প্রতিরক্ষা মন্ত্রাণালযের Deputy Assistant Director পদের পরীক্ষার সমাধান
-- ৩মার্চ ১৯৭১।
২। মুক্তিযুদ্ধের সময় ‘মুজিবনগর ‘ কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
- ৮নং
৩। শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে কে?
- হযরত আলী (রা:)
৪। কোন জনপদ নিয়ে ইরাক ও ইরানের মধ্যে বিবাদ ছিল ?
-শাত -ইল- আরব
৫। বসনিয়া যুদ্ধ বিরতি স্বাক্ষরের মধ্যস্ততাকারী কে?
- জিমি কার্টটার
৬। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায়?
- ওয়াশিংটন ডি.সি
৭। কোনটি সামরিক জোট নয় :
- নাফটা
৮। ছয়দফা কর্মসূচী কে ঘোষণা করেন?
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৯। মঙ্গলগ্রহের উপগ্রহ কয়টি?
-২টি
১০। LDC stands for
Least developed country
১১। জাতিসংঘ সনদ কবে কার্যকর হয়?
-১৯৪৫
১২। ফরাসী বিপ্লব সংগঠিত হযেছিল
-১৭৮৯
১৩। কোনটি ভারতের ‘সেভেন সিস্টারস’ রাজ্যসমূহের অন্তর্ভূক্ত নয় ?
-কেরালা
১৪। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উত্পন্ন হয়?
- ফরিদপুর
১৫। বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান কোচ কে?
- চন্দ্রিকা হাতুরাসিংহে
১৬। বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি?
-ময়মনসিংহ
১৭। বাংলাদেশের পতাকার অনুপাত
১০:৬
১৮। বাংলাদেশের সর্বশেষ ঘোষিত বিভাগ কোনটি?
- ময়মনসিংহ
১৯। জাতিসংঘ ২০১৩সালের সেপে: মাসে কোন ক্ষেত্রে উন্নয়নের জন্য বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ?
- নারী উন্নয়ন ।
২০। অধরা কণা আবিষ্কারের নেতৃত্ব দিয়েছেন পদার্থ বিজ্ঞানী
- এম জাহিদ হাসান।
পার্ট -২
==============================
=======================
১।বাংলা ভাষার মূল উত্স কোনটি?
- বৈদিক ভাষা
২। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
-চর্যাপদ
৩।আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন ?
- আলাওল
৪। কোন সময়কে বাংলা সাহিত্যের ‘অন্ধকার যুগ ‘ বলা হয ?
- ১২০১-১৩৫০
৫। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই - কে বলেছেন?
- চন্ডীদাস
৬। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে?
- দীনেশচন্দ্র সেন ( প্রকৃত উত্তর চন্দ্র কুমার দে)
৭। কবি গানের প্রথম রচয়িতা কে?
- গোঁজলা পুট
৮।বাংলা পিডিয়া কোন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রকাশিত হয়েছিল?
- বাংলাদেশি এশিয়াটিক সোসাইটি
৯। মোস্তফা চরিত‘ গ্রন্থের রচয়িতা কে?
- মওলানা আকরম খাঁ
১০। কথা সাহিত্য বলতে কোনটি বোঝায় ?
- ছোটগল্প ও উপন্যাস
১১। বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে?
- প্যারীচাঁদ মিত্র > আলালের ঘরের দুলাল । কিন্তু বাংলা উপন্যাসের জনক >> বঙ্কিম
১২। বাংলা- সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
-উত্তর হবে চন্দ্রাবতী । তবে মহাশ্বেতা দেবী উত্তর হিসেবে গ্রহণ করতে পারে।
১৩। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
- ভদ্রার্জুন
১৪। দারিদ্র্য‘ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তভূক্ত?
-- সিন্ধু হিন্দোল
১৫। ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি ‘ --এটা কোন ধরনের বাক্য?
- যৌগিক
১৬। কোন বানানটি শুদ্ধ?
- গীতাঞ্জলি
১৭। ক্রিয়াপদ
- সব সময় থাকবে এবং কখনো কখনো উহ্য থাকতে পারে । তবে এখানে উত্তর কখনো কখনো টা নিতে পারে।
১৮। ভূষন্ডির কাক ‘ কথাটির অর্থ কি?
- দীর্ঘপ্রতিক্ষমান (বিচক্ষণ ব্যক্তি >> সৌমিত্র শেখর)
১৯। বৈরাগ্য সাধনে --- আমার নয় ।
- মুক্তি
২০। ‘দশে মিলে করি কাজ‘ বাক্যে দশে কোন কারকে কোন বিভক্তি ?
--কর্তায় ৭মী
============
1.Pick the word that is synonymous with 'Authoritarian'
- Autocratic
2.The opposite word of 'Sluggish
- Animated
3. The antonym of 'obsolete'
- Modern
4.Which pair of word is synonymous ?
-waste , trash
5.I have a savings account --- Standard chartared Bank
. with
6. Which of the following sentence is correct ?
- It is a nice poem
7. Choose the correct sentence
. The Omar Khayyam is rarely born
8. --- big book on --- table is for my history class.
- the , the
9.The more you practice speaking ---------
-- the better you will do it
10. He and I --- well .
-are
11. Which one is the imperative sentence?
-- Never tell a lie
12. You show good manners with the company of young ladies. here 'Show good manner' means
- behave gently
13. Dog days means
-Hot weather
14. Change the speech
What do you want? She asked him.
- She asked him What he wanted.
15. Which is the example of superlative degree?
- Least
16. Find out odd pair
- happy , pleased
17.Drizzling means
- Raining lightly
18. Identify the correct spelling
-- Lieutenant General
19. Select correct noun of the verb ' Believe'
-- Belief
☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ " প্রতিরক্ষা মন্ত্রাণালযের Deputy Assistant Director পদের পরীক্ষার সমাধান"
Post a Comment