গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-০২

গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-০২


বাংলা ভাষার উদ্ভব হয়ে নিম্নোক্ত একটি ভাষা থেকে
ক) সংস্কৃত
খ) পালি
উত্তরঃ গ) প্রাকৃত
ঘ) অপভ্রংশ

কাজী ইমদাদুল হক এর ‘আবদুল্লাহ’ উপন্যাসের প্রধান উপজীব্য কি ?
ক) চাষী জীবনের করুণ চিত্র
খ) কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
উত্তরঃ গ) তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
ঘ) মুসলিম, জমিদার শ্রেণীর জীবন কাহিনী

বাংলা লিপির উৎস কি ?
ক) সংস্কৃত লিপি
খ) চীনা লিপি
গ) আরবি লিপি
উত্তরঃ ঘ) ব্রাহ্মলিপি

“শৈবাল দীঘিরে চলে উচ্চ করি শির, লিখে রেখ এক ফোঁটা দিলেম শিশির”। এ অংশটুকুর মূল প্রতিপাদ্য-
ক) প্রতিদান
খ) প্রত্যুপকার
উত্তরঃ গ) অকৃজ্ঞতা
ঘ) অসহিষ্ণুতা

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির উপলিদ্ধি হচ্ছে
উত্তরঃ ক) ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভবনাময়
খ) বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে
গ) প্রাকৃত বিপুল ঐশ্বর্যের অধিকারী
ঘ) ভাঙার পরই গড়ার কাজ শুরু

মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে-
ক) মহাকাব্যে
খ) নাটকে
গ) পত্রকাব্যে
উত্তরঃ ঘ) সনেটে

বেগম রোকেয়ার রচনা কোনটি ?
ক) ভাষা ও সাহিত্য
খ) আয়না
গ) লালুসালু
উত্তরঃ ঘ) অবরোধবাসিনী

কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ?
ক) চিলোকোঠার সেপাই
উত্তরঃ খ) আগুনের পরশমণি
গ) একাত্তরের দিনগুলি
ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়

বাংলা সাহিত্যে ‘সাহিত্য বিশরদ’ কার উপাধি ?
উত্তরঃ ক) আব্দুল করিমের
খ) মুহম্মদ শহীদুল্লাহর
গ) মোতাহার হোসেন চৌধুরীর
ঘ) আবুল ফজলের

কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
ক) জিঞ্জির
উত্তরঃ খ) অগ্নিবীণা
গ) সন্ধ্যা সিন্ধু
ঘ) হিন্দোল

ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ –
ক) ষড়+ঋতু
খ) ষড়্ + ঋতু
গ) ছয় + ঋতু
উত্তরঃ ঘ) ষট্ + ঋতু

উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য –
ক) অব্যয় ও শব্দাংশ
খ) নতুন শব্দ গঠনে
গ) ভিন্ন অর্থ প্রকাশে
উত্তরঃ ঘ) উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে

‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণ কোন্ টি ?
ক) ইচ্ছাময়
খ) ঐচ্ছিক
উত্তরঃ গ) ইচ্ছুক
ঘ) অনিচ্ছা

“যা পূর্বে ছিল এখন নেই”- এক কথায় কি হবে ?
ক) অপূর্ব
খ) অদৃষ্টপূর্ব
গ) অভূতপূর্ব
উত্তরঃ ঘ) ভূতপূর্ব

সাধুভাষা ও চলিত ভাষার পার্থক্য –
ক) বাক্যের সরল ও জটিল রূপে
খ) শব্দের রূপগত ভিন্নতায়
গ) তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে
উত্তরঃ ঘ) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়

‘রানণের চিতা’ বাগ্ধারাটির অর্থ কি ?
ক) অনিষ্টে ইষ্ট লাভ
উত্তরঃ খ) চির অশান্তি
গ) পাপের শাস্তি
ঘ) অরাজক দেশ

সংস্কৃত বাষা থেকে যেসব শব্দ সোজাসুজি বাংলা এসেছে ও যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে কি বলে ?
ক) দেশি শব্দ
খ) অর্ধ-তৎসম শব্দ
উত্তরঃ গ) তৎসম শব্দ
ঘ) তদ্ভব শব্দ

“তাঁর চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি”- এটা কোন্ ধরনের বাক্য ?
ক) সরল বাক্য
খ) জটিল বাক্য
উত্তরঃ গ) যৌগিক বাক্য
ঘ) মিশ্র বাক্য

যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই প্রধানরূপে প্রতীযমান হয়, তাকে কোন্ বাচ্য বলে ?
ক) কর্ম-কর্তৃবাচ্য
খ) কর্মবাচ্য
উত্তরঃ গ) ভাববাচ্য
ঘ) কর্তৃবাচ্য

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন গ্রন্থটি নজরুলকে উৎসর্গ করেন ?
ক) বলাকা
উত্তরঃ খ) বসন্ত
গ) শেষের কবিতা
ঘ) গোরা

ক্ষণে হাতে দড়ি, ক্ষণেক চাঁদ”- চরণ দু’টি কর রচনা ?
ক) আলাওল
উত্তরঃ খ) ভারতচন্দ্র রায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) শেখ ফজলল করিম

বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋনী ?
ক) পালি
উত্তরঃ খ) অপভ্রংশ
গ) অবহট্ট
ঘ) সংস্কৃত

‘উগ্র’ শব্দের বিপরীত শব্দ-
উত্তরঃ ক) অগ্র
খ) ভদ্র
গ) সৌম্য
ঘ) সুশীল

‘ময়নামতির চর’ এর রচয়িতা –
ক) জসীমউদ্দীন
উত্তরঃ খ) বন্দে আলী মিয়া
গ) ফররুখ আহমেদ
ঘ) আহসান হাবিব

‘ক্ষ’ যুক্তবর্ণটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত ?
ক) খ, ষ
খ) খ, স
গ) খ, শ
উত্তরঃ ঘ) ক, ষ

শুদ্ধ বাক্য কোনটি ?
ক) দুর্বলবশত অনাথিনী বসে পড়ল
খ) দুর্বলতাবশত অনাথিনী বসে পড়ল
উত্তরঃ গ) দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
ঘ) দুবলতাবশত অনাথা বসে পড়ল

কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস ?
ক) চিরসুখী
খ) দশানন
গ) গায়ে হলুদ
উত্তরঃ ঘ) কানাকানি

‘ক্ষমার যোগ্য’- এর বাক্য সংকোচন কোন টি ?
উত্তরঃ ক) ক্ষমার্হ
খ) ক্ষমাপ্রার্থী
গ) ক্ষমা
ঘ) ক্ষমাপ্রদ

‘ষড়ঋতু’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক) ষড়+ঋতু
খ) ষড়+ঋতু
গ) ষট+ঋতু
উত্তরঃ ঘ) ষট্ + ঋতু

কোন বানানটি শুদ্ধ ?
ক) মুমূর্ষ
খ) মুমূর্ষু
উত্তরঃ গ) মূমুর্ষ
ঘ) মুমূর্ষূ

‘ভিক্ষুকটা যে পেছনে লেগেই রয়েছে, কী বিপদ!’ – এই বাক্যে ‘কি’ এর অর্থ কি ?
ক) ভয়
খ) রাগ
উত্তরঃ গ) বিরক্তি
ঘ) বিপদ

‘সওগাত’ – পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
ক) আবুল কালাম শামসুদ্দিন
খ) কাজী আবুদল ওদুদ
উত্তরঃ গ) মোহাম্মদ নাসিরউদ্দিন
ঘ) সিকান্দর আবু জাফর

কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা কোনটি ?
উত্তরঃ ক) বাউন্ডুলের আত্মকাহিনী
খ) মুক্তি
গ) পদ্ম গোখরো
ঘ) বিদ্রোহী

‘বনফুল’ নিম্নোক্ত কোন লেখকের নাম ?
ক) বিভূতিভূষণ মুখোপাধ্যায়
খ) তারাশঙ্কর বন্দ্যোপাধায়
উত্তরঃ গ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
ঘ) বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

‘সিরাজম মুনীরা’ কাব্য গ্রন্থের রচয়িতা কে ?
ক) আল-মাহমুদ
উত্তরঃ খ) ফররুখ আহমদ
গ) তালিম হোসেন
ঘ) গোলাম মোস্তফা

‘ঢাকের কাঠি’ বাগধারাটির অর্থ-
ক) সাহায্যকারী
উত্তরঃ খ) তোষামুদ
গ) বাদক
ঘ) স্বাস্থ্যহীনলোক

যে সমাসের ব্যাস বাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় –
উত্তরঃ ক) নিত্য সমাস
খ) দ্বন্দ্ব সমাস
গ) কর্মধারায় সমাস
ঘ) অব্যয়ীভাব সমাস

‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত ?
ক) হিন্দি
খ) উর্দু
গ) গ্রিক
উত্তরঃ ঘ) পর্তুগিজ

‘ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ’ কে রচনা করেন?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ) মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) সুকুমার সেন

“আমরা সবাই রাজা” এই পংক্তিটির রচয়িতা কে?
ক) রজনীকান্ত সেন
খ) স্বামী বিবেকানন্দ
গ) কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

“উনপঞ্চশ বায়ু” বাগধারার অর্থ কি?
ক) ঘৃণা
খ) বিরক্তি
উত্তরঃ গ) বদমেজাজ
ঘ) হিংসা

“ভায়া লাফ দেয় তিন হাত, হেসে গান গায় দিন রাত”-ছড়াটি কার সম্পর্কে ?
ক) জসীম উদদীন
খ) পাগলা কানাই
গ) লালনশাহ
উত্তরঃ ঘ) কাজী নজরুল ইসলাম

‘সই কে শুনাইল শ্যাম নামে’ পদটির রচয়িতা কে?
উত্তরঃ ক) চণ্ডীদাস
খ) জ্ঞানদাস
গ) গোবিন্দ সেন
ঘ) দ্বিজ চণ্ডীদাস

‘সাবান’ ও ‘আনারস’ শব্দ দুটি কোন ভাষা হতে এসেছে?
ক) ফারসি
খ) আরবি
গ) বার্মিজ
উত্তরঃ ঘ) পর্তুগীজ

‘কাঁচি’ শব্দটির কোন ভাষা হতে এসেছে?
ক) ফারসি
উত্তরঃ খ) তুর্কি
গ) আরবি
ঘ) হিন্দি

‘জীবনস্মৃতি’ কার আত্মজীবনী?
ক) বুদ্ধদেব বসু
উত্তরঃ খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) রজনীকান্ত সেন
ঘ) সৈয়দ মুজতবা আলী

‘কাশবনের কন্যা’ উপন্যাস কার লেখা?
ক) আবুল কালাম শামছুদ্দিন
খ) আবু জাফর শামছুদ্দিন
উত্তরঃ গ) শামছুদ্দিন আবুল কালাম
ঘ) আব্দুল গাফফার চৌধুরী

শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি?
উত্তরঃ ক) বড়দিদি
খ) বিন্দুর ছেলে
গ) রামের সুমতি
ঘ) বৈকুন্ঠের উইল

কাজী নজরুলের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সনে প্রকাশিত হয়?
ক) ১৯২৫
খ) ১৯২৬
উত্তরঃ গ) ১৯২১
ঘ) ১৯২২

কাজী নজরুল ইসলাম কোন সনে মৃত্যুবরণ করেন?
ক) ১৯৭৫
উত্তরঃ খ) ১৯৭৬
গ) ১৯৭৭
ঘ) ১৯৭৮

কোন শব্দটি দ্বন্দ্ব সমাস ?
ক) সিংহাসন
খ) রাজপথ
গ) প্রভাত
উত্তরঃ ঘ) দম্পতি

‘কুলের সমীপে’-এর সংক্ষেপ কি?
ক) অনুকূল
খ) প্রতিকূল
গ) সমকূল
উত্তরঃ ঘ) উপকূল

‘রহিম ধোপাকে কাপড় ধুতে দিল।’ ইহা কোন কারক?
ক) কর্তৃকারক
উত্তরঃ খ) কর্মকারক
গ) সম্প্রদান কারক
ঘ) অপাদান কারক

লিঙ্গান্তর হয় না কোন শব্দটির?
ক) ডাক্তার
খ) ধোপা
উত্তরঃ গ) কেরানী
ঘ) নাপিত

‘অপসৃয়মান’ শব্দটির বিপরীত কি?
উত্তরঃ ক) উদীয়মান
খ) ক্ষয়মাণ
গ) বিলীয়মান
ঘ) বিবর্তমান

‘পাণিগ্রহণ’ কথাটি যা গ্রহণ থেকে এসেছে-
ক) মালা
খ) ফুল
গ) বীণা
উত্তরঃ ঘ) হাত

‘দৃষ্টিপাত’- এর লেখক ‘যাযাবর’-এর প্রকৃত নাম কি?
ক) ভূদেব মুখোপাধ্যায়
উত্তরঃ খ) বিনয় মুখোপাধ্যায়
গ) আশুতোষ মুখোপাধ্যায়
ঘ) নারায়ণ গঙ্গোপাধ্যায়

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘বিদ্যাসাগর’ উপাধি দেয়-
ক) হিন্দু কলেজ
খ) ইংরেজি কলেজ
উত্তরঃ গ) সংস্কৃত কলেজ
ঘ) প্রেসিডেন্সি কলেজ

শ্রীরমপুরের মিশনারীরা স্মরণীয় যে জন্য-
ক) প্রথম বাংলায় খ্রিস্টধর্ম প্রচার
উত্তরঃ খ) প্রথম বাংলায় মুদ্রণ
গ) প্রথম বাংলায় সংস্কার কাজ
ঘ) প্রথম বাংলা স্কুল

কোনটি সঠিক ?
ক) তরঙ্গপুঞ্জ
উত্তরঃ খ) মেঘপুঞ্জ
গ) কুসুমপুঞ্জ
ঘ) কবিতাপুঞ্জ

“মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা”- চরণটি কার লেখা?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
উত্তরঃ গ) অতুল প্রসাদ সেন
ঘ) সুফিয়া কামাল

কোনটি শামসুর রহমানের আত্মজীবনী?
ক) স্মৃতির শহর
খ) রৌদ্র করোটিতে
গ) বিধ্বস্ত নীলিমা
উত্তরঃ ঘ) কালের ধূলোয় লেখা

মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
ক) পলাশী ব্যারাক
খ) ফিট কলাম
উত্তরঃ গ) রূপার কৌটা
ঘ) রক্তাক্ত প্রান্তর

‘গমন’ শব্দের ধাতু কোনটি?
ক) গতি
খ) গত
গ) গম্য
উত্তরঃ ঘ) গম

‘মাথা খাও, ভুলিওনা খেয়ো মন করে’- ‘মাথা খাও’ বলতে-
ক) মাথা খাওয়া
খ) মাথা ধরা
উত্তরঃ গ) মাথার দিব্যি
ঘ) মাথা ব্যাথা

‘শাকে দিনু কানাসোঁআ পানি’- কানাসোঁজা শব্দের অর্থ-
ক) কানছোঁয়া
খ) কান পর্যন্ত
উত্তরঃ গ) কানায় কানায় পরিপূর্ণ
ঘ) কানে শোনা

কোন শব্দটি ‘বৃক্ষ’ শব্দের প্রতিশব্দ নয়?
ক) অটবি
উত্তরঃ খ) কলাপী
গ) পল্লবী
ঘ) বিটপী

কোনটি সেলিম আল দীন রচিত নাটক?
ক) খোলা দুয়ার
খ) এখানে এখন
গ) এখনও ক্রীতদাস
উত্তরঃ ঘ) বন পাংশুল

কোনটি ‘মহাকাব্য’ ?
ক) লা মিজরেবল
খ) দি ওয়েস্টল্যান্ড
উত্তরঃ গ) প্যারাডাইস লস্ট
ঘ) ভিশনস অব দি পাস্ট

বাংলা কাব্য অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক-
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
উত্তরঃ গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) জসীমউদদীন

‘বিষাদ-সিন্ধু’ করা রচনা?
ক) আল-মাহমুদ
খ) কাজী নজরুল ইসলাম
উত্তরঃ গ) মীর মশাররফ হোসেন
ঘ) সেলিনা হোসেন

‘যেমন কাজ করবে তেমন ফল পাবে।’ – বাক্যটিরা সরল রূপ কোনটি?
উত্তরঃ ক) কাজ অনুযায়ী ফল পাবে
খ) যেমন কর্ম তেমন ফল
গ) ফলেই কর্মের পরিচয়
ঘ) কাজের উপর ফল নির্ভর করে

‘সমকাল’ পত্রিকার সম্পাদন-
ক) কাজী আবদুল ওদুদ
খ) আবুল ফজল
উত্তরঃ গ) সিকান্দার আবু জাফর
ঘ) শামসুর রাহমান

কোনটি নজরুলের রচনা নয়?
ক) দোলন চাঁপা
উত্তরঃ খ) শেষ প্রশ্ন
গ) কুহেলিকা
ঘ) অগ্নিবীণা

‘আনন্দের মৃত্যু’ উপন্যাসটির রচয়িতা হচ্ছেন-
ক) সৈয়দ মুজতবা আলী
খ) সৈয়দ আলী আহসান
গ) সৈয়দ মঞ্জুরুল হক
উত্তরঃ ঘ) সৈয়দ শামসুল হক

Blank Verse অর্থ-
ক) অনুপ্রাস
উত্তরঃ খ) অমিত্রাক্ষর
গ) পয়ার
ঘ) মহাকাব্য

‘পদ্মরাগ’ লিখেছেন-
ক) মাহমুদা খাতুন সিদ্দিকা
উত্তরঃ খ) রোকেয়া সাখাওয়াত হোসেন
গ) রহিমুন্নেছা
ঘ) ফয়জুননেসা চৌধুরাণী

বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি?
ক) পদ্মবতী
খ) চন্দ্রাবতী
উত্তরঃ গ) ইউসুফ জোলেখা
ঘ) লাইলী মজনু

আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে ?- ‘ভিখারী রাঘব’ কে?
ক) রাবণ
খ) মেঘনাদ
উত্তরঃ গ) রাম
ঘ) বিভীষণ

বাংলা সাহিত্যে ‘কিশোর কবি’ নামে পরিচিত কে?
ক) সুধীন্দ্রনাথ দত্ত
খ) আবদুল কাদির
গ) বিষ্ণু দে
উত্তরঃ ঘ) সুকান্ত ভট্টাচার্য

‘পথিক, তুমি পথ হারাইয়াছ’?-উদ্ধৃতাংশের পথিক কে?
ক) কাথালিক
উত্তরঃ খ) নবকুমার
গ) অধিকারী
ঘ) সেলিম

কোনটি আধুনিক যুগের কাব্য ?
ক) মনসা মঙ্গল
খ) অন্নদা মঙ্গল
গ) কালিকা মঙ্গল
উত্তরঃ ঘ) সারদা মঙ্গল

‘নন্দিত’ শব্দের বিপরীত শব্দ হচ্ছে-
উত্তরঃ ক) নিন্দিত
খ) নির্যিত
গ) অনিন্দ্য
ঘ) বন্দিত

‘একাত্তরের ডায়েরি’ কার রচনা ?
ক) সেলিনা হোসেন
উত্তরঃ খ) সুফিয়া কামাল
গ) জাহানারা ইমাম
ঘ) আয়েশা ফয়েজ

‘ফোর্ট উইলিয়াম যুগে’ সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন-
উত্তরঃ ক) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) রামকিশোর তর্কচূড়ামণি
ঘ) রামনারায়ণ তর্করত্ন

বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস-
উত্তরঃ ক) আলালের ঘরের দুলাল
খ) হুতোম প্যাঁচার নক্স
গ) চোখের বালি
ঘ) সংশপ্তক

‘পর্বতের মুষিক প্রসব’ প্রবচনটির অর্থ-
উত্তরঃ ক) বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন
খ) বহু প্রত্যাশিত তুচ্ছ অর্জন
গ) বহু প্রত্যাশিত অর্জন
ঘ) বিরাট আয়োজন

কোন কবি ‘ধর্মমঙ্গল’ কাব্যের প্রণেতা?
ক) বংশীদাস চক্রবর্তী
উত্তরঃ খ) রূপময় চক্রবর্তী
গ) মুকুন্দরাম চক্রবর্তী
ঘ) বলরাম চক্রবর্তী

বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে আগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?
ক) সংবাদ প্রভাকর
খ) বঙ্গদর্শন
উত্তরঃ গ) সবুজপত্র
ঘ) কালি ও কলম

কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
ক) অসমিয়া
খ) হিন্দি
উত্তরঃ গ) বঙ্গকামরূপী
ঘ) সংস্কৃত

ভাষার কোন রীতি পরিবর্তনশীল?
ক) সাধুরীতি
উত্তরঃ খ) চলিত রীতি
গ) কথারীতি
ঘ) লেখ্যরীতি

‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) রদনী
উত্তরঃ খ) নদীকান্ত
গ) কলত্র
ঘ) আপ্লব

কোন বাক্যটি শুদ্ধ?
ক) তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন
খ) বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়
গ) আমার আর বাঁচিবার স্বাদ নাই
উত্তরঃ ঘ) কোন বাক্যই শুদ্ধ নয়

দু’টি পদের সংযোস্থলে কি বসে ?
ক) ড্যাশ
উত্তরঃ খ) হাইফেন
গ) কোলন
ঘ) কোলন ড্যাশ

‘আম্বু’ শব্দের অর্থ কী?
ক) আগুন
খ) নদী
গ) সূর্য
উত্তরঃ ঘ) জল

লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে?
ক) বিশ্রাম চিহ্ন
উত্তরঃ খ) বিরাম চিহ্ন
গ) বিভাজন চিহ্ন
ঘ) সাংস্কৃতিক চিহ্ন

‘মনমাঝি’-এর সর্ঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) মন ও মাঝি
খ) মন মাঝির ন্যায়
উত্তরঃ গ) মন রূপ মাঝি
ঘ) মন যে মাঝি

বিরাম চিহ্ন কেন হয়?
ক) বাক্য সংকোচনের জন্য
উত্তরঃ খ) বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য
গ) বাক্যকে অলংকৃত করার জন্য
ঘ) বাক্যের সৌন্দর্যের জন্য

ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে-
ক) সারাংশ
খ) অনুবাদ
উত্তরঃ গ) ভাবসম্প্রসারণ
ঘ) বাগধারা

কোন বাগধারাটির অর্থ চির অশান্তি?
ক) কুল কাঠের আগুন
খ) তুষের আগুন
উত্তরঃ গ) রাবণের চিতা
ঘ) কলির সন্ধ্যা

‘ফপর দালালি’-এ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক) ঠোঁট কাটা
খ) কান্ডজ্ঞানহীন
উত্তরঃ গ) গায়ে পড়ে মাতব্বরী
ঘ) ধনের অহংকার

শুদ্ধ বানান কোনটি?
উত্তরঃ ক) দীনতা
খ) দৈন্যতা
গ) দীন্যতা
ঘ) দিনতা

সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
ক) আরবি
খ) ফারসি
উত্তরঃ গ) সংস্কৃত
ঘ) ইংরেজি

পর্বত শব্দের সমার্থক নয় কোনটি?
ক) অচল
খ) ভূধর
গ) অদ্রি
উত্তরঃ ঘ) উপল

“বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে”-এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-
ক) বনের পশু বনে থাকতেই ভালবাসে
খ) প্রকৃতি রূপ সৌন্দর্য আদি ও অকৃত্রিম
গ) আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
উত্তরঃ ঘ) জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর

‘ইদুঁর কপালে’ বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
ক) মন্দ বাক্য
উত্তরঃ খ) মন্দ ভাগ্য
গ) হাস্যকর চেহারা
ঘ) ইঁদুরাকৃতি কপাল

“বৈরাগ্য সাধনে – সে আমার নয়।” শূন্যস্থান পূরণ করুন।
উত্তরঃ ক) মুক্তি
খ) আনন্দ
গ) বিশ্বাস
ঘ) আশ্বাস

কোন বাক্যটি শুদ্ধ?
ক) আমি সন্তোষ হলাম
খ) আমি সন্তোষ্ট হলাম
উত্তরঃ গ) আমি সন্তুষ্ট হলাম
ঘ) আমি সন্তুষ্ট হলাম

বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
ক) ৭টি
খ) ৮টি
গ) ৯টি
উত্তরঃ ঘ) ১০টি

সমাস শব্দের অর্থ কি?
ক) বিশ্লেষণ
উত্তরঃ খ) সংক্ষেপণ
গ) সংযোজন
ঘ) সংশ্লেষণ

‘গায়ে হলুদ’ কোন মাসের উদাহরণ ?
ক) তৎপুরুষ সমাস
খ) কর্মধারয় সমাস
উত্তরঃ গ) বহুব্রীহি সমাস
ঘ) দ্বন্দ্ব সমাস

কোনটি ‘উপপদ তৎপুরুষের’ উদাহরণ?
ক) প্রতিবাদ
খ) বিলাত ফেরত
গ) উপগ্রহ
উত্তরঃ ঘ) ছেলেধরা

‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) সুধাংশু
খ) বিধু
গ) পন্নাগ
উত্তরঃ ঘ) আদিত্য

কোনটি শুদ্ধ বানান?
উত্তরঃ ক) শকট
খ) শকোট
গ) সকোট
ঘ) সকট

অর্বাচীন-এর বিপরীত শব্দ-
ক) অচেনা
খ) নবীন
উত্তরঃ গ) প্রাচীন
ঘ) তরুণ

যা পূর্বে ছিল এখন নেই-এককথায় কি হবে ?
ক) অপূর্ব
খ) অদৃষ্টপূর্ব
গ) অভূতপূর্ব
উত্তরঃ ঘ) ভূতপূর্ব

গাং শব্দটি-
উত্তরঃ ক) হিন্দি
খ) কোরিয়ান
গ) জাপানি
ঘ) তুর্কি

কোনটি শুদ্ধ বানান ?
ক) তৃহায়ন
খ) তৃহায়ণ
উত্তরঃ গ) ত্রিহায়ন
ঘ) ত্রিহায়ণ

‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতা-
ক) চণ্ডীদাস
উত্তরঃ খ) বড়– চণ্ডীদাস
গ) দ্বিজ চণ্ডীদাস
ঘ) দীন চণ্ডীদাস

বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ‘ব্রাহ্মণ-রোমান ক্যাথলিক সংবাদ’ -এর রচয়িতা কে ?
ক) মৃত্যুঞ্জয় বিদ্যালস্কার
উত্তরঃ খ) দোম অন্তেনিও দো- রোজারিও
গ) হেনরী লুই ভিভিয়ান-ডিরোজিও
ঘ) হেনরী পট্স ফরস্টার

নিচের রচনাগুলোর মধ্যে কোন্টি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ নয় ?
ক) শেষ সপ্তক
খ) শ্যামলী
গ) শেষ লেখা
উত্তরঃ ঘ) শেষের কবিতা

গিরিশচন্দ্র সেনের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগাত্মক নাটক-
ক) চণ্ড
খ) জনা
উত্তরঃ গ) প্রফুল্ল
ঘ) হারানিধি

রচয়িতা মূল গ্রন্থ থেকে যারা প্রাচীন পাণ্ডুলিপি লিপিবদ্ধ করতেন তাদের বলা হত –
ক) অনুবাদক
উত্তরঃ খ) লিপিকার
গ) লেখক
ঘ) নকলনবিশ

আলাওল রচিত গ্রন্থ-
উত্তরঃ ক) পদ্মবতী
খ) লাইলি মজনু
গ) ইউসুফ জোলেখা
ঘ) গোরক্ষ বিজয়

কোন প্রতিষ্ঠানের সংগ্রহে আবদুল করিম সাহিত্যবিশারদ কর্তৃক সংগৃহিত প্রাচীন পাণ্ডুলিপি নেই ?
ক) বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের, রাজশাহী
খ) বাংলা একাডেমী, ঢাকা
উত্তরঃ গ) রামমালা রিসার্চ ইনস্টিটিউট, কুমিল্লা
ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, ঢাকা

মৈমনসিংহ গীতাকর ‘মহুয়া’ পালার রচয়িতা-
ক) দ্বিজ ঈশান
উত্তরঃ খ) দ্বিজ কানাই
গ) নয়ন চাঁদ
ঘ) ঘোষ চন্দ্রবতী

ম্যাক্সিম গোর্কীর ‘মা’ উপন্যাস কোন্ ভাষায় রচিত ?
ক) ইংরেজি
উত্তরঃ খ) রুশ
গ) ফরাসি
ঘ) তুর্কি

দীনবন্ধু মিত্রের কোন্ নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন ?
ক) সধবার একাদশী
খ) জামাই বারিক
উত্তরঃ গ) নীল দর্পণ
ঘ) লীলাবতী

একেই বলে সভ্যতা- এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা ?
ক) কাব্য
উত্তরঃ খ) প্রহসন
গ) মহাকাব্য
ঘ) উপন্যাস

কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট ডিগ্রি প্রদান করা হয় ?
ক) ১৯৩২ খ্রিস্টাব্দে
উত্তরঃ খ) ১৯৩৬ খ্রিস্টাব্দে
গ) ১৯৪০ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৪৪ খ্রিস্টাব্দে

রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন-
ক) আগস্ট, ১৯১৩
খ) সেপ্টেম্বর, ১৯১৩
গ) অক্টোবর, ১৯১৩
উত্তরঃ ঘ) নভেম্বর, ১৯১৩

‘ডগালাস স্টুয়ার্ট’ কোন দেশের নাট্যকার ?
ক) কানাডা
উত্তরঃ খ) ইটালি
গ) অস্ট্রেলিয়া
ঘ) জার্মানি

“এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।” উপর্যুক্ত চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ ?
ক) পুরাতন ভৃত্য
খ) নিষ্ফল উপহার
উত্তরঃ গ) দুই বিঘা জমি
ঘ) দেবতার গ্রাস

বাংলা কবিতায় ছন্দ রচনায় এবং ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন-
উত্তরঃ ক) সত্যেন্দ্রনাথ দত্ত
খ) আবদুল কাদির
গ) ফররুখ আহমদ
ঘ) তালিম হোসেন

বাংলাদেশের জাতীয় সংগীতটি মূল কবিতার কত অংশ ?
উত্তরঃ ক) প্রথম ১০ চরণ
খ) শেষ ১২টি চরণ
গ) প্রথম ১২ চরণ
ঘ) শেষ ১০টি চরণ

বাংলা ভাষার উদ্ভব হয়-
উত্তরঃ ক) সপ্তম খ্রিষ্টাব্দে
খ) সপ্তম খ্রিষ্টাপূর্বাব্দে
গ) খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে
ঘ) খ্রিস্টীয় দ্বাদশ শতকে

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম __
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) ঈশ্বর শর্মা
উত্তরঃ গ) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ) ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়

মধুসূদনের মৃত্যু হয় কোথায় ?
ক) ভার্সাই নগরে
উত্তরঃ খ) আলিপুর হাসপাতালে
গ) কলকাতা মেডিকেল কলেজে
ঘ) সাগরদাঁড়ি নিজ বাসভবনে

১৯ শতকের মুসলিম মহিলা কবির নাম-
উত্তরঃ ক) নূরন্নেসা খাতুন বিদ্যাবিনোদনী
খ) বেগম রোকেয়া
গ) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী
ঘ) রহিমুন্নেসা

১৯ শতকের প্রথম মুসলিম লেখক __
ক) গোলাম হোসেন
খ) হামিদুল্লা খাঁ
উত্তরঃ গ) খন্দকার শামসুদ্দিনমুহাম্মদ সিদ্দিকী
ঘ) মীর মোশাররফ হোসেন

১৯ শতকের ‘মহিলা’ কাব্যের রচয়িতা কে ?
ক) সত্যেন্দ্রনাথ দত্ত
খ) বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ গ) সুরেন্দ্রনাথ মজুমদার
ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

নিম্নতালিকার মধ্যে মহাকাব্য রচনা করেন-
উত্তরঃ ক) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
খ) গোলাম মোস্তফা
গ) মুহাম্মদ রিয়াজ উদ্দিন আহমদ
ঘ) দেবেন্দ্রনাথ সেন

প্রথম বিয়োগান্ত নাটক__
ক) ভদ্রার্জুন
উত্তরঃ খ) কীর্তিবিলাস
গ) ছদ্মবেশ
ঘ) হরিশচন্দ্র

“ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা”- গানটির রচয়িতা কে ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ খ) দ্বিজেন্দ্রলাল রায়
গ) অতুল প্রসাদ সেন
ঘ) কাজী নজরুল ইসলাম

‘আলালের ঘরের দুলাল’__
ক) বিদ্যাসাগর প্রশংসিত গ্রন্থ
উত্তরঃ খ) বঙ্কিমচন্দ্র প্রসংশিত গ্রন্থ
গ) কালীপ্রসন্ন সিংহ প্রশংসিত গ্রন্থ
ঘ) রবীন্দ্রনাথ প্রশংসিত গ্রন্থ

বঙ্কিমচন্দ্রের ত্রয়ী গ্রন্থের নাম__
ক) দুর্গেশনন্দিনী, অঙ্গুরীয় বিনিময়, রাজসিংহ
খ) দুর্গেশনন্দিনী, বামাতোষিণী, কমলাকান্তের দপ্ত
উত্তরঃ গ) দুর্গেশনন্দিনী, বিষবৃক্ষ, সীতারাম
ঘ) নববাবু বিলাস, বামাতোষিণী, কৃষ্ণকান্তের উইল

‘বকনা’ শব্দের অর্থ __
ক) গাভী
খ) বাছুর
উত্তরঃ গ) গাই-বাছুর
ঘ) ষাঁড়-বাছুর

‘নির্বন্ধ’ অর্থ-
উত্তরঃ ক) বিধান
খ) আগ্রহ
গ) নিবিড়
ঘ) সত্যাসত্য

কাজীনজরুল ইসলাম প্রথম কাব্যগ্রন্থ__
ক) বিষের বাঁশী
খ) বিদ্রোহী
উত্তরঃ গ) অগ্নিবীনা
ঘ) রুবাইয়াৎ-ই-হাফিজ

‘বিষাদসিন্ধু’ লেখকের পরিচয়__
উত্তরঃ ক) গৌরনদীর তীরে লাহিনীপাড়ার লেখক
খ) দেলদুয়ারের জমিদার
গ) একজন বাউল
ঘ) একজন সাংবাদিক কবি

ণ-ত্ব বিধান কি ?
ক) দেশীয় শব্দের ঐতিহ্য সংশ্লিষ্ট নিয়ম
খ) বিদেশীয় শব্দের অভিজ্ঞতাজাত বিধান
উত্তরঃ গ) তৎসম শব্দের রীতি
ঘ) বেদ নির্দেমিত রীতি

কোন বানানটি শুদ্ধ ?
ক) ব্যাতিত
খ) ব্যাতীত
উত্তরঃ গ) ব্যতীত
ঘ) বেতিত

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ রচনাটি__
ক) আবুল হাসানের একটি কবিতা ও গান
খ) আল মামুনের একটি কবিতা ও গান
উত্তরঃ গ) আব্দুল গাফফার চৌধুরী রচিত কবিতা ও গান
ঘ) আলতাফ মাহমুদ রচিত কবিতা ও গান

মুক্তিযুদ্ধের একটি নাটক-
ক) আমি বিজয় দেখেছি
খ) একাত্তরের দিনগুলি
উত্তরঃ গ) কী চাহ শঙ্খচিল
ঘ) তরঙ্গভঙ্গ

রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন কোন্ সালে ?
উত্তরঃ ক) ১৯১৩
খ) ১৯১৭
গ) ১৯২১
ঘ) ১৯১০

“যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি, এবর পূজায় তারি আপানারে দিতে চাই বলি।”- চরণটির রচয়িতা-
ক) অমিত রায়
খ) জীবনানন্দ দাশ
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ) কবি কালি দাস

‘কেরী সাহেবের মুন্সি’র লেখক হলেন-
ক) প্যারীচাঁদ মিত্র
খ) অন্নদাশঙ্করায়
উত্তরঃ গ) প্রমথনাথ বিশি
ঘ) প্রভাতকুমার মুখোপাধ্যায়

ওরা এগারজন’ চলচ্চিত্রের মূল উপজীব্য ও পটভূমি হল
ক) সিপাহী বিদ্রোহ
খ) ৫২-র এর ভাষা আন্দোলন
উত্তরঃ গ) বাংলাদেশের মুুক্তিযুদ্ধ
ঘ) ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ

‘ঘরে বাইরে’ উপন্যাসের মূল উপজীব্য হল-
উত্তরঃ ক) ব্রিটিশ ভারতের রাজনীতি
খ) ইতিহাস
গ) প্রেম-ভালোবাসা
ঘ) জমিদার প্রজার কাহিনী

কোন্ সাহিত্যিক ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী ?
ক) জহির রায়হান
খ) নিজাম উদ্দীন
গ) অধ্যাপক গিয়াসউদ্দিন
উত্তরঃ ঘ) মুনীর চৌধুরী

নিম্নগ্রন্থগুলোর মধ্যে মধূসূদনের রচিত কোনটি ?
ক) রত্মাবতী
খ) সীতার বনবাস
উত্তরঃ গ) মায়াকানন
ঘ) রামচরিত মানস

1 Response to "গুরুত্বপূর্ণ কিছু এম সি কিউ-০২ "

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে