গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-০৭

গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-০৭


★►উচ্চারণের দিক থেকে ‘ল’ কোন ধরনের বর্ণ ?

উত্তরঃ ক) দন্ত্য বর্ণ
খ) তালব্য বর্ণ
গ) স্বর বর্ণ
ঘ) ব্যঞ্জন বর্ণ

★► বাক্যের একক কি ?

ক) উক্তি
খ) বিভক্তি
গ) উপসর্গ
উত্তরঃ ঘ) শব্দ

★►সাধু ও চলিত ভাষায় পার্থক্য –

ক) বাক্যের সরল ও জটিলরূপে
উত্তরঃ খ) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
গ) শব্দের রূপগত ভিন্নতায়
ঘ) তৎসম ও অতৎসম শব্দের ব্যবহার

★►‘পার হইয়া’ এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তরিত করলে কি হবে?

ক) পার হয়ে
খ) পারায়ে
উত্তরঃ গ) পেরিয়ে
ঘ) পার হইয়া

★►বাক্যের মৌলিক উপাদান কি ?

ক) বর্ণ
খ) ভাব
গ) ধ্বনি
উত্তরঃ ঘ) শব্দ

★►ত, থ, দ, ধ, ন এই বর্ণগুলোকে কি বলা হয় ?

ক) মূর্ধন্য ধ্বনি
খ) ওষ্ঠ্য ধ্বনি
উত্তরঃ গ) দন্ত্য ধ্বনি
ঘ) তালব্য ধ্বনি

★►ভাষার জগতে বাংলা স্থান কততম ?

উত্তরঃ ক) ৭ম
খ) ৬ষ্ঠ
গ) ৫ম
ঘ) ৪র্থ

★►বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে ?

উত্তরঃ ক) মান্দারিন
খ) ফ্রেঞ্চ
গ) ইংরেজি
ঘ) হিন্দি

★►কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম ?

উত্তরঃ ক) বঙ্গকামরূপী
খ) সংস্কৃত
গ) হিন্দি
ঘ) উড়িয়া

★►পৃথিবীর অধিকাংশ ভাষায় সাধারণত কয়টি রূপ পরিলক্ষিত হয় ?

ক) তিনটি
খ) একটি
উত্তরঃ গ) দুটি
ঘ) চারটি

★►বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে ?

ক) ব্রাসি হ্যালহেড
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ গ) মনোএল-দ্য-আসসুম্পসাঁও
ঘ) কোনটিই নয়

★►ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ভাষা ব্যাকরণ রচনা করেন কে?

ক) মনোএল-দ্য-আসসুম্পসাঁও
উত্তরঃ খ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
গ) জন বিমস্
ঘ) ইউলিয়াম কেরি

★►উইলিয়াম কেরি রচিত ব্যাকরণের নাম কি ?

ক) A Grammar of the Bengal Language
খ) A Grammar of the English Language
উত্তরঃ গ) A Grammar of the Bengali Language
ঘ) A Grammar of the Bengali and English language

★►‘ব্যাকরণ মঞ্জরী’ গ্রন্থটি কে রচনা করেন ?

ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ) সুকুমার সেন
গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ) ড. মুহম্মদ এনামুল হক

★►নাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত ‘A Grammar of the Bengal Language’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় ?

উত্তরঃ ক) ১৭৭৮
খ) ১৭৭৭
গ) ১৮৭৮
ঘ) ১৬৭৮

★►বাঙালিদের মধ্যে প্রথম কে ইংরেজি ভাষায় বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন ?

ক) ব্রাসি হ্যালহেড
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) সুকুমার সেন
উত্তরঃ ঘ) রাজা রামমোহন রায়

★►‘A Grammar of the Bengal Language’ গ্রন্থটি প্রকাশিত হয় কোথা থেকে ?

ক) ঢাকা
খ) লিসবন
উত্তরঃ গ) হুগলি
ঘ) পাকিস্তান

★►বাংলা ভাষার উদ্ভব বিষয়ক সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ‘The Origin and Development of the Bengali Language’ গ্রন্থের রচয়িতা কে ? কোন সালে প্রকাশিত ?

ক) সুকুমার সেন, ১৯২৭ সালে
খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ, ১৯২৬ সালে
গ) এনামুল হক, ১৯৭২ সালে
উত্তরঃ ঘ) ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ১৯২৬ সালে

★►‘অতঃপর বিভ্রান্তমুক্ত হয়ে রোগগ্রস্থ পিতা পুত্র সম্বন্ধে যা জানিতেন সবই খুলে বলিলেন।’- সাধু ভাষার বাক্যটিতে ভুলের সংখা কয়টি ?

ক) চার
উত্তরঃ খ) পাঁচ
গ) ছয়
ঘ) সাত

★►‘তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মণিষী-বাক্যই তো জীবন্মৃত যুব সমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে।’- চলিত রীতিতে লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা কয়টি ?

উত্তরঃ ক) সাত
খ) নয়
গ) আট
ঘ) দশ

★►বাংলা ভাষার ওপর কোন ভাষার সবচেয়ে বেশি প্রভাব পরিলক্ষিত হয় ?

উত্তরঃ ক) ফারসি
খ) আরবি
গ) তুর্কি
ঘ) ইংরেজ

★►কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় ?

ক) কথ্য ভাষায়
উত্তরঃ খ) সাধু ভাষায়
গ) আঞ্চলিক ভাষায়
ঘ) চলতি ভাষায়

★►‘বাবুর্চি’ কোন ভাষার শব্দ ?

ক) আরবি
খ) বাংলা
গ) ফারসি
উত্তরঃ ঘ) তুর্কি

★► শুদ্ধ শব্দ কোনটি ?

ক) সান্তনা
উত্তরঃ খ) সান্ত্বনা
গ) স্বান্তনা
ঘ) সান্তণা

★►কোনটি আরবি শব্দ ?

উত্তরঃ ক) শরিফ
খ) সুপারিশ
গ) কেরানি
ঘ) মিটিং

★►বাংলা ভাষার উৎপত্তি হয়েছে –

ক) পালি হতে
উত্তরঃ খ) মাগধী প্রাকৃত হতে
গ) হিন্দি হতে
ঘ) সংস্কৃত হতে

★►ইন্দো-ইউরোপীয় ভাষার শাখা কয়টি?

ক) একটি
উত্তরঃ খ) দুটি
গ) তিনটি
ঘ) চারটি

★►নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী ?

ক) বাংলা ও উর্দু
খ) বাংলা ও হিন্দি
উত্তরঃ গ) বাংলা ও অসমিয়া
ঘ) বাংলা ও সংস্কৃত

★►অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি শব্দ বলে?

উত্তরঃ ক) দেশী
খ) বিদেশী
গ) তৎসম
ঘ) বাংলা

★►‘আমাকে জল পড়ে’ । বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

উত্তরঃ ক) কর্তায় ২য়া
খ) কর্মে ২য়া
গ) অপাদানে ২য়া
ঘ) অধিকরণে ২য়া

★►‘চোখ দিয়ে জল পড়ে’। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে ২য়া
খ) করণে ২য়া
উত্তরঃ গ) অপাদানে ৩য়া
ঘ) অধিকরণে ৩য়া

★►কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ?

ক) অনুতাপ
উত্তরঃ খ) আপাদমস্তক
গ) আটচালা
ঘ) আমরা

★►‘কুলের সমীপে’ এর সংক্ষেপ কি?

ক) অনুকূল
খ) প্রতিকূল
গ) সমকূল
উত্তরঃ ঘ) উপকূল

★►কোনটি কর্মধারয় সামসের উদাহরণ?

ক) কাটাচোখা
খ) কানাকানি
গ) ঔষধি
উত্তরঃ ঘ) ঋযিকবি

★►‘উচ্ছাস’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?

ক) স্ফুরণ
উত্তরঃ খ) উদ্ভাসিত
গ) স্ফীতি
ঘ) বিকাশ

★► ‘কুল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

উত্তরঃ ক) গোত্র
খ) কিনারা
গ) তীর
ঘ) তট

★►‘চপল’ এর বিপরীতার্থক শব্দ কি?

উত্তরঃ ক) গম্ভীর
খ) ঠাণ্ডা
গ) স্তব্ধ
ঘ) রাশভারী

★►‘তিমির’ এর বিপরীতার্থক শব্দ কি?

ক) রশ্মি
খ) কালো
গ) অন্ধকার
উত্তরঃ ঘ) আলো

★►কোন বানানটি শুদ্ধ ?

ক) সুচিস্মিতা
উত্তরঃ খ) সুচিস্মিতা
গ) সূচীস্মিতা
ঘ) সুচস্মিতা

★►কোন বানানটি শুদ্ধ?

ক) পাসান
খ) পাসাণ
উত্তরঃ গ) পাষাণ
ঘ) পাশাণ

★►কোনটি শুদ্ধ বানান?

ক) তিতীক্ষা
খ) তীতিক্ষা
উত্তরঃ গ) তিতিক্ষা
ঘ) তীতীক্ষা

★►বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?

ক) চিরসুখ
উত্তরঃ খ) সুগন্ধি
গ) খেয়াঘাট
ঘ) আজীবন

★►‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কোনটি?

ক) অপদার্থ
খ) মূর্খ
গ) নিরেট বোকা
উত্তরঃ ঘ) নিষ্ক্রিয় দর্শক

★►শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন।

ক) আমি চাক্ষুস প্রত্যক্ষ করেছি
খ) তিনি স্বস্ত্রীক এসেছেন
উত্তরঃ গ) তিনি সাক্ষ্য দেবেন না
ঘ) তার কথায় মাধুর্যতা নেই

★► ‘যদি হয় সুজন তেঁতুল পাতায় নয় জন’ – প্রবচনটির অর্থ কি?

ক) সুজনেরা তেঁতুল পছন্দ করে
খ) আসলে মুঘল নেই, টেঁকিঘরে চাঁদোয়া
উত্তরঃ গ) মিলে মিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়
ঘ) সাজনে ডাটায় নুন জোটে না, মশুর ডালে ঘি

★► ‘আক্কেল সেলামী’ – এ বাগধারার অর্থ –

ক) ভালো কাজের স্বীকৃতি
উত্তরঃ খ) বোকামির দণ্ড
গ) দুষ্প্রাপ্য সামগ্রী
ঘ) খারাপ কাজের জন্য তিরস্কার

★►গতিতেই জীবন , স্থিতিতে ——– । শূন্যস্থানে কোনটি বসবে?

ক) মানবজীবন
উত্তরঃ খ) মৃত্যু
গ) স্থবির
ঘ) ধ্বংস

★►কোনটি না থাকলে চিঠি লেখা ব্যর্থ হয়ে যাবে?

ক) চিঠি লেখার স্থান
উত্তরঃ খ) প্রাপকের ঠিকানা
গ) মঙ্গলসূচক শব্দ
ঘ) চিঠি লেখার তারিখ

★►কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন কোন চিহ্নের ?

উত্তরঃ ক) সেমিকোলন
খ) কোলন
গ) কোলন ড্যাস
ঘ) হাইফেন

★►যুক্তি-তর্ক, উপমা, অলংকার ইত্যাদি পরিহার করা হয় –

ক) গল্প বা উপন্যাসে
খ) ভাব-সম্প্রসারণে
গ) রচনায়
উত্তরঃ ঘ) সারাংশ বা সারমর্মে

★►‘বিষাদ সিন্ধুর’ রচয়িতা কে?

ক) কবি কায়কোবাদ
খ) সৈয়দ আলী আহসান
গ) কবি জসীম উদদীন
উত্তরঃ ঘ) মীর মশাররফ হোসেন

★►কোন বানানটি শুদ্ধ?

উত্তরঃ ক) সমীচীন
খ) সমীচিন
গ) সমিচিন
ঘ) সমিচীন

★►‘যিনি বক্তৃতা দানে পটু’-এক কথায় তাকে কি বলে?

ক) নেতা
খ) সুবক্তা
গ) তর্কবাগীশ
উত্তরঃ ঘ) বাগ্মী

★►‘বড় যদি হতে চাও ছোট হও তবে’- এ বাক্যে ‘ছোট’ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) নীচ
খ) ইতর
উত্তরঃ গ) নম্র
ঘ) অনুজ

★►‘অন্তর টিপুনী’ বলতে কি বোঝায়?

ক) বিপদ
খ) গভীর
উত্তরঃ গ) গোপন ব্যাথা
ঘ) হিংসা

★►‘ছত্র’ শব্দের অর্থ কি?

উত্তরঃ ক) ছাতা
খ) ছায়া
গ) পঙ্কিল
ঘ) জীবাণু

★►‘পবিত্র’ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে?

ক) প + বিত্র
খ) প + অবিত্র
গ) পো + অবিত্র
উত্তরঃ ঘ) পো + ইত্র

★►‘লাঠি’ ও ‘চাউল’ এ দুটি কোন ধরনের শব্দ?

উত্তরঃ ক) দেশী শব্দ
খ) আরবী শব্দ
গ) ফরাসি শব্দ
ঘ) স্পেনিয় শব্দ

★► ‘কচুবনের কালাচাঁদ’- বলতে বুঝায়-

ক) তাষামুদে
খ) স্বেচ্ছাচারী
গ) কাণ্ডজ্ঞানহীন
উত্তরঃ ঘ) নির্বাক

★►‘যা দীপ্তি পাচ্ছে’ -এক কথায় প্রকাশ করলে কোনটি হবে?

উত্তরঃ ক) দেদীপ্যমান
খ) উজ্জ্বল
গ) দীপ্তীমান
ঘ) আলোকিত

★► ‘জমীদার দর্পণ’ নাটকটির রচয়িতা কে?

উত্তরঃ ক) মীর মোশাররফ হোসেন
খ) অমৃতলাল বসু
গ) মনোহন বসু
ঘ) কালীপ্রসন্ন সিংহ

★►‘দেনা-পাওনা’ উপন্যাসটি রচনা করেছেন-

ক) কাজী এমদাদুল হক
উত্তরঃ খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) বেগম রোকেয়া

★►‘দোলনচাঁপা’ কাব্যগ্রন্থটি রচনা করেছেন-

ক) যতীন্দ্র মোহন বাগচী
খ) কালিদাস রায়
গ) কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ঘ) গোলাম মোস্তফা

★►‘কালের যাত্রা’ নাটকটির রচয়িতা-

উত্তরঃ ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) অমৃতলাল বসু
গ) নবীনচন্দ্র সেন
ঘ) মনোমোহন বসু

★►‘শেষের কবিতা’ একটি-

ক) কাব্যগ্রন্থ
উত্তরঃ খ) উপন্যাস
গ) ছোটগল্প
ঘ) নাটক

★► ‘শিবমন্দির’ বাক্যগ্রন্থের রচয়িতা কে?

ক) গোবিন্দচন্দ্র দাস
উত্তরঃ খ) কায়কোবাদ
গ) অক্ষয় কুমার সরকার
ঘ) নবীন চন্দ্র সেন

★►‘মনীষা’ এর সন্ধি-বিচ্ছেদ-

ক) মন-ইষা
খ) মন+ইষা
গ) মনস+ইসা
উত্তরঃ ঘ) মনস+ঈষা

★► ‘লবণ’ এর সন্ধি-বিচ্ছেদ-

উত্তরঃ ক) লো + অন
খ) লব + অন
গ) লোক অন
ঘ) লু + অন

★►সমাস কত প্রকার?

ক) ৪ প্রকার
খ) ৮প্রকার
উত্তরঃ গ) ৬ প্রকার
ঘ) ১০ প্রকার

★►‘হজ্জযাত্রা’ কোন সমাসের উদাহরণ?

ক) ৩য়া তৎপুরুষ
উত্তরঃ খ) ৪র্থী তৎপুরুষ
গ) ৫মী তৎপুরুষ
ঘ) ৭মী তৎপুরুষ

★► ‘বুলবুলিতে ধান খেয়েছে’ বাক্যে নিম্নে রেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তায় ষষ্ঠী
খ) কর্মে ৭মী
গ) অধিকরণে ২য়া
উত্তরঃ ঘ) কর্তায় ৭মী

★►‘হাতের কাজ দেখাও’ বাক্যে নিম্ন রেখ শব্দটি কোন করকে কোন বিভক্তি?

ক) অপাদানে ষষ্ঠী
খ) কর্মে ৭মী
উত্তরঃ গ) করণে ষষ্ঠী
ঘ) অধিকরণে ষষ্ঠী

★►কোনটি শুদ্ধ বানান?

ক) নূন্যাধিক
উত্তরঃ খ) ন্যূনাধিক
গ) ন্যুনাধিক
ঘ) ন্যুনধিক

★►কোনটি শুদ্ধ বানান?

ক) গৃহিনী
খ) গৃহিনী
গ) গৃহীনী
উত্তরঃ ঘ) গৃহিণী

★►কোনটি শুদ্ধ বানান?

ক) ভবিষ্যৎবাণী
উত্তরঃ খ) ভবিষ্যদ্বাণী
গ) ভবিষ্যৎবানী
ঘ) ভবিষ্যতবাণী

★►‘পৃথিবী’ এর সমার্থক শব্দ নয়-

ক) বসুন্ধরা
খ) ধরণী
গ) অবনী
উত্তরঃ ঘ) যামিনী

★►‘অন্ধকার’ এর সমার্থক শব্দ নয়-

ক) তিমির
উত্তরঃ খ) কাজল
গ) আঁধার
ঘ) অমানিশা

★►‘পর্বত’ এর সমার্থক শব্দ নয়-

ক) পাহাড়
খ) গিরি
উত্তরঃ গ) শিলা
ঘ) শৈল

★► ‘তিমির’ এর বিপরীতার্থক শব্দ-

উত্তরঃ ক) আলো
খ) তিরস্কার
গ) কালো
ঘ) অন্ধকার

★► ‘মুক্ত’ এর বিপরীতার্থক শব্দ-

ক) স্বাধীন
উত্তরঃ খ) বদ্ধ
গ) মুক্তি
ঘ) বাহির

★►নিম্নের কোন্ উক্তিটি সঠিক ?

ক) কারিকুলাম ও সিলেবাস এক ও অভিন্ন
উত্তরঃ খ) সিলেবাস কারিকুলামের অংশবিশেষ
গ) কারিকুলাম সিলেবাসের অংশবিশেষ
ঘ) উপরের সবগুলো

★►সাহিত্যে বিশেষ অবদানের জন্যে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি প্রদান করা হয় ?

উত্তরঃ ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) কলকাতা বিশ্ববিদ্যালয়
গ) বিশ্বভারতী
ঘ) রেঙ্গুন বিশ্ববিদ্যালয়

★►২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে কবে স্বীকৃতি দেওয়া হয় ?

ক) ১৭সেপ্টেম্বর,১৯৯৯
খ) ১৭ অক্টোবর, ১৯৯৯
উত্তরঃ গ) ১৭ নভেম্বর, ১৯৯৯
ঘ) ১৭ ডিসেম্বর, ১৯৯৯

★►বাংলা সাহিত্যে কাকে ‘ছন্দের যাদুকর’ বলা হয় ?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) প্রমথ চৌধুরী
উত্তরঃ গ) সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ) শামসুর রাহমান

★►রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি ?

ক) গীতাঞ্জলি
খ) বলাকা
উত্তরঃ গ) বনফুল
ঘ) পূরবী

★► ‘এলাটিং বেলাটিং’ ও ‘ধান ভানলে কুঁড়ো দেবো’ শিশুতোষ গ্রন্থদ্বয়ের প্রণেতা কে ?

উত্তরঃ ক) শামসুর রাহমান
খ) রোকনুজ্জামান খান দাদা ভাই
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মুহাম্মদ ফাজর ইকবাল

★►সাহিত্য সম্রাট কাকে বলা হয় ?

ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

★►নারী সমাজের উন্নতির জন্য ‘নারীশক্তি’ নামে পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন ?

ক) বেগম রোকেয়া
খ) বেগম শামসুন্নাহার
গ) কবি সুফিয়া কামাল
উত্তরঃ ঘ) ডা. লুৎফুর রহমান

★►‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির সুরকার কে ?

ক) আব্দুল গাফফার চৌধুরি
খ) আব্দুল জব্বার
গ) আব্দুল লতিফ
উত্তরঃ ঘ) আলতাফ মাহমুদ

★►বর্ণ হচ্ছে-

ক) শব্দের ক্ষুদ্রতম অংশ
খ) ধ্বনি শ্রুতিগ্রাহ্য রূপ
গ) একত্রে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
উত্তরঃ ঘ) ধ্বনি নির্দেশক প্রতীক

★►বাংলার ব্যাকরণ প্রথম রচনা করেন-

ক) উইলিয়াম কেরী
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যসাগর
গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ) এবি. হ্যালহেড

★►‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র’ সংকলন ও সম্পাদনা করেছেন-

উত্তরঃ ক) হাসান হাফিজুর রহমান
খ) আহসান হাবীব
গ) এম আর আখতার মুকুল
ঘ) কবীর চৌধুরী

★►নিম্নের কোনটি শব্দের আগে বসে ?

ক) অনুসর্গ
উত্তরঃ খ) উপসর্গ
গ) বিভক্তি
ঘ) প্রত্যয়

★►প্রাকৃত শব্দটির অর্থ-

ক) প্রকৃত
খ) যথার্থ
গ) যা করা হয়েছে
উত্তরঃ ঘ) স্বাভাবিক

★►ড. আব্দুল্লাহ আল-মুতি শরফুদ্দীন রচিত বই-

ক) আজব প্রাণী আজব গাছ
উত্তরঃ খ) সাগরের রহস্যপুরী
গ) জলের-ডাঙ্গায়
ঘ) বাগের ঘরে ঘোগের বাস

★►রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ ২৫ বৈশাখ, ১৮৬১ সালের মে মাসের কোন তারিখ ছিল ?

ক) ৬
উত্তরঃ খ) ৭
গ) ৮
ঘ) ৯

★►‘ধূমকেতু’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

ক) মোহাম্মদ নাসির উদ্দীন
খ) মাওলানা আকরম খাঁ
উত্তরঃ গ) কাজী নজরুল ইসলাম
ঘ) খান মুহাম্মদ মঈন্দ্দুীন

★► শশাঙ্ক

ক) খরগোস
খ) সমুদ্র
গ) সূর্য
উত্তরঃ ঘ) চাঁদ

★►নেত্র

উত্তরঃ ক) চোখ
খ) চন্দ্র
গ) সূর্য
ঘ) ক্ষেত্র

★►দামিনী

ক) মেঘ
উত্তরঃ খ) বিদ্যুৎ
গ) বৃষ্টি
ঘ) ঢেউ

★►বিধুর

ক) কঠিন
খ) জ্ঞানী
উত্তরঃ গ) কাতর
ঘ) বলিষ্ঠ

★►সুপ্ত

ক) সুহৃদ
খ) সুন্দর
গ) গরমিল
উত্তরঃ ঘ) নিদ্রিত

★►চন্দ্রিকা

ক) চাঁদ
খ) সূর্য
উত্তরঃ গ) জ্যোৎস্না
ঘ) কিশলয়

★►“টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ?”─এ বাক্যে ‘মুখ’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) আধিপত্য সু
খ) নাম
গ) মূল্য
উত্তরঃ ঘ) সম্মান

★►নিচের কোন দুটি সমার্থক ?

উত্তরঃ ক) অহিনকুল-দাকুমড়া
খ) অগ্নিশর্মা-অগ্নিপরীক্ষা
গ) তাসের ঘর-তামার
ঘ) বিষ কোনটিই নয়

★►‘যে সকল অত্যাচারই সয়ে যায়’-এক কথায় কী হবে?

উত্তরঃ ক) সর্বংসহা
খ) সর্বসহ্যকারী
গ) সহ্যকারী
ঘ) অত্যাচারী

★►‘যা সাধারণের মধ্যে দেখা যায় না’-এর এক কথায় প্রকাশ কোনটি?

ক) অনন্য রকম
উত্তরঃ খ) অসাধারণ
গ) সাধারণ
ঘ) অন্যন্য সাধারণ

★►‘যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে’- তাকে এক কথায় কি বলে?

উত্তরঃ ক) অবিমৃষ্যকারী
খ) ভবিষ্যৎ বাণী
গ) অচিন্তনীয়
ঘ) ভূতপূর্ব

★►‘ইঁদুর কপালে’-এর বিপরীত বাগধারা কোনটি?

ক) অদৃষ্টের পরিহাস
উত্তরঃ খ) একাদশে বৃহস্পতি
গ) অন্ধকার দেখা
ঘ) কেউকেটা

★►‘সাক্ষী গোপাল’-বাগধারাটির অর্থ কোনটি?

ক) অপদার্থ
খ) মূর্খ
গ) নিরেট বোকা
উত্তরঃ ঘ) নিষ্ক্রিয় দর্শক

★►কোন বানানটি শুদ্ধ?

ক) কৃষিজিবী
খ) কৃষিজিবি
গ) কৃষিজীবি
উত্তরঃ ঘ) কৃষিজীবী

★► কোন বানানটি শুদ্ধ?

উত্তরঃ ক) আভিদানিক
খ) আভীধানিক
গ) অভিধানিক
ঘ) অভীধানিক

★►কোন বানানটি শুদ্ধ?

ক) সান্তনা
উত্তরঃ খ) সান্তনা
গ) স্বান্তনা
ঘ) শান্তনা

★► কোন বানানটি শুদ্ধ?

উত্তরঃ ক) শীতাতপ
খ) শীততাপ
গ) শিতাতপ
ঘ) শিততাপ

★►নিচের উপন্যাস/গল্প/কাব্যগ্রন্থের রচয়িতা কে?
পল্লী সমাজ

উত্তরঃ ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) কাজী নজরুল ইসলাম
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়

★► নিচের উপন্যাস/গল্প/কাব্যগ্রন্থের রচয়িতা কে?
বিষের বাঁশি

ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ) কাজী নজরুল ইসলাম
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) জসীম উদদীন

★►নিচের উপন্যাস/গল্প/কাব্যগ্রন্থের রচয়িতা কে?
হাজার বছর ধরে

ক) জসীম উদদীন
উত্তরঃ খ) জহির রায়হান
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) সেলিম আল-দীন

★►‘ভাষার ইতিবৃত্ত’ কার রচনা ?

ক) মুহাম্মদ আবদুল হাই
খ) ড. সুকুমার সেন
উত্তরঃ গ) ড, মুহম্মদ শহীল্লাহ
ঘ) ড. আহমেদ শরীফ

★►‘আনোয়ারা’ উপন্যাসের লেখক কে ?

উত্তরঃ ক) নজিবর রহমান সাহিত্যরত্ম
খ) আবু ইসহাক
গ) হাবিবকুর রহমান সাহিত্যরত্ন
ঘ) মতিলাল দাস

★►সনেট’ বাংলা ভাষায় প্রথম কে রচনা করেন ?

ক) সত্যেন্দ্রনাথা দত্ত
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) হরিপদ দত্ত

★►জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গ্রন্থখানির নাম চিহ্নিত করুন ।

ক) সাঁঝের বেলা
উত্তরঃ খ) অগ্নিবীণা
গ) মায়া কাজল
ঘ) করুণানিধি

★►‘বাতায়ন পাশে গুবাক তরুর সারি’ কবিতাটি কে রচনা করেন ?

ক) সোমনাথ লাহিড়ী
খ) কবি কায়কোবাদ
উত্তরঃ গ) কাজী নজরুল ইসলাম
ঘ) কাজী কাদের নওয়াজ

★►‘দস্ত-ব-দস্ত’ কথার অর্থ কি ?

ক) বন্ধু বনাম বন্ধু
উত্তরঃ খ) হাতে-হাতে
গ) খেতে-খেতে
ঘ) আস্তে-আস্তে

★►নিম্নোক্ত শব্দসমূহের মধ্যে অশুদ্ধ শব্দটি চিহ্নিত করুন ?

ক) বীণাপাণি
উত্তরঃ খ) মূড়
গ) চরিত্র
ঘ) প্রত্যুষ

★►কোন বাক্যে যে ক্রিয়াপদ অসমাপ্ত থাকে, তাকে কি ধরনের ক্রিয়াপদ বলে?

ক) সমাপিকা প্রিয়া
খ) অর্ধ-সমাপিকা প্রিয়া
উত্তরঃ গ) অসমাপিকা প্রিয়া
ঘ) অর্ধ-সমাপিকা প্রিয়া

★►‘সে তোমার মাথা খেয়েছে’- এ বাক্যে মাথা খাওয়ার অর্থ কি ?

ক) মস্তক কামড়ে খাওয়া
উত্তরঃ খ) সর্বনাশ করা
গ) পাগলামি করা
ঘ) মাথায় আঘাত করা

★►‘জিম্মি’ শব্দের কোন প্রয়োগটি শুদ্ধ ?

ক) দস্যূরা তাকে জিম্মি করে রেখেছে
খ) তুমি নিশ্চিন্তে আমার নিকট তোমার ছেলেকে জিম্মিরূপে রেখে যেতে পারো
উত্তরঃ গ) ওরা তাকে জিম্মি করে রেখে এখন তার ছেলের কাছে টাকা দাবি করছে
ঘ) জিম্মি বালকটিকে ওরা হত্যা করে ফেলতে পারে

★►কোন বানানটি শুদ্ধ তা নির্দেশ করুন।

উত্তরঃ ক) মাদ্রাসা
খ) মাদ্রাছা
গ) মাদ্ রাসা
ঘ) মদরাছা

★►ব্রজভাষা কি ?

ক) বাংলাভাষা
খ) ব্রজভূমির ভাষা
গ) বৃন্দাবনের ভাষা
উত্তরঃ ঘ) মথুরার ভাষা

★► “এর ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর।” – লিখেছেন ?

ক) চণ্ডীদাস
উত্তরঃ খ) বিদ্যাপতি
গ) রবীন্দ্রনাথ
ঘ) কাজী নজরুল ইসলাম

★►জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা কোন্টি ?

উত্তরঃ ক) ব্যথার দান
খ) বসন্ত প্রয়াণ
গ) ধান কন্যা
ঘ) শেষ লেখা

★►নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে যেটি গল্পগন্থ সেটির নাম লিখুন-

ক) সাত সাগরের মাঝি
খ) পদ্মানদীর মাঝি
উত্তরঃ গ) শিউলিমালা
ঘ) শেষের কবিতা

★►নিম্নোক্ত রচনাগুলো মধ্যে যেটি প্রহসন, সেটির নাম লিখুন –

ক) চিত্রাঙ্গদা
উত্তরঃ খ) বিয়ে পাগলা বুড়ো
গ) নীলদর্পণ
ঘ) সাজাহান

★►প্যারীচাঁদ মিত্রের গ্রন্থ কোনটি ?

ক) মৃত্যুক্ষুধা
খ) নৌকাডুবি
উত্তরঃ গ) আলালের ঘরের দুলাল
ঘ) তেইশ নম্বর তৈলচিত্র

★►শীকর শব্দের অর্থ কি ?
ক) শিশির

খ) নীহিরিকা
উত্তরঃ গ) জলকণা
ঘ) পদ্মফুল

★►সংস্কৃত শব্দ কোনটি তা নির্দেশ করুন।

ক) আম্মা
খ) মা
উত্তরঃ গ) মাতা
ঘ) মাতৃ

★►কৃৎ প্রত্যয় কাকে বলে ?

ক) শব্দের সঙ্গে যুক্ত প্রত্যয়কে
খ) অর্থের সঙ্গে যুক্ত প্রত্যয়কে
উত্তরঃ গ) ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে
ঘ) উপসর্গের সঙ্গে যুক্ত প্রত্যয়কে

★► প্রথম বাঙালি মুসলমান কবি কে ?

ক) শাহ মুহম্মদ সগীর
খ) কায়কোবাদ
উত্তরঃ গ) কাজী নজরুল ইসলাম
ঘ) কবি জসীমউদ্দীন

★► কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদ- হয় ?

ক) বিদ্রোহী
খ) অগ্রপথিক
উত্তরঃ গ) আনন্দময়ীর আগমনে
ঘ) কাণ্ডারী হুঁশিয়ারি

★►‘বিষাদ সিন্ধু’ উপন্যাসটির রচয়িতা কে ?

উত্তরঃ ক) মীর মোশাররফ হোসেন
খ) কায়কোবাদ
গ) সৈয়দ আলী আহসান
ঘ) কবি জসীমউদ্দীন

★►‘মা তোর বদন খানি মলিন হলে, আমি ……ভাসি’ শূন্যস্থান পূরণ করুন।

ক) চোখের জলে
উত্তরঃ খ) নয়ন জলে
গ) বুকের জলে
ঘ) নদীর জলে

★►বাংলা গদ্যের জনক কে?

ক) উইলিয়াম কেরি
খ) রাজা রামমোহন রায়
গ) রামরাম বসু
উত্তরঃ ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

★►বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কার রচিত কাব্যগন্থ?

উত্তরঃ ক) শামসুর রহমান
খ) জাহানারা আরজু
গ) হাসান হাফিজুর রহমান
ঘ) আল মাহমুদ

★►‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাস কে লিখেছেন?

উত্তরঃ ক) আলাউদ্দিন আল আজাদ
খ) জহির রায়হান
গ) সৈয়দ ওয়ালিউল্লাহ
ঘ) শওকত ওসমান

★►রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরষ্কার লাভ করেন-

ক) ১৯১০ সালে
খ) ১৯০৫ সালে
উত্তরঃ গ) ১৯১৩ সালে
ঘ) ১৯১১ সালে

★►‘বেদের মেয়ে’ গীতিনাট্য কে লিখেছেন?

ক) কাজী নজরুল ইসলাম
উত্তরঃ খ) জসীমউদদীন
গ) ডঃ নীলিমা ইব্রাহীম
ঘ) সাঈদ আহম্মদ

★►কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়?

ক) ধূসর পান্ডুলিপি
খ) ঝরা পালক
উত্তরঃ গ) বেলা শেষের গান
ঘ) মহা পৃথিবী

★►‘কবর’ নাটকের রচয়িতা কে?

ক) সিকান্দার আবু জাফর
উত্তরঃ খ) মুনীর চৌধুরী
গ) মমতাজ উদ্দীন আব্দুল্লাহ
ঘ) আল মামুন

★►‘অপর্ণা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা?

উত্তরঃ ক) বিসর্জন
খ) চিত্রাঙ্গদা
গ) রক্তকবরী
ঘ) রাজা ও রাণী

★►‘অবরোধবাসিনী’ কার রচনা?

ক) উপেন্দ্র কিশোর রায়
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ গ) বেগম রোকেয়া
ঘ) বুদ্ধদেব বসু

★►কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয়?

ক) রৌদ্র করোটিতে
খ) নিজ বাসভূমে
উত্তরঃ গ) বন্দীর বন্দনা
ঘ) বন্দী শিবির থেকে

★►‘যাচ্ছেতাই’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) যাচ্ছে + তাই
উত্তরঃ খ) যা + ইচ্ছে + তাই
গ) যাচ্ছে + তাই এবংযা + ইচ্ছে + তাই দুটাই
ঘ) কোনটিই নয়

★►কৃতঘ্ন অর্থ কি?

উত্তরঃ ক) যে উপকারীর অপকার করে
খ) যে উপকারীর উপকার করে না
গ) যে উপকারীর উপকার স্বীকার করে না
ঘ) যে উপকারীর অপকার করে না

★►বাংলা কবিতায় ছন্দ প্রধানত কত প্রকার?

ক) ৪ প্রকার
উত্তরঃ খ) ৩ প্রকার
গ) ২ প্রকার
ঘ) ৫ প্রকার

★►‘আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক’ কোন বিভক্তি ?

ক) কর্মে ৬ষ্ঠী
খ) করণে শূন্য
উত্তরঃ গ) অধিকরণে ৬ষ্ঠী
ঘ) করণে ৭মী

★►‘ঘোড়া-এর সমার্থক শব্দ নয় কোনটি?

ক) অশ্ব
খ) ঘোটক
গ) তুরগ
উত্তরঃ ঘ) গর্দভ

★►‘জমীদার দর্পণ’-এর রচয়িতার নাম কী?

উত্তরঃ ক) মীর মশাররফ
খ) হোসেন দীনবন্ধু মিত্র
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) প্যারিচাঁদ মিত্র

★►‘আনন্দ মঠ’ উপন্যাস কার লেখা?

ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) আনন্দ মোহন চক্রবর্তী

★►‘সবুজপত্র সম্পাদনা করেন কে?

উত্তরঃ ক) প্রমথ চৌধুরী
খ) রাধানাথ সিকদার
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) বঙ্কিম চন্দ্র

★►‘চোখের বালি’ অর্থ কি?

ক) চোখের অসুখ
খ) চোকের যত্ন
উত্তরঃ গ) শত্রু
ঘ) কৃতঘ্ন

★►‘ড়’ এবং ‘ঢ়’ ধ্বনিগুলোকে বলে-

উত্তরঃ ক) তাড়নজাত
খ) কম্পন জাত
গ) উষ্ম
ঘ) নাসিক্য

★►বাংলা সাহিত্যের পল্লীকবি কে?

ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) শামসুর রহমান
উত্তরঃ ঘ) জসীমউদদীন

★►রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিলেন না?

ক) শাহজাদপুর
খ) শিলাইদহ
উত্তরঃ গ) মনপুরা
ঘ) পতিশ্বর

★►মধুসূদন দত্তের ‘মেঘনাদবদ’ কাব্য-এর কাহিনী কোন মহাকাব্য থেকে নেওয়া?

উত্তরঃ ক) রামায়ণ
খ) মহাভারত
গ) মহাশ্মশান
ঘ) ইলিয়েড

★►বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?

উত্তরঃ ক) চন্দ্রাবতী
খ) স্বর্ণকুমারী দেবী
গ) অনুরূপা দেবী
ঘ) আশালতা দেবী

★►মধ্যযুগের প্রণয়কাব্য ‘লাইলী মজনু’ কার রচনা?

ক) শাহ মুহম্মদ সগীর
উত্তরঃ খ) দৌলত উজির বাহরাম শাহ
গ) সাবিরিদ খাঁ
ঘ) দৌলত কাজী

★►‘ময়মনসিংহ ভবানন্দ উপাখ্যান’ কার রচনা ?

ক) কানাহরি দত্ত
খ) বিজয় গুপ্ত
গ) মুকুন্দ রাম
উত্তরঃ ঘ) ভারতচন্দ্র রায় গুণাকর

★►‘কবিকঙ্কন’ কার উপাধি?

ক) কাশীরাম দাস
খ) মালাধর বসু
উত্তরঃ গ) মুকুন্দারাম চক্রবর্তী
ঘ) ভারত চন্দ্র

★►বৈষ্ণব পদকর্তা ‘চণ্ডীদাস’ কত জন?

উত্তরঃ ক) ৩ জন
খ) ২ জন
গ) ৪ জন
ঘ) ৫ জন

★►বাংলা সাহিত্যের আদি গ্রন্থ ‘চর্যাপদে’র রচনাকাল-

উত্তরঃ ক) সপ্তম থেকে দ্বাদশ শতক
খ) অষ্টম থেকে চতুর্দশ শতক
গ) নবম থেকে চর্তুদশ শতক
ঘ) দশম থেকে চতুর্দশ শতক

★►বাংলা লিপির উৎপত্তি হয়েছে –

ক) সংস্কৃত লিপি থেকে
উত্তরঃ খ) ব্রাহ্মী লিপি থেকে
গ) চীনালিপি থেকে
ঘ) আরবি লিপি থেকে

★►বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয়?

ক) ১৭৩৪ সালে
খ) ১৭৪২ সালে
উত্তরঃ গ) ১৭৪৩ সালে
ঘ) ১৭৫০ সালে

★►উচ্চারণের দিক থেকে ‘ল’ কোন ধরনের বর্ণ?

ক) দন্ত্য বর্ণ
খ) তালব্য বর্ণ
গ) স্বর বর্ণ
উত্তরঃ ঘ) অন্তঃস্থ

★►ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন বা প্রতীককে কি বলে?

উত্তরঃ ক) বর্ণ
খ) ঘোষ
গ) স্বার
ঘ) ব্যঞ্জন

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-০৭"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে