গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-০৬
ক) লোহিত রক্তকণিকা
উত্তরঃ খ) শ্বেত রক্তকণিকা
গ) অণুচক্রিকা
ঘ) রক্তরস
► শর্করার মৌলিক উপাদান কোনটি?
উত্তরঃ ক) কার্বন
খ) নাইট্রোজেন
গ) সালফার
ঘ) ফসফরাস
► বিশুদ্ধ পানির pH কত?
ক) ৯
খ) ৮
উত্তরঃ গ) ৭
ঘ) ৬
► ইলিশ মিঠা পানিতে ডিম পাড়ে কেন?
ক) এরা মিঠা পানিতে বাস করে বলে
খ) মিঠা পানিতে স্রোত থাকে না বলে
উত্তরঃ গ) লোনা পানিতে ডিম নষ্ট হয়ে যায় বলে
ঘ) মিঠা পানিতে অক্সিজেন বেশি থাকে বলে
► পানি বিশুদ্ধকরণ পদ্ধতি হলো-
i. পরিস্রবণ
ii. ব্রোমিনেশন
iii. ক্লোরিনেশন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
উত্তরঃ খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
► পানিতে ফসফেটের মাত্রা বেড়ে গেলে-
i. উক্ত পানিতে প্রচুর শ্যাওলা জন্মে
ii. জলজ প্রাণির সংখ্যা বেড়ে যায়
iii. দ্রবীভূত অক্সিজেন কমে যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
উত্তরঃ খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
► রক্তের তরল অংশকে কী বলে?
ক) প্লাজমালেমা
উত্তরঃ খ) প্লাজমা
গ) প্রোটোপ্লাজম
ঘ) রক্তকণিকা
► জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা কোনটি?
ক) ব্যাকটেরিয়া
খ) ছত্রাক
উত্তরঃ গ) ভাইরাস
ঘ) প্রোটোজোয়া
► হাইপারটেনশনের ফলে সংঘটিত হতে পারে-
i. স্ট্রোক, প্যারালাইসিস
ii. হার্ট অ্যাটাক, দৃষ্টিশক্তির ব্যাঘাত
iii. ডায়াবেটিস, লিউকেমিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
উত্তরঃ গ) ii ও iii
ঘ) i, ii ও iii
► উভচর প্রাণীর (ব্যাঙ্গের) হৃৎপিন্ড কত প্রকোষ্ঠবিশিষ্ট?
ক) চার
উত্তরঃ খ) তিন
গ) দুই
ঘ) এক
► মানুষের দেহে নিষ্ক্রিয় অঙ্গ হলো-
i. অগ্ন্যাশয় ii. সিকাম iii. অ্যাপেন্ডিক্স
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
উত্তরঃ গ) ii ও iii
ঘ) i, ii ও iii
► চোখের দৃষ্টির ত্রুটি কত প্রকার?
ক) ৫
উত্তরঃ খ) ৪
গ) ৩
ঘ) ২
► স্বাভাবিক চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
উত্তরঃ ক) ২৫ সে. মি.
খ) ৫.২ সে. মি.
গ) ২.৫ সে. মি.
ঘ) ০.২৫ সে. মি.
► লেন্স প্রধানত কত প্রকার?
ক) ৫
খ) ৪
গ) ৩
উত্তরঃ ঘ) ২
► ঘন মাধ্যমে আলোর বেগ হালকা মাধ্যমের তুলনায় কিরূপ?
উত্তরঃ ক) কম
খ) বেশি
গ) সমান
ঘ) দ্বিগুণ
► চোখের যত্নের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য ?
ক) বেশি দূরত্বে রেখে বই পড়া
উত্তরঃ খ) পর্যাপ্ত আলোতে বই পড়া
গ) আবছা আলোতে বই পড়া
ঘ) কম দূরত্বে রেখে বই পড়া
► জসিম কাছের জিনিস স্পষ্ট দেখতে পায়, কিন্তু দূরের জিনিস ঝাপসা দেখে। অপরদিকে তার বাবা দূরের জিনিস স্পষ্ট দেখেন, কিন্তু কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না।
► জসিমের চোখে কোন ত্রটি দেখা দিয়েছে?
উত্তরঃ ক) ক্ষীণ দৃষ্টি
খ) দীর্ঘদৃষ্টি
গ) চালশে
ঘ) নকুলানুতা
► জসিম তার চোখের ত্রুটির প্রতিকার করতে পারে-
ক) সুষম খাদ্য খেয়ে
উত্তরঃ অবতল লেন্সের চশমা ব্যবহার করে
গ) উত্তল লেন্সের চশমা ব্যবহার করে
ঘ) নকুলানুতা
► পলিমার শব্দটির অর্থ কী?
ক) অংশ
খ) শিকল
উত্তরঃ গ) অনেক অংশ
ঘ) মনোমার
► কোনটি রবার?
ক) বৈদ্যুতিক সকেট
উত্তরঃ খ) গাড়ির টায়ার
গ) ফ্রাইং প্যানের হাতল
ঘ) পিভিসি পাইপ
► রবার কোনটিতে দ্রবণীয়?
ক) পানি
খ) কেরোসিন
উত্তরঃ গ) বেনজিন
ঘ) মিথানল
► পলিমার ব্যবহার করা হয়-
ক) বস্ত্র তৈরিতে
খ) তৈজসপত্র তৈরিতে
গ) তড়িৎ নিরোধকরূপে
উত্তরঃঘ) উপরের সব সঠিক?
► আমরা যেসব পানীয় ও ফলের রস পান করি সেগুলোর প্রায় সবই কোন প্রকৃতির?
উত্তরঃ ক) অম্লীয়
খ) প্রশম
গ) ক্ষারকীয়
ঘ) লবণ
► নিরপেক্ষ অপর নাম কী?
ক) ৯
খ) ৬
গ) ৫
উত্তরঃ ঘ) ৭
► তুঁতের অপর নাম কী?
উত্তরঃ ক) কপার সালফেট
খ) সিলভার সালফেট
গ) সিলভার নাইট্রেট
ঘ) সিলভার ক্লোরাইড
► খাওয়ার শেষে দই খাওয়ানো হয় কেন?
ক) এসিডিটি কমানোর জন্য
খ) ঝালেমুখ জ্বালাপোড়া থেকে বাঁচার জন্য
গ) পানিশূন্যতা রোধ করার জন্য
উত্তরঃ ঘ) এর ল্যাকটিক এসিড হজমে সাহায্য করে বলে
► নির্দেশক কীভাবে কাজ করে?
উত্তরঃ ক) বর্ণ পরিবর্তন করে
খ) তাপ নির্গমন করে
গ) বুদবুদ সৃষ্টি করে
ঘ) ভিন্ন গন্ধ ছড়ায়
► মাটিতে বিদ্যমান জৈব পদার্থকে কী বলে?
ক) সারপ্লাস
উত্তরঃ খ) হিউমাস
গ) ইউরিয়া
ঘ) অর্গানিক
► গঠন, বর্ণ, পানি ধারণ ক্ষমতা অনুযায়ী মাটি কয় প্রকার?
উত্তরঃ ক) ৪
খ) ৩
গ) ২
ঘ) ১
► বালু মাটিতে কী থাকলে চাষাবাদ সহজসাধ্য হয়?
ক) পানি
খ) সার
উত্তরঃ গ) হিউমাস
ঘ) পানি
► কোন মাটিতে ফসল চাষের জন্য জৈব সার প্রয়োগ অত্যাবশ্যক?
ক) দোআঁশ মাটিতে
উত্তরঃ খ) কাদা মাটিতে
গ) বালু মাটিতে
ঘ) পলি মাটিতে
► ‘সু’ অর্থ কী?
ক) নদী
খ) সমুদ্র
উত্তরঃ গ) বন্দর
ঘ) ঢেউ
► বিগত ৩-৪ বছর যাবৎ সিরাজগঞ্জ জেলায় কোন রোগে একই সাথে গবাদিপশু ও মানুষ আক্রান্ত হচ্ছে?
ক) ম্যারাসমাস
খ) কৃমি
উত্তরঃ গ) অ্যানথ্রাক্স
ঘ) জ্বর
► চাঁদ কোনটিকে কেন্দ্র করে ঘোরে?
ক) বুধ
খ) শুক্র
গ) শনি
উত্তরঃ ঘ) পৃথিবী
► কোনটি রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে?
ক) মাধ্যাকর্ষণ বল
উত্তরঃ খ) তড়িত চৌম্বক বল
গ) চৌম্বক বল
ঘ) ঘর্ষণ বল
জসিম হাত থেকে একটি বল ছেড়ে দিলে তা মাটিতে পড়ল। অপরদিকে রফিক দুটি দন্ডাকার বস্তু কাছাকাছি আনলে এদের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ হলো।
► জসিমের বলটির অবস্থান পরিবর্তনের কারণ কোনটি?
উত্তরঃ ক) মধ্যাকর্ষণ বল
খ) পেশিজ বল
গ) নিউক্লিয় বল
ঘ) ঘর্ষণ বল
► রফিকের দন্ড দুইটির-
ক) উভয়টিই চৌম্বক পদার্থ
উত্তরঃ খ) উভয়টিই চৌম্বক
গ) একটি চুম্বক, অন্যটি চৌম্বক পদার্থ
ঘ) উপরের সব সঠিক?
► রফিকের প্রতিটি দন্ডের কাছে একটি লোহার টুকরা আনলে কী ঘটবে?
ক) লোহার টুকরায় মরিচা পড়বে
খ) টুকরাটি গরম হবে
গ) বিকর্ষণ হবে
উত্তরঃ ঘ) আকর্ষণ হবে
► ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি?
ক) DNA
খ) RNA
গ) নিউক্লিয়াস
উত্তরঃ ঘ) নিউক্লিক এসিড
► কোন মেশিন গ্রাফ আকারে রিপোর্ট প্রদর্শন করে?
ক) এক্সরে
খ) এমআরআই
উত্তরঃ গ) ইসিজি
ঘ) এন্ডোস্কোপি
► মহিলাদের অস্টি ও ম্যালেরিয়া রোগ হয় কোনটির অভাবে?
ক) ফসফরাস
উত্তরঃ খ) ক্যালসিয়াম
গ) লৌহ
ঘ) সুক্রোজ
► কিসের অভাবে বেরিবেরি রোগ হয়?
ক) ভিটামিন বি-২
খ) ভিটামিন ডি-
উত্তরঃ গ) ভিটামিন বি-১
ঘ) ভিটামিন সি
► পানির pH ৭ এর কম হলে সেই পানি কি প্রকৃতির ?
ক) নিরপেক্ষ
উত্তরঃ খ) এসিডিক
গ) ক্ষারীয়
ঘ) লবণাক্ত
► আচার, চাটনি, সস প্রভৃতিতে ভিনেগার ব্যবহার করা হয় কেন?
ক) স্বাদবৃদ্ধির জন্য
উত্তরঃ খ) জীবাণুর বৃদ্ধিরোধ করার জন্য
গ) চিনির বিকল্প হিসেবে
ঘ) তেলের বিকল্প হিসেবে
► ETP এর পূর্ণরূপ কোনটি?
ক) Effluent Techimal Plant
খ) Effluent treatment policy
উত্তরঃ গ) Effluent Treatment Plant
ঘ) Environment Treatment Plant
► জলাভূমি সংক্রান্ত জলাভূমি সংক্রান্ত কনভেনশন হলো-
ক) ডুইসবার্গ কনভেকশন
খ) রামসার কনভেমন
উত্তরঃগ) হেলসিং কি কনভেকশন
ঘ) উপরের সব সঠিক?
► বহিরাগত যে প্রোটিন রক্তে এন্টিবডি তৈরি করতে উদ্বুদ্ধ করে সেই প্রোটিনকে কী বলে?
ক) অ্যান্টিজেন
খ) সিয়াম
উত্তরঃ গ) রক্তরস
ঘ) প্লাজমা
সাদিয়ার দাদা উচ্চ রক্তচাপের রোগী। তিনি বিষণতা ও নিদ্রাহীনতা ভোগেন। একদিন হঠাৎ তারঁ হার্ট অ্যাটাক হয়। এতে তিনি অনেক দিন হাসপাতালে চিকিৎসাধীন হয়। এতে তিনি অনেক দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
► উচ্চ রক্তচাপের ক্ষেত্রে সিস্টোলিক রক্তচাপ কত?
উত্তরঃ ক) 160 mmHg
খ) 95 mmHg
গ) 110 mmHg
ঘ) 90 mmHg
► সাদিয়ার দাদার উক্ত দিনের দৈহিক সমস্যাটির কারণ-
ক) হৃৎপিন্ডের অ্যাট্রিয়ামের সংকোচন ক্ষমতা বৃদ্ধি
খ) হৃৎপিন্ডের ভেন্ট্রিকলের সংকোচন ক্ষমতা লোপ
উত্তরঃ গ) হৃৎপিন্ডের করোনারি ধমনি বন্ধ হয়ে যাওয়া
ঘ) উপরের সব সঠিক?
► ‘অনটোজেনি রিপিটস ফাইলোজেনি’-উক্তিটি কার?
ক) এরিস্টটল
খ) ল্যামার্কের
উত্তরঃ গ) হেকেলের
ঘ) ডারউইনের
► জীবের অঙ্গসংস্থানগত ভিন্নতার কারণ কোনটি?
ক) সৃষ্টির আদি থেকেই জীবের ভিন্নতা
খ) অভিস্রবণ
উত্তরঃ গ) অভিযোজন
ঘ) প্রজনন
► স্বাভাবিক শিশু থেকে টেস্টটিউব বেবির পার্থক্যকারি বৈশিষ্ট্য কোনটি?
ক) প্রাথমিক ভ্রুণ জরায়ুতে উৎপন্ন হয়
উত্তরঃ খ) প্রাথমিক ভ্রুণ পালন মাধ্যমে উৎপন্ন হয়
গ) ভ্রুণ পালন মধ্যমে বেড়ে উঠে
ঘ) শুক্রাণুর প্রয়োজন হয় না
► দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কি বলে?
ক) দর্পন
উত্তরঃ খ) লেন্স
গ) আলোকতল
ঘ) প্রতিফলক
► বালি মাটি পানি ধরে রাখতে পারে না কেন?
ক) কণাগুলো ছোট বলে
খ) কণাগুলো সুক্ষ্ম বলে
উত্তরঃ গ) রন্ধ্রগুলো বড় বলে
ঘ) রন্ধ্রগুলো ছোট বলে
► সবচেয়ে পুরানো ও কার্বন সমৃদ্ধ কয়লা কোনটি?
উত্তরঃ ক) অ্যানথ্রাসাইট
খ) বিটুমিনাস
গ) লিগনাইট
ঘ) কোক
► নিরাপদ ড্রাইভিং এর শর্ত কোনটি?
ক) খুব ধীরে গাড়ি চালনা করা
উত্তরঃ খ) গাড়ির আশেপাশে সর্বদা খেয়াল রাখা
গ) গাড়ি ঠিকমতো রং করা
ঘ) সব সময় সমতলে গাড়ি চালানো
► অনির চোখে দৃষ্টি বা ক্ষীর্ণ দৃষ্টি ত্রুটি দেখা দিয়েছে। এক্ষেত্রে তাকে কোন লেন্সের চশমা ব্যবহার করতে হবে?
উত্তরঃ ক) অবতল লেন্স
খ) উত্তল লেন্স
গ) অবতলোত্তল লেন্স
ঘ) সমতোলত্তল লেন্স
► রাইডার পাকানো প্রক্রিয়াকে কি বলে?
উত্তরঃ ক) স্পিনিং
খ) টুইস্টিং
গ) ব্যাটিং
ঘ) ব্লেডিং
► কোনটি মনোমার?
ক) পিভিসি
খ) পলিথিন
গ) মেলামাইন রোজন
উত্তরঃ ঘ) ফেনল
► আতিক সাহেব বাজার থেকে দুটি প্লাস্টিকের চেয়ার কিনে আনলেন। এই চেয়ার তৈরিতে ব্যবহৃত হয়েছে-
উত্তরঃক) পলিইউরেথেন প্লাস্টিক
খ) পিভিসি
গ) নাইলন ৬:৬
ঘ) উপরের সব সঠিক?
► বাসাবাড়িতে পারিষ্কারক হিসেবে কী ব্যবহৃত হয়?
ক) সোডিয়াম হাইড্রক্সাইড
উত্তরঃ খ) অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড
গ) পটাসিয়াম হাইড্রোক্সাইড
ঘ) অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড
সাবিল নীল লিটমাস কাগজ লেবুর রসে ডুবালো, কাগজটি লাল হয়ে গেল। তারপর সে এটিকে চুনের পানিতে ডুবালো। কাগজটি নীল রং ফিরে পেল।
► সাবিলের কাগজটি লাল হয়ে গেল কেন?
উত্তরঃ ক) লেবুর রস অম্লীয় বলে
খ) লেবুর রস ক্ষারধর্মী বলে
গ) লেবু নিরপেক্ষ বলে
ঘ) লেবুর রসে রঞ্জক পদার্থ থাকায়
► সাবিলের ব্যবহার করা তরল দুটির pH মান-
ক) উভয় ক্ষেত্রে ৭ এর সমান
খ) প্রথমটির ক্ষেত্রে ৭ এর কম
উত্তরঃ গ) ২য়টির ক্ষেত্রে ৭ এর বেশি
ঘ) উপরের সব সঠিক?
► নরম শিলা কোন স্তরে থাকে?
ক) Horizon A
খ) Horizon B
উত্তরঃ গ) Horizon C
ঘ) Horizon D
► বাংলাদেশের বঙ্গোপসাগরে কত কিলোমিটার পর্যন্ত অগভীর বিস্তৃত?
ক) ১৫০
উত্তরঃ খ) ১৬০
গ) ১৭০
ঘ) ১৮০
► সুনামির সাথে যুগপৎ রূপ কোন প্রাকৃতিক দুর্যোগের নাম জড়িত?
ক) নদী ভাঙ্গন
খ) ঘূর্ণিঝড়
গ) জলাবদ্ধতা
উত্তরঃ ঘ) ভূমিকম্প
► নগরায়ন কিভাবে ঘটে?
ক) শহরে বস্তি নির্মানের কারণে
খ) শহরতলীর অপর্যাপ্ত সেবার কারণে
উত্তরঃ গ) গ্রামের মানুষের শহরমুখিতায়
ঘ) নগরের মানুষের গ্রাম মুখিতায়
► যে বল বস্তুর ভৌত সংস্পর্শে না এসেও বস্তুর ওপর ক্রিয়া করে তাকে কি বলে?
ক) স্পর্শ বল
উত্তরঃ খ) অস্পর্শ বল
গ) পেশিজ বল
ঘ) ঘর্ষণ বল
►মালেক হাত থেকে একটি বল ছেড়ে দিলে তা মাটিতে পড়ল। অপরদিকে খালেক দুটি দন্ডাকার বস্তু কাছাকাছি আনলে এদের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ হলো।
খালেকের দন্ড দুটির-
ক) উভয়টি চৌম্বক পদার্থ
উত্তরঃ খ) উভয়টিই চুম্বক
গ) একটি চুম্বক, অন্যটি চৌম্বক পদার্থ
ঘ) উপরের সব সঠিক?
► খালেকের প্রতিটি দন্ডের কাছে একটি লোহার টুকরা আনলে কি ঘটবে?
ক) লোহার টুকরায় মরিচা পড়বে
খ) টুকরাটি গরম হবে
গ) বিকর্ষণ হবে
উত্তরঃ ঘ) আকর্ষণ হবে
► কোষ বিভাজনের সময় ক্রোমোজন যে দুটি ভাগে বিভক্ত হয় তাদের প্রত্যেকটিকে কি বলে?
ক) ক্রোমোনেমা
উত্তরঃ খ) ক্রোমাটিভ
গ) কাইনোটোকোর
ঘ) সেন্ট্রামিয়ার
► রিকম্বিনেন্ট ডি এন এ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়?
ক) জনন প্রক্রিয়া
উত্তরঃ খ) জিন ক্লোনিং
গ) টিস্যু কালচার
ঘ) কোষ বিভাজন
► হানটিটেনস রোগের ফলে মানুষের যে সমস্যা হয়-
ক) মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না
খ) শরীরের পেশিগুলোর মধ্যে সমন্বয় ক্ষমতা লোপ পায়
উত্তরঃ গ) শরীরে রক্তস্বল্পতা দেখা দেয়
ঘ) উপরের সব সঠিক?
► তুঁতের সংকেত কোনটি?
ক) Ag2SO4
খ) Fe2(SO4)3
উত্তরঃ গ) CuSO4
ঘ) NaSO4
► CuSO4 এর জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিচালনা করা হলে ক্যাথোডে কী জমা হয়?
উত্তরঃ ক) তামার অণু
খ) সালফারের অণু
গ) অক্সিজেন অণু
ঘ) হাইড্রোজেন অণু
► লোডশেডিং এর মূল কারণ কোনটি?
উত্তরঃ ক) চাহিদার তুলনায় বিদ্যুতের স্বল্প উৎপাদন
খ) তড়িৎ সরবরাহ পদ্ধতির ত্রুটি
গ) মনিটরিং ব্যবস্থার দুর্বলতা
ঘ) তড়িতের অবৈধ সংযোগ
► স্পিকারে কোনটি থাকে?
ক) একটি চৌম্বক পদার্থ
খ) একটি অচৌম্বক পদার্থ
উত্তরঃ গ) একটি স্থায়ী চুম্বক
ঘ) একটি অস্থায়ী চুম্বক
► স্পিকারের বায়ুর ফাঁকে কোনটি থাকে কোনটি থাকে?
ক) ডায়াফ্রাম
খ) ভয়েস কয়েল
উত্তরঃ গ) স্থায়ী চুম্বক
ঘ) দোলক
► উচ্চ শব্দে টেলিভিশন চালালে অস্থিরতাবোধ করে-
ক) বধির ব্যক্তি
খ) রক্তচাপের রোগী
উত্তরঃ গ) হৃদরোগী
ঘ) উপরের সব সঠিক?
► উইলহেম রনজেন কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
ক) জাপান
উত্তরঃ খ) জার্মান
গ) ইংল্যান্ড
ঘ) ফ্রান্স
► অপরিহার্য অ্যামাইনো এসিড কয়টি?
ক) ৫টি
খ) ৬টি
গ) ৭টি
উত্তরঃ ঘ) ৮টি
► রাফেজ কী জাতীয় খাদ্য?
ক) প্রোটিন
উত্তরঃ খ) সেলুলোজ
গ) লবণ
ঘ) শর্করা
► তামাকে কোন বিষাক্ত পদার্থটি উপস্থিত?
ক) থায়ামিন
খ) নিয়াসিন
গ) কোবালামিন
উত্তরঃ ঘ) নিকোটিন
► ১ সিসি পানির ভর সমান কত গ্রাম?
উত্তরঃ ক) ১ গ্রাম
খ) ২ গ্রাম
গ) ৩ গ্রাম
ঘ) ৪ গ্রাম
► ডিটারজেন্ট কারখানা হতে কোনটি নির্গত হয়?
ক) সালফেট
উত্তরঃ খ) ফসফেট
গ) ক্লোরাইড
ঘ) নাইট্রেড
► পারদ দ্বারা সংঘটিত রোগসমূহ-
ক) মস্তিষ্ক বিকল হওয়া
উত্তরঃ খ) ত্বকের ক্যান্সার
গ) শরীর জ্বালাপোড়া
ঘ) উপরের সব সঠিক?
► রক্তের কণিকাগুলো প্রধানত কয় ধরনের ?
ক) ২
উত্তরঃ খ) ৩
গ) ৪
ঘ) ৫
► সর্বজনীন দাতা গ্রুপ কোনটি?
ক) A
খ) B
উত্তরঃ গ) O
ঘ) AB
► ডায়াবেটিস রোগের লক্ষণ-
উত্তরঃ ক) ঘন ঘন প্রসাব হওয়া
খ) চামড়া শুকিয়ে যাওয়া
গ) ক্ষুধামন্দা হওয়া
ঘ) উপরের সব সঠিক?
► মানুষরে অনটাজম সংখ্যা কত?
ক) ১১
খ) ২২
গ) ৩৩
উত্তরঃ ঘ) ৪৪
•• আদি কোষ বলা হয় কোনটিকে?
ক) ভাইরাস
খ) প্রোটোজোয়া
উত্তরঃ গ) ব্যাকটেরিয়া
ঘ) প্রোটো ভাইরাস
► নিববর্তন সম্পর্কিত মতবাদ-
উত্তরঃ ক) ল্যামার্কবাদ
খ) ডারউইনবাদ
গ) সাম্রাজ্যবাদ
ঘ) উপরের সব সঠিক?
► চোখের কোথায় কোন বস্তুর উল্টা প্রতিবিম্ব গঠিত হয়?
ক) অ্যাকুয়াম হিউমান
উত্তরঃ খ) রেটিনায়
গ) চোখের লেন্সে
ঘ) চোখের মনিতে
► উত্তর দর্পণ ব্যবহার করা হয়-
ক) রাস্তার বাতিতে
উত্তরঃ খ) গাড়িতে
গ) ভবন নবা শপিংমলের নিরাপত্তায়
ঘ) উপরের সব সঠিক?
► আলোয় তীব্রতার হ্রাস-বৃদ্ধি বুঝিয়ে দেয় কোনটি?
ক) রেটিনা
উত্তরঃ খ) রড কোষ
গ) চক্ষু লেন্স
ঘ) কোণ কোষ
► পলিথিনের ব্যাগ কোন মনোমার থেকে তৈরি?
উত্তরঃ ক) ইথিলিন
খ) প্রোপিন
গ) বিউটিন
ঘ) পেটিন
► ক্যান্সার সৃষ্টির জন্য কোনটি দায়ী?
ক) পশম
খ) রেশম
উত্তরঃ গ) প্লাস্টিক
ঘ) সিল্ক
► প্রাকৃতিক পলিমার-
উত্তরঃ ক) পাট
খ) বেজিন
গ) বাকেলাইট
ঘ) উপরের সব সঠিক?
► বেকিং সোডার সংকেত কোনটি?
ক) NaCl
খ) NH4OH
উত্তরঃ গ) NaHCO3
ঘ) HCl
► ফেনফথ্যালিন ক্ষারকে ধারণকৃত রং কোনটি?
ক) সবুজ
খ) লাল
গ) আসমানি
উত্তরঃ ঘ) গোলাপি
► জীবাণুনাশক হিসেবে ধারণকৃত রং কোনটি?
ক) সবুজ
খ) লাল
উত্তরঃ গ) আসমানি
ঘ) গোলাপি
► হরাইজোন স্তরটিকে কী বলে?
ক) উপসয়েল
খ) সিডসয়েল
উত্তরঃ গ) সাবসয়েল
ঘ) ডাউনসয়েল
► বেশিরভাগ খনিজ পদার্থ কোন অবস্থায় পাওয়া যায়?
উত্তরঃ ক) কঠিন
খ) তরল
গ) বায়বীয়
ঘ) উদ্বায়ী
► pH এর মান-
ক) ৭ এর বেশি হলে মাটির ক্ষারীয়
খ) ৭ এর কম হলে মাটি এসিডীয়
গ) ৭ হলে তা ফসল চাষের জন্য ভালো
উত্তরঃঘ) উপরের সব সঠিক?
► ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে কত সালে?
ক) ২০০৫
খ) ২০০৬
উত্তরঃ গ) ২০০৭
ঘ) ২০০৮
► শক্তিশালী এসিড নিচের কোনটি?
ক) এসিটিক এসিড
উত্তরঃ খ) সালফিউরিক এসিড
গ) কার্বনিক এসিড
ঘ) সাইট্রিক এসিড
► পৃথিবী ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?
উত্তরঃ ক) অভিকর্ষ
খ) মহাকর্ষ
গ) অভিকর্ষজ ত্বরণ
ঘ) মহাকর্ষীয় ধ্রুবক
► নিচের কোনটি দ্বারা বল নির্দেশ করে?
উত্তরঃ ক) F
খ) m
গ) v
ঘ) a
► ক্রোমোজোমে কয় ধরনের বিউক্লিক এসিড দেখা যায়?
ক) ১
উত্তরঃ খ) ২
গ) ৩
ঘ) ৪
► ইনসুলিন কী?
ক) এনজাইম
খ) অ্যান্টিবায়োটিক
উত্তরঃ গ) হরমোন
ঘ) প্রোটিন
► ঋণাত্মক তড়িৎ দ্বারকে কী বলে?
ক) তড়িৎ বিশ্লেষ্য
খ) ব্যাটারি
গ) অ্যানোড
উত্তরঃ ঘ) ক্যাথোড
► নিচের কোনটি কপার আয়নের সংকেত?
ক) Cu+
উত্তরঃ খ) Cu2+
গ) Cu-
ঘ) Cu2-
মানিক সারাক্ষণ হেডফোনের সাহায্যে মোবাইলে কথা বলে ও গান শুনে।
► মানিক কোনটি দ্বারা আক্রান্ত হতে পারে?
ক) ম্যাক্রো তরঙ্গ
উত্তরঃ খ) মাইক্রো তরঙ্গ
গ) নরমাল তরঙ্গ
ঘ) উচ্চ তরঙ্গ
► জখম বা আগাতের তীব্রতা নির্ণয় করা যায় কোনটির সাহায্যে?
ক) এক্সরে
খ) ইসিজি
উত্তরঃ গ) এমআরআই
ঘ) সিটি স্ক্যান
► ১ ওয়াট ক্ষমতাসম্পন্ন কোন তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে ১ ঘণ্টা ধরে তড়িৎ প্রবাহিত করলে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাকে কী বলে?
উত্তরঃ ক) ১ ওয়াট-ঘণ্টা
খ) ১ কিলোওয়াট-ঘণ্টা
গ) ১ কিলোওয়াট
ঘ) ১ মেগাওয়াট
► বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ নিরোধক হিসাবে ব্যবহার করা হয় কোনটি?
ক) জিপসাম
খ) কোয়ার্টজ
উত্তরঃ গ) মাইকা
ঘ) পাইরাইটস
► ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে কাক্সিক্ষত জিনটি উদ্ভিদ উদ্ভিদকোষের কোথায় প্রবেশ করানো হয়?
ক) সাইটোপ্লাজমে
উত্তরঃ খ) প্রোটোপ্লাজমে
গ) নিউক্লিয়াসে
ঘ) রাইবোসোম
► গুরু মস্তিষ্কের রক্ত নালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে কী বলে?
ক) পলিসাই থিমিয়া
খ) থ্যালাসিমিয়া
গ) করোনারি থ্রম্বসিস
উত্তরঃ ঘ) সেরিব্রাল থ্রম্বোসিস
► কোন পরীক্ষায় রক্ত নালিকায় ডাই প্রবেশ করানো হয়?
উত্তরঃ ক) এনজিওগ্রাফি
খ) কেমোথেরাপি
গ) রেডিওথেরাপি
ঘ) এক্সরে
► টিস্যু কালচারের মাধ্যমে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গসমূহ থেকে কী উৎপন্ন করা হয়?
ক) প্লাজমিড
উত্তরঃ খ) অনুচারা
গ) স্থায়ী টিস্যু
ঘ) ডিম্বাণু
► দুইটি চার্জযুক্ত কণিকার মধ্যে যে বল ক্রিয়াশীল তাকে কী বলে?
ক) দুর্বল নিউক্লিয় বল
খ) শক্তিশালী নিউক্লিয় বল
গ) চৌম্বক বল
উত্তরঃ ঘ) তড়িৎ চৌম্বক
► একটি বর্ণহীন দ্রবণে NaOH মিশালে দ্রবণটি গোলাপী হয়ে গেল। দ্রবণটি কী?
ক) মিথাইল রেড
খ) মিথাইল অরেঞ্জ
উত্তরঃ গ) ফেনলফথ্যালিন
ঘ) লিটমাস দ্রবণ
► নিচের কোনটি দেহ সংরক্ষক খাদ্য উপাদান ?
ক) শর্করা
খ) আমিষ
গ) স্নেহ
উত্তরঃ ঘ) ভিটামিন
► প্রাণিজ শর্করা নিচের কোনটি?
ক) সেলুলোজ
উত্তরঃ খ) ল্যাকটোজ
গ) সুক্রোজ
ঘ) স্টার্চ
► কোনটি রাফেজযুক্ত খাদ্য?
ক) চিনি
উত্তরঃ খ) শস্যবীজ
গ) ভাত
ঘ) মধু
► ক্লোরিনেশন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ ক) সোডিয়াম হাইপোক্লোরাইড
খ) সোডিয়াম ক্লোরাইড
গ) ক্যালসিয়াম সালফেট
ঘ) ম্যাগনেসিয়াম ক্লোরাইড
► কোনটি অ্যান্টিবডি গঠন করে রোগ জীবাণু ধ্বংস করে?
উত্তরঃ ক) লিম্ফোসাইট
খ) নিউট্রোফিল
গ) বেসোফিল
ঘ) মনোসাইট
► কোনটির মধ্যদিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিন্ডে প্রবেশ করে?
ক) পালমোনারি ধমনি
উত্তরঃ খ) পালমোনারি শিরা
গ) অ্যাওর্টা
ঘ) ভেনাক্যাভা
► কোনটি ক্ষীণ আলোতে সংবেদনশীল ?
উত্তরঃ ক) রড
খ) কোণ
গ) রেটিনা
ঘ) অ্যাকুয়াস হিউমার
► চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেলে কোন ধরনের ত্রুটি দেখা যায়?
ক) হ্রস্বদৃষ্টি
উত্তরঃ খ) দীর্ঘদৃষ্টি
গ) বার্ধক্য দৃষ্টি
ঘ) বিষম দৃষ্টি
► কোন লেন্স একগুচ্ছ আলোক রশ্মিকে অভিসারী করে কোনো একটি বিন্দুতে মিলিত করে?
ক) ক্ষীণ মধ্যলেন্স
খ) অপসারী লেপ
গ) অবতল লেন্স
উত্তরঃ ঘ) উত্তর লেন্স
► নিচের কোনটি মনোমার?
উত্তরঃ ক) ইথিলিন
খ) পিভিসি
গ) পলিথিন
ঘ) রাকেলাইট
X পদার্থটি পানিতে অদ্রবণীয় কিন্তু কিছু জৈব দ্রাবকে দ্রবণীয় এবং স্থিতিস্থাপক পদার্থ। Y পদার্থটি জলীয়বাষ্প ও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না তবে শক্তিশালী এসিডে দ্রবীভূত হয়।
► X পদার্থটি কী?
ক) রেশম
খ) মেলামাইন
উত্তরঃ গ) রাবার
ঘ) প্লাস্টিক
► কোন এসিডটি জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে বিয়োজিত হয় না?
ক) H2SO4
উত্তরঃ খ) CH3COOH
গ) HNO3
ঘ) HCl
উত্তরঃ ঘ) i, ii ও iii
► নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাওঃ
A, B, C তিনটি দ্রবণের মদ্যে লিটমাস কাগজ ডুবালে A এর ক্ষেত্রে নীল লিটমাস কাগজ লাল হয়, B এর ক্ষেত্রে লাল লিটমাস কাগজ নীল হয় এবং C দ্রবণে লিটমাস কাগজের রঙের কোন পরিবর্তন হয় না।
C দ্রবণটির pH কত?
ক) ৬
উত্তরঃ খ) ৭
গ) ৭.৪
ঘ) ৭.৫
► ২০ কিলোগ্রাম ভরের একটি বস্তুর উপর কত বল প্রযুক্ত করলে এর ত্বরণ ২ মি/সে² হবে?
ক) ১০ নিউটন
খ) ১৮ নিউটন
গ) ২২ নিউটন
উত্তরঃ ঘ) ৪০ নিউটন
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-০৬"
Post a Comment