্থিত ?

ক) ঢাকা
খ) দিল্লী
গ) ইসলামাবাদ
উত্তরঃ ঘ) কাঠমুন্ডু


► আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত ?

ক) জেনেভা
উত্তরঃ খ) হেগ
গ) শিকাগো
ঘ) ব্রাসেলস


► পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধমূর্তিটি কোথায় অবস্থিত ছিল ?

ক) সিংহল
খ) তিব্বত
গ) জাপান
উত্তরঃ ঘ) আফগানিস্তান


►নিউমোনিয়া রোগটি হয়-

উত্তরঃ ক) ফুসফুসে
খ) কিডনিতে
গ) যকৃতে
ঘ) হৃৎপিন্ডে

► পৃথিবী ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?

ক) মাধ্যাকর্ষণ বলের জন্য
উত্তরঃ খ) মহাকর্ষ বলের জন্যে
গ) আমরা স্থির থাকার জন্যে
ঘ) পৃথিবীর সাথে আমাদের আবর্তনের জন্যে

► কোন দেশটির লিখিত সংবিধান নেই?

ক) অস্ট্রেলিয়া
খ) ব্রাজিল
উত্তরঃ গ) যুক্তরাজ্য
ঘ) অস্ট্রিয়া

► কত সালে ‘ওয়াটার লু’ যুদ্ধ সংঘটিত হয়?

উত্তরঃ ক) ১৯১৫ সালে
খ) ১৯২০ সালে
গ) ১৯১২ সালে
ঘ) ১৯১৪ সালে

► বাংলাদেশের প্রথম বোলার হিসেবে কোন ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে হ্যাট্রিক করেন?

ক) অলোক কাপালী
খ) সাকিব আল হাসান
উত্তরঃ গ) সাহাদাত হোসেন রাজীব
ঘ) মোহাম্মদ রফিক

► মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

ক) ১০
উত্তরঃ খ) ১১
গ) ১২
ঘ) ১৩

► মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা কোন দেশের নাগরিক ছিলেন?

ক) উগান্ডা
খ) যুক্তরাষ্ট্র
উত্তরঃ গ) কেনিয়া
ঘ) ঘানা

► বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

উত্তরঃ ক) ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
খ) ২৩ মার্চ, ১৯৭৫
গ) ২১ ফেব্রুয়ারি, ১৯৭৬
ঘ) ১ ডিসেম্বর, ১৯৭৬

► বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশন (PSC) গঠিত হয়?

ক) ১৩০
খ) ১৩৪
উত্তরঃ গ) ১৩৭
ঘ) ১৪০


► মন্ত্রিপরিষদের প্রদান কে?

ক) রাষ্ট্রপতি
উত্তরঃ খ) প্রধানমন্ত্রী
গ) মন্ত্রিপরিষদ সচিব
ঘ) মূখ্য সচিব


► যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় কে প্রথম বাংলাদেশ সফর করেন?

ক) রোনাল্ড রিগান
উত্তরঃ খ) বিল ক্লিনটন
গ) জিমি কার্টার
ঘ) জর্জ বুর্শ (জুনিয়র)


► লুফথানসা (Lufthansa) কোন দেশের বিমান সংস্থা?

উত্তরঃ ক) জার্মানি
খ) আয়ারল্যান্ড
গ) সুইডেন
ঘ) মেক্সিকো


► যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে?

ক) আব্রাহাম লিংকন
উত্তরঃ খ) জর্জ ওয়াশিংটন
গ) জন এফ কেনেটি
ঘ) বিল ক্লিনটন


► বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা কবে শুরু হয়?

ক) ১৯৭২ সালে
খ) ১৯৭৫ সালে
গ) ১৯৮০ সালে
উত্তরঃ ঘ) ১৯৯৬ সালে


► পৃথিবীতে মহাসাগর কয়টি?

উত্তরঃ ক) পাঁচটি
খ) ছয়টি
গ) সাতটি
ঘ) আটটি


► বাংলাদেশ মহা-হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন কে?

ক) প্রধানমন্ত্রী
উত্তরঃ খ) রাষ্ট্রপতি
গ) অর্থমন্ত্রী
ঘ) ন্যায়পাল


► বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে?

ক) সিলেট
খ) খুলনা
উত্তরঃ গ) ঢাকা
ঘ) রংপুর


► ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?

ক) ঢাকা
উত্তরঃ খ) দিল্লী
গ) কলকাতা
ঘ) সিমলা


► বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত?

ক) সিদ্ধিরগঞ্জ
খ) আশুলিয়া
উত্তরঃ গ) কাপ্তাই
ঘ) ঘোড়াশাল


► বাংলা একাডেমী কত সালে স্থাপিত হয়?

উত্তরঃ ক) ১৯৫৫ সালে
খ) ১৯৫৭ সালে
গ) ১৯৬৫ সালে
ঘ) ১৯৭৫ সালে

►বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি?

ক) গণভবন
খ) রাষ্ট্রপতি ভবন
উত্তরঃ গ) বঙ্গভবন
ঘ) ইডেন ভবন


► বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?

ক) সোনালী ব্যাংক
উত্তরঃ খ) বাংলাদেশ ব্যাংক
গ) গ্রামীণ ব্যাংক
ঘ) সেন্ট্রাল ব্যাংক


► জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ?

ক) ILO
খ) UNESCO
গ) IMF
উত্তরঃ ঘ) FAO


► বাংলাদেশের খাদ্যমন্ত্রীর নাম কি?

ক) মতিয়া চৌধুরী
খ) লতিফ সিদ্দিকি
উত্তরঃ গ) আব্দুর রাজ্জাক
ঘ) মোশাররফ হোসেন


► নিম্নের কোনটি হার্ডওয়্যার নয়?

ক) মাউস
খ) মনিটর
গ) সি.পি.ইউ
উত্তরঃ ঘ) ওয়ার পয়েন্ট


► ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিম্নের কোন প্রোগ্রাম ব্যবহার করতে হবে?

উত্তরঃ ক) জি-মেইল
খ) ইয়াহু মেসেনজার
গ) ইউটিউব
ঘ) এক্সেল


► বাংলাদেশে কয়টি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে?

ক) দুইটি
খ) তিনটি
উত্তরঃ গ) চারটি
ঘ) একটি


► খাদ্য অধিদপ্তর কোন মন্ত্রণালয়য়ের অধীন ?

ক) কৃষি
খ) অর্থ
উত্তরঃ গ) খাদ্য ও দুর্যোগ
ঘ) স্থানীয় সরকার


► নিম্নের কোনটি মশা বাহিত রোগ ?

ক) ডাইরিয়া
খ) বসন্ত
উত্তরঃ গ) ডেঙ্গু
ঘ) ক্যান্সার


► কোনটি আন্তর্জাতিক মাতৃভাষার দিবস?

ক) ১৪ ফেব্রুয়ারি
খ) ১ জানুয়ারি
উত্তরঃ গ) ২১ ফেব্রুয়ারি
ঘ) ১৬ ডিসেম্বর


► বাংলাদেশের মুক্তিযুদ্ধে কয়টি সেক্টরে বিভক্ত ছিল?

ক) ৭
খ) ১০
উত্তরঃ গ) ১১
ঘ) ১২


► ওলন্দাজরা কোন দেশের নাগরিক ?

উত্তরঃ ক) হল্যান্ড
খ) ফ্রান্স
গ) পর্তুগাল
ঘ) ডেনমার্ক


► বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায়?

উত্তরঃ ক) কক্সবাজার
খ) কুয়াকাটা
গ) দীঘা
ঘ) পাটয়া


► কান্দাহার কোন দেশের শহর ?

ক) কাজাকিস্তান
উত্তরঃ খ) আফগানিস্তান
গ) ইরান
ঘ) কিরগিস্তান



► বাংলাদেশে ধান উৎপাদনের পরিমাণ বছরে কত?

ক) ১৭৫.০৮ লক্ষ মে. টন
খ) ১.৫ লক্ষ মে. টন
উত্তরঃ গ) ৩৭৫.০৮ লক্ষ মে. টন
ঘ) ৪৭৫.০৮ লক্ষ মে. টন


► শেষের কবিতার রচয়িতা কে?

উত্তরঃ ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) শামসুর রহমান
ঘ) জীবানন্দ দাস


► বাংলাদেশে প্রধান ধান চাষ কোনটি?

ক) আউশ
খ) আমন
উত্তরঃ গ) বোরো
ঘ) ইরি


► শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর নাম কি?

ক) রত্নাসিরি বিক্রামানায়েক
উত্তরঃ খ) ডি. এম. জয়া রত্নো
গ) মাহিন্দা রাজাপাকসে
ঘ) চন্দ্রিকা কুমারাতুঙ্গা


► প্রফেসর মোঃ ইউনুস কোন বিষয়ে নোবেল পুরস্কার পান?

ক) অর্থনীতি
উত্তরঃ খ) শান্তি
গ) সাহিত্য
ঘ) পদার্থ বিদ্যা


► সূর্যের কয়টি গ্রহ আছে?

উত্তরঃ ক) ৯
খ) ১০
গ) ১১
ঘ) ১২


► ঢাকায় এবছর (২০০৯) ‘কোটি টাকার সুপার কাপ’ ফুটবল খেলা শুরু হয় কবে?

ক) ২৬ মার্চ
উত্তরঃ খ) ২৭ মার্চ
গ) ১ জানুয়ারী
ঘ) ১৬ ডিসেম্বর


► বাংলাদেশে চিনি কল কয়টি?

ক) ৫
খ) ৭
গ) ১০
উত্তরঃ ঘ) ১৫


► কোন কোন মাসে কাল-বৈশাখী ঝড় হয়?

ক) ফাল্গুন-চৈত্র
উত্তরঃ খ) চৈত্র-বৈশাখ
গ) বৈশাখ-জৈষ্ঠ্য
ঘ) বৈশাখ


► বাংলাদেশে সামুদ্রিক বন্দর কয়টি?

ক) ১
খ) ২
উত্তরঃ গ) ৩
ঘ) ৪


► ২৪ এপ্রিল, ২০০৯ তারিখে বাংলা সনের কত তারিখ কোন মাস?

ক) ৮ বৈশাখ
খ) ৯ বৈশাখ
গ) ১০ বৈশাখ
উত্তরঃ ঘ) ১১ বৈশাখ


► ঢাকা কোন নদীর তীরে অবস্থিত?

ক) তুরাগ
খ) শীতলক্ষা
গ) বালু
উত্তরঃ ঘ) বুড়িগঙ্গা


► ঢাকার প্রাচীন নাম কি?

উত্তরঃ ক) জাহাঙ্গীর নগর
খ) ইসলামপুর
গ) সোনারগাঁ
ঘ) ঢাকা


► ‘কবর’ কবিতার কবি কে?

ক) সুকান্ত ভট্টাচার্য্য
খ) শামসুর রহমান
গ) কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ঘ) জসিমউদদীন


► উপমহাদেশে সিপাহী বিদ্রোহ শুরু হয় কোন সালে?

ক) ১৭৫০
খ) ১৭৫৭
গ) ১৮৫০
উত্তরঃ ঘ) ১৮৫৭


► কোন সাঁতারু ইংলিশ চ্যালেন রেকর্ড সময়ে অতিক্রম করেন?

ক) মার্ক স্পীজ
খ) মাইকেল ফেলপস
উত্তরঃ গ) ব্রজেন দাস
ঘ) ক্যাপ্টেন হাফিজ


► গাছপালা বায়ুমন্ডলে কি ত্যাগ করে?

উত্তরঃ ক) অক্সিজেন
খ) হিলিয়াম
গ) নাইট্রোজেন
ঘ) কার্বন-ডাই-অক্সাইড


► সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তরঃ ক) ব্রাহ্মনবাড়িয়া
খ) চট্টগ্রাম
গ) মুর্শিদাবাদ
ঘ) কোলকাতা


► বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি?

উত্তরঃ ক) যমুনা
খ) হার্ডিঞ্জ
গ) ভৈরব
ঘ) তিস্তা


► বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত?

উত্তরঃ ক) রাজশাহী
খ) বগুড়া
গ) দিনাজপুর
ঘ) ঢাকা


► ১ কিলোগ্রাম সমান কত সের?

ক) ১
উত্তরঃ খ) ১.০৭
গ) ১.১
ঘ) ১.১৭


► ১ মেট্রিক টন সমান কত কিলোগ্রাম ?

ক) ৫০০
খ) ৭৫০
উত্তরঃ গ) ১০০০
ঘ) ১২০০


► সূর্য-রশ্মিতে কোন ভিটামিন পাওয়া যায়?

ক) K
খ) A
উত্তরঃ গ) D
ঘ) C


► কোন প্রকার মাটি চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী ?

ক) বেলে
উত্তরঃ খ) দোঁআশ
গ) এটেল
ঘ) কংকর


► বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চালকল রয়েছে?

ক) দিনাজপুর
খ) বরিশাল
গ) ময়মনসিংহ
উত্তরঃ ঘ) নওগাঁ


► মালয়েশিয়ার মুদ্রার নাম কি?

উত্তরঃ ক) রিংগিত
খ) দেরহাম
গ) মালয়েশিয়ান ডলার
ঘ) রুপিস

► প্রাচীনকালে ‘সমতট’ বলতে বাংলাদেশের কোন অংশ বোঝাত ?

ক) কুমিল্লা ও ঢাকা জেলাকে
খ) চট্টগ্রাম ও নোয়াখালীকে
গ) ঢাকা ও ময়মনসিংহকে
উত্তরঃ ঘ) নোয়খালী ও কুমিল্লাকে

► দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত ?

ক) কুড়িগ্রাম
খ) নীলফামারী
গ) পঞ্চগড়
উত্তরঃ ঘ) লালমনিরহাট

► বাংলাদেশ কোন সালে অলিম্পিক এসোসিয়েশনের সদস্যপদ লাভ করে ?

উত্তরঃ ক) ১৯৮০ সালে
খ) ১৯৭৫ সালে
গ) ১৯৭২ সালে
ঘ) ১৯৭৪ সালে

► কোন তারিখে বাংলাদেশ জাতীসংঘ সদস্যপদ লাভ করে ?

ক) ১৬ ডিসেম্বর, ১৯৭৫
উত্তরঃ খ) ১৭ সেম্পেম্বর, ১৯৭৪
গ) ১৪ নভেম্বর, ১৯৭৩
ঘ) ৩১ ডিসেম্বর, ১৯৭২

► বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক পরিমাণে পাট উৎপন্ন হয় ?

ক) ময়মনসিংহ
খ) কুমিল্লা
উত্তরঃ গ) রংপুর
ঘ) ঢাকা

► বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি ?

উত্তরঃ ক) নাটোরের লালপুর
খ) পাবনার ঈশ্বরদী
গ) রাজশাহী সদর
ঘ) যশোর শহর

► ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন-

ক) তিতুমীর
খ) সূর্যসেন
উত্তরঃ গ) হাজী শরীয়তুল্লাহ
ঘ) মুন্সী মেহেরুল্লাহ

► উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত ?

ক) ২২৫ নটিক্যাল মাইল
উত্তরঃ খ) ২০০ নটিক্যাল মাইল
গ) ২৫০ নটিক্যাল মাইল
ঘ) ১০ নটিক্যাল মাইল

► ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে ?

ক) বাংলা ১০৭৬
উত্তরঃ খ) বাংলা ১১৭৬
গ) বাংলা ১৩৭৬
ঘ) বাংলা ১৮৭৬


► জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ?

ক) হামিদুর রহমান
উত্তরঃ খ) মইনুল হোসেন
গ) তানভীর কবির
ঘ) মাযহারুল ইসলাম


► বাংলাদেশের সর্ববৃহৎ জেলা-

ক) ঢাকা
খ) ময়মনসিংহ
গ) কিশোরগঞ্জ
উত্তরঃ ঘ) রাঙামাটি


► কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয়করা হয়?

ক) প্রতিফলন
উত্তরঃ খ) প্রতিধ্বনি
গ) প্রতিসরণ
ঘ) প্রতিসরাঙ্ক



► তড়িৎ কারেন্ট হল কোন তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয তার নাম কি?

ক) প্রোটনের প্রবাহ
উত্তরঃ খ) ইলেকট্রনের প্রবাহ
গ) নিউট্রনের প্রবাহ
ঘ) আলোক তরঙ্গ


► রাডারে যে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয তার নাম কি ?

ক) গামা রশ্মি
খ) অবলোহিত বিকিরণ
উত্তরঃ গ) মাইক্রোওয়েভ
ঘ) আলোক তরঙ্গ


► সফটওয়্যারে অপারেটিং সিস্টেমকে কি বলা হয় ?

ক) এপ্লিকেশন প্রোগ্রাম
খ) লোটাস
গ) ফাইল মেকার
উত্তরঃ ঘ) সিস্টেম সফটওয়্যার


► কাজের একক কোনটি ?

ক) নিউটন
খ) প্যাসকেল
উত্তরঃ গ) জুল
ঘ) ওয়াট


► থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়, কারণ-

ক) গলনাঙ্ক কম
খ) একমাত্র তরল ধাতু
উত্তরঃ গ) অল্প তাপে আয়তন অনেক কম বেশি বৃদ্ধি পায়
ঘ) স্ফুটনাঙ্ক বেশি


► নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয় ?

ক) টি.এসি
খ) সবুজ সার
গ) পটাশ
উত্তরঃ ঘ) ইউরিয়া


► রক্তশূন্যতা বলতে কি বুঝায় ?

ক) রক্তের পরিমাণ কমে যাওয়া
উত্তরঃ খ) রক্তের হিমোগ্লোবিরেন পরিমাণ হ্রাস পাওয়া
গ) রক্তের অণুচক্রিকার পরিমাণ কমে যাওয়া
ঘ) রক্তরসের পরিমাণ কমে যাওয়া


► উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে ?

উত্তরঃ ক) নাইট্রোজেনের
খ) অক্সিজেনের
গ) ফসফরাসের
ঘ) পটাসিয়ামের


► কচুশাকে বেশি থাকে-

ক) আয়োডিন
খ) ক্যালসিয়াম
গ) ভিটামিন
উত্তরঃ ঘ) লৌহ


► মোনালিসা চিত্রটির চিত্রকর কে ?

ক) মাইকেল এঞ্জেলো
উত্তরঃ খ) লিওনার্দো দ্য ভিঞ্চি
গ) পাবলো পিকাসো
ঘ) ভ্যানগগ


► বিশ্বব্যাংকের কোন অঙ্গসংগঠনটি Soft-loan Window নামে পরিচিত ?

ক) IBRD
উত্তরঃ খ) IDA
গ) IFC
ঘ) EDI


► কমনওয়েলথভুক্ত কোন দেশটি আকারে সর্ববৃহৎ ?

উত্তরঃ ক) কানাডা
খ) অস্ট্রোলিয়া
গ) দক্ষিণ আফ্রিকা
ঘ) ভারত


► সার্কভূক্ত দেশসমূহের কোন দেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি ?

ক) ভারত
খ) পাকিস্তান
উত্তরঃ গ) মালদ্বীপ
ঘ) ভুটান


► গ্রীন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে ?

ক) উত্তাপ অনেক বেড়ে যাবে
খ) বৃষ্টিপাত কমে যায়
উত্তরঃ গ) নিম্নভূমি নিমজ্জিত হবে
ঘ) সাইক্লোনের প্রবণতা বাড়বে


► পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে ?

উত্তরঃ ক) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
খ) আটলান্টিক ও ভূমধ্যসাগর
গ) প্রশান্ত ও উত্তর মহাসাগর
ঘ) ভারত ও প্রশান্ত মহাসাগর


► কোনটি চিরশান্তির শহর নামে পরিচিত?

উত্তরঃ ক) রোম
খ) ভেনিস
গ) এথেন্স
ঘ) ওসলো


► ‘অমত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান ?

উত্তরঃ ক) দুর্ভিক্ষ ও দারিদ্র
খ) উন্নয়নের গতিধারা
গ) মাইক্রা ক্রেডিট
ঘ) বৈদেশিক সাহায্য


► জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়-

ক) ১৯৪৮ সালে
খ) ১৯৫০ সালে
গ) ১৯৫৫ সালে
উত্তরঃ ঘ) ১৯৬১ সালে


► আসিয়ান(ASEAN) গঠিত হয় ?

ক) ১৯৬৩ সালে
খ) ১৯৬৫ সালে
উত্তরঃ গ) ১৯৬৭ সালে
ঘ) ১৯৬৯ সালে


► ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত ?

ক) রিয়াদ
উত্তরঃ খ) জেদ্দা
গ) দামেস্ক
ঘ) মক্কা


► ‘বিশ্বনারী দিবস’ পালিত হয় প্রতিবছর-

ক) ১ জানুয়ারি
খ) ১১ ফেব্রুয়ারি
উত্তরঃ গ) ৮ মার্চ
ঘ) ১৫ ডিসেম্বর


► রুশ বিপ্লব সংঘটিত হয়-

উত্তরঃ ক) ১৯১৭ সালে
খ) ১৮১৭ সালে
গ) ১৯৭১ সালে
ঘ) ১৮৭১ সালে


► নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ?

ক) চীন-জাপানে
উত্তরঃ খ) কানাডা-যুক্তরাষ্ট্রে
গ) ভারত-পাকিস্তানে
ঘ) দক্ষিণ আফ্রিকায়


► সুয়েজখাল যুক্ত করেছে-

ক) আরব সাগর ও ভূমধ্যসাগরকে
খ) লোহিত সাগর ও আরব সাগরকে
উত্তরঃ গ) লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে
ঘ) ভারত মহাসাগর ও আরব সাগরকে


► জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ?

ক) দ্যাগ হ্যামারশন্ড
খ) কুর্ট ওয়াইল্ডহেইম
উত্তরঃ গ) ট্রিগভেলী
ঘ) উথান্ট


► সিরডাপ (CIRDAP)এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

ক) দিল্লী
খ) পোল্যান্ড
উত্তরঃ গ) ঢাকা
ঘ) ইসলামাবাদ

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-০৯ "

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে