গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-০৮
ক) ৩.১ কিলোক্যালরি
উত্তরঃ খ) ৪.১ কিলোক্যালরি
গ) ৫.১ কিলোক্যালরি
ঘ) ৬.১ কিলোক্যালরি
► দেহে থায়ামিনের চরম অভাব হলে কোন রোগের লক্ষণ প্রকাশ পায়?
উত্তরঃ ক) বেরিবেরি
খ) পেলেগ্রা
গ) অ্যানিমিয়া
ঘ) স্কার্ভি
► নিরপেক্ষ পানির pH কত?
ক) ৬
খ) ৮
গ) ৫
উত্তরঃ ঘ) ৭
► বন্যার সময় পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেট ব্যবহার করা হয় সেটি-
উত্তরঃ ক) NaOCl
খ) Na2CO3
গ) Cl2
ঘ) O3
► সমুদ্রের উচ্চতা ২ মিটার বাড়লে বাংলাদেশের প্রায় কত অংশ পানির নিচে চলে যাবে?
ক) এক তৃতীয়াংশ
খ) এক-পঞ্চমাংশ
উত্তরঃ গ) এক-দশমাংশ
ঘ) এক-চতুর্থাংশ
► রক্ত রসে শতকরা কত ভাগ জৈব ও অজৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে?
ক) ৯০ ভাগ
খ) ৫ ভাগ
গ) ৯৫ ভাগ
উত্তরঃ ঘ) ১০ ভাগ
► নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৮ ও ৯ নং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
রাতুল ও তার বন্ধুর স্কুলে যাবার সময় দুর্ঘটানায় পড়ে। এতে তার বন্ধুর প্রচুর রক্তঃক্ষরণ হয়। রাতুল তার বন্ধুর রক্তের প্রয়োজন মেটাতে বন্ধুর রক্ত পরীক্ষা ছাড়াই রক্ত দিয়ে দিল।
রাতুলে রক্তের গ্রুপ কী ছিল?
ক) AB
খ) A
গ) B
উত্তরঃ ঘ) O
► রাতুলের দেহে সৃষ্ট লোহিত কণিকার আয়ু কত দিন?
উত্তরঃ ক) ১২০ দিন
খ) ৬০ দিন
গ) ৯০ দিন
ঘ) ৩০ দিন
► মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কতটি?
ক) ২২টি
উত্তরঃ খ) ৪৬টি
গ) ২৩টি
ঘ) ৪৪টি
► নিচের কোন শ্রেণির প্রাণিদের হৃৎপিণ্ডে দুইটি অলিন্দ ও অসম্পূর্ণভাবে বিভক্ত দুইটি নিলয় থাকে।
ক) মৎস্য
উত্তরঃ খ) সরীসৃপ
গ) উভচর
ঘ) পাখি
► “প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উদ্ভব” শীর্ষক পুস্তকটির রচয়িতা কে?
উত্তরঃ ক) চার্লস ডারউইন
খ) ল্যামার্ক
গ) গ্রেগর মেন্ডেল
ঘ) হেকেল
► একজন স্বাভাবিক বয়স্ক লোকের স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব কত?
ক) ৫ সেঃ মিঃ
খ) ১০ সেঃ মিঃ
গ) ২০ সেঃ মিঃ
উত্তরঃ ঘ) ২৫ সেঃ মিঃ
► ইথিলিন গ্যাসকে ১০০০-১২০০ বায়ুমন্ডলীয় চাপে কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিথিন পাওয়া যায়?
ক) ১০০℃
উত্তরঃ খ) ২০০℃
গ) ৩০০ ℃
ঘ) ৪০০℃
► জিনিং প্রক্রিয়ায় প্রাপ্ত তন্তুকে বলে-
ক) স্পিনিং
খ) টুইস্টিং
উত্তরঃ গ) কটন লিন্ট
ঘ) হেলকিং
► উদ্ভিদ লেরুলোজ ও প্রাণিজ পদার্থ থেকে প্রস্তুত করা হয় কোনটি?
ক) রেশম
খ) পশম
উত্তরঃ গ) রেয়ন
ঘ) নাইলন
► বোলতা ও বিচ্ছুর হুলে থাকে-
উত্তরঃ ক) হিস্টামিন
খ) এসিটিক এসিড
গ) মেলিটিন
ঘ) ফরমিক এসিড
► নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২০ ও ২১ নং প্রশ্নগুলোর উত্তর দাও।
NaHCO3 → Na+ + H+ + CO32-
উদ্দীপকে প্রদত্ত বিক্রিয়াটির বিক্রিয়ক কোন ধরনের ?
উত্তরঃ ক) এসিড
খ) ক্ষার
গ) লবণ
ঘ) নিরপেক্ষ
► কোন ধরনের মাটিতে জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে?
উত্তরঃ ক) পিটি মাটিতে
খ) কড়ি মাটিতে
গ) বালু মাটিতে
ঘ) পলি মাটিতে
► কোনটি অধাতব খনিজ পদার্থ?
ক) তামা
খ) লোহা
উত্তরঃ গ) কোয়ার্টজ
ঘ) রূপা
► বিটুমিনাস কয়লা কত বছরের পুরনো?
ক) প্রায় ৩৫০ মিলিয়ন
উত্তরঃ খ) প্রায় ৩০০ মিলিয়ন
গ) প্রায় ৫০০ মিলিয়ন
ঘ) প্রায় ১৫০ মিলিয়ন
•• জলবায়ু পরিবর্তনের ফলে ২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা কত পর্যন্ত বাড়তে পারে?
ক) ১.৩° - ৮.৪° সেলসিয়াস
উত্তরঃ খ) ১.১° - ৬.৪° সেলসিয়াস
গ) ০.২°- ০.৩° সেলসিয়াস
ঘ) ১.২° - ২.২° সেলসিয়াস
► El-Nino শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত ?
ক) বন্যা
খ) ভুমিকম্প
গ) টর্নোডো
উত্তরঃ ঘ) খরা
► 25 kg ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ 3ms-1 হবে?
ক) 25N
খ) 50N
উত্তরঃ গ) 75 N
ঘ) 90 N
► দুর্বল নিউক্লিয় বল তাড়িত চৌম্বক বলের চেয়ে কতগুণ দুর্বল ?
ক) ১০^৫ গুণ
খ) ১০^৮ গুণ
গ) ১০^৪ গুণ
উত্তরঃ ঘ) ১০^১০ গুণ
► ডি. এন. এ অণু দ্বিসূত্র বিশিষ্ট লম্বা শৃঙ্খলকে কী বলা হয়?
উত্তরঃ ক) পলি নিউক্লিওটাইড
খ) ডাই নিউক্লিওটাইড
গ) পেন্টা নিউক্লিওটাইড
ঘ) ডি এন এ রিকন্বিন্টে
কোনো সন্তানের পিতৃত্ব ও মাতৃত্ব নিয়ে বিরোধ নিষ্পত্তিতে বিজ্ঞানীগণ যে পদ্ধতি আবিষ্কার করেছেন তা বর্তমানে সর্বজন স্বীকৃত। তাছাড়া জেনেটিক বিশৃঙ্খলার মাধ্যমে মানবদেহে নানা সমস্যা দেখা দিতে পারে।
► সন্তানের পিতৃত্ব বা মাতৃত্ব নিয়ে বিরোধ নিষ্পত্তি করা হয় কিভাবে?
ক) আর এন এ টেস্টের মাধ্যমে
উত্তরঃ খ) ডি এন এ টেস্টের মাধ্যমে
গ) জিন প্রযুক্তির মাধ্যমে
ঘ) ক্রোমোজোমের বিভাজনের মাধ্যমে
► জেনেটিক বিশৃঙ্খলার মাধ্যমে কী ঘটতে পারে?
উত্তরঃ ক) সিকিল রোগ
খ) বিভিন্ন বর্ণের পার্থক্য বুঝতে পারা
গ) অপটিক স্নায়ুর সহিষ্ণুতা
ঘ) দৃষ্টিহীনতা বৃদ্ধি
► ব্যাটারিতে রাসায়নিক বিক্রিয়ার ফলে ক্যাথোডে কী জমা হয়?
উত্তরঃ ক) ইলেকট্রন
খ) প্রোটন
গ) নিউট্রন
ঘ) পজিট্রন
► ৬০ ওয়াটের একটি বাতি প্রতিদিন ১০ ঘণ্টা করে জ্বলে। এক মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
ক) ২৭ ইউনিট
খ) ১৫ ইউনিট
গ) ৩ ইউনিট
উত্তরঃ ঘ) ১৮ ইউনিট
► ফ্যাক্স কে আবিষ্কার করেন?
ক) আর্থার করনা
উত্তরঃ খ) আলেকজেন্ডার বেইন
গ) ফেডারিক ব্রেকওয়েল
ঘ) লজি বেয়ার্ড
► ব্যথাবিহীন ভাবে হৃৎপিন্ডের বর্তমান বা পূর্বের সমস্যা বোঝা যায় কোন ধরনের পরীক্ষার মাধ্যমে?
ক) সিটি স্ক্যান
উত্তরঃ খ) ইসিজি
গ) এন্ডাস্কোপি
ঘ) রেডিও থেরাপি
► শব্দ তরঙ্গের প্রতিধ্বনিকে নিচের কোনটিতে কাজে লাগানো হয়?
ক) এক্সরে
উত্তরঃ খ) আলট্রাসনোগ্রাফি
গ) এনজিওগ্রাফি
ঘ) সিটি স্ক্যান
► নিচের কোনটি পানিতে দ্রবীভূত থাকলে তড়িৎ পরিবহন করে ?
উত্তরঃ ক)NaC1
খ) বিশুদ্ধ H2O
গ) D2O
ঘ) ZnO
► খাদ্যের উপাদান কয়টি ?
ক) ৪টি
খ) ৫টি
উত্তরঃ গ) ৭টি
ঘ) ৬টি
► আমিষের অভাবে কোন রোগটি হয় ?
উত্তরঃ ক) ম্যারাসমাস
খ) কিটোসিস
গ) রিকেটস
ঘ) স্কার্ভি
► ক্যালসিয়াম কার্বাইড পরবর্তীতে কোন বিষাক্ত রাসায়নিক পদার্থে রূপান্তরিত হয় ?
উত্তরঃ ক) অ্যাসিটিলিন ইথানোল
খ) সোডিয়াম নাইট্রেড
গ) ফসফোরিক এসিড
ঘ) সোডিয়াম কার্বনেট
► A এর সংকেত কোনটি ?
উত্তরঃ ক) H2O
খ) CO2
গ) Na2O
ঘ) NaOC1
•• রক্তরসে দ্রবীভূত অবস্থায় থাকা জৈব ও অজৈব পদার্থের পরিমাণ কত ?
ক) ২০%
খ) ১৫%
গ) ৮০%
উত্তরঃ ঘ) ১০%
► মহিলা (Rh–)+পুরুষ ((Rh+)=প্রথম সন্তান কীরূপ হবে ?
ক) Rh
উত্তরঃ খ) Rh+
গ) Rh-
ঘ) Rh+ ও Rh- উভয়েই
► ধমনির স্থিতিস্থাপকতা কমে গেলে তাকে কী বলে ?
উত্তরঃ ক) Arteriosclerosis
খ) Osteoporosis
গ) Anemia
ঘ) Heart attack
► মানুষের ক্রোমোজোম সংখ্যা কত ?
ক) ২২ জোড়া
উত্তরঃ খ) ২৩ জোড়া
গ) ২৫ জোড়া
ঘ) ১ জোড়া
► বায়োলজি শব্দের প্রতিষ্ঠাতা কে ?
ক) হেকেল
খ) মেন্ডেল
উত্তরঃ গ) ল্যামার্ক
ঘ) ডারউইন
► মানুষের জীবন মাতৃগর্ভের কয়টি কোষ থেকে শুরু হয় ?
ক) ২টি
খ) ৩টি
উত্তরঃ গ) ১টি
ঘ) ৪টি
► পাহাড়ী রাস্তার বিপদজনক বাঁকে কত ডিগ্রী কোণে সমতল দর্পণ ব্যবহার করা হয় ?
ক) 0º
উত্তরঃ খ) 45º
গ) 60º
ঘ) 90º
► অপর্যাপ্ত আলো চোখের জন্য ক্ষতিকর কেন ?
ক) রেটিনায় স্পস্ট প্রতিবিম্ব গঠিত হয়
উত্তরঃ খ) চক্ষু পেশীর উপর চাপ পড়ে
গ) রড কোষ সংবেদনশীল হয়
ঘ) অতি বেগুনী রশ্মি প্রতিহত করতে পারে না
► লেন্স তৈরি হয়
i. কাচ
ii. কোয়ার্টাজ
iii. প্লাস্টিক
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
উত্তরঃ ঘ) i, ii ও iii
► পলিথিন তৈরিতে প্রভাবক কোনটি ?
উত্তরঃ ক) O2
খ) H2
গ) Cl2
ঘ) Br2
► রিক্সা ড্রাইবার সোহেলের রিক্সার একটি চাকায় ছিদ্র হয়ে হাওয়া বেরিয়ে গেল।
ছিদ্র হওয়া পদার্থটি কী দিয়ে তৈরী ?
ক) প্লাস্টিক
খ) পলিথিন
উত্তরঃ গ) রাবার
ঘ) নাইলন
► ছিদ্র হওয়া পদার্থটির বৈশিষ্ট্য
i. স্থিতিস্থাপক
ii. তাপ দিলে গলে যায়
iii. বিদ্যুৎ সুপরিবাহী
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
উত্তরঃ খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
► বেকিং সোডার সংকেত কোনটি ?
ক) NaC1
খ) NH4OH
উত্তরঃ গ) NaCO3
ঘ) HC1
► জিহ্বার লালার pH কত থাকলে কার্যকর ভূমিকা পালন করে ?
ক) ৬.৭
খ) ৭.৭
উত্তরঃ গ) ৬.৬
ঘ) ৮.৮
► হিউমাস গঠনে নিচের কোনটি থাকে ?
ক) প্লাস্টিক
খ) লিনেন
উত্তরঃ গ) লিগনিনি
ঘ) রাবার
► মাশরুম নিচের কোন তেজস্ক্রিয় পদার্থটি সঞ্চয় করে ?
উত্তরঃ ক) সিজিয়াম Cs
খ) ইউরেনিয়াম U
গ) রেডিয়াম Rn
ঘ) থোরিয়াম Th
► শতকরা কতভাগ প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়?
ক) ২০ ভাগ
উত্তরঃ খ) ২১ ভাগ
গ) ২২ ভাগ
ঘ) ২৩ ভাগ
► জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কোনটি ?
ক) অনাবৃষ্টি
খ) ঋতুর পরিবর্তন
উত্তরঃ গ) বৈশ্বিক উষ্ণতা
ঘ) খরা
► Tsunami কোন দেশি শব্দ ?
উত্তরঃ ক) জাপানি
খ) চীনা
গ) কোরিয়ান
ঘ) সিংহলিজ
► ২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা কত বৃদ্ধি পাবে ?
ক) ০.২º-০.৩º সে.
খ) ০.৭৪º সে.
গ) ১.৫ºসে.
উত্তরঃ ঘ) ১.১-৬º সে.
► স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়েন। এর কারণ কোনটি ?
ক) গতি জড়তা
উত্তরঃ খ) স্থিতি জড়তা
গ) প্রতিক্রিয়া বল
ঘ) যাত্রী
► F=৩০ নিউটন এবং M=৫০ কেজি হলে a এর মান নির্ণয় কর ?
ক) ৩০মিটার/সেকেন্ড²
খ) ৫০মিটার/সেকেন্ড²
গ) ১৫০মিটার/সেকেন্ড²
উত্তরঃ ঘ) ০.৬ মিটার/সেকেন্ড²
► নিউটনের ১ম সূত্র অনুসারে গতিশীল বস্তু কীভাবে চলতে থাকবে ?
ক) স্থিরভাবে
উত্তরঃ খ) সুষম গতিতে
গ) অসম দ্রুতিতে
ঘ) সুষম ত্বরণে
► যে জিনের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে সেটি-
ক) প্রচ্ছন্ন
উত্তরঃ খ) প্রকট
গ) হোমোজাইগাস
ঘ) হেটাবেজাইগাস
► সুপান রাইসে কোন ভিটামিন রয়েছে ?
উত্তরঃ ক) A
খ) B
গ) C
ঘ) D
► দুধ দই এ পরিণত হয় কোন ব্যাকটেরিয়ার কারণে ?
ক) E coli
উত্তরঃ খ) ল্যাক্টিক এসিড
গ) Rhizobinm
ঘ) ফ্যাটি এসিড
► ঋণাত্বক তড়িৎদ্বারকে কী বলা হয় ?
ক) তড়িৎ
খ) বিশ্লেষ্য ব্যাটারি
গ) অ্যানোড
উত্তরঃ ঘ) ক্যাথোড
► কোন এককে বিদ্যুৎ বিল হিসাব করা হয় ?
ক) অ্যাম্পিয়ার
উত্তরঃ খ) BOT
গ) জুল
ঘ) ভোল্ট
► কোন তড়িৎ বা রেডিও যে ঘাত বা শব্দ তরঙ্গ প্রেরণ করে তাকে কী বলে ?
ক) মাইক্রোফোন
উত্তরঃ খ) সংকেত
গ) স্পিকার
ঘ) যোগাযোগ
► রঙিন টেলিভিশন ব্যবহৃত মৌলিক রং তিনটি কী কী ?
উত্তরঃ ক) লাল, সবুজ ও আসমানি
খ) লাল, বেগুনি ও সবুজ
গ) লাল, নীল ও হলুদ
ঘ) লাল, নীল ও কমলা
► ফ্যাক্স আবিষ্কার করেন-
উত্তরঃ ক) আলেকজান্ডার
খ) বেইন
গ) ব্লেকওয়েল
ঘ) করুনা রেল
► অস্ত্রোপাচার না করে অভ্যন্তরের অঙ্গ প্রত্যঙ্গ দেখার জন্য যন্ত্র কোনটি ?
ক) মাইস্কোপ
উত্তরঃ খ) এন্ডোস্কোপি
গ) পেরিস্কোপ
ঘ) এম আর আই
► প্রাণিদেহের শুষ্ক ওজনের শতকরা পরিমাণ –
ক) ৪০%
খ) ৪৫%
গ) ৬০%
উত্তরঃ ঘ) ৫০%
► রবিন নিয়মিত ধূমপান করে। সবার নিষেধ সত্ত্বেও সে ধূমপান ছাড়ে না।
রবিনের পানকৃত উপাদানটির বৈজ্ঞানিক নাম কী ?
উত্তরঃ ক) Nicoliana tabacum
খ) Nicotiana robusta
গ) Nicotiana satiylum
ঘ) Nicotiana alba
► দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মরা নদী কোনটি ?
উত্তরঃ ক) মরিছাপ
খ) মনোজ
গ) বড়াল
ঘ) কুমার নদী
► নিচের কোনটি অজৈব দ্রাবক ?
ক) বেনজিন
খ) এসিটোন
গ) মিথানল
উত্তরঃ ঘ) পানি
► দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে-
ক) রক্তরস
উত্তরঃ খ) লোহিত কণিকা
গ) শ্বেত কণিকা
ঘ) অণুচক্রিকা
► কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে পরিবাহিত হয়-হিসেবে ?
ক) কার্বনেট আয়ন
উত্তরঃ খ) বাই কার্বনেট আয়ন
গ) অক্সাইড আয়ন
ঘ) ফসফেট আয়ন
► ডারউইন কোন দ্বীপপুঞ্জ ভ্রমণ করেন ?
উত্তরঃ ক) গ্যালাপ্যাগোস
খ) আন্দামান
গ) নিকোবর
ঘ) শ্রীলংকা
► বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলির মধ্যে কোনটি প্রথমে চোখে পড়ে ?
উত্তরঃ ক) দৈহিকগত
খ) মানসিক
গ) আচরণ গত
ঘ) হরমোনগত
► স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে আলো গমন করে-
ক) আঁকাবাঁকা পথে
উত্তরঃ খ) সরল পথে
গ) উঁচু নিচু পথে
ঘ) বন্ধুর পথে
► ক্ষীণ আলোতে সংবেদনশীল হয় কোনটি ?
ক) অ্যাকুয়ার হিউমার
খ) ভিট্টিয়াস হিউমার
উত্তরঃ গ) রড কোষ
ঘ) কোণ কোষ
► চোখের অক্ষি গোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে কোন ত্রুটির সৃষ্টি হয় ?
ক) বিষম দৃষ্টি
খ) হ্রস্ব দৃষ্টি
উত্তরঃ গ) দূর দৃষ্টি
ঘ) বার্ধক্য দৃষ্টি
► বাতাস আটকে রাখতে পারে কোন তন্তু ?
ক) পলিস্টার
খ) টেফলন
উত্তরঃ গ) পশম
ঘ) নাইলন
► পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য কি প্রয়োজন ?
ক) H2SO4
উত্তরঃ খ) HCI
গ) HNO3
ঘ) CH2COOH
► সেভিং ফোম তৈরি করা হয় কোনটি থেকে ?
উত্তরঃ ক) KOH ও চর্বি বা তৈল
খ) শুধু তৈল
গ) শুধু KOH
ঘ) শুধু N2OH
► কোনটি দুর্বল এসিড ?
ক) HCI
খ) HNO3
উত্তরঃ গ) H2CO3
ঘ) H2SO4
► মাটির কোন স্তরে উদ্ভিদ ও প্রাণীর পচন শুরু হয় ?
ক) হরাইজোন D
উত্তরঃ খ) হরাইজোন A
গ) হরাইজোন
ঘ) হরাইজোন C
► আলু ও গম কত PH এ সর্বোচ্চ উৎপাদন দেয় ?
ক) PH2-3
খ) PH4-5
উত্তরঃ গ) PH5-6
ঘ) PH7-8
► কাঁচ, সিরিষ কাগজ তৈরীতে কোনটি ব্যবহৃত হয় ?
উত্তরঃ ক) কোয়ার্টাজ
খ) মাইকা
গ) উভয়
ঘ) কোনটিই নয়
► সাইক্লোন তৈরিতে সাগরের তাপমাত্রা কত হতে হয় ?
ক) ২০ºসেলসিয়াসের বেশি
খ) ২৩º সেলসিয়াসের কম
গ) ২৫ºসেলসিয়াসের বেশি
উত্তরঃ ঘ) ২৭º সেলসিয়াসের কম
► সাইক্লোনের সাতে টর্নেডোর মূল্য পার্থক্য কোনটি ?
ক) টর্নোডো সৃষ্টি হয় উপকূলে
খ) টর্নোডো সৃষ্টি হয় সাগরে
উত্তরঃ গ) টর্নোডো সৃষ্টি হয় যেকোন স্থানে
ঘ) টর্নোডো সৃষ্টি হয় নদীতে
► পৃথিবী ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে ?
উত্তরঃ ক) অভিকর্ষ
খ) মহাকর্ষ
গ) অভিকর্ষজ ত্বরণ
ঘ) মাহকর্ষীয় ধ্রুবক
► কোনটি রাসায়নিক বিক্রিয়া সংঘটনের জন্য দায়ী ?
ক) চৌম্বক বল
খ) দুর্বল নিউক্লিয় বল
উত্তরঃ গ) অভিকর্ষজ ত্বরণ
ঘ) মহাকর্ষ বল
► Ascheritia coli মানুষের কোথায় থাকে ?
উত্তরঃ ক) অস্ত্রে
খ) মাথায়
গ) চোখে
ঘ) নাকে
► ডাউন’স সিনড্রাম হয়- তম ক্রোমোজোমের নন- ডিসজাংশনের ফলে।
ক) ২০
উত্তরঃ খ) ২১
গ) ২২
ঘ) ২৩
► হেপাটাইটিস-এর চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি ?
ক) ফাইসিন
খ) থ্রম্বিন
গ) লাইপেজ
উত্তরঃ ঘ) ইন্টারফেরন
► হাউজ ওয়ারিং এর ক্ষেত্রে ব্যবহৃত কালো রঙের তারটি-
ক) জীবন্ত
উত্তরঃ খ) নিরপেক্ষ
গ) ধনাত্মক আধানযুক্ত
ঘ) ঋণাত্মক আধানযুক্ত
► ইলেকেট্রোপ্লেটিং এর জন্য তড়িৎ বিশ্লেষণ কোষে ব্যবহার করতে হবে কোনটি ?
উত্তরঃ ক) CuSO4
খ) ZnSO4
গ) FeSO4
ঘ) Al2(SO4)3
► এক মেগাওয়াট সমান কত ওয়াট ?
ক) ১০৩ ওয়াট
খ) ১০৮ ওয়াট
উত্তরঃ গ) ১০৬ ওয়াট
ঘ) ১০২ ওয়াট
► নিচের কোনটি নিকৃষ্ট ধাতুর উদাহরণ নয় ?
ক) ব্রোঞ্জ
উত্তরঃ খ) নিকেল
গ) তামা
ঘ) লোহা
► নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্ট হলো-
উত্তরঃ ক) এনালগ সংকেত
খ) ডিজিটাল সংকেত
গ) অডিও সংকেত
ঘ) ভিডিও সংকেত
► কত সালে ফ্যাক্স আবিষ্কার করেন ?
ক) ১৯৪০
উত্তরঃ খ) ১৮৪২
গ) ১৮৪৩
ঘ) ১৮৪৪
► কম্পিউটারের প্রাণ বলা হয় কোনটিকে ?
ক) মাউস
উত্তরঃ খ) সফটওয়্যার
গ) প্রিন্টার
ঘ) হার্ডওয়ার
► মূত্রথলির সমস্যা কোনটির মাধ্যমে নির্ণয় করা হয় ?
ক) এক্সরে
উত্তরঃ খ) এন্ডেস্কোপি
গ) সিটিস্ক্যান
ঘ) এমআর আই
► কোন PH মানটি ক্ষারীয় দ্রবণের জন্য প্রযোজ্য ?
ক) PH=5
উত্তরঃ খ) PH>7
গ) PH=7
ঘ) P7
► নাভিদ সাহেব বেশ কিছুদিন ধরে অসুস্থ। সে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার বলেন, দেহে কোলোস্টেরলের কারণে অন্তঃপ্রাচীর গোত্রে কোলেস্টেরল ও ক্যালসিয়াম জমা হয়ে রক্তনালী গহ্বর সংকুচিত হয়েছে।
নাভিদ সাহেব কোন রোগে ভুগছে ?
ক) হাইপারটেনশন
খ) ডায়াবেটিস
উত্তরঃ গ) আর্টারিওস্কেলোরোসিস
ঘ) ক্যান্সার
►অতিরিক্ত শর্করা গ্রহণে কোন রোগটি দেখা দিতে পারে ?
উত্তরঃ ক) বহুমূত্র
খ) গলগন্ড
গ) বেরিবেরি
ঘ) অ্যানিমিয়া
► প্রাপ্ত বয়স্ক মানুষের প্রত্যহ ক্যালসিয়াম প্রয়োজন-
ক) ২০০-৫০০
উত্তরঃ খ) ৪৫০
গ) ৫০০
ঘ) ৪০০-৫০০
► কোনটি Benzoic acid এর লবণ.
ক) Proponic Acid
খ) Sorbic Acid
গ) Benzoic bisulfite
উত্তরঃ ঘ) Sodium benxoate
► পানির বাষ্পীভবন + পানির ঘনীভবন = পানির বিশুদ্ধকরণ প্রক্রিয়া
উদ্দীপকের পানি পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়াটি কিরূপ ?
উত্তরঃ ক) পাতন
খ) স্ফুটন
গ) পরিস্রাবন
ঘ) ক্লোরিনেশন
► রক্তে গ্রুপ আবিষ্কার করেন কে ?
উত্তরঃ ক) ডা. কার্ল ল্যান্ডস্টেইনার
খ) গ্রেগর জোহান মেন্ডেল
গ) স্ট্রাচবুর্গার
ঘ) রবার্ট ব্রাউন
► হৃদপেশির ক্রিয়া পদ্ধতি লিপিবদ্ধ করার যন্ত্রকে কী বলে ?
উত্তরঃ ক) ইসিজি
খ) ব্যারোমিটার
গ) থার্মোমিটার
ঘ) ল্যাকটোমিটার
► হৃৎপিন্ডের প্রসারণকে কী বলে ?
ক) সিস্টোল
খ) ডায়ালাইসিস
উত্তরঃ গ) ডায়াস্টোল
ঘ) কোনটি নয়
► সমবৃত্তি অঙ্গ নয় কোনটি ?
ক) পাখিন ডানা
খ) বাদুড়ের ডানা
গ) পতঙ্গের ডানা
উত্তরঃ ঘ) তিমির ফ্লিপান
► কোনো জীবকে কয় পর্যায়ে সংগ্রাম করতে হয় ?
ক) ১
খ) ২
উত্তরঃ গ) ৩
ঘ) ৪
► বয়ঃসন্ধিতে মেয়েদের ক্ষেত্রে কর্মক্ষম হরমোন-
i ইস্ট্রোজেন
ii প্রজেস্টেরন
iii টেস্টোস্টেরন
নিচের কোনটি সঠিক ?
উত্তরঃ ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
► টেস্টটিউব বেবির ক্ষেত্রে সর্বপ্রথম সফলতা আসে কত সালে ?
ক) ১৯৭৭
উত্তরঃ খ) ১৯৭৮
গ) ১৯৭৯
ঘ) ১৯৮০
► গাড়ীতে কোন ধরণের দর্পণ ব্যবহার করা হয়?
ক) সমতল দর্পণ
খ) অবতল দর্পণ
উত্তরঃ গ) উত্তল দর্পণ
ঘ) সমতলাবতল দর্পণ
► স্বাভাবিক চোখে স্পষ্ট দৃষ্টির নূন্যতম দূরত্ব কত ?
ক) ৫ সেমি
খ) ১০ সেমি
উত্তরঃ গ) ২৫ সেমি
ঘ) ৫০ সেমি
► 50 cm ফোকাস দূরত্ববিশিষ্ট উত্তল লেন্সের ক্ষমতা কত ?
ক) -2d
খ) -0.2d
গ) 0.2d
উত্তরঃ ঘ) 2d
► নিচের কোনটি খুব হালকা ও শক্ত ?
ক) টেফলন
খ) পলিস্টার
উত্তরঃ গ) নাইলন
ঘ) পশম
► মোটা সূতার কজন্য কতটি কোকুনের নাল প্রয়োজন ?
ক) ৫-৭
উত্তরঃ খ) ১৫-২০
গ) ২০-২৫
ঘ) ৩০-৩৫
► রোবহানী বা দই এর মধ্যে কোন ধরনের এসিড থাকে ?
ক) এসিটিক
খ) সাইট্রিক এসিড
উত্তরঃ গ) ল্যাকটিক এসিড
ঘ) অক্সালিক এসিড
► নিচের তথ্য হতে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :
আমেনা বেগম খাবারের স্বাদ বৃদ্ধির জন্য এক ধরনের লবণ ব্যবহার করলেন।
লবণটির নাম কী ?
ক) সোডিয়াম ক্লোরাইড
উত্তরঃ খ) সোডিয়াম গ্লুটামেট
গ) সোডিয়াম হাইপোক্লোরাইড
ঘ) সোডিয়াম সালফেট
► লবণটি আমাদের কাছে কী নামে পরিচিতি ?
ক) খাবর লবণ
উত্তরঃ খ) টেস্টিং সল্ট
গ) তুঁতে
ঘ) সাবান
► নিচের কোন খনিজটি পেন্সিলে ব্যবহার করা হয় ?
ক) ম্যাগনেটাইট
উত্তরঃ খ) গ্রাফাইট
গ) কোয়ার্টাজ
ঘ) মাইকা
► নিচের কোনটি ক্যালসাইটের সংকেত ?
ক) CaO
খ) Ca(O)2
গ) CaSO4
উত্তরঃ ঘ) CaCO3
► মাটিতে পানি কম থাকলে জন্মাতে পারে কোনটি ?
ক) ধান
উত্তরঃ খ) পিয়াজ
গ) পাট
ঘ) আলু
► জলবায়ু পরিবর্তনের ফলে গ্রীষ্মকালে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যাচ্ছে ?
ক) 42º-43º
খ) 44°-45°
উত্তরঃ গ) 45°-48°
ঘ) 48°-49°
► বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন কোনটি ?
ক) শালবন
খ) মধুবন
গ) পাহাড়ি বন
উত্তরঃ ঘ) সুন্দরবন
► লেপটন ও হার্ডন হচ্ছে-
ক) পরমাণু
খ) অণু
গ) নিউক্লিয়াস
উত্তরঃ ঘ) মৌল কণিকা
► ত্বরণের একক হল-
ক) নিউটন
খ) মিটার
উত্তরঃ গ) মিটর/সেকেন্ড²
ঘ) মিটার/কেজি
► নিউটনের গতিবিষয়ক কোন সূত্রের ভিত্তিতে রকেট চালানো হয় ?
ক) ১ম সূত্র
খ) ২য় সূত্র
উত্তরঃ গ) ৩ সূত্র
ঘ) ১ম সূত্র ও ২য় সূত্র উভয়েই
► নন-ডিসজাংশ সমস্যা কোষ বিভাজনের কোন ধাপে হয় ?
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
উত্তরঃ গ) অন্যাফেজ
ঘ) টেলোফেজ
► ডলি কোন ধরনের ক্লোনের উদাহরণ ?
ক) সেল ক্লেনিং
খ) জীব ক্লোনিং
উত্তরঃ গ) রিপ্রোডাকটিভ ক্লোনিং
ঘ) প্রাকৃতিক ক্লোনিং
► বংশগতির ভৌত ভিত্তি কোনটি ?
উত্তরঃ ক) ক্রোমোজোম
খ) নিউক্লিয়াস
গ) DNA
ঘ) RNA
► কত সালে আরহেনিয়াস তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেন ?
ক) ১৮৮০
খ) ১৮৮২
গ) ১৮৮৪
উত্তরঃ ঘ) ১৮৮১
► কত সালে টেলিভিশন চিত্র প্রেরন সক্ষম হয় ?
ক) ১৯৬০
খ) ১৯৩০
উত্তরঃ গ) ১৯২৬
ঘ) ১৯৫০
► কম্পিউটার যেখানে তথ্য প্রক্রিয়াজাত করে থাকে কী বলে ?
ক) Output
উত্তরঃ খ) CPU
গ) Input
ঘ) GUI
► মাইক্রোফোনের মধ্যের ধাতুর পাতলা পাতটির নাম কী ?
উত্তরঃ ক) ডায়াফ্রাম
খ) রেডিও
গ) ট্রানজিস্টা
ঘ) স্পিকার
► পরিপাকতন্ত্রের সমস্যা কোনটির মাধ্যমে নির্ণয় করা হয় ?
ক) এক্সরে
খ) এম আর আই
উত্তরঃ গ) এন্ডোস্কোপি
ঘ) রেডিওথেরাপি
► অনুচক্রিকা উৎপাদন বাধাগ্রস্ত করে কোনটি ?
ক) ইসিজি
খ) এন্ডাস্কোপি
উত্তরঃ গ) কেমোথেরাপি
ঘ) এম আর আই
► আল্ট্রাসনোগ্রাফিতে কোন শব্দ তরঙ্গ ব্যবহার করা হয় ?
ক) শব্দেরতর
উত্তরঃ খ) শ্রবণোত্তর
গ) উভয়
ঘ) কোনটিই নয়
► পলিমার তৈরির ছোট ছোট অংশকে কী বলে ?
ক) পলির
খ) প্রাকৃতিক তন্তু
গ) কৃত্রিম তন্তু
উত্তরঃ ঘ) মনোমার
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-০৮"
Post a Comment