গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর-০৫
1. তেভাগা আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসে।
2. মেগাস্থিনিসের ‘ইণ্ডিকা’ কোন ভাষায় লেখা?
উঃ গ্রীক ভাষায়।
3. মুঘল যুগে ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর প্রতিনিধি হিসাবে কে ভারতে আসেন?
উঃ উইলিয়াম হকিন্স।
4. পর্তুগীজ নাবিক ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন?
উঃ ১৪৯৮ খ্রীষ্টাব্দের ২৭শে মে।
5. কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়?
উঃ সমুদ্রগুপ্তকে।
6. হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে?
উঃ বাণভট্ট।
7. বাংলায় ‘স্বাধীন নবাবী’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ মুর্শিদকুলি খাঁ।
8. ওয়াটালুর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে হয়েছিল?
উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন।
9. তাজমহল কে প্রতিষ্ঠা করেন?
উঃ শাহজাহান।
10. শিবাজীর ছেলের নাম কী?
উঃ শম্ভুজী।
11. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?
উঃ লালা হরদয়াল।
12. ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৭৬ খ্রীষ্টাব্দে।
13. গ্রাণ্ড ট্রাঙ্ক রোড কে প্রতিষ্ঠা করেন?
উঃ শেরশাহ।
14. ভাস্কো ডা গামা প্রথমে কোন বন্দরে আসেন?
উঃ কালিকট বন্দরে।
15. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ রামমোহন রায়।
16. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং।
17. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
উঃ প্রমথনাথ মিত্র।
18. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দের ১৩ই এপ্রিল।
19. ‘মেইন ক্যাম্ফ’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ হিটলার।
20. মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন?
উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দে।
21. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উঃ লর্ড কর্ণওয়ালিশ (১৭৯৩ খ্রীষ্টাব্দে)।
22. কত খ্রীষ্টাব্দে আকবর জন্মগ্রহণ করেন?
উঃ ১৫৭৫ খ্রীষ্টাব্দে।
23. সিন্ধুসভ্যতার বর্তমান নাম কী?
উঃ হরপ্পা সভ্যতা।
24. খানুয়ার যুদ্ধ কত খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত হয়?
উঃ ১৫২৭ খ্রীষ্টাব্দে।
25. দিল্লীর দাস বংশের অবসান কে করেন?
উঃ জালালউদ্দিন খলজী।
26. বাংলায় পাইক বিদ্রোহের নেতা কে ছিলেন?
উঃ দূর্জন সিং।
27. কে পাট্টা ও কবুলিয়ৎ প্রচলন করেন?
উঃ শেরশাহ।
28. মুসি নদীর তীরে কোন শহর অবস্থিত?
উঃ হায়দ্রাবাদ।
29. কোথায় বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়?
উঃ হাম্পিতে।
30. মাদুরাই কাদের রাজধানী ছিল?
উঃ পাণ্ড্যদের।
31. পলাশীর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে ঘটেছিল?
উঃ ১৭৫৭ খ্রীষ্টাব্দে।
32. মৌর্য সম্রাট বৃহদ্রথকে কে হত্যা করেন?
উঃ পুষ্যমিত্র শুঙ্গ।
33. আকালত্খত কোন শিখ গুরু স্থাপন করেন?
উঃ গুরু গোবিন্দ সিং।
34. কলকাতার নাম আলিনগর কে রেখেছিলেন?
উঃ সিরাজ-উদ-দৌলা।
35. নাদিরশাহ কবে ভারত আক্রমণ করেন?
উঃ ১৭৩৯ খ্রীষ্টাব্দে।
36. বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?
উঃ মীরকাশিম।
37. ওয়াহাবী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ সৈয়দ আহমেদ।
38. কত সালে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮০০ খ্রীষ্টাব্দে।
39. কাউন্সিল অব এডুকেশন কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৮২ খ্রীষ্টাব্দে।
40. পঞ্চতন্ত্র কে লিখেছিলেন?
উঃ বিষ্ণুশর্মা।
41. ভারতবর্ষের শেষ বিদেশী গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড মাউন্টব্যাটেন।
42. জৈন ধর্মের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
উঃ মহাবীরকে।
43. মৌর্য সাম্রাজের রাজধানী কী ছিল?
উঃ পাটলিপুত্র।
44. ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
45. দিল্লীর প্রথম দাস সুলতান কে ছিলেন?
উঃ কুতুবউদ্দিন আইবক।
46. মহম্মদ বিন তুঘলক কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেন?
উঃ দেবগিরিতে।
47. পাণিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?
উঃ ১৫২৬ খ্রীষ্টাব্দে।
48. হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত?
উঃ দিল্লীতে।
49. কংগ্রসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গৃহীত হয়?
উঃ লাহোর অধিবেশনে।
50. গান্ধীজী দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেন কত সালে?
উঃ ১৯৩১ খ্রীষ্টাব্দে।
51. আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠিত হয়?
উঃ সিঙ্গাপুরে।
52. রঘুবংশম কে লেখেন?
উঃ কালিদাস।
53. মুদ্রারাক্ষসের রচয়িতা কে?
উঃ বিশাখদত্ত।
54. হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন?
উঃ পুষ্যভূতি বংশের।
55. কার রাজত্বকালে তৈমুরলঙ ভারত আক্রমণ করেন?
উঃ নাসিরউদ্দিন মামুদশাহ।
56. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে ঘটে?
উঃ ১৫৫৬ খ্রীষ্টাব্দে।
57. ১৫৭৬ সাল ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন?
উঃ হলদিঘাটের যুদ্ধ হয়েছিল।
58. শেরশাহের সমাধি কোথায় অবস্থিত?
উঃ সাসারামে।
59. পলাশীর যুদ্ধে কোন নবাব পরাজিত হন?
উঃ সিরাজ-উদ-দৌলা।
60. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
61. মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয় কত খ্রীষ্টাব্দে?
উঃ ১৯০৬ খ্রীষ্টাব্দে।
62. মহাবীরের জন্মস্থান কোথায়?
উঃ বৈশালী।
63. সোমনাথ মন্দির কে ধ্বংস করেন?
উঃ সুলতান মামুদ।
64. বৈরাম খাঁ কোন বাদশাহের সেনাপতি ছিলেন?
উঃ আকবরের।
65. শিবাজী ছত্রপতি উপাধি গ্রহণ করেন কত খ্রীষ্টাব্দে?
উঃ ১৬৭৪ খ্রীষ্টাব্দে।
66. মাস্টারদা কাকে বলা হত?
উঃ সূর্যসেনকে।
67. ইলবার্ট বিল পাশ করার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড রিপন।
68. ওমর খৈয়াম কোথাকার লোক ছিলেন?
উঃ ইরানের।
69. শেষ মুঘল সম্রাটকে কোথায় নির্বাসন দেওয়া হয়?
উঃ রেঙ্গুনে।
70. সতীদাহ প্রথা উচ্ছেদ কে করেন?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
71. গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়?
উঃ লুম্বিনী নগরে।
72. কোন শতাব্দীতে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের রাজা হন?
উঃ খ্রীষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে।
73. কার রাজত্বকালে হিউয়েন সাঙ ভারত ভ্রমণ করেন?
উঃ হর্ষবর্ধনের রাজত্বকালে।
74. অর্থশাস্ত্রের রচয়িতা কে?
উঃ কৌটিল্য।
75. তালিকোটার যুদ্ধ কবে হয়?
উঃ ১৫৬৫ খ্রীষ্টাব্দে।
76. দীন-ই-ইলাহী কে প্রবর্তন করেন?
উঃ আকবর।
77. স্বত্ত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?
উঃ লর্ড ডালহৌসি।
78. ভারতবর্ষে ইস্ট ইণ্ডিইয়া কোম্পানীর শাসনের অবসান হয় কত সালে?
উঃ ১৮৫৮ খ্রীষ্টাব্দে।
79. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়?
উঃ বোম্বাই অধিবেশনে।
80. কত খ্রীষ্টাব্দে রাউলাট আইন বলবৎ হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে।
81. আইন অমান্য সিদ্ধান্ত কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়?
উঃ কলকাতা অধিবেশনে।
82. আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
উঃ দয়ানন্দ সরস্বতী।
83. হর্ষবর্ধনের সমসাময়িক গৌড়ের রাজা কে ছিলেন?
উঃ শশাঙ্ক।
84. পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ গোপাল।
85. প্রথম কোন দিল্লী সুলতান দাক্ষিণাত্য জয় করেন?
উঃ আলাউদ্দীন খলজী।
86. কত খ্রীষ্টাব্দে ঔরঙ্গজেব মারা যান?
উঃ ১৭০৭ খ্রীষ্টাব্দে।
87. নুরজাহান কোন মুঘল সম্রাটের স্ত্রী ছিলেন?
উঃ জাহাঙ্গীরের।
88. অসহযোগ আন্দোলন শুরু হয় কত সালে?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে।
89. কে বাংলা বিভাগ করেন?
উঃ লর্ড কার্জন।
90. বিপ্লবী ক্ষুদিরাম বসু কবে জন্মগ্রহণ করেন?
উঃ ১৮৮৯ খ্রীষ্টাব্দে।
91. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন?
উঃ আলাউদ্দীন খলজীর।
92. সিকান্দ্রা কার সমাধির সঙ্গে সম্পর্কিত?
উঃ আকবরের।
93. শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে?
উঃ নানক।
94. বিধবা বিবাহ আইন প্রধানত কার উদ্যোগের ফলে পাস করা সম্ভব হয়?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।
95. কার রাজত্বকালের সঙ্গে কালিদাসের নাম জড়িত?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত-র।
96. শ্রেষ্ঠ চোল রাজা কে ছিলেন?
উঃ রাজেন্দ্র চোল।
97. চেঙ্গিস খাঁ ভারত আক্রমণের সময় দিল্লীর সুলতান কে ছিলেন?
উঃ ইলতুৎমিস।
98. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ ওয়ারেন হেস্টিংস।
99. আগস্ট আন্দোলন শুরু হয় কত খ্রীষ্টাব্দে?
উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দে।
100. তাঁতিয়া টোপির নাম কিসের সঙ্গে জড়িত?
উঃ ১৮৫৭ খ্রীষ্টাব্দের মহাবিদ্রোহের সঙ্গে।
101. শেষ শিখ গুরু কে ছিলেন?
উঃ গোবিন্দ সিং।
102. ভারত জোড়া আন্দোলনের প্রবক্তা কে?
উঃ রামদাস।
103. গীতগোবিন্দের রচয়িতা কে?
উঃ জয়দেব।
104. শিবাজী কোন মুঘল সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করেন?
উঃ ঔরঙ্গজেবের বিরুদ্ধে।
105. মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য।
106. ভারতের ইতিহাসে প্রথম সম্রাট কে?
উঃ বিম্বিসার।
107. প্রথম কোন মুসলিম বিজেতা বাংলাদেশ আক্রমণ করেন?
উঃ ইফতিকারউদ্দীন মহম্মদ বিন বখতিয়ার খলজী।
108. ইংরেজদের কাছে মহীশূরের কোন শাসক পরাজিত হন?
উঃ টিপু সুলতান।
109. গান্ধীজী আইন অমান্য আন্দোলন শুরু করেন কবে?
উঃ ১৯৩০ খ্রীষ্টাব্দের ১২ই মার্চ।
110. বঙ্গভঙ্গের প্রাক্কালে মুসলিম লিগের নেতা কী ছিলেন?
উঃ মহম্মদ আলি জিন্না।
111. ভারতীয় ডোমিনিয়ানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড মাউন্টব্যাটেন।
112. পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর কে ছিলেন?
উঃ চক্রবর্তী রাজাগোপালাচারী।
113. পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়?
উঃ ১৭৬১ খ্রীষ্টাব্দে।
114. কোন মুঘল সম্রাট বাংলা জয় করেন?
উঃ আকবর।
115. প্রথম গুপ্ত সম্রাট কে ছিলেন?
উঃ শ্রীগুপ্ত।
116. শ্রেষ্ঠ কুষাণ রাজা কে ছিলেন?
উঃ কণিষ্ক।
117. ইয়ংবেঙ্গল আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
উঃ ডিরোজিও।
118. ভারতবর্ষের প্রথম মুসলিম আক্রমণকারী কারা?
উঃ আরবীরা।
119. ১৮৫৭ সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন?
উঃ দ্বিতীয় বাহাদুর শাহ।
120. মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়?
উঃ লাহোর অধিবেশনে।
121. কত সালে গান্ধীজী নিহত হন?
উঃ ১৯৪৮ খ্রীষ্টাব্দের ৩০শে জানুয়ারী।
122. ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ জহরলাল নেহেরু।
123. কোন যুদ্ধে টিপু সুলতান নিহত হন?
উঃ চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে।
124. বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন?
উঃ আকবর।
125. ভারতের বিসমার্ক কাকে বলা হয়?
উঃ সর্দার বল্লভভাই প্যাটেলকে।
126. ভারতের মেকিয়াভেলী কাকে বলা হয়?
উঃ নানা ফড়নবীশকে।
127. বশ্যতামূলক মিত্রতা নীতির প্রবর্তন কে করেন?
উঃ লর্ড ওয়েলেসলী।
128. কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয়?
উঃ ১৯১১ খ্রীষ্টাব্দে।
129. কোন যুদ্ধে বিজয়নগরের রাজধানীর পতন হয়?
উঃ তালিকোটার যুদ্ধে।
130. দেওয়ান-ই-আম ও দেওয়ান-ই-খাস কে নির্মাণ করেন?
উঃ আকবর।
131. সব লাল হো জায়েগা কে বলেছিলেন?
উঃ রঞ্জিত সিংহ।
132. ভারতছাড়ো আন্দোলন শুরু হয় কত সালে?
উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দে।
133. মীরাট ষড়যন্ত্র মামলা কীসের সঙ্গে জড়িত?
উঃ কমিউনিস্ট।
134. ১৯৩৮ সালে হরিপুরা ও ১৯৩৯ সালে ত্রিপুরী কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
উঃ সুভাষচন্দ্র বসু।
135. প্রথম ভারতীয় কৃষকদের সংঘ সর্বভারতীয় কৃষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৩৬ খ্রীষ্টাব্দে।
136. কার দ্বারা প্রথম মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়?
উঃ ডি. ডব্লু. বেথুন দ্বারা।
137. বাংলার কোথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরাসী উপনিবেশ ছিল?
উঃ চন্দননগরে।
138. শ্রীনগরের শালিমার গার্ডেন কে নির্মাণ করেন?
উঃ জাহাঙ্গীর।
139. কে যথার্থই ‘এশিয়ার আলো’ নামে পরিচিত?
উঃ গৌতম বুদ্ধ।
140. প্রথম কোন মুসলিম শাসক আংশিক দক্ষিণভারত জয় করেন?
উঃ আলাউদ্দীন খলজী।
141. কার দ্বারা ফতেপুর সিক্রি নির্মিত হয়?
উঃ আকবরের দ্বারা।
142. বুদ্ধচরিতের রচয়িতা কে?
উঃ অশ্বঘোষ।
143. বার্মা কবে ভারত থেকে বিচ্ছিন্ন হয়?
উঃ ১৯৩৫ খ্রীষ্টাব্দে।
144. প্রথম কোন ভারতীয় কমিউনিস্ট ইন্টারন্যাশানালের নেতা নির্বাচিত হন?
উঃ এম. এন. রায়।
145. রানী গ্যাডিলিউ কোথাকার স্বাধীনতা সংগ্রামী ছিলেন?
উঃ নাগাল্যাণ্ডের।
146. আহমদিয়া আন্দোলন কে প্রতিষ্ঠা করেন?
উঃ গুলাম আহমেদ।
147. কাকে যথার্থই ভারতের ‘গ্রাণ্ড ওল্ড ম্যান’ বলা হয়?
উঃ দাদাভাই নৌরজিকে।
148. কারা প্রথম ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে?
উঃ খাসি-রা।
149. কে আফগান শাসক শাহ সুজার কাছ থেকে কোহিনুর হীরে পান?
উঃ রঞ্জিত সিংহ।
150. ভারতের প্রথম কাদের দ্বারা ছাপাখানা স্থাপিত হয়?
উঃ পর্তুগীজদের দ্বারা।
151. হায়দ্রাবাদের চারমিনার কে নির্মাণ করেন?
উঃ কুলি কুতুব শাহ।
152. কোন মারাঠা সর্দার শাহজাহানের দরবারে চাকরি করতেন?
উঃ শাহজী।
153. আকবরের আমলে দাক্ষিণাত্যের শক্তিশালী দূর্গ ছিল কোনটি?
উঃ আলিরগড়।
154. কোন শাসক মেবারের আমর সিংহের সঙ্গে সন্ধি স্থাপন করেন?
উঃ জাহাঙ্গীর।
155. কারা প্রথম জাভা ও সুমাত্রা জয়লাভ করে?
উঃ চোল রাজারা।
156. পল্লব সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ সিংহবিষ্ণু বর্মন।
157. কাকে উত্তর ভারতের শেষ শ্রেষ্ঠ হিন্দু রাজা বলা হয়?
উঃ অশোককে।
158. প্রাচীনতম সংস্কৃত কবি কে?
উঃ অশ্বঘোষ।
159. অর্থশাস্ত্রের বিষয় কী?
উঃ রাজ্য পরিচালনা।
160. শুশ্রুত ও চরক কিসে বিশেষজ্ঞ ছিলেন?
উঃ চিকিৎসাশাস্ত্রে।
161. কোন রাজাদের ভগবানের পুত্র বলা হয়?
উঃ কুষাণ রাজাদের।
162. বিক্রম যুগ কবে শুরু হয়?
উঃ ৫৮ খ্রীষ্টাব্দ থেকে।
163. রাজতরঙ্গিনী গ্রন্থে কলহন কোন রাজ্যের বর্ণনা দিয়েছেন?
উঃ কাশ্মীরের।
164. শেষ দিল্লী সুলতানের নাম কী?
উঃ ইব্রাহিম লোদী।
165. কে ভারতে ইংরাজী শিক্ষার প্রসার করেন?
উঃ লর্ড বেন্টিঙ্ক।
166. ১৮৫৭ সালের মহাবিদ্রোহ কোথায় শুরু হয়?
উঃ ব্যারাকপুরে।
167. নেতা লোকমান্যর নাম কী?
উঃ বাল গঙ্গাধর তিলক।
168. ক্যাবিনেট মিশন কবে ভারতে আসেন?
উঃ ১৯৪৬ খ্রীষ্টাব্দে।
169. কোন যুদ্ধে রাণাপ্রতাপ আকবর কর্তৃক পরাজিত হন?
উঃ হলদিঘাটের যুদ্ধে।
170. কনিষ্ক কোন বংশের রাজা ছিলেন?
উঃ কুষাণ বংশের।
171. শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন?
উঃ মহাবীর।
172. কোন রাজা সারা বিশ্বে বৌদ্ধধর্ম প্রচার করেন?
উঃ অশোক।
173. দিল্লীর প্রথম সুলতান কে ছিলেন?
উঃ সুলতান মামুদ।
174. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দের ৮ই আগস্ট।
175. বিশ শতকের কয়েকটি উল্লেখযোগ্য সংবাদ পত্রের নাম লেখো।
উঃ দি ইণ্ডিয়া গেজেট, বেঙ্গল গেজেট, দি ক্যালকাটা ক্রনিকল, দি ক্যালকাটা গেজেট, দি এশিয়াটিক মিরর, দি রেকর্ডার ইত্যাদি।
176. ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ মানোএল দ্য আস্সুম্পসাও।
177. ‘ব্রাহ্মণ রোমান ক্যাথলিক’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ দোম আন্তোনিও দ্য রোজারিও।
178. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম কী?
উঃ বাংলা ব্যাকরণ ও পোর্তুগীজ–বাংলা শব্দকোষ।
179. ‘বাংলা ব্যাকরণ ও পোর্তুগীজ-বাংলা শব্দকোষ’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ মানোএল দ্য আস্সুম্পসাও।
180. ভারতে বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থটির নাম কী?
উঃ এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ।
181. ‘এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
182. ‘এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উঃ ১৭৭৮ সালে।
183. ‘বাংলা মুদ্রণশিল্পের জনক নামে কে পরিচিত?
উঃ চার্লস উইলকিন্স।
184. শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮০০ খ্রীষ্টাব্দে।
185. ‘মঙ্গল সমাচার মতীয়ের রচিত’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ উইলিয়াম কেরি।
186. কে কবে ‘হিন্দুস্থানী প্রেস’ প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮০২ খ্রীষ্টাব্দে গিলক্রিস্ট।
187. কে কবে ‘পার্সিয়ান প্রেস’ প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮০৫ খ্রীষ্টাব্দে ম্যাথু ল্যাম্পসডেন।
188. কে কবে ‘সংস্কৃত প্রেস’ প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮০৭ খ্রীষ্টাব্দে সংস্কৃত কলেজের শিক্ষক বাবুরাম।
189. ‘আত্মীয় সভা’ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দে।
190. ‘হিন্দু কলেজ’ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৭ খ্রীষ্টাব্দে।
191. স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৭ খ্রীষ্টাব্দে।
192. হেয়ার স্কুল কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে।
193. কলকাতা স্কুল সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে।
194. সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮২৪ খ্রীষ্টাব্দে।
195. ‘বাঙ্গাল গেজেটি’ পত্রিকার সম্পাদক কে?
উঃ গঙ্গাকিশোর ভট্টাচার্য।
196. মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৩৫ খ্রীষ্টাব্দে।
197. প্রেসিডেন্সি কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৫৪ খ্রীষ্টাব্দে।
198. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৫৭ খ্রীষ্টাব্দে।
199. সেণ্ট জেভিয়ার্স কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৬২ খ্রীষ্টাব্দে।
200. সেণ্ট পলস্ কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৬৫ খ্রীষ্টাব্দে।
201. মেট্রোপলিটন কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৭২ খ্রীষ্টাব্দে।
202. সিটি কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৭৮ খ্রীষ্টাব্দে।
203. রিপন কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৮৪ খ্রীষ্টাব্দে।
204. বঙ্গবাসী কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৮৭ খ্রীষ্টাব্দে।
205. শিবপুর বোটানিক্যাল গার্ডেন কে, কবে প্রতিষ্ঠা করেন?
উঃ ১৭৮৭ খ্রীষ্টাব্দে, কর্নেল রবার্ট কিড।
206. কাকে ‘ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক’ বলা হয়?
উঃ ডঃ উইলিয়াম রকস্বার্গকে।
207. কে, কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
উঃ ১৭৮৪ খ্রীষ্টাব্দের ১৫ই জানুয়ারি উইলিয়াম জোন্স।
208. ‘বিদ্যাহারাবলী’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ উইলিয়াম কেরির পুত্র ফিলিক্স কেরি।
209. ক্রিমিয়াবিদ্যার সার গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়?
উঃ রচয়িতা জন ম্যাক। প্রকাশিত হয় ১৮৩৪ খ্রীষ্টাব্দে।
210. বাংলা ভাষায় প্রথম বিশ্বকোষ জাতীয় রচনার নাম কী?
উঃ বিদ্যাহারাবলী।
211. রাজাবাজার বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯১৪ খ্রীষ্টাব্দের ২১শে মার্চ।
212. কে কবে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯১৭ খ্রীষ্টাব্দের ৩০শে নভেম্বর জগদীশচন্দ্র বসু।
213. জেনারেল হাসপাতালের বর্তমান নাম কী? এটি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ বর্তমান নাম এস. এস. কে. এম. হাসপাতাল। প্রতিষ্ঠিত হয় ১৭৬৮ খ্রীষ্টাব্দে।
214. কোন বাঙালী প্রথম শব ব্যবচ্ছেদ করেন?
উঃ মধুসূদন গুপ্ত।
215. ‘ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্স’ কে কবে প্রতিষ্ঠা করেন?
উঃ মহেন্দ্রলাল সরকার, ১৮৭৬ খ্রীষ্টাব্দে।
216. ‘বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ আচার্য প্রফুল্লচন্দ্র রায়।
217. কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কবে এটি শিবপুরে স্থানান্তরিত হয়? এর বর্তমান নাম কী?
উঃ ১৮৫৬ খ্রীষ্টাব্দে। ১৮৮৩ সালে শিবপুরে স্থানান্তরিত হয়। এর বর্তমান নাম বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ।
218. বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?
উঃ তারকনাথ পালিত, নীলরতন সরকার, মণীন্দ্রচন্দ্র নন্দী প্রমুখ।
219. কে, কবে, কোথায় ব্রহ্মবিদ্যালয় বা ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯০১ খ্রীষ্টাব্দের ২২শে ডিসেম্বর শান্তিনিকেতনে।
220. দিগদর্শন পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল?
উঃ শ্রীরামপুর থেকে।
221. বাংলায় কলের গান কে তৈরি করেন?
উঃ হেমেন্দ্রমোহন বসু।
222. কত সালে সমাচার চন্দ্রিকা ও সমাচার দর্পন পত্রিকা দু’টি প্রথম প্রকাশিত হয়?
উঃ ১৮২২ খ্রীষ্টাব্দে।
223. ‘আর্যদর্শন’ পত্রিকার সম্পাদক কে?
উঃ যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ।
224. ‘বিশ্বভারতী’ কে কবে প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯২১ খ্রীষ্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর।
225. বেন-ব্যাডলি ও ফিলিপ স্প্র্যাট কে ছিলেন?
উঃ বিখ্যাত কমিউনিস্ট নেতা।
226. কংগ্রেসের মধ্যে সোসালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৩৪ খ্রীষ্টাব্দে।
227. মীরাট মামলা’ কবে দায়ের করা হয়?
উঃ ১৯৩৪ খ্রীষ্টাব্দে। বোম্বাই শহরে। সভাপতি ছিলেন লালা লাজপৎ রায়।
228. রুশ বিপ্লব কবে ঘটে?
উঃ ১৯১৭ সালের নভেম্বর মাসে।
229. অল ইণ্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) কবে স্থাপিত হয়?
উঃ ১৯২০ সালের ৩১ শে অক্টোবর।
230. নেহেরু রির্পোট কবে প্রকাশিত হয়?
উঃ ১৯২৮ খ্রীষ্টাব্দে।
231. স্বামী শ্রদ্ধানন্দ কে ছিলেন?
উঃ উত্তর প্রদেশের আর্য সমাজের নেতা।
232. কোন ঘটনায় বিচলিত হয়ে গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন?
উঃ চৌরিচৌরার ঘটনায়।
233. কত খ্রীষ্টাব্দে সাইমন কমিশন নিযুক্ত হয়?
উঃ ১৯২৭ খ্রীষ্টাব্দে।
234. খিলাফতের দাবিতে অসহযোগ আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে।
235. কবে বঙ্গভঙ্গের পরিকল্পনা সরকারিভাবে ঘোষিত হয়?
উঃ ১৯০৫ সালের ১৯ শে জুলাই।
236. চম্পারণ কৃষিবিল কবে পাশ হয়?
উঃ ১৯১৭ খ্রীষ্টাব্দে পাশ হয়।
237. কে কবে কোথায় ‘অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে বাবা রামচন্দ্র।
238. একা বা একতা বিদ্রোহ কবে কোথায় শুরু হয়?
উঃ উত্তরপ্রদেশের হরদৈ, বারাবাঁকি, সীতাপুর বারাইচ প্রভৃতি স্থানে।
239. মোপলা বিদ্রোহ কবে সংঘটিত হয়?
উঃ ১৯২১ খ্রীষ্টাব্দে।
240. কে কবে রায় সমিতি গড়ে তোলেন?
উঃ অধ্যাপক এন জি রঙ্গ ১৯২৩ খ্রীষ্টাব্দে।
241. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দে।
242. ‘সঞ্জীবনী’ পত্রিকার সম্পাদক কে?
উঃ কৃষ্ণকুমার মিত্র।
243. কে কবে কোথায় ‘ইণ্ডিয়ান হোমরুল সোসাইটি’ প্রতিষ্ঠা করেন?
উঃ শ্যামজী কৃষ্ণবর্মা ১৯০৫ খ্রীষ্টাব্দে লণ্ডনে হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেন।
244. ‘গণবাণী’ পত্রিকার সম্পাদক কে?
উঃ মজুফফর আহমেদ।
245. ‘সোসালিস্ট’ পত্রিকার সম্পাদক কে?
উঃ এস. এ. ডাঙ্গে।
246. ‘লেনিন বনাম গান্ধী’ গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়?
উঃ শ্রীপদ অমৃত ডাঙ্গে।
247. ‘বুড়িবালামের যুদ্ধ’ কবে হয়?
উঃ ১৯১৬ খ্রীষ্টাব্দে ৯ই সেপ্টেম্বর।
248. ব্রিটিশ ভারতের দুজন সাম্যবাদী শ্রমিক সংগঠন নেতার নাম কর।
উঃ মুজ্ফ্ফর আহমেদ, পি. সি. যোশী।
249. বেঙ্গলী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
250. ‘পাঞ্জাব কেশরী’ নামে পরিচিত কে?
উঃ লালা লাজপৎ রায়।
251. তাসখন্দে কমিউনিস্ট পার্টি কবে গঠিত হয়?
উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে।
252. খেদা আন্দোলন কবে শুরু হয়?
উঃ ১৯১৮ খ্রীষ্টাব্দে।
253. তিন কাঠিয়া ব্যবস্থা কবে প্রচলিত ছিল?
উঃ বিহারের চম্পারণে।
254. কানপুর ষড়যন্ত্র মামলা কবে হয়?
উঃ ১৯২৪ খ্রীষ্টাব্দে।
255. প্রথম ভারতীয় মহিলা গ্রাজুয়েট ও মহিলা চিকিৎসকের নাম কী?
উঃ কাদম্বিনী গঙ্গোপাধ্যায়।
256. কে কবে প্রতাপাদিত্য উৎসব শুরু করেন?
উঃ ১৯০৩ খ্রীষ্টাব্দে সরলা দেবী চৌধুরানী।
257. কে কবে বীরাষ্টমী ব্রত শুরু করেন?
উঃ ১৯০৪ খ্রীষ্টাব্দে সরলাদেবী চৌধুরাণী।
258. কবে অরন্ধন দিবস পালিত হয়?
উঃ ১৯০৫ খ্রীষ্টাব্দের ১৬ই অক্টোবর।
259. রাখীবন্ধন উৎসবের প্রস্তাব কে দিয়েছিলেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
260. রাওলাট আইন কবে পাশ হয়?
উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে।
261. ‘দেশবন্ধু নামে কে পরিচিত?
উঃ চিত্তরঞ্জন দাশ।
262. কলকাতায় কবে ‘নারী সত্যাগ্রহ সমিতি’ প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯০৩ খ্রীষ্টাব্দে।
263. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?
উঃ ডিরোজিও।
264. মাস্টারদা নামে কে পরিচিত?
উঃ সূর্য সেন।
265. কার নেতৃত্বে কবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়?
উঃ ১৯৩০ সালের ১৮ই এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে।
266. মাতঙ্গিনী হাজরা কোন জেলার মানুষ ছিলেন?
উঃ মেদিনীপুর জেলার।
267. বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ উমেশচন্দ্র দত্ত।
268. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
269. ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থটির লেখক কে?
উঃ কালীপ্রসন্ন সিংহ।
270. মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতা নামে কে পরিচিত?
উঃ জ্যোতিরাও ফুলে।
271. কত সালে ছাত্রসভা প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৭৫ সালে।
272. কবে কার নেতৃত্বে অ্যাণ্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়?
উঃ শচীন্দ্রপ্রসাদ বসুর নেতৃত্বে ১৯০৫ সালের ৪ নভেম্বর।
273. প্রথম কবে কোথায় জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯০৫ সালের ৮ নভেম্বর রঙপুরে।
274. বি. ভি. (বেঙ্গল ভলান্টিয়ার্স) দলের প্রতিষ্ঠাতা কে?
উঃ হেমচন্দ্র ঘোষ।
275. পুণা চুক্তি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৯৩২ খ্রীষ্টাব্দের ২৫ শে সেপ্টেম্বর।
276. ভারত লেবার পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৩৫ সালে।
277. ভারতের দলিত আন্দোলনের প্রতীক কে?
উঃ বি. আর. আম্বেদকর।
278. হিন্দু সমাজ কটি বর্ণে বিভক্ত ছিল? কী কী?
উঃ চারটি বর্ণে। বাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র।
279. ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারার ঘোষণা কে করেন?
উঃ র্যামসে ম্যাকডোনাল্ড।
280. কতসালে ভারত স্বাধীনতা লাভ করে?
উঃ ১৯৪৭ সালের ১৫ই আগস্ট।
281. লৌহ মানব নামে কে পরিচিত?
উঃ সর্দার বল্লভভাই প্যাটেল।
282. কাশ্মীরের আয়তন কত?
উঃ ৮৪,৪৭১ বর্গ কিমি।
283. কত সালে হায়দ্রাবাদ আনুষ্ঠিকভাবে ভারতভুক্ত হয়?
উঃ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি।
284. নেহেরু-লিয়াকৎ চুক্তি বা দিল্লি চুক্তি কবে সাক্ষরিত হয়?
উঃ ১৯৫০ সালের ১৭ই এপ্রিল।
285. ‘উদ্বাস্তু’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ হিরন্ময় বন্দ্যোপাধ্যায়।
286. ‘দি মার্জিনাল মেন’ গ্রন্থটির লেখক কে?
উঃ প্রফুল্ল চক্রবর্তী।
287. ‘এপার গঙ্গা ওপার গঙ্গা’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ জ্যোর্তিময়ী দেবী।
288. ‘পাথওয়ে টু পাকিস্থান’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ চৌধুরী খালিকুজ্জমান।
289. ‘ছেড়ে আসা গ্রাম’ গ্রন্থটির লেখক কে?
উঃ কালীপ্রসাদ মুখোপাধ্যায়।
290. ‘সুপারিবনের স্বাদ’ গ্রন্থের লেখক কে?
উঃ শঙ্খ ঘোষ।
291. ‘সূর্যদীঘল বাড়ি’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ আবু ইসহাক।
292. কত সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্ম হয়?
উঃ ১৯৫৩ সালে।
293. রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়?
উঃ ১৯৫২ সালে।
294. মহারাজ হরি সিং কোথাকার রাজা ছিলেন?
উঃ কাশ্মীরের।
295. হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৬৭ খ্রীষ্টাব্দে।
296. বিশ শতকের দুজন বাঙালী মল্লযোদ্ধাকারীর নাম লেখ।
উঃ যতীন্দ্রপ্রসাদ গুহ ও ফণীন্দ্রকৃষ্ণ গুহ।
297. বাংলার কবে, কোথায় প্রথম ফুটবলের আসর বসে?
উঃ ১৮৫৪ সালের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে এসপ্লানেড ময়দানে।
298. বাঙালীদের মধ্যে প্রথম কে ফুটবল খেলেন?
উঃ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী।
299. ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৭৯২ সালে।
300. প্রথম কোন বাঙালী ওভার হেড বল করেন?
উঃ নগেন্দ্রপ্রসাদ অধিকারী।
301. টাউন ক্লাব কে প্রতিষ্ঠা করেন?
উঃ সারদারঞ্জন রায়।
302. ‘রসগোল্লা বাংলার জগৎমাতানো আবিষ্কার’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ হরিপদ ভৌমিক।
303. মহাভারত কে রচনা করেন?
উঃ ব্যাসদেব।
304. পাণিনির রচিত ব্যাকরণ গ্রন্থটির নাম লেখ।
উঃ অষ্টাধ্যায়ী।
305. ‘অষ্ট্যাধ্যায়ী’ গ্রন্থে উল্লিখিত দুজন নাটাচার্যের নাম লেখ।
উঃ শিলালিন ও কৃশাশ্ব।
306. ‘নাট্যশাস্ত্র’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ভরত।
307. ‘বঙ্গীয় নাট্যশালার ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
308. ‘বাংলা নাটকের ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ আশুতোষ ভট্টাচার্য।
309. ‘দৃশ্যকাব্য’ পরিচয়’ গ্রন্থটি কার লেখা।
উঃ সত্যজীবন মুখোপাধ্যায়।
310. বাংলার কয়েকজন চলচিত্রকারের নাম লেখ।
উঃ ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায়, ফারহানা মিলি।
311. পাথরকুচি ও পিচ দিয়ে মজবুত রাস্তা তৈরির কৌশল কে কত সালে আবিষ্কার করেন?
উঃ ১৮১১ খ্রীষ্টাব্দে টেলফোর্ড ও ম্যাকডম।
312. কে কত সালে বাষ্পচালিত রেল-ইঞ্জিন আবিষ্কার করেন?
উঃ ১৮১৪ সালে জর্জ স্টিভেনসন।
313. বাষ্পীয় পোত বা স্টীমার কে আবিষ্কার করেন?
উঃ ১৮১৫ তে ফুলটন।
314. রোমান সাম্রাজ্য কবে ধ্বংস হয়?
উঃ ৪৭৬ খ্রীষ্টাব্দে।
315. কলম্বাস কোন দেশ আবিস্কার করে?
উঃ আমেরিকা।
316. ‘বৌদ্ধধর্মের ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ লামা তারানাথ।
317. ফটোগ্রাফির সূচনা প্রথম কবে কোথায় হয়?
উঃ ১৮৩৯ সাল নাগাদ ইউরোপে।
318. ক্যালোটাইপ সোসাইটি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৪৭ সালে লণ্ডনে।
319. কবে কোথায় রয়েল ফটোগ্রাফিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৫৩ তে লণ্ডনে।
320. জিগুরাত কী?
উঃ প্রাচীন মিশরে নগর দেবতার উদ্দেশ্যে তৈরি মন্দিরকে জিগুরাত বলে।
321. ‘যশোর-খুলনার ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সতীশচন্দ্র মিত্র।
322. ‘হুগলী জেলার ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সুধীরকুমার মিত্র।
323. ‘পাবনা জেলার ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ রাধারমন সাহ।
324. ‘The Archaeology of Ancient Indian Cities’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ডঃ দিলীপ কুমার চক্রবর্তী।
325. ‘Immortal India’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ জে. এইচ. দভে।
326. ‘মধ্যযুগের নগর’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ডঃ অনিরুদ্ধ রায়।
327. ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ কৌটিল্য।
328. ‘অর্থশাস্ত্র’ গ্রন্থে কোথাকার ইতিহাস বর্ণিত আছে?
উঃ কাশ্মীরের।
329. ‘হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ডঃ প্রফুল্লচন্দ্র রায়।
330. ‘প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ডঃ প্রফুল্ল ঘোষ।
331. ‘বিজ্ঞানের ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সমর সেন।
332. ‘প্রাচীন ভারতে চিকিৎসা বিজ্ঞান’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ডঃ দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়।
333. ‘উইমেন ইন মর্ডাণ ইণ্ডিয়া’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ নীরা দেশাই।
334. ‘দি ইণ্ডিয়ান উইমেনঃ ফ্রম পর্দা টু মডার্নিটি’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ জেরাল্ডিন ফোর্বেস।
335. গান্ধীজীর আত্মজীবনীটির নাম কী?
উঃ আত্মজীবনী (An autobiography)।
336. ‘এ নেশন ইন মেকিং’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
337. ‘আত্মচরিত গ্রন্থটির রচয়িতা কে?
উঃ শিবনাথ শাস্ত্রী।
338. ‘দি ইণ্ডিয়ান স্ট্রাগল’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সুভাষচন্দ্র বসু।
339. ‘জীবনস্মৃতি’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
340. ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ সরলাদেবী চৌধুরানী।
341. ‘মেমারিজ অব মাই লাইফ অ্যান্ড টাইমস’ – গ্রন্থটির রচয়িতা কে?
উঃ বিপিনচন্দ্র পাল।
342. ‘সত্তর বছর’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ বিপিনচন্দ্র পাল।
343. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবনস্মৃতি’ গ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ প্রবাসী পত্রিকায়।
344. ‘প্রবাসী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ রামানন্দ চট্টোপাধ্যায়।
345. ‘প্রতাপাদিত্য উৎসব’ কবে শুরু হয়?
উঃ ১৯৫৩ সালে।
346. ‘লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার’ – গ্রন্থটির রচয়িতা কে?
উঃ জওহরলাল নেহেরু।
347. ‘লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার’ – গ্রন্থটি কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়?
উঃ ১৯২৯ সালে।
348. জওহরলাল নেহেরু কত সালে কারারুদ্ধ হন?
উঃ ১৯৩০ সালে।
349. ‘গ্লিমপসেস অব ওয়ার্ল্ড হিস্ট্রি’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ জওহরলাল নেহেরু।
350. কত খ্রীষ্টাব্দে ‘বেঙ্গল গেজেট’ পত্রিকাটি প্রকাশিত হয়?
উঃ ১৭৮০ খ্রীষ্টাব্দে।
351. ‘বেঙ্গল গেজেট’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ অগাস্টাস হিকি।
352. কত খ্রীষ্টাব্দে ‘দিগ্দর্শন’ পত্রিকাটি প্রকাশিত হয়?
উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে।
353. ‘দিগ্দর্শন’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ জন ক্লার্ক মার্শম্যান।
354. কত খ্রীষ্টাব্দে, কার সম্পাদনায় ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি প্রকাশিত হয়?
উঃ ১৮৭২ খ্রীষ্টাব্দে, বঙ্কিমচন্দ্রের সম্পাদনায়।
355. ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ দ্বারকানাথ বিদ্যাভূষণ।
356. বিপিনচন্দ্র পাল কত খ্রীষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উঃ ১৮৫৮ খ্রীষ্টাব্দে।
357. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে?
উঃ মঙ্গল পাণ্ডে।
358. সলবাইয়ের সন্ধি কত সালে হয়?
উঃ ১৮৮২ সালে।
359. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠের সময় ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড ডাফরিন।
360. গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন কোন বৃক্ষের নীচে?
উঃ অশ্বত্থ গাছের নীচে।
361. কবিরের ভক্তিমূলক গান কে কি বলে?
উঃ দোহাঁ।
362. পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে?
উঃ মর্লে মিন্টো।
363. মুঘলদের সময় সরকারি ভাষা কি ছিল?
উঃ ফারসি।
364. অতীশ দীপঙ্কর কে ছিলেন?
উঃ বৌদ্ধ পণ্ডিত।
365. জামা মসজিদ কে নির্মাণ করেন?
উঃ শাহজাহান।
366. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ কৃষ্ণকুমার মিত্র।
367. মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী?
উঃ ঔরঙ্গজেব।
368. কার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন?
উঃ শিবাজীর।
369. স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন?
উঃ জাহাঙ্গীরের আমলে।
370. মালিক কাফুর কে ছিলেন?
উঃ আলাউদ্দিন খলজীর সেনাপতি।
371. বিজয়নগর এর প্রতিষ্ঠাতা কে?
উঃ হরিহর।
372. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ খিজির খাঁ।
373. কত সালে ভারতসভা স্থাপিত হয়?
উঃ ১৮৭৬ সালে।
374. আলিপুর বোমা হামলায় প্রধান আসামী কে ছিলেন?
উঃ অরবিন্দ ঘোষ।
375. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
376. বক্সারের যুদ্ধ কত সালে হয়?
উঃ ১৭৬৪ সালে।
377. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে?
উঃ লালা হরদয়াল।
378. সাইমন কমিশন কত সালে ভারতে আসে?
উঃ ১৯২৮ সালে।
379. গান্ধী বুড়ি কাকে বলা হত?
উঃ মাতঙ্গিনী হাজরাকে।
380. ভারতছাড়ো আন্দোলনের সূচনা কে করেন?
উঃ গান্ধিজী।
381. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড মাউন্টব্যাটেন।
382. নৌ বিদ্রোহ কত সালে হয়?
উঃ ১৯৪৬ সালে।
383. কুনিক উপাধি কে গ্রহণ করেন?
উঃ অজাতশত্রু।
384. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ বিম্বিসার।
385. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন?
উঃ সুভাষচন্দ্র বসু।
386. গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়?
উঃ ১৯৩১ সালে।
387. বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেন?
উঃ ধর্মপাল।
388. প্রিয়দর্শিকা কে লেখেন?
উঃ হর্ষবর্ধন।
389. শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন?
উঃ হর্ষবর্ধন।
390. কালিদাস কার সভাকবি ছিলেন?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের।
391. মেঘদূত এর রচয়িতা কে?
উঃ কালিদাস।
392. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উঃ প্রথম নরসিংহ বর্মন।
393. গুপ্তাব্দের প্রচলন কবে হয়?
উঃ ৩২০ সাল থেকে।
394. কণিষ্কের সভাকবি কে ছিলেন?
উঃ অশ্বঘোষ।
395. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ শিমুক।
396. কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
397. গান্ধার শিল্প কোন যুগের?
উঃ কুষাণ যুগের।
398. পুনা চুক্তি কত সালে হয়?
উঃ ১৯৩২ সালে।
399. মাস্টারদা নামে কে পরিচিত?
উঃ সূর্য সেন।
400. স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন?
উঃ যতীন দাস।
401. গান্ধী আরউইন চুক্তি অপর নাম কি?
উঃ দিল্লী চুক্তি।
402. কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন?
উঃ রামপ্রসাদ বিসমিল।
403. রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়?
উঃ ১৯৩০ সালে।
404. রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে?
উঃ ১৯১৭ সালে।
405. রাওলাট আইন পাস হয় কত সালে?
উঃ ১৯১৯ সালে।
406. খোদা সত্যাগ্রহ কত সালে হয়?
উঃ ১৯১৮ সালে।
407. গান্ধীজী প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?
উঃ দক্ষিণ আফ্রিকার নাটালে।
408. ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?
উঃ বিহারের চম্পারণে।
409. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
410. দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন কত সালে হয়?
উঃ ১৮৭৫ সালে।
411. ইস্ট ইণ্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে?
উঃ ফারুকশিয়ার।
412. পাটলিপুত্র কোথায় অবস্থিত?
উঃ গণ্ডক-শোন-গঙ্গা নদীর সঙ্গমে।
413. ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে হয়?
উঃ ১৭৮৪ সালে।
414. বৃহৎকথা কে লেখেন?
উঃ গুণাঢ্য।
415. এশিয়াটিক সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে?
উঃ উইলিয়াম জোন্স।
416. সগৌলির সন্ধি কত সালে হয়?
উঃ ১৮১৬ সালে।
417. কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন?
উঃ চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন।
418. বন্দীজীবন কে লেখেন?
উঃ শচীন সান্যাল।
419. হিন্দু মেলা কত সালে স্থাপিত হয়?
উঃ ১৮৬৭ সালে।
420. ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে?
উঃ বাসুদেব বলবন্ত ফাড়কে।
421. বন্দেমাতরম কী?
উঃ একটি ইংরেজি দৈনিক পত্রিকা।
422. অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক কে?
উঃ শচীন্দ্রকুমার বসু।
423. ইলবার্ট বিল আন্দোলন কত সালে হয়?
উঃ ১৮৮৩ সালে।
424. ইস্ট ইণ্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে?
উঃ ১৮৬৬ সালে।
425. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ শিশিরকুমার ঘোষ।
426. পরিব্রাজক গ্রন্থটির রচনাকার কে?
উঃ স্বামী বিবেকানন্দ।
427. কোল বিদ্রোহ কত সালে হয়?
উঃ ১৮৩০ সালে।
428. খিলাফত আন্দোলন কত সালে হয়?
উঃ ১৯২০ সালে।
429. দুদু মিঞা কে ছিলেন?
উঃ ফরাজী আন্দোলনের নেতা।
430. বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে?
উঃ ১৮৬৪ সালে।
431. শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন?
উঃ দয়ানন্দ সরস্বতী।
432. ব্রহ্মানন্দ উপাধি কে পান?
উঃ কেশব চন্দ্র।
433. ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন?
উঃ কেশব চন্দ্র।
434. বিশ্বম্ভর কার নাম ছিল?
উঃ নিমাই-এর।
435. শ্রীচৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কী?
উঃ বৈষ্ণব।
436. চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কী?
উঃ ব্রহ্মচর্য।
437. অন্ধ কবিতার পিতামহ কাকে বলে?
উঃ পেদ্দন।
438. নিকালো কণ্টি কার আমলে ভারতে আসেন?
উঃ প্রথম দেবরায়-এর আমলে।
439. বাহমনী বংশের শ্রেষ্ঠ সুলতান কে?
উঃ ফিরোজ শাহ।
440. ফোর্ট উইলিয়াম কবে স্থাপিত হয়?
উঃ ১৮০০ সালে।
441. কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়?
উঃ ১৮৩৫ সালে।
442. উডের ডেসপ্যাচ ঘোষিত হয় কত সালে?
উঃ ১৮৫৪ সালে।
443. কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে?
উঃ লর্ড বেন্টিং-এর আমলে।
444. কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় কত সালে?
উঃ ১৭৮১ সালে।
445. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উঃ ওয়ারেন হেস্টিংস।
446. পুলিশি ব্যবস্থার সংস্কার কে করেন?
উঃ লর্ড কর্ণওয়ালিশ।
447. ভার্সাই সন্ধি হয় কাদের মধ্যে?
উঃ ১৭৮৩ সালে, ইংল্যাণ্ড ও ফ্রান্সের মধ্যে।
448. ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে হয়?
উঃ ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে।
449. তৃতীয় মহীশূরের যুদ্ধ কাদের মধ্যে হয়?
উঃ টিপু সুলতান ও লর্ড কর্ণওয়ালিশ-এর মধ্যে।
450. চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে হয়?
উঃ ১৭৯৩ সালে।
451. তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কার আমলে হয়?
উঃ লর্ড হেস্টিংস-এর আমলে।
452. পুরন্দরের চুক্তি কত সালে হয়?
উঃ ১৭৭৬ সালে।
453. পুরন্দরের চুক্তি কাদের মধ্যে হয়েছিল?
উঃ ইংরেজ ও মারাঠাদের মধ্যে।
454. ছিয়াত্তরের মন্বন্তর হয় কত সালে?
উঃ ১৭৭০ সালে।
455. দাক্ষিণাত্যের ক্ষত হয় কার আমলে?
উঃ ঔরঙ্গজেবের আমলে।
456. রঙ্গিলা খান কে কি বলা হয়?
উঃ দ্বিতীয় আকবর।
457. পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল?
উঃ থানেশ্বর।
458. পরমেশ্বর পরমভট্টরক মহারাজাধিরাজ উপাধি কে নেন?
উঃ ধর্মপাল ও দেবপাল দুজনেই।
459. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ অপরাজিত বর্মন।
460. আরবরা সিন্ধু বিজয় করেন কত সালে?
উঃ ৭১২ সালে।
461. ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কারা?
উঃ তুর্কি।
462. তরাইনের প্রথম যুদ্ধ হয় কত সালে?
উঃ ১১৯১ সালে।
463. মিতাক্ষরা আইন কে রচনা করেন?
উঃ বিজ্ঞানেশ্বর।
464. অদ্ভুত সাগর কে রচনা করেন?
উঃ বল্লাল সেন।
465. ধীমান কে?
উঃ পাল যুগের একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী।
466. গঙ্গোইকোণ্ড উপাধি কে গ্রহণ করেন?
উঃ প্রথম রাজেন্দ্র চোল।
467. তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়?
উঃ ১১৯২ সালে।
468. মর্লেমিণ্টো সংস্কার হয় কত সালে?
উঃ ১৯০১ সালে।
469. নাগানন্দ কে রচনা করেন?
উঃ হর্ষবর্ধন।
470. মালবিকাগ্নিমিত্রম কে লেখেন?
উঃ কালিদাস।
471. মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে।
472. রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উঃ তৃতীয় গোবিন্দ।
473. ক্যাপ্টেন হকিন্স কার সময় ভারতে আসেন?
উঃ জাহাঙ্গীরের আমলে।
474. মিলিন্দপঞ্চহ কে লেখেন?
উঃ নাগসেন।
475. ভারতে প্রথম স্বর্ণমুদ্রা কারা চালু করে?
উঃ কুষাণরা।
476. বজ্রসূচী কে রচনা করেন?
উঃ অশ্বঘোষ।
477. মহেন্দ্রাদিত্য উপাধি কে গ্রহণ করেন?
উঃ প্রথম কুমারগুপ্ত।
478. ফা হিয়েন কত বছর ভারতে ছিলেন?
উঃ ১৫ বছর।
479. অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা কে?
উঃ কালিদাস।
480. কুমারসম্ভব কে লেখেন?
উঃ কালিদাস।
481. গণিত শাস্ত্রে শূন্য তত্ত্বের আবিষ্কার কোন যুগে হয়?
উঃ গুপ্তযুগে।
482. ইলোরার কৈলাসনাথ মন্দির কোন বংশের সৃষ্টি?
উঃ রাষ্ট্রকূট।
483. তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির কে তৈরি করেন?
উঃ রাজরাজ।
484. পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন?
উঃ অনন্ত বর্মন।
485. কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন?
উঃ প্রথম নরসিংহ বর্মন।
486. ইলোরার গুহাচিত্র কাদের আমলে সৃষ্ট?
উঃ রাষ্ট্রকূট।
487. অদ্বৈতবাদের প্রবক্তা কে?
উঃ শঙ্করাচার্য।
488. কিরতার্জুনীয়ম কে রচনা করেন?
উঃ ভারবি।
489. সিংহবিষ্ণুর সভাকবি কে ছিলেন?
উঃ ভারবি।
490. প্রজ্ঞাপারমিতা কে রচনা করেন?
উঃ অতীশ দীপঙ্কর।
491. শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের বাল্য নাম কি ছিল?
উঃ আদিনাথ চন্দ্রগর্ভ।
492. আঙ্কোরভাট এর মন্দির কোন দেবতার?
উঃ বিষ্ণু-র।
493. জাভার বরবুদুর এর স্তূপ রাজাদের সৃষ্টি?
উঃ শৈলেন্দ্র রাজাদের।
494. রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ দন্তীদুর্গ।
495. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ বহলুল লোদী।
496. মহামল্ল উপাধি কে গ্রহণ করেন?
উঃ প্রথম নরসিংহ বর্মন।
497. কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ দ্বিতীয় তৈলক।
498. নিস্ক ও মনা কোন যুগের মুদ্রা?
উঃ বৈদিক যুগের।
499. বৈদিক যুগের প্রধান বাহন কি ছিল?
উঃ ঘোড়া।
500. অকালি আন্দোলন কোথায় হয়েছিল?
উঃ পাঞ্জাব-এ।
501. তাহাকিব-অল-অখলক কে রচনা করেন?
উঃ সৈয়দ আহমেদ।
502. ‘বেঙ্গল হরকরা’ প্রকাশিত হয় কবে?
উঃ ১৭৯৮ সালে।
503. ইণ্ডিয়ান লিগ কে প্রতিষ্ঠা করেন?
উঃ শিশিরকুমার ঘোষ।
504. ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ ডঃ রাজেন্দ্রপ্রসাদ।
505. পাল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ দেবপাল।
506. বাঙালি সমাজে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন?
উঃ বল্লাল সেন।
507. দানসাগর অদ্ভুতসাগর কে রচনা করেন?
উঃ বল্লাল সেন।
508. সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উঃ বল্লাল সেন।
509. গীতগোবিন্দ কাব্যের রচয়িতা কে?
উঃ জয়দেব।
510. পবন দূত এর রচয়িতা কে?
উঃ ধোয়ী।
511. চালুক্য বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন?
উঃ দ্বিতীয় পুলকেশী।
512. বাতাপির চালুক্য বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ দ্বিতীয় কীর্তিবর্মন।
513. রাষ্ট্রকুট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ দন্তীদুর্গ।
514. রাষ্ট্রকুট বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ তৃতীয় গোবিন্দ।
515. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ অপরাজিত পল্লব।
516. বাতাপিকোণ্ড উপাধি কে গ্রহণ করেন?
উঃ প্রথম নরসিংহ বর্মন।
517. চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন?
উঃ কারিকল।
518. স্বাধীন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ প্রথম আদিত্য।
519. চোল বংশের শ্রেষ্ঠ বা শেষ শক্তিশালী রাজা কে ছিলেন?
উঃ রাজেন্দ্র চোল।
520. চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ বিজয়ালয়।
521. ‘গঙ্গোইকোণ্ড চোল’ উপাধি কে ধারণ?
উঃ রাজেন্দ্র চোল।
522. কোন মন্দিরে নটরাজ মূর্তি জগতবিখ্যাত?
উঃ তাঞ্জোর।
523. তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বর শিব মন্দির কে নির্মাণ করেন?
উঃ রাজরাজ চোল।
524. বিলহন রচিত গ্রন্থের নাম কী?
উঃ বিক্রমাঙ্কদেবচরিত।
525. কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন?
উঃ প্রথম নরসিংহ বর্মন।
526. কম্বোজের ‘বেয়ন’ মন্দিরটি কোন দেবতার মন্দির?
উঃ শিবের মন্দির।
527. কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন?
উঃ প্রথম কৃষ্ণ।
528. পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করায় কোন স্তূপ কে?
উঃ বরবুদুরের স্তূপকে।
529. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির কোনটি?
উঃ আঙ্কোরভাটের বিষ্ণুমন্দির।
530. সাঁচি স্তূপ কোথায় অবস্থিত?
উঃ ভোপাল-এ।
531. চর্যাপদ কোন যুগে রচিত হয়েছিল?
উঃ পাল ও সেন যুগে।
532. অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন?
উঃ বিক্রমশীলা বিহারের।
533. ভারতের কোন বিহারটি সবচেয়ে প্রাচীন?
উঃ তক্ষশিলা।
534. প্রাচীন রাজাদের কোন রাজাদের প্রথম নৌ বাহিনী ছিল?
উঃ চোল রাজাদের।
535. এলিফ্যাণ্ট গুহামন্দির কোন রাজাদের আমলে তৈরি?
উঃ চালুক্য রাজাদের।
536. পুরীর জগন্নাথ মন্দির কোন রাজার রাজত্বকালে নির্মিত হয়?
উঃ অনন্ত বর্মনের আমলে।
537. উড়িষ্যার কোন মন্দির কে ব্ল্যাক প্যাগোডা বলা হয়?
উঃ কোনারকের সূর্যমন্দিরকে।
538. অজন্তা গুহা চিত্রের বিষয়বস্তু কী?
উঃ জাতক।
539. সুলতান মামুদ মোট কতবার ভারত আক্রমণ করেন?
উঃ ১৭ বার।
540. অলবিরুনি কার সঙ্গে ভারতে আসেন?
উঃ সুলতান মামুদ।
541. সোমনাথ মন্দির কে লুণ্ঠন করেন?
উঃ সুলতান মামুদ।
542. তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল?
উঃ ১১৯২ সালে।
543. তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন?
উঃ মহম্মদ ঘোরী।
544. ভারত অভিযানে সুলতান মামুদের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন?
উঃ আনন্দ পাল।
545. ভারতে প্রথম মুসলমান আক্রমণকারী কারা ছিলেন?
উঃ আরবরা।
546. লাখবক্স নামে কে পরিচিত ছিলেন?
উঃ কুতুবউদ্দিন আইবক।
547. মধ্যযুগের রাষ্ট্র বলতে যা বোঝায় তার গোড়াপত্তন কে করেন?
উঃ ইলতুৎমিস।
548. কোন সুলতান ‘চাহেলগান’ বা ‘চল্লিশ চক্র’ গঠন করেন?
উঃ ইলতুৎমিস।
549. দিল্লির সুলতানির পত্তন কে করেছিলেন?
উঃ কুতুবউদ্দিন আইবক।
550. ইলতুৎমিসের রাজত্বকালে কোন মোঙ্গল নেতা ভারত আক্রমণ করেন?
উঃ চেঙ্গিস খাঁ।
551. মোহাম্মদ ঘোরীর প্রকৃত নাম কী ছিল?
উঃ মুইজউদ্দিন।
552. খলজী বিপ্লবের নায়ক কে ছিলেন?
উঃ জালালউদ্দিন খলজী।
553. তৈমুর লং এর ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন?
উঃ নাসিরউদ্দিন মামুদ।
554. আমির খসরু কার সভাকবি ছিলেন?
উঃ আলাউদ্দিন খলজীর।
555. হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয়?
উঃ আমির খসরুকে।
556. তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন?
উঃ ১৩৯৮ সালে।
557. দিল্লির সুলতানদের মধ্যে ‘দ্বিতীয় আলেকজাণ্ডার’ উপাধি কে গ্রহণ করেন?
উঃ আলাউদ্দিন খলজী।
558. মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন?
উঃ আলাউদ্দিন খলজীর।
559. দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন?
উঃ আলাউদ্দিন খলজী।
560. তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল?
উঃ ১৫৬৫ সালে।
561. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ গিয়াসউদ্দিন তুঘলক।
562. ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত?
উঃ মহম্মদ বিন-তুঘলক।
563. কার রাজত্বকালে ইবন বতুতা ভারতে আসেন?
উঃ মহম্মদ বিন-তুঘলক-এর।
564. তুঘলক বংশের শেষ সুলতান কে ছিলেন?
উঃ নাসিরউদ্দিন মাহমুদ শাহ।
565. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ খিজির খাঁ।
566. সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন?
উঃ আলাউদ্দিন আলম শাহ।
567. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ বহলুল লোদী।
568. দিল্লির প্রথম আফগান সুলতান কে ছিলেন?
উঃ বহলুল লোদী।
569. লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন?
উঃ ইব্রাহিম লোদী।
570. বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ শামসুদ্দিন ইলিয়াস শাহ।
571. বাংলায় ইলিয়াস শাহী বংশের শেষ নরপতি কে ছিলেন?
উঃ জালালউদ্দিন ফতেশাহ।
572. বাংলার আকবর বলে কাকে অভিহিত করা হয়?
উঃ আলাউদ্দিন হোসেনশাহ।
573. বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ জাফর খাঁ।
574. বাহমনী বংশের শেষ সুলতান কে ছিলেন?
উঃ কলিমউল্লাহ শাহ।
575. আদিনা মসজিদ কে নির্মাণ করেন?
উঃ সিকান্দর শাহ।
576. কার সমাধির উপর পাণ্ডুয়ার একলাখী মসজিদ নির্মিত হয়েছে?
উঃ নসরৎ শাহ।
577. বঙ্গদেশের কোন কবি তার প্রতিভার জন্য গুণরাজ খাঁ উপাধি পান?
উঃ মালাধর বসু।
578. শ্রীকৃষ্ণ বিজয় কাবের রচয়িতা কে?
উঃ মালাধর বসু।
579. কাশ্মীরের আকবর কাকে বলা হয়?
উঃ জয়নাল আবেদিনকে।
580. কোন যুগে কৃত্তিয়াস ওঝা রামায়ণ অনুবাদ করেন?
উঃ ইলিয়াস শাহী যুগে।
581. পদ্মপুরাণ কে রচনা করেন?
উঃ বিজয়গুপ্ত।
582. বিজয়নগর রাজের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উঃ কৃষ্ণদেব রায়।
583. আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতা কে?
উঃ কৃষ্ণদেব রায়।
584. ‘হাজার মন্দির’ ও ‘বিটল স্বামী মন্দির’ কে নির্মাণ করেন?
উঃ কৃষ্ণদেব রায়।
585. হিন্দু উত্তরাধিকার আইন এর গ্রন্থ ‘দায়ভাগ’ এর প্রণেতা কে?
উঃ জীমূতবাহন।
586. কাকে অন্ধ কবিতার পিতামহ বলা হয়?
উঃ পেদ্দনকে।
587. ইবনবতুতা রচিত ভ্রমণ বৃত্তান্তটির নাম কী?
উঃ কিতাব-উল-রাহলা।
588. সমরখন্দে ‘জুম্মা মসজিদ’ কে নির্মাণ করেন?
উঃ তৈমুর লঙ।
589. ভক্তি আন্দোলনের একজন প্রধান প্রচারক কে ছিলেন?
উঃ গুরু রামানন্দ।
590. নানক কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ লাহোরে।
591. রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন?
উঃ কবীর।
592. শিখদের ধর্মগ্রন্থের নাম কী?
উঃ গ্রন্থসাহেব।
593. গ্রন্থসাহেব প্রথম সংকলন কে করেন?
উঃ গুরু অর্জুন।
594. অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দিরটি কে নির্মাণ করেন?
উঃ গুরু রামদাস।
595. কুতুব মিনারের নির্মাণকার্য কার আমলে শেষ হয়?
উঃ ইলতুৎমিস-এর আমলে।
596. মিতাক্ষর নামক হিন্দু আইন গ্রন্থটির রচয়িতা কে?
উঃ বিজ্ঞানেশ্বর।
597. ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ বাবর।
598. মধ্যযুগে ভারতবর্ষে কোন রাজা প্রথম কামান ব্যবহার করেন?
উঃ বাবর।
599. কোন যুদ্ধের ফলে ভারতের সাময়িকভাবে মুঘল শাসনের ছেদ পড়ে?
উঃ বিল্বগ্রামের যুদ্ধে।
600. খানুয়ার যুদ্ধ কত সালে হয়?
উঃ ১৫২৭ সালে।
601. ‘তুজুক-ই-বাবর-ই’ আত্মজীবনী টি কে লেখেন?
উঃ বাবর।
602. বাবর তার আত্মজীবনী কোন ভাষায় রচনা করেন?
উঃ তুর্কি।
603. হুমায়ুননামার রচয়িতা কে?
উঃ গুলবদন বেগম।
604. হুমায়ুনের সেনাপতি কে ছিলেন?
উঃ বৈরাম খাঁ।
605. বিল্বগ্রামের যুদ্ধে শের খাঁ কাকে পরাজিত করেন?
উঃ হুমায়ুনকে।
606. শেরশাহের প্রকৃত নাম কী?
উঃ ফরিদ খাঁ।
607. দিল্লির সিংহাসনে সুর বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ আদিল শাহ।
608. শেরশাহের বিশ্বস্ত হিন্দু সেনাপতির নাম কী?
উঃ ব্রহ্মজিৎ গৌড়।
609. পাট্টা ও কবুলিয়ত কে প্রচলন করেন?
উঃ শেরশাহ।
610. সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাকব্যবস্থা কে চালু করেন?
উঃ শেরশাহ।
611. শেরশাহের সমাধি কোথায় অবস্থিত?
উঃ সাসারামে।
612. বিক্রমজিত উপাধি কে গ্রহণ করেন?
উঃ হিমু।
613. হলদিঘাটের যুদ্ধ আকবরের কার সাথে হয়েছিল?
উঃ রাণা প্রতাপসিংহের।
614. হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি কে ছিলেন?
উঃ মানসিংহ।
615. দীন-ই-ইলাহী নামে এক ধর্মমত কে রচনা করেন?
উঃ আকবর।
616. দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
উঃ বৈরাম খাঁ ও হিমু-র মধ্যে।
617. নাবালক অবস্থায় সম্রাট আকবরের অভিভাবক কে ছিলেন?
উঃ বৈরাম খাঁ।
618. ইবাদৎ খানা কার দ্বারা নির্মিত হয়?
উঃ আকবর।
619. ফতেপুর সিক্রি নামক শহরটি কে গঠন করেন?
উঃ আকবর।
620. তানসেন কোন সম্রাটের সমসাময়িক ছিলেন?
উঃ আকবর।
621. আকবরের গৃহ শিক্ষক কে ছিলেন?
উঃ সেখ মুবারক।
622. সুর সাগর এর রচয়িতা কে?
উঃ সুরদাস।
623. আকবরের জীবনীকার ঐতিহাসিক আবুল ফজলকে কে হত্যা করেছিলেন?
উঃ বীরসিং বুন্দেলা।
624. নুরজাহানের পূর্বনাম কী ছিল?
উঃ মেহেরুন্নিসা।
625. জাহাঙ্গীর কোন শিখ গুরু কে হত্যা করেছিলেন?
উঃ গুরু অর্জুনকে।
626. জাহাঙ্গীর আহাম্মদনগর বিজয়ের স্বরূপ কাকে ‘শাহজাহান’ উপাধি দান করেন?
উঃ খুররম।
627. শাহজাহান কত সালে সিংহাসনে আরোহন করেন?
উঃ ১৬২৮ সালে।
628. শাহজাহানের আমলে বাংলার রাজধানী কী ছিল?
উঃ রাজমহল।
629. শাহজাহানের শাসনকালে দেশে এসেছেন এমন একজন বিদেশীর নাম কী?
উঃ উইলিয়াম হকিন্স।
630. শাহজাহানের শিল্পসৃষ্টির এক অপূর্ব নিদর্শন কী?
উঃ ময়ূর সিংহাসন।
631. শাহজাহানের সর্বশ্রেষ্ট কীর্তি কী?
উঃ তাজমহল।
632. কার রাজত্বকালকে মুঘল যুগের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়?
উঃ শাহজাহান-এর।
633. দিল্লিতে কোন নদীর তীরে শাহজাহান প্রাসাদ-দুর্গ লালকেল্লা নির্মাণ করেন?
উঃ যমুনা।
634. ময়ূর সিংহাসন কে লুণ্ঠন করে নিয়ে যায়?
উঃ নাদিরশাহ।
635. নিজের পিতাকে বন্দী করে কে সিংহাসনে আরোহন করেছিলেন?
উঃ ঔরঙ্গজেব।
636. আলমগীর উপাধি কে গ্রহণ করেছিলেন?
উঃ ঔরঙ্গজেব।
637. ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে বন্দী করেন?
উঃ গুরু তেগবাহাদুর।
638. মুসলমানরা কাকে জিন্দাপীর বলতো?
উঃ ঔরঙ্গজেব।
639. পুরন্দরের সন্ধি কাদের মধ্যে সাক্ষরিত হয়?
উঃ ঔরঙ্গজেব ও শিবাজীর মধ্যে।
640. ঔরঙ্গজেব কাকে ‘পার্বত্য মুষিক’ বলে অভিহিত করেন?
উঃ শিবাজীকে।
641. ঔরঙ্গজেব পুনরায় কবে হিন্দুদের উপরে জিজিয়া কর আরোপ করেন?
উঃ ১৬৭৯ সালে।
642. শিবাজীর রাজধানী কোথায় ছিল?
উঃ রায়গড়।
643. শিবাজীর রাজ্যাভিষেক কবে হয়?
উঃ ১৬৭৪ সালে।
644. শিবাজী ‘বাঘ নখ’ দিয়ে কাকে হত্যা করেন?
উঃ আফজল খাঁ-কে।
645. কার শাসন ব্যবস্থায় ‘অষ্ট প্রধান’ নিয়ে একটি পরিষদ ছিল?
উঃ শিবাজীর।
646. শিবাজীর শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী কে কি বলা হত?
উঃ পেশোয়া।
647. পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়?
উঃ ১৭৬১ সালে।
648. দিল্লির সিংহাসনে মুঘল বংশের শেষ সম্রাট কে ছিলেন?
উঃ দ্বিতীয় বাহাদুরশাহ।
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর-০৫"
Post a Comment