গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর-০৬

গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর-০৬


১। সম্প্রতি পাট থেকে পচনশীল পলিমার ব্যাগ উদ্ভাবন করে = অধ্যাপক মোবারক আহমেদ খান
২। পাট উৎপাদনে বিশ্ব বাংলাদেশের অবস্থান = ৭ম
৩। বাংলাদেশে উদ্ভাবিত পাটজাত সুতার বৃহত্তম বাজার = তুরস্ক
৪। জাতীয় পাট দিবস = ৬ মার্চ
৫। পাট উৎপাদন এবং রপ্তানিতে শীর্ষ দেশ = ভারত
৬। বাংলাদেশে পাটকলের সংখ্যা = ৭৬ টি
৭। বাংলাদেশ LDC থেকে বেরিয়ে গেলেও সুবিধাসমুহ বলবৎ থাকবে = ২০২৭ সাল পর্যন্ত
৮। ২০২৭ সালের পর বাংলাদেশের মোট রপ্তানি ১১% হ্রাস পাবে
৯। ২০২১ সালের মধ্যে দেশের অভ্যন্তরীণ রপ্তানির লক্ষ্যমাত্রা = ৫ হাজার কোটি টাকা
১০। লিঙ্গবৈষম্য দূরীকরণে বাংলাদেশের অবস্থান = ৪৭ তম
১১। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ = ৭ম
১২। সম্প্রতি বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে পরীক্ষামূলকভাবে বাস চলাচল শুরু হয় = ২৩ এপ্রিল ২০১৮
১৩। মাতারবাড়ী সমুদ্র বন্দরের কাজ শেষ হবে = ২০২৩ সালে
১৪। বাংলাদেশে সক্রিয় মোবাইল সংযোগ = প্রায় সাড়ে ১৪ কোটি
১৫। ইন্টারনেট সংযোগ রয়েছে = প্রায় ৮ কোটি ৮ লাখ
১৬। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা = প্রায় ২ কোটি ৮০ লাখ
১৭। রোহিঙ্গাদদের ছবি তুলে পুলিৎজার পুরস্কার পেয়েছেন = রয়টার্সেরর সাংবাদিক বাংলাদেশী নাগরিক মোহাম্মদ পনির হোসেন
১৮। চাপাইনবাবগন্জ্ঞের ছোট সোনা মসজিদের বয়স = ৫০০ বছর
১৯। সম্প্রতি টেকসই শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উদীয়মান তরুণ নেতার পুরস্কার পেয়েছে = তানজিল ফেরদৌস
২০। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে = ৫ মে ২০১৮
২১। সম্প্রতি কোন ব্রিটিশ নাগরিককে বাংলাদেশ নাগরিকত্ব প্রদান করে = লুসি হেলেন
২২। সম্প্রতি IMF প্রকাশিত অর্থনৈতিক অবস্থানগত তালিকায় বাংলাদেশের অবস্থান = ৪২ তম 
২৩। সম্প্রতি প্রকাশিত কমনওয়েলথ উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান = ২৪ তম
২৪। বাংলাদেশ NLG যুগে প্রবেশ করতে যাচ্ছে = ২৪ এপ্রিল ২০১৮
২৫। কমনওয়েলথের সরকার প্রধানদের ২৫ তম বৈঠকে শেখ হাসিনা আন্তঃকমনওয়েলথ ব্যবসা,বিনিয়োগ ও উদ্ভাবনী উন্নয়নের জন্য কতটি প্রস্তাব দেন = ৭ টি
২৬। যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও গ্লোবাল সামিট ফর উইমেন শেখ হাসিনাকে যে পুরস্কার দিচ্ছেন = গ্লোবাল উইমেনস লিডারশীপ এওয়ার্ড
২৭। যুক্তরাষ্ট্রের টাইমস ম্যাগাজিন বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির মধ্য শেখ হাসিনার অবস্থান = ২১ তম
২৮। এশিয়ান হাইওয়ের আদলে এশীয় ইন্টারনেট মহাসড়ক তৈরীর প্রস্তাব দিয়েছে = বাংলাদেশ
২৯। এই মহাসড়কের নামকরণ করা হয়েছে = এশিয়া প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ে
৩০। এর দৈর্ঘ্য ১ লাখ ৪৫ হাজার কি:মি:
৩১। বাংলাদেশের দৈর্ঘ্য হবে ১ হাজার ৭৬৮ কি:মি:
৩২।  এটি ৩২ টি দেশকে সংযুক্ত করবে
৩৩। ইন্টারনেট ব্যান্ডউইথ হবে ৫০০ থেকে ৫৫০ জিবিপিএস
৩৪।  এটি হবে বিশ্বের সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় স্থলভিত্তিক ইন্টারনেট ব্যবস্থা

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ "গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর-০৬"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে