প্রতিরক্ষা মন্ত্রাণালযের Deputy Assistant Director পদের পরীক্ষার সমাধান

প্রতিরক্ষা মন্ত্রাণালযের Deputy Assistant Director পদের পরীক্ষার সমাধান


১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে ‘জাতির জনক ’ ঘোষণা করা হয় ?
-- ৩মার্চ ১৯৭১।
২। মুক্তিযুদ্ধের সময় ‘মুজিবনগর ‘ কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
- ৮নং
৩। শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে কে?
- হযরত আলী (রা:)
৪। কোন জনপদ নিয়ে ইরাক ও ইরানের মধ্যে বিবাদ ছিল ?
-শাত -ইল- আরব
৫। বসনিয়া যুদ্ধ বিরতি স্বাক্ষরের মধ্যস্ততাকারী কে?
- জিমি কার্টটার
৬। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায়?
- ওয়াশিংটন ডি.সি
৭। কোনটি সামরিক জোট নয় :
- নাফটা
৮। ছয়দফা কর্মসূচী কে ঘোষণা করেন?
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৯। মঙ্গলগ্রহের উপগ্রহ কয়টি?
-২টি
১০। LDC stands for
Least developed country
১১। জাতিসংঘ সনদ কবে কার্যকর হয়?
-১৯৪৫
১২। ফরাসী বিপ্লব সংগঠিত হযেছিল
-১৭৮৯
১৩। কোনটি ভারতের ‘সেভেন সিস্টারস’ রাজ্যসমূহের অন্তর্ভূক্ত নয় ?
-কেরালা
১৪। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উত্পন্ন হয়?
- ফরিদপুর
১৫। বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান কোচ কে?
- চন্দ্রিকা হাতুরাসিংহে
১৬। বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি?
-ময়মনসিংহ
১৭। বাংলাদেশের পতাকার অনুপাত
১০:৬
১৮। বাংলাদেশের সর্বশেষ ঘোষিত বিভাগ কোনটি?
- ময়মনসিংহ
১৯। জাতিসংঘ ২০১৩সালের সেপে: মাসে কোন ক্ষেত্রে উন্নয়নের জন্য বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ?
- নারী উন্নয়ন ।
২০। অধরা কণা আবিষ্কারের নেতৃত্ব দিয়েছেন পদার্থ বিজ্ঞানী
- এম জাহিদ হাসান।
পার্ট -২
==============================
=======================
১।বাংলা ভাষার মূল উত্স কোনটি?
- বৈদিক ভাষা
২। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
-চর্যাপদ
৩।আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন ?
- আলাওল
৪। কোন সময়কে বাংলা সাহিত্যের ‘অন্ধকার যুগ ‘ বলা হয ?
- ১২০১-১৩৫০
৫। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই - কে বলেছেন?
- চন্ডীদাস
৬। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন কে?
- দীনেশচন্দ্র সেন ( প্রকৃত উত্তর চন্দ্র কুমার দে)
৭। কবি গানের প্রথম রচয়িতা কে?
- গোঁজলা পুট
৮।বাংলা পিডিয়া কোন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রকাশিত হয়েছিল?
- বাংলাদেশি এশিয়াটিক সোসাইটি
৯। মোস্তফা চরিত‘ গ্রন্থের রচয়িতা কে?
- মওলানা আকরম খাঁ
১০। কথা সাহিত্য বলতে কোনটি বোঝায় ?
- ছোটগল্প ও উপন্যাস
১১। বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে?
- প্যারীচাঁদ মিত্র > আলালের ঘরের দুলাল । কিন্তু বাংলা উপন্যাসের জনক >> বঙ্কিম
১২। বাংলা- সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
-উত্তর হবে চন্দ্রাবতী । তবে মহাশ্বেতা দেবী উত্তর হিসেবে গ্রহণ করতে পারে।
১৩। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
- ভদ্রার্জুন
১৪। দারিদ্র্য‘ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তভূক্ত?
-- সিন্ধু হিন্দোল
১৫। ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি ‘ --এটা কোন ধরনের বাক্য?
- যৌগিক
১৬। কোন বানানটি শুদ্ধ?
- গীতাঞ্জলি
১৭। ক্রিয়াপদ
- সব সময় থাকবে এবং কখনো কখনো উহ্য থাকতে পারে । তবে এখানে উত্তর কখনো কখনো টা নিতে পারে।
১৮। ভূষন্ডির কাক ‘ কথাটির অর্থ কি?
- দীর্ঘপ্রতিক্ষমান (বিচক্ষণ ব্যক্তি >> সৌমিত্র শেখর)
১৯। বৈরাগ্য সাধনে --- আমার নয় ।
- মুক্তি
২০। ‘দশে মিলে করি কাজ‘ বাক্যে দশে কোন কারকে কোন বিভক্তি ?
--কর্তায় ৭মী
============
1.Pick the word that is synonymous with 'Authoritarian'
- Autocratic
2.The opposite word of 'Sluggish
- Animated
3. The antonym of 'obsolete'
- Modern
4.Which pair of word is synonymous ?
-waste , trash
5.I have a savings account --- Standard chartared Bank
. with
6. Which of the following sentence is correct ?
- It is a nice poem
7. Choose the correct sentence
. The Omar Khayyam is rarely born
8. --- big book on --- table is for my history class.
- the , the
9.The more you practice speaking ---------
-- the better you will do it
10. He and I --- well .
-are
11. Which one is the imperative sentence?
-- Never tell a lie
12. You show good manners with the company of young ladies. here 'Show good manner' means
- behave gently
13. Dog days means
-Hot weather
14. Change the speech
What do you want? She asked him.
- She asked him What he wanted.
15. Which is the example of superlative degree?
- Least
16. Find out odd pair
- happy , pleased
17.Drizzling means
- Raining lightly
18. Identify the correct spelling
-- Lieutenant General
19. Select correct noun of the verb ' Believe'
-- Belief

☞ এই পোষ্ট সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন☞জিজ্ঞাসা☞সমস্যা☞তথ্য জানার থাকে তাহলে আপনি☞কমেন্ট করলে আপনাকে আমরা প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব☞☞☞ " প্রতিরক্ষা মন্ত্রাণালযের Deputy Assistant Director পদের পরীক্ষার সমাধান"

Post a Comment

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

 BIPLOB BLOGGER

প্রতিদিন সকল ধরনের চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আপনি যদি এন্ড্রয়েড মোবাইলে আপনার চাকরির বিজ্ঞপ্তি গুলো পেতে চান তাহলে আমাদের একটি অ্যাপস রয়েছে সেটি নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের 
নামঃ খালাসী 
পদ সংখ্যা:-১০৮৬ জন
আবেদনের শেষ তারিখ:-২৬ই জানুয়ারি ২০২২।  ও বিস্তারিত জানুন নিচের দেওয়া ভিডিওটিতে