গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-০১
ক) স্বরবৃত্ত
খ) পয়ার
গ) অমিত্রাক্ষর
ঘ) ত্রিপদী
উত্তরঃ স্বরবৃত্ত
►‘কথাসাহিত্য’ বলতে কোনটি বোঝায়?
ক) কথা নিয়ে সাহিত্যে
খ) সাহিত্যের কথা
গ) নাটক ও আবৃত্তি
ঘ) ছোটগল্প ও উপন্যাস
উত্তরঃ ছোটগল্প ও উপন্যাস
►শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন-
ক) বিরাট গরু-ছাগলের হাট
খ) বিরাট গরু ও বিরাট ছাগলের হাট
গ) গরু-ছাগলের বিরাট হাট
ঘ) বিরাট গবাদি পশুর হাট
উত্তরঃ গরু-ছাগলের বিরাট হাট
►‘ষ্ণ’ যুক্তবর্ণটি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয়েছে?
ক) ষ + ণ
খ) ষ + ন
গ) ষ + ঞ
ঘ) ঞ + ষ
উত্তরঃষ + ণ
►‘বাঙ্গালি ও বাঙলা সাহিত্য’ গ্রন্থের রচয়িতা হলেন-
ক) মুহম্মদ শহীদুল্লাহ
খ) মুহম্মদ আবদুল হাই
গ) সৈয়দ আলী আহসান
ঘ) আহমদ শরীফ
উত্তরঃ আহমদ শরীফ
►‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা কে?
ক) সিকানদার আবু জাফর
খ) হাসান হাফিজুর রহমান
গ) আহসান হাবীব
ঘ) কেউই না
উত্তরঃ কেউই না
► ‘নাবালক’ শব্দের ‘না’ উপসর্গ কোন ভাষা থেকে এসেছে?
ক) ফারসি
খ) আরবি
গ) বাংলা
ঘ) সংস্কৃত
উত্তরঃ ফারসি
► ‘মাথা-মুণ্ডু’ কোন ধরনের শব্দ?
ক) ধ্বন্যাত্মক শব্দ
খ) মিশ্রশব্দ
গ) জাটিল শব্দ
ঘ) যুগ্মশব্দ
উত্তরঃ ধ্বন্যাত্মক শব্দ
►কোন শব্দটি বিশেষণ?
ক) বস্তু
খ) বাস্তব
গ) বিধি
ঘ) বিষাদ
উত্তরঃ বাস্তব
►‘বীরবল’ কার ছদ্মনাম?
ক) সৈয়দ মুজতবা আলীর
খ) আবু সায়ীদ আইউবের
গ) প্রমথ চৌধুরীরর
ঘ) টেকচাঁদ ঠাকুরের
উত্তরঃ প্রমথ চৌধুরীরর
►‘ভোরের পাখি’ কাকে বলা হয়?
ক) বিহারীলাল চক্রবর্তীকে
খ) সত্যেন্দ্রনাথ দত্তকে
গ) রবীন্দ্রনাথ ঠাকুরকে
ঘ) ডি.এল.রায়কে
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তীকে
►আরাকান রাজসভার কবি কে?
ক) সৈয়দ সুলতান
খ) শাহ মুহম্মদ সগীর
গ) দৌলত-উজির বাহরাম খান
ঘ) আলাওল
উত্তরঃ আলাওল
►‘চর্যাপদ’ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
ক) সনাতন হিন্দু
খ) সহজিয়া বৌদ্ধ
গ) জৈন
ঘ) হরিজন
উত্তরঃ সহজিয়া বৌদ্ধ
►‘বুড় শালিকের ঘারে রোঁ’ কোন জাতীয় শিল্পকর্ম?
ক) উপন্যাস
খ) নাটক
গ) প্রহসন
ঘ) ছোটগল্প
উত্তরঃ প্রহসন
►ব্যাকরণ দিক থেকে কোন শব্দটি সঠিক?
ক) সঞ্চিতা
খ) সঞ্চয়িতা
গ) সঞ্চয়নিতা
ঘ) সনিতা
উত্তরঃ সঞ্চিতা
►‘ম্যালেরিয়া’ কোন ভাষার শব্দ?
ক) মেক্সিকো
খ) ইটালি
গ) জার্মান
ঘ) ইংরেজি
উত্তরঃ ইংরেজি
►কোন বাক্যে অপ্রত্যক্ষ কর্ম ব্যবহৃত হয়েছে?
ক) ভদ্রলোক পড়েছেন
খ) ভদ্রলোক বই পড়ছেন
গ) ভদ্রলোক টেবিলে বই পড়ছেন
ঘ) ভদ্রলোক লাল বই পড়ছেন
উত্তরঃ ভদ্রলোক পড়েছেন
►মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?
ক) গাজী মিয়ার বস্তানী
খ) একেই কি বলে সভ্যতা?
গ) সিরাজদ্দৌলা
ঘ) হারামণি
উত্তরঃ গাজী মিয়ার বস্তানী
►‘যা নিন্দার যোগ্য নয়’-
ক) নিন্দনীয়
খ) প্রশংসনীয়
গ) প্রসংসাযোগ্য
ঘ) অনিন্দ্য
উত্তরঃ অনিন্দ্য
►কোন বানানটি শুদ্ধ?
ক) রোগগ্রস্থ
খ) রোগগ্রস্ত
গ) রোগাগ্রস্থ
ঘ) রোগাগ্রস্
উত্তরঃ রোগাগ্রস্ত
►বাংলা ভাষার উৎপত্তি হয়েছে –
ক) পালি হতে
খ) মাগধী প্রাকৃত হতে
গ) হিন্দি হতে
ঘ) সংস্কৃত হতে
উত্তরঃ খ) মাগধী প্রাকৃত হতে
►বাড়ি বা রাস্তার নম্বরের পর কোন চিহ্ন বসে ?
ক) দাঁড়ি
খ) সেমিকোলন
গ) কোলন
ঘ) কমা
উত্তরঃ ঘ) কমা
►সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে?
ক) সমস্ত পদ
খ) ব্যাসবাক্য
গ) উত্তর পদ
ঘ) সমাস্যমান পদ
উত্তরঃ ক) সমস্ত পদ
►বাংলা বানানের নিয়ম অনুসারে নিচের কোনটি শুদ্ধ ?
ক) গভর্ণর
খ) গভর্নর
গ) গবর্ণর
ঘ) গবর্নর
উত্তরঃ খ) গভর্নর
►‘মেদিনী’ শব্দের সমার্থক অর্থ হলো-
ক) আকাশ
খ) পৃথিবী
গ) সমুদ্র
ঘ) বায়ু
উত্তরঃ খ) পৃথিবী
►‘বর্ণচোরা’ বাগধারাটির অর্থ হলো-
ক) পাকা আম
খ) কপটচারী
গ) কপটহীন ব্যক্তি
ঘ) ভণ্ডসাধু
উত্তরঃ খ) কপটচারী
►‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ-
ক) তীরে পৌঁছার ঝক্কি
খ) সঞ্চয়ের প্রবৃত্তি
গ) মুহূর্ষু অবস্থা
ঘ) আসন্ন বিপদ
উত্তরঃ খ) সঞ্চয়ের প্রবৃত্তি
►‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) নীরদ
খ) উদধি
গ) মার্তণ্ড
ঘ) অবনী
উত্তরঃ খ) উদধি
►‘শকুনি মামা’-এর অর্থ:
ক) কুৎসিত মামা
খ) সৎ মামা
গ) কুচক্রী লোক
ঘ) পাতানো মামা
উত্তরঃ গ) কুচক্রী লোক
►‘পার হইয়া’ এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে:
ক) পারিয়ে
খ) পারায়ে
গ) পেরিয়ে
ঘ) পার হইয়ে
উত্তরঃ গ) পেরিয়ে
► ‘সিংহাসন’ শব্দটি কোন সমাস?
ক) ষষ্ঠী তৎপুরুষ
খ) মধ্যপদলোপী কর্মধারয়
গ) নিমিত্তার্থে চতুর্থী
ঘ) নিত্য সমাস
উত্তরঃ খ) মধ্যপদলোপী কর্মধারয়
► সাধুরীতির শব্দ কোনটি?
ক) গ্রহ
খ) গিন্নী
গ) কলেজ
ঘ) কেতাব
উত্তরঃ ক) গ্রহ
►কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয় ?
ক) পূবালী
খ) যুধ্যমান
গ) আকাঙ্ক্ষা
ঘ) আশিস
উত্তরঃ ক) পূবালী
►কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত?
ক) শরৎচন্দ্র
খ) বন্দোপাধ্যায়
গ) দুর্যোগ
ঘ) উজ্জল
উত্তরঃ ক) শরৎচন্দ্র
►কোনটি সূর্যের সমার্থক শব্দ ?
ক) জরদ
খ) অবনী
গ) কলানিধি
ঘ) বিভাবসু
উত্তরঃ ঘ) বিভাবসু
►কোনটি চাঁদের সমার্থক শব্দ নয় ?
ক) রজনীকান্ত
খ) ইন্দু
গ) শীতকর
ঘ) সবিতা
উত্তরঃ ঘ) সবিতা
►কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক বা প্রতিশব্দ নয় ?
ক) আত্মজ
খ) তনয়
গ) শৈল
ঘ) নন্দন
উত্তরঃ গ) শৈল
►শুদ্ধ বানান কোনটি ?
ক) শ্রদ্ধাঞ্জলি
খ) শ্রদ্ধাঞ্জলী
গ) শ্রদ্ধান্জলী
ঘ) শ্রদ্ধান্জলি
উত্তরঃ ক) শ্রদ্ধাঞ্জলি
►কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় ?
ক) প্রকৃতি
খ) সন্ধি
গ) সমাস
ঘ) কারক
উত্তরঃ ঘ) কারক
►শুদ্ধ বানান কোনটি?
ক) প্রতিধন্দ্বীতা
খ) উল্লেখিত
গ) উপর্যুক্ত
ঘ) উচ্ছ্বল
উত্তরঃ গ) উপর্যুক্ত
►অর্থগত দিক থেকে বাংলা শব্দকে কয়ভাগে ভাগ করা যায় ?
ক) দুইভাগে
খ) তিন ভাগে
গ) চার ভাগে
ঘ) পাঁচ ভাগে
উত্তরঃ খ) তিন ভাগে
►উৎসগত বিচারে বাংলা শব্দকে কয়ভাগে ভাগ করা যায় ?
ক) দুই ভাগে
খ) তিন ভাগে
গ) পাঁচ ভাগে
ঘ) ছয় ভাগে
উত্তরঃ গ) পাঁচ ভাগে
►বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে ?
ক) রাজা রামমোহন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) দীনবন্ধু মিত্র
ঘ) কালীপ্রসন্ন সিংহ
উত্তরঃ খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
►সেমিকোলনের বাংলা:
ক) পূর্ণচ্ছেদ
খ) আংশিক ছেদ
গ) অর্ধচ্ছেদ
ঘ) ন্যূনতম বিরাম
উত্তরঃ গ) অর্ধচ্ছেদ
►যতি বা ছেদ চিহ্নের ব্যবহার ব্যাকরণের:
ক) ধ্বনিতত্ত্বে
খ) শব্দতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) অর্থতত্ত্বে
উত্তরঃ গ) বাক্যতত্ত্বে
► ভাষার মৌলিক রীতি কোনটি?
ক) কথা বলার রীতি
খ) লেখার রীতি
গ) বক্তৃতার রীতি
ঘ) লেখা ও বলার রীতি
উত্তরঃ ক) কথা বলার রীতি
► ভাষার মূল উপাদান হচ্ছে-
ক) বর্ণ
খ) শব্দ
গ) ধ্বনি
ঘ) বাক্য
উত্তরঃ গ) ধ্বনি
► ‘বিষবৃক্ষ’ কোন সমাস?
ক) কর্মধারয় সমাস
খ) তৎপুরুষ সমাস
গ) বহুব্রীহি সমাস
ঘ) অব্যয়ীভাব সমাস
উত্তরঃ ক) কর্মধারয় সমাস
► নিচের কোনটি দ্বিগু সমাস ?
ক) আপাদমস্তক
খ) রুই কাতলা
গ) একরেখা
ঘ) সেতার
উত্তরঃ ঘ) সেতার
► শব্দগুচ্ছ সমার্থক নয় –
ক) অম্বর, গগন, নভঃ, ব্যোম
খ) অচল, আদ্রি, ভূধর, শৈল
গ) অর্ণব, জলধি, পারাবার, রত্নাকর
ঘ) কুঞ্জর, গজ, মাতঙ্গ, তুরঙ্গ
উত্তরঃ ঘ) কুঞ্জর, গজ, মাতঙ্গ, তুরঙ্গ
► সমাহার অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে কি সমাস বলে?
ক) দ্বিগু
খ) অব্যয়ীভাব
গ) বহুব্রীহি
ঘ) তৎপুরুষ
উত্তরঃ ক) দ্বিগু
► ‘বাড়ী ঘুরে এস’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
ক) কর্মে ২য়া
খ) করণে ৩য়া
গ) অপাদানে ১মা
ঘ) অধিকরণে ১মা
উত্তরঃ ঘ) অধিকরণে ১মা
► ‘আমাদের একটি গল্প বলুন।’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্মে ষষ্ঠী
খ) কর্মে ২য়া
গ) অপাদানে ৫মী
ঘ) সম্প্রদানে ষষ্ঠী
উত্তরঃ ক) কর্মে ষষ্ঠী
► কোনটি শুদ্ধ বানান?
ক) অদ্যপি
খ) অদ্যাপি
গ) অদ্যপী
ঘ) অদ্যাপী
উত্তরঃ খ) অদ্যাপি
► কোনটি শুদ্ধ বানান ?
ক) অভ্যন্তীণ
খ) অভ্যন্তরিণ
গ) আভ্যন্তরীণ
ঘ) অভ্যন্তরীন
উত্তরঃ ক) অভ্যন্তীণ
► কোনটি শুদ্ধ বানান?
ক) সদ্যজাত
খ) সদেদআজাত
গ) সদ্যোজাত
ঘ) সদ্ব্যজাত
উত্তরঃ গ) সদ্যোজাত
► ‘কিরণ’ এর সমার্থক শব্দ নয় –
ক) রবি
খ) রশ্মি
গ) প্রভা
ঘ) কর
উত্তরঃ ক) রবি
► ‘চক্ষু’ এর সমার্থক শব্দ নয় –
ক) নয়ন
খ) লোচন
গ) অক্ষি
ঘ) সলিল
উত্তরঃ ঘ) সলিল
► ‘ঢেউ’ এর সমার্থক শব্দ নয় –
ক) তরঙ্গ
খ) ঊর্মি
গ) বারিধি
ঘ) বীচি
উত্তরঃ গ) বারিধি
► ‘চপল’ এর বিপরীতার্থক শব্দ –
ক) স্তব্ধ
খ) ঠাণ্ডা
গ) গম্ভীর
ঘ) রাশভারী
উত্তরঃ গ) গম্ভীর
► ‘উগ্র’ এর বিপরীতার্থক শব্দ –
ক) মেজাজ
খ) সৌম্য
গ) চপল
ঘ) বিজ্ঞ
উত্তরঃ খ) সৌম্য
► যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয় অন্য অর্থে ব্যবহৃত হয়, তাদের কি বলে ?
ক) বাচ্যার্থ
খ) উৎকর্ষ
গ) লক্ষ্যার্থ
ঘ) যোগ্যতা
উত্তরঃ গ) লক্ষ্যার্থ
► কোন বাক্যটি শুদ্ধ?
ক) আমি সাক্ষী দিয়েছি
খ) নীরোগ লোক যথার্থ সুখী
গ) তার এখন সঙ্কট অবস্থা
ঘ) সদাসর্বদা তোমার উপস্থিত প্রার্থনীয়
উত্তরঃ খ) নীরোগ লোক যথার্থ সুখী
► কোন বানানটি শুদ্ধ?
ক) বিভিসীকা
খ) বিভীষিকা
গ) বীভিষিকা
ঘ) বীভিষীকা
উত্তরঃ খ) বিভীষিকা
► সরকারি অনুমোদন সাপেক্ষে বৈষয়িক ব্যাপারে লিখিত পত্রের নাম কি?
ক) আবেদনপত্র
খ) দলিলপত্র
গ) বিজ্ঞপ্তিপত্র
ঘ) চুক্তিপত্র
উত্তরঃ খ) দলিলপত্র
► বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক ?
ক) অমাবস্যার চাঁদ, আকাম কুসুম
খ) বকধার্মিক, বিড়াল তপস্বী
গ) রুই কাতলা, কেউকেটা
ঘ) বকধার্মিক, ভিজা বিড়াল
উত্তরঃ খ) বকধার্মিক, বিড়াল তপস্বী
► ‘ঘাটের মরা’ কোন অর্থে ব্যবহৃত হয়?
ক) অতি বৃদ্ধ
খ) অতি বৃদ্ধি
গ) নির্বোধ
ঘ) সস্তাদর
উত্তরঃ ক) অতি বৃদ্ধ
► ‘ধান ভানতে শিবের গীত’-এ প্রবাদটি দিয়ে কী বোঝায়?
ক) একের জন্য অপরের দুশ্চিন্তাগ্রস্ত হওয়া
খ) প্রসঙ্গ ছেড়ে অগ্রাসঙ্গিক কথা বলা
গ) ক্ষুদে ব্যক্তির বড়াই
ঘ) কাজ আরম্ভ করার সাথে সাথে ফলের প্রত্যাশা
উত্তরঃ খ) প্রসঙ্গ ছেড়ে অগ্রাসঙ্গিক কথা বলা
►কোনো কবিতার মর্মকথা বা তাৎপর্যকে কী বলা হয়?
ক) পদ্যাংশ
খ) সারাংশ
গ) সারমর্ম
ঘ) কোনোটিই নয়
উত্তরঃ গ) সারমর্ম
► ভাববীজ কোন ধরনের তাৎপর্য ব্যঞ্জনাকে ধারণ করে?
ক) মানবজীবনের মহৎ আদর্শ
খ) মানব চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য
গ) নৈতিক বিচ্যুতি বা প্রণোদনামূলক ভূমিকা
ঘ) ওপরের সবগুলো
উত্তরঃ ঘ) ওপরের সবগুলো
►বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলিম কবি কে ?
ক) কাজী দৌলত
খ) আলাওল
গ) সৈয়দ সুলতান
উত্তরঃ ঘ) শাহ্ মুহম্মদ সগীর
►‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতা-
ক) দীনবন্ধু মিত্র
খ) কালীপ্রসন্ন ঘোষ
উত্তরঃ গ) কালী প্রসন্ন সিংহ
ঘ) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
►‘তত্ত্ববোধিনী’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ গ) অক্ষয়কুমার দত্ত
ঘ) রাজনারায়ণ বসু
► ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা-
ক) বেতাল পঞ্চবিংশতি
উত্তরঃ খ) প্রভাবতী সম্ভাষণ
গ) ভ্রান্তিবিলাস
ঘ) সীতার বনবাস
► ‘দেনাপাওনা’ উপন্যাস ও দেনাপাওনা’ ছোটগল্পের লেখক যথাক্রমে-
ক) রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) অবনীন্দ্রনাথ ঠাকুর ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
►‘রক্তকরবী’ ও ‘রক্তাক্ত প্রান্তর’ লিখেছেন যথাক্রমে-
ক) মুনীর চৌধুরী ও জহির রায়হান
উত্তরঃ খ) রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী
গ) জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সার
ঘ) মুনীর চৌধুরী ও রবীন্দ্রনাথ ঠাকুর
►‘নিমচাঁদ’ চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন্ গন্থে ?
উত্তরঃ ক) সধবার একাদশী
খ) আলালের ঘরের দুলাল
গ) একই কি বলে সভ্যতা
ঘ) নববাবু বিলাস
►মাইকেল মধুসূদন দত্তের জন্ম সাল কোনটি ?
ক) ১৮১৩
উত্তরঃ খ) ১৮২৪
গ) ১৩৩৩
ঘ) ১৮২৫
►রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গদ্যগ্রন্থ-
উত্তরঃ ক) ইউরোপ-প্রবাসীর পত্র
খ) জাভাযাত্রীর পত্র
গ) জাপানযাত্রীর পত্র
ঘ) য়ুরোপ-যাত্রীর ডায়রি
►— গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা ?
ক) বিলাতের পত্র
খ) পথে-প্রবাসে
উত্তরঃ গ) অবিশ্বাস্য
ঘ) ইয়োরোপা
►‘কাণ্ডারী এ তরীর পাকা মাঝি মাল্লা, দাড়ী-মুখে সারি গান- লা শারিক আল্লাহ!’ -‘দাড়ী-মুখে’ বলতে কি বুঝানো হয়েছে ?
ক) দাড়িমণ্ডিত মুখে
খ) দড়িবাঁধা মুখে
গ) দৃঢ়-কঠিন মুখে
উত্তরঃ ঘ) দাঁড়বাহীদের মুখে
► বিশুদ্ধ বানান কোনটি ?
উত্তরঃ ক) নৈর্ঋত
খ) নৈঋিত
গ) নৈঋত
ঘ) নৈহৃত
►‘জঙ্গম’ -এর সমার্থক শব্দ কোনটি
ক) প্রচণ্ড যুদ্ধ
উত্তরঃ খ) গতিশীল
গ) নিবিড় বন
ঘ) সম্মিলন
► ‘শ্বশ্রু’ – এর সমার্থক কি ?
ক) দাড়িগোঁফ
উত্তরঃ খ) শাশুড়ি
গ) শত্রু
ঘ) অশ্রু
►‘বহ্নুৎসব’ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাই—
ক) বহ্ন্যু+উৎসব
উত্তরঃ খ) বহ্ন্যুৎ+সব
গ) বহ্ন্যু+উৎসব
ঘ) বহ্নি+উৎসব
► ‘হ্ম’ -এর বিশ্লিষ্ট রূপ কোনটি ?
ক) ক্ষ+ম
খ) ম+হ
উত্তরঃ গ) হ+ম
ঘ) ম+ষ
► ‘ইুঁদর কপালে’ বাগ্ধারাটি কোন্ অর্থে ব্যবহৃত হয় ?
উত্তরঃ ক) মন্দভাগ্য
খ) ক্ষুদ্রায়তন
গ) ইঁদুরাকৃতির কপাল
ঘ) হাস্যকর চেহারা
► ‘নীল যে অম্বর = নীলাম্বর’ – কোন্ সমাস ?
ক) বহুব্রীহি
খ) অব্যয়ীভাব
গ) তৎপুরুষ
উত্তরঃ ঘ) কর্মধারয়
‘অতঃপর বিভ্রান্তমুক্ত হয়ে রোগগ্রস্ত পিতা, পুত্র সম্বন্ধে যা জানিতেন সবই খুলে বলিলেন।’
►সাধু ভাষার বাক্যটিতে ভুলের সংখ্যা-
উত্তরঃ ক) চার
খ) পাঁচ
গ) ছয়
ঘ) সাত
►‘তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মণিষী-বাক্যই তো জীবঞ্ছত যুবসমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে।’ –চলিত- রীতিতে লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা –
ক) সাত
খ) নয়
উত্তরঃ গ) আট
ঘ) দশ
►‘Optimist’means __
ক) আশাবাদী ব্যক্তি
খ) দর্শন
গ) দার্শনিক
উত্তরঃ ঘ) জগৎই শ্রেষ্ঠ
►‘Superstitious means ___
ক) যাদুবিদ্যা
খ) কুসংস্কারাচ্ছন্ন
উত্তরঃ গ) সেতুবন্ধন
ঘ) উপাসনা
►‘Subjudice’ means __
ক) অনাস্থা
খ) বিচারকের বেঞ্চ
গ) বিশেষ আদালত
উত্তরঃ ঘ) বিচারাধীন
►‘বিষাদসিন্ধু’ কার রচনা ?
ক) কায়কোবাদ
উত্তরঃ খ) মীর মোশাররফ হোসেন
গ) মোজাম্মেল হক
ঘ) ইসমাইল হোসেন সিরাজী
► বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’- এর অবিষ্কারক
ক) ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরঃ গ) হরপ্রাসাদ শাস্ত্রী
ঘ) ডক্টর সুকুমার সেন
► ‘বীরবল’ নিম্নোক্ত একন লেখকের ছন্মনাম-
উত্তরঃ ক) প্রমথ চৌধুরী
খ) ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
গ) সুধীন্দ্রনাথ দত্ত
ঘ) নবীনচন্দ্র সেন
►বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয় ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) প্রমথ চৌধুরী
উত্তরঃ গ) সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ) শামসুর রাহমান
►নীল যে আকাশ = নীলাকাশ কোন সমাস ?
ক) বহুব্রীহি
খ) দ্বিগু
উত্তরঃ গ) কর্মধারয়
ঘ) অব্যয়ীভাব
►উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য-
উত্তরঃ ক) উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে
খ) অব্যয়ে
গ) নতুন শব্দ গঠনে
ঘ) ভিন্ন অর্থপ্রকাশে
►‘স্বাধীনতা তুমি’ কবিতাটি কোন কবির ?
উত্তরঃ ক) শামসুর রাহমান
খ) মহাদেব সাহা
গ) রফিক আজাদ
ঘ) মোহন রায়হান
►‘ইঁদুর কপালে’ বাগ্ধারাটি কোন অর্থে ব্যবহৃত হয় ?
উত্তরঃ ক) মন্দ ভাগ্য
খ) ক্ষুদ্রায়তন কপাল
গ) ইঁদুরাকৃতি কপাল
ঘ) হাস্যকর চেহারা
►কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয় ?
ক) দেবদাস
খ) শ্রীকান্ত
উত্তরঃ গ) মৃত্যুক্ষুধা
ঘ) বড়দিদি
►নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ ?
উত্তরঃ ক) সবিতা
খ) অবনী
গ) কল্যানিধি
ঘ) সুধাকর
►বাংলা গদ্যে বিরামচিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার ?
উত্তরঃ ক) বিদ্যাসাগরের
খ) অক্ষয় কুমারের
গ) চণ্ডীচরণ মুন্সির
ঘ) কালীপ্রসন্ন সিংহের
►নিচের কোন নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র ?
ক) নবীন তপস্বিনী
খ) কমলে কামিনী
গ) বিয়ে পাগরা বুড়ো
উত্তরঃ ঘ) সবগুলো
►জীবনানন্দ দাশ প্রধানত –
ক) ছন্দের কবি
খ) ভাবের কবি
উত্তরঃ গ) প্রকৃতির কবি
ঘ) মানুষের কবি
►‘কবর’ নাটকটির নাট্যকার-
ক) জসীমউদ্দীন
খ) কাজীনজরুল ইসলাম
উত্তরঃ গ) মুনীর চৌধুরী
ঘ) উৎপল দত্ত
►‘ঠোঁট কাটা’ বলতে কি বুঝায় ?
ক) অহঙ্কারী
উত্তরঃ খ) স্পষ্টভাষী
গ) মিথ্যাবাদী
ঘ) পক্ষপাতদৃষ্ট
►নিত্য মূর্ধণ্য-ষ কোন শব্দে বর্তমান ?
ক) কষ্ট
খ) উপনিষ্য
গ) কল্যাণীয়েষু
উত্তরঃ ঘ) আষাঢ়
►“বৈরাগী সাধনে-সে আমার নয় ’ শূণ্যস্থান পূরণ করুন ?
ক) আনন্দ
উত্তরঃ খ) মুক্তি
গ) বিশ্বাস
ঘ) আশ্বাস
►কাননে কুসুম কলি সকলি ফুটিল-এই বাক্যে ‘কাননে’ কোন কারক ও কোন বিভক্তি ?
ক) কর্মে সপ্তমী
খ) অপাদানে সপ্তমী
উত্তরঃ গ) অধিকরণে সপ্তমী
ঘ) করণে শূন্য
►‘পথিক তুমি পথ হারাইয়াছ!’-কে, কাকে বলেছিল ?
ক) সীমার হোসেন (রা)-কে
খ) আলেয়া সিরাজকে
উত্তরঃ গ) কপালতুণ্ডলা নবকুমারকে
ঘ) ওপরের কোনটিই নয়
►‘চাঁদের অমাবস্যা’ কি জাতীয় গ্রন্থ ?
ক) বিজ্ঞান বিষয়ক
খ) কাব্য
উত্তরঃ গ) উপন্যাস
ঘ) নাটক
►‘পুতুল নাচের ইতিকথা’- উপন্যাসটি কার লেখা?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) সৌরিন্দ্র মোহন মুখোপাধ্যায়
ঘ) জহির রায়হান
►কোন বইটি উপন্যাস?
ক) বাংলার কাব্য
খ) বৃত্রসংহার কাব্য
উত্তরঃ গ) দিবারাত্রির কাব্য
ঘ) মহাশ্মশান
►‘পথ জানা নাই’-গল্পটি কার লেখা?
ক) আবুল মনসুর আহমদ
উত্তরঃ খ) আবু জাফর শামসুদ্দিন
গ) শওকত ওসমান
ঘ) শামসুদ্দীন আবুল কালাম
►‘আত্মজা ও একটি করবী গাছ’-কার লেখা গল্প?
ক) বশীর আল হেলাল
খ) শওকত আলী
উত্তরঃ গ) হাসান আজিজুল হক
ঘ) রিজিয়া রহমান
►‘কিত্তনখোলা’ নাটকটি কার রচনা?
ক) মুনীর চৌধুরী
খ) মমতাজ উদ্দিন আহমদ
গ) সৈয়দ শামসুল হক
উত্তরঃ ঘ) সেলিম আল দীন
►‘যাপিত জীবন’ উপন্যাসের রচয়িতা কে?
ক) রাবেয়া খাতুন
খ) রিজিয়া রহমান
উত্তরঃ গ) সেলিনা হোসেন
ঘ) নাসরিন জাহান
►কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম?
ক) যৌবনে দাও রাজটিকা
খ) বই পড়া
উত্তরঃ গ) বাজে কথা
ঘ) সাহিত্যে খেলা
►কোনটি শুদ্ধ ?
ক) উপরেউক্ত
খ) উপরোক্ত
উত্তরঃ গ) উপর্যুক্ত
ঘ) উপরুক্ত
►জ্ঞ-যুক্তবর্ণটি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয়?
ক) গ + ঞ
খ) ঞ + জ
গ) ঞ + চ
উত্তরঃ ঘ) জ + ঞ
►‘হিত’ শব্দের বিপরীতার্থক শব্দ –
উত্তরঃ ক) বিহিত
খ) অহিত
গ) সুহৃদ
ঘ) বিপরীত
►শুদ্ধ শব্দ কোনটি?
উত্তরঃ ক) জাতিসত্ত্বা
খ) সস্ত্রীক
গ) সমীচিন
ঘ) গীতাঞ্জলী
►মর্সিয়া শব্দের অর্থ কি?
ক) শোক বা আহাজারি
খ) দুঃখ
উত্তরঃ গ) শোক কাব্য
ঘ) বেদনামিশ্রিত কাব্য
►তাড়নজাত ব্যঞ্জনধ্বনি কোনটি?
ক) ক, ঘ
খ) চ, ছ
উত্তরঃ গ) ড়, ঢ়
ঘ) প, ফ
►পাশাপাশি দু’টো স্বরধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে কী বলে?
ক) মৌলিক স্বরধ্বনি
উত্তরঃ খ) যৌগিক স্বরধ্বনি
গ) মূলধ্বনি
ঘ) সমধ্বনি
►‘জাগো বাহে কুন্ঠে সবাই’- এই অবিস্মরণীয় আহ্বান উচ্চারণ করে কোন চরিত্রটি ?
ক) দীনবন্ধু মিত্রের ‘নীল দর্পণ’ নাটকের তোরাব
খ) রবীন্দ্রনাথ ঠাকুরের ’অচলায়তন’ নাটকের কদম আলী
গ) মামুনুর রশীদের ‘ওরা কদম আলী’ নাটকের কদম আলী
উত্তরঃ ঘ) সৈয়দ শামসুল হকের ’নূরুল দীনের সারাজীবন’ নাটকের নুরুল দীন
►‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’-কে লিখেছেন?
ক) বিদ্যাপতি
উত্তরঃ খ) চন্ডীদাস
গ) জ্ঞানদাস
ঘ) গোবিন্দ দাস
► ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’- কার উক্তি ?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) মীর মোশাররফ হোসেন
উত্তরঃ গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
► ‘মহাভারত’ এর রচয়িতা-
ক) বাল্মিকী
উত্তরঃ খ) বেদব্যাস
গ) ভদ্রবাহু
ঘ) মনু
► কোনটি মৈমনসিংহ গীতিকার উপাখ্যান ?
ক) পদ্মাবতী
খ) বিদ্যাসুন্দর
উত্তরঃ গ) জয়চন্দ্র চন্দ্রাবতী
ঘ) পদ্মিনী উপাখ্যান
► বিপ্রদাস পিপলাই রচিত কাব্যের নাম কি?
ক) মনসা মঙ্গল
উত্তরঃ খ) মনসা বিজয়
গ) চাঁদ সওদাগর কাহিনী
ঘ) মনসা প্রশস্তি
►বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশীর অবদান সর্বাধিক?
উত্তরঃ ক) উইলিয়াম কেরী
খ) লর্ড ওয়েলেসলি
গ) মার্শম্যান
ঘ) ডিরোজিও
►ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ কবে খোলা হয়?
ক) ১৮০০ সালে
খ) ১৮০৪ সালে
উত্তরঃ গ) ১৮০১ সালে
ঘ) ১৮০৫ সালে
►মুসলমান শাসনামলে এদেশে এসে অত্যাচার ও লুট করেছে কারা?
ক) জলদস্যুরা
খ) পর্তুগীজরা
উত্তরঃ গ) বর্গীরা
ঘ) ইংরেজরা
►বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন কে?
উত্তরঃ ক) লালন ফকির
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) মাধব বিবি
ঘ) ফরিদা পারভীন
►মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী?
ক) লোক সাহিত্য
উত্তরঃ খ) ডাক ও খনার বচন
গ) পুঁথি সাহিত্য
ঘ) ব্রতকথা
►আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল?
ক) ষোড়শ শতাব্দী
উত্তরঃ খ) সপ্তদশ শতাব্দী
গ) পঞ্চদশ শতাব্দী
ঘ) অষ্টাদশ শতাব্দী
►শাহ মুহাম্মদ সগীর অনুদিত বিখ্যাত কাব্য কোনটি?
উত্তরঃ ক) ইউসুফ জোলেখা
খ) লাইলী মজনু
গ) শিরী ফরহাদ
ঘ) পদ্মাবতী
►কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কি?
ক) আদি মহাভারত
উত্তরঃ খ) পরাগেলী মহাভারত
গ) মহাভারত
ঘ) মহান মহাভারত
►হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন?
উত্তরঃ ক) লুই পা
খ) কাহ্ন পা
গ) ভুসুক পা
ঘ) টেন্টন পা
এক কথায় প্রকাশ:
►যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে
ক) অচিন্তনীয়
খ) ভূজপূর্ব
উত্তরঃ গ) অবিমৃষ্যকারী
ঘ) কোনটিই নয়
► যার দুই হাত সমান চলে
উত্তরঃ ক) সব্যসাচী
খ) দোহাতী
গ) হাতটান
ঘ) কোনটিই নয়
►সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা
ক) সংবর্ধনা
খ) অভিনন্দন
উত্তরঃ গ) প্রত্যুদগমন
ঘ) কোনটিই নয়
►যা কষ্টে নিবারণ করা যায়
ক) অনিবার্য
উত্তরঃ খ) দুর্নিবার
গ) অনির্বান
ঘ) কোনটিই নয়
►যে বিষয়ে কোন বিতর্ক নেই
ক) নির্বাক
খ) হতবাক
গ) অভিজ্ঞ
উত্তরঃ ঘ) কোনটিই নয়
নিচের শব্দগুলোর সমার্থক শব্দ নির্ণয়:
►সমুদ্র
ক) অভ্র
খ) বারি
উত্তরঃ গ) অর্ণব
ঘ) কোনটিই নয়
►পুত্র
ক) পতি
খ) তনু
উত্তরঃ গ) তনয়
ঘ) কোনটিই নয়
►রাত্রি
উত্তরঃ ক) যামিনী
খ) নিশান্ত
গ) ঊষা
ঘ) কোনটিই নয়
►জল
উত্তরঃ ক) সলিল
খ) পঙ্কিল
গ) বারিধি
ঘ) কোনটিই নয়
► বৃক্ষ
ক) বায়স
খ) গুল্ম
উত্তরঃ গ) তরু
ঘ) কোনটিই নয়
নিচের বাগধারাগুলির অর্থ নির্ণয় কর
►আকাশ কুসুম
ক) হতবুদ্ধি
খ) সুদুরদর্শী
গ) সুন্দর ফুল
উত্তরঃ ঘ) কোনটিই নয়
►আক্কেল সেলামি
ক) সৌভাগ্যবান
খ) গুরু দক্ষিণা
উত্তরঃ গ) নির্বুদ্ধিতার দণ্ড
ঘ) কোনটিই নয়
►উড়নচণ্ডী
ক) অমিতব্যয়ী
উত্তরঃ খ) উচ্ছৃঙ্খল
গ) অবাধ্য
ঘ) কোনটিই নয়
►বিড়াল তপস্বী
ক) ধার্মিক
উত্তরঃ খ) ভণ্ড সাধু
গ) প্রাচীনপন্থী
ঘ) কোনটিই নয়
►আটকপালে
ক) কারারুদ্ধ
উত্তরঃ খ) হতভাগ্য
গ) সৌভাগ্যবান
ঘ) কোনটিই নয়
ইংরেজি থেকে বাংলায় অনুবাদ কর
►Have patience in danger.
ক) বিপদ একা আসে না
উত্তরঃ খ) বিপদে ধৈর্য ধারণ কর
গ) ধীরভাবে কাজ করলে বিপদ হয় না
ঘ) কোনটিই নয়
► As you sow, so you reap.
উত্তরঃ ক) যেমন কর্ম, তেমন ফল
খ) যেমন চাইবে, তেমন হবে
গ) সময়ের এক ফোঁড়, অসময়ের নয় ফোঁড়
ঘ) কোনটিই নয়
►He lives from hand to mouth.
ক) সে হাত দিয়ে খায়।
খ) সে হাত দিয়ে খাইয়ে দিল।
গ) সে সব সময় আহার করছে।
উত্তরঃ ঘ) কোনটিই নয়
► To err is human.
ক) মানুষ মরণশীল।
খ) মানবজাতি প্রতিহিংসাপ্রবণ।
উত্তরঃ গ) মানুষ মাত্রই ভুল করে।
ঘ) কোনটিই নয়
► Culture is constantly evolving.
উত্তরঃ ক) সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে।
খ) সংস্কৃতি সর্বদা বিকৃত হচ্ছে।
গ) সংস্কৃতি সর্বদা বিসর্জিত হচ্ছে।
ঘ) কোনটিই নয়
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-০১ "
Post a Comment