গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ -০৫

গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ -০৫


★►কোন বানানটি শুদ্ধ ?

ক) বিভিষীকা
উত্তরঃ খ) বিভীষিকা
গ) বীভিষিকা
ঘ) বীভিষীকা

★►‘যদি সত্য বল তাহলে মুক্তি পাবে’-এটি কোন ধরনের বাক্য ?

ক) সংযুক্ত বাক্য
খ) যৌগিক বাক্য
গ) সরল বাক্য
উত্তরঃ ঘ) মিশ্রবাক্য

★►‘চলচ্চিত্র’-এর সন্ধি বিচ্ছেদ-

ক) চল+চিত্র
খ) চলত+চিত্র
উত্তরঃ গ) চলৎ+চিত্র
ঘ) চল+চীত্র

★►“ঝিকে মেরে বৌকে শেখানো” বাক্যটির অথ্য কি ?

ক) বৌ ও ঝিকে একই সাথে মারা
খ) কাজের মেয়েকে শাস্তি দিয়ে স্ত্রীকে শেখানো
উত্তরঃ গ) একজনকে বকা দিয়ে অপরকে শিক্ষা দেওয়া
ঘ) স্ত্রীকে কিছু না বলে মেয়েকে মারা

★►‘কোমল’ এর বিপরীতার্থক শব্দ-

ক) ককর্শ
খ) কঠিন
গ) শক্ত
ঘ) মমত্ব

উত্তরঃক) ককর্শ / খ) কঠিন

★►‘যশ বা খ্যাতি’ অর্থটি কোন্ শব্দের ?

ক) কৃতী
খ) কির্তি
গ) কৃর্তি
উত্তরঃ ঘ) কীর্তি

★►‘হনন করার ইচ্ছাকে’ এক কথায় কি বলে ?

উত্তরঃ ক) জিঘাংসা
খ) জিগীষা
গ) দিদৃক্ষা
ঘ) জুগুপ্সা

★►আকাশের সমার্থক শব্দ নয়-

ক) গগন
খ) অন্তরীক্ষ
গ) অম্বর
উত্তরঃ ঘ) ভুবন

★►সমাস ভাষাকে-

উত্তরঃ ক) সংক্ষিপ্ত করে
খ) বিস্তৃত করে
গ) অর্থের ব্যাপকতা দান করে
ঘ) অলংকৃত করে

★►নিম্নের কোন শব্দটি ফরাসি ভাষা হতে বাংলা ভাষায় গৃৃহীত হয়েছে ?

ক) সাথী
খ) লাইব্রেরী
গ) প্রোগ্রাম
উত্তরঃ ঘ) সঠিক উত্তর কোনটিই নয়।

★►বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে –

ক) কামিনী রায়
খ) খালেদা এদিব চৌধুরী
উত্তরঃ গ) বেগম সুফিয়া কামাল
ঘ) নীলিমা ইব্রাহীম

★►ব্যাকরনের প্রধান কাজ হচ্ছে-

ক) ভাষার নিয়ম প্রতিষ্ঠা
খ) ভাষার শৃঙ্খলা
উত্তরঃ গ) ভাষার বিশ্লেষণ
ঘ) ভাষার উন্নতি

★►শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় –

ক) পদ
উত্তরঃ খ) ধ্বনি
গ) কারক
ঘ) বর্ণ

★►রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিল ?

ক) বিসর্জন
খ) ডাকঘর
উত্তরঃ গ) বসন্ত
ঘ) আচলায়তন

★►আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির রচয়িতা –

ক) শামসুর রাহমান
খ) আলতাফ মাহমুদ
গ) হাসান হাফিজুর রহমান
উত্তরঃ ঘ) আবদুল গাফ্ফার চৌধুরী

★►বাংলা ভাষায় বর্ণের সংখ্যা –

ক) ৪৮টি
খ) ৪৯টি
গ) ৪৭টি
উত্তরঃ ঘ) ৫০টি

★►‘বুড়ো শালেকের ঘাড়ে রোঁ’ কার রচনা ?

ক) মীর মোশাররফ হোসেন
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ঘ) মাইকেল মধুসূদন দত্ত

★►নিচের কোন গল্পটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ?

উত্তরঃ ক) পদ্ম গোখরা
খ) কাবুলিওয়ালা
গ) বই কেনা
ঘ) জোঁক

★►কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ নয় ?

উত্তরঃ ক) অগ্নিবীণা
খ) সোনার তরী
গ) চিত্রা
ঘ) বলাকা

★►‘তিলে তৈল হয়’- এ বাক্যে কোন কারকে কোন বিভক্তি বিদ্যমান ?

ক) কর্তৃকারকে প্রথমা
উত্তরঃ খ) অপাদানকারকে সম্পমী
গ) সম্প্রদান কারকে চতুর্থী
ঘ) অধিকরন কারকে সম্পমী

★►এত ধন দৌলত বিলাচ্ছ কেন ? তুমি কি দানবীর মুহসীন হলে নাকি ? এ বাক্যে কোন মুহসীন এর কথা বলা হয়েছে ?

ক) মোহসীন -উল-মূলক
উত্তরঃ খ) হাজী মুহম্মদ মুহসীন
গ) জে এম. মোহসীন
ঘ) মোহসীন শাস্ত্রপাণি

★►‘গাজী মিয়ার বস্তানী’ কে রচনা করেছেন ?

ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ খ) মীর মোশাররফ হোসেন
গ) ড. এ এম. লুৎফর রহমান
ঘ) রশীদ করীম

★►‘কবর’ নাটক কার রচনা ?

ক) শহীদুল্লাহ কায়সার
খ) জহির রায়হান
উত্তরঃ গ) মুনীর চৌধুরী
ঘ) সত্যেন সেন

★► ‘কর্মে যার ক্লান্তি নাই’- এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি ?

ক) ক্লান্তিহীন
উত্তরঃ খ) অক্লান্ত
গ) অক্লান্তকর্মী
ঘ) অবিশ্রাম

★►‘বিরাগী’ শব্দের অর্থ কি ?

উত্তরঃ ক) উদাসীন
খ) প্রতিকুল
গ) রাগহীন
ঘ) বিশেষভাবে রুষ্ট

★►‘ঠোঁট-কাটা’ বলতে কি বুঝায় ?

ক) অহংকারী
উত্তরঃ খ) স্পষ্টভাষী
গ) মিথ্যাবাদী
ঘ) পক্ষপাতদুষ্ট

★►‘বিষাদ-সিন্ধু’ কার রচনা ?

ক) কায়কোবাদ
উত্তরঃ খ) মীর মোশাররফ হোসেন
গ) মোজাম্মেল হক
ঘ) ইসমাইল হোসেন সিরাজী

★►কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?

ক) সিংহাসন
উত্তরঃ খ) ভাইবোন
গ) কানাকানি
ঘ) গাছপাকা

★►‘যা সহজে অতিক্রম করা যায় না’- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি ?

ক) অনতিক্রম্য
খ) অলঙ্ঘ্য
উত্তরঃ গ) দূরতিক্রম্য
ঘ) দুর্গম

★►‘ব্যাঙের সর্দি’- অর্থ কি ?

ক) রোগবিশেষ
খ) সম্ভাব্য ঘটনা
উত্তরঃ গ) অসম্ভব ঘটনা
ঘ) প্রতারণা

★►‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন ?

উত্তরঃ ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) সত্যেন্দ্রনাথ দত্ত
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) জসীমউদ্দীন

★►রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক ?

ক) চোখের বালি
খ) বলাকা
গ) ঘরে-বাইরে
উত্তরঃ ঘ) রক্ত কবরী

★►কোন কবিতা রচানর কারণে কাজী নজরুল ইসলামের কারাদ- হয়েছিল ?

ক) বিদ্রোহী
উত্তরঃ খ) আনন্দময়ীর আগমনে
গ) কাণ্ডারী হুঁশিয়ার
ঘ) অগ্রপথিক

★►সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তরঃ ক) মোহাম্মদ নাসিরউদ্দিন
খ) আবুল কালাম শামসুদ্দিন
গ) কাজী আব্দুল ওদুদ
ঘ) সিকান্দার আবু জাফর

★►কোনটি ঠিক ?

ক) গোরা (নাট্যগ্রন্থ)
খ) বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
উত্তরঃ গ) পথের দাবী (উপন্যাস)
ঘ) একাত্তরের দিনগুলি (উপন্যাস)

★►‘ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!’- এই বাক্যের ‘কী’ এর অর্থ-

ক) ভয়
খ) রাগ
উত্তরঃ গ) বিরক্তি
ঘ) বিপদ

★►Books are a man’s best companion’s in life’-এর সঠিক অনুবাদ কোনটি ?

ক) পুস্তক মানুষের অপরিহার্য সঙ্গী
খ) পুস্তক মানুষের বিশ্বস্ত সঙ্গী
গ) পুস্তক মানুষের সবচেয়ে বড় বন্ধু
উত্তরঃ ঘ) পুস্তক মানুষের জীবনের সর্বোত্তম সঙ্গী

★►‘যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে’- একে একপদে পরিণত করলে কোনটি হবে ?

ক) অপরিণামদর্শী
খ) অবিবেচক
উত্তরঃ গ) অবিমৃষ্যকারী
ঘ) অকালজ্ঞানী

★►‘সাক্ষী গোপাল’ – অর্থ কি ?

ক) সস্ত্রিয় দর্শক
উত্তরঃ খ) নিষ্ক্রিয় দর্শক
গ) কর্তব্য বিমুখ
ঘ) কর্তব্যপরায়ণ

★►‘সৌম্য’ – এর বিপরীত শব্দ-

ক) শান্ত
উত্তরঃ খ) উগ্র
গ) উদ্ধত
ঘ) কঠিন

★►‘বেসাতি’ শব্দের প্রকৃত অর্থ কোনটি ?

ক) পোশাক
খ) সাজসজ্জা
গ) উপকরণ
উত্তরঃ ঘ) কেনাবেচা

★►শব্দ ও ধাতুর মূলকে বলে –

উত্তরঃ ক) প্রকৃতি
খ) ধাতু
গ) বিভক্তি
ঘ) কারক

★►‘উদার’ শব্দের বিপরীত শব্দ –

ক) কঠিন
খ) কোমল
উত্তরঃ গ) সংকীর্ণ
ঘ) হৃদয়বান

★►দামিনী শব্দের অর্থ কি ?

ক) রাত্রি
খ) ধরিত্রী
উত্তরঃ গ) বিদ্যুৎ
ঘ) জলধি

★►অপমান শব্দের ‘অপ’ উপসর্গ কোন্ অর্থে ব্যবহৃত ?

উত্তরঃ ক) বিপরীত
খ) নিকৃষ্ট
গ) বিবৃত
ঘ) অভাব

★►এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি- বাক্যটির কাল নির্ণয় করুন।

ক) সাধারণ বর্তমান
খ) সাধারণত অতীত
গ) নিত্যবৃত্ত
উত্তরঃ ঘ) পুরাঘটিত বর্তমান

★►ধাতুর শেষ ‘অন্ত’ প্রত্য যোগ করলে কোন্ পদ গঠিত হয় ?

ক) বিশেষ্য
খ) অব্যয়
উত্তরঃ গ) বিশেষণ
ঘ) ক্রিয়া

★►‘পলাতক দাসে দাও স্বাধীনতা’- এখানে ‘দাসে’ কোন কারকে কোন বিভক্তি ?

ক) করণে সম্পমী
উত্তরঃ খ) সম্প্রদানে সপ্তমী
গ) অধিকরণে সম্পমী
ঘ) কর্মে প্রথমা

★►‘জানাযা’ শব্দটি-

ক) তৎসম
খ) তদ্ভব
গ) দেশি
উত্তরঃ ঘ) বিদেশি

★►জসীমউদ্দনে প্রথম কাব্যগ্রন্থ কোনটি ?

উত্তরঃ ক) রাখালী
খ) বালুচর
গ) ধানক্ষেত
ঘ) নকশী কাঁথার মাঠ

★►বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য –

ক) মহাভারত
খ) মহাশ্মশান
উত্তরঃ গ) মেঘনাদবধ
ঘ) অশ্রুমালা

★►‘হেমাঙ্গিনী’ ও ‘কাদম্বিনী’ কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র ?

ক) মহেশ
খ) বড়দিদি
উত্তরঃ গ) মেজাদিদি
ঘ) হরিলক্ষ্মী

★►ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম-

ক) সংবাদ রত্মাবলী
খ) সংবাদপূর্ন চন্দ্রোদয়
গ) সাহিত্য
উত্তরঃ ঘ) আঙুর

★►বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত ?

উত্তরঃ ক) অগ্নিবীণা
খ) বিষের বাঁশি
গ) দোলনচাঁপা
ঘ) বাঁধনহারা

★►বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক-

ক) বসন্তকুমারী
খ) জমীদার দর্পণ
উত্তরঃ গ) কৃষ্ণকুমারী
ঘ) শর্মিষ্ঠা

★►মীর মোশাররফ হোসেন লিখিত নিম্নের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক ?

ক) উদাসীন পথিকের মনের কথা
খ) রত্মাবলী
উত্তরঃ গ) জমীদার দর্পন
ঘ) বিষাদ সিন্ধু

★►বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে?

ক) হরপ্রসাদ শাস্ত্রী
খ) মোহিতলাল মজুমদার
উত্তরঃ গ) রাজা রামমোহন রায়
ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

★►মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?

ক) চিত্র
খ) লেখা
উত্তরঃ গ) ভাষা
ঘ) ইঙ্গিত

★►‘তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মণিষী-বাক্যই তো জীবন্মৃত যুব সমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে।’ – চলিত রীতিতে লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা –

উত্তরঃ ক) সাত
খ) নয়
গ) আট
ঘ) দশ

★►শরীর > শরীল কোন ধরনের ধ্বনি পরিবর্তন ?

ক) স্বরলোপ
উত্তরঃ খ) বিষমীভবন
গ) অভিশ্রুতি
ঘ) বর্ণ বিকৃতি

★►কখন ‘ন’ হয় না?

ক) ক বর্গের আগে
উত্তরঃ খ) ট বর্গের আগে
গ) ত বর্গের আগে
ঘ) ব বর্গের আগে

★►বাক্যের একক কি?

ক) উক্তি
খ) বিভক্তি
গ) উপসর্গ
উত্তরঃ ঘ) শব্দ

★►ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?

ক) ফল
উত্তরঃ খ) ফলা
গ) ফলাই
ঘ) ফলের

★►‘[আষাঢ়ে] বৃষ্টি নামে’ – বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তায় ৭মী
খ) কর্মে ৭মী
গ) অপাদানে ৭মী
উত্তরঃ ঘ) অধিকরণে ৭মী

★►‘শুক্রবার [স্কুল] বন্ধ’ – বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তায় ৭মী
উত্তরঃ খ) কর্মে ৭মী
গ) অপাদানে ৭মী
ঘ) অধিকরণে ৭মী

★►কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?

ক) ইন্দ্রাজিৎ
খ) একরোখা
গ) কালান্তর
উত্তরঃ ঘ) ইহকাল

★►কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?

ক) গায়ে হলুদ
উত্তরঃ খ) চালকুমড়া
গ) ছয়ানি
ঘ) ছায়াছবি

★►‘হরবোলা’ কোন সমাস?

ক) দ্বিগু
খ) বহুব্রীহি
উত্তরঃ গ) উপপদ তৎপুরুষ
ঘ) কর্মধারয়

★►কোনটি শুদ্ধ বানান ?

উত্তরঃ ক) দূষণ
খ) দূষণ
গ) দূশন
ঘ) দুশন

★►কোন বানানটি শুদ্ধ ?

ক) সুদণ
উত্তরঃ খ) সূদন
গ) শুদন
ঘ) শূদণ

★►কোন বানানটি শুদ্ধ?

ক) শশীভূষণ
উত্তরঃ খ) শশিভূষণ
গ) শশীভূষন
ঘ) শশিভুসন

★►কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য ?

ক) তৎসম শব্দবহুলতা
উত্তরঃ খ) তদ্ভব শব্দবহুলতা
গ) প্রাচীনতা
ঘ) অমার্জিত

★►‘সন্ন্যাসী’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

উত্তরঃ ক) গৃহী
খ) সাধু
গ) বৈষ্ণবী
ঘ) বৈরাগী

★►নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থকবাচক ?

ক) অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম
উত্তরঃ খ) অহিনকুল সম্বন্ধ, আদায় কাচকলায়
গ) আকাশে তোলা, আষাড়ে গল্প
ঘ) অগ্নি পরীক্ষা, অদৃষ্টের পরিমাস

★►কোন বাগধারাটির অর্থ অমিতব্যয়ী?

ক) উলবনে মুক্তা ছড়ানো
খ) এলোপাতাড়ি
উত্তরঃ গ) উড়নচণ্ডী
ঘ) গদাই লঙ্করী চাল

★►প্রাচীন যুগে কয় দাঁড়ির প্রচলন ছিল?

উত্তরঃ ক) এক ও দুই দাঁড়ি
খ) এক দাঁড়ি
গ) দুই দাঁড়ি
ঘ) কোনোটিই না

★►সারমর্মে বা সারাংশে প্রদত্ত অংমের (মূলের) কত ভাগ লেখা বাঞ্ছনীয়?

উত্তরঃ ক) এক-তৃতীয়াংশ
খ) দুই-তৃতীয়াংশ
গ) তিন-চতুর্থাংশ
ঘ) এক-পঞ্চমাংশ

★►পত্র লেখকের স্বাক্ষরে ‘আশীর্বাদক’ শব্দটি ব্যবহার করা হয় কখন ?

উত্তরঃ ক) কনিষ্ঠ জনের কাছে পত্র লেখায়
খ) গুরুজনের কাছে পত্র লেখায়
গ) বন্ধুর কাছে পত্র লেখায়
ঘ) সাধারণের কাছে পত্র লেখায়

★►‘পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে।’- প্রবচনটির অর্থ কি?

ক) ভদ্র ব্যক্তির সঙ্গে সদ্য খাওয়া
খ) মোগলের সাথে বসে খাদ্য খাওয়া
গ) সুদিন হঠাৎ ফিরে আসা
উত্তরঃ ঘ) বিপদে পড়ে কাজ করা

★►বাংলা সাহিত্যে ভাবসম্প্রসারণের প্রয়োজন কেন?

ক) কবি-সাহিত্যিকের সাহিত্যকে ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য
খ) রচনা লেখার অভ্যাস গড়ে তোলার জন্য
গ) কোনো বিষয়ের মূলভাব সম্পর্কে ধারণা লাভের জন্য
উত্তরঃ ঘ) গূঢ়ার্থক সাহিত্যকে সহজবোধ্য করার জন্য

★►বাংলা ভাষা কোন মূল ভাষা বংশের অন্তর্গত?

ক) অস্ট্রেলীয়
উত্তরঃ খ) ইন্দো-ইউরোপীয়
গ) ভারতীয়
ঘ) ইন্দো-ইরানীয়

★►‘চকমক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ?

ক) চীনা
উত্তরঃ খ) তুর্কি
গ) উর্দু
ঘ) হিন্দি

★►সঠিক বাক্যটি চিহ্নিত কর:

উত্তরঃ ক) তুমি, রাসেল ও আমি নৌবিহারে যাব
খ) রাসেল ও আমি, তুমি নৌবিহারে যাব
গ) তুমি, আমি ও রাসেল নৌবিহারে যাব
ঘ) রাসেল, তুমি ও আমি নৌবিহারে যাব

★►উপভাষা(Dialect) কোনটি ?

ক) সাহিত্যের ভাষা
খ) পাঠ্যপুস্তকের ভাষা
উত্তরঃ গ) অঞ্চল বিশেষের মানুষের মুখের কথা
ঘ) লেখ্য ভাষা

★► বিশ্বের ভাষা নিয়ে গবেষণা ও অনুসন্ধানকারী প্রতিষ্ঠান ইথনোলগ এর তথ্য মতে পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা প্রচলিত?

ক) প্রায় পাঁচ হাজার
খ) প্রায় দু’হাজার
গ) প্রায় এক হাজার
উত্তরঃ ঘ) প্রায় সাত হাজার

★►বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি ?

ক) ৩৯টি
খ) ১১টি
গ) ৫৩টি
উত্তরঃ ঘ) ৪৩টি

★►কোনটি ফারসি ভাষার শব্দ ?

ক) শহীদ
উত্তরঃ খ) বাদশাহ
গ) আলমীরা
ঘ) হরতাল

★►কোন শব্দটি তদ্ভব নয় ?

ক) বৌ
খ) দই
উত্তরঃ গ) নাচ
ঘ) পুস্তক

★►‘সমাস’ শব্দের অর্থ কোনটি ?

ক) সংযোজন
উত্তরঃ খ) সংক্ষেপন
গ) সংশ্লেষণ
ঘ) বিয়োজন

★►‘খোদা’ শব্দটি কোন ভাষার শব্দ ?

ক) আরবি
খ) উর্দু
উত্তরঃ গ) ফারসি
ঘ) বাংলা

★►কোন শব্দটি শুদ্ধ ?

ক) আষার
খ) গারোয়ান
গ) সাক্ষীদান
উত্তরঃ ঘ) সাক্ষ্যদান

★►কোনটি বিদেশী শব্দ?

ক) ঢেঁকি
খ) কুলা
উত্তরঃ গ) ফিতা
ঘ) ঢাকা

★►যত্ন করে লাগাতো মৌসুমী ফুল গন্ধরাজ বকুল হাসনাহেনা দুচারটে গোলাপও’ বাক্যটিতে বিরামচিহ্ন বসবে-

উত্তরঃ ক) ৫টি
খ) ৬টি
গ) ৪টি
ঘ) ৭টি

★►বিশ্বের ভাষা নিয়ে গবেষণা ও অনুসন্ধানকারী প্রতিষ্ঠান ইথনোলগ এর তথ্য মতে ভাষার জগতে বর্তমানে বাংলা ভাষার স্থান কোথায় ?

ক) ষষ্ঠ
উত্তরঃ খ) সপ্তম
গ) অষ্টম
ঘ) নবম

★►সমাস নিষ্পন্ন পদের নাম কি ?

ক) ব্যাসবাক্য
খ) বিগ্রহবাক্য
উত্তরঃ গ) সমস্তপদ
ঘ) সমস্যমান পদ

★►ভাষার মৌলিক রীতি কোনটি ?
ক) কথা বলার রীতি
খ) লেখার রীতি
গ) বক্তৃতার রীতি                                                                                                                                 উত্তরঃ ঘ) লেখা ও বলার     রীতি

★►নিচের কোনটি সমার্থক দ্বিরুক্তি শব্দ ?

ক) লেন-দেন
উত্তরঃ খ) ধন-দৌলত
গ) ফিট-ফাট
ঘ) সাঁ-সাঁ

★►নিচের কোন দুটি সমার্থক ?

উত্তরঃ ক) অহিনকুল-দাকুমড়া
খ) অগ্নিশর্মা-অগ্নিপরীক্ষা
গ) তাসেরঘর-তামার বিষ
ঘ) কোনোটিই নয়

★►‘ইঁদুর কপালে’- এর বিপরীত বাগধারা কোনটি?

ক) অদৃষ্টের পরিহাস
উত্তরঃ খ) একাদশে বৃহস্পতি
গ) অন্ধকার দেখা
ঘ) কেউকেটা

★►‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কোনটি ?

ক) অপদার্থ
খ) মূর্খ
গ) নিরেট বোকা
উত্তরঃ ঘ) নিষ্ক্রিয় দর্শক

★►‘যার কোনো মূল্য নেই’-একে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি হবে?

ক) ডাকাবুকা
খ) তুলশী বনের বাঘ
গ) তামার বিষ
উত্তরঃ ঘ) ঢাকের বাঁয়া

★►কোন বানাটি শুদ্ধ ?

ক) কৃষিজিবী
খ) কৃষিজিবি
গ) কৃষিজীবি
উত্তরঃ ঘ) কৃষিজীবী

★►কোন বানাটি শুদ্ধ ?

উত্তরঃ ক) আভিধানিক
খ) আভীধানিক
গ) অভিধানিক
ঘ) অভীধানিক

★►কোন বানাটি শুদ্ধ ?

ক) সান্তনা
উত্তরঃ খ) সান্ত্বনা
গ) স্বান্তনা
ঘ) শান্তনা

★►কোন বানাটি শুদ্ধ ?

উত্তরঃ ক) শীতাতপ
খ) শীততাপ
গ) শিতাতপ
ঘ) শিততাপ

★►বাংলা ভাষার উৎস কোনটি?

ক) ইন্দো-এশিয়ান
খ) ইন্দো-আফ্রিকান
উত্তরঃ গ) ইন্দো-ইউরোপিয়ান
ঘ) ইন্দো-ভারতীয়

★►‘পার হইয়া’ এই ক্রিয়া পদের সাধা রূপটি চলিত রূপে রূপান্তরিত করলে কি হবে?

ক) পার হয়ে
খ) পারায়ে
উত্তরঃ গ) পেরিয়ে
ঘ) পার হইয়ে

★►বাক্যের মৌলিক উপাদান কি?

ক) বর্ণ
খ) ভাব
গ) ধ্বনি
উত্তরঃ ঘ) শব্দ

★►অর্থসঙ্গতি বিশিষ্ট একাধিক পদের একপদে পরিণত হওয়ার নাম কি?

উত্তরঃ ক) সমাস
খ) কারক
গ) বচন
ঘ) বাচ্য

★►সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে?

উত্তরঃ ক) সমস্ত পদ
খ) ব্যাসবাক্য
গ) উত্তর পদ
ঘ) সমাস্যমান পদ

★►একই শব্দের নানা প্রকার অর্থ থাকলে তাকে কি বলে?

ক) সমার্থক শব্দ
উত্তরঃ খ) বিভিন্নার্থক শব্দ
গ) বিপরীতার্থক শব্দ
ঘ) ক্রিয়াবাচক শব্দ

★►‘অনুগ্রহ’ এর বিপরীতার্থক শব্দ –

উত্তরঃ ক) নিগ্রহ
খ) দয়া
গ) বাহির
ঘ) স্বাধীন

★►‘অর্বাচীন’ এর বিপরীতার্থক শব্দ –

ক) তরুণ
খ) অচেনা
গ) নবীন
উত্তরঃ ঘ) প্রাচীন

★►‘চন্দ্র’ এর সমার্থক শব্দ নয় –

ক) চাঁদ
খ) নিশাকর
উত্তরঃ গ) অদ্রি
ঘ) হিমকর

★►‘কেশ’ এর সমার্থক শব্দ নয় –

ক) কুন্তল
উত্তরঃ খ) ললাট
গ) চুল
ঘ) অলক

★►‘আকাশ’ এর সমার্থক শব্দ নয় –

ক) গগন
খ) অন্তরীক্ষ
গ) অম্বর
উত্তরঃ ঘ) ভুবন

★►কোনটি শুদ্ধ বানান ?

ক) মুমুর্ষু
খ) মুমূর্ষূ
উত্তরঃ গ) মুমূর্ষু
ঘ) মুমুর্ষু

★►কোনটি শুদ্ধ বানান?

উত্তরঃ ক) নিরহংকার
খ) নিরঅহংকার
গ) নিরহংকারি
ঘ) নিঃহরকারী

★►কোনটি শুদ্ধ বানান ?

উত্তরঃ ক) বাল্মীকি
খ) বাল্মীকী
গ) বাল্মিকি
ঘ) বাল্মিখী

★►‘[আজকে] নগদ কালকে ধার’ – বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

ক) অপাদানে ২য়া
উত্তরঃ খ) অধিকরণে ২য়া
গ) কর্মে শূন্য
ঘ) করণে ২য়া

★►‘[প্রভাতে] উদিল রবি লোহিত বরণ’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

উত্তরঃ ক) অধিকরণে ৭মী
খ) অপাদানে ৭মী
গ) করণে ৩য়া
ঘ) কর্তায় ৭মী

★►নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস?

ক) বেহুস
উত্তরঃ খ) মুখে ভাত
গ) খেচর
ঘ) গায়ে হলুদ

★► নিচের কোনটি নিত্য সমাস ?

ক) পঞ্চনদ
খ) বেয়াদব
উত্তরঃ গ) দেশান্তর
ঘ) ভালমন্দ

★► ত, থ, দ, ধ, ন এই বর্ণগুলোকে কি বলা হয়?

ক) মূর্ধন্য ধ্বনি
খ) ওষ্ঠ্য ধ্বনি
উত্তরঃ গ) দন্ত্য ধ্বনি
ঘ) তালুব্য ধ্বনি

★►কুল কাঠের আগুন-এর প্রকৃত অর্থ কি?

ক) কাঠের পুতুল
উত্তরঃ খ) তীব্র জ্বালা
গ) কুপমণ্ডুক
ঘ) কেতাদুরস্ত

★►নিচের কোনটি ‘অগস্ত্য যাত্রা’ বাগধারার অর্থ কি?

ক) সাময়িক যাত্রা
খ) মারা যাওয়া
উত্তরঃ গ) চিরদিনের জন্য প্রস্থান
ঘ) যাত্রাপথে বাধা পাওয়া

★►যতি বা ছেদ চিহ্ন কয়টি?

উত্তরঃ ক) ১১টি
খ) ১০টি
গ) ১৩টি
ঘ) ৮টি

★► ‘ভাব-সম্প্রসারণ’ বলতে কী বোঝায়?

ক) ভাষার সম্প্রসারণ
উত্তরঃ খ) ভাবের বিস্তৃতি
গ) ভাবের সংক্ষেপণ
ঘ) ভাষার উদ্বৃতি

★►সুযোগ সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম –

ক) চুক্তিপত্র
খ) মানপত্র
গ) ব্যক্তিগতপত্র
উত্তরঃ ঘ) আবেদনপত্র

★►সারমর্ম বা সারাংশের ভাষা হবে –

উত্তরঃ ক) সহজ-সাবলীল
খ) দুর্বোধ্য
গ) অলংকার সমৃদ্ধ
ঘ) কোনোটিই নয়

★►ভাষা কি ?

ক) শব্দের উচ্চারণ
খ) ধ্বনি উচ্চারণ
গ) বাক্যের উচ্চারণ
উত্তরঃ ঘ) ভাবের উচ্চারণ

★►কোন বানানটি শুদ্ধ ?

ক) বেতিত
খ) ব্যাতিত
গ) ব্যাতীত
উত্তরঃ ঘ) ব্যতীত

★►কোন বানানটি শুদ্ধ ?

ক) ব্যকুল
উত্তরঃ খ) ব্যাকুল
গ) ব্যাকূল
ঘ) ব্যকূল

★►কোন বানানটি শুদ্ধ ?

উত্তরঃ ক) কনিষ্ঠ
খ) কণিষ্ঠ
গ) কনিষ্ঠতম
ঘ) কণিষ্ঠতম

★►ফি বছর এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?

ক) বছরের পর বছর
উত্তরঃ খ) বছর বছর
গ) অন্য বছর
ঘ) একই বছর

★►‘গড্ডলিকা প্রবাহ’- এর অর্থ কি ?

উত্তরঃ ক) অন্ধ অনুকরণ
খ) অনুকরণ প্রিয়তণ
গ) অনুকরণ বিমুখিতা
ঘ) স্বেচ্ছায় প্রবাহিত হওয়া

★►কোনটি শুদ্ধ বাক্য ?

ক) এ কথা প্রমান হয়েছে
খ) এ কথা প্রমাণ হয়েছে
গ) এ কথা প্রমানিত হয়েছে
উত্তরঃ ঘ) এ কথা প্রমাণিত হয়েছে

★►কোনটি শুদ্ধ বাক্য ?

ক) প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
খ) প্রত্যেক শিক্ষকগন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
গ) প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকিবেন
উত্তরঃ ঘ) প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন

★►কোনটি ‘মন’ এর প্রতিশব্দ নয় ?

ক) চিত্ত
খ) অন্তর
গ) দিল
উত্তরঃ ঘ) শাহ

★►‘কলহ’ শব্দের প্রতিশব্দ কোনটি নয় ?

ক) ঝগড়া
খ) বিবাদ
উত্তরঃ গ) কাটরা
ঘ) কোন্দল

★►কোন বাক্যটি সঠিক ?

উত্তরঃ ক) অধ্যয়নই ছাত্রদের তপস্যা
খ) অধ্যয়ন ছাত্রদের তপসা
গ) অধ্যাপনাই ছাত্রদের তপস্যা
ঘ) অধ্যাপনা ছাত্রদের তপস্যা

★►ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস কি?

ক) মূল আর্যভাষা
খ) বৈদিক ভাষা
উত্তরঃ গ) অনার্য ভাষা
ঘ) সংস্কৃত ভাষা

★►‘ঘোড়াড্ডিম’ কোন জাতীয় শব্দ ?

উত্তরঃ ক) সমাসবদ্ধ
খ) সন্ধি বিচ্ছেদজাত
গ) পদপ্রকরণ
ঘ) তৎসম শব্দ

★►কোন শব্দটি দেশী নয় ?

ক) টং
খ) ঝাড়
গ) ঢেঁকি
উত্তরঃ ঘ) দখল

★►চাঁদ + মুখ কোন ধরনের শব্দ ?

ক) মৌলিক শব্দ
খ) সাধিত শব্দ
উত্তরঃ গ) যোগরূঢ় শব্দ
ঘ) যৌগিক শব্দ

★►শুদ্ধ শব্দ কোনটি ?

ক) সান্তনা
উত্তরঃ খ) সান্ত্বনা
গ) স্বান্তনা
ঘ) সান্তণা

★►‘বেতমিত’ কোন তৎপুরুষ সমাস ?

ক) ৬ষ্ঠী
খ) ২য়া
গ) ৩য়া
উত্তরঃ ঘ) নঞ

★►শুদ্ধ বাক্য নির্দেশ করুন-

ক) দৈন্যতা প্রশংসনীয় নয়
উত্তরঃ খ) দীনতা প্রশংসনীয় নয়
গ) দৈন্যতা নিন্দনীয়
ঘ) দৈন্যতা অপ্রশংসনীয়

★►‘মীনের মত অক্ষি যার’- কোন সমাস ?

ক) সমানাধিকরণ বহুব্রীহি
খ) ব্যতিহার বহুব্রীহি
গ) অলুক বহুব্রীহি
উত্তরঃ ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি

★►সমাস ভাষাকে কি করে ?

উত্তরঃ ক) সংক্ষেপ করে
খ) বিস্তৃত করে
গ) অর্থপূর্ণ করে
ঘ) অর্থের রূপান্তর ঘটায়

★►কোনটির অর্থ পক্ব অর্থে প্রকাশ পায় ?

ক) পাকা বাড়ি
খ) পাকা রং
গ) পাকা কাজ
উত্তরঃ ঘ) পাকা আম

★►‘সংশয়’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ?

ক) বিস্ময়
খ) নির্ভয়
গ) দ্বিধা
উত্তরঃ ঘ) প্রত্যয়

★►কোনটি সূর্যের সামর্থক শব্দ ?

উত্তরঃ ক) দিনেশ
খ) অবনী
গ) কলানিধি
ঘ) বিভাবরি

★►কোনটি চাঁদের সমার্থক শব্দ ?

ক) রজনীকান্ত
খ) ইন্দু
গ) শীতকর
উত্তরঃ ঘ) সবিতা

★►বাংলা ভাষার উৎস কোনটি ?

ক) ইন্দো-এশিয়ান
খ) ইন্দো-আফ্রিকান
উত্তরঃ গ) ইন্দো-ইউরোপীয়
ঘ) ইন্দো-ভারতীয়

★►বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয় ?

ক) ১৭৩৪ সালে
খ) ১৭৪২ সালে
উত্তরঃ গ) ১৭৪৩ সালে
ঘ) ১৭৫০ সালে

★►মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি ?

ক) চিত্র
খ) লেখা
উত্তরঃ গ) ভাষা
ঘ) ইঙ্গিত

★►‘গৌড়ীয় ব্যাকরণ’টি রচনা করেছেন কে ?

ক) সুকুমার সেন
খ) আবদুল হাই
গ) আজিজুল হক
উত্তরঃ ঘ) রাজা রামমোহন রায়

★► প্রথম বাংলা ব্যাকরণের নাম-

ক) The Bengali Grammer
খ) সবুজ বাংলা ব্যাকরণ
উত্তরঃ গ) ভোকাবুলারিও এম ইদিওমা-ই-পর্তুগিজ
ঘ) The Grammar of the Bengali Language

★►শরীর > শরীল কোন ধরনের ধ্বনি পরিবর্তন?

ক) স্বরলোপ
উত্তরঃ খ) বিষমীভবন
গ) অভিশ্রুতি
ঘ) বর্ণ বিকৃতি

★►কখন ‘ন’ হয় না ?

ক) ক বর্গের আগে
উত্তরঃ খ) ট বর্গের আগে
গ) ত বর্গের আগে
ঘ) ব বর্গের আগে

★►ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?

ক) ফল
উত্তরঃ খ) ফলা
গ) ফলাই
ঘ) ফলের

★►‘জ্ঞ’ যুক্তবর্ণ কিভাবে গঠিত ?

ক) ঙ + গ
খ) গ + ঙ
উত্তরঃ গ) জ + ঞ
ঘ) ঞ + জ

★►ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন বা প্রতীককে কি বলে ?

উত্তরঃ ক) বর্ণ
খ) ঘোষ
গ) স্বর
ঘ) ব্যঞ্জন

★►বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয়ভাগে ভাগ করা হয় ?

ক) ৪ ভাগে
খ) ৩ ভাগে
গ) ৫ ভাগে
উত্তরঃ ঘ) ২ ভাগে

★►সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদ বেশি পরিলক্ষিত হয় ?

ক) বিশেষণ ও ক্রিয়া
খ) বিশেষ্য ও বিশেষণ
গ) বিশেষ্য ও সর্বনাম
উত্তরঃ ঘ) ক্রিয়া ও সর্বনাম

★►‘জ্যেষ্ঠ ভ্রাতার প্রহারে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে সে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগিল’- সাধু ভাষায় লিখতে বাক্যটিতে ভুলের সংখ্যা কয়টি?

ক) তিন
উত্তরঃ খ) চার
গ) পাঁচ
ঘ) ছয়

★► নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি ?

উত্তরঃ ক) ভাষা
খ) শব্দ
গ) ধ্বনি
ঘ) বাক্য

★► সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?

ক) কবিতার পঙক্তিতে
উত্তরঃ খ) নাটকের সংলাপে
গ) গল্পের বর্ণনাতে
ঘ) গানের কলিতে

★►‘সমুদ্র’ এর সমার্থক শব্দ কোনটি ?

ক) অভ্র
খ) বারি
উত্তরঃ গ) অর্ণব
ঘ) কোনটিই নয়

★►‘পুত্র’ এর সমার্থক শব্দ কোনটি ?

ক) পতি
খ) তনু
উত্তরঃ গ) তনয়
ঘ) কোনটিই নয়

★►‘রাত্রি’ এর সমার্থক শব্দ কোনটি ?

উত্তরঃ ক) যামিনী
খ) নিশান্ত
গ) ঊষা
ঘ) কোনোটিই নয়

★► ‘জল’ এর সমার্থক শব্দ কোনটি ?

উত্তরঃ ক) সলির
খ) পঙ্কিল
গ) বারিধি
ঘ) কোনোটিই নয়

★►‘বৃক্ষ’ এর সমার্থক শব্দ কোনটি ?

ক) বায়স
খ) গুল্ম
উত্তরঃ গ) তরু
ঘ) কোনোটিই নয়

★►‘আকাশ কুসুম’ এর বাগধারা নির্ণয় করুন:

ক) হতবুদ্ধি
খ) সুদূরদর্শী
গ) সুন্দর ফুল
উত্তরঃ ঘ) কোনোটিই নয়

★►‘আক্কেল সেলামি’ এর বাগধারা নির্ণয় করুন:

ক) সৌভাগ্যবান
খ) গুরু দক্ষিণা
উত্তরঃ গ) নির্বুদ্ধিতার দণ্ড
ঘ) কোনোটিই নয়

★► ‘উড়নচণ্ডী’ এর বাগধারা নির্ণয় করুন:

উত্তরঃ ক) অমিতব্যয়ী
খ) উচ্ছৃঙ্খল
গ) অবাধ্য
ঘ) কোনোটিই নয়

★►‘বিড়াল তপস্বী’ এর বাগধারা নির্ণয় করুন:

ক) ধার্মিক
উত্তরঃ খ) ভণ্ড সাধু
গ) প্রাচীনপন্থি
ঘ) কোনোটিই নয়

★►‘আটকপালে’ এর বাগধারা নির্ণয় করুন:

ক) কারারুদ্ধ
উত্তরঃ খ) হতভাগ্য
গ) সৌভাগ্যবান
ঘ) কোনোটিই নয়

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ -০৫"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে